নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ...! সমাধান কি আসলেই আছে?!

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৫



একজন নারী ধর্ষিত হবার প্রথমেই তার মাথায় ধর্ষকের শাস্তির চিন্তা আসে না । হয়তো সে ধর্ষিতা হবার পরপর বার বার করে গোছল করে তার শরীর থেকে অসহ্য ঘৃণা সরিয়ে ফেলতে চায় ! সে তার সব থেকে কাছের মানুষটির/মানুষগুলোর সান্নিধ্য চায় সেই সময়ে । তারপর হয়তো সে চায় ধর্ষকের শাস্তি হোক। কিন্তু ততক্ষণে ধর্ষিতার শরীর থেকে ধর্ষনের আলামত অনেকটাই মুছে যায় । আর আলামত মুছে যাওয়ার কারণে এবং সমাজ জানাজানি, লোক কানাকানি, ধর্ষকের পক্ষ থেকে প্রভাবশালী ব্যক্তির দ্বারা চাপ প্রয়োগের মাধ্যমে ধর্ষনের মামলা আর আগাতে পারে না। ধর্ষক খালাস পেয়ে যায় ।



একটি উদাহরণ দেয়া যাক-

খুবই সাধারণ একজন চাকুরে মুরাদ এর বড়লোক বন্ধুটি বড়ই রসময় সব রঙ্গতামাশা করতে ওস্তাদ তার বন্ধুপত্নীর সঙ্গে এবং সেটা্ও মুরাদ এর অনুপস্থিতিতে বড্ড অসময়ে, যখন মুরাদ বাড়ির বাইরে থাকে অর্থাঁৎ অফিসে।

খুবই সাহায্যকারী মনোভাবাপন্ন বন্ধু শামীমের এই নিয়মিতই অসময়ে উপস্থিতি বন্ধু মুরাদকে দুশ্চিন্তায় না ফেললেও ভাবিয়ে তোলে কমবয়সী স্ত্রী পুস্পকে।



একসময় কোন এক দুপুরের পর পর সময়ে শামীমের উপস্থিতি এবং সন্দেজনক আচরণ এবং তারপরই পুষ্পকে একা বাড়িতে পেয়ে আক্রমণের ধকল সামলাতে না পেরেপেুষ্প অজ্ঞান হয়ে যায় ।

মুরাদের কাছে দেবতারুপী বন্ধুই হায়েনা হয়ে ঝাপিয়ে পরে অজ্ঞান পুষ্পকে ছিঁবড়ে খেতে !



আইন যুক্তি ছাড়া, প্রমাণ ছাড়া আবেগ দিয়ে এগিয়ে যায় না । থেমে যায় ধর্ষিতার নিরব যন্ত্রনাকে অন্ধকারে রেখে।

বাস্তবে অন্তত তাই হয়...



কিন্তু কখনো কখনো নাটক, সিনেমাতে দর্শককে সচেতন করতে এগিয়ে আসে কোন কোন কাহিনীকার। সেখানে যোগ হয় যখন পুরনো কেস ঘেটে দেখা যায় শামীম নামের মানুষরূপী হায়েনারা এর আগেও একই ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে বেঁচে যেয়ে ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে, তখন কোন একজন উকিলের বক্তব্যের মারপ্যাচে আর ভবিষ্যতে এই হায়েনার দ্বারা আরো নারী ধর্ষিত হতে পারে...এই আশংকা ঢুকিয়ে দেয় প্রধান বিচারকের মনেও । তখন বিচারক রায় দিয়ে সাজা দেন এই সব শামীমদের।

সমাজকে, বিবেককে সচেতন করতে তেমনই একটি সিনেমা "প্রিয়তমেষু"



ঘটনাগুলো আরো চাপা পরে যায় যখন ধর্ষক খুব পরিচিত কাছের কেউ হয়। হতে পারে তার সহোদরার স্বামী, যে কিনা ধর্ষিতার "দুলাভাই" বা তার প্রিয় খালার স্বামী "খালু" অথবা তার অনেক পছন্দের ফুফুর স্বামী "ফুফা" হয় সেক্ষেত্রে ধর্ষিতা নিজেই হয়তো ধর্ষকের কথা ভেবে নয় বরং ধর্ষকের সাথে সম্পৃক্ত তার আপন মানুষদের হতে পারে বোন, খালা,ফুফু বা আর কেউ নিকটাত্নীয়ের অসম্মান, কষ্টের কথা ভেবে বিষাক্ত যন্ত্রণাকে পাথর চাপা দেয়।



ধর্ষক যেহেতু জানে আইন তার কিছুই করতে পারবে না, পরবর্তীতে আরো কেউ একই পন্থায় ধর্ষিতা হয় এবং আলামত মুছে যায় । এভাবেই ধর্ষকরা টিকে থাকে আর সমাজকে নোংরা দূর্গন্ধময় করে যাচ্ছে নিরবে। আমাদের নাক দূর্গন্ধ সহ্য হওয়া নাক। তাই আমাদের অসহ্য লাগে না । সাময়িক ক্রোধ প্রশমিত হয়ে যায় সহসাই।



কয়েকদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, ব্লগে পোস্ট দিয়ে, শাহবাগে বা এমনি কোন রাজপথে মানববন্ধন করে তারপর ভুলে যাই।



কয়েকদিন পর নতুন আরেক ধর্ষিতার আর্তচিৎকার আমাদের কর্ণগহ্বরে প্রবেশ করলে শুরু হয়ে যায় আমাদের ক্রোধাগ্নীর আবার সেই চক্র ।

এভাবেই চলতে থাকে চক্রাকারে...সেই সাথে থেমে থাকে না ধর্ষকেরও ছিঁবড়ে খাওয়ার ভোজন পর্ব ..............................





ম্যুভি রিভিউ "প্রিয়তমেষু"

--------------------

বিশেষ কৃতজ্ঞতা জানাই ব্লগার জালিস মাহমুদকে তার **কিছু বাংলা মুভি** পার্ট ~ ১ পোস্টটির জন্যে যা আমাকে এই পোস্টটি তৈরী করতে সাহায্য করেছে।



ছবিঃ সংগৃহিত

--------------------

একই সাথে নিজের ব্লগসাইটেও প্রকাশ করা হলোঃ ♣ ধর্ষণ...! সামাধান কি আসলেই আছে?! ♣

মন্তব্য ১২৪ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৬

মাহমুদ০০৭ বলেছেন: আগে ইটা পড়ে কথা !!!

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২১

আরজু পনি বলেছেন:

আগে পড়া পরে মন্তব্য :(

২| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৬

মাহমুদ০০৭ বলেছেন: আগে ইটা পড়ে কথা !!!

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

:| :|

৩| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৫

এক্সপেরিয়া বলেছেন: (এখানে দীর্ঘশ্বাসের ইমু হইবে)

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৮

আরজু পনি বলেছেন:

:|

৪| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৫

আলফা-কণা বলেছেন: dhorshorshoner shashti, gora theke ongohani kore deya houk or balls deactivate kore deya houk....tao ki abar operation theater a na, jonosomokkhe, sobar age, Porimol re diya soro houk,,,,

onek sundor post, ay typer post sodho blog a na, sob media te beshi kore publish kora uchit.... beshes kore, school college er student der ke socheton korar jooonnno akhon e kichu podokkhep neya dorkar,

Post a boro +

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৫

আরজু পনি বলেছেন:

ধর্ষকের শাস্তির ব্যাপারে আমিও আপনার সাথে একমত।
তাহলে বেঁচে থেকেও হাড়ে হাড়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে।

আর হ্যাঁ, সব মিডিয়াতেই অনেক বেশি করে আসা উচিত।

অনেক ধন্যবাদ রইল।।

৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩১

টুম্পা মনি বলেছেন: খুবই দুঃখজনক হল ধর্ষিতা যদি বিচার চাইতে যায় তবে সে হয় আবার পরোক্ষভাবে ধর্ষিতা। একে তো সে যে ধর্ষিতা তা প্রুভের জন্য খুব নগ্ন উপায়ে মেডিকেল টেস্ট করা হয়। পরে আবার আদালতে হয় নগ্ন বর্ণনা। এ সব ভীতি থেকে বেশির ভাগ ভিকটিম আইনের কাছে আসে না বিচার চাইতে!

