নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

♣সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে...♣

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

মাত্র কিছুদিন আগেও ইন্টারনেটকে শেকল পড়ানোর বিরুদ্ধে সোচ্চার সেমিনার, ওয়ার্কশপগুলোতে যখন উপস্থিত থাকতাম তখন বক্তা, রিসোর্স পারসনরা ইন্টারনেট নিয়ে অনেক আলোচনা কররেও তাদের সবার মুখেও তখন "ব্লগ", "ব্লগার" শব্দটি আসতো না।



কিন্তু বর্তমানে সাধারণ জনগণের দোড়গোড়ায় পৌঁছে গেছে এই "ব্লগার" শব্দটি। কিভাবে পৌঁছালো তা বলাই বাহুল্য। বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আন্দোলনের আগুন প্রজ্জ্বলিত হয়েছে মুলত ব্লগারদের দ্বারাই।



ব্লগাররাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের হোতাদের যথোপযুক্ত সাজার দাবীতে যেমন অনলাইনে বিশেষ করে ব্লগে সোচ্চার ছিল তেমনি আশানুরূপ রায় ঘোষিত না হওয়ায় রাজপথেও সোচ্চার হয়েছে একই ভাবে।



অনলাইন মুক্তিযোদ্ধা

মাত্র কিছুদিন আগেই এক পাবলিক ডায়লগে একজনঅনলাইন এক্টিভিস্ট হতাশা ব্যক্ত করছিরেন এই ভেবে যে, বর্তমান প্রজন্ম আন্দোলনের ফেসবুক ইভেন্টে লাইক দিয়ে বা ব্লগে কী-বোর্ড ফাটিয়েই ক্ষান্ত। সেই সন্দেহ, হতাশা, ধারণাকে পুরোপুরি মিথ্যে প্রমাণিত করে দিন-রাত রাজপথে থাকছে এই ফেসবুক ইভেন্টে লাইক দেওয়া, ব্লগে কী-বোর্ড ফাটানো ব্লগাররাই।



সামহোয়্যারইন ব্লগ

বাংলা ভাষায় ব্লগের কথা বলতে গেলে অবশ্যই সামহোয়্যারইন ব্লগের কথা প্রথমেই বলতে হয়। প্রায় দেড় লক্ষাধিক নিক-এর বেশি রেজিস্ট্রেশন করা এই এই ব্লগের নিজের নিকটিকে পরিচিত করানো সম্ভব খুব সহজেই। তাই সাধারণ ব্লগ হিসেবে সামহোয়্যানইন ব্লগকেই অনেকেই নিজের বা গোষ্ঠির পরিচিতির জন্যে বেছে নেয়।



ছাগু ব্লগ হিসেবে সামহোয্যারইন

শুনতে হাস্যকর হলেও সত্যি যে মাত্র কিছুদিন পূর্বেই আমার সহব্লগাররা সামহোয়্যারইন জামাত-শিবির প্রশ্রয় দানকারী ব্লগ হিসেবে অভিযোগে অভিযুক্ত করে প্রতিবাদে নিজেদের পোস্ট ড্রাফটে নিয়ে যায়। অথচ তখন কি সংবাদ মাধ্যমগুলো এমন সোচ্চার ছিল ব্লগ নিয়ে? না সরকার সোচ্চার ছিল?



নাস্তিক ব্লগ হিসেবে সামহোয়্যারইন

অনেক সময়ই সামহোয়্যারইন এর বিরুদ্ধে নাস্তিক তোষণকারী ব্লগ হিসেবেও অপবাদ শুনতে হয়।

প্রায় দেড় লক্ষাধিক নিক আছে যেই ব্লগে সেই ব্লগে বিভিন্ন মানসিকতার নিক থাকবে এটাই স্বাভাবিক।

অনেকেই খ্যাতির লোভে, নাম কামাতে ধর্মের বিরুদ্ধে চুলকানীমূলক পোস্টের অবতারণা করে থাকে। এতে পোস্ট দাতা সাধারণত গালি খেলেও নিকটি কিন্তু পরিচিতি পেয়ে যাচ্ছে।



আচ্ছা একটা প্রশ্নে জবাব দিন তো, সাধারণত নির্বাচিত পাতায় জামাতী বা চুলকানী ওয়ালা নাস্তিকতার কোন পোস্ট কি দেখা যায়?





আস্তিক, নাস্তিক পরিচয় নিয়ে আমার কোন সমস্যা নেই। আমার সমস্যা হলো চুলকানী স্বভাবওয়ালাদের নিয়ে, আমার সমস্যা দায়িত্বহীন আচরণকারীদের নিয়ে যাদের কারণে ভুক্তভোগী হয় সমগ্র গোষ্ঠী।





দায়িত্বশীল ব্লগিং

যার যা খুশি লেখার স্বাধীনতা সামহোয়্যারইন ব্লগে আছে। এই স্বাধীনতা ব্লগ কতৃপক্ষই দিয়ে দিয়েছে। পোস্ট পাবলিশ হওয়ার পর মডারেটর প্রয়োজন বোধে তাতে হস্তক্ষেপ করে থাকেন।

সাধারণত অনেকেই দায়িত্বশীল ব্লগিং করে থাকেন, এই সংখ্যাটাই আসলে অনেক বেশি। কিন্তু দশ মন দুধের মধ্যে যেমন একফোঁটা চোনা পড়লে তা নষ্ট হয়ে যায়, তেমনি সংখ্যায় খুবই নগন্য কিছু দায়িত্বহীনদের কারণে তার দায় পড়ছে সবার উপরে।



জনসাধারণের কাছে ব্লগ এবং আমাদের করনীয়

খুব দুঃখজনক হলেও সত্যি যে, ব্লগ নিয়ে খুব সম্প্রতি সাধারণ জনগনের কাছে এর প্রকৃত রূপটি পুরোপুরি প্রকাশে সমর্থ্য হচ্ছে না এর অপপ্রচারের কারণে।

-ছবির হাটেঁ গঞ্জিকা কি আগেও সেবন হতো না? তবে তার দায় কেন আন্দোলন কারী ব্লগারদের উপর বর্তাচ্ছে?



-ফটোশপি এডিট করা বিভ্রান্তিমুলক ছবি দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কারা?

এসব বিষয়ে আমাদেরকে অনেক বেশিই সচেতন হতে হবে।



সংবাদ পত্রে, টেলিভিশন মিডিয়ায় সহব্লগারদের অনেকেই কর্মরত আছেন। তারা কি পারেন না ব্লগের ভালো ভালো পোস্টগুলিকে নিয়ে আলোচনা করে জনগনের সামনে তুলে ধরতে?



সবশেষে বলি, আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।

মন্তব্য ১৯৬ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১৯৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

মেংগো পিপোল বলেছেন: আপু দারুন বলেছেন, এরকম একটা লেখারই অপেক্ষা করছিলাম। একটা সময় এই গত পরশু ও মানুষ যখন জানতো আমি ব্লগিং করি কিছুটা ভালো বাসা নিয়ে তাকাতো। আর এখন বললে কেমন জেন চোখে তাকায় B:-)

অঃটঃ অপরাবাস্তবের খোজ খবর কিছুই জানিনা। :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

একজন, দু'জনের জন্যে যেন কোনভাবেই পুরো গোষ্ঠী ভুক্তভোগী না হয়। এই দায়িত্ব আমাদের সবারই।

অনেক ধন্যবাদ মেংগো পিপোল। কেউ কিছু বাকা কথা বললে শক্তভাবে এর জবাব দিবেন।



অপরবাস্তবের খোঁজ আশা করছি শিগগীরই দিতে পারবো।
অনেক ভালো থাকুন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: ♣সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে...♣


সহমত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:

আমাদের দায়িত্বশীল ব্লগিং-ই পারে একটি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য গোষ্ঠী হিসেবে সর্বসাধারণের কাছে তুলে ধরতে।

অনেক ধন্যবাদ রাষ্ট্রপ্রধান।


অনেকদিন পর দেখলাম! ভালো থাকুন।।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাঙ্গালী দায়িত্বশীল এটা আশা করা আমার মনে হয় বোকামী। আমি অন্তত এই আশাটা কখনো করি না আপু। সব সময় সতর্ক থাকি।

আমার মতে বাঙ্গালীর উপর আপনি যত কঠিন হবেন, তারা তত লাইনে আসবে। তাই ব্লগে কঠোর মডারেশনের বিকল্প আমি ভাবতে পারছি না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

ডান্ডার উপর কথা নাই এটা যেমন ঠিক, তেমনি আমাদের দায়িত্ববোধও নিজেদের পরিচয়কে তুলে ধরতে পারে।

আমাদের চুলকানী মানসিকতা পরিহার করতে হবে, দায়িত্বশীলতার মাধ্যমে। সবাইকেই সজাগ থাকতে হবে।

আপনার নিকটিই কিন্তু অনেক কথা বলে দেয়।
অনেক ধন্যবাদ দায়িত্ববান নাগরিক।।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ইনকগনিটো বলেছেন: আসলে এটা প্রতিটা ব্যাক্তি বিশেষে নির্ভর করে। সবার মন যেমন একরকম না, সব ব্লগারও একরকম না। পৃথিবীতে ভালো জিনিস আছে, সেই সাথে খারাপ জিনিসও আছে। ভালো খারাপ মিলিয়েই কিন্তু সুন্দর পৃথিবী। শুধু "ভালো" থাকলেই পৃথিবী সুন্দর হতো না, আবার শুধু "খারাপ" থাকলেও পৃথিবী সুন্দর হতো না।

আমার কাছে ব্লগ জিনিসটা ভালো লাগে কারন ব্লগ জিনিসটা আমার কাছে আমার আশেপাশের পৃথিবীর মতোই মনে হয়। এখানে এক এক ব্লগার এক এক ধরনের মত প্রকাশ করেন, তাদের মতো চলতে পছন্দ করেন। তবে এটা ঠিক, কোন ধরনের উগ্র নাস্তিকতা, ধর্ম সংক্রান্ত বিবাদ, ধর্মকে ব্যবহার করা, কিংবা নাস্তিকতাকেও অপমান করা কোনভাবেই কাম্য নয়।

সামহোয়্যার ইন ব্লগ টিমকে অনেক ধন্যবাদ। অন্তত আগের চেয়ে এখানে তুলনামুলক কম বিতর্কিত পোস্ট দেখা যায়। সবার সাহায্য সহযোগিতায় এবং সুস্থ বাংলা ভাষার চর্চার মাধ্যমে ব্লগটি দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠবে বলে আশা করছি।


সুন্দর পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

খেয়াল করুন, আস্তিক, নাস্তিক নিয়ে আমার কোন সমস্যা নেই। প্রত্যেকেরই নিজস্ব বিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে।

কিন্তু চুলকানী তা যেই পক্ষ থেকে হোক, আমার সমস্যা সেখানেই। কারণ এই চুলকানী মূলক বিতর্কিত পোস্ট গুলিই সর্বসাধারণের কাছে পুরো একটি গোষ্ঠীর নেতিবাচক চেহারা তুলে ধরছে!

আপনাকেও অনেক ধন্যবাদ গঠন সুন্দর মন্তব্য করার জন্যে।
অনেক ভালো থাকুন প্রিয় ইনকগনিটো।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আপু এমন একটা পোস্টের জন্য অনেক ধন্যবাদ জানাই। আমাদের নিজেদের মধ্যে যতদিন শুভবুদ্ধির উদয় না হবে এবং যতদিন আমরা নিজেরা একে অপরের উপর কাঁদা ছোড়া ছুরি বন্ধ করতে না পারব এবং সর্বত্র রাজনীতি এবং আলোচিত হবার সুযোগ খোঁজা থেকে নিজেকে মুক্ত করতে না পারব ততদিন ডাণ্ডা মারি অথবা ঠাণ্ডা ভাবেই বুঝাই না কেন কোন লাভ হবে না। তাই সচেতন নিজেকেই নিজেদের করে গড়ে তুলতে হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

আরজু পনি বলেছেন:

আমাদের মানসিকতার উন্নয়ন ঘটানো খুব বেশিই জরুরী হয়ে পড়েছে।

আমাদের দায়িত্বহীনতার জন্যেই ঘটে যেতে পারে বড় কোন অঘটন! যেটা কোনভাবেই কাম্য নয়।

অনেক অনেক ধন্যবাদ কান্ডারী। ভালো থাকুন আর ভালো রাখুন।।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: হু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন:

গত দেড় বছরে এই প্রথম সম্ভবত আপনার কাছ থেকে সবচেয়ে ছোট মন্তব্য পেলাম ...বুঝতে পাচ্ছি না, কি জবাব দিব!

