নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় ! -ছবি ব্লগ

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

১. হোটেল হ্যাপি ডে ইন, ঢাকা থেকে ময়মনসিংহের পথে





২. একালের ডিজিটাল পোলাপাইনরা কি এর নাম জানে?!/:)





৩. গৃহপালিত পশুর প্রতি আমাদের আন্তরিকতার অভাব না থাকলেও কাছের মানুষগুলির প্রতি কখনো কখনো বড্ড উদাসীন হয়ে যাই !





৪. গৃহকর্মের নারীর অবদান চোখের আড়ালেই থেকে যায় !





৫. সবুজের হাতছানি !





৬. ময়মনসিংহের অলকা-নদী বাংলা শপিং কমপ্লেক্সে দূর্গাপূঁজার এই আয়োজন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিরই উদাহরণ





৭. শহরের যান্ত্রিকতায় ফার্মের মুরগীর মতো বেড়ে উঠা পোলাপাইন গুলাকি আদৌ জানে আমাদের শৈশব কতো রঙিন ছিল! ডেওয়া/বত্তা নামের এই দেশী ফলটা কয়জনই বা চিনে!





৮. জাম ভর্তা করে তাতে বোম্বাই মরিচ টুকরা টুকরা করে কেটে একটু লেবুর রস আর স্বাদমতো নুন...আহ্ !





৯. বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান ;)





১০. পারাপার





১১. মাঝি বাইয়া যাওরে





১২. নিঃসঙ্গ যাত্রা





১৩. হাহাকার !





১৪. বহমান !





১৫. নিঃসঙ্গ নৈসর্গ





১৬. অস্তিত্ব !





১৭. জল মুকুর





১৮. ব্রহ্মশৈলীর চারুতলা



১৯. শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্মৃতিকে আরো শক্তিশালী করতে ব্রহ্মপুত্রের পারেই নির্মিত হয় ব্রহ্মশৈলী চারুতলা





ব্রহ্মশৈলী চারুতলায় হাতে আঁকা কিছু ছবির প্রদর্শণী

২০.

২১.

২২.

২৩.

২৪.

২৫.

২৬.

২৭. বিদায় প্রিয় শহর :(



২৮. বেলা শেষের গান :(





ইউটিউবে গান শুনতে যে এতো ভালো লাগে আগে বুঝি নি! মনে হচ্ছে ইউটিউবরে সাথে নতুন পরিচয় হয়েছে ! B-)

একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়



ছবি উৎসঃ নিজস্ব মোবাইল ক্যামেরায় তোলা।

ছবিগুলো ফ্লিকারে বড় করে দেখতে ক্যাপশনগুলোতে ক্লিক করুন।।





পোস্টটি উৎসর্গ করছিঃফেসবুকের সকল শুভাকাংখীদের এবং যারা ফেসবুকে নিয়মিত থাকার পরেও ব্লগকে ভুলে যান নি।

মন্তব্য ২২০ টি রেটিং +৪২/-০

মন্তব্য (২২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

পোস্টটা গতরাতেই দিতে চেয়েছিলাম। কিন্তু মেরাজের রাত হ্ওয়ায় পোস্ট রেডি থঅকা সত্ত্বেও দিতে ইচ্ছে করে নি।

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৭

আরজু পনি বলেছেন:

কমেন্টে বানান ভুল খুবই অস্বস্তিকর ব্যাপার :(

সামু কর্তৃপক্ষ ফেসবুকের মতো এডিট হিস্ট্রি সহ কমেন্ট এডিটের অপশন রাখলে ভালো হতো :(

২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার সবগুলো ছবি আপু !
২ নাম্বার ছবিটার নাম মনে করতে পারছিনা কিন্তু আমি জানি !

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

দুই নম্বর ছবিটা নিয়ে খুব মজা হয়েছে।
ফেসবুকের এই লিংকে যান এখানে সব কাহিনী দেখতে পাবেন। ;)

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছবি ব্লগে ২য় ভাল লাগা। আমাদের ছোট গায় মনটা ছুটে যায় ।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

ইউটিউবের লিঙকটা সরাসরি গান আকারে দিলে অনেক সহব্লগারেরই পোস্ট দেখতে সমস্যা হয়। তাই লিঙক আকারে দিয়েছি।
আমি হাজার বার শুনি এই গান...তবু্ও মন ভরে না।

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: নাইস একটা চক্কর দিলেন ;)

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

তিন চক্কর ! :|

৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: ডেওয়া/বত্তা এইটা আসলেই কেমনে খায়।
এই ফল তো আমিও চিনিনা।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

ব্লগার শাহাদাত উদারজী এই ছবিটা দেখে একটা রেসিপি দিয়েছেন। সেটা দেখতে পারেন। দারুণ!

রেসিপিঃ ডেউয়া ভর্তা

৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮

সাজিদ ঢাকা বলেছেন: প্রতিটি ছবিই অস্থির , , ,পোষ্টে +++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ভ্রমণবিদ।।

৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

নেট স্পীড ভীষণ স্লো থাকায় সবগুলো ছবি লোড হলনা :( :( :( পরে স্পীড ঠিক হলে এসে আবার দেখে যাব।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

কি সব নেট যে ব্যবহার করেন না ! /:)

আমিতো রিতিমতো স্ট্যাটাস দিলাম নেটের কানেকশন নিয়ে :P

৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

এক্সপেরিয়া বলেছেন: ভালই ভ্রমণ করেন বুজি..? ভ্রমণ করতে মুঞ্চায়...!!

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

সুযোগ পেলেই করি...

আমাদের বরাবরই ঘোরাঘুরির খুব অভ্যাস আছে।

B-)

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

বিডি আমিনুর বলেছেন: চমৎকার।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বিডি আমিনুর।।

১০| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০১

লিঙ্কনহুসাইন বলেছেন: অসাধারণ । তবে ২৩ নাম্বারটার তুলনাই হয় না ++্

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

সবাই কয় প্লাস ! আসলে কয়জনে যে দেয় :(
তবে আপনে মনে হয় দিছেন।

আর কাঁদা মাখঅ ছবিটার কথা বলছেনতো! ওটা আসলেই মজার :D

১১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৬

রেজোওয়ানা বলেছেন: ছবি তো লোড হয় না পনি আপু!

তবে হেডিং পরে বুঝে নিলাম :P

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

আরজু পনি বলেছেন:

হুহ! ব্রডব্যান্ড.... আমাদের কিউবিই ভালো ।
এখনও সময় আছে, কিউবিতে আসেন /:)

১২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১০

সৌম্য বলেছেন: ১। পয়েন্ট এন্ড শ্যুটে ছবি তুললে পারতপক্ষে জুম কইরেন না আপু। সাবজেক্টের কাছে গিয়া ছবি তুলবেন। পিএনএস এ ১৫ক্স, ২০এক্স জুম লেখা থাকলেও সবগুলোই ডিজিটাল জুম (যদিও লেখা থাকে অপটিক্যাল জুম)। ওগুলো মুলত স্বাভাবিক ছবিকেই ১৫, ২০ গুন বড় করে, তাই ছবি ফেটে ফেটে যায় কিংবা ঘোলা হয়ে যায়।
২। চলন্ত অবস্থায় (বাসে কিংবা গাড়িতে) ছবি তুললে শাটার স্পিড প্রায়োরিটি মুড (শাটার স্পিড অবশ্যই বাড়ায়া রাখবেন, তাইলে ঝাঁকি খাইলে কিংবা হাত কাঁপলেও সমস্যা নাই।
৩। মানুষের ছবি বা স্পেশাল কোন সাবজেক্টের ছবি (যেমন-দেবীমুর্তী, বসে থাকা মহিলা অথবা তাল গাছ) তুললে অবশ্যই খেয়াল রাখবেন সাবজেক্ট যেন আই লাইন বরাবর থাকে। সম্ভবত আপনি সাবজেক্টের চেয়ে উচু জায়গায় ছিলেন।

সবমিলায়া সুন্দর ছবি হইছে। লাস্ট ফাও উপদেশ। শাটার টিপার আগে মনে মনে ভেবে নেন ছবিটা আপনি কেমন চাইতেছেন। তাইলে এখন যেই অবস্থানে আছেন, যেই লাইনে আছেন কিংবা যেই আলোতে আছেন সেইটা বেটার নাকি অন্য এঙ্গেলে যাওয়া লাগবে সেইটা ক্লিয়ার হয়ে যাবে। বড় বড় ফটোগ্রাফার কিংবা বুদ্ধিজীবিরা এইটারে বলে প্রি-ভিজুয়ালাইজেশন।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন:

আররে ! সৌম্য যে! আমার কি ভাগ্য !

