নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

এবারের অপর বাস্তব উৎসর্গ করা হচ্ছে আমাদের প্রিয় ব্লগার ইমন জুবায়ের কে। অপর বাস্তব-এ উনার লেখা নির্বাচনে সহব্লগারদের কাছে সাহায্য চাইছি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

প্রিয় সহযাত্রীগণ,

প্রিয় ব্লগার ইমন জুবায়ের আমাদের মাঝে আজ নেই কিন্তু তার সৃষ্টিশীলতা দিয়ে তিনি রয়ে যাবেন আমাদের মাঝে। সুস্থধারার ব্লগিং , মৌলিক লেখালেখি ইত্যাদির মধ্য দিয়ে তিনি সবসময়ই আমাদের মাঝে বেঁচে থাকবেন।

অপর বাস্তব টিম থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবারের অপর বাস্তব হুমায়ুন আহমেদকে নিয়ে ব্লগারদের লেখার পাশাপাশি প্রিয় সহ ব্লগার ইমন জুবায়ের-এর লেখায় সমৃদ্ধ হবে।



তাই সহ ব্লগারদের কাছে অনুরোধ করছি, আমাদের সবার প্রিয় ইমন জুবায়ের এর লেখাগুলো থেকে আপনারা আপনাদের পছন্দের সেরা পাঁচটি লেখার লিংকসহ মন্তব্যের ঘরে জমা দিন।

সময় অতি স্বল্পতা এবং প্রকাশনার জটিলতার কারণে আমরা তার শ্রেষ্ঠ লেখাগুলো অপর বাস্তবে অর্ন্তভূক্ত করার আপ্রাণ চেষ্টা করবো।



লেখা জমা দেবার শেষ তারিখ আগামী ৬ জানুয়ারী ২০১৩ রাত ১২টা পযর্ন্ত (বাংলাদেশ সময়)



ইমন জুবায়ের আমাদের মঝে বেঁচে থাকবেন চিরকাল।



বিনীত

অপরবাস্তব টিম।



মন্তব্য ১৩৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

রীতিমত লিয়া বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

এই লক্ষ্যে সামুতে '' হল অফ ফেইম '' খোলা হোক । যেখানে ইমন ভাইয়ের মত কীর্তিমান ব্লগাররা স্থান পাবেন । আর তাদের দেখে নতুনরা ব্লগিং সম্পর্কে ধারনা পাবে ।


তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন । :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

সহমত জানাচ্ছি।


ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

হারকিউলিস রিটার্নড বলেছেন:

বাহ!

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো সিদ্ধান্ত

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

এম এম ইসলাম বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
কষ্ট হচ্ছে ইমন ভাইএর জন্য।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

আরজু পনি বলেছেন:

:(

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

বহুব্রীহি বলেছেন: সামুর সেরা লেখার সংকলন নামে একটা ব্যবস্থা থাকা উচিত।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

আরজু পনি বলেছেন:

দেখা যাক ...

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ..তার মত গুণিজনকে চির স্মরণীয় করে রাখা আমাদের সবারই দায়িত্ব। তার আত্নার মাগফিরাত কামনা করি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

ডাইস বলেছেন: কপিল বিষয়ক তার কয়েকটা পোস্ট আছে। তিনি বিশ্বাস করতেন কপিল বাঙলায় বসবাস করতেন যদিও এটা তথ্যের অভাবে প্রমান করার সুযোগ নেই। একপর্যায়ে তিনি কপিল নিয়ে গল্প লিখতে শুরু করেন কয়েকটি পর্বের। এই সংকলনে কপিল গল্প কিংবা তার কপিল বিষয়ক গবেষণাধর্মী যে কোন একটি পোস্ট গ্রহণ করা হোক।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রশংসনীয় উদ্যোগ।তার মত গুণিজনকে চির স্মরণীয় করে রাখা আমাদের সবারই দায়িত্ব।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

কলম.বিডি বলেছেন: আপু পাঁচটা বাছতে পারি না তো! লিষ্টি বড় হয়ে যায়...
জানেন মাত্র ৪ দিন আগে উনার শেষের পোস্টের আগের পোস্টে প্রথম কমেন্ট করেছি, উনি জবাবও দিলেন। :'(

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

আরজু পনি বলেছেন:

:(

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

রেজওয়ান তানিম বলেছেন: এ বিষয়ে সাহায্য করা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি, অবশ্য আপনার যদি গ্রহনের ইচ্ছা থাকে। উনার নানা ধরনের লেখা আছে সেটা সবাই জানেন।

আপনারা সৃজনশীল গদ্য যেমন গল্প চাচ্ছেন নাকি প্রবন্ধ চাচ্ছেন। জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো ভাল লেখা গুলো দেবার

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের এর ব্লগে প্রকাশিত যে কোন লেখা লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

তার অসংখ্য লেখা থেকে একটা বই করা যায়।
'ইমন জুবায়ের সংখ্যা'
৫ টা বাছাই থেকে ওইটাই সহজ হবার কথা।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

ইতঃমধ্যে অপর বাস্তব-এর কাজ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

রিওমারে বলেছেন: মহান উদ্যোগ।। সামহোয়্যার টিমকে সাধুবাদ জানাই।।

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

রেজওয়ান তানিম বলেছেন: ইমন জুবায়ের এমন একজন ব্লগার যার পাচশ পোস্ট ও আপনার এখানে আমি দিয়ে যেতে পারি কেননা উনার প্রতিটি পোস্টই মানসম্পন্ন। তথাপি আমার সর্বাধিক পছন্দের এবং যে সব বিষয়ে একেবারেই লোকের অজানা অমন তিনটি প্রবন্ধ, দুটি পুরোনো গল্প এবং তার শেষ বা দেড় হাজার তম পোস্টটি দিয়ে গেলাম। আমি আশা করব উনার দেড় হাজার তম পোস্টই সংকলনে থাকবে। কেননা বাংলা ব্লগে সাহিত্য ধারার ব্লগচর্চার ইতিহাসে এটি একটি মাইলফলক। এর থাকা মানে ব্লগার ইমন জুবায়েরকেই মূল্যায়ন করা।



১) কপিল: প্রাচীন বাংলার যে দার্শনিকটি লালনের গানে কবি আল মাহমুদের কবিতায় এবং ফরহাদ মজহার-এর প্রবন্ধে আজও বেঁচে আছেন

২) মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে : ইমন জুবায়ের

৩) রক্ত ও নীলপদ্ম

৪) চাকমা জাতির আদি ইতিহাস: চম্পক নগরী কোথায় ছিল?

