নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সচিত্র ব্লগ টিউটোরিয়াল (শেষ পর্ব) ▬ নতুন যারা ব্লগ লিখতে আগ্রহী, ওয়াচে থাকা এবং নতুন ব্লগারদের জন্যে অবশ্য পাঠ্য

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০

নতুন ব্লগ লিখতে আগ্রহী কিন্তু কিভাবে কি করবে তা ভেবে না পেয়ে ব্লগে ভিজিটর হিসেবেই থেকে যা্ওয়া ব্লগার হতে আগ্রহীদের জন্যে যাদের মধ্যে কেউ কেউ অনুরোধ করেছেন তাদের জন্যে নতুন ব্লগ নিক রেজিস্ট্রেশনের কাজটা যেন আমিই করে দেই। কারো কারোটা করেও দিয়েছি। কিন্তু বিষয়টা প্রাইভেসীর জন্যেই অস্বস্তিকর হয়ে উঠে।

তাদের কথা ভেবেই একটা অংশ রাখলাম যেন তারা নিজেরাই নিজেদের জন্যে ব্লগ রেজিস্ট্রেশন করে নিতে পারেন।







লগইন নেমটা আপনার সুবিধেমতো করলেই হবে। তবে তা যেন সহজেই আপনার মনে থাকে সেদিকে খেয়াল রাখবেন।

পাস্ওয়ার্ডের বেলায়্ও একই কথা।


আর "বাংলায় আপনার নাম" মানে যেই নামে আপনি ব্লগে পরিচিত হবেন সবার কাছে। চেষ্টা করুন নিজের নাম অথবা সুন্দর কোন নাম নিক হিসেবে নিতে। একটি সুন্দর নিকের গ্রহণযোগ্যতা তুলনামুলকভাবে অসুন্দর নামের চেয়ে বেশি হয়ে থাকে।







আপনি কোন কি-বোর্ডে লিখবেন সেটি আপনার ব্যাপার। আমি বিজয়ে লিখি। সেক্ষেত্রে আপনাকে ছবিতে দেখা মতো পছন্দের কি-বোর্ডটি বেছে নিতে হবে।







আপনি আপনার কোন ইমেইল ঠিকানাটি ব্যবহার করবেন তা আগেই সেই মেইল ঠিকানাটি একটি ট্যাবে খুলে নিশ্চিত হয়ে নিন, তার পাসওয়ার্ড ঠিকঠাক আছে কি না। আর রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে কিন্তু আপনার সেই ইমেইলে একটি মেইল যাবে তখনি। কাজেই মেইল ঠিকানাটির চলমানতা আগেই নিশ্চিত করে নিন।







আর শেষে সব ঠিকঠাক মতো কাজ শেষ করার পর "একমত" চেপে রেজিস্ট্রেশনের কাজ শেষ করুন।







ওকে আপনি তবে হয়ে গেলেন নিজের একটা ব্লগের মালিক। সামহোয়্যারইন ব্লগের একজন ব্লগার।

প্রথম পাতার ডান পাশে নোটিফিকেশন পাবেন নিয়মিত। তা লক্ষ্য করুন।







প্রোফাইলে কি ছবি দিবেন আর নিজের সম্পর্কে কি লিখবেন সেটা আপনি নিজেই ঠিক করে নিন।

এবার নতুন একটি পোস্ট দিয়ে দিন। তাতে আপনাকে অন্যরা ওয়েলকাম জানাতে পারবে সহজেই। চেষ্টা করুন প্রথম ব্লগটাতেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। যেনো আপনার প্রথম পোস্ট দেখেই পুরনোরা ভেবে নেয় যে পরের পোস্টগুলোর গুণগতমানও ভালোই হবে।







ছবি দেখে পর্যায়গুলো অতিক্রম করে যান।





শিরোনাম বোল্ড করুন





লেখা সেভ করুন













পোস্টে নতুন পদ্ধতিতে ছবি দিতে চাইলে অন্যমনস্ক শরৎ-এর

নতুন পদ্ধতিতে ব্লগ পোষ্টে ছবি আপলোড দেখে নিতে পারেন মন্তব্যগুলো সহ। তাতে যথেষ্ট কাজে লাগবে আপনার পোস্ট সমৃদ্ধ করতে।



























































চেষ্টা করেছি মুলত ছবিগুলোতেই যা বলার বলে দিতে। সাথে ছবির বাইরেও কিছু প্রয়োজনীয় কথা জুরে দিয়েছি।

আশা করি নতুন দেরতো বটেই পুরনোদেরও কাজে লেগে যেতে পারে।

ব্লগ নিয়ে আগের পোস্টটি দেখতে পারেন।




ওয়াচে থাকা সহব্লগারদের জন্যে এখানে মন্তব্য করার সুযোগ রয়েছে।


সচিত্র ব্লগ টিউটোরিয়াল



♣ব্লগ টিউটোরিয়ালঃ (ওয়াচে থাকা এবং নতুন ব্লগারদের জন্যে অবশ্য পাঠ্য)♣



নতুন, পুরনো সবার জন্যে শুভকামনা রইল।



উৎসর্গঃ সেইসব প্রিয় সিনিয়র সহব্লগারদের। যারা তাদের অনেক মূল্যবান সময় দিয়ে আমাকে বিভিন্ন সময়ে এসব বুঝতে সহযোগিতা করেছেন।

===========================

আমার নিজস্ব সাইট আশা জাগানিয়া-য় আপনাদের স্বাগতম।

মন্তব্য ২০১ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (২০১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
180 notifs !! ইয়াল্লা :| :| !!!

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:
নোটিফিকেশনের বিষয়টা দেখাতে স্ক্রীণশটটা নিতেই হয়েছে। ১৮০ কোন ব্যাপার নাহ :-B

আরেকটা কথা আমি অনেক অনেক ব্লগে কমেন্ট করি। তাই এতো বেশি নোটিফিকেশন :|

মন্তব্যে অনেক ধন্যবাদ রইল মুন।

২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


দারুণ একটা পোস্ট পনি'পু ...

