নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

তুমি কোন কাননের ফুল ... জাতীয় বৃক্ষমেলা থেকে সংগৃহিত ফুলের ছবি ব্লগ

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩১

এক. গোলাপ



দুই. গোলাপ





দেখিতে গিয়াছি পর্বতমালা

দেখিতে গিয়াছি সিন্ধু

দেখা হয়নাই চক্ষু মেলিয়া

ঘর হতে শুধু দুই পা ফেলিয়া

একটি ধানের শীষের উপর

একটি শিশির বিন্দু ।।



অনেক দেশপ্রেমিক সামর্থবানদেরই দেখা যায় সময় পেলেই বিদেশ ভ্রমণে বেড়িয়ে পরে। কিন্তু নিজের দেশের অনেক সৌন্দর্য্যই তাদের দৃষ্টিতে ধরা পড়ে না। অবশ্য ভ্রমণ পিপাসু এমন মানুষ খুব কমই আছে যারা সারা বিশ্ব ঘুড়ে বেড়ানোর পাশাপাশি নিজের দেশটির প্রতিটি আনাচ-কানাচও তার নখ-দর্পনে। এদের মধ্যে আমার পরিচিতদের মধ্যে অন্যতম একজন তারেক অনু এবং সামহোয়্যারইন ব্লগের লেডি বতুতা ব্লগার জুন আরেকজন।



আজকে এই পোস্টটি দেবার পরিকল্পনা ছিল না। কিন্তু জাতীয় বৃক্ষ মেলায় অনেকেই যেতে পারবেন না ইচ্ছে থাকা সত্ত্বেও। আবার যারা যেতে পারবেন, তারা যেন নিজেদের ব্যস্ততায় মিস না করেন । তাই অরো অনেক ধরণের ছবি তুললেও আপাতত শুধু ফুলের ছবিগুলোই দিলাম।

আশা করি যারা যেতে ইচ্ছুক তারা মিস করবেন না। আগামী জুলাই ২০১৩ এর ৪ তারিখ পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা...ঢাকার আগারগাঁও (আন্তর্জাতিক বাণিজ্যমেলা যেখানে হয়)

ফুলগুলোর নাম এ্যাড করতে আশা করি ফুল বিশারদ ব্লগার মহারাজা, এমজেডআই এবং রেজোওয়ানা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাকে কৃতার্থ করবেন। অন্য যারা নিশ্চিত জানবেন তাদের প্রতিও রইল উদাত্ত আহবান।।

তিনঃ নয়নতারা



চারঃ গোলাপ (পাতা ও পাপড়ির বিন্যাসের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কসমস নয়)



পাঁচঃআলমান্ডা, বাংলায় অলকানন্দা (রবি ঠাকুরের দেয়া নাম)-রেজোওয়ানার তথ্য মতে

টিকোমা, হৈমন্তি-এমজডআই-এর তথ্য মতে



ছয়ঃজিনিয়া



সাতঃজবা



আটঃ সাদা কাঠগোলাপ



নয়. কুরচি



দশঃঅর্কিড/রাস্না



এগারোঃমুসেন্ডা বাংলায় নাম নাগবলি



বারঃফারুল/ফুরুল

ছোট জারুল/ জারুল চেরী-এমজেডআইয়ের মতে



তেরোঃঅপরাজিতা




চৌদ্দঃ গোলাপী রঙ্গন



পনেরঃ জাতীয় ফুল শাপলা



ষোলঃঅলকানন্দা

বেগুনী ঘন্টাফুল/ বেগুনী এ্যালমান্ডা-এমজেডআইয়ের মতে



সতেরঃজবা



আঠারঃজবা



ঊনিশঃআমাজান লিলি



বিশঃক্যাকটাস



একুশ.বাগান বিলাস



বাইশ.ক্রাইসোথেমিস/ তাম্রপাতা



অনেক চেষ্টা করার পরও বেশ কিছু ছবি আপলোড করতে পারলাম না।

আর জানি না, কি কারণে পোস্ট রেডি করার মাঝখানে দুইবার অটো লগআউট হয়ে যেয়ে দুইবারে ডাবল খাটুনী গেলো পোস্ট রেডি করতে :(

মন্তব্য ১৭০ টি রেটিং +৪২/-০

মন্তব্য (১৭০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: একগুচ্ছ ফুললিত প্লাস
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ খেয়াঘাট ।
প্রথমেই দারুণ অনুপ্রাণিত কমেন্ট।।

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৩৭

কালোপরী বলেছেন: :)

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

আজবতো ! আমি কিন্তু প্রায়ই আপনার উড়ে চলা দেখি ।
আজকে একটা পোস্টে আপনার দারুন একটা মন্তব্য দেখে নিজেই লজ্জা পেয়ে ভেবেছি যে, খুব শিগগীরই আপনার ব্লগে যাব ।
আর সেই আপনিই আমার ব্লগে ।

অনেক ধন্যবাদ রইল।।

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

নোবিতা রিফু বলেছেন: তের, ষোল, আর আঠারো নাম্বার ছবি ফোকাস হয়নি... বাকিগুলা ভালো হইছে... B-))

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

হে হে হাতুরে ডাক্তাররে বলে নার্ভ দেখে চিকিৎসা দিতে ...হুহ !

