নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমেষু (প্রেম পত্র নয়, বর্ষপূর্তিতে এটি একটি অভিমান পত্র !) ♣

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪





প্রিয়তমেষু,

লাভ এ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না?! ওটা আমি আগে কখনো সেভাবে বিশ্বাস করতাম না। কিন্তু পাড়াত ছোট ভাইয়ের দেয়া ঠিকানায় যেয়ে তোমাকে দেখে প্রথমে বুঝতেই পারি নি, এ আমার কার সাথে পরিচয় হলো। দিন নেই, রাত নেই শুধুই তোমার কথা ভেবেছি। সম্পর্কটা তোমার সাথে আমার আজকে দেখলাম দুই বছর হতে চলল। অনেক ভালোবাসা যেমন পেয়েছি, অনেক সম্মানও যেমন পেয়েছি, তেমনি অনেক অবহেলা, অনেক অবজ্ঞা, অনেক অসম্মানও পেয়েছি। বিশ্বাস করো, আমার এই জীবনে এতো অসম্মান আমি এর আগে আর কোথাও থেকে পাইনি ! কতোদিন ভেবেছি এতো অসম্মানের, এতো অবজ্ঞার এই সম্পর্ক আর রাখবো না। কতোবার তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। সে সময়গুলোতে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম! আমি সত্যিই পারিনি তোমাকে ছেড়ে, তোমাকে ভুলে একটাদিনও থাকতে। কতো পাড়ার চেষ্টা করেছি। কিন্তু পারছি কোথায় বল। সম্পর্কে জড়িয়ে রাখার ক্ষমতা তোমার সত্যিই অদ্ভুত! কি যাদু জানো বলতো?!



আমাকে বিদ্যার জাহাজ বানাতে তুমি যেন উঠে পড়ে লেগেছ! এতো পড়ার সীমাহীন সিলেবাস তুমি আমায় ধরিয়ে দিয়েছো যে, এখন নিজের পড়া তৈরীর পাশাপাশি সেই বিশাল সিলেবাসও আমায় হজম করতে হচ্ছে ! আমার কষ্ট হয় না বুঝি!



রাত জাগলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে! সেই নিয়ে তোমার সে কি দুশ্চিন্তা! কতো মিষ্টি করে তুমি আমায় বোঝালে যেন তোমার সাথে কথা বলতে বলতে বেশি রাত করে না ফেলি।

জানো, কিছুদিন সত্যিই আমি তোমার কথা মেনে চলেছি। এখনও কেউ রাত জাগা নিয়ে কথা বললে তোমার কথাই প্রথম মনে হয়।



মাঝে মাঝে তোমার রূঢ় আচরণে আমার যে কি প্রচন্ড কষ্ট হয়! তুমি বুঝতে পারো না!? আমি তোমার গত কয়েক বারের দেয়া কষ্টগুলো ভুলতে পারিনি! কতোটা অভিমান করলে তুমি বুঝতে পারবে তাই ভাবছি!

আমার অভিমানগুলো কি সত্যিই বুঝতে পারো?!



আমি মনে হয়, তোমাকে ছেড়ে এই ইহজনমে আর কোথায়ও যেতে পারবো না :(



ইতি,

তোমারই আরজুপনি

পুনশ্চ: আরজু আর পনির মাঝে স্পেসটা তো তুমিই করে দিতে পারো! নাকি স্পেস ছাড়াই আমাকে ডাকতে পছন্দ করো!





♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

সাধারণত বর্ষপূর্তি পোস্টগুলোতে প্রিয় ব্লগারদের কথা বলা হয় , যাদের ভালোবাসায় পুরো বছর ধরে ব্লগিং করাটা অনুপ্রেরণার ছিল তাদের সবার কথা বলা হয় । কিন্তু সেই নামের সংখ্যাটা আমার লিস্টিতে এতো বিশাল যে, শুধু নাম প্রকাশ করে কৃতজ্ঞতা করা আমার এই ক্ষুদ্র সামর্থ্যে সম্ভব নয় ।



কিন্তু কিছু কথা না বললেই নয় । আমার ব্লগে যারা এতোদিন কমেন্ট করেছেন আর ব্লগিং অব্যাহত রাখলে যারা কমেন্ট করবেন তারা আমার শুভাকাঙ্খি বলেই যা লিখেছি, যা পোস্ট করেছি তাতেই বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছেন।



যারা কঠিনভাবে বলে গেছেন তাদের কথাকে বাহ্যিকভাবে আক্রমণ মনে হলেও আমার কাছে সেসব আশীর্বাদ এ কারণেই যে, আক্রমণাত্নক মন্তব্যগুলো সামনের সময়ে আমাকে আরো আত্নবিশ্বাসী হয়ে ব্লগিং চালিয়ে যেতে সহায়তা করেছে।



অনেকেই আমার ব্লগ পোস্টে কমেন্ট করেছে যাদের ব্লগে কমেন্ট করা হয়ে উঠেনি, এ আমার একেবারেই অনিচ্ছাকৃত...সময়ের সীমাবদ্ধতার জন্যে ।



কখনো কখনো প্রিয় ব্লগারদের ব্লগেও কমেন্ট করতে পারি নি বা অনেক দেরী করে কমেন্ট করেছি। আবার অনেক অচেনা ব্লগারের পোস্টে ইচ্ছে করেই একাধিক মন্তব্য করেছি তাকে প্রমোট করার জন্যে । যেনো তার ভালো লেখা অন্যদের চোখে পড়ে।



তবে নিজে ছাই পাশ যাই লিখেছি কিন্তু আমার আন্তরিক প্রচেষ্টায় অন্যেদেরকে ব্লগিংয়ে অনুপ্রেরণা দেবার কার্পন্য ছিল না কখনোই ।।



পরিশেষে সবার জন্যে রইল আশা জাগানিয়া শুভেচ্ছা ।

মন্তব্য ২৪০ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (২৪০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
২য় বর্ষপূর্তিতে আশা জাগানিয়া অভিনন্দন :) ||

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

আমি জানি না ...কোন এক অদ্ভুত বিষন্নতা আমাকে গ্রাস করে রেখেছে ! এই পোস্টটা পাবলিশ করার পর আবার পড়তে কষ্ট হচ্ছে ...অনেক স্মৃতি সামনে চলে আসছে :(

২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

টুম্পা মনি বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপি :) :) :) :) :)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ টুম্পামনি।।
:)

৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: ২য় বর্ষপূর্তিতে অভিনন্দন !!

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৮

আরজু পনি বলেছেন:

আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগছে।অনেক ধন্যবাদ রইল।।

৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

মাহবু১৫৪ বলেছেন: শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে

এভাবেই চালিয়ে যান পথ চলা।

+++++++++

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৯

আরজু পনি বলেছেন:

দোয়া করবেন।
অনেক ধন্যবাদ রইল।।

৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

স্বাধীন বিদ্রোহী বলেছেন:

একজন দায়িত্বশীল ব্লগার হিসেবে আপনি যে পরিচয় স্থাপন করে যাচ্ছেন তার তুলনা আপনি নিজেই। এমন একজন ব্লগারকে শুভকামনা বলে ছোট করতে চাই না। শুধু প্রত্যাশা করি আরও ভালো কিছু যেন আপনার ব্লগিং থেকে আমরা পাই।

ভাল থাকুন আপন মহিমায়।

নহি দেবী, নহি সামান্যা নারী। এই শ্লোগানই আপনার পরিচয়। আপনার প্রতি রইল অগাধ শ্রদ্ধা।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, নহি দেবী, নহি সামান্যা নারী । নিজেকে তেমন করেই ভাবতে চাই।
অনেক ধন্যবাদ রইল স্বাধীন।।

৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


বর্ষপূর্তিতে অভিনন্দন আপু!

প্রিয়তমেষুকে লেখা চিঠি বোধ হয় এমন করেই সবাইকে ছুঁয়ে যায় ...


শুভেচ্ছা , ভালো থাকুন অনেক !

:)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৩

আরজু পনি বলেছেন:

প্রিয় কিছুকে/কাউকে লিখা বলেই হয়তো ।

ধন্যবাদ মৃত রাজকন্যা । আপনিও ভালো থাকুন।

৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দ। লেখা্য সামু'র প্রতি আপনার ভালবাসা ফুটে উঠেছে !

এই চিটি পড়ে আরজু আর পনির মাঝখানের স্পেস দিয়ে দেবার কথা :)


মাত্র ২ বছর হইল! আমি তো আবার ভাবছিলাম আপনে অনেক সিনিয়র :)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৫

আরজু পনি বলেছেন:

দেখা যাক স্পেস দেয় কি না ।

হাহাহাহা ফেবুতে কৌশিকও তাই বলছিল ।
অনেক ধন্যবা রইল মাসুম।।

৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০০

অপি আক্তার বলেছেন: অভিনন্দন ।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৬

আরজু পনি বলেছেন:

আমার ব্লগে স্বাগতম।
ভালো লাগলো আপনাকে দেখে ।
অনেক ধন্যবাদ রইল।।

৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন।
রাত জাগলে চেহারা নষ্ট হয় নাকি? :)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫১

আরজু পনি বলেছেন:

রাত জাগলে চেহারার উপর প্রেশারতো পরে বটেই 8-|

অনেক ধন্যবাদ দূর্জয়।।

১০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

পাকাচুল বলেছেন: শুভ কামনা।

কম বেশি অনেকেই মনে করেন, আপনি হালকা পাতলা মডুর ভূমিকায় আছেন।

এই ব্যাপারটা ক্লিয়ার করবেন কি? মডু হিসাবে কতদিন ধরে আছেন?

