নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ব্লগ টিউটোরিয়ালঃ (ওয়াচে থাকা এবং নতুন ব্লগারদের জন্যে অবশ্য পাঠ্য)

২২ শে জুন, ২০১৩ রাত ১২:০০

নিজেদের ভালো লেখার মূল্যায়নের জন্যে পোস্টটি সবাই দেখতে পারেন...কাজে লাগলেও লেগে যেতে পারে।



♦ ব্লগিং-এ যারা নতুন, অর্থাৎ ওয়াচে আছেন, তাদের পোস্ট যেহেতু প্রথম পাতায় আসে না। আর তাদের মন্তব্যও সাম্প্রতিক মন্তব্যের ঘরে দেখা যায় না তাই তাদের দেখার, তাদের ব্লগ পোস্ট পড়ার, তাদের অনুপ্রাণিত করার মতো ব্লগার কমই আছে। কেননা অনেকেই অন্যের ব্লগে কমেন্ট করে বিনিময়ে নিজের ব্লগ পোস্টে কমেন্ট পাবার জন্যে। তবে সবাই কিন্তু এমন নয়। ভালো পোস্টের খোঁজ পেলে পুরনো অনেকেই যারা ভালো পোস্ট খোঁজ করেন, তারা কিন্তু ওয়াচে থাকা বা সেফ ব্লগার বিবেচনা করেন না। তাদের কাছে পোস্টের কন্টেন্টই মূখ্য। কাজেই ব্লগিং শুরু করুন সুন্দর একটা পোস্ট দিয়ে যেন পরবর্তীতে আপনার প্রথম পোস্টটি দেখে আফসোস বা লজ্জা না লাগে আর তা সবার কাছেই গ্রহণযোগ্যতা অর্জন করে।



সাতদিনের ধকলঃ

সাতদিনেই সেফ হয়ে যাবেন, তেমন আশা না করে লিখে যান। আপনি লিখতে পাচ্ছেন নিজের ইচ্ছেমতো এটাই বড় কথা হওয়া উচিত। তারপরও সাতদিনের পরেও ওয়াচে থেকে হতাশারা গ্রাস করতে থাকে। কেননা তার ভালো লেখার পাঠক কম, মূল্যায়ন কম। স্বীকার করুন আর না করুন...ভালো লিখলে সেটা অনেকেই পড়ুক এই ইচ্ছে হওয়াটাই স্বাভাবিক।



আর তাই সেই ইচ্ছেকে পূরণ করার জন্যে নিচে দিয়ে দিলাম কিছু টিপস, আশা করি টিপসগুলো কাজে লাগিয়ে হতাশা কিছুটা মোচন হবে।



অনলাইনে থাকা ব্লগার





উপরের ছবিতে দেখুন ১৫০ জন আছে। আপনি যখন লগইন হবেন তখন অনলাইনে যে কয়জন থাকবে তাদের সবার ব্লগে এক চক্কর দিয়ে আসুন। (কিপ্টা আছে অনেকেই, দেখে যাবে কিন্তু কমেন্ট করবে না :( X( ) ভিসিটর লিস্টে আপনার নাম দেখে অনেকেই আপনার ব্লগে আসবে।



গ্রুপ ব্লগিং :



দেখুন প্রথম পাতার উপরে গ্রুপ ব্লগ লেখা আছে লাল মার্ক করা।ওটা ওপেন করুন।

এতে নিজের পছন্দের গ্রুপ সার্চ দিয়ে বের করতে পারেন। অথবা "সকল গ্রুপ"-এ ক্লিক করে আপনার পছন্দের গ্রুপে জয়েন করতে পারেন। এর পর ওই গ্রুপের মেম্বার না হলেও আপনি যে কোন গ্রুপে (যেগুলোতে সবার জন্য মন্তব্য উন্মুক্ত) মন্তব্য দিতে পারবেন। আর মেম্বার হলে একই সময়ে ব্লগে আর গ্রুপে পোস্ট দিতে পারবেন।



সততা:

ব্লগিংয়ে সততা জরুরী। হিটের জন্যে ১৮+ দিয়ে অন্যের কাছে নিজের গুরুত্ব কমাবেন না। নিজের পোস্ট মন্তব্য পাওয়ার আশায় অন্যের যে কোন ধরনের পোস্টে গনহারে কমেন্ট করা থেকে বিরত থাকুন। পুরো পোস্ট পড়ে তবেই মন্তব্য করুন। অথবা পোস্ট পুরোটা পড়ার মতো যথেষ্ট সময় না থাকলে সেটা মন্তব্যে জানাতে কার্পণ্য করবেন না।



কোন পোস্ট ভালো লাগলে যদি প্লাস চিহ্ন বা প্লাস লিখতে চান তবে লাইক বাটনে চেপে সেটা নিশ্চিত করুন। মুখে মুখে লাইক, চমৎকার এসব বলে আর লাইক বাটন না চেপে নিজেকে একটা "লাইক বাটন না চাপতে না জানা পাবলিক" পরিচয় দেওয়া থেকে বিরত থাকুন। আর ভালো পোস্টেরও লাইক বাটন চেপে মর্যাদা দিন :(



ক্যাচাল পোস্টঃ

ক্যাচাল পোস্ট দেয়া থেকে বা কেচাল পোস্টে মন্তব্য করা থেকে বিরত থাকুন। এতে আপনার সম্মান বাড়বে বৈ কমবে না। আপনার নাম উল্লেখ করেও যদি কেউ পোস্ট দিয়ে কেচাল করতে চায়, সেই পোস্ট ইগনোর করুন। তাকে এতো গুরুত্ব দেবার কিছু নেই।



দায়িত্বশীলতাঃ

দেশের সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর বিশেষ একজন আপনি। কারণ অনেকেই ব্লগিং কি তা জানাতো দুরের কথা ইন্টারনেট সম্পর্কেই জ্ঞান নেই। কাজেই আপনার আছে তথ্য পাওয়ার এক বিশাল ভান্ডার। একে দায়িত্বশীলতার সাথে ব্যবহার করুন। মনে রাখবেন আপনি পুরো একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন।



সময়ানুবর্তিতাঃ

আর সব কাজ ফেলে ব্লগিং করলে একটা সময় হতাশারা আপনাকে গ্রাস করে ফেলবে। কাজেই কখন ব্লগিং করলে আপনার পেশাগত জীবন, ব্যক্তিগত জীবনের উপর কোন রকম ক্ষতিকর প্রভাব পড়বে না, তেমন সময়কেই ব্লগিং-এর জন্যে বেছে নিন।



তথ্য সমৃদ্ধ পোস্টে রেফারেন্সঃ

সাধারণত গল্প, কবিতায় রেফারেন্স দেবার তেমন প্রয়োজন পড়ে না।কারণ তা লেখকের নিজের অনুভব থেকে সৃষ্টি। কিন্তু অনেকেই অনেক তথ্য সমৃদ্ধ পোস্ট দিয়ে থাকেন। এদের কেউ কেউ আবার সোর্স দিতে কার্পণ্য করেন এই ভেবে যে, এতো ভালো পোস্ট দিলাম, ক্রেডিট অন্যকে দিব কেন?!

কিন্তু আপনি যখন সোর্সগুলো ঠিকঠাক মতো উল্লেখ করবেন তখনই আপনার পোস্টের মর্যাদা অনেকগুন বেড়ে যাবে।

যারা পোস্টে ছবি এ্যাড করেন, তাদের বেলায়ও একই কথা।



বিভাগ উল্লেখ করাঃ



আপনি বিভিন্ন বিষয়ের উপর লিখতেই পারেন। সেক্ষেত্রে বিভাগ ভাগ করে নিলে আপনার যেমন সুবিধা তেমনি আপনার ব্লগে যে পড়তে আসবে সেও বিভাগ থেকে তার পছন্দের বিষয় বাছাই করে পড়তে পারবে।



ট্যাগ ব্যবহার করাঃ

বিভাগ ব্যবহার করার পাশাপাশি ট্যাগে আপনার পোস্টের কি-ওয়ার্ড/স ও ব্যবহার করতে পারেন। এতে পাঠক সহজেই আপনার কোন দূবোর্ধ্য লেখাও হৃদয়ঙ্গম করতে পারবে।



অনুসারিত ব্লগারঃ



দেখুন ব্লগের উপরের দিকে বাম পাশে অনুসারিত ব্লগ লেখা আছে। শুধু মাত্র তাদেরকেই অনুসারিত করুন যারা নিয়মিত ভালো লেখার চেষ্টা করে। যাদের পোস্ট পড়ে আপনি তৃপ্তি পাবেন। অহেতুক অনুসারিত লিস্ট বড় করলে তখন সেখানকার পোস্ট দেখে আপনার এমন মেজাজ খারাপ হবে যে অনুসারিত ব্লগ আর দেখতেই ইচ্ছে করবে না।



বিপরীত লিঙ্গের ব্লগার

চেষ্টা করুন বিপরীত লিঙ্গের ব্লগারের ভালো লেখার প্রেমে পড়তে। লেখার পেছনের মানুষটির নয়। এতে আপনার মূল্যবান সময় অপচয় ছাড়া আর কিছুই হবে না। কেউ কেউ আছেন মার্টি নিকে মেয়ে ব্লগারদেরকে বিভিন্নভাবে হ্যারেজ করতে। এসব অসুস্থ মানসিকতা পরিহার করতে ফ্রেশ ব্লগিঙ করার চেষ্টা করে সুস্থ্য মানসিকতার পরিচয় দেয়াই উত্তম।



প্রিয় পোস্টঃ

আপনার মনকে বিশেষভাবে নাড়া দিয়েছে বা অনেক তথ্য সমৃদ্ধ পোস্ট যা পরবর্তীতে কোন না কোনভাবে কাজে লাগতে পারে, অন্যকে পরামর্শ দিতে লাগতে পারে, খুব সমৃদ্ধ সংকলন পোস্ট বা আপনার আগ্রহ আছে এমন বিষয়ের উপর পোস্টগুলো, সর্বোপরি আপনার পছন্দই প্রাধান্য পাবে কোন পোস্ট আপনি প্রিয়র তালিকায় রাখবেন।



পোস্ট কিভাবে প্রিয়তে নিতে হয়, নতুন কেউ কেউ বুঝতে পারে না।তাদের সুবিধার্থে ছবি দেয়া হলো। ছবিতে লাল চিহ্ন দেয়া হলুদ তারাতে কারসর রেখে ক্লিক করলেই আপনার ব্লগের ডান পাশে রাখা অংশে চলে যাবে।



পোস্টে ভালো লাগা জানানোঃ

কারো পোস্ট পড়ে ভালো লাগলে তা জানাতে চাইলে ছবি দেয়া লাল মার্ক করা হাতে ক্লিক করলেই হবে।



ফেসবুকে আপনিঃ

ব্লগ পোস্টে অফটপিকে কথা বলার অভ্যাস না করার চেষ্টা করুন। সেক্ষেত্রে যেই নিক ব্লগে আছে সেই নাম দিয়ে ফেসবুকে একটা আইডি খুলতে পারেন। নিজের পোস্টগুলো শেয়ার করতে বা যখন তখন যা মনে আসে তা শেয়ার করতে ফেসবুক ব্যবহার করতে পারেন। তবে ইনবক্সে যোগাযোগ, কথাবার্তা যত কম বলবেন তত নিরাপদ থাকবেন। চেষ্টা করুন চ্যাট করার অভ্যাস পরিহার করে ওই সময়ে ভালো পোস্ট পড়তে। এতে আপনার ক্ষতিতো নয়ই বরং জানার ভান্ডার সমৃদ্ধ হবে।



ইনবক্সে লিংক বিলি করা থেকে বিরত থাকুন। কেউ যদি নিজে থেকে চায় সেক্ষেত্রেই শুধু ইনবেক্স লিংক শেয়ার করুন অন্যথায় কাউকে বিরক্ত করে নিজেকে অসম্মানিত করার কোন মানে হয় না।



বিভিন্ন ফেসবুক গ্রুপ

এই গ্রুপ গুলোর সদস্যরা সাধারণত খুব সহযোগিতা করার মানসিকতা নিয়ে গ্রুপে এ্যাকিটভ থাকেন। তাই ফেসবুকের বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারেন। আর আপনার পোস্ট পাবলিশ করার পর যে গ্রুপের ধরণ অনুযায়ী পোস্টগুলো গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিন। এতে একজনও যদি গ্রুপ থেকে আপনার লেখার লিংক দেখে পড়তে আসে মন্দ কি?



