নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সামুর বেশ কয়েকটি নিক হ্যাক হতে যাচ্ছে যেনে নিন কোন কোন নিকগুলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২

সম্প্রতিক এক বিশেষ গভেষনায় জানা যায় অল্প কয়েকদিনের ভেতরে সামুর বেশ কয়েকটি নিক হ্যক হতে যাচ্ছে । যাদের আইডি গুলো হ্যক হতে যাচ্ছে লগিন ইউজার আইডি ও পার্সওয়ার্ড গুলো চলুন আমরাও জেনে নেই ।

১।লগিন ইউজার আইডি= /sharifME04blog নাম=শরীফ মাহমুদ ভূঁইয়া।

লিংএখানে ক্লিক করলে পাবেন।



২।লগিন ইউজার আইডি= zzamanblog =রাফা পার্সওয়ার্ড ক্সক্সক্সক্সক্স



৩। লগিন ইউজার আইডি= Paranoid=হাসান মাহবুব=ওরফে হামা ভাই।পার্সওয়ার্ড ষফষষষষফদএএ



৪। লগিন ইউজার আইডি= Nilu2020=নিলু=পাসওয়ার্ড Qৃএদষআছ৩৩



৫। লগিন ইউজার আইডি=abushakil570=আবু শাকিল=পাসওয়ার্ড= তড়ফঘঃউঝ



৬। লগিন ইউজার আইডি=selimanwar007=সেলিম আনোয়ার=পার্সওয়ার্ড ০২৬ষদফড়ঘ



৭। লগিন ইউজার আইডি=Tushar007007=তুষার কাব্য=পার্সওয়ার্ড ৯৯৮৮৫৪৩২১



৮। লগিন ইউজার আইডি=mozaddid=কাল্পনিক_ভালোবাসা ওরফে কাবা ভাই=পার্সওয়ার্ড Qষদএঋ্যতউণ ভাই ব্লগের একজন মডু হয়েও বাঁধ পরলেন না ধরা খেয়ে গেলেন হাইজাক পাটির কাছে ।





৯। লগিন ইউজার আইডি=ibalibari =ইমতিয়াজ =ব্লগে যার একটাই কাজ সকলকে প্রথম দেখাই তার প্রথম ভালো লাগা ।আপনিও চাইলে ভাইকে হ্যক করতে পারেন পার্সওয়ার্ড ৬৫৪০৯৮১২।

কিন্তু অতি দুংখের বিষয় তিনিও হ্যকারদের হাতে পড়ে গেলেন ।





১০। লগিন ইউজার আইডি= shukhimanoshblog =সুখী মানুষ=আহা সুখি মানুষ ভাই আপনার সুখের নিক এখন দুখের দিক যাচ্ছে। বড় কষ্ট হচ্ছে আপনার জন্য কেননা আপনার এতদিনের পুরানা সম্পদটাকে হারাতে হবে তাও হাইজেক পাটির কাছে=সকলে দেখে নিন এই নিকটিও হাইজাক হতে চলছে পার্সওয়ার্ড ৫৭৮৯৩এড়ঘ



১১। লগিন ইউজার আইডি=



১২। লগিন ইউজার আইডি=



১৩। লগিন ইউজার আইডি=



পোষ্ট আবডেড হবে । পোষ্টে লক্ষ্যরাখুন হয়ত আপনার আইডিও থাকতে পারে







মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: বরাবরের মতোই প্রথম ভাল লাগা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

এমএম মিন্টু বলেছেন: ওহ! ইমতিয়াজ ভাই এমন একটি পোষ্ট তাও আপনার ভালো লেগেছে শুনে আমমারো ভালো লাগলো।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: হ্যাক করার কারণ কি ভাই ???

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

এমএম মিন্টু বলেছেন: ভাইয়া সকল কারনের উত্তর দেওয়া হয়েছে।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! আপনি যে একজন প্রতিভাবান ব্লগার রুপি হ্যাকার তা জানা ছিল না। তা আপনার এই পোষ্টটা কোন ক্যাটাগরীর পোষ্ট? মানে এটা কি ফান পোষ্ট না কি সত্য হ্যাক করার জন্যই তথ্য গুলো ফাস করতে চাইছেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া পতিউত্তর করতে একটু দেরি হলো বলে আমি আন্তরিক ভাবে দুংখিত ।

