নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

সত্যকে অস্বীকার করবেন না প্লিজ

২৯ শে জুলাই, ২০১৯ রাত ২:৩২

‌বিশ্বাস না হ‌লেও সত্য প্রমাণ ক‌রে দিব

১৯৯০ স‌নে গণতন্ত্র প্র‌তিষ্ঠার জন্য নূর হো‌সেন শহীদ হ‌য়ে‌ছেন। ২০১৯ স‌নে এসে সামু ব্লগ‌কে তার গনতা‌ন্ত্রিক ঐ‌তিহ্য সমুন্নত রাখ‌তে অার একজন নূর হো‌সে‌নের প্র‌য়োজন। এমন মানু‌ষের সংখ্যা হা‌তে গণা হয়। সামু‌কে রক্ষার জন্য না হয় অা‌মিই ‌সেই দ‌া‌য়িত্ব নিলাম। জীবন দিব তবু সামু‌কে বি‌শ্বের বু‌কে অমর‌ত্বের শ্রেষ্ঠ অাস‌নে সমুন্নত রাখব। প্রযু‌ক্তির উন্মুক্ত স্বাধীনতার এমন সম‌য়ে ব্ল‌গে প্র‌বে‌শের অবাক স্বাধীনতা অামরা হা‌রি‌য়ে‌ছি। কেন এত সমস্যা । কেন সমস্যার সমাধান হ‌চ্ছে না। কেন অবা‌ধে প্র‌বেশ কর‌তে পার‌ছিনা। কেন ভোগা‌ন্তি অার বিড়ম্বনা বে‌ড়ে যা‌চ্ছে।



বন্ধুরা এক‌টি প্রা‌ণের বি‌নিম‌য়ে য‌দি হাজার প্রা‌ণের স্বপ্ন বেঁ‌চে থা‌কে তাহ‌লে মন্দ কি

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


নুর হোসেন ছিলেন গরীবের বেকুব ছেলে; আওয়ামীলীগ ও বিএনপি মিলে, নুর হোসেনকে খালি গায়ে পুলিশের সামনে পাঠায়ে, টার্গেটে পরিণত করেছিলো।

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৩:১৫

ANIKAT KAMAL বলেছেন:
মন্ত‌ব্যে ধন্যবাদ ভাইয়া , অা‌মি তার চে‌য়ে বেকুব। য‌দি অাপ‌ত্তি না থা‌কে অাপ‌নি ঢাকায় থা‌কেন একবার অাপনার সাক্ষা‌তে কথা বল‌তে চাই

২| ২৯ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: হায়রে এটেনশন সিকার! সরাসরি প্রশ্ন করলেই হয় যে বৃদ্ধাশ্রমের ঠিকানা লাগবো। এটেনশন সিক কইরা মানুষের মাথাডারে অন্য দিকে ঘুরানো।

তো কাকে রাখবেন ওখানে?

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৫

ANIKAT KAMAL বলেছেন: অতট‌া নিস্কৃস্ট ভে‌বোনা বন্ধু। সবার ম‌তো অা‌মি না । ভাগ্য হয়ত অামার সা‌থে প্রতারণা ক‌রে‌ছে কিন্তু অামার মনটা না ধন্যবাদ চোখ খোলা ভিন্ন সা‌ধের ম‌ন্ত‌ব্যের জন্য ঠিক অা‌ছে ডি‌লেট ক‌রে দিলাম

৩| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৯

ANIKAT KAMAL বলেছেন: অনুসন্ধানী ম‌নের দূরবীন কাজ ক‌রে ব‌লেই ই‌য়ে‌সের ম‌তো সুন্দর মন্তব্য ধন্যবাদ বন্ধু

৪| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: ভাই এটা মনে পড়লেই মন খারাপ হয়ে যায়!
পড়ে আসুনঃ শহীদ নুর হোসেন দিবস এবং গনতন্ত্র
ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩১