সামহোয়্যারইন-এর সাথে সম্পৃক্ত কয়েকটি গ্রুপ

১. সামহোয়্যারইন... ব্লগ (বাধ ভাঙ্গার আওয়াজ)

https://www.facebook.com/groups/samublog/

২. সামহোয়্যারইন..ব্লগ (ফ্রেশ লুকস)

Click This Link

৩. সামহোয়্যারইন... ব্লগ (বাধ ভাঙ্গার আওয়াজ)

Click This Link

৪. সামহোয়ার ইন ব্লগ -উই আর গুড ব্লগারস্‌। Click This Link

৫. আশা জাগানিয়া

Click This Link



বইয়ের গ্রুপ

১. বই পড়া ভারী মজা

Click This Link

২. বইয়ের পোকা

https://www.facebook.com/groups/boierpoka/

৩. বইপড়ুয়া

https://www.facebook.com/groups/boiporua/

৪. বইয়ের দোকান

https://www.facebook.com/groups/boierdokan/

৫.লেখক & বই (http://www.lekhok.net) নতুন বই ও লেখক এর তথ্য

https://www.facebook.com/groups/lekhok.net/

৬. বুক রিভিউ

Click This Link

৭. বাংলা ই-বুক

https://www.facebook.com/groups/BanglaEbook/



সিনেমা রিলেটেড গ্রুপ

১. সিনেমাখোরদের আড্ডা

Click This Link

২. আমরা সিনেমাখোর

https://www.facebook.com/groups/chinemakhor/

৩. সিনেমাখোর

https://www.facebook.com/groups/cinemabd/

৪. বাংলা চলচ্চিত্র

Click This Link



গান

১. গান পাগলা

https://www.facebook.com/groups/ganpagla/

২. শুধুই বাংলা গান

Click This Link



ফটোগ্রাফীর গ্রুপ

■ শখের ফটোগ্রাফী (Amateur Photography)- https://www.facebook.com/groups/aphoto/



ভ্রমন :

১. ভ্রমন

Click This Link

২. VromonBangladesh

Click This Link



টেকি গ্রুপ

১. ফেসবুক টেক গ্রুপ

https://www.facebook.com/groups/bdtechgroup/

২. টেকনোলজি জগত

Click This Link

৩. টেকটুইটস

Click This Link



আরো অনেক গ্রুপ অনেক বিষয়ের উপর থাকতে পারে। এগুলোকে কিভাবে কাজে লাগাবেন তা নির্ভর করে আপনার নিজের উপর।



ব্লগে আপনার সময়গুলো ভালো, আনন্দময় কাটুক।

জয়তু ফ্রেশ ব্লগিং।

মন্তব্য ২৬১ টি রেটিং +৬৭/-০

মন্তব্য (২৬১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:০৮

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা দিকনির্দেশনামূলক পোস্ট।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

নতুনদের জন্য একটা গাইডবই হিসাবে কাজ করবে।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:

নতুনদের কথা ভেবেই এই কাজ করা। কারো কাজে আসলেই পরিশ্রম সার্থক।


মন বেজায় খারাপ :(
পোস্টে সবগুলো লিংক সেট আপ প্রায় শেষ করে ফেলেছিলাম। তখন ইলেকট্রিসিটি গিয়ে আমার কষ্টের পুরাই রাত ১২টা বাজাইছে :(

২| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১০

খাটাস বলেছেন: আপাতত পড়ার সময় নাই। কিন্তু ব্লগার আর পোস্টের ধরন দেখে অনুমান করা যায় , ভাল এবং অতি ভাল পোষ্ট। প্লাস দিয়ে গেলাম, পড়ে পড়ব।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

আচ্ছা পড়ে পড়েও যদি আপনার না হলেও নতুনদের কাজে লাগাতে পারেন, তবেই সার্থক এই পোস্ট।
অনেক ধন্যবাদ রইল।।

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++

ভালো থাকবেন :)

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

অপূর্ণকে আমার ব্লগে দেখে বেশ ভালো লাগছে।
অঅশা করি এখন নিয়মিতই থাকবেন।

ধন্যবাদ রইল অপূর্ণ।

:)

৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল টিউটোরিয়াল... :)

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

আরজু পনি বলেছেন:

কলার নাড়ানোর ইমোর প্রয়োজনীয়তা অনুভব করছি । :P
ধন্যবাদ জহিরুল।।

:)

৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২১

সময়ের কন্ঠস্বর বলেছেন: সুন্দর লিখেছেন, যথেষ্ট গোছান লেখা। ভাল লাগলো।
ভালো থাকবেন :)

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল।

ওয়াচে থাকা ব্লগাররা যেন ওয়াচে থাকতে থাকতে হতাশ হয়ে না যায় আর নতুনরা্ও যেন একটা দিক নির্দেশনা পায়-চেষ্টা করেছি সেভাবেই তথ্য দিতে। জানি না কতোটুকু পেরেছি।

আপনিও অনেক ভালো থাকুন।
:)

৬| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যি চমৎকার লিখেছেন ! পারফেক্ট !

২২ শে জুন, ২০১৩ রাত ১:০২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ অভি।

আহা পুরনো নিক ফিরেপেয়েছেন ভাবতেই ভালো লাগে।।

৭| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২২

সাজিদ ঢাকা বলেছেন: অস্থির লিখেছেন আপু , , কাজে লাগবে অনেক কিছু :) :)

২২ শে জুন, ২০১৩ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:

লিখতে লিখতে, ছবি এ্যাড করে আর লিংক এ্যাড করে আমি নিজেই অস্থির হয়ে গেছি :( :((

৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৮

সাজিদ ঢাকা বলেছেন: লিঙ্ক গুলান একটু চেক করেন আপু , , সামু এর দেয়া ২-৫ লিঙ্ক কাজ করে না , ,

২২ শে জুন, ২০১৩ রাত ১:০৫

আরজু পনি বলেছেন:

দেখলাম :(

আবার এডিটে যেতে হবে :( :((

দেখিয়ে দেবার জন্যে অনেক ধন্যবাদ ভ্রমনবিদ।

অনেক অনেক ভালো থাকুন।।

৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

এহসান সাবির বলেছেন: কাজের পোস্ট। ++++

২২ শে জুন, ২০১৩ রাত ১:০৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সাবির।।

১০| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৮

রেজোওয়ানা বলেছেন: দারুন পোস্ট!

অনেক উপকার করলেন আপু 8-|

২২ শে জুন, ২০১৩ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

ইয়ে মানে আপনিতো সেদিনই ওয়াচ থেকে মুক্তি পেলেন...আপনার অবশ্যই বেশ কাজে লাগবে .........

:P =p~

১১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন: আফা এক হালি প্লাস দিয়া গেলাম ... :D

২২ শে জুন, ২০১৩ রাত ১:১৩

আরজু পনি বলেছেন:

ভিজিটর লিস্টেতো সহনিকগুলারে দেখলাম না X( :|
তাইলে একনিকে একহালি প্লাস কেমনে হইলো ? :-&

আচ্ছা নিলাম। অনেক ধন্যবাদ আমিনুর। :D

১২| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

মায়াবী ছায়া বলেছেন: ধন্যবাদ ভালো লাগলো ।আমাদের মত নতুন ব্লগারদের জন্য কাজের একটা পোষ্ট...। ভালো থাকুন ।

২২ শে জুন, ২০১৩ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ রইল।
পোস্ট কাজে লাগলেই পরিশ্রম সার্থক।

অনেক অনেক ভালো থাকুন।
ব্লগিঙ হোক আনন্দময়।।

১৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

বাঘ মামা বলেছেন: ব্লগ ও ব্লগার উপোযগী এবং অত্যান্ত মুল্যবান একটা পোস্ট


ধন্যবাদ লেখক কে


শুভ কামনা সব সময়

২২ শে জুন, ২০১৩ রাত ১:২২

আরজু পনি বলেছেন:

এটা আবার কোন বাঘ মামারে! :-& :||

ইদানিং বড্ড বেশি প্রোপিক বদলাচ্ছেন !
বেশিই অস্থির নাকি?!

কাউন্সেলিং-এর দরকার আছে মনে হচ্ছে :P

জলদি প্রোপিক বদলিয়ে প্রথমটা দিন। নইলে কিন্তু থ্রেট দিলাম ! X(

১৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫

এনলাভ৩৬৫ বলেছেন: ভালো লিখেছেন.কিন্তু ৭দিনের সময়টা কেমন যেন গোলমেলে। প্রায় দেড় মাস পর ওয়াচ থেকে মুক্তি পেয়েছি অথচ আমি জানতেও পারিনি তাই আবার আসতে অর্থ্যাৎ লগইন করতেকরতে প্রায় ২ মাস পেরিয়ে গেছে..।যাইহোক আমাদের মত নতুনদের জন্য অবশ্যই একটা ভাল পোস্ট

২২ শে জুন, ২০১৩ রাত ১:২৬

আরজু পনি বলেছেন:

যদি কালেকশানে নিজের লেখা বেশি থাকে তবে, এই পোস্টের পদ্ধতি অনুসরন করে রোজ একটা করে পোস্ট দেওয়া উচিত। আমি একসময় তাই করেছি ।

তারপর জেনারেল /সেফ হয়ে গেছে একটি নির্দিষ্ট সময় অন্তর পোস্ট পাবলিশ করাই উত্তম।

ভালো থাকুন এনলাভ অনেক অনেক।
ব্লগিঙ হোক আনন্দময়।

১৫| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

সচেতন প্রহরী বলেছেন: চমৎকার লিখেছেন । ধন্যবাদ একটি সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য । আমি ব্লগিং করি মোটামোটি প্রায় ৫ মাসের কাছাকাছি আমার লেখালেখির শুরু করার মাত্র পঞ্চম দিনের মাথায় আমি প্রথম পাতায় লেখার অনুমতি পাই আর প্রায় ৩ সপ্তাহের মাথায় আসি সেফ জোনে । আলহামদুলিল্লাহ আপনার উল্লেখ করা বেশ কয়েকটি টিপস আমি নিজ থেকেই ঐ সময় চর্চা করেছি । তাই বুধয় ফলটাও খুব দ্রুত পেয়েছি । :)

২২ শে জুন, ২০১৩ রাত ১:৩৪

আরজু পনি বলেছেন:

এগুলোর চর্চা ঠিকমতো বেশি করলে ফল আসলেই ভালো পা্ওয়া যায়।

জেনে ভালো লাগলো যে, আপনার সময়গুলো খারাপ কাটেনি।

ব্লগিং হোক আনন্দময়।।

১৬| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: উপকারী পোস্ট...
সত্যি সত্যি অনেক কিছু জানলাম,নতুন কিছু শিখতে না পারলে কিপটা ব্লগার দের মত চুপচাপ চলে জেতাম :P

২২ শে জুন, ২০১৩ রাত ১:৪২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
আপনি অনেক মেধাবী। নিজেকে দারুণভাবে ব্লগের সাথে একাত্ন করে নিয়েছেন।

আনন্দময় হোক আপনার ব্লগিং।।
:D

১৭| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

হাসান মাহবুব বলেছেন: আপনি আসলেই ভালো ছাত্রী! :-B

২২ শে জুন, ২০১৩ রাত ২:০১

আরজু পনি বলেছেন:

লিটল হামাতো আমার দায়িত্ব বাড়ায়া দিল! এখন বেশি বেশি পড়াশুনা না করলেতো ইজ্জত থাকবো না :|

যাক, হাসানের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া মানে অনেক কিছু।। :-B

১৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

খেয়া ঘাট বলেছেন: সামহুয়ারইনব্লগের মডারেশন প্রক্রিয়া কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ। একটু যখন অবসর আছে, কথাগুলো বলে ফেলাই ভালো। পোস্ট যাচাইয়ের ক্ষেত্রে এখানে মুখপরিচিতি কিংবা ব্লগীয় সম্পর্কের পরিচিতির প্রভাব দারুনভাবে কাজ করে। কিন্তু- পোস্টের কনটেন্টই হওয়া উচিত ছিলো সবকিছুর উপরে।
কিন্তু আমরা পুরো জাতিটাই মনে হয়-এই পরিচিতি প্রীতি আর প্রশংসার প্রতি দূর্বলতার প্রীতি থেকে বের হতে পারিনি।

