নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ভাবনার জগতকে নাড়িয়ে দেয়া ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো-প্রথম কিস্তি

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২১

"দহন"





ঋতুপর্ণ ঘোষের "দহন" দেখলাম ।

দেখছিলাম আর জ্বলছিলাম...কষ্টে কষ্টে নীল হয়ে যাচ্ছিলাম । জীবনের এতো কাছ থেকে নেয়া বলেই এই ধরনের সিনেমাগুলোকে মনে হয় জীবনধর্মী সিনেমা বলা হয়। যা আমাদেরকে ভাবতে বাধ্য করে। আমাদের মাঝে অতি আপনজনের পর হয়ে উঠা, অপরিচিত হয়ে উঠা...হৃদয়ের রক্তক্ষরণ চারপাশটাকে লালে লাল হয়ে জমাট বেঁধে ফেলা...



সত্যিই প্রতিটা মেয়ের কানে কানে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে...নারী... এতো আধুনিকতা, এতো শিক্ষা, ক্ষমতায়ন...তুমি কি সত্যিই তোমার পাশে কাউকে দেখতে পাচ্ছ ?!



ইউটিউবে "দহন"

উইকিপিডিয়ায় "দহন"

আইএমডিবি রেটিং-এ "দহন" ১০ এ ৮.১





"খেলা "







আমি কখনোই সেভাবে সাপোর্ট করি নি, বিদেশী সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনভাবে প্রভাব ফেলতে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলুক নিয়মিত। বিশেষ করে ভারতীয় সিনেমাতো নয়ই (আর পাকিস্তানী সিনেমার প্রশ্নই উঠে না)।



কিন্তু "দহন" দেখার পর দেখলাম "খেলা" । দেখে মনে হচ্ছে চলচ্চিত্র নির্মাতাদের কিছু শেখানোর জন্যে হলেও এসব সিনেমা চালানো উচিত প্রেক্ষাগৃহগুলোতে।



এতো জীবন ঘনিষ্ট ! মনে হয় নিজের জীবনের লুকিয়ে রাখা, জানালার পাশে অভিমান করে দাড়িয়ে থাকার মুহুর্তগুলো এই লোক জানলো কেমন করে?!

কেমন করে জানলো বরের সাথে কতোদিন রাগ করে ভেবেছি ...এই অপেক্ষার শেষ হোক।

"খেলা"য় বিশেষ দুটো দিক একটা হচ্ছে পরিচালক হিসেবে প্রসেনজিৎ-এর কাজে নিঁখুত রাখার যে প্রবণতা তা যে কোন উপায়েই হোক...এমনটি কি বাস্তবে খুব বেশি দেখা যায়?

হয়তো ঋতুপর্ণ ঘোষ নিজে তেমন ছিলেন !



আরেকটি বিষয়, একজন স্ত্রীর চরিত্রে মণিষার অভিনয় অন্য উদাসীন স্ত্রীদের জন্যে সত্যিই শিক্ষণীয়। সাথে এটা্ও একটা বিষয় যে, একজন শিক্ষিত স্ত্রী তার স্বামীর পেশাগত কাজে কতোটা সহায়তা করতে পারে। সে ঘরে পুরো সময় দিলেও তার প্রাইভেট টিউশনী করানোটা আমায় বেশ আনন্দিত করেছে ।

নিজের অনুভবে রাখা দৃশ্য গুলো এই লোক এতো অবলীলায় কিভাবে সেলুলয়েডের ফিতায় আটকালো ....?!!!



আমার অনেক টাকা নেই। না হলে বড় পর্দায় দেখানোর দায়িত্বটা আমিই নিতাম আমাদের অবহেলিত, সিনেমা পাগল, বুভুক্ষ দর্শকদের জন্যে ।



ইউটিউবে "খেলা"

উইকিপিডিয়ায় "খেলা"

"খেলা" আইএমডিবির রেটিং ৭.৪





"উনিশে এপ্রিল"







"উনিশে এপ্রিল" দেখার সময় ছোড়া প্রসেনজিৎকে দেখে চমকে উঠেছিলাম ! পরে বুঝলাম আমি নিজেই ১৭ বছর পেছনে পরে আছি।...তবুওতো পেছন থেকে উঠে আসার চেষ্টা...তাই বা কম কি !



