নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

কবি, ক্ষমা করো আমাদের, জীবনে তোমার যথার্থ সম্মান দিতে পারিনি। মরণে জানাই শ্রদ্ধা। শুভ জন্মদিন বিদ্রোহী

২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯

১. চির উন্নত মম শির



নজরুলের লেখা আমার খুব প্রিয় একটা কবিতা দিলাম।

চৈতী হাওয়া

১৩৩২ বৈশাখ: কল্লোল



হারিয়ে গেছ অন্ধকারে -পাইনি খুঁজে' আর,

আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!

আজকে তোমার জন্মদিন-

স্মরণ -বেলায় নিদ্রাহীন

হাতরে ফিরি হারিয়ে-যাওয়ার অকুল অন্ধকার!

এই-সে হেথাই হারিয়ে গেছ কুড়িয়ে পাওয়া হার!



শূণ্য ছিলো নিতল দীঘির শীতল কালো জল,

কেন তুমি ফুটলে সেথা ব্যাথার নীলোৎপল?

আধাঁর দীঘির রাঙলে মুখ,

নিটোল ঢেউয়ের ভাঙলে বুক,-

কোন পুজারী নিল ছিড়েঁ'? ছিন্ন তোমার দল

ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণ -তল?



বইছে আবার চৈতী হাওয়া, গুমরে ওঠে মন,

পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন।

তেমনি আবার মহুয়া-মউ

মৌমাছিদের কৃষ্ঞা বউ

পান ক'রে ওই ঢুলছে নেশায় দুলছে মহুল-বন!

ফুল-সৌখিন দখিন-হাওয়ায় কানন উচাটন!

...



কোথায় তুমি কোথায় আমি চৈতে দখো সেই,

কেঁদে ফিরে যায় যে চৈত -তোমার দেখা নেই!

কন্ঠে কাদেঁ একটি স্বর-

কোথায় তুমি বাধলে ঘর?

তেমনি ক'রে জাগছ কি রাত আমার আশাতেই?

কুড়িয়ে-পাওয়া বেলায় খুজিঁ হারিয়ে -যাওয়া খেই।



২. শ্রদ্ধাঞ্জলি





তবে, আমি চিরতরে দূরে চলে যাব, তবুও আমারে দেব না ভুলিতে...-এই গানের কথাগুলো সবসময়ই আমাকে অবশ করে দেয় :(



এছাড়া একবার বৃটিশ কাউন্সিল অডিটোরিয়ামে খায়রুল আনাম শাকিলের কন্ঠে শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না

বরষা ফুরায়ে গেল, আশা তবু্ও গেল না
-এই গানটা শুনে তখন থেকে আমি শাকিলের ভক্ত হয়ে গেছি। ইউটিউবে অবশ্য উনার কন্ঠে গানটা খুঁজে পেলাম না, ইয়াসমীন মুশতারীর কন্ঠে একটা পেলাম। নজরুলের গান নিয়ে শবনম মুশতারীর কন্ঠে জাতীয় যাদুঘরে পরিবেশিত গানের অনুষ্ঠান আমার দেখা সেরা গানের আসর। কাঁদতে কাঁদতে অস্থির লাগছিল। সেই থেকে শবনম মুশতারীর প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে অনেক অনেক।

অনেক দিন আগে টিভিতে দেখা নজরুলকে নিয়ে একটা নাটকে

এতো জল ও কাজল চোখে পাষাণি আনলে বল কে?-এই গানটা এতো অদ্ভুত করে কে যেনো গেয়েছিল...এখনও হৃদয় ছুঁয়ে আছে। সেই থেকে এই গানটা আমার কাছে বিশেষ হয়ে গেছে।



এমন আরো অনেক অসাধারণ গান যা আমরা সত্যিই কতোটুকু শুনি প্রশ্ন থেকে যায়।

৩. কবির সমাধীস্থল





এবার নজরুলকে নিয়ে কিছু পোস্টের কথা বলি

আজকে আমি কোবিদের কাছ থেকে একটা পোস্ট পাবো ভেবেছিলাম। কিন্তু উনি হয়তোবা কোন কারণে ব্যস্ত তাই জাতীয় কবিকে নিয়ে পোস্ট দিতে পারেননি। রি হোসাইন-এর একটা পোস্ট কাজী নজরুল ইসলাম যাও পেলাম, সেটা উইকিপিডিয়া থেকে কপি করা,তবে উনি সততার পরিচয় দিয়ে সোর্স উল্লেখ করেছেন। তানিমের একটা অসাধারণ পোস্ট চেতনায় নজরুল : প্রেম, দ্রোহ এবং নজরুল সাহিত্য, কিন্তু সেটা অনেক আগের বলে অনেকেরই চোখে পড়ছে না।

এই পোস্টটা থেকে কিছু সাহায্য নেয়া হয়েছে । । এছাড়া ব্লগার বিবর্তনবাদী-র প্রেমিক নজরুলের সাতকাহন (অখন্ড) দারুণ বেশ কয়েকটা পোস্টের সঙকলন।

৪. কবির রচনা





এছাড়া নজরুলের গান নিয়ে

♥ ব্লগার সিরাজ সাঁইয়ের অসাধারণ কিছু পোস্ট ১.অখিল বন্ধু ঘোষ - নজরুল গীতি,

২. রূপান্তরী - কাজী নজরুল ইসলামের লোকাশ্রয়ী ভাঙা গান,

৩. নজরুল সঙ্গীত সঙ্কলন - ৩য় পর্ব -এই পোস্টেই প্রথম এবঙ দ্বিতীয় পোস্টের লিঙক দেয়া আছে।,

৪. নজরুল সঙ্গীত সঙ্কলন - ৪র্থ পর্ব,

৫. মনোময় ভট্টাচার্য ও পণ্ডিত দেবজ্যোতি বোস - ফিরে দেখা নজরুল

♥ ব্লগার গানচিল-এর পোস্ট নজরুল গীতিঃ মানবেন্দ্র মুখার্জী



৫. দূর থেকে দেখা





নজরুল আর রবীন্দ্রনাথকে নিয়ে কেউ কেউ তুলনামূলক যাচাই করতে তর্কে লেগে যান...তাদের জন্যে সায়ানের এই গানটা জবাব হতে পারে।

