নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

প্রকাশ্য খুনের দেশ = বাংলাদেশ

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১:৩৬



কি বলছে সময়ের রঙচটা গোলাপ

সম‌য়ের সব‌চে‌য়ে ব‌র্বো‌চিত নির্মম ট্যা‌জে‌ডির হত্যাকা‌ন্ড রিফাত হত্যা‌কে উ‌দ্দেশ্য ক‌রে লিখা "নারী তোমা‌কেই বল‌ছি" শিরনা‌মে ব্ল‌গে যে লেখা প্রকা‌শিত হয় সে লেখার মন্তব্যগু‌লো অামা‌কে বিস্ম‌য়ে হতবাগ ক‌রে । ম‌নে হ‌চ্ছিল সারা পৃ‌থিবীর মানুষগু‌লো অার ব্লগ ভুব‌নের সুনামধন্য লেখকগু‌লো সবাই একসু‌ত্রে ব‌ন্দি । ব্য‌তিক্রম অা‌মি। কি অপ‌রিসীম হৃদয় উথ‌লেপড়া দরদের অাদ‌রের সোহাগের ভা‌লোবাসা মি‌শ্রিত সহানুভূ‌তির অপরুপ মহান দৃষ্টান্ত মু‌ন্নির প্র‌তি। অা‌মি না‌কি না‌রি বি‌দ্বেষী । অা‌রে বন্ধুরা অা‌মি কি নারীর গ‌র্ভে জন্ম গ্রহণ ক‌রিনী। নারী বহুরুপী । এতটাই মহ‌ারুপী যে অাপনার কল্পনার অনুভূ‌তি‌কেও হার মানা‌বে এতে কোন বিন্দু প‌রিমাণ স‌ন্দেহ নেই। সে/ নারী যেন দু‌ধে ধোয়া তুলসী পাতা। নারী শৈশ‌বে কৈশ‌রে যৌব‌নে বি‌য়ের অা‌গে প‌রে সন্তান হওয়ার অা‌গে প‌রে বৃদ্ধ‌া বয়‌সে সম‌য়ের সব বা‌কে বা‌কে রং বদলায়। বাস্ত‌বিকপ‌ক্ষে তীক্ষ্ম ভাষার লেখনী দ্বারা অাঘাত কর‌লেও সত্য চিরকালই সত্য। অাস‌লে লেখনকদের পর্য‌বেক্ষনী চোখ থাকা উ‌চিত। এবার দুটি কথা ব‌লি



১ এই নারীর কার‌ণে ২৬ বছর অামার চাচাত ভাই বাবলুর সা‌থে অাপন ভা‌গ্নের কথা হয়‌নি।

২ এই নারীর কার‌ণে ১৭ বছর অামার অাপন বোন অামা‌দের বা‌ড়ি‌তে অা‌সে‌নি।

অার পৃ‌থিবীর সব‌চে‌য়ে নির্মম স‌ত্যের মহা ই‌তিহাস অামার করুন জীব‌নের অপ্রকাশ্য দ‌লিল যা শুন‌লে হা‌র্টের রোগীরা একজনও পৃ‌থিবী‌তে বেঁ‌চে থাক‌বেন না ।...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


কৈশোরে, যদ যৌবনে, সন্তান হওয়ার পরে, ও বেশী বয়সে রং বদলায়, আপনার একসাথে ৪ ধরণের নারীকে বিয়ে করার দরকার ছিলো।

২৪ শে জুলাই, ২০১৯ রাত ২:০৫

ANIKAT KAMAL বলেছেন: ইসলাম ধ‌র্মে কিন্তু অনু‌মোদন র‌য়ে‌ছে বন্ধু। মন্ত‌ব্যে প্রীত হলাম। ভা‌লো থাক‌বেন। নিরন্তর শুভ কামনা

২| ২৪ শে জুলাই, ২০১৯ রাত ৩:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার যুক্তি যৌক্তিক হলে, বাংলার ঘরে ঘরে; এমনকি সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার হত্যাকাণ্ড ঘটবার কথা ছিলো। কিন্তু ঘটছে না! কেন ঘটছে না?

৩| ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: প্রিথিবীর সব দেশের খুন টুন হয়।

তবে আমাদের দেশে ইদানিং বেড়েছে।

৪| ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিরোনাম, লেখার বক্তব্য, উপসংহারে কোন মিল পেলাম না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.