ফোকাস কাহারে বলে তাহাইতো জানি না :P

৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩

নোবিতা রিফু বলেছেন: ইয়ে মানে... নয় আর বারও এই কিসিমের... :-<

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

এগুলো সব মোবাইলে তোলা ।

আর আশপাশ ছেটে ছবি দিয়েছি ...হাহাহাহা ইনশাহআল্লাহ সামনে থেকে আরো চেষ্টা থাকবে সতর্ক থাকার।

অনেক ধন্যবাদ রিফু...এভাবে সহযোগিতা করার জন্যে।।

৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪

বোকামন বলেছেন:





এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ।


সম্মানিত আরজুপনি,
ছবিগুলো চোখ এবং হৃদয় উভয়ই জুড়িয়ে দিলো।
বোকামনের কৃতজ্ঞতা জানবেন।

ধন্যবাদ
আস সালামু আলাইকুম

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বোকামন ।

ভালো থাকুন সবসময়।।

ওয়ালাইকুম আসসালাম।।

৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ওয়্যাও অসাধারণ !! তেরোর পর পনের. আসে কেমতে :D :D :D :D

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

পোস্ট রেডি করার সময় দুইবার মডুরা আমাকে লগআউট কর দিয়েছে :(

কিন্তু তারপরও আমি আবার লগইন হয়ে পোস্ট রেডি করেছি দুইবারই :(
ওতেই ভুল হয়েছিল।
ঠিক করে দিয়েছি ।। B-)

অনেক কৃতজ্ঞতা রইল ভুলটা ধরিয়ে দিতে। তাই সংশোধন করতে যেয়ে আরো দুটো ছবি শেষে দিতে পারলাম ।
সম্ভব হলে আরো দেয়ার চেষ্টা করবো।।

৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার পোস্ট দেয়ার এই কষ্টের প্রতি রইল অনেক ভালোলাগা। নাহলে এত সুন্দর ফুলের ছবিগুলো কোথায় পেতাম ?


পোস্টে ++++++++

দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধঅনের শীষের উপর
একটি শিশির বিন্দু ।।

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন:

পুরো বৃক্ষ মেলা থেকে অনেক ছবি তুলেছি। বুঝতে পাচ্ছিলাম না কতোগুলো আপলোড করবো।

ছবি পোস্ট দেয়া অনেক কষ্টের :(
আপলোড করতে অনেক সময় চলে যায় ! :(

তারপর ঠিক করলাম আপাতত শুধু ফুলের ছবি থেকে কিছু দিয়ে অন্তত সবাইকে জানাই, যেনো যারা যেতে চায় তারা যেন মিস না করে।।

প্রশংসা শুনতে ভালোই লাগছে :D

৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫

এম এম কামাল ৭৭ বলেছেন: সুন্দর

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ কামাল ।
ভালো থাকুন।।

৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫

রেজোওয়ানা বলেছেন: তিন....নয়নতারা

চার.......গোলাপ

পাঁচ.....আলমান্ডা, বাংলায় অলকানন্দা (রবি ঠাকুরের দেয়া নাম)

ছয়.....জিনিয়া

সাত....জবা

আট.....কাঠ গোলাপ (পরিস্কার বুঝতে পারছি না মোবাইল দিয়ে)

দশ.....অর্কিড

এগারো....মুসেন্ডা বাংলায় নাম নাগবলি.

বারো....এটা কিন্তু জারুল না, এটা ফারুল/ফুরুল।

তেরো......অপরাজিতা


চৌদ্দ......ছবি কই তোমার??

পনেরো....জাতীয় ফুল

ষোল:..........অলকানন্দা

সতেরো....জবা

আঠারো....জবা

উনিশ.....গোল বড় পাতাটা আমাজান লিলির, কলি গুলো লালা শাপাল।

বিশ.....ক্যাকটাস





বিনিময়ে দুই গ্লাস লাস্সি পাওনা রইলো :D

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
চৌদ্দ নম্বরটা দিয়ে দিয়েছি :P

আচ্ছা আরো দুই গ্লাস আমার পক্ষ থেকে। মোট ৪ গ্লাস খাওয়াবো ।। :D

শেষে আরো দুইটা এ্যাড করেছি। ;)

১০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
কষ্টকর পোস্টে +++++


কিছু টাইপো আছে ঠিক করেদিবেন আপু।




২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

আরজু পনি বলেছেন:

আপনি বলার পরে আরো একটা ঠিক করলাম।

দেখি আবার চেক করতে হবে :(

অনেক ধন্যবাদ রইল ভুল ধরিয়ে দেবার জন্যে ।।

১১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ছবি তুলেছেন সব !

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অভি।
দারুণ অনুপ্রাণিত হলাম।।

১২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৬

সাজিদ ঢাকা বলেছেন: যাবো যাবো যাবো করেও যাওয়া হচ্ছে না :) :) পোষ্টে +++++++++ আর হ্যাঁ জুন আপুর ভাগ্য ঈর্ষনীয় , তিনি আরও ঘুরে বেড়াক এই কামনা ।

২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

আরজু পনি বলেছেন:

এই পোস্টটা আজকে দিতাম না। কিন্তু যারা যাওয়ার প্ল্যান করেছন বা এই পোস্ট দেখে যেতে ইচ্ছে পোষণ করেন, তারা যেন মিস না করেন। এ জন্যেই মূলত এই পোস্ট।

আশা করি দেখে আসবেন ।
ভালো থঅকুন ভ্রমণবিদ।।

১৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৮

মাহবু১৫৪ বলেছেন: +++++++

ভাল লাগলো বেশ


অঃটঃ আর একটা রেসিপি দিলাম আজকে। ঘুরে আসতে পারেন।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাহবু।

আপনার রেসিপির ভক্ত হয়ে যাচ্ছিতো :D

১৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর পোস্ট । পোস্ট দেওয়ার সাথে সাথেই নির্বাচিত । ইস আমিও যদি মডু হতাম :) ( জাস্ট কিডিং )

পোস্টে +++

২৯ শে জুন, ২০১৩ রাত ১:১০

আরজু পনি বলেছেন:

আমি মডু না, বিথি।

পোস্ট নির্বাচিততে দেখতে চান। আর নির্বাচিত হওয়ার পর আরজুপনির পোস্ট যেমন একটু পরেই সরে যায় তেমনটিকি হজম করতে পারবেন ? ;)

আমার তিন তিনটি পোস্ট নির্বাচিত থেকে সরে গেছে/সরিয়ে দেয়া হয়েছে।
মডু হলে নিশ্চয়ই এমনটি হতো না !


