নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সময়ের প্রয়োজনে

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

শিরোনামে ১৮+ ট্যাগ দিয়া হিট কামানোর আগ্রহ নাই । বাস্তবতার আলোকে লিখা...তাহার পরও যাহারা বাছিয়া চলিতে চাহেন তাহাদের না পড়িলেও চলিবে ।



দাদা মারা যাওয়ার সময় শরফুদ্দিনকে পই পই করিয়া বলিয়া দিয়াছেন শিক্ষিত মেয়ে বিবাহ না করিতে। বিবাহ পরবর্তী সময়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করিতে । তাহাতে নাকি ধর্ম নষ্ট হয় । মেয়েরা নাকি যতো শিক্ষিত হয় ততো বেহায়া, নষ্ট চরিত্রের হয় ! মেয়েদেরকে নষ্ট চরিত্রের, বেহায়া, ব্যাভিচারীনি রুপে দেখিতে অভ্যস্থ বিশাল ব্যবসায়ী, ক অক্ষর গোমাংস শরফুদ্দিন সমাপনী পাশ দেওয়া এক কন্যাকে বিবাহ করিল। বিবাহের রাত্রেই জৈব আনন্দের আতিশয্যে সুন্দরী বঁধু মিরার গর্ভে সন্তান দিতে সক্ষম হইল।



আহা ! আর মাত্র ১০ মাস পার হইলেই আমি সন্তানের পিতা হইব...



ভাবিতে ভাবিতে শরফুদ্দিনের আনন্দের সীমা রহিল না । নতুন বঁধুকে লইয়া তাহার টুইটম্বুর প্রেম বাঁধ সাধিল যখন তখন বঁধুর বমন ভাবের উদয়ে !



শরফুদ্দিন ইদানিং জৈব চাহিদা নিবৃত্তির লক্ষ্যে মিরার নিকট গমন করিলেই গর্ভবতী মিরার শারীরিক অনাগ্রহে পরিপূর্ণ রূপে শরফুদ্দিনের ক্ষুধা নিবৃত্তি হয় না । অর্ধভূক্ত হইয়া তাহার দিন কাটিতে লাগিল ! মাঝে মাঝেই তাহার হস্তখানিই সম্বল হইয়া উঠে।



বিবাহের বছর পার হইবার পূর্বেই ঘর আলো করিয়া কন্যা সন্তান আসিল।



শরফুদ্দিনের মাথায় হাত!

একি হইল! আমার বংশের প্রদীপ জ্বালাইবার জন্য তো কেউ আসিল না !তবে?!



জন্মনিয়ন্ত্রণ প্রথার নিন্দা জানাইয়া পরের বছর শরফুদ্দিন মিরার গর্ভে আবারো সন্তান দান করিল ! কিন্তু এইভঅবেতো আর চলে না !



মিরার প্রতি তাহার ভালবাসার কোনরূপ কমতি নাই । তথাপি শরীর তো মানে না ! মিরাকে হাসি হাসি মুখখানি করিয়া বলিল-

তোমার যত্ন করিবার জন্য বিবাহ করিয়া একখানা বাদী আনিতে চাই, তাহাতে লোকে নিন্দা দিতে পারিবে না যে, আমি ঘরে সোমত্ত বেগানা যুবতী রাখিয়াছি । আর তুমিও পায়ের উপর পা তুলিয়া আরাম করিতে পারিবা



অনেক কান্নাকাটি করিয়া অবশেষে একগাদা গহণা উপহার পাইয়া মিরার মন প্রবোদ মানিল ।



নতুন বউ সাথীকে লইয়া উদ্যাম রাত্রি মহানন্দেই চলিতে লাগিল । কিন্তু বছর না ঘুড়িতেই সাথী বংশের প্রদীপ জ্বালাইবার নিয়শ্চতা প্রদান করিল পুত্র সন্তান জন্ম দান করিয়া ।



এইভাবেই শরফুদ্দিন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করিয়া মিরা আর সাথীকে ফি বছর মা হইতে উৎসাহ প্রদান করিতে লাগিল।



বছর বছর পিতা হইতে যাইয়া শরফুদ্দিনের কষ্ট বাড়িতে লাগিল এই কারণে নয় যে তাহার ঘর বাচ্চা-কাচ্চায় ভরিয়া যাইতেছে বরং গর্ভবতী থাকার কারণে শরফুদ্দিনের দৈহিক আরাম ব্যারামে পরিণত হইতেছে !



অতঃপর আর সহিতে না পারিয়া দুই স্ত্রীকে জমি-জমা, গহণা দিয়া হাত করিয়া পালাক্রমে তৃতীয় আর চতুর্থ বিবাহ খানাও সম্পন্ন করিয়া লইল।



এর মধ্যে বছর বছর সন্তান জন্মদান করিতে যাইয়া মাতৃত্বজনিত জটিলতায় মিরা ইহলোক ত্যাগ করিল।



প্রথমা স্ত্রী ইন্তেকাল করায় শরফুদ্দিন অনেক কাঁদিল ! পরে এক সময় গা ঝাড়া দিয়া মিরার অন্তর্ধানের ব্যথা ভুলিয়া মিরার শূন্যস্থান পূর্ণ করিতে বাটিতে নতুন আরেকজন স্ত্রীলোককে ধর্মমতো লইয়া আসিলেন।



এতো কিছু করার পরও যখন তাহার ক্ষুধা সবসময় ঠিকঠাক মতো মিটে না পোয়াতী বউদের কারণে তখন শরফুদ্দিন আর উপায় না পাইয়া হস্তবিশারদ হইয়া, মনের দুঃখে মৃত দাদার উদ্দেশ্যে বলিতে লাগিল...



দাদা, আপনার মতো জ্ঞানী মুরুব্বীর পরামর্শ মানিয়া ধর্মকে সাথী করিয়া এতো কিছু করিলাম কিন্তু আমারতো সমস্যার সামাধান হইল না !



--------------------------

ধর্ম মানব কল্যাণেই প্রচারিত হয়। সময়ের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে সময়ের প্রয়োজনে মানব কল্যানের কথা বিবেচনা করেই ধর্ম চলে তার আপন গতিতে । সেখানে প্রয়োজন হয়, সুযোগ্য ধর্ম জ্ঞানীদের দ্বারা ইজমা, ক্বিয়াসের আলোকে ধর্মকে ব্যাখ্যা করা।

ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ শুধু বিপদেই পড়তে পারে।

মন্তব্য ১৩৬ টি রেটিং +৪৫/-০

মন্তব্য (১৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্টে ২য় ভাল লাগা। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও ভুল ব্যাখ্যা করা অন্যায় ।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সেলিম ।।

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১

বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ বটের ফল ।।

৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: যারা নারী পুরুষের বন্ধুত্বপূর্ণ আচরণ কে দেখে অবাধ মেলামেশা হিসেবে, কাউকে তোয়াক্কা না করে চাকুরী করে নারীর স্বাবলম্বী হওয়াটাকে যারা দেখে সমাজের প্রতি হুমকি হিসেবে, যারা নারীকে মানুষ হিসেবে দেখে না, নারীর সৃজনশীলতা, মেধার কোন মূল্যায়ন করে না বরং মনে করে নারী একমাত্র কাজ হবে পুরুষের জৈবিক চাহিদা মেটানো এবং তার পুরুষ কে উতসাহ দেয়া, ঘরের কাজ করা, তাদের কে এসব বুঝানো খুব ই কঠিন। খুব সম্ভব তাদের ঘরের নারী, যারা এধরণের মত অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে বাধ্য হচ্ছে, তাদের কে মোটিভেট করাই গুরুত্বপূর্ণ মনে হয়।

যদি সেসমস্ত গোঁয়ার মানুষেরা বুঝতে পারে, একজন নারী ও সংসার চালাতে পারে, একজন নারী একজন পুরুষের থেকেও বিজ্ঞান, সমাজ পরিচালনা, শিল্প উদ্যোক্তা, চিকিতসক, ইঞ্জিনিয়ার, ফ্যাক্টরির শ্রমিক, ম্যানেজার, মালিক হিসেবে অনেক বেশি অবদান রাখতে পারে কখনো কখনো, তাহলে সেদিন হয়ত তারা অনুতাপ করবে এবং বুঝতে পারবে ঘরের মেয়েটিকে শিক্ষা না দিয়ে, কাজ করার সুযোগ না দিয়ে, মানুষের মত বাঁচতে না দিয়ে কি পাপ কাজ টা তারা করেছে।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭

আরজু পনি বলেছেন:

জানি না আমরা আর কতো পিছাবো ! :(

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

আম্মানসুরা বলেছেন: আপনার লেখা পড়িয়া নজরুলের কবিতার একটি লাইন মনে পড়িয়া গেল- ' ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা।'
গরু, গাধা দের থেকে হাম্বা আর হ্রেষা রব ছাড়া আর কি বা আশা করা যাবে?
ভাবতে কষ্ট হয় মানু কত বোকা যে তারা মূত্র কেও সরবত জ্ঞানে পান করে যদি ধর্মের দোহাই দেয়, নিজে কিছু খুঁজেও না ও বুঝেও না।
এই সব বকধার্মিকদের চেয়ে নাস্তিকরা শত গুন ভালো।
আজ ব্লগে এক জন কে দেখলাম আল্লামা সফির ভিডিওটার সাফাই গাইছেন। এরা পারেও। কোন লজ্জা নাই।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

