নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

হাতির ঝিল প্রকল্প- ব্রীজোগ্রাফী (ফটো ব্লগ) ও আমার কিছু কথা।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

১.



দৃষ্টি নন্দন হাতির ঝিল প্রকল্প নিয়ে কম বেশি অনেকেই জানেন। কিন্তু ছবিগুলো শেয়ার করার মূল কারণ একজন দশর্নার্থী হিসেবে চোখে দেখা কিছু সমস্যার কথা শেয়ার করার জন্যেই মূলত এই পোস্ট।



ব্রীজের রাস্তার পাশে দর্শনার্থীদের সাথে থাকা টিস্যু, খাবারের প্যাকেট, বাদামের খোসা বা খালি পানির বোতল বা আর কোন উচ্ছিষ্ট দ্রব্যাদি ফেলানোর জন্যে কোন বিন আমার চোখে পড়ে নি। যদি আসলেই না থাকে তবে এটা অবশ্যই অল্প কিছু দূর পরপরই বিন রাখা উচিত যেন দর্শনার্থিরা তাদের ফেলে দেবার মতো দ্রব্যাদি ডাস্টবিনে ফেলে।



কোন পাবলিক টয়লেট আমার চোখে পড়েনি। এমন দশর্নার্থীও ওখানে যেতে পারে যে হয়তো বেশ কিছু সময় থাকতে পারে। আর সেক্ষেত্রে তার টয়লেটের প্রয়োজন হতে পারে। বিশেষ করে শিশুদের জন্যে প্রয়োজন হতেই পারে।



রাস্তায় কোন দিক নির্দেশনা নেই। রাস্তার মোড়গুলোতে দিক নির্দেশনা থাকা উচিত ছিল।দিক নির্দেশনা না থাকায় একজন চালকের জন্যে পথ ভুল করার সম্ভবনা অনেক বেশিই থেকে যায়। ফলে তার গন্তব্যে পৌঁছতে সময়ের অপচয় হতে পারে অনেক সময়ই ।





২.

৩.

৪.

৫.

৭.

৮.



আপডেটঃ ২৬/১/২০১৩



বেশ কিছু জায়গায় দিক নির্দেশনা দেখা গেছে।

মন্তব্য ২১৩ টি রেটিং +৩০/-০

মন্তব্য (২১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

রেজওয়ান তানিম বলেছেন: ব্রীজোগ্রাফি একটু ঝাপসা হইছে দেখতাছি

:)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

আরজু পনি বলেছেন:

আমি আসলে প্রকল্প নিয়ে কিছু বলার জন্যেই ছবি গুলি দিয়েছি। আর এডিট করে সাইজকমাতে যেয়ে এই দূর্দশা হয়েছে। পরে আবার ছবি এ্যাড করার প্ল্যান আছে।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

তালুকদার জািহদ বলেছেন: সুন্দর পোস্ট। আমারও এই কথাগুলি মনে এসেছিল। দর্শনার্থীদের খাবারের ব্যবস্থাও করা প্রয়োজন। সর্বোপরি ব্যাবস্থাপনার দক্ষতার উপর নির্ভর করবে প্রকল্পের সৌন্দর্যের স্থায়ীত্ব।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, প্রকল্পটির সৌন্দর্য্য অক্ষুন্ন থাকুক, তা মনে প্রাণে চাই। আর তাই এই অব্যবস্থাপনাগুলোর কথা তুলে ধরার চেষ্টা করলাম, যদি কারো মাধ্যমেও কোনভাবে তা কর্তৃপক্ষের গোচরীভুত হয়।

ধন্যবাদ জাহিদ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

নাঈম আহমেদ বলেছেন:

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

সত্যিই! অনেকই সুন্দর! তবে কিছু অব্যবস্থাপনা আছে। এগুলোর সমাধান জরুরী।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
ব্রিজের উন্নয়ন কাজ এখনও শেষ হয়নাই , চেষ্টা করবো দ্রুত আপ্নার চোখে ধরা পরা সমস্যার সমাধান করতে । পোষ্ট প্রিন্ট করে কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা তাহলেতো খুবই ভালো হয়। তবে ছবিগুলো বাদ দিয়ে পাঠাইয়েন !

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

জেমস বন্ড বলেছেন: আফনারে দিয়া ফডুগ্রাফী হইতো না , সব বিনাশ কইরা দিছেন :-0 :-0 :-0


আমার শুধু একটা কথাই মনে হচ্ছে , ছোট থেকেই দেখেছি ঐ এলাকার পানি অতন্ত্য নোংরা এডি পরিস্কার করল কেমন ;) , এবার গেলে দেখতে হইবো :P

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

আরজু পনি বলেছেন:

ডিয়ার বন্ড, আমি আশা ছাড়ার মানুষ না। একবার বিনাশ হয়েছেতো কি হয়েছে! এর থেকে শিক্ষা নিলাম।

আর আজকে ছবিই আপলোড করতে পাচ্ছিলাম শেষে পুরনো পদ্ধতিতে ছবি আপলোড করেছি।

কথাগুলো বলার জন্যেই মূলত পোস্টটা দেওয়া।

ফটোগ্রাফী হতেই হবে ....হাল ছাড়ছি না

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: আমি এখনো যাই নাই! কথায় আছে না মক্কার লোকেরা হজ পায়না ! তবে আম্মারা গিয়েছিল। বাসায় ফিরে ব্যাপক সমালোচনা করতেছিল! অনেক দূর হেঁটে ভিতরে ঢুকতে হয়, কোন দিকে হাঁটলে কোথায় যাওয়া যাবে বুঝার কোনও উপায় নাই ইত্যাদি ইত্যাদি! অথচ এইসব সমস্যার সমাধান করতে কি খুব বেশি টাকা খরচ হবে!! আজব!!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, কোন দিক নির্দেশনা নেই। এটা খুব বিচ্ছিরি একটা ব্যাপার হয়েছে। আমি নিজেই নাকাল হয়েছি! :|

ঠিকই বলেছেন এসবে খুব বেশি খরচ হওয়ার কথা না। কিন্তু অব্যবস্থাপনা আর যথাযথ পরিকল্পনার অভাব ছিল নিশ্চয়ই।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

নিয়েল ( হিমু ) বলেছেন: ছবি গুলো অনেক ভাল লাগল দেখে ।
আর আপনার চোখে ধরা পরা সমস্যা গুলো সত্যি একদম অযাচিত । কামনা করব যথাযথ কতৃপক্ষ শিঘ্রী ব্যাবস্থা নেবেন ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