দু'চোখ দিয়েই দেখোঃ ইউটিউব লিংক



আজ শিক্ষিত লোকে গবেষণা করে

কার চেয়ে কে বড়

কাজী নজরুল, নাকি রবীন্দ্রনাথ

বলো কে বেশী বড়

এলো নজরুল, এলো রবীন্দ্রনাথ

বাঙালী তোমার জন্য

তবু গেলো না গেলো না, এখনো গেলো না

বাঙালী মনের দৈন্য



কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায়

সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাঁড়িপাল্লায়

না, না, কারো অন্তরে নয়

দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতা

আজ দাঁড়িপাল্লায়



আজ নিচ্ছে ওজন, দেখছে বাঙালী

কোনটা বেশী ভারী

কোনটা পরিত্যাজ্য আর

কোনটা দরকারী

দ্যাখো সঞ্চিতা আর সঞ্চয়িতার কোনটা বেশী ভারী

কোনটা পরিত্যাজ্য আর কোনটা দরকারী



তর্কে নেমেছে, নেমেছে বাঙালী

আজকে কোমর বেঁধে

মাঝখানে পড়ে মরছে শিল্প

পাথর চোখে কেঁদে



এক চোখে চুরুলিয়া আর

এক চোখে জোড়াসাঁকো

এক চোখ বুজে থেকো না বাঙালী

দু'চোখ দিয়েই দ্যাখো



কে ছিল ব্রাহ্ম কবি আর

কে ছিল মুসলমান

কার কবিতার সংখ্যা বেশী

কার বেশী ছিল গান

কে ছিল দোকানদার আর

কার বাবা জমিদার

কে জিতলো পুরস্কার আর

কে পেলো কারাগার



কার গান হলো শুধু গীতি আর

কার গান সংগীত

কার স্বরলিপি আছে, কার নেই

বলো কে বেশী পণ্ডিত



রবীন্দ্রনাথ শান্ত সমুদ্র

নজরুল তাতে টালমাটাল জোয়ার

রবীন্দ্রনাথ মুক্ত মহাকাশ

নজরুল সেই মহাকাশ জুড়ে

তুফান ডাকা বজ্র অহংকার



কথা ও সুরঃ সায়ান



৬. নজরুল কর্ণারের ভেতরের অংশ





নজরুল সংগীত: এমপিথ্রিতে



সায়ানের গানটি আর অডিও লিংকটি সংগ্রহে ব্লগার দলছুট শুভকে বিশেষ ধন্যবাদ।

৭. নজরুল কর্ণার -প্রকাশণা ও প্রদর্শণী, বিক্রয়





চলচ্চিত্রে নজরুল

১৯৩১ সালে ধুপছায়া নামে একটি চলচিত্র পরিচালনা করেন কবি নজরুল। সেটাতে তিনি বিষ্ণু নামে একটি চরিত্রে অভিনয়ও করেন।



তারপর ১৯৩৪ সালে সত্যেন্দ্রনাথ দে পরিচালিত ধ্রুব চলচিত্রে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। অই চলচিত্রে নারদের চরিত্রে অভিনয়ও করেন।



১৯৩৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়নাথ গঙ্গোপধ্যায় এর পাতালপুরী চলচিত্রে সংগীত রচনা ও পরিচালনা করেন।

তার দুই বছর পর মুক্তি পায় গ্রহের ফের।

১৯৩৮ সালে মুক্তি পায় গোরা ও বিদ্যাপতি। গোরা চলচিত্রের কাহিনীকার, গীতিকার ও সুরকার তো ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল ছিলেন সংগীত পরিচালক।

বিদ্যাপতির কাহিনীকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। বিদ্যাপতি ছবিটি পরে বলিউডে রিমেক করা হয়।



১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত সাপুড়ে ছবির কাহিনীকার ও গীতিকার ছিলেন নজরুল।



১৯৪১ সালে মুক্তি পায় নন্দিনী, যেটার জন্য একটা গান লিখে তাতে সুর করে দেন।

পরের বছর মুক্তি পায় চৌরঙ্গী। এটারও হিন্দী রিমেক করা হয়। বাংলা ও হিন্দী উভয়টাতে নজরুল গীতিকার হিসেবে ছিলেন।



এরপর ১৯৪৩ সালে তিনি ‘শহর থেকে দূরে’, ‘দিকশূল’ ছবিগুলোতে কাজ করেন। ‘শহর থেকে দূরে’ ছবিটিতে তিনি গীতিকার হিসেবে কাজ করেন। এছাড়াও ‘দিলরুবা’, ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ ছবিগুলোর সঙ্গেও নাকি যুক্ত ছিলেন আমাদের বিদ্রোহী কবি।



চলচ্চিত্রের অংশটির জন্যে ব্লগার জিয়া চৌধুরীকে বিশেষ ধন্যবাদ জানাই।



৮. নজরুল কর্ণার বাইরের অংশ

মন্তব্য ১৪০ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তৃতীয় ভালো লাগা।

'আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়'
'খেলিছ এ বিশ্ব লয়ে'
এগান গুলো শুনছিলাম, তখনই এই চমৎকার পোস্টে চোখ গেলো।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

আরজু পনি বলেছেন:

দূর্জয়, আমি আজকে সকাল থেকে সামুতে কবির পোস্ট খুঁজেছি...তেমন পোস্ট আসে নি নাকি আমার চোখে পড়ে নি জানি না :(

তারপর মনে হলো ভালো কিছু পোস্টের খোঁজ অন্তত জানিয়ে একটা পোস্ট দিয়ে দেই। সাথে আমার সংগ্রহের কিছু ছবিও।

হ্যাঁ, অনেক অনেক গান...আমি কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই এই পোস্ট তৈরী করেছি...কয়েকমিনিটের মধ্যে..তাই অনেক কিছুই দিতে পারি নি। পরে দিতে চেষ্টা করবো।

অনেক ধন্যবাদ দূর্জয়।

২| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

আরজু পনি বলেছেন:
ছবি গুলো ঘোলা আসে কি না তা নিয়ে খুব টেনশনে ছিলাম... মনে হচ্ছে ঠিকই আছে।

ফেসবুকে ছবিগুলো আছে।

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

আরজু পনি বলেছেন:

সহব্লগারদের পোস্ট দেখার সুবিধার্থে ইউটিউব লিঙকটা সরিয়ে দিলাম।

৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছবি ঠিকই আছে।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৪০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, তাইতো দেখছি ... ঘোলা আসবে ভয়ে ছবি ব্লগ পোস্ট্ও দিতে পাচ্ছিলাম না। যাক নিশ্চিত হ্ওয়া গেল :D

৪| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

ঘাসফুল বলেছেন: জাতি হিসিবে আমরা বড়ই অকৃতজ্ঞ!!!