ধন্যবাদ কাবা ভাই জানা আপু সহ ব্লগের সকল সহ বব্লগার ভাই বোন দের পোষ্টটিকে খুব গুরুত্বপূর্ণ ভাবে নজরে নেওয়ার জন্য
এবং আন্তরীক ভাবে পোষ্টে আসার জন্য।কোন যুক্তি তর্কের হিসাব করে আমার এই পোষ্টটি দেওয়া হয় নাই।আমি শুধু এইটুক বলতে চেয়েছি আমি ইন্টার নেট সম্পর্কে তেমন কিছুই বুঝিনা তার পরেও আমার মনে হয় পোষ্টে যে তথ্যতুক দিয়েছি তা সমম্পূণ্য সঠিক হ্যকের বিষয়টি ফান করে লেখলেও এটা সত্য আমরা যখন কোন ব্লগার অন্য ব্লগারের ব্লগে ডুকি তখন কিন্তু তার ব্লগের ইউরালে তার লগিন আইডিটি দেখা যাচ্ছে।
আর এর এই আধুনিক তথ্যপ্রযুক্তির এবং ইন্টার নেট হ্যকের যুগে আমার মনে হয় ইউজার আইডি ব্যবহার করেও কোন না কোন ভাবে চেষ্টা করলে যে কোন ব্লগারের ব্লগে ডোকা সম্ভব ।যেখানে হ্যকার সাহেবরা
সাধারনত বড় বড় ফেসবুক সহ জিমেল এবং অন্য ওয়েব সাইট গুলোতে ডুকে সকল
তথ্য নিচ্ছে সেখানে আমার মনে হয় আমাদের কিছুটা সতর্ক হওয়া প্রয়োজন ।
তাই বিশেষ ভাবে কৃতপক্ষের কাছে অনুরোধ থাকবে ইউরালে যেন কোন ব্লগারের লগিন ইউজার আইডি না দেখানো হয় ।
সকলকে আবারো আন্তরীক ধন্যবাদ ।
পোষ্টটি দিয়ে কোন ভুল করলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে বিষয়গুলো অবশ্যই একটু ভেবে দেখার জন্য অনুরোধ রইলো।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

তুষার কাব্য বলেছেন: হায় হায়...! আমার এই নিরীহ আইডি টাও হ্যাক কইরা ফেলল ! হ্যাকার ভাই ছাইরা দেন আমারে... :D

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

In2the Dark বলেছেন: আসলে কি হইতেছে এইখানে কিছুই বুঝতে পারছিনা।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

জানা বলেছেন:
খুবই আপত্তিকর একটি পোস্ট।

তারপরও আমরা এই পোস্টটি সরাতে চাইছি না। বরং এখানে যাঁদের আইডি হ্যাকের কথা বলা হয়েছে, তাঁরা আসুন। দেখি তাঁরা কি বলেন।

এই মুহূর্ত পর্যন্ত আমাদের দিক থেকে কোন সমস্যা নেই।

পাশাপাশি পোস্টের লেখককেও এর পেছনে যুক্তি দেখাবার অনুরোধ থাকছে।
সবাইকে ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

এমএম মিন্টু বলেছেন: হুম আপু আমার দিক থেকেও কোন আপত্তি নেই যদি পোষ্টটি মুছেফেলা হয় ।তবে অবশ্যই অনুরোধ থাকলো আপু ইউরালে ব্লগারদের ইউজার আইইডিটি যদি না দেখানো হতো তাহলে ভাল হতো।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি প্রথমে একটু আবাক ই হয়েছিলাম, পরে ভাবলাম দেখী কি হয়? তবে একটা ট্যাগ থাকা উচিৎ ছিল।



জানা আপার এই কথার সাথে একমত : পাশাপাশি পোস্টের লেখককেও এর পেছনে যুক্তি দেখাবার অনুরোধ থাকছে।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ কাবা ভাই জানা আপু সহ ব্লগের সকল সহ বব্লগার ভাই বোন দের পোষ্টটিকে খুব গুরুত্বপূর্ণ ভাবে নজরে নেওয়ার জন্য
এবং আন্তরীক ভাবে পোষ্টে আসার জন্য।কোন যুক্তি তর্কের হিসাব করে আমার এই পোষ্টটি দেওয়া হয় নাই।আমি শুধু এইটুক বলতে চেয়েছি আমি ইন্টার নেট সম্পর্কে তেমন কিছুই বুঝিনা তার পরেও আমার মনে হয় পোষ্টে যে তথ্যতুক দিয়েছি তা সমম্পূণ্য সঠিক হ্যকের বিষয়টি ফান করে লেখলেও এটা সত্য আমরা যখন কোন ব্লগার অন্য ব্লগারের ব্লগে ডুকি তখন কিন্তু তার ব্লগের ইউরালে তার লগিন আইডিটি দেখা যাচ্ছে।
আর এর এই আধুনিক তথ্যপ্রযুক্তির এবং ইন্টার নেট হ্যকের যুগে আমার মনে হয় ইউজার আইডি ব্যবহার করেও কোন না কোন ভাবে চেষ্টা করলে যে কোন ব্লগারের ব্লগে ডোকা সম্ভব ।যেখানে হ্যকার সাহেবরা
সাধারনত বড় বড় ফেসবুক সহ জিমেল এবং অন্য ওয়েব সাইট গুলোতে ডুকে সকল
তথ্য নিচ্ছে সেখানে আমার মনে হয় আমাদের কিছুটা সতর্ক হওয়া প্রয়োজন ।
তাই বিশেষ ভাবে কৃতপক্ষের কাছে অনুরোধ থাকবে ইউরালে যেন কোন ব্লগারের লগিন ইউজার আইডি না দেখানো হয় ।
সকলকে আবারো আন্তরীক ধন্যবাদ ।
পোষ্টটি দিয়ে কোন ভুল করলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে বিষয়গুলো অবশ্যই একটু ভেবে দেখার জন্য অনুরোধ রইলো।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সংঘাতিক অবস্থা । এই অধমের ব্যাপারে হ্যাকারদের আগ্রহ বোধগম্য হলো না । #:-S

