নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

আশা জাগানিয়াঃ সংকলন সংশ্লিস্ট কিছু কথা।।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

প্রাককথনঃ

সময়টা জুন ২০১২, ফেসবুকে কয়েকজন সহব্লগার এবং সামহোয়্যারইন ব্লগেও প্রায়ই কেউ কেউ হতাশা ব্যক্ত করতো "...সামুতে ভালো পোস্ট আসে না"। কথা গুলো শুনতে মোটেও ভালো লাগতো না। হতাশার কথা শুনতে ইচ্ছে করে না বা হতাশ হয়ে হতাশা নিয়ে হা হুতাশ করতে ইচ্ছে করে না অনবরত। যখনই হতাশা পেয়ে বসে তখনই নিজের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় তা থেকে বেড়িয়ে আসতে। সেই ভাবনা থেকেই সংকলন করার ভাবনা।।



সংকলন-এর শুরুঃ

সংকলন এর মুল উদ্দেশ্যই ছিলো, যারা অনবরত হতাশা প্রকাশ করে ভালো পোস্ট পড়া বাদ দিচ্ছেন তাদের চোখে আংগুল দিয়ে দেখানো যে, ভালো পোস্ট ঠিকই আসছে কিন্তু তা বানের জলের মতো ভেসে যাচ্ছে সাহায্য পোস্ট, ফেসবুকিয় স্ট্যাটাস টাইপ পোস্টে এবং এ জাতীয় আর ও কিছু হালকা টাইপ পোস্টের জন্যে।



সামহোয়্যারইন ব্লগের নতুন ভার্সনঃ

জুলাই মাসে সামহোয্যারইন ব্লগের নতুন ভার্সন দেখে খুব আশাবাদী হলাম । ভাবলাম এবার আর সংকলন করার কোন প্রয়োজন নেই। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শুরু হলো নির্বাচিত পাতা নিয়ে চিল্লাচিল্লি। অনেকেরই ভালো পোস্ট মিস হয়ে যাচ্ছে ।



পোস্ট নির্বাচকদের প্রতিঃ

একটা অনুরোধ থাকবে পোস্ট নির্বাচকদের প্রতি....নির্বাচিত পাতায় শেষ যে সময়ের পোস্ট থাকবে, অনুগ্রহ করে তার ঠিক পরের সময় থেকে যদি পোস্টগুলো চেক করেন এবং সেগুলো থেকে ভালো পোস্ট নির্বাচিত করেন তবে কোন ভালো পোস্টই নির্বাচিত পাতা থেকে বাদ যাবে না। নতুন অনেকেরই ভরসা এই নির্বাচিত পাতাই। আর যারা নির্বাচক, তারা সামহোয়্যারে বেশি সময় দিয়ে থাকেন ভরসা করেই কর্তৃপক্ষ তাদের পোস্ট নির্বাচক করেছেন। আশা করি নিজ দায়িত্বের কথা ভুলে যাবেন না। আর দায়িত্বের কথা মাথায় রেখে স্বজনপ্রীতি পরিহার করেই পোস্ট নির্বাচন করবেন।



ক্রমানুসারে পাতা বনাম নির্বাচিত পাতাঃ

জুলাইয়ের ১ তারিখ থেকে জানুয়ারীর ২৮ তারিখ সকাল পর্যন্ত নির্বাচিত পাতায় স্টিকি পোস্ট সহ মোট পাঁচটি পোস্ট প্রথম পাতায় শোভা পেত, স্টিকি পোস্ট দুটি থাকলে নির্বাচিত পাতায় পোস্ট থাকতো সাকুল্যে ৩টি। যা পোস্ট নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকদের জন্যেও একটা বড় চ্যালেঞ্জ বলেই আমার মনে হয়েছে। বর্তমানে স্টিকি পোস্ট ছাড়াই নির্বাচিত পাতায় মোট ১৫টি পোস্ট শোভা পাবে একই সময়ে। এটিকে আমি অবশ্যই পজিটিভভাবে দেখবো। কেননা এতে পোস্ট নির্বাচনের ক্ষেত্রে মাঝে মাঝেই সময়ের যে বিশাল ব্যবধান দেখতাম আশা করি সেটি কমে আসবে।



সরাসরি এবং মানসিকভাবে যারা পাশে ছিলেনঃ

একা সংকলনের মতো এমন দুরূহ কাজ করা সম্ভব নয়, প্রথম দিকে একজন সিনিয়র সহব্লগার সময় দিলেও পরে তার ব্যস্ততা বেড়ে যাওয়ায় আর সময় দিতে পারেন নি।

একদিন সহব্লগার চেয়ারম্যানকে নক করলাম এই ভেবে যে তিনি ব্লগে অনেকটা সময় দেন, কাজেই তার চোখে অনেক ভালো পোস্ট পরে....দ্বিতীয় মাসে পোস্ট সিলেকশনে চেয়ারম্যান এবং কিছুটা রাহি হাত লাগিয়েছিলেন। পরে আর চেয়ারম্যান ব্যস্ততার জন্যে সময় দিতে পারেন নি।কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুই সহব্লগারকে।



আক্রমণাত্নক মাল্টি নিকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞঃ

একটা সময় আবিষ্কার করলাম আমি সংকলন পোস্ট দিলেই সারা মাসে নিদ্রা যা্ওয়া কিছু মাল্টি নিক জেগে উঠে, যাদেরকে আমার অন্য কোন পোস্টে দেখা যায় নি সাধারণত। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ সেই সব সহব্লগারদের কাছে যারা নিজ নিকে আক্রমণাত্নক কথা বলতে না পেরে মাল্টি পাঠিয়েছেন। কেননা এই মাল্টি নিকের জন্যেই আগ্রহ বেশিই পেয়েছি পরের সংকলন কন্টিনিউ করতে....আর সহব্লগারদেরকে যখন দেখতাম তারা সংকলনে তাদের ভালো পোস্ট দেখে কতোটা আনন্দিত তখন সারা মাসের কষ্টকে, মাল্টিদের গালিকে তুচ্ছ মনে হতো।



আশা জাগানিয়াঃ

টানা ৬টি সংকলনে যদি একজনকেও ভালো লিখার আগ্রহ জাগাতে পেরে থাকি যে, ভালো লিখার মূল্যায়ন হবেই। তবেই আমার টানা ছয়মাসের পরিশ্রম, মানসিকচাপ, গালি খা্ওয়া সার্থক।

সবসময় পোস্ট নজরে রাখতে মোবাইলে চোখ রাখতে হতো বলে বন্ধুদের অনেক কথা শুনেছি! তারপরও বলবো সহব্লগার অনেকের মাঝেই আশা জাগাতে সক্ষম হয়েছি ।



ব্যর্থতার স্বীকারোক্তিঃ

একটা পুরো মাসের ভালো পোস্টগুলো একত্রিত করা একজনের পক্ষে সত্যিই অনেক কঠিন কাজ। যা আমি কোন মাসেই ১০০% করতে পারি নি। জানি অনেকেই মনক্ষুন্ন হয়েছেন। কিন্তু উদ্দেশ্যমুলকভাবে কারো ভালো পোস্ট বাদ দেবার কোন চেষ্টা কখনো করিনি।



প্রাপ্তিঃ

ভালো লেখেন এমন অনেকেরই খোঁজ পেয়েছি এই সংকলনের কাজ করতে যেয়ে। নাম ধরে বলছি না, তবে ভালো পোস্টকে সবসময়ই স্বাগতম, সাথে পোস্টদাতাদের প্রতি রইল কৃতজ্ঞতা এই জন্যে যে নষ্ট স্রোতে গা ভাসিয়ে না দিয়ে লিখে যেতে থাকুন নিজের তাগিয়েই, নিজের দায়িত্ববোধ থেকেই।





হয়তো অনেকেই বা কেউ কেউ আছেন তবে আমি ব্লগার হাসান মাহবুবের কথা উল্লেখ না করেই পারছি না, তিনি নতুন ব্লগারদের, ওয়াচে থাকা ব্লগারদের যেভাবে উৎসাহ দিয়ে থাকেন তা অনেক সিনিয়র ব্লগারদেরই দেখি না। সিনিয়র ব্লগাররা একটু ভেবে দেখবেন, আপনার উপস্থিতি একজন নতুন বা জুনিয়র ব্লগারকে অনেকই অনুপ্রাণিত করে ভালো লিখতে।



সহব্লগার ডেভিড, আপনার দারুন দারুন লেখাগুলোও কিন্তু ব্লগের সম্পদ ছিল। যা অন্য ব্লগারদেরকে ভালো লিখতে অনুপ্রেরণা যোগাতো। যদি সম্ভব হয়, আনড্রাফট করুন আপনার লেখাগুলো।। প্রায়ই আপনার শূন্য উঠান থেকে ফিরে আসি বিষাদ মাখা কষ্ট নিয়ে!



সংকলন পোস্টে জানা, শরৎ-এর উপস্থিতি এবং সর্বোপরি মানসিকভাবে সবসময় পাশে থাকার জন্যে ফিউশন ফাইভকে কৃতজ্ঞতা না জানানোটা অন্যায় হবে।



আর কৃতজ্ঞতা জানাচ্ছি নিভৃতচারী সহব্লগারকে....যার অনুপ্রেরণা ছিল সবসময়ই।।



যারা ভালো লিখেন, ভালো লিখতে চেষ্টা করে থাকেন তাদের সবার প্রতি রইল আমার সালাম, কৃতজ্ঞতা।



সবশেষে, ভালো লিখার উদাহরণ হিসাবে সামহোয়্যারইন ব্লগে যার ব্লগটিকে উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায় শ্রদ্ধা রইল সেই ব্লগার ইমন জুবায়ের-এর প্রতি।।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

সকল সংকলন পোস্ট দেখতে এখানে ক্লিকান।।



আর নিজস্ব ব্লগ সাইট "আশা জাগানিয়া"য় আমন্ত্রণ রইল সবাইকে।

মন্তব্য ২১০ টি রেটিং +৩১/-০

মন্তব্য (২১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

ইউসুফ খান বলেছেন: আপনার কাজ প্রশংসার দাবীদার।
শুভকামনা সবসময়ের জন্য।
দেখি, কেমন হলো এবারের সংকলন। :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

ভালো পোস্টগুলো ফ্রি থাকলে ফেসবুক গ্রুপে শেয়ার দিব।

এবার দেখেন সংকলন :P

প্রিয় ব্লগার , অনিয়মিত না থেকে নিয়মিত লিখে যান, আপনাদের মতো গুনী ব্লগার নিয়মিত হলেও অনেকেই আপনাদের পোস্ট দেখে অনুপ্রাণিত হবে।

অনেক শুভ কামনা রইল।।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

লোনলিফাইটার বলেছেন: সংকলন পোস্ট আর দিবেন না?

