নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের বই অপরবাস্তব- ৭ এর জন্যে যারা লেখা জমা দিযেছেনঃ কৃতজ্ঞতা সহকারে প্রাপ্তি স্বীকার।

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

ব্লগারদের বই অপরবাস্তব- ৭ এর জন্যে যারা লেখা জমা দিযেছেন তাদের লেখার প্রাপ্তি স্বীকারের জন্যেই মুলত এই পোস্ট। সাথে আরো কিছু বিষয় অবগত করা।



যতগুলো লেখা জমা পড়েছে, তার মধ্যে কিছু লেখার লিংক কাজ করে নি।



এই পোস্টে যাদের লেখা আছে, তাদের কোন রকম আপত্তি বা সংশোধন, বিয়োজন-এর প্রয়োজন পড়লে তা এডিট করা।



যারা লেখা জমা দিয়েছেন কিন্তু এখানে লিংক নেই, তারা অনুগ্রহ পূর্বক আগের পোস্টের কতো নম্বর মন্তব্যে তা দিয়েছেন অনুগ্রহ পূর্বক উল্লেখ করলে সুবিধে হবে এবং লিংক কাজ করে কি না, নিশ্চিত হয়ে নিবেন।



এই সংশোধনের কাজ আগামী ৩ জানুয়ারী ২০১৩ পর্যন্ত চলবে।



হুমায়ূন আহমেদের ছোটগল্পে অব্যাখ্যাত ঘটনা-হাসিনুল ইসলাম

সেলিব্রেশন অব লাইফ-আবদুল ওয়াহিদ

"হুমায়ূন আহমেদ স্যার" আমার চিঠিটা একটু পড়বেন? আপনাকে ধন্যবাদ দিতে চাই।-শেখ মিনহাজ হোসেন

বাদশাহ গানদার-স্নিগ

একটি সিগন্যাল ও আমার আমি_______(আহমেদ এর গল্প)-দিকভ্রান্ত*পথিক

হিমুর না ফিরে আসা-মেংগো পিপোল

সে, আমি এবং একটি কুকুর-মেংগো পিপোল

আমি, হিমু এবং হুমায়ুন আহমেদ

কিংবদন্তী হুমায়ূন আহমেদ এবং হতভাগা আমি-তুষার আহসান

ষ্টেশনঃ গৌরিপুর জংশন – গন্তব্যঃ অচিনপুর-আসিফ ভাই ডট কম

হিমুর বাদল দিনের গান-ইউসুফ খান

ঔপন্যাসিক হুমায়ূনের জয়যাত্রা ও পাঠকের চিঠির উত্তরে তাঁর আত্মপক্ষ সমর্থন-আহমাদ জাদীদ

“হুমায়ূন আহমেদ স্যারের সাথে আমার প্রথম দেখা”-নীল পাখি ১৩১১

আমি বেঁচেছিলাম হুমায়ুনদের সময়ে-মেঘনা পাড়ের ছেলে

লেখকের জন্য কান্না-রাসেল মাহমুদ

মরন-বাঁচন- মোজাফফর

দুঃখগুলো হারিয়ে যাক বেনু জলে ভেসে-নুর ফয়জুর রেজা

একজন রিফিউজি বলছি-অগ্নি সারথী

কে বলে আজ তুমি নেই-সফেদ ফরাজী

আমার একটু লিখতে ইচ্ছে হল-অর্থহীন ভাবনা

হুমায়ূন আহমেদের মৃত্যুতে হাহাকার : আমার কিছু ভিন্ন ভাবনা-ধাতবগোলক

আমি হুমায়ুন হব-নির্বাক কালপুরুষ

বল্টু ভাইয়ের ইউকে জীবন-চিরচেনা

দূরদ্বীপবাসিনী-শামীম আরা সনি

অচিনপুরের পথে হুমায়ুন আর এই আমি-নিম আল আশফাক

আমার কৈশরের একজন 'ভুল হুমায়ুন আহমেদ'-পলক শাহরিয়ার

স্বপ্ন-একুশ ও এক স্মৃতিভ্রষ্ট ....!!-হাজারি

হুমায়ূন আহমেদের জীবনখাতায় ঐ একটাই লাল দাগ!-হাবিবুর রহমান তারেক

স্যার, চিঠিটা মাথার পাশেই রাখলাম, ঘুম ভাঙ্গলে একটু পড়ে নিতেন যদি!-অনির্বান

আমাদের হুমায়ু আহমেদ-প্রজন্ম৮৬

এই মৃত্যু শোকে'র নয়, এই মৃত্যু শান্তি'র!!!-প্রজন্ম৮৬

যেই ১০টি কারনে হুমায়ুন আহমেদ একজন বিরাট খারাপ লোক!!!-প্রজন্ম৮৬

শাহ মোঃ শরিফুল আবেদ

দুই কিংবদন্তীর মহাপ্রয়াণ-সেলিম আনোয়ার

কত না অশ্রুজল-মরহুম হুমায়ুন আহমেদ-পাগলমন২০১১

যাদুর আরেক নাম হুমায়ুন আহমেদ-হানযালা

স্বপ্নভুক-নীলসাধু

হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন আমাদের মনে-সুমাইয়া বরকতউল্লাহ

