নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

শুধুই বিশ্বাসীদের জন্য

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

কিছু নিষিদ্ধ কাজসমূহ ঃ~

(১) উপুড় হয়ে বুকের উপরে ভর দিয়ে শোয়া নিষিদ্ধ কারণ এইভাবে শয়তান শোয়। নবী ক‌রিম (সাঃ) ডান দি‌কে বা ডান কাত হ‌য়ে ঘুমা‌তেন। এতে হার্ট ভা‌লো থা‌কে। (সহীহ বুখারী)

(২) বাম হাতে খাওয়া বা পান করা
নিষিদ্ধ কারণ বাঁ হাতে শয়তান খায়। (রিয়াদুস সালেহীন)

(নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন "তোমাদের প্রত্যেকে যেন ডান হাতে আহার করে, ডান হাতে পান করে, ডান হাতে গ্রহণ করে এবং ডান হাতে দান করে কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে দেয় এবং বাম হাতে গ্রহণ করে"
ইবনে মাযা আহমদ সহি হাদিস)

(৩) পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা
নিষিদ্ধ কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয়, তা মুসলিম জিনদের খাবার।(সহীহ বুখারী)

(৪) সন্ধ্যা সময় বাচ্চাদের ঘর হ‌তে বাইরে বের
হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছে এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়।

(৫) আযান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে। আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে। এ কারণে, অনেক সময় এশা বা ফযরের আযান দিলে কুকুরেরা চিৎকার চেচামেচি শুরু করে। কারণ তখন কুকুরেরা আযান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে "আউযুবিল্লাহি....রাজীম" এই দুয়া পড়ে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। (সহীহ বুখারী, হিসনুল মুসলিম)

(৬) মোরগ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়, এ কারণে মোরগের ডাক শুনে "আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা মিং ফাযলিকা" এই দুয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। (হিসনুল মুসলিম)

(৭) ওযুখানায় বা গোসলখানায় প্রসাব করা উ‌চিত না । অালাদা হওয়া বান্ছনীয়।
আল হাদিস (ইবনে মাজাহঃ ৩০৪)

(৮) কেবলামুখি বা তার উল্টো হয়ে
প্রসাব, পায়খানা করা যাবে না। (সহিহ বুখারিঃ ৩৯৫)

(৯) গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যবহার
করা যাবে না। (মুসলিমঃ ৫১৬৭)

(১০) ইহুদি, খ্রিষ্টান ও মুশরিক কাউকে বিয়ে করা যাবে না যতক্ষণ না তারা মুস‌লিম না হয় । (আল কোরআন)।

১১) স্বামী ব্যাতিত অন্য কারোর জন্য সাজা/শরী‌রের সামান্য অবয়ব দেখা‌নো যা‌বে না । ইচ্ছাকৃত হ‌লে হারাম অার অ‌নিচ্ছাকৃত হ‌লে মাফ চাই‌তে হ‌বে স্রষ্ঠার কা‌ছে।
আল কোরআন (আহজাবঃ ৩৩)

(১২) মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া
হারাম। ( আল কোরআন,মাইদাহঃ
৯০, ইবরাহীমঃ ৩৫)

(১৩) কারো মুখমণ্ডলে আঘাত
করা যাবে না। (মুসলিমঃ ৬৮২১)

(১৪) কাপড় পরিধাণ থাকা সত্ত্বেও
কারো গোপন অঙ্গের জায়গার
দিকে দৃষ্টিপাত করা যাবে না। (মুসলিম:৭৯৪)

(১৫) আল্লাহ ব্যাতিত কারো নামে কসম করা যাবে না। বাপ দাদার নাম,
কারো হায়াত, মসজিদ বা কোরআন এর নামে কসম করা, মাথায় নিয়ে
সত্যতা প্রকাশ করা যাবে না। ( আবু দাউদ৩২৫০; নাসায়ীঃ ৩৭৭৮)

(১৬) কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে
মারা যাবে না। (আবু দাউদ:২৬৭৭)

(১৭) ‌ভিক্ষা করা অার স্ত্রী তালাক দেওয়া অনুমো‌দিত বৈধ স্বীকৃত । কিন্তু অাল্লাহর বকা‌ছে সব‌চে‌য়ে ঘৃ‌ণিত নিন্দিত ও সমা‌লো‌চিত। (অাল হা‌দিস)