অনেক নতুন মানুষ কে সাহায্য করবে ... অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চাইতো ... অনেক সময় নিজের অজ্ঞতার জন্যে উত্তর দিয়ে পারতাম না ...

ধন্যবাদ এতো বিস্তারিত ভাবে লেখার জন্যে...
প্রিয়তে আর অনেক অনেক শুভ কামনা :) :)


ভালো থাকুন আপু ! :)

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

অনেক সময় বলতে গেলে স্ক্রীনশট দিতে হয়, তাই একবারেই কাজটা শেষ করলাম।

কাজে লাগলেই পোস্ট দেওয়া সার্থক মনে করি।

অনেক ধন্যবাদ রাজকন্যা ।।

:)

৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


**উত্তর দিতে

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

বুঝতে পেরেছি রাজকন্যা ।

:)

৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

ঢাকাবাসী বলেছেন: দারুন কাজ করেছেন! অনেক আগ্রহীকে সাহায্য করবে। ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক।

অনেক ধন্যবাদ রইল ঢাকাবাসী।

৫| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: নিঃশেষে প্রাণ যে করিবে দান..



কয়েকটা জিনিস জানতাম না, আজকে শিখলাম । তবে আর একটা ব্যাপার যোগ করে দিতে পারেন । নিক নেইম আর ইউজার নেইম এক হলে ভালো হয় । কারণ প্রতিবার লগ ইনের সময় ইউজার নেইম লিখতে হয় ।


ম্যাডাম আর মডু সমার্থক :P


+++

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

মাটির নিচে গেলে পরে কয়দিন কেউ কেউ আফসোস করবে তারপর শেষ !

এক হলেও তো লিখতে হয় !

আর ইউজার নেইমতো ইংরেজিতে দিতে হয়। তবেতো নিকও ইংরেজিতে নিতে হবে ! ...সেটা কি ঠিক হবে ?

মডু হলেতো এই পোস্টে এতোক্ষণে নিজেই আঠা লাগিয়ে ফেলতাম :P

৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

মেংগো পিপোল বলেছেন: পোষ্টতে ঢুকে ব্লগ জীবনের শৈশবে আর একবার বিচরন করার সুজগ হলো। ধন্যবাদ আপু। আপনি সবসময়ই এমন কিছু পোষ্ট করেন যা কোন না কোন ভাবে দরকারী।

২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

আরজু পনি বলেছেন:

পোস্ট দরকারী করলেও অনেক পছন্দের ব্লগারের পোস্টে শুরুর দিকে কমেন্ট করতে পারি না... এটা নিজের জন্যেই খুব পীড়াদায়ক

আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো মেংগো পিপোল।।

৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

লেখোয়াড় বলেছেন:
ভাল পোস্ট।
অনেক কষ্ট করেছেন।
অনেকের কাজে লাগবে।

ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
কি করি বলুন তো !
আমার এখন আপনাকে দেখেই ইমো দিয়ে মন্তব্য করতে মন চাইলো ।

অনেক ধন্যবাদ শব্দবাজ ।।

৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

রাজু মাষ্টার বলেছেন: আপুর পোস্ট সব সময় ই কাজের......

এই পোস্ট নতুনদের জন্য অনেক উপকারে আসবে,এবং অনেক অজানা কিছু জানতে পারবে.........

অনেক লাইক,শুভকামনা :)

তা আপু ১০৮ নোটিফিকেশন B:-) ক্যামতে :|| :-B

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রাজু মাস্টার।
আপনার প্রাণবন্ত কমেন্ট আমার অনুপ্রেরণা ।

:)

আর নোটিফিকেশন আসলে আমি অনেক ব্লগে মন্তব্য করি সেজন্যেও একটু বেশি। এর চেয়েও বেশি আছে নিশ্চয় কারো কারো।

:)

৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২

এক্সপেরিয়া বলেছেন: পনি পু , একটা মাল্টি খুলুম.... সেইফ করে দিবেন...?

৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৭

আরজু পনি বলেছেন:

একটা মাল্টি খোলার পর সেইফের চেয়ে ওয়াচে থাকার সুবিধা বেশি ;)

১০| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার। এই ধরনের একটা পোষ্ট নতুনদের অনেক অনেক কাজে আসবে।

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

আরজু পনি বলেছেন:

কাজে আসলেই পোস্ট দেয়া সার্থক।

অনেক ধন্যবাদ রইল কাল্পনিক।।

১১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

আমি তুমি আমরা বলেছেন: এই ধরনের পোষ্ট নতুনদের অনেক অনেক কাজে আসবে। ভাল কাজ। :)

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ...তুমি...।।

:)

১২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক কষ্ট করেছেন আপু! শুভকামনা রইলো!
আর অনেকেই উপকৃত হবে!

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

উপকৃত হলেই পোস্ট দেয়া সার্থক।

অনেক ধন্যবাদ রইল অভি।।

১৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কু! এই পোষ্টের জন্য!

ব্লগে কেমনে একাউন্ট খুলছিলাম ভুলেই গেছি! এইবার একটা নতুন নিক খোলা যাইবো! :D

আর আমি যদি নতুন নিক খোলতে পারি তাহলে বুঝতে পারমু আপনার পরিশ্রম সার্থক হইসে! :|

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

আচ্ছা । খুলে জানাতে ভুলবেন না যেনো B-))

১৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১

ঐকতান০০৮ বলেছেন: খুব ভালো লাগল। এই ধরনের পোষ্ট কাজে আসবে।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:২৯

আরজু পনি বলেছেন:

কাজে আসলেই পোস্ট দেয়া সার্থক মানবো ।

অনেক ধন্যবাদ ঐকতান০০৮।।

১৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৪

আল ইফরান বলেছেন: খুবই উপকারী পোস্ট আমার মত দুগ্ধপোষ্য ব্লগারের জন্য। :-B
আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম দরকারী একটা পোস্টের জন্য :) :)
ইউনিকোড কনভার্শন ব্যাপারটা আগে কখনোই খেয়াল করি নাই।
খেয়াল করেই বা কি হবে, আমিতো আর লিখি না :(