আরজু পনি বলেছেন:

উৎসাহ দেবার জন্যে ধন্যবাদ হিমু।
আমি চেষ্টা করবো খুব শিগগীরই আরো পরিস্কার কিছু ছবি তুলে আনতে।

আমিও আশা করছি যথাযথ কর্তৃপক্ষ শিগগীরই এসব খেয়াল করবেন এবং ব্যবস্থা নিবেন।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

আদিম পুরুষ বলেছেন: মোবাইল ক্যামেরায় তুলেছেন নিশ্চয়। ভালো লাগল ছবিগুলো। একটু ঝাপসা এসেছে। দর্শনার্থীদের সুবিধার্থে পাবলিক টয়লেট, ডাস্ট বিন এসব রাখা উচিত।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, মোবাইল ক্যামেরা দিয়ে তুলেছি। তবে সাইজ ছোট করার চেষ্টা করতে যেয়ে ভেজাল করে ফেলেছি! :|

যেহেতু এখনও কাজ চলছে তাই সমস্যাগুলোর সমাধান জরুরীভিত্তিতে করা দরকার।

ধন্যবাদ আদিম পুরুষ।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

যাযাব৮৪ বলেছেন: ভাল লাগল.........ভুল গুলো ধরিয়ে দিয়ে আরো ভাল করলেন......।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

সমস্যাগুলোর কথা বলতেই মূলত এই পোস্ট দেওয়া।


আপনিও আপনার জায়গা থেকে বেশ ভালো ভালো কাজ করে যাচ্ছেন।

ভালো থাকুন যাযাব।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্যবহুল পোস্ট। অফিসের গাড়ীতে অফিসে যাওয়া সময় হাতিরঝিলের উপরদিয়ে যাই দারুণ ভালো লাগে। ওই জায়গায় একসময় নোংরা পচা গন্ধ পনি ছিল।এখন দারুণ সুন্দর।ঢাকা জেলার জৌলুস বেড়েছে অনেক খানি এটার উপস্থিতিতে।
৬ষ্ঠ ভালো লাগা।++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

ঢাকা জেলার জৌলুস বেড়েছে ঠিকই।

তবে ডাস্টবিন না থাকলে আর টয়লেট ব্যবস্থা পর্যাপ্ত না থাকলে এই জৌলুস খুব বেশিদিন টিকতে পারবে না।

ধন্যবাদ সেলিম।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

রোড গুলো ওয়ান ওয়ে হতে হবে।
এখন এলোমেলো দু দিক থেকে গাড়ি ছূটছে।
দূর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়।

বলার মত একটা কিছু হয়ে গেল।
এখন রক্ষণাবেক্ষন জরুরী।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

রোডগুলো তো যতদূর মনে আছে ওয়ান ওয়েই। তবে দিক নির্দেশনা না থাকায় অনেকই রং সাইডে গাড়িকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। আমাদের সামনেই দেখেছি এমন ঘটতে!

ঠিকই বলেছেন। বলার মতোই বটে।
ধন্যবাদ দূর্জয়।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

ভিয়েনাস বলেছেন: আমাদের দেশে বেশিরভাগ প্রকল্প গুলোই এমন পরিকল্পনা ছাড়া হয় । শেষ পর্যন্ত ভোগান্তির শেষ থাকেনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

বেশ কিছু জায়গায় খাবারের খালি প্যাকেট পড়ে থাকতে দেখে খুব খারাপ লাগছিল!

এই ভোগান্তি থেকে মুক্তির জন্যে এইসব অব্যবস্থাপনার সমাধান জরুরী।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
যেতে মন চায়।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:

ব্লগ থেকে যতদূর জানি আপনি দেশের বাইরে থাকেন।

দেশে এলে অবশ্যই যাবেন।
শুভকামনা থাকলো।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

ইকরাম উল্যাহ বলেছেন: ঠিকাছে যা যা বলেছেন, ঠিক করে দেওয়া হবে /:)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

জি স্যার, আঠারো মাসে যেন বছর না হয় ! B:-/

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

দুই বাক্যের কবি বলেছেন: আসলেই কোন কাজ করলে তাকে ভালভাবেই করতে হয়। অনেক ভাল একটা পোস্ট। B:-/

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

প্রকল্পটা সত্যিই দারুণ দেখতে। তবে এই অব্যবস্থাপনাগুলির আশু সমাধান না করলে শিঘ্রই এই প্রকল্প তার সৌন্দর্য হারাবে। যা সত্যিই খুব দুঃখজনক ব্যাপার হবে।

অনেক ধন্যবাদ কবি।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

রীতিমত লিয়া বলেছেন: যাই নি এখনো। যাওয়া উচিত। দেশে এমন কিছু একটা হল আর তা এখনো দেখা হল না :( :(

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর! বিকেলের দিকে যেয়ে সন্ধ্যা পার করে ফিরলে সবটা দেখতে পারবেন।

শুভকামনা রইল লিয়া।

:)

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম।

ছবি গুলো একটু ঝাপসা হয়েছে।


আর খালি লাইটি আর লাইটিং দেখি।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

আমি আসলে সমস্যা গুলো বলতেই পোস্ট দিয়েছি। সাথে ছবি দেবার লোভ সামলাতে পারি নি। যদিও সাইজ কমাতে যেয়ে ছবি ঝাপসা হয়ে গেছে!

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমারতো মনে হয় আমরা একটা ডাস্টবিনে আছি! ঢাকা শহরকে বিশ্বের ডাস্টবিনের শহর বলা যায়। মানে যে শহর নিজেই একটা ডাস্টবিন।

পোস্ট ভালো হয়েছে। সচেতনতামূলক পোস্ট। নাগরিক সাংবাদিকতা যাকে বলে। আমাদের প্রত্যেকে উচিত ছোট খাট অসঙ্গতিগুলো তুলে ধরা।

পনি আপু ভালো থাকুন, সবসময়।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

অসঙ্গতিগুলো চোখে পড়েছে তাই ভাবলাম শেয়ার করি। যদি কোন সামাধানের পথ কোনভাবে বের হয়।