ANIKAT KAMAL বলেছেন: কত কিছু‌তেই না মন খারাপ হয় বন্ধু‌
‌যেমন

প্রত্যাশার বুকে শপথের ফুল ফুটুক
অনিকেত কামাল
বিশ্বায়নের এই চ্যালেন্জিং পৃথিবীর
বাসিন্দা অামরা। অত্যাধুনিক সভ্যতার
অহংকারে অামরা গর্বিত।একুশ শতকের
ব্যস্ততম সময়ের প্লাটফর্মে দাঁড়িয়ে
বিবেকের দায়বদ্ধতা থেকে লেখার চেষ্টা।
সত্যিই কি অামরা সভ্যতার দিকে এগিয়ে
যাচ্ছি নাকি অাধুনিকতার নামে অসভ্য
নগ্নতার দিকে ছুটে চলছি। প্রতিদিন পত্রিকায়
চোখ রাখলেই লোমহর্ষক সব দৃশ্যস্পট ভেসে
উঠে। অাকাশ বার্তা কিংবা সচিত্র বার্তা
টিভি পর্দায় দেখলে সচেতন বিবেক কেঁদে
উঠে। যখন দেখি ইভটিজিং এর কারনে
ছাত্রীর অাত্নহনন, যৌতুকের বলি
গৃহবধু,ধর্ষনের শিকার যুবতী, পর্দার অাড়ালে
অপকর্ম, শিক্ষকের কামনা লালসার শিকার
শিক্ষাথিনী, হত্যা; গুম; মুক্তি পনের শিকার
সমাজের সর্ব স্তরের মানুষ, সর্বত্রই
ছিনতাই; লুটপাট; চাঁদাবাজি; ঘুষ; দু
র্নীতি; অরাজকতা, ভেজালের প্রতিযোগিতা
, দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতি, শ্রম
শোষনের কৌশল,রাজনীতি মহলের মিথ্যা
প্রতিশ্রুতি, ক্ষমতার দাপট, শিক্ষা;
ভর্তি;কোচিং বানিজ্য;অপসংস্কৃতি, ডাকাত
সন্দেহে নিরপরাধ ছাত্রদের পিটিয়ে
মারা,অশান্ত শিক্ষাঙ্গন,নিয়োগ প্রক্রিয়ায়
ঘুষের রমরমে ব্যাবসা,প্রকল্প শুরুর পূর্বেই
কোটি কোটি টাকা অাত্নসাধ, বিশ্ব
ব্যাংকের মুখ ফিরিয়ে নেওয়া, দাতা দেশ
গুলোর বিশ্বাস যোগ্যতা হ্রাস, মানবাধিকার
লংঘন, শেয়ার বাজার কেলেংকারি, কালো
টাকার দৈরাত্ন, অবৈধ হোটেল অাবাসিক
ব্যাবসা,বিশুদ্ধ খাবার ;পানীয়;ফলমুল;সবজিতে
বিষযুক্ত রাসায়নিক উপাদান মিশ্রন, নকল
ওষুদের সমারোহ,মাদক;ইয়াবার মরন ছোবল,
কারনে অকারনে জবাই করে হত্যা, ধর্ষনের পর
টুকরো টুকরো লাশ, নারী পাচার ;সীমান্তে
মানুষ হত্যা,সাংবাদিক খুন, সংখ্যালঘুদের উপর
অাক্রমন,সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা,
হরতাল অবরোধ;জ্বালাও পোড়াও,বিক্ষিপ্ত
সংঘর্ষ, চলন্ত বাসে অাগুন;পেট্রোল
বোমা;লংমার্চ; গ্রেনেড হামলা,বোমা
হামলা; ক্রস ফায়ার, মসজিদ; মন্দিরে বোমা
হামলা; ঈদগাহ মাঠে জামাতের ময়দানে
জঙ্গী হামলা ইত্যাদি ইত্যাদি....
তখন সৃষ্টির সেরা জীব হিসেবে অাশরাফুল
মাখলুকাত মহামুল্যবান শব্দটির তাৎপর্য
কোথায় যায়? অপ্রিয় হলেও সত্য এরুপ অসংখ্য
ঘটনা; সমস্যা সংকটের বেড়াজালে অামাদের
নিত্য জীবন যাপন। প্রতিকার প্রতিরোধের
ব্যবস্থা পদক্ষেপের চেষ্টা যে করা হচ্ছে না তা
নয়.. কিন্তু কাজের কাজটা বলা যায় অাশাপদ