সব থেকে অনুতাপের বিষয় হল- আমরা এমন সমাজে বাস করি যে সমাজে ধর্ষক তার পাপের জন্য অনুশোচনায় ভুগে সুইসাইড করে না। কিন্তু ধর্ষিতা কোন পাপ না করেও সমাজ দ্বারা পাপী কলঙ্কিত সাব্যস্ত হয়ে অনেক সময় অকালে ঝোরে পড়ে।

তাই এ সমাজে দাঁড়িয়ে মাঝে নারী হতে ইচ্ছে করে না! এমনই এক শুভ্র সকাল চাই যেই সকালে কোন মেয়ে এমন দন্ডে দন্ডিত হবে না যেই পাপ সে করেনি। এমনই এক শুভ্র সকালে নারী হতে চাই।

শুভ কামনা আপি। অনেক ভালো পোষ্ট।

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪১

আরজু পনি বলেছেন:

একজন নারী ধর্ষিতা হলে তাকে বিভিন্নভাবে হেয় করা হয়।
তার দিকে বাঁকা দৃষ্টিতে তাকায় সবাই অথবা করুণার দৃষ্টিতে।
যেন দোষ সব তারই।

আবার কাছের কারো কাছ থেকে ধর্ষিত হলে সেটা নিয়ে তৈরী হয় আরো মুখরোচক গল্প।

দৃষ্টিভঙ্গী না বদলালে, সচেতনতা সৃষ্টি না হলে আর আইনের কঠোর প্রয়োগ না হলে চলতেই থাকবে এই চক্র ...............

পাপ না করে যেন কোন নারীর শারীরিক বা মানসিক শাস্তি না পায়।
সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ রইল টুম্পা।

৬| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪০

কে এম শিহাব উদ্দিন বলেছেন: ২-১ টারে শাহবাগ মোড়ে দাড় করায়ে সবাই মিলে ঢিল ছুঁড়ে মারুক,
বা
১০ টারে ফাঁসি দিয়ে ১০ টা মোড়ে ল্যাম্পপোস্টের সাথে ৩ দিন ঝুলায়ে রাখলেই হবে।
ধর্ষণ বের হয়ে যাবে।
.
সমস্যা তো চুশীলদের নিয়ে।
X( X( X( X(

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৩

আরজু পনি বলেছেন:

এমন হলেই মনে হয় ভালো হতো। কড়া ডোজ না পড়লে এসব অন্যায় কমবে না কখনোই ...................

৭| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা সবাই ধর্ষন নিয়ে কঠিন শাস্তির কথা বলছি। আমরা চাই ধর্ষনের জন্য আরো কঠিন শাস্তির বিধান করা হোক, যেমন একমাত্র শাস্তি মৃত্যুদন্ড যদিও প্রচলিত আইনে মোটামুটি কঠোর একটি আইনের বিধান রয়েছে। কিন্তু সচেতনতার অভাবে সেই আইনটি প্রয়োগ হয় না। আপাতত ভাবে আপনার আমার সামাজিক দায়িত্ব হলো, এই আইন এর প্রয়োগের জন্য জন সচেতনতা সৃষ্টি করা।

পাশাপাশি যদি কেউ ধর্ষনের শিকার হন তাহলে তার করনীয় সম্পর্কে ধারনা দেয়া। যেমন, অধিকাংশ সময়ে আমাদের দেশের মেয়েরা ধর্ষনের শিকার হলে তারা প্রথমেই যে কাজটি করেন তা হলো বার বার গোসল করে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করেন। অথচ এই কাজটি করলে ফরেনসিক রিপোর্টে যে প্রমান পাওয়া যায় তা মুছে যায়। যদিও ধর্ষনের শিকার হওয়া একটি মেয়ে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে এতটা শক্ত থাকেন না যে সকল কাজ গুছিয়ে করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা সচেতনতার কথা বলছি, সেখানে এটা অবশ্যই আমাদেরকে জানাতে হবে। কারন প্রমানের অভাবে অনেক প্রমানিত ধর্ষকই পার পেয়ে যায়।

আমাদেরকে বুঝাতে হবে একজন ধর্ষিত মেয়ের কোন অপরাধ নেই, তিনি অপরাধের শিকার হয়েছেন এবং সমাজ তার পাশেই আছে। যদি তিনি তাৎক্ষনিক কোন সহায়তা পান, তাহলে তার শরীর এবং পোষাক থেকেই অপরাধী সনাক্তকরন এবং প্রমানের জন্য যথাযথ আলামত সংগ্রহ করা যাবে। সেই ক্ষেত্রে তিনি যেন কোন ভাবেই পানি দিয়ে বা পোষাক পরিবর্তন করে আলামত গুলো নষ্ট না করেন। অনেক প্রতিষ্ঠান আছে যারা একজন নির্যাতিত নারীর পরিচয় গোপন রেখেই তাকে ন্যায় বিচার, ধর্ষন পরবর্তী শারীরিক সমস্যার চিকিৎসা এবং আইনগত সুবিধা দেয়ার কাজ করতে পারে। এই ক্ষেত্রে মায়া ভয়েস এর সাহায্য নেয়া যেতে পারে।


আইন ও শালিস কেন্দ্রের
সাথে যোগাযোগ করা যেতে পারে। এরা এমন একটি সংস্থা যারা গত ২০ বছর ধরে যারা মানবাধিকার এবং এ সম্পর্কিত আইনী সহয়তা নিয়ে কাজ করছে।

হিউম্যান রাইটস এ্যান্ড ডায়াসপোরা ফিলানথ্রোপি অর্গানাইজেশন আছে নাম দৃষ্টিপাত , এক্ষেত্রে কাজে আসতে পারে। এছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা একজন নির্যাতিত নারীকে ন্যয় বিচার এর জন্য সাহায্য করতে পারে।

আমাদের মনে রাখা উচিত ধর্ষনের প্রতিবাদ করা যেমন আপনার আমার নৈতিক দায়িত্ব, তেমনি এই সংক্রান্ত সকল আইনের কথাও মানূষকে জানানো আপনার আমার সামাজিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, ভার্চুয়াল এবং বাস্তবে দুই খানেই আমাদের সমান ভাবে কাজ করতে হবে।

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৯

আরজু পনি বলেছেন:

একজন ধর্ষিতা নারী প্রথমেই ফরেনসিক টেস্ট-কথা ভাবে না । তার সেই বিধ্বস্ত মানসিক অবস্থায় তার পক্ষে আসলে ভাবা সম্ভবও না ...

কতো অমানবিক একটা সময় সে পার করে....!

আসলে আইনের কঠোর প্রয়োগই ধর্ষনের ঘটনাকে কমতে সাহায্য করবে বলে বিশ্বাস করি।

তারপরও সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। সেই দিক থেকেই আমাদের কাজ করে যেতে হবে।

অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ করায় অনেক ধন্যবাদ জানাই কাল্পনিক।।

৮| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫০

মরু বালক বলেছেন:





ধর্ষণ কেসের বিচারক নারী হতে হবে,


সম্মতিতে " অবৈধ সঙ্গম" কে ধর্ষণ হিসেবে গণ্য করতে হবে।

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৪

আরজু পনি বলেছেন:

নারী বিচারকের সংখ্যাতো খুবই কম।
তারপরও এমন হলে মন্দ হতো না।

অবৈধ সঙ্গম যদি সম্মতিতে হয় সেক্ষেত্রেতো নারী-পুরুষ কেউই মুখ খুলবে না :(

বরং এই ধরণের সম্পর্ক যেন না হয় সেদিকে সচেতনতা বাড়ানো প্রয়োজন আর সাথে ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে প্রচার বাড়ানো দরকার।

ধন্যবাদ মরুবালক।।

৯| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৩

রাজু মাষ্টার বলেছেন: পনিদির লেখা পরুম আর পিলাস দিমুনা তাই কি হয় :) :) :)


সমাজের এই সমস্যার সমাধান কবে হবে?

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

আরজু পনি বলেছেন:

সমাধানের সঠিক পথ আমাদেরই যে খুঁজে বের করতে হবে রাজু ......

প্লাসের জন্যে কৃতজ্ঞতা রইল।।

১০| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৪

রাজু মাষ্টার বলেছেন: পনিদির লেখা পরুম আর পিলাস দিমুনা তাই কি হয় :) :) :)


সমাজের এই সমস্যার সমাধান কবে হবে?

১১| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৯

রাজু মাষ্টার বলেছেন: ২-১ টারে শাহবাগ মোড়ে দাড় করায়ে সবাই মিলে ঢিল ছুঁড়ে মারুক,
বা
১০ টারে ফাঁসি দিয়ে ১০ টা মোড়ে ল্যাম্পপোস্টের সাথে ৩ দিন ঝুলায়ে রাখলেই হবে।
ধর্ষণ বের হয়ে যাবে। /:) /:) /:) /:)

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

কড়া ব্যবস্থা না নিলে এসব পাশবিকতা কমানো যাবে না ।

কুকুরের জন্যে মুগুরই দরকার ।।

১২| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২৪

মাহমুদ০০৭ বলেছেন: আসলে নারীর প্রতি প্রথাগত দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে ।
আমি যদি নারীকে ভোগ্যপণ্য মনে করি তাইলে আমার
আচরণটাও অ ধরণের হবে ।
সঠিক শিক্ষা টা এক্ষেত্রে অনেক বড় প্রভাবক ।
পরিবার হতেই অসবের চর্চা করা উচিত ।
অবক্ষয় দূর হোক , অনেক কিছু এমনিতেই কমে আসবে ।
কাল্পনিক ভাইয়ের সাথেও আমি একমত ।

আগে ইটা পরে মন্তব্য ।
++++++++++++
গেলাম আপু :)

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ রইল।

আজকের ইটা কালকে যেন আবার মাথায় না মারেন :P

সহব্লগার হিসেবে আপনার আন্তরিকতায় সত্যিই কৃতজ্ঞ হয়ে রইলাম।।

১৩| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



পনি আপু , আমরা এমন এক সমাজে বাস করি যেখানে যে ব্যাক্তি নির্যাতন করে সে কোন দিন পাপবোধ এ ভোগে না। এমন কখনো দেখা যায়নি যে পাপিষ্ঠ লোকটি তার কৃতকর্মের জন্যে লজ্জিত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে।
অথচ , যে মেয়েটি নির্যাতিত হয়... বহুল সামাজিক আর মানুষিক কারনে বিনা দোষে সে এরকম রাস্তায় বেছে নেয় ... লোকচক্ষুর আড়াল এ যাওয়ার রাস্তা!! আত্মহত্যা !!




