নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

এ দেশে এরশাদের মতো একজন পুরুষ একটানা নয় বছর দেশ চালানোর পরেও যখন জেল খেটেছে

২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

এ দেশে এরশাদের মতো একজন পুরুষ একটানা নয় বছর দেশ চালানোর পরেও যখন জেল খেটেছে তখন আমার মনে হয় না আর কোন দলই বাংলা দেশের জন্য ভালো কিছু করতে পারবে ।

দেখুন কার কাছে কি রকম মনে হয় তা আমি জানি না তবে আমার কাছে এদেশের জন্য এরশাদ ও ফোকরউদ্দিনের মতো লোক প্রয়োজন ছিল ।



যে কোন দেশে কোন পুরুষ যদি দেশ শাসন করেন তাহলে সেই দেশের বাকি ছোট খাটো মহিলা নেত্রী সকল নেতা কর্মীরা এমনেই তারের মতো সোজা হয়ে যায় ।



কি ভাই রাগ করলেন আমার উপরে আমি কেন এই সৈরাচারী লোকগুলোর পক্ষ নিলাম। দেখেন রাগ কইরেন না আগে কথা বুঝুন তার পর রাগ করুন ।

এরাশাদ ক্ষমতায় ছিল নয় বছর সে সৈরাচার হলেও যদি দেশের ভালো কোন কাজ করে থাকে আমি সে ক্ষেত্রে বলবো এরশাদই করছে ।



তার পরে দেখুন ফোকরউদ্দিন যে দুই তিন বছর দেশ চালাইছে ঐ দুই তিনবছর দেশের যে চাকা আছে সে চাকার হাওয়া একটুও কমে নায় ।

দেশ সুন্দর ভাবেই চলছে।

যে দুই তিন বছর ফোকরউদ্দিন দেশ শাসন করেছেন ঐদুই তিন বছর রাত ১২ নাই ১ নাই যখন তখন অনেক রাতে বাসায় ফিরেছি নির ভয়ে ।

আর এখন রাস্তা চলতে হচ্ছে মনের ভেতরে এক ধরনের ভয় নিয়ে ।

কেননা দেশের যে অবস্থা এই কখন জানি শরীরের উপরে বোমা এসে পরে ।



পোষ্টের শিরনামের সাথে মিল রেখে আমায় বলতে হচ্ছে যে যতই বাড়াবাড়ি করুক যদি এরশাদ পুরুষ ও সামরিকের একজন কর্মকর্তা হয়ে এত ভালভাবেদেশ চালিয়ে তাকে জেল খাটতে হয় তাহলে ভর্তমান যারা ভুল রাজনীতি করছেন তাদের জন্য জেল ওয়ান টুয়ের ব্যপার।



আসা করি আপনেরা আমায় ভুল বুঝবেন না ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: আকালে মানুষ ঘাসপাতা খায়, বাসি রুটি পাইলে বিরানি মনে কইরা খায়। আমাদের ঘাসপাতার জীবনে বাসি রুটির আক্ষেপ করা লাগে... এরশাদ-ফখরুদ্দিনেরা বাসি রুটির এতটুকু বেশি না।

২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

এমএম মিন্টু বলেছেন: না ভাই ঠিকই কইছেন তয় মনে হচ্ছে পোষ্ট দেওয়া আমারই ভুল হইছে কেননা আমার জানা ছিল না এখনো মেয়ে লোকের আচল ধইরা ঘরে বসে থাকার মতো লোক এখনো এ দেশে আছে।

তয় কয়েক মিনিটের ভেতরে আননেরা আর পুষ্ট খান ফেরত দেন ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

তানভীরএফওয়ান বলেছেন: Ershad was a dectetor but not Fakruddin

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

এমএম মিন্টু বলেছেন: :) B-) ;)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সাঝের আলো বলেছেন: একমত

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

এমএম মিন্টু বলেছেন: আমিও একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.