ঈদের ছুটিতে দেখলাম ঘেটুপুত্র কমলা-কেতকী

হুমায়ূন আহমেদকে নিয়ে একটি ব্যাক্তিগত সুখকর অভিজ্ঞতা : যেখানেই থাকুন ভালো থাকুন আপনি-অর্ফিয়াস

স্রষ্টা যখন নিজেই পরলোক গমন করেছেন.২-কান্ডারী অথর্ব

স্রষ্টা যখন নিজেই পরলোক গমন করেছেন-কান্ডারী অথর্ব

মিসির আলী, হিমু, রূপা, বাবা, বাদল, মাজেদা খালা এবং খালুর অজানা যাত্রা-রীতিমতো লিয়া

হুমায়ুন আহমেদঃ একজন স্বপ্নবাজের অগ্যস্ত যাত্রা।-িজহ৭০০৭

গল্প: ইনফিউজ :: এ ট্রিবিউট টু হুমায়ূন আহমেদ-মাক্স

নুহাশের বনে-অদৃশ্য

উস্তাদ হুমায়ুন আমাদের কি কি শিখিয়েছেন-হাবিব০৪২০০২

আনলাকি ১৩ এবং রহস্যময় হুমায়ূন আহমেদ-সৈয়দ ইবনে রহমত

হুমায়ুন আহমেদ ও এক নিঃসঙ্গ নাবিকের গল্প-আবু মান্নাফ খান

হুমায়ুন আহমেদ এবং প্রিয় অপন্যাস-বুনো

কাচেঁর পৃথিবী-ইনকগনিটো

মুক্তিযুদ্ধের ছবি-নাজমুল হাসান মজুমদার

হিমু ও সক্রেটিসের মধ্যে কথোপকথন!-সাইফুল ইসলাম সজীব

একজন 'হুমায়ুন আহমেদ' এবং প্রসংগ 'তুই রাজাকার' ।-মামুন৬৫৩

আমার তিন কন্যার গল্প, তিন ডব্লিউ"- হুমায়ুন আহমেদ । একটি বিশ্লেষন ।-মামুন৬৫৩

আমাদের 'দুঃখী বলপয়েন্ট'-সরলতা

ছ'আঙ্গুলি কারিগর-কথক পলাশ

হুমায়ূন আহমেদ স্যারঃ একজন লেখকের প্রতি ভালবাসা ও কিছু কথা-নিথর শ্রাবণ শিহাব

আমি, হিমু এবং হুমায়ুন আহমেদ-শফিক আলম

আর কখনও রানওয়েতে বিমান ওড়াবে না, আর কখনো নিউজ রুম থেকে ভেসে আসবে না একটি কণ্ঠ , কানকাটা রমজানের অট্টহাসি আমাদের কে অতঙ্কিত করবে না, সবেশেষে আর হিমু কখনো রাতের বেলা হলুদ পাঞ্জাবি পড়ে হাটবে না ।-সবুজ মহান

একজন "বাদশা নামদার" এর জন্য শোক বই! -মাহমুদা সোনিয়া

কেউ আমাকে মিসির আলির কাছে নিয়ে যেতে পারো ?-সাবরিনা সিরাজী তিতির

বাকের ভাই,হিমু আর মিসির আলীর নুহাশ পল্লী যাত্রা-সাদরিল

প্রসংগঃ হুমায়ুন আহমেদ, আমার অনুভূতি ও কর্পোরেট মিডিয়া কথন...-তন্ময় ফেরদৌস

স্যার, আমার প্রেমিকার ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল...-কালা মনের ধলা মানুষ

গল্পবর-মাহমুদুর রহমান সুজন

যদি মন কাঁদে, তবে ফিরে এসো এই বরষায়...-সকাল রয়

১. তোমার অপ্রকাশিত বিদায়ে, ২. তোমার নাম চির অম্লান হয়ে থাকবে বাংলাদেশে- আমি বাঁধনহারা, জাকির মাহমুদ