৫) গল্প: মহিমা তব উদ্ভাসিত

৬) 'অতিপ্রাকৃত গল্প: সতেরই জুলাই'

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

আরজু পনি বলেছেন:

সুকঠিন কাজটিকে কিঞ্চিত সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: সুন্দর সিদ্ধান্তটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।

কিন্তু ইমন জুবায়েরের সেরা পাঁচটি লেখা বের করা যে চরম দুঃসাধ্য। সীমিত সামর্থ্যের মাঝে একটু ঘেঁটে দেখলাম, কিছু লেখার লিঙ্ক দিলাম।

উনার ইতিহাস বিষয়ক গবেষণা লেখাগুলোর কোনটিই অপরটি হতে কম নয়। তবে, এক্ষেত্রে অপরবাস্তব কমিটিকে ছবির কথা মাথায় রাখতে হবে, ইতিহাসভিত্তিক লেখা ছবি ছাড়া বেমানান। আর ইন্টারনেট ঘাঁটলে বাহিরের ইতিহাস সহজেই পাওয়া যায়, কিন্তু আমাদের দেশীয় ইতিহাস দুস্প্রাপ্য। ইমন ভাই এই মহান কাজটিই করেছেন আমাদের জন্য, অনেক দেশী ইতিহাস বিষয়ক কাহিনী রেখে গিয়েছেন।

বাংলার সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের পরিকল্পিত সমরকৌশল যা বাংলার স্বাধীনতাকে অক্ষুন্ন রেখেছিল

ব্যাঘ্রতটী মন্ডল

আশ্রয়ী প্রাচীন বাংলা


মধ্যযুগীয় বাংলার এই পোস্টটি উনার প্রিয় দর্শন বৌদ্ধ ধর্ম এবং বাউলকে কেন্দ্র করে। আমার মনে হয় উনি নিজেও চাইতেন এই পোস্টটি।
মধ্যযুগীয় বাংলায় বৌদ্ধধর্মের বিবর্তন এবং বাউল দর্শনের উদ্ভবের প্রেক্ষাপট

একটি অসাধারণ পোস্ট, এটি তানিমও দিয়েছে
মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে

ইমন ভাইয়ের সঙ্গীত বিষয়ক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় এই পোস্টটিতে। টিভিতে একবার একটি সুর শুনেই তিনি ঘেঁটে বের করে ফেললেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের পিছনেও রবীন্দ্রনাথ, সম্ভবত আর কেউ এটি নিয়ে বলেনি।

শ্রীলঙ্কার জাতীয় সংগীতটির কথা ও সুর যে কারণে অবিকল রবীন্দ্রনাথের ...


বিখ্যাত ব্যক্তিদের নিয়ে উনার একদিনের সিরিজটি তো অতুলনীয়। মহানবী, গৌতম বুদ্ধ, বঙ্গবন্ধু থেকে শুরু করে প্রিন্সেস ডায়না পর্যন্ত আছেন। এটা নিয়েই একটি বই হয়ে যেতে পারে। এখন এই বইয়ে যেহেতু হুমায়ুন আহমেদেরও একটা প্রভাব রয়েছে আর উনিও উকিল মুন্সীর ভক্ত ছিলেন, তাই এই লেখাটি বিবেচনা করা যেতে পারে। এছাড়াও অন্যান্যগুলো তো আছেই।

একদিন উকিল মুন্সী


শুরুর দিকে উনার বাচ্চাদের জন্য লেখা অনেক গল্প আছে, শেষের দিকে আবার ভৌতিক গল্প লেখায় মজা খুঁজে পেয়েছিলেন। ভিন্নধর্মী তো আছেই, এর মধ্যে এই গল্পটি বেশ ভালো লেগেছে, আবহটি ভিন্ন। এবিষয়ে অন্যরা আরও ভালো লিঙ্ক দিতে পারবেন

গল্প: পদ্মা নদী, লালনের গান কিংবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের কারণ


শেষের দিকে এই দুটি পোস্ট এই পাঠক আকালের সময়ও সবার মন কেড়েছিল

আরাকানে রোহিঙ্গা জাতি

আমেরিকা মহাদেশের প্রথম আমেরিকানরা ছিল বাঙালির আদি পূর্বপুরুষ


উনার আত্মার শান্তি কামনা করছি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

আরজু পনি বলেছেন:

সুকঠিন কাজটিকে কিঞ্চিত সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।


উনার আত্মার শান্তি কামনা করছি।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আরেকটি কথা, ইমন ভাইয়ের বৈশিষ্ট্যই হচ্ছে সহজ, সুন্দর, প্রাঞ্জল ভাষা। কিন্তু এই দেড় হাজার লেখার মাঝে খুঁজলে এমন অনেক লেখা পাওয়া যাবে যেগুলোর সাহিত্য মান অনেক উন্নত কিন্তু আমার মত সাধারণ পাঠকদের কাছে কিছুটা দুর্বোধ্য। সেগুলো দিতে গিয়ে ইমন ভাই যেন আবার আমাদের অপরিচিত হয়ে না যান সেদিকে একটু খেয়াল রাখবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

আরজু পনি বলেছেন:

ভালো পরামর্শ।

ধন্যবাদ নিন।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি উনার লেখাই পড়েছি কিছু।


আমেরিকা মহাদেশের প্রথম আমেরিকানরা ছিল বাঙালির আদি পূর্বপুরুষ

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো সিদ্ধান্ত।
ইমন জোবায়েরের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

রেজোওয়ানা বলেছেন: Imon viyar sob lekha ami porsilam.