আর এই পর্যন্ত পোস্ট দেবার সাথে সাথে নির্বাচিত হয়েছে এমন কয়টি পোস্টে যেয়ে এরকম কিডিং করেছেন ? ;)

হাহাহাহা

আপনার মন্তব্যের জবাব দেবার সময় কিন্তু আপনার পোস্টটিকে নির্বাচিত পাতাতেই দেখলাম !

অনেক ভালো থাকুন বিথি।
ব্লগিং আনন্দময় হোক।

১৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ভাল লাগল ।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রাজীব নুর।
ভালো থাকুন।।

১৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:১০

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর সুন্দর ছবি।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আহসান।

ভালো থাকুন সবসময়ই।।

১৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জটিল!!!! আর কিছু না হোক আমাজান লিলি পাতা দেখতে হইলেও আমি যামু।
:) :)

ফটোগ্রাফির প্রতি আপনার বেশ ভালোই শখ আছে। ++ রইল পনি আপু।

২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৬

আরজু পনি বলেছেন:

ফটোগ্রাফীর প্রতি শখ বলার চেয়ে ফটো তোলার প্রতি শখ রয়েছে। বাকীটা এখনও আয়ত্বে আসে নি।

আমি এখানে মাত্র কয়েকটা ফুল দিয়েছি। আরো অনেক কিছু দারুন দারুন গাছ আছে দেখার মতো ।।

অবশ্যই মিস করবেন না।
অনেক ধন্যবাদ কাল্পনিক ।
বৃক্ষমেলা ভ্রমন আনন্দময় হোক।।

১৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: ফুলে ফুলে সুবাসিত বর্ণিল পোষ্ট :)

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ কুনো ।।

:)

১৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন ছবি। :)

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মামুন।।
:)

২০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩

ভয়ংকর বোকা বলেছেন: ভালো প্রচেষ্টা আপু, চেষ্টা চালিয়ে যান।

২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪০

আরজু পনি বলেছেন:

আপনাকে বিশেষ ধন্যবাদ দিতেই হয়।

আশা করি সামনের সময়েও এমন অনুপ্রেরণা পাবো সবসময়।।

২১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: যত ভূল , তত ফুল !!
তাই বেশি করে ভূল করুন ।

খুব সুন্দর ছবি । ঢাকাতে আসলেই আরাম ।
একটা না একটা ফাংশন লেগেই থাকে ।
জীবনে একটা বড় আকারের ফুল বাগান করার পরিকল্পনা আছে ।
দেখি হয় কিনা !!
পোস্টে প্লাস দিলুম ।
ভাল থাকবেন আপু । :)

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন:
যত ফুল তত ভুল কন্টক বাজে
মাটির পৃথিবী তাই এতো ভাল লাগে ...

অবশ্যই বাগান করবেন। অনেক শুভকামনা রইল।।




আপনার পোস্টে গতকাল গিয়েছিলাম শেয়ার নিতে । কিন্তু সেখানে নিজের নাম দেখে লজ্জায় আর ঢুকতে পারি নি ! :|

পরে যাব ঠিক করে রেখেছি ।

২২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

সোহাগ সকাল বলেছেন: অসাধারণ পোস্ট! মনে হলো যেন তাজা সব ফুলের গন্ধ পেলাম। সত্যিই অসাধারণ! কাঠগোলাপটা সম্ভবত আমি জীবনের প্রথম দেখলাম! :-*

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন:

বাহ একটা ফুলও যদি নতুন করে চিনে থাকেন তবেতো আমার পোস্ট দেয়া দারুন সার্থক !

অনেক ধন্যবাদ সোহাগ সকাল।।

২৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০১

সাহাদাত উদরাজী বলেছেন: প্লাস প্লাস প্লাস.।.।.।.।.।.।.।.।.।

২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ সাহাদাত।
ভালো থাকুন সব সময়ই।।

২৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৮

বাংলাদেশী দালাল বলেছেন:
চমৎকার সব ছবির দেখে আনন্দিত,
তবে যেতে পারছিনা বলে ব্যথিত।

ভালো থাকবেন আপু

২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:

যেত পারছেন না বলে মন খারাপ করার কিছু নেই।

এই পোস্ট থেকেই কিছুটা হলেও দেখে নিতে পারলেই হলো।

ধন্যবাদ বাংলাদেশী ।
ভালো থাকুন।।

২৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:৫৪

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!! কত্ত সুন্দর সুন্দর ফুল। গোলাপ আমার বেশি পছন্দ।

ওটা দিয়ে গোলাপজল বানানো যায়। এটি অনেক কাজে লাগে। :D :D :D

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ টুম্পামনি।

একবার গোলাপজল বানিয়ে এক শিশি উপহার দিবেন আশা করি।

ব্লগিং আনন্দময় হোক।।

২৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ২:১৭

মুকুল সালাহউদ্দীন বলেছেন: সালাম নিবেন আরজু মেডাম।
আপনার নামটা দেখলে মনে পড়ে আমার খালাতো বোন (আরজু) এর কথা, যত বার মনে পড়ে আরজুর কথা তখনই পনে পরে আরজুকে আমি সাইকেল হতে ফেলে দেবার কথা, বর্ষা কাল ছিল গ্রামের কাদাময় গর্তে ফেলে দিয়েছিলাম ইচ্ছাকৃত ভাবে। আরজু খুবই তখন কেদেছিল কারণ তার স্কুলের বই খাতা গুলো পানিতে ভিজে গিয়েছিল,

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

আপনার খালাত বোনের জন্যে সমবেদনা রইল।।

২৭| ২৯ শে জুন, ২০১৩ ভোর ৪:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর................
++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৮

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ তনিমা।

ব্লগিং আনন্দময় হোক।।

২৮| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৯

কয়েস সামী বলেছেন: onek ful jiboneo dekhini!!! Thanks.