অনেক ধন্যবাদ সজীব, দারুণভাবে অনুপ্রাণিত করার জন্যে।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সবক্ষেত্রে অব্যবস্থাপনা এই দেশের কালচার হয়ে যাচ্ছে।এগুলো রেধে কি করা যায়?আমাদের কি করার আছে?ঢাকা শহর পরিস্কারের জন্য সব ঢাকাবসী নিয়ে কিছু একটা করা দরকার।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

আমাদের সবারই সচেতনতার প্রয়োজন। কারণ আমরাই কেউ না কেউ কর্তৃপক্ষের অংশ।

ভালো ভাবনা জন্যে অনেক ধন্যবাদ ।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
হাতির ঝিলের পানি এত পরিষ্কার হল কিভাবে :| :|


ফটোগ্রাফার হিসাবে আপনি A- পাইছেন :P :P

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

পানি পরিষ্কারক কোন মেডিসিন নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে।

আচ্ছা তবুও বেশিই দিয়েছেন, সামনে A+ পাওয়ার চেষ্টা থাকবে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫

আরজু পনি বলেছেন:

পোস্ট সব গেল কৈ??!!! ব্লগ ফাঁকা কেন?!

২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

রুপকথার গল্প বলেছেন: হাতির ঝিল কি শুধুমাত্র রাতের বেলা দেখার জন্য? কেননা এই পোস্টের সবগুলো ফটো রাত্রিকালের। আশাকরি দিনের আলোয় হাতির ঝিল আমরা দেখতে পাবো।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

আমি দুইদিনই রাতের বেলা গিয়েছিলাম। দিনের বেলা কখনো গেলে অবশ্যই এই পোস্টেই ছবি দিয়ে দিব ইনশাহআল্লাহ।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

অর্ফিয়াস বলেছেন: Click This Link

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

ইভেন্টটাতে জয়েন করার তো কোন অপশন দেখলাম না!

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

অর্ফিয়াস বলেছেন: ভালো লাগলো আপনার সুপারিশগুলো দেখে। আমরাও উদ্যোগ নিয়েছি এটা নিয়ে সচেতনতার। Click This Link

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

আমি কি পোস্টের মূল অংশে ইভেন্টের লিংক দিয়ে দিব?
অনেক ভালো একটা কাজ করেছেন, উদ্যোগ সফল হোক।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

ছোট নদী বলেছেন: ছবি তো সব ঝাপসা ঝাপসা লাগে :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

লেখাগুলো কিন্তু বোল্ড করে দিয়েছি ;)

তবে ভালো ছবি আপ করার চেষ্টা করবো ইনশাহ আল্লাহ!

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

মেঝদা৬১ বলেছেন: এখনও অর্ধেক কাজ শেষ হয় নাই। তারপর গিয়েছি-দেখেছি- মন ভরেছে। ধন্যবাদ

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

আসলেই অনেক সুন্দর হয়েছে...এখন পর্যন্ত যতটুকু হয়েছে ততোটুকই ...দেখা যাক সব কাজ শেষ হতে হতে নিশ্চয়ই সমস্যাগুলোর সমাধান হয়ে যেতেও পারে।

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: হাতির ঝিলকে এভাবে উপস্থাপনের জন্য
আপু অসংখ্য ধন্যবাদ অগ্রগন্য

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

নয়নাভিরাম এই প্রকল্পকে নষ্ট হতে দেখতে চাই না। তাই আগে ভাগেই সতর্কবার্তা দেবার চেষ্টা করলাম।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

প্রিয়তমেষূ বলেছেন: রাস্তার নির্দেশনা দেওয়া টা খুব বেশী জরুরী, না হলে দুর্ঘটনা ঘটতে পারে......

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

সেটাই, রাস্তার নির্দেশনা না থাকায় খুবই ভেজালে পড়তে দেখেছি একাধিকজনকেই। আমি নিজেও! :|

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

ইউসুফ খান বলেছেন: ++++++ :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ইউসুফ।

:)

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

শাকিলা জান্নাত বলেছেন: আজই এইটা নিয়ে কথা বললাম। ব্লগেও দেখি একই কথা। ৭ দিনের মধ্যেই যাচ্ছি। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

অবশ্যই যাবেন।

শুভকামনা থাকলো।

:)

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

আফিফা মারজানা বলেছেন: বরিশাল ছেড়ে ঢাকা আসতে মনে চায়না ।ছোট্ট একটা শহর ,মোটামুটি পরিস্কার পরিচ্ছন্ন ।সবুজের ছোঁয়া আছে ।তবু জীবনের প্রয়োজনে আবার যেতে হবে ।ভাবতেই খারাপ লাগে ।কি আর করা !
তবে আরজু পনি ,এটাকেও মৌলিক পোস্ট বলতে রাজি নই !সত্যি বলছি আপনার পোস্ট খুব মিস করছি ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

হাহাহাহা এটাকে নগর সাংবাদিকতা বলতে পারেন ;)

নিজেকে গুছিয়ে নিতে একটু সময় লাগছে তাই নিজের এরিয়ার পোস্ট দিতে দেরী হচ্ছে!

কৃতজ্ঞতা রইলো আফিফা।

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন। এরা ধর্ষিতাদের প্রত্যক্ষভাবে অপমান করে। বিশেষ করে উক্ত পোস্টে

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

সমস্যা দেখলে ফিডব্যাকে অবশ্যই জানাবো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে। দেখছি।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

নিমচাঁদ বলেছেন: হাতিরঝিল নির্মাণের সাথে জড়িত জনৈক মেজর বলেছিলেন , গলা পর্যন্ত ময়লা পানিতে নেমে তাদের মাঝে মাঝে কাজ করতে হয়েছে ।অসামাজিক অনেক এলিমেন্টস দূর করতে তাদের রীতিমতোন অভিযান চালাতে হয়েছে , অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে , নিজের মনের সাথে (কাজের পরিবেশ নিয়ে )।বাংলাদেশের দুইটা নামকরা কন্সট্রাকশন কোম্পানি তাদের ৮০ ভাগ বিল বুঝে পায়নি , কিন্তু মালামাল সরবরাহ বন্ধ করেনি । এই রকম অনেক কাহিনী তার কাছ থেকে শোনা হয়েছে গুলশান অল কমুনিটি ক্লাবে বসে । সেনা বাহিনী এই একটি কাজের জন্য আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা এক্সামপল ক্রিয়েট করে গেলো ।সব কাহিনী শোনার পর আমি উঠে দাঁড়িয়ে তার সাথে হাত মিলিয়ে তাকে কিছুটা সন্মান দিতে চেয়েছিলাম । Hats off to Bangladesh Army

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

উনাদের পরিশ্রম যেন বৃথা না যায় তাই সময় থাকতেই সাবধান হওয়া উচিত!