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ব্লগ কর্তৃপক্ষকে জোর দাবী জানাই আমাকে মডু হিসেবে নিয়োগ দেবার জন্যে /:)

"আমার মডু বেলা" এই বেলা লিখেই ফেলবো ভাবছি :P

১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৯

বটের ফল বলেছেন: বেশী কিছু বলা আমার সাজেনা। বলতেও পারিনা। তাই মনের সব কথা গুলিকে ছোট্ট এক শব্দে রুপান্তরিত করে শুধু বলতে চাই-

অভিনন্দন আপুনি।

ভালো থাকবেন অনেক বেশী, আর ভালো রাখবেন আপনার আশে পাশের সবাইকে হাসি মাখা মায়ার বাঁধনে-এটিই কামনা।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬

আরজু পনি বলেছেন:

বলতে না পারলে চর্চা করতে করতেই অভ্যাস হয়ে যাবে।

তবে বেশি কথা বলা সাজে না...এমনটি ভাবা ঠিক নয় ।

চালিয়ে যান আনন্দময় ব্লগিং ।

শুভকামনা রইল বটের ফল।।

১২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

সুরঞ্জনা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন। যতদিন লিখনী ও জীবন শক্তি থাকবে ততদিন সামুতেই হাসি, কান্না, মান-অভিমান নিয়েই থাকো।

অনেক অনেক শুভেচ্ছা।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:

দোয়া করবেন প্রিয় ব্লগার।

আপনার উপস্থিতি, শুভেচ্ছায় দারুণ অনুপ্রাণিত হলাম।
আপনার জন্যেও রইল অনেক শুভকামনা ।।

১৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বর্ষ্পপূর্তির শুভেচ্ছা আপু !

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অভি।।
আপনার জন্যেও শুভকামনা ।।

১৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপু। ভালো থাকুন, চিরদিন নানা রকম মনমুগ্ধকর সব পোষ্টের মাধ্যমে আমাদের মাতিয়ে রাখুন। অনেক শুভ কামনা রইল।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল কাল্পনিক।

আপনার জন্যেও রইল শুভকামনা ।।

১৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

রেজোওয়ানা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন পনি আপু। আপনার অংশ গ্রহণে বাংলা ব্লগ আরো ঋদ্ধ হোক, অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো.....

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।

আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল।।

১৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন রইল আপু। বর্ষপূর্তির কেক কোথায় ? :)

!:#P !:#P !:#P

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

কেক কি জিনিস ?!

হাহাহাহা

অনেক ধন্যবাদ কান্ডারী ।।

১৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন। সামনের দিনগুলিতে আরো চমৎকার পোস্ট দিয়ে আমাদের চমতকৃত করবেন এ ই আশাবাদ রাখি।হ্যাপী ব্লগিং। :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

আশা জাগানিয়া না আবার আশা ভংগ হয়ে যায় !

শুভেচ্ছার জন্যে ধন্যবাদ সেলিম।।

১৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯

হাসান মুহিব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মুহিব। ভালো থাকুন।।

১৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২

মাহমুদ০০৭ বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপু , অনেক অনেক ।
মিষ্টি কই ? :)

আপনি যেভাবে প্রেরণা দেন , তার কোন তুলনা হয় না ।
যারা আপনার বিপক্ষে বলে তারা আগে আপনার মত হয়ে দেখাক ।
অনেক ভাল লাগা রইল , সবসময় আশা করব , ঠিক এভাবেই প্রেরণা
দিয়ে যাবেন ।

ভাল থাকবেন আপু ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

আপনাদের মতো সহব্লগারদের অনুপ্রেরণা, ভালোবাসায়ই আমার এই পথ চলা এতো মসৃণ হয়েছে।

অনেক কৃতজ্ঞতা রইল।।

২০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন রইলো।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিন্স ।
অনেকদিন পর দেখলাম ।
ভালো থাকুন সবসময়ই ।।

২১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

ফারিয়া বলেছেন: অভিনন্দন রইলো দ্বিতীয় বর্ষপুর্তির জন্য!
আশা করি এবছর অনেক সুন্দর কাটবে! :-B !:#P

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:

কেমন কাটবে জানি না...ভেসে যাচ্ছি ফারিয়া ।

শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ রইল।।

২২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

সপ্নাতুর আহসান বলেছেন: লেখাটি আগে কোথায় যেন পড়েছি। যদি আমার ভুল না হয় ফেবুতে দিয়েছিলেন। ভাল লেগেছিল।

শুভেচ্ছা।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

ঠিকই ধরেছেন ।

ধন্যবাদ আহসান ।।

২৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪০

কাজী মামুনহোসেন বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মামুন ।।

২৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

আরিফ আরাফাত রুশো বলেছেন: ওরে বাবা, এতো আবেগ সামু কে নিয়ে!!!!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

আরজু পনি বলেছেন:

:|

২৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: প্রেমপত্র পড়ে তো আমি প্রেমপত্রের প্রেমে পড়ে গেলাম আপুনি!!!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

আরজু পনি বলেছেন:

নাহ কষ্টময় প্রেমপত্রের প্রেমে পড়া ভালো না গো !
শুধু কষ্ট আর কষ্ট !

২৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮

এবং ব্রুটাস বলেছেন: সামহোয়ারকে আপনার প্রেমিক বানিয়ে ফেললেন এ বড় অন্যায়। ছেলেদের অধিকারে রাখা প্রেমিকার কল্পনা করা থেকে বঞ্চিত করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি!
থাকুন অনেকদিন।

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫১

আরজু পনি বলেছেন:

আচ্ছা !

২৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯

লেডি বার্ড বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন'ন !!! !:#P !:#P !:#P

অভিমান না থাকলে কি আর পেরেম জমে!! ;) জনসম্মুখে এই রমকম গদগদ ভালুবাসা ভরা পত্রখানা পাইয়া বেচারা সামু কেমন লাল নীলা পিলা হয়ে গেছে। সামু হইছে বইলা কি লজ্জা থাকিতে নাই! :P

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৩

আরজু পনি বলেছেন:

বার্ডে না এসে লেডিতে এলে কতোই না ভালো হতো !

লজ্জায়তো এদিক মুখোই হচ্ছে না !

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

আরমিন বলেছেন: বর্ষপূর্তির অনেক অনকে শুভেচ্ছা এবং অভিনন্দন পনিপু!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল আরমিন ।।

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৩

শহুরে আগন্তুক বলেছেন: ২য় বর্ষপূর্তিতে অভিনন্দন :#>

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

আরক্ত গাল দেখেতো আমি নিজেই আরক্ত হয়ে যাচ্ছি !
হাহাহাহাহাহা

অনেক ধন্যবাদ আগন্তুক ।।

৩০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
২য় বর্ষপূর্তির অভিনন্দন !:#P !:#P !:#P


শত বছর পূর্তি হোক সামুতে সেই কামনা রইলো।


ভাল থাকুন সুস্থ থাকুন অহর্নিশ।
শুভ কামনা সবসময়।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শোভন ।

আপনিও ভালো থাকুন ।।

৩১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪

মেংগো পিপোল বলেছেন: অভিনন্দন। ভালো থাকবেন। আশা করি আগামী বছরও আপনাকে অভিনন্দন জানাতে পরব।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

বেঁচে থাকলে ইনশাহআল্লাহ ....
ধন্যবাদ রইল মেংগো পিপোল ।।

৩২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ২য় বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আপু, আর আগমনী সামনের দিন গুলোর জন্য রইলো শুভকামনা।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ তনিমা ।

আপনার জন্যেও শুভকামনা রইল ।।

৩৩| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: এত সুন্দর প্রেম পত্র ...শুধু সামুর কপালে ই জোটে.......প্রেমপত্র পড়তে গিয়ে কিছুটা আফসোস ই হলো..এমন করে যদি লিখতে পারতাম ।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

এমন প্রেম পত্রের জন্যে হৃদয়ের অস্থির আকুতির প্রয়োজন হয়...যখন তা হবে তখন এমনিতেই লেখা চলে আসবে ।

আমি এটা যখন লিখেছি...তখন প্রচন্ড মন খারাপ ছিল :|

৩৪| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++ বর্ষপূর্তিতে শুভেচ্ছা :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল অপূর্ন ।।
:)

৩৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

লেখোয়াড় বলেছেন:
অহোরাত্রি মানুষের আর্তিময় ধ্বনি বা আবেগময় আর্তি শুনে, আকন্ঠ তৃষ্ঞা মেটাতে, অস্তিত্বের স্বাদ চেটে-পুটে খেতে অনিবার্য চলে আসা আপনার এই পোস্টে। এখানে এসে আমার কথা বলার কথা ছিল না। তবুও সম্প্রীতির আলোর বন্ধনে মানুষের ভাষা মাঝে মাঝে দিয়ে যায় কিছু সহৃদয় সংবাদ, তাই নিজে দ্রবীভূত হওয়ার আগেই জানতি ইচ্ছে করে.......................

"রাত জাগলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে! সেই নিয়ে তোমার সে কি দুশ্চিন্তা! কতো মিষ্টি করে তুমি আমায় বোঝালে যেন তোমার সাথে কথা বলতে বলতে বেশি রাত করে না ফেলি।
জানো, কিছুদিন সত্যিই আমি তোমার কথা মেনে চলেছি। এখনও কেউ রাত জাগা নিয়ে কথা বললে তোমার কথাই প্রথম মনে হয়।

মাঝে মাঝে তোমার রূঢ় আচরণে আমার যে কি প্রচন্ড কষ্ট হয়! তুমি বুঝতে পারো না!? আমি তোমার গত কয়েক বারের দেয়া কষ্টগুলো ভুলতে পারিনি! কতোটা অভিমান করলে তুমি বুঝতে পারবে তাই ভাবছি!
আমার অভিমানগুলো কি সত্যিই বুঝতে পারো?!"