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯

আরজু পনি বলেছেন:

এখনতো খেয়াল করলেন । এইবার তবে নতুন উদ্যমে ব্লগীং শুরু করুন।

শুভকামনা রইল।।

:)

১৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

প্রিন্স হেক্টর বলেছেন: নতুনদের কাজে দেবে। আমি আমার পরিচিত নতুন ব্লগারদের এই পোষ্ট সাজেষ্ট করছি।

ভাল পোষ্ট

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, নতুনদের কথা ভেবেই মুলত এই পোস্ট দেয়া।
তবে মোটামুটি পুরনো আর যারা অনিয়মিত পুরনো তাদেরও কাজে লেগে যেতে পারে কিছু কিছু অংশ।

সাজেস্ট করলে নতুনরা নিজেরাই নিজেদের মতো করে কারো সাহায্য ছাড়াই কাজগুলোকে গুছিয়ে নিতে পারবে।

অনেক ধন্যবাদ রইল প্রিন্স হেক্টর।।

১৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:

++++

দারুণ পোষ্ট আপু।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল স্নিগ্ধ ।।

১৮| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৫

পাকাচুল বলেছেন: প্রথম যখন আইডি রেজিঃ করেছিলাম, কিছুই বুঝতাম না।

এখন ভাবছি, আপনার দেওয়া নিয়ম কানুন ফলো করে একটা মাল্টি খুলে ফেলি।

কয় দিনে সেফ করে দিবেন?

৭ দিনের মাঝে সেফ করে যদি দেন, তবে একটা ট্রাই চালাতে পারি।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
মাল্টি না খুলে বরং নতুন কাউকে অনুপ্রাণিত করতে পারেন ব্লগ খুলতে। আমার নিজেরই একটা নিক মডুরা সেফ করছে না !

শুভকামনা রইল।।

১৯| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৬

তন্দ্রা বিলাস বলেছেন: দুর্দান্ত পোষ্ট! আশাকরি নতুনদের অনেক কাজে লাগবে।

নবম প্লাস।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক।
অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস।।

২০| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১২

ওঁ বলেছেন: আমি অনিয়মিত, আপনার পোস্টটা আমার কাজে দেবে

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৫

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক ।
ধন্যবাদ জানবেন।।

২১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৩

চটপট ক বলেছেন: নতুনদের বহুত ফায়দা হবে

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

আরজু পনি বলেছেন:

হলে খুবই ভালো লাগবে।

ধন্যবাদ রইল চটপট ক।।

২২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৩

সুপান্থ সুরাহী বলেছেন:

টিচার হিসেবে আপনি দারুণ...

এখন মনে হইতাছে... জেন্ডার স্টাডিজ নিয়ে আপনার কয়েকটা ক্লাস করতে পালে ভালই হতো...

০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২

আরজু পনি বলেছেন:

চেষ্টা করছি দারুণ হতে ;)

অরো বেশি জানতে হবে ভালো টিচার হতে হলে ! :|

অনেক ধন্যবাদ রইল সুপান্থ ।।

২৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৩১

dream111rocks বলেছেন: একটা প্রশ্ন ছিলঃ নিক এর নাম কি বদলানো যায়? এই যেমন আমার এই বদখত আংরেজী নামটা চেঞ্জ করে 'স্বপ্নহীন' করতে চাই, করা যাওয়ার কোন চান্স আছে নাকি।
যখন নিক খুলি তখন নাদানছিলামকিনা!! আর নতুন একাউন্ট খুলতে ইচ্ছা হয় না।

০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আরজু পনি বলেছেন:

টুকটাক বানান ভুল বদলানো যায় বরেই জানি। কিন্তু এতো পরিবর্তন সম্ভবত বদলানো যাবে না। আপনি আপনার পছন্দের নাম দিয়ে একটা নিক রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। পরে সেফ হলে না হয় ওটা দিয়েই ব্লগিং করলেন।।

তবুও ফিডব্যাকে মেইর করতে দেখতে পারেন।
অনেক শুভকামনা রইল।।

২৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫০

টুম্পা মনি বলেছেন: অনেকেরই মাল্টি আছে। শুধু আমার নেই। :( :((

তাই আমি একটা মাল্টি খুলতে চাই। :D :D :-B

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
কি নিবেন সেটা ?

মন খারাপ করার কিছু নেই। আপনি এক নিকেই দারুণ ব্লগীং করছেন। চালিয়ে যান।

শুভকামনা রইল অনেক অনেক :D

২৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫২

কয়েস সামী বলেছেন: এতো কষ্ট করেছেন! গ্রেট ইউ আর!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সামী। দোয়া করবেন যেন সত্যি সত্যিই গ্রেট হতে পারি। 8-|

২৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৩

কয়েস সামী বলেছেন: এতো কষ্ট করেছেন! গ্রেট ইউ আর!

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৬

আরজু পনি বলেছেন:

বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৩, ২৪ শ্রাবণ ১৪২০, ২৯ রমজান ১৪৩৪

কয়েস সামীর ▌▌ নম্বর মন্তব্য।।

২৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৫

কয়েস সামী বলেছেন: অ্যা গ্রেট জব ফর নিউ কামারস। অনেক কষ্ট করেছেন আপি। ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

আরজু পনি বলেছেন:

:)

২৮| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

আরজু পনি বলেছেন:

আসলে এমন কিছু থাকলে সিনিয়রদেরকে আর জ্বালাতন করতে হয় না। আর এই নিয়ে খোটা্ও শুনতে হয় না।

তারপরও্ আমি সিনিয়রদের কাছে কৃতজ্ঞ।

আর আপনার খোচানোর স্বভাবটা ভালো।
অনেক ধন্যবাদ রইল সজীব।।

২৯| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৩০| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৩১| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৩২| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩০

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
মাল্টি বন্দ কর্তে চাইলে কি কর্তে হৈবেক .......