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

যুবায়ের বলেছেন: সুন্দর বলেছেন ধন্যবাদ।
সবারই দ্বায়িত্বশীল ব্লগিং করা উচিৎ।
সবশেষে বলি, আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, ছবি ব্লগ থেকে শুরু করে অনেক দারুণ দারুণ তথ্য সমৃদ্ধ পোস্ট নিয়মিত প্রকাশ হয়ে থাকে। হাতে গোনা দু'একজনের জন্যে যেন পুরো গোষ্ঠীকে ভুগতে না হয়।


অনেক ধন্যবাদ যুবায়ের। ভালো থাকুন অনেক অনেক।।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: রাইট & লাইকড।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রিয়াজুল।
নিরাপদে থাকুন।।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক ভালো বলেছেন।
আমি মন থেকে বিশ্বাস করি 'আমরা চাইলে অনেক কিছুই পারি'। সুতরাং একটু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা খুব সহজেই ব্লগ এবং ব্লগার এই শব্দ দুটিকে নির্ভরযোগ্য এবং দায়িত্বশীল হিসেবে পরিচয় করিয়ে দিতে পারি।


♣সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে...♣

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

আমাদের দায়িত্বহীন আচরণের জন্যে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা, তার দায়ভার কি কোন দায়িত্বহীন একক ব্যক্তি বা গোষ্ঠী নিবে না আমরা তা চাই?!

আমাদের সবাইকেই সচেতন হতে হবে। দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকেই দিতে হবে।

অনেক ধন্যবাদ আপনাকে।

সেদিন ছবির হাটে আপনার সাথেই দেখা হয়েছিল মনে হচ্ছে।
নিরাপদে থাকুন স্বপ্নবাজ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক/ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,
সবাইকে শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

আরজু পনি বলেছেন:

সকল শহীদদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা।

সবাইকে সংগ্রামী শুভেচ্ছা।।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

শান্তা273 বলেছেন: ♣সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে...♣

সহমত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

আরজু পনি বলেছেন:

সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে

অনেক ধন্যবাদ শান্তা।

নিরাপদে থাকুন।।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

বাংলার হাসান বলেছেন: ব্লগারদের নাম নিয়ে যারা আজ আন্দোলন পরিচালনা করছে তারা কি প্রকৃত ব্লগার? বা সেই সকল নিরপেক্ষ ব্লগার যাদের ডাকে জনতা সাড়া দিয়েছিল?

আমরা ব্লগাররা নিজের পায়ে নিজেরাই কুঠাল মেরেছি, আন্দোলনের প্রথম থেকেই আছি এবং থাকবো। কিন্তু যে কালিটা পড়লো তা কি করে তোলা যায় সেটা নিয়ে আলোচনা করা খুব বেশী প্রয়োজন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

আরজু পনি বলেছেন:

কালি যা পড়েছে তা তোলা যাবে কি না, জানি না, তবে আমাদের কাজই আমাদের ভবিষ্যত বলে দেবে।


অনেক ধন্যবাদ হাসান।

আপনাকে ব্লগ ডেতে দেখেছিলাম, যতদূর মনে আছে।।
নিরাপদে থাকুন হাসান।।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
দারুন লিখেছেন।
সহমত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ।
সংগ্রামী শুভেচ্ছা রইল আরমান।
নিরাপদে থাকুন।।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

ভুল উচ্ছাস বলেছেন: হাসি পেলো আপু খুউব, ব্লগে আইডি খুললেই কি ব্লগার হওয়া যায়? ব্লগার হতে হলে গুনাবলি থাকতে হয়, আর যার হয় তার নয়তেই হয় যার হয় না নিরানব্বুইতেও হয় না, এই পোস্ট দিয়ে কোনও উপকার নাই, কেউ কেউ হুজুগে এসে ঠেক ঠেক বলে যাবে যেমনটা মাহফিলে হুজুরের বক্তব্যের মাঝে মুসুল্লিরা বলে কিন্তু না ওরা দিন শেষে মেনে চলে না এসব হুজুগে পাবলিক।

সে যাই হোক আমি ব্লগার নই যে ব্লগারদের নিয়ে এতো কিছু বলবো। আমি একজন রিডার। আর কিছুইই না। সত্যি।

হ্যা একটা নিউজ মে বি জানেন না, ইমরান এইচ সরকারের কাছ থেকেই ব্লগার কে আর কে না এইটা এখন থেকে সারটিফিকেট নিতে হবে নাকি। আমি কখনই উড়ে এসে জুড়ে বসা পাবলিক পছন্দ করি নাই তবে আমাদের বর্তমান এই আন্দোলনে ইমন ভাই থাকলে উনাকেই আমি লিডিং পজিশনে দেখতে চাইতাম কিন্তু আমাদের কপাল খারাপ তাও বলি আমাদের জোগ্য লোকের অভাব নাই, হামা ভাই আছে উনিও তো পারতো এই আন্দোলনের নেত্রিত্তে থাকতে কিন্তু উনি এইটা করে না কেন? তার মানে আমরাই ব্যর্থ সাপোর্ট দিতে আর সেই জন্যে এখন আরেকজনের কাছ থেকে সারটিফিকেট নিতে হয়।
আর আমি হামা ভাইয়ের নাম কেন বলেছি আপনিও বুঝেছেন উনি সবার কাছেই গ্রহণযোগ্য ছিলেন। উনি আন্দোলনে আছেন ঠিকি কিন্তু যেখানে বলেছি ওখানে থাকলে হয়তো বেলুন উড়ানোর মতো কিছু করা লাগত না আমাদের।
এটাও মে বি অনেকেই ভুলে গেছে বাংলাদেশে ব্লগিং কে নেতৃত্ব দিচ্ছে সামু। ইয়েস এটাই সত্য।
আর নাস্তিক, ছাগু বা আরো যেসব আছে এদের মেনে নিয়েই ব্লগিং করা লাগবে আমাদের। সব মানুষ তো আর সেইম হয় না। সব জায়গায় কিছু থাকে যারা ভালো নয়।
অন্তত এভাবে এদের একজনকেও যদি বদলাতে পারেন তাও জানাবেন। বাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

আরজু পনি বলেছেন:

টিভিতে সেদিন ব্লগার বলে একজন বক্তব্য দিল, অনেক চেষ্টা করেও চিনতে পারি নি, সে আমারই সীমাবদ্ধতা!

হ্যাঁ, আমাদের ব্লগেরই কেউ কেউ আছেন যারা আন্দোলনের নেতৃত্ব দিতে পারতো, কেন দেন নি জানি না।

ইতিহাসে নাম লেখা না থাকলেও আন্দোলন সার্থক হলেই আমাদের সার্থকতা।

বদলানোর চেষ্টা আমার সবসময়ই থাকবে। তাতে যদি কখনো পাথরে ফুল ফোটাতে পারি....

অনেক ভালো আর নিরাপদ থাকুন।
সংগ্রামী শুভেচ্ছা রইল।।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ফটোশপি এডিট করা বিভ্রান্তিমুলক ছবি দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে না সুধু, ফ্লাডিং করে ভরিয়ে ফেলছে।
ব্লগ কর্তিপক্ষের শক্ত হাতে ব্যাবস্থা নেয়া উচিত ছিল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

আরজু পনি বলেছেন:

এসব এডিট করা ছবি দেখে বিভ্রান্ত হচ্ছে মানুষ। ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে ব্লগারদেরকে নিয়ে।

আর ফ্লাডিং সে তো আছেই।

ব্লগ কর্তৃপক্ষ আশা করি নজর দিবেন এসবের প্রতি।

আর আমাদেরও দায়িত্ব আছে তাদের নজরে আনা।


প্রোপিকটা দেখে খুব ভাল্লাগলো।
ধন্যবাদ ক্যাপ্টেন।।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: সহমত...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ বাউন্ডুলে।

সংগ্রামী শুভেচ্ছা রইল।।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

ইউসুফ আলী রিংকূ বলেছেন: অনেকেই খ্যাতির লোভে, নাম কামাতে ধর্মের বিরুদ্ধে চুলকানীমূলক পোস্টের অবতারণা করে থাকে। এতে পোস্ট দাতা সাধারণত গালি খেলেও নিকটি কিন্তু পরিচিতি পেয়ে যাচ্ছে।
সহমত
আর তার নিকটি পরিচিতি করার জন্য কিছু আস্তিক ব্লগার ব্লগে হৈ চৈ ফেলে উঠেপড়ে লাগে

আমার মতে ছাগু পোস্টে গালাগালি করলে যেমন কমেন্ট ব্যান হয়না সাথে সেই পোস্টের গ্রহণ যোগ্যতা থাকে না, তেমনি ধর্মের বিরুদ্ধে চুলকানীমূলক পোস্টে ও যেন গালাগালি করলে কমেন্ট ব্যান না করা হয় তাহলে সেই পোস্টের গ্রহণ যোগ্যতা থাকবে না , অবশেষে পোস্ট দাতা বেল না পেয়ে একসময় কেটে পরবে,

( ব্লগে নাস্তিকতা বা নাস্তিক ব্লগার থাকতে পারলেও সরাসরি ধর্মের বিরুদ্ধে চুলকানীমূলক পোস্ট ও ছাগু পোস্ট ব্লগ ও ব্লগারদের জন্য বিব্রতকর )



নিজের দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

আসলে অনেক বাজে পোস্টই আমাদের প্রচারে বেশি পরিচিতি পেয়ে যায়। এসব পুরোপুরি ইগনোর করে ফিডব্যাকে অভিযোগ জানাতে পারলে কাজ হতো বেশি বলেই আমার মনে হয়।

নিজের দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।।

নিরাপদে থাকুন ইউসুফ।।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে সব সময় ব্লগে কড়া নজরদারী করতে হবে। ব্লগারদেরও দায়িত্বশীল হতে হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

আরজু পনি বলেছেন:

সহমত।

অনেক ধন্যবাদ বিধু।।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: সেদিন ছবির হাটে দেখা হবার কথা মনে আছে দেখে অনেক খুশি হলাম :) :D
ভালো থাকবেন আপু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আমি সেদিন ব্লগে এসেই আপনাকে দেখেছিলাম, কিন্তু কথা বলার সুযোগ হয়ে উঠেনি।

আপনিও ভালো থাকুন, নিরাপদে থাকুন স্বপ্নবাজ।।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

মুনসী১৬১২ বলেছেন: সহমত

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মুনসী।

নিরাপদে থাকুন।।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

দক্ষিণের যুবক বলেছেন: আপনার অধিকাংশই কথার সাথে একমত। সামুতে কাদের নিয়ে ক্যাচাল বেশি হয় এবং কারা সুযোগ বুঝে সময় সময় উস্কানীমূলক পোস্ট দেয় সেটা আমি, আপনি এবং ব্লগের মডারেটররাও জানেন। কিন্তু কোন এক অজানা কারণে এধরণের চুলকানী রোগের ব্লগাদের এবং ক্যাচাল সৃষ্টিকারী ব্লগারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সামু উদাসীন মনোভাব দেখায়। যারা বিতর্কিত পোস্ট গুলো সরিয়ে নিতে কমেন্ট করে তাদের বিরুদ্ধেই সামু বরঞ্চ নানা রকম ব্যাবস্থা নেয়। যেমনঃ কমেন্ট ব্যান, প্রথম পাতায় লেখা না আসা ইত্যাদি। উদাহরণঃ গোলাম দস্তগীর লিসানি ভাই। দেখা যায় , যে খারাপ পোস্ট, উস্কানীমূলক পোস্ট দিয়েছে তার নিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। তার পোস্ট ও সরানো হয়না। দীর্ঘদিন ধরে পোস্ট গুলো সরানো ও হয় না। আর এই সুযোগটা নেয় সুযোগ সন্ধানী ছাগুরা। তারা ক্যাচাল চালাকালীন সময়ে ওই পোস্টের স্ক্রিন শট নিয়ে রাখে। কমেন্টের স্ক্রিনশট নিয়ে রাখে। পরে তাদের ছাগু ব্লগ এবং ছাগু ফেসবুক পেইজে সেগুলো আপলোড দেয়। এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন , ছাগুরা পরোক্ষভাবে কেমনে সুযোগটা পাচ্ছে। সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই গুটিকয়েক বিতর্কিত উস্কানীমূলক পোস্ট দেয়া ব্লগারদের কাছেই পুরো সামু যেন মানসিক ভাবে দাসত্ব বরণ করে আছে। আর কয়েকজন সেলিব্রিটি ব্লগার উস্কানীমূলক/ক্যাচাল মানসিকতার ব্লগাদের ব্যাক সেভ করে। ধর্ম, দেশ, জাতী, ভাষা, সম্প্রদায়কে কটাক্ষ করে, অবমাননা করে কোন পোস্ট দেয়া হলে তা কর্তৃপক্ষ বাতিল করবে__ এমন একটা ধারা সামুর সংবিধানে আছে। এখন আপনারা নিজেরাই বলেন, সামু নিজে এই ধারা কতটুকু মেনে চলে। মুক্ত চিন্তার নামে ধর্মীয় উস্কানীমূলক পোস্ট দিলে সেটা সরাতে গড়িমসি করে। এখন ও সামুতে সার্চ দিলে ওরকম উস্কানী মূলক শত শত পোস্ট পাওয়া যাবে। ব্লগাররা দায়িত্বশীল ব্লগিং ই করে। সেটা তাদের বলে দিতে হবে না। আগে সামুর ভিতর ঘাপ্টি মেরে থাকা গুটি কয়েক উস্কানীপোস্ট দাতা ব্লগার, ক্যাচাল মানসিকতার ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। তাহলে সামুতে এমনিতেই সুস্থ ব্লগিং পরিবেশ ফিরে আসবে। আমি জানি অনেক অপ্রিয় কথা বলে ফেলেছি। ব্লগটিকে ভালবাসি বলেই বললাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

