নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

♣☻প্রবাদ/প্রবচনে নারীঃ সেকাল-একাল☻♣

১৩ ই জুন, ২০১৩ রাত ১১:২৬



প্রবাদ/প্রবচন ব্যবহারে অনেকেই বেশ পটু হয়ে থাকেন। আর আগের দিনের মানুষদের কাছে প্রবাদ বিশেষ মেনে চলা নীতির মতো ছিলো।



আগের দিনে নারীকে দেখা হতো হেরেমবাসিনী হিসেবে, শুধুই যুক্তিহীন আবেগ প্রবণ, দূবোর্ধ্য, স্পর্শকাতর হিসেবে। অকল্যাণ যা কিছু হয় সব নারীর দোষে।



আমাদের প্রথাগত সমাজে নারী চরিত্র কেমন তা কয়েকটি প্রবাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।



ভাই বড় ধন

রক্তের বাধন

যদিও বা পৃথক হয়

তবে, নারীর কারণ


☺ভাই যে কারো বেশ আদরের ধন তা বলাই বাহুল্য কিন্তু ধরেই নেয়া হয় যে বিয়ের পর (স্বাভাবিক সামাজিকতা) ভাই ততোক্ষণই কাছে থাকবে যতোক্ষণ কোন নারী তার উপর কোন নঞর্থক প্রভাব বিস্তার করবে না। কিন্তু সাধারণত এমন ভাবা হয় না যে পৃথক ভাইও কোন কারেণ হতে পারে নারী দ্বারা প্রভাবিত না হয়েই।



নদীতে নদীতে দেখা হয়

কিন্তু বোনে বোনে

দেখা হয় না।


☺সাধারণত নারীদের বিয়ের পর তাদের স্থান হয় স্বামীর ঘরে সেখানে তারা স্বামীর হুকুমের বাইরে কিছু করার ক্ষমতা রাখে না (যদিও বর্তমানে এই অবস্থার উন্নতি হচ্ছে)। আর এর ফলে বোনে বোনে চাইলেও দেখা হয় না। যেটা সাধারণত পুরুষদের বেলায় ঘটে না।



জাতের নারী কালো ভালো

নদীর জল ঘোলা ভালো।


☺সাধারণত আগে (বর্তমানেও অনেক ক্ষেত্রেই) পাত্র পক্ষ নারীর জাত দেখে মুলত বিয়ের সম্বন্ধ আনতো। এক্ষেত্রে নারী কতোটা শিক্ষিত বা কতোটা গুণী তার চেয়ে বেশি তার জাত ভালো কিনা তা দেখা হতো। এক্ষেত্রে হিন্দুদের মধ্যে শুদ্র শ্রেণীরা বেশি অবহেলিত ছিল। বর্তমানে যার উত্তরণ হচ্ছে।



পুরুষ রাগলে হয় বাদশা

নারী রাগলে হয় বেশ্যা।


☺পুরুষরা যদি রেগে ঘর ছাড়ে তবে সে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। কিন্তু নারী যেহেতু হেরেমবাসিনী তাই সে রাগ করে ঘর ছাড়লে তার শরীর বিক্রী করে জীবন চালানো ছাড়া আর কোন গতি থাকে না। কিন্তু বর্তমান সময়ে নারী শিক্ষিত হচ্ছে, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে। কাজেই এক সময়ের এই প্রচলিত প্রবাদটি এখন আর গ্রহণ যোগ্য হতে পারে না।



উচঁ কপালী চিঁড়ল দাঁতী

লম্বা মাথার কেশ

এমন নারী করলে বিয়ে

ঘুরবে নানান দেশ।


☺এখানে নারীর বাহ্যিক রুপকে প্রাধান্য দেয়া হয়েছে বিয়ের ক্ষেত্রে। অথচ গুণ থাকলে যে, বাহ্যিক রুপ কোন ব্যাপার না তা বর্তমান সময় গুলোতে অনেকটাই প্রমাণিত।



রান্ধিয়া বারিয়া যেই বা নারী

পতির আগে খায়

সেই নারীর বাড়িতে শীঘগীর

অলক্ষী হামায়।


☺রান্না করার পর ততক্ষণ পর্যন্ত একজন স্ত্রী খেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তার স্বামী খাবে। বর্তমাণ সময়ের অনেক শ্বাশুরীদের মাঝেও এই প্রবণতা দেখা যায় যে, আগে তার পুত্র খাবে তারপর তার পুত্রবধু খাবে। এতে সাধারণতই নারীরা গ্যাস্ট্রিক সহ নানারকমের শারীরিক সমস্যায় ভুগে থাকে। এখন নারী/পুরুষ উভয় কেএষত্রই সচেতনতা বৃদ্ধির ফলে এই অবস্থা অনেকাংশেই হ্রাস পাচ্ছে।



পতি বিনে

গতি নেই


☺এই প্রবচনটিতে প্রকাশ পায় যে, পতি ছাড়া নারী চলতে পারে না। লৈঙ্গিক শ্রমবিভাজন আর জেন্ডার অসম সম্পর্কের মধ্যে নারীকে স্বামীর মুখাপেক্ষী থাকতে হয়। এই অবস্থা সত্যিকার অর্থে এখনও অনেকাংশেই সত্যি। তারপরও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে এই অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে।



পতির পায়ে থাকে মতি

তবে তারে বলে সতী


☺বিয়ের আগে নারীর সতীত্বের ধারণা নির্ভরশীল তার শরীরকে বাচিয়েঁ চলার উপর আর বিয়ের পর নারীর সতীত্ব রক্ষার ধরণ পাল্টে তা হয়ে যায় স্বামী নির্ভর। এখানে স্বামী অর্থাৎ পুরুষদের সতীত্বের বিষয়ে কখনোই কিছু শোনা যায় না সাধারণত।



পতি হারা নারী

মাঝি হারা তরী


☺নারী যে নিজের মতো করে জীবন যাপন করার ক্ষমতা নেই, এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করতেই এই প্রবচনটির সৃষ্টি হয়েছে বলে ধরে নেয়া হয়। এখানে নারীকে তরী আর পতিকে মাঝির সাথে তুলনা করা হয়েছে। নারীর শিক্ষা বিস্তার, অর্থনৈতিক সামর্থ্যই পারে একমাত্র এসকল ধারণা থেকে তাকে বের করে আনতে।



পথি নারী বিবর্জিতা

☺খুবই দুঃখজনক বিষয় হলো এই প্রবচন দ্বারা চলার পথেও নিজের আপন নারী কুলকেও বিবর্জিত করে চলার ধারণঅকে প্রতিষ্ঠিত করে। যেই নারী আলোর মুখই দেখেনি সে ঠিকমতো পথ চলতে পারবে না এটাই স্বাভাবিক বিষয়। হেরেমবাসিনী বন্দিনীর পক্ষেতো পথ চলার অভ্যাস/অভিজ্ঞতা কোনটাই থাকার কথা নয়। বর্তমাণ সময়েও অনেক নারীরাই আধুনিক, শিক্ষিত হওয়ার পরও পুরুষের উপর নির্ভর করে পথ চলতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। এই অব্যবস্থা থেকে নারীকে যেমন বেরিয়ে আসতে হবে, পুরুষদেরও সচেতন হবে নারীকে সামনে এগিয়ে নিয়ে যেতে।



পদ্মমুখি ঝি আমার পরের বাড়ি যায়

খেদা নাকি বউ এসে বাটার পান খায়


☺এখানে যদিও পরিষ্কার করে লৈঙ্গিক বিষয়টা উঠে আসে নি...এটা কোন পুরুষ বা নারীর মুখ থেকে আসা তারপরও সমাজের বউ-শ্বাশুড়ীর টানাপোড়েনের মুখরোচক বিষয়ই এর মূখ্য। নিজের মেয়ে যেমনই হোক তার দোষ যেমন মায়েদের চোখে পড়ে না, ঠিক তেমনই পরের মেয়ে যখন পুত্র বধু হিসেবে আসে তখন তার দোষগুলো খুব সহজেই শ্বাশুরীদের চোখে পড়ে। আর শ্বাশুরীদের এই মনোভাব বোঝাতেই সম্ভবত এই প্রবচনটির প্রচলন। এর থেকে আসলে বেরিয়ে আসা এখনও সম্ভব হয়ে উঠেনি। আজকে যেই নারী পুত্রবধু আগামীতে সেই শ্বাশুরী হয়ে একই ভুমিকায় অবতীর্ণ হচ্ছে। এর থেকে সমাধানের পথ খুঁজতে সচেতনতার, মানবিকতার বিকল্প নেই।



ধন্যবাদ।।



উৎসঃ

ছবিঃ ইন্টারনেট

প্রবাদ/প্রবচনঃ মুরুব্বীদের কাছ থেকে এবং সেলিনা হোসনে ও মাসুদুজ্জামান সম্পাদিত জেন্ডার বিশ্বকোষ, ২য় খন্ড প্রথম প্রকাশ, ফেব্রুয়ারী ২০০৬

মন্তব্য ১৯৩ টি রেটিং +৪৬/-০

মন্তব্য (১৯৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

সোহাগ সকাল বলেছেন: "তেইল্লাচুরাও একটা পাখি, মাইয়ারাও একখান জীব!"