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন: কা_ভা ভাইর কমেন্টের বেটারে দেইখা ভালো লাগছে ;)

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:


জানা আপুর পোষ্টের কমেন্টের জবাব আপনি শুদ্ধভাবে দিয়ে প্রমান করলেন, আপনার বিভিন্ন পোষ্ট এবং কমেন্টে আপনার বিকৃত বানান এবং শব্দ প্রয়োগ সম্পূর্ন ইচ্ছাকৃত এবং সেই অসুস্থ চর্চার মাধ্যমে আপনি যা প্রমান করতে চাইছেন, তা নেহায়ত একটি শিশুতোষ ব্যাপার।

ইউজার নাম দিয়ে কেউ আমাদের সার্ভার থেকে কোন ব্লগারের পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করলে, তিনি স্বাগতম। তবে আপনার মন গড়া এবং অযৌক্তিক সন্দেহের বসে আপনি আমাদের অন্য ব্লগারদের বিভ্রান্ত করতে পারেন না। এটা সরাসরি ব্লগ নীতিমালা বিরুদ্ধ এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই গ্রহন করা হবে।

ব্লগারদের স্বার্থে বিভ্রান্তিরোধে এই পোষ্টে এসে আবারও কথা বলতেই হল। আমরা সুস্পষ্ট ভাবে জানাতে চাই, ব্লগ নীতিমালার
৪জ ধারা অনুযায়ী, ব্যবস্থা গ্রহন করা হবে।

ব্লগ কমিউনিটিতে নূন্যতম সম্মান যেন অক্ষুন্ন থাকে, সেই বিবেচনায় ব্লগার নীতিমালার উক্ত ধারাটি এখানে সরাসরি উল্লেখ করা হলো না।

সুস্থ ব্লগিং এবং মানসিকতা প্রতি আপনাকে আরো মনযোগী হবার আহবান জানালাম।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত, কিছু অংশ বাদ পড়ে গিয়েছিল।


আমরা সুস্পষ্ট ভাবে জানাতে চাই, ব্লগ নীতিমালার...

৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে

৩ছ. যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়।

এবং ৪জ ব্যবস্থা গ্রহন করা হবে। ( ব্লগ কমিউনিটিতে নূন্যতম সম্মান যেন অক্ষুন্ন থাকে, সেই বিবেচনায় ব্লগার নীতিমালার উক্ত ধারাটি এখানে সরাসরি উল্লেখ করা হলো না।)

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাভা ভাইয়ের মন্তব্যে ভরসা পেলাম।

আমিতো প্রথম দেখে চমকে গেলাম.. এইরকম সরাসরি পোষ্ট এখনও থাকে কিভাবে????????????????

ফাণ বললেই সবকিছূ ফান হয়না। আর ট্যাগিংয়েও তা ছিলনা।

এরা কি বিকৃত মানসিকতার!!! নাকি .. !!!

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

আহলান বলেছেন: হুম ... ইয়র্কির নাম লোকসান ... ;)

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার পোষ্টের বানান ভুল গুলো কি ইচ্ছাকৃত নাকি অন্যকিছু। ১১ নম্বর মন্তব্যে আপনার দৃষ্টি আকর্ষন করছি।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

অন্ধ আইন বলেছেন: বুঝিনা কিছু

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪২

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ধন্যবাদ

১৮| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:৫৫

রাসেলহাসান বলেছেন: :-/ :-/

১৯| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০২

আমি মিন্টু বলেছেন: আমার এই লেখার এত খারাপ ছিল না যে কারনে আমার এই নিকটিকে ব্যন্ড করে দিছেন ।
এটা একটা ফান পোস্ট ছিল । অথচ এখন সামুতে অনেকে অনেক চটি মার্কা পোস্টও দেন
তাতে কৃতপক্ষের কান চুল কায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.