১৮) অা‌গে শর্ত প‌রে রায়। ম‌নে করুণ অাপনার স্ত্রী‌কে বল‌লেন তু‌মি ওমু‌কের বাসায় গে‌লে তালাক। তাহ‌লে স্ত্রী যতক্ষণ পর্যন্ত না ওই বাসায় যা‌বে ততক্ষণ পর্যন্ত না তালাক প্র‌যোজ্য হ‌বে । অার অাপ‌নি য‌দি ব‌লেন তোমা‌কে তালাক দিলাম য‌দি ওমু‌কের বা‌ড়ি‌তে যাও । এ‌ক্ষে‌ত্রে বউ তালাক হ‌য়ে গে‌ছে। (অাল হাদীস)

(১৯) হাশরের দিন শেষ বিচারের পরে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন।
তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো।

তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে।
এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ থাকবেনা।

সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ- উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব- গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে।

কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবেনা। অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে।
আল্লাহ্ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষ্যা করুক।
আমিন।

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

নতুন নকিব বলেছেন:



৪, ৫ এবং ১৭ নং এর সূত্র জানা থাকলে যুক্ত করে দিন। প্রচেষ্টা ভাল।

আপনি কেমন আছেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

ANIKAT KAMAL বলেছেন: সুন্দর পরাম‌র্শে নির্মল শু‌ভেচ্ছা

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

বিষন্ন পথিক বলেছেন: কর্লাম বিশ্বাস, কিন্তুক এই মুশরিকদের দেশে নিশি রাইতে কোকিল ডাকে, ক্যামনে বুঝবো ফেরেশতার আগমন নাকি শয়তানের পলায়ন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

ANIKAT KAMAL বলেছেন: ব‌ুঝার জন্য জানার জন্য অাল্লাহ পাক রব্বুল অালা‌মিন বি‌বেক দি‌য়ে‌ছেন শু‌ভেচ্ছ‌া অফুরান

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

নূর আলম হিরণ বলেছেন: জ্বিনেদের নাকি ফল আর মিষ্টি প্রিয় খাবার। মিষ্টি দোকান থেকে মিষ্টি চুরিও করে খায় তারা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

ANIKAT KAMAL বলেছেন: এজন্যই মি‌স্টির দাম গরীব মান‌ু‌ষের নাগা‌লে বা‌হি‌রে শুভ কামনা নিরন্তর বন্ধু

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: অনেক কিছু জানলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

ANIKAT KAMAL বলেছেন: ধন্যবান নিরন্তর , সুন্দর জ্ঞান বা ভা‌লো জ্ঞান অ‌ন্নেষন করাও এক রকম ইবাদত

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

ওমেরা বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। আমীন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

ANIKAT KAMAL বলেছেন: সবার জন্য অনন্য সুন্দর এ রকম প্রার্থনার জন্য ধন্যবাদ

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

নজসু বলেছেন: ভালো পোষ্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

ANIKAT KAMAL বলেছেন: সুন্দর মন্ত‌ব্যে অ‌নিন্দ্য সুন্দর শুভ কামনা

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার চোখের অবস্থা এখন কেমন ?

উপকারী পোস্ট।

++++++++++++++++++++++++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

ANIKAT KAMAL বলেছেন: অনন্য ভা‌লোবাসার এক মহান দৃষ্টান্ত স্থাপন কর‌লেন অাপ‌নি । অামার চো‌খের‌ বিয়ষটা খবর নি‌লেন। ভা‌লো অ‌নেক ভা‌লো । অাল্লাহর ই‌চ্ছেয় য‌থেষ্ঠ

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন: মহান আল্লাহ যেন আমার পিতামাতাগনকে, আমাকে এবং সকল বিশ্বাসীদেরকে বিচার দিবসে ক্ষমা করে দেন । আমিন ।
আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। আমীন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

ANIKAT KAMAL বলেছেন: অনন্য ভা‌লোবাসার এক মহান দৃষ্টান্ত স্থাপন কর‌লেন অাপ‌নি । অামার চো‌খের‌ বিয়ষটা খবর নি‌লেন। ভা‌লো অ‌নেক ভা‌লো । অাল্লাহর ই‌চ্ছেয় য‌থেষ্ঠ