ফিরে আসো হুমায়ুন-সুখী মানুষ

হুমায়ুন আহমেদ শুভ জন্মদিন

সংশয় কিংবা সম্ভাবনা-সাদিক সাকলায়েন

হুমায়ুন স্মরণে-মুহসীন৮৬

রাজাকার-মোঃ মোসাদ্দেক হোসেন

মৃত্যুঞ্জয়ী-সাইফ সামির

লেখকের মৃত্যু অথবা একটি হাত-মাহী ফ্লোরা

‘নন্দিত নরক’ থেকে শেষ ‘দেয়াল’-ধুসর স্বপ্ন

একজন হুমায়ুন আহমেদ-সামসজীব

একটি মানুষ শুয়ে আছে, নিথর... -সুনীল সমুদ্র

আমার আর কোন ভয় নেই-আজম মাহমুদ

মানুষ এতো খবর রাখবে কোথায়-আজম মাহমুদ

দৈবকীর মতো কংসের কারাগারে-আজম মাহমুদ

এর কি কোন মানে হয়?- ঈশান অরেফিন

সাকিল খাঁন এর লিখা : ব্লগারদের বই অপরবাস্তব- ৭ এর জন্য।

ময়ুরাক্ষীতে বসবাস আমার-বৃতি

কান্না ঝছে আকাশ থেকে-দিকভ্রান্ত*পথিক

রাত্রি-দ্বিপ্রহর বলছি_________________আহমেদ-দিকভ্রান্ত*পথিক

হয়তো ভালবাসি তোমায়-দিকভ্রান্ত*পথিক

“চন্দ্রমুখী সুনয়না, তুমি হৃদয়হীনা”-দিকভ্রান্ত*পথিক

আমি হিমু, আমি অমরত্ব-দিকভ্রান্ত*পথিক

জ্যোৎস্নায় আমাদের চোখ, প্রিয় হুমায়ুন আহমেদ-আশরাফুল ইসলাম দূর্জয়



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইলো।

মন্তব্য ১২২ টি রেটিং +২২/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

সািকল খান বলেছেন: ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

আরজু পনি বলেছেন:

ভালো থাকুন।

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

দেশী মামা বলেছেন: আফসুস , আমার কোন লেখা নাই । :(

খুশির খবর – আমি আম ব্লগার । আমি শতকরা ৯৯ জনের একজন । :#)

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন:

আমিও ৯৯ জনের একজন :#)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

রুদ্র মানব বলেছেন: অপরবাস্তব- ৭ প্রতি শুভকামনা রইলো ,
আপু হেপী নিউ ইয়ার :) :) :)

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইল।

ভালো থাকুন অনেক।

:)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

শেখ মিনহাজ হোসেন বলেছেন: লেখাটা এখন এডিট করা যাবে একটু? কাল রাতে সময় হাতে নেই বলে অনেক তাড়াহুড়োয় লিখেছিলাম। :( ওখন পড়ে মনে হচ্ছে, আরেকটু সাজানো দরকার।

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:

করে ফেলুন প্রাথমিক ভাবে নির্বাচনের আগেই। শুভকামনা। আজকেই করার চেষ্টা করলে ভালো হয়।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

মামুন রশিদ বলেছেন: অপরবাস্তব-৭ এর জন্য শুভ কামনা । :)

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

আরজু পনি বলেছেন:

অপর বাস্তব-৭ এর জন্যে জন্যে শুভ কামনা।
ভালো থাকুন মামুন।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

মাক্স বলেছেন: এখানে জমা পড়া সবগুলা লেখা আছে??

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

আরজু পনি বলেছেন:

যতগুলো প্রাসঙ্গিক লেখা জমা পড়েছে, তার মধ্যে কিছু লেখার লিংক কাজ করে নি।

এছাড়া সবই রাখা হয়েছে।

এই পোস্ট দেবার উদ্দেশ্যও মূলত কোন যারা পোস্টের লিংক শেয়ার করেছেন তাদের পরামর্শে রকম সংশোধন, সংযোজন, বিয়োজন প্রয়োজনে করা।

ভালো থাকুন মাক্স।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

মাক্স বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপু :) :) :)

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

আরজু পনি বলেছেন:

হ্যাপি নিউ ইয়ার মাক্স।

:)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: অপরবাস্তব- ৭ প্রতি শুভকামনা


০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আরজু পনি বলেছেন:

দারুন তো! পুরাই ব্যাঙ রাজকুমার!