.................জানিনা, এইটুকুর কোন আলাদা মানে আমি করবো না, সাদা-কালোর পৃথিবী আরো সুন্দর আর গোলমেলে হোক, তবে যেটুকু শুধুই আপনার সেটুকু নিষ্পাপ থাকুক.....................

সহস্র প্রণতি রইলো বর্ষণসিক্ত সকালবেলা।
ভাল থাকুন।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

কোন লেখা প্রকাশের পর তা তো পাঠকেরই, না কি!



তাই ঠিকই বলেছেন, আলাদা করার কিছু নেই ।

আপনার ব্লগ পোস্ট, মন্তব্যের প্রতি মন্তব্য , অন্যত্র মন্তব্য...এসব দেখে কখনো কথনো নিজেরও ভাবুক হতে ইচ্ছে করে ! ভাবের প্রকাশ করতে ইচ্ছে করে...কিন্তু আমি বড্ড সীমাবদ্ধ !
ভাবনাগুলো সাধারণত খটমটেই হয় !

আপনিও অনেক ভালো থাকুন ...।।

৩৬| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

আরিফ রুবেল বলেছেন: দ্বিতীয় বর্ষ পূর্তির শুভেচ্ছা :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল রুবেল বা অরিফ ।
:)

৩৭| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছা রইলো বর্ষপূর্তির।

প্রিয়তমেষু সম্বোধনটাই অনেক আবেগের। ভালো লাগে এই সম্বোধন।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবার সময়কালে একটা কবিতা লিখেছিলাম...সেখানেও প্রিয়তমেষু ছিল ...

আসলেই অনেক আবেগি একটা সম্বোধন ।

অনেক ধন্যবাদ রইল অপর্না ।।

৩৮| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

নেক্সাস বলেছেন: ২ বছরের আরজুপা কে অনেক অনেক শুভেচ্ছা। সামুতে অনেক লম্বা আয়ু হোক আপনার।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল নেক্সাস।

ভালো থাকুন সব সময়ই ।।

৩৯| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: দুই বছর পূর্তির জন্য রইল অনেক শুভেচ্ছা :)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মহা মহোপাধ্যায় ।।

৪০| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৩

এক্সপেরিয়া বলেছেন: ২য় বর্ষপূর্তির শুভেচ্ছা রইল...

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ এক্সপেরিয়া ।।

৪১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

সায়েম মুন বলেছেন: চরম প্রেমপত্র। ব্লগকে ভালবেসেছেন বলে আপনি আশা জাগানিয়া হয়ে আছেন। সুন্দর গোছালে ব্লগিং চলুক। শুভেচ্ছা ও শুভকামনা থাকলো।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল মুন ।।

৪২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: আবেগঘন লেখা।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল ।

আপনার মন্তব্য পা্ওয়া সৌভাগ্য আমার জন্যে ।।

৪৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩০

মামুন রশিদ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা পনি'পু !:#P !:#P



আমি যখন ব্লগে প্রথম আসি, আপনার প্রচুর সহযোগীতা-উৎসাহ পেয়েছি । পোস্টে এসে কমেন্ট দিয়ে উৎসাহ দিতেন, আবার আপনার আশাজাগানিয়া সংকলন পোস্টের প্রতি সংখ্যায় আমার পোস্ট জায়গা পেত । একজন নতুন ব্লগারের জন্য এটা একটা বিশাল প্রণোদনা । ব্লগে বিভিন্ন সময় আপনার উপর নগ্ন আক্রমন এসেছে, ঠান্ডা মাথায় ফেস করতে দেখেছি । সামু'র যেকোন ইস্যুতে আপনাকে সামনের সারিতে দেখেছি । আর সাথে বিচিত্র আর দারুন সব পোস্টের ভান্ডার তো আছেই ।

আপনাকে 'মডু' বইলা খেপাতেও মজা লাগে । আপনার 'রসবোধ' অনন্য । মডু হোন আর নাই হোন, 'আরজুপনি' একজন আদি-অকৃত্তিম সামু-অন্তঃপ্রাণ ব্লগার- এটা নিয়ে কোন সন্দেহ নাই । নিজের ব্লগিং প্লাটফর্মের প্রতি এই ভালোবাসা নিঃসন্দেহে অনুকরণীয় ।


ভালো থাকবেন আপু । শুভকামনা সতত । :) :)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

আরজু পনি বলেছেন:

এতো দারুন করে বলেছেন যে যখন মন্তব্যটা প্রথম চোখে পড়লো তখন চোখ ভিজে উঠেছিল ।
অনেক কৃতজ্ঞতা রইল ।।

৪৪| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

দূর্যোধন বলেছেন: লুতুপুতু পোস্টে মাইনাস দেয়ার ব্যবস্থা থাকলে ফাডায়া মাইনাস দিতাম । লুতুপুতু পোস্ট ক্যান যে ব্লগে থাকে ....... /:)

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

আরজু পনি বলেছেন:

X( X((

৪৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: ব্লগের প্রতি আপনার ভালোবাসা এবং ব্লগ নিয়ে পরিশ্রম অতুলনীয়। আজীবন থাকুন সামুর নীলচে-সবুজ ঘরে। শুভকামনা।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল হাসান ।।

৪৬| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

মাক্স বলেছেন: ২য় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন!

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাক্স ।।

৪৭| ১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ডট কম ০০৯ বলেছেন: আমার মনের কথাগুলি আপনি সুন্দর করিয়া লিখিয়াছেন তাই আপনারে ধইন্ন্যা।যতদিন বাচিয়াছি মনে হয় না এই বাঁধন যাবে না ছিঁড়ে।

আরজু পনি বা আরজুপনি উভয়কেই শুভেচ্ছা তাহার জীবনের মূল্যবান ৩৬৫ গুন ২ দিন আমাদেরকে এই ব্লগের মাধ্যমে উপহার দেয়ার জন্য।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

আরজু পনি বলেছেন:

এ বাঁধন যাবে না ছিঁড়ে ....
হাহাহাহা

দেখা যাবে কখনো হয়তো সূতা দূর্বল হয়ে রশি ছিড়ে গেছে ....
হাহাহাহা

অনেক ভালো থাকুন ডট কম ০০৯ ।।

৪৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পথ চলা আরো দীর্ঘ হোক, সুন্দর হোক, মসৃণ হোক।

ভালো থাকুন, সব সময়।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সজীব ।

আপনিও ভালো থাকুন সবসময় ।।

৪৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:২০

তন্দ্রা বিলাস বলেছেন: আপনি যেন অনন্তকাল লিখে যেতে পারেন এই কামনায় করি। আপনার আগামী দিনগুলি আরও সুন্দর হোক। জীবনের প্রতি ক্ষেত্রে যেন সফল হন প্রান থেকে এই দোয়া করি।

২য় বর্ষপূর্তি সফল হক। ১৯ তম ভাল লাগা।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯

আরজু পনি বলেছেন:

আজকে সকালে খেয়াল করলাম আপনার নিক নেবার কারণটি ।

শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ রইল ।।

৫০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বছর পূরণের শুভেচ্ছা! :D

১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ রইল আলাউদ্দিন ।

ব্লগিং আনন্দময় হোক ।।

৫১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

তাসজিদ বলেছেন: ২য় বর্ষপূর্তির অনেক অনেক অভিনন্দন

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল তাসজিদ।।

৫২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

সিরাজ সাঁই বলেছেন: আন্তরিক অভিনন্দন ও অভিবাদন সহকারে প্লাস। আপনার কাছে আমি আকণ্ঠ ঋণী। শুভকামনা নিরন্তর।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

ঋণীতো আমরা আপনার কাছে। সামহোয়্যারইন ব্লগের সম্পদ আপনি।

অনেক অনেক ধন্যবাদ রইল সিরাজ সাঁই।।

৫৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: দুই বছর পার করেছেন ব্লগে আপু। দুই বছর কিন্তু অনেক সময়। কত মানুষের সাথে পরিচয় হয়েছে, কত পোস্টে কত আনন্দের সময় কেটেছে, আবার কত প্রিয় মুখ হারিয়ে গেছে! চিন্তা করতে বসলে দেখা যাবে হাজারো টুকরো টুকরো ঘটনা মনে পড়বে! এভাবেই সামুর সাথে থাকুন এই কামনা করব। ব্লগের জন্য অনেক পরিশ্রম করেছেন আপনি, এজন্য অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানবেন।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

সামহোয়ারের আকাশটা বিশাল। সেখান থেকে একটা তারা খসে গেলেও কি কেউ খুব বেশিই মনে রাখে? তা না ।

হ্যাঁ, অনেক স্মৃতি !

সামনে ব্লগিং চালিয়ে গেলেও আরো স্মৃতি জমা হবে।

এসব নিয়েই তো ব্লগার ...

অনেক ধন্যবাদ রইল নাজিম।।

৫৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৮

মুকুল সালাহউদ্দীন বলেছেন: সালাম নিবেন আরজু মেডাম। গত কাল আপনার পোষ্ট দেখেছিলাম ও পড়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে কমেন্ট করার সুযোগ হয়নি। স্নেহ এবং প্রেম মাখা গল্প পড়ে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম স্বপ্ন ময় দুনিয়ায়, । রম

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মুকুল আপনাকে।

ভালো থাকুন সবসময়।।

৫৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

ইখতামিন বলেছেন:
২য় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন রইল :)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল ইখতামিন।

ভালো থাকুন সবসময়।।

৫৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

বৃতি বলেছেন: দুই বর্ষপূর্তির অভিনন্দন :)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল বৃতি ।।

৫৭| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

অদৃশ্য বলেছেন:





চমৎকার লিখলেন... আন্তরিক কথা বার্তা... আপনার মতো অনেকেই এখানে এভাবে আষ্টেপিষ্টে বাঁধা পড়ে আছেন...