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

এস এম ইসমাঈল বলেছেন:
পোষ্ট খুব ভালো হয়েছে। সে জন্য অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
কিন্তু প্রধান সমস্যা হচ্ছে গিয়ে, মানুষ জন্মগতভাবেই নিষিদ্ধ বস্তুর প্রতি অধিক আকর্ষণ বোধ করে।
আপনার ৭নং সিরিয়াল এর কথাটা বিস্তারিত ব্যখ্যার দাবী রাখে।
১০ নং টা কি কোন মুসলমান মানছে? আমার এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে।
ভাল থাকবেন। জাযাকাল্লহুলাকা খাইরান।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

ANIKAT KAMAL বলেছেন: সুন্দর মন্ত‌ব্যের জন্য হৃদয় নিংড়া‌নো অ‌ভিবাদন ভা‌লোবাসা গ্রহণ কর‌বেন ধন্যবাদ

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল পোষ্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

ANIKAT KAMAL বলেছেন: এক‌টি ভা‌লো মন ভা‌লো কিছু‌কেই গ্রহণ ক‌রে । ভালো মন্ত‌ব্যে ভা‌লো প্রেরণা অা‌ছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০

কে ত ন বলেছেন: ঘরে ফেরেশতা থাকলে লাভ কি? আর দুষ্ট জ্বিন থাকলে ক্ষতি কি? জ্বিন ত আল্লাহরই সৃষ্টি।
ইহুদী খ্রিস্টানদের বিয়ে করা যাবেনা, এটা কোরআনের কোন সূরায় আছে? রাসূল (স) নিজেই তো দুজন ইহুদী এবং একজন খ্রিস্টানকে বিয়ে করেছিলেন। তাঁদের মধ্যে একজন (জুয়াইরিয়া) আবার মুসলিমও হয়েছিলেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

ANIKAT KAMAL বলেছেন: অ‌নেক অ‌নেক ধন্যবাদ , এটার অর্থ বুঝ‌তে চেষ্টা মুসলমান হওয়ার পর সমষ্যা নেই । রাসূল সাঃ সাহাবী‌দের নি‌য়ে কথা বলার সময় মা‌টি‌তে একটা সোজা রেখা টান‌লেন অার এক‌টি বাঁকা । যার‌া সহজ সরল তারা সোজা রেখার মত অর্থাৎ যু‌ক্তির নাম ধর্ম না অনুগ‌ত্যের নাম ধর্ম

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ ANIKAT KAMAL- জনাব,আপনি যে 'ব্লগ দিয়ে ইন্টারনেট চালান' সেটি জায়েজ আছে তো ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

ANIKAT KAMAL বলেছেন: এত সুন্দর গভীর জ্ঞান সন্পন্ন মনত‌ব্যের জন্য ধন্যবাদ। ভা‌লো মন্দ মি‌লেই সব কিছু । সুসভ্য অার কুসভ্য । নেট য‌দি অাপনা‌কে সুন্দর কিছু উপহার দেয় সেটা অজা‌য়েজ হ‌বে অ‌বিশ্বাসী সন্দেহপ্রবন কারীদর মা‌ঝেই ধন্যবাদ ভা‌ল থাক‌বেন

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর পোস্ট । বেশকিছু জানলেও ব্যাখ্যা পেয়ে ভালো লাগলো। ++

শুভকামনা আপনাকে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লোলাগা ভা‌লো মন্ত‌ব্যে ভীষণ প্রীত হলাম ধন্যবান নিরন্তর

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

ANIKAT KAMAL বলেছেন: অাপনা‌কে কৃতজ্ঞতা জ‌নানোর ভাষা নেই । প্রায় সব লেখায় অাপন‌ার মন্তব্য পাই। অাল্লাহর অ‌স্তিত্ব প্রমা‌ণের লেখাই মন্তব্য পে‌য়ে ভীষণ খু‌শি অার নি‌জে‌কে ধন্য ম‌নে হ‌য়ে‌ছিল , ভা‌লো থ‌াক‌বেন। অাল্লাহ অাপনা‌কেভা‌লো রাখুন অা‌মিন

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

সৈয়দ ইসলাম বলেছেন:
কারো মন্তব্যের রিপ্লে দিচ্ছেন না যে?