Poni apu, i shall help u about this. . .

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

অনেক কৃতজ্ঞতা রইল ।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

রেজোওয়ানা বলেছেন: Give me some time pls . .

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

ঠিক আছে।

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

লেখোয়াড় বলেছেন:
আমি জানিনা, এমন সময় আমার কি বলা উচিত, কিংবা কি করা উচিত!!
আমি একটু মাত্র শান্তি চাই। মাত্র একটুই।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

:(

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

ভারসাম্য বলেছেন: ইমন জুবায়ের তাঁর "একদিন" সিরিজের লেখাগুলো একটু বেশি যত্নের সাথে লিখতেন যে কারণে সেসব লেখার ঐতিহাসিক মূল্যের পাশাপাশি সাহিত্যমূল্যও অনেক উঁচুমানের মনে হয়েছে আমার কাছে।

এইমুহুর্তে মধ্যযুগের বাংলা কবি "আবদুল হাকিম" এবং সংস্কৃত পন্ডিত "কালীদাস" কে নিয়ে ইমন জুবায়ের এর দুটি লেখার কথা মনে পড়ছে।

লিঙ্কঃ

একদিন, কবি আবদুল হাকিম ...

একদিন কবি কালিদাস

ইমন জুবায়ের তাঁর অনেক গল্প-কবিতাই খুব তাড়াতাড়ি লিখে ফেলতেন শুধু প্লটটা সংরক্ষণ করে রাখার স্বার্থে। সেসব নিয়ে পরে ঘষামাজা করার ইচ্ছা ছিল তাঁর। তাই আমার অনুরোধ হল, যেসব লেখা তিনি যত্ন নিয়ে পরে পরিমার্জন করার ইচ্ছাপোষন করতেন সেসব লেখা এখনই কোন বিশেষ সংকলনে না দিয়ে বরং যেসব লেখা তিনি নিজেই আগে থেকে একটু যত্নের সাথে লিখেছেন সেগুলোকে বাছাই করা।

আমার মনে হয় তাঁর বিভিন্ন গল্প-কবিতার সাথে তাঁর "একদিন" সিরিজের লেখাগুলোকে একটু মিলিয়ে নিলেই ব্যাপারটা পরিষ্কার হবে অনেকের কাছেই।

এছাড়াও "ইমন জুবায়ের" স্মরণে আমার আরও কিছু প্রস্তাব আছে। তবে অপরবাস্তবের সীমিত পরিসরের জন্য সেসব উপযোগী নয় বিধায় আপাততঃ এখানে সেসব উল্লেখ করছিনা।

অপর বাস্তবের জন্য আন্তরিক শুভকামনা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

সুকঠিন কাজটিকে কিঞ্চিত সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

কালীদাস বলেছেন: কষ্ট পেয়েছি খবরটা শুনে। ভাবলাম, আপনাদের সংকলনটা পুরোটাই ইমন ভাইকে উৎসর্গ করা যায় কিনা। করেছেন, কিছুটা হলেও!

আমার একটা সাজেশন আছে (ইফ ইউ ডোন্ট মাইন্ড এলং উইথ এডিটরিয়াল বডি)। ইমন ভাইয়ের নিজেরই ক্যাটাগরি ছিল অনেকগুলো-
ইতিহাস (প্রাচীন)
(গল্প) ভৌতিক
ইতিহাস
একদিন
ঐতিহাসিক গল্প
কবিতা
গল্প
গল্প (জেন)
গল্প (রহস্য/থ্রিলার/সাইফাই)
গল্প (রূপকথা/অনুবাদ)
গান (ইংরেজি)
গান (বাংলা)
গৌতম বুদ্ধ
চিত্রকলা
জীবনানন্দ
দর্শন
ধর্ম
প্রবন্ধ/নিবন্ধ
বই পরিচিতি
বাংলা: ইতিহাস ও ঐতিহ্য
বিদেশি ভাষার কবি ও কবিতা
বিবিধ
ব্ল্যাক
মরমীবাদ
মিথ
যন্ত্রসংগীত
রবীন্দ্রনাথ
রাগ সংগীত
লালন
শব্দ
স্বপ্ন ও পরিকল্পনা


মেজর কোটাগুলো যেন থাকে সেভাবে নমিনেশনের ক্যাটাগরি ভাগ করে দিলে মনে হয় ভাল হয়। আমার সাজেশন- গল্প থাকুক ২টা (মেইনস্ট্রিম আর হরর), লিরিকস, ঐতিহ্য, সাহিত্য ২টা ( বাংলাদেশি এবং বিদেশি), গান, প্রবন্ধ!

পুরো একটা অপরবাস্তবও যথেষ্ট না একজন ইমন জুবায়েরের জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

আরজু পনি বলেছেন:

সুপরামর্শের জন্যে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

তন্দ্রা বিলাস বলেছেন: অপূর্ন বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

এই লক্ষ্যে সামুতে '' হল অফ ফেইম '' খোলা হোক । যেখানে ইমন ভাইয়ের মত কীর্তিমান ব্লগাররা স্থান পাবেন । আর তাদের দেখে নতুনরা ব্লগিং সম্পর্কে ধারনা পাবে ।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।

সহমত।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

আরজু পনি বলেছেন:

সহমত জানাই।


ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আরজু পনি ।

এমন একটা দবি নিয়ে পোষ্ট দিব ভেবেছিলাম।

কাজটা নিজেরাই করছেন বলে খুব ভাল লাগছে...

আগামী দিন ইমন ভাই বেঁচে থাকুক আমাদের মাঝে....

