নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশার বেলুন উড়ুক প্র‌ত্যে‌কের অাকা‌শে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,
‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'

গল্প থেকে শিক্ষাঃ

আল্লাহ্‌ যা কিছু করেন; তার সৃষ্টির ভালো কিছুর জন্যই করেন।

সংগৃহীত

নারী
অনিকেত কামাল

নারী লোভী, নারী দেবী,
নারী ছলনাময়ী, নারী বিশ্বাসঘাতিনী,
নারী যত পায়, ততই চায়,
নারী চে‌য়েই ধন্য , পেয়েই খুশি,
ওদের চাওয়ার অন্ত নেই, পাওয়ার তৃ‌প্তি নেই,

নারী সৃ‌ষ্টির নয়, নারী ধ্বং‌সের,
নারী সেবার নয়, নারী অ‌ভিশা‌পের,
নারী চি‌ত্তের নয়, নারী বা‌হ্যি‌কের,
নারী প‌রিণ‌য়ের নয়, নারী প্রণ‌য়ের।

নারী তোমরা র‌বে পর্দার অন্তরা‌লে
ত‌বে কেন তোমরা সি‌নেমার জগ‌তে
নারী তোমরা বেরু‌বে বোরখা প‌রে
ত‌বে কেন তোমরা অশ্লীল পোশা‌কে
নারী তোমরা থাক‌বে ঘ‌রের অায়না‌তে
ত‌বে তোমরা কেন সি‌নেমার অা‌র্শি‌তে?

নারী দেখ‌তে পা‌রে তোমার স্বামী
তোমার অঙ্গখানী
ত‌বে তু‌মি কেন দেখাও টি‌ভি সি‌নেমায়
তোমার নগ্ন তনুখ‌া‌নি?

নারী তু‌মি গভীর রা‌তে মৌন প‌রি‌বে‌শে
স্বামীর লা‌গি, তুল‌বে মিল‌নের ছন্দ খা‌নি
ত‌বে তু‌মি কেন মানুষ কুকুর অশ্বের লা‌গি
মিলন নয় যেন তু‌লে থাক মহাপা‌পের দৃশ্যখা‌নি

নারী তু‌মি র‌বে ঘ‌রে স্বামী সংসা‌রে
তু‌মি কেন ত‌বে পা‌র্কে অাড্ডার ক্লা‌বে
নারী তু‌মি র‌বে ঈমা‌নে, অাম‌লে , ধ‌র্মে
ত‌ু‌মি কেন ত‌বে ‌হো‌টেল, রেস্টু‌রেন্ট, অাবা‌সি‌কে

এ‌তো‌দিন জানতাম বা‌হি‌রের প্র‌য়োজ‌নে
পৃ‌থিবীর সব‌কিছু এ‌নে দি‌লে
তোমরা হ‌বে না খু‌শি তা‌তে
তোমা‌দের লোভী মন বল‌বে
‌ কি যে‌নো কি পায়‌নি, কি যে‌নো কি দেয়‌নি

এখন জানলাম ভিত‌রের প্র‌য়োজ‌নে
বিংশ শতাব্দীর শেষ প্রা‌ন্তে এ‌সে
‌ তোমরা নও খু‌শি একজন পুরু‌ষে
তাই‌তো তোমরা সভ্য জগ‌তে দি‌য়ে‌ছো
অস‌ভ্যের লে‌লিহান শিখা ছড়া‌য়ে

নারী কি ঐশ্ব‌রিক অসীম শ‌ক্তি তোমার
‌ যি‌নি তোমা‌কে কর‌লেন সৃ‌ষ্টি
‌ তি‌নিই পার‌লেন না জান‌তে তোমা‌কে
তু‌মি পুরু‌ষের বু‌কে ঝড় তোল
ন্যা‌য়ের প‌থে অাঘাত ক‌রো
পা‌পের মা‌ঝে ডু‌বে থা‌কে
স্বামী রে‌খে জীব‌নে , পর‌কে নাও বু‌কে তু‌লে
‌ দে‌হের পিয়াস মিটা‌তে গি‌য়ে
পাপ পূ‌র্ণের হি‌সেব যাও ভু‌লে

নারী‌ত্বের শ্রেষ্ট সম্পদ উপহার পে‌য়ে‌ছো ব‌লে
অসৎ ব্যবহার করার অ‌ধিকার দেয়‌নি তোমা‌কে
ভু‌লে যেওনা এই জীবন এখা‌নেই শেষ হ‌বে
পাপ পূ‌র্ণের ‌হি‌সেব সবাই‌কে দি‌তে হ‌বে

নারী তোমারই কার‌ণে অাদম স্বর্গচ্যূত
ট্টয়নগরী ধ্বংস, কারবালায় রক্তে বন্যা,
ঈমাম বং‌শের অাহাজারী,
সালমান শাহর অকাল মৃত্যু
এই স‌বের জন্য দায়ী সুন্দরী নারী

‌ নারীর কার‌ণে অ‌ফিস অাদাল‌তে কোলাহল
‌ পিতা পু‌ত্রের সম্পর্ক চ্ছেদ
ভাই‌য়ে ভাই‌য়ে রেষা‌রে‌ষি
প্রে‌মিক প্রে‌মি‌কে খুনাখু‌নি
অারও কত কি!!!

তাই‌তো শেষা‌ন্তে তোমা‌দের কা‌ছে মিন‌তি
নারী, তোমরা বিশ্ব‌কে করনা রণ‌ক্ষেত্র
স্বর্গ‌কে করনা ভূপা‌তিত
করণা ধ্বংস তরুণ‌দের জীবন।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

এম আর তালুকদার বলেছেন: খুব ভাল লাগলো।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২

রাখালছেলে বলেছেন: বাংলাদেশে বহু মানুষ সড়ক দুঘর্টনায় মারা যাচ্ছে । আমরা সবাই ফলমুলে বিষ খেয়ে ক্যান্সারে মারা যাওয়ার জন্য অধীর অপেক্ষায় আছি । হজ্ব করতে যেয়ে বহু মানুষ পদদলিত মারা গেছে । রোহাঙ্গীরা মরতে মরতে শেষ হয়ে যাচ্ছে । আরব নাগরিক খেয়ে মোটা হয়ে যাচ্ছে । ফিলিস্তানিরা নিজের ঘর ছেড়ে রাস্তায় নেমে গেছে। এ সব কিছুই আল্লাহর ইশারায় হচ্ছে । এ সব কিছু্ই কি ভালর জন্য হচ্ছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.