সিনেমাটা দেখার এক পর্যায়ে মনে মনে বলে উঠেছিলাম ...ুত্তা ! তুই যদি মায়ের পছন্দের লুতুপুতু মেয়েই বিয়ে করবি তাইলে প্রেম করতে গেলি ক্যান ! গররররর....



আমি বাস্তবে এভাবে গালি দেই না... দিয়ে অভ্যস্থ্য না। কিন্তু ক্রোধ চেপে রাখতে পাচ্ছিলাম না...মা, ডাক্তার মেয়ে পছন্দ করবে না, মা একটু ঘরোয়া বউ চায় এবং পরবর্তীতে মেয়ের মা-বাবার পেশা নিয়ে পরে যায় টানা হেচড়া ...এসব ইতং বিতং যে ছেলে ভাবে সে ক্যান প্রেম করে একটা মেয়ের জীবনকে এভাবে বিবর্ণ করে দেয় ?!



কিন্তু আমার দেখার ধারাবাহিকতাকে কিভাবে অদ্ভুতভাবে বদলে দিয়ে প্রেমিক-প্রেমিকার সম্পর্কের টানা পোড়েন থেকে ক্যারিয়ারিস্ট মা আর দিনের পর দিন মায়ের ব্যাস্ততায় সন্তানের দুরে সরে যাওয়া......

স্বামীর সাথে স্ত্রীর প্রফেশনাল (বরং ফিনানশিয়াল বলি) কনফ্লিক্ট ! স্ত্রীর বেশি খ্যাতি, টাকা কামানোকে স্বামীর মেনে নিতে না পারা...



একই ঘরের বাসিন্দা হয়েও দুই ভুবনে রয়ে যাওয়া... বড্ড কষ্ট পাচ্ছিলাম।



একটা সময় চোখের কোনে হয়তো একটু জলের আচঁ পাচ্ছিলাম...বুকের ভেতর চিনচিনে ব্যাথা...



বোঝাপড়া গুলো ভালো থাকলে, স্বচ্ছ থাকলে...সম্পর্কের উন্নতি হতে বাধ্য । এর জন্যে চাই দুজনকে দুজনের বোঝার চেষ্টা। যা দুই পক্ষেরই উচিত।



ইউটিউবে "উনিশে এপ্রিল"

উইকিপিডিয়ায় "উনিশে এপ্রিল"

আই্এমবিডির রেটিং ৬.৯





রেইনকোট







রেইনকোট‬ দেখলাম।

এটাই প্রথমবার না। এর আগেও কয়েকবার কিছু অংশ দেখে ছেড়ে দিয়েছি। টানতে পারে নি আমায়। স্লো বলেই হয়তো... অথবা ইদানিং হিন্দি চ্যানেলের অনাগ্রহটাও হয়তো ভর করেছিল সিনেমাটা দেখার সময়।



যাই হোক, বেশ কিছুদিন/মাস ধরেই নারীদের শক্ত অবস্থানে থাকা সিনেমা খুঁজতাম মনে মনে। তা যে কোন ভাষারই হোক।



ঋতুপর্ণ ঘোষের ‪"দহন‬", ‪‎"খেলা‬", ‪"উনিশে এপ্রিল‬" দেখে আমার সেই আগ্রহ যথেষ্টই মিটেছে।



বলছিলাম "রেইনকোট" এর কথা ।



অনেক বড় ঘরণী ঘর পায় না...

অনেক বড় সুন্দরী বড় পায় না...



রেইনকোট দেখে আমার তাই মনে হয়েছে.......।।



প্রথম দিকে ঝিমানো ভাব থাকলেও সিনেমাটার মাঝ বরাবর এসে নীরুর অনুপস্থিতিতে বাড়িওয়ালার আগমন এবং এরপর ঘটে যাওয়া বিষয়গুলোই দর্শকদের চাঙ্গা করে তুলতে যথেষ্ট।



একটা বিষয় খুব অবাক করা ! আমার খুব পরিচিত একজন তার বিয়ের প্রথম ৩ বছর তার বাসায় জানায়ই নি যে কতোটা মানসিক অশান্তিতে আছে। বরং শ্বশুড়বাড়ির যতো পজিটিভ কথা সে সবাইকে বলে বেড়াতো হাসি মুখে ।



