নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ই‌তিহাস থে‌কে শিক্ষা নেওয়া উ‌চিত

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬



হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ।

পয়সা তো নেই! তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা যুগিয়ে একদিন মিষ্টি আনবেন…

খলিফাকে বললেন, ‘একটু মিষ্টি আন।’

আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর (রাঃ) স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো?’

স্ত্রী বললেন, ‘প্রতিদিনে তুমি যা আন তা থেকে একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু রাখলাম।’

আবু বকর (রাঃ) বললেন, ‘সর্বনাশ! তাহলে তো বুঝা গেলো রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে…আজ থেকে আমি এটুকু নেবো না।’

আর ওই বাড়তি টাকা গুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন।

রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হয়, রাষ্ট্রপতিরা ­কেমন হয়- এই ঘটনা হল সেটার একটা নমুনা…

(সংগৃহীত)

য‌দি কোনদিন
অ‌নিকেত কামাল

য‌দি কোন‌দিন কখ‌নো, শুধু একবা‌রের জন্য,
অাবার মাথা তু‌লে দাঁড়া‌তে পা‌রি
‌ সে‌দিন দে‌খে নিও, অা‌মি তোমা‌দের
সব প্র‌শ্নের জবাব দিব।
সম‌য়ের ঘেরা‌টো‌পে, জীব‌নের ঘু‌র্ণিপা‌কে,
‌ বৈ‌রি ভা‌গ্যের নাটাই ঘু‌ড়ি
য‌দি কোন‌দিন কখ‌নো
অাবার কব্জা কর‌তে পা‌রি
‌ সে‌দিন দে‌খে দিও
অা‌মি তোমা‌দের মত
সভ্যতার যাঁতাক‌লে
‌ বি‌বে‌কের অার্তনাদ
প্র‌তিধ্ব‌নিত হ‌তে দিব না
"প্র‌াপ্তির অান‌ন্দের চে‌য়ে ত্যা‌গের গৌরব অ‌নেক বে‌শি"
~অ‌নি‌কেত কামাল
01931212324

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: তা পোস্টের সাথে ওই মেয়েটির ছবির কি সম্পর্ক?

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই হাদীসের সাথে এই ছবির কি কাকতাল?

হিট খাবার এতই সখ????? নাকি ভাবলেরন মেয়ের ছবি দেখে এসেও যদি পরে তাতেই লাভ!!!! অর্বাচীন ভাবনা!
খলিফাদের নিয়ে, ইসলাম নিয়ে এহেন ক্ষুদ্র চিন্তা অনাকাংিখত!!!

কি করলেন? এইটা?!!!!! আপত্তিকর!

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

জওয়াদুল করিম খান বলেছেন: এটা বাড়াবাড়ি। তিনি তাঁর স্ত্রীর মনে আঘাত দিলেন । এটা তো সঞ্চিত টাকা, মানুষ এক আধটু স্বাদ আহলাদ পূরণের জন্যই তো সঞ্চয় করে। এর থেকে কি শিক্ষা নিব? আর যে শিক্ষার কথা বলা হচ্ছে তা সংশ্লিষ্ট কেউ কোনও দিন নিবেও না। অকারণ উদাহরণ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:



এসব খোশ গল্প মানুষ সম্প্রতি বানায়েছে; তিনি যখন মদীনা ও মক্কার প্রশাসক হয়েছিলেন, সেখানে ছিল জমিদারী, আরবীতে খিলাফত। মক্কা ও মদীনায় মিলে কয়েক হাজার লোকজন বসবাস করতো; মনে হয়, পুরো ২ নগরী মিলে কয়েকজন নাম লিখতে পারতো; দরিদ্র জমিদারী, যেখানে মানুষের কোন আয় ছিলো না।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

ইরিবাসের রাত বলেছেন: তয় ধর্মীয় নীতিকথার পোস্টের শুরুতে লাস্যময়ী রমণীর (?) ছবিটি কী কারনে এড দেয়া হল জাতি জানতে চায় ভাই। :||

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

ভুয়া মফিজ বলেছেন: ইরিবাসের রাত বলেছেন: তয় ধর্মীয় নীতিকথার পোস্টের শুরুতে লাস্যময়ী রমণীর (?) ছবিটি কী কারনে এড দেয়া হল জাতি জানতে চায় ভাই। জাতির অংশ হিসাবে আমিও জানতে চাই.... :)

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

ভুয়া মফিজ বলেছেন: হয় জাতির প্রশ্নের উত্তর দেন, নয়তো ছবি ডিলিট করেন!

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

চুলবুল পান্ডে বলেছেন: হিট খাবার জন্যই অপ্রাসঙ্গিক ছবি। তা চান্দু পাজী ট্রাক্টরে করে টাইম ট্রাভেল করে নাকি ? মার্কিন মুলুকে মেথরের কাজ করে করে মনটাও নর্দমার পাকেঁর মত হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.