আরজু পনি বলেছেন: আমাদের সবার দায়িত্বশীল আচরণ, ব্লগিং-ই সুস্থ্য পরিবেশ এনে দিতে পারে।

আশা করি মডারেশন প্যানেলও এবিষয়ে আরো সতর্ক থাকবেন।।

হ্যাঁ, ভালবাসি বলেই চাই সামহোয়্যারইন সবসময়ই সচল থাকুক। কোন অপশক্তির কারণে যেন কোনরকম দূর্ঘটনা না ঘটে।

অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন যুবক।।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

প্রকৌশলী আতিক বলেছেন: নাস্তিক তোষণকারী ব্লগ হিসেবেও অপবাদ শুনতে হয়

এখানে অপবাদ কথাটা বেমানান আপু। কারন, দাড়িপাল্লার পোষ্ট টিকে নির্বাচিত পাতায় দেখা গিয়েছিল। [যারা দেখেছেন, তারাই এটা এনশিওর করেছিলেন]

আমরা ব্গার, সচেতন নাগরিক, শিক্ষিত সমাজ, বাট, আমরা যে কোনো দলের দালালি করতে দ্বিধা করিনা। দলীয় হীন কর্মকেও উল্টো ভাবে বুঝিয়ে, সাধারনের কাছে গ্রহন যোগ্য করানোকে, অনেকই ফরজ বলে মনে করে।

আপনার নিশ্চই মনে আছে, বেগম খালেদা জিয়া কে নিয়ে কুরুচীপূর্ন স্যাটায়ার, নির্বাচিত পাতায় ছিল। আমি নিজে সেটা দেখেছিলাম।

সব কথার বড় কথা, আমাদের মধ্যে এখোনো অনেকেই আছেন, যারা নিজেদের মনুষত্যকে বিসর্যন দেয়নাই। আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে। সহমত।

ধন্যবাদ আপু।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

আরজু পনি বলেছেন:

কি বলবো! দাড়িপাল্লার ঘটনার রাতে আমি নিজেও ব্লগে ছিলাম সেই সময়। কিন্তু নিজের ব্লগে ছিলাম বলে কিছুই টের পাইনি। যখন বুঝলাম তখন প্রথম পাতায় কোনভাবেই যেতে পারি নি। কি হয়েছিল তা বুঝতেই সময় লেগে গেছে...।

আমার অবাক লাগে...যেখানে আমি প্রথম পাতায় যেতেই পাচ্ছিলাম না সেখানে নির্বাচিত পাতা অন্যরা দেখলো কেমন করে....কি জানি?! হতেও পারে....তবে তেমন প্রমাণ এখনও আমি পাইনি, সে হয়তো আমারই সীমাবদ্ধতা।

তবে এটা মানবেন তো, বর্তমানে নির্বাচিত পাতা অনেকই নির্ভরযোগ্য হয়ে উঠেছে?

হ্যাঁ, এখনও অনেকেই আছে, এই সংখ্যাটাই বেশি, যারা মনুষত্বকে বিসর্জন দেয় নি।

আশা করি তারাই আশা করতে পারি ব্লগার শব্দটিকে অবশ্যই দায়িত্বশীল গোষ্ঠী হিসেবেই পরিচয় করিয়ে দিতে পারবো সর্বসাধারণের কাছে।

আপনাকেও অনেক ধন্যবাদ আতিক।
নিরাপদে থাকুন।।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

মামুন রশিদ বলেছেন: ব্লগাররা আমাদের সমাজের অগ্রসর এবং সচেতন গোষ্ঠি । তাই আমাদের আরও দায়িত্বশীল হয়ে উঠতে হবে । একই সাথে সমাজে ব্লগারদের যেভাবে চরিত্রহননের চেষ্টা চলছে, তার বিরুদ্ধেও রুখে দাড়াতে হবে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, মামুন, সচেতন আমাদেরকেই হতে হবে।

ধন্যবাদ আপনাকে।
নিরাপদে থাকুন।।

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

তোমোদাচি বলেছেন: আমাদের সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে!!
ধন্যবাদ সুন্দর লেখাটার জন্য !!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

আরজু পনি বলেছেন:

আমাদের সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে। অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে। দায়িত্বশীল আচরণ করতে হবে।

আপনাকেও অনেক ধন্যবাদ তোমোদাচি।
নিরাপদে থাকুন।।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

আপেল বেচুম বলেছেন: আচ্ছা একটা প্রশ্নে জবাব দিন তো, সাধারণত নির্বাচিত পাতায় জামাতী বা চুলকানী ওয়ালা নাস্তিকতার কোন পোস্ট কি দেখা যায়?


হাসালেন আপু ।

উত্তর - হ্যাঁ,হ্যাঁ,হ্যাঁ; যায় । দাড়িপাল্লা ইনসিডেন্ট । আবার বলে বসবেন না ওটা একটা ঘটনা , বিচ্ছিন্ন ঘটনা ।

হেডলাইনটা আমি বুঝেছি, ব্লগার-রা নিজে বুঝেছে কী ? মডারেটর-রা নিজে বুঝেছে কী ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

আরজু পনি বলেছেন:

আমি তো "সাধারণত" শব্দটা ব্যবহার করেছি!

যাই হোক, বর্তমানে কিন্তু নির্বাচিত পাতা অনেক বেশিই নির্ভরযোগ্য হয়ে উঠেছে। আশা করি এব্যাপারে একমত হবেন।

আশা করি আমরা দায়িত্বশীলতার কথা মাথায় রেখেই ব্লগিং করবো। দেশের একটা সচেতন গোষ্ঠী হিসেবে দেশের সর্বসাধারণের কাছে নিজেদের পরিচিত করতে সক্ষম হবো।।

অনেক ধন্যবাদ আপনাকে।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

কয়েস সামী বলেছেন: অনেক সময়োপযোগী হইসে লেখাটি। ভাল লাগা। আপু, আজ একটা পোস্ট করনে পইরেন সময় পাইলে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

আরজু পনি বলেছেন:

চারদিকে দেখতে, শুনতে আর ভাল লাগছিল না। ওসব কথা কিছুই লেখিনি, যা প্রতিনিয়ত ফেস করছি। সবার দায়িত্বশীলতাই কাম্য।



হ্যাঁ, পোস্টটা পড়েছি। মন্তব্যও করেছি।।
অনেক ধন্যবাদ কয়েস সামী।।

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

ভাম_বেড়াল বলেছেন: @লেখক-
উপযুক্ত সময়েই লেখাটি দিয়েছেন। একসময় ব্লগদুনিয়াকে কেউই পাত্তা দিতোনা। তারপর বিরাট পরিবর্তন এসেছে। একাধিক ইস্যুতে ব্লগাররা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন।

প্রজন্ম চত্বরে উপস্থিত ছাগুদের এজেন্টরাও তথাকথিত হারাম টেকনোলজির সাহায্যে ফটো তুলছে, ঈমানী বান্দারা সেসব পাইরেটেড ফটোশপে এডিট করছে, ব্লগে পুস্ট করছে। জামাতের মত হিপোক্রেট রাজনৈতিক দল সারা বিশ্বে আর কোথাও আছে কিনা জানিনা। ইন্ডিয়ার আরএসএস, বজরং দল - এসবের কথা জানি। এরা অন্তত পিউর মৌলবাদী খচ্চর। এরা প্রচারও করে যে এরা খচ্চর। জামাতের মত হিপোক্রেট না।

আর একখান ব্যাপার উল্লেখ্য, ব্লগদুনিয়া ছাড়াও ফেসবুক একটা শক্তিশালী গণবার্তা ছড়ানোর মাধ্যম। সেটার সাহায্যে কলকাতার দাদারা শাহবাগ আন্দোলনে অংশ নিতে গিয়ে পরোক্ষে হিন্দুত্ববাদী উসকানি দিচ্ছে। এটা কন্ট্রোল করার জন্য ব্লগারদের অবিলম্বে ফেসবুকের ভারতীয় গ্রুপগুলোতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

এসব কথা বলার সাথে সাথেই যে ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় তা হল, ব্লগার শব্দটার চেয়েও অনলাইন অ্যাক্টিভিস্ট শব্দটা বেশী উপযুক্ত। খালি সামহোয়্যারইন নয়, সচলায়তন, নাগরিকব্লগ, আমারব্লগ, মুক্তমনা - এরাও - সাথে আছে ফেসবুক, টুইটার - মিলে একটা দুনিয়া গঠন করছে। এতো বড় দুনিয়াতেও কিন্তু আন্দোলন বিচ্ছিন্ন হচ্ছেনা। একীভূত করার পন্থাও গজিয়ে উঠছে। ফেসবুকে গ্রুপ, পেইজ, টুইটারে #shahbag হ্যাশট্যাগ - একসাথে থাকার উপায় ঠিকই তৈরি আছে। খালি ব্যবহারের অপেক্ষায়।

মডুদের প্রতি অনেকের ক্ষোভ আছে। সেটাই স্বাভাবিক। দাঁড়িপাল্লার পোস্ট নির্বাচিত ক্যাটেগরিতে থাকার যোগ্য ছিলনা। অতি নিম্নমানের যুক্তিহীন পোস্ট। কিন্তু তাই বলে নাস্তিক্যবাদী পোস্ট হলেই সেটা নির্বাচিত করা যাবেনা - এমন চিন্তা যাঁরা করেন তাঁদের বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া উচিত নয়। এমন চিন্তা যাঁরা করেন তাঁরা সৌদির দিকে দৌড় দেন। বাংলাদেশ আপনাদের জন্য নয়, কেন নয় সেটা সংবিধানের প্রস্তাবনা পড়লেই বুঝবেন।

নাস্তিক ইস্যুর সাথেই জামাত ইস্যুতেও একই কথা। ভারতের বিরূদ্ধে কথা বললেই বা হিন্দুধর্মের বিরূদ্ধে কথা বললেই তাকে জামাত সাজানোর ট্রেন্ড আগে দেখেছি। এখন এটা স্তিমিত। এটা একটা ভালো দিক।

যুক্তি দিয়ে নিরপেক্ষ আলোচনা-সমালোচনা হলেই ব্লগ কমিউনিটির তিক্ততা দূর হবে। প্রবাদ আছে, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। আমাদের পাগল - শিশুর পর্যায়ে নিরপেক্ষতা আনতে হবে। অতি পছন্দের ব্লগারের পোস্টেও সামান্য আপত্তিকর কথা পেলে দ্বিধাহীন ভাবে নিজের দ্বিমত জানাতে হবে। তাহলেই দূর হবে দলীয় কোন্দল। সে দল হতে পারে ধর্মীয়, নাস্তিকীয়, বা সিণ্ডিকেট শ্রেণির।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

আরজু পনি বলেছেন:

জামাতি হিপোক্রেটদের আসলে সবাই চিনে, তারপরও সাধারণ মানুষ বিভ্রান্ত হয়!