এইটা এক ফ্রেন্ডের মুখে শুনছিলাম। আমার কথা না।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন:

অথচ... এই বন্ধুই কিন্তু কোন এক তেল্লাচুরার গর্ভ হতে জন্মগ্রহণ করেছে। আফসোস।।

২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

সাজিদ ঢাকা বলেছেন: উম পোস্ট খানা ভালো হইসে :) :) :)

১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ভ্রমণবিদ।

:) :)

৩| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: খুবই ভালো লাগলো। এই প্রবাদ গুলো আমিও শুনেছি । :)

১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, পুরুষরা বলে...
সংসার সুখের হয় রমণীর গুণে
কিন্তু সাথে যে এও আছে ...
যদি থাকে গুণবান পতি তার সনে

এই পরের লাইনটা তাদের মুখ থেকে শোনা যায় না সাধারণত ;)

৪| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্লাস সহ প্রিয়তে নিলাম পোস্ট। এই পোস্ট বারবার পড়বো। প্রবাদ গুলো মিথ্যা হয়ে যাচ্ছে তাই আরো সহাস পাই।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

নারীর শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বন অর্থাৎ সচেতনতাই পারে এসব পিছিয়ে থাকা ধ্যান-ধারণা থেকে নারীকে মুক্ত করতে।
ধন্যবাদ আপনাকে।
এগিয়ে চলুন সাহসের সাথে।
এখনকার পুরুষরাও অনেক মানবিক আর সচেতন। তাদেরকে আপনার পাশেই পাবেন।

৫| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

মামুন রশিদ বলেছেন: প্রবাদ-প্রবচন আমাদের মাতৃভাষার অমুল্য সম্পদ । যদিও সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ।

ভালো পোস্ট ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

যে সব প্রবাদ/প্রবচন নারীকে হেয় করে, অপমান করে...সেসব অন্তত মাতৃভাষার অমূল্য সম্পদ হতে পারে বলে আমার মনে হয় না। কারণ এসব প্রবচন মা-কেই অসম্মাণ করে থাকে।

তবে হ্যাঁ, অনেক প্রবচন সত্যিই বেশ ভালো...সেগুলো সম্পদতো বটেই।

ধন্যবাদ মামুন।।

৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বর্ষণ।।

৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫৯

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ছূডূ বেলার সেই প্যাড়ার কথা মনে পড়ে যাচ্ছে , রাত দিন কাইত হইয়া অর্থ মুখস্ত কইরা বাক্য লিখন লাগত :(


পদটীকা গুল ভাল লাগল :)

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ওগুলো আসলেই এমনিতে মনে থাকতো না, মুখস্তই করতে হতো :(

ধন্যবাদ মিস্তিরি।

৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৫

যুবায়ের বলেছেন: অসাধারন একটি পোষ্ট...
এইসব প্রবাদ প্রবচনগুলি আসলেই সমাজে প্রচলিত
তবে আশার কথা হচ্ছে ধীরে ধীরে শিক্ষার কারনে মানুষ সচেতন হচ্ছে

তবে একটি প্রবাদ আমি নিজেও মেনে চলছি তা হলো “জাতের মেয়ে কলোও ভালো” এর একটি বিশেষ গুরুত্ব আছে।

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫

আরজু পনি বলেছেন:

আসলে জাত বলতে একসময় হিন্দু সমাজের ব্রাহ্মণ বা উঁচু বর্ণিয়দের বোঝাতো, সেখানে জাত অর্জনের কিছু ছিল না। এটা ছিল জন্মগত।

যদি মানুষ স্বভাবদোষে নিচু হয় তবে আমার কিছু বলার নেই। কিন্তু অর্জন ছাড়া জন্মগতভাবে এই উঁচু-নিচুর ভেদাভেদ করাটা সত্যিই দুঃখজনক।

আর সচেতনতার বিকল্প নেই।

ধন্যবাদ যুবায়ের।।

৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার পোষ্টের কল্যাণে জানলাম , ধন্যবাদ শেয়ার করার জন্য !

১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৫

আরজু পনি বলেছেন:

আরো অনেকই প্রচলিত আছে...সংগ্রহ করার ইচ্ছে আছে।

ধন্যবাদ অভি।

১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৬

আরজু পনি বলেছেন:

মনে হচ্ছে আপনাকে হয় প্রখম আমার ব্লগে অথবা অনেকদিন পর পেলাম।

ধন্যবাদ সুলেখক।।

১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আজ সন্ধ্যায় ও নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি ও অধিকার নিয়ে কথা হচ্ছিল।
আমাদের সমাজ ব্যবস্থায় নারীদের যতটুকু অগ্রগতি তার পেছনে শিক্ষাই মূল ভূমিকা রেখেছে।
যেদিন এদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিটি ঘরে পৌছাবে, প্রতিটি নারী ও শিক্ষিত হবে, সেদিন মূল্যায়ন নিয়ে তর্ক হবে না।
মানুষ হিসেবে কোন লিঙ্গান্তর ভাবনা আর হবে না।
এমন দিন আসবে, শীঘ্রই আসবে।।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

আসলে লৈঙ্গিক দিক থেকে নয় বরং প্রতিটা মানুষই তার ন্যায্য পাওনাটুকু পাক।
তবেই হবে।।

১২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২০

জানতে চায় বলেছেন: :)

১৪ ই জুন, ২০১৩ রাত ১:১৯

আরজু পনি বলেছেন:
কিছুটাকি জানাতে পারলাম...অবশ্য কমন পরার কথা ।।

ধন্যবাদ।।
:)

১৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৯

খেয়া ঘাট বলেছেন: দারুন সংগ্রহ ।

আমার দাদীর মুখে শুনা একটি শেয়ার করলাম-
ফল ভালো কলা,
নারী ভালো কালা,
পুরুষ ভালো চাষা,
পানি ভালো ভাসা।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:২২

আরজু পনি বলেছেন:

এখানে মুরুব্বীদের একটা চাতুরী আছে ...তারা মুখে বলে ঠিকই কিন্তু ছেলের জন্যে বা নাতীর জন্যে কিন্তু পুতুল সদৃশ সুন্দরী মেয়েই খোজেঁ ;)

এটা অনেকগুলো দেখা ঘটনা থেকে বললাম।
ব্যতিক্রম তো থাকতেই পারে।।

১৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

নাজিয়া জামান বলেছেন: ভাল পোস্ট ।প্রবাদ প্রবচনকে এখনো অনেকে সত্যি মানেন বিশেষ করে গ্রামগুলোতে বেশী ।কিন্তু সমস্যা হল যত দোষ নন্দ ঘোষ ।ধর্ষন করে পুরুষ জাতি দোহাই দেয় মেয়েদের ।মেয়েদের ড্রেস নাকি সমস্যা ।যাই হোক প্রসঙ্গের বাইরে কথা না বলাই ভাল ।লেখা ভাল লাগল ।ধন্যবাদ ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৭

আরজু পনি বলেছেন:

গ্রামেতো বটেই ...শহরের অনেক মুরুব্বীদেরও এসব মানতে দেখি ! :(
ধন্যবাদ নাজিয়া ।।

১৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন কিছু প্রবাদের দরকার...