আরজু পনি বলেছেন:

' ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা।' ...কোন কবিতার ? আমার পড়া হয় নি ।

:|

৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

মামুন রশিদ বলেছেন: কি হবে এগুলো নিয়ে লিখে । হেফাজতি ছাগুরা এই লেখা পড়ে নিজের হস্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করিবে, হস্তরেখাবলি ঠিক আছে কিনা দেখিতে । কিন্তু তাদের চৈতন্য বা বিবেক কিছুতেই কাজ করিবেনা । কারন তারা কারো না কারো মুরীদ বা গেলমান হয়ে নিজের বিবেক আর শিক্ষা ইতিমধ্যেই তাদের পীরদের পায়ের নীচে অর্পন করেছে । এইসব পীরদের কথাই তাদের কাছে ধর্ম ।


আপনার 'সময়ের প্রয়োজনে' লেখাটি তাই একটি আদি রসাত্মক স্যাটেয়ার হয়েই থেকে যাবে । আরও পন্চাশ বছর পূর্বে নীরদ সি চৌধুরী 'পাশ করা মাগ কিংবা শিক্ষিতা বধু' লিখিয়াও কোন পরিবর্তন আনিতে পারেন নাই ।


অদ্ভূত তেতুল চেটে চলেছে স্বদেশ :( :(

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

আরজু পনি বলেছেন:

কিন্তু তাদের চৈতন্য বা বিবেক কিছুতেই কাজ করিবেনা ।

অদ্ভূত তেতুল চেটে চলেছে স্বদেশ :( :(

৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

টুম্পা মনি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

আরজু পনি বলেছেন:

:|

৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪

হা...হা...হা... বলেছেন: ওহ্ পুনি, শরফুদ্দিনকে নিয়ে অযথাই গিবত গাহিয়া গেলেন। শরফুদ্দিন চাইলে ‘‘আজল পদ্ধতি’’ গ্রহন করতে পারত। এতে কোন দোষ হয় না এমনই মনে করেন কিছু কিছু হুজুর। যদিও পদ্ধতিটি মানতে হলে অত্যাধিক সংযমী হতে হয়। তাও তো ভাল, অন্তত হস্তচালনা করিতে হয় না। যুগে যুগে শরফুদ্দিনরা থাকবে, তবু তাদের সুমতি কামনা করি।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩১

আরজু পনি বলেছেন:

:|

৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

আমিভূত বলেছেন: ধর্মের দোহাই দিয়ে বিয়ে চারটা/পাঁচটা করা বা কুসংস্কার লালন করা বোকামি !

ধর্মকে আগে জানতে হবে জীবনে ধর্মের প্রয়োগ করার আগে ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

আরজু পনি বলেছেন:

জীবনের জন্যে ধর্ম , কল্যাণের জন্যে ধর্ম ।।

৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৮

আমিনুর রহমান বলেছেন:

স্যাটায়ার মানে কি ?!

ঝিকে মেরে বউকে বুঝানো :P


আফা মাথা চুলকায়তাছি, দাদায় তো সবকিছু উলটাপালটা কইরা দিছে :|
আমার এখন কি হবে !?

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪

আরজু পনি বলেছেন:

... :|

১০| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০

লিঙ্কনহুসাইন বলেছেন: হেফাজতের সমাবেশে একুশে টিভির সাংবাদিক নাদিয়ার উপর কেন হামলা হইছিল আজকা বুঝলাম ;) তেতুল দেইক্ষা হজুরদের জামা কাপর নষ্ট হয়ে গেছিল ! তাই ঈমান রক্ষায় নাদিয়ার উপর হামলা করেছিল । যাক ঈমান তো রক্ষা পাইছে

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫

আরজু পনি বলেছেন:

:-& :|

১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

সুরঞ্জনা বলেছেন: মামুন রশিদ বলেছেন: কি হবে এগুলো নিয়ে লিখে । হেফাজতি ছাগুরা এই লেখা পড়ে নিজের হস্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করিবে, হস্তরেখাবলি ঠিক আছে কিনা দেখিতে । কিন্তু তাদের চৈতন্য বা বিবেক কিছুতেই কাজ করিবেনা । কারন তারা কারো না কারো মুরীদ বা গেলমান হয়ে নিজের বিবেক আর শিক্ষা ইতিমধ্যেই তাদের পীরদের পায়ের নীচে অর্পন করেছে । এইসব পীরদের কথাই তাদের কাছে ধর্ম ।

মনের ক্ষোভে মামুন এই মন্তব্য করেছে তা বুঝতে পারছি,
তুমি ঠিক সময়ে ঠিক পোস্ট দিয়েছো বোন আরজু পনি।
ধর্মের অপব্যাখ্যা আমাদের অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। সঠিক ব্যাখ্যা কোথাও পাওয়া যাচ্ছেনা।
কারো কটাক্ষ ভ্রুক্ষেপ না করে আমাদের এ ধরনের পোস্ট দেয়া উচিত।
অনেক অনেক শুভ কামনা।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

আরজু পনি বলেছেন:

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ?!

আমাদেরকেই জাগতে হবে । :|

১২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

অপূর্ণ রায়হান বলেছেন:

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৭

আরজু পনি বলেছেন:

কেউ কেউ পুরে যাবে তো ! :|

১৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

হাতীর ডিম বলেছেন: অসাধারন। সত্যিই সময়ের প্রয়োজনে মানুষকে এটাও এখন বুঝাতে হয় :(

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫০

আরজু পনি বলেছেন:

সেটাই :(

১৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ শুধু বিপদেই পড়তে পারে।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১

আরজু পনি বলেছেন:

সহমত ।।

১৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫১

সাজিদ ঢাকা বলেছেন: সুন্দর পোস্ট , , ধর্ম শব্দ মুখেই আনতে ডর লাগে , , কখন যে কি ট্যাগ খাই , :P :P :P

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬

আরজু পনি বলেছেন:

আগে আমিও ভয় পেতাম।

নিজে কি তা নিজের কাছে পরিষ্কার থাকলেই হলো ।।

১৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আগে দরকার শিক্ষার সম অবস্থা।
সর্বস্তরের মানুষকে শিক্ষিত করে তোলা।
তখন এইসব বক্তৃতা শোনার জন্য মানুষ যাবে না।


দারুন ও সময়োপযোগি পোস্ট।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

আরজু পনি বলেছেন:

শিক্ষার সম্প্রসারণ যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সচেতনতা।

ধন্যবাদ দূর্জয়।।

১৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

ঢাকাবাসী বলেছেন: কেউ কেউ ধর্মটাকে নিজের নীচ স্বার্থ উদ্ধারের জন্য ব্যাবহার করে!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১০

আরজু পনি বলেছেন:

সমস্যাটা সেখানেই ! :|

১৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

খাটাস বলেছেন: পড়া শেষ হবার সাথেই প্লাস। যদি এই সরফুদ্দিন এর গল্প =p~ =p~ =p~ টা সফি নামক প্রতিবন্ধী কে পড়াতে পারতাম। অসাধারণ আপু।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১২

আরজু পনি বলেছেন:

দীর্ঘশ্বাসের ইমো ! :|

১৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩

কলম.বিডি বলেছেন: ঠীক আপু। আমাদের দেশের এরকম বকধার্মিকদের জন্যই, 'মুখ আল্লাহ্‌ দিয়েছেন,রিযিক আল্লাহ্‌ দেবেন' এরকম আয়াত এবং এর মন থেকে দেয়া ব্যখ্যা যত প্রচার পায়, কি কি পরিস্থিতিতে কেন জন্মনিয়ন্ত্রণ শুধু করা নয়, জোর দেয়া হয়েছে সেসব আসে না। আমাদেরও একটু দোষ আছে। আমরা ভাষা শিখতে, ইঞ্জিনীয়ারিং জানতে কত্ত মোটা মোটা বই পড়ি, আর ধর্ম জানতে দাদী নানীদের মুখের কথা বা হুজুরদের বয়ান থেকে শর্টকাট করি।
আমি একজায়গায় বেড়াতে গিয়ে নামাজ পড়েছি, একটা কলেজ পড়ুয়া মেয়ে বললো,আপু এভাবে কেন পড়েন? আমি বললাম, আমি হাদীসে এরকমই পেয়েছি। বেচারী তো খুব কনফিউজড হয়ে বলে, এক একজন এক এক কথা বলে,কাকে মানবো আপু? আমি বললাম, আমাকেও বিশ্বাসের দরকার নাই, তুমি নিজেই পড়। কুরআন হাদীস পড়ে যদি ভূলটা বুঝেও কর আল্লাহ্‌ চাইলে মাফ করে দেবেন, কিন্তু না জেনে ভুল করলে আরো বিপদ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৫

আরজু পনি বলেছেন:

আমাকেও কেউ কেউ বলার চেষ্টা করে...আমি মুখের উপর তাদেরকে কোরআন, হাদীস থেকে প্রমাণ দেখাতে বলি ।

:|

২০| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: ইসলাম যে ইজমা ও কিয়াসের মত দুটো সুন্দর পদ্ধতি দিয়েছে আমাদের জীবন আচরনে পরিবর্তনগত সমস্যা থেকে উত্তরনের জন্য সেটা আমরা মাঝে মাঝে ভুলেই যাই! :(

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯

আরজু পনি বলেছেন:

এটাইতো কে কাকে বোঝাবে ?! :|

২১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: দেশ ভাল দিক নির্দেশক মূলক
পোস্টে ধন্যবাদ আপু
আমি আসলেই বেখেয়ালি বানান ভুল হয়
আপনার দৃষ্টি সংশোধনের জন্য
খুবই উপকার পাই
ভাল থাকেন সবসময়

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু ।।

২২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

সঞ্জয় নিপু বলেছেন: দিক নির্দেশক মূলক পোস্ট ।

সহ মত

ভাল লেগেছে আপুনি ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ নিপু ।।

২৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫১

আরিফ আরাফাত রুশো বলেছেন: আপনার সাহস আছে

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

ভয়ে মরে কাপুরুষ...
লড়ে যায় বীর ।।

২৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু তেতুল যুগে এই পোষ্ট পড়ে আর কি হবে বলেন, ভাবছি বেশি করে তেতুলের চারা লাগাইব তাতে যদি কারো কোন গতি হয়।

নিজ স্বার্থে ধর্মকে ব্যবহার করা আর ধর্ম বিকৃতির মধ্যে কোন পার্থক্য নেই। মানুষের জন্যই ধর্ম।


যাই হোক, ব্যক্তি মানুষ হিসেবে পোষ্ট দারুন হয়েছে। প্রতিটি ব্যংগ একএকটি জুতার বাড়ি। ++++++ (১৮-১ লাইকটা আমার) B-)) :P

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

আরজু পনি বলেছেন:

মানুষের জন্যেই ধর্ম । মানব কল্যাণেই ধর্ম ।।

প্লাসের বিষয়টা আমিও নিশ্চিত হয়েছি যে আপনি দিয়েছেন । :P

২৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

একজন আরমান বলেছেন:
ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ শুধু বিপদেই পড়তে পারে।

সহমত।

আমাদের দেশে এখনও পর্যন্ত শিক্ষিত মানুষের তুলনায় সচেতন মানুষের সংখ্যা অনেক কম !!!

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:১৮

আরজু পনি বলেছেন:

এই ঘুমে থাকা মানুষগুলোকে যে আমাদেরই জাগাতে হবে, আরমান ।

২৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৩

আমি তুমি আমরা বলেছেন: ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ শুধু বিপদেই পড়তে পারে।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

আরজু পনি বলেছেন:

সেটাই ।।

২৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

নিষ্‌কর্মা বলেছেন: শিক্ষিত মেয়ে বিবাহ না করিতে। বিবাহ পরবর্তী সময়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করিতে । তাহাতে নাকি ধর্ম নষ্ট হয় । মেয়েরা [নাকি] যতো শিক্ষিত হয় ততো বেহায়া, নষ্ট চরিত্রের হয় !

এইডা ইদানিং কি লাল্লামা শফি লুলীবাবা বলেছেন কোথাও?

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:২৭

আরজু পনি বলেছেন:

স্যাটায়ার লিখার চেষ্টা করছি ...

২৮| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: আবার সময়ের প্রয়োজনেই বাস্তবতার টানপোড়নে পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তিত তবুও বিরল নয় মোটেই।


প্লাস

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:০২

আরজু পনি বলেছেন:

আসলে ঘটনা এমনই হয় তা কিন্তু নয় । আমি শুধূ সমস্যা গুলো তুলে ধরতে চেয়েছি।

ধন্যবাদ কুনো ।

২৯| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৮

আরজু পনি বলেছেন:
আমার ব্লগ পোস্টের শেয়ার করা লিংকে ফেসবুকে একজন মন্তব্য করেছে বিয়ের রাতেই শরফুদ্দিনের স্ত্রী কিভাবে প্রেগনেন্ট হয় এটা আমি জানলাম কেমন করে....এই প্রশ্নটা দেখেই তার জানার দৌড় সম্পর্কে অবহিত হয়ে আর প্রয়োজন বোধ করিনি জবাব দিতে । যেই লোক প্রেগনেন্সেী টেস্ট করার বিষয়টা জানেনই না তাকে আর কিছু বলার আগ্রহ নেই এ কারণেই যে, সে জিজ্ঞেস করতে পারতো এমন কোন কিছু কি আছে কি না । কিন্তু এখন পিসি অন করে দেখি সে একের পর এক বলেই চলছে তার মনগড়া কথা । এমনকি নবী করিম (সাঃ)-এর জীবনী উল্লেখ করেও এই গল্পকে আমাদের নবীজির জীবনের সাথে মেলানোর চেষ্টা করছে। তাকে ব্যাখ্যা দেবার প্রয়োজন মনে করি না এই কারণেই যে এই ধরনের জেগে ঘুমানো মানুষগুলোই ধর্মকে অপব্যবহার করছে ।

প্রাকৃতিক পদ্ধতিতেও জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব...আমাদের নবী করিম (সাঃ)-এর এতোগুলো সন্তান ছিল না যা জনসংখ্যা বিস্ফোরনের হুমকি হতে পারতো । তার মানে নবী করিম (সাঃ)-এর জীবন থেকেই আমরা শিক্ষা নিতে পারি।

চার বিয়ে করার পরেও গল্পের নায়ক শরফুদ্দিনের আরাম কিভাবে ব্যারামে পরিণত হয় তা গল্প পড়ে না বুঝলে আমি আর নতুন করে কি বলবো ?

বউদেরকে সারাবছর প্র্যাগনেন্ট করে রাখলে আরাম যে হারাম হয় তা যাদের হয় তারা ভালোই জানেন ।

এই ভার্চুয়াল জগতের সমস্যা হল, এখানে লেখক যা বলবে তাই লেখকের সাথেই রিলেট করার চেষ্টা করা হয়...কিন্তু সমাজে যে অহরহ এমন ঘটনা ঘটে চলেছে তার খবর এই সব ধর্ম গেলো ধর্ম গেলো রব উঠা পাবলিক বুঝবে না ।

ধর্মকে অপব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যার মাধ্যমেই জীবন সুন্দর হোক। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন ।।

----------
ফেসবুকে শেয়ার করা কথাগুলো ব্লগেও দিয়ে দিলাম।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

মফস্বলে বেড়ে ওঠা পরবর্তীতে বৈবাহিক সুত্রে গ্রামে বাস করা রওশন আরা জানতো যে তার স্বামীর সাথে তার প্রাক্তন ক্লাসমেট জেরিনের পরকীয়ার সম্পর্ক আছে । ডাক্তারী পরীক্ষায় যখন ধরা পড়লো যে তার সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে তখন সে ধরেই নিল যে জেরিনের কাছ থেকে তার স্বামী এই রোগের জীবানু বহন করে নিয়ে এসে তাকে সংক্রমিত করেছে।
যেখানে শহরে বাস করা শিক্ষিত মানুষদের অনেকরই সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে পরীষ্কার ধারণা নেই...সেখানে রওশন আরার কাছ থেকে আশা করাটা বোকামী বলেই মনে করি।
গল্পের চরিত্র অনুযায়ীই তাকে চিত্রায়ণ করতে হবে।

একশন রিসার্চের পরীক্ষার একটা প্রশ্ন ছিল "একসেট প্রশ্নমালা উপস্থাপন করুন ।"
( গ্র্যাজুয়েট , পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রীধারীরা সাধারণত এই পরীক্ষায় এটেন্ড করে থাকে। ) এদের মধ্যে একাধিক জনই কোন একটা পরীক্ষার প্রশ্ন যেমন হয়, তেমন একটা প্রশ্ন তুলে ধরেছে জবাবে ।

যেমনঃ
বিষয়ের নাম- বাংলা
শ্রেণীঃ অষ্টম
পূর্ণমানঃ ১০০
সময়ঃ ৩ ঘন্টা
.....এরপর পর্যায়ক্রমে



এভাবে বেশ কিছু বাংলা সাবজেক্টের প্রশ্ন তুলে ধরেছে।
কিন্তু পরীক্ষার্থীর বোঝা উচিত ছিল যে, রিসার্চে প্রশ্নমালা বলতে কোন ব্যক্তির কাছ থেকে প্রশ্নের মাধ্যমে তথ্য বের করে আনার প্রক্রিয়া ।

ঠিক তেমনি ভাবে যখন প্রশ্ন করা হয় "সাহিত্য সমালোচনা" তখনও তারা রিসার্চে রিভিউ অব রিলেটেড লিটারেচার-এর বিষয়টার কথা না ভেবে মনের মাধুরী দিয়ে কোন একটা সুপরিচিত লেখকের সাহিত্য নিয়ে কেন সমালোচনা হতে পারে তা বলতে থাকেন।