পরামর্শ, উপদেশগুলো মনে রাখার চেষ্টা করবো। তবে আমি ঠুশ ঠাশ ফটো তুলি...যখন তখন..তাই তাল মাথা থাকে না...
তবে এখন থেকে চেষ্টা করবো।

আর ছবি আপনার পছন্দ হয়েছে মানেতো অনেক কিছূ B-)

১৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১০

তাসজিদ বলেছেন: কতদিন যাই না।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৬

আরজু পনি বলেছেন:

এভাবে বললে মন খারাপ হয়ে যায় :(

১৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! খুব সুন্দর!!

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

অনক ধন্যবাদ কাল্পনিক ।।

১৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ময়মনসিংহের মেয়ে তাই আপনার ছবিগুলো দেখে বেশীই ইমোশনাল হোয়ে গেছি...:(...কতদিন যাই না!!!!!!!!!++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

আরজু পনি বলেছেন:

হায় হায় তাই নাকি !

ময়মনসিংহের মায়া! বড়ই কষ্টের :(

প্রাণটা শুধু আকু পাকু করে :(

১৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৮

ৈজয় বলেছেন: চোখ জুড়ানো, মন মাতানো গ্রাম+++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭

আরজু পনি বলেছেন:

সবাই প্লাস দেয়, কিন্তু কমেন্ট অনুপাতে প্লাসের সংখ্যাতো বাড়ে না :((

তবে আপনে মনে হয় দিছেন :!>

১৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২২

সুপান্থ সুরাহী বলেছেন:

২ নমাবরটার নাম পুইন, পুঞ্জি, খড়ের গম্বুজ( আল মাহমুদের একটা কবিতাও আছে এ নামে)

তয় চমৎকার ছবি পোস্ট। কবে আসছিলেন ময়মনসিংহে...?

০৮ ই জুন, ২০১৩ রাত ১:১৫

আরজু পনি বলেছেন:

২ নম্বর ফটোটা ফেসবুকে আপ করেছিলাম, খুব মজা হয়েছিল। ভাবছি, শুধু ২ নম্বরটা নিয়েই একটা পোস্ট দিয়ে দিব।

পয়লা বৈশাখের পরের সপ্তাহে গিয়েছিলাম।

ব্রহ্মপুত্রের পারে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায় :(

১৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

বাংলাদেশী দালাল বলেছেন:
কিছু দিন আগে আমিও গ্রামের পথে মুগ্ধ হয়েছিলাম।

ছবিগুলো মনে করিয়ে দিল।

ধন্যবাদ আপু।

০৮ ই জুন, ২০১৩ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

বিশেষ করে ব্রহ্মপুত্রের পারের ছবিগুলো আমার অনেক বেশিই ভালোবাসার :(

১৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

উজবুক ইশতি বলেছেন: মুগ্ধ.........এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি........

০৮ ই জুন, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

সত্যিই তাই।

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

২০| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

উজবুক ইশতি বলেছেন: মুগ্ধ.........এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি........

০৮ ই জুন, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

উপরের কমেন্টের জবাবে গানের লিঙকটা দিয়ে এখন নিজেই ইউটিউবে শুনছি B-)

২১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক সুন্দর ছবিব্লগ। খুব ভালো লাগল। ব্রহ্মপুত্র আমার অনেক প্রিয় একটা নদী (নদ)

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩২

আরজু পনি বলেছেন:

ব্রহ্মপুত্রের পারে গেলেই মনে হয়, ওখানে ঘর বেঁধে থেকে যাই :(

২২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওয়াও আপু,. সব ছবিগুলোই সুন্দর

নীচের লেখাটি ভাল বলেছেন আপু :)


অনেক গুলো ++

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৪

আরজু পনি বলেছেন:

এ্ পোস্টের বেশ কিছু ছবি ফেসবুকে আগে দেয়া হয়েছিল। তাই উৎসর্গটা অমন আর যারা ফেসবুকের হিট পেয়েও সামহোয়ারকে ভুলে যায় নি তাদের জন্যে বিশেষ করেতো বটেই :)

অনেক ধন্যবাদ বিথি।

২৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

লিঙ্কনহুসাইন বলেছেন: হ আফা চাক্কা খালী ঘোড়ে এই জন্য + দিতে পারিনাই । অনেক গুলা ছবি দিছেন তো লোড নিচ্ছে তাই এহনো + দিতারিনা :(( এই দিলাম ৬ নাম্বার পিলাচ

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৫

আরজু পনি বলেছেন:

:(( :((
চাক্কাঘুরনের জন্যেই মনে হয় অনেকেরই এই অবস্থা ! :((

২৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:০২

~মাইনাচ~ বলেছেন: সুন্দর পোষ্ট

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৭

আরজু পনি বলেছেন:

মাইনাচ ! অনেকদিন পরে !...

ভালো লাগলো আপনাকে দেখে।।

২৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৯

আরিফ আরাফাত রুশো বলেছেন: আপনার দেশের বাড়ি কি ময়মনসিংহ?

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৫

আরজু পনি বলেছেন:

ফটোগ্রাফারের আবার দেশ আছে না কি?! /:)

=p~ =p~

২৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:১৩

রাইসুল নয়ন বলেছেন: আপু সব ছবি গুলোই সুন্দর।

পোস্টে ভালোলাগা, আমারও ভীষণ ঘুরতে ভাললাগে বেহুদা ব্যস্ততা আমাকে আটকে রাখে :(

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬

আরজু পনি বলেছেন:

ঘুরে বেড়ানোর মতো যদি আগ্রহ প্রচন্ড থঅকে তবে কিন্তু বেহুদা ব্যস্ততা আপনাকে আটকে রাখতে পারবে না ;)

অনেক ধন্যবাদ রাইসুল।

২৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি তো অনেক সুন্দর ছবি তুলেন। অনেক ভাল লাগল। কেমন আছেন?

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৮

আরজু পনি বলেছেন:

:!>
ছবি তোলার প্রশংসায় পুরাই লাল হয়ে গেছি :P

আলহামদুলিল্লাহ ভালো আছি স্বর্ণা ।

আশা করি আপনিও ভালো আছেন।।

২৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:৩৫

মুকুল সালাহউদ্দীন বলেছেন: মডারেশন প্যানেলের সাথে বা মডারেশন প্যানেলের কোন মডারেটরের সাথে কোন পরিচয় বা বন্ধুত্ব তাকলে কত লাভ তা আপনার পোষ্টটি দেখেই ভাল করে বুঝতেছি, নির্বাচিত কলামে আমার পোষ্ট প্রকাশিত তা কখনো চায়নি বা কোন ইচ্ছা নেই, শুধু একটি জিনিস চায় ব্লগ কর্তৃপক্ষের নিকট যেন কথায় কথায় হুট করে সরাসরি কমেন্ট বেন আর ওয়াচে নিয়ে না যায়, শুধু মাত্র ছবি আপলোড করে নির্বাচিত কলামে স্থান পায় কেউ আবার কেউ কেউ মহাবিপদে পড়লে সামান্য সাহায্যে মুলক পোষ্ট দিলেও তাকে পেতে হয় করুণ শাস্তি,