একটা উদাহরণ দেই-
কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে দেশের বিভিন্ন পত্রিকায় আমার গল্প, কবিতা, প্রবন্ধ , ফিচার চাপা হয়েছে। অতি সম্প্রতি প্রথমআলো কর্তৃক গল্প লিখা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। দেশের বিখ্যাত নাট্য পরিচালকেরা ইমেইল করেছেন গল্প নিয়ে কাজ করার জন্য।
কিন্ত- এ লিখাগুলো নির্বাচিত পাতায়ও জায়গা পায়নি।

কিছুদিন আগে বিশ্বরক্তদান দিবসে একটা লিখা পোস্ট করেছিলাম। তারিখ ছিলো ১৪ইজুন। অনেকেই মতামত জানিয়েছিলেন- পোস্টটা স্টিকি করার জন্য । একজন মানুষও যদি পোস্টটি পড়ে রক্তদানে উৎসাহিত হতো- তাহলে সামহয়ারইনব্লগের মর্যাদা কি কমে যেতো???? ১ দিনের জন্য পোস্টটি স্টিকি হয়নি। অথচ ঐ পোস্টটি যদি আপনি অথবা শরৎ করতেন,অথবা যাদের সাথে আপনাদের সুসম্পর্ক রয়েছে তারা করতেন তাহলে হয়তোবা স্টিকি হতো। কিংবদন্তী নভেরাকে নিয়ে পোস্ট করার পর আমি চেয়েছিলাম এই মহিয়ষী নারীকে সবাই জানুক। অনেকেই কমপক্ষে ১৫-১৬ জন বলেছিলেন পোস্টটা স্টিকি করার জন্য , কিন্তু হয়নি।

জানার সাথে যোগাযোগও করেছিলাম। কিন্তু কাজ হয়নি।

হয়তো, আমার ব্যক্তিগত পরিচয় যদি দেয়া যেতো তাহলে হয়তোবা গুরুত্ব পেতো। এ ব্যপারগুলো বললাম- বিষয়টা পরিস্কার করার জন্য।

"সবকিছুর উর্ধে্ব শুধুমাত্র ব্লগের কন্টেন্টের উপর ভিত্তি করেই সম্মানিত মডারেটর মহোদয়েরা কাজ করবেন" এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ।

২২ শে জুন, ২০১৩ রাত ২:২২

আরজু পনি বলেছেন:
রক্তদানের পোস্টটা কেন স্টিকি হয় নি সেটা আসলে কর্তৃপক্ষই ভঅলো জানেন। আমার মতো সাধারণ একজন ব্লগারের জানার কথা না। আর আমার পোস্ট হলে স্টিকি হতো এই ধারণা একেবারেই ভুল।

আপনার হিসাবে একটু ভুল আছে। শরৎ-এর কথা আমি বলবো না।

তবে নিজের কথা জানি।

আমার এই পোস্টটা নিয়ে তিনটা পোস্ট নির্বাচিত হয়েও মাঝখান থেকে সরিয়ে দেয়া হয়েছে :(

এর মধ্যে একটা পোস্ট ছিল সারা মাসের পোস্ট থেকে বাছাই করে করা সংকলন পোস্ট। আজকের পোস্টটাতেও অনেক খাটতে হয়েছে ।

যারা নির্বাচিত পাতা নিয়ে প্রায়ই অভিযোগ করে তাদের নিজেদের পোস্ট যায় না কেন, বা দেরীতে কেন হয় তাদের জায়গায় থাকলে আমি আগামী একসপ্তাহ ব্লগেই আসতাম না। :(


কিন্তু এই আমি অনেক বেশিই সহনশীল :)

১৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১:১৫

শাওণ_পাগলা বলেছেন: ভালো পাইলাম পোষ্ট।

২২ শে জুন, ২০১৩ রাত ২:৪৯

আরজু পনি বলেছেন:

নিকটা যেমন মজার নিয়েছেন প্রোপিকখানাও ...

হাহাহাহা দেখলেই হাসি পাচ্ছে ।

ব্লগিং আনন্দময় হোক পাগলা ।।

২০| ২২ শে জুন, ২০১৩ রাত ১:১৯

বাটাগোর বাস্কা বলেছেন: লেখাটি ভালো লাগলো ।চরম সত্য কথা। নতুন ব্লগারদের জন্য অতীব প্রয়োজনীয়।সময়ের অভাবে ব্লগে নিয়মিত আসা হয় না। এখনও ভালা বলাকার (বিএনপির শামসুজ্জামান দুদু ভাই এটা বলে থাকেন) হবার পারি নাই, অনেক নিয়ম কানুন ও জানি না । তাই আমার জন্য ইহা অতীব দরকারী।

ভালো থাকবেন , সুস্থ থাকবেন এই কামনা রইল।

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৫০

আরজু পনি বলেছেন:

পোস্টটি আপনার কাজে লাগলে অনেক ভালো লাগবে।
ব্লগিং হোক আনন্দময়।

শুভকামনা সবসময়ের জন্যে।।

২১| ২২ শে জুন, ২০১৩ রাত ১:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
উপস্থিত! অনেক কিছু শিখলাম! কেন যে ওয়াছে থাকাবস্থায় এই পোষ্ট দিলেন না! :(

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৫৯

আরজু পনি বলেছেন:

আাবার ওয়াচে চলে যান :P

এগুলো কিন্তু এখনও বেশ কাজে লাগবে। ;)

২২| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৩৮

সময়ের কন্ঠস্বর বলেছেন: যা চেয়েছিলেন মে বি তার থেকে একটু বেশিই পেরে গিয়েছেন!

অঃ টঃ রেজোয়ানাপু ওয়াচ থেকে ছাড়া পেল কবে? তাকে আবার ওয়াচে নেবার দাবি জানাই! ;)

২২ শে জুন, ২০১৩ ভোর ৪:১২

আরজু পনি বলেছেন:

:!>
অনেক ধন্যবাদ জানবেন।

ছি ছি অমন অলুক্ষুনে কথা বলতে নেই :(

রেজোওয়ানা আমার অনেক প্রিয় একজন ব্লগার। শুধু একটু দেরী করছে পোস্ট দিতে ... /:)

২৩| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: bhalo govesona Abong notunder jonne upokaree post!


Amar ekta ganer page and group asay but edaing onekta inactive :)

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আরজু পনি বলেছেন:

বাহ্ গ্রুপগুলোর নাম আর লিঙক দিলেই পারতেন। ইনএ্যাকটিভকে এ্যাকটিভ করতে কতোক্ষণ?!

আরো দু'একটা গ্রুপ উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। ্ওগুলো এ্যাড করে দেবার ভাবনা আছে।

অনেক ধন্যবাদ মাসুম।।

২৪| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১৮

সানড্যান্স বলেছেন: হাই আপু!

এই পোস্টকে নতুনদের সিলেবাসে অন্তর্ভুক্তি করার জরুরী আবেদন জানাচ্ছি!

মিরিন্ডাময় শুভেচ্ছা।(হ্যাভিং মিরিন্ডা রাইট নাও)

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আরজু পনি বলেছেন:

আর সিলেবাস! :(
নির্বাচিত থেকেই সরিয়ে দিয়েছে ...

তবু্ও শান্তি আপনারা পাশে আছেন বলে ।

অনেক ধন্যবাদ সানড্যান্স...এই গরমে মিরিন্ডাময় ভুচ্ছো দেয়ার জন্যে।

ব্লগিং হোক আনন্দময়।।

২৫| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: নতুনদের জন্য অতি দরকারি পোস্ট!

নিজে যখন নতুন ছিলাম তখনকার কথা এখনও মনে পরে! জেনারেল হতেই লেগেছিল প্রায় ৪ মাস! এখন অবশ্য খুব দ্রুতই হয়ে যায়!

নতুনদের জন্য শুভকামনা থাকল।

২২ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

এখন্ও কেউ কেউ বেশ কয়েকমাস পরে সেফ হচ্ছে এমন আছে।

পাঠের জন্যে অনেক ধন্যবাদ নাজিম।
ব্লগিং আনন্দময় হোক।।

২৬| ২২ শে জুন, ২০১৩ রাত ২:২৮

আমি তুমি আমরা বলেছেন: চেষ্টা করুন বিপরীত লিঙ্গের ব্লগারের ভালো লেখার প্রেমে পড়তে। লেখার পেছনের মানুষটির নয়। এতে আপনার মূল্যবান সময় অপচয় ছাড়া আর কিছুই হবে না

=p~ =p~ =p~

১৫ তম ভাল লাগা :)

২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

কনফেশন পাতা গুলোতে গেলেই বুঝতে পারার কথা ;)

অনেক ধন্যবাদ ...তুমি...।।

:D

২৭| ২২ শে জুন, ২০১৩ রাত ২:২৯

টুম্পা মনি বলেছেন: পোষ্টটা আমার অনেক কাজে লাগবে। আমি সামুর অনেক নিয়মই বুঝতাম না। অসংখ্য ধন্যবাদ আরজু আপি।

২২ শে জুন, ২০১৩ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

কাজে লাগলে পোস্ট দেয়া সার্থক মনে হবে।

ব্লগিং আনন্দময় হোক টুম্পা :)

২৮| ২২ শে জুন, ২০১৩ রাত ২:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম,,,,,,,

২২ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

যদি এতোটুকু্ও কাজে লাগে তবেই এই পোস্ট দেয়া সার্থক হবে ।

অনেক অনেক ধন্যবাদ।

ব্লগিং হোক আনন্দময়।।

২৯| ২২ শে জুন, ২০১৩ রাত ২:৪১

খেয়া ঘাট বলেছেন: নির্বাচিত পোস্টে নির্বাচিত হওয়া - না হওয়া এমন আহামরি কিছু না। কিন্তু হাসি পায় কারা এসব নির্বাচিত পোস্ট সিলেক্ট করেন তাদের মনমানসিকতা দেখে। যাক , নিতান্তই অপ্রয়োজনীয় কিছু কথা বললাম।
অনেক শুভকামনা।

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

পোস্ট নির্বাচিত হ্ওয়া না হ্ওয়া অবশ্যই আহামরি কিছু... যাদের পোস্ট নির্বাচিত হয় তারা যেমন বুঝে আবার যাদের পোস্ট হয় না তারা্ও তেমন বুঝে।

মানসিকতার ব্যাপারে একটু বিশদ বললে আমি ও নির্বাচকদের মানসিকতা সম্পর্কে একটু ধারণা পেতাম।

নাহ্ অপ্রয়োজনীয় হবে কেন? এগুলোতো ব্লগ রিলেটেড কথাই।
এসবের প্রয়োজন অবশ্যই আছে।

ভালো লেখার মূল্যায়ন হোক এই প্রত্যাশায়ই করি।
অনেক ভালো থাকুন খেয়াঘাট।।

৩০| ২২ শে জুন, ২০১৩ রাত ২:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: আর সব কাজ ফেলে ব্লগিং করলে একটা সময় হতাশারা আপনাকে গ্রাস করে ফেলবে। কাজেই কখন ব্লগিং করলে আপনার পেশাগত জীবন, ব্যক্তিগত জীবনের উপর কোন রকম ক্ষতিকর প্রভাব পড়বে না, তেমন সময়কেই ব্লগিং-এর জন্যে বেছে নিন।

আমি ফ্রি সময়ে ব্লগিং করতে এসে এখন কাজের সময়ও নেশায় পড়ে গেছি :(

খেয়া ঘাট বলেছেন: দারুন একটা দিকনির্দেশনামূলক পোস্ট।



+++++++

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

হতাশারা দুরে থাকুক।

ব্লগিং হোক আনন্দময়।।

অনেক ধন্যবাদ প্রিয় কুনো ।

:)

৩১| ২২ শে জুন, ২০১৩ রাত ৩:২১

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: আপু প্রিয়তে নিলাম......লেখাটা ইউনিক আর অনেক সুন্দর.....