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

আপাতত পারছি না, ভবিষ্যতের কথা বলতে পাচ্ছি না।

তবে আপনার নিয়মিত উপস্থিতি কিন্তু অনুপ্রেরণা যোগাতো।

আপনার ইদানিং কালের পোস্টগুলো ভালো লাগছে....চালিয়ে যান...

শুভ কামনা রইল অনেক।।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

*কুনোব্যাঙ* বলেছেন: এটা বুঝতে পারি যে ব্যাক্তিগত ব্যাস্ততার কারণে একজনের পক্ষে সব মাসেই সংকলন পোষ্ট দেয়া সম্ভব না। যেহেতু আমাকে বোমা মারলেও এমন কষ্টসাধ্য কাজ আমাকে দিয়ে বের হবেনা সেহেতু কাউকে অনুরোধ করার মত মুখও আমার নাই। তবুও মাস শেষে এমন আশা জাগানিয়ার মত সংকলন পোষ্ট পেলে পোষ্ট দাতার প্রতি কৃতজ্ঞতা অবশ্যই জানাব।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

আপাতত আর চালিয়ে নয়ো সম্ভব না। লোড নিতে পাচ্ছি না অনেক ধরনের কাজের চাপে :(

তারপরও চেষ্টা থাকবে ফেসবুক গ্রুপে ভালো পোস্টের লিঙক সময়, সুযোগ পেলে শেয়ার করতে।

*কুনোব্যাঙ*, আপনার ভালো লেখার স্টাইলটা ধরে রাথবেন।

অনেক অনেক শুভ কামনা রইল ।।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

তামিম ইবনে আমান বলেছেন: অনেক কথাই বললেন। এবার বলেন জানুয়ারীর সংকলন টা কবে আসছে??;)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

এভাবে কষ্ট দেন কেন? :(

আপনার "ডুয়েল" নিয়ে পোস্টটা অনেক ভালো লেগেছে। কোয়ালিটি লেখাগুলো ব্লগারদের অনেক উপকৃত করে। চেষ্টা করবেন আপনার দারুন দারুন পোস্টগুলো নিয়মিতই আমাদের উপহার দিতে।

আপনার জন্যে রইল আন্তরিক মোবারকবাদ।।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

ইউসুফ খান বলেছেন: ওহ, মিস্টেক। আমি ভাবসিলাম ওটা এই মাসের সংকলনের লিঙ্ক।
তাহলে কি আর সংকলন করবেন না? :(

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

আসলে সামহোয়্যারে বর্তমানে নির্বাচিত পাতা যেভাবে সাজানো হয়েছে, তাতে আর সংকলন পোস্ট-এর দরকার হবে বলে মনে হচ্ছে না। কারণ এখন আগের চেয়ে অনেক বেশি পোস্ট নির্বাচিত হচ্ছে। গত কয়েকদিন আমি খুব ভালো ভাবে নির্বাচিত পাতা খেয়াল করে দেখেছি।


আপনার কাছে অনুরোধ থাকবে, নিয়মিত লিখুন.....এবং অবশ্যই লিখার সময় "বাঁধ ভাঙ্গার আ্ওয়াজ"-এ টিক দিবেন। প্রথম পাতায় যেন আপনার পোস্ট প্রকাশিত হয়

মনে থাকে যেন X(

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পোষ্ট সংকলনের মতো একটা কঠিন কাজটা আপনি অনেক ভালোভাবেই সম্পন্ন করেছেন। আশা করি ভবিষ্যতেও এই কাজটা করবেন।

শুভ কামনা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

ভবিষ্যতের কথা বলতে পাচ্ছি না, তবে আপাতত সম্ভব না।

তবে বর্তমানে নির্বাচিত পাতা নিয়ে আমি সন্তুষ্ট। এটা অনুসরন করলেই আর সংকলন পোস্ট-এর দরকার পড়বে বলে মনে হয় না।

অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল।।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

rudlefuz বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক সময়ই আপনার অনেক ভালো পোস্ট মিস করে গেছি......যা কোনভাবেই ইচ্ছেকৃত ছিল না।

আশা করি ভবিষ্যতও নিয়মিতই লিখে যাবেন দারুন সব পোস্ট।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা।।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

আশিক মাসুম বলেছেন: আহারে জীবনে একটা লিখাও নির্বাচিত পাতায় গেলনা আফসুসু( ব্যাপক আফসুসের ইমু হবে) :( :(


আপনার পোস্টে ভাল লাগা এবং +++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

হই মিয়া, কি কন?!

সংকলন কইরা এমন অভ্যাস হইছে যে প্রথম পাতা আর নির্বাচিত পাতা নিয়মিতই দেখি....সাথে পেছনের পাতা্ও......

Click This Link নির্বাচিত পাতার এই লিংকের ১৩ নম্বর পোস্টটাতে (আপনার পোস্ট) আমি নিজে কমেন্ট দিসি নির্বাচিত পাতায় দেইখাই-ই।

তবে সত্যিই, সংকলন করলে আপনার পোস্টটা নির্ঘাত আনতাম। হাসতে হাসতে আমার চোখে পানি চলে আসছিল !

লিখে যান ভালো ভালো লেখা, নির্বাচিত হবেই।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রইল++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

আপনার প্রোপিকটা দেখে প্রথম দিকে মারাত্নক হাসি পেত, আর অবাক হয়ে ভাবতাম এমন নিক নেবার কারণ কি?!

যাইহোক দিনে দিনে অভ্যস্থ হয়ে গেছি।

অনেক কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন সব সময়।

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

বাউন্ডুলে হলেও ভালো লিখার স্বপ্ন যেন না হারিয়ে যায়।

আপনিও অনেক ভালো থাকুন সবসময়।।

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

ডক্টর এক্স বলেছেন: কৃতজ্ঞতা জানাচ্ছি । ভালো থাকবেন ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

আশা করি আপনার দারুন দারুন পোস্ট নির্বাচকদের দৃষ্টি এড়াবে না। আপনার একটা দারুন পোস্ট নির্বাচিত পাতায় না দেখে সত্যিই খুব মর্মাহত হয়েছিলাম।

চালিয়ে যাবেন আমাদের জন্যে।।

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্যে।।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

হাসান মাহবুব বলেছেন: সামুর মায়ায় আটকায় গেসেন। আমার মত।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

ঠিকই বলছেন, মায়া বড্ড কঠিন জিনিস :(

হাসান, আপনার মতো অনুপ্রেরণাদায়ী সিনিয়র ব্লগার সত্যি কমই আছে।

আশা করবো, জুনিয়রদেরকে অনুপ্রেরণা দিতে সিনিয়র ব্লগাররা কাপর্ণ্য করবেন না।

আপনার লেখাগুলো্ও নতুনদেরকে অনুপ্রেরণা দিতে যথেষ্টই এগিয়ে থাকবে।

অনেক ভালো থাকুন ....শুভকামনা নিরন্তর।।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

আশিক মাসুম বলেছেন: হায় হায় ধরা খাইছি :#> :!> :-P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

আরজু পনি বলেছেন:

জি জনাব, নগদে B-))

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: স্বজনপ্রীতি পরিহার করেই পোস্ট নির্বাচন করবেন - স হ ম ত !

শুধু সংকলন না যে কোন ব্যাপারেই মাল্টি নিক কে পাত্তা না দেয়াই ভালো !

সংকলন পোস্ট চলুক - আপনে না পারলে অন্য কেউ দিক - কারণ সংকলন পোস্টের মাধ্যমে অনেক না পড়া ভাল পোস্টের সন্ধান পাওয়া যায়!

অট -আরেকটা ব্লগে কয়েকটা সংকলন পোস্ট করছিলাম , চাইলে লাস্ট সংকলনটা ঘুরে দেখে আসতে পারেন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

আমি কিন্তু মাল্টিদেরকে পাত্তা দেই। কেননা আক্রমনাত্নক মাল্টিদরে কাছ থেকে অনেক কিছু শেখা যায় ;)

আর নির্বাচিত পাতা মনে হচ্ছে আগের চেয়ে বেশি কার্যকরী হয়েছে।
পোস্ট নির্বাচকরা ঠিকমতো দায়িত্ব পালন করলেই হয়।।


লিংকটা দেবার জন্যে অনেক ধন্যবাদ । তবে ওটাতো চতুরের :(


অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অনুপম অনুষঙ্গ বলেছেন: অামি নতুন। িকচু বুঝিনা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

আরজু পনি বলেছেন:

তাই............!

আপনি একটা কলেজে পড়ান তাই না?

একবার গবেষনা নিয়ে পোস্ট দিসিলেন....স্মৃতি যদি বেইমানি না করে...

বুঝে যাবেন...চোখ, কান খোলা রাখুন, হাতের লেখা চালু রাখুন।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে।।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: এই কয়টা মাস ধরে আপনি অনেক কষ্ট করেছেন আপু। আপনাকে ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

আরজু পনি বলেছেন:

কিছুক্ষণ আগে আপনার দারুন একটা পোস্ট সম্ভবত প্রথম পাতায় দেখলাম, আপনাদের মতো ব্লগাররাই সকল ব্লগারের ভরসা। চালিয়ে যাবেন আপনার দারুন লেখনি।

আপনি সত্যিই উৎকৃষ্টতম বন্ধু।।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

রীতিমত লিয়া বলেছেন: অনেক সময় কিছু ভাল পোষ্ট নিররাবচনী পাতায় যায় না বলে একদিন মন খারাপ করে বলছিলাম এক সহ ব্লগারকে। তিনি বললেন আমাকে টাইম বুঝে পোষ্ট দিতে অর্থাৎ মডুরা যখন থাকবে তখন পোষ্ট দিব।

তারমানে সামুতে এসে ব্লগিং শিখার আগে ব্লগারদের 'টাইমিং' শিখতে হবে। নিজের সময় অনুযায়ী দেওয়া মানে পোষ্ট মূল্যায়িত নাও হতে পারে। ব্যাপারটি খুবই হতাশাজনক। একজন ব্লগ দাঁতার পোষ্ট মূল্যায়িত হওয়ার অধিকার আছে। তাই মডুদের সহযোগীতা কামনা করছি। যদি মডু সংকট পড়ে থাকে তবে আরো মডু ভাই-বোনদের নিয়োগ দেওয়া হোক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

আরজু পনি বলেছেন:

আমার কাছে কিন্তু তেমন মনে হয়নি কখনো। আমি ভোরেও পোস্ট পাবলিশ করেছি। সেই পোস্ট দেরীতে মানে সকাল ১১টার দিকে নির্বাচিত পাতায় গেছে। কাজেই সময় কোন ব্যাপার না।