মাঝে মাঝে মনে হয় আমি কত খারাপ লিখি, কত গর্দভ আর গাদা মার্কা মানুষ আমি, আজ প্রায দেড়বছর যাবৎ ব্লগের সাথে জড়িত কিন্তু এখনো সাধারণ ব্লগার, আবার মাঝে মাঝে মনে হয় সম্ভবত ব্লগের মডারেটর শুধু মাত্র আমার জন্য নিযোগ করা হয়েছে, আর ব্লগের সব রুল রেগুলেশন শুধু মাত্র আমার জন্য প্রণয়ন করা হয়েছে।


লেখক আপনার বিরুদ্ধে কোন অভিযোগ বা কোন রাগ নেই, আমি যাষ্ট আমার মনের কথা গুলো প্রকাশ করেছি মাত্র।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০

আরজু পনি বলেছেন:

মডারেশন প্যানেলের কারো সাথে আমার পরিচয় আছে বা বন্ধুত্ব আছে জানলেন কেমন করে? B:-)

আপনি নিশ্চয়ই সবার সাথে মিশতে পারেন না...আরো বেশি বন্ধু বৎসল হ্ওয়ার পরামর্শ রইল। :D

২৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:৪০

অদ্বিতীয়া আমি বলেছেন: ২ নং , খড়ের গম্বুজ বলে ।
ডেওয়া ফলের নাম আমি বাবার কাছে শুনেছি , কিন্তু এই প্রথম দেখলাম ।

গ্রামের প্রকৃতির ছবি সবসময়ই অনেক সুন্দর , অনেক ভাল লাগলো ।++++

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩

আরজু পনি বলেছেন:
২ নং ছবিটার অনেক অনেক নাম পেয়েছি। আশা করি সামনের কোন পোস্টে আপনাদের সাথে শেয়ার করতে পারবো।

যাইহোক, তবু্ও শোনা ফলটাকে ছবি দিয়ে চেনাতে পারলাম। এসব কারণেই পোস্ট সার্থক মনে হয়।

ভালো থাকুন অদ্বিতীয়া।।

৩০| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:৪৭

মুকুল সালাহউদ্দীন বলেছেন: শুধু মাত্র ছবি আপলোড করা একটি পোষ্টকে নির্বাচিত কলামে স্থান দেওয়ায় ব্লগ মডারেশন প্যানেলকে অভিনন্দন, দারুণ এক দক্ষতার সহিত ব্লগ পরিচালনা করায় ব্লগ কর্তৃপক্ষে আবারো আমার অন্তর হতে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ জানাচ্ছি, সত্তি খুবই পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য ব্লগ কর্তৃপক্ষ,

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯

আরজু পনি বলেছেন:

আমি সাধারণত রেফারেন্স ছাড়া ছবি দেই না ;)

আর এই ছবিগুলো সব আমার নিজের তোলা। B-)

যতটুকু মনে হয়েছে, সামহোয়্যারইন কিন্তু ফটোগ্রাফীকে এনকারেজ করে ;)

এই ছবির মাধ্যমে আমি অনেক বস্তিারিত বর্ণনা না দিয়েও অনেক তথ্য দিয়েছি...যা আপনার উত্তপ্ত মাথায় খেয়াল করতে পারেন নি। :>

আপনার প্রথম কমেন্টটাতে বলতে ভুলে গিয়েছিলাম....আমার ব্লগে সম্ভবত ওটাই আপনার প্রথম কমেন্ট...তাই স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে। :D

শেষে একটা কথা বলি, আমার সাথে কেউ রাগ দেখিয়ে খুব সুবিধে করতে পারবে না। কেন জানেন? আমি খুব বন্ধু বৎসল স্বভাবের ... আপনার রাগ পানি হতে বাধ্য B-) :-B

৩১| ০৮ ই জুন, ২০১৩ রাত ২:৫২

মাহমুদ০০৭ বলেছেন: আপনার ছবি তোলা , নির্বাচন , এঙ্গল দেখে সবসময় ভাল লাগে ,
মুগ্ধ হই ।
আপনার ছবি তোলার কারিশমায় নিশ্চয় কারিনার হিংসে হয় , :P :P :P
আপনি কি মোবাইলে ছবি তুলেন ? মোবাইল হলে কোন কোম্পানির
? মডেল কি ? জানতে চাই :)

খুব ভাল লাগল আপু গ্রামের ছবি দেখে ।
এরকম আরো দেখতে চাই :)

ভাল থাকবেন আপু ।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

আরজু পনি বলেছেন:

আমিতো এতো কিছু ভেবে ছবি তুলি না ! হাতুরে ফটোতোলক আর কি :D

হ্যাঁ, মোবাইলেই ছবি তুলি

নোকিয়া কোম্পানীর

৭০০ মডেলের ।

দোয়া করবেন যেন আরো ভালো ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করতে পারি ।

আপনিও ভালো থাকবেন।।

:)

৩২| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর, মন ভালো হয়ে যায় ! আপনার ফেবুতেও দেখেছিলাম কিছু ছবি মনে হয় ! খুব ভালো লাগে !

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ফেসবুকে দিয়েছিলাম ছবিগুলো যাচাই করতে ...

ভালো লাগার কথা জেনে কৃতার্থ হলাম দায়িত্ববান ।।

৩৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:১৭

আরজু পনি বলেছেন: @মুকুল সালাহউদ্দীন...স্কীপ করে মন্তব্যের জবাব দেবার স্বভাব আমার নেই...তাই আলাদা কমেন্ট বক্সে করলাম।

এই পোস্টটি নির্বাচিত করার উপযুক্ত নয় কি? বাহ্ বেশ বেশ ! তা এ পর্যন্ত কয়টি নির্বাচিত ছবি ব্লগে এমন রোষ দেখিয়ৈছেন? নাকি আরজু পনির পোস্ট বলেই আপনার এতো সমস্যা !

নিরপক্ষেভাবে একটু পোস্টটির ছবিগুলোর আন্তরিকতাটুকু দেখুন, মনে হয় খারাপ লাগবে না ....


ভালো থাকবেন। ধন্যবাদ।

৩৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: পোষ্ট টা তো আমার খুব ভালো লেগেছে !

মুকুল সালাহউদ্দীনের কথায় অবাক হয়েছি। এমন সুন্দর একটা ছবি ব্লগ নির্বাচিত পাতায় না আসলে কোনটা আসবে? ছবিগুলো এত সুন্দর ! আমরা যারা বহুদিন এমন সুন্দর গ্রাম দেখি না তারা কতটা খুশি হই এমন পোষ্ট দেখলে এদের বোঝার কথা না !

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

আরজু পনি বলেছেন:

মুকুল সালাহউদ্দীনের গতরাতে পোস্টটা ততক্ষণে নির্বাচিত পাতায় আসে নি। যেটা আমার আগে পোস্ট করেছিলেন।

কোন কারণে নির্বাচকদের নজর এড়িয়ে গিয়েছিল বা রেফারেন্স ছাড়া পোস্ট ছিল বলেই কি না জানি না...

তাই হয়তো মেজাজটা ধরে রাখতে পারেন নি। ব্যাপার না। সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে।

উনি আসলে মাথা ঠান্ডা করে দেখলে এতো রাগ দেখাতে পারতেন না।
যাইহোক...