হ্যাঁ, অনলাইন এক্টিভিস্ট কথাটাই বেশি উপযুক্ত। আসলে আমি নিজে ফেসবুকে তেমন থাকি না, ব্লগ বলতে এক সাহোয়্যারইন-এই কিছুটা বেশি সময় থাকি। তাই চাই না কোনভাবেই এই ব্লগের কোন ক্ষতি হোক।

সামহোয়্যারইন সবসময় সরবে পথ চলুক।

অতি পছন্দের ব্লগারের পোস্টেও সামান্য আপত্তিকর কথা পেলে দ্বিধাহীন ভাবে নিজের দ্বিমত জানাতে হবে।
....এই কথাটার প্রতিফলন ঘটােত গিয়ে কখনো কখনো কারো চক্ষুশূলও হয়েছি ! :| তবে এমনটিই হওয়া উচিত।

আমি সচেতনভাবেই মনে রাখার চেষ্টা করে মেনে চলার চেষ্টা করবো।

ভাম, অনেক অনিয়মিত আপনি, মিস করি আপনার ব্লগিং।

আশা করি আরেকটু বেশি সময় ব্লগে দিবেন।
অনেক ভালো থাকুন, আর নিরাপদ থাকুন।।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

তাসবীর আহমাদ বলেছেন: পোস্টের শিরোনামের সাথে সম্পূর্ণ একমত। কিন্তু বাস্তবতা ভিন্ন। মাত্র গুটিকতক ধর্ম বিদ্বেসী গালিবাজ ব্লগারদের অপকর্মের বোঝা বইতে হচ্ছে ৯৯.৯৯ ভাগ ব্লগারদের।

সব চাইতে দুঃখজনক হচ্ছে সেই গুটিকতক গালিবাজ ব্লগারদের ধর্ম বিদ্বেসী,অশ্লীল লেখার বিরুদ্ধে অতি সাধারন প্রতিবাদী মন্তব্যের কারনে জেনারেল হওয়া, কমেন্টস ব্যান কিম্বা ব্লগ থেকেই ব্যান করা হচ্ছে।আপনি, পাঠকগন চাইলেই আমার এই বক্তব্যের সত্যতা আমি প্রমান করতে পারবো।কিন্তু ভয় হচ্ছে-এই মন্তব্যের কারনেই আমাকে ব্যান করার হতে পারে। কারন, সামুতে অপ্রিয় সত্য কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছে।

ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

আরজু পনি বলেছেন:

ধর্ম বিদ্বেষী এবং ধর্মান্ধ কিছু ব্লগার, উভয়ের জন্যেই করুণা।

আর এদের বিরুদ্ধে সচেতন আমাদের সবাইকেই থাকতে হবে। যেন এদের কারণে সর্বসাধারণের কাছে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন না হয়।

আমাদের দায়িত্বশীল ব্লগিং-ই পারে এসব জঞ্জাল থেকে আমাদের নিরাপদ রাখতে।

কি হবে প্রমাণ দিয়ে, বরং চেষ্টা করি, এসব যেন পাত্তা না পায়।

আপনাকেও অনেক ধন্যবাদ তাসবীর।।

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

নতুন বলেছেন: ♣সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে...



ছাগুদের এই সব ব্লগার নাস্তিক এই প্রচারনায় সবার কাছে ব্লগের কথা পৌছে যাবে.... সাধারন মানুষও এখন একবার হলেও ঢু মারবে ব্লগে....

তখন সবারই ভুল ভাংবে....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

আরজু পনি বলেছেন:

এখন সামহোয়্যারে ভিজিটর আগের চেয়ে অনেক বেশি। আশা করি তাদের ভুল ভাঙবে আমাদের দায়িত্বশীল আচরণ দেখেই, ঠিকই বলেছেন।

অনেক ধন্যবাদ নতুন।
নিরাপদে থাকুন সবসময়।।

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

স্বদেশ হাসনাইন বলেছেন: ব্লগ হোক বা নিউজপেপার এসব তো বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের জাতিগত বৈশিষ্ট্যগুলো এখানে এসে উপস্থিত হয়। কোথাও স্বাধীনতা পেলে যতক্ষন অপব্যবহারে সেটা তিক্ত হয়, ততক্ষণ সেটা চলতেই থাকে। ধরুন পাহারাদার না রেখে বাড়ির দেয়ালটা চুনা করলেন, পরদিনই শত শত পোস্টার এসে ছেয়ে যাবে। যখন নীতি ভাঙা শুরু করে অন্যরা ধরুন কিউ ভেঙে কিছু লোক বাসে উঠতে শুরু করেছে, তখন সভ্য কিউতে দাঁড়িয়ে থাকা মানুষটি দায়িত্ববানের বদলে নির্বোধ বলে চিহ্নিত হয়। মনে রাখতে হবে এটা পৃথিবীর একমাত্র দেশ যেখানে পথের ম্যানহোলের ঢাকনাও চুরি হয়। এখানে দু পয়সা খরচ করলেই যদি প্রচার হয় ..তবে রাজনৈতিক প্রোপাগাণ্ডা মেশিন হিসেবে ব্লগের ব্যবহারও অপ্রত্যাশিত নয়।
দ্বিতীয় বিষয়টি হলো ব্লগে একেকজন একেকটা উদ্দেশ্য নিয়ে থাকে। ব্লগ তো সারা বিশ্বেই এমন - একটা সুস্থ প্রকাশ মিডিয়া। এখানে সবাই যে রাজনীতি সচেতন হবে তা নাও হতে পারে। তবে এখানে যারা এখানে মন্তব্য করছে সবাই কমবেশি সচেতন। কিন্তু অপপ্রচারের জন্য নিয়োজন পেশাদার ব্লগারদের কোন উপদেশ দিয়ে ঠেকানোর উপায় নেই। আর মডারেশন এক্সপেনসিভ প্রসেস। যেখানে মিনিটে মিনিটে পোস্ট আসছে সেখানে এটা কখনই ফুলপ্রুফ সম্ভব হবে না।

দায়িত্বশীল ব্লগার হওয়া উচিত, তবে উল্টোপিঠে একজন দায়িত্বশীল ব্লগারকে প্রমোট করা ব্লগিং প্লাটফর্মের নিজের স্বার্থে করা উচিত।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

আরজু পনি বলেছেন:

কি আর বলবো, তারপরও আশা করি, যতোটা সম্ভব পারা যায়, আমরা যারা ব্লগার তারাতো আর সবার চেয়ে নিজেদের সচেতন নাগরিক হিসেবে নিজেদের বিবেচনা করি। কাজেই আমাদের অবশ্যই উচিত, ম্যানহোল চুরি স্বভাবের না হয়ে বা উদ্দেশ্য প্রণোদিত হয়ে নোংরামি না ছড়িয়ে সুস্থ্য ব্লগিং চর্চা করার।

ভালো লাগলো আপনারে সুন্দর মন্তব্যে।
অনেক ধন্যবাদ স্বদেশ হাসনাইন।

নিরাপদে থাকুন সব সময়ই।।

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

শ্যামল বাংলা বলেছেন:
চমতকার একটি পোস্ট। আপনার পোস্টের বক্তব্য, প্রত্যাশাই সামহ্যোয়ারইন ব্লগের লক্ষ লক্ষ পাঠকদের প্রত্যাশিত। আপনার, আমার এবং আমাদের সকলেরই প্রত্যাশা সুন্দর। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির ব্যাবধান অত্যন্ত হতাশাময়। সামহ্যোয়ারইন ব্লগে এখন সামহ্যোয়ারইন ব্লগ বিষয়ে আলোচনা-সমালোচনাও আত্মহত্যার শামিল বললে ভুল বলা হবেনা। তারপরেও ঝুকি নিয়েও আপনার পোস্টের সাথে সহমত জানিয়ে কয়েকটি কথা বলতে চাই-আশা করি যথাযথ ক্ষমতাবান কর্তিপক্ষ(মডারেটর) আমাকে সামহ্যোয়ারইন ব্লগ পরিবারের শুভাকাংখী না মনে করুন-অন্তত শত্রু মনে করবেননা।

সামহ্যোয়ারইন ব্লগ বিশাল একটি ভার্সুয়াল প্লাটফর্ম-যা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি মাধ্যম। এখানে সকল রাজনৈতিক দল মত, ধর্ম ও চিন্তা চেতনার ব্লগার রয়েছেন। এই ব্লগে যেযার মত করে লিখেন-যা স্বাভাবিক নিয়মেই ব্লগে প্রকাশিত হয়। সামহ্যোয়ারইন ব্লগে লিখেই অজস্র তরুন তরুনী আজ লেখক হয়েছেন, নিজের সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছেন। আমাদের দেশে সুস্থ্য বিনোদনে নিজের সৃজনশীলতা প্রকাশ করে ও অন্যদের সৃজনশীলতার সাথে নিজেকে পরিচিত করে বিশ্বজুড়ে সকল বাংলাভাষী বাংগালীদের মধ্যে একটা সেতুবন্ধনে আবদ্ধ করতে পেরেছেন। প্রকৃত পক্ষে সামহ্যোয়ারইন ব্লগই “আইডিয়াল সিটিজেন জার্নালিজম”র একমাত্র এবং অদ্বিতীয় উদাহরণ। এতবিধ কারনেই আজ দুনিয়া জুড়ে সকল বাংলা ভাষা ভাষীদের কাছে বাংলায় প্রকাশিত যেকোনো দৈনিক পত্রিকার চাইতেও অনেক বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন সামহ্যোয়ারইন ব্লগ-যার কৃতিত্ব ব্লগ প্রতিষ্ঠাতা দম্পতি জানা-আরিল, সামহ্যোয়ারইন ব্লগ টিম এবং সাহহ্যোয়ারইন ব্লগের প্রান লক্ষ লক্ষ পাঠক-লেখক ব্লগারগন।

কিন্তু বিষেশ একটি দুটি ক্ষেত্রে সামহ্যোয়ারইন ব্লগ কর্তিপক্ষ পাঠক-লেখক-ব্লগারদের প্রত্যাশা পুরনে ব্যার্থ হয়েছে। প্রথমত, ধর্ম বিদ্বেসী অশ্লীল উস্কানীমূলক লেখিয়ে কতিপয় ব্লগারদের যেভাবে সামহ্যোয়ারইন মডারেটর পৃষ্ঠপোষকতা দিয়েছেন একই ভাবে সেইসব ধর্ম বিদ্বেসী লেখার সাধারন ভিন্নমত পোষণ/ প্রতিবাদীকারী ব্লগারদের প্রতি সব সময়ই জিড়ো টলারেন্স দেখাতে দেখেছি-ধর্ম বিদ্বেসী লেখার প্রতিবাদকারীদের নিষ্ঠুর শাস্তি দেয়াটাই মডারেটরের প্রধান দ্বায়িত্ব প্রমানিত হয়েছে সব সময়। একই ভাবে দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের সমর্থক ব্লগারদের প্রতিও লেভেল প্লেয়িং দেখানো হচ্ছেনা। ক্ষমতাসীন দল সমর্থক ব্লগারদের আপত্তিকর পোস্ট উতসাহিত করে “নির্বাচিত পাতা”য় স্থান দেয়া হয়-সেই পোস্টের বিষয় আপত্তি জানালে প্রতিবাদকারীকে শাস্তি পেতে হয়! একই পৃষ্ঠপোষকতায় যখন তখন নির্বিচারে ট্যাগিং করা হচ্ছে! এসব ক্ষেত্রে মডারেটরের ভূমিকা নিশ্চিতভাবেই প্রশ্নবিদ্ধ।

এই সমস্যা থেকে উত্তোরণের সব চাইতে ভাল উপায়-ব্লগারদের নৈতিকতা, সততা, (যুদ্ধাপরাধী, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরোধীতাকারী ছাড়া) সকলের প্রতি পারস্পরিক সম্মান বজায় রেখে সকল ধরনের উগ্রতা পরিহার করে ব্লগিং করা। এককথায় সামহ্যোয়ারইন ব্লগ সংশ্লিষ্ট সংগঠক, পাঠক, লেখক শুভাকাংখী সবাই শিক্ষিত। সামহ্যোয়ারইন ব্লগে মডারেটর আছেন, থাকবেন তারপরেও মূলত ব্লগারদের নৈতিকতাই সব চাইতে বড় সম্পাদনা কিম্বা মডারেশন হতে পারে। সেজন্যও চাই সামহ্যোয়ারইন ব্লগ কর্তিপক্ষের সহযোগীতা।

ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

আরজু পনি বলেছেন:

বাংলা ভাষার সবচেয়ে বড় প্লাটফর্ম বলেই একে ব্যবহারের ভিন্নতা দেখা যায় সবসময়ই।

নিজেকে পরিচিত করার এক উৎকৃষ্ট মাধ্যম এই সামহোয়্যারইন। আবার এর মাধ্যমে কুরুচীপূর্ণ বিদ্বেষ ছড়িয়ে দিতেও কেউ কেউ পিছপা হচ্ছে না, যাদের কারণে ভুক্কভোগী হচ্ছে আর সব ব্লগাররা।

সকলের প্রতি ((যুদ্ধাপরাধী, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরোধীতাকারী ছাড়া,)) সকলের সম্মান, দায়িত্বশীলতাই পারে একে সুন্দর একটি প্লাটফর্ম হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য, পরিচিত করে তুলতে।

আপনাকেও ধন্যবাদ শ্যামল বাংলা।
ভালো থাকুন সবসময়ই।।

৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

ফারাহ দিবা জামান বলেছেন:
অনেক সুন্দর আর সময়োপযোগী পোস্ট।

ঠিকই বলেছেন।
সহমত জানিয়ে গেলাম।

ভালো থাকুন সবসময়।
আশা জাগানিয়া জীবনানন্দে।
শব্দটা সুন্দর।
সম্ভবত আপনার কাছ থেকেই শুনেছি।
খুব সুন্দর শব্দ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

আরজু পনি বলেছেন:

একটা সময়, যখন আপনার সম্পর্কে কিছুই জানতাম না। আপনার পোস্টে কমেন্ট করতে গিয়ে নিজেই কবি হয়ে যাচ্ছিলাম, সে সময় গুলোতে মনে হতো আহারে কবিদের মতো যদি এতো সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারতাম!

যাই হোক আপনাকে দেখে ভাল লাগল।
নিরাপদে থাকুন সবসময়ই।।

৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

ইখতামিন বলেছেন:
১৪তম ভালো লাগা. +++++++++++

পোস্ট প্রিয়তে নিলাম
পড়ে পরে মন্তব্য করবো

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

ঠিকাছে....

ভালো থাকুন।।

৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

শ্যামল বাংলা বলেছেন: আমার মন্তব্যের জন্য শাস্তি পেয়েছি কিনা দেখার জন্য এসেছিলাম। নিজেকে নিরাপদ দেখে সাহস করে আরো দুলাইন লিখেই ফেলি-

সামহ্যোয়ারইন ব্লগে অসহনীয় ক্যাচাল প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে যখন থেকে বর্তমান আনুষ্ঠানীক মডারেটরের দায়িত্ব পেয়েছেন। সামহ্যোয়ারইন ব্লগের সর্বশেষ বিরক্তিকর সংযোজন “নির্বাচিত পাতা”। এই নতুন সংযোজন “নির্বাচিত পাতা” স্বার্বজনীন বিরক্তির চরম সীমা অতিক্রম করেছে-যখন “মডারেশন প্যানেল” নামক আরো একটা বাড়তি ক্ষতিকর চক্র সৃষ্টি করা হয়েছিল(আমি জানিনা মডারেশন প্যানেলে কে বা কারা আছেন-কেউ আমার ব্যাক্তি অপছন্দের নঞ এবং কারো প্রতি ব্যাক্তি বিদ্বেসও নেই)। যদিও সামহ্যোয়ারইন কর্তিপক্ষ ব্লগের স্বার্বিক মান উউন্নয়নেই “মডারেশন প্যানেল” তৈরী করেছিলেন কিন্তু উক্ত প্যানেল কখনওই “নির্বাচিত পাতা”র জন্য মানসম্মত লেখা নির্বাচিত করেনইনি বরং গোষ্ঠীগত ভাবধারার ব্লগারদের লেখাকেই সব সময় নির্বাচিত পাতায় স্থান দিয়ে সাধারন ব্লগারদের বিরক্তির কারন ঘটিয়েছেন এবং এখনও সেই অপতপরতা থেমে নেই।

ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

আরজু পনি বলেছেন:

বর্তমান মডারেটর সম্পর্কে আমার কোন বাজে ধারণা নেই। আপনার কেন এমনটি মনে হলো তা ব্যাখ্যা করলে ভালো হতো। ব্যাখ্যা ছাড়া নেগেটিভ কথার গুরুত্ব থাকে না অনেক সময়ই।

আর নির্বাচিত পাতার অবশ্যই গুরুত্ব রয়েছে। আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আমি সহ অনেকের কাছেই আছে, বলতে গেলে সত্যিকারভাবে বেশিরভাগ ব্লগারের কাছেই আছে। ফিল্টারিং করে অনেক ভালো পোস্টই কিন্তু নির্বাচিত পাতায় দেখা যাচ্ছে। যেটি ক্রমানুসারে পাতায় এভাবে দেখা সম্ভব না, অনেক হালকা পোস্টের ভীড়ে।

আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। আর যদি "বুঝবই না" এমন ভেবে থাকেন তবে যতো যুক্তিই দেখাই না কেন তাতে আপনাকে বোঝানো সম্ভব হবে না।

আরেকটা কথা, যুক্তিপূর্ণ, গঠনমূলক কথায় মডারেটর শাস্তির দিয়ে থাকেন কি না আমি জানি না। কাজেই সব কিছুতেই মডারেটর এর দোষ খোঁজাও খুব বাহাদুরীর কিছু নয়।

আমার ব্লগের যে কোন পোস্টে গঠনমূলক সমালোচনায় আপনাকে উন্মুক্ত আহবাণ জানাচ্ছি।

ভালো থাকুন শ্যামল বাংলা।
অনেক ধন্যবাদ আপনাকে।।

৩৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভালো লাগলো.....
মাতৃভাষা দিবসে লালগুলাপ শুভেচ্ছা থাকলো

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম।

আপনার জন্যেও রইল সংগ্রামী শুভেচ্ছা।।

৩৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

মনিরা সুলতানা বলেছেন: হু দায়িত্বশীলতার মুর্ত প্রতীক
চমৎকার পোস্ট :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

নিরাপদে থাকুন ম্যাডাম ।।

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: পনি'পু, সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে... আমাদের এই প্রত্যাশা কি সত্যিই সামু মডারেটর পুরণে সহায়ক হবেন???


আমরাতো এমনটি ছিলামনা, বাস্তবেও ভিন্ন মতাদর্শীদের সাথে আমাদের সহাবস্থান-কিন্তু কেনো সামুতেই আমরা এতটা উগ্র হয়ে যাই?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

আরজু পনি বলেছেন:

আমাদের নিজেদেরকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

আর মডারেটর আশা করি আরো সতর্কতা অবলম্বন করবেন।

শেষের কথাগুলো আসলেই বড্ড ভাবনার...আর এখানেও মজার বিষয় হলো, বাস্তবে আমরা যা পুষে রাখি তার সমস্তই এখঅনে উগড়ে দেই , তাই হয়তো...

ধন্যবাদ ক্ষুধিত...
ভালো থাকুন।।

৩৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

ইখতামিন বলেছেন:
আপু! অবশেষে লেখার আগা-গোড়া পুরোটাই পড়ে ফেললাম.
একটা মন্তব্যও বাদ যায়নি। বাদ যায়নি কোনও জবাব.
এক কথায় অসাধারণ একটা পোস্ট।
একটা টুকটাক লিখেছিলাম. কিন্তু মনের কথাগুলো প্রকাশ করতে পারিনি। © হয়তো নিজের সীমাবদ্ধতা।
কিন্তু সেই ভাবনাগুলোই আপনার এই লেখার মাধ্যমে অনেক অনেক উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। যা এই মূহুর্তে খুবই প্রয়োজন ছিল।
তাই আমিই আপনাকে ধন্যবাদ দিচ্ছি।

তবে হ্যাঁ... সকল ব্লগারকেই দায়িত্বশীল হতে হবে।
শুধু তাই নয়, মডারেটরবৃন্দকেও দায়িত্বশীলতার পথে চলতে হবে। যদিও সার্বক্ষণিক মডারেটিং করাটা খুবই কষ্টকর ব্যাপার।
এবং সেই ক্ষেত্রে দায়িত্বে হানি হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু একটু সময় ব্যয় করলে সেটাও আশা করি পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করি।

তবে আমার চারপাশের পরিস্থিতি দেখে আজ আমার কেন জানি মনে হচ্ছে, খোদা না করুন, সামহোয়্যার ইন ব্লগ অচিরেই কোনও অঘটনে পড়তে যাচ্ছে। আমি চাই, আমার এই ধারণা ভুল প্রমাণিত হোক।

কিন্তু যেসব দায়িত্বজ্ঞানহীন ব্লগারের কারণে আজ তাদের প্রিয় সামহোয়্যার ইন ব্লগ চরম সংকটাপন্ন অবস্থায়, তারা কি একবারও ভাবছে?

ভালো থাকুন. আগের কমেন্টটি মুছে ফেলতে পারেন.

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

আরজু পনি বলেছেন:

আমি আপনার পোস্টটা অফলাইনে পড়ার কারণে মন্তব্য করা হয়ে উঠেনি, সময় নিয়ে যাব...


অনেক ধন্যবাদ আপনাকে।।

৩৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: সুন্দর বলেছেন আপু । এভাবে সবাই ভাবলে অনেক ভাল কিছু হতে পারত ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

আরজু পনি বলেছেন:

আমাদের প্রত্যেকের বিষয়েই এব্যাপারে সচেতন হতে হবে।

অনেক ধন্যবাদ নিয়েল হিমু।।।

৪০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: চরমভাবে একমত।
তবে মডারেশন টিমকে আরও চৌকশ হওয়া উচিত।
আগের কমেন্টটা মুছে দেবেন দয়া করে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আপনার মতামত দেবার জন্যে।
আশা করি মডারেশন প্যানেল ব্লগারদের মতামত ভেবে দেখবেন।।

৪১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মুনতাশীর বলেছেন: প্রত্যাশা আর প্রাপ্তির ব্যাবধান অনেক-তারপরেও এমন সুন্দর প্রত্যাশার সাথে সহমত জানাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

আরজু পনি বলেছেন:

আমাদের দায়িত্বশীল আচরণই পারে প্রত্যাশা আর প্রাপ্তির দূরত্ব ঘোচাতে।

অনেক ধন্যবাদ আপনাকে। ।

৪২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: যারা ব্লগ কি এবং ব্লগার কি এটা জানেনা তাদের অনেকেই এখন ব্লগার বলতে বুঝে নাস্তিক মানুষ আর ব্লগ বলতে বুঝে যেখানে আল্লাহ রাসুলের বিরুদ্ধে লেখা হয়! জামাত-শিবির ভালভাবেই এই রকমের একটা ধারনা সৃষ্টি করতে পেরেছে। এখনই আমরা এই বিষয়ে কিছু না করতে পারলে ভবিষ্যতে নিজেদের ব্লগার বলে পরিচয় দেয়ার উপায় থাকবে না! :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, নাজিম আমাদের এখনই সময় নিজেদের সুস্থ্য, সুন্দর রূপটি তুলে ধরার। "ব্লগার" শব্দটি যেন দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হয়ে উঠে।।

ভালো থাকুন আপনি।।

৪৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সময়োচিত লেখা। ব্লগিং করি, এই কথাটা বলতেও এক সময় চিন্তা করতাম, এইটা মানুষ বুঝবে কীনা? এখন আর বোঝাতে হয় না। 'ব্লগার' এই শব্দটা মিডিয়ার জন্যই হোক আর দায়িত্বশীল ব্লগার দের জন্যই হোক, এখন অনেকেই জানেন, বুঝুক আর না বুঝুক। এও কম কী!

ব্লগারদের সচেতন হতে হবে। আসলে ব্লগার হওয়ার আগে মানুষ হতে হবে। মানুষ হতে না পারলে ব্লগার কী আর ইন্টারনেট এক্টিভিস্টই কী!