লিখতে থাকুন নিজের মতো করেই। আশা করা যাচ্ছে নির্বাচিত পাতার যে সীমাবদ্ধতা ছিল তা এখন আর থাকবে না।


হতাশ হবার কিছু নেই....আশায় জাগুন....আশায় থাকুন।

অনেক অনেক শুভকামনা রইল।।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

না পারভীন বলেছেন: কোন দিন ও নির্বাচিত হবে না ,পনি আপুরও কখন ও এই নয়া ব্লগারের লেখা পড়া হবে না :||

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

হাহাহা


এটা কিন্তু ঠিক নয়। আমি ক্রমানুসারে পাতাও সমান তালেই ফলো করি, যতোক্ষণ ব্লগে লগইন থাকি। তবে অনেক পোস্টেই নিরবে প্লাস দিয়ে চলে আসি সময় স্বল্পতার কারণে।

আর আমার কাছে অনুসারিত ব্লগের একটা লিস্ট আছে, ওটাতে আপডেটে আপনার নাম ঢুকে যাবে শিগগীরই :D

অনেক ভালো থাকুন। শুভকামনা সবসময়ের।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বন্ধুর (উৎকৃষ্টতম বন্ধু) মতো আমি কিন্তু আপনাকে ধন্যবাদ দিতে পারছিনা (অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছি, অনেক পরিশ্রম আর কষ্ট সহ্য করেছেন)।

সম্পাদনা একটা জটিল আর কঠিন কাজ। দুর্মুখোরা যাই বলুক। আবদুল্লাহ আবু সাঈদ স্যার পর্যন্ত সম্পাদনার কাজ বেশি দিন চালাতে পারেন নি। তবে তার আর্থিক ব্যাপার ছিল। ছাপা খরচ, বিক্রী হবে কিনা, লেখাগুলো সময় মতো সংগ্রহ করা, লেখা আদায় করা, লেখা বাছাই করা এই সব এতো সহজ নয়। এর চেয়ে আপনার কাজ অনেক সহজ। শুধু লেখা বাছাই করা। তবে মোবাইলে সব সময় চোখ রাখা, ভালো লেখাগুলো বাছাই করে আলাদা করে মাসিক ভালো লেখার সংকলনকে কোন অংশেই কঠিন কম বলে খাটো করা যায় না। তবে টেনশন তাদের তুলনায় অনেক অনেক কম। সময় সবচেয়ে বড় ব্যাপার। আপনি আপনার সময়ের সর্বোত্তম ব্যাবহার করুন।

(এই দিক থেকে একজন খুব ব্যতীক্রম ছিলেন। তিনি হলেন, কবি আনওয়ার আহমেদ। তিনি একটানা ৩৯ বছর রূপম মাসিক পত্রিকা প্রকাশ করেছেন। এর জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র তাকে সম্মানিত করেন। দুঃখের বিষয় হলো, ঠিক সেদিন রাতেই তিনি আকস্মিক ভাবে এপারের সকল মায়া ত্যাগ করে, নাফেরার দেশে যাত্রা করেন)

দেখেন আমি এই সংকলনের জন্য মুখিয়ে থাকতাম।

কারণ দুটি।
১. অফিসের ব্যস্ততার জন্য ভালো ভালো যে লেখাগুলো মিস হয়ে যেতো সেগুলো পড়ে নেয়ার সুযোগ এর চেয়ে ভালো এতদিন আর ছিলো না। আর এখন তো শেষ হয়ে গেল।

২. আমার দু- একটা লেখা সেই সংকলনে দেখে কী যে আনন্দ লাগতো। এতে আমার উৎসাহ দ্বিগুণ - তিন গুণ হয়ে লেখা গুলো ব্লগের দেয়ার উৎসাহ পেতাম। (সেই সময়ের লেখাই বোধ হয় সবচেয়ে বেশি আমার। এই জানুয়ারীতে পোস্ট সম্ভত সবচেয়ে কম।)

:( :( :( আবার একদিন এই সংকলন শুরু হবে এই প্রত্যাশায় রইলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

আরজু পনি বলেছেন:

আপনাকে চোখে পড়েছিল মুলত সক্রেটিসের পোস্ট থেকে। অনেক দারুন উপহার নিঃসন্দেহে।

সত্যি বলতে কি অভ্যাস হয়ে গেছেতো, আমার নিজেরও একটু সমস্যা হবে। এই সংকলনটা অনেকটা নিজের সঞ্চয়এর মতো মনে হতো। অনেকগুলো ভালো পোস্ট একসাথে থাকতো।

নিয়মিত লিখতে থাকুন, কম লিখলে গতি নষ্ট হয়ে যাবে।

অনেক অনেক শুভকামনা রইল।।

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
আক্রমণাত্নক মাল্টি নিকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞঃ

এই লাইন পড়ে হাসতে হাসতেই শেষ।

হামা ভাই আমাকে এখনও উৎসাহ দিলেন না।
প্রায় এক বছর হয়ে গেল আমার সামুতে ! :(
হামা ভাইয়ের অপেক্ষায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

আরজু পনি বলেছেন:

বোল্ড করা ওই লাইনটি আমাকে আক্রমনকারী প্রিয় মাল্টিদের উদ্দেশ্যে :P

হাসান নিশ্চয়ই বুঝতে পেরেছে, আপনার অনুপ্রেরণা লাগবে না, আপনি নিজেই একশত।

ব্লগ ডেতে দেখা হয়ে বেশ ভালো লেগেছে আপনার কর্ম চঞ্চলতা।
অনেক ভালো থাকুন আরমান। শুভকামনা সবসময়ের।।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

একজন আরমান বলেছেন:
@ রীতিমত লিয়াঃ

আমি এক সময় নির্বাচনী পাতা সব সময় নজরে রাখতাম।
আর নিজের লেখা ওই বিশেষ পাতায় গেলে খুব খুশী হতাম !
কিন্তু এখন ওই বিশেষ পাতায় ঢুকি না বললেই চলে !

তবে এটা অবশ্যই মানতে হবে যে নির্বাচকদের তো আর সব পোস্ট পড়া হয় না। কারণ কারো পক্ষেই ২৪/৭ ফ্রি সার্ভিস দেওয়া সম্ভব নয় !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আরজু পনি বলেছেন:

আমি কিন্তু গত দুতিন দিন থেকে খেয়াল করছি। নির্বাচিত পাতাকে এখন সত্যিই বেশ ভরসা করা যায়।


দেরী করে হলেও ভালো পোস্ট নির্বাচিত পাতায় আসছে এবং প্রথম পাতায় ১৫ টি নির্বাচিত পোস্ট শোভা পাচ্ছে। এটি কিন্তু সত্যিই আশা জাগানো।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

মামুন রশিদ বলেছেন: আশা জাগানিয়া সংকলন পোস্টের প্রতি শুরু থেকেই একটা মমতা চলে এসেছিলো । আমি ব্লগিংয়ে মোটামোটি নিয়মিত হওয়ার সময় থেকেই এই চমৎকার সংকলন পোস্ট নিয়মিত আসতে থাকে, যার প্রতিটা সংখ্যায় আমার লেখা স্থান পেয়েছে । তাই এটি আমার মত একজন নতুন ব্লগারের কাছে একটা বিশাল অনুপ্রেরনা হয়ে উঠে ।

নতুন সংকলন পোস্ট আর লিখবেন কিনা জানিনা, তবে এর প্রতি আমার মমতাটা থেকে যাবে সব সময়ই । শুভ কামনা রইলো আপু :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

আরজু পনি বলেছেন:

আপনার বিভিন্ন ধরনের ভালো ভালো পোস্ট দেয়া আশা করি চালিয়ে যাবেন।

আপাতত প্রতি মাসে সংকলন পোস্ট দেবার মতো অবস্থায় নেই।

আপনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন তবে আমার সব পরিশ্রম সার্থক।

একজনও যদি অনুপ্রাণিত হয়ে থাকে তবেই আশা জাগানিয়া সংকলন সার্থক বলে মনে করি।

সংকলন না হলেও ভালো পোস্টে সময় থাকলে আর চোখ এড়িয়ে না গেলে আশা জাগানো চলবে নিয়মিতই।

অনেক কৃতজ্ঞতা এবং শুভকামনা সব সময়ের জন্যে।।

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

ইয়ার শরীফ বলেছেন: এই কয়টা মাস ধরে আপনি অনেক কষ্ট করেছেন আপু। আপনাকে ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

আরজু পনি বলেছেন:

তারপরও সংকলনে অনেক ভালো পোস্টই মিস হয়ে যেত। আশা করি এখন নির্বাচিত পাতা থেকেই আপনাদের প্রত্যাশা পূরণ হবে।

অনেক অনেক শুভ কামনা থাকল ইয়ার শরীফ।।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সামু.......দি ব্লগ......আপনার জন্য কষ্ট সাধ্য কিন্তু আমার মত ব্লগারের জন্য আনন্দ দায়ক.............ধন্যবাদ............

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

আরজু পনি বলেছেন:

আপনার পড়ার গতি আরো অনেক বাড়াতে হবে, আমি অল্প সময়ে আরো বেশি পোস্ট পড়তে চাই। তাই অতৃপ্তি থেকে যায়, চাইল্ওে অনেক পোস্ট মিস হয়ে যায়। তাই কষ্ট.......