অপর বাস্তব-৭ এর প্রতি শুভকামনা।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

হাবিব০৪২০০২ বলেছেন: wow নিজের নাম দেখে খুব ভাল লাগছে।

আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

আরজু পনি বলেছেন:

শুভকামনা রইলো হাবিব।

নতুন বছরের শুভেচ্ছা।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

আবদুল ওয়াহিদ বলেছেন: আমার লেখালেখির বড় অংশ 'ওয়াহিদ সুজন' নামে করা।

যদি লেখাটি মনোনীত হয়- তবে ওয়াহিদ সুজন নামটি ব্যবহার করলে খুশি হবো।

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

আরজু পনি বলেছেন:

জ্বি, আপনি ওয়াহিদ সুজন......অবশ্যই মনে থাকবে।

অনেক ভালো থাকুন।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

যাযাব৮৪ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহা

আমারে বাচ্চাদের দারুন পছন্দের।
ওরা বেশ মজা করলো।

অনেক ধন্যবাদ যাযাব.....
হ্যাপি নিউ ইয়ার।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

সািকল খান বলেছেন: ধন্যবাদ আপু
আমার লিখা যদি যায়, তবে নামটা সাকিল খাঁন দিয়েন

সািকল খান ঠিক করতে পারছি না, মডুরা দেহি ঠিক করে কিনা।

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

আরজু পনি বলেছেন:

ঠিক আছে "সাকিল খাঁন" ।

আমার নামটাও ঠিক করা দরকার।
দেখি মডু বরাবর পোস্ট দিতে হবে!

অনেক ভালো থাকুন।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ আপু আমার নাম দেখে খুব খুশি হয়েছি ।

অনেক শুভ কামনা এবং শুভ নববর্ষ

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

আরজু পনি বলেছেন:

আপনিও অনেক ভালো থাকুন কান্ডারী অথর্ব।

নতুন বছরের শুভেচ্ছা।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ইয়ারর আপু.......প্রতিটি পদক্ষেপেই সফল হোন..সুন্দর জীবন লাভ করুন........অনাবিল আনন্দে মন ভরে উঠুক আপনার।শুভকামনা খাকলো।

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম।
ভালো থাকুন।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

লিন্‌কিন পার্ক বলেছেন:

হ্যাপি নিউ ইয়ার !:#P

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

আরজু পনি বলেছেন:

হ্যাপি নিউ ইয়ার।

অনেক শুভকামনা রইলো।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

কলম.বিডি বলেছেন: আপুউউউউউউ, কত্ত কষ্ট করেছেন!! প্রিয়তে নিয়ে গেলাম। বিশাল লাইব্রেরী হইসে একটা। থাঙ্কুউ

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর কলম! দেখে ভালো লাগলো।
ব্লগডের দিন বক্তব্য রাখতে যেয়ে আপনার কথা মনে পড়ছিল বিশেষ কোন কারণেই।

হ্যাঁ, আসলেই একটা হুমায়ন লাইব্র্রেরী হয়েছে বটে!

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

নির্বোধ মাসুম বিল্লাহ বলেছেন: lekha deyar sujog ahce ki?

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

আরজু পনি বলেছেন:

ডিসেম্বরের ৩ তারিখ থেকে ৩১ তারিখ রাত পর্যন্ত লেখা জমা দেবার সময়। যা ইতঃমধ্যে পেড়িয়ে গেছে!

ভালো থাকুন মাসুম।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

পলক শাহরিয়ার বলেছেন: শুভ নববর্ষ আপনি সহ পুরো সামহোয়্যার টীমকে। আশা করি সফল ও দারুন একটা অপরবাস্তব সংকলন হাতে পাব।

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পলক।
আশা করা যাচ্ছে একটা দারুন সংকলন হবে।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

দেশটা অস্থির বলেছেন: আফসুস আমার কোন লেখা নাই ! :( :(

বইয়ে কয়টা লেখা থাকবে ?
বেশী লেখা ইনক্লুড করার চেষ্টা কইরেন ।
ফাইনালি কাদের লেখা থাকছে কবে জানতে পারবো ?

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

আরজু পনি বলেছেন:

লেখা জমা দিলেই পারতেন!

বইয়ে কয়টা লেখা থাকবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই, কারণ বেশ কিছু কবিতাও আছে।

আপনার পরামর্শ মাথায় রইলো আর আমার দায়িত্ব সম্ভবত প্রাথমিক ভাবে বাছাই করা পর্যন্ত।

কাজেই প্রাথমিকভাবে বাছাই করা পোস্টের তালিকা আশা করছি এ সপ্তাহেই দিয়ে দিতে পারবো।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

নেক্সাস বলেছেন: আশা করি কোন স্বজনপ্রিতি ছাড়া সাধারণ ব্লগারদের সেরা লিখাটি নিয়ে এবার একটি সুন্দর অপরবাস্তব প্রকাশিত হবে। অপরবাস্তবের সাফল্য কামনা করছি। বইমেলা থেকে প্রথমবারের মত নিজের টাকায় অপরবাস্তব সংগ্রহ করার আশা পোষন করছি।


শুভকামনা

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

আমার নিজেরতো কোন লেখা নেই! তাই স্বজনপ্রীতির কোন চান্স নেই B-)

আশা করা যাচ্ছে সেরা লেখাগুলোই স্থান পাবে অপর বাস্তব-৭ এ।

অনেক ভালো থাকুন নেক্সাস।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

তিতাস একটি নদীর নাম বলেছেন: শুভকামনা।
আমিও আমজনতা---সুন্দর সুন্দর লেখা পড়ি--লিখতে পারি না।

আমজনতা হয়ে যে অখুশি তা কিন্তু না। সামু ব্লগাররা ভাল ভাল লেখা লিখবে আর আমার মতো আমজনতারা পড়বে--তাতেই সামুর উতকর্ষ সাধন হবে।

শুভকাকমনা অপরবাস্তব- ৭ প্রতি।

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আমি নিজেও আমজনতা এবং এ্ সুযোগে দারুন দারুন লেখা পড়তে পারার সুযোগ পাচ্ছি...এ দারুণ প্রাপ্তি!


