নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ক‌বিতা নিয়ম মে‌নে লেখা উচিত না

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮



দুঃখ হয় এখা‌নেই
অ‌নি‌কেত কামাল

দুঃ‌খের পাহাড় ঘেরা অন্ধকা‌রের গি‌রিপ‌থে
অা‌মি এ‌গি‌য়ে চ‌লে‌ছি বহু ঘাত প্র‌তিঘা‌তে
এক‌বিন্দ‌ু অা‌লোর ঠিকানা পাব ব‌লে
অামার সে অা‌লোর ঠিকানা ওরা পে‌তে দিল না
অা‌মি অসহায় শিশুর ম‌তো কাদলাম
নীরব প্র‌তিবা‌দে অা‌মি অজস্র রক্ত ঝরালাম
অামার বুকফাটা অাত্ননাদ কেউ শুনল না
তা‌তেও অামার কোন দুঃখ না।

দা‌রি‌দ্রের নি‌ষ্পেষ‌নে নি‌স্পে‌ষিত জীব‌নের গি‌রিপ‌থে
অা‌মি এ‌গি‌য়ে চ‌লে‌ছি সীম‌হিীন কষ্ট নি‌য়ে
এক‌বিন্দু স্বচ্ছলতার শিকড় গড়ব ব‌লে
অামার সে স্বচ্ছলতার শিকড় ওরা গড়‌তে দিলনা
তা‌তেও অামার কোন দুঃখ নেই

অা‌মি মা হারা অনাথ জীব‌নের গি‌রিপ‌থে
মা‌য়ের মমতা পে‌তে কত জন‌কেই না মা ডে‌কে‌ছি
মা‌য়ের মমতা তো দূ‌রের কথা
এক‌বিন্দু করুণাও পাই‌নি জীব‌নে
তা‌তেও অামার কোন দুঃখ নেই

জ্ঞা‌নের অ‌নির্বাণ শিখা জ্বালব ব‌লে হৃদ‌য়ে
কতনা সংগ্রাম ক‌রে‌ছি মোর জীব‌নের সনে
অামার সে সংগ্রাম সফল হয়‌নি ও‌দের কারণে
তা‌তেও অামার কোন দুঃখ নেই

অামার চির প‌বিত্র ম‌নের চির সুন্দর স্বপ্নগু‌লো
ওরা টুক‌রো টুক‌রো ক‌রে হত্যা ক‌রে‌ছে
অামার জীব‌নের সমস্ত অাশা অাকাঙ্খা‌কে
ওরা ধরনীর ধু‌লে‌য়ি চিরত‌রে মি‌শি‌য়ে দি‌য়ে‌ছে
তা‌তেও অামার কোন দুঃখ নেই

অা‌মি এমনই একজন হতভাগ্য সন্তান
মৃত্যু পথযাত্রী পিতার শেষ বিদা‌য়ের ক্ষ‌ণেও
অা‌মি পাইনী বাবার শেষ অা‌শির্বাদ
তা‌তেও অামার কোন দুঃখ নেই

অা‌মি জীব‌নের প্র‌য়োজ‌নে একম‌ু‌ঠো অ‌ন্নের লাগি
মানু‌ষের দ্বা‌রে দ্বা‌রে ঘু‌রে‌ছি~ভি‌ক্ষেও ক‌রে‌ছি
ক্ষুধার জালায় ডাস্ট‌বি‌নের খাবারও খে‌য়ে‌ছি
কুকুর অার কা‌কের সা‌থে কাড়াকা‌ড়ি ক‌রে
তা‌তেও অামার কোন দুঃখ নেই।

অামার স্নে‌হের সমস্ত অাশ্রয়‌কে ওরা
চক্রা‌ন্তের ঝ‌ড়ো হাওয়ায় উ‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে
অা‌মি অাশ্র‌য়ের অভা‌বে খোলা অাকা‌শের নি‌চে
কত নি‌শি প‌থের ধা‌রে ~ফুটপা‌তেও ঘু‌মি‌য়ে‌ছি
অ‌র্থের অভা‌বে এক টুক‌রো রু‌টি কিন‌তে না‌পে‌রে
কত‌দিন না খে‌য়ে রাস্তায় রাস্তায় ঘু‌রে‌ছি
তা‌তেও অামার কোন দুঃখ নেই।

অামার চির সুন্দর প‌বিত্র ভা‌লোবাসার মিনারকে
ওরা স্বার্থপরতার লে‌লিহা‌নে চূর্ণ বিচূর্ণ ক‌রে‌ছে
ও‌দের কার‌ণে অামার অ‌স্তি‌ত্বের স্পন্দন নিথর হ‌য়ে‌ছে
ও‌দের পাষ‌বিক নির্মম অত্যাচা‌রের পীড়‌নে
অা‌মি ঘর ছে‌ড়ে‌ছি প‌থের প‌থিক হ‌য়ে‌ছে
চোখের জ‌লে বুক ভে‌সে‌ছে হৃদয় ছি‌ড়ে রক্ত ঝ‌রে‌ছে
তা‌তেও অামার কোন নেই।

অা‌মি পরাজ‌য়ের গ্লা‌নি‌তে দগ্ধীভূত হ‌য়েছি
নিয়‌তির নির্মম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১

ধীবর চন্দন বলেছেন: কেন আপনার মনে হয়েছে যে, কবিতা নিয়ম মেনে লেখা উচিৎ না?

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ একটি কবিতা পড়লাম। প্রিয়তে জমা করে রেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.