তবে আনন্দদায়কতো বটেই।।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: লিংক তো চতুরের সেজন্যই তো বললাম - অট এবং উল্লেখ করলাম আরেকটা ব্লগে :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

আরজু পনি বলেছেন:

চতুরে কমেন্ট করে এসেছি ;)

কাজটা ভাল করেছেন। উপস্থাপনটা সুন্দর হয়েছে।

অনেক ধন্যবাদ আপনাকে আবারো।।

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ভিয়েনাস বলেছেন: এই কয়েক মাস আপনি সংকলন পোস্ট করার জন্য অনেক খেটেছেন তার জন্য সাধুবাদ জানাই। তবে এই কষ্টা কমানোর জন্য যদি কয়েকজন নিয়োমিত ব্লগার দ্বারা প্রতি মাসে একটি সংকলন পোস্ট করা যায় তাহলে কিন্তু মন্দ হয়না। আশা করি ভেবে দেখবেন :)

আপু আপনার জন্য শুভ কামনা রইলো

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আগে নাকি এরকম একটা উদ্যোগ ছিল। গ্রুপে সংকলনের কাজ করা হতো। দেখা যাক তেমন কিছু করা সম্ভব কি না।।

আপনিও অনেক ভালো থাকুন।

অনেক অনেক ধন্যবাদ ভিয়েনাস।।

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন:
সংকলন দেয়া কি তবে বন্ধ হয়ে যাবে ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

আরজু পনি বলেছেন:

আমার পক্ষে আপাতত সম্ভব না :(

আর নির্বাচিত পাতা এখন সত্যিই বেশ নির্ভরযোগ্য হয়ে উঠেছে। আশা করি নির্বাচিত পাতাই আমাদের চাহিদা পুরণ করতে সক্ষম হবে।।

অনেক ভালো থাকুন পাইলট।।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সিরিজটা চালানোটাই ভালো হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

আরজু পনি বলেছেন:

আপাতত আর পেরে উঠছি না :(

আপনাদের মতো যারা দায়িত্ব নিয়ে লিখেন, তাদের সবার জন্যে রইল অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

একজন আরমান বলেছেন:
হা হা।

ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

আরজু পনি বলেছেন:

আপনিও অনেক অনেক ভালো থাকুন....সর্বদাই।

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

অনন্ত আরেফিন বলেছেন: ধন্যবাদ আপনাকে সহ আর যারা যারা সামুতে পোস্ট গুলো সংকলনের চেষ্টা করেছিলেন তাদের সবাইকে।

".নির্বাচিত পাতায় শেষ যে সময়ের পোস্ট থাকবে, অনুগ্রহ করে তার ঠিক পরের সময় থেকে যদি পোস্টগুলো চেক করেন এবং সেগুলো থেকে ভালো পোস্ট নির্বাচিত করেন তবে কোন ভালো পোস্টই নির্বাচিত পাতা থেকে বাদ যাবে না।"

এ বিষয়টা বেশি জরুরী। বিশেষ করে রাত ১২ টার পরে যদি কোন নির্বাচক না থাকেন তখন মাঝ রাতের সময় পাব্লিশ হওয়া পোস্ট গুলো আর সকালের নির্বাচিত পাতায় দেখা যায়না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

আরজু পনি বলেছেন:

নির্বাচকরা আশা করি এই বিষয়টা খেয়াল করবেন।

উমহু, বেশি রাতের পোস্টও নির্বাচিত পাতায় দেখা যায় কিন্তু, হয়তো বেশি পোস্টের চাপে অল্পক্ষণ থাকে। কিন্তু বর্তমান নির্বাচিত পাতায় ভালো পোস্টগুলো গত কয়দিনে মিস হতে মোটেও দেখি নি।

আমি খুব ভালো করে দৃষ্টি রাখছি, নির্বাচকরা কি করে দেখতে.....


অনেক অনেক ভালো থাকুন অনন্ত, আর ভার্সিটি এলাকার বিশেষ বিশেষ সংবাদগুলো কিন্তু আমাদের সাথে পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারেন।

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনাকে অভিনন্দন সঙ্কলনের সুকঠিন কাজটা এত দিন করার জন্য।

শুভকামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

আরজু পনি বলেছেন:

সুন্দর সুন্দর কবিতা উপহার দেবার জন্যে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ.....


আবার আমার তোতলামো শুরু হয়ে গেল :P

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

আমিনুর রহমান বলেছেন: অনেক কষ্ট সংকলন করা কিন্তু তাও করে যেতে হবে .........

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

আরজু পনি বলেছেন:

এটা একজনের পক্ষে সম্ভব না। আর যে পরিনাম পোস্ট আসে তাতে যদি ক্যাটাগরী ভিত্তিক একেকজন দায়িত্ব নেয়, তবে পুরো মাসের প্রতিচ্ছবি আনা সম্ভব।

আমার পক্ষে আপাতত সম্ভব না।

নভেম্বরে আপনার সহযোগিতার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল।
আশা করি সামনের সময়গুলোতেও ভালো কাজে নিজের তাগিদেই থাকবেন।

অনেক ভালো থাকুন আমিনুর।।


৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

মাক্স বলেছেন: অনেক অনেক কিছু জানলাম।
হাসান মাহবুব ভাইয়ার কাছ থেকে যে পরিমাণ উৎসাহ পাইসি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

আরজু পনি বলেছেন:

সিনিয়র ব্লগাররাই পারে যারা ভালো লেখে তাদের উৎসাহ দানের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে।

অনেক অনেক ভালো থাকুন মাক্স।।

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

মহামহোপাধ্যায় বলেছেন: গত কয়েকটা মাস আপনি অনেক কষ্ট করেছেন। সাধুবাদ এবং কৃতজ্ঞতা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

আরজু পনি বলেছেন:

নিয়মিত অনুপ্রেরণা যুগিয়ে যাবার জন্যে আপনাদের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই।

অনেক শুভকামনা রইল মহামহোপাধ্যায়।।

৩৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

অস্থির ভদ্রলোক বলেছেন: নতুন অনেকেরই ভরসা এই নির্বাচিত পাতাই।




হয়তো অনেকেই বা কেউ কেউ আছেন তবে আমি ব্লগার হাসান মাহবুবের কথা উল্লেখ না করেই পারছি না, তিনি নতুন ব্লগারদের, ওয়াচে থাকা ব্লগারদের যেভাবে উৎসাহ দিয়ে থাকেন তা অনেক সিনিয়র ব্লগারদেরই দেখি না।



আপু আমি নতুন ব্লগার। আমি আপনার সাথে ১০১ ভাগ সহমত প্রকাশ করছি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আরজু পনি বলেছেন:

নতুনরা নষ্ট স্রোতে নিজেদের ভাসিয়ে দিবেন না...অনুরোধ রইল। নিজের অবস্থান নিজেকেই তৈরী করে নিতে হয়....

ভালোর পাশে অনেককেই এখনো পাবেন ...এ জোর দিয়েই বলতে পারি।

অনেক শুভকামনা রইল।।

৩৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আবার শুরু করলে আই ক্যান হেল্প ইউ, ফিল ফ্রি টু আস্ক মি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আরজু পনি বলেছেন:

আপাতত সংকলনের চিন্তা করছি না।

তবে আপনার কথা মাথায় রইল।

অনেক ভালো থাকুন স্বর্না।।

৩৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮

শের শায়রী বলেছেন: শুনুন ম্যাম, আপনার এই সংকলন দেখলাম, কি অসাধারন কাজ এই টুকু বুজার উপলদ্বি আমার আছে। বলুন আর কেউ কি এরক ম উদ্দ্যেগ নিয়েছে? মনে হয় না। সুতারাং প্লিজ বন্ধ করবেন না। অন্য সিনিয়রদের কথা তাদের কে বলব আপনাকে বলি আপনার কথা, আপনার কমেন্ট গুলো আমার মত সবে জন্ম হওয়া দু দিনের ব্লগারদের (যদি ব্লগার বলে) কি পরিমান উৎসাহিত করতো সে আপনি ধারনা করতে পারবেন না তাই তো নিরবিচ্ছিন্ন কি বোর্ড টিপে যেতাম।

তাই বলছিলাম কি যদি অনুমতি দেন, এই ধরনের কাজ প্লিজ বন্ধ করবেন না। ভাল থাকুন সতত। শুভেচ্ছা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

আরজু পনি বলেছেন:

যতদিন ব্লগে আছি চেষ্টা থাকবে ভালো লিখিয়েদের পাশে সবসময়ই থাকতে।

আপনার অসাধারণ লেখাগুলো সামহোয়্যারের সম্পদ হচ্ছে.....চালিয়ে যান এই পথ চলা।

অনেক অনেকই শুভকামনা খাকলো ।।

৩৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২২

মাহবু১৫৪ বলেছেন: প্রতি মাসের শুরুতেই আপনার এই পোস্টটার অপেক্ষায় থাকি। কবে আসবে সেই কাংক্ষিত পোস্ট!

আপনি যে পরিশ্রম এবং সময় দিয়েছেন তা আসলেই অনেক প্রশংসা দাবী রাখে।

এই কাজ আপনি থাবাবেন না এটাই আমাদের কামনা।

হয়তো আপনার কাজে সরাসরি সহযোগিতা করতে পারছি না কিন্তু সবসময় এই কাজে আপনার সাথে আছি।

ভাল থাকুন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

আরজু পনি বলেছেন:

আপাতত আসলেই সম্ভব না :(

অনেক বেশি লোড যাচ্ছে কাজের !

তবে আপনাদের অনুপ্রেরণায় কৃতজ্ঞতা থাকবে সবসময়ই।

৩৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: !:#P !:#P !:#P হাসান মাহবুব !:#P !:#P !:#P

লিজেন্ড...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

আরজু পনি বলেছেন:

হাসান মাহবুব সত্যিই অনেক বড় মনের মানুষ!

৪০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

আশিকুর রহমান অমিত বলেছেন: 'সিনিয়র ব্লগাররা একটু ভেবে দেখবেন, আপনার উপস্থিতি একজন নতুন বা জুনিয়র ব্লগারকে অনেকই অনুপ্রাণিত করে ভালো লিখতে 'এই কথাটার জন্য হাজার খানেক লাইক :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

আরজু পনি বলেছেন:

আশা করি সিনিয়র ব্লগাররা বিষটি খেয়াল করবেন। অবশ্য অনেকেই কিন্তু বেশ আন্তরিক নতুনদের ব্যাপারে।

ভালো থাকুন আশিক।।

৪১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

কয়েস সামী বলেছেন: মিথ্যে যদি বলতে না চাই তবে বলতেই হয় এই সংকলন পোস্টের অপেক্ষায় থাকতাম অধীর হয়ে। নির্বাচিত পাতা ঠিক আছে, তাই বলে সংকলন পোস্টের সাথে এর তুলনা চলে না। অপেক্ষায় থাকতাম, অপেক্ষায় থাকব।শুভ কামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

এভাবে বললে দূর্বল হয়ে যাই :(

আশা করি, আপনার ভালো লিখা চালিয়ে যাবেন।

অনেক অনেক শুভকামনা রইল।।

৪২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

তুহিন সরকার বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও গুগল ডুডল সম্পর্কে প্রচারণা চালাতে নিচের লিংকে ক্লিক করুন।
Click This Link

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

খুব ভালো লাগছে....পরের পোস্টটি দেখে। একই শিরোনাম দেখে প্রথমে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম।

আসছি শিগগীরই....অনেক অনেক কৃতজ্ঞতা রইল।।

৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার ছিল। আমি জানি এই কাজটা অনেক কষ্টের। শতশত পোস্ট থেকে কিছু ভাল লেখা বের করে আনা মুখের কথা নয়। তারপরও অনুরধ থাকবে- প্লিজ, আপনি এটা স্টপ করবেন না। এগিয়ে যান। পাশেই আছি ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

আপাতত আসলেই সম্ভব না :(

আমি বহুমুখি কাজের চাপে আছি!