২২ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

কোনভাবে কাজে লাগলে পোস্ট দেবার পরিশ্রম সার্থক মনে করবো।

অনেক ধন্যবাদ নীলকন্ঠি।

ব্লগিং আনন্দময় হোক।।

:)

৩২| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:৩৪

কাজী মামুনহোসেন বলেছেন: +++++

শুধু ওয়াচে থাকা নয় সাথে নতুনদের জন্যও কাজে লাগবে।

এরকম একটা পোস্ট দরকার ছিল।

এই পোস্ট থেকে কিছু উপদেশ গ্রহণ করলাম। :) :)

২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:১০

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ মামুন।

কাজে এতোটুকু লাগল্ওে পোস্ট দেয়া সার্থক বলে মনে করবো।

ভালো থাকুন।
শুভসকাল।।

৩৩| ২২ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: কিছু পয়েন্ট আমারও কাজে লাগবে। ধন্যবাদ আপু। :)

২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:৫১

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক ।

ব্লগিঙ হোক আনন্দময়।
শুভ সকাল দায়িত্ববান নাগরিক।।

:)

৩৪| ২২ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এরকম একটা পোষ্ট আপনি আগেও দিয়েছিলেন মনে হয়, যেটা দেখে আমি ওয়াচে থাকা অবস্থায় অনেক বার আপনার ব্লগে গিয়েছিলাম। আপনি আমার ব্লগে আসেন নি :(( মানে একবার এসেছিলেন :P

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৫

আরজু পনি বলেছেন:

আরজুপনি এমন পোস্ট আগে দিয়েছিল বলে রেকর্ডে নেই। /:)

আর আপনিতো ওয়াচে থাকাবস্থায় থেকেই হিট। আর আমি অনেকবার না হলেও গেছি আপনার ব্লগে সেটা কিন্তু আমার মনে আছে। B-)

আমি ভিজিটর লিস্টে যাদের দেখি তাদের মধ্যে থেকে ্ওয়াচে যারা থাকে তাদের ব্লগকে প্রায়োরিটি দেই এ কারণেই যে তারা আমার এখানে বলতে পাচ্ছে না। কথা বলতে না পারা অনেক কষ্টের :(

৩৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৪

আরমিন বলেছেন: রেজোওয়ানা বলেছেন: দারুন পোস্ট!

অনেক উপকার করলেন আপু 8-|


সহমত সহমত

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪

আরজু পনি বলেছেন:

আহা ! আরমিন বেচারী! কতোদিন পর ওয়াচ থেকে ছাড়া পেলো!

সেফ মুবারাক !:#P



পোস্টটা ভালো করে পড়ে কাজে লাগাবেন আশা করি ।

:P

৩৬| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:০০

আর.হক বলেছেন: এই সাত সকালে ক্লাসটা কিন্তু ভালোই হলো। থ্যাংকু

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১২

আরজু পনি বলেছেন:

জ্বি, শিক্ষার্থীদের সামগ্রিক মঙ্গলের চিন্তায় তো আমি অস্থির। কিন্তু স্কুল এ্যাডমিনিস্ট্রেশন থেকে কোন সহযোগিতা পাই নাই :(

:D

৩৭| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ.............++++++++++++++++++++++



:) :) :) :)

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ইরফান।

:)

৩৮| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১০

মাহমুদ০০৭ বলেছেন: মুই নতুন আইছি ,
ব্লগের রোড - ঘাট চিনি ন , খালি উসটা খাই :P :P
এয়া , এয়া এয়া , কি করুম মুই :(( :(( :((

আপু আমি স্বচ্ছ , নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের ব্লগার হতে চাই । B-) B-)
, ঠিক বান কি মুনের মত :P :P
এখন বলেন কি করব ?

যাক , অনেক দুস্টুমি করলাম , নিজ গুনে বা বিয়োগে ক্ষমা করিবেন ।
নতুনদের জন্য পোস্ট টা উপকারি হবে ।
ভাল থাকবেন আপু ।এলা যাই :)
++++++

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

আরজু পনি বলেছেন:

নতুনদের কথা ভেবেই মূলত এই পোস্ট।
বিশেষ করে ওয়াচে থাকাদের কথা ভেবে ...

ভালো থাকুন মাহমুদ।
ব্লগিং আনন্দময় হোক।।
:)

৩৯| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা ম্যাডাম আপনি তো বললেন ফাও + না দিতে আই মিন অনেকেই লাইক বাটনে ক্লিক না করেও +++++++++++++ লিখে ভাসিয়ে দেয় ! একইভাবে উৎসর্গে নিজের নাম নে দেখেও অনেকে কইষ্যা মাইনাচ দেয় , এই টাইপের আরো অনেক কারণে , তাদের ও কি মাইনাচ বাটনে ক্লিক করা উচিত ??

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আরজু পনি বলেছেন:

আররে নিজের নাম না দেখে অভিমান করে মাইনাচ বলে...আসলেতো প্লাসই দিতে চায়...এটা বুঝতে হবে ;)

৪০| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:২১

সায়েম মুন বলেছেন: গুড টিপস। নতুনদের কাজে লাগবে।

আমাদের সময় এরকম করে কেউ ব্লগিং শিখায়নি। তাই এখনো ব্লগিং জিনিসটা শিখতে পারিনি। আশা করি এরপর আপনার মত ভাল ব্লগার হয়ে যাবো। :D

এখানকার ব্লগারদের ফেসবুকের সংযোগের ব্যাপারটা আমি বহুদিন পর জানতে পারি। যারা নতুন আসবেন ফেসবুক খুব একটা উপকারী হবে না। পুরনো অভ্যাস অনুযায়ী ফেসবুকিং টাইপ ব্লগিং এ জড়ানোর সম্ভাবনা আছে। তাই ওদিকে না গিয়ে এদিকেই মনোনিবেশ করা উচিত বলে মনে হয়। :/

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:০৯

আরজু পনি বলেছেন:

হে হে আমি ভালো ব্লগার হলেতো আহা কতো ভালোই না হতো 8-|

যদি কেউ ফেসবুকটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে তবে কিন্তু মন্দের চেয়ে ভালোই হবে। তবে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতে হবে। এ বিষয়ে কাউন্সেলিং করে দু'পয়সা আয় করতে পারলে মন্দ কি? :P

৪১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

গোলাপ ভাই বলেছেন:


এক হালি পূরণ করে গেলাম ;) :P

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

:!>

(১=২) + (১=২) =৪

আহা এভাবে সবাই যদি আসতো তবে কতোই না ভালো হতো :P

ধন্যযোগ রইল হে হালি প্লাস দেয়া ব্লগার।

৪২| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০

লেখোয়াড় বলেছেন:
ভাল পোস্ট অনেকের কাজে লাগবে।
এত গবেষণা করতে আপনার কষ্ট হয় না!

আমি অবাক হই।

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

আপনার করা গবেষনার সিকি ভাগওতো করতে পারি না :(

আমিই বরং অবাক হই চেহারা বদলালেও মন বদলায় না কথাটা কখনো কখনো ঠিক নয় :(

৪৩| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:১৭

রেজোওয়ানা বলেছেন: এই পোস্ট রাত একটার সময়েও নির্বাচিত পাতায় দেখেছি, এখন দেখছি নাই!

আমার একটা পোস্টেও এমন হয়েছিল, নির্বাচিত হবার ১০ মিনিটের মাথায় উধাও, সেটা খুবই গোবেচোরা ধরনের পোস্ট ছিল....'এই আমাদের ঢাকা' নামের ইতিহাস ভিত্তিক পোস্ট! এমন কেন হয়, খুবই দু:খজনক ঘটনা!

মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি.......

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই :(
তারা আরজুপনির পোস্টে নজর দিয়ে সময় নষ্ট করতে চান না।

না হলে আমার বেলায়ই এমন ঘটনা ঘটে কেন...কৈ আরো অনেকের নাম মুখে চলে আসছে, তাদের বেলায় তো এমন কখনোই হয় না!

এমন্ও দেখেছি আমার পোস্ট বাদ দিয়ে তার পরের পোস্ট নির্বাচিত পাতায় শোভা পায়...আর আমার পোস্ট নির্বাচিত করা হয় যখন তা পেইজের পেছনের দিকে চলে যেতে থাকে অমন সময়। আমি মনে রেখেছি !

ব্লগের পক্ষ নিয়ে কথা বলাতে অনেকেই মডু বা ছুপা মডু বলে গালি দিতেও কার্পণ্য করে না। কখনই কিছু মনে করি না। কারণ আমি জানি আমি কি...তা যে যাই বলুক ।

যাই হোক এটা যদি আমার ব্লগিংকে নিরুৎসাহিত করার কোন নিদর্শন হয়ে থাকে তবে আগে ভাগেই মানসিক প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন।।

সবাই ভালো থাকুক।

স্যরি, রেজো্ওয়ানা মনের দুঃখে অনেক চাপা ক্ষোভ বলে ফেললাম।।

৪৪| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: দারুন একটা উপদেশমুলক পোস্ট।
সুন্দর পোস্টের জন্য +++

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আব্দুল্লাহ।
ব্লগিং আনন্দময় হোক।।

৪৫| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪০

মামুন রশিদ বলেছেন: দারুন কাজ করেছেন আপু । নতুনদের জন্য এমনকি নিয়মিত ব্লগারদের জন্যেও এই দিক নির্দেশনাটা জরুরী ।


পোস্টে ভালোলাগা++
(লাইক বাটন টিপসি কইলাম ;) )

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক আর নিশ্চিত করার জন্যে আরো ধন্যবাদ :P

৪৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭

স্বপনবাজ বলেছেন: গোলাপ ভাই এক হালি দিতে পারলে আমি দুইটা অন্তত দিতে পারি ++ কি বলেন আপু ! আরেকটা প্লাস নেন !

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৩৭

আরজু পনি বলেছেন:

ইয়ে মানে :!>

আহা লাইক পেতে এতো ভাল লাগে আগে বুঝি নাই তো ! :P
ধইন্যা ধইন্যা :D

৪৭| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:০১

অপর্ণা মম্ময় বলেছেন: এই পোস্টের টিপসগুলো ভালো লাগলো । গ্রুপ ব্লগিং বলেও যে একটা ব্যাপার আছে সেটা এ পোস্ট না দেখলে অজানাই থেকে যেতো ।

যদিও ব্লগে এখানে বয়স ৮ মাস প্লাস হয়ে গেলো , প্রথমদিকে নিয়মিত না থাকায় এখনো নিজেকে নতুন মনে হয় !!!

সুন্দর এই পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ!

২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

আরজু পনি বলেছেন:

গ্রুপ ব্লগিং -এর বিষয়টা দেখছি কেউ কেউ জানে না...ভালোই হলো...এই সুযোগে পুরনোরাও একটু ঝালাই করে নিতে পারবে।

অনেক ধন্যবাদ অপর্ণা।
ব্লগিং হোক আনন্দময়।।

৪৮| ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বাঘ মামা বলেছেন: মানব জাতির এতবড় সাহস বাঘ কে থ্রেট দেয়,হুন্কারের ইমোটা কই ..............