লেখা তো ভালই লেখছেন দেখছি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

ANIKAT KAMAL বলেছেন: অ‌নিচ্ছা কৃত অপরাধ বো‌ধের জন্য ক্ষমা চা‌চ্ছি। এম বি নিব তার পর। অাপনার পা‌শে থাকা‌তেই অা‌মি ধন্য শুভ কামনা অাপনার জন্য

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

টাকাওয়ালা বলেছেন: কোনটা কতটুকু নিষিদ্ধ? যদি দিতেই চান তবে ক্লিয়ার করে দিলে ভাল হয়।
আমি মাঝে মাঝে উপুর হয়ে শুই, বাধ্য হয়ে।

আর, মহিলা মানুষের ছবি সহ পোস্ট দেওয়া কি? নিষিদ্ধ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

ANIKAT KAMAL বলেছেন: দৃ‌ষ্টির মা‌ঝেই সুন্দর অসন্দুর সুবাসনা কুবাসনা বিরাজ ক‌রে।‌চেষ্টা ক‌রি কি । উপুড় হ‌য়ে শুয়া অামারও অাজ‌ন্মের অ‌ভ্যেস। বাধ্য হ‌য়ে র‌শি বেঁ‌ধে ঘুমায়। স্রষ্ঠা যে বি‌বেক দি‌য়ে‌ছেন তা‌তেই অা‌মি খু‌শি, অ‌শেষ ধন্যবাদ

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

মাহের ইসলাম বলেছেন: ভালো লাগল।
অনেক ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

ANIKAT KAMAL বলেছেন: অাপনা‌কেও অ‌নেক অ‌নেক ধন্যবাদ

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ঢাকার লোক বলেছেন: ইহুদী খ্রিস্টান সচ্চরিত্রা মেয়েদের বিয়ে করা যাবে, ( কোরআনের সূরা মায়েদার ৫ নম্বর আয়াত দেখুন ) ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লোলাগা প্র‌য়োজন অ‌নেক নিয়ম মা‌নে না। ধর্মভুক্ত ক‌রে নি‌লে অাপ‌ত্তি নেই । ধন্যবাদ

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: জাজাক আল্লাহ খাইরান

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

ANIKAT KAMAL বলেছেন: অাস ছালামু অালাউ কুম । অাল হামদু‌লিলল্্িলা

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কপি পেস্ট। এই জন্যই জানেন না কয়েকটা হাদীস জয়ীফ, কিছু তথ্য বিভ্রান্তিকর...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

ANIKAT KAMAL বলেছেন: হয়ত অ‌নেকটা জান‌তে সাহায্যে কর‌বে । সত্য থা‌কে স্বম‌হিমায় প্র‌ত্যেকের ান্ত‌রে ধন্যবাদ

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

মাহমুদুর রহমান বলেছেন: শিক্ষনীয় পোষ্ট।ভালো লাগলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

ANIKAT KAMAL বলেছেন: জ্ঞানীর কল‌মের কা‌লি শহী‌দের র‌ক্তের‌ চে‌য়ে প‌বিত্র। জ্ঞান অ‌ন্নেষণ করা প্র‌ত্যেক নর নারীর উপর ফরজ।বিশ্লেষণ অার শিক্ষনীয় মন্ত‌ব্যে প্রীত হলাম

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

নীল আকাশ বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। ছুম্মা আমীন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

ANIKAT KAMAL বলেছেন: এমন সুন্দর প্রর্থনার জন্য ধন্যবাদ

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সবগুলোর সত্যতা আছে কী?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

ANIKAT KAMAL বলেছেন: এমন সুন্দর প্রর্থনার জন্য ধন্যবাদ

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

আরোগ্য বলেছেন: ভালো লিখেছেন।।

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

ANIKAT KAMAL বলেছেন: ‌লিখ‌তে লিখ‌তে অসুস্থ হ‌য়ে ছি হতাশ হ‌য়ে‌ছি ।‌ এখন যেন অা‌রোগ্য লাভ কর‌ছি সবার মন্ত‌ব্যে ধন্যবাদ। প‌রি‌শোধত সাহায্য চে‌য়ে অা‌বেদন ক‌রে‌ছি। সেখা‌নে মানবতা অা‌বেগ কান্নার অপমৃত্যু হ‌য়ে‌ছে। ধন্যবাদ

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

আবু মুহাম্মদ বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। আমীন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৬

ANIKAT KAMAL বলেছেন: পরম করুণাময় ও অসীম দয়ালু অাল্লাহ পা রব্বুল অালা‌মিন অামা‌দের ম‌নের বাসনা পূর্ণ করুণ অা‌মিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.