ফেইসবুক এ ইভেন্ট করে , রাস্তায় দাঁড়িয়ে , বা ব্লগ এ লিখে আমরা কি পেরেছি সমাজের চোখগুলো খুলে দিতে!!
পারিনি আপু...
যুগ যুগ ধরে চলছে ...
চলবে এভাবেই ...


শুভেচ্ছা নেবেন আপু...
ভালো থাকুন অনেক !

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

আরজু পনি বলেছেন:

আমাদের আসলে আরো গভীরে যেতে হবে এসব পাশবিকতার বিরুদ্ধে কাজ করতে।

সচেতনতা বাড়াতে হবে বিভিন্ন পর্যায়ে ।।

অনেক চমৎকার মন্তব্যের জন্যে ধন্যবাদ রইল অনেক অনেক।।

১৪| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩০

আরজু পনি বলেছেন: net jasse tai rokomer baje achoron korse :(
mobile die tough! :(

১৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৯

ডক্টর এক্স বলেছেন: প্লাস পোস্ট। পৃথিবীর জঘন্যতম অপরাধ হলো ধর্ষণ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

আরজু পনি বলেছেন:

এ জঘন্য অপরাধের বিরুদ্ধে আরো কঠিনভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করে যেতে হবে যে ডক্টর এক্স।

ধন্যবাদ রইল অনেকদিন পরে হলেও পোস্টে এসে অনুপ্রাণিত করার জন্যে।।

১৬| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৯

নীল জানালা বলেছেন: মেডাম... দিনকাল যা পরসে এখনতো পুরুষরাই মাইয়ালোকের দ্বারা ধর্ষিত হয়।
কে জানি কৈসিল, যে নারী সম্মানের অধিকারী বা সম্মান যে আদায় করে জানে সে নাকি একদল উছশৃংখল সৈনিকের কাছ থেইকাও সম্মান আদায় করে নেয়।
ধর্ষক একজন বিকৃত মানষিকতার অসুস্থ ব্যাক্তি। টার্গেট মেয়েটির ভীতি তাকে যৌন উত্তেজনার চরমে নিয়া পৌঁছায়।
ধর্ষনের শিকার হয় সাধারনত অপ্রাপ্তবয়স্কা কোমলমতি মেয়েরা, অর্থনৈতিক ও শিক্ষাগত দিক দিয়া পশ্চাৎপদ মেয়েরা, কি থেইকা কি হৈতে পারে সে বিষয়ে চিন্তা কম করে বা অসচেতন মেয়েরা।
ধর্ষন একটা নিকৃষ্টতম অপরাধ। আপনেরা জানেন কিনা জানিনা, পথিবীর অনেক দেশের জেলখানায়ই ধর্ষক পুরুষ কয়েদি কারাঅভ্যন্তরে নিজেই নিয়মিত ধর্ষন জাতিয় হ্যারাসমেন্টের শিকার হয়। আর যদি ধর্ষক কোন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে অপকর্মটি করে থাকে তবে কয়েদিরা তাকে খোঁজা বানিয়ে দেয়।
সচেতনতা গড়ে তোলার কোন বিকল্প নাই। এইটা মর্ত্যধাম। এইটা একদিন অপরাধপ্রবনতামুক্ত হয়ে যাবে এইরকম আশা করাটা বেকার এবং ফালতু। তাছারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনি, উকিল মোক্তার জজ ব্যারিস্টাররাও কর্মহীন হয়ে পরবে অন্যথায়। তবে চেস্টা করলে হয়তো অপরাধপ্রবন অমানুষের শিকারের সংখ্যা কমিয়ে আনা যেতে পারে, কিছু মানুষকে করা যেতে অপরাধপ্রবনতা মুক্তও। চাই সরকারী উদ্যোগ, চাই শক্ত আইন। ধর্ষনের শাস্তি হওয়া উচিত রাসায়নিক খোঁজাকরন। ধর্ষিতা নারীকে মানষিক বিপর্যয়ের হাত থেকে রক্ষাকরার জন্য চাই নিয়মিত সাইকোলজিক্যাল সাপোর্ট। আর এসবের পুরোটাই হতে হবে সরকারী উদ্যোগে। কিন্তু হবে কিভাবে? সেই পরিবেশ বাংলাদেশে নাই। অতএব... চাচা আপন পরান বাঁচা।
আর পুরুষ মানুষরে উত্যক্ত করা থেইকাও বিরত থাকেন বাংলার নারী সমাজ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

আরজু পনি বলেছেন:

অনেকগুলো তথ্য দিয়েছেন যা ভাবনার খোরাক যোগায় ।
কিছু কিছু বিষয়ের বাস্তবায়ন, সচেতনতা জরুরী।

দূর্বল নারী ধর্ষনের শিকার হয় তুলনা মূলকভাবে বেশি...এই দূর্বলতা

ক্ষেত্রবিশেষ ধরণ বদলাতে পারে। নানা দিক তুলে ধরার জন্যে ধন্যবাদ রইল, নীল জানালা।।



১৭| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৮

আম্মানসুরা বলেছেন: একমাত্র কঠোর সাজার মাধ্যমে ধর্ষণ কমিয়ে আনা সম্ভব। ফরেনসিক টেস্ট করবে নারী ডাক্তার ও এই মামলার বিচারক হবে নারী। তাহলে তা ভিকটিম এর জন্য বিচার প্রাপ্তি তে অনেকটা সহনীয় পরিবেশ হবে। ধর্ষক এর শাস্তি জেল খাটা বা মৃত্যু আমি সমর্থন করি না। এক্ষেত্রে হুমায়ুন আহমেদের মত খাসী বানানোর শাস্তি প্রস্তাব করব। তাহলে পুরুষরা ভয়ে কোনদিন ওমুখো হবে না।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

আরজু পনি বলেছেন:

পরামর্শগুলো ভেবে দেখার মতো।

মন্তব্যে ভালো লাগা রইল আম্মানসুরা।।

১৮| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৩

রাজীব হোসাইন সরকার বলেছেন: বাংলাদেশে একটা ডিফেন্স থাকবে। নাম হবে এন্টি র‍্যাপিস্ট একশন বাহিনী। এদের কাজ হবে ক্রস-ফায়ার।

বিনা কারনে, অস্ত্র উদ্ধারের নাম করে যদি র‍্যাব হাজার হাজার ক্রসফায়ার করতে পারে, এই দল কেন পারবে না?

এদের কাজ হবে র‍্যাপিস্টকে খুজে বের করা।
অস্ত্র উদ্ধার বা অন্য কিছু উদ্ধারের নাম করে র‍্যাপিস্টকে জঙ্গলে বা লোকালয়ে আনা।

অন্ধকারে বা জন-সম্মুখে ক্রসফায়ার করে মেরে ফেলা।
ধর্ষন কমতে বাধ্য। এখানে মানবতাবাদীদল গুলোর বানী নেওয়ার কোন প্রয়োজন নেই। যে সরকার এই কাজ করতে পারবে, নিঃসন্দেহে সেই দল জনগনের প্রিয় দল হবে।

একটা রাজনৈতিক দলের জনগনের নিকট বিখ্যাত হওয়ার জন্য কিছু করা লাগে না। মাঝে মাঝ কিছু ব্যতিক্রম ও উদ্ভট কাজই তাদের বিখ্যাত করতে পারে।

জনগন এই চায়!!! সরকারের সদিচ্ছায় শুধু চায় !!!!