আগের পিকটা খুঁজে পাচ্ছিনা।

হুম একটু অস্থিরতা আছে বৈকি।নিজেকে নিজেই সামলাতে পারি,কাউন্সেলর দরকার হবেনা আশা করি :)

শুভ কামনা

২৪ শে জুন, ২০১৩ রাত ১:১৯

আরজু পনি বলেছেন:



আপনি যে প্রোপিকটা আমার কাছে রেখেছিলেন তা এর মধ্যেই ভুলে গেলেন ! ;)


৪৯| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪০

সপ্নাতুর আহসান বলেছেন: আমার মত নতুনদের জন্য একটা গাইডবই। বেশ তথ্যবহুল পোস্ট

২৪ শে জুন, ২০১৩ রাত ১:২৯

আরজু পনি বলেছেন:

আহা এই সুযোগে যদি টুপাইস কিছু রোজগার করতে পারি B-)

ব্লগিং আনন্দময় হোক আহসান।

৫০| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

মাথায় টুপি নেই তবু মনে মনে টুপি খুলে স্যালুট জানাই এমন একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ পোস্টের জন্য।

আপনার ব্লগিং এ কারনেই উপভোগ করি। ++++++++++++

২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা আচ্ছা, আমি কল্পনাতে ভেবে নিলাম :D
দারুন অনুপ্রেরণাদায়ী কমেন্ট ।

অনেক ভালো থাকুন।
ব্লগিঙ আনন্দময় হোক।।

৫১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: গুড পোস্ট। নতুনদের জন্য কাজের পোস্ট :)

২৪ শে জুন, ২০১৩ রাত ১:৪১

আরজু পনি বলেছেন:

নতুনদের কাজে লাগলেই এই পোস্ট সার্থক হবে মনে করি।

অনেক ধন্যবাদ স্বপ্নবাজ।।

:)

৫২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: গুড পোস্ট। নতুনদের জন্য কাজের পোস্ট :)

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

:)

এই কমেন্টটার জন্যে একটা বেজোর সংখ্যা দেখায় ।

আর ফারজানা আখির কমেন্টটা বারবারই মনে হয় জবাব দেইনি ।

তাই জবাব দিয়ে জোর বানালাম।

৫৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: ইয়ে ম্যাডাম আমার একখানা কুশ্চেন আসিল, লাল বাতিটা বুঝা যায়, কিন্তু এই হলুদ, বাতি সবুজ বাতির মাজেজা কি? মানে সেফ, জেনারেল? ( :!> , বুঝতেই পারছেন বেশ কিছুদিন হয়ে গেল ব্লগে লিখছি, এইগুলা জানিনা কইতে শরম করে! )

প্রথমে আমি প্রচুর পড়তাম, কিন্তু মন্তব্য করতে পারি নাই তা প্রায় কয়েকবছর(আমার কাছে সময়টা এত লম্বা মনে হইসিল :( )

কথা বলতে না পারার দুক্কখে ব্লগে আসাই বন্ধ কইরা দিমু ঠিক করসিলাম!

ম্যাডাম, আপনার নেক্সট ক্লাস কবে নেবেন?

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০

আরজু পনি বলেছেন:

মনে হচ্ছে নেক্সট ক্লাসটা খুব শিগগীরই নিতে হবে B-)

৫৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট প্রিয়তে। অতীব গুরুত্বপূর্ণ

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম।
আশা করি পুরোটা পড়ে কাজে লাগাতে পারবেন।

ভালো থাকুন।।

৫৫| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৭:১৩

শ্রাবণ জল বলেছেন: মূল্যবান পোস্ট।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ শ্রাবণ জল।
ব্লগিং আনন্দময় হোক।।

৫৬| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: দুইটা পেইজের লেংক - এই নেন :) গ্রুপ টা বন্ধ করে দিবো তাই লিংক দিলাম না !

https://www.facebook.com/GaanShunen
Click This Link

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০৪

আরজু পনি বলেছেন:

আচ্ছা, সময় নিয়ে এডিট করে পোস্টে এ্যাড করে দিব।
অনেক ধন্যবাদ রইল মাসুম ।।

৫৭| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৬

এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার পোষ্ট আপু। মাঝে মাঝে এ ধরনের পোষ্ট দিলে নতুন ব্লগাররা যেমন অনেক কিছু জানতে পারবে , তেমনি পুরাতন ব্লগাররাও অনর্থক ক্যাচালে জড়াবে না।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ফারুক, ওয়াচে থাকা ব্লগারদের কথা ভেবে এই লিখা মূলত। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরনোদেরও কাজে লাগছে। এই বিষয়টা ভালো লাগছে।

নিজে হাতে করি-র মতো হবে বিষয়টা। কারো কাছ থেকে সাহায্য না চেয়ে নিজে নিজেই করে নিতে পারবে সমস্যার সমাধান।

ক্যাচাল না হয়ে গঠন মূলক সমালোচনা চলতেই পারে...কিন্তু নোংরা গালিগালাজ ভরা কমেন্ট ্ওয়ালা পোস্ট ব্লগের জন্যে সত্যিই ক্ষতিকর।

অনেক ধন্যবাদ...আপনাকে । ভালো থাকুন সব সময়।।

৫৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩৫

শাহেদ খান বলেছেন: সুন্দর পোস্ট, পনি'পু !

এই পোস্ট শুধু নতুনদের না, পুরাতন অনেক ব্লগারেরও কাজে আসতে পারে। যেমন শাহেদ খান নামে এক ব্লগার প্রায় সোয়া তিন বছর ব্লগিং করার পর আজ এখানে এসে খেয়াল করল 'গ্রুপ ব্লগিং' নামে একটা ছোট বাটন আছে, আর সেখানে অনেক কর্মকান্ডও হয়ে থাকে ! #:-S

কী জঘন্য অবস্থা আমার... /:)

পোস্টে অনেক ভাল লাগা। +

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
অলস গল্পকার বলে কথা !

আপনি বরাবরই নিজের মনে ব্লগিং করে গেছেন আগ পাছ না ভেবে। এটা কিন্তু অনেকেই পারে না।
তাই আপনার পোস্টের গুনগতমান বরাবরই ভালো থেকেছে।
এটা একজন ব্লগারের বিশাল গুন।
কাজেই গ্রুপ ব্লগিং টা জানা আপনার জন্যে খুব ক্ষতি হয়েছে বলে মনে করি না।

তবে আপনার এরকম অনুভুতিকে ঝাঝরা করার আরো চেষ্টা থাকবে ...দেখা যাক

হাহাহাহা

অনেক ভালো থাকুন প্রিয় ব্লগার।।

৫৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

মাক্স বলেছেন: প্রকৃতপক্ষেই যারা নতুন তাদের জন্য মূল্যবান পোস্ট। আর যারা প্লাস না দিয়াই, লিখাটি ভালো লেগেছে,+++ এই টাইপ কমেন্ট করে তাদের জন্য শিক্ষণীয়।
বাই দ্যা ওয়ে আপনার লিখাটি ভালো লাগলো! :)

২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:২২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাক্স।
ভালো থাকুন।।

৬০| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন:


আমার এক হালি মানে ৪টাই ... আরেকটা কমু না সেও ঘুরে গেছে আপনার এই পোষ্টে আর মাইনাচ দিয়া গেছে :P ;)

২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৯

আরজু পনি বলেছেন:

তাইতো বলি সেই জনকেই কেন চিনতে পাচ্ছি না :P

যাক জেনে আনন্দ লাগছে হাহাহাহা

মজাই লাগলো ।
অনেক ধন্যবাদ লেডেস ফিঙ্গার ;)

৬১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:১৯

বাংলার হাসান বলেছেন: যারা নতুন তাদের জন্য মূল্যবান পোস্ট। সেই হিসেবে আমার জন্যও মূল্যবান।

২৬ শে জুন, ২০১৩ সকাল ৭:১৭

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো।

অনেক ধন্যবাদ হাসান।
ব্লগিং আনন্দময় হোক।।

৬২| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এই পোস্ট টা বেশ দারুণ একটা হাও টু হয়েছে। এইটা হোম্পেজে হেল্প লিঙ্ক হিসেবে ঝুলিয়ে দিলে অনায়াসেই উৎরে যাবার কথা :)

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৮

আরজু পনি বলেছেন:

হোমপেজে কি হবে জানি না। তবে নতুন, ওয়াচে থাকা ব্লগাররা এই পোস্ট থেকে কোনরকম সাহায্য পেলে ভালো লাগবে।

কাউকে জিজ্ঞেস করে বিরক্ত করার চেয়ে ছবি সহ দেখে দেখে করাটাই ভালো।

নিক আর প্রোপিক দেখে ভালো লাগছে।
আশা করতে পারি নিয়মিত পাবো ... :)

৬৩| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৫:০০

জাল মুড়ি্‌ বলেছেন: ভাল হয়েছে :)

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ জাল মুড়ি ।

ব্লগিং আনন্দময় হোক।।

৬৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০২

দমকল৮৬ বলেছেন: ক্যাচাল পোস্টে মন্তব্য করতে নিষেধ করার সাথে একমত নই । ব্লগে ক্যাচাল হবেই । কত দিন এড়ানো যাবে ? আর সবাই যদি লুতুপুতু ভদ্র হয়ে যায় তবে সামু ব্লগ সচল হয়ে যাবে । তবে আমি হলে পরামর্শ এভাবে দিতাম - সেই ক্যাচালে অংশ নেয়া উচিত যেটা সামাল দেবার সামর্থ্য আছে ।

“♦ বিপরীত লিঙ্গের ব্লগার” - আপনার এই পয়েন্টটা আমি বুঝিনি ।

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আরজু পনি বলেছেন:

ক্যাচাল পোস্ট এজন্যেই নিরুৎসাহিত করেছি...সেখঅনে যুক্তির চেয়ে, আলোচনার চেয়ে বাজে কথা, ব্যক্তি আক্রমণ, গালিগালাজের চর্চা হয়। শেখার কিছু আর পা্ওয়া যায় না । পোস্ট যাই হোক বাজে সব কমেন্টর ভীড়ে পোস্টের গুরুত্ব আর থাকে না।

আর বিপরীত লিঙ্গের ব্লগার বলতে বুঝিয়িছি, ধরুন কোন নারী ব্লগার যাই লিখুক পুরুষ ব্লগার তার লেখা পড়তে পড়তে এক সময় আর লেখার ফ্যান থাকে না। সেই নারী ব্লগারের প্রেমে পড়ে যায়। পুরুষ ব্লগারদের ক্ষেত্রেও একই দশা!

কেউ কেউ মাল্টি নিকে প্ল্যান করে ফাঁদ পাতে ।

বিষয়টা ব্লগে কিছুটা টুকটাক বোঝা গেলেও ফেসবুকের কনফেশন পেইজ-এ গেলে পরিষ্কার হয়ে যায়।

৬৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:০৮

কালীদাস বলেছেন: ফেসবুক জিনিষটাই দেখতে পারিনা, কাজেই ঐ পয়েন্টটা পছন্দ হয় নাই। হিটসিকার না হইলে ফেসবুক-গ্রুপিং করার দরকারটা কি?

সময় হাতে থাকলে ফাস্ট পেজের সব পোস্ট খুটায়া খুটায়া পড়তাম আগে, এখনও ট্রাই করি। ম্যাক্সিমাম লেখাই কমেন্ট করার মতও না।

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

আরজু পনি বলেছেন:

পোস্ট দিয়ে কমেন্ট না পেয়ে অনেকেই ব্লগ ছেড়েছে। কাজেই টুকটাক হিট পেয়ে ব্লগে থাকলে মন্দ কি ! :|

আপনাকে ব্লগে অনেক মিস করি, আরো কয়জনকেও করি :(

৬৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

ইউক্লিড রনি বলেছেন: লিঙ্ক ইউজ করার বিসয়টা বাদ পড়েছে।
সুন্দর পোস্ট। ধন্যবাদ। :-B

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:১০

আরজু পনি বলেছেন:

সামনে চেষ্টা থাকবে ।
তবে মডুদের কথা দিতে হবে যে, আমার পোস্ট নিয়ে কোন চুদুরবুদুর করতে পারবে না :|

মডারেশন স্ট্যাটাসটা একটু দেখে নিই । ইদানিঙ কেন যেন ব্যান খা্ওয়ার ভয় ঢুকছে। :(

৬৭| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: একটি সুন্দর তথ্যবহুল পোষ্ট
ধন্যবাদ আপু

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:২৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু। ভালো থাকুন সব সময়।।

৬৮| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

রাজু মাষ্টার বলেছেন: ম্যাডাম, নেক্সট ক্লাস কবে ? !:#P

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮

আরজু পনি বলেছেন:

ক্লাস করিয়ে অনারিয়াম পাইনি ঠিকমতো...তাই পরের ক্লাস কবে নিব বুঝতে পাচ্ছি না :|

৬৯| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ব্যান্ড পার্টি বলেছেন: গ্রুপের লিংকগুলো ঠিক নেই

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

আবার ঠিক করতে হবে :(

ধন্যবাদ ব্যান্ড পার্টি ভুল ধরিয়ে দেবার জনে ।
কিন্তু দ্বিতীয় দফায় এডিট করেও কেন ঠিক হচ্ছে না তাই বুঝতে পাচ্ছি না :(

৭০| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

অদৃশ্য বলেছেন:





জ্বী, আপা

মনে থাকবে... চেষ্টা থাকবে...