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:২৬

আরজু পনি বলেছেন:

হয়তো ঠিকই বলেছেন। আমরা তেলা মাথায় তেল দিতে বড়ই ওস্তাদ :(

৫| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

পিনিকবাজ বলেছেন: ভালো করেছেন। আমার মতো অলসদের একটু সুবিধা হলো।
অন্তত জানতে পারবো নতুন করে।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পিনিকবাজ। জাতীয় কবিকে নিয়ে জানতেই যে হবে।

ভালো থাকুন।

৬| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯

আরজু পনি বলেছেন:

ব্লগার সিরাজ সাঁইয়ের দেয়া প্রিয় নজরুলকে নিয়ে বেশ কয়েকটা পোস্ট এ্যাড করে দিলাম। প্রাপ্তি সাপেক্ষ পুরনো ভালো পোস্ট এ্যাড করার ইচ্ছে রাখি...

২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

আরজু পনি বলেছেন:

ব্লগার গানচিল-এর একটা পোস্ট এ্যাড করা হলো। এছাড়া নিলুফার ইয়ামিনের কন্ঠে গা্ওয়া প্রিয় নজরুলের কিছু গান নিয়ে একটা পোস্টের গানগুলো মুছে ফেলাতে সেই পোস্ট আনা সম্ভব হলো না।

৭| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন কবি। কে ভুলতে পারে তাকে? চমৎকার পোস্ট।

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

আরজু পনি বলেছেন:

আমাদের বেশিরভাগেরই আচরণতো বলে না যে আমরা কবিকে মনে রেখেছি :(

প্রশংসা শুনে অনেক ভালো লাগছে হাসান। :D

৮| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৮

বোকামন বলেছেন:






কবিকে শুভ জন্মদিন জানাচ্ছি না।
অমানিশার অন্ধকারে কবি আমাদের সাথে পথে চলে
মেহনতি সর্বহারা মানুষ হাতে হাত রেখে
সুউচ্চ কণ্ঠে রোজ বলে, কবি ধন্য আমরা তোমাকে পেয়ে
কবিকে শুভ জন্মদিন জানাচ্ছি না।


(পোস্টদাতাকে অশেষ ধন্যবাদ)

২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

৯| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৪১

আ্যাগোনেক্সট বলেছেন: বিদ্রোহী কবিকে শুভ জন্মদিন

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

শুভ জন্মদিন কবি।

১০| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগল আপু ।কবিতাটা আজ প্রথম পড়লাম , কিন্তু গান গুলো অনেক আগে থেকেই অনেক প্রিয় ।

২৫ শে মে, ২০১৩ রাত ২:১৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অদ্বিতীয়া।
ভালো থাকুন সবসময়ই।।

১১| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

বোকামানুষ বলেছেন: উনার বেশিরভাগ কবিতা,গল্প পড়া হয়নি ইদানিং অল্প অল্প করে পড়ার চেষ্টা করছি কিন্তু তার জীবন আমাকে সেই ছোটবেলা থেকেই আকর্ষণ করতো

তবে গানের জন্যই নজরুলকে আমার বেশি পছন্দ কষ্টের অনুভূতি উনার চেয়ে কেও ভাল বোঝাতে পারে না

শুভ জন্মদিন কবি

২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৩

আরজু পনি বলেছেন:

ব্লগে আসার আগে আমি নজরুলের গান, কবিতা, রচনা বেশি শুনতাম, দেখতাম... তবে ব্লগে আসার পরে রবীন্দ্র প্রীতিটা একটু বেড়েছে।

গানগুলো আসলেই দারুণ লাগে!

শুভ জন্মদিন কবি।

১২| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ফারিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু ভালো একটা পোস্ট দেবার জন্য! B-))

২৫ শে মে, ২০১৩ ভোর ৪:৪৫

আরজু পনি বলেছেন:

প্রশংসা পেয়ে সত্যিই দারুণ লাগছে ফারিয়া :D

অনেক অনেক ধন্যবাদ রইল।।

১৩| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মাহতাব সমুদ্র বলেছেন: দারুন আপু।

২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাহতাব।

১৪| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৪

রেজোওয়ানা বলেছেন: বিদ্রোহী কবিকে শুভ জন্মদিন!

দারুন পোস্ট আপু :)

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫

আরজু পনি বলেছেন:

শুভ জন্মদিন বিদ্রোহী।

অনেক ধন্যবাদ মডু ম্যাডাম :!>

১৫| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

সাজিদ ঢাকা বলেছেন: সারা বছর নজরুল কর্নারের আর কোন খবর থাকে না , , :( :(
ধন্যবাদ আপু কবিকে নিয়ে এত যত্নশীল পোস্ট লিখার জন্য :) :)

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯

আরজু পনি বলেছেন:

আসলে আমরা নিজেরাও তো খুব দায়িত্বশীল আচরণ করি না :(


প্রশংসার জন্যে অনেক ধন্যবাদ সাজিদ। যদিও এতোটা মনে হয় আমার প্রাপ্য না।

:)

১৬| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:০৮

সায়েম মুন বলেছেন: পরিচিত জায়গাটা নিয়ে সুন্দর পোস্ট।
কবিকে জন্মদিনের শুভেচ্ছা।

২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সায়েম মুন।

কবির প্রতি রইল শ্রদ্ধা।

১৭| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:২৬

সোনালী ডানার চিল বলেছেন:
বইছে আবার চৈতী হাওয়া, গুমরে ওঠে মন,
পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞলী।

চমৎকার পোষ্টের জন্য আপনাকে ++++++++++

২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

দারুণ লাইন দু'টো কোট করলেন!
আমার অনেক পছন্দের।

কবির জন্যে শ্রদ্ধাঞ্জলি।

১৮| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: +++

২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মাসুম।।

১৯| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

যুবায়ের বলেছেন: আমি শুধু নজরুলের বিদ্রোহী কবিতাগুলিই বেশি পড়েছি..
নজরুল সংগীত বলতে অনুরাধা পাডোয়ালের গাওয়া
গানগুলিই বারবার শুনি..