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১০

আরজু পনি বলেছেন:

মাল্টি বন্ধ করা যায় বলে জানি না।
তবে আপনি মাল্টি ব্যবহার করতে না চাইলে সেই নিকে আর লগইন না করলেই ্কসময় পাসওয়ার্ড ভুলে যাবেন আশা করি।
তবে যদি পোস্টও সরাতে চান, সেক্ষেত্রে সব পোস্ট ড্রাফটে নেয়, প্রোপকিটা সরিয়ে, প্রিয়র লিস্টটা খালি করে...তারপর আর লগইন না করলেই হবে।।

আর কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারুন।
শুভকামনা রইল।।

৩৩| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩১

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
মাল্টি বন্দ কর্তে চাইলে কি কর্তে হৈবেক .......

৩৪| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৩

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
মাল্টি বন্দ কর্তে চাইলে কি কর্তে হৈবেক .......

৩৫| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৫

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
মাল্টি বন্দ কর্তে চাইলে কি কর্তে হৈবেক .....

৩৬| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৩৭| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৩৮| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
মাল্টি বন্দ কর্তে চাইলে কি কর্তে হৈবেক .....

৩৯| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৯

মাহমুদ০০৭ বলেছেন: পুরান পাগলারা ভাত পাইতাছে না , আপ্নে নতুন পাগল আমদানি করতে চান
X( X(

ওরে নতুন তোরা ভাগ :P :P
আমরা পুরান রা আছি ইটা হাতে :P :P

নতুন লইয়া অনেক হইছে পুরান রা ক্যামনে হিট হইব এইডা কন । :D :D

কাজের পোস্ট সন্দেহ নেই । এমন কাজের পোস্ট আপু সবসময় দিয়ে যাবেন তাতেও কোন সন্দেহ নেই ।
+++++++
ভাল থাকবেন আপু ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
হাতের ইটা মাথায় না মারলেই হলো !

অনেক ধন্যবাদ মাহমুদ ।।

৪০| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১০

মাহমুদ০০৭ বলেছেন: পুরান পাগলারা ভাত পাইতাছে না , আপ্নে নতুন পাগল আমদানি করতে চান
X( X(

ওরে নতুন তোরা ভাগ :P :P
আমরা পুরান রা আছি ইটা হাতে :P :P

নতুন লইয়া অনেক হইছে পুরান রা ক্যামনে হিট হইব এইডা কন । :D :D

কাজের পোস্ট সন্দেহ নেই । এমন কাজের পোস্ট আপু সবসময় দিয়ে যাবেন তাতেও কোন সন্দেহ নেই ।
+++++++
ভাল থাকবেন আপু ।

৪১| ২৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৪

মাহমুদ০০৭ বলেছেন: পুরান পাগলারা ভাত পাইতাছে না , আপ্নে নতুন পাগল আমদানি করতে চান
X( X(

ওরে নতুন তোরা ভাগ :P :P
আমরা পুরান রা আছি ইটা হাতে :P :P

নতুন লইয়া অনেক হইছে পুরান রা ক্যামনে হিট হইব এইডা কন । :D :D

কাজের পোস্ট সন্দেহ নেই । এমন কাজের পোস্ট আপু সবসময় দিয়ে যাবেন তাতেও কোন সন্দেহ নেই ।
+++++++
ভাল থাকবেন আপু ।

৪২| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০১

অদৃশ্য বলেছেন:




ভালো পোষ্ট... নতুনদের জন্য অনেক কার্যকর


আমারো উপকারে আসবে... নতুন একটি ব্লগ খুলতে যাচ্ছি কিনা তাই... আপনার এগুলো দেখে দেখে এগুতে পারবো...

রহশ্য নয়... সব স্মৃতি হারালে আবার সামুতে নতুন ব্লগ খুলবো... তখন কাজে লাগবে...

একটি লিখা দিয়েছিলাম ক'দিন আগে, সময় পেলে গিয়ে দেখে আসবেন...

শুভকামনা...

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
খুললে জানাবেন কিন্তু ;)

ওহ, দুঃখেত...বেশি দেরী করে ফেললাম-
এখনই যাচ্ছি।।

৪৩| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

অদৃশ্য বলেছেন:




ভালো পোষ্ট... নতুনদের জন্য অনেক কার্যকর


আমারো উপকারে আসবে... নতুন একটি ব্লগ খুলতে যাচ্ছি কিনা তাই... আপনার এগুলো দেখে দেখে এগুতে পারবো...

রহশ্য নয়... সব স্মৃতি হারালে আবার সামুতে নতুন ব্লগ খুলবো... তখন কাজে লাগবে...

একটি লিখা দিয়েছিলাম ক'দিন আগে, সময় পেলে গিয়ে দেখে আসবেন...

শুভকামনা...

৪৪| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৫

অদৃশ্য বলেছেন:





ভালো পোষ্ট... নতুনদের জন্য অনেক কার্যকর


আমারো উপকারে আসবে... নতুন একটি ব্লগ খুলতে যাচ্ছি কিনা তাই... আপনার এগুলো দেখে দেখে এগুতে পারবো...

রহশ্য নয়... সব স্মৃতি হারালে আবার সামুতে নতুন ব্লগ খুলবো... তখন কাজে লাগবে...

একটি লিখা দিয়েছিলাম ক'দিন আগে, সময় পেলে গিয়ে দেখে আসবেন...

শুভকামনা...

৪৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৪৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৪৭| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: দরকারি পোস্ট
পরিশ্রমি পোস্ট

+++

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল মাসুম।।

৪৮| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমার সময় এই পোস্ট কেউ দেয় নাই কেন? কি আফসোস! ২০১১ এর এপ্রিলে যখন খুললাম, কিছুই বুঝিনা। কি করি, কিভাবে করি, কেউ বলতেও পারে না। বিশেষ করে অনেক দিন পর ছবি দেয়া শিখেছি। লিঙ্ক দেয়া শিখেছি আরো পরে। সব নিজে নিজেই। খুঁচিয়ে খুঁচিয়ে। আমার খোচানো অভ্যাস আছে। এখন স্বাচ্ছন্দবোধ করি।

সুন্দর পোস্ট!

ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৪৯| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২

আরজু পনি বলেছেন:
নেট খুব বাজে সমস্যা করছে :( :((

৫০| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! মেলা কাজে দিব! আমার পুলাপাইন হইলে ওদেরও কাজে দিব! :)

প্রিয়তে নিক্ষেপ করলাম!

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৯

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন। সবকিছু ঠিক থাকলে আমাদের নাতি পুতি সবাই কাজে লাগাতে পারবে এই পোস্ট B-)

অনেক ধন্যবাদ রইল আপনাকে।।

৫১| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: ধন্যবাদ! মেলা কাজে দিব! আমার পুলাপাইন হইলে ওদেরও কাজে দিব! :)

প্রিয়তে নিক্ষেপ করলাম!

৫২| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

মোঃ ইসহাক খান বলেছেন: কাজের পোস্ট। অনেকের উপকারে আসবে। সামুতে আমার প্রথম দিনগুলোর কথা মনে পড়ে গেল। শুভেচ্ছা।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

আরজু পনি বলেছেন:



পোস্টের শিরোনাম বোল্ড করার নিয়মটা...এটা আপনার জন্যে।।

ভালো থাকুন প্রিয় গল্পকার।।

৫৩| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৪

মোঃ ইসহাক খান বলেছেন: কাজের পোস্ট। অনেকের উপকারে আসবে। সামুতে আমার প্রথম দিনগুলোর কথা মনে পড়ে গেল। শুভেচ্ছা।

৫৪| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: কাজের পোস্ট। অনেকের উপকারে আসবে। সামুতে আমার প্রথম দিনগুলোর কথা মনে পড়ে গেল। শুভেচ্ছা।

৫৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৫

মোঃ ইসহাক খান বলেছেন: কাজের পোস্ট। অনেকের উপকারে আসবে। সামুতে আমার প্রথম দিনগুলোর কথা মনে পড়ে গেল। শুভেচ্ছা।

৫৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৯

মোঃ ইসহাক খান বলেছেন: কাজের পোস্ট। অনেকের উপকারে আসবে। সামুতে আমার প্রথম দিনগুলোর কথা মনে পড়ে গেল। শুভেচ্ছা।

৫৭| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: আমাদের সময় এমন কিছুই ছিলনা :(

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

আমি থাকলে এতো সমস্যা হতো না আপনাদের B-) :P

৫৮| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

সায়েম মুন বলেছেন: নাইস পোস্ট।

এবার ব্লগটা কিভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারে একটা টিউটরিয়াল দ্যান। বারবার লগআউট, মস্ত একটা কমেন্ট দিয়ে নাই, আবার অনেকগুলা কমেন্ট যোগ... ইত্যাদি সমস্যাগুলো নিয়ে। :(

৫৯| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: নাইস পোস্ট।

এবার ব্লগটা কিভাবে শক্তিশালী করা যায় সে ব্যাপারে একটা টিউটরিয়াল দ্যান। বারবার লগআউট, মস্ত একটা কমেন্ট দিয়ে নাই, আবার অনেকগুলা কমেন্ট যোগ... ইত্যাদি সমস্যাগুলো নিয়ে। :(

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

আমি এই ৫ মিনিটে ৫ বারের বেশি অটো লগআউট হলাম :(

দেখঅ যাক কে করে ?

৬০| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

লিন্‌কিন পার্ক বলেছেন:
নিক খুলে পোস্ট দেয়া এত সোজা ! :P

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
তাইতো B-)

৬১| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

নোটিশ বোর্ড কি আপনিই লেখেন নাকি আপু ?

আশা জাগানিয়া নিকের সাথে পরিচিত হতে পারিনি এখনও :(

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

ইয়ে মানে ঘরের কথা পরে জানলো কেমনে ? :!> :P

আশা জাগানিয়াতো আরজু পনি নিজেই।
তবে এছাড়া্ও আমার নিজের ব্লগ সাইট্ও

"আশা জাগানিয়া"
http://arjupony.blogspot.com/

আর আরেকটা সহ নিক আছে...ইচ্ছামতো পোস্টানোর জন্যে

"আশা জাগানিয়া"
http://www.somewhereinblog.net/blog/hope5

মডুরা সেফ করে না।
অবশ্য সেফ না করলেই কি !
আমার পোস্টানোর দরকার আমি পোস্টাতেই থাকবো যখন ইচ্ছে হবে তখনই।
ওয়াচে থাকলেই কি আর জেনারেল বা সেফ থাকলেই কি । মুল ব্লগিং তো এই নিক থেকেই চলবে।

৬২| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

হাসান মাহবুব বলেছেন: এই পোস্ট পড়ে আমার মনে হচ্ছে যে ফিরে যাই সেই ৪ বছর সাত মাস আগে, তারপর নতুনভাবে ব্লগ শুরু করি 8-|

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:

বাহ্ হাসানকে নস্টালজিক করতে পেরে ভালো লাগছে বেশ !