৩৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৬

শোশমিতা বলেছেন: চমৎকার পোষ্ট!
ছবি গুলো অনেক সুন্দর +

জামের ছবি দেখে এখন জাম ভর্তা খেতে ইচ্ছা করতেছে :(

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শোশমিতা।
অনেকদিন পর...এলেন ।

দেখে ভালো লাগছে।

জামের কথা এমন করে বললেন যে, মনটাই খারাপ হয়ে গেল :(

৩৬| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:১০

কাজী মামুনহোসেন বলেছেন: ++++++

২. নং ছবির ওইটার নাম "ফেইন" (সিলটি ভাষা)।

ছোটবেলা মামার বাড়ির "ফেইন" বানানোর কাজে আমি সহায়তা করতাম।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

আরজু পনি বলেছেন:

অনেকগুলো নাম পেয়েছি আশা করছি শিগগীরই পোস্ট আকারে দিতে পারবো।

ফেইন শব্টা নতুন শুনছি মনে হচ্ছে ।

ধন্যবাদ মামুন।।

৩৭| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:১১

আমিই মিসিরআলি বলেছেন: +++++++

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আমিই মিসির আলি।।

৩৮| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২২

কাজী মামুনহোসেন বলেছেন: @মুকুল সালাহউদ্দীন ভাই

আপনি অসুস্থ ছিলেন, ব্লগে অসুস্থার কথা উল্লেখ না করেই দুই তিন লাইনের একটা পুস্টের মাধ্যমে আপনার বন্ধুকে আপনার সাথে যোগাযোগ করতে বলেছিলেন। এই পোস্ট দেয়ার পর আপনি ব্লগারদের তোপের মুখে পড়েন, অনেকেই আপনাকে নিয়ে তামাশা করে এবং একপর্যায়ে মডু সেই পোস্ট সরিয়ে নেন।

তারপর, আপনার সেই বন্ধু ব্লগে একটি পোস্ট দিয়ে সামুর উপরে তার রাগ ঝাড়েন, জানাপা ওই ব্লগারকে এই পোস্ট সরানোর বিস্তারিত কারন উল্লেখ করেন (জানাপার কথা অনুযায়ী - আপনি যদি পোস্টের কোথাও নিজের অসুস্থতার কথা উল্লেখ করতেন তাহলে পোস্ট সরানো হত না)। একপর্যায়ে একাধিক ব্লগার এই ঘটনায় দুংখ প্রকাশ করেন এবং এই ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি না করতে অনোরোধ করেন।

তার প্রায় একমাস পর আপনি ওই ঘটনার রাগ এই পোস্টে ঝাড়ছেন ব্যাপার কি ?!? B:-) B:-)

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

আরজু পনি বলেছেন:

মুকুল সালাহউদ্দীনের গতরাতে পোস্টটা ততক্ষণে নির্বাচিত পাতায় আসে নি। যেটা আমার আগে পোস্ট করেছিলেন।

কোন কারণে নির্বাচকদের নজর এড়িয়ে গিয়েছিল বা রেফারেন্স ছাড়া পোস্ট ছিল বলেই কি না জানি না...

তাই হয়তো মেজাজটা ধরে রাখতে পারেন নি। ব্যাপার না। সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে।

উনি আসলে মাথা ঠান্ডা করে দেখলে এতো রাগ দেখাতে পারতেন না।

৩৯| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৬:০৩

না পারভীন বলেছেন: ছবি ব্লগ আর কথা মালা প্রাণছোঁয়া । ++++

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫১

আরজু পনি বলেছেন:

তাহলে প্রাণ ছুঁতে পেরেছি B-)

জেনে ভালো লাগছে।
অনেক ধন্যবাদ পারভীন।

৪০| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:১৭

নাইট রিডার বলেছেন: ডেওয়া ভর্তার কথা শুনেই তো জিহবায় লোল (এই লোল কিন্তু ব্লগীয় লোল না :P) চলে আসল। শেষ যে কবে খেয়েছি বা আবার কবে খাব কে জানে :((

অসাধারণ ফটোগ্রাফী। আপনার তোলা? যার তোলাই হোক তাকে অভিনন্দন আর আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

আরজু পনি বলেছেন:

ডেওয়া ভর্তার রেসিপি পাবেন শাহাদাত উদারজীর সাইটে ! দেখলেই জিভে পানি চলে আসে।

ওহ্ এই গরিব ফটোতোলককে এতোটা সম্মান দিলেন, বহন করতে পারবো কি না তাই ভাবছি!

আপনার তোলা ? মানে ! X(

ছবি ব্লগ এই পর্যন্ত যতোগুলা দিয়েছি সব নিজের হাতে তোলা B-)

আচ্ছা খুশি মনে অভিনন্দন নিলাম :D

অনেক ধন্যবাদ নাইট রিডার ।

৪১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৭

কয়েস সামী বলেছেন: গ্রামে যেতে ইচেছ করছে! আমাকে নস্টালজিক করে দেয়ার জন্য ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

আরজু পনি বলেছেন:

আপনাকে নস্টালজিক করতে পেরে কৃতার্থ বোধ করছি :D

৪২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৪০

মাহাবুব১৯৭৪ বলেছেন: ব্রহ্মপুত্র নদের ছবি টা দেখে মন খারাপ হয়ে গেলো। অনেক স্মৃতি আছে।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

আরজু পনি বলেছেন:

:(

ব্রহ্মপুত্রের পারে গেলে আমারও মাথা খারাপ হয়ে যায় :(

৪৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের সৌন্দর্য কিন্তু গ্রাম বাংলার সৌন্দর্য ।গ্রামের বিভিন্ন আকর্ষনীয় বিষয় ছবি ব্লগে এসেছে।সঙ্গে যুক্ত হয়েছে দারুণ কথামালা। তাই নিউ ইয়র্ক প্যারিস মার্কা ছবি ব্লগের চেয়ে এটি অনেক তাৎপর্য পূর্ণ ।অনেক আকর্ষণীয়।গ্রামিন ব্যাপরটার মধ্যে কেমন বিশুদ্ধতার ছোয়া পাওয়া যায়। প্রকৃতির অপরূপ রূপের সান্নিধ্য লাভ করা যায়।সুন্দর উদ্যোগ নিশ্চিৎভাবে ই।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আরজু পনি বলেছেন:

ফটো দর্শনে অনেক ধন্যবাদ সেলিম।

৪৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

চলতি নিয়ম বলেছেন: সুন্দর ছবি গুলো । ++

খ্যারের পালা! না চেনার ই কথা অনেকের।

ছালা গায়ে দেয়া গুরুর ছবিটা আরো ভালো হত যদি গোয়ারা আর চার থাকত।

বর্ষা কালেও নদীতে পানি এত কম কেন? =p~

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আরজু পনি বলেছেন:

ছবিগুলো ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম।

নাহ্ জায়গাটা পরিষ্কারই ছিল...গোয়ারা, চার-এগুলারতো নাম শুনিনি আগে ! :(

নদীর ছবিগুলি এপ্রিলের তৃতীয় সপ্তাহের তোলা ......
এতো হাসনের কি হইলো ! X(

নদীতে পানি অনেক কমে গেছে :(

৪৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৪

মমবাতি বলেছেন: বালা পাই।

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ।।

৪৬| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সু্ন্দর আপু!!! B-) B-)

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে ।
:D

৪৭| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

আশিক মাসুম বলেছেন: ১৭ তম ভাল লাগা।


পোস্টটি উৎসর্গ করছিঃফেসবুকের সকল শুভাকাংখীদের এবং যারা ফেসবুকে নিয়মিত থাকার পরেও ব্লগকে ভুলে যান নি।


চিন্তা করছি এই দলে আমি আছি নাকি নাই!!! @ B:-) :P =p~

০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:১১

আরজু পনি বলেছেন:

পথভোলা পথিক তুমি পথ হারাও নাই ...উৎসর্গের দুই স্থানের পথভোলাপথিক এবং আশিক মাসুম আছে =p~

৪৮| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: ছবি ব্লগ তো দারুন সুন্দর হইছে ।

পুলাপাইন গ্রামে না গেলে খেড়ের পারা চিনব কই থিকা ! তবে কয়েকদিন আগেই ডেউয়া ভর্তা খাইলাম , খুব টেস্টি ।

শুভকামনা পনি তোমার জন্য ।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬

আরজু পনি বলেছেন:

সেটাই, আমরা টাকার জোরে বিদেশে ঘুরতে যেতেই পছন্দ করি। তাতে সোশ্যাল স্ট্যাটাস বাড়ে। গ্রামে গেলেতো আর ফুটানি করতে পারবো না।
আমাদের সমাজে এমনটাই চলে আসছে।
অনেককেই দেখি ...