ভালো পোস্ট।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, পুরনো দিনে যেমন এগুলোর সৃষ্টি হয়েছে..বর্তমান সময় ধরেও চলছে...তেমনি আমাদেরও কিছু প্রবচন মুখে মুখে তৈরী করতে হবে...যা মানুষকে সম্মাণিত করে...যা মানুষের প্রকৃত রূপকে প্রকাশিত করে...তা ভালো হোক আর মন্দই হোক।।

১৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

ভয়ংকর বোকা বলেছেন: ফেসবুক থেকে সরাসরি ব্লগে, লেখাটা আরও একটু বড় হলে ক্লাসিক এ অন্তর্ভুক্ত হত। নতুন কিছু জানলাম।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩২

আরজু পনি বলেছেন:

আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো।

আশা করি সামনের সময়ে আপনার সহযোগিতা পাব।

ধন্যবাদ আপনাকে।
ভয়ংকর ভালো মানুষ। :)

১৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:০৯

মনিরা সুলতানা বলেছেন: সংসার সুখের হয় রমণীর গুনে ......।

অনেক গুল নতুন প্রবাদ জানলাম ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩৮

আরজু পনি বলেছেন:

মেয়েদেরকে কিন্তু এই অংশটুকুই শোনানো হয় প্রতিনিয়ত। কিন্তু রমণির পাশে যে আরো কিছু কথা আছে...

যদি থাকে গুণবান পতি তার সনে

এটুকু সাধারণত আড়ালেই থেকে যায় :(

১৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৭

যুবায়ের বলেছেন: জাত বলতে হয়তো মানুষের মধ্য ভেদাভেদকে প্রকট করে তোলে।
আসলে সবাই মানুষ এটিই সত্য।
আমি যেটি বলতে চেয়েছি সেটি হচ্ছে বংশ মর্যাদা..
সহীহ বুখারীতে বিবাহ সম্পর্কে হাদিসে ৪টি বিষয়ে
দেখে বিয়ে সম্পাদন করার তাগিদ দেয়া হয়েছে।
১. মেয়ে সুন্দর কিনা?..
২. বংশ মর্যাদা। এখানে বংশ মর্যাদা বলতে সম মর্যাদার বংশের কথা বলা হয়েছে।
৩. মেয়ে তাকওয়াবান কিনা?
৪.এই পয়েন্টটি এই মুহুর্তে মনে আসছেনা :(

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪১

আরজু পনি বলেছেন:

মেয়ে সুন্দর কি না...এই কথাটা আমার মনে হয় আপেক্ষিক।
কারণ একই মেয়েকে একজনের পছন্দ একেবারেই নাও হতে পারে...আবার সেই মেয়েকেই আরেকজন কল্পনার তুলিতে ছবি আঁকে।
ছেলেদের বেলায়ও অবশ্য তেমনটি ঘটে।

পুরুষদের বেলায়ও নিশ্চয়ই এমন কিছু বৈশিষ্ট্যের কথা আছে...

পয়েন্টগুলো ভালো তো...যদিও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।

১৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৩২

নিয়েল হিমু বলেছেন: নারী নিয়ে এত প্রবাদ প্রচলিত আছে ধারনার বাইরে ছিল ।
পোষ্টের বিশ্লেষণ অংশ মুগ্ধ হয়ে পড়ছি :)

১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪২

আরজু পনি বলেছেন:

আরো অনেক শোনা প্রবাদ যা মনে রাখতে পারি নি। তা পেলে সংগ্রহশালায় জমা করার ইচ্ছে রাখি।

অনেক ধন্যবাদ নিয়েল।
শুভরাত্রি।।

:)

২০| ১৪ ই জুন, ২০১৩ রাত ১:৪৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ☻উচঁ কপালী চিঁড়ল দাঁতী
লম্বা মাথার কেশ
এমন নারী করলে বিয়ে
ঘুরবে নানান দেশ।

আমি অবশ্য শুনেছিলাম,

চিড়ল দাতী পিঙ্গল কেশ
ঘুরবে কণ্যা দেশ-বিদেশ।- খনার বচন।

এর মানে, যে মেয়ের দাঁত চিড়ল বা ফাঁকা এবং চুল পিঙ্গল বর্ণের মানে কালো নয়, সেই মেয়ে দেশ-বিদেশ ঘুরবে। আর সে সময় দেশ-বিদেশ ঘোরা মানে কি বোঝায় আশা করি বুঝতে পারছেন। হুমায়ূন আহমেদের বইতে পেয়েছি।

ভালো পোস্ট। সুচিন্তিত পোস্ট। অনেক দিন পর আপনার পোস্ট দেখলাম। ভালো আছেন নিশ্চয়ই।

১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:২৮

আরজু পনি বলেছেন:

হুমায়ুন আহমেদ-এর কোন বইয়ে পড়েছেন...সেই অঙশটুকু শেয়ার দিলে ভালো হতো। জানতে পারতাম।

অনেক ধন্যবাদ সজীব।

২১| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রবাদ/ প্রবচনগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এগুলো এভাবে সংরক্ষন করার উদ্যোগ প্রশংসার দাবী রাখে।

তবে শুধু নারী বিষয়ক প্রবাদ/ প্রবচন একটি ভিন্ন রকম আয়োজন।

তাই পোস্টের ভিন্নতায় মুগ্ধ হলাম।

অবশ্যই ++++++++++++ থাকবে।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ কান্ডারী।

ভালো থঅকুন সবসময়ই।।

২২| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:১৪

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগলো বিশ্লেষণ গুলো । কয়েকটার যথার্থ অর্থ জানতাম না ।
প্রবাদ গুলো পড়েই বোঝা যাচ্ছে সময় পরিবর্তন হচ্ছে , শিক্ষার সাথে সাথে ।

মানসিকতারও পরিবর্তন দরকার । একজন শিক্ষিত মা ই সন্তানের পজেটিভ মানসিকতা গড়ে তুলতে পারে ।যে নারী কে অসম্মানিত করবে না ।
যে সন্তান কখন ই বলবে না, তেইল্লাচুরাও একটা পাখি, মাইয়ারাও একখান জীব!"

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

মানসিকতার পরিবর্তনের, সচেতনতার বিকল্প নেই, অদ্বিতীয়া ।
সুন্দরভাবে তুলে ধরার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।

২৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: নদীর পানি ঘোলা ভালো,
জাতের মেয়ে কালো ভালো!


নাইস পোস্ট

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মাসুম।
ভালো থাকুন সবসময়।।

২৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:১৩

গ্যাম্বলার বলেছেন:
জাতের নারী কালো ভালো
নদীর জল ঘোলা ভালো।


এখানে জাত বলতে , পারিবারিক মর্যাদা, ট্রাডিশন, শিক্ষা কে বুঝানো হয়েছে। পজিটিভ অর্থে....। গায়ের রং উপরে শিক্ষা কে প্রাধান্য দেয়া হয়েছে।

দারুন পোস্ট। ধন্যবাদ

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ।

নিকটা দশাসই !