হাহাহাহা নস্টালজিক বলতে যেয়ে ব্লগার নস্টালজিক-এর কথা মনে পড়ে গেল ।

শুভেচ্ছা রইল হাসান।।

৬৩| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:
নোটিশ বোর্ড ব্লগের ছবিটি দেখে ভালই লাগল :)


আশাজাগানিয়া ব্লগ এটা আবার কোন ব্লগ ? ;)

৬৪| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তথ্য বহুল পোস্ট

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সেলিম।।

৬৫| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

এহসান সাবির বলেছেন: খুবই উপকারি পোস্ট। ধন্যবাদ আপু।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক।
ধন্যবাদ সাবির।।

৬৬| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

এহসান সাবির বলেছেন: খুবই উপকারি পোস্ট। ধন্যবাদ আপু।

৬৭| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

হৃদয় রিয়াজ বলেছেন: দরকারি পোস্ট। অনেক ধন্যবাদ আপু। গতকাল আপনি আমার পোস্টে কমেন্ট করেছিলেন তখন উত্তরে না বুঝে ভাইয়া বলেছিলাম। মাফ করবেন :(

৬৮| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

হৃদয় রিয়াজ বলেছেন: দরকারি পোস্ট। অনেক ধন্যবাদ আপু। গতকাল আপনি আমার পোস্টে কমেন্ট করেছিলেন তখন উত্তরে না বুঝে ভাইয়া বলেছিলাম। মাফ করবেন :(

৬৯| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

হৃদয় রিয়াজ বলেছেন: দরকারি পোস্ট। অনেক ধন্যবাদ আপু। গতকাল আপনি আমার পোস্টে কমেন্ট করেছিলেন তখন উত্তরে না বুঝে ভাইয়া বলেছিলাম। মাফ করবেন :(

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রিয়াজ।


আর আপু/ভাইয়া ব্যাপার না।

আমি নিজেকে লৈঙ্গিক পরিচয়ে মুলত প্রকাশ করতে চাই না ব্লগে।
এখানে আমি লেখক।

লিখতেই চাই...প্রয়োজনে , কথা প্রসঙ্গে আসতে পারে..।

অনেক ভালো থাকুন রিয়াজ ।।

:)

৭০| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B আমিও নতুন নিক খুলুম! আপনার উপদেশ মোতাবেক কাজ কর্ম করুম! :P :P

সুন্দর পোস্ট আপু। বুকমার্ক করে রাখলাম। :)

৭১| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B আমিও নতুন নিক খুলুম! আপনার উপদেশ মোতাবেক কাজ কর্ম করুম! :P :P

সুন্দর পোস্ট আপু। বুকমার্ক করে রাখলাম। :)

৭২| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B আমিও নতুন নিক নিমু! আপনার উপদেশ গুলা কাজে লাগাবো! :P :P


দারুন পোস্ট আপু। বুকমার্ক করে রাখলাম।

৭৩| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B আমিও নতুন নিক নিমু! আপনার উপদেশ গুলা কাজে লাগাবো! :P :P


দারুন পোস্ট আপু। বুকমার্ক করে রাখলাম।

৭৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B আমিও নতুন নিক নিমু! আপনার উপদেশ গুলা কাজে লাগাবো! :P :P


দারুন পোস্ট আপু। বুকমার্ক করে রাখলাম।

৭৫| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B আমিও নতুন নিক নিমু! আপনার উপদেশ গুলা কাজে লাগাবো! :P :P


দারুন পোস্ট আপু। বুকমার্ক করে রাখলাম।

৭৬| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :-B :-B :-B আমিও নতুন নিক নিমু! আপনার উপদেশ গুলা কাজে লাগাবো! :P :P


দারুন পোস্ট আপু। বুকমার্ক করে রাখলাম।

৭৭| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: মাল্টি বন্দ কর্তে চাইলে কি কর্তে হৈবেক ....

৭৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৮

অর্থনীতিবিদ বলেছেন: ধন্যবাদ। অনেক দরকারি পোস্ট।

৭৯| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৯

আরজু পনি বলেছেন:

এতো কষ্ট করে লগইন হলাম কিন্তু অন্য কারো পোস্টে যেতে পাচ্ছি না :(

৮০| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( বেক্কল হয় গেলাম! আপু আমার এক্ট্রা কমন্ট গুলা ডিলিট মাইরা দিও!

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

প্রিন্স হেক্টর থ্রেট দিসে ডিলিট করি কেমনে ভালোবাসার এত্তোগুলা কমেন্ট :P =p~ =p~

৮১| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

আরজু পনি বলেছেন:

এতো খাটা খাটুনি করে দেয়া আমার এই পোস্টটা ঐতিহাসিক পোস্টে রূপ নিতে যাচ্ছে ...সবাই খুশিতে ৫টা ৭টা করে কমেন্ট দিচ্ছে যা এর আগে অন্য কোন পোস্টে দেখা যায় নি।
:|

মন খারাপ করার কিছু নেই। সব মন্তব্যের জবাব দেয়া হবে গুনে গুনে =p~ =p~

৮২| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরোপকারী পোস্ট।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

দীপ জ্বেলে যাই ... B-)

৮৩| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বাংলার হাসান বলেছেন: দারুণ একটা পোস্ট

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ হাসান ।।

৮৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

প্রিন্স হেক্টর বলেছেন: আরজুপু, কমেন্ট ডিলিটাবানা। এইটা ঐতিহাসিক পোষ্ট B-)) B-))

সিজেলরে মাইনাচ X( X(

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

আরজু পনি বলেছেন:

;)

৮৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

প্রত্যাবর্তন@ বলেছেন: B-)) B-))

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

আরজু পনি বলেছেন:

B-) B-)

৮৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫

এম ই জাভেদ বলেছেন: আফা , ছবি আপলোড পুরান বা নতুন যে পদ্বতি তেই করিনা কেন কিছুদিন বাদে যিফ ফোল্ডার কিংবা কিসমিসের মত চুপসে যায় । উপায় বাতলে দেন।

প্রমান চান ? এইখানে আছে প্রমান

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

আরজু পনি বলেছেন:

লিঙ্কটা অনেকবার চেষ্টা করেও হচ্ছে না ।

কাজ করছে না তো !

আমার নিজেরও আগের বেশ কিছু ছবি দেখা যায়না...খুব পেইনে আছি !