ভালো থাকুন আপু।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

আরজু পনি বলেছেন:

মানুষ....প্রকৃত মানুষ হওয়া হলো চর্চার বিষয়। সেটি আমাদের নিয়মিত চর্চা করে যেতে হবে।

অনেক ভালো থাকুন সজীব।।

৪৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল একটা লেখা -

সংখ্যায় খুবই নগন্য কিছু দায়িত্বহীনদের কারণে তার দায় পড়ছে সবার উপরে - কথা সত্য -

দায়িত্বশীল ব্লগিংয়ের প্রচার এবং প্রসারের দায়িত্ব আমাদের সব ব্লগারদের

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সকলেরই দায়িত্ব "ব্লগার" শব্দটিকে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য করে উপস্থাপন করা।।

অনেক ধন্যবাদ মাসুম।।

৪৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

দূর্যোধন বলেছেন: কিছুটা বাধ্য হয়েই লগিন করতে হলো ।
এখানে দেখা যাচ্ছে অনেকেই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে দাড়িপাল্লার পোস্ট নির্বাচিততে ছিল বলে দাবী করছেন ।
দাড়িপাল্লার সেই পোস্ট কোনোভাবেই নির্বাচিততে ছিলনা বলে আগেই নিশ্চিত করা হয়েছে । তাছাড়া যারা বলছেন নির্বাচিততে ছিলো- তারা কেউ কোনো স্ক্রিনশটও দেখাতে পারেন নি । প্রমান ছাড়া স্বর বাজালে তো হবে না !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮

আরজু পনি বলেছেন:

কান নিয়েছে চিলের দশা হয়েছে।

ঠিকই বলেছেন দুর্যোধন, প্রমান ছাড়া স্বর বাজালে তো হবে না !

অনেক ধন্যবাদ আপনাকে, মুখের উপর ঠাস করে বলে যাওয়ার জন্যে।।

৪৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

জাতির নানা বলেছেন: আস্তিক, নাস্তিক পরিচয় নিয়ে আমার কোন সমস্যা নেই। আমার সমস্যা হলো চুলকানী স্বভাবওয়ালাদের নিয়ে


সহমত

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

আরজু পনি বলেছেন:

প্রত্যেকের নিজস্ব বিশ্বাসে আমার শ্রদ্ধা রয়েছে। তাই কে আস্তিক, কে নাস্তিক তা আমার বিবেচনার বিষয় নয়।

সমস্যা হলো, যারা পরিবেশ নোংরা করার পায়তারা করে তাদের নিয়ে।


নানা, আপনাকে অনেক ধন্যবাদ।।

৪৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

শের শায়রী বলেছেন: আমি খুব সামান্য দিন যখন ব্লগিং করি যখন ব্লগিং শুরু করছিলাম তখন একটি পোষ্ট দিয়েছিলাম আমি ব্লগিং থেকে কি চাই । আমি বলতে চাই আমার চাওয়া অনেকাংশে পূরন হয়েছে। কিন্তু এখন ও অনেক দূর যেতে হবে সেখান, ছাগু, ভাদা, আস্তিক, নাস্তিক শব্দগুলো এনে ব্লগ কে একটা নোংরা যুদ্ধক্ষেত্রে পরিনত করা হয়েছে।

এখানে আমি আশা করব শক্ত মডারেশনের এ ক্ষেত্রে শক্ত হাতে হাল ধরবে। আমার বুকের মধ্যে যে আশার আলো আমি ব্লগারদের থেকে দেখতে পেয়েছি সেটা আমি এত সহজ়ে নষ্ট হতে দেব না।

আর সব শেষে আমি আপনার সাথে একমত আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।

ঠিক সময়ে আঘাত করছেন। ভাল থাকুন সব সময়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

আরজু পনি বলেছেন:

শের শায়েরী, আপনি যথেষ্ট ভালো ব্লগিং করছেন যা অন্যের জন্যে অনুকরণীয় হতে পারে।

অনেক ভালো আর নিরাপদ থাকুন।।

৪৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল আপু। আসলে মনেহয় নিজের সার্থেই আমাদের দায়িত্বশীল হতে হবে। হঠাৎ যদি মরে যাই তখন আগ্রহী হয়ে কেউ ব্লগ পড়তে আসলে পড়ে যাতে অন্তত এটা বলে যে, নাহ লোকটা মনেহয় অতটা খারাপ ছিলনা :D

আপনার পোষ্টে শাহবাগ আন্দোলন নিয়ে একটি অফ টপিক মন্তব্য করার লোভ জাগল। কয়েকদিন ধরেই কথাগুলো আমার মনে ঘুরঘুর করছে। যদিও সিঙ্গেল এবং প্রায় বিচ্ছিন্ন একজন ব্লগার হিসেবে আমার জানা বা বোঝায় ভুল থাকতে পারে। তবুও সাহস করে আপনার ব্লগে বলে ফেললাম। ভুল হলে ছোটভাই হিসেবে ক্ষমা করে দিবেন :)

আমার চোখে শাহবাগের যে সমস্যাটা চোখে পড়েছে তা হচ্ছে আন্দোলনের চেইন। যেমন, সামহোয়্যারইন বাংলাদেশের সবচাইতে বড় ব্লগ হলেও এই ব্লগে শাহবাগ আন্দোলনে সামহোয়্যারইন ব্লগের ব্লগাররা কিভাবে ঐক্যবদ্ধ হবে বা কি কি করণীয় এসব জানতে কার কাছে যাবে এর কোন দিক নির্দেশনা ছিলনা। যদি বিভিন্ন ব্লগ থেকে একটি প্রসেসের মাধ্যমে সবাই অংশগ্রহন করত তাহলে হয়তো আরেকটু ভালো হতো। বরং পুরোটা আন্দোলনে সামু ব্লগারদের অনেকটা সময় ব্যায় করতে হয়েছে বিভিন্ন অনলাইন পত্রিকার বিরুদ্ধে। আর শাহবাগ আন্দোলন নিয়ে যতসব পোষ্ট এসেছে তার প্রায় সবই বিচ্ছিন্ন ভাবে। যেহেতু এই ব্লগেই থাকি একদিকে বলা যায় এই ব্লগের মালিক বা মডারেশন প্যানেল অনেকটা আমাদের ব্লগ অভিবাবকের মত। মডারেশন প্যানেল থেকে অফিসিয়ালি একটি নোটিশ বা স্টিকি পোষ্টের মাধ্যমে যদি ব্লগারদের দিক নির্দেশনা দেয়া হতো এবং সেসব দিক নির্দেশনার ব্যাপারে ব্লগারদের মতামত নেয়া হতো তাহলে আমার মনেহয় আন্দোলনটা আরো বেশী গোছানো হতো। যদিও অন্য কোন ব্লগে আমি যাইনা বিধায় জানিনা যে তারা আন্দোলনের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে। তাছাড়া প্রতিটা ব্লগ থেকে ২/১ জন করে প্রতিনিধি নিয়ে একটি প্যানেল করে আন্দোলন পরিচালনা করতে পারলে আমার মনেহয় মনেহয় আন্দোলনটা আরো বেশী গতিশীল এবং সংগঠিত হতো। যেখানে বিভিন্ন ব্লগ প্রতিনিধিরা তাদের ব্লগের ব্লগারদের মতামতের প্রতিফলন মূল প্যানেলে ঘটিয়ে একটি সার্বজনীন সিদ্ধান্তে আসতে পারত। যার সময়টা মনেহয় এখনও চলে যায়নি।

শুভ কামনা আপু :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

আরজু পনি বলেছেন:

অফটপিকে বেশ ভালো কথাই বলেছেন। কর্তৃপক্ষ থেকে একটি ব্যবস্থা নিলে ভালোই হতো বোধয়।

আমি নিজেও গিয়ে যখন যে কয়জনকে পেয়েছি বলেছি, একত্র হতে...যেন অন্যরা যেয়ে সবাইকে একজায়গায় পায়...দেখা যাক সময় কি বলে...

অনেক ধন্যবাদ আপনাকে *কুনো...*
ভালো থাকুন।।

৪৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

মাক্স বলেছেন: নাইস পোস্ট আপু!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মাক্স, ভালো থাকুন।।

৫০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

বাংলাদেশী দালাল বলেছেন: ব্লগার দের নিআ এই সমালচনাই ব্লগার রেনেসা ঘটাবে।
ব্লগ সাইট print media তেও চোলে আসতে পাড়ে|

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:

আমি আশাবাদী...সকল বাঁধা অতিক্রম করে ব্লগাররা নিজস্ব আলোয় আলোকিত হয়ে উঠবে।।

৫১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

মিথুন-১ বলেছেন: কী সুন্দর প্রত্যাশা আর সামুর বাস্তবতা কতইনা রুঢ়!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

আমাদের আচরণের প্রকাশই সামুর বাস্তবতা!!

৫২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার......ভাত দে হারামজাদা নয়লে মানচিত্র খাব..এটা কিন্তু প্রতিবাদের ভাষা.....গালি নয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, এটি প্রতিবাদেরই ভাষা।

ধন্যবাদ সেলিম।।

৫৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

হৃদয় বাংলাদেশ বলেছেন: ব্লগ এ এসেছিলাম নিত্য নতুন তথ্য,বিনোদন আর নিজের কথা গুলো শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্লগ এ যে সুন্দর ,শালীন ভাষার ব্যবহার শুরু হয়েছে তাতে সবার সামনে এখন ব্লগ পড়ার মত আর আবস্থা নেই। সামুর মডারেটর দের উচিত, ব্লগে ব্লগিং এর পরিবেশ বজায় রাখা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

আমরাতো বস্তি থেকে উঠে এসে ব্লগিং করছি না। কাজেই নিজেদের সুস্থ্য মানসিকতা প্রদর্শনের দায়িত্ব্ও কিন্তু আমাদেরই।

আর মডারেটরকে সহযোগিতা করার দায়িত্ব্ও আমাদেরই।

ধন্যবাদ।।

৫৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

নক্ষত্রচারী বলেছেন: একই পেজে ছাগুরা, নাস্তিকেরা ব্লগিং করে বইলা আমি করতে পারুম না । এইডা কি কোনো কথা হইল?

এরম হইলে আমি আর মসজিদেই যামু না, জুম্মার নামায পড়তে । কারণ একই মসজিদে চোর থেকে শুরু করে সুধখোর, ঘুষখোর, নেশাখোরেরাও নামায পড়ে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ছাগুরা বরাবরই ত্যাজ্য....তাদেরকে কোনরকম স্থান দিতে রাজি নই আমি।

আর নাস্তিকতা নিয়ে আমার কোন সমস্যা নেই। তবে ছাগুদের মতো নাস্তিকতা নিয়ে অন্ধত্বও মেনে নেব না।

৫৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

নূরূল ইমরান বলেছেন: ভালো লাগলো আপনার উপস্থাপনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ইমরান।

ভালো থাকুন।।

৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

আমি তুমি আমরা বলেছেন: ++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ তুমি ।

নিরাপদে থাকুন।।

৫৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লিখেছেন আপু।

আমাদের সবার চাওয়ার প্রতিফলন ঘটেছে আপনার লেখায়।

মানুষের মাঝে ব্লগারদের নিয়ে একটি খারাপ ইমেজ সৃষ্টি হয়েছে। আশা করি তা দূর হবে।

আজ আমাদের এই আন্দোলন থেকে, এবং চার পাশে ব্লগারদের নিয়ে অপপ্রচার থেকে সামুর মডারেটরদেরও শেখার অনেক কিছু আছে। ভবিষ্যতে তাদের আরও অনেক কঠোর হতে হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

আরজু পনি বলেছেন:

আশাকরি সুস্থ্য এক প্লাটফর্মে দায়িত্বশীল ব্লগারদের পাশেই ব্লগিং করতে পারবো।

অনেক ধন্যবাদ উৎকৃষ্টতম বন্ধু।।

৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

সত্য কথায় যত দোষ ! বলেছেন: আগে সামুতে একজন মডারেটর এর দাপটেই অস্থির ছিলাম। এখন মডারেটরের সাথে এখন যোগ হয়েছে "মডারেশন প্যানেল" নামের একধরনের টিকটিকির ল্যাঞ্জা-যা শরিরে নাথাকলেও লাফায়(অবশ্য বিনা পয়সায় বেগার খাটা "মডারেশন প্যানেল"এর অতি জ্ঞানীরা নিজেদের দাম উসুল করে নিচ্ছেন লম্বা লম্বা বাণী দিয়ে)! মডারেটরের চাইতেই বেশী ফাল দেয় মডারেশন প্যানেলের নব্য কত্তারা! আন্নেরা থামেন-দেখবেন সামুতে শান্তি আর শান্তি! B-)) B-)) B-))

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

আরজু পনি বলেছেন:

আরেকটু পরিষ্কার করে যদি বলতেন, ঠিক কোন শব্দটা ব্যবহার করতে হবে আর কোনটা করতে হবে না, তবে কিছু শিখতে পারতাম...