B-))

২৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ফেসবুকেও ইসটাটাস দিছিলেন মনে হয় ।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

ফেসবুকে প্রথম ৫টা শুধূ প্রবাদ//প্রবচন দিয়েছিলাম, নিজের মতামত দেইনি।

:)

২৬| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:২০

হাসান মাহবুব বলেছেন: দারুণ পোস্ট।

ছবি এইটা কী দিসেন! আমি আমার একটা খুবই ডার্ক এবং শকিং এক্সপেরিমেন্টাল গল্পে এই ছবি দিসিলাম :||

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ হাসান।

প্রবাদ/প্রবচন দিয়ে গুগলে সার্চ দিতে যেয়ে এটা পেলাম, আরেক কোন সাইটে যেনো ব্যবহার করেছে। আমি নিয়ে একটু ফ্রেম সেট করে দিলাম আর কি।
এখানে যে প্রবাদ/প্রবচন দিয়েছি এগুলো খুবই নেগেটিভ অর্থে ব্যবহৃত তাই এই ছবিটাই মনমতো লেগেছে আমার কাছে।।

২৭| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৭:০৩

আমিই মিসিরআলি বলেছেন: পোষ্টে প্লাস +++++

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল মিসির আলি।

২৮| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৮:১৯

অনন্ত আরেফিন বলেছেন: ভালো লাগলো পোস্ট। আশার কথা হচ্ছে সময়ের সাথে সাথে এইসব প্রবাদের বেশিরভাগই বাস্তবতা হারাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, একটু ধীরে হয়তোবা।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

বাজে ধারণা সমঋদ্ধ প্রবচনগুলো বাস্তবতা হারাচ্ছে, এটা সত্যিই আশার কথা।

আশা জাগানিয়া।। :D

২৯| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৯

তন্দ্রা বিলাস বলেছেন: + সহ প্রিয়তে।

প্রবাদ বিশ্লেষণ ভাল লেগেছে।

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস।





আমি থাকার চেষ্টা করছি , বুঝলেন তো :(

৩০| ১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ☻পতি বিনে
গতি নেই
☺এই প্রবচনটিতে প্রকাশ পায় যে, পতি ছাড়া নারী চলতে পারে না। লৈঙ্গিক শ্রমবিভাজন আর জেন্ডার অসম সম্পর্কের মধ্যে নারীকে স্বামীর মুখাপেক্ষী থাকতে হয়। এই অবস্থা সত্যিকার অর্থে এখনও অনেকাংশেই সত্যি। তারপরও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে এই অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে।


এ ব্যাপারটিই ভাল মনে করি। পতি বিনে গতি নাই এবং স্ত্রী বিনে ও গতি নাই ।মিথোজীবিতা মাস্ট। নির্ভরশীলতা সুষম ভিত্তিতে হওয়া চাই ।তাহলে পারিবারিক সামাজিক জীবন সুখের হবে।

তবে আপনার ব্যাখ্যাটিও গ্রহণ যোগ্য।

ধন্যবাদ দারুনএকটি পোস্ট দেয়ার জন্য।
প্রিয়তে আরজু পনি । :)

১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম।
ভালো থাকুন সবসময়ই।।

৩১| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:২৮

আমি মেসি বলছি বলেছেন: দুই চাইরডা ছাড়া উপ্রের এউক্কা প্রবাদ-প্রবচনও জানতাম না। পুষ্টে পিলাচ +++++

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:০৮

আরজু পনি বলেছেন:

মুরুব্বিদের কাছে শুনতাম ছোটবেলায় তেমন অনেক প্রবচন হারিয়ে ফেলেছি। মা'কে জিজ্ঞেস করেছিলাম, মা হাসে...কারণ অব্যবহারে আমার মায়েরও মনে নেই। শ্বাশুরিকেও শুরুর দিকে বলতে শুনেছি ...উনিও এখন ব্যবহার করেন না।
সেই সব স্মৃতি থেকে আর জেন্ডার বিশ্বাকোষ বইটা থেকে কিছু পেয়েছি।

আপনাকেও অনেক ধন্যবাদ।।

৩২| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

শেরজা তপন বলেছেন: দারুন সংগ্রহ ও সাবলীল বর্ণনা বিমোহিত করল-

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৩২

আরজু পনি বলেছেন:

আমার ব্লগে আপনাকে দেখে অনেক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ তপন।

ভালো থাকুন সবসময়।।

৩৩| ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪

ভালবাসা007 বলেছেন: সংগ্রহশালা তেমন খারাপ হয়নি.....দারুন লিখছেন ভাই ।

ধন্যবাদ।
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০১

আরজু পনি বলেছেন:

আপাতত এরচেয়ে বেশি জোগার করতে পারি নি ! :(
তবে সামনে পেলে শেয়ার করার ইচ্ছে রাখি।

ওরররররে ! এত্তোগুলো ধন্যবাদ !

আপনাকেও ধন্যবাদ।।

৩৪| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

রি হোসাইন বলেছেন: ভালো লিখেছেন। খুব-ই আকর্ষণীয় ও যুগোপযোগী বিষয় বস্তু। এবং লেখনিও দুর্দান্ত। ধন্যাবাদ সুন্দর একটা লেখা উপহার দেবার জন্যে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রিহোসাইন।
আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।।

৩৫| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

মাহমুদ০০৭ বলেছেন: যেসব প্রবাদ - প্রবচন নারীকে হেয় করে সেসব বাদ দেয়া উচিত ।
এখন ও বাংলা ব্যাকরণে নারিকে হেয় বিষয়ক বাগধারা - প্রবাদ পাওয়া যায় ।
মনে রাখতে হবে , এসব কিন্তু একজন সদ্য টিনেজার এর মাথায় গেথে যায় ,নারিকে সে ভুল মূল্যায়ন করতে শিখে ।
আমাদের সামাজিক অবস্থাও নারির সঠিক মূল্যায়নের অনুকূল নয় ।
ভাল পোস্ট , ভাবার মত পোস্ট ।
ধন্যবাদ আপনাকে ।
+++++++্
ভাল থাকবেন আপু ।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন:

আমাদের মানসিকতা বদলালে এমনিতেই এসব প্রবচন চাপা পরে যাবে কালের গর্ভে।

আপনাকেও অনেক ধন্যবাদ।

ভালো থাকুন মাহমুদ।।

৩৬| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++++++

প্রিয়তে....

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শোভন।
ভালো থাকুন নিরন্তর।।

৩৭| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

লেখোয়াড় বলেছেন:
"যারে দেখতে নারী তার চলন বাঁকা"

ভাল পোস্ট।

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০

আরজু পনি বলেছেন:

আগে এটা আমি এভাবেই ভাবতাম...যেমন করে আপনি লিখেছেন।

পরীক্ষা নিলেন কি? ;)

এখানে নারী না হয়ে না রি হবে। কেননা, না রি বলতে না পারি , পছন্দ নয় এমন বোঝানো হয়েছে। অর্থাঁৎ যারে দেখতে না পারি বা যাকে পছন্দ না করি তার সবকিছুতেই দোষ।

ভার্চুয়াল জগতে আমাকেও পছন্দ করে না, এমন কেউ কেউ আমার সবকিছুতেই দোষ দেখে :(

৩৮| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালো লাগছে আপু।+++

১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রেজা ।।

৩৯| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ব্যান্ড পার্টি বলেছেন: চমতকার বিশ্লেষণ +++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ব্যান্ড পার্টি ।।

৪০| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

কালীদাস বলেছেন: ও ইয়েহ :D
(এইটা এইকালের প্রবাদ ;))

১৬ ই জুন, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
আপনে পারেন ও বটে ! =p~

৪১| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
+++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সরকার সাব।।

৪২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:২১

তাহিতি তাবাসুম বলেছেন: “অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর"
কিছু নতুন প্রবাদ জানলাম পোস্ট থেকে।মেয়েদের নিয়ে কিছু প্রবাদ আছে যেগুলা শুনলে গা জ্বালা করে।
সুন্দর পোস্ট।++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৭

আরজু পনি বলেছেন:

আপনি যেই প্রবাদটা উল্লেখ করলেন এটা কেন ব্যবহার করা হতো একটু খোঁজ নিতে হবে।

কিছু কিছু সত্যিই মেজাজ খারাপ করে দেয়।

ধন্যবাদ তাহিতি।
ভালো থঅকুন সবসময়ই।।

৪৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:২৯

আরমিন বলেছেন: আমার আম্মাজান অবশ্য উল্টো করে বলেন,

"জাতের ছেলে কালো ভালো
নদীর জল ঘোলা ভালো।"


=p~

১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৮

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

জাতের একজন ছেলের সাথে কিছুদিন আগে কথা হলো...
বউ ঢাবির সোস্যাল ওয়েলফেয়ার থেকে পাশ করেছে। কিন্তু সে নিজেতো বটেই বউকেও কারো অধীনে কাজ করতে দিতে নারাজ। সে জাতের ছেলে কারো অধস্তন হয়ে থাকতে নারাজ B-))

৪৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

বৃতি বলেছেন: সুন্দর পোস্ট আপু । ভাল লাগা থাকলো ।

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বৃতি।
ভালো থাকুন সবসময়ই।।

৪৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪

শাহেদ খান বলেছেন: আবার একটা চমৎকার কালেকশন। মাঝে মাঝে এমন ব্যতিক্রম আর চমকপ্রদ পোস্টের জন্য অনেক ভাল লাগা জানাচ্ছি !