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

আহা তবেতো পোস্ট দেয়াটা সার্থক হলো।

অনেক ধন্যবাদ কয়েস সামী।।

২৯| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:২৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: রেজোওয়ানা আপার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে জানতে চাইছি। ২/১ টা ফুলের নাম কি এরকম হতে পারে!!

চার.......কসমস

পাঁচ.....অলকনন্দা (আমরা এরকম বলতাম)

আট.....আমার কাছে মনে হচ্ছে এটা কাঁঠালি চাঁপা

নয়------কুরচি ফুল

বারো....এ ফুলটার নাম আসলে ফুরুস।

চৌদ্দ......রঙ্গনের মতো লাগছে।

একুশ--- এটা কি দোলনচাঁপা?

বাইশ----ল্যান্টানা মনে হচ্ছে।

ফুলের ছবি দেখলেই মনটা ভরে উঠে। তাই নাম দেখার চেষ্টা করি বা জানার চেষ্টায় থাকি। অনেক্ষন ধরে এই ছবিগুলো দেখছিলাম। ভাল লাগছিল। ইন্টারনেট ঘেটে ঘেটে ফুল দেখছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর ফুলের মেলার জন্য।

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা এডিট করে দিচ্ছি ।
আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগছে।
অনেক ধন্যবাদ রইল।।

৩০| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এতো ফুল!!!!!!!!!!!!!!!



পোস্ট অবস্যই প্রিয়তে।

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বর্ষণ।
ব্লগিং আনন্দময় হোক।।

৩১| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৯

চাঁদ ~ মামা বলেছেন: সুন্দর পোষ্ট :-B

+++++++++

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ চাঁদ ~ মামা ।

ভালো থাকুন।।

৩২| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯

সায়েম মুন বলেছেন: বৃক্ষমেলা থেকে ছবি তুলে বলতেছেন তুমি কোন কাননের ফুল। তার চেয়ে বলেন তুমি বৃক্ষমেলার ফুল। :P

১৪ রঙ্গন, ২১ বাগান বিলাস। #:-S

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৩৪

আরজু পনি বলেছেন:

আমি এতোটাই ক্লান্ত যে আজ আর এডিট করতে পারবো কি না যথেষ্ট সন্দেহ আছে ! :( :((

জানিয়ে দেবার জন্যে, শুধরে দেবার জন্যে অনেক ধন্যবাদ মুন।।

৩৩| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছবিতে বর্ডার দিয়েন না, আরও ভাল লাগবে! সময় থাকলে সুযোগ করে এই লাইনে টেরাই করে দেখতে পারেন - আই থিংক ভাল করবেন :)

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

আরজু পনি বলেছেন:

আপনার কথায় বাংলা একাডেমীর পোস্টটা দিলাম বর্ডার ছাড়া । আমার আগ্রহ মারাত্নক ! তবে তত্বগত জ্ঞান কম আছে !

দারুণ অনুপ্রাণিত মন্তব্য ।
অনেক ধন্যবাদ মাসুম।।

৩৪| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্লাস!!!!!
দারুন লাগছে গো আপু!

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল।

সম্ভব হলে ঘুরে আসবেন।।

৩৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৮

হাসি .. বলেছেন: অনেক সুন্দর আপু ফুলগুলো

+++

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল হাসি।
ভালো থাকুন।।

৩৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪

মায়াবী ছায়া বলেছেন: অনেক সুন্দর হয়েছে প্রতিটা পিক ।।
পোস্টে অনেক ভালো লাগা ।।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

আরজু পনি বলেছেন:

পোস্ট ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ মায়াবী ছায়া ।।

৩৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর! সুন্দর!

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল হাসান ।।

৩৮| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৩

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর। সংগ্রহে রাখার মতো পোস্ট।

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার। আমার ব্লগে আপনাকে দেখে খুব ভালো লাগলো।
সেদিন গিয়েছিলাম একটা কথা জিজ্ঞেস করতে কিন্তু লিখেও শেষ পর্যন্ত কেন যে করা হয় নি ?

আপনার ব্লগে যেয়েই না হয় কথাটা জিজ্ঞেস করে আসব।
ভালো থাকুন সবসময়।।

৩৯| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৫

প্রজন্ম৮৬ বলেছেন: যখন টবে'র কাছাকাছি সাইজের ছিলাম তখন মায়ের সাথে নার্সারীগুলোতে যেতে খুব ভাল লাগতো। আপনার মেয়ে'কে নিয়ে যাবেন বেশি বেশি করে।

সুন্দর পোস্টে +++++

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

আরজু পনি বলেছেন:

আমরা সাধারণত একসাথেই যাই সবসময়।
আপনার সুখময় সময়ের কথা জেনে ভাল লাগল।
অনেক ভালো থাকুন প্রজন্ম।।

৪০| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১

মামুন রশিদ বলেছেন: কাননে ফুটিছে ফুল- ফুলের ছবি সুন্দর হইছে ।


বারোঃ জারুল হবে মনে হয় ।

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

আরজু পনি বলেছেন:

আমিও জারুল মনে করেছিলাম।
কিন্তু রেজো্ওয়ানা সহ কয়েকজন বললো এটা জারুল নয়।

ধন্যবাদ মামুন। ভালো থাকুন খুব।।

৪১| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: কাঠ গোলাপ সাদা রঙের হয় এইটা তো জানা ছিলনা! আর অপরাজিতা ফুলের নামটা আমি আগে শুধু শুনেছিই, এই প্রথম দেখতে কেমন হয় সেটা জানার সৌভাগ্য হল! বড়ই সৌন্দর্য!