অপর্ণা আপনি ঠিকই বলেছেন, গ্রামে না গেলে চিনবে কেমন করে ...।
আশা করি আপনার কাছের পরবর্তী প্রজন্মকে বঞ্চিত করবেন না।

অনেক ভালো থাকুন।।

৪৯| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩

জাতির নানি বলেছেন: নাতীন পুষ্ট সুন্দর হইসে :-B আমার কিন্তু দাত দুইডা আছে অহনো

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জাতির নানি ।
দাঁত না থাকলেও সমস্যা নেই। ভর্তা করে দেওয়া হবে ;)

৫০| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোষ্ট সুন্দর কোন সন্দেহ নেই।


আমি একটা কথাই বলতেই এখানে ঢুকছি।
@ মুকুল সালাহউদ্দীন, ওইসব বিষয় এখানে না আনলেই ভাল হত। ওই সব পুরানো কথা আমার পোষ্টেই শেষ, এবং সেখানেই বিষয়টাকে রেখে দেয়া উত্তম। আর যদি একান্তই এখনো জেনারেলেই রেখে দেয়া হয়ে থাকে ওই নিক, তাহলে জানা আপাকে মেইল করে দিলেই হয়, বা একটা পোষ্ট দিয়ে দেয়া যেতে পারত, যেটা সবাই করে। কিন্তু ওই ঘটনাটিকে এই পোষ্টের সাথে গুলিয়ে ফেলাটা উচিত নয়।


পোষ্ট নির্বাচন নিয়ে বলার থাকলেও সেটা অন্য ভাবে বল্লেই ভাল হতো, ওই ঘটনার সাথে জড়িয়ে না বলে।


বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগত তার সাথে কথা বলব।

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০৪

আরজু পনি বলেছেন:
ধন্যবাদ।

৫১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৩

১১স্টার বলেছেন: গত ৫/৬ মাসে আমি কোন সামুতে লগইন করিনাই শুধু আপনার চমৎকার এই পোস্টটার প্রতি দূর্বল হয়ে কমেন্ট করতে লগইন করলাম।

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮

আরজু পনি বলেছেন:

স্টারের আগমণে ধন্য হলাম :D

৫২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: অন্য কোথাও কি বলে জানিনা তবে আমার দাদু বাড়ি এটাকে খড়ের গাদা বা খড়ের পালা বলে :D

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:

আমার বোনের শ্বশুর বাড়িতে (এই ছবিটা সেখানকারই) একে বলে খেড়ের পুঞ্জি :D

৫৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক সুন্দর ছবি

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাসুম।।

৫৪| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮

ইউক্লিড রনি বলেছেন: নাহ। ময়মনসিং যামু নাহ। :-B

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৩

আরজু পনি বলেছেন:

আচ্ছা :-B

৫৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

রমিত বলেছেন: এত সুন্দর পোস্ট! প্রশংসা না করে পারছি না।
হাতে আঁকা ছবিগুলো তো দারুন!
প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক আছে। মাঝে মাঝে ঢাকার বাইরে গেলে আমরাও অভিভুত হয়ে যাই।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রমিত।
খুব ভালো লাগছে আপনাকে আমার পোস্টে দেখে।

৫৬| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

নস্টালজিক বলেছেন: ছবি ব্লগ উপভোগ করি অনেক!




শুভেচ্ছা, পনি!

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ নস্টালজিক।

আপনাকেও শুভেচ্ছা।

৫৭| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: এইবার ছবিগুলা তোলা ভাল হইছে। :) ঐ হাতির ঝিলে ছবিগুলার কথা মনে পরলে এখনও........। :P

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৫

আরজু পনি বলেছেন:

হাতির ঝিলের ছবিগুলোতে টেকনামি করতে গিয়ে ধরা খাইছি :(
অটো কারেক্ট একবারের বেশি দিলেই আমার সাধের ছবি শেষ হয়ে যায় ! :(
হাতির ঝিলের ছবিগুলোও তাই হয়েছিল। :(

৫৮| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার সব ছবি। প্লাস দিতে দেরী হল। যদিও সব ছবিতে আগেই লাইক দেয়া ছিলো :P

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ফেসবুকে বেশ কয়েকটা শেয়ার করেছিলাম...
অনেক ধন্যবাদ কান্ডারী।।

৫৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩

মুকুল সালাহউদ্দীন বলেছেন: স্যরি আরজুপনি, আমার বিষয়টা ওভাবে বলা উচিত হয়নি। আমি দুঃখিত। আশা করি আমার কমেন্ট আর আপনার কমেন্টগুলো মুছে দিবেন দয়া করে।


ধন্যবাদ

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৯

আরজু পনি বলেছেন:
মুকুল, ওই সময়ে আপনার মনের অবস্থা মনে হয় আমি বুঝতে পেরেছিলাম। তাই সাথে সাথেই একটা জবাব দিয়ে আবার আপনার ব্লগে যেয়েও কমেন্ট করে এসেছি।

আমার ব্লগে সম্ভবত এই পোস্টেই প্রথম এলেন। আর ওই কমেন্টগুলোতে কিছু দরকারী কথাও বলে ফেলেছি। থাকুক না ওগুলো । ব্যাপার না।

আমি যদি ওই কমেন্টগুলো থেকে কিছু শিখতে পারি।

আশা করি সামনের সময়গুলোতে যোগাযোগ নিয়মিতই হবে।

অনেক ভালো থাকুন।।

৬০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ছবিতে ++++++ গ্রামের কথা মনে পরে গেল।

গ্রাম বাংলা আসলেই চমৎকার।
কতদিন যে হয়ে গেল গ্রামে যায় না :(

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

আরজু পনি বলেছেন:

আমি এপ্রিলে গেছি। কিন্তু এখন আপনার কথায় মনে হচ্ছে আমি নিজেও অনেকদিন যাই না :(

৬১| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৭

আরমিন বলেছেন: চমৎকার পোস্ট পনি আপু! +

বাহ ময়মনসিংহের পথে এত সুন্দর একটা হোটেল আছে? আগে শুধু পুস্পধাম ছাড়া আর কিছুই ছিলো না! খাবারের উপর খালি মাছি ভন ভন করত! X(

ছবিগুলো সত্যি চমৎকার! নৌকার ছবি গুলো দারুন, বিশেষ করে নীল নৌকাটার, একটা স্বপ্ন স্বপ্ন ব্যাপার!

ইয়ে আমি না ডেওয়া ফল চিনতাম না! :#> তোমার ছবি দেখে চিনেছি! থ্যাংক্স! হা হা!

ও জামের ছবি আবার এখানে দিয়েছো? মানুষকে কাঁদিয়ে খুব মজা না?

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৫

আরজু পনি বলেছেন:

হোটেলটাতে যেয়েও ওদের সার্ভিস, খাবারে মুগ্ধ হয়েছি।

সব মিলিয়ে বেশ ভালো লেগেছে বলেই স্মৃতিটা ধরে রেখে শেয়ার করলাম, যেন ওই পথে যাতায়াতকারীরা প্রয়োজনে এখঅনে যেতে পারেন।।

আমি ব্রহ্মপুত্রের পাড়ে যেয়ে কান্না সামলাতে পাচ্ছিলাম না ...আম্মাকে লুকিয়ে বেশ কিছুক্ষণ কেঁদে নিয়েছি :(

মা আর ব্রহ্মপুত্র এই দুই আমাকে বড্ড দূর্বল করে দেয় :( :((

ডেওয়া অনেকেই চিনে না, আমার উচিত যারা নতুন চিনলো তাদের কাছ থেকে ফি নেয়া :P

রেসিপিটাও সাথে দিয়েছিতো জিভে পানি আনতেই B-))

৬২| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

সোহাগ সকাল বলেছেন: আপনার কি মোবাইল? আমি তো প্রথমে ভেবেছিলাম ডিএসএলআর দিয়ে তোলা ছবি! :)

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬

আরজু পনি বলেছেন:

!!!!!!!!!!!!!!!