আপনাদের মতো যারা নিয়মিত ভালো লিখেন তারা চালিয়ে যাবেন আপনাদের লিখা।

অনেক অনেক শুভকামনা রইল নাজিম।।

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

শহিদুল ইসলাম বলেছেন: সংকলন পোস্ট করতে নিশ্চয়ই খুব কষ্ট !

এবং আপনি অবলীলায় তা করেন !

অনেক অনেক শুভেচ্ছা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

সবসময় পাশে থাকার জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা শহিদুল।

ভালো থাকুন সবসময়ই।।

৪৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

নক্ষত্রচারী বলেছেন: আশা জাগাবে কে এখন ?? :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
সংকলন হবে না তো কি হয়েছে?!

যে আশা জাগানোর সে সংকলন ছাড়াও আশা জাগাবে। :)

অনেক অনেক শুভেচ্ছা রইল নক্ষত্রচারী।

৪৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব ভালো কাজ করছেন। অনেক ধন্যবাদ আপু।

নির্বাচিত পোষ্ট ছাড়া কমেন্ট করেন না?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

নির্বাচিত পাতা, ক্রমানুসারে পাতা, অন্যের প্রিয় পোস্ট, পুরনো আমলের পোস্ট সবতাতেই কমেন্ট করি....তবে কোন ইস্টিশান নাই আর কি! :|
যখন যেদিকে হুটহাট মনে হয়, পড়ে লাইক দিয়ে নিরবে চলে আসি, কখনো লাইক দেবার মতো হয় না, সেটা বোঝাতেই ইনডিরেক্টলি বলে আসি....আমি ঠিকঠাক কোন কিছু মেনে ব্লগিং করি না :(


তবে আমার ব্যক্তিগত একটা অনুসারিত লিস্টি আছে ওটা আপডেট হচ্ছে...আলসেমী সহকারে ;)


অনেক অনেক শুভকামনা রইল দায়িত্ববান নাগরিক।।

৪৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

শামীম আরা সনি বলেছেন: আমিও ভাবছিলাম আপনার সংকলন পোস্ট আর আসছে না কেন :(

সংকলন পোস্ট না দিন কিন্তু অবশ্যই পাশে থাকবেন অন্যান্য বিষয়ে পোস্ট দিয়ে।

সামুকে ভালোবাসি তাই সামু থেকে মাঝখানে দেড় দুই বছরের মত দূরে থেকেও আবার ফিরে এসেছি। আমি প্রায় কি ভাবি জানেন?

হয়ত ব্যস্ততা হয়ত ক্যারিয়ারের প্রয়োজনে কখনো কখনো সামু থেকে দূরে থাকতে হতে পারে, কিন্তু এই সামুতে যেন লিখতে পারি আজ থেকে ১০/২০/৩০ বছর পরেও :)

ভালো থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন:

সনি, আপনার সাহসী উচ্চ কন্ঠ ধরে রাখবেন, কোন প্রতিকুলতায়ই কন্ঠ নামাবেন না।

জীবনে ব্যস্ততাতো থাকবেই, তারই ফাঁকফোকর গলে ভালোবাসার সামুর কাছে আসা।

অনেক অনেক শুভকামনা রইল।।

৪৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: sonkolon e nijer post thaka maney daroon akta bapapar...howrer par thekey comment dilam...blogger der utsaho deyar khetrey ata khub e guruttopurno

arjoponi valo thakben

ami kinto kontokahoto....pa thekey puj ber hoyechhey so much pain ful

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

আরজু পনি বলেছেন:

যতোটুকু বুঝলাম, দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসুন।

আর ভালো থাকুন নিরন্তর।।

৪৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

ইনকগনিটো বলেছেন: আপনার সংকলন পোস্টগুলো নতুন এবং পুরাতন, সব ব্লগারদের জন্যই নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলো। ভবিষ্যতে ব্যস্ত না থাকলে সংকলন গুলো চালিয়ে চেষ্টা করার জন্য অনুরোধ করলাম। যদিও জেনেছি আপনার ব্যস্ততার কথা। যদি পারেন, করবেন আরকি। না পারলে তো কিছু করার নাই। তবে মিস করবো।

আর নির্বাচনী পাতা নিয়ে কথাগুলো সুন্দর বলেছেন। আমি আরেকটু বলি, একটা জিনিস মাঝে মাঝেই খেয়াল করেছি যেটা, ধরুন দুপুর ৩ টা থেকে নির্বাচনী পাতা আপডেট হয়নি। দেখা গেলো ৮ টা পর্যন্ত নো আপডেট। মাঝ থেকে ৮ টার দিকে কোন একজন নির্বাচক একটি পোস্ট নির্বাচিত করে দিলেন। হয়তো লেখক নিজেই নির্বাচক। তিনি কিন্তু পিছনের ৫ ঘণ্টার পোস্ট নির্বাচন করেন নি। দেখা গেলো, ওই ৮ টার নির্বাচনী পোস্ট এর পরে নির্বাচনী পাতায় পোস্ট আপডেট হয়েছে, পিছনের ৫ ঘণ্টার দিকে কেউই খেয়াল করেনি। একটা গ্যাপ তৈরি হয়ে গেলো।

আবার এমনও দিন গিয়েছে, যেদিন দুপুরের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কোন পোস্ট ই নির্বাচিত হয়নি! বরং পরদিন সকাল থেকে আবার নির্বাচিত পাতা আপডেট হয়েছে।

এমন কিছু অসামঞ্জ্যস্যতা চোখে পড়েছে, বিধায় জিনিসটা বললাম। আপডেট এর সময় দেখে নির্বাচকরা অনেক সময়ই আর পেছনের পোস্ট দেখেন না। না দেখাটাই স্বাভাবিক। কারন তারা ভাবেন, অন্য কেউ নিশ্চয়ই দেখেছে। কিন্তু অন্য কেউ যদি পেছনের ঘণ্টার পোস্ট না দেখে হঠাৎ করে নিজের পোস্টখানা সিলেক্ট করেই উধাও হন, তাহলে তো সমস্যা। আমার মতে, হাতে সময় থাকলে আপডেট এর সময়ের হিসাব অনুযায়ী না এগিয়ে মানসম্পন্ন পোস্টগুলির দিকে বেশি গুরুত্ব দিলে ভালো পোস্টগুলি নির্বাচনী পাতা থেকে আর মিস হবে না। নির্বাচনী পাতায় আসা পোস্ট অবশ্যই অনেক ভালো। কিন্তু কিছু ভালো পোস্টও মাঝে মাঝেই নির্বাচনী পাতায় আসে না। সেদিকে বেশি না, আর একটু সজাগ দৃষ্টি দিলেই ভালো হয়।


যাই হোক, ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

আরজু পনি বলেছেন:

আশা করছি নির্বাচিত পাতা বর্তমানে সকল ব্লগারদের কাছেই গ্রহণযোগ্য হবে।


অনেক সুন্দর বলেছেন, ভালো থাকুন ইনকগনিটো সবসময়ই।।

৫০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

জাহিদ হাসান বলেছেন: হিটের থেকে গঠনমূলক লেখাকে সংকলনে এগিয়ে রাখতে হবে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

আরজু পনি বলেছেন:

তাতো অবশ্যই।

ভালো লেখাই গুরুত্ব পাবে সর্বাগ্রে।।

অনেক ভালো থাকুন জাহিদ।।

৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর রহমান বলেছেন: অনেক কষ্ট সংকলন করা কিন্তু তাও করে যেতে হবে .........

সহমত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:

আমার পক্ষে আপাতত সম্ভব না :(

৫২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

সপ্নাতুর আহসান বলেছেন: আপনার কাজটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমি জ্ঞান দেব না জাস্ট এটুকু অনুরোধ করব যাতে সবাইকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং কারো একটি মাত্র পোস্ট দেখে বিবেচনা না করে সবগুলো পোস্ট অব্জারভ করা হয়। জানি কাজটা কষ্টসাধ্য। ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

আরজু পনি বলেছেন:

আসলে যখন সংকলন করতাম তখনচেষ্টা করতাম একজন ব্লগারের পুরো মাসের পোস্ট দেখে ভালোটাই আনতে।

অনেক অনেক ভালো থাকুন আহসান।।

৫৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

সবুজ মহান বলেছেন: জানতাম বেশীদিন সংকলনটা চলবে না .............. :(


অপর বাস্তবের খবর কি ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

আরজু পনি বলেছেন:

আসলে এতো লম্বা সময় ধরে একার পক্ষে এই লোড টেনে নেয়া সম্ভব না, যেখানে আমাকে ঘরে-বাইরে আরো অনেক দায়িত্ব পালন করতে হয়!



আমি খবর পেলে আপনাদের পোস্ট দিয়ে জানিয়ে দিব।

অনেক ভালো থাকুন সবুজ।।

৫৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: এইডা কেমন তরা কতা কন আফা B:-) জানি সংকলন পোষ্ট দেওয়া ব্যাপক কষ্টের , ঠিক ঠিক মতন ব্লগে আইতে পারিনা তাই ভালো পোষ্ট গুলা মিস হয় , কিন্তু আপনার সংকলণ পোষ্ট থেকে মোটা মুটি অনেক ভালো ভালো পোষ্ট পাওয়া ্যায় , এখন আমাডেড় কি হোপে । ব্যস্ততার কারণে আপনি সংকল পোষ্ট না দিতে পারলে অন্য কাউরে ঠিক করা দিয়া যান ;) ;) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

আরজু পনি বলেছেন:

:(


কারে ঠিক করবো বলেন, যে করবে...ভালোবেসেই করবে। নিজ দায়িত্ব নিয়েই করবে....

অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে।।

৫৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

যুবায়ের বলেছেন: জানুয়ারীর সংকলনের অপেক্ষায় রইলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

আরজু পনি বলেছেন:

:( :((

৫৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে চতুরেও ব্লগিং করেন নাকি? পোস্টে আপনার কমেন্ট দেখলাম নাতো ---

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

আরজু পনি বলেছেন:

চতুরে একটা নিক আছে, একটা পাবলিশ করা পোস্টও আছে। তবে গতদিন কমেন্ট করেছি ফেসবুক থেকে B-)

৫৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

জাকারিয়া মুবিন বলেছেন: আমিও নতুন ব্লগার। উৎসাহ দিবেন না আমাকে!!

গত কয়েকদিন থেকে কেন যেন উৎসাহ পাচ্ছি না।

:(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

আয় হায় বলেন কি?!