আমার পক্ষ থেকেও সালাম রইলো।

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

আলো আঁধার বলেছেন: ++++

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আলৈা আঁধার।

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: এলাকাটা পুরোপুরি নোংরা এবং চারদিকে পোষ্টার ব্যানার লাগিয়ে ফেলার আগেই একদিন ঘুরে আসতে হবে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

আরজু পনি বলেছেন:

এভাবে বলবেন না প্লিজ! :|

এই প্রকল্পটির সৌন্দর্যের দীর্ঘায়ু কামনা করি।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন:

ধন্যবাদ ফর শেয়ারিং........

সমস্যাগুলোর প্রতি কর্তৃপক্ষ দৃষ্টি দিবেন... এই রিকুই করি........

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

আরজু পনি বলেছেন:

আশা করি এতো পরিশ্রমের ফসল এতো সহজেই নষ্ট হতে দেবে না।

দ্রুতই এর অব্যবস্থাপনা দূর হোক।

৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিও গেছিলাম ছবিও তুলছি ভাবছিলাম একটা পোষ্ট দিমু কিন্তু আপনে আগেই দিয়া দিলেন যান আপনার লগে আমার কুন কথা নাই ।

পোষ্ট ভালো হয়েছে । ১০ নং প্লাস কিন্তু আমার ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

আরজু পনি বলেছেন:

আমিতো ফেসবুকে আগে ছবি আপ করেছি! তখন বললেই পারতেন! ছবিতো পাবলিক করা আছে :(

আমি দিয়েছিতো কি হয়েছে! আপনি আবার দিন।


অনেক ধন্যবাদ কান্ডারী ।

৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

মাক্স বলেছেন: ছবিগুলো দারুন হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

আরজু পনি বলেছেন:

পরেরবার পরিষ্কার কিছু ছবি আপ করার চেষ্টা করবো।

ধন্যবাদ মাক্স।

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মাসুম।
ভালো থাকুন।

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

মাক্স বলেছেন: অঃটঃ অপরবাস্তবের আপডেট কবে পাচ্ছি আপু?

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩

আরজু পনি বলেছেন:

সময়মতো জানিয়ে দেয়া হবে।
শুভকামনা রইলো মাক্স।

৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

শামীম আরা সনি বলেছেন: নির্মানকাজ তো এখনো চলছে, আমার মনে হয় এটা ভালো একটা প্রজেক্ট ই হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬

আরজু পনি বলেছেন:

তাই নির্মাণ কাজ শেষ হবার আগেই অসঙ্গতিগুলো জানানোর চেষ্টা করলাম যেন নির্মান শেষে এসব না থাকে।

ধন্যবাদ সনি। ভালো থাকবেন।

৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

লোনলিফাইটার বলেছেন: ফানি পোস্ট ;) B-)) :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

আরজু পনি বলেছেন:

/:)

৪২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩

এম ই জাভেদ বলেছেন: পোস্টের বক্তব্যের সাথে সহ মত।

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ জাভেদ।
ভালো থাকুন।

৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন, পাবলিক টয়লেট নির্মান একটা গুরুত্বপূর্ন ব্যাপার। তা না হলে দেখা যাবে সবাই ঐ ব্রীজে চিপা চুপা কিংবা লেকের মধ্যে সুন্দর ভাবে গিয়া দাঁড়া হয়ে গিয়েছে। X( আর কাউকে কিছু বলা যাবেও না।

এখন পর্যন্ত বাংলাদেশ আর্মির কারনে সেখানে যত্রতত্র চানাচুর, চটপটি, ঝালমুড়ি কিংবা পপকর্ন বিক্রি করতে পারছে না। তবে কিছুদূর পর পর ডাস্টবিন থাকাটা দরকার ছিল।

এই গুলো না থাকলে ময়লা ফেলার জন্য বা যেখানে সেখানে দাঁড়িয়ে যাওয়ার জন্য কাউকে দোষ দেয়া যাবে না।

যাক তাহলে বেশ ভালোই ঘোরা হল!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আরজু পনি বলেছেন:

পাবলিক টয়লেট নির্মান একটা গুরুত্বপূর্ন ব্যাপার। তা না হলে দেখা যাবে সবাই ঐ ব্রীজে চিপা চুপা কিংবা লেকের মধ্যে সুন্দর ভাবে গিয়া দাঁড়া হয়ে গিয়েছে। X( আর কাউকে কিছু বলা যাবেও না।....সহমত।


হুম, ঘোরাঘুরি একেবারে খারাপ হয় না ;)

৪৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

কাউসার রুশো বলেছেন:
হাতিরঝিল প্রকল্প মূলত কোন ট্যুরিস্ট স্পট নয় তাই এখানে ডাস্টবিন বা পাবলিক টয়লেট থাকাটা বাধ্যতামূলক ছিলোনা। কিন্তু আমরা শহরবাসীরা যেহেতু এটাকে ঘুরে বেড়ানোর জায়গা বানিয়ে ফেলেছি সেহেতু এগুলোর প্রয়োজনীয়তা এই মূহুর্তে অনস্বীকার্য

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

আরজু পনি বলেছেন:

দূরদর্শী পরিকল্পনা হ্ওয়াই ভালো ছিল।

শহরের মানুষের তো দম ফেলার তেমন কোন জায়গা খুব বেশি নেই, তাই আর কি এটাকে বেড়ানোর জায়গা বানিয়েছে !