৫৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

আমি বাঁধনহারা বলেছেন:

আপু,আপনি বলেছেন সবার মনের কথা
আপনার কথা শুনে ভুলে গেলাম সব ব্যথা।
আমার সাধনাই হলো কবিতা আর কবিতা
দো'য়া করি সবার জীবনে আসুক সফলতা।

ভালো লাগলো।+++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

আরজু পনি বলেছেন:

আপনার দো'য়া যেন বাস্তবে রূপ নেয়।
অনেক ধন্যবাদ বাঁধনহারা।


ভালো থাকুন সবসময়ই।।

৬০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

রোজেল০০৭ বলেছেন: সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে..

ভালো লিখেছেন।

+++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রোজেল,
নিরাপদে থাকুন।।

৬১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আমাদের লেখালেখির বা মতপ্রকাশের একমাত্র অত্যাধুনিক
স্বাধীন মাধ্যম টিকে , হ,,য,ব,র,ল রাজনীতির উদ্ধে নিয়ে আসার
ভাবনা থাকতে হবে সকলের ।

আমরা মুক্ত , আমরা স্বাধীন
নহে কোন দল , নহে মাথানত
এক হয়ে এস সবে
মিথ্যা অন্যায় করি প্রতিহত ।

আর রাজনীতি যদি করতেই হয় তবে তা যেন ব্লগার পরিচয়ে না হয়ে
ব্যক্তি কেন্ত্রিক হয় ।
সাবধান সময়ের সাথে জীবনের অবমুল্যায়ন বা প্রতিভাকে ভুল
সিদ্ধান্তে অন্ধকারে টেলে দেওয়া , আত্মহত্যার শামিল ।
আমরা জাগ্রত সুদ্ধতায়
আমরা মুক্ত স্বাধীনতায়
ধন্যবাদ আপু সুন্দর পোস্টে ++++++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু।
নিরাপদে থাকুন।।

৬২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

লাবনী আক্তার বলেছেন: আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।

সহমত!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

আরজু পনি বলেছেন:

আসলে দায়িত্বশীল আচরণই সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারে।

ভালো থাকুন আর নিরাপদে থাকুন।

ধন্যবাদ আপনাকে।।

৬৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

সাইফ সামির বলেছেন:

এই পোস্টটা আগে পড়া হয়নি। পোস্টের বক্তব্য ও বিভিন্ন মন্তব্যের জবাবে আমার অনেক মনের কথার প্রতিফলন দেখলাম। ধন্যবাদ আরজুপনি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ সামির।
ভালো থাকুন সবসময়।।

৬৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

অদৃশ্য বলেছেন:







শুভকামনা.....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আরজু পনি বলেছেন:

আপনার জন্যেও শুভকামনা রইল অদৃশ্য।

ভালো থাকুন নিরন্তর।।

৬৫| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: একটা কমেন্ট করতে চাইছি কি করবো বুঝতে পারছিনা।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

পরিস্থিতি যা তাতে আমি নিজেও অনেকগুলো পোস্টে এমনকি আপনার দু'দুটো পোস্টে যেয়ে কি লিখবো বুঝতে না পেরে ফিরে এসেছি :(

আমার জানালার পাশেই নিচে হরতাল বিরোধী স্লাোগান হচ্ছে...দেশ বাঁচাতে সব দলের হরতাল বন্ধ হ্ওয়া দরকার

৬৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

কালীদাস বলেছেন: উঁ!

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

আরজু পনি বলেছেন:

কি ব্যাপার?! মাল্টির মতো আচরণ করেন ক্যা #:-S

৬৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: নতুন একটি কবিতা লিখলাম আমার এক সুপ্রিয় ব্লগার আজ সকালে যখন নিরবে আমার ব্লগে ঢু মেরে এলো তাকে নিয়েই লিখেছি...পড়ার দাওয়াত দিলাম

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

বেশ কয়েকটা পোস্ট তো!

আপাতত ফাঁকি দিলাম, একটাতে কমেন্ট করে এসেছি ...হাহাহাহা

৬৮| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রেজোওয়ানা বলেছেন: ভাল পোস্ট, সবার দায়িত্ববান আর যত্নশীল আচরন ছাড়া এই উন্মুক্ত প্লাটফর্মটাকে নির্মল রাখা আসলেই সম্ভব নয়।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আরজু পনি বলেছেন:

আমরা অনেকসময় আবেগপ্রবণ হয়েও এই উন্মুক্ত প্ল্যাটফর্মে দায়িত্বহীনের মতো আচরণ করি। যা বড়ই দৃষ্টি কটু। অনেক সময়ই ব্লগ সম্পর্কে জানতে আগ্রহী কেউ প্রথমদিনই যদি ক্রমানুসারে পাতার প্রথম পোস্টটাই দেখে দৃষ্টি কটু তখন কিন্তু তার প্রথম অভিজ্ঞতাটা মোটেও ভালো হলো না, এটা আমাদের ভাবতে হবে (আজকেই ঢাবির এসিস্ট্যান্ট লাইব্রেরীয়ান আমার কাছে ব্লগ সম্পর্কে জানতে চাইলে আমি স্বাভাবিকভাবেই উনাকে সামুর ঠিকানাই দিয়েছি ব্লগ সম্পর্কে জানতে।)।

ব্লগে ব্যক্তিগত রেষারেষিটা্ও বেড়ে গেছে মনে হয়! খুব খারাপ লাগছে এসেব দেখে...

৬৯| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবশেষে বলি, আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে। '',,,,,,,,,,,,,,,,,,,, ভাল লাগলো শেষ লাইনটিতে,,,,,,,,,,,
অনেক অনেক শুভকামনা

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে।

অবশ্য আমি নিজেও চেষ্টা করে্ও তেমন সময় দিতে পাচ্ছি না ইদানি!। :(

অনেক ধন্যবাদ আপনাকে।
নিরাপদে থাকুন।।

৭০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: এরশাদ কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে বলেছেন....হাসিনা নিষিদ্ধ করবেন না বলে জানিয়েছেন।যুক্তিতে বলা হয়েছে তারা নাকি নিবন্ধনকৃত দল।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

আরজু পনি বলেছেন:

হা হা,

উনারা অতিশয় জ্ঞানীজন, আমি একজন সীমাবদ্ধ জ্ঞানের মানুষ হইয়া উনাদের সম্পর্কে কি আর বলিব? যদিও বা মাঝে মধ্যে বলেই ফেলি দু'এক কথা...

৭১| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আরজু পনি বলেছেন:

আপনি দুইদিনে বিরাট গবেষণা করলেন!!!!!!!!!
কিন্তু ...

আপনার গবেষণার টাইটেল,
গবেষণার যৌক্তিকতা,
সীমাবদ্ধতা,
তথ্য সংগ্রহের নির্ভরযোগ্যতা,
তথ্য সংগ্রহের উৎস,
লিটারেচার রিভিউ,
গবেষণার পদ্ধতি,
ফলাফল বিশ্লেষণ...
এসব কিছুই তো জানালেন না!!!!

শুধু সিদ্ধান্ত গ্রহণটা জানালেন :|

গবেষণা অনেক কষ্টকর এবং জটিল ব্যাপার, আমি ছয় মাস খেটে একটা প্রস্তবনা তৈরী করেছিলাম, শেষ পর্যন্ত শিক্ষকের উপর রাগ করে বাদ দিয়েছি :(


সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।।

৭২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আরজু পনি বলেছেন:

আপনি বোধ'য় খেয়াল করেন নি, আগেও ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭ মিনিটে একই রকম আরেকটা মন্তব্য করে গেছেন...

আমি প্রথমটাতেই জবাব দিয়েছি ।

৭৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

মশামামা বলেছেন: খায়ালচে!!!!!

শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!

হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????

সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন:

ইদানিং ব্যস্ততা বেশি থাকায় ব্লগে সময় দিতে পারছি না।
কিন্তু আপনার মানসিকতার মতো নিক সত্যিই সামহোয়্যারে চাই না।

শায়মা বুড়ি না ছুড়ি তা আপনাকে সে নিজে বলেছে, নাকি আপনার সাথে সে দেখা করেছে?

নিজের চরকায় তেল দিন।

ব্লগে নিজে দায়িত্বশীল আচরণ আগে করুন তারপর অন্যের সম্পর্কে কথা বলুন...

আশা করি এইরকম অসুস্থ্য মানসিকতার নিক এর ব্যাপারে মডারেশন থেকে জলদিই ব্যবস্থা নিবে।

মন্তব্য রিপোর্টেড।।

৭৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: বাপরে আপুনি!!!!!!!!!!!!


তুমি দেখি একেবারে জুতা দিয়ে মশা মারা আপু!!!!!!!!!!!


আপু তুমি কি ওকালতি পরেছো নাকি!!!!!!!



:P


এমন জুতা কেমনে খাওয়াইলা?



লাভ ইউ আপুনি!!!!!!!!!!!!


আমি শুধু আজকে সন্ধ্যায় একটু বার্থডে পারটিতে গেছিলাম নইলে মশাবাবাকে একদম নিজে হাতে গুলি করে দিতাম!:)


০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

নাহ্ শায়মা, মশারে কি আর জুতা দিয়ে মারা যায়!

আপনার পোস্টে হয়তো আমার সবসময় খেয়াল করে যা্ওয়া হয় না, কিন্তু তাই বলে এভাবে আপনার পেছনে অন্যায়ভাবে মশামামার লাগাটা এবং বাজে কমেন্ট করাটা পছন্দ হয়নি।

আমার ব্লগে মশামামার করা প্রথম মন্তব্যটাতেই খোঁচাটা দিয়েছিলাম, ওর ঘিলুর সার্কিটে সমস্যা আছে, না হলে আমার প্রথম মন্তব্যটা দেখেই মশামামার বোঝা উচিত ছিল।

যাই হোক, নিরাপদে থাকুন সবসময়।।

৭৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। পোষ্টের প্রতিটি লাইনই আমার মনের কথার লাইন।
অনেক ভাল লেগেছে। :)

আর ঐ উপরের মশামাছি নিয়া কিছু বলার নাই। বৃহন্নলাদের নিয়ে কিছু বলার দরকার নেই। :)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

আরজু পনি বলেছেন:

প্রতিটি লাইন মনে ধরলেও যাদের অন্তরে মোহর মারা তাদের বদলাবো কোন কথায় বলতে পারেন?


মানুষ ভালোবাসার ক্ষেত্রে যখন উদার হবে শুধু তখনই মশামাছিদের উৎপাত কমবে বলে মনে হয় ;)

ধন্যবাদ কাল্পনিক।
হাসিখুশি থাকুন সবসময়ই ।।

৭৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: মশামাছি পড়ে আপনারে আমার প্রতিদিন দাওযাত দেয়া লাগে কেন?এই বিচার কে করবে শুনি...আপনারে নিয়া এখখান কবিতা লিখলাম মন্তব্য করলেন অনেক ...ব্লা ব্লা ব্লা এখন আমার ব্লগে চলেন ক্ই ফলের দাওয়াত।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

আমি আসলে বর্তমান সময়ে পেশাগত কাজ নিয়ে নাকানী চুবানী ব্যস্ততার মধ্যে আছি। তাই ব্লগে মনোযোগ দিতে পাচ্ছি না।

আর এজন্যেই আমাকে ডাকতে হয়...ব্লগে নিয়মিত হলে তখন হয়তো আর ডাকতে হবে না , আমি নিজেই হাজির হবো ;)


ভালো থাকুন আর লিখতে থাকুন নিয়মিত।।

৭৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

শাহেদ খান বলেছেন: সবশেষে বলি, আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।

জানি না আপু, 'দায়িত্বশীলতা' যার মাঝে নিজে থেকে আসে না, তারা কি বুঝবে এসব? খুব একটা উপকার তো করতে বলি না, তারা শুধু 'অপকার'টুকু না করলেও তো আমরা অনেক ভাল থাকি।

পোস্টে ভাল লাগা।

১০ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

আরজু পনি বলেছেন:

খুব ভালো কথা বলেছেন শাহেদ।

তারা শুধু 'অপকার'টুকু না করলেও তো আমরা অনেক ভাল থাকি।

আপনার জন্যে একটা লেখা আছে। আপাতত সংক্ষিপ্তরূপে আছে, তাই লিঙ্কটা দিলাম না। সময়টা নিজের নিয়ন্ত্রণে আসুক পরে দিব...কৃতজ্ঞতা সহ।।

৭৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কই ফল বিড়ম্বনার পড় একটা আবেদন ময়ী কবিতা দিলাম আমি প্রেমের কবি..এই প্রথম এই শেষ এরকম কবিতা দিলাম...কেমন আছেন সুপ্রিয় ব্লগার।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:

আসছি কিছু পরেই :)

৭৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

কাজী মামুনহোসেন বলেছেন: ভাল লাগল, স্টিকি করা হউক.....