ডিএসএলআর !!! :( :((
সামান্য নোকিয়া মোবাইলে তোলা :(
৭০০

৬৩| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২

লেখোয়াড় বলেছেন:
".......... স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে........... আমার অনেক ঋণ আছে, ঋণ আছে............"

............................সাধারণত অন্যের লেখা বা বলা কোন উদ্ধৃত আমি এভাবে সরাসরি ব্যবহার করি না........... ......... আজ করলাম.............. করতে খুব ইচ্ছে হলো.......... কেননা এখানে অনেকগুলো ছবির সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে.................... বিশেষ করে ২,৩,৪ আর ৫ নম্বরের সাথে আমার অনেক স্মৃতি আর আবেগ জড়িয়ে রয়েছে................

............... সকালে এই শিরোণামে পোস্ট দেখেছিলাম কাউকে কথা বলতে............. কিন্তু আপনার পোস্ট তা বুঝতে পারিনি........... অবশ্য শিরোণামের দুই পাশে ক্লাপস-এর ছবি দেখে মনে হয়েছিল কিন্তু ভেতরে আর আসিনি................ এখন বুঝতে পারছি না এসে নিজেরই লস হয়েছে..........

............ পোস্টটি ফেসবুকের ওই সকল মানুষদের নামে উৎসর্গ না হলে বলতাম........... আমার তিন বৎসরপূর্তিতে আপনার এই পোস্টটি আমাকে দান করুন না.............!!
........... যদিও আপনি দিতেন না............... তবুও যে মানুষটি আমার তিন বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে এলেন............... সেই মানুষটিকে আমার তিনবর্ষপূর্তির দিনে এমন একটি পোস্ট দেওয়া জন্য অনেক অনেক ধন্যবাদ................

আপনার সাথে কথা বলার সময় অনেক সাবধান আর সচেতন থাকতে হয়, না হলে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে যেতে হয়................ এত কথা বললাম ............... ভুল হলে ধরিয়ে দিবেন।

শুভকামনা রইলো ভাল থাকার।

১০ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:
:|

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০

আরজু পনি বলেছেন:

স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে
পানি টলটল মেঘলা নদীর কাছে
আমার অনেক ঋণ আছে

গানটা শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। এখন ইউটিউবে শুনে ...আপনি মনে হচ্ছে আমায় কোন হারানো সুরের কথা মনে করিয়ে দিলেন ! আজকে আবার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে আপনি কে? বলুন তো ! :(

উৎসর্গটা করার বিশেষ কারণ আছে। সেটা হয়তো কখনো বলা সম্ভব হবে না।

প্রসঙ্গ যেহেতু এসেই গেল...আপনারওতো ফেসবুকে সম্ভবত আইডি আছে, মানে আপনার কথায় তেমনই মনে হয়েছে। অবশ্য একজন "লেখোয়াড় হাসান"কে পেয়েছিলাম কিন্তু তারপর আবার হাওয়া !

আমি ভেবেছিলাম, মাথা ঠান্ডা করে আপনার মন্তব্যের জবাব দিব...কিন্তু সত্যি বলছি আমার মাথায় এই মুহুর্তে কিছুই কাজ করছে না ...কোন কথা সুন্দর করে যে বলবো তাও হচ্ছে না। অবশ্য আমি আপনাদের মতো এতো সুন্দর করে বলতেও পারি না :(

আপনাকে উৎসর্গ করতে হলেতো কবিতা উৎসর্গ করতে হবে। আমার গলায় ছুড়ি ধরলেও এক লাইন কবিতা বেরুবে না :(

আমি কখনো কবিতা লিখতে পারলে আর তা যদি জনসমুখ্খে প্রকাশিত করার মতো হয় তবে অবশ্যই আমি সেটা আপনাকেই উৎসর্গ করবো।

==========
আমি মন্তব্য স্কীপ করে জবাব দিতে চাইনি। তাই আপনার মন্তব্যে অমন একটা ইমো দিয়ে সেটাকে চালিয়ে নিয়েছিলাম। ইচ্ছে ছিল পরে একটু বেশি কথা বলার।

৬৪| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সেদিন কাকে যেন বললাম- লাস্ট কবে খেজুর রস খেয়েছেন, কবে লাস্ট মাছ ধরেছেন? কারো জবাবই সাম্প্রতিক সময়ে নয়! আমরা ভিষণভাবে শহরজিবী হয়ে গেছি।

১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন:

আমরা শহরজীবিতো হচ্ছিই, বিদেশজীবিও হচ্ছি। খোঁজ নেই শুধু নিজের দেশের ।

:(

৬৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:২৩

রাফসান আরিফ বলেছেন: প্লাস

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ রাফসান।।

৬৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:২৮

রাতুল_শাহ বলেছেন: ১ম বেশ কয়েকটা ছবি দারুণ হয়েছে।

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রাতুল।।

৬৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৪

তাসজিদ বলেছেন: কতদিন ব্রহ্মপুত্র র পাশ দিয়ে বৃষতে ভেজা হয় না।

অথচ একটা সময় মন খারাপ হলেই চলে যেতাম তার ধারে। সে কখনো খালি হাতে ফিরিয়ে দেই নি আমাকে।

কিছু ভয়ঙ্কর দুরসময়ে আমাকে সাহস যুগিয়েছে এ নদ।

কতদিন তার জলে পা ভিজাই না।

১০ ই জুন, ২০১৩ রাত ১:০৯

আরজু পনি বলেছেন:

এমন কমেন্টে কি জবাব দিব জানি না :(

:(( :((

৬৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:১০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: বেশ কিছু ছবি ভালো লাগলো :)

১০ ই জুন, ২০১৩ রাত ১:২৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ স্বপ্নবাজ :)

৬৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

শাহেদ খান বলেছেন: দারুণ লাগল সহজ-সরল বাংলা গাঁয়ের ছবিগুলো...

পোস্টে ভাল লাগা পনি'পু !

১০ ই জুন, ২০১৩ রাত ১:৩০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অলস গল্পকার ।

৭০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: জাম ভর্তা ।

১০ ই জুন, ২০১৩ রাত ১:৫৭

আরজু পনি বলেছেন:

রেসিপি সহ B-)

৭১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:০১

প‌্যাপিলন বলেছেন: আহ্ গাও গেরামের জন্য একটা বুকের কোঠরে একটা চিনচিনে কষ্ট দিয়ে গেলেন পোস্টের মাধ্যমে। তবে গাও গেরাম আর আগের মতো নাই, ভেজাল ঢুকে গেছে। যেমন এই পোস্টে গাও গেরামের মাঝে হোটেল হলিডে ইন এর পলিশ মাখা ফটুক ঢুইকা গেছে :(

১০ ই জুন, ২০১৩ রাত ২:০৩

আরজু পনি বলেছেন:

হোটেলটা দেওয়া হয়েছে আসলে পথের ক্রমানুসারে সাজিয়ে...
এছাড়া যারা ওই পথে যাতায়াত করেন...আর পথে থামেন তাদের জন্যে এই হোটেলটা দারুণ !

৭২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন পোস্ট।
ঢেউয়া, জাম... এখন তো দারুন সময় গ্রামে।
অনেক গ্রামে আম ও বোধ হয় আছে।।

১০ ই জুন, ২০১৩ রাত ২:০৫

আরজু পনি বলেছেন:

হ্যা, ঠিকই বলেছেন, আমও থাকতে পারে। কারণ ওই ছবিগুলো যখন তোলা সে সময় গাছে আম ছিল।

অনেক ধন্যবাদ দূর্জয়।।

৭৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:২৮

ঘাসফুল বলেছেন: ২৯

১০ ই জুন, ২০১৩ রাত ২:০৬

আরজু পনি বলেছেন:

:D !:#P

৭৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
+++

১০ ই জুন, ২০১৩ রাত ২:২৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ কবি।
প্রোপিকে এতো অন্ধকার !!!