কিসের বাঁধন !

আর ভালোবাসার জন্য দর্শনের কোন শেষ নেই...


শুভকামনা...

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

আরজু পনি বলেছেন:

এটা হয়তো ঠিকই বলেছেন। আষ্টে পৃষ্ঠে অনেকেই বাঁধা পড়ে আছে।

আর ভালোবাসার বিষয়ে যা বললেন তাতেও সহমত জানাচ্ছি।

অনেক ধন্যবাদ রইল অদৃশ্য ।

ভালো থাকুন।।

৫৮| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন এবং শুভেচ্ছা ।
ভালো থাকবেন আপু। অনেক অনেক শুভকামনা :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ স্বপ্নবাজ।

আপনিও ভালো থাকুন।
শুভকামনা সবসময়ের জন্যে।।

৫৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন:

দুই বছরের ব্লগিং-এ প্রথম কোন ভাবের কথা লেখা পোস্ট ! আর এতো ভাবের লেখা নিয়ে মন্তব্যের চেয়ে প্রায় সবাই খালি বর্ষপূর্তিতে শুভেচ্ছাই জানায় ! :( :(( X( X((

৬০| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

লেখোয়াড় বলেছেন: "অহোরাত্রি মানুষের আর্তিময় ধ্বনি বা আবেগময় আর্তি শুনে, আকন্ঠ তৃষ্ঞা মেটাতে, অস্তিত্বের স্বাদ চেটে-পুটে খেতে অনিবার্য চলে আসা আপনার এই পোস্টে। এখানে এসে আমার কথা বলার কথা ছিল না। তবুও সম্প্রীতির আলোর বন্ধনে মানুষের ভাষা মাঝে মাঝে দিয়ে যায় কিছু সহৃদয় সংবাদ, তাই নিজে দ্রবীভূত হওয়ার আগেই জানতি ইচ্ছে করে......................."

দুই বছরে আপনার প্রথম ভাবের লেখা..............তাই কেউ ভাবের কথা না বলে শুধু শুভেচ্ছা জানাচ্ছে, সেজন্য আপনার কত আফসোস্......... আহা! তা আমার বলা কথাগুলো কি ভাবের কথা নয়!!

আমি তো আপনাকে কোন শুভেচ্ছা জানাইনি! অন্তত একজন আমি তো শুভেচ্ছা না জানিয়ে আপনার মনের ইচ্ছা অনুযায়ী ভাবের কথা বলে গিয়েছি, নাকি................................??

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

আমিতো বলি নি সবাই...প্রায় সবাই বলেছি ।

কিন্তু আপনারও শুভেচ্ছা জানানো উচিত ছিল...বলা যায় না কোন অভিমানে কবে ব্লগ ছেড়ে চলে যাই...তখন আবার ........নাহ থাক

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

আমি স্কীপ করে মন্তব্য করি না ! এটা কিভাবে করলাম জানি না ! ! ! !

৬১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপুনি :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রহস্যময়ী।

আপনার জন্যেও শুভকামনা ।।

৬২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: লেখক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিন্স ।
অনেকদিন পর দেখলাম ।
ভালো থাকুন সবসময়ই ।

হারিয়ে গিয়েছিলাম, ফিরে এসেছি :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭

আরজু পনি বলেছেন:

শুভ প্রত্যাবর্তন প্রিন্স :D

৬৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন রইল :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ...তুমি...।।

৬৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৫

মিজানুর রহমান মিলন বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন রইল :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল মিলন।।

৬৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

লেখোয়াড় বলেছেন:
৬০ নম্বরে আমার করা দ্বিতীয় মন্তব্যে গত রাতে উত্তর করে আবার কিছুক্ষণ পর মুছে ফেলেছিলেন।
কি হয়েছিল, আমি কোথাও ভুল করেছি কি! রাতেই দেখেছিলাম।

নির্দ্বিধায় পরিস্কার করে দিলে আমার ভাল লাগবে।
আমার কেমন যেন বিভক্ত বা খন্ডিত লাগছে।

ভাল আছেন??

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

প্রিয় লেখোয়াড়, ওই সময়টাতে আমি বার বার রিফ্রেশ দিয়ে দেখছিলাম আপনি আমার মন্তব্যের কি জবাব দেন। যেটা যে কোন পোস্টের বেলাতেই করি।

আর তাতেই বেখেয়ালে স্কীপ করে প্রায় ১০টি মন্তব্য পার হয়ে আপনার মন্তব্যের জবাব দিয়ে দিয়েছিলাম। পরে অপরাধবোধে ভুগতে ভুগতে তা মুছে ফেলেছিলাম এই ভেবে যে, ক্রমানুসারেই পরে জবাব দিব।

আশা করি, এই অপরাধটুকুর জন্যে ক্ষমা পেতে পারি...কি বলেন ?

৬৬| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

লাবনী আক্তার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন আপু। আর চিঠিটা ভালো লাগল।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল লাবনী ।।

৬৭| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:

@লেখোয়াড়, খন্ড খন্ড হতে থাকুন... ওখানে দুটো জবাব দিয়েছিলাম, যেহেতু একটা দেখেছেন তাই খন্ডিত হচ্ছেন, বিভক্ত হচ্ছেন । পরেরটা দেখলে এমনটি হতো না ।

তাই আপাতত একটু কষ্ট করে ধৈর্য্য ধরতেই যে হবে ।

আমিও অনেক লেখায়, অনেকের লেখায় অপেক্ষা করতে থাকি জবাবের...এমন পর্যবেক্ষণে থাকা অনেক অ-নে-ক পোস্ট জমে আছে , যার জবাব পাই না, পাই নি !

৬৮| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

লেখোয়াড় বলেছেন:
বিষয়টি দেরি করে উত্তর দেয়া না দেয়ার নয়, বা অপেক্ষা করা না করার নয়,
বিষয়টি হলো.......... উত্তর করে মুছে ফেলার।

আপনার যেমন দয়া আর দাক্ষিণ্য।

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৪

আরজু পনি বলেছেন:

আমি আসলে স্কীপ করার অপরাধ বোধে ভুগছিলাম ....

আশা কর এই সীমাবদ্ধতাটুকু মেনে নিবেন অনুগ্রহপূর্বক।।

৬৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

ভালো থাকতে চাই বলেছেন: আমার প্রিয় সামু , আমি তোমায় ভালোবাসি , আমি এখনো তোমার প্রেমে দিওয়ানা ।

১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
অনেক ধন্যবাদ ।

আচ্ছা ২৪শে ফেব্রুয়ারী কি দেখা হয়েছিল?
মনে হচ্ছে...

৭০| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০২

কালীদাস বলেছেন: দুই বছর পার করছেন, খুবই ভালা কথা।
ব্লগের প্রেমে ফিদা হয়া গেছেন- আরও ভালু কথা।

এই সুজা কতাগুলান সুজা ভাষা লেখতে পারলেন না?? X( X(( হুদাই আমার এন্টেনায় প্রেশার ফালানির কি দরকারটা আছিল শুনি??


!:#P !:#P !:#P

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
এন্টেনায় প্রেশার ফালতে পারছি বইলা নিজেই ধন্য হইয়া যাইতেছি :P

আচ্ছা ইমো দেইখা বুইজ্ঝা নিলাম যে শুভেচ্ছা জানাইছেন :D

৭১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

চানাচুর বলেছেন: বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা রইলো আপু !:#P !:#P

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ চানাচুর।।

৭২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

অচিন্ত্য বলেছেন: দারুণ লিখেছেন ! এই শব্দযাত্রা শুভ হোক। সাথেই আছি

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

আরজু পনি বলেছেন:

বড্ড অসময় যাচ্ছে !


আপনার দু'দুটো পোস্ট পড়েও মন্তব্য না দিয়েই ফিরে এসেছি পরে মন্তব্য করার আশায় ...

ব্লগে থাকতেও ইচ্ছে করে আবার কিছু দায়বদ্ধতাও আমাকে পিছু টানে .......

আমার ব্লগে আপনাকে পেয়ে সত্যিই কৃতজ্ঞ বোধ করছি ।।

৭৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

শাহেদ খান বলেছেন: আশা জাগানিয়া ব্লগের ২য় বর্ষপূর্তিতে অনেক অনেক শুভকামনা। !:#P

এমন আশা জেগে থাকুক সবার মাঝে, সবসময়।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল প্রিয় অলস গল্পকার।।

৭৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: এলাম ব্লগে দেখলাম আশা জাগানিয়া প্রিয়তমেসু সমচার
ভাল লাগল আপু , শুভেচ্ছা

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

প্রিয়তমেষু হবে বানানটা যতদূর জানি ...

অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু ।
আপনার জন্যেও শুভকামনা ।।

৭৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বর্ষপূর্তীতে অনেক অনেক শুভেচ্ছা আপু । ভাল থাকুন । ভাল লিখুন । শুভ কামনা সবসময় :)

পোস্টে ++++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বিথি ।
ভালো থাকুন ।।

৭৬| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

সুপান্থ সুরাহী বলেছেন:

সময় খায় জীবন
জীবন খায় সময়
পনিপু ব্লগের
প্রেমে ফিদা হয়

ব্লগিং খায় কাজ
কাজ খায় ব্লগিং
তারপরও সামুর
মাথায় করি জগিং

হয়ে গেছে দুবছর পূর্তি
হলোনা উদরের পুর্তি

সময় আসুক আরো প্রেমময়
জীবনের আঙিনায় নামুক জয়...

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

আরজু পনি বলেছেন:

ওরররররে .....

দারুণ তো !