৮৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

এম ই জাভেদ বলেছেন: আফা , ছবি আপলোড পুরান বা নতুন যে পদ্বতি তেই করিনা কেন কিছুদিন বাদে যিফ ফোল্ডার কিংবা কিসমিসের মত চুপসে যায় । উপায় বাতলে দেন।

প্রমান চান ? এইখানে আছে প্রমান

৮৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



পনি'পু আপনার ৮১ নাম্বার মন্তব্য পড়ে আজকে এতো হাসলাম ... মাই গড!!!!!!!! ...পুরা এক সপ্তাহের জন্যে যথেষ্ট!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


আমি ও খেয়াল করলাম সামুর বাগ এর জন্যে সবার এই হাল!!!
কোনটাই রিমুভ করবেন না প্লিজ ... নির্মল বিনদনের বড়ই অভাব B-)) :P :P

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭

আরজু পনি বলেছেন:

B-) B-)

:P :P

=p~ =p~

৮৯| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপা মাল্টি সম্পর্কে কিছু বললেন না? একজন ব্লগার দ্রুত জেনারেল হতে চাইলে কি করতে হবে ?চুদুরবুদুর সাব কিন্তু দ্রুত জেনারেল হলেন। অথচ আনেকে ই মাসের পর মাস বসে আছেন। এ ব্যাপারে আপনার আশাজাগানিয়া কমেন্ট চাই।

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন:

হতাশ না হয়ে মাল্টিরা মাল্টিবাজি চালিয়ে যাক ....একদিন না একদিন তো সেফ হবেই ।

আর যেহেতু মুল নিক আছে তাই অন্যদের পোস্টেও কমেন্ট না করতে পারার কষ্টটা্ও নেই ।

আশা জাগানিয়া জবাব দিতে পারলাম বোধ হয় :D

৯০| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:১৩

সোহাগ সকাল বলেছেন: ব্লগিং শুরু করার আগে অবশ্যই ব্লগ সম্পর্কে ভালো করে জেনে নেয়া উচিৎ। আপনার পোস্টটি সেইসব হবু ব্লগারদের অবশ্যই অনেক অনেক সাহায্য করবে।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সোহাগ সকাল ।
কাজে লাগলেই পোস্ট সার্থক ।।

৯১| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৭

আরজু পনি বলেছেন:

মন্তব্যের জবাব দিয়ে নিশ্চিত হতে পাচ্ছি না পাবলিশ হলো কি না, আবার জবাব দিতেও ভয় লাগছে স্প্যামিং এর। ...মাঝখান থেকে যদি কারো মন্তব্যের জবাব দেয়া মিস হয়ে যায়, তবে যখন চোখে পড়বে তখন অবশ্যই জবাব দিয়ে দিব মিস না করে। সার্ভারের নার্ভাসনেস এর কথা ভেবে আমার সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন আপাতত।।


মন্তব্যকারীদের প্রতি....

৯২| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

টেস্টিং সল্ট বলেছেন: অনেক খেটেছেন আপু :-*

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

আশা করি সামনের সময়ে আপনারও অনেক দায়িত্ব আছে ।।

B-)

৯৩| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

আমি ইহতিব বলেছেন: ইতিহাসের অংশ হতে আসলাম আপু ;)

পরিশ্রমী আপুর আরেকটি পরিশ্রমী পোস্ট। +++

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

একেকজনের এতোগুলো করে মন্তব্য ইতিহাসই বটে ! !:#P

অনেক অনেক ধন্যবাদ রইল ।

৯৪| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

শেরজা তপন বলেছেন: অনেক কিছু জেনে নিলাম... :D

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শেরজা ।

আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে ।।

:D

৯৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: সাহায্যকারী পোস্ট

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আমি ময়ূরাক্ষী ।।

৯৬| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৩

ইখতামিন বলেছেন:
আমিও

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৬

আরজু পনি বলেছেন:

আচ্ছা ....

৯৭| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

ইখতামিন বলেছেন: আমিও

৯৮| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

ইখতামিন বলেছেন: আমিও

৯৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেককিছু জানলাম

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০২

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক ।
অনেক ধন্যবাদ বর্ষণ ।।

১০০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৪২

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: এতো কষ্ট করেও যে ব্লগ লেখা যায়, নতুন করে শিখলাম। স্যালুট আপু। :)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২

আরজু পনি বলেছেন:

কারো কাজে আসলেই পরিশ্রম সার্থক ।
অনেক ধন্যবাদ রইল ছাইচাপা আগ্নেয়গিরি ।

:)

১০১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৯

তুষার কাব্য বলেছেন: ঐতিহাসিক পোস্টে +++:D

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ঐতিহাসিকই বটে !

মন্তব্যগুলো দেখলে মজাই লাগে...বিশেষ করে প্রিন্স হেক্টর, আজ আমি কোথাও যাব না, আর তোমার গল্পের মৃত রাজকন্যার :P

১০২| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: পিিলাচ নিও ।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল তিতির ।।

১০৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর একটি তথ্যসমৃদ্ধ পোষ্ট
অনেক অনেক ধন্যবাদ আপু
আশা করি নতুন ব্লগারদের জন্য হবে এটি দিক নির্দেশ
অনেক ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

আরজু পনি বলেছেন:

নতুনদের কাজে আসলেই পোস্ট দেয়া সার্থক মনে করি ।

মতামতে ধন্যবাদ পরিবেশ বন্ধু ।।

১০৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৭

প্রিন্স হেক্টর বলেছেন: ইয়ে মানে আরজুপু আমি কি চোখে ধান্ধা দেখতেছি? আমার উপরে দেখি কবি বাবু এসেছেন :|| :|| B:-) B:-) B:-)


=p~ =p~ =p~

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন:

না প্রিন্স...আপনার চোখের শক্তি এখনও ঠিক আছে ।

:)

১০৫| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

শাহেদ খান বলেছেন: দারুণ পোস্ট, পনি'পু !

এভাবে সমস্ত ব্লগ আর ব্লগারদের জন্য পোস্ট দেয়া - সত্যি চমৎকার একটা ব্যাপার আর 'আশা জাগানিয়া' !

অনেক অনেক শুভেচ্ছা ! :)

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিয় অলস গল্পকার ।।

:)

১০৬| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

শাহেদ খান বলেছেন: দারুণ পোস্ট, পনি'পু !