৪৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

মাহিরাহি বলেছেন: রাস্তার দিক নির্দেশনাটা বেশী দরকারী, আমার সিনজিকে একবার ঘুরতে হয়েছে, ভুল রাস্তায় চলে গিয়েছিল।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

আরজু পনি বলেছেন:

আমাদেরও একই সমস্যা হয়েছে! :|

৪৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

একজন আরমান বলেছেন:
ব্রীজোগ্রাফী সুন্দর লাগলো আপু।
আপনি যে সমস্যার কথা তুলে ধরেছেন তা আসলেই ভেবে দেখার মতো। আর রাস্তার দিক নির্দেশনায় কিছু ভুল আছে। আমার কাছে মনে হয়েছে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আরমান।
দিক নির্দেশনা থাকাটা জরুরী।

৪৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

চুক্কা বাঙ্গী বলেছেন: সহমত।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ চুক্কা।

৪৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

M R Rana বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: এলাকাটা পুরোপুরি নোংরা এবং চারদিকে পোষ্টার ব্যানার লাগিয়ে ফেলার আগেই একদিন ঘুরে আসতে হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

আরজু পনি বলেছেন:

আশা করি তেমনটি হবে না।

তারপরও নতুন নতুন দেখে আসাই ভালো।

শুভকামনা রইল রানা।

৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

নক্ষত্রচারী বলেছেন: বাসে যাতায়াতের সময় চোখে পড়ে কিন্তু যাওয়া হয় নাই এখনো । ঘুরে আসবো একদিন ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

আরজু পনি বলেছেন:

শুভকামনা রইল।

৫০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

তারান্নুম বলেছেন: প্রকল্পটির সৌন্দর্য্য অক্ষুন্ন থাকুক।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

আরজু পনি বলেছেন:

সেটাই। প্রকল্পটির সৌন্দর্য অক্ষুন্ন থাকুক।

৫১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

সায়েম মুন বলেছেন: গুড পোস্ট।
তবে ছবিগুলা ঝাপসা হৈছে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আরজু পনি বলেছেন:

সমস্যাগুলো চোখে পড়লো তাই সহব্লগারদের সাথে শেয়ার করলাম।

হ্যাঁ, আমার মোবাইল রাতের ছবি তুলতে যথেষ্ট সহায়ক নয়। আর আমিও কিছুটা স্পয়েল করেছি! :|

৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

তন্দ্রা বিলাস বলেছেন: ঢাকা গেলে অবশ্যয় দেখতে যাব।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

আরজু পনি বলেছেন:

শুভকামনা রইল তন্দ্রা।

৫৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

হাসান মাহবুব বলেছেন: যাবো শীঘ্রই। ছবিগুলার কোয়ালিটি তেমন ভালো আসে নাই!

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

আরজু পনি বলেছেন:

তিনজনে মিলেই যাইয়েন ;)

ছবি খারাপ হয়েছে কিছুটা নিজের দোষেই !

৫৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মামুন রশিদ বলেছেন: দেখে এলাম ১১ জানুয়ারি, ঐদিন বিকালে বিায়ম অডিটরিয়ামে ছিলো আমাদের এন্যুয়াল কনফারেন্স । টেনশনে ছিলাম, তাই তেমন উপভোগ করতে পারিনি ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

আরজু পনি বলেছেন:

তাহলে খুব শিগগীরই যাবেন আশা করছি।

শুভকামনা রইল।

৫৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

সালমাহ্যাপী বলেছেন: কয়েকদিন আগে গিয়েছিলাম তবে দিনে। রাতে যাওয়ার এখনও সময় পাইনি।

এই হাতির ঝিল রাস্তাড়া আমার কাছে মালেশিয়ার রাস্তার মত মনে হয়েছে। মালেশিয়ার রাস্তা আর হাতির ঝিলের রাস্তা এঙ্কটা এক রকম মনে হয়েছে। অনেক সুন্দর করেই কিন্তু করেছে তাই না।??

অঃটঃআর আপু তোমার গিফট টা বুঝে নিও ওকে?? ;) ;) :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

আরজু পনি বলেছেন:

আসলেই নিজের দেশ বলে ভ্রম হয়, এতো সুন্দর!

ওক্কে ;)

৫৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

মুর্তজা হাসান খালিদ বলেছেন: ঘরের কাছে বইলা হাটার প্রয়োজনে এখন রমনার পরিবর্তে প্রায় দিনই হাতিরঝিলে ঘুরতে যাওয়া হয় :) সত্যিই অপরূপ কইরা তুলছে

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

আরজু পনি বলেছেন:

বাহ তবেতো দারুণ!
তাহলে তো আপনিই ওই এলাকার আপডেট দিতে পারবেন।

৫৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

পলক শাহরিয়ার বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: এলাকাটা পুরোপুরি নোংরা এবং চারদিকে পোষ্টার ব্যানার লাগিয়ে ফেলার আগেই একদিন ঘুরে আসতে হবে।

তবে আমারও কামনা এখনকার সৌন্দর্য যেন অক্ষুন্ন থাকে।আপনার ছবিগুলো আরেকটু ক্লিয়ার হলে অসাধারন বলা যেত।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

আরজু পনি বলেছেন:

আশা করি তেমনটি হবে না। তারপর ও নতুন নতুন থাকতেই যাওয়া ভালো।

ইস কতো পজিটিভলী বললেন, ধন্য হয়ে গেলাম। আপনার মন্তব্যের সম্মানেই আমি পরিষ্কার ছবি আপলেঅড করার চেষ্টা করবো।

৫৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

রাইহান খাইরুল্লাহ বলেছেন: এখনো যাওয়া হয়নি। সময় করে যাবো একবার।
সমস্যাগুলো তুলে ধরার জন্যে ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

আরজু পনি বলেছেন:

আসলে এতো সুন্দর একটা প্রকল্পকে অব্যবস্থাপনার কারণে নষ্ট হয়ে যেতে দেখতে চাই না। তাই শেয়ার করলাম।

অনেক ধন্যবাদ রাইহান।

৫৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পোষা হাতি দেখেছি,বুনো হাতি দেখেছি ...

তবে ঝিলের হাতি এখনো দেখা হয় নি ... =p~ =p~ =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহা ভালো বলেছেন :D

৬০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

আখাউরা পূলা বলেছেন: আমার ধারনা পুরোটা বানানো শেষ হলে এইসব ঠিক হয়ে যাবে। এখনো ১টা ব্রিজ বানানোই বাকি আছে!!!
ডাস্টবিন আছে, তবে দূরে দূরে, বড়, হালকা আর লাগানো না,মোবাইল!! B:-) ! আপনে চাইলে শয়তানি কইরা চান্সে ১লাথ্থিতে পানিতে ফালাই দিতে পারেন! B-))
দিক নির্দেশনা সম্ভবত এখুনি দেয়া যাচ্ছে না পুরোটা শেষ করার আগ পর্যন্ত!!
আর নির্মানাধিন টয়লেট আছে! আমি নিজেই ওইটার ভেতর ঢুইক্কা ইয়ে করছি!!! B-))

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

আরজু পনি বলেছেন:

আপনিতো বেশ আশার বানী শোনালেন, অনেক অনেক ধন্যবাদ।
আশা করি এসব সমস্যা যেন না থাকে।

ভালো থাকুন অনেক অনেক।

:)