২৬ শে মে, ২০১৩ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

আসলে যেটাতে বেশি আগ্রহ জমে যায় সেদিকেই আকর্ষণ থাকে বেশি।

অনেক ধন্যবাদ যুবায়ের।।

২০| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২১

বাবু পাগলা বলেছেন: ভালো লাগলো
:) :) :)

২৬ শে মে, ২০১৩ রাত ১২:২৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ বাবু পাগলা।

:)

২১| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:০৮

মামুন রশিদ বলেছেন: দুখু কবির প্রতি শ্রদ্ধান্জলী ।



নজরুল সম্পর্কিত পোস্টগুলোর লিংক একসাথে দিয়ে ভালো করেছেন । সায়ানের গানটা অসাধারন ।

২৬ শে মে, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মামুন।

:)

২২| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৪৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: শুভ জন্মদিন কবি!

কবির জন্মদিনে সুন্দর একটা পোস্ট :)

২৬ শে মে, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ স্বপনবাজ।

:)

২৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:১২

শিপন মোল্লা বলেছেন: শুভ জন্মদিন কবি। আর আপনাকে ধন্যবাদ আপু। এতো সুন্দর করে নজরুলকে নিয়ে আয়োজন করার জন্য।

+++

২৬ শে মে, ২০১৩ রাত ২:১৩

আরজু পনি বলেছেন:

আপনাকেও ধন্যবাদ আবুশিথি।

:)

২৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১:১৪

ভিয়েনাস বলেছেন: প্রিয় কবির জন্য শুভ জন্মদিন

চমৎকার পোষ্ট দিয়েছেন আপু... বিশেষ করে লিংকগুলো সংযোজন করে।
অনেক ধন্যবাদ :)

২৬ শে মে, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ ভিয়েনাস।

:)

২৫| ২৫ শে মে, ২০১৩ রাত ২:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: কবিকে জন্মদিনের শুভেচ্ছা। সাথে পোষ্টে ভালোলাগা

২৬ শে মে, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ *কুনো ব্যাঙ"।
ভালো থাকুন ....

২৬| ২৫ শে মে, ২০১৩ রাত ৩:৩৪

বাংলার হাসান বলেছেন: কবি, ক্ষমা করো আমাদের, জীবনে তোমার যথার্থ সম্মাণ দিতে পারিনি। মরণে জানাই শ্রদ্ধা। শুভ জন্মদিন বিদ্রোহী, পোষ্টে প্লাস

২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ হাসান।

২৭| ২৫ শে মে, ২০১৩ ভোর ৬:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রথম আলোতে লেখা কবির প্রেমিকাদের পরিচয়মুলক একটা লেখা আসছে পড়ছিলেন ?

২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন:

বিবর্তণবাদীর বেশ কয়েকটা পোস্ট-এ বিস্তারিত আছে। পোস্টে লিংক দেয়া আছে, দেখতে পারেন।

২৮| ২৫ শে মে, ২০১৩ সকাল ৭:৪৬

কয়েস সামী বলেছেন: kobitatar kotha pray vulei giyechilam. mon korie dilen. thanks.

২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

আচ্ছা সামনের সময়গুলোতে তবে মনে করিয়ে দেবার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। :D

২৯| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:৩২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এই মেয়ে হলুদ তাঁরা দেখেছ ? :!>

২৬ শে মে, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

:!> :#>

৩০| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৫৯

অন্তহীন বালক বলেছেন: কবিকে শ্রদ্ধাভরে স্মরন করছি।
পোস্টে ভালো লাগা রইলো।।

২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ অন্তহীন বালক।।

৩১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

ওঁ বলেছেন: কবিকে জন্মদিনের শুভেচ্ছা


সুন্দর পোষ্ট

২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ওঁ।।

৩২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


এই পোস্ট আজকের দিনে ইষ্টিকি হওয়া প্রয়োজন ছিল।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

আরজু পনি বলেছেন:

স্টিকি হওয়ার মতো করেতো পোস্টটা রেডি করা হয় নি...
প্রত্যাশার পূরণ হচ্ছিল না বলেই নিজেই একটা পোস্ট করেছি । জানি যদিও তেমন কিছু হয় নি..তবুওতো নিজেকে স্বান্তনা দিতে পেরেছি।

৩৩| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

সোহাগ সকাল বলেছেন: ইউটিউবের ইউভিডিওটা দেখতে পারিনি।

আর কবিকে জন্মদিনের শুভেচ্ছা।

পোষ্টে প্লাস+

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

আরজু পনি বলেছেন:

ইউটিউবের লিংকটা সহব্লগারদের কথা ভেবে সরিয়ে দিলাম।
ধন্যবাদ সোহাগ।

৩৪| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর পোস্ট। আমার কণ্ঠে বিদ্রোহী

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

আরজু পনি বলেছেন:

পোস্টটা দেখেছি, তবে শোনা হয়নি। শিগগীরই শুনবো।
ধন্যবাদ।

৩৫| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০

কালো ঘোড়ার আরোহী বলেছেন: চমৎকার পোস্ট। ভালো লাগা রইল।

আর, কবির উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা।

২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:২৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আরোহী।।

৩৬| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: নজরুলের জনমদিনে আমার ও জন্ম ।আমাকে ওএকটু শুভেচ্ছা দিয়েন। সুন্দর ছবিপোস্টে অনেক ভাল লাগা ।হে বিদ্রোহী হে কবি

২৮ শে মে, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সেলিম।
পড়েছি আপনার পোস্ট ...কমেন্ট করা সহ :)

৩৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩০

জিয়া চৌধুরী বলেছেন: ১৯৩১ সালে ধুপছায়া নামে একটি চলচিত্র পরিচালনা করেন কবি নজরুল। সেটাতে তিনি বিষ্ণু নামে একটি চরিত্রে অভিনয়ও করেন।

তারপর ১৯৩৪ সালে সত্যেন্দ্রনাথ দে পরিচালিত ধ্রুব চলচিত্রে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। অই চলচিত্রে নারদের চরিত্রে অভিনয়ও করেন।

১৯৩৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়নাথ গঙ্গোপধ্যায় এর পাতালপুরী চলচিত্রে সংগীত রচনা ও পরিচালনা করেন।

তার দুই বছর পর মুক্তি পায় গ্রহের ফের।

১৯৩৮ সালে মুক্তি পায় গোরা ও বিদ্যাপতি। গোরা চলচিত্রের কাহিনীকার, গীতিকার ও সুরকার তো ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল ছিলেন সংগীত পরিচালক।
বিদ্যাপতির কাহিনীকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। বিদ্যাপতি ছবিটি পরে বলিউডে রিমেক করা হয়।