+

শুভকামনা, পনি'পু।

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৩

আরজু পনি বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় অলস গল্পকার।।

৪৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ পোস্ট এ ++++++++++++ আর হলুদ তারা ।

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৩

আরজু পনি বলেছেন:

অনেকগুলো ধন্যবাদ রইল তিতির।।

৪৭| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৩২

লিঙ্কনহুসাইন বলেছেন: আসলেই তো পোষ্টা চর্ম ;) অনেক গুলা প্রবাদের অর্থ জানতে পারলাম :#) এমন আরো অনেক প্রবাদ শুনেছি মনে পরতাছেনা । আসলেই অনেক কিছু জানা হলো ।
মেয়ে নষ্ট ঘাটে,
ছেলে নষ্ট হাটে।

----------------------------
সাত পুরুষে কুমাডের ঝি,
সরা দেইখা কয়, এইটা কি?

কোনো মেয়ে কিছু দেখে না চিনলেও সেটা তারই দোষ। তখন তার বাবার পেশাকে খোটা দেয়া হয়। মেয়েকে নিচু করে রাখার জন্য এ ধরনের প্রবাদ প্রচলিত ছিল।
++++++++্

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৫

আরজু পনি বলেছেন:

আমি জানতাম

ঝি নষ্ট হয় হাটে
বউ নষ্ট হয় ঘাটে।

পোস্ট রেডি করার সময় মনে ছিল না। দেখি এ্যাড করে দিতে পারি।

অনেক ধন্যবাদ লিঙ্কন।।

৪৮| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: 'গিনি্নর পাপে গেরস্থ নষ্ট'
বাড়ির গিনি্নর খারাপ কাজে সংসার নষ্ট হতে পারে।
অথাৎ সংসারে ভালো মন্দ নির্ভর করে গিনি্নর ওপর। পুরুষের ওপর নয়।
'গোরু, জরু, পাটুনী।
মাঝে মাঝে পিটুনি।'

গরু, বউ (জরু) আর পাটুনীকে (মাঝি) ঠিক রাখতে মাঝে মাঝে পিটুনি দিতে হয়। নইলে ঠিক থাকে না

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৬

আরজু পনি বলেছেন:

আপনিতো ভালোই অনেকগুলো জানেন !

অনেক অনেক কৃতজ্ঞতা রইল শেয়ার করার জন্যে।।

৪৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ৩:১৪

সোনালী ডানার চিল বলেছেন:

চমৎকার পোষ্টটি প্রিয়তে নিলাম........

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৬

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল চিল।

ভালো থাকুন।।

৫০| ১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৯

রাইসুল নয়ন বলেছেন: যাক কিছু প্রবাদ(কুসংস্কার) সম্পর্কে জানতে পারলাম।
সবই শিক্ষা আর মানুষরূপী ছাগলের মস্তিষ্ক থেকে সৃষ্ট।
আমার মনে হয় আমরা ধিরে ধিরে এই অবস্থা থেকে আলোর দিকে যাচ্ছি :)

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৮

আরজু পনি বলেছেন:

আসলে এসব প্রবাদ/প্রবচনের যখন প্রচলন হয়, তখনকার সামাজিক ব্যবস্থঅও নারীর অনুকুলে ছিল না।
নারী ছিল বোঝা স্বরুপ।

আশার কথা যে আমরা এর থেকে বেরিয়ে আসতে পেরেছি বা পারছি।।

৫১| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: এক্সেলেন্ট টপিক।

১৬ ই জুন, ২০১৩ রাত ২:০৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ময়ুরাক্ষী ।।

৫২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ভালো কালেকশান, ভাল ব্যাখ্যা। দুইটা আগেই শুনেছিলাম। আপনার পোস্ট পড়ে বাকিগুলা জানলাম।

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:

জানাতে পেরে ভাল লাগছে ...তুমি...।
পড়ার জন্যে অনেক ধন্যবাদ ।।

৫৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:২৯

দুরন্ত সাহসী বলেছেন: চমৎকার বিশ্লেষণ

৩০ তম প্লাস

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ দূরন্ত সাহসী।
ভালো থাকুন।।

৫৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ আপু ,এত সুন্দর পোস্ট দেয়ার জন্য । ৩১ তম ভাললাগা ।

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:০৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ রইল পারভীন।

এগিয়ে যান মানবতার সেবায়।
শুভকামনা সবসময়ই।।

৫৫| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬

~মাইনাচ~ বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট

১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাইনাচ।
ভালো থাকুন সবসময়।।

৫৬| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

চির বসন্ত বলেছেন: ভালো লাগলো

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ চির বসন্ত।

নিকটা ভালো লাগলো বেশ...জীবনটা চিরদিন বসন্তের মতোই সবুজ থাকুক।।

৫৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: নাইস। এরকম করে আগে কেউ বুঝালো না কেন। :/

১৬ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

কি সুন্দর করে বললেন!
অনেক অনেক ধন্যবাদ মুন ।

৫৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন শৈশব কথা
স্মৃতি জাগানিয়া
আপু ধন্যবাদ পোস্টে

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।
ভালো থাকুন সবসময়ই।।

৫৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৩

রোজেল০০৭ বলেছেন: সুন্দর বিষয়ের ব্যাখ্যাময় পোস্ট।

+++

১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৫

আরজু পনি বলেছেন:

ব্লগে সেই প্রথম থেকেই আছেন...আপনাদের মন্তব্য পেলে সত্যিই মনে হয় পুরনো শুভাকাঙ্খীরা ভুলে যায় নি।

অনেক কৃতজ্ঞতা রইল রোজেল।।

৬০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৭

নস্টালজিক বলেছেন: প্রবাদ প্রবচনের সুন্দর পোস্ট!


গুড ওয়ান, পনি!



শুভেচ্ছা নিরন্তর!

১৭ ই জুন, ২০১৩ রাত ২:০২

আরজু পনি বলেছেন:

যখন ব্লগে নতুন ছিলাম, আপনাকে চিনতাম না, জানতাম না...তখন থেকে আপনার অনুপ্রেরণা পাই...সত্যিই আমি কৃতজ্ঞ ।

অনেক ভালো থাকুন প্রিয় নস্টালজিক।।

৬১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:২৯

ঘাসফুল বলেছেন: আশার কথা, এই সব প্রবাদ বা প্রবচন ইতিহাসে রুপান্তর হচ্ছে দিন দিন... :) ৩৪...

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সেটাই ঘাসফুল। সেই আশাতেইতো নারী এগিয়ে যাচ্ছে সামনের আলোকিত পথে ।

অনেক ধন্যবাদ ঘাসফুল :)

৬২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:০৫

হাসি .. বলেছেন: এক হাজারটা প্লাস আপুুুুুুুুুুুুুুুু


একেবারে সঠিক বিষয় নিয়ে সঠিক পোষ্ট। মনের কথাগুলোই বলে দিয়েছেন। থ্যাঙ্কু :)

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৬

আরজু পনি বলেছেন:

ইসসস! সত্যি সত্যিই যদি একহাজারটা প্লাস দেয়া যেত কতো মজাই না হতো ..আচ্ছা আমি মনে মনে নিয়ে নিলাম হাজারটা প্লাস।

অনেক ধন্যবাদ হাসি :D

৬৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮

মাক্স বলেছেন: নাইস পোস্ট!