৬১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

সকাল রয় বলেছেন:
দেখতে হবে

উইলকিংসন রোডের বাইরে যাওয়াই হয়না

২২ তারিখ যাবো

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা, জানাইয়েন।
শুভকামনা রইল।

৬২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

সুবর্ণা রহমান বলেছেন: এলাকাটা পুরোপুরি নোংরা এবং চারদিকে পোষ্টার ব্যানার লাগিয়ে ফেলার আগেই একদিন ঘুরে আসতে হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

আরজু পনি বলেছেন:

আশা করছি তেমনটি হবে না। তারপরও নতুন অবস্থায় যাওয়াই ভালো ;)

শুভকামনা রইল।

৬৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

গৃহ বন্দিনী বলেছেন: ফার্মগেটের আনোয়ার পার্কের মত হওয়ার আগেই হাতির ঝিল দেখে আসতে হবে ।টাইম কম । B:-) B:-) B:-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

আরজু পনি বলেছেন:

ফার্মগেটের পাশের ওটার নাম আনোয়ার পার্ক ! জানতাম না।

নতুন থাকতেই যাওয়া উত্তম ;)

৬৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

অন্য হিমু বলেছেন: আমি বুঝলামনা টয়লেটের কি দরকার । প্রাকৃতিক পরিবেশেই তো এই কাম করতে বেশি মজা । ঈশ্বর প্রকৃতি সৃষ্টি করেছেন আর মানুষ টয়েলেট সৃষ্টি করেছে । কোনটা বেশি উত্তম আপনিই বলেন ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

আরজু পনি বলেছেন:

ইশ্বর মানুষ সৃষ্টি করেছেন মানুষের বুদ্ধি দিয়ে টয়লেট বানিয়ে তাতে কাজ সারতে কাজেই...................... ;)

৬৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

আমিনুর রহমান বলেছেন: সচেতনতামূলক পোষ্টে +++

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আমিনুর।

অনেক ভালো থাকুন।

৬৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪

কয়েস সামী বলেছেন: ছবিগুলো দেখে তো এখনি গিয়ে দেখার ইচ্ছে হচ্ছে!

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

আরজু পনি বলেছেন:

শিগগীরই চলে যান।
শুভকামনা রইল।

৬৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

হা...হা...হা... বলেছেন: ছবিগুলো কুৎসিত। হয় তো রাতের বেলা বলে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

আরজু পনি বলেছেন:

তাই! হতেও পারে...আমার কাছে এতো বেশি খারাপ মনে হয়নি, কিন্তু যেহেতু প্রাসঙ্গিক কিছু টেক্সট আছে পোস্টে তাই ছবিগুলো দেওয়ার লোভ সামলাতে পারি নি।

রাতের বেলা বলে নয়, আমার দোষেই যা কিছু খারাপ হয়েছে।

ধন্যবাদ হা...হা...হা...।

৬৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

সীমান্ত উন্মাদ বলেছেন: আপু তুমি কি জানো, সেদিন ঐ খানে ছিনতাইও হইছে । আসলে আমরা যত ভালো কিছু পাইনা কেন সভাব এমন হয়ে গেছে যে পরুন কেরফা ছাড়তে পারি না ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আরজু পনি বলেছেন: তাই নাকি!!!!!!!!!!!!!!

খুবই দুঃখজনক খবর!

নিরাপত্তাবাহিনীকে আরো সজাগ থাকতে হবে! :(

৬৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আমি ইহতিব বলেছেন: এখনো যাওয়ার সময় হয়ে উঠেনি, আপনার পোস্ট ও ছবি দেখে আগ্রহ হচ্ছে আপু। কর্তৃপক্ষ যদি আপনার উত্থাপিত বিষয়গুলো নিয়ে ভাবতো!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

নতুন থাকতে থাকতেই দেখে আসুন, অনেক বেশিই ভালো লাগবে।

দেখা যাক এক কান দু'কান করে যদি যায়!

শুভকামনা রইল ইহতিব।

৭০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নীড় ~ বলেছেন: ছবি ভালো হয়নাই, দুব্বল ক্যামরা না ক্যামরাম্যান, কোনটা!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

ক্যামেরাম্যান-এর দুব্বল এডিটিং :(

তয় পুষ্টের মুল কতা নিয়া কিছু কইলেন না যে!

৭১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

s r jony বলেছেন:
বাহ!! চমৎকার,!! +++++++++++

ছবি গুলো দেখে হাতির ঝিল যেতে ইচ্ছা করছে,
কিন্তু অনেক অনেক "ঝামেলায়" নিজেকে জড়িয়ে ফেলছি বলে নিজের লাইফ "উপভোগ" করার সময় পাচ্ছিনা :( :(

দোয়া করবেন যে শিগ্রই যেতে পারি।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

দোয়াতো অবশ্যই থাকবে।

ফিআমানিল্লাহ।

:)

৭২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: হুমায়ূন ফরীদি আর আমি

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

শেয়ার করার জন্যে ধন্যবাদ, দেখবো শিগগীরই।

৭৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

মুনতা বলেছেন: এখনও যাই নাই। ভার্সিটির কাছে তো। মক্কার বাইরের লোকেরা আগে হজ কমপ্লিট করুক ;) :P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

বেশি দেরী করলে না আবার কুনোব্যাঙ-এর মন্তব্য সত্যি হয়ে যায়! :|

৭৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

আশিক মাসুম বলেছেন: হুম, গুড পয়েন্ট আপু। এমন একটা জিনিস বানিয়ে উদ্বদন করতে পাইরাই তিনারা অনেক খুসি :) এতকিছু ভাহার সময় আছে!! এত সাধারন জিনিস গুলু মাথায় আসেনা, ভাবেন একবার।

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

আরজু পনি বলেছেন:

একদম ঠিক কথা বলেছেন। পরিকল্পনা হওয়া উচিত দূরদর্শী। আর তার যথাযথ বাস্তবায়ন হওয়াও জরুরী।

৭৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++++++

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অপুর্ন।
ভালো থাকুন।

৭৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

পূরান পাগল বলেছেন: যাইতাম মন্চায়।কিন্তুক এক্ষণই যেতে পারছি না।সমস্যাগুলো তুলে ধরার জন্য ধইন্যা,নিয়মিত পরিস্কার পরিছন্ন রাখার বাবস্থা করার দরকার।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

সুযোগ পেলে শিগগীরই যাবেন আশা করি।
অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো।

৭৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

antaramitu বলেছেন: ভালো পোস্ট....