১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত সাপুড়ে ছবির কাহিনীকার ও গীতিকার ছিলেন নজরুল।

১৯৪১ সালে মুক্তি পায় নন্দিনী, যেটার জন্য একটা গান লিখে তাতে সুর করে দেন।

পরের বছর মুক্তি পায় চৌরঙ্গী। এটারও হিন্দী রিমেক করা হয়। বাংলা ও হিন্দী উভয়টাতে নজরুল গীতিকার হিসেবে ছিলেন।

এরপর ১৯৪৩ সালে তিনি ‘শহর থেকে দূরে’, ‘দিকশূল’ ছবিগুলোতে কাজ করেন। ‘শহর থেকে দূরে’ ছবিটিতে তিনি গীতিকার হিসেবে কাজ করেন। এছাড়াও ‘দিলরুবা’, ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ ছবিগুলোর সঙ্গেও নাকি যুক্ত ছিলেন আমাদের বিদ্রোহী কবি।

২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জিয়া।
পোস্টে এ্যাড করে নিলাম।

৩৮| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৩

জিয়া চৌধুরী বলেছেন: নজরুল ও রবীন্দ্রনাথের তুলনা করতে গিয়ে আমার পোষ্টে অনেক ক্ষোভের মুখে পড়ে গিয়েছি। অনেকেই জানতে চাইছেন আমি তাদের ব্যক্তিজীবন নিয়ে টানা হেচড়া করছি কেন? ব্যক্তিজীবন নিয়ে তো আমি তেমন কিছুই লিখিনি। যদি আরো অনেক অনেক কিছুই লিখতাম তাহলে হয়তো আমাকে ভয়ংকর রবীন্দ্র বিদ্বেসী আখ্যা দেয়া হতো।
কমেন্টটি আপনার পোষ্টে এড করেছেন দেখে ভাল লাগল।
শুভেচ্ছা।

২৮ শে মে, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

আমি নিজেও একসময় কট্টর নজরুল ঘেষা ছিলাম... রবীন্দ্রনাথের লেখা পড়ার আগ্রহ পেতাম না কিন্তু পরে মনে হয়েছে এই অনাগ্রহের কারণে বঞ্চিত হয়েছি... তাই এখন আর কোন পক্ষে নয়। দু'জনেই শ্রদ্ধেয় তাদের গুণের মহিমায়।

দরিদ্রতা থেকে যদি মহান সৃষ্টি রচিত হতো তবে আমাদের দেশে অনেক নজরুলের জন্ম হতো...ঠিক তেমনি বিলাসীতা থেকে যদি মহান সৃষ্টি হতো তবে বর্তমান সময়ের বিলিওনিয়ার ঘরে ঘরে রবীন্দ্রনাথ থাকতো :(

তবে যুক্তি তর্ক যতো চলবে, ততো আমাদের জানার সুযোগ বাড়বে। আপনার উদ্যোগটা কিন্তু ভালো ছিল।।

৩৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

শাহেদ খান বলেছেন: চমৎকার পোস্ট। +++

তবে আপু, নজরুল-রবীন্দ্রনাথ'কে নিয়ে তর্কের ব্যাপারটা আমার মাথায় কখনও ঢোকে না। একজনকে বড় করার জন্যে আরেকজনকে ছোট করে দেখানো'টা কি খুব বেশি জরুরী?

নাকি আমাদের সবকিছুতে দুইটা পক্ষ লাগবে? আওয়ামী লীগ-বিএনপি, ব্রাজিল-আর্জেন্টিনা, ইন্ডিয়া-পাকিস্তান, আবাহনী-মোহামেডান -- ইত্যকার সকল বিষয়েই আমাদের দুই ভাগ হওয়াটা মনে হয় খুব আবশ্যক ! শিল্প-সাহিত্য কি এর বাইরে রাখা যায় না?

২৮ শে মে, ২০১৩ রাত ১:৪২

আরজু পনি বলেছেন:

আমি নিজেও নজরুল-রবীন্দ্রের তুলনামুলক বিচারে আগ্রহী নই। কেউ কারো তুলনা হতে পারে না।

ধন্যবাদ প্রিয় ব্লগার।।

৪০| ২৬ শে মে, ২০১৩ রাত ১:৩৭

অ্যামাটার বলেছেন: ক্ষমা কর কবি...

২৮ শে মে, ২০১৩ রাত ২:০০

আরজু পনি বলেছেন:

:(

৪১| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: গ্রহণযোগ্যতার বিচারে নজরুল সৃষ্টি আমরা ঠিক ততোটা ছড়িয়ে ‍দিতে পারিনা যতোটা দরকার সমাজের উন্নয়ন চিন্তাধারার জন্যে, তার থেকে বরং রবীন্দ্র নিয়ে মাতামাতিটা সাধারণ দৃষ্টিতে বাড়াবাড়ি পর্যায়ের ঠেকে।

নজরুল - রবীন্দ্রনাথের তুলনামূলক আলোচনায় আমি বিশ্বাসী নই।

নজরুল অদ্বিতীয় তার পাঠক প্রেমিকের কাছে আপন সৃষ্টির ক্ষেত্রে

তেমনি রবীন্দ্রনাথও অদ্বিতীয় তার পাঠক প্রেমিকের কাছে আপন সৃষ্টির ক্ষেত্রে


প্রত্যেকেই নিজ নিজ পাঠক প্রেমিককে ভিন্ন ভিন্ন আবেগ আমেজ দিয়ে মাতিয়ে রাখেন

ধন্যবাদ পনিআপা :)

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন:

সে আমাদেরই সীমাবদ্ধতা যে, আমরা নজরুলকে নিয়ে নিয়মিত চর্চা করি না।

আমি নিজেও নজরুল-রবীন্দ্রের তুলনামুলক বিচারে বিশ্বাসী নই।

আপনাক্ওে অনেক ধন্যবাদ খালিদ।।

:)

৪২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয়তে ...