৩ বছর পর সেই পরিচিতার নিকটাত্নীয় ওর শ্বশুরবাড়িতে এসে ইনকোয়ারী করলে বেড়িয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর, কষ্টকর জীবনের কাহিনী।



যাই হোক...আমি নীরুর হাসি মুখে একেরপর এক বলা ভোলানো কথায় একটু সন্দেহ করছিলাম বটে ! কিন্তু তা এমন নির্মম সত্য হবে ! বুঝি নি।



আর ভালোবাসা সত্যিকারের হলে ভালোবাসার মানুষটির যে কোন ক্ষতি দেখে অন্যপক্ষ যখন সেই কষ্ট দূর করার জন্যে নিদোর্ষ চেষ্টা করে তখন সেই ভালোবাসাকেই কি স্বর্গীয় ভালোবাসা বলে ?



‪The Gift of the Magi যারা পড়েছেন তারা রেইনকোট-এর সার্থকতা ভালো বুঝতে পারবেন।



"রেইনকোট" এর ইউটিউব লিংক

উইকপিডিয়ায় "রেইনকোট"

আইএমডিবি রেটিং -এ " রেইনকোট " ১০-এ ৭.১





আবহমান







‪"আবহমান‬" দেখার শুরুতে আমার প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে...



"চিবিয়ে চিবিয়ে কথা বলে আমার হৃদয়টাকে রক্তাক্ত করার পর যে রক্তচুম্বণটা দাও,

সেই রক্ত চুম্বনের নেশায় আমি বার বার নেশাগ্রস্থ হতে চাই................."



এটা রূপক অর্থে বলা হয়েছে... যারা আবহমান দেখেছেন তারা আমার এই কথার মর্ম বুঝবেন।



দেখার শুরুতে হেব্বি চাঙ্গা মুডে ছিলাম !

চাঙ্গা এতোটাই ছিলাম যে, রিতিমতো কাব্য সৃষ্টি করে ফেলেছিলাম !

মাঝখানে বেশ কিছু কাজ সেরে আবার দেখতে বসলাম ....!

....................................................!

আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না !

"আবহমান" নিয়ে কিছু আদৌ লিখতে পারবো কি না বুঝতে পাচ্ছি না !



শেষ করার পর আমি "তব্দা" বলতে যা বোঝায় তাই হয়ে গেছি !

আমার অনেক কষ্ট হচ্ছে !

হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে !

আমি আমার চোখ থেকে বেরিয়ে আসা জলের স্রোত থামাতে পাচ্ছি না !

কোন সিনেমা দেখে সিনেমা যে বানিয়েছে তাকে অনুভব করেছি এমন হয় নি !

কিন্তু আজকে করতে পাচ্ছি !

আমি অনেক দেরী করে ফেলেছি !

বড্ড বেশিই দেরী করে ফেলেছি ............!

ইসসস ! এই মানুষটা কেন আরো অনেকগুলো বছর বেঁচে থেকে আরো আরো সিনেমা বানালো না !



ইউটিউবে "আবহমান"

উইকিপিডিয়ায় "আবহমান"

আইএমডিবি-র রেটিং ৭.১



ফেসবুকে-

"আবহমান" নিয়ে অনাহুত অর্ণব-এর মতামত...



খুব দূরে কোথা থেকে যেনো অস্পষ্ট ভেসে আসছে নৈশব্দের গান। সাঁই করে বেজে উঠে ম্লান হয়ে যায় এক ফোঁটা ফেরারী বাসের সাইরেন। চোখ থেকে ঘুম নেমে বিমূর্ত দর্শক। শেষরাতের বিচ্ছিন্ন ভোরে আমি ধাঁধাঁয় পড়ে গেলাম ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ দেখে। ধন্যবাদ পনিপু।



Selim Anwar

ইয়া মাবুদ...ঋতুপর্ণ_ঘোষ তোমার মাথা খেয়েছে,,,বাংলা সিনেমা দেখে পাগল হওয়ার কিআছে..বস্তাপচা বাংলা সিনেমা আমার দেখতেইচ্ছা করেনা