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন:

অপরাজিতা সত্যিই দারুন হয় দেখতে । এক সময় আমাদের বাসায় গাছও লাগিয়েছিলাম। সেসব এখন শুধুই স্মৃতি !

অনেক ধন্যবাদ নাজিম।।

৪২| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল স্বর্ণা ।।

৪৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৬

অরুদ্ধ সকাল বলেছেন:
সুন্দর সব ছবি।

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ অরুদ্ধ সকাল।।

৪৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৮

গৃহ বন্দিনী বলেছেন: ৯- গন্ধরাজ (night queen)

১৪-রংগন (সাদা ভ্যারাইটি)

২১ আর ২২ বুঝা যায় না পুনিপু । :( :(

আমিও গিয়েছিলাম কয়েক দিন আগে ।

এই বনসাইটা কিনেছি B-)) B-))





০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৬

আরজু পনি বলেছেন:

আর মাত্র এক দিন আছে। ব্লগে তেমন পোস্ট দেখলাম না বৃক্ষমেলার !
আপনার বনসাইটা দেখে ভালো লাগছে ।
আর ফুল গুলোর নাম জানানোতে অনেক ধন্যবাদ । আমি মন্তব্যের জবাব গুলো দিয়েই এডিট করে ফেলবো ।।

ভালো থাকুন বন্দিনী ।।

৪৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

যাযাব৮৪ বলেছেন: তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা। তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা!! কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিল, ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে ঐ নয়নের তারা!!.

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ যাযাব ।
ভালো থাকুন।।

৪৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩১

নীল-দর্পণ বলেছেন: সুন্দর।

যেতে পারলাম না মেলায় এবারো

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

কোনভাবে সময় বের করে যেতে পারলে খুব ভাল সময় কাটতো কিন্তু । যাই হোক আশা করি সামনের বার যাবেন ।।

৪৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩৪

যাযাব৮৪ বলেছেন:

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

আরজু পনি বলেছেন:

আররে আপনি ও গিয়েছিলেন মনে হচ্ছে :-B

৪৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

আল ইফরান বলেছেন: ফটু কালেকশান সেইরকম হইছে, আপু :) :) :)
ভালো লাগলো দেখে।
তবে আমাদের বাসায় এইগুলার সবকয়টা ফুলগাছই আছে। B-)) গাছ লাগানোর ক্রেডিট আমার বড় বোনের । আমি হইলাম অবৈতনিক কেয়ারটেকার :P

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০১

আরজু পনি বলেছেন:

আপনার বড় বোনের জন্যে অনেক শুভেচ্ছা রইল।
জেনে খুবই ভালো লাগলো যে, আপনাদের গাছ লাগানোর অভ্যাস আছে ।
অনেক ভালো থঅকুন সবাই ।। :D

৪৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ।সুপার লাইক।সরসরি প্রিয়তে।গ্রমের বাড়িতে যাওয়ার কারণে কমেন্টএ পিছনে পরলাম। দুঃখিত।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম।
ভালো থাকুন সবসময়ই ।।

৫০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৩

মাক্স বলেছেন: সুন্দর!

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মাক্স।
ভালো থাকুন ।।

৫১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১২

গৃহ বন্দিনী বলেছেন: ৯ নম্বরটার নাম ভুল বলেছি আপু। ফুলটা চিনি কিন্তু নাম মনে আসছে না । :( :(

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:১৩

আরজু পনি বলেছেন:

আচ্ছা ব্যাপার না । তারপরেও আপনি অনেকগুলোর নাম জানেন ।

:)

৫২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: কত সুন্দর সুন্দর ফুল! :) আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমার বাগানের কিছু ফুলের ছবি দেই, কিন্তু আলসেমি করে দেওয়া হচ্ছেনা। আপনার পোস্টে বেশ অনুপ্রানিত হইলাম!

পোস্টে অনেক ভালো লাগা রেখে যাচ্ছি, নিয়ে যাচ্ছি সাইবার ফুলরাশির কিছু ভার্চুয়াল সুগন্ধ!

শুভকামনা!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

আশা করছি খুব শিগগীরই আপনার ফুলের পোস্ট পাব।
অনেক ধন্যবাদ ইফতি ।।

৫৩| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল :)

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:১৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ...তুমি...।
ভালো থাকুন ।
:)

৫৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: কি সুন্দর!