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪

আরজু পনি বলেছেন:

কি পরামর্শ দিলেন....!
ভাবছিই তো ভাবছিই ....
আইডিয়াটা কিন্তু সত্যিই আমার পছন্দ হয়েছে, আমারতো মনে হয় অনেকেরই পছন্দ হবে।

তবে মিথ্যে রেপ কেস-এ ফেসে কেউ আবার বিনাদোষে প্রাণ দিলে সে দায়ভার তখন কে নিবে ? :(

কিছুদিন এরকম চললে কিন্তু আসলেই দারুণ কাজ হতো ।

অনেক ধন্যবাদ রাজীব...আগুন পরামর্শের জন্যে।।

১৯| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ধর্ষক প্রমাণ হওয়া মাত্র ৯০ দিনের মধ্যে ফাঁসীর ব্যাবস্থা করতে হবে ++++++++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫

আরজু পনি বলেছেন:

এরকম হলেও হয়তো ভালো হতো।

আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই।।

২০| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪২

অচিন্ত্য বলেছেন: ধর্ষণ প্রক্রিয়াটিতে ভিকটিম একবার আক্রান্ত হয় একজন সুপুরুষ দ্বারা, পুনরায় আক্রান্ত হয় সামাজিকভাবে, যার জন্য সে দায়ী নয়। এমন সমাজ কবে হবে, যেখানে আক্রান্তরা সমাজের আক্রোশের শিকার না হয়ে সহানুভূতি পাবে ?

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন:

সেই দিনের অপেক্ষায় আছি অচিন্ত্য .........

যে দিন সমাজ থেকে ধর্ষনের ঘটনা শুনতে হবে না।
কখনো কোন পশু দ্বারা কোন ঘটনা ঘটে গেলেও পশূর যথোপযুক্ত শাস্তি সহ ধর্ষিতার যথাযথ সামাজিকায়ন।

কৃতজ্ঞতা রইল ।।

২১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে প্রকৃত ভাবে এই সব অপরাধির বিচার না হওয়ায়
সমাজে দিন দিন এটার বিস্তার লাভ উচিৎ সামাজিক সচেতনতা এবং
এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন ।।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আন্দোলন সহ নানামুখি কার্যক্রম গ্রহণের বিকল্প নেই।

ধন্যবাদ পরিবেশ বন্ধু।।

২২| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

ঢাকাবাসী বলেছেন: পরিসংখ্যান বলে এদেশে ধর্ষকদের কোন শাস্তিই হয়না। সুপারিশ:
১। ধর্ষকদের ধরে দ্রুততম সময়ে মৃত্যুদন্ড দিয়ে তা কার্যকর করা দরকার। ২। ঢাকার গনিকালয়গুলো আবার চালু করা দরকার।
৩। আইনের ধারাগুলো ধর্ষিতার পক্ষে আরো সহজতর করা উচিত।
ধর্ষিতাকে পরীক্ষা করে একজন পুরুষ! কোথায় বাস করি? পৃরুষশাসিত এই সমাজে পুরুষচালিত সরকারের দ্বারা এগুলো খুব সহজ নয়। মহিলা প্রধানমন্ত্রী হলেই মহিলাদের স্বার্থ দেখবে এটা মনে করার কোন কারন নেই। ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

আরজু পনি বলেছেন:

আমারতো মনে হয় ধর্ষনের সাথে গণিকালয়ে যাওয়ার তেমন কোন সম্পর্ক নেই ।

আর বাকী পয়েন্টগুলো বেশ কাজের হতে পারে...

শেষের লাইনটা যথার্থ বলেছেন।।

অনেক ধন্যবাদ রইল ঢাকাবাসী।।

২৩| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

মুভিটা দেখতে হবে।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ কান্ডারী।

আশাকরি ভালোই লাগবে।।

২৪| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

হাসান মাহবুব বলেছেন: অচিন্ত্য বলেছেন: ধর্ষণ প্রক্রিয়াটিতে ভিকটিম একবার আক্রান্ত হয় একজন সুপুরুষ দ্বারা, পুনরায় আক্রান্ত হয় সামাজিকভাবে, যার জন্য সে দায়ী নয়।

আরো যোগ করি, আইনগত ভোগান্তি। আপনি ঋতুপর্ণ ঘোষের দহন ছবিটা দেখতে পারেন। ধর্ষণ পরবর্তী সামাজিক এবং আইনগত হ্যারাজমেন্ট কতটা প্রবল হতে পারে তার নিখুঁত বর্ণনা। প্রোসিকিউশনের সময় তাকে আরেকবার ধর্ষিত হতে হয়। সবার সামনে।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

আরজু পনি বলেছেন:

ধর্ষণ পরবর্তী সামাজিক এবং আইনগত হ্যারাজমেন্ট ....এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

বাকা চোখে কটাক্ষ করে বলা হয় ধর্ষিতারই দোষ ছিল ...হেন তেন...

সাথে ধর্ষিতাকে ব্যভিচারীনি প্রমাণের চেষ্টাও চলতে থাকে সমান তালে ...

এসবরে সমাধান হওয়া উচিত।।

"দহন"-সাজেস্ট করায় কৃতজ্ঞতা জানাই হাসান।
আশা করি আজ কালকের মধ্যেই দেখার চেষ্টা করবো।

সুন্দর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ রইল।।

২৫| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এভাবেই ধর্ষকরা টিকে থাকে আর সমাজকে নোংরা দূর্গন্ধময় করে যাচ্ছে নিরবে। আমাদের নাক দূর্গন্ধ সহ্য হওয়া নাক। তাই আমাদের অসহ্য লাগে না । সাময়িক ক্রোধ প্রশমিত হয়ে যায় সহসাই।...কয়েকদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, ব্লগে পোস্ট দিয়ে, শাহবাগে বা এমনি কোন রাজপথে মানববন্ধন করে তারপর ভুলে যাই।”

-কী আর বলবো! আপনিই তো বললেন। দ্বিমত বা যুক্ত করার কিছু পেলাম না।

সমস্যাটি অতি প্রাচীন, এর কারণগুলোও অতি আদিম। শিক্ষা ও সংস্কৃতির প্রসারের মাধ্যমেই কেবল এই আদিম সমস্যার সমাধান সম্ভব। খুব ধীর গতিতে হলেও সেটি হচ্ছে।

মাঝে মাঝে ভাবি ব্লগারদের কী ভূমিকা আছে সমাজে? কিন্তু বর্তমান লেখাটির মতো লেখা পেলে আবার বিশ্বাস জাগে: ব্লগারদের অনেক ভূমিকা আছে। অবশ্য যদি সেটা পালন করা যায়।

আরজুপনি, আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, মৌসুমী আন্দোলন নয়...আন্দোলন বিভিন্নভাবে চলবে বছর ধরে...যথোপযুক্ত সমাধান না পাওয়া পর্যন্ত ।

ব্লগাররা সত্যিই অনেক দিক থেকে বিভিন্ন অন্যায়ে সোচ্চার...এটা দেখে ভালো লাগে।

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ রইল মইনুল।।

২৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

সমুদ্র কন্যা বলেছেন: একমাত্র সমাধান হতে পারে ভিকটিমের প্রতিরোধ, এবং প্রতিশোধ। কাছের মানুষ, সমাজ, আইন-কেউই এগিয়ে আসবে না আসলে। যে যত বড় কথাই বলুক না কেন।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

আরজু পনি বলেছেন:

একাধিকবারই এমন খবর পেয়েছি যে, অমুক তমুককে জোর পূর্বক শ্লীলতাহানি করতে গিয়ে তমুকের হাতে অঙ্গহানি ঘটেছে...

এমন হলেই বা খারাপ কি ...

এটা ঠিকই বলেছেন...কাছের মানুষগুলোও কেমন পর, অচেনা হয়ে যায় ...অথচ দোষ না করেওএকজন ধর্ষিতা হয়ে যায় দোষী অচ্ছুত !

পরামর্শটা বাস্তবিকই ভেবে দেখার মতো ।

অনেক অনেক ধন্যবাদ রইল কন্যা ।।

২৭| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

মামুন রশিদ বলেছেন: সবচেয়ে নিকৃষ্ট অপরাধ ধর্ষণ । তাই ধর্ষণের শাস্তি হওয়া উচিত স্ট্রেইট ক্রস ফায়ার ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

আরজু পনি বলেছেন:

আইনের কঠোরতাই পারে ধর্ষনের মতো জঘন্য অপরাধকে কমিয়ে আনতে।

অনেক ধন্যবাদ রইল মামুন ।।

২৮| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

ইখতামিন বলেছেন:
সমাধান!!!
সব কিছুই কেমন যেনো মৌখিক মনে হয়
বাস্তবে এর তেমন একটা প্রতিফলন ঘটে না

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন ইখতামিন...
বাস্তবে যেনো প্রতিফলন দেখতে পাই তার জন্যে আমাদেরকেই কাজ করে যেতে হবে যে...

পাঠে ধন্যবাদ জানাই।।

২৯| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

মোঃ ইসহাক খান বলেছেন: খুব স্পর্শকাতর একটি বিষয়ের অবতারণা করেছেন। সাহসী মানসিকতার প্রশংসা করছি।
পোস্টে ভালোলাগা রেখে গেলাম।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

আরজু পনি বলেছেন:

প্রিয় গল্পকারকে পোস্টে পেয়ে আনন্দিত বোধ করছি।

ভঅলো থাকুন অনেক অনেক।।

৩০| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমাদের সমাজে ধর্ষিতারা বার বার ধর্ষিত হয়। :(


+++++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

আরজু পনি বলেছেন:

এই জঘন্য অবস্থা থেকে উত্তরণের পথ আমাদেরকেই খুঁজে বের করতে হবে।

ধন্যবাদ রইল রেজা।।

৩১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

অদৃশ্য বলেছেন:





প্রবল প্রতিরোধ ও প্রতিশোধের মুখে পড়লেই এই অবস্থার পরিবর্তন হতে পারে বলে মনে হয়... তবে সে প্রবল প্রতিরোধ বা প্রতিশোধের জন্য নারীরা ও তার পরিবার কতটুকু প্রস্তুত...
কি এদেশে কি বহির্বিশ্বে...

