নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদ শিহাব

যাযাবর শিহাব

আজও আকাশ ছোঁয়ার নেশা আমার অস্থিমজ্জায়,আজও আমার পূর্ণতা সেই শূন্যতায় ।।

যাযাবর শিহাব › বিস্তারিত পোস্টঃ

একটি রাত এবং কিছু কথা

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

মশারি খুলে বের হচ্ছিল সাদিয়া । কি মনে করে সোহেলের কোল থেকে লাবিবা টেনে নিজের কাছে নিতে চাইলো ।

''আহ ! বাচ্চাটা ঘুমাচ্ছে তো । ঘুমাতে দাও ওকে । তুমি যেতে চাইলে যাও,ওকে নিচ্ছ কেনো ?''

''আমার ইচ্ছা'' বলেই আবার নিজের কাজে মন দিল সাদিয়া ।

''আহা কেন শুধু শুধু বাচ্চাটার ঘুম ভাঙ্গাচ্ছ ?''

''আমার মেয়ে ওর মাকে ছাড়া ঘুমাতে পারে না ।''

''আর ও ওর বাবার বুকে মাথা রেখে ঘুমাতে পছন্দ করে ।''

সাদিয়া কোন কথা না বলে লাবিবাকে হেচকা টান দিল । লাবিবা হালকা ব্যাথা পেয়ে ককিয়ে উঠলো । সোহেল সাথে সাথে লাবিবাকে ছেড়ে দিল।

'' আচ্ছা আচ্ছা নাও। শুধু শুধু বাচ্চাটার ঘুম ভাঙ্গিয়ে লাভ নেই ।''

সাদিয়া লাবিবাকে নিয়ে রুম থেকে বের হয়েই যাচ্ছিল । হঠাৎ সাদিয়ার মনটা খারাপ হয়ে গেল ।

আহারে ! সোহেল আর সাদিয়ার শুদ্ধতম ভালোবাসার প্রতীক এই লাবিবা । লাবিবা ব্যাথা পাচ্ছে দেখে সোহেল লাবিবাকে ছেড়ে দিল । নিজেকে সন্তানের আদুরে স্পর্শ থেকে বঞ্চিত করলো ।

সাদিয়া ফিরে আবার বিছানায় উঠে বসলো । কিছুই হয়নি ভাব করে মশারি লাগাতে লাগলো ।

সোহেল পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে আছে । সে পরিস্থিতি সামাল দিয়ে বললো,

'' কি হলো?''

''কি হলো মানে ?''

''না হঠাত ফিরে আসলা যে?''

''আমি আমার স্বামী সন্তান নিয়ে ঘুমাতে আসছি। কেন কোন সমস্যা ?''

''না সমস্যা না । এমনি বললাম আর কি ।''

''তাহলে মুখ এমন করে রেখেছ কেন ? মুখ ঠিক কর''

সোহেল একটু হাসার চেষ্টা করলো । অন্ধকারে সোহেলের মুখ সাদিয়া কিভাবে দেখলো সে এক বিরাট রহস্য ।

''তুমি এমন কেন ?''

সাদিয়ার হঠাত প্রশ্নে সোহেল একটু অবাক হলো,

''কেমন কেন ?''

''তোমার উপর রাগ করে আমি থাকতে পারি না কেন ?''

সোহেল ভয় পেয়ে যায় । সে জানে এরকম মেয়েরা যখন রেগে যায় তখন আর রাগ নামানো যায় না । আগাম সতরক সংকেত ছাড়া এই ঝড় এসে সবকিছু লন্ডভন্ড করে ফেলে । সোহেলের খুব ভয় হয় ।

এসব ভাবতে ভাবতে সোহেল দেখলো লাবিবাকে মাঝখানে রেখে সাদিয়া সোহেলের হাত ধরে প্রায় ঘুমিয়ে পড়ছে ।

সোহেল সোজা হয়ে শোয়ার চেষ্টা করাতে লাবিবার ঘুম ভেঙ্গে যায় ।

সে হয়তো কোন দুঃস্বপ্ন দেখছিল ।
ঘুমের মাঝেই সে আম্মু আম্মু করে ডেকে উঠে ।

সোহেলকে অবাক করে দিয়ে লাবিবা আম্মু ডাকার সাথে সাথেই সাদিয়া উঠে লাবিবাকে সোহেলের কাছ থেকে নিজের কাছে টেনে নিল ।

''না না মা । এই তো আম্মু। আম্মু কোথাও যাই নাই । আসো মা,আম্মুর কোলে আসো ।''

এভাবে লাবিবাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে সাদিয়া নিজেও ঘুমিয়ে পড়লো একসময়।

অতি সাধারন এই দৃশ্যটা সোহেল মুগ্ধ চোখে দেখতে লাগলো । মা মেয়ে দুজনই তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়ে পরম নির্ভরতায় ঘুমিয়ে আছে । সোহেলের খুব মায়া লাগলো ।

সোহেলের মনে হলো এই দৃশ্যটা মোটেও সাধারন না ।কোটি টাকার বিনিময়েও এই দৃশ্য দেখা যায় না । জগত বিখ্যাত শিল্পীরা এই ছবি আঁকতে পারলেও এর ভাবটা ঠিক ফুটিয়ে তুলতে পারবে না ।

লাবিবার ছোট্ট আঙ্গুলটা ধরতে যাচ্ছিল সোহেল ।হঠাত মনে হলো না থাক । এভাবেই খুব সুন্দর লাগছে তার স্ত্রী আর মেয়েকে দেখতে । কি পরম মমতায়েই না লাবিবাকে আকড়ে ধরে আছে সাদিয়া । আহারে !

আসলে পৃথিবীর সব মেয়ের মাঝেই মায়া প্রেম ভালোবাসা জিনিসগুলো লুকানো থাকে । প্রকৃতি তা প্রকাশ করতে দেয় না । আর যখন প্রকৃতি তা প্রকাশ করে দেয় তখন চারপাশের সবকিছুই তুচ্ছ লাগে ।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।

শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০১

যাযাবর শিহাব বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.