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯

আরজু পনি বলেছেন:

আজকেই শেষ দিন । গিয়েছিলেন কি ? না গিয়ে থাকলে পিচ্চিকে নিয়ে ঘুরে আসুন । সময়টা ভালো কাটবে ।

অনেক শুভ কামনা রইল কন্যা ।।

৫৫| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: যেতে হবে দেখি +++++++++++ :)

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আরজু পনি বলেছেন:

জানি না গিয়েছিলেন কি না ।
শুভকামনা রইল।।

৫৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

মেহবুবা বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য । আমার কাছে বার নম্বরের টা মনে হচ্ছে জারুল হবে ।
বৃক্ষমেলায় হাইব্রীড আর বিদেশী বৃক্ষের ছড়াছড়ি । অনেক কষ্টে দেশী বরই, দেশী পেয়ারা খুজে কিনেছি ।
আখ কিনতে চেয়ে হতাশ ; মাত্র ১৫০০ টাকা দাম একটার !
সবচেয়ে হতাশাব্যঞ্জক হোল দেশী লাল জবা (পাঁচ পাপড়ির) না পাওয়া । এক একজন দেখছি চিনছে না ; বললাম স্কুলে একেছি প্রাকটিকাল খাতায় , ছোটবেলায় গ্রামে গিয়ে প্রায় প্রতি হিন্দু বাড়ীতে দেখতে পেতাম -- কেউ চিনছে না মনে হোল । একটা স্টলে পেয়ে কাছে গিয়ে শুনি হাইব্রীড ! আমাদের সব স্বাভাবিকতা, স্বকীয়তা হারিয়ে যাচ্ছে --এই মেলায় সেটা বোঝা গেল । এখন যেন সবকিছুতে তাড়াহুড়ো , অনেকটা তাড়াতাড়ি বড়লোক হবার মত ।
ধান ভাঙ্গতে শিবের গীত গাওয়া হল ;

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

আমিতো আসলে হাইব্রীডের বিষয়টা মাথায়ই আনি নি ! আমার মাথায় ছিল ফরমালিন থেকৈ মুক্তি !

অবশ্যই ধান ভানতে শীবের গীত নয় ! আপনি দরকারী কথাই বলেছেন ।
হ্যাঁ, আমরা বড্ড তারাতারিই সব কিছু চাই !

অনেক কৃতজ্ঞতা রইল মেহবুবা ...ভাবনার খোড়াক হিসেবে রইল।।

৫৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৫৯

মেহবুবা বলেছেন: @ গৃহ বন্দিনী (৪৪) ১৪ নম্বরটা শ্বেত রঙ্গন নয় । শ্বেত রঙ্গন আছে রমনায় পুরোটাই সাদা ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

ওটাতো সাদা আর গোলাপী মেশানো !

৫৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: আপু শৈশবে বাড়ীর আঙ্গিনায়
সখের বাগান করা ছিল আমার
নেশা
ভাল জাতের ফুল সংগ্রহে ছিল দুরন্ত অন্নেসা
তাই অনেক ফুল চেনা
পোষ্টে শুভকামনা ।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
বানানের ব্যাপারে আপনার সচেতনতা আশা করছি ।

৫৯| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

এসএমফারুক৮৮ বলেছেন: সুন্দর পোস্ট ।

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ফারুক।
ভালো থাকুন।।

৬০| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

অনাহূত বলেছেন: দারুন! চমতকার! পনিপু।

অনেক ফুলের নাম জানলাম। যেতে হবে তো বৃক্ষমেলায়। এখনো কি চলছে?
আমার বাসা থেকে বেশী দূর না। যাবোই। অন্তত ছবি তুলতে :)

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫

আরজু পনি বলেছেন:

৪ তারিখ পর্যন্ত হয়েছে। গতকাল শেষ হয়ে গেছে।
জানি না গিয়েছিলেন কি না।

শুভকামনা রইল অনাহূত ।।

৬১| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

গৃহ বন্দিনী বলেছেন: @মেহবুবা ১৪ নং ফুলটা শ্বেত রঙ্গন না হলেও এটা রঙ্গন ফুলেরই একটা ভ্যারাইটি ।

২১। বাগানবিলাস
২২। বেগুনিয়া (আজকে দেখে এসেছি :) :))

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

আরজু পনি বলেছেন:

বেগুনিয়া নামটা এই প্রথম শুনলাম। সময় করে এডিট করে নিব।
অনেক কৃতজ্ঞতা রইল গৃহ বন্দিনী ।

৬২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:২৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একটু না অনেক দেরী করে এলাম বুঝতে পারছি যখন মন্তব্য করছি। আগে কেন আসলাম না এই আফসোস করছি জানেন! তাহলে আজই চলে যেতাম বৃক্ষমেলায়। আমার খুব ফুল পছন্দ। ফুল এর ছবি তুলতেও ভালো লাগে। মিস ইট! বন্ধ নেই, না হলে চলে যেতাম।

দুধের স্বাদ ঘোলে মেটার মতো আপনার পোস্ট! তবু অশেষ ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫

আরজু পনি বলেছেন:

অসুবিধা নেই। এবার যেতে না পারলেন...সামনের বার যাবেন।

আর যারা ইচ্ছে থাকা সত্বেও যেতে পারলো না তাদের জন্যে তো আমার এই পোস্ট আছেই ।।

আর এটাও দেখতে পারেন

ঘুরে এলাম জাতীয় বৃক্ষমেলা-আশা জাগানিয়া

৬৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

রোজেল০০৭ বলেছেন: সুন্দর !! সুন্দর !!

প্রিয়তে রাখলাম।

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল রোজেল ।

অনেক ভালো থাকুন ।।

৬৪| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

বৃতি বলেছেন: চমৎকার লাগলো আপু !