__________


সব জায়গাতেই আসলে অভিভাবক থাকাটা খুবই জরুরী... এই এখানে যেমন আপনাকে সহ আরো কয়েকজনকে পাওয়া যায়...

এটা খুবই আনন্দের ব্যপার... এইসব ব্যপারগুলো অনেকেই বুঝে উঠতে পারেনা, তাই এভাবে তাদেরকে জানানোটা দরকার বটে...


শুভকামনা...

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

অভিভাবকরা যখন প্রতিদান চেয়ে এবং এই অভিভাবকত্বের সুযোগ নিয়ে মানসিক যন্ত্রণা দেয় ...তেমন অভিভাবক হতে চাই না ! :|

আর তাই সচিত্র প্রতিবেদন উপস্থঅপন করার এই চেষ্টা যেন নতুন /ওয়াচে থাকা ব্লগাররা একা একআ নিজেদের কাজ এগিয়ে নিতে পারে ।

ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
ব্লগিং আনন্দময় হোক।।

৭১| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি এত্ত গুলো পচা! আমরা যখন নতুন ছিলাম, তখন এই পোষ্ট কেন দেন নি! |-) |-) |-) :( :(

যাক সামনে বউ বাচ্চা সব ব্লগে আসব। তখন তাদেরকে পড়তে দিব। এই ভেবে প্রিয়তে নিলাম। :D :D

২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

আপনি কি মডু গোত্রীয় কেউ ?

তাই বুঝি আমার এতো কষ্টে করে তৈরী করা পোস্টটা নির্বাচিত পাতা থেকে সরিয়ে দিয়েছেন ! :|

আচ্ছা, আপনার বউ বাচ্চাদের কাজে লাগলে তখন না হয় পোস্টটা স্টিকি করে দিয়েন ...ওক্কে :!>

৭২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৮

শহুরে আগন্তুক বলেছেন: প্রিয়তে রাখলাম। গ্রুপ আর পেজ গুলো সময় করে দেখতে হবে ।

২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আগন্তুক।
আশা করি সময়ে কাজে লাগবে ।
ব্লগিং আনন্দময় হোক ।।

৭৩| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক কাজের পোস্ট। প্রিয়তে নিয়ে রাখলাম। সাথে প্লাস B-)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল মহামহোপাধ্যায় ।
ভালো থাকুন অবিরত।।

৭৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

কয়েস সামী বলেছেন: লিংকগুলো কাজে দেবে। টিপসগুলোও! ধন্যবাদ আপি।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৭

আরজু পনি বলেছেন:

কয়েকটা লিংকে মনে হয় ঝামেলা আছে। দইবার এডিট করেও সুবিধা করতে পাচ্ছি না । :(
দেখি আবার চেষ্টা করবো ।

৭৫| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬

ফারিয়া বলেছেন: জাস্ট পারফেক্ট, আর কিছু বলতে হবে না জানি! :-B
নতুনদের জন্য শুভকামনা! :-0

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ফারিয়া :-B

৭৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

আট আনা বলেছেন: হেহে, আমি আরো ইচ্ছা করেই লগ অফ করে অন্যের ব্লগে যাই যাতে করে আমার ফুটপ্রিন্ট না রেখে আসি। যেমন আপনার আরো ২-৩ টা ব্লগ পড়েছি লগড অফ অবস্থাতেই 8-|

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৩

আরজু পনি বলেছেন:

এটা এক সময় আমি অনেক বেশি করতাম।
এখন অনলাইনেই যা্ওয়ার চেষ্টা করি।

আপনি আরেকটু নিয়মিত হোন ব্লগে ।।

৭৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৭

আট আনা বলেছেন: বোনের শ্বশুড়বাড়ির গল্পটা অনেক টাচি। ভাল লাগছে!

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২

আরজু পনি বলেছেন:

:(

এই কমেন্টটা ওই পোস্টে করলে কতোই না ভালো হতো ! :(

৭৮| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

জান্নাতুল এন পিয়াল বলেছেন: আমি এই ব্লগে নতুন। কারো পোস্টে গিয়ে লাইক বাটন খুঁজে পাই না। তাই এই লেখায়ও লাইক দিতে পারলাম না। কিন্তু আমি জানতে চাই লাইক বাটনটি কোথায় পাবো...

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬

আরজু পনি বলেছেন:

পোস্টে ভালো লাগা জানানোঃ
কারো পোস্ট পড়ে ভালো লাগলে তা জানাতে চাইলে ছবি দেয়া লাল মার্ক করা হাতে ক্লিক করলেই হবে।

৭৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: কিছুদিন আগেই পোস্টটা প্রিয়তে নিয়ে প্লাস দিয়েছি, কিন্তু ওয়াচে ছিলাম বলে মন্তব্য দিতে পারিনি। এখন জেনেরাল হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটি দেয়ার জন্য। ভালো থাকবেন। :)

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:০১

আরজু পনি বলেছেন:

আপনাকে দেখে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আপনাকে ।।

৮০| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

ঊদাসপথিক বলেছেন: পোস্টটি অনেক চমৎকার হয়েছে। নতুন ও আমার মত যারা পুরাতন হয়ে এই সকল ব্যাপারে অজ্ঞ তাদের সবার কাজে দিবে।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট সার্থক মনে করি।

অনেক ধন্যবাদ রইল পথিক ।।

৮১| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

ঊদাসপথিক বলেছেন: পোস্টটি অনেক চমৎকার হয়েছে। নতুন ও আমার মত যারা পুরাতন হয়ে এই সকল ব্যাপারে অজ্ঞ তাদের সবার কাজে দিবে।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

ফারজানা আখির কমেন্টটা বারবারই মনে হয় জবাব দেইনি ।

তাই এটার জবাব দিয়ে জোর বানালাম।
:)

৮২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০২

বাউন্ডুলে রুবেল বলেছেন: বাহ। চমৎকার কিছু পরামর্শ।

নতুন ব্লগার হৈতে মুঞ্চায়।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
অনেক ধন্যবাদ রুবেল।
ভালো থাকুন।।

৮৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

টেস্টিং সল্ট বলেছেন: আপু ব্লগের প্রোফাইল পিকচার কিভাবে পাল্টাবো ?? :(

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

আরজু পনি বলেছেন:

আরো কয়েকজনের কয়েকটা সমস্যার সমাধান করে দিতে হবে। সময় ঠিকমতো বের করতে পাচ্ছি না :(

আশা করি খুব শিগগীরই সামধান দিতে পারবো বিস্তারিতই।
ততক্ষণ ভালো থাকুন ।।

৮৪| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫২

অলওয়েজ ড্রিম বলেছেন: A great post. Really! Really! Great!

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল অলওয়েজ ড্রিম ।।

৮৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কথাটা নিশ্চয়ই অনেকবার বলা হয়েছে, তারপরেও বলতে হচ্ছে, আমার মতো নতুনদের জন্য খুবই উপকারি । আরেকটা প্রশ্ন আছে, স্টিকি পোস্ট কি ?? ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন !

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

আরজু পনি বলেছেন:

আপনাদের কাজে আসতে পারে ভেবেই এই পোস্টের অবতারণা ।

আর ভালো লাগার মতো কিছু কথা একই রকম হলেও অনেকের মুখতে শুনতে কিন্তু খারাপ লাগে না ...বরং অনুপ্রেরণাই জাগে ।

স্টিকি পোস্ট হলো ... সমসাময়িক কোন গুরুত্বপূর্ণ পোস্টকে সবার নজরে আনতে হোমপেজ-এর একেবারে উপরে একটা লাল পিন দিয়ে আটকানো হয় ।

পরের স্টিকি পোস্টটা আমি স্ক্রীণ শট দিয়ে দেখিয়ে দিব আশা করি ।।

♣ ঈদের শুভেচ্ছা রইল ♣

৮৬| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১১

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক শিক্ষামুলক একটি পোস্ট ...... ধন্যবাদ আপু...... :) :) :)

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ইচ্ছে ঘুড়ি ।।

৮৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

দুঃখী__ বন্ধু বলেছেন: মূল্যবান পোস্ট ।প্রিয়তে নিয়ে রেখেছি আগেই । বাক স্বাধীনতা পাওয়ায় ভাল লাগা জানিয়ে গেলাম আপু ।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

কাজে লাগলে অনেক ভালো লাগবে ।

অনেক ভালো থাকুন দুঃখীদের বন্ধু ।।

৮৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫১

টিসেলিম বলেছেন: সরাসরি প্রিয়তে .। ফোন থেকে লাইক বাটন কাজ করছে না .। তাই মুখে মুখেই লাইক দিয়ে গেলাম

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:২৬

আরজু পনি বলেছেন:

সমস্যা নেই ।

কখনো কোন কাজে লাগলে পোস্ট দেয়া সার্থক মনে করবো ।।
আপনার মুখে মুখে লাইকই আমার জন্যে আশীর্বাদ ।

অনেক ধন্যবাদ জানবেন টিসেলিম ।।

৮৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

অভিমানী মুন্না বলেছেন: জেনারেল হইয়া গেছি ! :D

মোবাইলে পিলাচ বাটন কাজ করে না. :(
আর হা, দারুন পোস্ট. :)

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:
আজকাল পিলাচ এমনিতেও তেমন কাজ করে না ।
কাজেই ব্যাপার না :D

আর হা, কোন কাজে লাগলে কৃতার্থ হবো ।।

৯০| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

বটবৃক্ষ~ বলেছেন: খুব উপকারি পোস্ট টি ব্লগিং এর ১বছরের মাথায় পেয়েও ভালো লাগলো!! :)
ধন্যবাদ আপি!

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৬

আরজু পনি বলেছেন:

বাহ্ জেনে খুব ভালো লাগছে বটবৃক্ষ ।
কোন কাজে আসলে কৃতজ্ঞ থাকবো ।
অনেক ভালো থাকুন ।।

:)

৯১| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

অভিমানী মুন্না বলেছেন: ধন্যবাদ আপুনি, কষ্ট করে আমার ব্লগে গিয়ে জিজ্ঞেস করার জন্য . :)
কিন্তু মোবাইল থেকে ওখানে রিপ্লে দিতে পারছি না , বিধায় এখানে আসতে হল. :(

আমি ওয়াচ থেকেই জেনারেল হয়েছি, কিছু দিন আগেই !

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

আরজু পনি বলেছেন:

খুব ভালো লাগলো জেনে ।
এখন ইচ্ছেমতো ব্লগিং করুন । লিখুন নিজের খুশিমতো ।
অনেক শুভকামনা জানাই ।।

৯২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

অভিমানী মুন্না বলেছেন: ধন্যবাদ আপুনি, কষ্ট করে আমার ব্লগে গিয়ে জিজ্ঞেস করার জন্য . :)
কিন্তু মোবাইল থেকে ওখানে রিপ্লে দিতে পারছি না , বিধায় এখানে আসতে হল. :(

আমি ওয়াচ থেকেই জেনারেল হয়েছি, কিছু দিন আগেই !

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫২

আরজু পনি বলেছেন:

:)

৯৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

অভিমানী মুন্না বলেছেন: ধন্যবাদ আপুনি, কষ্ট করে আমার ব্লগে গিয়ে জিজ্ঞেস করার জন্য . :)
কিন্তু মোবাইল থেকে ওখানে রিপ্লে দিতে পারছি না , বিধায় এখানে আসতে হল. :(

আমি ওয়াচ থেকেই জেনারেল হয়েছি, কিছু দিন আগেই !

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৩

আরজু পনি বলেছেন:

:) :)

৯৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: ৭ দিনের জায়গায় তিন মাস পেরিয়ে গিয়ে সেফ জোনে এসেছিলাম । সে সময়টায় এমন একটা পোস্টের প্রয়োজন ছিল, কিন্তু এটা খেয়ালই করিনি !!!!

তবে নতুনদের অনেক কাজে লাগবে এটা নিশ্চিত । আপনাকে সহস্র ধন্যবাদ আপু ।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, এই পোস্ট কেমন করে নতুন, ওয়াচে থাকদের কাছে পৌঁছানো যায় সেটা ভাববার বিষয় ।
একটুও যদি কাজে লাগে, ওয়াচে থাকার কষ্ট ভুলতে পারে...তবেই সার্থক মনে করবো ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

৯৫| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ...

