নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছির মাহমুদ

আছির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আত্মার নিভৃত আলোয়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬



১.
কি জিনিস দিয়া করিলা পয়দা!
ছানা দিলা কম, বেশী ময়দা-
মুখে দিলেই বুঝি কেমন বিস্বাদ
এ জীবনে প্রভু কেনো এত খাদ...
২.
আমি ছারপোকা আর তেলাপোকার মতো
করি আন্ধারেতে বাস –
প্রভু আমারে দেখাও তোমার
অনন্ত আকাশ!!
৫.
এত দুঃখ দিয়া ক্যান ভরাইলা এই প্রাণ?
যে দুঃখ সইলে ফুলেরা শুকায়
হারায়া ফেলে ঘ্রাণ...
যে দুঃখ পাইলে ডাকে না পাখি আর
হইয়া পড়ে বেহুঁশ...
সেই দুঃখ দিয়া তুমি ক্যান বানাইলা মানুষ?
১২.
চোখের প্রদীপ নিভে গেলে চিরতরে
জানি কেউ আর কারো নয়;
সময়ের কাছে সকল হিসাব
কেবলই শূন্যময়...
১৭.
কী অলীক স্বপ্নে আছি মেতে!
আগুনে পোড়াতে চাই না হৃদয়...
বিলাসী মনে তবু চাই তোমাকে পেতে?
২৫.
পাখি কোথা উড়ি যাও!
আমায় ক্যানো ফেলি যাও!
অচিনপুর মাটির আন্ধারে
কবে ছিলো আমার গাঁও??
২৮.
পরাণের ফুটা দিয়া যখোন তখোন
ঢুইকা পড়ে বাণের নোনা জল...
ক্ষইয়া যায় সব সম্বল আমার
ভাইঙ্গা পড়ে সুখের আগল!

[ প্রেমের কবিতারা এসেছে ফিরে/শব্দশিল্প প্রকাশনী
স্টলঃ ৪৩৬-৪৩৭ (সোহরাওয়ার্দী উদ্যান)]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.