বিশেষ ধন্যবাদঃ

ব্লগার জালিস মাহমুদ

ব্লগার হাসান মাহবুব

ব্লগার বিডিআইডল

ব্লগার নাফিজ মুনতাসির

ব্লগার মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত

ব্রগার আরিফ আরাফাত রুশো এবং

Ratul Khan



Linkon Husain



এবং

ব্লগার লিঙ্কনহুসাইন-

রিভিউ আশা করেছিল যে আমার কাছ থেকে। লিঙ্কন, চেষ্টা করলাম প্রতিটা সম্পর্কেই অল্প করে বলতে।



--------------------------------

নিজস্ব ব্লগ সাইটেও প্রকাশ করা হলো

Click This Link

মন্তব্য ১৪৬ টি রেটিং +৪০/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

কিংব্লগার বলেছেন: ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ রইল।

আমিতো ভাবছিলাম সবাই শুধু দেখেই যাচ্ছে...কেউ বুঝি আর মতামত দিবে না ...হাহাহাহা
যাক আপনি তবুও আমায় সেই সন্দেহ থেকে মুক্ত করলেন।।

২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

বোকামন বলেছেন:





পোস্টের শিরোনাম দেখেই লগিন করলাম। পোস্টটি ভালো লেগেছে আবার আশাহত হয়েছি। কারন ঋতুপর্ণ ঘোষের মত একজন খাটি সিনেমাপ্রেমী এবং গুনী ফিল্মমেকারের সৃষ্টি নিয়ে দু-এক কথায় মন ভরে না।

বাংলা সিনেমার শিকড়ের আদিরস কে নিখুতভাবে বজায় রেখে আধুনিক সমাজে তুলে ধরার ক্ষেত্রে ঋতুপর্ণ ঘোষই এগিয়ে থাকবেন। ( বিশেষ করে বর্তমান/ভবিষৎ সিনেমা প্রজন্মের কাছে) অসম্ভব বিনয়ী একজন মানুষ।

তার অধিকাংশ সিনেমাই এপিক পর্যায়ের। দু-একটি সিনেমায় স্ক্রিপ্ট দুর্বলতা থাকলেও ক্যামেরার পিছনের ঋতুপর্ণ ঘোষ দর্শককে বুঝতেই দেননি। তার সিনেমা ফটোগ্রামার বিষয়ক দক্ষতা বিশ্বের যেকোন পরিচালকের জন্য ঈর্ষার বিষয় হতে পারে। অথচ তিনি দেখে দেখেই শিখেছেন। ভাবাই যায়না !
তার সম্পর্কে বলতে গেলে অনেক কথা এসে যাবে।। থাক । মন্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না।

বেশ কয়েকটি মুভির কথা তুলে ধরছেন। কোনটা রেখে কোনটা বলবো। সময়ও পাচ্ছি না আপাতত। আচ্ছা আবার আসবো সময় পেলে। মুভিগুলো নিয়ে কথা বলতে। পোস্টে প্লাস রইলো। ভালো থাকুন লেখক।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

আরজু পনি বলেছেন:

আমি আসলে একেকটা সিনেমা দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়াই মুলত লিখেছিলাম ফেসবুকে।

আমি চাচ্ছিলাম অনেকেই দেখুক এই মানুষটির সৃষ্টি।

আর অনেক বিস্তরিত করে লিখতে গেলে অনেক লম্বা একটা সিরিজ করতে হবে। কারণ একেকটা পর্বে একটা বা দুইটার বেশি আলোচনা দেওয়া যাবে না।

তবে ঠিকই বলেছেন। অনেক বিস্তারিত না লিখলে আসলেই মন ভরে না।
কিন্তু বিস্তারিত লিখলে যে একজন দর্শক সিনেমাটা দেখার আগেই সব জেনে গেল, তবেতো আর তার কাছে চমক বলে কিছু থাকবে না।

তারপরও আপনার পরামর্শ শিরোধার্য।

আর শেষে বলা দরকার যে, আমি আসলে উসখুস করছিলাম ব্লগে দেবার জন্যে। আজকে অসম্ভব ক্লান্ত, আগের পোস্টের মন্তব্যেরও জবাব দেয়া বাকী আছে...তারপরও পাবলিশ করার লোভ সামলাতে পারলাম না।।

অনেক কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

আমি তুমি আমরা বলেছেন: ঋতুপর্নের মুভি অনেক বেশি স্লো... পুরা দেখার মত ধৈর্য্য থাকে না...