গল্পের নায়ক যদি ক অক্ষর গোমাংস হয় ...তবে সে তার স্ত্রীর সাথে জৈবিক কর্ম সারার পর প্রচলিত ধ্যান-ধারণা থেকেই ভাবতে পারে যে, সে একটি নির্দিষ্ট সময় পর (১০ মাস ১০ দিন বলা হয় মুরুব্বীদের কথা মতো) বাবা হতে যাচ্ছে । তার স্ত্রীর গর্ভে সন্তান আসতেও পারে নাও আসতে পারে। এটা আরো অনেক বিস্তারিতভাবে বলার আছে । কিন্তু একজন ইন্সটিটিউশনালী অশিক্ষিত চরিত্রের মুখ দিয়ে pregnancy and child birth-এর তাত্ত্বিক শব্দগুলো বের করাটা কতোটুকু সমীচিন তা আমার বোধগম্য নয় ।

গল্পের চরিত্র চিত্রায়নের জন্যে কখনো কখনো গল্পকারকে স্রোতের বিপরীতেও চলতে হয় । তবে সেখানে কেন এমনভাবে চিত্রায়িত হলো সেটা ভাববার বিষয় ।

৩০| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৫

কয়েস সামী বলেছেন: আমার মনে হয় এখানে কেবল ধর্মটাই দায়ী না। ধর্মের চাইতে সবল পুরুষ মানুষের মনের কামনা বাসনাটাই দায়ী বেশি। ধর্মতো কেবল একটা অনুষঙ্গ মাত্র।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

আমার মনে হয় এখানে কেবল ধর্মটাই দায়ী না।...

আপনার এই লাইনটার সাথে আরেকটু ঠিক করে বলতে পারি। এখানে ধর্ম কোনভাবেই দায়ী নয়।

প্রয়োজন ধর্ম সম্পর্কে সচেতনতার...
ধন্যবাদ সামী ।।

৩১| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫১

হুমায়ুন তোরাব বলেছেন: গল্প তেমন ভালো লাগলো না তবে শেষের কথাগুলা চমত্‍কার

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

নিজের বিচার বোধকে ব্যবহার না করে মানুষের অজ্ঞতা কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়, তাই বোঝাতে চেয়েছি।

কিছুটা সত্যের মিশ্রণ রেখে কল্পনার লাইন জুরে দেয়াই আমার কাছে কখনো গল্প হয়ে দাড়ায়। এখানেও তাই করা হয়েছে।

ধন্যবাদ তোরাব।।

৩২| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৫

আম্মানসুরা বলেছেন: ' ধর্ম গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা।' সাম্যবাদী বই এর 'পাপ' কবিতা। আমার খুব প্রিয় একটা কবিতা। পড়ে দেখেন ভালো লাগবে নিশ্চিত।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

অবশ্যই পড়বো। চেষ্টা করবো ব্লগেও শেয়ার করতে।
অনেক কৃতজ্ঞতা রইল ।।

৩৩| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০৫

ফারিয়া বলেছেন: সবচেয়ে বড় সত্য হল,

দোষ নহে ধর্মের
দোষ অবুঝ মানুষের,
যে ধর্মে হিংসা দেখে, বিদ্বেষ দেখে,
হয়ে উঠে পশুদের একজন, অথচ
শান্তির বানীকে পায়ে মুড়ায়ে হাটে।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২

আরজু পনি বলেছেন:

দোষ অবুঝ মানুষের...সহমত ফারিয়া ।।

৩৪| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৬

আতা2010 বলেছেন: বাংলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এর আগে এখানের বাসিন্দা ছিলো বৌদ্ধরা। Click This Link

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:০১

আরজু পনি বলেছেন:

শরফুদ্দিনের মতো লোক বৌদ্ধ ছিল বলে তো মনে হয় না ...

৩৫| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

এসএমফারুক৮৮ বলেছেন: ধর্ম ব্যবসায়ীদের আমি প্রচন্ড ভাবে ঘৃনা করি।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪

আরজু পনি বলেছেন:

তাই করা উচিত।

ধন্যবাদ ফারুক।।

৩৬| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১১

অদৃশ্য বলেছেন:




দারুন লিখলেন...

আমি মনে করি ক্ষেত্রবিশেষে হয়তো বহুবিবাহের প্রয়োজন আছে, এটা নিয়ে কথা বলতে গেলে হয়তো অনেক কথা হবে, তাই এখানেই থামছি...

আমাদের শেষ নবী মুহাম্মাদ (সা:)এর পর আর কোন নবী নাই বা আসবেনা... তারপরেও বলা হচ্ছে কেউ একজন আসবেন ( ইমান মাহাদী )( হযরত ঈসা আ:)... কেন ?

নিশ্চয় প্রয়োজন আছে তাদের... আমি বিশ্বাস করি, সময় বলতে শুরু করেছে,প্রতিমুহূর্তে শয়তানের ধোকায় দূর্বল হয়ে পড়ছে মানুষের বিশ্বাস...


শুভকামনা...

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

আরজু পনি বলেছেন:

বহু বিবাহের ব্যাপারে ধর্মে শৃংখলার কথা বলা হয়েছে। ভারসাম্য রক্ষা করতে বলা হয়েছে।

লাগামহীন ভাবে নয়।

শয়তানের ধাৈকা থেকে মহান রাব্বুল আল আমীন আমাদের রক্ষা করুন ।।

৩৭| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩

প্রবাল ক্ষ্যাপা বলেছেন: ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ শুধু বিপদেই পড়তে পারে।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ প্রবাল ।।

৩৮| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭

সকাল রয় বলেছেন:
গ্রামের বাঙালীরা এমনই। মাঝখানে শুধূ নারীর দোষ হয়।

শরৎ বাবু তাই হয়তো বলেছিলেন, তোমরা পুরুষরা যখন প্রেমের অভিনয় কর তখন আমরা তোমাদের ফিরিয়ে দিতে পারিনে, অতটা কঠিন হতে বাধে।

আমরা ইচ্ছে করলেই যেমন সাধু সাজতে পারি তেমনি, নারীদেরকে বেচতে পারি। কেউ কেউ বলে নারী কোথাই নেই, বিজ্ঞাপন থেকে শুরু করে ভোগের সামগ্রী পর্যন্ত কিন্তু নারীকে এসব করিয়েছে কে---- এই আমাদের মতো পুরুষ রা।

আমরা ফতোয়া দিতে পারি আমার ভাঙত্ওে পারি।


মানুষ একটু জাগো আর একটু অন্তত পৃথিবী রক্ষার জন্য

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১৪

আরজু পনি বলেছেন:

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে..........

আমাদেরকেই যে জাগতে হবে অন্যদের জাগানোর জন্যে , সকাল ।।

৩৯| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

ময়নামতি বলেছেন: ধর্ম মানব কল্যাণেই প্রচারিত হয়। সময়ের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে সময়ের প্রয়োজনে মানব কল্যানের কথা বিবেচনা করেই ধর্ম চলে তার আপন গতিতে । সেখানে প্রয়োজন হয়, সুযোগ্য ধর্ম জ্ঞানীদের দ্বারা ইজমা, ক্বিয়াসের আলোকে ধর্মকে ব্যাখ্যা করা।
ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ শুধু বিপদেই পড়তে পারে।

দেখুন পৃথিবীর কোন ধর্ম ই মানুষকে খারাপ হতে বলে না কিন্তু মানুষ অপব্যবহার করছে , নিজ ইচ্ছামত ধর্মের ব্যাখ্যা দিচ্ছে সেখানেই যত সমস্যা।

ধন্যবাদ ভাল লাগল ।

পোস্টে প্লাস।++

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

ধর্মতো কল্যানের জন্যেই ।
কাজেই আমরাই ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে কলুষিত করছি।

আপনাকে ও অনেক ধন্যবাদ ময়নামতি।।

৪০| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

অনাহূত বলেছেন: গল্পটা পড়ার সময় আঁচ করতে পেরেছিলাম বিতর্কিত হবে। আপনার মন্তব্য পড়ে বুঝলাম হলোও তাই। যাই হোক, এই গল্প থেকে আমি সঠিক ম্যাসেজটা নিয়ে গেলাম। ভাল থাকুন পনিপু।

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ অনাহূত ...ভালো থাকুন।।

৪১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

অল্প কথায় যা তুলে ধরলেন অতুলনীয়।

আমাদের সমাজে এমন আরও অনেক কিছু আছে আমরা ইজমা ও কিয়াসের আলোকে ব্যাখ্যা করে জীবন ধারণ করি না এবং এর জন্য দায়ী আমাদের ইসলাম বোদ্ধারাই। আপনার শেষ কথাগুলোর সাথে পূর্ণ সহমত জ্ঞাপন করছি।

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪০

আরজু পনি বলেছেন:

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ?

আমাদেরকেই জাগতে হবে।।

৪২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

মাক্স বলেছেন: দারুণ লাগলো স্যাটায়ার!