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বৃতি।।

৬৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

বটবৃক্ষ~ বলেছেন: খুব সুন্দর!! আমার এতো শখ কিন্তু এই পর্যন্ত একবারো বৃক্ষমেলায় যেতেপারলামনা!! :( :(

আপু অনেক কষ্ট করেছেন পিক আপলোড করতে যেয়ে! অনেকগুলা লাইক!! :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল বটবৃক্ষ ।

আপনি জাতীয় বৃক্ষমেলা নিয়ে আরেকটি পোস্ট দেখতে পারেন। এতে পুরো বৃক্ষমেলার একটা চিত্র পেয়ে যাবেন আশা করি।

Click This Link
ঘুরে এলাম জাতীয় বৃক্ষমেলা

৬৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

না পারভীন বলেছেন: আহা , খুব ভাল লাগল । অনেক ধন্যবাদ পনি আপু ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ, পারভীন ।।

৬৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯

আদম_ বলেছেন: সুন্দরের চুড়ান্ত

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল ।।

৬৮| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪০

মেংগো পিপোল বলেছেন: এক কথায় দারুন। কিছু ফুলের নাম সুনেছি আগে দেখিনি, সেগুলোর দেখা মিলল এই পোষ্টে।

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ , বৃক্ষমেলা ঘুরে এলে বসন্তই মনে হবে।

ভালো থাকুন অনেক ।।

৬৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

অদৃশ্য বলেছেন:





গত কয়েকটি বৃক্ষ মেলায় যাওয়া হয়েছিলো, কিন্তু এবার এখনো যাওয়া হয়নি, সম্ভবত হবেও না এবার...

আমার ক্যাকটাস ভালো লাগে, গাছ বা ফুল... আর অর্কিড ফুল কেন জানি খুবই ভালো লাগে...

আর সব ফুলের এতে মন খারাপ করবার কোন কারন নেই, সব ফুলই আমার ভালো লাগে... তা গন্ধযুক্ত বা গন্ধহীন যাই হোক না কেন...

আপনার চমৎকার পোষ্ট ও ছবিগুলো মন ভালো করে দেয়...


শুভকামনা...

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৫

আরজু পনি বলেছেন:

ক্যাকটাস কেন যেন আমাকেও বড্ড টানে ! 8-|

শুভকামনা রইল অদৃশ্য ।।

৭০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

সায়েদা সোহেলী বলেছেন: ওনেক চেনা পরিচিত ফুলগুলো অনেক দিনপর একসাথে দেখলাম আরজুপনি র কল্যাণে! ! ।অনেক অনেক বেশী ধন্যবাদ

।নিজে গিয়ে দেখতে পারলে ভালো লাগত :(

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৯

আরজু পনি বলেছেন:

সোহেলী, খুব সুন্দর নাম। আপনাকে আমার ব্লগে দেখে অনেক ভালো লাগলো ।

কখনো সুযোগ পেলে যাবেন। ততদিন আমরাতো আছিই...শেয়ার দিয়ে যাব অকুন্ঠ চিত্তে ।

ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সোহেলী ।।

:)

৭১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫২

~মাইনাচ~ বলেছেন: ফুলগুলো সুন্দর :)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাইনাচ ।।

:)

৭২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফুলের নাম আমি একেবারেই জানি না। পরীক্ষার খাতায় কয়েকটি ফুলের নাম লিখতে বললে লিখবোঃ আম, জাম, কাঁঠাল, বরই, জবা, গোলাপ, কলমি, দূর্বা, রজনিগন্ধা, গান্ধা, শর্ষেফুল, কদমফুল, কচুরি, কলা, ডুমুর, দুধুল্লা, বকুল, হাসনাহেনা, গন্ধরাজ, শাপলা, লাল শাপলা (পদ্ম)----- আর পারছি না :( :(

এ পোস্ট থেকে অনেকগুলো নতুন ফুলের নাম শিখলাম (শিখি ও ভুলি) ;)

এবার প্রশ্নঃ

১) সবচেয়ে সুন্দর ফুলের নাম কী?

২) কোন ফুলের ঘ্রাণ সবচেয়ে স্নিগ্ধ?

হাসনাহেনা আর রজনিগন্ধার ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। কিন্তু আতাফুলের একটা ঘ্রাণ হয়, সন্ধ্যায়- এর মতো স্নিগ্ধ ঘ্রাণ আমি আর কোনো ফুলে পাই নি। কিন্তু আতাফুল কেউ দেখেছেন কিনা জানি না।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৩

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যটার জবাব আবার দিব আশা করি ।।

ঠিকমতো দিব ...

৭৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

চানাচুর বলেছেন: ১৭ নং এর জবাটার রংটা তো খুব্বই খুব্বই সুন্দর :| :|

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৩

আরজু পনি বলেছেন:

আপনি বলার পর আমি আবার ভালো করে দেখলাম :P

এবং মনে হলো আসলেই বেশ সুন্দর B-)

৭৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ+++

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯

আরজু পনি বলেছেন:

বাহ ! আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে দারুণ লাগছে ।।

৭৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অপরাজিতা বেশি সুন্দর! বিষাদরঙ্গা পাখি তো তাই!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১১

আরজু পনি বলেছেন:

কবিরা কি সুন্দর ! কবিতার ভাষায় কথা বলে ! :D

৭৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

কালীদাস বলেছেন: Click This Link

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৩

আরজু পনি বলেছেন:

=p~ =p~

৭৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: সুপার ডুপার ছবি

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন এ্যাট ।।

৭৮| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

মাহমুদা সোনিয়া বলেছেন: এই পোস্ট দেখেই ফুলে ফুলে ঢলে ঢলে বহে মৃদু বাস শুনে ফেল্লম! অনেক সুন্দর, আপু!!