শিগগীরই উৎসাহ দিতে আসছি :D

৫৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

আমি বাঁধনহারা বলেছেন:

আপনার পোস্ট পড়তে গিয়ে
হারিয়ে ফেলি সব কথা!!
আপনি অনেক কষ্ট করেছেন
তাই জানাচ্ছি কৃতজ্ঞতা।

আপনার প্রতিটি কাজে
আসুক সফলতা।
এ দো'য়া করে শেষ করছি
আমার কবিতা।

ভালো লাগল+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

আরজু পনি বলেছেন:

আপনি এমন দারুন করে যখন তখন কবিতা লিখে ফেলেন যে, বেশ ভালো লাগে।

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্যে।।

৫৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: আপু আমার কমেন্ট সরানোর মানে বুঝলামনা আমার দুষ কি ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

আরজু পনি বলেছেন:

আপনার কমেন্ট সরাইনি তো!!!!

১ থেকে ১০০ তে দেখুন অথবা সংকলন পোস্টের সংকলন-প্রিয় পোস্টে একটা কমেন্ট সম্ভবত দেখলাম।

ধন্যবাদ।।

৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

ঐকতান০০৮ বলেছেন: দারুন জিনিস করেছেন। এটা তো নতুন পুরান সবার জন্য লাগবে! আমার মনে হয় এই গুলো যারা নতুন ব্লগিং করতে আসবে তাদের অনেক কাজে আসবে। তারা ভালো ব্লগ পড়তে পারবে। ভালো লেখা পড়তে পারবে।

আমি প্রিয়তে নিসি।


০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ঐকতান.....
আশা করি আপনার কাছ থেকে ভাল ভাল লিখা উপহার পাব।


ভালো থাকুন সবসময়।।

৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর একটি উদ্যোগ যা সবসময় ই স্বাগত জানাই।যে কোনো দরকারে সহব্লগার হিসেবে পাশে আছি।শুভকামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চেয়ারম্যান....আশা করবো সবসময়ই ভালোর পাশে থাকবেন।

ভালো থাকুন সবসময়।।

৬২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: আপু আমি ২০১০ থেকে ব্লগ জগতে মাসুদ রানা ৮২ ক শিরোনামে
দীর্ঘ ১১ মাস আমি ৯২ টি পোস্ট দেই । সাহিত্যর একটা বিরাট অংশ
গল্প , কবিতা , নাটক , উপন্যাস , গান ও অনেক রচনা ।
কিছুদিন অসুস্থতায় বিছানায় ছিলাম ২ মাস পরে নিল খুলে দেখি
আমার ওয়েবসাইট হ্যাক ।

আবার পরিবেশ বন্ধু নামে নতুন নিক খুললাম , উদ্ধার করলাম আমার
সব কিন্তু ভাল ভাল বেশ কয়েকটা গুরুত্ত পূর্ণ পোষ্ট উদাও , প্লিজ আপু
পরামর্শ সহায়তা চাই , আর ধুলাভাই তো আমাকে চিনবেইনা দেখা
হলে কান মলে দেব কিন্তু , শুভকামনা সবসময় ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

আপনার ভালো লিখা, প্রাসঙ্গক এবং গঠনমুলক মন্তব্যই আপনাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলবে।


ভালো থাকুন অনেক অনেক।।

৬৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

কাউসার রুশো বলেছেন: জানুয়ারি মানের সংকলন আসবে না??
শুভকামনা থাকলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

আরজু পনি বলেছেন:

আপাতত আর সম্ভব নয় :(


আপনি ও অনেক অনেক ভালো থাকুন প্রিয় ব্লগার।।

৬৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

যাযাব৮৪ বলেছেন: পরেরটার জন্য ওয়েট করতেছি.......ভাল থাকুন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

আরজু পনি বলেছেন:

:(

আপাতত সম্ভব না।

আপনিও অনেক ভালো থাকুন।।

৬৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

ইখতামিন বলেছেন: একবিংশতম ভালো লাগা.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ইখতামিন।
ভালো থাকুন সবসময়।।

৬৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

সালমাহ্যাপী বলেছেন: ধুর আপু এইটা কি বললেন???

আসলে ব্যস্ততা অনেক বড় একটা ব্যাপার। ব্যস্ত হয়ে গেলে কিছুই করার থাকেনা।

তারপরও বলবো আপনার সেই ধারাটা কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

আরজু পনি বলেছেন:

আপনাদের অনুপ্রেরণাই আমার ব্লগিং এর এগিয়ে যা্ওয়া।
আপাতত আসলেই সম্ভব না।

লিখে যান নিজের মতো।
অনেক অনেক শুভকামনা রইল সালমা।

৬৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

ফারিয়া বলেছেন: আমদের ব্লগকে আমরাই জীবিত রাখব! আপনাকে অনেক ধন্যবাদ, আর আমারও অনেক পড়ালেখা বাকি আছে দেখছি! :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আমাদেরকেই জীবিত রাখতে হবে......
আর পড়ালেখার কি শেষ আছে!


অনেক ভালো থাকুন ফারিয়া।।

৬৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

নেক্সাস বলেছেন: হাসান মাহবুবের কথা উল্লেখ না করেই পারছি না, তিনি নতুন ব্লগারদের, ওয়াচে থাকা ব্লগারদের যেভাবে উৎসাহ দিয়ে থাকেন তা অনেক সিনিয়র ব্লগারদেরই দেখি না


সহমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

আরজু পনি বলেছেন:

নেক্সাস সিনিয়র ব্লগার হিসেবে আপনার উপরও এই দায়িত্ব বর্তায়! ;)


অনেক অনেক ভালো থাকুন, আর লিখে যান দারুন দারুন গদ্য, পদ্য।।

৬৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

লেখোয়াড় বলেছেন:
??
ব্যস্ততা ও ধৈর্য়্যের মধ্যে পার্থক্য আছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন:

আপনার প্রশ্নবোধক চিন্হ আমার মাথায় হাতুড়ি পিটা করলো :(

৭০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

নেক্সাস বলেছেন: আমি কোন সিনিয়র ব্লগার নারে বইন। ইভেন ব্লগারও না। তবে আমি আমি যখনই সময় পাই সবার ব্লগে যাই। আমার কোন আলাদা প্রিয় নাই। সবাই আমার প্রিয় ব্লগার....

আপনাদের উদ্যেগ সবসময় প্রশংসার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
যেদিন ব্লগে রেজিস্ট্রেশন করেছেন সেদিন থেকেই ব্রগার ;)

তবে এই যে সবার ব্লগে যা্ওয়ার যে কথাটা বললেন এটা সত্যিই প্রশংসনীয়।

এটা্ও অনেকে পারে না।

দোয়া করবেন যেন সব সময়ই প্রশংসনীয় কা্জই করতে পারি।
অনেক কৃতজ্ঞতা রইল।।

৭১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

অথৈ সাগর বলেছেন:
সংকলণ পোষ্ট হচ্ছে অনেকটা থ্যাংকস লেস জব । কোন ভাবেই আপনি সবাইকে সন্তস্ট করতে পারবেন না। যতই ভাল হোক, কেউ না কেউ সমালোচনা করবেই। তার পরও যারা কষ্ট করে এই কাজটি করেছেন , করছেন এবং করবেন সবাইকেই ধন্যবাদ । অনেক মিসিং পোস্ট নতুন করে নজরে আসে ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

আরজু পনি বলেছেন:

আসলে পৃথিবীতে মনে হয়, কোন কাজ করেই সবাইকে সন্তুষ্ট করা যায় না। তারপরও করেছি নিজের দায়িত্ববোধ থেকে, দেখিয়ে দিতে যে ভালোবাসার সামুতে সত্যিই প্রতিমাসে অনেক ভালো পোস্ট আসে।

সমালোচনা কোন ব্যাপার না, বরং সমালোচনা থাকলেই নিজেকে রেক্টিফাই করার সুযোগ থাকে। আমি বরং আমার জীবনের সবক্ষেত্রে সমালোচকদেরকেই এগিয়ে রাখবো। কারণ সমালৈাচক না থাকলে নিজেকে সঠিকভাবে চেনাটা কষ্টকর হয়ে যায়, অহংবোধটা মাথা চাড়া দিয়ে উঠে। আমি অহং বোধে নিজেকে কলুষিত করতে চাই না।

আপাতত সংকলন করা আর সম্ভব না। তবে আপনাদের অনুপ্রেরণা আমার সবসময়েই চলার পথের পাথেয় হয়ে থাকবে।।

অনেক অনেক ভালো থাকুন অথৈ সাগর।।

৭২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

লেখোয়াড় বলেছেন:
আমার কোন কথায় আপনার মাথায় হাতুড়িপিটা হবে এটা মানিনা।আমি খুবই সামান্য।

আশা জাগানিয়া সংকলন বন্ধ করলেন, কদিন পর এই ব্লগ ছেড়েও চলে যাবেন। তাই বললাম আপনার ব্যস্ততা হয়তো আপনার ধৈর্য্যকে পরীক্ষায় ফেলে দিল, কদিন আগে আপনি আমাকে আপনার ধৈর্য্যের কথা বলে ছিলেন।

এমনিতেই আমি ভাল লিখতে পারি না, তবু আপনার আশাজাগানিয়া আশা জাগাতো, হয়তো আমার মতো অনেককেই।

বিভিন্ন ব্যস্ততা ও সহব্লগারের সাহায্যের অভাবে ওটা বন্ধ করছেন, কেন ? এখানে অনেককেই পাবেন বলে মনে করি যে আপনাকে সাহায্য করবে।

আচ্ছা, আপনাদের অপরবাস্তবের খবর কি জানাবেন দয়াকরে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আরজু পনি বলেছেন:

ব্লগ ছাড়বো কি না, বলতে পাচ্ছি না, তবে আমার নিজের কাজগুলো জমে যাচ্ছে অনেকই বেশি। পিছিয়ে পড়ছি। আমি হতাশ হতে চাই না। তাই নিজের জন্যেই আরো আপাতত বন্ধ করা এই সংকলন।

তবে বর্তমানের নির্বাচিত পাতা আগের চেয়ে অনেক বেশিই গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আশা করি ভালো কোন পোস্টই নির্বাচিত পাতা থেকে বাদ যাবে না। এবং নির্বাচকরা এই দিকে নজর রাখবেন।

আশা জাগানিয়া সব সময়ই আশা জাগানোরই চেষ্টা করে যাবে শত প্রতিকুলতার মধ্যে ও।

আমার চেয়ে কম ব্যস্ত অনেকেই আছে, আশা করি তারা চালিয়ে নিতে পারবে। নতুন বছরে আমার কাজের চাপ এমনিতেও বেড়ে গেছে :(

আমি জানি না লেখোয়াড়, যখন আপনার প্রোপিকটার দিকে তাকাই তখন কেন যে, আমার খুব পরিচিত দুটো চোখ দেখতে পাই!!!!




