নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আর বেশি দিন বাচমু না আননেরা আরে মাফ হইরা দিয়েন

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯



আর বেশি দিন বাচমু না আননেরা আরে মাফ হইরা দিয়েন ।



এভাবে লাশ হয়ে রাস্তায় না পড়ে থেকে আল্লাহু সঠিক ভাবে মৃত্যু দিলেই খুশি থাকবো ।

আর যত তারা তারি মৃত্যু হবে মনে হয় অতই ভালো । বলাতো যায় না দেশের

যে চলমান পরিস্থি তাতে করে যখন তখন শোনা যাবে মিন্টু বোমার আঘাতে নয়ত গাড়িতে বসে থেকে পেট্রোল বোমায় গাড়ি পুড়ে মারা গেছে ।

তাই আগে ফাকে সকলের কাছে মাফ চাওয়া।







শীতের দিন একটু আগুন হলে ভাল হতো । কিন্তু আল্লা এ ধরনের আগুন নয়। এই আগুন থেকে গড বাঁচাও।







আল্লাহু আপনার কাছে আবেদন করলাম যত তারাতারি সম্ভব হয় এইসব ভয়ঙ্কর দৃশ্য দেখা থেকে বাঁচান।





আমরা সারা বাংলাদেশের মানুষেরা আপনাগো কয়েকজনের কাছে আমাদের জীবন ভিক্ষা চাই । দয়া করে আমাদের উপরে একটু দয়া করুন।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

নিলু বলেছেন: মরন/ বাঁচন , সবই তো সৃষ্টিকর্তার হাতে , তয় কিভাবে মরবেন , তা তো বললেন না , বোমায় না আগুনে না গণতন্ত্রের আন্দোলনে ?

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

এমএম মিন্টু বলেছেন: বাঁচার কার না সাঁদ্ব জাগে তয় মাগার ইনারা যা শুরু করছে তাতে মনে হয় না আননে আমি আমরা আর বেশি দিন বাঁচতে পারমু । তাই আগে ফাগে আননেগো লগে এত দিন থেকে যে বেয়াদবি ও ভুলত্রুটি করেছি তার জন্য মাফ চাওয়া । :-< :-< :|

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: না না বেঁচে থাকো ভাইয়া। তোমার দুই ছেলের জন্য অন্তত!!!!!!!!:(

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

এমএম মিন্টু বলেছেন: কিন্তু প্রিয় আপু ওরা যে আননেরে আমারে আমাগো কাওরে বাঁচতে দিতে চায়না । হুম আপু সন্তানদের জন্যই বড় কষ্ট হয়।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

আবু শাকিল বলেছেন: হুদাহুদি মরতে যাইয়েন না।

মাইনষে কয় -পৃথিবী অনেক সুন্দর ।

সুন্দর মিছ কইরেন না।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

এমএম মিন্টু বলেছেন: হ্যা প্রিয় শাকিল ভাই সুন্দর পৃথিবী কে মিস করতে চায় ভাই কিন্তু দেহেন বাঁচার কার না সাঁদ্ব জাগে তয় মাগার ইনারা যা শুরু করছে তাতে মনে হয় না আননে আমি আমরা আর বেশি দিন বাঁচতে পারমু । তাই আগে ফাগে আননেগো লগে এত দিন থেকে যে বেয়াদবি ও ভুলত্রুটি করেছি তার জন্য মাফ চাওয়া । :-< :-< :|

৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯

বাকি বিল্লাহ বলেছেন: কিরে ভাই এলকা মরবেন কেন? আমারে নিয়া যাইয়েন :( :(

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

এমএম মিন্টু বলেছেন: আর কইয়েন না ভাই । ঐ যে শব্দ শুনতে পারছেন । ওহ আবারো ভুল হয়ে গেল আপনেরা তো কে কোথায় কেমনে শুনবেন কিন্তু আমি যে শুনতে পারছি তাইতো এত ভয় ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: মরা জিনিসটা স্বাস্হ্যের জন্য ভালো না। থাকেন।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

এমএম মিন্টু বলেছেন: থাকতে তো ভাই চাই কিন্তু ওরা যে থাকতে দিতে চায় না ।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

কালের সময় বলেছেন: হুম বুঝে আইলো না |-) :-<

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ বেশি বুঝার দরকার নাই ।। ভালো থাকুন :) B-) ;)

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

সুপ্ত আহমেদ বলেছেন: কে আর বাচাবে আমাদের? এরাই তো পেটে লাথি মেরে যাচ্ছে আমাদের । কানাকে চাঁদ দেখিয়ে কি লাভ বলুন ?

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

এমএম মিন্টু বলেছেন: বিষয়টি বুঝতে পেরেছেন এবং আন্তাজ করতে পেরেছেন বলে ধন্যবাদ ।
শুভকামনা থাকলো।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০০

কলমের কালি শেষ বলেছেন: :( :( :(

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

এমএম মিন্টু বলেছেন: চিন্তা ভাাবনা করে কোন লাভ নেই । এখনো লেখা শেষ হয় নাই সূতারং কোন ভাবেই কালি শেষ হলে চলবে না ভাই । শুভ কামনা থাকলো ।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

ফা হিম বলেছেন: দেশের জন্য জীবন দিয়া দেন। "শহীদ" ঘোষনা করার জন্য মানুষ বা গোষ্ঠীর অভাব হইব না।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

এমএম মিন্টু বলেছেন: হুম তাইতো দেখছি করতে হবে
ভালবাসার নীল আচঁলে ধেঁকে রেখো তবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.