অটঃ যে মায়া আর উৎসাহ দিয়ে গেছেন গত দুবছরে, সেজন্য কৃতজ্ঞ। আপনাদের এই ভালোবাসার জন্যই বারে বারে ফিরে আসি, ফিরে আসব। :)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২১

আরজু পনি বলেছেন:

আপনার ভালো লেখাই আপনাকে মনে রাখতে বাধ্য করে । আশা করি সামনের সময়গুলোতেও দারুণ সব লেখা আমাদের উপহার দিবেন ।

অনেক ভালো থাকুন সোনিয়া ।।

৭৯| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: সময়ের অভাবে যাওয়া হয় না তেমন কোথাও ! তবে ছেলের স্কুল থেকে ওদের নিয়ে গিয়েছিল আমাদের এখানে যখন কিছুদিন আগে বৃক্ষ মেলা হলো। গোলাপ আর বেলী, ক্যাকটাস , লটকন গাছ কিনেছে ও।

পোস্টের ছবি গুলো খুব সুন্দর ! আমাজান লিলি খুব সুন্দর !
৪৪ নাম্বার কমেন্টের ছবিটাও খুব সুন্দর !

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

আরজু পনি বলেছেন:

সরাসরি দেখার মজাই আলাদা ।

আশা করি সামনের বার যাবেন ।।

৮০| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: আমি মিস করে ফেলেছি... যাচ্ছি যাবো করে কবেযে মাসটা চলে গেলো.... :( এই পোস্ট যত না দুধের স্বাদ ঘোলে মেটানো তারো বেশী কাটা ঘায়ে নুনের ছিটা :'(

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:১৮

আরজু পনি বলেছেন:

আররে মন খারাপ করার কিছু নেই ।
এই পোস্ট হলো নাই মামার চেয়ে কানা মামা ভাল টাইপের ।।
সামনের বার গেলেই হবে।।

৮১| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

এমজেডআই বলেছেন: কিছু ফুলের ছবি বেশ দূর থেকে তোলা। তাই নিশ্চিত হওয়া কিছুটা কষ্টকর বৈকি। তারপরো চেষ্টা করলাম। তবে কিছু ফুলের প্রজাতি ভিন্ন হলেও প্রচলিত বাংলা নাম একই (যেমন, জবা, এ্যালমান্ডা, রাস্না, মুসেন্ডা ), তাই সেই সূত্র টেনে ও বৈঙ্গানিক নাম দিয়ে ব্যাপারটাকে জটিল করা থেকে বিরত থাকলাম। এমন একটা ফুলেল পোস্টের জন্য শুভেচ্ছা রইলো।

এক. গোলাপ

দুই. গোলাপ

তিন. নয়নতারা

চার. গোলাপ (পাতা ও পাপড়ির বিন্যাসের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কসমস নয়)

পাচ. টিকোমা, হৈমন্তি

সাত. জবা

আট. সাদা কাঠগোলাপ

নয়. কুরচি

দশ. অর্কিড/রাস্না

এগার. মুসেন্ডা

বার. ছোট জারুল/ জারুল চেরী

তের. অপরাজিতা

চৌদ্দ. গোলাপী রঙ্গন

ষোল. বেগুনী ঘন্টাফুল/ বেগুনী এ্যালমান্ডা

সতের. জবা

আঠের. জবা

একুশ. বাগানবিলাস

বাইশ. ক্রাইসোথেমিস/ তাম্রপাতা

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৭

আরজু পনি বলেছেন:

এই পোস্টটাতে আপনাকে পেয়ে ভালো লাগলো ।
কৃতজ্ঞতা জানাই।

চেষ্টা করবো আগামীকাল সময় পেলেই সব এডিট করে ফেলবো ইনশাহআল্লাহ।

অনেক ভালো থাকুন আর নিয়মিত লিখে যান।
শুভেচ্ছা রইল।।

৮২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৩

নস্টালজিক বলেছেন: ফুলের ব্লগ, ফুলেল ব্লগ!

শুভেচ্ছা, পনি!

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

আহ্ অনেক ধন্যবাদ রইল প্রিয় নস্টালজিক।

আপনার জন্যেও রইল শুভকামনা।।

৮৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: এটা আমার দেখা পোস্ট কিন্তু কমেন্ট নাই কেন ?
নাহ সত্যিই বয়স হয়ে গেছে ;)


ছবি ব্লগ এ ++++ :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৬

আরজু পনি বলেছেন:

আমারও অনেক পোস্ট অফলাইনে দেখা থঅকে কিন্তু অনলাইনে আর মনে থাকে না মন্তব্য করে আসতে !

কাজেই আপনাকে সেই দিক থেকে দোষ দিতে পাচ্ছি না ।

অনেক ধন্যবাদ রইল মনিরা ।

শুভকামনা ।।

৮৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৮

একজনা বলেছেন: খুব ইচ্ছা থাকা স্বত্বেও এবারের বৃক্ষমেলার যাওয়ার সুযোগ হয়নি। মিস করেছি। আপনার ছবিব্লগ দেখে ভালো লাগল আপু।

এগারোঃমুসেন্ডা বাংলায় নাম নাগবলি- আপু, কবিগুরু এই ফুলটার নাম দিয়েছিলেন 'পত্রলেখা' জানেন কি?

আপু, ভালো থাকবেন সবসময়।

১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ একজনা।
কিন্তু আপনার ব্লগটা একেবারে বিরাণ ! দেখে কেমন যেন শূন্য খা খা লাগলো !

৮৫| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২০

এমজেডআই বলেছেন: নামগুলো এখনো আপডেট হয়নি দেখছি!

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫০

আরজু পনি বলেছেন:

দুঃখিত, একটু ডিস্টার্বড ছিলাম, তাই এডিট করতে মনোযোগ দিতে পাচ্ছিলাম না।
আমার অবশ্য বলে রাখা উচিত ছিল।
এখন থেকে কোন অনিয়মে জানিয়ে রাখার চেষ্টা করবো।।

আজকে এডিট করলাম।
অনেক কৃতজ্ঞতা জানবেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.