কবিদেরকে এজন্যেই এতো পছন্দ আমার।

ছড়াবিতা উপহারের জন্যে অনেক অনেক ধন্যবাদ রইল সুপান্থ।।

৭৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

গাধা মানব বলেছেন: বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা রইলো আপু । !:#P !:#P !:#P !:#P :)

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

আরজু পনি বলেছেন:

গাধা মানব যে....

অনেকদিন পর এলেন !

ভালো লাগলো আপনাকে দেখে।।

৭৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন আপু । বর্ষপূর্তিতে চিঠি লেখা , আইডিয়া টা ভাল লাগলো ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল অদ্বিতীয়া ।

ভালো থাকুন সবসময়।।

৭৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

বোকামন বলেছেন:






সম্মানিত লেখক/ব্লগার,
আস সালামু আলাইকুম।

অভিমান পত্রে প্রেম উদ্ভাসিত হলে তাকে সার্থক অভিমান পত্রই বলা যায়। সহব্লগারদের প্রতি আপনার বিনয়ী কয়েকটি কথা আমাকে দারুণভাবে আনন্দিত করলো।

বর্ষপূর্তি উপলক্ষে আপনার পুরনো বেশ কয়েটি পোস্ট গত দু-দিনে পড়লাম। সময়ের স্বল্পতার কারণে মন্তব্য করতে পারিনি বলে দুঃখিত।

ভালোলাগার বিষয়গুলো আপনাকে আরো অনেক বেশী সাহ-চর্য দিতে থাকুক-এই কামনাই করি।

ভালো, সুন্দর, সতেজ থাকুন সবসময়

ইতি,
আপনার একজন শুভাকাঙ্ক্ষী.....।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

আরজু পনি বলেছেন:

বোকামন, জেনে খুব ভালো লাগলো ।

দুঃখিত হবার কিছু নেই।
আপনার আন্তরিকতাই আমার প্রেরণা ।

অনেক অনেক ধন্যবাদ রইল।
ভালো থাকুন সবসময়ই।।

৮০| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রাজু মাষ্টার বলেছেন: পনিদিরে হক্কলসুমায় পিলাস আর শুভকামনা :) :)

আপু তোমার ব্লগ চলুক নিরন্তর......

কারন সাম্নের দিনে আমাদেরকে হাল ধরতে শিখাবেতো তোমরাই......


!:#P !:#P !:#P !:#P

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
অনেক ধন্যবাদ রইল রাজু মাস্টার।

ভালো থাকুন নিরন্তর।।

৮১| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রেজওয়ান তানিম বলেছেন: দুই বছর, কম কথা নয়

পোস্ট পড়ে নানা কথা চিন্তা করে হাসি পেল

এনিওয়ে আরো কত দিন আপনার এই ভালবাসা অক্ষুন্ন থাকে সেটাই দেখার বিষয়

শুভেচ্ছা

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

হাসি পাওয়ারই কথা ।

আপনার মন্তব্য দেখে আমারো মনে পড়ে গেল নানা সময়ের কতো স্মৃতি ...।

কতো দিন থাকতে পারবো জানি না ...
পরিবেশ, পরিস্থিতি কখন কাকে কোথঅয় নিয়ে যায় কেও বলতে পারে না ।

অনেক ধন্যবাদ রইল তানিম।।

৮২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: এই পোস্টে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে একটি সুখি সংসার গড়ার সুযোগ করে দিন Click This Link

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

আরজু পনি বলেছেন:

মন্তব্যতো দিয়েছিলাম।
সংসার কি সুখের হয়েছে ?

৮৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:২৯

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি,

পত্রের মূল শরীরটুকু গতানুগতিক । কিন্তু সব কিছু ছাপিয়ে বাঙময় হয়ে উঠেছে পত্রের পদযুগলে জুড়ে দেয়া নুপুর খানি - "আরজু আর পনির মাঝে স্পেসটা তো তুমিই করে দিতে পারো! নাকি স্পেস ছাড়াই আমাকে ডাকতে পছন্দ করো.... "
দারুন ছন্দে নেচে গেছে ভাবটুকু । পত্রের সারা শরীরে যে আবেদন তাকে ছাপিয়ে গেছে নুপুরের এই কারুকাজ । ভারত নাট্যমের মতো একটা খুব শৈল্পিক মুদ্রা আমার চোখকে আটকে দিয়েছে এখানটাতে । এটুকু কেবল আমার চোখে লেগে রইলো নিদজাগানীয়া হয়ে ।

পোষ্টের শেষের অংশে আমাদের জন্যে আপনার প্রেম আর অভিমান মিলেমিশে ছায়া ফেলে গেছে ।

ভালো থাকুন, আর তৃতীয় বছরের জন্যে সেজে উঠুন নতুন করে ....

২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৪

আরজু পনি বলেছেন:

একটা ভালো পোস্ট পড়ে যেমন আরাম পাই...তেমনি একটা ভালো মন্তব্য পেলেও দারুন লাগে !

কি সুন্দর দারুন একটা মন্তব্য করলেন...
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।।

আর দেরীতে জবাব দেয়ায় দুঃখিত।

৮৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৬

জুন বলেছেন: বাপরে বর্ষপুর্তি পোষ্ট পড়ে তো আমি থ খেয়ে গেলাম। এমন অভিমান জীবনেও কারো সাথে করতে পারলাম্না, চিঠি লেখা তো আরো দুরের কথা।
খুব ভালোলাগলো অভিমান পত্র পনি।
+

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, অভিমানতো কিছু আছেই...সুযোগ পেয়ে তা ঢেলে দিলাম ;)

অনেক ধন্যবাদ রইল প্রিয় ব্লগার।

দুঃখিত, দেরী করে ফেললাম জবাব দিতে। পেছনের পোস্টতো নোটিফিকেশন মিস করেছি।

৮৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেরিতে হইলেও অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

শুভকামনার জন্যে দেরী বলে কোন কথা নেই।

অনেক ধন্যবাদ জানবেন ইরফান।
ভালো লাগলো দেরী হলেও অভিনন্দন জানিয়েছেন।।

৮৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সরি সরি.............একটা রাইখা সব ডিলেট কইরা দিয়েন।

০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৯

আরজু পনি বলেছেন:

দিলাম।।

৮৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৫

বিষের বাঁশী বলেছেন: অভিমানপত্রখানা চমৎকার হয়েছে আপু। ঐ যে আপনাকে যে হোমওয়ার্ক দেয়া হয়েছে বিশাল সিলেবাসের কম্পলিট করেন তো প্রতিদিন? :)

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

কেডারে ?! :|| :||

৮৮| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

লেখোয়াড় বলেছেন:
কোন লেখা প্রকাশের পর তা তো পাঠকেরই, না কি!

তাই ঠিকই বলেছেন, আলাদা করার কিছু নেই ।

............... হুমমমমম..... এখানেই বলেছিলেন।
আমার কথা দিয়ে আমাকেই বোঝানো।

তাহলে আপনি আলাদাটাই পছন্দ করেন এটা কিন্তু বলে দিয়েছেন।
এখন আমার উপর রাগ করবেন নাতো?

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

আরজু পনি বলেছেন:

যেই কথাটা পছন্দ হয় নি...অথবা বলতে পারেন মন থেকে মেনে নিতে পারি নি...তাই কপি-পেস্ট করেছি ।

ঠিক ...আপনার কথা দিয়েই আপনাকে বোঝানো ।

রাগ....জানি না তো !
অথবা বুঝতে পাচ্ছি না ।।

৮৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

অ্যানোনিমাস বলেছেন: শুভেচ্ছা, অভিমান ভালো জিনিস, অভিমানে প্রেম টানে ;)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৮

আরজু পনি বলেছেন:

নিকটা কার গো ! কনফিউজড হয়া গেলাম :P

=p~ =p~

থ্যাঙ্কু :D

৯০| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অ্যানোনিমাস বলেছেন: ওয়েল্কু ;)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

:D :D

৯১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

লেখোয়াড় বলেছেন:
"যাই হোক..কখনো ইচ্ছের বিরুদ্ধেই কলম থেমে যায় ।
আমি এজন্যেই কবিতা লেখার চেষ্টা করি না । আমি জানি কবিতায় যাই লিখি না কেন ..তা কেউ না কেউ কেন্দ্রীক করে ফেলবে ।
তারচেয়ে এই ভালো আছি ।
ভালো থাকবেন শুভেচ্ছা ।"

............... আমার দূভার্গ্য, ১০ আগষ্টের কথা জানলাম গতরাতে! আমি শব্দহারা, অনেকক্ষণ অবাক বিস্ময়ে ভাবলাম।

আমি খুবই দুঃখিত। এতদিন না দেখার জন্য, সবকিছু এখানে বলা সমীচীন না।
সমুখের, সুদুরের আহ্বান শুনতে পাচ্ছি। ভয় নেই। অতটা অবুঝ নই।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:

যাই হোক..কখনো ইচ্ছের বিরুদ্ধেই কলম থেমে যায় ।
আমি এজন্যেই কবিতা লেখার চেষ্টা করি না । আমি জানি কবিতায় যাই লিখি না কেন ..তা কেউ না কেউ কেন্দ্রীক করে ফেলবে । ..........!!!!!!
এই কথাগুলোকি আপনার ? !

আমি কোথায় যেন বলেছিলাম ! মনে করতে পাচ্ছি না ...কিন্তু এমনই কথা আমি বলেছি কোথাও... !


পাঠক যখন কেন্দ্রীক করে ফেলে...তখনই লেখকের সার্থকতা । কেননা লেখক তার লেখাতে বাস্তবের কাছে আনতে পেরেছেন বলেই পাঠক কেন্দ্রীক করেছে । করুক না ... পাঠককে এই আনন্দটুকু থেকে বঞ্চিত করাটা কি খুব বেশি জরুরী ?



শেষের লাইনে যে কি বললেন ...মাথার এতো উপর দিয়ে যে গেল লাফ দিয়েও ধরতে পারলাম না !