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর দেখলাম। ভালো লাগলো আপনাকে দেখে।

:)

৬৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

বাঘ মামা বলেছেন: প্রবাদ গুলো কিন্তু বহুল পরিক্ষিত।

খুব ভালো কালকেশান এবং আপনার বিস্তারিত বর্ণনঅ সুন্দর হয়েছে।

শুভ কামনা সব সময়

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

আরজু পনি বলেছেন:

প্রোপিক বদলানোর কারণে সন্দেহ লেগে গিয়েছিল... আগেরটাতেই অভ্যস্থ হয়ে গিয়েছিলাম মামা ।

পথ ভুলে যে বন ছেড়ে আমার ব্লগে এসেছেন সেজন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।

৬৫| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪

শ্রাবণ জল বলেছেন: একটু সময় নিয়ে বলতে গেলে বেশ কিছু কথা বলা যায় এই টপিকে।

কিন্তু আমি খুব অস্থির, আপু।

আগেও পড়েছি পোস্ট টা।
আপনি বলাতে আবার আসলাম।
পোস্ট পড়তে গিয়ে বেগম রোকেয়ার "অর্ধাঙ্গিনী"র কথা মনে পড়ল।


শুভ বুদ্ধির উদয় হোক।
সকল বৈষম্য দূর হোক।
নারীকে মানুষ হিসেবে ট্রিট করা হোক।

সুন্দর একটা বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ।

স্থির হতে পারলে আবার আসব এই পোস্টে।

ভাল থাকবেন, আপু।

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৫

আরজু পনি বলেছেন:

লেখকরা একটু অস্থির হয় বৈকি :)

ঠিক আছে আপনার স্থিরতার অপক্ষোয় রইলাম।

অনেক ধন্যবাদ শ্রাবন জল ।।

৬৬| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৪:০৬

শ্রাবণ জল বলেছেন: "অর্ধাঙ্গিনী" নয়। "অবরোধবাসিনী"র কথা বলতে চেয়েছিলাম।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১

আরজু পনি বলেছেন:

আচ্ছা ঠিকাছে ।
:)

৬৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:১৮

শ।মসীর বলেছেন: ভাই বড় ধন
রক্তের বাধন
যদিও বা পৃথক হয়
তবে, নারীর কারণ ।

শুনতে খারাপ শুনাবে , অনেকে নানা আপত্তি করবে- কিন্তু বিশ্বাস করেন আমার খুব ঘনিষ্ঠ একটা পরিবার এ ঘটনা টেরপাচ্ছে হারে হারে। অথচ একটা সময় দুই ভাই এর সম্পর্ক ছিল অতি চমতকার।

বড় ছেলে বিয়ে করানোর পর সেই বউ শ্বশুর বাড়ি থাকবেনা, এই নিয়ে নানা ঝামেলা । যাই হউক সেটা তারা মেনে নিয়েছিল, পরে ছোট ছেলে বিয়ে করার পর বড় বউ ও আসে, কিন্তু এসে শুরু করে নানা ঝামেলা, ছোট বউ এর সাথে নানা ইস্যুতে তার সমস্যা । ছোট বউ এর বাচ্চা হলেও সে সমস্যায় ভুগতে ছিল। বাচ্চার সাথে জেঠার খুবই চমতকার সম্পর্ক , কিন্তু জেঠী তাকে সহ্য করতে পারেনা ...............

নানা ঘটনার পরিক্রমায় এখন দুই ভাই এর সম্পর্কটাই খারাপ ।
এ সমস্যাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি বলেই আপনার প্রবচনটা উল্লেখ করলাম । আলাদা ভাবে দুভাই ই চমতকার মানুষ । সামহাউ বিয়ের পরই যত সমস্যার উদ্ভব ।

আসলে এই জন্য ইনডিভিজুয়াল ঐ দুই মেয়ের ই মানসিকতা দায়ী বলে আমি মনে করি, কারন আমার পরিচিত আরেকটা ফ্যামিলি আছে যেখানে দুভাই এর বউকে দেখলে মনে হবে দুই বোন :)

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১

আরজু পনি বলেছেন:

এই কথাটা ভয়ংকর রকমের সত্য বলেই মানি। আমার নিজের দেখা বাজে অভিজ্ঞতাও আছে ।

কিন্তু সমস্যা হয় সেই নিরপরাধ মেয়েগুলোকে নিয়ে যারা কোনরকম দোষ না করেও প্রতিনিয়ত শ্বাশুড়ি, ননদদের কথা থেকে বাজে শুনে থাকেন সামনে বা আড়ালে।

এসব ক্ষেত্রে দেখা যায় শ্বাশুড়ি, ননদরা মেয়েটিকে কোনভাবেই সহ্য করতে না পেরে সবসময়ই ছেলৈটির কানে বিষ ঢালার চেষ্টা করেও ছেলেটির কাছ থেকে আশানুরুপ সাড়া না পেয়ে ভেবে থাকেন মেয়েটিই ছেলেটিকে বদলে ফেলেছে।

৬৮| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: পতি হারা নারী
মাঝি হারা তরী


এইখানে একটা কথা বলার আছে, আপু। পতি হারা বলতে আসলে কি বোঝান হয়েছে তা স্পষ্ট না। যদি পতিহারা বলতে অবিবাহিত মেয়ে বুঝানো হয় সেক্ষেত্রে আমি আপনার সাথে একমত। কিন্তু পতি হারা বলতে স্বামী মারা গেছে এমন যদি বুঝানো হয়ে থাকে তাহলে সে নারীকে অবশ্যই মাঝি হারা তরীর সাথে তুলনা করা চলে। এটা আমার নিজের মাকে দেখে বুঝেছি। উনি অত্যন্ত শক্তিমান একজন মহিলা এবং জগতে চলতে গেলে কি করতে হবে সে বিষয়ে সম্পূর্ণ সচেতন। তারপরও তার মাঝে একটা দিশেহারা ভাব সব সময় লক্ষ করি, অনেকটা যেন মাঝি হারা তরীর মতই।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬

আরজু পনি বলেছেন:

পতি হারা মানে অবশ্যই পতিকে হারানোর পর নারীর অবস্থা বোঝানো হয়েছে।

আমি বলতে চেয়েছি, আগে যেমন নারীরা শিক্ষার অভাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না থাকায় যেই বিপদগুলোতে পরতেন, বর্তমানে সেই অবস্থার উত্তরণ হচ্ছে।

একজন পতি তার পত্নীর পরম বন্ধু, সেক্ষেত্রে এরকম কাছের পরমনির্ভরতার একজন মানুষ হারিয়ে পত্নী নিজেকে অসহায় ভাবতেই পারেন...সেটা পতির বেলায়ও ঘটতে পারে । :)

অভিজ্ঞতা শেয়ার করার জন্যে অনেক গুলো ধন্যবাদ রইল নাজিম।।

৬৯| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬

অদৃশ্য বলেছেন:





আপনার ভাবনাটা চমৎকার... যার কারনে এই চমৎকার পোষ্ট...

হ্যাঁ এরকম অনেক কথা অনেকেই বলে গ্যাছেন... যারা বলেছেন তারা তাদের অভিজ্ঞতায় বলেছেন... আর মানুষের অভিজ্ঞতা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে অনেক ক্ষেত্রেই...

তবে একটা জিনিস আমার মাঝে মাঝেই... পার্থিব ভালোবাসা ও প্রেমের সর্বোচ্চ শব্দ হলো নারী... প্রিয়তমা আর মা...

এই জায়গায় এসেই সবকিছু উলট পালট হয়ে গ্যাছে...

কি কি লিখতে চাইলাম... উল্টা পাল্টা হয়ে গেলো মনে হয়...

শুভকামনা...

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

সময়গুলোও অনুকুলে ছিল না নারীর জন্যে ।
কখনোই থাকে না অনুকুলে...তারপরও প্রানান্ত চেষ্টা চলে।

কবি যা লিখে তাই মানে হয়ে যায় শেষে ...

:)

৭০| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০

মুরাদ-ইচছামানুষ বলেছেন: =p~ =p~ পোস্ট দারুণ হইছে।

১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

আরজু পনি বলেছেন:

:D
ধন্যবাদ ইচ্ছা মানুষ ।।

৭১| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মুদ্‌দাকির বলেছেন: প্রবাদ আমার প্রিয় একটা বিষয়, ভালো লাগল :)

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মুদদাকির।

:)

৭২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: খুব ছোটবেলায় মামার বাড়ি যেতাম একেবারেই গ্রামে যেখানে গরু গাড়ি করে যেতে হত... তো দুপুর বেলা প্রায় দেখতাম কিছু লোক বাড়ী বাড়ী ঘুরে ঘুরে প্রবাদ প্রবচন গুলো পড়ত পায়ে ঘুঙ্গুর পরে নাচত... অনেকদিন পর এগুলো পড়ে খুব ভালো লাগলো আপু.. শুভ কামনা....