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

আরজু পনি বলেছেন:

কোনটা কোনটা দেখে আপনার এমন মনে হয়েছে জানতে পারলে ভালো হতো।

উল্লিখিত সিনেমাগুলোর মধ্যে "রেইনকোট"টা আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে শুরুর দিকে। কিন্তু বাকীগুলো কিন্তু দারুণ লেগেছে।

মতামত জানানোয় অনেক ধন্যবাদ জানাই ...তুমি...।।

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:০৬

বোকামন বলেছেন:
নাহ ! আপনার স্ট্রাটেজি ঠিকই আছে। প্রতিটি মুভি নিয়ে অল্প অল্প করে লিখেছেন। তাতে করে একটা কৌতুহল সৃষ্টি হবে। এটা ভালো। যারা ঋতুপর্নের মুভিগলো এখনো দেখেনি বা পরিচিতি নয় তাদের জন্য রিকোমেন্ড পোস্ট :-)

আসলে মুভিপ্রেমী তো তাই যেকোন মুভিপোস্ট থেকেই বেশি প্রত্যাশা করে থাকি।
মুভি নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ও নতুন কিছু জানতে আগ্রহ থাকে একটা :-)

ভালো থাকুন শ্রদ্ধেয় বোন।




০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৩

আরজু পনি বলেছেন:

আমি কি করবো বলুন... :(

আমি চাচ্ছি অন্যদের মধ্যে আগ্রহ জাগাতে ...এর মধ্যেই তা ফেসবুকের কল্যাণে পেরেছিও কিছুটা ।

আপনি তো কখনো সিনেমা নিয়ে লিখেন না বলেই মনে হয়।

আর কাউকে পেলে দলগতভাবে দেয়া যেত....

আচ্ছা দেখি..পরের পর্বে ডিটেইলস না করতে পারলেও নিজের ব্লগ সাইটে ডিটেইলস রাখার চেষ্টা করবো।।

আপনিও অনেক ভালো থাকুন বোকামন।।

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:০৯

লেডি বার্ড বলেছেন: এক বস্তা না এক ট্রাক না না আনলোমিটেড + আপনারে। B-)

আমি এখোনি দেখতে পাইতাছি আপনার পরের কিস্তিতে কোন ছবি গুলার কথা আসবে। নিজের ভাবনার মিল অন্যের সাথে মিলে গেলে সেইটা পড়ার মজাই আলাদা। তাই পরের কিস্তির অপেক্ষায় থাকলাম।

এই সব সিনেমা দিয়াই ঋতুপর্ণ ঘোষ বেঁচে থাকবেন মুভি পাগলদের মগজে মননে।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

আরজু পনি বলেছেন:

পেরে কিস্তিতে কোনগুলি আসবে জানি না...তবে আমার কাছে আপাতত ইউটিউবের একটা লিস্টি আছে...যেই লিস্টিতে থাকা সিনেমাগুলোর মধ্যে যে কয়টা আগে দেখা হবে, সে কয়টা দিয়েই পরের কিস্তি আসবে আর কি।

আর হ্যাঁ, ট্রাক ভরা প্লাসের জন্যে জাহাজ ভরা ধন্যবাদ B-)

শেষের কথাটার সাথে ১০০% সহমত।।

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং... পড়ে দেখব।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

খুব বেশি কিছুই লিখিনি।

একেবারেই অল্প করে লিখেছি।
জানি সিনেমাখোরদের তাতে তৃষ্ণা মিটবে না।

পড়ার পর না দেখে থাকলে দেখবেন আশা করি।
অনেক ধন্যবাদ রইল প্রোফেসর সাব।।

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১৪

অনন্ত জীবন বলেছেন: শুভ মহরৎ দেখ নি? কিছু বললে না!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

আরজু পনি বলেছেন:

পোস্টে উল্লেখ করা পাঁচটি দেখেছি।
বাকীগুলো আশা করছি পর্যায়ক্রমে দেখে ফেলবো । B-)