আর আপাতত আমার কাছে অপরবাস্তব এর কোন আপডেট নেই।

৭৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

লেখোয়াড় বলেছেন:
ব্লগে আপনাকে দেখতাম অনেক আগে থেকেই, যেতামও , কিন্ত কথা বলা হয়ে উঠত না, পরে দেখি আপনিই আমার ওখানে আসেন, মন্তব্য করেন, তখন থেকেই প্রকৃতপক্ষে আপনার সাথে আমার কথা বলা।আমি তাও অনেক পরে বলতে পারি। কিন্তু এখন আপনিই আগে ব্লগে কম আসবেন!! তবে আমি এখনো ব্লগটাকে অত সিরিয়াসলি নিই নি।

আমি জানি না লেখোয়াড়, যখন আপনার প্রোপিকটার দিকে তাকাই তখন কেন যে, আমার খুব পরিচিত দুটো চোখ দেখতে পাই!!!!

........... হতে পারে আপনার পরিচিত কেউ, ভাই, বন্ধু কিংবা আত্মীয়, এত আর বিশেষ কি!!! এক্ষেত্রে আমি কি ব্লগার লেখোয়াড় আর ব্যক্তি লেখোয়াড় আলাদা করে দেখবো??
এবার আপনি আমার মাথায় হাতুড়িপিটা করলেন!!

তাহলে অপরবাস্তবের সাথে আপনি কি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ছিলেন না?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন: না না আলাদা করার দরকার নেই। ব্লগার লেখোয়াড়ই থাকুন। দুপুরের সেই হাতুরীর ব্যথা এখন্ও মাথায় আছে :(


অপরবাস্তব নিয়ে আশা করি সপ্তাহ খানেকের মধ্যেই পোস্ট দিব।


অনেক ধন্যবাদ আপনাকে লেখোয়াড়। ভালো থাকুন নিরন্তর।।

৭৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

রোজেল০০৭ বলেছেন: আশা জাগানিয়া সব সময়ই আশা জাগানোরই চেষ্টা করে যাবে শত প্রতিকুলতার মধ্যে ও।


ভালো থাকুন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

আপনিও অনেক অনেক ভালো থাকুন রোজেল।।

৭৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমত আপু আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা । কারন আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এটা অবশ্যই কঠিন একটা কাজ। সত্যি একটা কথা বলি, তা হলো এই সংকলনে লেখা স্থান পেলে অনেক ভালো লাগত।

অনেক কথাই বলার আছে, তা বলতে গেলে এই মন্তব্যই একটা পোষ্ট হয়ে যাবে। তবে আমি চাই শত ব্যস্ততার মাঝে হলেও আপনি চেষ্টা করবেন একটা সংকলন দিতে। অনেক অনেক ভালো লাগবে।

ভালো থাকবেন শুভেচ্ছা প্রিয় মডূ। :P :P ;) ;) ;) =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

আরজু পনি বলেছেন:

আপাতত আর সংকলন পোস্টের জন্যে মাথা একেবারেই কাজ করছে না, আপনাদের ভালো লিখার মূল্যায়ন হবেই।
আর নির্বাচিত পাতা বর্তমানে অনেক বেশিই গ্রহণযোগ্য হয়ে উঠেছে।



আপনিতো আমার চেয়ে আরো বেশি মডু .....বেক্কেরে কিন্তু কইয়া দিমু B-) =p~

৭৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার সংকলনগুলো অনেক ভাল লাগত ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন@।

লিখে যান নিজের মতো করে।
শুভকামনা রইল সব সময়ের জন্যে।।

৭৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ইখতামিন বলেছেন: কেমন আছেন?
ভালো থাকবেন.

আগামী পোস্ট পেতে আরও এক সপ্তাহ?

ঘুম আসছে :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

আরজু পনি বলেছেন:

কেমন আছি.............................

শুভকামনার জন্যে অনেক অনেক ধন্যবাদ ইখতামিন।

আচ্ছা, সন্ধ্যা থেকে ঘুমিয়ে এবার নিশ্চয় ঝরঝরে অনুভব করছেন?

৭৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

তারান্নুম বলেছেন: আরজুপনি,আপনার প্রশ্নের উত্তরে চেক করে দেখেছি পোষ্ট প্রথম পাতায় যায় কিনা,নাহ,যায়না। আজব! এই ব্লগের এরকম করুণ অবস্থা কেন?Feedback এ জানিয়ে ক্লান্ত হয়ে লেখাই ছেড়ে দিয়েছি এই ব্লগে।প্রথম আলো ব্লগে লিখা শুরু করেছি,visit some time:

http://prothom-aloblog.com/profile/AmiTarannum


Thank you for your concern.Bye.ভাল থাকবেন।আপনাদেরকে মিস করব,খারাপ ই লাগছে ব্লগ ছেড়ে যেতে। বেশী খারাপ লাগছে এভাবে যেতে হওয়ায়।কেন সামু আমার সাথে এমন করছে তারা আমাকে জানালোও না।এখনও আমাকে সেফ ব্লগার বলছে ওরা!Funny ha?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

তারান্নুম, কখনোই চাই না, সামুতে শুরু করে কোন সহব্লগার অন্য কোন ব্লগে চলে যাক।

আমার পরিচিত একজনের এমন হয়েছিল, পরে কিন্তু ঠিক হযে গেছে।

আপনি না হয় লিখে যান, আপনার ফলোয়াররাতো ঠিকই আপনার পোস্ট দেখবে!
ভালো লিখার কদর হবেই।

তারপরও বলবো, প্রথম আলো ব্লগে লিখতে চান, লিখুন, কিন্তু এখানেও আশা করি কন্টিনিউ করবেন।

ফিডব্যাকে মেইল করে আমি এই পর্যন্ত ৯৯% কার্য়কর হতে দেখেছি। তাই ফিডব্যাক মেইলকেই ভরসা করি সবচেয়ে বেশি।।

আমার বেশ কয়েকটা ব্লগেই একাউন্ট আছে, একটা ব্লগে প্রথম পোস্টটাই স্টিকি হয়েছিল, হয়তো সেই পোস্টটা ব্লগ এডমিনদের কাছে পছন্দ হয়েছিল কোন কারণে, কিন্তু স্টিকি পোস্ট হিসেবে আমি মানতে চাইনি আমার সেই পোস্টটাকে, তাই আর আগ্রহ পাইনি সেই ব্লগে লিখতে।

আর সত্যি কথা বলতে কি, সামুতে অনেক সময়ই অনেক আক্রমনাত্নক কথা্ও সহব্লগারদের কাছ থেকে শুনতে হয়, তবু্ও সামহোয়্যারইন-ই আমার কাছে সবচেয়ে আপন ব্লগ।

অনেক ভালো থাকুন তারান্নুম, আশা করি সামুতেও আপনাকে পাব।

৭৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

সাজিদ ঢাকা বলেছেন: :| :| :| :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

আরজু পনি বলেছেন:

নিরবতা বা মন খারাপ করা কাম্য নয়। লিখে যান নিয়মিত।

আপনার ভ্রমণ পোস্টগুলো বেশ ইনফরমেটিভ হয়।

শুভকামনা রইল সবসময়ের জন্যে।।

৮০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: এখন আমি দারুন ভালো আছি।এখানে ভেজাল মুক্ত দেশী মাছের ব্যাপক সমাহার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

আপনি ভালো আছেন জেনে বেশ ভালো লাগলো।

সবসময়ই ভালো থাকুন সেলিম।।

৮১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল কাজের জন্য ভাল রেসপন্স এটা শাশ্বত। মাল্টি নিকের কাজই আজাইরা প্যাচাল। তবে আপ্নার কাজই আপ্নাকে জানাবে। কে আপনি।

পনিপু ভাল থাকুন সবসময়। ময়মনসিংহে নিজের বাড়ি আসুন সময় করে ... আড্ডা হবে বাদামে বাদামে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

আরজু পনি বলেছেন:

এটা খুব ভালো বলেছেন....আমার কাজই আমাকে জানাবে কে আমি....

এটাই মনে রাখার চেষ্টা থাকবে নিরন্তর।।

সময় করে যখন আসবো তখন অবশ্যই আপনার সাথে যোগাযোগ হবে ইনশাহআল্লাহ্।

ভালো থাকুন সবসময়!

৮২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

জেসন বর্ন বলেছেন: ভালো থাকুন সবসময়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

আরজু পনি বলেছেন:

আপনিও অনেক ভালো থাকুন।

ধন্যবাদ জেসন বর্ন।।

৮৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

অদৃশ্য বলেছেন:





দারুন ব্যাপার... এসব কাজ সবসময়ই কঠিন...


শুভকামনা নিরন্তর.....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অদৃশ্য। শুভকামনা আপনার জন্যেও ।।

৮৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

ইখতামিন বলেছেন:


আরজু আপু!
কেমন আছেন.
ভালো থাকবেন সব সময়..

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

আরজু পনি বলেছেন:

জি, আছি ভালই।

আপনিও ভালো থাকুন।

ধন্যবাদ।।

৮৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

একজন নিশাচর বলেছেন: "আপনার চারপাশে আপনার কোন সমালোচক না থাকলে বুঝে নেবেন আপনার জীবনে কোন প্রাপ্তি কিংবা অর্জন নেই"

কথা গুলো ঠিক কে বলেছিল মনে নেই। তবে কথাগুলো সত্য।

আরজুপনি, আপনাকে বলছি, আপনার প্রাপ্তি আছে বলেই আপনার চারপাশে আপনার সমালোচক আছে। তাদেরকে আগের মতই চ্যালেঞ্জ হিসেবে নিন।

সংকলিত করার কাজটি দয়া করে ছেড়ে না দেয়ার অনুরোধ করছি।

ফেব্রুয়ারী সংকলন এর অপেক্ষায় থাকলাম।

ভাল থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

আরজু পনি বলেছেন:

আপনার করা মন্তব্যটা দেখেছিলাম নোটিশবোর্ড-এর দেয়া পোস্টে মন্তব্য করার আগেই। তখন আপনার করা মন্তব্যের প্রথম দুই লাইনই ভাবছিলাম।

সংকলন-এর কাজটিকে যখন চ্যালেঞ্জ মনে হয়েছে, সত্যিই কিন্তু সেই সময়গুলোতে করেছি সংকলন।

আমার আসলে কাজের ধরণ বদলে গেছে, ফলে আমার পক্ষে এখন সত্যিই আর সংকলন করা আপাতত সম্ভব না। তবে সামনে কি হতে পারে তা বলতে পাচ্ছি না এই মুহুর্তে।

