নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদ শিহাব

যাযাবর শিহাব

আজও আকাশ ছোঁয়ার নেশা আমার অস্থিমজ্জায়,আজও আমার পূর্ণতা সেই শূন্যতায় ।।

যাযাবর শিহাব › বিস্তারিত পোস্টঃ

দুঃস্বপ্ন? অথবা দিবাস্বপ্ন ?

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৮

একদিন
ঘুম থেকে উঠে শুনবে বাংলাদেশ,
ইছামতি,গোমতি দুটি খালের নাম।

ঘুম থেকে উঠে দেখবে বাংলাদেশ,
কোথাকার এক শ্রমিক চিৎকার করে বলছে,
তোমার সমৃদ্ধ হওয়ার স্বপ্ন আমি হাতুড়ি দিয়ে চুরমার করবো বাংলাদেশ,
তোমার উন্নত হওয়ার বাসনাতে আমি কলঙ্ক লাগিয়ে দেব আজ।

তুমি দেখবে বাংলাদেশ,
তোমার আধুনিক মেয়েরা দাঁড়িয়ে আছে পাপের বোঝা হাতে নিয়ে,
তাদের রূপ-লাবন্য-রস কিছুই নেই আজ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭

নির্বোধ পাঠক বলেছেন: শত হতাশার মাঝেও আমরা আশাবাদী হতে চাই।

ভাল লিখেছেন কবি।
দেশের দূরবস্থা নিয়ে দেখছি আপনার মধ্যে বেশ হতাশা জড়িয়ে আছে।
হতাশ হবারই কথা তবু, আসুন স্বপ্নটুকু জাগিয়ে রাখিসূর্যাস্ত পর্যন্ত।
অনেক ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫

যাযাবর শিহাব বলেছেন: নিজের ব্যক্তিগত হতাশা আর দেশ নিয়ে হতাশা সব মিলে মিশে একাকার হয়ে গেছে ।

তারপরো স্বপ্নটুকু বাঁচিয়ে রাখার চেষ্টাতেই আছি আমি । আমরা । আমরা সবাই ।
আর আমাদের সবার মাঝেই সেই বিশ্বাস আছে যে একদিন না একদিন নতুন ভোর আসবেই ।

ধন্যবাদ ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ একটা কবিতা ++++++

শুভেচ্ছা রইল :)

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

কলমের কালি শেষ বলেছেন: হুম । দুঃখে পাথর হওয়া কবিতা । ভাল লাগলো । :)

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

যাযাবর শিহাব বলেছেন: মানুষ তো নাকি দুঃখে পাথর হয় । কিন্তু পাথর হয়ে যাওয়া মানুষগুলো দুঃখে ক হয় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.