১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

আমরা সবাই যদি সচেতন হই তবেই তা মঙ্গলজনক।

ভালো থাকুন মামুন।

ধন্যবাদ।।

৮০| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

হাসি .. বলেছেন: সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে..



দায়িত্বশীলতার জন্য আমাদেরই অগ্রনী ভূমিকা রাখতে হবে, সহনশীল হতে হবে।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

আমাদের মধ্যে সহনশীলতার বড়ই অভাব যে হাসি ... :|


একদিন আপনার এক পোস্ট পড়ে আমার এক বন্ধুকে মনোভাবটা শেয়ার করেছিলাম, ও যে জোড়ে হাসি দিয়েছিল...তারপর থেকে আপনার নিকটা দেখলেই ওর সেই অট্টহাসি শুনতে পাই :|

:P

৮১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

নস্টালজিক বলেছেন: দায়িত্বশীল ব্লগার-ই কাম্য! সার্বিক অর্থেই দায়িত্বশীল!

শুভেচ্ছা, আরজু!



ভালো থাকুন নিরন্তর!

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

আসলেই...সার্বিক অর্থেই দায়িত্বশীল।

আপনাকেও শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।।

৮২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

আমি তুমি আমরা বলেছেন: আপনি কি সংকলন করা ছেড়ে দিয়েছেন?

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

প্রতি মাসে যে নিয়মিত সংকলন করা হয়েছে বেশ কয়েকমাস তা আপাতত পেরে উঠছি না।


আপাতত পরীক্ষার খাতার নম্বর সংকলনে ব্যস্ত আছি ;)

৮৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবার দায়িত্বশীল ব্লগিং-ই কাম্য।

পোষ্টে++

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

সবাই দায়িত্বশীল আচরণ করলে কিন্তু আর কোন সমস্যা থাকে না। কিন্তু গুটি কয়েকের জন্যেই যতো ঝামেলা পোহাতে হয় সকলকেই।।


ধন্যবাদ সরকার সাহেব।

ভালো থাকুন সবসময়ই।।

৮৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: tomar dhong dekhey ar bachiney? notun kobtey likhlam na porley postaben suprio blogger

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

আরজু পনি বলেছেন:

:-& :-& B:-) B:-) :|| :||

৮৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

এম হুসাইন বলেছেন: ব্লগার একটি "ইংলিশ" শব্দ, বাংলা অর্থ "নাস্তিক" :-/ =p~ =p~ =p~






বাংলাদেশের আপামর ধর্মপ্রান জনতার মুখে মুখে এই কথা জপিত হচ্ছে।

পোস্টে ভাললাগা।

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৯

আরজু পনি বলেছেন:

ব্লগার একটি "ইংলিশ" শব্দ, বাংলা অর্থ "নাস্তিক"

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহা

=p~ =p~ =p~

৮৬| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০২

এম হুসাইন বলেছেন: কি করবো আপু বলেন, দেশ ছেড়ে অনেক দূরে থাকলেও দেশের সব খবর রাখি। আর যখন এই কথা শুনলাম, আমিও অনেক দিন হেসেছি...




আপনাকে আরও কিছু হাসাতে- Click This Link

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

আরজু পনি বলেছেন:

অল্প সময়ের জন্যে ব্লগে এসেছি, একটু সময় নিয়েই যাচ্ছি আপনার পোস্টে।
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ হুসাইন। :)

৮৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

আরজু পনি বলেছেন:

এই পোস্টটা আমি অফলাইনে থাকতে একা একাই ড্রাফটে চলে যাচ্ছে...এই নিয়ে দুইবার হলো, কাহিনী কি বুঝতে পাচ্ছি না!!!মডারেশন থেকে ড্রাফটে নেয়া হয়নি...

:-&

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

ড্রাফটে কেন গেছে, মনে হয় বুঝতে পারছি!

আর যদি কোন দিন এই ভুল করসি :(

৮৮| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগারদের নিকট সচেতন বার্তা
**************************
ব্লগ বিষয়ে সহজ ভাবে মানুষ কে
জানান , যেন তাদের নানা ক্ষুভ ও ভুল ভেঙ্গে যায়
নয়ত ব্লগার দের ভবিস্যতব্য জীবন নিয়ে এদের রকমারি মতাদর্শে
নানা প্রতিকুলতা দেখা দিতে পারে যা আমাদের মঙ্গলে এখন
প্রেস ব্রিফিং ও মিডিয়ায় প্রচার জরুরি ।
সহজ ব্যক্ষ্যা
ব্লগ কথাটির বাংলা অর্থ আবদ্ধ বা নথি পত্র দলিল দস্তা রাখার বক্স
পরবরতিতে এটাকে আধুনিক বিজ্ঞানী গবেষণায় উন্নত করে লেখার
পড়ার এবং মত প্রকাশের উপযোগী করে সাজানো হয় ।
এখনও সমাজে মানুষ এ বিষয়ে অনেক অজ্ঞ ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

আরজু পনি বলেছেন:

বানানের ব্যাপারে আপনাকে আরো সচেতন হতে হবে :|

৮৯| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

এসএমফারুক৮৮ বলেছেন: ভালো লিখেছেন আপু । সত্যিই "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দেবার দ্বায়িত্ব সবার।

ধন্যবাদ আপনাকে।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

আরজু পনি বলেছেন:

সেটা আমাদের সবারই কাজে প্রমাণ করা উচিত।

ধন্রবাদ ফারুক...ভালো থাকুন আর অবশ্যই নিরাপদে থাকুন।।

৯০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

কালীদাস বলেছেন: অফটপিক: উঁ এর কাহিনী জানেন?

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

নাহ্, জানি নাতো?! কি??

৯১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: তোমায় নিয়ে বনলতা :P :P

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

আরজু পনি বলেছেন:

??!! :||

৯২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮

ফারজানা শিরিন বলেছেন: সবাই সব বলে ফেলছে !!!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আসলে দায়িত্বশীলতা সবারই কাম্য।

স্বাগতম...
ভালো থাকুন অনেক, শিরিন।

৯৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

এ্যরন বলেছেন: ভাল লাগল

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ এ্যরন। বাবুর ছবিটা দেখে ভালো লাগছে। আশা করি ও ইমপ্রুভ করেছে।

৯৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

সপ্নাতুর আহসান বলেছেন: একটা কমেন্ট করতে আর কত নিচে নামব।

সুন্দর লিখেছেন। দায়িত্বশীল ব্লগিং খুব-ই প্রয়োজন।

[আমি বলব না আপনারা এসব করছেন না তারপরও একটু নজর দিবেন]

মডারেশন প্যানেল আরো সচেতন, দায়িত্বশীল; সেই সাথে নিরপেক্ষ হওয়া প্রয়োজন।

কোন ধর্ম যাতে আঘাত না পায় সেদিকে নজর দেয়া প্রয়োজন।

ব্যক্তিগত আক্রমণকারী ব্লগারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, কোন ধর্মই যেন আঘাত না পায় সে বিষয়ে আমাদের খেয়াল রাখাটা জরুরী।

আর আমরা মডারেশন থেকেতো নিরপেক্ষতা, সচেতনতা আশা করতেই পারি।

ব্যক্তি আক্রমণ কারীদের বিরুদ্ধে আমাদেরও কিছু করার থাকে...আর তা হলো ফিডব্যাকে বিস্তরিত জানানো। তাতে কিন্তু যথেষ্ট ভালোই কাজ হয়।

ধন্যবাদ আহসান।
ভালো থাকুন অনেক অনেক।।

৯৫| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

হাসি .. বলেছেন: কোনটাপু?? :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

আরজু পনি বলেছেন:

আমাকে উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছিলেন। সত্যিই সময়টা বড্ড খারাপ যাচ্ছিল তখন। বন্ধুকে বলেছিলাম হাসির একটা পোস্ট পড়ে চোখে পানি চলে এসেছে...এখানে "হাসি" যে কোন ব্লগার ও বুঝতে পারে নি :P

পরে যখন লিঙ্ক দিলাম তখন যে হাসি দিয়েছিল, মনে হলে এখন্ও নিজেকে কেমন বোকা বোকা লাগে :D

৯৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: সহমত। কিন্তু পোস্টটা আমার নজরেই পড়ল না :(

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

ব্যাপার না। এখন তো চোখে পড়লো। আসলে বর্তমান পরিস্থিতিতে ব্লগাররা এতোটাই হুমকির মুখে যে, এই পোস্টটা না দিয়ে পারলাম না।

অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়। ভালো থাকুন সবসময়ই।।

৯৭| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

তাসজিদ বলেছেন: ব্লজ্ঞিন হোক সুন্দর আর দায়িত্বপূর্ণ।

নষ্ট মতবাদ যেন প্রচার না করা হয়।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:

এটা ঠিকই বলেছেন।

বিদ্বেষ, আক্রমণাত্নক কোন কিছু যেন প্রচারিত না হয়।

ধন্যবাদ তাসজিদ।
ভালো থাকুন সবসময়ই।।

৯৮| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ মিডিয়া রাজনৈতিক মুক্ত থাকবে / প্রয়োজনে কর্তৃপক্ষের সহযোগিতা নিন ।
**********************************************
ব্লগ সারা বিশ্বের নিকট বর্তমানে স্বাধীন এবং স্বচ্ছ একটি মতামতের
যুগান্তকারী অত্যাধুনিক চলমান বিজ্ঞান , সাহিত্য , শিক্ষা , ও
যুগাযুগের মাধ্যম ।
ব্লগ ব্যাবহার কারি বৈজ্ঞানিক দিক নির্দেশনায় তারা ঘরে বসে , জীবন
গড়ে , পায় সমাজ , চাকুরী , ও রাস্টের দিক নির্দেশ ।
এখানে ঘৃণ্য হিনমন্য ধূর্তামি , অন্ধ রাজনীতি , আর অদ্ভুদ খেয়ালি পনা
কেন ? বিশ্বের প্রায় ২ কোটি লোক এ ব্লগ জগতের সাফল্য তারা অনেক উন্নত আবিস্কারক , ইঞ্জিনিয়ার , প্রতিভা দিপ্ত কবি দার্শনিক
রাস্টনায়ক তথা সমাজের সকল দ্বারায় প্রতিষ্ঠিত ।
আমাদের দেশে এর বহুল প্রচার এবং কার্যকর ভুমিকা মাত্র কয়েক
বছর যাবত , উন্নত দেশে এর বহুল কার্যক্রম ২ যুগ আগে থেকে যার জন্য তাদের সাফল্যর চাইতে আমরা আরও অনেক অনেক দুর্বল ।
সরকার এর প্রয়োজনীয়তার গুরুত্ব দেশ ও জাতীর ভবিষ্যৎ এগিয়ে যাবার বাস্তবায়নের লক্ষ্য উচিত এই ব্লগ সাইট কে উন্নত প্রশিক্ষনের
আওতায় প্রতিটি অধিদপ্তরে , শিক্ষা প্রতিষ্ঠানে , এবং রাস্টের
চালিকা শক্তি হিসাবে উপযোগ সৃষ্টি ও কর্ম দক্ষতার সাক্ষর বহন
করা ।
অথচ না বুঝে মানুষ , একে নিয়ে মিথ্যা অপপ্রচার , এবং রাজনীতির অন্ধ আবরনে টেলে দিচ্ছে । জানিনে বিবেকবান মানুষদের ব্লগ মিডিয়া সম্পর্কে তাদের বোধোদয় ঘটে কিনা ।
প্রজ্ঞাপনে
ব্লগ মিডিয়া অনলাইন অফ্লাইন কর্তৃপক্ষ ।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আপনাকে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.