অনেক কৃতজ্ঞতা নিশাচর...সামনের চলার সময়ে আপনার কথাগুলো আমায় অনুপ্রেরণা যোগাবে।।

৮৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আপু, অপরবাস্তব কি বেরিয়েছে ?? বের হলে বইমেলাতে কোন স্টলে পাওয়া যাচ্ছে ? আমি অনেকদিন ধরে ব্লগ থেকে দূরে আছি, এ সম্পর্কে কিছুই জানি না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

আরজু পনি বলেছেন:

======
আশা করছি খুব শিগগরিই অপরবাস্তব নিয়ে পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব।
ভালো থাকুন সবসময়।।

৮৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: ব্লগে সময় দেয়া হয়না আগের মতো। তাই আপনার লেখা চোখে পড়ল এতদিন পরে। দুঃখিত।

আমি সব সময় স্বীকার করি, মুখের কথায় এবং লেখায়, আমার ব্লগে নিয়মিত হবার পেছনে যে অল্প কজনের প্রত্যক্ষ উতসাহ এবং ভালোবাসা ছিল আমার প্রতি প্রতিনিয়ত, তাদের মধ্যে আপনি একজন। এই সঙ্কলনে লেখা স্থান পাওয়া আমার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল যে, শুধু একারনেই আমি প্রতি মাসে লিখতাম কিছু একটা। আর স্থান পেলে বাসার সবাইকে,বন্ধুদেরকে, ফেসবুকে গর্বভরে জানিয়ে দিতাম।

অপরিসীম কৃতজ্ঞতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

আপনাদের মাঝে যদি এতোটুকু্ও অনুপ্রেরণা জাগাতে পারি তবেই "আশা জাগানিয়া" সংকলন সার্থক।

নিয়মিত লিখে যান।
শুভকামনা নিরন্তর।।

৮৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: ডেডিকেটেড ব্লগার!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

আরজু পনি বলেছেন:

দোয়া করবেন যতদিন ব্লগে আছি ততদিন যেন সততার সাথে, আন্তরিকতার সাথে, দায়িত্বশীলতার সাথে ব্লগিং করে যেতে পারি।

ভালো থাকুন সবসময়।

৮৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

ইখতামিন বলেছেন:
কেমন আছেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

আরজু পনি বলেছেন:

=====
ভালো আছি আলহামদুলিল্লাহ্।

আপনি ও অনেক ভালো থাকুন।।

৯০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

যাযাবর৮১ বলেছেন:






গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন:

শাহবাগ হয়ে উঠুক সকল দূর্নীতি অপসারণের, অন্যায়ের প্রতিবাদের স্থান।।

জেগে উঠুক জনতা।।

জয় বাংলা।।

৯১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর লিখেছেন,

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

ভালো থাকুন নিরন্তর।।

৯২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

_আতাহার বলেছেন: অপারবাস্তবের কথা জানতে চাচ্ছিলাম। আন্দোলনের জন্য একটু পিছিয়ে যাবে বোধহয়। নাকি?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন:

সেটাই স্বাভাবিক...

তারপরও নতুন কোন আপডেট পেলে পোস্ট দিয়ে জানিয়ে দেবার ইচ্ছে আছে।

ভালো থাকুন আতাহার।।

৯৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১

টুম্পা মনি বলেছেন: :) :) :) :) :) :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

টুম্পা, আপনার এই হাসি মুখের কি জবাব দেব জানি না। তবে এই হাসি যেন বলছে বিজয়ের কথা...
রাজাকার মুক্ত দূর্নীতি মুক্ত বাংলাদেশের কথা।


ভালো থাকুন অনেক অনেক।

৯৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

ইখতামিন বলেছেন:

সময় পেলে
একবার দেখবেন



আপনার ঐ আইডি টা আগে থেকেই আমার ফলোয়িং লিস্টে আছে।
হঠাৎ একদিন দেখি- কিছুই নাই.

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

আরজু পনি বলেছেন:

একটা ট্যাবে খুলে রাখলাম, সম্ভব হলে আজ রাতেই পড়ার চেষ্টা করবো।




হ্যাঁ, বিরক্ত লাগছিল বলে ডিএ্যাকটিভেট করে রেখেছিলাম।

৯৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: valobasha diboshey

suvechchha roilo arzoponi

valo thakben sobshomoi

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:

আপনিও ভালো থাকুন সেলিম...সব সময়।।

৯৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

কালীদাস বলেছেন:
আক্রমণাত্নক মাল্টি নিকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞঃ
একটা সময় আবিষ্কার করলাম আমি সংকলন পোস্ট দিলেই সারা মাসে নিদ্রা যা্ওয়া কিছু মাল্টি নিক জেগে উঠে, যাদেরকে আমার অন্য কোন পোস্টে দেখা যায় নি সাধারণত। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ সেই সব সহব্লগারদের কাছে যারা নিজ নিকে আক্রমণাত্নক কথা বলতে না পেরে মাল্টি পাঠিয়েছেন।


খিক খিক, আমি মাল্টি ছিলাম না :D
কথা হইল, হাল ছাড়লেন কেন? ভাল কিছু নিরপেক্ষ পোস্ট আসত আপনার সংকলনে, ধরে রাখলে ভাল করতেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

আরজু পনি বলেছেন:

আররে হাল ছাড়বো কেন?! যতদিন মনে হয়েছে হাল ধরে রাখা প্রয়োজন ততদিন হাল ছাড়িনি। তবে এখন নির্বাচিত পাতাই যথেষ্ট গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

আর সংকলন করার মতো ধৈর্য্য আর অবশিষ্ট নেই। আমার কাজের ধরণ বদলেছে...সংকলন করার মতো লম্বা সময় বের করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে :(
এতো চাপ নিয়ে পরে ব্লগের প্রতি আগ্রহ কমে যাক তা চাই না।

অনেক সময় ধরে সংকলন চালিয়ে যাব তেমন কোন চিন্তা-ভাবনাও ছিল না,
আর আক্রমণাত্নক মাল্টিদেরকে খুব মিস করি...তাদের জন্যেই নিজেকে যাচাই করতে সুবিধে হয় :D B-))

তবে ভবিষ্যতে কখনো প্রয়োজন মনে হলে সংকলন করা হতে পারে ;)

৯৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

আশিক মাসুম বলেছেন: আমন্ত্রণ :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:

একটু সময় নিয়েই আমন্ত্রণ গ্রহণ করতে আসছি :)

ভালো থাকুন মাসুম।।

৯৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

তাসজিদ বলেছেন: নতুন লেখা নেই কেন আপুনি, বিশেষ করে প্রজন্ম চত্বর নিয়ে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

কি বলবো! :|

৯৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

ইখতামিন বলেছেন:
কেমন আছেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

চলে যাচ্ছে ব্যস্ততার চাপে জীবন....ধন্যবাদ ইখতামিন।


শুভাকাঙ্খী হিসেবে আপনাকে এই পোস্টে সাদর আমন্ত্রণ রইল।

১০০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

খেয়া ঘাট বলেছেন: ব্লগে আমি কাউকে কোনো অনুরোধ জানাই যেটা আমার প্রতিস্বভাব।
কিন্ত আমি চাই আমাদের এক কিংবদন্তী মহান শিল্পী নভেরাকে মানুষ জানুক।
আমার শেষ পোস্টটির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:

অবশ্যই একটি ভালো কাজ করেছেন। অনেক কৃতজ্ঞতা রইল।

১০১| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের সাথে উস্কানি মুলক বক্তব্য নয়
মানুষ সবাই
রাস্ট ব্যক্তি এবং স্বাধীনতা সব মিলে সভ্যতার পরিচয়
দূর হোক সহিংস মনোভাব
কেটে যাক আধার , অন্যায় ভ্রান্তি
দেশ ও জাতীয় এক্য এস পরিবেশ গড়ি
ফিরে চাই সমাজের শান্তি ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

শান্তি চাই....এটাই আসল কথা।।

১০২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: তোমাকে আসতেই হবে..আমার ব্লগে।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আরজু পনি বলেছেন:

এ কেমনতরো আহবাণ! :-& B:-) /:)

১০৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: dear blogger valo thakben sob somoi....tuamkey ashtei hobey kobitar nam

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহাহা

:P :P =p~ =p~

১০৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

সোহাগ সকাল বলেছেন: দু'তিনদিন পরপরই সঙ্কলন পোষ্টের আশায় ঢু মারছি আপনার ব্লগে অনেকদিন যাবত। এবং প্রতিবারই ভেবেছি, হয়তো কোনো সমস্যার কারনে সঙ্কলন করতে পারছেন না। কয়েকবার ভেবেছি, সঙ্কলনের পোষ্ট দেয়া বন্ধই হয়ে গেল কিনা। এবং অবশেষে সেটাই সত্যি হয়ে গেল।
আসলে এই পোষ্টটি এতদিন আমি পড়িনি। পড়লে আজকে এতটা হতাশ হতে হতোনা।
যদিও আমি সঙ্কলনের কাজটা করার যোগ্যতাই রাখিনা, তবুও আপনার সিদ্ধান্তে আমি হতাশ! আপনার কাজটা করতে কতটা কষ্ট করতে হয় তা জেনেও আমি হতাশ।

শুভ কামনা।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

আমি আসলে আর পেরে উঠছিলাম না।

আপনারা কেউ শুরু করলে ভালো লাগবে।

শুভ কামনা রইল সোহাগ।।

১০৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: আমি নিজেকে বলতে পারি আশা জাগানিয়া'র প্রাপ্তি। শুধু মাত্র আশা জাগানিয়াতে স্থান করে নেবার লক্ষ্যেই পোস্ট দিতাম শুরুতে।

আমি কৃতজ্ঞ যে প্রতি সঙ্কলনেই আমার একাধিক পোস্ট আপনি স্থান দিয়েছেন। আপনার ও আরেক সহ ব্লগারের কারনেই ব্লগে আমার এত দূর আসা (যত দূরই এসেছি, ২৮ পোস্ট, ৪০০০ এর উপর কমেন্ট, ৪৫০০০ হিট - আমার জন্য বিশাল প্রাপ্তি)।

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:১৩

আরজু পনি বলেছেন:

কিছু কিছু মানুষ আসলেই খুব অনুপ্রেরণা দিতে পারে... আমি নিজেও কারো কারো দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত ...

সেই মানুষগুলোর প্রতি শুভকামনা সবসময়ই থাকবে।

আর আশা জাগানিয়াতে চেষ্টাই করা হতো ভালো লেখাগুলো তুলে ধরার। আপনি বরাবরই ভালো লিখেন...আমি আসলে অনুসারিত ফলো করি না বলে নিয়মিত আপনার পোস্টে যেতে পারি না।

তবে আশা করি আবার শুরু হবে নিয়মিত যাত্রা।

অনেক শুভকামনা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.