৭৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: ময়মনসিংহ মাত্র একবার গেসিলাম। ছবিগুলা সুন্দর, তবে সাইজে এত ছোট কেন! ফ্লিকারে দিসেন ছবিগুলা?

১০ ই জুন, ২০১৩ রাত ২:২৮

আরজু পনি বলেছেন:

আমিতো সারে চার/আড়াই ইঞ্চি দেখতে পাচ্ছি...এই রকম সাইজের কথা বলছেন কি না জানি না।

তবে ক্যাপশনগুলোতে ফ্লিকারের লিঙক জুড়ে দিয়েছি।
এজন্যে আপনি বিশেষ একটা ধন্যবাদ পাবেন।

৭৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৬

অদৃশ্য বলেছেন:





সুন্দর সব ছবি...
এর ভেতরে ২৩/২৮ বেশি চোখে ধরেছে...

প্রথম ফলটাকে সম্ভবত লোকালি আমরা বয়রা/বররা বলে থাকি...


শুভকামনা...

১০ ই জুন, ২০১৩ রাত ২:৩১

আরজু পনি বলেছেন:

বয়রা ওরকমই তবে আরেকটা ফল।

আপনার জন্য্ওে শুভকামনা রইল ।।

৭৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

আদিম পুরুষ বলেছেন: ২ নং ছবিটার জিনিসটাকে বাংলায় বলা হয় '' খড়ের গোদা''। আর আমার ভাষায় 'কুইরগা/ কুঁইজ্জা''।

১০ ই জুন, ২০১৩ রাত ২:৩২

আরজু পনি বলেছেন:

বাহ্ তিনটা নাম পেলাম ! দারুণ !

৭৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:১৯

মায়াবী ছায়া বলেছেন: ছবিই বলে দিলো আপনি ময়মনসিংহের লোক ।
ভালো লাগলো ।ভালো থাকুন ।

১০ ই জুন, ২০১৩ রাত ২:৩৮

আরজু পনি বলেছেন:

এখানে গাঁয়ের একটা আবহ তৈরী করার চেষ্টা করেছি... মোট চারটা জেলার ছীব আছে এতে ।
আপনিও অনেক ভালো থাকুন মায়াবী ছায়া।।

৭৯| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আগামী মাসেই গ্রামে যাবো।

ছবি গুলো দেখে নস্টালজিক হয়ে গেলাম

১০ ই জুন, ২০১৩ রাত ২:৪১

আরজু পনি বলেছেন:

আপনাকে নস্টালজিক করতে পেরে আমিও অনেক আনন্দিত।
:D

৮০| ১০ ই জুন, ২০১৩ রাত ১:১৬

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার লাগলো আপু । কয়েকটা আগে ফেবুতে দেখেছিলাম, সব মিলিয়ে ভালো লাগলো।

ফেবু আসলেই ব্লগিং এর বারোটা বাজিয়ে দেয় :( :(

১০ ই জুন, ২০১৩ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন:
আসলে ফেসবুক ব্লগিঙ-এর বারোটা বাজিয়েছে। একথা মানতে আমি নারাজ।
ব্লগের প্রতি মমতা থাকলে ফেসবুক কোন ক্ষতিই করতে পারেব না।
সহজেই লাইক, কমেন্ট পা্ওয়া যায় বলেই অনেকেই সেটাকেই বড় প্রাপ্তি মনে করে।

:(

৮১| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

সোহাগ সকাল বলেছেন: ও আচ্ছা! "পারাপার" ছবিটা বেশি সুন্দর, কিন্তু বেশি ঘোলা ঘোলা দেখাচ্ছে! আমার ল্যাপুতেই এইরকম দেখায় কিনা কে জানে!

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

আরজু পনি বলেছেন:
ক্যাপশনে ক্লিক করে ফ্লিকারে বড় করে দেখতে পারেন।
তবে নিশ্চিত হতে পারবেন :)

৮২| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৯

কালীদাস বলেছেন: গেছেন আপনে ময়মনসিংহ আর নাম দিছেন কুমিল্লার। দেশ যে কই যাইতাছে /:)

ময়মনসিংহে কখনও ঘুরাঘুরির সুযোগ হয় নাই। কি বেদানা :(

১১ ই জুন, ২০১৩ রাত ১:৩৮

আরজু পনি বলেছেন:

আমিতো একবারও বলিনি যে কুমিল্লা গেছি :(

আচ্ছা, বিয়া সাদী শেষ হোক, বউ সহ দাওয়াত দিমুনে :-B

৮৩| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

লেখোয়াড় বলেছেন:
এটি আপনার ৯৯৯৯ তম পওয়া মন্তব্য।
আর মাত্র একটি।

১১ ই জুন, ২০১৩ রাত ৮:২৬

আরজু পনি বলেছেন:

৯৯৯৯ দেখতে কি সুন্দর লাগছে ! B-)

৮৪| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

লেখোয়াড় বলেছেন:
আর এটি আপনার ১০,০০০ তম পাওয়া মন্তব্য।
যেদিন শচীন ওয়ানডেতে দশ হাজার নার করেছিলেন সে দিনটি আমার মনে আছে।
সে ম্যাচটি আমি দেখেছিলাম।

১১ ই জুন, ২০১৩ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

আমার দিনটিও আপনি অনেক যত্ন করে ধরে রাখলেন। ঋণ বেড়েই চলছে...

৮৫| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

লেখোয়াড় বলেছেন:
এখন দেখেন, এখানে দিয়ে গেলাম, কারণ আর একটি মন্তব্য পেলে তো আর এভাবে দেকতে পাবেন না।

ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ৫৮টি
মন্তব্য করেছেন: ১২৮৩৭টি
মন্তব্য পেয়েছেন: ১০০০০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১০ মাস
ব্লগটি মোট ৬৭৫৭২ বার দেখা হয়েছে

চলতে থাকুক এভাবে তবে রাতজাগা পাখি হয়ে নয়।

১২ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

আপনি যে সময়ে এই মন্তব্যটি করেছেন, সে সময়ে আমি পিসির সামনে ছিলাম না। তাই আপনি এটিকে সযত্নে আগলে না রাখলে আমি নির্ঘাত মিস করতাম এই মনে রাখার মতো সময়টা।

নাহ্ এইবেলা আমাকে কবিতা লেখা শিখতেই হবে। আপনাকে উৎসর্গ করতে হলেও আমাকে কবিতা লেখা শিখতে হবে।

হ্যাঁ, রাত জাগি মাঝে মাঝেই... অভ্যাসটা বদলাতে হবে।

৮৬| ১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি ফ্লিকারেও আছেন! চমৎকার! :)

১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

আসলে ব্লগে ছবি দেওয়ার চিন্তা থেকেই ফ্লিকারের ব্যবহার শুরু :)

আপনার আইডিতো চিনি না :(

৮৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

লেখোয়াড় বলেছেন:
উপরে আমার মন্তব্যগুলোতে বেশ কিছু টাইপো আছে।
ঠিকভাবে পড়বার অনুরোধ থাকল।



১২ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

ওটা কোন ব্যাপারই না। আমিতো টাইপো খেয়ালই করিনি! :D

৮৮| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:০২

ভিয়েনাস বলেছেন: আহারে জামের ভর্তা /:)

চমৎকার ছবি পোস্ট।

১২ ই জুন, ২০১৩ রাত ১:১০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ভিয়েনাস।
শুভরাত্রি।।

:)

৮৯| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:১২

ইখতামিন বলেছেন:
পরে দেখবো :)
প্রিয়তে নিলাম

১২ ই জুন, ২০১৩ রাত ৯:২১

আরজু পনি বলেছেন:

ফ্লিকারে আরজু পনিতে দেইখেন তবে।

অনেক ধন্যবাদ ইখতামিন।

:)

৯০| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

চানাচুর বলেছেন: আমি গ্রামের মেয়ে হওয়ায় এইসব সব চিনি!! :-0


তবে ডেউয়া ফলটা খাইনি কখনো!! :(

১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:

আচ্ছা আমি আবার পেলে আপনার জন্যে পাঠিয়ে দিব 8-|

৯১| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২

লেখোয়াড় বলেছেন:
কি ব্যাপার? আমার ওখানে যাচ্ছেন না যে!