আর বেশি কিছু বলতে পারছি না... এমন একটি বিষয়ে মনে হচ্ছিলো কথা বলারই কিছু নেই আমার...

শুভকামনা...

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ অদৃশ্য .....প্রবল প্রতিরোধ ও প্রতিশোধের মুখে পড়লেই এই অবস্থার পরিবর্তন হতে পারে

এই কথাটা আমিও বিশ্বাস করি।
এই দেশে এমনিতে আর কিছু এখন আশা করতেও ইচ্ছে করে না ...

মেয়েরা কতোটুকু প্রস্তুত সেটা খুবই ভাববার মতো বিষয়...নিজেদের ভালো মেয়েদের নিজেদেরকেই যে বুঝতে হবে।

আপনিও অনেক ভালো থাকুন।।

৩২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

একজন আরমান বলেছেন:
নতুন করে আসলে কিছু বলার নেই। আমাদের আইনের যথাযথ প্রয়োগ যতদিন না হবে ততদিন কিছুই হবে না !

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

আরজু পনি বলেছেন:

সে জন্যে যথাযথ কর্তপক্ষের নজড়ে বিষয়গুলো ঠিকমতো আনতে আমাদেরকেই যে জাগতে হবে আরমান।


অনেক ধন্যবাদ রইল পাঠে, আশা হারানোর পক্ষে নই...বার বার আশায় জাগতে চাই।।

৩৩| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

পুলক ঢালী বলেছেন: ধর্ষিতাকে নয় বরঞ্চ ধর্ষককেই প্রমান করতে হবে সে ধর্ষন করেনি এমন আইন দরকার । এতে মেয়েটি হয়তো বার বার ধর্ষনের হাত থেকে রেহাই পেতে পারে । এছাড়াও ক্যামেরা ট্রায়াল ধর্ষন কেসে বাধ্যতামূলক হওয়া উচিৎ । ধর্ষিতার ফরেনসিক টেষ্টের সাথে নমুনার ডিএনএ টেষ্টও বাধ্যতামূলক করতে হবে তাহলে আর এত সওয়াল জবাবের প্রয়োজন পড়বেনা । ধর্ষিতাকে আলামত সংরক্ষনে সচেতন করার বিকল্প নেই অন্যথায় উপরোক্ত পরীক্ষাগুলি বিফলে যাবে । ধর্ষনকারীর কঠোর শাস্তির ব্যবস্থা করতে না পারলে পশু ও মানুষের মধ্যে পার্থক্য থাকেনা । মিউচুয়াল সঙ্গম কোন অবস্থাতেই ধর্ষন নয় ।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর মন্তব্যে প্লাস রইল।

অনেক অনেক ধন্যবাদ রইল পুলক ঢালী।।

৩৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ইউসুফ জোলেখা কাহিনি পড়লে জানা যাবে ধর্ষণ সমাধান আছে। যে খানে জোলেখা ইউসুফ আঃ কে বন্ধ ঘরে একা সঙ্গমের অদেশ করছে অথচ ই উসুফ নির্বিকার...ব্যাপরটা সম্পূর্ণ উল্টো তাই নয় কি?

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন:

কতো অজানারে ....!

৩৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯

আমি তুমি আমরা বলেছেন: প্রয়োজন সচেতনতা।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন....প্রয়োজন সচেতনতা,
সাথে আইনের কঠোর প্রয়োগ, পারিবারিক মূল্যবোধ ...।

অনেক ধন্যবাদ রইল ...তুমি...।।

৩৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সামাজিক ভাবে সচেতনতা আর মূল্যবোধ তৈরীর বিকল্প নেই !

২২ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৩

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আসলেই বিকল্প নেই।

অনেক ধন্যবাদ রইল অভি।।

৩৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

আরিফ আরাফাত রুশো বলেছেন: তবে আমাদের ও সমস্যা আছে। আমাদের দেশে পুরুষ কে শত্রুতামূলক ফাসানোর জন্য সবচেয়ে বেশি প্রায় ৯৫% ক্ষেত্রে নারী নির্যাতন মামলাকে অপব্যাবহার করা হয়।তাই আসল কেস গুলা ঢাকা পড়ে যায় বা মানুষের সহানুভুতি কমে যায়।কাজেই রেপের নাম শুনেই দ্রুত কেস নিস্পত্তি করে কড়া শাস্তি দিতে থাকলে যে আপনার ভাই বা সামী যে ওইটাতে ফেসে যাবেনা তা কিন্তু বলা যায়না। তাই আমি মনে করি যদি রেপ কেস এর চেয়ে মিথ্যা রেপ কেস র শাস্তি বাড়ানো যায় তাহলে নিররাযিত নারীদের বেশি কেয়ার নেয়া সম্ভব। কি মনে করেন?

২২ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১১

আরজু পনি বলেছেন:

মিথ্যা মামলায় ফাসানোটা সত্যিই দুঃখজনক।

এই বিষয়টার দিকেও নজর দেয়া জরুরী।

অনেক ধন্যবাদ জানবেন রুশো।।

৩৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টের শুরুটা পড়তে পড়তে মনে হচ্ছিল টিভিতে এমন একটা টেলিফিল্ম দেখেছিলাম। পরে লিংকে গিয়ে দেখি সেটাই।

ফিল্মে শেষ পর্যন্ত একটা সাহসী সমাধান দেয়া হয়েছে ধর্ষিতার পক্ষে। সমাজে ধর্ষিতা প্রথমেই প্রত্যাখ্যাত ও ঘৃণিত হয় যার কাছ থেকে, সে হলো তার স্বামী। এ ফিল্মে শুরুতে স্বামীকে ওরকম দেখা যায় নি, তবে কেইসটা নিয়ে লড়তে তার মধ্যে আগ্রহের অভাব দেখা যায় বিভিন্ন সামাজিক কারণে। শেষ পর্যন্ত সেই স্বামীই তার পক্ষে কেইস লড়ার সাহস যোগায় এবং কেইস জেতে (যদ্দূর মনে পড়ে)। কিন্তু অন্যদিকে আরেক ধর্ষিতা, যে কিনা নিজে একজন আইনজ্ঞ, অতি আপন জনের দ্বারা ধর্ষিতা হয়ে বোনের সংসার রক্ষা ও অন্যান্য কারণে তা চেপে রাখে। সমাজে এমন কিছু গপন কষ্ট নিয়ে যেমন কাউকে জীবন টেনে নিতে হবে, কেউ আবার স্বামী মুরাদের মতো প্রকৃত বন্ধুসম সাহসী যোদ্ধাও পাবে, সমস্ত বিপদকে মোকাবিলা করে দোষীকে চিহ্নিত করার জন্য।

পুরুষ মানুষকে বেশি উদার হতে হবে। ধর্ষিতার প্রতি ঘৃণা প্রদর্শন না করে তাকে সাহায্য করতে হবে ট্রমা কাটিয়ে উঠবার জন্য, আইনি লড়াইয়ের জন্যও স্বামীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

জেনে অনেক ভালো লাগছে যে আপনি সিনেমাটা দেখেছেন ।

গণমাধ্যম যে সচেতনতা সৃষ্টি করতে কি ভুমিকা রাখে তা এই সিনেমাটি প্রমাণ ।

আমি সত্যিই মুগ্ধ হয়েছি সিনেমাটি দেখে। অনেক বাস্তবতার আঙ্গিকে বানানো সিনেমাটি।

আপনার পরামর্শগুলোও খুব সত্যি । এমনটাই হওয়া উচিত।

অনেক ধন্যবাদ রইল আপনাকে সোনাবীজ।।

৩৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:২৭

তীর্থক বলেছেন: লেখাটা পড়লাম এবং শুরুতেই +

মন্তব্যগুলোও পড়লাম। অধিকাংশই ধর্ষকের কি শাস্তি হওয়া তা লিখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যতক্ষণ না প্রমান হচ্ছে কে ধর্ষণ করেছে ততক্ষণ আপনি কোনও শাস্তি দিতে পারছেন না। ক্রস ফায়ার আসলে কোন সমাধান না। এটা যে যার নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করে। রক্ষকও ভক্ষক হয় কিন্তু।

সমাধানঃ
মেয়েদের প্রথমে ঘর থেকে সাপোর্ট পেতে হবে সেটা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে বাবা-মা আর বিবাহিত মেয়েদের ক্ষেত্রে স্বামীর কাছ থেকে। যতদিন না এটা এষ্টাব্লিষ্ট করা যাচ্ছে ততদিন ধর্ষণ চলবে আর ধর্ষক সমাজে বুক ফুলিয়ে গোঁফে তুড়ি দিয়ে ঘুরে বেড়াবে।

ধর্ষণ ব্যপারটা এখনো অনেকের কাছেই একটি রগরগে চটি টাইপের উপজীব্য কাহিনি মাত্র। পেপারে ধর্ষণের ইনিয়ে বিনিয়ে বর্ণনা পড়ে এখনও অনেকেরই যৌন তৃপ্তি মেটে। সুতরাং আমরা কোন সমাজে বাস করছি তা সহজেই অনুমেয়।

শেষে একটি কথা বলি। আমরা যারা নিজেদের আধুনিক সমাজের ধারক কিংবা বাহক মনে করি, পেপারে, ব্লগে, এখানে-সেখানে ধর্ষন প্রতিরোধে কি করা উচিৎ তা নিয়ে লম্বা লম্বা কথা লিখি কিংবা বলি তারা নির্জন নিভৃতে একাকি একটি নারীকে ধর্ষণ করার সুযোগ মিস করতে চাইব কি না তা কি ভেবে দেখেছি? ভেবে দেখব নিশ্চয়ই!!!

