নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

তু‌মি যে অামার ঠিকানা

২২ শে মে, ২০১৭ বিকাল ৫:২১


তু‌মি যে অামার ঠিকানা
অ‌নি‌কেত কামাল

তোমার কা‌ছেই অাস‌ছি
তোম‌ার স্নৃ‌তির যাদ‌ুঘরেই
জমা অা‌ছে অামার
মূল্যবান অতীত।

স্বপ্নের রাজকুমার তু‌মি
তোমার সা‌থেই অামার প‌রি‌চি‌তি
তোমা‌কে দি‌য়েই শুরু
‌ স্নিগ্ধ সকাল, মি‌স্টি বি‌কেল,
বিষন্ন সন্ধ্যা, নিঝুম রা‌ত্রি,
চু‌রি যাওয়া কিছু খুরচো স্বপ্ন
সবই তোমার স্নৃ‌তির যাদুঘ‌রে বন্দী।

অনন্য কিছু সুন্দর মুহূর্ত
‌ কিছু ভা‌লোলাগা
‌ কিছু সুখের পরশ
কিছু স্বর্গীয় অনুভূ‌তি
সবই তোমার স্নৃ‌তির যাদুঘ‌রে বন্দী।

স্বার্থবাদী সম‌য়ের ঘু‌র্ণিপ‌া‌কে
‌ কিছু ভুল, কিছু অ‌ভিমান,
‌ কিছু জি‌দের অহংকারী দাপট
অস্বীকৃত বি‌চ্ছে‌দের অনুতাপ
অামা‌কে পোড়ায়, কাঁদায়,
অা‌মি ফি‌রে যে‌তে চাই
শুধুই তোমার কা‌ছে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৩

সত্যের ছায়া বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২২ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৭

ANIKAT KAMAL বলেছেন:
ক‌বিতা ভা‌লো লে‌গে‌ছে জে‌নে প্রীত হলাম ভা‌লোবাসা অফুরান

২| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লো লে‌গে‌ছে জে‌নে ভা‌লোবাসায় সিক্ত হলাম

৩| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, ভালো লাগলো।

একটা টাইপো ঠিক করে নিন, স্নৃ‌তি না হয়ে হবে স্মৃতী

২২ শে মে, ২০১৭ রাত ৯:০৮

ANIKAT KAMAL বলেছেন: স‌ত্যিই কৃতজ্ঞ অাপনার কা‌ছে সব সময় পা‌শে থাকার জন্য

৪| ২২ শে মে, ২০১৭ রাত ১০:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


নীরব স্তব্ধ রাতের জড়তা ভেঙে
আকাশের দিকে চেয়ে থাকি
প্রেমে ভরা মুগ্ধনয়নে, দেখি
জোছনা মাখা চন্দ্র-
কি মহিমা মিশে আছে তাতে!!

কবিতায় মুগ্ধতা রইল। +++++

২২ শে মে, ২০১৭ রাত ১১:০৪

ANIKAT KAMAL বলেছেন: এতো চমৎকার মন্ত‌ব্যের প্র‌তিত্তর জানা‌নোর ভাষা অামার জানা নেই শুভ অাপনার জন্য

৫| ২২ শে মে, ২০১৭ রাত ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিটি খুব সুন্দর তুলেছেন ভাই।

২২ শে মে, ২০১৭ রাত ১১:০৭

ANIKAT KAMAL বলেছেন: ভাই অা‌ধো অন্ধ মানুষ‌কে লজ্জা দি‌লেন না‌তো!!

৬| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৩৫

জীবন সাগর বলেছেন: কবিতার সাথে ছবিটিও চমৎকার
শুভকামনা রইল।

২২ শে মে, ২০১৭ রাত ১১:৪৯

ANIKAT KAMAL বলেছেন: কবিতার সাথে ছবিটিও চমৎকার
শুভকামনা রইল। বন্ধ‌ু ম‌নে হয় ক‌বিতা অার ছ‌বি মি‌লে কোন রক‌মে সুন্দর

৭| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৫৩

জীবন সাগর বলেছেন: কবিতাটি সত্যিই খুব সুন্দর লিখেছেন। মনের সাথে মিশে যাওয়া অনুভূতি ভরে রেখেছেন কবিতায় +++++

২৩ শে মে, ২০১৭ রাত ১২:০৫

ANIKAT KAMAL বলেছেন:
বন্ধু তোমার অসাধারণ ক‌বিতা অার অপূর্ব ছ‌বির সমা‌রোহ অপ‌লোক দৃ‌ষ্টির চাহনী রে‌খে এলাম ভা‌লো থাক‌বেন যত‌দিন বাঁচ‌বেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.