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

এমন অভিজ্ঞতা অবশ্য আমার হয় নি।

অভিজ্ঞতা শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ বন্ধু তুহিন।
আপনার জন্য্ওে শুভকামনা রইল।।

৭৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৯

হানিফ রাশেদীন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। চমৎকার আইডিয়া আপনার।

২০ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ হানিফ।
আপনাকে দেখে অনেক ভালো লাগলো।।

৭৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৭

জুন বলেছেন: রান্ধিয়া বারিয়া যেই বা নারী
পতির আগে খায়
সেই নারীর বাড়িতে শীঘগীর
অলক্ষী হামায়।

:( :(
+

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৬

আরজু পনি বলেছেন:

এটা বউদের প্রতি মুরুব্বীদের কথা!
মুরুব্বীরা পছন্দ করে না ছেলের আগে তার বউ খেয়ে নিক :(

৭৫| ২০ শে জুন, ২০১৩ রাত ২:২৯

অনাহূত বলেছেন:
নারীদের নিয়ে প্রচলিত কোন প্রবাদই এখন কাজের না। ব্যাকডেটেড সব। আধুনিক নারীরা এসবের উর্দ্ধে নি:সন্দেহে। সুন্দর লেখা পনিপু।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

আরজু পনি বলেছেন:

:(

আপনার কথাটা সত্যি হলে বেঁচে যেতাম অনেক অশান্তির কালো ছায়া থেকে। :(

কিন্তু ভুক্তভোগীরাই জানে এগুলো এখনও কিভাবে আমাদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে :(

৭৬| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৩০

এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার একটি পোষ্ট আপু।

প্রিয়তে রাখলাম।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ফারুক।
ভালো থাকুন সবসময়ই।।

৭৭| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৭

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

উচঁ কপালী চিঁড়ল দাঁতী
লম্বা মাথার কেশ
এমন নারী করলে বিয়ে
ঘুরবে নানান দেশ।


এলাম আজ আপনার পোস্টে মন্তব্য জানিয়ে যেতে। আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি। আমি এখন স্বাধীন হয়েছি।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৩

আরজু পনি বলেছেন:

বয়সতো কম হলো না...মনে রাখি কেমন করে বলুন তো! :(

৭৮| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩০

সাদাত হোসাইন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
আমার 'প্রিয়'তালিকার প্রথম পোস্ট।

ভালো থাকবেন।

:)

২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০

আরজু পনি বলেছেন:

মজার বিষয় হলো আপনার পোস্ট দেখে পরে কমেন্ট করবো ভেবে শুধু প্লাস দিয়ে নিজের ব্লগে এসে দেখি আপনি মন্তব্য করে গেছেন !

প্রায় একবছর জীবনের প্রথম আমার পোস্টটি প্রিয়তে নিয়েছেন জেনে ভালো লাগছে। বিশেষ করে এই পোস্টটির মধ্যে অনেক নারীর হাহাকার লুকিয়ে আছে বলেই এই পোস্টটির প্রতি আমার দূর্বলতা অন্যগুলোর চেয়ে একটু ভিন্ন রকমের।

অনেক ধন্যবাদ রইল সাদাত।।

৭৯| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৩

লেখোয়াড় বলেছেন:
আপু, ভাললাগা রেখে গেলাম।
অনেক সুন্দর পোস্ট।

"সকল নারীর এক বচন
কথায় ধার মনে পচন"

২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

আরজু পনি বলেছেন:

জ্বি ছোট ভাইয়া, আপনি সম্ভবত আরো অনেক আগেই আমার এই পোস্টটাতে ভালো লাগা দিয়ে গেছেন। এখন তো ৪০ এর পর কোন পরিবর্তন হয়নি :P

আপনার এখনকার কমেন্টখানা বড়ই তাৎপর্যপূর্ণ, কারণ অনেক পুরুষের মুখে মধু কিন্তু অন্তরে পচনের গন্ধ পাই B-))

৮০| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

লেখোয়াড় বলেছেন:
আপু, এই পোস্টে ওই ৪০টাকে চেঞ্জ করার ক্ষমতা আমার আর নেই।

আপু, আমি শুধু প্রবাদ বা বচন বলে যাচ্ছি।
নারী-পুরুষ ভেদাভেদ করতে চাচ্ছি না।

আর একখান.........................

"পুরুষ মরলে দেবতার ঘর
নারী মরলে সাতপুরুষ পর"

আপু, কেমন আছেন??

২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আরজু পনি বলেছেন:

দেখুন, মাঝে মাঝে এমন আচরণ করি যে নিজেই অবাক হয়ে যাই !

আপনার এই প্রবাদের মানে বুঝি নি :(


কেমন আছি?.............

সত্যি বলতে কি জানেন, মাঝে মাঝে খুব দারুন মজায় থাকি।

আমার এক বন্ধুকে অনেকদিনের চেপে রাখা কিছু কথা বলার সাহস পাচ্ছিলাম না। বড্ড বদমেজাজী ও :(

কারণ যাকে বলবো তার পেছনের মানুষটাকে আমি এতোভালো করে চিনি যে, নিজেও জানে না তাকে আমি কতোটুকু চিনি। এর পর আর কি ঘটতে পারে ভেবে নিচ্ছি আগে ভাগেই :>

তার রিএ্যাকশন দেখে মজা পাচ্ছি :P

আচ্ছা বলুন তো আপনাকেই কেন এসব কথা বলছি !
আসলে এখন শেয়ার করার মতো আপনাকে সামনে পেলাম, তাই আপনার কাছেই বললাম...কিছু মনে করবেন না আশা করি। :D

৮১| ২১ শে জুন, ২০১৩ রাত ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। আসলে প্রবাদ এর প্রচলন শুরু হয়েছে খুব সম্ভবত কিছুটা কুসংস্কার এবং কিছুটা বাস্তব দর্শনের উপর ভিত্তি করে। নারী সংক্রান্ত অনেক প্রবাদ যেমন একসময় বাস্তবতা অর্জন করেছে তেমন বর্তমানে অনেক গুলোই তার প্রয়োগিক বাস্তবতা খুইয়েছে :)

এই ধরনের পোষ্ট না দিলে কি আর মডু হয় নাকি!! :P :P

২১ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

শেষের লাইনটা বুঝি নাই! :|

৮২| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪

রেজোওয়ানা বলেছেন: প্রবাদের বেশির ভাগ থেকেই আমাদের উত্তরন হয়েছে আবার কোনকোনটায় এখনও আটকে আছি! মূলত: পুরুষতান্ত্রিক সমাজে বৈষম্য কিছু থাকবেই, আর এতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি!
এখনও কোন সিঙ্গেল মেয়ে যদি একা বাড়ি ভাড়া করে থাকতে চায়, দুনিয়ার কত যে প্রশ্ন আর ভ্রুকুঞ্চন তাকে দেখতে হয়......এক্ষেত্রে সেই যে বললেন.....পতি বিনে গতি নেই!"


পোস্ট ভাল লাগলো, এমন পোস্ট আরও আসুক!

শুভেচ্ছা।

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আরজু পনি বলেছেন:

আসলেই কি উত্তরণ হয়েছে?! :(

সত্যিই আমরা যেন এমন বৈষম্য দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গেছি!

আপনাকে দেখে ভালো লাগলো প্রিয় ব্লগার।
খুব অনিয়মিত হয়ে গেছেন ইদানিং ব্যস্ততা খুব বেশি মনে হয়।
শিগগীরই আপনার নতুন পোস্টের আশায় রইলাম।।

৮৩| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

লেখোয়াড় বলেছেন:
সন্ধ্যা হতে আর খুব বেশি বাকী নেই।
কোথায় আজ সারাদিন, আরজুপনি?