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

আরজু পনি বলেছেন:

জাতীয় কবিকে নিয়ে চর্চা থাকুক বছর জুরে। ধন্যবাদ শোভন।

৪৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০

চারকল বলেছেন: কবি বাংলা সাহিত্যের প্রয়োজনে তোমার কাছে যে আমাদের ফিরে ফিরে আসতেই হবে। শুভ জন্মদিন।

চমৎকার পোস্ট! চলচ্চিত্র বিষয়ে খুব কম জানা ছিল। ধন্যবাদ।

শুধু ইউটিউব লিংকটা দিয়ে মোবাইল ইউজারদের বারো বাজিয়ে দিয়েছেন। বিশেষত যারা জিপি ইউজ করে।

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ চারকল।

পোস্ট দেখার সুবিধার্থে ইউটিউব লিঙকটা সরিয়ে দেয়া হলো।।

৪৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি খূবই দুঃখিত এত পরে এলূম বলে।

অসাধারন আয়োজন করেছেন দেখে ভাল লাগল। তবে এই পোষ্টি কি আপনার নজরে পড়েছিল ? দেখুন তো-

আমরা যদি না জাগি মা ..

আসলে কি জাতীয় ভাবে যখন অবহেলা গ্রাস করে, আমজনতাও তাতে আক্রান্ত হয় বৈকি!
এত এত চ্যানেল। এত এত অনুষ্ঠান। নজরুল নিয়ে নান্দনিক ধারাবাহিক কই??????

গান, কবিতা, নাটক, গীতিনাট্য, কি নেই এই সম্ভারে?

নেই একটাই। তা হল কবির প্রতি আন্তরিকতা। আত্মপরিচয় উদ্ভসনে তার প্রতি ঋন স্বীকারের দায়বোধ। ফলে আমরা রাজা থেকে কেবলই প্রজা হয়ে চলছি!

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭

আরজু পনি বলেছেন:

এজন্যেই আমাদেরই জাগতে হবে। এর বিকল্প নেই।

লিঙকে দেয়া পোস্টটা দেখেছি। যাবো আবার।
ধন্যবাদ ভৃগু।।

৪৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

মুর্তজা হাসান খালিদ বলেছেন: @ ভৃগু ভাই, আরজুপনি আপা পোস্টটা দেখেছেন এবং নির্বাচিত পাতায় স্থান দিতেও সহায়তা করেছিলেন, এজন্যে তার প্রতি কৃতজ্ঞ।

কবি আমাদেরকে দিয়ে গেছেন অসামান্য এবং অগণিত সুন্দর সৃষ্টি
আমাদের অবহেলায় হয়তো একদিন আমরা হয়ে উঠবো মেরুদণ্ডহীন :(

২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪৬

আরজু পনি বলেছেন:

মেরুদন্ডহীন হয়ে বাঁচতে চাই না :(

৪৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

সিরাজ সাঁই বলেছেন: অসাধারণ কাজ করেছেন আপু, অনবদ্য। আমাদের নির্লিপ্ততায় কিছুটা বিচলিত হয়ে স্বল্প সময়ে যা উপস্থাপন করলেন, তা আমার মত অনেকের দ্বারাই সম্ভব হত না। লিঙ্কগুলো নিয়ে আবারও বাধিত করলেন। পোস্টটি যথারীতি প্লাস দিয়ে প্রিয়তে নিলাম।

আপনার জন্যে সামান্য উপহার - স্বকণ্ঠে নজরুল - নারী (সেপ্টেম্বর, ১৯২৮)

২৯ শে মে, ২০১৩ রাত ১:০৭

আরজু পনি বলেছেন:

আমি হুলস্থুল করে পোস্ট দিয়ে এর পর অনেকবার এডিট করে নতুন নতুন যখন যা মনে এসেছে যোগ করেছি। যদিও আসলে তেমন খুব বেশি কিছু না।
নজরুলের প্রতি আপনার আন্তরিকতা শ্রদ্ধা জানানোর মতো।

লিংকে দেওয়া গানটা আমি এর মধ্যেই একাধিকবার চেষ্টা করেছি। কিন্তু হচ্ছে না কেন বুঝতে পাচ্ছি না :(

৪৭| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:০৭

এম হুসাইন বলেছেন: আমরা আসলেই অনেক অকৃতজ্ঞ......

আর কিছু বলা সমীচীন মনে করছি না...
পোস্টে অগণিত ভালোলাগা ও শুভেচ্ছা।

ভালো থাকুন আপু, নিরন্তর।

২৯ শে মে, ২০১৩ রাত ১:২৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ হুসাইন। আপনিও ভালো থাকুন সবসময়ই।।

৪৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিকে শ্রদ্ধা

অসাধারণ একটি পোস্টের মাধ্যমে এত তথ্য শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি,,,,,,,,,,
ভাল থাকবেন

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৩

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়ই।।

৪৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী কবি সম্পর্কে অনেক কিছু ই জানা গেল ।

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সেলিম।।

৫০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৩

রাতুল_শাহ বলেছেন: নজরুলের জন্মদিনে বড় ভাই আমাকে উনার কবিতার বই উপহার দিয়েছেন।

সুন্দর পোষ্টের জন্য সুন্দর একটা ধন্যবাদ।

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আরজু পনি বলেছেন:
কবিতা আমাদের সাথে শেয়ার করবেন আশা করি।

আপনাকেও ধন্যবাদ রাতুল।।

৫১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮

লেখোয়াড় বলেছেন:
+++++++++++++++

২৯ শে মে, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আপনাকে দেখছি।
কোথায় যে থাকেন আজকাল!

৫২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শততম কমেন্টটা আমার ।কেমন আছেন আরজু পনি ।নজরুল এর সাম্যবাদ কবে প্রতিষ্ঠিত হবে জানাবেন কি?

৩০ শে মে, ২০১৩ রাত ১২:৪৩

আরজু পনি বলেছেন:

শতেক পুরা করার জন্যে অনেক ধন্যবাদ।

আশায় আছি :)

৫৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সকাল রয় বলেছেন:
এখনো নজরুল পড়ি

ধন্যবাদ

৩০ শে মে, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

খুব ভালো...জেনে অনেক ভালো লাগলো।

৫৪| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

কালীদাস বলেছেন: হ, নজরুল মিয়ার বার্থডে সবসময় আমার সেলিব্রেট মারি। মারুম না কেন, ইশকুলে পড়ার সময় মি. দুখু আর ঐপাড়ের ঐ দাড়িওয়ালা বেডার বার্থডের দিন বারেক মোল্লা স্যারে গরুর মত পিটানি বন্ধ রাখতেন। ভাবলেই চিল্লায়া উঠতাম ঐদিন, হ্যাপি বার্থডে বেইবে :D !:#P

৩০ শে মে, ২০১৩ রাত ১:৫২

আরজু পনি বলেছেন:

আমি গুগল প্লাসে একটা পেইজ করেছি...চেষ্টা করছি ্ওটাতে তথ্য শেয়ার করতে সারা বছর ধরেই।

আপনাকে দেখে ভালো লাগলো
:)

৫৫| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৫৫

নস্টালজিক বলেছেন: চমৎকার!