অনেক ভালো থাকুন আপনি।

শুভকামনা অপর বাস্তব-৭ এর প্রতি।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

রীতিমত লিয়া বলেছেন: শুভকামনা রইল!!!

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

আপনিও অনেক ভালো থাকুন লিয়া।

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

জাকারিয়া মুবিন বলেছেন: দাগাইয়া রাখলাম।

আমার নাম নাই, তাও পিলাচ দিলাম।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মুবিন।
ভালো থাকুন।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ভিয়েনাস বলেছেন: আশা করছি সুন্দর একটা বই পেতে যাচ্ছি :)

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

জ্বি, ঠিকই বলেছেন।

আশা করা যাচ্ছে সুন্দর একটা বই পেতে যাচ্ছি।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমার লেখাও আছে দেখে ভালো লাগল। লেখাটা এডিট করার জন্য বেশ কয়েকবার পড়লামও। এডিট করার মত কিছু পেলাম না। আসলে লেখাটা যে তখন কিভাবে লিখেছিলাম নিজেও বুঝতেছিনা। "হুমায়ুন আহমেদ" স্যারের মত কাউকে নিয়ে লেখা এত সহজ কাজ না।

অনেক ধন্যবাদ, আমার লেখাটা বিবেচনা করার জন্য। নতুন বছরের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

এই পোস্টটা প্রাপ্তি স্বীকারের পোস্ট।

আশা করা যাচ্ছে খুব শিগগীরই প্রাথমিকভাবে নির্বাচিত পোস্টগুলি জানিয়ে দেয়া হবে।

অনেক ভালো থাকুন।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

জাহিদ হাসান বলেছেন: পথচলা শুভ হোক । :) :) :) :)

একটা লেখা লিখেছিলাম । আমি চাই আপনি সেটা পড়েন । লিংক দিলাম । কিছু মনে করবেন না । আপনাকে খুব আপন আপন লাগে তো তাই কিছু আবদার করি । রাখতেও পারেন নাও রাখতে পারেন সব আপনার উপর ডিফেন্ড করে ।


গুড বাই ২০১২,ওয়েলকাম ২০১৩- বিদায়ী বছরে আমার জীবনে ঘটা উল্লেখ্যযোগ্য ঘটনাগুলো :-* :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহা
মনে করলেও পড়বো।
তবে আপাতত কয়েকটা কাজ নিয়ে একটু বেশিই ব্যস্ততা যাচ্ছে।

জানুয়ারী মাসের পর থেকে যদি ব্লগে থাকি তবে আশা করা যাচ্ছে, সবার ব্লগে আবার নিয়মিত যেতে পারবো। ততদিন একটু ক্ষমা করতে হবে যে!


অনেক ভালো থাকুন জাহিদ।

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
হেফি ভাস্কোদাগামা নিউ ইয়ার B-)) B-))

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

হাহাহা
আপনার ধরণ ধারণই আলাদা।

ব্লগ ডে-তে আপনার সাথে পরিচিত হয়ে বেশ ভালো লেগেছে।

অনেক ভালো থাকুন পাইলট।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

কাউসার রুশো বলেছেন:
লিখবো লিখবো করেও লেখা হয়ে উঠলোনা :(

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

হুম, আপনাদের মতো দারুন লিখিয়েদের কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক।

না লিখার জন্যে আপনাকে অবশ্যই মাইনাস! X(

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: আপু লেখাটা কেমন
দেইখেন

শুভকামনা
সময়ের তালে
যদি আশা ও ভাবনা
ভাল কিছু মিলে

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

এখানে কি লিংক আছে?
এখানে যতো লিংক আছে সবগুলোই পড়বো।

অনেক ভালো থাকুন পরিবেশ বন্ধু।

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

সোমহেপি বলেছেন: শুভকামনা

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

আপনার জন্যেও অকে শুভকামনা রইলো।

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: Happy New Year- 2013.
যাদের লেখাই সম্পাদনার পর থিতু হোক, অপরবাস্তব সার্থক হয়ে উঠুক।