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

আরজু পনি বলেছেন:

যারা ইমন জুবায়ের এর লেখার লিংক দিচ্ছেন তারা অনুগ্রহ করে ইমন জুবায়ের এর ব্লগে প্রকাশিত যে কোন লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দিতে পারেন। এতে পূর্বের মন্তব্যকারীর সাথে লিংক রিপিট হলেও কোন সমস্যা নাই। আপনার পছন্দের সেরা পাঁচই মূখ্য বিষয়।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: আমার একটা প্রস্তাব ছিল।

উনার ব্লগগুলোকে সংকলন করে বই আকারে প্রকাশ করা যেতে পারে। সেক্ষেত্রে প্রিন্ট ভার্সন ও ই-বুক দুই আকারেই লেখাগুলোকে সংকলিত করা যেতে পারে। এবারের অপরবাস্তব হুমায়ূন আহমেদকে নিয়ে হচ্ছে জানি। অপরবাস্তবের আরো একটি আলাদা সংকলন কি ইমন জুবায়েরকে নিয়ে আমরা করতে পারি না? উনার একদিন সিরিজটা রঙীণ ইলাস্ট্রেশন সহ ছোটদের জন্য একটা অসাধারণ অণুপ্রেরণামূলক বই হতে পারে। অতিপ্রাকৃত গল্প ও ছোটগল্প নিয়ে আলাদা বই হতে পারে। গবেষণাধর্মী, ধর্ম, দর্শন, ইতিহাস নিয়ে প্রবন্ধধর্মী একটা বই হতে পারে। ব্লগাররা চাইলে এটা সম্ভব। সামনে বইমেলা আসছে। রেজওয়ানা আপু, শায়মা আপু কি ব্যাপারটা ভেবে দেখবেন?

এবারের অপরবাস্তব কি একটা হচ্ছে? না কি দুইটা? কারণ, হুমায়ূন আহমেদকে নিয়ে একটা অপরবাস্তব হওয়ার কথা। সেটাও জরুরী। আমি আশা করবো ইমন জুবায়েরকে নিয়ে সম্পূর্ণ আলাদা অপরবাস্তব করতে। অনেক কারণেই বিষয়টা ভেবে দেখার মত। উনার মত এত ব্যাপক বৈচিত্র্যপূর্ণ মানসম্পন্ন ব্লগ কেউ লিখেনি। যেমনটি উপরে লিখলাম, তাঁর লেখাগুলো থেকে না হলেও তিনটা বই প্রকাশ করা যাবে। আমি জানি আমাদের হাতে সময়টা কম। তাও আমাদের ভেবে দেখা দরকার।

উনার পাঁচটা সেরা ব্লগ বেছে নেয়া খুব দুঃসাধ্য কাজ। যে কোন পোষ্টই বইয়ে স্থান পাওয়ার যোগ্য। তবুও দেয়ার জন্য দেয়া বলে আমার যা মনে পড়ছে সেই পোষ্টগুলোর লিঙ্ক দিচ্ছি এখানে।

১। যেহেতু অপরবাস্তব হুমায়ূন আহমেদকে নিয়ে হচ্ছে তাই হুমায়ূন আহমেদের একটা বইয়ের রিভিউ দিয়েছিলেন। সেটা দেয়া যেতে পারে। http://www.somewhereinblog.net/blog/benqt60/29482351 অথবা, উকিল মুন্সিকে নিয়ে এই পোষ্ট । আমরা সবাই জানি, হুমায়ূন উকিল মুন্সির গুণগ্রাহী ছিলেন।

২। সিতারের ইতিহাস নিয়ে একটা অসাধারণ পোষ্ট। আ শর্ট হিষ্ট্রি অভ দ্য সিতার: ফ্রম হযরত আমির খসরু টু আনন্দশঙ্কর সমস্যা হচ্ছে এই পোষ্টের অনেকটাই হয়তো বইতে আনা যাবে না। কারণ, ইউটিউবে যে সেতার বাদন দেয়া হয়েছে তা তো বইতে দেয়া যাবে না।

৩। বাঙালি কৌমের কেলি কল্লোলিত কর কলাবতী/জানতো না যা বাৎসায়ন, আর যত আর্যের যুবতী

৪। মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে

৫। মধ্যযুগীয় বাংলায় বৌদ্ধধর্মের বিবর্তন এবং বাউল দর্শনের উদ্ভবের প্রেক্ষাপট


০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

আরজু পনি বলেছেন:

ভালো পরামর্শ।


সুকঠিন কাজটিকে কিঞ্চিত সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি আকর্ষণ

যিনি আজ দূর আকাশের তারা




তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।

আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: লিস্ট দেয়ার পর খেয়াল করে দেখলাম আমার বেশিরভাগ পছন্দের পোষ্ট আসে নাই। এমনটাই হবে উনার ক্ষেত্রে। কপিল মুনি আর সাংখ্য দর্শন নিয়ে অনেক লিখেছেন। সেই পোষ্টগুলো থেকে একটা পোষ্ট অবশ্যই থাকা উচিত। হরপ্পা সভ্যতা নিয়ে লেখা ছিল। তাও বাদ পড়ে গেল। বিশেষ করে গল্প-কবিতা-গান এই পোষ্টগুলোর লিস্টও দিতে পারলাম না। হুমায়ূন আহমেদকে নিয়ে একটা গান লিখেছিলেন। অপরবাস্তবে হয়তো সেটাও দেয়া যেতে পারে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

আরজু পনি বলেছেন:

গানের লিঙকটা দিলে ভালো হতো।

অনেক কৃতজ্ঞতা জানাই।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

সঞ্জয় নিপু বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

অপু তানভীর বলেছেন: এমন উদ্দোগ নেওয়ার জন্য সত্যি আপনাদের অনেক ধন্যবাদ জানাই !! অধিকাংশ লেখাই আমার পড়া তাই কনফিউজড হচ্ছি যে কোনটা রেখে কোনটার লিংক দিব !
ইমন ভাইয়ের লেখার ক্ষেত্র এতো বিস্তৃত যে পুরা একটা বই দিয়েও তার সেরা লেখা গুলো সংকলিত করা সম্ভব নয় !! যেমন হুমায়ন স্যার কে নিয়ে আপনারা আলাদা বই বের করছেন তেমনি এমন ভাই কে নিয়ে কি আলাদা একটা অপরবাস্তব বের করা যায় না ?
কারন ১৫০০ পোষ্টের ভিতর ৫ টা সেরা বের করাটা একটু কষ্টকর !!

