নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

তা‌কে কে কে কে ভা‌লোবাস‌বে ??????

১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৪২



ছোট্র প্রশ্ন ???
অানি‌কেত কামাল

ফু‌লের সুবাস অা‌ছে ব‌লে
মান‌ুষ ফুল‌কে এ‌তো ভালোবা‌সে।

জীব‌নের নিঃ‌শেষ অা‌ছে ব‌লে
মানুষ জীবন‌কে এ‌তো ভালোবাসে।

মা‌য়ের মমতা অা‌ছে ব‌লে
মানুষ (সন্তান) মাকে এ‌তো ভা‌লোবা‌সে।

প্রকৃ‌তির (অপরুপ) সৌন্দর্য্য অা‌ছে ব‌লে
মানু্ষ প্রকু‌তি‌কে এ‌তো ভা‌লোবা‌সে।

নারীর দে‌হে যৌবন অা‌ছে ব‌লে
মানুষ (পুরুষ) নারী‌কে এ‌তো ভালোবা‌সে।

প্রে‌মের স্বার্থকতা বি‌য়ে‌তে অা‌ছে ব‌লে
মানুষ প্রেম‌কে এ‌তো ভালোবা‌সে।

মিল‌নে ফরজ সাদী‌তে সুন্নত অা‌ছে ব‌লে
মানুষ মিলন‌কে এ‌তো ভালোবা‌সে।

বৃ‌ক্ষের মা‌ঝে নিশ্বা‌সের অ‌ক্সি‌জেন অা‌ছে ব‌লে
মানুষ বৃক্ষ‌কে এ‌তো ভালোবা‌সে।

পা‌নির অপর নাম জীবন ব‌লে
মানুষ পা‌নি‌কে এ‌তো ভা‌লোবা‌সে।

সু‌ষ্টির মা‌ঝে স্রষ্টার রহস্য (লু‌কি‌য়ে) অা‌ছে ব‌লে
মানুষ স্রষ্টা‌কে এ‌তো ভালোবা‌সে।

অথচ যার জীব‌নে কিছুই নেই
তা‌কে কে কে কে ভা‌লোবাস‌বে ??????






মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেউ না কেউ তো ভালোবাসবে।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৪

ANIKAT KAMAL বলেছেন:
কখ‌নোই বিশ্বাস ক‌রি না বন্ধু বিশ্বাসও অাজকাল চনম বিশ্বাস ঘাতক

২| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যে যেমন চিন্তা করে প্রাকৃতি তার সাথে তেমন ব্যবহার করে।

১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪০

ANIKAT KAMAL বলেছেন: সাতিৗই অাপ‌নি ও অাপনার লেখা অসাধারণ । অাপনার মন্তব্য অনন্য সাধারণ। য‌দি নং দেন কথা বলতাম ..... অসাধারণ ভা‌লোলাগার এই মন্তব্য অামার জনম জনম মনে থাক‌বে।

৩| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

আমার দাদিজান বলতেন, আপ ভালাতে জগৎ ভালা।
আমি ভালোমানুষ হতে চাই।
আমি বিশ্বাস করি অন্যরা উত্তম এবং আমি অধম।

(আমি বিদেশ আছি।)

৪| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১

খালিদ১২২ বলেছেন: Nice poem, plus plus

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

ANIKAT KAMAL বলেছেন:
অাপনার লিখা ক‌বিতা গু‌লো হৃদয় ছূঁ‌য়ে যাবার ম‌তো শুভ কামনা অাপনার জন্য

৫| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৫০

ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন

১৪ ই মে, ২০১৭ রাত ১:৪২

ANIKAT KAMAL বলেছেন:
খুব সাধারণ প্রশংশা ঢের

৬| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেউ বাসে না ভাই!! সঙ্গে এক ধাঁধাঁ শুনিয়ে দেয় 'খালি হাড় কুকুরেও চাটে না'!!

ভালো লিখেছেন, কবিতার প্রশ্নটি যুগযুগান্তরের। মুগ্ধতা রইল আপনার অনুভবে।
শুভকামনা সবসময়।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৭

ANIKAT KAMAL বলেছেন: এ‌তো ভা‌লো মন্তব্য অার কি হ‌তে পা‌রে। বরাবরই অাপ‌নি অসাধারণ মন্ত‌ব্যের মধ্য দি‌য়ে নিরাশার বু‌কে অাশার অা‌লো জ্বাল‌া‌তে অগ্রণী ভু‌মিকা পালন ক‌রেন। বেঁ‌চে থাকুন অন্ততকাল ভা‌লো থাকুন সারা জীবন....

৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে মুগ্ধতা জানাতে ঢুকে ভাষা জোগাড় করতে পারছিনা ভাই। শ্রদ্ধা আর কৃতজ্ঞতা রেখে গেলাম।

ভ্রাতৃভাব বজায় থাকুক সামু পরিবার এমনটাই প্রত্যাশা।

সুস্থ সুন্দর সমৃদ্ধিতে ভরে থাকুক আপনার আগামী সময়গুলো, শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.