পনি আপু, যত যাই করেন, আশা জাগানিয়া- ডিসেম্বরের কিন্তু ঠিকই চাই।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

অপর বাস্তব সার্থক হয়ে উঠুক এই কামনা আপনার মতো আমিও করি।



আর শেষের লাইনের কথা সময় বলবে ;)

নতুন বছরের শুভেচ্ছা রইলো।

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

আবু মান্নাফ খান বলেছেন: নিজের নাম টা দেখতে পেয়ে ভাল লাগলো । যাই হোক সব রকম সফলতা কামনা করি এ উদ্যোগ এর

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মান্নাফ।

শুভকামনা রইল।

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

হিমু বলছি বলেছেন: আরজু আপা, আপনি একটি দারুন কাজ করেছেন।
সত্যিই দারুন।
আমি আজই রূপাকে আপনার কথা বলবো। রূপাকে জানাবো, জানো, ব্লগে আরজু পনির মতো অসামান্য মনের এক মানুষকে খুঁজে পেয়েছি। রূপাও দারুন খুশি হবে, আমি নিশ্চিত।
জানেন বোধহয় আমি আবার মেসের ঠিকানা বদলেছি। আমি এখন এখানে। পারলে একবার পায়ের ধূলো দিয়ে যাবেন।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

খাইছে! এ যে দেখি পুরাই হিমু!
বইয়ের পাতা থেকে উঠে আসা হিমু!

অভিনন্দন নিন সামহোয়্যারইন-এর ব্লগিং এ।

আসছি খুব শিগগীরই আপনার ব্লগে।

ভালো থাকুন অনেক অনেক।
আর রূপাকে আমার শুভেচ্ছা জানাতে ভুলবেন না।

৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

নক্ষত্রচারী বলেছেন: আশা করি এবারো একটি মানসম্পন্ন অপরবাস্তব সংকলন পেতে যাচ্ছি :)

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

আরজু পনি বলেছেন:

ইনশাহআল্লাহ্।

ভালো থাকুন অনেক।

:)

৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

লিঙ্কনহুসাইন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপু । সবার জন্য শুভকামনা রইলো

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

আরজু পনি বলেছেন:

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা রইলো।

৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২

তন্ময় ফেরদৌস বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

আরজু পনি বলেছেন:

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা তন্ময়।
ভালো থাকুন অনেক অনেক।

৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

শের শায়রী বলেছেন: আপু ভয় ছিল এত বড় বড় ব্লগারদের মধ্যে কি লিখব, সাহস করে উঠতে পারিনি। নতুন বছরের শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুখে থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

আরজু পনি বলেছেন:

আপনতো অনেক ভালো লিখেন!!

অসুবিধা নেই। সামনের বছরের জন্যে শুভকামনা রইলো।

৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++


হ্যাপি নিউ ইয়ার !:#P !:#P !:#P !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অপূর্ন।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: হুররেএএএএ

আমার নাম আছে !! !:#P !:#P !:#P !:#P

ধন্যবাদ আপু।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

আরজু পনি বলেছেন:

এটাতো প্রাপ্তি স্বীকারূলক পোস্ট।
শুভকামনা সাদা মনের ভালা মানুষ।

৪০| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

তুষার আহাসান বলেছেন: + সহ প্রিয় তে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ তুষার।
ভালো থাকুন।

৪১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

হাসিনুল ইসলাম বলেছেন: আমার প্রবন্ধটির কিছু টাইপোস শেষমেষ সম্পাদনা করা গেল।

আসলে ইচ্ছে ছিল, হুমায়ূন আহমেদের ছোটগল্পে অব্যাখ্যাত ঘটনা, ইশ্বর বর্ননা, হেয়ালি ও ধাঁধা, গল্পের ভেতর গল্প, মানব একাকীত্ব, দরিদ্র জনপদের জীবন, ধনী মানুষের জীবন, প্রচলিত সংস্কার-কুসংস্কার, প্রেম ভালবাসা, পেশা, হিউমার, সায়েন্স ফিকশন, মনস্তাত্বিক জগত, গল্পের সমাপ্তি ও যৌনতা নিয়ে ক’টি প্রবন্ধের একটি বই করার। সেটি তো হলো না। হয়ত অপরবাস্তবে তেমন একটি ঠাঁই পতে পারে বলে মনে হলো।

অপরবাস্তবের সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

আরজু পনি বলেছেন:

বানান ভুল না থাকলেই ভালো। কারণ অনেক পোস্টই বিশাল বিশাল!
পুরাই পরীক্ষার মতো সারারাত জাগতে হচ্ছে পড়ে এবং বানান দেখে কাজ শেষ করার জন্যে।

সহযোগিতার জন্যে অনেক ধন্যবাদ।

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

আহমাদ জাদীদ বলেছেন: বিশাল, পড়তেই দুই বছর লাগবে ।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

আরজু পনি বলেছেন:

ব্লগে যেই পরিমাণ পোস্ট নিয়মিত আসে তা সহ পড়তে গেলে লাগতেও পারে!