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

আরজু পনি বলেছেন:

আজ সকাল বেলা বুঝতে পারলাম কোথায় লিখেছি ।

ধন্যবাদ ।।

৯২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬

লেখোয়াড় বলেছেন:
আপনি মোটেও প্রতিশোধ পরায়ণ নন, সেটা প্রমাণ করবেন কি, দয়াকরে?
আজ সারাদিন-রাত তেমন কোন অনুসর্গ, উপসর্গ দেখলাম না।

একটু দয়ালু হতে কি পারেন না?
ঈশ্বর আমাকে শক্ত থাকার শক্তি দিক।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:

আমি মোটেও প্রতিশোধ পরায়ণ নই ।
কিভাবে প্রমাণ চান ...আমার সাধ্যের মধ্যে হলে প্রমাণ দেওয়ার চেষ্টায় কার্পণ্য করবো না ।।


আজ সারাদিন-রাত তেমন কোন অনুসর্গ, উপসর্গ দেখলাম না।...এটুকু বুঝিনি ।

৯৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

লেখোয়াড় বলেছেন:
ধন্যবাদ শেষ পর্যন্ত আলো ছড়িয়ে উদিত হওয়ার জন্য। অনুসর্গ, উপসর্গ এটাই।

ক'দিন ব্লগে না এসে হয়েছি কি, একটা অমৃতলোকের সন্ধান পেয়েছি, এটা আমার সৌভাগ্য কিনা জানিনা, হয়তো কালপ্রবাহ সেটা চিহ্নিত করে রাখবে।

এখন মনে হচ্ছে ঈশ্বর আমাকে আবেগ-অনুভূতি দিয়ে ধন্য করেছেন।

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

আরজু পনি বলেছেন:

হাহা
আমি আসলে এখনও লগইন হতাম না ।
টেনশন কমাতে ব্লগে লগইন হয়েছি ।
কয়েক মিনিটের মধ্যেই আবার দৌড়াতে হবে ।
জীবন-এর অপর নাম 'দৌড়' ।



আপনার প্রথম লাইনটা...
একটা ঘটনার কথা মনে পড়ে গেল ।


মেয়েটি ওর বন্ধুর জন্যে অপেক্ষা করতো সবসময় । বন্ধুকে শুধু দেখতে পেলেই যেন ওর স্বস্তি । লম্বা সময়ের জন্যে বন্ধুটিকে দেখতে না পেলেই এজমার রোগীদের মতো ওর শ্বাসকষ্ট হতো !
ডাক্তার দেখিয়েছে , কিন্তু না... ওর আসলে শ্বাসকষ্ট নেই ।

ওর কাছে সেই বন্ধুটিই অক্সিজেন ।
জিজ্ঞেস করেছিলাম, বন্ধুটির সাথে শুধুই কি বন্ধুত্ব, না কি আরো কিছু ?
...ও মলিন মুখে বলেছিল , ও সারাজীবন শুধুই খুব ভালো একজন বন্ধু হয়েই থাকতে চায় ।
পৃথিবীতে কতো আজব মানুষ আছে !

৯৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

লেখোয়াড় বলেছেন:
সত্যিই ঘটনা এটি!

যদি শুধু দেখতে পেলেই তার স্বস্তি হয় তো ঠিকই আছে। যার যেখানে অভাব সেটা পেলেই তো তার পূর্ণতা। এখানে শুধু বন্ধুত্বেই তার সকল চাওয়া মিটে যায়।

বন্ধুত্ব ছাড়া আরো বেশি কিছু চায়নি বলেই কি আজব বললেন, আমি একটি প্রশ্ন রাখতে পারি, সে যদি বলতো বন্ধুত্ব আরো বেশি কিছু আছে, তাহলে ব্যাপারটিকে কি স্বাভাবিক মনে করতেন?

এত জটিল বিষয়ে আমি খুব তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্তে আসতে পারি না।



"দৌড়ের উপর থাকলে একটু টেনশন হয় বৈকি"


দৌড়ের টেনশন কমাতে ব্লগে লগইন হতে হলো? মানে ব্লগে আসলে আপনার টেনশন কমে যায়! দারুন তো? এটাও একটা আজব ব্যাপার বলতে হয়।

টেনশন কমানোর এই উপায়টি আপনার নিকট থেকে আমাকে শিখতে হবে।


০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৪

আরজু পনি বলেছেন:

বন্ধুত্ব ছাড়া আরো বেশি কিছু চায়নি বলেই কি আজব বললেন, আমি একটি প্রশ্ন রাখতে পারি, সে যদি বলতো বন্ধুত্ব আরো বেশি কিছু আছে, তাহলে ব্যাপারটিকে কি স্বাভাবিক মনে করতেন?...

বন্ধুত্ব ছাড়া আর কিছু চায়নি...এব্যাপারটাতে আজব বলিনি ।

এমনটি হতেই পারে । পৃথিবীতে কতো মানুষের সাথেইতো সম্পর্ক হতে পারে...কতো রকমের সম্পর্ক ।

আজব বলেছি এ কারণেই মেয়েটির কষ্ট পাওয়ার মাত্রাটা বড্ড বেশি ।
এই বড্ড বেশি কষ্ট পাওয়াটাকে আজব বলেছি ।

এতো কষ্ট পাওয়ার কী আছে ?!

হাহা

ব্লগটাকে অনেক ভালবাসি..অনেক ভালো বন্ধুর মতো ।
তাই হয়তো বন্ধুর সামনে এলে টেনশন কমে যায় ।

৯৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

লেখোয়াড় বলেছেন:
আপনার একটা স্ক্যানার মেশিন দরকার, বাসাতে, নয় কি?
ছবি ব্লগ করার জন্য।

আজ সারা দিনে ৬টি মন্তব্য করেছেন অন্যের ব্লগে, নিজের ব্লগে কোন প্রতিউত্তর করেননি, কি ব্যাপার, এত নিষ্প্রভ আজ?

কিসের সাধনা করলেন এত গোপনে, নিরবে, জনহীনতায়?

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০

আরজু পনি বলেছেন:

না, জনহীনতায় নয় বরং কাজগুলো জনারণ্যেই ছিল ।
ব্যস্ততা বড্ড বেশিই ছিল...তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সময় বের করতে পারি নি ।

একটা স্ক্যানারের অভাব বোধ করছি অনেকদিন ধরেই...কিন্তু প্রয়োজনটা মাথা চাড়া দিয়ে উঠেনা, তাই কেনা হয় না ।।

৯৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

লেখোয়াড় বলেছেন:
কিছু বলবেন?
চুপ কেন?

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আপনি এতো মজার ....

৯৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

লেখোয়াড় বলেছেন:
আপনি এত অন্তর্ভেদী!

মজার কি দেখলেন?

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

আরজু পনি বলেছেন:

অন্তর্ভেদী!

কেন এমন মনে হলো ?



আপনার মন্তব্যটা মজার ছিল...মনে হলো যেন আপনার কাছে যেয়ে সামনে দাড়িয়ে আছি চুপ করে কিন্তু কিছু বলছি না ...তাই আপনি জিজ্ঞেস করলেন অমন করে ।



৯৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬

লেখোয়াড় বলেছেন:
অন্তর্ভেদী কেন মনে হলো তার উত্তর তো দিয়েই দিলেন!
কোন অন্তরকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করাকেই তো অন্তর্ভেদী বলে।
আপনিও সেরকম পারেন বলেই আপনাকে অন্তর্ভেদী বলেছি, ভুলও হতে পারতো।

"মনে হলো যেন আপনার কাছে যেয়ে সামনে দাড়িয়ে আছি চুপ করে কিন্তু কিছু বলছি না ...তাই আপনি জিজ্ঞেস করলেন অমন করে "

............... তাই ভাবছি, আশ্বিন মাস চলে যাচ্ছে তবুও অমন কিছু ঘটল না এখনো...........................

................ এত কথা বলা ঠিক হচ্ছে কিনা জানিনা............... আপনাকে তো আবার অনেকেই অবজেকশন দেয়............. পাছে আবার আপনার অনেক শুভাকাঙ্খিকে হারিয়ে না ফেলেন....................... মাঝে মাঝে আপনাকে এড়িয়ে চলার বা আপনার ওখানে যেয়ে কোন কথা না বলে শুধু +++++++++++ দেওয়ার এটাও একটি বড় কারণ......................

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

তাই ভাবছি, আশ্বিন মাস চলে যাচ্ছে তবুও অমন কিছু ঘটল না এখনো...........................

বুঝিনি ।


আপনি বলেছিলেন আশ্বিন মাস পর্যন্ত আপনার সাথে আমার যোগাযোগ নিয়মিত থাকবে কি না বা এই জাতীয় কথা...

বিশেষ কোন পোস্ট দিবেন কি না জানি না ।

যা মনে আসবে বলে দিবেন...এতো ভাববার কিছু নেই ।

যারা মন্দের খোঁজে থাকে তারা সব কিছুতেই মন্দ দেখে ।

কাজেই অত চিন্তা করতে গেলে তো কথা বন্ধ রেখে সত্যিই শুধু প্লাস দিতে হবে...তেমনটি চাই না ।

ওতে আপনার দারুণ সব মন্তব্য মিস করি ।

৯৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

লেখোয়াড় বলেছেন:

কেমন আছেন?

আপনার ভিতরে দারুন একটি প্রতিভা কাজ করে, সব কথা আগে আমার মাধ্যমে বলিয়ে নেয়ার চেষ্টা করা। এই জন্য কিছুই বুঝতে চান না, সবই মাথার উপর দিয়ে যায়। এক্ষেত্রে অপরকে যন্ত্রণা দিয়ে নিজেকে কিছু সময়ের জন্য আড়ালে রাখা যায়, বাট অনেক সময় স্মৃতি-বিস্মৃতি গুলিয়ে যায়।

এখন বলবেন শেষের লাইন বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল, বলুন না কে করেছে মানা।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:

এই গানটা এতো শুনেছি কিন্তু এর আবেদন একটুও কমে না...এখনও শুনছিলাম...বলবেন হয়তো অনেক পুরনো...কিন্তু আমি নতুন পুরনোর হিসেব করি না...