আর একটা কথা, মিউচুয়াল সেক্স বন্ধ হয়ে গেলে ধর্ষন আরও বাড়বে। কেন? অন্য কোন দিন বলব। অথবা বুঝে নিন।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

আপনি ঠিকই বলেছেন। আমরা সুযোগের অভাগে সন্ন্যাসী হয়ে থাকি প্রায় সবাই।

আর হ্যাঁ, মিউচ্যুয়াল সেক্সকে ধর্ষণ বলা যায় না। কারণ ওটা কখনো কখনো ফাঁদ হিসেবে ব্যবহৃত হলেও কোন নারী মামলা করে জেতার কথা না, কারণ তার সম্মতিতেই হয়েছিল।

সচেতনতার প্রয়োজন অনেক অনেক বেশি।

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
ভালো থাকুন সবসময়।।

৪০| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৭:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সবচেয়ে আগে দরকার মানসিকতার পরিবর্তন, ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলা -নারী-পুরুষ উভয়েরই ও কোন ধর্ষন কেসে নারীর চরিত্র ও পোশাক আশাকের দিকে অঙ্গুলি না তুলে ধর্ষকের সাজা নিশ্চিত করার ব্যবস্থা করা। না হলে ঘটনার পুনরাবৃত্তি ও পুনঃপুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

এসব কেসে প্রতিপক্ষ থেকে নারীকে যেভাবে নোংরা ইঙ্গিতে হেয় করা হয়, তা সত্যিই ভয়াবহ ব্যাপার !

ভাবছি এরকম কোন ইস্যুতে একবার কোর্টে যেয়ে সরাসরি দেখে আসার চেষ্টা করবো।

সচেতনতা, ধর্মীয় মূল্যবোধের বিকল্প আসলেই নেই।

আলোচনায় অংশ নেয়ায় অনেক ধন্যবাদ জানাচ্ছি তনিমা।।

৪১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

লেখোয়াড় বলেছেন:
আপনার প্রশ্ন হলো......... ধর্ষণ সমাধান কি আসলেই আছে?

আমাকে বাজে মনে করতে পারেন তবু বলি,
মানুষ যতদিন আছে ততদিন ধর্ষণের সমাধান নেই, সবল ও দূর্বল যতদিন আছে ততদিন ধর্ষণের সমাধান নেই।
হ্যাঁ, আমরা মানুষরা ধর্ষণ কমানোর জন্য কাজ করতে পারি। সামাজিকভাবে মানুষ সচেতন আর উন্মুক্ত হলে সমাজভেদে এটা কমবেশি কমে যাবে।সভ্য হলেও মানুষ তার কামলালসা ত্যাগ করতে পারে না, তবে নিয়ন্ত্রণ করতে পারে।সমাজ এই নিয়ন্ত্রণ করা কতটুকু শেখাচ্ছে তার উপর অনেক বেশি এটা নির্ভরশীল।

আর কথা না বলি।

২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৪

আরজু পনি বলেছেন:

নাহ লেখোয়াড়, বাজে ভাববো কেন ?!

আপনি সত্যিটাই তুলে ধরেছেন ।

এটাই, আমরা ধর্ষণ কমাতে কাজ করে যেতে পারি।

সভ্যতার মুখেোশর আড়ালে মানুষ তার আদিম বাসনাগুলিকে ত্যাগ করতে পারে না। তা প্রকাশ পায় কোন না কোন ভাবেই।

আরো যত ইচ্ছে বলুন না....আমাদের ভাবতে সহায়তা করবে আপনার কথা ।

অনেক ভালো থাকুন প্রিয় শব্দবাজ ।।

৪২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

শাশ্বত স্বপন বলেছেন: পাশ্চাত্যে কি এত বেশি ধর্ষন হয়? অঅহমদ শফীর তেতুল তত্ত্ব কামে লাগানো যায় না?

২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৯

আরজু পনি বলেছেন:

পাশ্চাত্যের ধর্ষনের খবর আপাতত জানি না ।

তেতুল তত্ব ...মানে পর্দার কথা বলছেন তো ?!

ভেবে দেখার মতো...

তবে সচেতনতা, মূল্যবোধ এবং সর্বোপরি আইনের কঠোর প্রয়োগই পারে এসব কমিয়ে আনতে।

অনেক ধন্যবাদ রইল স্বপন।
ভালো থাকুন।।

৪৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০

বাংলার হাসান বলেছেন: ধর্ষনের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ।

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৭:২৪

আরজু পনি বলেছেন:

কঠোর আইনের বাস্তবায়ন চাই ।

ধন্যবাদ হাসান।।

৪৪| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৩

বাংলাদেশী দালাল বলেছেন:
রাজীব হোসাইন সরকার ভায়ের মন্তব্যটা বেশি ভালো লাগছে। এমনটিকি হতে পারেনা?

পোস্টে প্লাস।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৮

আরজু পনি বলেছেন:

আমরাতো কতো কিছুই আশা করি। তেমন হলেও মন্দ হতো না।

অনেক ধন্যবাদ রইল বা দা।।

৪৫| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩

মাহমুদা সোনিয়া বলেছেন: keno jeno mone hoy akta drishtano sthapon kora punishment jodi hoto publicly, den onek kome jeto rape! prob holo adeshe kono bichar hoyna ba kothin shasti hoyna!

nwy, thanks a lot 4 such a post!!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫১

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন হয়তো সোনিয়া ।
কিন্তু তেমন কোন শক্ত পদক্ষেপ কবে যে নেয়া হবে.... !

পোস্টটা দেখার জন্যে এবং মতামত দেবার জন্যে অনেক ধন্যবাদ রইল সোনিয়া ।।

৪৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: আপু তোমার জন্য একটি বই
আমার ব্লগে সংরক্ষিত

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

আপনার ব্লগেতো অনেক অনেক পোস্ট ... কোথায় খুঁজবো ...কি বিষয়ের উপর বই ...একটু যদি বিস্তারিত বলতেন তবে বুঝতে সুবিধে হতো ।

ধন্যবাদ রইল পরিবেশ বন্ধু ।।

৪৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১

রেজোওয়ানা বলেছেন: ধর্ষনের শাস্তি বিধানটা এমন হাস্যকর বাংলাদেশের আইনে, অথচ এটা নিয়ে কেউ কোন কথাও বলে না!

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

আরজু পনি বলেছেন:

আসলে আইনি বিষয়গুলোতে আমরা খুব বেশি সচেতন না ।
তাই হয়তো কেউ সেভাবে ভাবে না...তবে সময় কিন্তু বদলাচ্ছে ...

মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

৪৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন:

এর সমাধান নাই এমনটা আমি বলবোনা। আমি বলবো ধর্ষণ আমাদের সমাজের একটা অন্ধকার দিক। এটা বন্ধ করতে বা কমাতে হলে...