আমি মাত্রই ভাবছিলাম কবিকে নিয়ে পড়াশোনা করবো একটু! কবিতা পড়বো!


দারুন, পনি!



ভালো থাকুন নিরন্তর!

৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৬

আরজু পনি বলেছেন:

পড়ে আমাদের সাথে শেয়ারও করবেন আশা করি।

আপনিও অনেক ভালো থাকুন।

৫৬| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

লেখোয়াড় বলেছেন:
একি!! আপনি তো ভীষণ একজন!

আমার কথাগুলো দিয়েই আমার কথার জবাব দিলেন!
কেন, নতুন কথা বলতে এত কৃপনতা??

আজকাল কি অনেক ব্যস্ত থাকেন ?

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৫

আরজু পনি বলেছেন:

:(

আপনিইতো চাননা আমি কথা বলি :(

তাইতো আমার স্বাভাবিকতাকে রুদ্ধ করে দিয়েছেন :(

ব্যস্ততা ................জানি না :(

৫৭| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪১

রোজেল০০৭ বলেছেন: তুরস্কের জাতীয় সংগীত কার লেখা?

প্রিয় কবি নজরুল এর প্রতি শ্রদ্ধা আর তাকে নিয়ে লিখার জন্য আপনার প্রতি রইল কৃতজ্ঞতা।

ভালো থাকুন আরজুপনি।

৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৬

আরজু পনি বলেছেন:

নজরুলকে নিয়ে চর্চা চলুক বছর ধরে।

ধন্যবাদ রোজেল।।

৫৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

ইনকগনিটো বলেছেন: কোন গান শুইনা কানসিলেন? গানটা দ্যান।

নেট এ সব গান পাওয়া যায়।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:

জ্বি না, বলবো না।

তবে আমার এখনো গান শুনে কাঁদার অভ্যাস আছে :(

৫৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:১০

লেখোয়াড় বলেছেন:
নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম
চির-মনোরম চির মধুর।
...............................কাজী নজরুল ইসলাম।

আচ্ছা, আমার কি কোথাও ভুল হয়েছে, আমি কোথায় বলেছি যে, আমি কথা বলতে চাই না, তাহলে এতদিন ইচ্ছা বা সময় থাকা সত্ত্বেও কথা বলেননি, সেটা আমার উপর রাগ করে??

আপনার স্বাভাবিকতা রূদ্ধ করার ক্ষমতা আমার কি ভাবে হলো সেটাই তো ভেবে পাচ্ছি না, অথচ এতদিন আমি ভেবে এসিছি যে, আপনি বোধহয় কোন কাজ নিয়ে অনেক ব্যস্ত আছেন তাই আমার এখানে আসেন না।

তাইতো বলি, যে মানুষটি আমার এখানে প্রতিদিন ২/৩ বার এসে কথা বলে যেত সে কিভাবে হঠাৎ উধাও হয়ে গেল!!

তা এখন আমার কি করতে হবে আপনার রূদ্ধ স্বাভাবিকতা শুদ্ধ করতে??

৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

:P

আপনি আমাকে আমার মতো ব্লগিং করতে নিরুৎসাহিত করেছেন :(

আপনার ব্লগে আমাকে ব্লক করার আগ পর্যন্ত যে পোস্টে ইচ্ছা সেই পোস্টেই যা্ওয়ার স্বাধীনতা দিতে হবে...আর কোন পোস্টে আমাকে দেখতে না চাইলে কোন কোনায় লিখে দিবেন যে, আরজুপনি নামক ব্লগারের জন্যে এই পোস্টে অনুপ্রবেশ নিষিদ্ধ করা হলো ....
:(

৬০| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

লেখোয়াড় বলেছেন:
আমি এখন খরগোশ আর আপনি সিংহ। সামান্য কারনে রাগ করিয়া আমাকে কষ্ট দিয়াছেন এতদিন................

যেহেতু আমি আপনার স্বাধীনতা হরণ করিনাই তাই স্বাধীনতা কি করিয়া ফিরাইয়া দিতে পারি সেই চিন্তা করিতেছি। নিজের ছায়া দেখিয়া রাগিয়া যাইবেন না।

আপনার মনোবাসনা পূর্ণ হউক, আপনি আপনার ইচ্ছামাফিক ব্লগিং করুন, উহাতে সামান্য পরিমাণ ব্যাঘাত ঘটানোর কোন ইচ্ছা আমার নাই।

তবে আমি যাহাতে ধ্বংসা না হই সেদিকে সদয় দৃষ্টিপাত করিবেন।

আপনার মঙ্গল কামনা করিতেছি।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

কিছু বলিতেই ভয় পাইতেছি :(

আপনি আপনার সাহিত্য রসে পরিপূর্ণ ভাষার বাণ মারিয়া আমাকেই ধ্বংস করিয়া ফেলাইবেন বলিয়া বোধ করি :(

৬১| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

লেখোয়াড় বলেছেন:
আশা জাগানিয়া সংকলন আর কি করবেন না ??

আসলেই এতদিন আমার এখানে আসেননি কেন?

আপনার ফেসবুকে না আপনার ব্লগে একবার গিয়েছিলাম, ওখানে আমার বেশ কয়েকটি কবিতা দেখে অবাক হয়েছিলাম। ওগুলো কি এখনো আছে ওখানে?

৩০ শে মে, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

নজরুলের পোস্টটাও তো একটা আশা জাগানিয়া সংকলন...নয় কি?

সত্যিই...আপনার উপর এতো অভিমান হয় মাঝে মাঝেই ... :(

কোথায় দেখলেন বলুন তো! আপনি কি অশরীরির মতো চলাফেরা করেন নাকি?!
আমাকে জানান দিলেন না কেন?!

