নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আপনেরা দয়া করে ব্লগ ধর্ষন বন্ধ করুন প্লীজ ,,,,,,,,,,,,,,,,,,,,

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

আজ কয়েক দিন ধরে বুঝতে পারছি না ব্লগে এত বোমার শব্দ কেন ।
ব্লগে ডুকেই শুধু রাজনীতি পোষ্ট ।
তাই আমার মনে হয় বাংলাদেশ থেকে যেদিন হাসিনা আর খালেদা আর এরশাদ মারা যাবে সেই দিন থেকে ব্লগের এই সব বিরক্তি করন বাজে রাজনীতির পোষ্ট থেকে ।

আগেতো মনে করতাম আমি একাই বেক্কল এহন দেহি আমার থেকে বড় বেক্কল আপনেরা আর এইযে আপনাগো রাজনীতি নিয়ে লেখা গুলো এগুুলো আমার মনে হয় আমার মতো অনেকের কাছে বাংলা ব্লগকে ধর্ষন করার মতো ।


আপনেরা কিন্তু অনেক ভালো ভালো গল্প লেখতে জানেন অথচ তা ছেড়ে কি সব পাগলামী শুরু করলেন বুঝি না ।

আরে ভাই হাসিনা বলেন আর খালেদাই বলেন তারা কিন্তু পেটে পেটে খালাতো বোন তা না হলে দেখছেন একজনের ছেলে মরছে আরেক জন সমবেদনা জানাইতে চলে গেছে।

অথচ নির্বাচনের সময় আপনার কাছে আমার কাছে আছে একটা ভোট ভিক্ষা
করার জন্য । অথচ দেখেন আমাগো কেও মরলে হ্যতাগো কাউরে খুজে পাওয়া যায় না একটু বুঝার চেষ্টা করুন ।

কি ভাবছেন আমি কোন দল করি ভাই আমি কোন দলই করি না । তবে জীবনের প্রথম ধরে শেষ একটি ভোট এক দলকে ভালো বেসে দিয়েছিলাম
তারা ক্ষমটায়ও আইছে কিন্তু কোন লাভ হয় নাই ।

আসা করি সকল ব্লগার ভাই আপুনিরা বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ।

আর কৃতপক্ষের কাছে বিশেষ আবেদন রইলো পারলে কিছু ব্লগারদের ব্যন করে দিন সাথে অবশ্যই আমার নিকটিও ব্যন হবে ।

কয়েক দিন আগেও ব্লগের পরিবেশ অনেক সুন্দর ছিল।
তাই কয়েক দিন যাবর্ত চিন্তা করেছিলাম তাদের কাছ থেকে আমরা নবীনেরা
কিছু লেখালেখি শিখবো কিন্তু এখন লেখকেরা যা শুরু করেছে তাতে মনে হয়
ব্লগ লেখার চেয়ে খোঁচা দেওয়া কথাই বেশি শেখা যাবে ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

জেকলেট বলেছেন: দুইজন ইংলিশ এক হলে আবহাওয়া নিয়া কথা বলে আর দুইজন বাংগালি এক হলে রাজনীতি নিয়া। :-P :-P

আর না হয় বলুনত UK, USA, Saudi, UAE আওয়ামিলীগ, বিএনপি, জাতীয় পার্টি এইগুলার মানে কি?? ওই সকল দেশের মানুষ কি আইসা আমাদের প্রবলেম সলভ করবে???

আর ভালো লাগেনা

২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

এমএম মিন্টু বলেছেন: আমিও তাই ভাবতেছি ভাই আর ভালো লাগে না । এখন মনে হচ্ছে দেশটা দুইসতিনের ছবির মতো হইয়া গেছে ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: এক হাতে তালি বাজে না। এক দল কথা বললে অপর দল কথা বলবে এটাই স্বাভাবিক।

২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

এমএম মিন্টু বলেছেন: হুম ঠিকই কইছেন তাহলে একদল গুটা দিলে আরেক দলেও গুটা দিবো।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

ইসপাত কঠিন বলেছেন: ভাইরে, রাজনীতির মধ্যে টাকা আছে। এই সিম্পল জিনিসটা বুঝেন না? বিদেশে ছাত্র রাজনীতি নেই বলে ছাত্রদের একটা বড় অংশ পার্ট টাইম জব করে কোনমতে টিউশন ফি যোগাড় করে অথবা হাত খরচের টাকা যোগাড় করে। আর আমাদের দেশের ছাত্ররা রাজনীতি করে লেক্সাস গাড়ী কেনে।

এই নষ্ট টাকার লোভে যারা পড়ে, তারা আপনার আহবানে সাড়া দিবে বলে আপনি মনে করেন?

দেখেন না, বাপ-মা'রে পা ছুয়ে সালাম করুক আর না করুক, নেতা নেত্রীদের পা ছুয়ে সালাম করতে কোন কার্পণ্য নেই। রাস্তায় মুরুব্বী দেখলে সালাম দেক আর না দেক, পাতি নেতারেও সালাম দিতে দিতে গলা ভেংগে ফেলে। এদের কাছ থেকে কিছু আশা না করাই ভালো।

২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

এমএম মিন্টু বলেছেন: হুম বড় চিন্তায় আছি কবে না আবার কি হয়ে যায় কেন না ভাল লাগে না।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

নিলু বলেছেন: রাজনীতি , ভাই বুঝি না বাদ দিলাম ,

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই কেচাল না করে বাদ দেওয়ার জন্য :) B-) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.