ভাল থাকবেন !!

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

আরজু পনি বলেছেন:

আপনার প্রস্তাবটা ভেবে দেখার মতো।


ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েম মুন বলেছেন: ইমন ভাইয়ের ব্লগটা বাংলা ব্লগিং জগতের বিপুল তথ্যভান্ডার। আশা করি সামহোয়্যার পরবর্তিতে তার ব্লগটা নিয়ে বড় কোন পরিকল্পনা গ্রহণ করবেন।

তার এক আধটা বাদে বাকীসব লেখাই সমৃদ্ধ। ১৫০০ পোস্ট থেকে ৫ টি বাছাই খুবই জটিলতর প্রক্রিয়া। তাই কোনটা রেখে কোন দেই। এজন্য আমার প্রিয়তে থাকা দুটি লেখা দিয়ে গেলাম।

গল্প: হামহাম ঝর্নার অপদেবতা কিংবা নিয়ানডার্থাল রহস্য

অ্যাডাম ও ইভ এর ‘স্বর্গ হইতে বিদায়’: বাইবেলের প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

আরজু পনি বলেছেন:

কৃতজ্ঞতা রইলো আমার পরিশ্রম কিছুটা লাঘব করে দেবার জন্যে এবং আপনার প্রিয়র তালিকা থেকে লিঙক দেবার জন্যে।

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

প্রকৌশলী আতিক বলেছেন: একচুয়ালি, এটা আমার জন্যে খুবই কষ্টসাধ্য, পাচটি পোষ্টকে বাছাই করা। কারন, ওনার পো্ষ্ট গুলো বেশির ভাগই আগে পড়িনি। গতকাল বেশ কয়েকটা পোষ্ট পড়লাম, এবং বুঝলাম তিনি কত বড় মাপের ব্লগার ছিলেন।

ব্লগার ইমন জুবায়েরের সকল ব্লগ নিয়ে "ইমন জুবায়ের সংকলন" বের হতে পারে এবং এর লিংকটা সামুর প্রথম পেজে পিনড করা যেতে পারে।

ভাল উদ্যোগ। ধন্যবাদ আপু।

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

আরজু পনি বলেছেন:
লগার ইমন জুবায়েরের সকল ব্লগ নিয়ে "ইমন জুবায়ের সংকলন" বের হতে পারে এবং এর লিংকটা সামুর প্রথম পেজে পিনড করা যেতে পারে। ...ভালো পরামর্শ।


ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

ভিয়েনাস বলেছেন: অবশ্যই উদ্যোগটা প্রশংসার দাবী রাখে। ব্লগার ইমন জুবায়ের নিজেই একটা বিশাল তথ্য ভান্ডার । প্রতিটি পোস্টে যেন এক একটি বই।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

হাসিনুল ইসলাম বলেছেন: ৫টি নয়, ৭টিতে আসতে পারলাম:

১। আ শর্ট হিষ্ট্রি অভ দ্য সিতার: ফ্রম হযরত আমির খসরু টু আনন্দশঙ্কর - Click This Link

২। পূজা কেন করা হয় পূজা কাকে করা হয় - Click This Link

৩। একদিন, হযরত মোহাম্মদ (সাঃ) - Click This Link

৪। ফরাসি কবি শার্ল বদলেয়ার নন, শিল্পে প্রতীকবাদের পথিকৃৎ লালন - Click This Link

৫। ছিন্নমূল মানুষদের পরিত্যক্ত চরে পুনর্বাসন করে তাদের রপ্তানিযোগ্য শিল্পে সম্পৃক্ত করা সম্ভব... - Click This Link

৬। হাছন রাজার গান: মিস্টিক বাঙালির মরমি ইশতেহার - Click This Link

৭। ইউরোপীয় রেনেসাঁয় ইবনে রুশদ এর ভূমিকা - Click This Link

এর মধ্যে কোনটিতে ছবির ব্যবহার আছে, টেক্সট এর সঙ্গে। তবে সেসব ছবি বাদ দিলেও লেখাগুলোর আবেদন নষ্ট হবে না।

অনেক ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

আরজু পনি বলেছেন:

সুকঠিন কাজটিকে কিঞ্চিত সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার কিছু বলার আছে... একটু লক্ষ্য করবেন সময় করে.....

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

আরজু পনি বলেছেন:

দেখবো শিগগরিই।


ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।


৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো উদ্যোগ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এই উদ্যোগের জন্যে। যদিও তাঁর এতো এতো লেখার মধ্য থেকে মাত্র পাঁচটি লেখা অনেক কম হয়ে যায়।
তারপরও আমার পছন্দের পাঁচটি লেখার লিঙ্ক দিলাম-

প্রথমে গল্প- একদিন তাজউদ্দীন আহমদ

গান- অভিমান: আমার লেখা ব্ল্যাক-এর সেই অভিমানী গান ...

ইতিহাস- অ্যাডাম ও ইভ এর ‘স্বর্গ হইতে বিদায়’: বাইবেলের প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা

চিত্রকলা- মাইকেল এঞ্জেলো: ইউরোপীয় রেনেসাঁর সেই মহান শিল্পগুরু (প্রথম পর্ব)

এবং মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

আরজু পনি বলেছেন:

সুকঠিন কাজটিকে কিঞ্চিত সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

জাহিদ হাসান বলেছেন: +++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন:
খুব ভালু হবে ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

আরজু পনি বলেছেন:

ইনশাহআল্লাহ্!