২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩১

আরজু পনি বলেছেন:

আজ সারাদিন প্রিয় মুখ, প্রিয় আড্ডা, মহাসড়কে চরম রিস্ক নিয়ে ছবি তুলে জামাইয়ের বিরাগভাজন হওয়া...ঘুরে বেড়ানো.... দারুন দারুন সময় পার করে এখন আর রাত জেগে ব্লগিং করার এনার্জি নেই মোটেও |-)

নতুন পোস্ট দিয়েছেন। দেখে ভালো লাগলো।।

৮৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫৮

আমিভূত বলেছেন: বেশীর ভাগই মা নানীর মুখ হতে শোনা ।

:) কিছু ভাল্লাগে কিছু শুনলে বিরক্ত হই ।

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

ছোটবেলায় শুনতে তেমন খারাপ লাগতো না। কিন্তু এখন আর এসব ভালো লাগে না :(

নারীর অসম্মান হয়, তেমন প্রবচন শুনতে চাই না :(

৮৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১২

আমিভূত বলেছেন: এক নারীতে রাজত্ব
দুইনারীতে ঝগড়া-ঝাটি
তিন নারীতে হাট বাজার


তিন কন্যার পড়ে পুত আসলো যার ঘরে
যমদূত আসলো তার ঘরে


তিন পুতের ঘরে এক ঝি মার
কনুই বাইয়া পড়লো ঘি তার !!

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

আরজু পনি বলেছেন:

আশা করি এগুলো সময়ে এদের গ্রহণযোগ্যতা হারাবে।

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ তুমিভূত।

৮৬| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯

লেখোয়াড় বলেছেন:
চরম রিস্ক নিয়ে যে ছবিগুলো তুলেছেন সেগুলো নিয়ে একটা পোস্ট আসছে নাকি??
তা রিস্ক-ফিস্ক নিয়ে নিকটজনদের দুশ্চিন্তায় ফেলে দেওয়ার দরকারটা কি?

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আরজু পনি বলেছেন:

রিস্ক-ফিস্ক

এখানে রিস্ক বুঝলাম কিন্তু রিক্স-এর পাশে "ফিস্ক"... ব্যাকরণগতভাবে এধরণের শব্দকে কি বলে যেনো?

৮৭| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫

রাজু মাষ্টার বলেছেন: হুম......... ++

২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৫০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ রাজু মাস্টার ।

শুভ সকাল।।

৮৮| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:২৭

রুন বলেছেন: ৪১ তম ভালো লাগা রইল আপু । চমৎকার আইডিয়া এবং দুর্দান্ত বিশ্লেষণ ।

কয়েকটি কমেন্টে দেখলাম বৌ-শাশুড়ি দন্দের ব্যাপারটা আসছে, আসলে এই দন্দের কারণ টা আমরা কেউ খুঁজি না । আমার মনেহয় শাশুড়িরা অনেকটা অনিশ্চয়তা থেকেই তার ছেলেদের কান ভরায়, ওনারা হয়তো ভাবে ছেলে বউয়ের কথা শুনলে মাকে ভুলে যাবে । আসলে আমরা বউরা যদি একটু সহনশীল হই আর আমাদের হাসব্যান্ডরা যদি একটু কৌশলী হন তাহলে সমস্যাটা অল্পতেই কাটানো যায় ।

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর রুন !
ভালো লাগছে দেখে ।

আপনি ঠিকই বলেছেন। কিন্তু বাস্তবে সেটিই হচ্ছে না...হয় না বলেই এতো অশান্তি :(

অনেক ধন্যবাদ রুন...সুন্দর একটা পরামর্শ দেবার জন্যে ।

৮৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

চানাচুর বলেছেন: ভালো লাগলো আপু। আপনার ফ্যান হয়ে গেছি :)

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ চানাচুর।

ভালো থাকুন সবসময় ।।

:)

৯০| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৮

ফারিয়া বলেছেন: এই পোষ্টটা দেখে কারো বলা একটা জোক মনে পড়ল, কেউ বলছিলো,
what means woman?
Wife Of MAN!

আরেকটা,
Do you know why language was created? to control woman.

পুড়ো বিষয়টাতে নারীর অক্ষমতা বুঝানো হয়েছে, আর পুরুষকে একতরফা রক্ষাকারী দেখানো হেয়েছে। নারী সম্পর্কে সবস্থানেই এমনতর কথা প্রচলিত আছে, সেটা যে দেশের নমুনা হিসেবে দেখুন না কেনো। কিন্তু হয়ত আমরাই এখনো এগুলোকে আকড়ে বসে আছি জাতি হিসেবে, কিন্তু এখন সময় এসেছে এসবকে পিছনে ফেলে সত্যকে সহায় করার। আশা করি আমাদের ভবিষ্যত তো বটেই, আমরা নিজেরাই সে সুদিন দেখবো!

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০

আরজু পনি বলেছেন:

সুদিন আনার পথ চলাটা আমাদেরকেই যে শুরু করতে হবে ফারিয়া ।

৯১| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ বিষয়....কিছু জায়গায় বেশ হাসির খোরাক পেলাম। সবগুলোর উৎপত্তি হয়েছে চিরাচরিত জেন্ডার বৈষম্য থেকে।

শিক্ষা এবং কর্মসংস্থানের প্রসারে নারীর অবস্থান আজ অনেক উন্নত, যদিও অনেক আরও বাকি আছে। প্রতিবেশী ভারতের সাথে তুলনা করলেও আমরা অনেক এগিয়ে....

তবে সাম্প্রতিক সমযে সমাজ ও রাজনীতির ধারা যেদিকে এগোচ্ছে, তাতে প্রমাদ গুণতেছি....শতবছরের অগ্রগতি কিন্তু মুহূর্তে শেষ হয়। দৃষ্টান্ত: আফগানিস্তান।

ঈশ্বর আমাদের দেশনেত্রী ও জননেত্রীকে উপযুক্ত প্রজ্ঞা দিন.....

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০

আরজু পনি বলেছেন:

আমাদেরকেও আরো সজাগ হতে হবে ।

অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ...পেছনের পোস্টে এসে অনুপ্রেরণা দেবার জন্যে ।।

৯২| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

মোঃ ইসহাক খান বলেছেন: আমার মতে, এটা আপনার সেরা পোস্টগুলোর একটি।

প্রবাদ-প্রবচন আমার খুবই পছন্দের বস্তু, সেজন্যই হয়তো। সময় পেলেই পড়তে পছন্দ করি। এটা সেদিক দিয়ে একটা অসাধারণ সংগ্রহ। প্রায় কোনটিই আগে জানতাম না।

তবে ব্যাখ্যাগুলো আরও সংক্ষিপ্ত হলে ভাল হত। কিছু কিছু ক্ষেত্রে এখন কী ঘটছে, সেটা বোধহয় না বললেও চলত। প্রবাদ-প্রবচন পড়ার আনন্দটি অবশ্য তাতে কমে নি।

সুন্দর একটি পোস্টের জন্য কৃতজ্ঞতা।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

আরজু পনি বলেছেন:

পেছনের পোস্ট পড়তে এসেছেন দেখে খুবই ভালো লাগছে ।

অনেক অনেক ধন্যবাদ রইল ।।

৯৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

অস্পিসাস প্রেইস বলেছেন: সুন্দর পোস্ট

সরাসরি বুকমার্কে.......

ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ ।।

৯৪| ২৭ শে মে, ২০১৪ দুপুর ১:৪৯

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: দুর্দান্ত। +

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক অনেক ধন্যবাদ, নিঃসঙ্গ নির্বাসন ।

ভালো থাকুন সবসময়ই ।।

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৩

আরজু পনি বলেছেন:

আপনার ব্লগ ঘুরে এলাম...কোন পোস্ট রাখেননি !

৯৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১০

(উৎপল) বলেছেন: অনেকগুলো প্রবাদই তো এই প্রথমবার শুনলাম,,,,
পোস্টটা ভাল্লাগছে,,,,,, ++++++ :-)

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, উৎপল।
পুরোনো পোস্টে আপনাকে দেখে ভালো লাগছে।
শুভকামনা রইল।

৯৬| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩১

সাদরিল বলেছেন: আগে দেখি নাই। সামুর ফেসবুক পেইজ থেকে শেয়ার হতে দেখে ঢুকলাম। দারুন লাগলো। একটা প্রবাদও জানা ছিলো না। পোস্ট ফেভারিটে

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

আরজু পনি বলেছেন:

সামহোয়্যারইন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই।

আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে, পেছনের একটি লেখা পড়ে মতামত দিলেন এবং প্রিয়তে নিয়ে সম্মানিত করলেন।
অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.