নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

‘কোথাও কোনো ক্রন্দন নেই’

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯



গৌতম বুদ্ধ...
বোধিবৃক্ষের তলে বসে চোখ বুজে আছেন আজো?
অথচ ওরা যে হয়ে গেছে কত নির্মম কত নৃশংস
লুটপাট জখম ধর্ষণ খুন অগ্নিসংযোগ শেষে
লাশের উপর কেমন করে যে নৃত্য!

জীব হত্যা মহাপাপ...
আপনার অমিয় কণ্ঠে আহবান ছিল মানবতার
তবে কী তা হয়ে গেছে নিছক বাণী?
জিঘাংসার আগুনে পুড়ে যাচ্ছে কত বৃদ্ধ শিশু নারী-
আপনি কি আজ শুনতে পাচ্ছেন কিছু??

গৌতম বুদ্ধ...
সভ্যতার দুরন্ত ঘোড়ায় চড়ে কী করে যেনো
ওরা হয়ে গেছে সব আদিম বর্বর অসভ্য!
দুধের শিশুকে পুড়িয়ে দিতে প্রাণ কাঁদে না-
নাফের বুকে বয়ে যাচ্ছে শুধু লাশ আর রক্তের বন্যা।

তবু পৃথিবীর ‘কোথাও কোনো ক্রন্দন নেই’-
স্বভাবে মানুষগুলো হয়ে গেছে পুরোদস্তুর বেনিয়া,
হাড় ছাড়া শান্তিসংঘের একটি কুকুরও শব্দ করে না!!!

[‘কোথাও কোনো ক্রন্দন নেই’- কবি শহীদ কাদরীর একটি কাব্যগ্রন্থের নাম]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

আবু তালেব শেখ বলেছেন: ছবি গুলো সরান আর সহ্য করতে পারছিনা। কত নিষ্ঠুর হয় মানুষ

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

আছির মাহমুদ বলেছেন: কোনো সহৃদয়বান মানুষই এই ছবির বীভৎসতা সহ্য করতে পারবে না। কবি নির্মলেন্দু গুণ যেমন বলেছেন, রোহিঙ্গাদের নির্যাতনের ছবিগুলোর দিকে সরাসরি তাকানো যায় না- আড়চোখে তাকাতে হয়! আসলেই সত্য!

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:



বু্দ্ধের বাণী দিয়ে কি হবে? গৌতম থেকে আজকের ৮ম শ্রেণীর বাচ্ছা ১০০ গুণ বেশী জানে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

আছির মাহমুদ বলেছেন: অসভ্য মানুষকে মানবতা শেখাতে যারা অবদান রেখেছিল তারা আজ ব্যর্থ হিসাবে প্রতিয়মান হওয়াই স্বাভাবিক!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২০

অর্ক বলেছেন: নিদারুণ কষ্টদায়ক পরিস্থিতি! শুধু ঘৃণা ঘৃণা আর ঘৃণা! আমার লেখা একটি কবিতা এর প্রতিবাদে।

একটি কথা আপনার প্রথম ছবিটা আমাকে দারুণরকম বিচলিত করে তুললো। যদি সম্ভব হয় ওটা সেন্সর করে দিন। ধন্যবাদ। কবিতায় একরাশ মুগ্ধতা।

শেষ হোক এই বীভৎসতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

আছির মাহমুদ বলেছেন: ছবিগুলো দেখলে আমারও চোখ ভিজে যায়। অথচ এটাই অসহায় দরিদ্র রোহিঙ্গাদের বাস্তব চিত্র!

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫২

কানিজ রিনা বলেছেন: ওরা বর্বর অসভ্য ওরা বুদ্ধের বানী বিশ্বাস
করেনা। ওরা বুদ্ধকে মুছে দিতে চায়।
বুদ্ধ মিথ্যা ওদের বর্বর আগ্রাসন বুঝিয়ে
দিচ্ছে বুদ্ধের অহিংস পরম ধর্ম, জীব হত্যা
মহাপাপ সবই মিথ্য মিথ্যা। স্বার্থর কাছে ধর্ম
নীতি মুছে যাচ্ছে। পৃথিবীডে যখন ধর্ম ছিলনা।
জংলী মানুষ নিজেও জানত না তাদের নাম
মানুষ। জৈনিকতা আচার ব্যবহার ছিল জীব
পশুর মত অসভ্য। মানুষ আবার সেই ধর্ম
না থাকার যুগে পৌছে গেছে। বুদ্ধের ধর্ম
মুছে দিবে বুদ্ধেরই অনুসারীরা। কারন বুদ্ধের
ধর্ম মুছে না দিলে ওদের স্বার্থ উদ্ধার হবেনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০১

আছির মাহমুদ বলেছেন: Oh my dear,
I feel fear…
To see the world
Full of vampire!

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: ছবিটা সরিয়ে দেন সহ্য করতে পারছি না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

আছির মাহমুদ বলেছেন: ছবি সরালেই কী এই ক্ষত সেরে যাবে???

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা যেন নয়, যেন মানবতার ধ্বংশস্তুপ থেকে কেউ বিলাপ করে কথাগুলো বলছে। আল্লাহ আপনি রোহিঙ্গাদের হেফাজত করুন।++++++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

আছির মাহমুদ বলেছেন: কবি আবুল হাসানের কণ্ঠে বলি -
'মানুষ মানুষ হোক
মানুষের বুকের ভিতর আছে অমানুষ
মানুষ মানুষ হোক! '

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.