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৪২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

আহমাদ জাদীদ বলেছেন: ভালো উদ্যেগ, সাধুবাদ জানাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ জাদীদ।
ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৪৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

সরলতা বলেছেন: এবার যেহেতু অপরবাস্তবে হুমায়ুন আহমেদকে নিয়ে ব্লগারদের লেখা থাকবে, তাই ইমন যুবায়েরের লেখা হুমায়ূনী গান -এর লিঙ্ক দিলাম।

আমার ব্যক্তিগত পছন্দ-উপকথার এক আশ্চর্য আগুনপাখির নাম ফিনিক্স

গল্প: কিক! গল্প: কিক!

গল্প আরো অনেকগুলো পছন্দের, কিন্তু এই মুহূর্তে নাম মনে করতে পারছিনা। আসলে ইমন যুবায়েরের সৃষ্টিকর্ম এত বৃহৎ! আমার মনে হয় তাঁর এই সৃষ্টিকর্ম বাঁচিয়ে রাখা সামহোয়্যারইন ব্লগ এবং ব্লগারদের জন্য একটা গুরু দায়িত্ব।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

আরজু পনি বলেছেন:

তাঁর এই সৃষ্টিকর্ম বাঁচিয়ে রাখা সামহোয়্যারইন ব্লগ এবং ব্লগারদের জন্য একটা গুরু দায়িত্ব।

সহমত।



আমার কাজকে সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি সরলতা।

৪৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ইমন ভা্ইয়ের সবগুলো পোস্ট না পরে ....5টা পোস্ট সিলেকট করা ঠিক হবেনা ভাবছি।তাই আমার সিদ্ধান্ত আমি আগে তার লেখা গুলো পড়বো।অবসর সময়ে।আপনাদের ‍উদ্যোগকে স্বাগত জানায় ও সাফল্য কামনা করি।শ্রদ্ধেয় ইমন জোবায়ের চির স্মরনীয় হোক।আর যারা বেঁচে আছেন আমার শ্রদ্ধেয় ব্লগাররা তাদের যথাযথ মূল্যায়ন করা হোক।শুভকামনা থাকলো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

শ্রদ্ধেয় ইমন জোবায়ের চির স্মরনীয় হোক।আর যারা বেঁচে আছেন আমার শ্রদ্ধেয় ব্লগাররা তাদের যথাযথ মূল্যায়ন করা হোক।

৪৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

অদৃশ্য বলেছেন:




উত্তম পদক্ষেপ..... খুবই সঠিক বিবেচনা...


শুভকামনা....

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।

৪৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

হৃদয় বাংলাদেশ বলেছেন: নিক রেজিঃ করার আগে থেকেই ইমন জুবায়ের ভাইয়ার পোস্ট পড়েছি। কিন্তু আমার মন্তব্য করার সুযোগছিলনা। যখন মন্তব্য করার সুযোগ পেলাম-তখন ইমন ভাইয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন নাফেরার দেশে। আল্লাহ উনাকে বেহেস নসীব করুণ। আমীন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

আরজু পনি বলেছেন:

ইমন জুবায়ের-এর লেখা থেকে আপনার পছন্দের সেরা পাঁচটি লেখার লিংক জমা দেওয়ার অনুরোধ করছি।


আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন। আমীন।

৪৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় তালিকা করা খুব কঠিন!

তারপরও বিশাল সমুদ্র থেকে ৫ ফোটা পানি ..

১. একদিন আরকুম শাহ
2. গল্প: হামহাম ঝর্নার অপদেবতা কিংবা নিয়ানডার্থাল রহস্য
3. ফ্রিম্যাসনারি: বিশ্বের প্রাচীনতম এক গুপ্তগোষ্ঠী (প্রথম পর্ব)
4. সুফিবাদ: সংক্ষিপ্ত ইতিহাস
5.সাংখ্য দর্শনের প্রকৃতি এবং মাতৃতান্ত্রিক বাংলার স্বরূপ

গল্প: প্রার্থনা



০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন, প্রিয় তালিকা করা সত্যিই খুব কঠিন।

এই সুকঠিন কাজটি কিঞ্চিত সহজ করে দেবার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্রোহী।

৪৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

রেজওয়ান তানিম বলেছেন: অনেকেই লিঙ্ক দিয়ে গেছেন এবং দেবেন আশা করছি। কিন্তু যে বৈচিত্র্য উনার লেখায় আছে প্রদত্ত লিঙ্কে তা আসেনি। আমি আরো কিছু লিঙ্ক দিয়ে যাচ্ছি। আর আরেকটি বিষয়ের দিকে নজর রাখতে অনুরোধ থাকবে সেটা হল যেসব লেখার বিষয় দেশজ ইতিহাস ঐতিহ্য ভিত্তিক সেগুলোর প্রতি নজর রেখে বইটিতে তার সে ধরনের লেখা নেয়াই কাম্য।

আমি উনার সব ধরনের লেখা থেকে বেছে নতুন কিছু দিয়ে গেলাম

১) স্মৃতি কথা : স্মৃতির শহর রাজশাহী
২) লোকধর্ম বিষয়ক প্রবন্ধ:
৩) লোকধর্ম বিষয়ক প্রবন্ধ: বাংলার লোকায়ত ধর্ম: একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
৪) লোকধর্ম বিষয়ক প্রবন্ধ: পূজা কেন করা হয় পূজা কাকে করা হয়
৫) বাউল বিষয়ক: সাংখ্য থেকে বাউল: বাংলার দার্শনিক উত্তরাধিকার
৬) সমাজ ও রাষ্ট্রনীতি বিষয়ক: শাহ সুজার ডুলা হাজারা থেকে কক্সবাজারে রোহিঙ্গা জঙ্গী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিবৃত্ত

উনার প্রবন্ধ প্রসঙ্গে আমার সংক্ষিপ্ত পর্যালোচনা এগুলো ব্লগ পোস্ট হিসেবে অসাধারন হলেও এগুলোর শুরু ও শেষে কিছু এডিটিং এর প্রয়োজন আছে। বিষয়টিতে নজর দেবার জন্যে অনুরোধ জানাই। কোন সাহায্য লাগলে জানাবার অনুরোধ রইল।

উনার বাছাইকৃত গল্প:

১) গল্প: শহরে ও মফঃস্বলে
২) গল্প: শবসাধকের কাল্ট
৩) পূজা

অনুবাদ কবিতা :

উনি সব মিলে হয়ত আট দশটা কবিতাই অনুবাদ করেছিলেন। সেগুলোর কিছু থাকতেই পারে কবি পরিচিতি সহ। ভেবে দেখার অনুরোধ রইল

১) অক্টাভিও পাজ-এর একটি কবিতা
২) অনূদিত কবিতা (৩)

আশা করছি বাকিরাও তাদের সাজেশন দিয়ে যাবেন

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল তানিম।

৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

অদৃশ্য বলেছেন:




সেটা হয়তো আমার পক্ষে খুব কঠি ন হয়ে যাবে....