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাক্স ।।

৪৩| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

সমুদ্র কন্যা বলেছেন: উগ্র ধর্মবিদ্বেষী এবং ধর্মান্ধ এই দুই দলের মধ্যে কার্যত কোন পার্থক্য নেই। দুই দলই নিজের মতামত প্রতিষ্ঠার জন্য জান দিয়ে দিবে, এবং প্রয়োজনে অন্যের জান নিতেও দ্বিধা করবে না।

কঠিন সত্য কথাগুলো একইসাথে কড়াভাবে এবং হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন আপু। খুব ভাল লাগল।

১১ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮

আরজু পনি বলেছেন:

নারীরা আর কতো অবহেলিত হবে এই সব দেহলোভীদের কাছে জানি না ! :(


অনেক ধন্যবাদ কন্যা ।।

৪৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

হাসান মাহবুব বলেছেন: ধর্মের দোহাই দিয়ে এভাবেই কত মেয়ের জীবন নষ্ট করছে যৌনলোলূপ শরফুদ্দিনরা। তারা আছে ফূর্তিতে মেয়েগুলোর জীবন বিপন্ন করে। আর তাদের সাপোর্ট দেয়ার জন্যর কট্টরপন্থী কাঠমোল্লারা তো আছেই! চমৎকার লিখেছেন

১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৪

আরজু পনি বলেছেন:

আমি এখানে শরফুদ্দিনকে ৪ বিয়ে করা দেখিয়েছি।
কিন্তু বাস্তবে এক বিয়ে করা শরফুদ্দিনদেরও জানি যারা বউ প্র্যাগনেন্ট থাকলে তারা মুতা বিবাহ করতে চায় ! আবার তা পরিচিতদের সাথে শেয়ারও করে ।

ধন্যবাদ রইল উৎসাহ প্রদানে ।।

৪৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

সায়েম মুন বলেছেন: স্যাটায়ার মচৎকার হয়েছে।
ধর্মকে ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ শুধু বিপদেই পড়তে পারে।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

আরজু পনি বলেছেন:

স্যাটায়ার হয়েছে নাকি ?!

আমরা ধার্মিক থাকতে চাই...ধর্মান্ধ নয় ।।

৪৬| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫

ইখতামিন বলেছেন:
৩০ তম ভালো লাগা :)
আফসোস, শেষের কথা গুলো যাদের জানা প্রয়োজন তারা হয়তো এখানে নেই :(

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:

সমস্যা হচ্ছে তারা জেগে ঘুমানো অবস্থায় আছে...কি করে থাকবে বলুন?
আর থাকলেও ঘুমাতেই থাকবে...কাজের কাজ আর কিছু হবে না...অকাজই হবে।।

৪৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫

সপ্নাতুর আহসান বলেছেন: সময়োপযোগী পোস্ট। ভাল লেগেছে। লেখা + লেখার বিষয় বস্তু।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সপ্নাতুর আহসান।।

৪৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময়ের প্রয়োজনে লিখেছেন, তবে সময় শেষ হলেও মূল আবেদন রয়ে যাবে।


বছর খানেক পরে, কিংবা তেঁতুল ফুরিয়ে যাবার পর এ গল্পটায় কিছুটা পরিমার্জন করার দরকার হবে মনে হয়, বিশেষ করে কোনো বইয়ে অন্তর্ভুক্ত করতে চাইলে। সেক্ষেত্রে বিষয়টা সময়কেও অতিক্রম করে যাবে আমার বিবেচনায়। এখানে বিয়ের সংখ্যা ৪ বা ৫টা, দু-একটা কমিয়ে আবেগকে আরেকটু সংযত করা গেলে গল্প আরেকটু সংহত হবে আমার মতে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮

আরজু পনি বলেছেন:

আসলে বর্তমান সময়ের প্রেক্ষিতে চার বিয়েটা একটু বাড়াবাড়ি হয়ে যায় গল্পটাতে । কিন্তু যারা অন্ধভাবে কোন কিছু অনুসরণ/অনুকরণ করে তারা যে কতো মুর্খামী করতে পারে আমি আসলে তাই দেখাতে চেয়েছি।

তারপরও আপনার দারুণ মন্তব্যটা আমার অনুপ্রেরণা হয়ে থাকলো ।।

৪৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: জীবনের জন্যে ধর্ম , কল্যাণের জন্যে ধর্। সত্য বচন।

তবে ব্যাপারটা এখন পরিবর্তিত হয়ে এমন হয়েছে:
ধর্ম ফায়দার জন্য, ধর্ম রাজনীতির জন্য।
ধর্মকে ব্যবহার করে কেউ ফায়দা লোটে দুনিয়ায় কেউ পরকালের জন্য জমা রাখে।

গল্পটা দারুন লাগছে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

আরজু পনি বলেছেন:

ধর্ম মানব কল্যানের জন্যে হোক । ধর্ম নিয়ে ব্যবসা দেখতে চাই না ।

অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ।।

৫০| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: শরফ একটা সিক লোক - তার চিকিতসা দরকার। ধর্মটা তার একটা ঢাল আর কিছু না !

স্যাটায়ার ভালা হইছে - তবে শরফের পাশে মিরা নামটা বেশি অধুনিক হয়ে গেছে :)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

ধর্মকে এভাবেই কলুষিত করছে কিছু মানুষ আর বিভ্রান্ত করার চেষ্টা চলছে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে।

আসলে কোন রকম চিন্তা ভাবনা না করে একটানে লিখে গেছি। লিখার সময় নাম দিতে গিয়ে যা মনে এসেছে তাই সেট করে দিয়েছি। আর গল্পটাতো এই সময়ের জন্যেই ।

অনেক ধন্যবাদ রইল মাসুম।।

৫১| ০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৬

তাসজিদ বলেছেন: ধর্ম নিয়ে বেবসা বন্ধ হোক। এই অভাগা দেশ নিয়ে কেও ভাবে না। মানুষ যে ১৬+ ছারিয়েছে তা নিয়ে কেও ভাবে না।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ হোক । কি রাজনীতিতে...কি সাধারণ জীবনে ।

ধন্যবাদ তাসজিদ।।

৫২| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৭

আল মোমিন বলেছেন: n.b. - arju poni amar koment delete kore amake blok kore ekhon blog e ese amar koment ke bikrito kore uposthapon korchen . Takey bolchi , apni onek boro blogger manlam , kintu ektu sot o ho.
ব্লগার নাকি ব্লকার আরজু পনি !?
 
আরজু পনি । হুম ব্লগার !! একদম ছ্যাকা দিয়া দিলেন আমারে ।একেবারে ব্লক মেরে দিয়েছেন আমাকে । ব্যাপার অবশ্য নতুন না । এর আগেও দেখেছি এই সব কিছু কিছু ব্লগার আর কিছু আবাল ফেইসবুক সেলিব্রেটি মতপ্রকাশ আর পরমত সহিস্নুতার ক্ষেত্রে অত্যন্ত শিশুসুলভ আচরন করে থাকেন। নিজের মতের বিপরিত কিছু বললেই কমেন্ট রিমুভ করেন অথবা অত ঝামেলায় না গিয়া সুজা ব্লক ।
 
প্রথমে আপনি আবোল তাবোল কিছু লিখা ফেলবেন এরপর কেউ যুক্তি সহকারে প্রতিবাদ করলে , যুক্তি সহকারে তার মোকাবিলা না করে কমেন্ট রিমুভের মত নিচুতা দেখিয়ে কন্ঠরোধের এই স্বৈরাচার কই থিকা শিখছেন ( এরশাদ চাচার থিকা ?) অথবা পিছন থিকা ছুরি মারার (ব্লক করা ) কৌশল ই বা কই থিকা শিখলেন? যাই হোক আরো একবার ইন্টারনেট জগতের শঠতা , ধুরততা আপনার উছিলায় দেখার সৌভাগ্য হল । ধন্যবাদ ।
 
ধরে নিচ্ছি, আমার কমেন্ট রিমুভ করা ও আমাকে ব্লক করার মাধ্যমে আপনি আপনার বুদ্ধিবৃত্তিক জড়তাকে স্বীকার করে নিয়েছেন এবং সত্যকে মোকাবিলা করার মত সৎ সাহস আপনার নেই তা তো ইতিমধ্যেই প্রমানিত। এরকম অসততা নিয়ে আপনার “আশা জাগানিয়া” যে কতটা আশা যোগাবে তা সহজেই অনুমেয় ।
 