এভাবে সমস্ত ব্লগ আর ব্লগারদের জন্য পোস্ট দেয়া - সত্যি চমৎকার একটা ব্যাপার আর 'আশা জাগানিয়া' !

অনেক অনেক শুভেচ্ছা ! :)

১০৭| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

প্রিন্স হেক্টর বলেছেন: বাই দ্য ওয়ে পনিপু, নোটিফিকেশন অপশন কই গেল? রেজা ঘটক আর পরিবেশ বন্ধুর অভিশাপ লাগছে নাকি? B:-/ B:-/

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

আরজু পনি বলেছেন:

ডেভেলপাররা কাজ করছিল নিশ্চয়ই ।

:)

১০৮| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯

আরুশা বলেছেন: কাজে লাগবে। প্রিয়তে নিলাম পনি আপা :) ++++++++

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১

আরজু পনি বলেছেন:

অনেক কৃতজ্ঞতা রইল আরুশা ।।

:)

১০৯| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন:

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আরজু পনি বলেছেন:

আগামী ঈদের শুভেচ্ছা রইল সেলিম :D

১১০| ১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

রিভানুলো বলেছেন: +++++

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানবেন রিভানুলো ।।

১১১| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৩

এন এফ এস বলেছেন: :D আস্ট মাস আগে পাইলে ভালু হইত রে মমিন :D আসলেও নতুন ব্লগারদের অনেক কাজে আসবে। খুব ভালোভাবে বর্ণনা করেছেন :)

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আরজু পনি বলেছেন:

কাজ আসলেই পোস্ট দেয়া সার্থক ।

আর ....দেখা করতে আসায় সত্যিই অনেক খুশি হয়েছি এন এফ এস :D :D

১১২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৩

চাদের জোসনা বলেছেন: হুম ! লেখককে ধইন্যা পাতা, তয় প্রিয়তে রাখুম ক্যামনে ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন:


এখঅনে হলুদ তারাটাতে ক্লিক করলেই হবে ।

এই পোস্টের শেষে দেখুন আগের পোস্টটা দেয়া আছে ।
ওটাতেও বলা আছে কিভঅবে প্রিয়তে নিতে হয় ।

ধন্যবাদ জোসনা ।
কাজে লাগলে খুশি হবো ।।

১১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

মহামহোপাধ্যায় বলেছেন: আমিও কি এভাবেই একাউন্ট খুলেছিলাম ?? :P :P

ভুলে গেছি !!

কাজের পোস্ট।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আবার দেখতে পারেন ;)

১১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

এম মশিউর বলেছেন: ঐতিহাসিক প্রতিটা পোস্টেই কমেন্ট থাকা দরকার।
'আমি একা একাই আমার আইডি খুলেছি'। :D

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আমিও একাই আমার নিক রেজিস্ট্রেশন করেছি ।

ধন্যবাদ মশিউর ।।

১১৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: উপকারী পোস্ট। +++ B-)) B-))

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

এ্যাঁহ...দাঁত মাজে না... সবগুলা দাঁত কালা কালা B:-/ :P =p~

কারো এতোটুকু উপকারে আসলে পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

ইদের শুভেচ্ছা রইল রেজা ।।

১১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

রিমন রনবীর বলেছেন: আপু আপনার এই পোস্টটা দেখে তারপর এই নিকটা খুলে কমেন্ট করে ফেললাম B-))
ঐতিহাসিক পোস্টে কমেন্ট না থাকলে চলে? !:#P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

আহা দারুণ ব্যাপার তো B-))

কমেন্ট করে ইতিহাসে জায়গা করে নেবার জন্যে অনেক ধন্যবাদ :D !:#P

১১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

এসএমফারুক৮৮ বলেছেন: খুবই উপকারি পোস্ট।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

কারো উপকারে আসলে সত্যিই কৃতার্থ হবো ।।

১১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এখানে নাকি ইতিহাস লিখা হচ্ছে ??
আমিও আসলাম নাম লেখায়া নিতে ;) ;) :!> :!> :!> :) :)


বিজয় দিবসের শুভেচ্ছা পনি আপু !

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

:#> :P

ইতিহাসে অংশ নেবার জন্যে ধন্যবাদ ।





আপনাকেও বিজয়ের শুভেচ্ছা রইল ।।

১১৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনার সব্ ব্লগ আমি পড়িনি আপু। কিন্তু আজকে তিনটা পড়লাম। অনেক ভাল লাগছে। আপনার সব পোস্ট আমি পড়ে নিব অবসর সময়ে। আমি নতুন ব্লগার আমাকে সহযোগীতা করলে নিজেকে ধন্য মনে করব।
আর আপনা এ পোষ্টটা পড়ে অনেক কিছু জানতে পারলাম। আমি পোষ্ট দিতে গেলে অনেক সমস্যায় পড়তাম। যাক বাচা গেল এবার মনে হয় আর পড়ব না আপনার এ শিক্ষণীয় পোষ্টের কল্যাণে।
ভাল থাকবেন আপা।
শূভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

অনেক শুভেচ্ছা রইল...

আগের চেয়ে এই প্রোপিকটা ভালো হয়েছে ।

১২০| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধন্যবাদ আপা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ ।।

১২১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

ফাহিমুল ইসলাম বলেছেন: দারুণ একটা পোস্ট :D :D :D

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

আরজু পনি বলেছেন:

অসংখ্য ধন্যবাদ, ফাহিম ।
ব্লগিং হোক আনন্দের...
শুভকামনা রইল নিরন্তর ।।

১২২| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬

গর্তে পরছি বলেছেন: আমি ছবি ব্লগ লেখালেখি করার চেষ্টা করছি কিন্তু প্রতিটা প্যারার পর বা ছবি পরে বিস্তারিত আবার ছবি তার বিস্তারিত এভাবে লিখতে গেলে হচ্ছে না ছবি লিংকগুলো শুধু আসে। সেজন্য পুরো পোষ্ট একসাথে করে পরে ছবি দেই কিন্তু দেখতে ভালো লাগে না। সঠিক ভাবে করার পক্রিয়া কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.