শুধু এটুকুই বলতে চাই.... সিলেক্টেড লিখাগুলো তার নিজস্ব সৃষ্টি হোক... আর গল্প...কবিতা

এর সাথে যদি তার কোন অনুবাদ থেকে থাকে সেটাও দেওয়া যেতে পারে......

তার সব লিখা আমার পড়া হয়ে ওঠেনি তাই এই সিলেকশন আমার দ্বারা হবে না.... যারা সব লিখা পড়েছেন তারা করলেই সব থেকে ভালো হবে...


শুভকামনা....

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

তা ঠিক বলেছেন।

আপনার জন্যেও শুভকামনা।

৫০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

~মাইনাচ~ বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন,

উনার জন্যই ব্লগে আসতে হল আজ।

আমার খুবিই প্রিয় একজন ছিলেন সামুতে। যাঁর লেখা আমি মন দিয়ে পড়তাম যেটুক পড়তাম। এই মহান অতুলনীয় ব্লগারের স্থান পূরণ হবার নয়। এমন নিরলস, নির্ভেজাল, শান্তিপ্রিয়, হাসি খুশি, স্নেহশীল, পরসহীষ্ঞু, একনিষ্ঠ লেখক এ ব্লগ জগতে আর একটারও সৃষ্টি হবেনা আমি নিশ্চিত করেই বলতে পারি। ব্লগে আহংকার করার মতন একটা যে একটা জায়গা ছিল সেটা আজ আর রইলনা।


উনি যেখানেই গেছেন যেন শান্তিতে থাকেন, আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুন। আল্লাহ উনার জীবনের সব পাপ মুছে দিয়ে কবরে শান্তি বর্ষিত করুক।



আচ্ছা উনার জন্য সবাই পোষ্ট দিয়েছেন অনেক অনেক, ভাল কথা। কিন্তু কেউ কি মনে মনে একটিবার হলেও একটা সুরা পাঠ করে দোয়া করেছেন। হয়তো করেছেন অনেকেই। আমিও করলাম।


একদিন, হযরত মোহাম্মদ (সাঃ)
গল্প; মা
মানুষ ভজলে সোনার মানুষ হবি
আমেরিকা মহাদেশের প্রথম আমেরিকানরা ছিল বাঙালির আদি পূর্বপুরুষ
হে হুমায়ূন!
মহীনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ।

৫১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ১)আমেরিকা মহাদেশের প্রথম আমেরিকানরা ছিল বাঙালির আদি পূর্বপুরুষ
২)আরাকানে রোহিঙ্গা জাতি
৩)একদিন তাজউদ্দীন আহমদ
৪)
প্রাচীন ভারতের মৌর্য সম্রাট অশোক যে সব কারণে বৌদ্ধধর্ম গ্রহন করেছিলেন
৫)
অনন্য এক ‘বর্বর’ সভ্যতার ইতিবৃত্ত


আমি উনার সব লেখা পড়িনি। খুব অল্প সময়ে যে লেখাগুলো পড়েছি তার মাঝ থেকেই ৫টা বাছাই করে দিলাম। কাজটা খুবই কঠিন কারণ উনার কোন লেখাই অগ্রাহ্য করার মত না। উনার মত ব্লগার আবার কোন বাংলা ব্লগে খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ। :(

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

উনার মত ব্লগার আবার কোন বাংলা ব্লগে খুজে পাওয়া যাবে কিনা সন্দেহ। :(

৫২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

রেজোওয়ানা বলেছেন: ইতিহাস বিষয়ক পোস্টের চাইতে আমি অনুরোধ করবো ইমন ভাইয়ের প্রবন্ধ, একদিন সিরিজ, ছোট গল্পের (ঐতইহাসিক গল্প গুলো এক কথায় অনন্য সাধারন ছিল) দিকে মনোযোগ দিতে, এগুলো সম্পূর্নই তার মৌলিক লেখা।

বইতে ইতিহাস বিষয়ক লেখা ছাপানোর কিছুটা জটিলতা আছে, এখানে প্রপার সোর্স উল্লেখ করা উচিত লেখকের......কিন্তু ব্লগের লেখায় তো আর বেশির ভাগ ক্ষেত্রে সোর্স সেভাবে ব্যবহার হয় না!

আর কিছু লিংক আছে যে গুলো মেইনলি ছবি রিলেটেড। একটা বিষয় একটু খেয়াল করবেন, অপরবাস্তব কিছুটা ব্যক্তি উদ্যোগে প্রকাশিত বই, এখানে আসলে আলোকচিত্র ব্যবহারের সুযোগ নেই। তাই অনেক দারুন লেখা (যেমন-বাদ্যযন্ত্রের উদ্ভব) ছাপানোও মনে হয় সম্ভব হবে না।

এই বিষয় গুলো খেয়াল করে লেখা সাজেস্ট করলে মনে হয় সম্পাদকের উপকার হয়, কি বলেন পনি আপু?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

যেসব পোস্টে ছবির প্রাধান্য এবং যে সব পোস্টে ছবি ছাড়া পোস্টের গুরুত্ব কিছুটা হলেও কমে যায় তেমন পোস্ট নেওয়া থেকে বিরত থাকতে হবে।