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

গেলাম তো !

৯২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

শ্রাবণ জল বলেছেন: আগেই দেখে গেছিলাম। কমেন্ট করতে পারিনি সেদিন।

ছবি গুলো সুন্দর।
১০ থেকে ১৪ ছবি গুলো মনে হচ্ছিল হাতে আঁকা। অনেক ভাল লাগল, আপু।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন:

:(

এই পোস্টের চেয়ে নারী নিয়ে একটা পোস্ট দিয়েছি এটার পরে, ওটাতে কমেন্ট পেলে বেশি ভাল লাগলো :(

আসলে নারীদের নিয়েতো তাই, ওই পোস্টে মতামত কে কেমন দেয় দেখতে চাচ্ছি । যদিও এই পোস্টটার সাথে আমার আত্নার, ভালোবাসার অনেক স্মৃতি জড়িত ।

অনেক ধন্যবাদ আপনাকে শ্রাবণ জল।
ভালো থাকুন সবসময়ই।।

৯৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আন্ধার ভাল্লাগে! চারপাশ আন্ধার হইলেই আমি লিখতে পারি। তাই আর কী! আন্ধারের সিম্বল প্রোপিক এ :D

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১

আরজু পনি বলেছেন:

ভাব ! /:) /:)

৯৪| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

আমিনুর রহমান বলেছেন:


৩৯ তম ভালো লাগা।

ডেওয়া দেখে খাইতে মন চাইছে :(

১৬ ই জুন, ২০১৩ রাত ১:০০

আরজু পনি বলেছেন:

আহারে এরপর ডেওয়া পেলে খবর দিবো নে :(

৯৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যান পুরনো আমিতে ফেরত গেলাম! /:)

১৬ ই জুন, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

অন্ধকারের চেয়ে এটা তবুও ভালো। কিন্তু এমন ঝাপসা এসেছে কেন ? !

৯৬| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

ইখতামিন বলেছেন:
ফ্লিকারেও দেখেছি, :)
এতো সুন্দর ছবি তুলতে পারেন..................
:)

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০২

আরজু পনি বলেছেন:

ফ্লিকারেও দেখার জন্যে বিশেষ ধন্যবাদ রইল ইখতামিন। :D

৯৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সামু জানে! আমি কেমনে কই?? :|

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩

আরজু পনি বলেছেন:

এটা কেমন হলো ?

৯৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭

বৃতি বলেছেন: খুব সুন্দর ছবিগুলো । +++

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২০

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ বৃতি।

ভালো লাগা রইল আপনার মন্তব্যে।।

৯৯| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:২৬

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ...তুমি...।।

১০০| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনার ছবি শো করে না! :| আমারটা ঝাঁপসা হলেও ভালো, দেখা যায়। :D

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আরজু পনি বলেছেন:

এতোবড় ছবি দিলাম শো করছে না বলনে কি?! আপনার নেটে সমস্যা আছে ! =p~ =p~

১০১| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

হিবিজিবি বলেছেন: জীবনের সবচেয়ে গুরুত্ত্বপূর্ন ১০ টি বছর পার করেছি ময়মনসিংহতে। অতি পরিচিত জায়গার ছবিগুলো দেখে অনেক স্মৃতির কথা মনে পরে গেল! অপেক্ষায় থেকো প্রিয় শহর......আবার দেখা হবে!!

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

এখানে মোট চারটা শহরের ফটো দিয়ে একটা একক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। তবে ময়মনসিংহের ফটো তুলনামূলকভাবে বেশি আছে তার সবগুলো শুধুই ব্রহ্মপুত্র ও তার আশেপাশের অংশটুকু । এটা অবশ্য যারা ময়মনসিংহকে চিনে তারা ধরতে পারবে ভালোই।

অনেকদিন পর দেখলাম। জানি ব্যস্ত আছেন।
শুভকামনা রইল সবসময়ের জন্যে।।

১০২| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:১৩

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জাম ভর্তা..........!!! আমার দিদি বানাতো জটিল জিনিষ... মিস করি অনেক..... ধন্যবাদ পোষ্টের জন্য...

২০ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

আরজু পনি বলেছেন:

শুধুই স্মৃতি! :(

পোস্ট দেখার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ বন্ধু তুহিন।।

১০৩| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

বাঘ মামা বলেছেন: ছবি গুলো আসলেই খুব সুন্দর নিয়েছেন, পেশাদার এর মতই

এটা কি মুক্তাগাছা?


শুভ কামনা

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

আরজু পনি বলেছেন:

আহা সেই আগের বাঘ মামাকে দেখে কতোই না ভালো লাগছে।

আপনার সার্টিফিকেট পেয়ে দারুণ লাগছে :D

এখানে গাজিপুর, মুন্সীগঞ্জ আর ময়মনসিংহ আর ঢাকা মিলে আছে ফটো ।

১০৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

mrof বলেছেন: খুব সুন্দর লাগলো। +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল এমআরওএফ ।

:)

১০৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

জুন বলেছেন: ছবিগুলো খুব সুন্দর আরজুপনি :)
+

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
কিন্তু মডুরা মনে হয় আপনার প্লাসটা হাপিশ করে দিয়েছে। ৪১ এর পর আর বাড়ে নি :( :((

১০৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪৭

টেস্টিং সল্ট বলেছেন: মাস খানেক আগে ময়মনসিংহ ঘুরে আসার সৌভাগ্য হয়েছে। :) ভালো লাগলো ।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:০১

আরজু পনি বলেছেন:

এখানে ব্রহ্মপুত্রের পারের ছবিগুলোই শুধু ময়মনসিংহের। বাকীগুলো আরো তিন জেলা থেকে নিয়ে একটা ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছি।

ময়মনসিংহ শুনলেই প্রাণটা কেমন করে উঠে।

জেনে ভালো লাগলো যে, আমার প্রাণের শহরে আপনি গিয়েছিলেন।।

১০৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছবিগুলো দেখতে খুব ভালো লাগলো, আজন্ম শহরবাসী ,গ্রামে যাওয়ার সৌভাগ্য আমার খুব একটা হয়নি, এই সুযোগে একবার আবহমানের চিরায়ত বাংলার চিরায়ত রূপটা দেখে নিলাম।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৫

আরজু পনি বলেছেন:

এটা খুবই মর্মান্তিক যে, আজকালকার বাচ্চারা গ্রামের ছোঁয়া পাচ্ছে না বল্লেই চলে।

আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠুক।

বড় হলে, কখনো নিজেই উদ্দ্যেগ নিয়ে গ্রামে ঘুরতে যাবেন আশা করি।
অনেক শুভকামনা রইল তনিমা ।।

১০৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৯

লেডি বার্ড বলেছেন: গ্রাম বাংলার চির পরিচিত রূপ। ভালা পাইলাম অনেক।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৪

আরজু পনি বলেছেন:

বাহ্ লেডি বার্ড ! অনেকদিন পর দেখলাম।

ভালো লাগলো আপনাকে দেখে।

অনেক ধন্যবাদ রইল।।

১০৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৯

রবিন মিলফোর্ড বলেছেন:
আহ ! অনেকদিন পরে গ্রামবাংলার ছবি দেখলাম ।


দারুন পোস্টে ভাললাগা রইল ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ রবিন।
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো ।।

১১০| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৫

বৃষ্টিধারা বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো :)

ভালো আছেন ?

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, বৃষ্টিধারা ।
অনেকদিন পর...দেখে ভালো লাগছে ।

আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ।

আপনার জন্য শুভকামনা রইল । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.