হচ্ছে না। প্রতিদিন ঘুমিয়ে পড়ার অাগে মনে
মনে ভাবি অাগামীকালের সূর্যোদয়ের
মধ্যদিয়ে পত্রিকায় খবর অাসবে হতাশার নয়;
অাশাব্যন্জক; স্যাটেলাইট চ্যানেলগুলোতে
উন্নতির খবর শুনাবে , সম্ভাবনার কথা বলবে।
অামাদের সন্তানেরা নির্ভিঘ্নে স্কুল কলেজ
মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যাবে।
হাসপাতালে রোগীরা চিকিৎসা পাবে।
ব্যাবসায়িকেরা অধিক মুনাফা লাভের
মানসিকতা পরিহার করবে; ন্যায্যমুল্যে
জিনিসপত্র বিক্রি করবে। অফিস অাদালতে
সরকারী বে সরকারী প্রতিষ্ঠানে ব্যক্তি
পর্যায় হতে জাতীয় পর্যায় পর্যন্ত ঘুষ দুর্নিতী
অনিয়ম উঠে যাবে। অপসংস্কৃতি দূর হবে। মাদক
ইয়াবার মতো ভয়াবহ থাবা হতে তরুন সমাজ
বেরিয়ে অাসবে। দুর্ঘটনা একসিডেন্টের খবর
কমে অাসবে। ব্যক্তিগত অাক্রোশের জের
টেনে পুকুরের পানিতে বিষ প্রয়োগ; গাছ
কেটে পরিবেশ ধ্বংস ;ইজ্জতের ওপর কলংক
লেপনের কাহিনী পড়তে হবেনা। মরা
মুরগী;গরু;ছাগল;কুকুরের মাংস খাওয়ানোর
মতো ঘৃন্য মানসিকতার পরিবর্তন করতে হবে।
অশান্ত শিক্ষাঙ্গন শান্ত হবে। শিক্ষার মতো
পবিত্র অঙ্গনে ক্যাম্পাস করিডোরে দলীয়
কোন্দল অস্ত্রের মোহড়া রক্তপাত বন্ধ হবে।
টেন্ডারবাজী;নদীদখল ;জমিদখল ;হলদখল বন্ধ
হবে। দলীয়করন ; অাত্নীয়করন ; স্বজনপ্রী্তিকরন
বন্ধ হবে। নিরাপত্তা বাহিনীর হাতে নিরপরাধ
মানুষের প্রানহানী বন্ধ হবে। চুরি;ডাকাতি; চাঁদাবাজি;ফাঁকিবাজি বন্ধ হবে। ধর্মের নামে
ভন্ডামী ব্যবসা বন্ধ হবে। দারিদ্র দূর হবে। সুস্থ
রাজনীতি ফিরে অাসবে। গৃহযুদ্ধ কিংবা ওয়ান
ইলেভেনের অাশংকা দূর হবে। সংকটাপন্ন
গনতন্ত্র স্থির হবে। শিশুশ্রম শিশুহত্যা শিশু
নির্যাতন শিশু ধর্ষন বন্ধ হবে। বাল্যবিবাহ
রোধ হবে। যেতৈুকপ্রথা বিলুপ্ত হবে। তরুন
তরুনীর পোশাকে শালীনতা অানতে হবে।
সমস্ত অপকর্মের মূল মিথ্যা পরিহার করতে
হবে। ন্যাকেট ভিড়িও সেক্সচুয়াল ছবি বন্ধ
করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি....
এভাবে যতকথার সমারোহে কবি সাহিত্যিক
সামবাদিক প্রাবন্ধিক লেখকেরা
লেখালেখিই করুন না কেন কোন কাজই
হবেনা। যদি না অামরা সত্যিকার অর্থে
অাত্নসচেতন না হয়। পবিত্র সম্পর্কের মহান
বন্ধনে এক বিশ্ব গড়ে না তুলি। হিংসা
বিদ্বেষ স্বার্থপরতা পরিহার না করি। যতদিন
অামরা বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ
গ্রহন করবনা
অঙ্গিকারাবদ্ধ হব না ততদিন 'যায়দিন ভালো
অাসে দিন মন্দ' ঘুরে "অাসেদিন ভালো
যায়দিন মন্দ" সমসাময়িক চিরন্তন বানীটির
তাৎপর্য মূল্যায়িত হবে না।