 ব্লগ / ফেইসবুক ইত্যাদিতে লিখতে গেলে অনেকখানি সহনশিল হইতে হয় । কিছু আদব-কেতা , সভ্যতা , ভব্যতা জানতে হয়, মানতে হয় । আপনারা বিখ্যাত ব্লগার বলেই আপনাদের সব লিখা সবাই অমৃত-সুধার মত পান করবে তা কিন্তু না । সমালোচনা হইতেই পারে ।যদি সমালোচনা শালিনতার সীমা অতিক্রম না করে তাহলে যুক্তি দিয়ে বুঝানো যেতে পারে । তা না করে গাইয়া চাঁড়ালের মত গলা ধাক্কা দিয়ে নিজের ঘর থেকে বের করে দিয়ে কি সুশীলতার পরিচয় দিলেন।
 আমার কমেন্ট গুলা তো রিমুভ করেছেন ( অন্য একজনের কাছ থেকে জানলাম , নইলে সাধারন মা্নুষের কাছে প্রশ্ন রাখতাম যে দেখুন কমেন্টগুলাতে কোন অশালিনতা আছে কিনা।) তবে ভুলে গেছেন ইন্টারনেট হচ্ছে অবারিত আকাশ । আপনার পেইজ থেকে কমেন্ট রিমুভ করেই আপনি কারো কন্ঠরোধ করতে পারবেন না । আশা করছি( চেষ্টা করবো ) যে কমেন্ট গুলা করছিলাম ( সেগুলার মুল ভাব মনে আছে ) , সেগুলা স্মৃতি থেকে আর এক বার লিখে নিজের ওয়াল্ এ পোস্ট দেব । আপনার সেই পোস্ট এ আমার শেষ কমেন্ট টা আমার মনে আছে স্পষ্ট । আমি লিখেছিলাম – waiting for your lame explanation . ব্লক মেরে আপনি বুঝিয়ে দিয়েছেন যে – আপনার কাছে “LAME explanation” ও নাই ।
 
পেন্নাম গুরু আপনাদের । আপনারাই দেখাইয়া গেলেন। আম-ফেইসবুকার আছি । আল্লাহ যেন তাই রাখেন । মেরুদন্ডহীন , লাইক- লোভি , সময়ের স্রোতে ভেসে বেড়ানো অসৎ সেলিব্রেটি যেন না হই ।ধন্যবাদ । ভাল আছি , ভাল থাইকেন।
 
 
[আরজু পনির যে লিখার কারনে ( তার প্রেক্ষিতে তার করা আচরনে ) আমার এ লিখা লিখতে হল তাতে কেন জানি আমি ঢুকতে পারছিনা । চেষ্টা করছি লিঙ্ক দেবার ] link -http://www.facebook.com/l.php?u=http://www.somewhereinblog.net/blog/ANPony/29850842&h=AAQGKraYAAQGFASdrJk-8D_ehOiFKo4OG1NGTva0PGG3wZQ&enc=AZMrhO_k5Phm4ZDBZYXcm9_mY92P-ThyB9JBo6ACfYx_As6M8dyZwNR3P1DQJ2yaj2p5DE_tRIxCuyd61IJwx7wT&s=1
 
 
♣সময়ের প্রয়োজনে♣ - আরজুপনি এর বাংলা ব্লগ । bangla blog | সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙ্গার আওয়াজ
http://www.somewhereinblog.net
শিরোনামে ১৮+ ট্যাগ দিয়া হিট কামানোর আগ্রহ নাই । বাস্তবতার আলোকে লিখা...তাহার পরও যাহারা বাছিয়া চলিতে চাহেন তাহার না পড়িলেও চলিবে । দাদা মারা যাওয়ার সময় শরফুদ্দিনকে পই পই করিয়া বলিয়া দিয়াছেন শিক্ষিত মেয়ে বিবাহ না করিতে। বিবাহ পরবর্তী সময়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করিতে । তাহাতে...

৫৩| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৯

আল মোমিন বলেছেন: আপনার ফেইসবুকের সেই পেইজ এ আমার প্রথম কমেন্ট ছিলো এটা। দুরভাগ্য বশতঃ আপনি ডিলিট করার আগে এক জায়গায় সেইভ ছিলো -----------------------------------------------------------------------বেশিরভাগ মুসলিম ( নামে মাত্র ) ই এখন চায় নিজ মনগরা তেঁতুল ময় ইসলামিক (! ) জিবন । তাই আপনার লিখাটি এই সব মুসলিম নামধারিদের কাছে অনেক প্রশংশা কুড়িয়েছে ,,, এতে অবাক হইনি । মুসলিম কোন অগ্যতায় ডুবে আছে তা আপনার পোস্টে মন্তব্যকারিদের মন্তব্য দেখে ভালোই বুঝলাম । নইলে আল্লামা শফির নখের যোগ্য নয় এমন লোকেরা তাকে নিয়ে মন্তব্য করার মতো অগ্যতা দেখাতো না। যাই হোক আপ্নার গল্প দ্বারা কি বুঝাইতে চাইছেন ? নিজেই কি বুঝসেন? মরালটা কি ? অতি সাধারনিকরন কেন করলেন ? কিছু বিভ্রান্তিকর তথ্য ও আছে ।-১। বিয়ের প্রথম রাতের জৈব আনন্দ দ্বারা কিভাবে নিশ্চিত হোয়া যায় যে - বিয়ের প্রথম রাতেই গর্ভে সন্তান দিতে সক্ষম হয়েছেন? ব্লক মাইরেন না । সেলিব্রেটিদের আবার এই অভ্যাস খুব বেশি - যুক্তিতে না পারলে বা তার মতের উল্টা বললে হয় ব্লক দেয় নয় চুপ মারে । আমার আরো কথা আছে

৫৪| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

আল মোমিন বলেছেন:
আরজু পনি প্রতি খোলা চিঠি -২
( যদিও এখন আর খোলা চিঠির দরকার নাই । কারন আমি ব্লগে আমার একটা পুরোন আইডি থেকে আরজু পনির ব্লগে কমেন্ট করতে পেরেছি )

প্রথমত আপনি কতটা আত্ম অহংকারি আচরন করেছেন তা দেখুন ।আমি বলেছিলাম লিখাটাতে কিছু বিভ্রান্তিকর কথা আছে । আমি বলি নাই যে ভুল আছে ।কিন্তু আপনি এটা কে এটাক হিসাবে নিলেন । অথচ আমি বিভ্রান্তি কর বিষয় গুলা নিয়ে শুধু আলোচনা করতে চেয়েছিলাম ।“ একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্লাটফরমের” ব্লগার হয়ে আপনার আচরন এত কুপমন্ডকতা আর আত্মকেনিদ্রিকতায় ভরা কেন ?

আপনি প্রেগন্যান্সি টেস্ট সমন্ধে ব্লগে যা বলেছেন সেখানে আমার কথা বিকৃ্ত করেছেন কিংবা আপনি আমার প্রশ্ন বুঝেন নাই। প্রথমত , আমি নিজেই একজন ডাক্তার তাই প্রেগন্যন্সি টেস্ট সম্পরকে আমি জানিনা আপনার এই কথা ভুল ।
২। আপনি বলেছেন---“ একজন মন্তব্য করেছে বিয়ের রাতেই শরফুদ্দিনের স্ত্রী কিভাবে প্রেগনেন্ট হয় এটা আমি জানলাম কেমন করে....এই প্রশ্নটা দেখেই তার জানার দৌড় সম্পর্কে অবহিত হয়ে আর প্রয়োজন বোধ করিনি জবাব দিতে । যেই লোক প্রেগনেন্সেী টেস্ট করার বিষয়টা জানেনই না তাকে আর কিছু বলার আগ্রহ নেই এ কারণেই যে, সে জিজ্ঞেস করতে পারতো এমন কোন কিছু কি আছে কি না ।“
আমার প্রশ্নটা ছিল যে বিয়ের রাতের জৈবিক আনন্দের আতিশয্যে ই যে গরভে বাচ্চা আসছে এটা কিভাবে বোঝা গেল । অরথাৎ আমি বুঝাইতে চাইসি যে বিয়ের রাতের সঙ্গমের ফলেই যে বাচ্চা পেটে আসছে এটা বলা কিভাবে সম্ভব? এখন পরযন্ত বিগ্যান্সম্মত ভাবে এটা কেউ ই বলতে পারবে না যে ঠিক কোন
( কেউ যদি রেগুলার সঙ্গম করে তবে তো নয় ই ) সঙ্গমের ফলে বা কোন রাতের (/দিনের ) সঙ্গমের ফলে পেটে বাচ্চা এলো । আপনার গ্যাতারথে জানাচ্ছি ডাক্তার হিসাবে আমি প্রেগন্যান্সি টেসট সম্পরকে জানি ।এটা দিয়ে একজন মহিলা প্রেগ্ন্যান্ট কিনা এটা retrospectively জানা যায় ঠিক ই কিন্তু “বাসর রাতের আনন্দের ফলে” না অন্য কোন রাতের আনন্দের ফলে পেটে বাচ্চা এল তা নিশ্চিত করে কখনোই বলা যায় না । অন্য কোন পদ্ধতিতে এটা জানা যায় বলে ও আমার জানা নাই । বিস্বাস না হলে মেডিকেলের থারড ইয়ারে পড়া যে কোন ছাত্র কে জিগ্যেশ করে দেখুন নয় “google” করউন।
আর তাই আপনার গল্পের –“ আহা! আর মাত্র দশ মাস পার হইলেই আমি সন্তানের পিতা হইব” এই কথাটা বিভ্রান্তিকর । আসলে “ দশ মাস” শব্দটাও ভুল ।কিন্তু এটা প্রথাগত ভুল (সবাই করে) এবং নন-টেকনিকাল লোকদের পক্ষে এটা না জানাই স্বাভাবিক ।
এরপর ও যুক্তির খাতিরে নায়কের প্রথম বউ কবে ( কোন রাতের সঙ্গমের ফলে প্রেগনেন্ট হল , আরো ভাল করে বলতে- তাদের শুক্রানু ও ডিম্বানু মিলিত হলো ) প্রেগনেন্ট হলো এটা বের করার ভিত্তি হিসাবে প্রেগন্যন্সি টেস্ট কেও যদি ধরি তবুও এটা ব্যবহার করে এমনকি সম্ভাব্য “প্রেগনেন্ট হবার তারিখ” বের করা ও যে কত মুশকিল তা দেখেন –
Timing of test
False negative readings can occur when testing is done too early. Quantitative blood tests and the most sensitive urine tests usually begin to detect hCG shortly after implantation, which can occur anywhere from 6 to 12 days after ovulation. hCG levels continue to rise through the first 20 weeks of pregnancy, so the chances of false test results diminish with time.[1] Less sensitive urine tests and qualitative blood tests may not detect pregnancy until three or four days after implantation. Menstruation occurs on average 14 days after ovulation, so the likelihood of a false negative is low once a menstrual period is late.
Ovulation may not occur at a predictable time in the menstrual cycle, however. A number of factors may cause an unexpectedly early or late ovulation, even for women with a history of regular menstrual cycles. Using ovulation predictor kits (OPKs), or charting the fertility signs of cervical mucus or basal body temperature give a more accurate idea of when to test than day-counting alone.
The accuracy of a pregnancy test is most closely related to the day of ovulation, not of the act of intercourse or insemination that caused the pregnancy. It is normal for sperm to live up to five days[11] in the fallopian tubes, waiting for ovulation to occur.[12] It could take up to 12 further days for implantation to occur, meaning even the most sensitive pregnancy tests may give false negatives up to 17 days after the act that caused the pregnancy. Because some home pregnancy tests have high hCG detection thresholds (up to 100 mIU/mL), it may take an additional three or four days for hCG to rise to levels detectable by these tests — meaning false negatives may occur up to three weeks after the act of intercourse or insemination that causes pregnancy.
http://en.wikipedia.org/wiki/Pregnancy_test
আপনার বুঝার জন্য একটু কঠিন হতে পারে তবে এর চেয়ে সহজ আপাতত কিছু পাইলাম না।
চার বউ ই কিভাবে সারা বছর প্রেগন্যান্ট থেকে কিভাবে সঙ্গমের অনুপযুক্ত হয়- সেটা যে বাস্তবতার নিরিখে অনেকখানি খাপছাড়া সেটা সময় ও মন করলে পরে এক সময় বলবো ।
যাক, সৎ হোন ও সৎ থাকেন । অনেক বিখ্যাত হইছেন । আরো হবেন । আল্লাহ আপনার মঙ্গল করুন ।