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ antaramitu।
ভালো থাকুন।

৭৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

ইখতামিন বলেছেন:
আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত
এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ইখতামিন।

৭৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

সিঙ্ক্রোনাস হাইড্রাইড বলেছেন: পিকের রেজুলেশন ভয়াবহ রকমের বাজে এসছে /:)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

রেজুলেশন সম্বন্ধেতো ধারণা নেই....যদি একটু বুঝিয়ে দিতেন....

৮০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

শিপন মোল্লা বলেছেন: একটা ছবিই তাহলেই কি হাতির ঝিল মানে শুধু ঐ একটা ব্রিজ ? আপু সরি ছবিগুলার কোয়ালিটি তেমন ভালো হয়নি। তবুও ধন্যবাদ আমরা যারা প্রবাসী আছি তারা ছবিতে হাতির ঝিলের সাথে পরিচিত হতে পারছি।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:

এখানে বেশ কয়েকটা ব্রীজের ছবি আছে।

হাতির ঝিল প্রকল্পের কিছু অসঙ্গতি তুলে ধরতেই মূলত এই পোস্ট।
তবে ছবি যা হয়েছে, তা আমার দোষেই হয়েছে। স্যরি বলার কিছু নেই।
সম্ভব হলে পরিষ্কার কিছু ছবি দিয়ে ঝাপসাগুলো সরিয়ে ফেলার চেষ্টা করবো।

শুভকামনা রইল আবুশিথি।

৮১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নোবিতা রিফু বলেছেন: এই দুই বেচারা রাস্তার উপর শুয়ে ছিল আত্মহত্যা করবে বলে। বেরসিক আর্মি স্টাফ যখন তাদের উঠাতে গেলো তখন তারা বলেছিল "আপনে যান, আমাগো বিরক্ত কইরেন না"। এইরকম কঠিন কথাতেও কাজ হয় নাই। তাদের প্লান ক্যান্সেল করতেই হইল, এবং বোনাস হিসেবে পাইল ১০০বার কান ধরে উঠবস.. :P

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা দারুণ খবর! দুটো প্রাণ রক্ষা পেল!
সাথে বোনাস পেল কান ধরা! :P

৮২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

রেজোওয়ানা বলেছেন: রিফুর কমেন্ট..........হা হা হা হা


পোস্টের মেসেজটা ভাল লাগলো পনি আপু!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহা শেয়ার করার জন্যে রিফু অবশ্যই ধন্যবাদ পেতে পারে ।

হ্যাঁ, মেসেজটা দেয়ার উদ্দেশ্যেই এই পোস্ট দেয়া।

অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মডু ;)

৮৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

আমি তুমি আমরা বলেছেন: সায়েম মুন বলেছেন: গুড পোস্ট।
তবে ছবিগুলা ঝাপসা হৈছে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

আরজু পনি বলেছেন:

পোস্টের মেসেজ কাজের হলেও ছবিগুলো আসলেই নষ্ট করে ফেলছি নিজের দোষেই।

অনেক ধন্যবাদ .....

আচ্ছা আমি আর তুমি মিলে কি এই বেবির প্রোপিক মানে আমরা? অনেক দিন আপনাকে জিজ্ঞেস করবো ভেবেছি...

৮৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

আমি তুমি আমরা বলেছেন: নিজের মত করেই বুঝে নিন না ;) :P

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

আরজু পনি বলেছেন:

:P :P

৮৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

তামিম ইবনে আমান বলেছেন: আপনার মেসেজ পাওয়ার পরে গভর্ন্মেন্ট হাতিরঝিলের পানিকেই পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছেন!
আর বাকি সমস্যার ব্যাপারে কতৃপক্ষ কিছু জানায় নাই এখনো :P :P :P :P

চবি আমারে দিয়া দিতেন! ফডুশপ দিয়া কিলিয়ার কইরা ফেলতাম!

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

আরজু পনি বলেছেন:

এহহে তবেতো দুর্গন্ধে ওই এলাকায় কয়দিন পরে যাওয়াই যাবে না!!!

আমিতো ফটোশপের কাজ পারি না :(

আর আপনিই যে সহযোগিতা করবেন তেমন আশ্বাস আগে পেলেতো দিতাম :(

৮৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

বৃষ্টিধারা বলেছেন: হুম

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর ব্লগে দেখলাম কি?

আড্ডা পোস্ট দেখে নিরবে চলে এসেছি, কেন যেন এখন আড্ডার মুড নেই।
পরে অন্য পোস্টে যাব।

ভালো থাকুন বৃষ্টিধারা অনেক অনেক।

৮৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

নোবিতা রিফু বলেছেন: এইখানে এইকয়দিনে এতবার গেছি, এখন নিজেরে হাতি বিশেষজ্ঞ মনে হয়। আমার অভিজ্ঞতার আলোকেঃ

১. একটু পর পর "ইউজ মি" লেখা ডাস্টবিন আছে, কিন্তু কেউ ইউজ করে না... :|

২. পাবলিক টয়লেটেরও দরকার তো দেখলাম না, যেহেতু সবাই লেকটাকেই... /:) [সঙ্গত কারনেই ছবি দিলাম না]

৩. দিক নির্দেশনা দেওয়া আছে, তবে কয়েকটা মোড়ে ছুটে গেছে মনে হয়...