হ্যাঁ, গুগলে একটা পেইজ আছে...ওতে আমার পছন্দের কবিতাগুলো রাখি ... :(

পোস্ট ড্রাফটে নেয়ার একটা রোগ আপনার আছে, সেটা বড্ড অশান্তিদায়ক! তাই সেই অশান্তি থেকে রক্ষা পেতে এই ব্যবস্থা।
আপনি কি এখন সেই পেইজেও আপনার কবিতা রাখতে নিষেধ করবেন ? :(

আমার খুব প্রিয় একজন ব্লগারের কাছ থেকে আমার এই বাজে অভিজ্ঞতা হয়েছে। আগে জানলে তার সব লেখা কপি-পেস্ট করে রেখে দিতাম :( :(

৬২| ৩১ শে মে, ২০১৩ রাত ১:২২

নাজিম-উদ-দৌলা বলেছেন: ক্যাম্পাসে যাওয়ার সময় প্রায়ই কবির মাজারের দিকে চোখ পরে, ভেতরে যাওয়ার কথা ভাবি কিন্তু হয়ে ওঠেনা। এই মানুষটাকে আসলেই প্রাপ্য সম্মান দেয়া হয়নি।

০১ লা জুন, ২০১৩ দুপুর ১:৪৪

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন, আসলেই এই মানুষটা যথার্থ সম্মান পায় নি :(

৬৩| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৪৬

লেখোয়াড় বলেছেন:
কেন অভিমান হয়?
দোষ কি আমার না আমার লেখার?
ব্লগে কি মান-অভিমানের মূল্য আছে?

কবিতা রাখতে নিষেধ করছি না, রাখুন আপনার ইচ্ছামতো।

সেই প্রিয় ব্লগারটি কে, যার সব লেখা কপিপেস্ট করতেন?
আমারো তো প্রিয় হতে পারে।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

আমি কেন অনেক দারুণ করে লিখতে পারি না...তাই অভিমান হয় !
আপনার লেখার উপরই আমার যত অভিমান... !
দোষ ....আপনি যদি ছায়া হন তবে আপনার কায়ার!
মূল্য! চাইলেই বা ....বলছি নাতো..!


তার নাম বলে আর কি হবে :(
তবুও বলি ...

ডেভিড-রুদ্ধ জানালার ফাঁক দিয়ে যার ঘরে আলো দেখার আশায় থাকতাম :(

৬৪| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

ইনকগনিটো বলেছেন: X(( X(( দিতে কইছি।

০১ লা জুন, ২০১৩ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

বুঝি নাই :(

৬৫| ০২ রা জুন, ২০১৩ সকাল ৯:৩৪

লেখোয়াড় বলেছেন:
অতীব সুন্দর উত্তর, কাকবুদ্ধি এবং অংশীদারিত্বহীন।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

আরজু পনি বলেছেন:

এই তো গেল মাথার উপর দিয়ে!


তবে ...আমি মনে হয় বোঝাতে পেরেছি ;)

৬৬| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

১২ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

এই পোস্টে কমেন্ট পেয়ে ভালো লাগছে ।

নজরুল থাকুক সবার হৃদয় জুরে।

৬৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

সোমহেপি বলেছেন: কবিকে নিয়ে পোষ্ট!
খুটিয়ে পড়তে হবে সময় করে।
আমার কাছে কবির সাহিত্যের চেয়ে তার জীবনই বেশি আকর্ষণ করে।তার জীবন্ নিয়ে যত পড়ি ততই হতবাক হয়ে যাই।বাংলা সাহগিত্যের প্রথম এবং শেষ একমাত্র অসাম্প্রদায়িক
খাটি কবি নজরুল।তাঁর সাহিত্য আর বিশ্বাসের সাথে কোন ফারাক ছিল না।

আমি চির তরে রদূরে চলে যাব,তবু আমাকে দেব না ভুলিতে-
গানটি কবির প্রথম স্ত্রী'র উদ্দেশ্য লেখা।গানের বানী অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিলো।নার্গিস প্রায় ১৭ বছর কবির জন্য অপেক্ষা করেছিলেন।কবি বিয়ে করেছিলৈন জেনেও।তারপর কবির একভক্ত কবির সাথে বিয়ে হয়েছিলো।
সে কথা জেনে নজরুল-
পথ চলিতে যদি চকিতে' গানটি লিখে পাঠিয়েছিলেন।

একবার নাগিসকে তার স্বামী নজরুলের সাথে সাক্ষাত করানোর ব্যবস্থা করেছিলেন।
আমার খুব ভাবতে ইচ্ছে সে মুখূর্তটি কেমন ছিল

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৮

আরজু পনি বলেছেন:

নার্গিসকে নিয়ে কবি জবিনের ঘটনাটা বেদনা দায়ক !
এমন চাই নি ! :(

নজরুলের প্রতি আপনার এই মমত্ত্ব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ রইল।।

৬৮| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬

রোমেন রুমি বলেছেন: "তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা
কোলাহল করি সারা দিনমান কার ধ্যান ভাঙ্গিবনা
নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধুপ"


এর চেয়ে সত্য আর কিইবা হতে পারে !!

কবির জন্য ভালবাসা ।

পোস্টের জন্য ধন্যবাদ ।
ভাল থাকবেন
শুভ বিকেল ।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল রোমেন ।
ভালো থাকুন নিরন্তর।।

৬৯| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২০

ইখতামিন বলেছেন: ++++++++++++++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

আরজু পনি বলেছেন:

পেছনের পোস্টে বিশেষ করে প্রিয় নজরুলকে নিয়ে লেখা পড়তে আসার জন্যে অনেক ধন্যবাদ ইখতামিন।।

৭০| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

রেজওয়ান তানিম বলেছেন: ব্লগে নজরুল বিষয়ক ভালো পোস্টের সংখ্যা খুবই কম বিষয়টা আশ্চর্যজনক

আমি লিখেছিলাম কত আগে, তখন ছিলাম ছোট্ট বাবু ;)

এর পরে এত গুলো দিন গেল তবু ভালো পোস্ট পাওয়া গেল না। নজরুল ইন্সিটিউটের কাজকর্ম দায়সারা। তবে মুস্তাফা জামান আব্বাসী ভাই বেশ কিছু কাজ করছেন সম্প্রতি

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

এটা ঠি...ব্লগে নজরুলকে নিয়ে পোস্ট খুবই কম চোখে পড়ে ।
আপনার পোস্টটা অনেক ভালো একটা পোস্ট ।

আমাদেরও দায়িত্ব আছে তানিম ।।

অনেক ধন্যবাদ রইল আমার ব্লগে আসার জন্যে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.