৪৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফেসবুকে দেখলাম, ৯০+/- লেখা সম্ভবত! আরো আছে পোস্টএর মন্তব্যে! দারুন!! স্যারের প্রতি শ্রদ্ধা হিসেবে দারুন একটি কাজ হতে যাচ্ছে~ আচ্ছা আপু, PDF পাওয়া যাবে? কারণ অমিত দেশে নেই, হয়ত শিঘ্রই হাতে পাবনা হার্ড কপি !! কবে প্রকাশ হতে যাচ্ছে?

আপনাকে কৃতজ্ঞতা, আপনার কষ্ট সার্থক হয়ে একটি অসাধারণ কাজ হবে বলেই মনে করছি!

০৩ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, অনেকগুলো অপ্রাসঙ্গিক পোস্টও জমা পড়েছে। সেখান থেকে এক দফা ইতমধ্যে বাছাই হয়েছে।

এই পোস্ট থেকে আরেক দফা বাছাই করবো প্রাথমিক নির্বাচন হিসেবে। তারপর আমার কাজ শেষ।

প্রকাশ হবে ফেব্রুয়ারীতে। আপনি যোগাযোগ রাখবেন, খুব শিগগীরই ১ থেকে ৭ এর ইলেকট্রনিক ভার্সন পেয়ে যাবেন।

অনেক ভালো থাকুন।

৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: রম্য!!

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

আরজু পনি বলেছেন:

একটু সময় চাইছি!

৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার নাম অলি আহমেদ, দিকভ্রান্ত পথিক ব্লগ নিক।


লেখা প্রকাশ হলে স্বনামেই হোক? অলি আহমেদ ব্যবহার করলে কৃতজ্ঞ থাকব।


অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি অপেক্ষায় থাকলাম।।
:)

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

আরজু পনি বলেছেন:

ভালো থাকুন।
শুভকামনা থাকলো।

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

রেজোওয়ানা বলেছেন: ইমন ভাইয়ের এই কবিতাটা দেখো....

Click This Link

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

আরজু পনি বলেছেন:

নিয়ে নিলাম।

কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।

৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

আমি বাঁধনহারা বলেছেন:
করেছেন অনেক কষ্ট তাই জানাই কৃতজ্ঞতা
নব সৃষ্টির মাঝে আসুক তব জীবনের পূর্ণতা।
আজ হারিয়ে ফেলেছি মুখের সব কথা...
প্রিয় আপু আমি কোন ভাষায় লিখব কবিতা?
আমার কাছে আমি পরাজিত এক যোদ্ধা
তবু গ্রহণ করুন আমার ভালোবাসা ও শ্রদ্ধা।
খুব ভালো লাগল তাই প্রিয়তে নিলাম
সেই সাথে গ্রহণ করুন বিপ্লবী সালাম।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন:

যোদ্ধাদের কাছে পরাজয় বলে কোন শব্দ নেই।

ভালো আছি।
মনে রেখেছি।

শুভকামনা রইল।

৪৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

অর্ফিয়াস বলেছেন: Ami abaro request korsi, amar lekhati jodi mononito hoy tahole MAHMUD HASAN KHAN ei namti jeno use kora hoy

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

ঠিকাছে, যদি ফাইনালী সিলেক্ট হয় তবে অর্ফিয়াস লিখে ব্র্যাকেটে মাহমুদ হাসান খান...এভাবে যাবে।

শুভকামনা রইল।

৪৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমার লেখাটি যদি ফাইনালী সিলেক্ট করা হয় তাহলে মেঘনা পাড়ের ছেলে (মুশফিক আল আমিন) এভাবে লিখার জন্য অনুরোধ করলাম।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

আরজু পনি বলেছেন:

ঠিক আছে।

শুভকামনা রইলো।

৫০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

পাগলমন২০১১ বলেছেন: আপু লেখা সিলেক্ট হইলে নিক নামের সাথে আসল নাম দেয়া যাবে কি?


যাক শুভকামনা রইল আপু।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

:)

৫১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

পাগলমন২০১১ বলেছেন: নিক পাগলমন২০১১
আসল নাম আমির হোসাইন


আর আমি তো দেশের বাইরে বইয়ের পিডিএফ পাওয়া যাবে কি?