৫| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বর্তমানে বাংলাদেশের লোকসংখ্যা প্রায় ১৮ কোটি। এই বিরাট জনগণ কে পাগল বানিয়ে ফেলেছে অতি ক্ষুদ্র মশকের দল। অথচ সামান্য চেষ্টা করলেই মশক নিধন করা সম্ভব।



18 কোটি মানুষের মধ্যে যদি 10 কোটি লোক মশা মারার কাজে অংশ নেয় এবং প্রতিটি লোক দুইটা করে মশা মারে তাহলে প্রতি দিন 20 কোটি মশা মারা সম্ভব ।

আন্তরিক ইচ্ছা থাকলে প্রতি দিন একটি করে মশা মারা হলেও বেশ কিছু দিন পরে দেখা যাবে এদেশে মারার জন্য কোন মশাই খুঁজে পাওয়া যাবে না। মশকরা যত ভয়ঙ্কর প্রাণীই হোক না কেন মানুষের চেয়ে ভয়ঙ্কর নয়।

তাই আসুন সবাই মিলে আজ থেকে মশা মারা শুরু করি।

গণপিটুনি দিয়ে মানুষ না মেরে গণপিটুনি দিয়ে মশা মারুন। দেশ ও জাতির অশেষ কল্যাণ করুন।

২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪০

ANIKAT KAMAL বলেছেন: দার্শ‌নিক মন্ত‌ব্যের জন্য ধন্যবাদ বন্ধু অ‌নেক ভা‌লো লাগল । ভা‌লো রাখুন মহান অাল্লাহ অাপনা‌কে

৬| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: নাহ! আপনি মইরেন নাহ!!

২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৫

ANIKAT KAMAL বলেছেন: এত ভা‌লোবাসায় অব‌শে‌ষে সিক্ত হলাম । ভা‌লো থাক‌বেন সব সময়

৭| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:১৩

নীল আকাশ বলেছেন: ভাই,
আপনার প্রতি মন্তব্য পড়ে বুকের ভিতর ধরফর করছে। কি দেশে আর কি পরিবেশে আমরা এখন বাস করছি?
নিশ্চয়ই উপরে আল্লাহ আছেন, তা না হলে এই দেশ টিকে আছে কিভাবে?
সরকারের লোকজন আছে এইসব ঠিক না করে আসমানে স্যাটেলাইট পাঠানোর চিন্তায়!
মন একদম খারাপ করে দিলেন। এই দেশের লোকজন মানুষ হবে কবে?

২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪১

ANIKAT KAMAL বলেছেন: স‌রি ভাইয়া জানতাম প্র‌তি উত্ত‌রে ভীষণ কস্ট পা‌বেন। কিন্তু এটাই নির্মম সত্য । লেখা‌টি অা‌রো দশ বছর পূ‌র্বে লেখা এর মা‌ঝে অা‌রো সং‌যোজন কর‌লে শরী‌রের লোমপুক শিহ‌রিত হ‌বে। যা হ‌চ্ছে তা কল্পনা‌তেও অান‌তে অাপর‌বেন না। ঢাকা শহ‌রের মরা মুরগী গু‌লোও কৌ‌শ‌লে ৭০/৮০ টাকা কে‌জি। In fact " life is moor than drama" মু‌খো‌শের অাডা‌লে কত জঘন্যপনায় না অামরা বে‌চে অা‌ছি। অামা‌কে ক্ষমা কর‌বেন । নির্মম স‌ত্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.