বাকীগুলোর ব্যাপারেও সহমত।

৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

ইখতামিন বলেছেন: @আরজুপনি,
শুভেচ্ছা রইল,
আপনিই ২০১২ সালের সেই বর্ষসেরা (নারী ব্লগার)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ইখতামিন।

আপনার দেয়া সম্মানে সম্মাণিত বোধ করছি।

শুভকামনা রইল।

৫৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মামুন রশিদ বলেছেন: দারুন উদ্যোগ, স্বাগত জানাই । ইমন জুবায়ের ভাই বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে । অপরবাস্তব-৭ এর জন্য শুভ কামনা ।


আশাজাগানিয়া ডিসেম্বার মিস করলাম । আপু জানি, অপরবাস্তব নিয়ে খুব ব্যস্ত দিন যাচ্ছে । তবু আপনার সংকলন সিরিজের জন্য সারা মাস অপেক্ষা করি । এটাকে মিস করতে চাইনা । আশাকরি পরের মাস থেকে নিয়মিত পাব ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মামুন।

প্রতিমাসের সংকলনের বিষয়ে কিছু বলতে পাচ্ছি না নিশ্চিত করে।

নতুন বছরে নতুন চাকরী, সব মিলিয়ে পেশাগত ব্যস্ততা বেড়ে গেছে।

৫৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার লেখা ছড়া কবিতা নির্বাচিত হয় নাই..আপু পড় আর তোমার বিজ্ঞ মডু দের জিগাও কেন নয়..প্রতিভা জন্মায় ১০ বছর ব্লগে লিখলেই প্রতিভাবান হওয়া যায় না...আপু তোমাকে আমি লাক করি তাই দিলাম......আঙুর ফল টক এর চেযে সাজাদর কোন ছড়া তোমর মডুদের লিখতে বর দেখ তারা পারে কিনা?

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

দেখুন আপনার মন খারাপ করে মন্তব্য দেয়াটাই আমার ব্লগের ৮০০০তম মন্তব্য :-B

=p~ =p~

৫৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মামা ভাগ্নে যেখানে পরাজয় নাই সেখানে

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সেলিম।

৫৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

সুপান্থ সুরাহী বলেছেন:

শুভকামনা ...

সম্পাদনা হোক আগের চে আরো আকর্ষনীয়.............

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সুপান্থ।

দেখা যাক!

৫৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

ইসটুপিড বলেছেন: উৎসাহ পাইনা অপরবাস্তব নিয়ে। এবারেরটায় কয়টা লেখা থাকবে, আপু?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

আরজু পনি বলেছেন:

বইয়ের অর্ধেক থাকবে হুমায়ূন আহমেদকে নিয়ে ব্লগারদের লেখা, আর বাকী অর্ধেক থাকবে ইমন জুবায়ের এর নিজের লেখা।

আমি এখনও নিশ্চিত নই কয়টি লেখা থাকবে।

উৎসাহ হারিয়ে ফেললে তো হবে না।

ভালো থঅকুন । শুভকামনা রইল।

৫৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবে পাবো আপু???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আরজু পনি বলেছেন:

পোস্ট দিয়ে জানিয়ে দেয়া হতে পারে।

ধন্যবাদ।।

৬০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

অর্ফিয়াস বলেছেন: kobe asbe boi?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

আরজু পনি বলেছেন:

ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহের শুরুতেই আসার কথা... তবে এখনও নতুন খবর পাইনি। পেলে পোস্ট দিয়ে জানাবো আশা করছি।।

৬১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: বইটা কি বেরিয়েছে আপুনি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

এখনও খবর পাইনি শায়মা।

খবর পেলে পোস্ট দিয়ে জানিয়ে দিব।

৬২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: দাম কত? জানিয়ে দিবেন প্লিজ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন:

সময়টা খুব বাজে যাচ্ছে, কোন কিছুই যেন সহযোগিতা করছে না!

খবর পেলে অবশ্যই জানিয়ে দেব।

৬৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সািকল খান বলেছেন: কোন লিখাগুলো সিলেক্ট হয়েছিল জানা যাবে কি?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন:

আশা করছি খুব শিগগীরই জানাতে পারব।

অনেক ভালো থাকুন সাকিল।।

৬৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

পলক শাহরিয়ার বলেছেন: অপরবাস্তব সংকলন কবে পাবো আপু?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

আরজু পনি বলেছেন:

আজকে একটা তারিখ ছিল খবরের আপডেট পাওয়ার, এখনও পাই নি। পেলে জানিয়ে দিব পলক।

ভালো থাকুন।।

৬৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

সািকল খান বলেছেন: আপু কোনো আপডেট?

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

আপাতত আন্দোলন নিয়ে ব্যস্ততা...তাই একটু সময় লাগবে।

৬৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

এম হুসাইন বলেছেন: লেখার তো কিছুই জানি না, তবে চেষ্টা করবো বইটি সংগ্রহ করে পড়তে।




ইমন জুবায়ের আমাদের মঝে বেঁচে থাকবেন চিরকাল।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

আরজু পনি বলেছেন:

আন্দোলনের জন্যে বইটির প্রকাশ পিছিয়ে গেছে....পরবর্তীতে আপডেট জানিয়ে দেয়া হবে...আশা করি বইটি দেখতে পাবেন।


ইমন জুবায়েরকে শ্রদ্ধা।।

৬৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন কাজ।পোস্টটি খুব কাজে লাগবে,পড়ার ক্ষেত্রে খুব সহায়ক

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

আরজু পনি বলেছেন: রুদ্র, আপনি এমন একটা পোস্টে এলেন যে আমার দুঃখ গেল বেড়ে...
এই "অপরবাস্তব" আমার নাগালের বাইরে...
ভাবছি একটা বিদ্রোহ করেই ফেলবো কিনা ।

পড়তে চাইলে লিঙ্কগুলো কাজে আসবে নিশ্চিত ।
অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.