৫৫| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

আরজু পনি বলেছেন:

=p~ =p~

হাহাহাহা মজা পেলাম...এই সুযোগে আমার মতো একজন সাধারণ ফেসবুকারকে সেলিব্রেটির খেতাব দিয়ে দিলেন ...সেলিব্রেটি হ্ওয়া এতোই সোজা নাকি ! :|| :-B

ফেসবুকে আপনাকে শুরুতেই ব্লক করিনি। একের পর এক স্প্যামিং করার কারণে ব্লক করেছি।

আমার টাইমলাইনে হাদিসের বাণী সহ ছবি এবং আমার হিজাব পড়া প্রোপিক দেখেও আমি মুসলমান কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) কে নিয়ে আমাদের মতো সাধারণ পাবলিকের সাথে মেলানোর অপ চেষ্টা করাতে ব্লক করেছি।

আমার যদি স্মৃতি বেইমানি না করে তবে বলবো ফেসবুকের একটা কমেন্ট্ও মুছিনি । কেন এমন অপবাদ দেয়ার চেষ্টা করলেন বোধগম্য নহে । /:)

এখানে গল্পচ্ছলে শুধু একটা মেসেজ দিতে চেষ্টা করেছি।

আপনার মতো জেগে ঘুমানো জ্ঞানীদের জন্যে এই পোস্ট না ।


শফী সাহেবের কথা পোস্ট বা মন্তব্যের কোথাও না বলার পরেও আপনি অপ্রাসঙ্গিকভাবে উনার কথা এনে ঠিক কি বোঝাতে চাইলেন তা আমার মতো মূর্খের বোঝা সম্ভব না ।

আপনি প্রথমেই ব্লগের পোস্টে নিক থাকতেও মন্তব্য না করে ফেসবুকে কমেন্ট করলেন...যাক ব্লক করাতে ব্লগে এলেন। গুড ।
এই নিক্ও ব্লক করলে তারপরও যে আসবেন তা ভাবতে ইচ্ছে করছে 8-|

আমার মতো মূর্খের জন্যে দোয়া করবেন যেন আপনার মতো জেগে ঘুমানোর মতো সমস্যায় আল্লাহ আমাকে না ফেলেন।

৫৬| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধর্মকে অপব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যা ও ব্যাবহারের মাধ্যমেই জীবন সুন্দর হোক। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন ।।


গল্পের বর্ণনা আরেকটু বাড়ালে আর ভাল হত বলে মনে হচ্ছে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

আমার এই লেখা আসলে পূর্ব পরিকল্পিত নয় । মেজাজটাকে নিয়ন্ত্রণ করতেই একটানে লিখে ফেলেছিলাম ।
তবে কিছু ঘটনার সাথে বাস্তবের মিল আছে বেশ। সেসব পরবর্তীতে কোন গল্প লিখলে আনার চেষ্টা করবো ।

তবে আপনার পরামর্শমতো সামনে চেষ্টা থাকবে শোভন।

পরামর্শ দেবার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল ।।

৫৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

বৃতি বলেছেন:
জীবনকে সুন্দর করার জন্য ধর্ম, শুধু ধর্মের জন্য জীবন নয় । আপনার মেসেজটা চমৎকার!

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৭

আরজু পনি বলেছেন:

এই সহজ কথাটাই পেচিয়ে অনেকে জটিল করে ফেলে কখনো কখনো ।।
অনেক ধন্যবাদ বৃতি ।

৫৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়াও!!!!!! গ্রেট আমি তো ভেবেছিলাম এই বন্ধে আমি চিড়িয়াখানায় বেড়াতে যাব। আপনার এইখানে একজন দেখলাম ডাইরেক্ট চিড়িয়াখানা থেকে নিয়ে এসেছেন। যাই হোক, এই ধরনের নিম্ন মানের প্রানী যে চিড়িয়াখানায় রাখে তা আমার জানা ছিল না। :( :(






১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৬

আরজু পনি বলেছেন:

:(

৫৯| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৪

অদৃশ্য বলেছেন:


বহু বিবাহের ব্যাপারে আমিও তেমনটিই বলতে চেয়েছি... আমিন

মোহাম্মাদ সা: এর পর আর ঈসা আ: এর পর ইমোটা ইচ্ছাকৃত নয়... সম্ভবত ব্র্যাকেটের জন্য হয়েছে... ইমাম মাহাদী...

জানেনইতো আমার প্রচুর ভুল হয়...

শুভকামনা...

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরে ওরকম হয়ে যায়। সমস্যা নেই । বুঝতে পেরেছি।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল অদৃশ্য ।।

৬০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++++

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বর্ষণ।।

৬১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

শায়মা বলেছেন: ধর্মকে ভুল ব্যাখা করে তারাই যারা সুবিধাবাদী।:P




অঃ টঃ আপুনি আমার পোস্টে করা তোমার কমেন্টের জবাব পড়তে যেও খুব তাড়াতাড়ি।:)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন:

সেটাই ।ধর্মকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে কলুষিত করে।

অনেক ধন্যবাদ রইল শায়মা।


মন্তব্য দেখেই দেখে এসেছিলাম আবার মন্তব্য করে :)

৬২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

আমি সুফিয়ান বলেছেন: পোস্টের চেয়ে কিছু কমেন্ট দেখে মজা পেলাম, গল্পের মধ্যে যারা যুক্তি আনতে চায়- কবে প্রেগন্যান্ট হইল, ১০ মাস ভুল কথা , তারা যে কেন ত্যানা প্যাঁচাচ্ছে সেটা এমনেতেই বুঝতে পারা যায়।
ভালো লাগা রইল, ভুল তথ্য ভরা গল্পের জন্য ;)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল সুফিয়ান। আমার ব্লগে স্বাগতম।

ত্যানা আসলে যুক্তির খাতিরে পেচাতেই পারে। কিন্তু ত্যানা পেচানে ওয়ালারা যখন অন্য একটি বিষয়ের অবতারণা করেন যা আমার পোস্টে বলি নি, তখন উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায় ।