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

আমাদের আসলে অভ্যাসই খারাপ হয়ে গেছে। ডান্ডার বাড়ি না খেলে আমরা ঠিক হবো না।

হ্যাঁ, আমার তো চোখেই পড়েনি কোন দিক নির্দেশনা ! :|

যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ তথ্যগুলি শেয়ার করার জন্যে।

৮৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: হাতিরঝিল প্রকল্প বিদেশে বসে দেখতে হচ্ছে। বাংলাদেশকে নিয়ে হতাশ হয়ে গেছিলাম। খুব ভালো লাগছে ভেবে বাংলাদেশও ইউরোপ আমেরিকার মত সুন্দর হওয়ার ক্ষমতা রাখে। আমি আশাবাদী।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

সেটাই, আমিও আশাবাদী। অনেক ধন্যবাদ দায়িত্ববান নাগরিক।।

৮৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

কলম.বিডি বলেছেন: সময় করতে পারছি না যাওয়ার। ছবি দেখেই খুশি হতে হচ্ছে।
থাঙ্কু আপু! :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

ঠিকআছে, কখনো ফুরসত পেলে যাবেন আশাকরি।

শুভকামনা রইল।

:)

৯০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

নোবিতা রিফু বলেছেন: স্পেশালি আপনার পোস্টে দিবো বলে এই ছবি দুইটা আজকে তুইলা আনছি... B-)


২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

ইয়া মাবুদ!!! :|

৯১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

M R Rana বলেছেন: সচেতনতামূলক পোষ্টে +

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ M R Rana।

৯২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

পাগলমন২০১১ বলেছেন: লেখার জন্য ২৬তম পেলাস

আর ছবির জন্য---------



;)

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা ছবি দিয়ে আসলেই আমি নিজেও :(

যাই হোক ছবির জন্যে বাজে ভাবে বলেননি বলে কৃতজ্ঞতা জানাচ্ছি। :-B

৯৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

প্রত্যাবর্তন@ বলেছেন: ছবিগুলো কি মোবাইলে তোলা ?

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন:

মোবাইল দিয়ে তোলা, তবে এতো ঝাপসা আসে নি। আমি অটো কারেক্ট করতে গিয়ে বেশিই করে ফেলেছি :(

৯৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

নীল-দর্পণ বলেছেন: বিন থাকলে কাজ হতোনা খুব একটা.....আমাদের যা স্বভাব। পাশে ফেলে রাখবো ময়লা। তবে ঢাকাবাসীর ঘোরার জন্যে সত্যিই সুন্দর একটা জায়গা

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

আরজু পনি বলেছেন:

বিনের ব্যাপারটা যা বললেন তা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে বিন থাকলে আমরাতো অন্তত ব্লেইম দিতে পারতাম না!

তবে সত্যিই ভালো লাগে ....কয়েকবারই গিয়েছি। তবে ছবিগুলোর মান বাচাতে আবার যেতে হবে ছবিই তুলতে :P

৯৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

শ।মসীর বলেছেন: akhn o dekha holona......:(

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

গত কয়েকদিন আগে রাতে গিয়েছিলাম, লাইট তো আগের মতো আলো দিচ্ছে না! :(

৯৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

অনির্বাণ জাতি বলেছেন: আমাদের এলাকা আর আড্ডা খানা :) :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আরজু পনি বলেছেন:

তাই নাকি?! তবো তো আড্ডা দেবার জন্যে দারুণ জায়গা পেয়েছেন!

৯৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

অনির্বাণ জাতি বলেছেন: হুম অনেক মজা লাগে । অনেক কিছু নিজ চোখে দেখতে পাই ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন:

আমার কেন যেন মনে হচ্ছে এই এলাকাতে কিছুদিন পর ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাবে, কারণ রাস্তাগুলো কিন্তু রাতে বেশ ফাকা থাকে....আর ছিনতাইকারীরা এটার সুযোগ নিবে। আপনারা এলাকার মানুষ যদি অসংলঙ্গ কিছু চোখে পড়ে আশা করি আমাদের জানাবেন।

অনেক ধন্যবাদ অনির্বাণ জাতি।

৯৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: আহারে, যাবো যাবো করে আর যাওয়া হয়ে উঠছেনা হাতিরঝিল দর্শন করতে !! :(

যখন সময় হবে, তখন হয়তো দেখা যাবে অত্যাচারে অত্যাচারে হাতিরঝিল ভচকায়া গেসে !!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

হয়তো ঠিকই বলেছেন। তবে চাই না, হাতির ঝিল এর দুর্দশা দেখতে, হাতির ঝিলের সৌন্দর্য অক্ষুন্ন থাকুক।

অনেক ধন্যবাদ ধলা মানুষ।।

৯৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

নীরব 009 বলেছেন: আলোয় আলোকিত থাকুক হাতিরঝিল। এই আশা করি :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

সেই প্রত্যাশা আমাদের সবারই।

শুভকামনা রইল কবি।

১০০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

শ্রাবণ জল বলেছেন: ছবি গুলো সুন্দর।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

আরজু পনি বলেছেন:

এডিট করতে গিয়ে কিছুটা ঝাপসা করে ফেলেছি :(

অনেক ধন্যবাদ শ্রাবণ জল।।

১০১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

এম হুসাইন বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর হয়েছে আপু।
+++++++++++++

শুভকামনা জানবেন।
ভালো থাকুন।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

আরজু পনি বলেছেন:

ছবিগুলোতো এডিট করতে যেয়ে ঝাপসা করে ফেলছি :( :((

শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ আপনিও অনেক ভালো থাকুন।।

১০২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

এম হুসাইন বলেছেন: তবুও অনেক সুন্দর হয়েছে, কবে যে দেশে আসব আর দেখতে পারবো----

দেখাবার জন্যে অনেক ধন্যবাদ আপু,
ভালো থাকুন, নিরন্তর।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

আরজু পনি বলেছেন:

হুসাইন, আপনি কোন দেশে থাকেন? এই মুহুর্তে মনে করতে পাচ্ছি না।

আপনিও অনেক ভালো থাকুন সবসময়।।

১০৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

এম হুসাইন বলেছেন: আর বলবেন না আপু, ভাগ্যদোষে ইউকে এসে পড়েছি--- :-/ :) :)


আপনিও ভালো থাকুন আপু, নিরন্তর।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
মজার কথা বললেন.....

ভাগ্যদোষে!!!! =p~ =p~

যেখানেই থাকুন, ভালো থাকুন নিরন্তর।

১০৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

আরজু পনি বলেছেন:

আমার বোকামীর জন্যে ছবিগুলো নষ্ট হয়ে গেছে :(

১০৫| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: কয়েকদিন আগে গি্যেছিলাম। রাস্তা চেনা আসলেই কষ্টকর!! :(

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

আরজু পনি বলেছেন:

এখন কিছু কিছু জায়গায় ইন্ডিকেটর লাগেয়েছে।
তবে আরো অনেক কিছুরই প্রয়োজনীয়তা অনুভব করি।।

১০৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

লিযেন বলেছেন: হাতির ঝিল ভালা পাই ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

আরজু পনি বলেছেন:

ইদানিং অনেক জ্যাম হচ্ছে :(

পেছনের পোস্টে এসে মন্তব্য করাতে কৃতজ্ঞতা জানাই ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.