দেখা হলো জানানোর আশা রাখি ।

অনেক ধন্যবাদ রইল আপনাকে।।

৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২১

প্রিন্স হেক্টর বলেছেন: ভাল লাগলো পনিপু, আমাদের দেশে যে কবে এমন ছবি হবে |-) |-)

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮

আরজু পনি বলেছেন:

মন্তব্যের জবাব দিতে দেরী করলে পোস্ট রিপোর্ট হতে পারে ভয়েই জবাব দিলাম তারাতরি...
এতো কষ্ট করে দেয়া পোস্টে রিপোর্ট করলে দুঃখেই মারা যেতে পারি :P


অনেক ক্লান্ত লাগছে :(

ঘুমাতে গেলাম...আগামী কাল ইনশাহআল্লাহ জবাব দিব ঠিকমতো।।

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

সব কয়টি সিনেমাই দেখেছি এবং সংগ্রহে আছে ও সংগ্রহে রাখার মতই সিনেমা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণতো !

খুবই ভালো লাগছে জেনে।

:)

১০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট আপু! এই ছবি গুলো দেখা হয় নি! গতমাসে অলস সময় কেটেছে, সিরিয়াস কাজ না থাকায় ব্লগিং করে আর সত্যজিৎ রায়ের মুভি দেখেই সময় কেটেছে! প্রতিদিন একটা করে হলেও মিনিমাম 20 টা মুভি দেখেছি! দেখেছি আর ভেবেছি কি অদ্ভূত জীবন ঘেষা কনসেপ্ট, স্লো কিন্তু একবার ছবিতে ঢুকে গেলে বের হতে ইচ্ছে হয় না! সেই কত আগেকার কিন্তু অদ্ভূত ভাবে আধুনিক! ভাবছিলাম পোষ্ট দিবো সেসব নিয়ে! তারপর একদিন দেখলাম 22 শে শ্রাবণ, Nouka Dubi. অনেকেই ভারতীয় সিনেমা বলে গালমন্দ করবে হয়তো! দৃশ্য থেকে দৃশ্যে কিভাবে দর্শক ধরে রাখতে হয় এ ধরনের মুভিগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে আমাদের চলচ্চিত্র বোদ্ধারা! এক ভারতীয় বন্ধুর সাথে আলাপ আর যে মুভিগুলোর কথা বললাম সে সবের মুগ্ধতা থেকেই এসেছিল আমাদের চলচ্চিত্র নিয়ে আমার পোষ্ট! এই মুভিগুলো দেখা হয় নি! মোবাইল এ তাই প্রিয়তে নিতে পারছিনা এখনি, আবার আসবো! আর হ্যা শিখার জন্য হলেও এই ধরনের মুভি আমাদের দেশে দেখানো উচিত আমি মনে করি, তাতেই আমাদের সোনালী অতীত ফিরে আসবে, চলচ্চিত্র বোদ্ধারা হয়তো বুঝবে দর্শক হলে যাবে জীবনের ছায়া দেখে কিছু শেখার জন্য, জোর করে করা অভিনয় দেখতে নয়! সুন্দর পোষ্টের জন্য অভিনন্দন আর শুভকামনা আপু!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

সত্যি কথা বলতে কি, আমি নিজেও ভারতীয় সিনেমার বিরোধীতা করতাম কয়দিন আগেও।

কিন্তু নিজের আশপাশের সাথে এতো জীবন ঘনিষ্ট সিনেমা মনে হয় আমাদের অবশ্যই দেখা উচিত।

কোন রকম অশ্লিলতার চর্চা ছাড়া, ফালতু যৌন সুরসুরি মুলক প্রচারণা না করেও যে কতো সুন্দর সিনেমা বানানো যায়, তা অবশ্যই শিক্ষণীয়।

তবে কমনলি আমি এখনও ভারতীয় সিনেমাকে সাপোর্ট করি না...যেগুলোতে অহেতুকই নগ্নতার প্রচার বেড়েই চলছে শুধূমাত্র ব্যবসায়িক নোংরা উদ্দেশ্যে ।

অনেক শুভকামনা রইল অভি।।

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

বাংলার হাসান বলেছেন: valo laglo.