বাড়াতে হবে আমাদে নৈতিক শক্তি। আইনের শাসন। মূল্যবোধের বিকাশ। ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ। পারিবারিক সচেতনতা। সামাজিক ভারসম্য।

কমাতে হবে...
টিভি সিনেমায় ধর্ষন বিষয়ক সিকুয়েন্স। লুতুপুতুটাইপের প্রেমনির্ভর টিভিপ্রগ্রাম। মোবাইল অপরেটরদের আজাইড়া ছাড়। পারিবারিক বিচ্ছিন্নতা।ছেলেদের ডেসপারেট হয়ে যাওয়া। রাষ্ট্রের অস্থিতিশীল পরিবেশ। আইনের গতিকে প্রভাবিত করার রাজনৈতিক শক্তি। নারীদের আধুনিকতার নামে পোষাক শর্ট হয়ে যাওয়া।

ভাবতে হবে...
শোবিজ জগতের নারীদেহটাকে ক্রমশ পণ্য করার কৌশলকে নিয়ে।

বন্ধ করতে হবে...
ধর্ষণ বিষয়ক কেসে নারীর সর্বপ্রকার বর্ণনা। ছবি প্রকাশ। মিডিয়ার আজাইরা আতলামী।

প্রকাশ করতে হবে...
ধর্ষকের ছবি। তার বর্ণনা। তার চৌদ্দ পুরুষের পরিচয়।

করতে হবে ...
ধর্ষককে বিচারের পরও ট্রাকে তুলে বাজারে বাজারে মাথা ন্যাড়া করে ঘুড়াতে হবে। জুতা পেটা করতে হবে।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুপান্থ।

সহমত জানাতেই হয়।
আর শেষ পয়েন্টটা কিন্তু চমৎকার বলেছেন।

অনেক কৃতজ্ঞতা রইল।।

৪৯| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৭

কালীদাস বলেছেন: মানবাধিকার নিয়া অনেকে ফালাফালি করতে পারে, আমি এখনও র‌্যাবের ক্রসফায়ারের সাথে আছি। মানুষের সাথে মানুষের আইন, জানোয়ারের জন্য জানোয়ারের। রেপের বিচারের জন্য একটা উইং দরকার ছিল র‌্যাবের।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:১২

আরজু পনি বলেছেন:

রেপের বিচারের জন্য একটা উইং দরকার ছিল র‌্যাবের।

.................এটা খুব দরকারী একটা কথা বলেছেন।।

আপনাকে দেখে কেন যেন ভরসা পাই অনেক !
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।।

৫০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আইনের শাসণ প্রতিষ্ঠিত হলে এটি বন্ধ হওয়া অস্বাভাবিক নয়। ধর্মীয়ভাবেএটি সমর্থন পইনি।এমনকি মিউচোয়াল সেক্স সম্পর্কে ও কঠিন শাস্তির বিধান আছে ।ধর্ষনএ মৃত্যুদন্ড নিশ্চিৎই হওয়ার কথা। অপর মানুষকে শ্রদ্ধা করতে শিখলে ব্যাপারটা আর থাকবে না।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

অপরকে শ্রদ্ধা করতে কয়জনই পারে...বিশেষ করে এসব পশু নামধারী মানুষগুলো !


ধন্যবাদ সেলিম।।

৫১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪

ফারিয়া বলেছেন: শাস্তি হিসেবে মৃত্যুদন্ড হওয়া চাই, তবে সঠিক মুল্যায়নের ভিত্তিতে। আর ধর্ষন করার চেষ্টা করার জন্য দৃষ্টান্তমুলক শাস্তির প্রচলন প্রয়োজন। তবে অন্যরাও এর গুরুত্ব বুঝতে পারবে।
তবে এ পরের কথা। আমি বলবো, আগে পরিবার হতে আমাদের সন্তানদের, শিশুদের একি সাথে সচেতন ও সঠিক চারিত্রিক শিক্ষায় গড়ে তুলতে হবে। এতে কমতে পারে ধর্ষন।

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

আরজু পনি বলেছেন:

দৃষ্টান্তমূলক শাস্তি হয় না বলেই অন্যায়গুলো বেড়ে চলছে।

আর পারিবারিক শিক্ষাটা খুব জরুরী।

মন্তব্যে অনেক ধন্যবাদ রইল ফারিয়া।

৫২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: রেপ কেসের বিচার স্পেশালি এবং খুব দ্রুত হওয়া উচিত

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১০

আরজু পনি বলেছেন:

সেটা হচ্ছে না বলেই তো এরকম পাশবিক অন্যায় এতো বেশি পরিমাণে হচ্ছে।

আপনার নিকটাই যেন....খোকা বাবুর প্রত্যাবর্তন-এর কথা মনে করিয়ে দেয়।

ধন্যবাদ রইল।।

৫৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: শততম কমেন্ট আমারটাই হোক।ধর্ষণ...! সমাধান কি আসলেই আছে?! ♣ হ্যা আছে।

ধণমানুসিকতার পরিবর্তন হলেই সমাধান হয়ে যাবে ।ধর্ষকদের বজ্রন করতে হবে আমারএ ব্যাপারে বেশি পোস্ট করে জনমত গঠন করতে পারি।এহেন ঘৃণিত কর্ম যেন কেউ না করতে পারে ।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫১

আরজু পনি বলেছেন:

সচেতনতাও একটা প্রয়োজনীয় বিষয়।

কমেন্টে অনেক ধন্যবাদ রইল সেলিম।।

৫৪| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১২

মেহেদী হাসান মানিক বলেছেন: শুধু মানসিকতার কথা বলে কিছু হবে না। ধর্ষকদের শাস্তি ত মৃত্যুদন্ড হওয়া উচিত। তবে সেটা জনসম্মুখে। শাস্তির উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ তা দেখে ভয় পায় এবং সেই কাজ থেকে বিরত থাকে। তবে আমাদের ধর্মীয় মূল্যবোধের প্রতিও আরও সচেতন হওয়া উচিত।

২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৭

আরজু পনি বলেছেন:

আইনের কঠিন শাসন আর
সচেতনতা বোধই অনেক জরুরী বিষয়।

অনেক ধন্যবাদ রইল মানিক ।।

৫৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯

বোকামন বলেছেন:








সমাধান আছে ..... নেই শুধু আদান - প্রদান। সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন কার্যকরী করতে আমরা ব্যর্থ। শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকের জ্ঞান রেজাল্ট অব্ধি সীমাবদ্ধ হয়ে পড়ছে !

পবিত্র কোরআনে আমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার পরও এই ধরনের জঘন্য ঘৃণিত অপরাধ মুসলিম কান্ট্রিগুলোতে কিভাবে হতে পারে ! হলেও অপরাধী কিভাবে ছাড় পেয়ে যায় !

হ্যাঁ ! তারপর ভুলে যাই .... তবুও একটু একটু করে মনে আসুক। আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ুক। লিখে লিখে ক্লান্ত হোন। কোন একটি মোমবাতি অন্তত জ্বালিয়ে রাখুন।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুণ। আমাদের মা-বোন-স্ত্রী-কন্যাকে হেফাজতে রাখুন। বাবা-পুত্র-ভাই-স্বামী হিসেবে আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট রাখুন। আমিন।

ভালো থাকুন শ্রদ্ধেয় বোন।।

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:

খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন।

মুসলিম প্রধান দেশ হয়েও যদি মুসলমানরা কোরআনের নির্দেশ ঠিকমতো মেনে চলতো তবে এতো পাশবিক হতে পারতো না। অথচ এরাই আবার ধর্ম নিয়ে বড় বড় বুলি দিবে সুযোগ পেলেই।

আর পাঠ্যপুস্তকে আসলেই আরো জ্ঞানের প্রসারতা বাড়ে এমন অধ্যায়, বিষয় সংযোজন করা প্রয়োজন।

শেষে বলি, আমি আশা জাগানিয়া মানুষ...তাই আশা ছেড়ে দেই না...অব্যাহত থাকবে এই দীপ জ্বেলে যাওয়া।

অনেক অনেক ধন্যবাদ রইল বোকামন।।

৫৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:২৬

খাটাস বলেছেন: যে মূর্খ অশিক্ষিত (অধিকাংশ মানুষ) সমাজে নারি দেহ মাংস রুপে তুলে ধরার হার নারির প্রাপ্য সম্মান সম্পর্কে সচেতন করার হার এর চেয়ে বেশি হয়- সে সমাজে ধর্ষণ বন্ধ হবে না কমবে ও না কোনদিন।
আর যদি বলেন শিক্ষিত হলেই মানসিকতা ভাল হয় না, তাহলে বলব তারা শিক্ষিত হতেই পারে নি।
আমাদের দেশের যে নাটক নিয়ে গর্ব করার মত। ফারুকি, ফাহমি দের যেসব নাটক দেখে এত ভাল লাগে- সেসব বেশিরভাগ নাটকেই সমাজের ছেলে মেয়ের মাঝে সস্তা প্রেমের সম্পর্ক দেখান হয়, এ থেকে শ্রদ্ধা বোধের সম্পর্ক এর চেয়ে জৈবিক উরালিয়া মানে এক ডাল থেকে আরেক ডাল এ জাওয়ার শিক্ষাই বেশি থাকে।
বেক্তিগত অভিমত।
আমাদের জন সচেতনতা আর ও বাড়াতে হবে, ধর্ষণের কারন আর ও সুক্ষ ভাবে বের করতে হবে, তবে ধর্ষণ কারিকে বিনা হিসাবে গুলি করে মারতে হবে।
ভাল থাকবেন।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন খাটাস। তারা আসলে শিক্ষিতই হতে পারে নি ।

আর ফারুকীর নাটক সিনেমাতে তো টিজ করা শেখায় !
পারবিারিক মূল্যবোধ, জনসচেতনতা,আইনের কঠোর প্রয়োগই হয়তো ধর্ষনের মতো পাশবিক অন্যায়কে কমাতে পারে।

আপনার গুরুত্বপূর্ণ মতামত দেয়ায় অনেক ধন্যবাদ রইল।।

৫৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনিচ্ছার বাইরে এক আরেকজনের উপর কি করে ঝাপিয়ে পরে বুঝিনা... যাই হোক কষ্টকর আর অপ্রতিকর ঘটনা যা্রা ঘটায় তাদের প্রতি ধিক্কার ছাড়া কিছুই দেবার নেই... শুভ আর সুন্দর হোক সবার...