ভালো লাগারা কখনো পুরনো হয় না ।

১০০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

লেখোয়াড় বলেছেন:
গানটি আপনার এত ভাল লাগে কেন?

যদি ক'লাইন বাংলায় অনুবাদ করে দিতেন তাহলে বুঝতে পারতাম।

একটি সুন্দর কথা বলেছেন, " ভাল লাগারা কখনো পুরনো হয় না"

আমি বলি, সব ভাল লাগাদের আবার নিয়ন্ত্রণে রাখা যায় না।

আপনার মায়ের কথা বলবেন কি একটু, যদি কিছু মনে না করেন।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২১

আরজু পনি বলেছেন:

এই সপ্তাহেই যাচ্ছি মায়ের কাছে ...

মা আর ব্রহ্মপুত্র ...

মা ভালো আছেন আলহামদুলিল্লাহ ।

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৪২

আরজু পনি বলেছেন:

আমি কোন মন্তব্য স্কিপ করে যাই না।
এটাও যে স্কিপ করিনি তা নিশ্চিত।

গানের কথাগুলো তেমন বুঝতে পারিনা। তবে মাধুরীর অভিনয় অসাধারণ লেগেছে আর গানের সুর টেনেছে বেশি। ওইসময় এই গানটাই বেশ শুনতাম।

আসলেই ভালো লাগারা কখনো পুরোনো হয়না।

আমার মা ভালো আছেন আলহামদুলিল্লাহ ।

১০১| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

অস্পিসাস প্রেইস বলেছেন: ব্লগ নিয়ে কেউ এত রোমান্টিক চিঠি লিখতে পারে!

একটা প্রশ্নঃ পাড়ার ছোট ভাইটা কি সামুর ব্লগার ছিল?


০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

আরজু পনি বলেছেন:

চিঠি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

ও আসলে ঠিক পাড়ার না ...তবে একই শহরের...আগে চিনতাম না ।

হ্যাঁ, সামুর একেবারে শুরুর দিকের ব্লগার...অনিয়মিতভাবে নিয়মিত ব্লগিং করে ।।

১০২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

লিন্‌কিন পার্ক বলেছেন:

বর্ষপূর্তির শুভেচ্ছা নিন !:#P B-)

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ লিনকিন পার্ক B-)

১০৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৭

লেখোয়াড় বলেছেন:
ভুল বুঝিনি।

বলেছি তো, "‍ আপনার মহত্ব শুধুই আমাকে ধ্বংস করে।"

বলতে পারেন এই লাইনটিও আপনার মাথার উপর দিয়ে গেল, আমি কিন্তু কখনো এমন ভাবে আপনাকে বলিনি।

আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুখ ও শুভতায় পরিপূর্ণ হয়ে উঠুক।

ভাল থাকুন।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আমি মনে হয় বুঝি কম...

আশা করছি ইদ খুব আনন্দে কেটেছে প্রিয়জনদের সাথে...

সবসময়ই অনেক অনেক ভালো থাকুন...
আনন্দে থাকুন ।।

১০৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৪

ঘুমন্ত আমি বলেছেন: ২য় বর্ষপুর্তির শুভেচ্ছা ভালো থাকুন আপনি ! আপনি যে আশা জাগানিয়া ভুমিকা ব্লগে রাখছেন তা অবহ্যাত থাকুক ভালো থাকুন খুব ভালো !

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

ঘুমন্ত, খুব ভালো লাগলো ।
এতো সুন্দর মন্তব্যে মন ভরে গেল ।।

আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেয় ।

ইদের শুভেচ্ছা রইল ।।

১০৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭

লেখোয়াড় বলেছেন:
আপনিও তো অনেক কম সময় দিচ্ছেন ব্লগে। প্রতি উত্তরগুলো করছেন অনেক ধীরে ধীরে। এটা আপনার জন্য ভাল হচ্ছে বলে মনে করি। হয়তো অন্য কোন মূল্যবান কাজে সময়টাকে ব্যয় করছেন, যা আপনার জন্য অনেক ভাল হবে বোধকরি।

আমার কিছু বকেয়া কাজ রয়েছে সেগুলো শেষ করার চেষ্টায় আছি, ওগুলো শেষ না করতে পারলে কোনদিকে মন দিতে পারছি না, তাছাড়া এমুহূর্তে আমি আমার জীবনের একটি কঠিন সময় পার করছি, আপনি জানলে আপনার মন কেঁপে উঠবে। বেঁচে থাকার বা লড়াই করার বাস্তবতা অনেক সময় খুব বেশি নির্মম হয়ে ওঠে।

আমার জন্য দোয়া করবেন আমি যেন ভেঙে না পড়ি।
অনেকদিন পর আপনার সাথে কথা বলে গেলাম, আপনিও আজকাল কম যান আমার ওখানে, হয়তো সময় পান না, বা সময় পেলেও মন সায় দেয় না।

আসবেন সময় করে।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, সময় একটু কম দেয়া হচ্ছে । ইচ্ছে করেও বাড়াতে পারছি না ।
ইদানিং মোটেও রাত জাগছি না ।

আসলে একেবারে জবাব না দেবার চেয়ে (পরে যখন মনমতো সময় পাবো তখন জবাব দেবার চেয়ে) ধীরে ধীরে দেয়াটাকেই তবুও শ্রেয় মনে হচ্ছে ।

ভালোবাসার সামুতে অনেকটা করে সময় দিতে না পারলেও অল্প করে হলেও নিয়মিত থাকতে চাই ।
আমার জীবনের অনেক আনন্দ-বেদনার কাব্য জড়িয়ে আছে এই ব্লগে ।

আপনার ব্লগে যাই না কথাটা ঠিক না । হয়তো ভিজিটর লিস্টে দেখেন না ।

তবে মন্তব্য কম করা হচ্ছে, কারণ আপনি হয়তো ব্যস্ততায়ই আগের মন্তব্যের জবাব দিতে পারছেন না ।
অদৃশ্যের কথাটা আমিও ভাবছিলাম, পরে দেখলাম বাহ আমার কথাটা আরেকজন বলে আমার বলার সুযোগটা করে দিল ।

দোয়া অবশ্যই করবো, প্রিয় সহব্লগাররা সবসময় নিরাপদে থাকুক জীবনের সর্বস্তরে, প্রশান্তিতে থাকুক সবসময়ই এই কামনা সবসময়ই থাকে ।



জানি না, আপনার সমস্যার কথা পড়ে আর কারো কথা ভেবে কেমন যেন শঙ্কিত হলাম !
সবাই ভালো থাকুক ।।

১০৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

লেখোয়াড় বলেছেন:
"জানি না, আপনার সমস্যার কথা পড়ে আর কারো কথা ভেবে কেমন যেন শঙ্কিত হলাম !"

আর কার কথা ভেবে শঙ্কিত হয়েছিলেন?


ভাল আছেন নিশ্চয়ই।
আপনার সাথে দেখা হওয়ার সৌভাগ্য আমার হবে কি?

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

আরজু পনি বলেছেন:

কেউ কেউ অপ্রকাশ্যেই আনন্দ পায়...তারা না হয় অপ্রকাশ্যেই রইল । তাদের জন্যে আমার আন্তরিক শুভকামনা সবসময়ই থাকবে ।।

আপনার সাথে দেখা করতে গেলে আর কাউকে পাঠিয়ে 'লেখোয়াড়' বলে চালিয়ে দিবেন বোধকরি ... !

১০৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

লেখোয়াড় বলেছেন:
দুঃখিত, কোথায় এমন প্রমাণ পেলেন যে, আমি আপনার ভাবনার মতো অত ছোটলোক বা হীনমন্য?

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

কখনো যদি আপনার সাথে বাস্তবিকই দেখা হয়, সেদিনই শুধু বিশ্বাস করবো যে, হ্যাঁ...

তার আগে যতই রাগ , অভিমান করুন...আমি ধরেই নিব আপনি শেষ পর্যন্ত দেখা করবেন না ।।

১০৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

লেখোয়াড় বলেছেন:
যেমন ঐন্দ্রজালিক চিন্তা ভাবনা তেমন ধুম্রজালিক কথাবার্তা।

কখনো হবে না এমন বিশ্বাস-অবিশ্বাস কেন?
দায় মেটানোর সম্ভবনাটুকু বাস্তবিক হয়ে উঠুক।
আজানা পান্ডুলিপি খুব আকর্ষণ করছে।

এখন বলবেন আমি খুব ব্যস্ত...........

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

আপনি বলে দেখুন...আমি সব ব্যস্ততাকে তুচ্ছ করে ফেলবো ।

১০৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

লেখোয়াড় বলেছেন:
এখনো বলছেন আমি বলিনি!!
আর কত বার কি কি ভাবে বলতে হবে?
আপনার সাথে কথা বলা শুরু হওয়ার পর থেকে মনে করুন তো কতবার বলেছি।

আপনিও তো বলতে পারেন!! বলে দেখুন তো!!

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

আরজু পনি বলেছেন:

আমিতো সবসময়ই বলছি... এখনও বললাম...

১১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

লেখোয়াড় বলেছেন:
বলেছেন? এখন কাজে পরিণত করুন।
সত্যি করে তুলুন।

আমি জানি সেটা কখনো করবেন না।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

আরজু পনি বলেছেন:

আপনি পথ বাতলে দিন ।।

১১১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

শ্রাবণ জল বলেছেন: চিঠি...