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০

আরজু পনি বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ রইল, বন্ধু তুহিন ।।

৯৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি পোস্ট,,,,,,,,,,,,,শুভকামনা

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক কৃতজ্ঞতা জানাই, লাইলী ।।

৯৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

নাহিদ রুদ্রনীল বলেছেন: অতি গুরুত্বপূর্ন পোষ্ট। আমার মত নব্য ব্লগারদের জন্য এটা অনেক হেল্প করবে। ধন্যবাদ আপু!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

আরজু পনি বলেছেন:

এই পোস্ট কখনো কারো কোন কাজে লাগলে অনেক কৃতার্থ হবো ।

আপনার জন্যে অনেক শুভকামনা রইল, নাহিদ রুদ্রনীল ।।

৯৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর পোস্ট । আমাদের নতুনদের জন্য অনেক উপকারী। ধন্যবাদ আপু ভাল থাকবেন। আর হ্যা মাঝে মাঝে এরকম অসাধারণ পোস্ট দিয়ে আমাদের উৎসাহিত করবেন। কারন আপনাদের মতো অভিঙ্গ ব্লগাররাই আমাদের প্রেরণা।
শেষ পর্যন্ত প্রিয়তে রাখলাম।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

আপনারা সাথে আছেন বলেই ব্লগিং করার অনুপ্রেরণা পাই শত ব্যস্ততা, সমস্যার মধ্যেও ।

অনেক অনেক ভালো থাকুন ।।

৯৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দু:খিত প্রিয়তে নিতে পারছিনা। সমস্যা দেখা দিচ্ছে। পরে নিয়ে নেব।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

আচ্ছা...
শুভকামনা রইল ।।

১০০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

ফারজানা আখি বলেছেন: চমৎকার , গোছালো হয়েছে লেখাটা ।
অতিরঞ্জিত কথার দৃষ্টিকটু বাড়াবাড়ি নেই , প্রত্যেকটি
গুরুত্বপূর্ণ কথাই টু দা পয়েন্টে সুন্দর করে বলা হয়েছে ।
অবশ্যই প্রিয়তে ... :-)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

বাহ্ এতো সুন্দর করে বললে সত্যিই লেখার অনুপ্রেরণা বেড়ে যায় ।
অনেক কৃতজ্ঞতা জানাই ।।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন:

:)

১০১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

মুহাম্মাদ তাসনীম বলেছেন: নিজের কৃত কমেন্ট ডিলিট করার কোনো সিস্টেম নেই মনে হয়?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

অন্যের পোস্টে কৃত কমেন্ট ডিলিট করার বিষয়ে যতদূর জানি থাকার কথা না ।

আপনার জন্যে শুভকামনা রইল ।।

১০২| ০৯ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৮

সাদা আকাশ বলেছেন: লাইক বাটনটিতে আমি যতবার ক্লিক করেছি ততবারই আমাকে বসিয়ে রেখে বৃত্ত ঘুরতেই থাকে। সেটা ‌১০ মিনিট পার করেও কোন কাজে দেয় না। সেটা কেন হচ্ছে সেটা জানতে চাই। পোষ্ট অনেক ভালো লেগেছে। আমিও নতুন তাই কিছু বিষয় কাজে লাগবে :)

শুভ কামনা আপনার জন্যে

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

লাইক বাটন কেন যে এমন আচরণ করে সত্যিই বুঝি না ।

মডুর দৃষ্টি আকর্ষণ করছি...লাইক বাটন কার্যকরী অবস্থায় চাই ।
কোন কিছু কাজে লাগলে কৃতার্থ হবো ।

শুভেচ্ছা সবসময়ের জন্য ।।

১০৩| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৪

সাদা আকাশ বলেছেন: সেই একই অবস্থা। রিপ্লে বা কমেন্ট গুলিতে লাইক কাজ করছে, কিন্তু পোষ্টের লাইক আমার জন্যে কাজ করছে না :(

১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪০

আরজু পনি বলেছেন:

পোস্টের লাইক অনেকের জন্যেই কাজ করে না । জানি না, এই সমস্যার সমাধান কবে হবে ।

কোন সহযোগিতা করতে পারলে ভালো লাগতো ।
শুভকামনা রইল সাদা আকাশ ।।

১০৪| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৪০

প্রবাসী পাঠক বলেছেন: সামুর লাইক বাটনের সম্ভাব্য সমাধান -

যে পোষ্টে লাইক দিতে চাচ্ছেন সেই পোষ্টের লিংকটিকে মোবাইল ভার্সনে নিয়ে নিতে হবে।

Click This Link

http://www এর পরিবর্তে m লিখুন এবং net এর পরে অতিরিক্ত /mobile যোগ করে পেইজটি খুলুন।




এবার প্লাস বাটনে ক্লিক করুন। ক্লিক করলে নতুন একটা পেইজ আসবে।





আশাকরি এভাবে সফল ভাবে প্লাস রেটিং করতে পারবেন ।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

আরজু পনি বলেছেন:

আমি চেষ্টা করেও পারিনি । :(

কাউন্ট হয় না ।

তবে আবার চেষ্টা করবো ।
এভাবে স্ক্রিনশট দিয়ে কৃতজ্ঞ করলে প্রবাসী । ভাবছি পোস্টটা আপডেট করতে হবে ।।

১০৫| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: m.somewhereinblog.net/mobile/blog/ANPony/29844753

এভাবে লিংক ওপেন করলে প্লাস বাটন কাজ করবে ।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৩

আরজু পনি বলেছেন:

ইখতামিনের একটা পোস্ট আছে এই বিষয়ে, ওই পোস্টটার লিঙ্ক দিয়ে দিতে হবে ।
আপনার জন্যও অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা বরাবরের ।।

১০৬| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

সাদা আকাশ বলেছেন: @ প্রবাসী পাঠক : আপনার দেয়া পদ্ধতিটি কাজে লেগেছে। কিন্তু প্রতিটা পছন্দের পোষ্টের জন্যেই এই কাজটা একটু বিরক্তি নিয়ে আসবে। সবচেয়ে ভালো হয় ওয়েব ভার্সনের এই বাটনটার সমস্যাটা দূর করার কোন পদ্ধতি পেলে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে :) :)

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

মোবাইল ভার্সন করে তারপর লাইক বাটন চাপা...কয়জনে এমন কষ্ট স্বীকার করে অন্যের পোস্টে লাইক দিবে ? খুব পছন্দের পোস্ট বা ব্লগার না হলে এতো কষ্ট অনেকেরই করার কথা না ।

হ্যাঁ, ওয়েব ভার্সনটার সমস্যাই দূর করা দরকার ।।

১০৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

তৌফিক মাসুদ বলেছেন: আপনার লেখাটি অনেক কিছুর নির্দেশনা দেয়। ভাল লাগল।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

কারো কাজে আসলেই পোস্ট দেয়া সার্থক ।
অনেক শুভকামনা রইল তৌফিক ।।

১০৮| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরজুপনি, আপনার মত প্রবীন ব্লগার যিনি সামহোয়্যার ইনে বয়সে আমার বহু সিনিয়র, এটা তো নিশ্চয়ই জানেন, যে এই লাইক বাটন / প্লাস বাটন এর টেকনিক্যাল ওয়ার্কিং এলগরিদম কমেন্টের জন্য যা, পোস্টের ক্ষেত্রের তা অপেক্ষা ভিন্ন কিছু হবার কথা নয় আদৌ!

এখানেই তবে "কিন্তু" এসে যায়, যে ঠিক কোন কারনে পোস্টে তা কাজ করতে চায় না কিংবা করলেও অনেক ঝক্কি ঝামেলা পোয়ায়ে তবে ওই সোনার হরিণের দেখা মেলে, যা কমেন্টবক্সে হরহামেশাই মেলে এমনকি একেবারেই এজগতে নতুনদের ক্ষেত্রেও-
কি হতে পারে তবে সেই নিগুঢ় তাৎপর্য(!)

আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে, তা হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আপনি এযুগে ফেসবুকের পাশাপাশি বাংলা ব্লগ সামহোয়্যার ইন কে একবার দাঁড় করান...

কি দেখতে পাচ্ছেন?

আশা করি যা দেখছেন তা একজন ব্লগার হিসেবে নয় বরং একজন লেখক হিসেবে একটু বিশ্লেষণ করুন না...

মোটেও সুখকর কোন অনুভুতি হবে বলে মনে করিনা আমি ব্যক্তিগতভাবে!

কেননা, ওই ফেসবুকেও এখন হরদম সকল ক্লাসের লেখালেখিই চলে,চলছে,চলবেও...

কিন্তু, সেখানে লেখার মান নিরূপণ কিংবা গুনাগুন মূল্যায়নের আদৌ কি কোন অর্থবহ পন্থা আছেকি(?)

হ্যাঁ, অবশ্যই সেখানেও ওই "লাইক" বাটনটা আছে,কিন্তু সেখানে তা প্রেস করতে কোনরূপ ঝামেলাতো দূরের কথা কোন ক্লেশ ও লাগেনা!

এর ফলাফলটা দেখেছেন...??

সেখানে এখন চলে লাইক বিকিকিনি...(!)
আদৌ লেখা মান বিচারে সেখানে লাইক বাটন কোন ভূমিকা পালন করে না...!

বরং লাইকের বদলা লাইক, লাইকের পিঠে লাইক ই মুখ্য!!
ফেসবুকের সবচেয়ে সস্তা জিনিসটাই এখন ওই লাইক বাটন...
আর, শুধুমাত্র সেজন্যই, আমি মনে করি আমাদের সবসময়ের প্রিয় সামহোয়্যার ইনের বিচক্ষণ এবং সুচতুর মডারেটরগন এই বিশেষ বাটনটাকে সত্যিকার অর্থেই বিশেষ করে রেখেছেন যেকোন বিশেষ পোস্টের বিশেষায়নে...মূলায়নে...মান নিরুপনে...

কেননা এখানে একটা লাইক/প্লাস মানে অনেক কিছু...
একটা লাইক মানে একটা ভালো লেখা...
একটা লাইক মানে একটা নির্বাচিত পাতায় ওঠা এবং যোগ্যতার দাবিদার লেখা...
একটা লাইক মানে শত শত ফেসবুক লাইকের চেয়েও শতগুন দামী একটা প্লাস...

সত্যিই প্রশংসা না করে পারছিনা তাদের বুদ্ধির...

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

লাইক বাটনটা আসলেই অনেক ভার বহন করে ।
সব মিলিয়ে খুব সুন্দর বলেছেন ।

ব্লগে আশা করি নিয়মিত থাকবেন ।

মনে হচ্ছে অনেক কিছু পাব আপনার কাছ থেকে ।
তবে নিকটা এতো বড় নিয়েছেন যে, একনিকেই আমার প্রিয় একাধিক সহব্লগারকে কভার করেছেন :D
শুভেচ্ছা রইল, আপনার জন্য ।।

১০৯| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৩

রাতুল_শাহ বলেছেন: শুধু নতুন না, অনেক আগের ব্লগারদেরও কিছু শেখার আছে। যেমন আমি অনেক কিছু শিখলাম।

যাহোক সুন্দর পোষ্ট, পোষ্টটি সবার পড়া দরকার।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই সার্থক পোস্ট দেয়া । পুরানোদের কাজে লাগলেতো কৃতার্থ হবো ।

অনেক শুভকামনা রইল, রাতুল ।।

১১০| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৫

রাশেদ অনু বলেছেন: নতুন পুরনো সবার জন্য অনেক তথ্যবহুল একটি পোস্ট।
অনেক উপকৃত হলাম।
শুভেচ্ছা সতত।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

আপনার কাজে লেগেছে জেনে ভালো লাগছে ।
অনেক শুভকামনা রইল, রাশেদ ।।

১১১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৭

পি.রহমান বলেছেন: আমি ও একজন

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

১১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬

বেলা শেষে বলেছেন: One of the best Information, i like it , i love it....

for my writer:

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

ফুল গুলো খুব সুন্দর ।
অনেক অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন, দ্রুত সেফ হোন ।

১১৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৬

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই আমি একবারে নতুন।।ভালো লাগলো আপনার কথা গুলো।।