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

আরজু পনি বলেছেন:

মানুষ যখন পশু হয়ে যায় তখন পারে ....

শুধু ধিক্কার নয়....এদের কঠিন শাস্তি প্রাপ্য

মতামতে অনেক ধন্যবাদ রইল বন্ধু তুহিন।।

৫৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৪

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: শুধুমাত্র বিচার প্রক্রিয়ার মাধ্যমে ধর্ষন আটকানো যাবে না .......... তাতে যত বড় সাজা তৈরি করা হোক না কেন দ্রুততার সাথে ।

ধর্ষন ব্যাধির ........ প্রতিষেধক বা প্রতিরোধক কোনটাই সাজা নয়

প্রথমেই একটি শিশু জন্ম এর পর থেকে শিক্ষা গ্রহন শুরু করে ... ঠিক তখন থেকেই তার নারীর প্রতি দৃষ্টি ভঙ্গি বদালানের চেষ্টা করতে হবে ... যে নারী ভোগের বস্তু নয়।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

খুব সুন্দর করে বলেছেন ,মিঠুন।

মতামতের জন্যে অনেক ধন্যবাদ রইল।।

৫৯| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৭

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: শুধুমাত্র বিচার প্রক্রিয়ার মাধ্যমে ধর্ষন আটকানো যাবে না .......... তাতে যত বড় সাজা তৈরি করা হোক না কেন দ্রুততার সাথে ।

ধর্ষন ব্যাধির ........ প্রতিষেধক বা প্রতিরোধক কোনটাই সাজা নয়

প্রথমেই একটি শিশু জন্ম এর পর থেকে শিক্ষা গ্রহন শুরু করে ... ঠিক তখন থেকেই তার নারীর প্রতি দৃষ্টি ভঙ্গি বদালানের চেষ্টা করতে হবে ... যে নারী ভোগের বস্তু নয়।

৬০| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৯

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: শুধুমাত্র বিচার প্রক্রিয়ার মাধ্যমে ধর্ষন আটকানো যাবে না .......... তাতে যত বড় সাজা তৈরি করা হোক না কেন দ্রুততার সাথে ।

ধর্ষন ব্যাধির ........ প্রতিষেধক বা প্রতিরোধক কোনটাই সাজা নয়

প্রথমেই একটি শিশু জন্ম এর পর থেকে শিক্ষা গ্রহন শুরু করে ... ঠিক তখন থেকেই তার নারীর প্রতি দৃষ্টি ভঙ্গি বদালানের চেষ্টা করতে হবে ... যে নারী ভোগের বস্তু নয়।

৬১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪১

মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: শুধুমাত্র বিচার প্রক্রিয়ার মাধ্যমে ধর্ষন আটকানো যাবে না .......... তাতে যত বড় সাজা তৈরি করা হোক না কেন দ্রুততার সাথে ।

ধর্ষন ব্যাধির ........ প্রতিষেধক বা প্রতিরোধক কোনটাই সাজা নয়

প্রথমেই একটি শিশু জন্ম এর পর থেকে শিক্ষা গ্রহন শুরু করে ... ঠিক তখন থেকেই তার নারীর প্রতি দৃষ্টি ভঙ্গি বদালানের চেষ্টা করতে হবে ... যে নারী ভোগের বস্তু নয়।

৬২| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: এত ভুলে ভরা কমেন্ট করেছি যে নিজে পড়েই লজ্জা পাচ্ছি।আমারএকটু স্থীর হওয়া দরকার বয়স তো আর কম হলো না ।সচেতনতা সামাজিক নিরাপত্তা বেষ্টনী ধর্মীয় অনুশাসন....সব কিছুর সমন্বয় জরুরী।মন গড়া নীতিতেএর সমাাধান হবেনা। নাস্তিকতা হলো মনগড়া মনুষ্য সৃষ্টমতবাদ।এগুলো ধ্বংস ডেকেআনবে। গঠন শীল কিছুএই দর্শন দিতে পারবে না ।

৬৩| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এত ভুলে ভরা কমেন্ট করেছি যে নিজে পড়েই লজ্জা পাচ্ছি।আমারএকটু স্থীর হওয়া দরকার বয়স তো আর কম হলো না ।সচেতনতা সামাজিক নিরাপত্তা বেষ্টনী ধর্মীয় অনুশাসন....সব কিছুর সমন্বয় জরুরী।মন গড়া নীতিতেএর সমাাধান হবেনা। নাস্তিকতা হলো মনগড়া মনুষ্য সৃষ্টমতবাদ।এগুলো ধ্বংস ডেকেআনবে। গঠন শীল কিছুএই দর্শন দিতে পারবে না ।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

আরজু পনি বলেছেন:

বানান ভুলটা আমরা সাধারণত ইচ্ছে করে করি না।
ব্যাপার না।

ভালো থাকুন সেলিম।।

৬৪| ০৯ ই জুন, ২০১৪ সকাল ৭:২৬

জাফরুল মবীন বলেছেন: আমাদের এই পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ধর্ষিতারা বড় বেশী অবহেলিত।নিজ পরিবারের সদস্যরাই অনেক সময় ধর্ষিতাকেই গালমন্দ করে ভাবখানা এরকম তার আচরণের জন্যই সে ধর্ষিত হয়েছে।আর কোর্টে গেলে তো কথাই নেই;ভরা মজলিসে ধর্ষকের উকিল দ্বারা দিনের পর দিন মানসিকভাবে মেয়েটি বার বার ধর্ষিত হতে থাকে।এইতো কিছুদিন আগ পর্যন্ত পত্রিকাগুলোতে ধর্ষিতার ছবি(ধর্ষকের নয়)ছাপানো হতো ধর্ষণের নিখুঁত বর্ণনাসহ।এ মেয়েকে বিয়ে দেওয়াও কঠিন হয়ে যায়,ভাবখানা এরকম সে মহাপাপী।আসলে এ বিষয়টার সাথে আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী।আইনের কঠোর প্রয়োগে ধর্ষণের সংখ্যাটা হয়তো কমতে পারে কিন্তু আমাদের নৈতিকতার উন্নতি না হলে এটা আরও বিস্তৃত হবে এবং হচ্ছে।এখন একটি কন্যাশিশুও ধর্ষণের বীভৎসতা থেকে নিরাপদ নয়।আর শক্ত নৈতিকতা তৈরীর জন্য সমাজে যেসব উপাদান ও প্রভাবক দরকার তার শুভ ও দৃঢ় উপস্থিতি দৃশ্যমান নয়।এদেশে একজন ধর্ষক তার শততম ধর্ষণ অপকর্ম উৎসবের সাথে পালন করতে পারে এবং সেটা গণমাধ্যম গুরুত্বে সাথে প্রচার করে।এখন একটা ধর্ষিত মেয়ে পরিবারের তিরষ্কারে,ধর্ষকের পরিবারের অপপ্রচারে,ধর্ষকের উকিলের পেশাগত দক্ষতায়,বর পক্ষের প্রত্যাখ্যানে এবং গণমাধ্যমের প্রচারের মাধ্যমে কত সহস্রবার ধর্ষিত হয় তার ইয়ত্তা নেই।জানিনা আমার ধর্ষিতা বোনটি তার ছোট্ট বুকটাতে এত কষ্ট সারাজীবন কেমনে বয়ে বেড়ায়???যে সমাজে ধর্ষকের এত সহযোগী ও অনুকূলতা রয়েছে সেটা ধর্ষণের উর্বর ক্ষেত্রে পরিণত হয়।সত্যি সেলুকাস কী বিচিত্র এই দেশ!

অনুসরণে নিয়ে আমি আপনার পোষ্টগুলো পড়া শুরু করেছি।এটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা পোষ্ট ছিল।এজন্য ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

খুজেঁ পেছনের পোস্ট পড়ায় কৃতজ্ঞতা জানাই ।

নারী পুরুষ উভয়েরই সচেতনতা আর আইনের কঠোর প্রয়োগই পারে ধর্ষণ কমাতে ।

অনেক ভালো থাকুন । শুভকামনা আপনার জন্যেও ।।

৬৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

মহাকাল333 বলেছেন: আরজুপনি,লেখাটি পড়ে মন খারাপ হয়ে গেলো। কৃতজ্ঞতা রইলো চমৎকার পোস্ট টির জন্য।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ জানাই, মহাকাল।
ভালো লাগলো যে পেছনের একটি পোস্ট খুঁজে পড়লেন।
অনেক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.