নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

কি শুরু করলেন আপনেরা দেশে কি এরা দুই তিন জন ছাড়া আর ভালবাসার লোক নাই

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৮

কি শুরু করলেন আপনেরা দেশে কি এরা দুই তিন জন ছাড়া আর ভালবাসার লোক নাই । আরে মিয়া নিজেগো নিয়া চিন্তা করুন । নিজে বাচলে বাপের নাম ।
কে দেখা করলো কে করলো না তা নিয়ে আমমাদের মাথা ব্যথার দরকার নাই আমি মনে করি ।

তাতে মাথা ব্যাথার জন্য ডাক্তারকে আমমাদের পকেট থেকেই টাকা দিতে হবে ।

কৃতপক্ষ দয়া করে এইসব রাজনীতি নিয়ে লেখা পোষ্ট গুলো সরিয়ে ফেলুন ।
তাতে মনে হয় ব্লগের প্রথম পৃষ্টার সম্মান রক্ষা হবে ।

আরে ভাই লেখুন প্রেম ভালবাসা কত কিছু আছে সেগুলো নিয়ে নানান ধরনের
কবিতা গল্প রম্য যা মনে চায় তা লেখুন ।

শুধু এইসব রাজনীতি ফাতনীতি নিয়ে লেখে ব্লগের পরিবেশ নষ্ট করার কোন
মানেই হয় না ।
শুধু নিজেগো মধ্যে দন্দ টেনে আনা ছাড়া যেন কারো কোন কাজ নেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.