নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

স্বামীর আত্মহত্যায় স্ত্রী ও শ্যালিকাকে গাছের সাথে বেঁধে গণধোলাই

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১


অত্যাচার সইতে না পেরে ট্রেনের নিচে ঝাপ দিলেন রাজুকুমার মাহাতো ৷

রবিবার দুপুরে তার ঠিক আগেই বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর৷ স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্ত্রী ও শ্যালিকাকে সোমবার সকালে গাছে বেঁধে গণপিটুনি দেন প্রতিবেশী মহিলারা ৷ আলিপুরদুয়ারের অরবিন্দ কলোনি এলাকার ঘটনা৷ স্থানীয় ১০ জন মহিলার বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা৷ বছর চারেক আগে রাজুকুমারের সঙ্গে বিয়ে হয়েছিল মমতা সূত্রধরের ৷

বিয়ের পর থেকেই স্বামী -স্ত্রীর মধ্যে নিত্য দিন ঝামেলা লেগে থাকত৷ প্রতিবেশীদের অভিযোগ, মমতা তাঁর স্বামীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন৷ রবিবার দুপুরে বিবাদে চরমে ওঠায় অভিমানে আত্মঘাতী হন রাজু৷ রেল পুলিশের কাছে রাজু মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন, স্ত্রী ও শ্যালিকার অত্যাচারেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন৷ সোমবার সকাল ১০টা নাগাদ এলাকার মহিলারা এককাট্টা হয়ে মমতা ও তাঁর বোন সরস্বতীকে একটি গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে প্রায় ঘণ্টাখানেক মারধর করে ৷

তাঁদের দাবি , মমতা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত বলেই অশান্তি হত স্বামীর সঙ্গে৷ প্রতিবাদ করলে স্বামীকে মারধর করতেন মমতা ৷

রাজুর ওপর চড়াও হতেন মমতার বোন সরস্বতী ও মা সন্ধ্যাও৷ প্রতিবেশী মায়া পাল বলেন, ‘আমরা ইতিপূর্বেও মমতাকে বেশ বেশ কয়েক বার সাবধান করেছি৷ সন্ধে হতেই ও নিজের ঘরে ফূর্তির আসর বসাতো ৷

রাজু প্রতিবাদ করলেই শুরু হত অশান্তি ৷’ আরেক প্রতিবেশী পার্বতী দাস বলেন, ‘রবিবার সকালে মমতার প্রেমিকের ফোন এসেছিল ওর মোবাইলে৷ সেটা রাজু ধরে ফেলায়, ওর ওপর চড়াও হয় মমতা ও সরস্বতী ৷ প্রচণ্ড মারধর করা হয় রাজুকে ৷
শেষ পর্যন্ত ও চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়৷ এ ঘটনা মেনে নেওয়া যায় না৷’ প্রতিবেশীদের অভিযোগ অস্বীকার করে মমতা বলেন, ‘আমি আত্মহত্যায় প্ররোচনা দিইনি ৷

অনটনের সংসার চালাতে না পেরে নিজে মরে গিয়ে আমার স্বামী আমাকে ও আমার দুই সন্তানকে পথে বসিয়ে দিয়ে গেল৷ মিথ্যে অভিযোগে আমাদের দুই বোনকে মারধর করা হয়েছে৷ ওদের শাস্তি চাই৷’ মমতার ভাই আবার সরব হয়েছেন নিজের দিদির বিরুদ্ধেই ৷

রাজুকুমার মাহাতোর শ্যালক গণেশ সূত্রধর বলেন, ‘যতই আমার দিদি হোক না কেন, সত্যিই ও সবসময় জামাইবাবুর ওপর অত্যাচার চালাতো৷ অনেক বোঝানোর চেষ্টা করেছি৷ কিন্ত্ত লাভ হয়নি৷ তার ফলেই আজ জনরোষের মুখে পড়েছে আমার দিদি৷ ওর সাজা হওয়া দরকার ৷’

এ দিন খবর পেয়ে পুলিশ এসে জনতার হাত থেকে দুই বোনকে উদ্ধার করে৷ ১০ জন মহিলার বিরুদ্ধে গণধোলাইয়ের অভিযোগ দায়ের করেছেন মমতা মাহাতো ৷

তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷ আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘আমরা তদন্ত করছি৷ কেউ হাতে আইন তুলে নিতে পারেন না ৷ সময় মতো পুলিশ না পৌঁছলে বড় অঘটন ঘটতে পারত৷আরো বিস্থারিত দেখুন

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

ঢাকাবাসী বলেছেন: আপনার বাড়ী কোথায়? এরকম ঘটনা হামেশা এদেশে ঘটছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

এমএম মিন্টু বলেছেন: আর বাড়িতো ভাই বাংলাদেশের উত্তরে ভারতের লগ দিয়া।
তয় আই বড় হয়ছি ঢাহায় ।

কি ভাই রাগ করলেন ।একটু ফান করে বললাম বলে।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

মঞ্জু রানী সরকার বলেছেন: লেখাটি প্রকাশের উদ্দেশ্য বুঝতে পারলাম না

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

এমএম মিন্টু বলেছেন: আহা! আপু এসব বিষয় একেবারে মাথায় নেওয়ার প্রয়োজন নেই।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

ব্লগ ৪১৬ বলেছেন: মিন্টু ভাই, ইতা কি হুনাইলনে। আপনি দাদা-দিদিগো খবর আম্রার কাছে কেন দিচ্ছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

এমএম মিন্টু বলেছেন: আহ! আহা! ভাই করছেন কি আস্তে আস্তে বলুন লোকে শুনবেতো এগুলোযে দেশের পেতিসের ব্যপপার :) B-) ;)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৬

নাসরিন চৌধুরী বলেছেন: :( :( :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

এমএম মিন্টু বলেছেন: কি হইলো আপু মন খারাপ হইয়া গেলো । থাক লক্ষী আপুনা ভালো রাগ কইরেন না এই কথা দিলুম এই রকম মন খারাপ করা পোষ্ট আর দিবো না।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

ইস্কান্দার মীর্যা বলেছেন: @এম এম মিন্টু

আপনাকে ধন্যবাদ অন্যান্য ঘটনাবলীর মতই হরহমেশা ঘটা সমাজের এই প্রচন্ড অবক্ষিত রুপটি আর দশজন সাধারন মনুষের মত এড়িয়ে না গিয়ে ফুটিয়ে তোলার জন্য । নারীর প্রতি পুরুষের অন্যায় অত্যাচার যেমন কঠোর হস্তে দমনীয়, নারীদের একটা অংশের এরুপ নিজ স্বামী সন্তান-সন্ততিকে প্রতারিত করে অবৈধ শারিরীক সম্পর্ক তৈরী করার প্রবনতাও সমভাবে দমনীয়। আমাদের সমাজপতিদের এই স্পর্শকাতর বিষয়টাকে অবহেলা করার মানসিকতা থেকে বেড়িয়ে আসা উচিত ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার সাথে সম্পূর্ণ সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.