০৫ ই মে, ২০১৪ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

ব্লগিংয়ের জগতে স্বাগতম ।

অনেক অনেক শুভকামনা রইল ।।

১১৪| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৪৪

স্বপ্ন দুঃস্বপ্ন বলেছেন: আমি নতুন অনেক কিছু জানলাম . . . .ভালই লাগলো|

০৫ ই মে, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
ব্লগে স্বাগতম ।

অনেক শুভেচ্ছা রইল স্বপ্ন নিয়ে দুঃস্বপ্নকে দুরে রাখা আপনি ।।

১১৫| ২৫ শে জুন, ২০১৪ সকাল ৮:০২

রাগিব নিযাম বলেছেন: অনেক দরকারি পোস্ট। ভালো লাগলো। ++

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে ।

১১৬| ২৫ শে জুন, ২০১৪ সকাল ৮:১০

রাগিব নিযাম বলেছেন: সময়োপযোগী পোস্ট। অসংখ্য ধন্যবাদ। :-) লেখাটি ভালো লাগলো। ++

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৩

আরজু পনি বলেছেন:

আপনাদের কোন কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা সবসময়ের জন্যে ।।

১১৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৯

চড়ুই বলেছেন: খুবি ভালো একটি পোস্ট। এখানের অনেক নিয়মই তো দেখি জানতাম না। আপু সেফ হবার কোন পোস্ট শেয়ার করলে উপকৃত হব।

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ, চড়ূই।
বানানের ব্যাপারে একটু সতর্ক থেকে আপনি নিজের মতো করে ভালো ভালো পোস্ট করতে থাকুন আর অন্যদের ব্লগে বেশি বেশি গঠনমূলক মন্তব্য করতে থাকুন...আশা করি দ্রুতই সেভ হয়ে যাবেন।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে।

রমজানের শুভেচ্ছা জানবেন।।

১১৮| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫

চড়ুই বলেছেন: আপু ১ টা প্রশ্ন ছিল। মনে হল উত্তর টা আপনার কাছে পাব তাই করছি। কোন ব্লগারের পিছনে কি তার নামে কিছু বলা উচিত?
যদি তার কোন কিছু অপছন্দ হয় তবে সেটা সরাসরি বলতে পারে। এভাবে তার নামে উলটাপালটা কথা বলা তো ঠিক না। ভেবেছিলাম এড়িয়ে যাবো কিন্তু চুপ থাকতে পারছিনা। ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

আমার অভিজ্ঞতা বলি, একটা সময় ব্লগে খুব খারাপ সময় পার করেছি।
মাঝে মাঝে এখনও হয় এমন।

আমার বিরুদ্ধে কোন পোস্ট বা আমাকে নিয়ে কটুক্তি করা কোন পোস্টে আমি মন্তব্য, প্রতবাদ করা দূরের কথা অনলাইনে যাইই না সেসব পোস্টে।
যারা আমার বিরুদ্ধে পোস্ট দেয় বা মন্তব্য দেয় তাদেরকে পুরোপুরি ইগনোর করি প্রথমত। আর দ্বিতীয়ত তাদের কারো কারো সাথে এমন ব্যবহারকরি যেন তারা আমার বিরুদ্ধে কখনোই কিছু বলে নি।
অনেক মূল নিকও মাল্টিতে আমার বিরুদ্ধে কথা বলেছে, নিক চিনেছি ঠিকই কিন্তু কোনদিন প্রতিশোধ বা প্রতিবাদের চেষ্টা করিনি...যতদূর মনে আছে।

তবে প্রতিবাদ করার মতো সিরিয়াস কোন ইস্যু হলে সে আলাদা কথা।
চেষ্টা করুন আপনার বিরুদ্ধে যারা বলছে তারা যেনো সেই কথা গুলি আর বলার সুযোগ না পায় সেভাবে নিজেকে উপস্থাপন করতে।

অনেক শুভেচ্ছা রইল, চড়ূই (আমার অনেক পছন্দের একটা পাখি)

১১৯| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫০

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ :) ;)

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ, আহসান।।
রমজানের শুভেচ্ছা রইল।।

১২০| ২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৫

(উৎপল) বলেছেন: চমৎকার আশাজাগানিয়া পরিবেশনা, পড়ে উপক্রর্ত হলাম.. প্রিয়তে নিয়ে রাখলাম! :)

এমন চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য লেখিকাকে আন্তরিক ধন্যবাদ :)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

সহব্লগারদের উপকারের কথা ভেবেই শেয়ার করা এই লেখা ।

আপনার উপকারে এসেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

১২১| ২৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৬

(উৎপল) বলেছেন: চমৎকার আশাজাগানিয়া পরিবেশনা, পড়ে উপক্রর্ত হলাম.. প্রিয়তে নিয়ে রাখলাম! :)

এমন চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য লেখিকাকে আন্তরিক ধন্যবাদ :)

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

:)

১২২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৪

(উৎপল) বলেছেন: চমৎকার আশাজাগানিয়া পরিবেশনা, পড়ে উপকৃত হলাম.. প্রিয়তে রাখলাম!
সমস্যা হলে দেখে নেয়া যাবে..


এমন চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য লেখিকাকে আন্তরিক ধন্যবাদ! :)

সেই সাথে একটা প্রশ্ন, সামুতে কি নাম পরিবর্তন করা যায়, মানে আমি আমার নামের সাথে থাকা ব্রাকেটদুটি বাদ দিতে চাই, পারবো কি-না? চমৎকার আশাজাগানিয়া পরিবেশনা, পড়ে উপকৃত হলাম.. প্রিয়তে রাখলাম!
সমস্যা হলে দেখে নেয়া যাবে..


এমন চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য লেখিকাকে আন্তরিক ধন্যবাদ! :)

সেই সাথে একটা প্রশ্ন, সামুতে কি নাম পরিবর্তন করা যায়, মানে আমি আমার নামের সাথে থাকা ব্রাকেটদুটি বাদ দিতে চাই, পারবো কি-না?

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ।

আপনি ব্লগ কতৃপক্ষের কাছে মেইল করে আপনার সমস্যা জানাতে পারেন । কাজ হতেও পারে ।

শুভকামনা রইল আপনার জন্যে ।।

১২৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

(উৎপল) বলেছেন: চমৎকার আশাজাগানিয়া পরিবেশনা, পড়ে উপকৃত হলাম.. প্রিয়তে রাখলাম!
সমস্যা হলে দেখে নেয়া যাবে..


এমন চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য লেখিকাকে আন্তরিক ধন্যবাদ! :)

সেই সাথে একটা প্রশ্ন, সামুতে কি নাম পরিবর্তন করা যায়, মানে আমি আমার নামের সাথে থাকা ব্রাকেটদুটি বাদ দিতে চাই, পারবো কি-না?

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

:)

১২৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১২

(উৎপল) বলেছেন: চমৎকার আশাজাগানিয়া পরিবেশনা, পড়ে উপকৃত হলাম.. প্রিয়তে রাখলাম!
সমস্যা হলে দেখে নেয়া যাবে..


এমন চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য লেখিকাকে আন্তরিক ধন্যবাদ! :)

সেই সাথে একটা প্রশ্ন, সামুতে কি নাম পরিবর্তন করা যায়, মানে আমি আমার নামের সাথে থাকা ব্রাকেটদুটি বাদ দিতে চাই, পারবো কি-না?

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

:)

১২৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

সোহেল আহমেদ পরান বলেছেন: পড়লাম। সবটুকু । অনেক আকৃষ্ট হয়ে।
জানলাম। অনেককিছু। বিস্তারিত।

আন্তরিক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর, প্রয়োজনীয় ও গোছানো লেখাটির জন্য।

শুভেচ্ছা ও শুভকামনা ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সোহেল।
পোস্টটি কাজে আসলে ভালো লাগবে।
ভালো থাকুন সর্বদা ।।

১২৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

রেজওয়ান হুসাইন বলেছেন: ব্লগে এমনটা আশা করিনাই। ভেবেছি এখানে বোধহয় সবকিছুই ফেয়ার হয়। যাই হোক যতটুকু আশা করেছিলাম অতিশয় আবেগ দিয়ে করেছিলাম কারণ নতুন বলে কথা। তবে প্রথমে একটু হতাশ হলেও এখন খুব বেশি খারাপ লাগেনা। তবে আপনার পোষ্টটা পড়ে ভাল লাগল। তবে এটাও সত্য যে একগুঁয়ে লেখা একাধারে পড়ে জ্ঞান নেওয়ার মত ধৈর্য এখন মানুষের কমই আছে। সবাই চায় ফিডব্যাক। কারণ যেখানে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব অগ্রগতি স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত অনায়াসে পৌছে দিতে পারে , সেখানে সবাই প্রত্যাশা করতেই পারে তার প্রিয় ব্লগার তার সাথে যোগাযোগ রক্ষা করুক। কারণ বরাবর থেকেই আমি জেনে আসছি, লেখক মানেই সমাজের মানুষের মাঝে যোগাযোগের অভিনব বাহক। আর এখানের যোগাযোগ মানেই লেখক পাঠকের বা পাঠক লেখকের লেখা পড়বে সেটাই প্রত্যাশিত। যাইহোক ছোট মানুষ যতটুকু বুঝি বলেছি। তবে আশাকরি অনুপ্রেরণা দিয়ে বয়োজ্যেষ্ঠরা অন ট্রাকে রাখবেন আমাদের।

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

আরজু পনি বলেছেন:

আপনার জন্যে অনেক শুভকামনা রইল, রেজওয়ান হুসাইন।
ভালো থাকুন সবসময়।।

১২৭| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩

পুতুল আলতাব বলেছেন: খুব গুরুত্বপূর্ণ পোস্ট। আমিও ব্লগে নতুন তাই আমার জন্য কাজের পোস্ট। আমি প্রথম প্রথম যখন কোনো ভালো পোস্ট দেখতাম কিন্তু প্রিয়তে নিতে পারতাম না। সেই অপশান জানতাম না। আজ অনেক কিছু জানতে পারলাম। তাই আপনার পোস্টটি প্রিয়তে রেখেদিলাম। :) :)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, পুতুল আলতাব।

পোস্ট কাজে আসলে কৃতার্থ হবো ।

http://www.somewhereinblog.net/blog/ANPony/29859640
এই লিঙ্কটাতে চোখ বুলাতে পারেন। যদিও এর অনেক অপশনই আপনার কাজে লেগে গেছে।

শুভকামনা রইল নিরন্তর।

১২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার পোস্ট নতুনদের জন্য।আমিও পাঠ করলাম লেখাটি।যদিও সব জানা হয়ে গেছে।পুরনো পোস্টে আবার জানা অজানা আর আপুনির সাবলীল লেখাটি পড়তে বেশ ভালো লাগল

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

আরজু পনি বলেছেন:

এই পোস্টটা আগের ভার্সনের জন্যে খুব কাজের ছিল। বর্তমান ভার্সনে কিছু বিষয় এখন অতীত ।

ভালো লাগলো পেছনের পোস্টে দেখে ।
অনেক ধন্যবাদ, রুদ্র ।
শুভকামনা সতত।

১২৯| ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

খুব দরকারি পোষ্ট।
প্রিয়তে রাখলাম।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:
বাহ পেছনে এস পড়ে গেছেন.।খুব ভালো লাগলো।
নস্টালজিক হলাম সেই সময়ের ব্লগিংকে মনে করে ।

অনেক শুভকামনা রইল ।
আর প্রিয়তে রেখে সম্মানিত করার জন্যে কৃতজ্ঞতা ।

১৩০| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৬

তার আর পর নেই… বলেছেন: আমি তো এখন সেইফ, তারপরও একটা কাজ করা যায় … এই মুহূর্তে অনলাইনে একশ উনচল্লিশ জন আছেন, সবারটাতে একবার ঢুঁ মেরে আসি, উপর থেকেই শুরু করছি =p~ =p~

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০

আরজু পনি বলেছেন: :P
=p~ =p~
হাহাহাহা
এই নিকে একবার দু'বার ট্রাই করেছি...বাউজার লোড নিতে পারেনা...ক্রাশ করে...হাহাহাহা
তবে এটা খুব মজার কিন্তু...যাদের ব্লগে কখনও যাওয়া হয়না তাদের ব্লগও এই ফাঁকে দেখে নেয়া যায়...

ওক্কে শুভ ঘোরাঘুরিং...হাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.