অনেক সুন্দর।
চিঠি ব্যাপারটাই আবেগীয়, তাই না আপু?
আবেগ ছাড়া চিঠি হয় না।

ভাল লাগল পড়তে।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

আরজু পনি বলেছেন:

আবেগ ছাড়া চিঠি হয় কি না জানি না...তবে চিঠিতে মনের কথা খুব সহজেই লেখা যায় বলেই মনে হয় ।

আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
অনেক শুভকামনা রইল, শ্রাবন জল ।।

১১২| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৫

লেখোয়াড়. বলেছেন: ............
আপনি পথ বাতলে দিন ।।

এখনো কি পথের দেখা পাননি?

..................................................................

আপনার এই পোস্টে দেখি আমার অনেক মন্তব্য আর আর অনেক কথা বলা আছে। আপনার বোধহয় বিরক্তি লাগে।

তাই ১০০ নম্বরে করা আমার মন্তব্যের জবাব দেন নি।
তা আপনার ব্যস্ততা আর কমবে না বাড়বে?

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:৪৯

আরজু পনি বলেছেন:

আমি ১০০ নম্বর মন্তব্যের জবাব দিয়েছি। কিন্তু ওটা কেন দেখা যাচ্ছেনা তাই বুঝতে পারছি না।

আমার অন্য একাধিক পোস্টে এমন হয়েছে। ১০০ নম্বর মন্তব্যের জবাব দেখা যায় না। একাধিকবারই জবাব দেই কিন্তু তা হারিয়ে যায় !

---------------------
১০০ তম মন্তব্যে আজ যে জবাব দিয়েছিলাম...

আমি কোন মন্তব্য স্কিপ করে যাই না।
এটাও যে স্কিপ করিনি তা নিশ্চিত।

গানের কথাগুলো তেমন বুঝতে পারিনা। তবে মাধুরীর অভিনয় অসাধারণ লেগেছে আর গানের সুর টেনেছে বেশি। ওইসময় এই গানটাই বেশ শুনতাম।

আসলেই ভালো লাগারা কখনো পুরোনো হয়না।

আমার মা ভালো আছেন আলহামদুলিল্লাহ ।
---------------------------------------------

আমি অনেক কাজে ফাঁকি দিয়ে ব্লগে আসি। এখনও তাই করেছি। মনে হলো নিজের পোস্টে মন্তব্যের জবাব দেয়া উচিত । কাজে ঠিকমতো মন দিলে হয়তো ব্লগে লগইন করা আরো কমে যাবে। তখন অফলাইনেই ব্লগ দেখতে হবে।

আমি কিন্তু এখনও অনেক পোস্ট অফলাইনে পড়ি। কিন্তু তখন লগইন করার মতো অবস্থা থাকে না।

১১৩| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩২

লেখোয়াড়. বলেছেন:
কেমন আছেন??

আপনার সাথে আমার এত কথা কবে হলো তাই ভেবে অবাক হচ্ছি!!

সময় কত দ্রুত চলে যাচ্ছে, তাই না?

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

আগের চেেয়ে ভালো আছি ।

আমি অবাক হইনি...তবে একত্রিত করাতে ভালো লেগেছে...।
সেজন্যে অবশ্যই কৃতজ্ঞতা ।

১১৪| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

লেখোয়াড়. বলেছেন:
আমি জানিনা আপনাকে এতো আপন মনে হয় কেন...হয়তো সবসময় খোঁজখবর রাখেন তাই

ধন্যবাদ সরল স্বীকারোক্তির জন্য। আপন জিনিষটা এমনিতেই হয়, জোর করে হওয়ানো যায় না।

আমি জানিনা আপনাকে এতো আপন মনে হয় কেন........ এটুকুর উত্তর পরে পাবেন।

হয়তো সবসময় খোঁজখবর রাখেন তাই.......... এটুকু না বললেও চলতো। আরো অনেকেই তো আপনার খোজঁখবর রাখেন, আমার চেয়েও বেশি।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:


আপনার উত্তরের অপক্ষোয় থাকলাম ।
ঘুম পেয়েছে.
ইদানিং রাত জাগতে পপারিনা বা কষ্ট হয় ।
শুভরাত্রি ।

১১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

সাহসী সন্তান বলেছেন: আপু, আমি নতুন ব্লগার হলেও বেশিরভাগ সময় পুরানো পোস্ট গুলো পড়ি। অনেক ভাল লাগে! একজন ব্লগারের প্রিয় লিস্টে এই পোস্টটা দেখে ঢুকলাম! সত্যই বলছি, অনেক ভাল লাগলো.......!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

আরজু পনি বলেছেন:

আমার খুব পছন্দের চিঠি এটি ।
সামহোয়্যারইন ব্লগকে উদ্দেশ্য করেই মূলত লেখা ;)
পেছনের পোস্ট পড়ে মতামত জানিয়ে গেলেন...অনেক কৃতজ্ঞতা রইল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

আরজু পনি বলেছেন:
@সাহসী সন্তান, ১১৬ নম্বর মন্তব্যে ব্লগার লেখোয়াড়. আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন ।

১১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

লেখোয়াড়. বলেছেন:
@ প্রিয় সাহসী সন্তান...............

কোন ব্লগারের প্রিয় লিস্টে এই পোস্ট দেখেছেন, বলবেন কি দয়া করে!!
খুব ভাল লাগবে আমার।

প্লিজজজজজজজজজজজ।

১১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সাহসী সন্তান বলেছেন: খেলোয়াড় ভাই, আমি গত কাল সামুর পুরানো কিছু ব্লগারদের ব্লগে ঢুকেছিলাম তাদের লেখা পড়ার জন্য! তবে ঠিক কার ব্লগের প্রিয় তালিকায় যে এই পোস্টটা দেখেছিলাম এখন ঠিক মনে করতে পারছিনা! তাছাড়া আমার পিসির হিস্টরি রিফ্রেস করার কারণেও তা বের করতে পারছি না! তবে এই পোস্টটা আমি আরো এক জায়গায় দেখেছিলাম, তার লিংকটা দিয়ে গেলাম.....!! Click This Link

১১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

লেখোয়াড়. বলেছেন:
ধন্যবাদ সাহসী। এই পোস্টটি অনেক ব্লগারের প্রিয় তালিকায় আমিও দেখি।
তাই মিলিয়ে দেখতে চেয়েছিলাম।

আর হ্যাঁ, এই পোস্টি শুধু আমার জন্য। লেখিকাও তা জানে।

আর আর হ্যাঁ হ্যাঁ............ আমি কিন্তু খেলোয়াড় নই, আমি "লেখোয়াড়"

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আরজু পনি বলেছেন:
হাহাহাহা
এটি আমার বর্ষপূর্তি পোস্ট ।
ধন্যবাদ আপনাকে ।

১১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

সাহসী সন্তান বলেছেন: প্রথমে আপনার নাম ভুল ভাবে লেখার জন্য স্যরি 'লেখোয়াড়' ভাই!



তবে পোস্টটা যে আপনার জন্যই সেটার অর্থটা আমি বুঝতে পারলাম না? মানে পোস্টের কোথাও তো আপনার নাম কিংবা সেই ধরনের কিছু দেখলাম না? তবে হলেও আশ্চর্যের কিছু নেই/হবোও না! কিন্তু পোস্টের চিঠিটা যে হৃদয় ছোয়ানো সেটা স্বিকার করতেই হয়! আর সেজন্যই আমি প্রথম মন্তব্যটি করেছিলাম!


আমার আপনাদের মত পুরানো ব্লগারদের পোস্ট পড়তে ভাল লাগে। তাই ব্লগে এ্যাক্টিভ থাকলে পুরানো ব্লগারদের লেখা গুলো বেশিই পড়ি!

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

আরজু পনি বলেছেন: @সাহসী সন্তান,
ব্লগার লেখোয়াড় আপনার দৃষ্টি আকর্ষণ করেছেন ।

১২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

লেখোয়াড়. বলেছেন:
হে সাহসী.............. সব কথা বলে দিতে নেই।
তাতে অনেক সময় সৌন্দর্য নষ্ট হয়।

আপনি তো একজন বটে!! আমি বললাম আর বিশ্বাস করে নিলেন।
এখন এই লেখিকা আমার ঘাড় মটকাবে!!

আমি পুরানো ব্লগার? বেশতো।

১২১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

সাহসী সন্তান বলেছেন: লেখোয়াড় ভাই আপনি নিজেই কিন্তু একটা পোস্ট করে বলেছেন যে, আপনার ব্লগিংয়ের বয়স দশ বছর? সেখানে আমি মন্তব্যও করে এসেছি, ইতোমধ্যে হয়তো সেটা দেখেছেনও?



আপনি যখন থেকে ব্লগিং শুরু করেছেন, তখন আমি মাধ্যমিকই টপকাতে পারিনি! সুতরাং আপনাকে একজন পুরানো ব্লগার বলাটা কি আমার খুব বেশি ভুল হয়েছে?

আমার এই মাত্র সাত মাস ব্লগিং জীবনে সব থেকে বেশি যাদেরকে আপন/নিজের হিসাবে পেয়েছি তার মধ্যে পনি আপু অন্যতম একজন! সুতরাং পনি আপু কারো ঘাড় মটকাতে পারে (?) এটা আমি বিশ্বাস করি না! অবশ্য এই সাত মাস আগে আপনাদের সম্পর্কটা ঠিক কেমন ছিল তা আমি জানিনা! যদি আগেই ঘাড় মটকানোর মত কোন কাজ করে থাকেন, তাহলেতো পনি আপু আপনার ঘাড় মটকাবেই! আর সেক্ষেত্রে আমি বরং আপনাকে নয়, পনি আপুকেই হেল্পাবো.........!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.