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ হাসান। ভালো থাকবেন।।

১২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

বোকামন বলেছেন:
আসলে এই ব্লগে যতটুকু সময় দেই তা আপনাদের চমৎকার পোস্টগুলো পড়তে ও মতামত জানাতেই ব্যয় হয়ে যায়। বোকামন একজন অতি সাধারণ পাঠকমাত্র।

তবুও দু-তিনটি মুভি বিষয়ক পোস্ট দিয়েছিলাম :-)
বললেন যখন তাই লিংক দিয়ে গেলুম। সময় পেলে আসবেন, ভালো লাগবে।

View this link
View this link

অফটপিকে বিরক্ত করছি হয়তো, ক্ষমাপ্রার্থী রইলাম।।
ভালো থাকুন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

আরজু পনি বলেছেন:

আমারই দেখতে মিস হয়ে গেছে । নিজের সীমাবদ্ধতা মেনে নিচ্ছি ।

আমি একটু সময় সুযোগ নিয়েই পড়তে যাব আপনার পোস্টে।

আর অফটপিকে যা বললেন, তা আর কখনোই বলবেন না। এতো ক্ষা চাইবার কি আছে বলুন তো !

এখানে একটা কথাও একেবারে অদরকারী বলেন নি। বরং আমার বেশ কাজে লাগবে।
অনেক কৃতজ্ঞ হয়ে রইলাম বোকামন।।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

অনাহূত বলেছেন: ঋতুপর্ণ ঘোষের মুভি দেখে যে ধাঁধাঁয় পরে যাই, সেখান থেকে বেরিয়ে এসে রিভিউ লিখতে সময় লাগবে বৈকি। তারপরও আপনি সুন্দর লিখেছেন।

আমি একটু পরেই 'The last lear' দেখতে বসবো। জানিনা, কাল কয়টায় গিয়ে অফিসে পৌঁছাবো। মুভিটা দেখতে ইচ্ছে করছে খুব। ভালো থাকুন পনিপু।





০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

আমার পক্ষেও আসলে রিভিউ লেখা সম্ভব না । এগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া।

ম্যুভিটা দেখেছেন দেখলাম।

আশা করি অফিসে পৌঁছাতে সমস্যা হয় নি।
শুভকামনা রইল অর্নব।।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

কাউসার রুশো বলেছেন: সিনেমাগুলো নিয়ে খুব চমঁৎকার করে অনুভূতি প্রকাশ করেছেন। ভালো লাগলো। পরের কিস্তির অপেক্ষায় রাখলাম। প্রিয় মুভিগুলো নিয়ে লেখা যে এখনও পাইনি............

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

আমি আসলে কোন সিরিয়াল মেইনটেইন করে দেখছি না।

আজকে যেমন "তিতলী" দেখছি।

রুশেঅ আমার পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন সবসময়ই।।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

তুষার কাব্য বলেছেন: নিঃসন্দেহে একটা পরিশ্রমী উদ্যোগ।পরের পর্বের অপেক্ষায় রইলাম আপু।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ তুষার কাব্য ।
ভালো থাকুন সবসময় ।।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:০২

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন প্রচেষ্টা, পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মামুন।
চেষ্টা থাকবে ।

ভালো থাকুন।।

১৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৬

সোনালী ডানার চিল বলেছেন:

তার অধিকাংশ ছবিই আমার খুব প্রিয়, তবে এখনও সময় পেলে ঊনিশে এপ্রিল, বাড়ীওয়ালী কিংবা তিতলী দেখার চেষ্টা করি।

আপনার চমৎকার পোষ্ট ভালোলাগা রাখলাম।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১০

আরজু পনি বলেছেন:

এই পর্বের পরেই তিতলী দেখলাম।

বেশ লেগেছে।

আর আপনাকে অনেক ধন্যবাদ জানাই পোস্ট পড়ে মূল্যায়ন করার জন্যে।।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বুঝলাম না....এও পোস্ট নির্বাচিততে নাই ক্যামনে...সকল পোস্ট থিকা বের করা লাগলো!!!!