গল্পের নায়ক যদি ক অক্ষর গোমাংস হয় ...তবে সে তার স্ত্রীর সাথে জৈবিক কর্ম সারার পর প্রচলিত ধ্যান-ধারণা থেকেই ভাবতে পারে যে, সে একটি নির্দিষ্ট সময় পর (১০ মাস ১০ দিন বলা হয় মুরুব্বীদের কথা মতো) বাবা হতে যাচ্ছে । তার স্ত্রীর গর্ভে সন্তান আসতেও পারে নাও আসতে পারে। এটা আরো অনেক বিস্তারিতভাবে বলার আছে । কিন্তু একজন ইন্সটিটিউশনালী অশিক্ষিত চরিত্রের মুখ দিয়ে pregnancy and child birth-এর তাত্ত্বিক শব্দগুলো বের করাটা সমীচিন নয় বলেই আমার মনে হয়েছে। এবং বাস্তবেও কিন্তু এভাবেই ভাবা হয় ।

আর চারবউ একই সময়ে প্রেগন্যান্ট থাকতে পারে, কারণ যেই থিউরীতে মেয়েদের চার বিয়েকে নিরুৎসাহিত করে ধর্মে নিষেধ আছে ।

ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইল।।

৬৩| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

রিপানজেল বলেছেন: আপু দারুন লেখা। পড়ে ভালো লাগলো। পোষ্টে +++++

আপনার লেখাটা যদি "লা নুই বেংগুলী" হলে নিচের লিংকের টা "ন হন্যতে"
View this link

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

একটু দেরী হলে ও আসবো নিশ্চিত।

মজার বিষয় হচ্ছে ট্যাঙলেড আগেই দেখা ছিল । গতকালই রাপুনজেল দেখলাম !

তাই আপনার নিকটা দেখে খুব ভালো লাগলো ।।

৬৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১

বাঘ মামা বলেছেন: আমি সরাসরি এখানে সফি সাহেবের কথা বলতে চাই,

সফি সাহেব এত গুলো মানুষের নেতৃত্ব দিচ্ছেন,ঐদিন মতিঝিলে এতগুলো মানুষ তার ডাকে এসে হাজির হলো।এবং ওনাকে সাপোর্ট দিলেন আমাদের রাজনীতির মহান পবিত্র নেতারা।সেই সাথে কিছু সরল মনের মানুষ।অথচ এই মানুষটার মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ্য মূর্খতা দেখলাম তার কথা বার্তায়।

আমি ভাবি এই পৃথিবী প্রতিটা সৃষ্টির পিছনে বিধাতা যেই পরিমান দক্ষতা দেখিয়েছেন,তার এমন কোন সৃষ্টি নেই যা থেকে শিখার কিছু নেই, আল্লাহর এই দুনিয়াতে যেদিকে তাকাই সব কিছুর মধ্যেই একটা শিক্ষা নিহীত আছে।আল্লাহ সৃষ্টি মানুষ গুলো আজ মহাশূন্য নিয়ে গবেষনা করছেন।চষে বেড়াচ্ছেন পৃথিবীর এই প্রান্ত থেকে ঐ প্রান্ত।মহাকাশ মহাসমুদ্র তন্ন তন্ণ করে খুজে বের করছেন বিধাতা আজব সৃষ্টির রহস্য।এটা মানুষই করছেন সেই মানুষ যেই মানুষ বিধাতাই বানিয়েছে,দিয়েছেন মগজ নামের এক অসাধারণ যন্ত্র মানুষের মাথায়।তাও এই আল্লাহরই সৃষ্টি।ঘর থেকে বের হয়ে যারা আল্লাহর সৃষ্টি গুলো তুলে আনছে উপর কিংবা গভীর থেকে আমরা তা দেখে আরো একবার বিধাতা ক্ষমতায় মাথা নত করছি।

আর সেখানে আল্লাহ এতসব অবাক করা সৃষ্টি সম্পর্কে না জেনে শুনে অন্ধের মত চার দেয়ালে পড়ে থাকার যেই মন্ত্র সফি সাহেব মানুষের মধ্যে চালিত করছেন তা যে কত বড় মুর্খতা সেটা যে কোন মেধাবি মানুষের পক্ষে বুঝা সহজ।

তিনি একটা হাদিস বলেছেন- এক ব্যক্তি নাকি খুব অভাবে পড়ে নবীজির কাছে গেলেন,নবীজি নাকি তাকে আরেকটি বিয়ের কথা বললেন,লোকটি অবাক হয়ে নবীজিকে বললো এমনিতেই অভাবে আছি তার উপর আপনি আরেকটা বিয়ের পরামর্শ দিলেন।এই হাদিসটি সফি সাহেব লোক সম্মুখে বলে কত গুলো সংসারকে মানুষকে যে কি পরিমান বিপদ গামি করেছেন তার প্রতিটা পাপের দায় ভার এই সফি সাহেবের ঘাড়ে গিয়ে পরবেন।

একটা নারীকে তিনি পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়তে বলেছেন- ঐ নারীকে যে সন্তান জন্ম দেন,যার কাছে একটা সন্তান শিক্ষা লাভ করবে বড় হবে সেই নারীটি যেন হয় শুধু মাত্র টাকা পয়সার হিসেব নিকেস করার মত একটা জ্ঞান রাখে এমন পরামর্শ সফি সাহেব দিয়েছেন।

এই মানুষটাকে যারা জ্ঞানি বলে আখ্যা দেন তারা মেধা শূন্য সেটা যারা বুঝতে পারেনা তারা তার চেয়ে বড় অশিক্ষিত।

আপনার গল্পের ধরণটা কিন্তু সমাজের চিত্র,ঐ সমাজে যেখানে সফিদের অনুকরণ করা হয়।

অনেক সাহসি লেখা,আন্তরিকক সাদুবাদ জানাই,

শুভ কামনা সব সময়

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯

আরজু পনি বলেছেন:

বাঘমামা, আপনি বলার পর তো আমার আর কোন কথাই বলার দরকার মনে করছি না !

ধন্যবাদ রইল অনেক অনেক ।।

৬৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬

কথক পলাশ বলেছেন: হা হা হা! ধর্ম রক্ষা করিতে যাইয়া শরফুদ্দিন দেহ নামক উপাসনালয়কে বিলক্ষণ বেদনা দিয়াছেন! অদৃষ্টের পরিহাসে ধর্মপালন করিতে যাইয়া ধর্মই ভূপাতিত হইলো!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৮

আরজু পনি বলেছেন:

ধর্মতো আসলে ভুপতিত হয় না বরং ওরাই হয়...মাঝখান থেকে আমাদের মতো সাধারণ মানুষ সাময়িকভাবে বিভ্রান্ত হই !

এই বিভ্রান্তি থেকে মুক্তি চাই !

৬৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: মোরালটা ভাল লাগল আপু ।

ভাল লাগল গল্পটা । সাধু ভাষা টা মজা দিল ।
তবে আমার মনে হয় গল্পটা আরেকটু সাজাতে পারতেন , গল্প সেট আপ
এর কথা বলছি ।

ভাল থাকবেন আপু ।
রমজানুল মোবারক :)


১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

কিভাবে সেট আপ করা যেতো তাতো বললেন না ! :(

আপনিও ভালো থঅকুন মাহমুদ । রমজানুল মোবারক ।।

৬৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯

রেজোওয়ানা বলেছেন: যথেষ্ট সাহসী এবং সত্যবাদী পোস্ট!


তুমি এখনও আক্রান্ত হও নাই .....পবিত্র গাভী /:)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৯

আরজু পনি বলেছেন:

এই সত্যও কারো কারো চোখে নিতান্তই ভুল হিসেবে ধরা পড়ছে :(

৬৮| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শিরোনামে আঠারো প্লাস না থাকায় অতঃপর পড়িতে মনোনিবেশ করিলাম। অতি চমৎকার লিখিয়াছেন ভগ্নি! মুগ্ধ হইলাম ‘অতি অল্প কথায় অতি বিস্তর’ শিখাইবার ক্ষমতা দেখিয়া। আমাদের গ্রামগুলোতে এরকম দৃষ্টান্ত এখনও দুই-একটা পাওয়া যায়। শেষের টীকায় তাহার কারণ আপনিই বলিয়া দিলেন।

আমার বিশ্বাস, শিক্ষাবিস্তারের মাধ্যমেই কেবল ধর্মের অপপ্রয়োগ বন্ধ হইতে পারে। আশার কথা হইলো এই যে, আমরা অগ্রগতির পথেই বর্তমানে চলিয়াছি।

সুন্দর লেখাটির জন্য সাধুবাদ রইলো। আরও পড়িবার জন্য অনুসরণ করিয়া রাখিলাম :)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক কৃতজ্ঞতা রইল মইনুল।।

৬৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩

কালীদাস বলেছেন: ওপিনিয়ন কিছু দিমুনা। হুদাই ঝগড়া লাগব কয়টা *****র সাথে।
পোস্টে কথা ভালই কৈছেন।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
সত্য কথায় অনেক বন্ধুই বেজার হয় । কি আর করা ...

৭০| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৮

চানাচুর বলেছেন: এই পোস্টের পর আর কিছু বলার থাকে না। সুন্দর পোস্ট

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

আরজু পনি বলেছেন:

কথার কি আর শেষ আছে চানাচুর ?

ধন্যবাদ রইল পোস্টের মেসেজটা ধরতে পারার জন্যে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.