ধন্যবাদ আপু।


০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

বইইতো প্রকাশ পেল না :(

৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আসিফ ভাই ডট কম বলেছেন:
অফিসের ঝামেলার জন্য চেক করতে পারছিলাম না। যাহোক, প্রাপ্তি স্বীকারে নিজের লেখা দেখলাম। আপনাকে ও আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। এখানে ভাল অনেকগুলো লেখা পেলাম। সেগুলো পড়ে ও অনেক ভাল লাগল। সকল লেখক ব্লগারদের ও তাদের সুন্দর সুন্দর লেখার জন্য ধন্যবাদ।


আচ্ছা আপু, শেষ পর্যন্ত কয়টা লেখা প্রকাশ হবে আর কবে নাগাদ ফাইনাল লিষ্টটা প্রকাশ হবে সেটা জানার ইচ্ছা থাকল।


১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২০

আরজু পনি বলেছেন:

আমিতো প্রাথমিকভাবে নির্বাচিতগুলো পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব।

আর প্রথম দফায় যেগুলো নির্বাচন করা হয়েছিল তা থেকে অর্ধেক বাদ দিতে হয়েছে কারণ বাকী অর্ধেকে ইমন জুবায়ের এর লেখা যাবে।

অনেক ভালো থাকুন আসিফ ভাই।

৫৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

ঈশান আরেফিন বলেছেন: আপু, প্রাথমিক ভাবে নির্বাচিত লেখার লিস্ট কবে পাব সেটা জানতে পারি কি?

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
শুভকামনা রইল।

৫৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: নাম সংশোধন

শাহ মোঃ শরিফুল আবেদ =শাহ মো. আরিফুল আবেদ



অনেক অনেক শুভ কামনা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

আরজু পনি বলেছেন:

ভালো থাকবেন।
শুভকামনা রইল।

৫৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

পলক শাহরিয়ার বলেছেন: বই প্রকাশ নিয়ে কি কোন জটিলতা তৈরী হয়েছে? হুমায়ুন সংকলন আলোর মুখ দেখবে তো?

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

আরজু পনি বলেছেন:

জটিলতা তৈরী হ্ওয়ার তো কথা না, বা এমন কিছু আমি শুনি নি।

৫৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: আহা! দেখেই তো মনটা ভরে যায়! কত কত লেখা!
:( ইমন ভাই বেঁচে থাকলে খুব ভাল হতো। আমার উপন্যাস লেখার সময় উনি অনেক হেল্প করেছেন আমাকে। খুব ইচ্ছা ছিল লেখা শেষ হলে ওনাকে পড়াবো। কিন্তু শেষ করার আগেই উনি চলে গেলেন।
আপা বইটা কবে আসবে? খুব দেখতে ইচ্ছা করছে। নিজের লেখা থাকুন না থাকুক- এখানের লেখাগুলো এক জায়গায় থাকলে পড়তে অনেক ভাল লাগবে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

হুমায়ুন আহমেদকে নিয়ে আপনার লেখাটা ছিল সেরা লেখাগুলোর একটি।

আশা করি আপনাকে নিয়মিতই পাবো। অনেক ভাল থাকুন।।

৫৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

শেখ মিনহাজ হোসেন বলেছেন: বইটাতো বইমেলায় বেরুলো না! :( অন্য কোন সময় করে কি বের করা যায়?

০১ লা মে, ২০১৩ রাত ২:০০

আরজু পনি বলেছেন:

আমি শেষ যে খবরটা জানি, তা হলো...আন্দোলন শেষে বইটা প্রকাশের ভাবনা আছে। কিন্তু দেখুন একের পর এক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে যে, বই প্রকাশে সত্যিই বিলম্ব হয়েই যাচ্ছে। তবে বইটা প্রকাশ হবে। এই আশাই রাখি।।

৫৮| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি তোমাকে আন্তরিক ধন্যবাদ সুন্দর একটি উদ্যেগের জন্য,,,,,,,,,,,

প্রিয়তে নিয়ে নিয়েছি,,,,,,,,,,

অনেক অনেক শুভকামনা

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

আরজু পনি বলেছেন:

ব্লগারদের ভালবাসায় সিক্ত লেখাগুলো পড়ে আশা করি ভাল লাগবে।

অনেক ধন্যবাদ রইল লাইলী।।

৫৯| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোষ্টটি প্রিয়তে নিলাম।
শুভকামনা আপনার জন্যে.................

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল।

আপনিও অনেক ভালো থাকুন।।

৬০| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

শহুরে আগন্তুক বলেছেন: প্রিয়তে থাকলো ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আগন্তুক । আশা করি পড়ে ভালো লাগবে।।

৬১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৩

আমি সৈকত বলছি বলেছেন: উফফফফফফফফফফ এত্তগুলা লিখা এক সাথে!!!!!

দেখে লোভ সামলাতে পারলাম না প্রিয়তে রেখে দিলাম।

ভালো থাকবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

খুব মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু হয়েছিল...তারপর শাহবাগ আন্দোলন...এবং এই কাজটা আর আলোর মুখ দেখলো না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.