পোস্টে অবশ্যই +++++ এবং প্রিয়তে।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৩

আরজু পনি বলেছেন:

:(

নির্বাচিত পাতায় এসেছিল তবে প্রায় ১০/১২ ঘন্টা পরে ।

ব্যাপার না।

আপনাদের আন্তরিকতাই আমার জন্যে যথেষ্ট।।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: বলা বাহুল্য ঋতুপর্ণ ঘোষের প্রতিটা মুভির আলাদা আবেদন আছে। ঋতুপর্ণের কোন মুভি মিস করেছি বলে মনে হয়না। তবুই আমার কাছে সবচাইতে প্রিয় মুভি তিতলী। টিন এজ ক্রাশের উপর আমার দেখা সেরা মুভি এটা।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

আরজু পনি বলেছেন:

তিতলী দিখলাম আমারও বেশ ভালো লেগেছে।

আপনার সব দেখা জেনে অনেক ভালো লাগছে।

অনেক শুভকামনা কুনো ।।

২০| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: অনেক বড় সুন্দরী বড় পায় না.. খুব সম্ভবত বর পায় না হবে ।পোস্টে + আর শুভকামনা জানবেন ।

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন....আমার "ড়" প্রীতি নিয়ে বড্ড ভেজালে আছি ...
অনেক ধন্যবাদ সেলিম।।

২১| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:০৫

লিঙ্কনহুসাইন বলেছেন: ++++ এতো পেয়েছি ;) আগের পোষ্টা ঠিক এমন ভাবেই আশা করেছিলাম । ধন্যবাদ আপু । বাকি মুভি গুলা নিয়েও এমন পোষ্ট পাবো আশাকরি ।

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

বাকী গুলোও চেষ্টা করবো দিতে তবে কতোটা পারবো জানি না।

কিন্তু কৃতজ্ঞতা রইল অবশ্যই।
কারণ রিভিউ-এর কথা না বললে এটুকুও হতো না।।

২২| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: দারুন লাগলো, ওর ছবি আমার খুব ভালো লাগে আর আপনার লেখাটাও ভাল লাগলো। ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।

ভালো থাকুন।।

২৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবকটি দেখমু

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

আরজু পনি বলেছেন:

অবশ্যই ।

শুভকামনা রইল মাসুম।।

২৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১০

জুন বলেছেন: ওহ আরজুপনি আপনার ধৈর্য্যের প্রশংসা করতেই হয়। কি সুন্দর করেই না প্রতিটি ম্যুভির গল্পগুলো তুলে ধরেছেন বিখ্যাত পরিচালকের। যদিও আমার একটিও দেখা হয়নি। শেষ বাংলা ছবি দেখেছিলুম অপর্না সেনের ৩৬ চৌরঙ্গী লেন, তাও মুক্তি পাওয়ার অনেক অনেক পরে।
ভাললাগলো, সময় পেলে দেখবো ।
+

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

সুযোগ পেলে দেখে ফেলবেন আশা করি ।

অনেক ধন্যবাদ রইল প্রিয় ব্লগার।।

২৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো একটা পোষ্ট। +।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪২

আরজু পনি বলেছেন:

আপনাকে আমার ব্লগে পেয়ে খুবই আনন্দিত ।

আশা করি এভাবেই সামনের সময়গুলোতে আমার প্রতিটা পোস্টে এসে অনুপ্রাণিত করে যাবেন।।

অনেক ভালো আর আনন্দে থাকুন।।

২৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

মোঃ ইসহাক খান বলেছেন: কিছুদিন ধরে উনাকে নিয়েই আছেন দেখছি।

বড় মাপের একজন ছিলেন। পোস্টে ভালোলাগা।

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৩

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ভাবছি তার সব সৃষ্টিকর্ম দেখে শেষ করবো।।

অনেক ধন্যবাদ প্রিয় গল্পকারকে।।

২৭| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

মামুন রশিদ বলেছেন: ইউটিউব ডাউনলোডার অন করে 'দহন' দিয়ে শুরু করলাম ডাউনলোড । সবগুলো সিনেমা ডাউনলোড করে একে একে দেখব, আর একবার করে এসে কমেন্ট দিয়ে যাব ।


+++

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০১

আরজু পনি বলেছেন:

আচ্ছা। আপনার ম্যুভি টাইম আনন্দময় হোক :D

২৮| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

আম্মানসুরা বলেছেন: আমি মারামারির মুভি দেখি। তবে আপনার পোষ্ট পরে সিন্ধান্ত নিলাম এবার ঈদ অবসর উল্লেখিত মুভি গুলো দেখে কাটাবো। মুভি গুলো দেখে কমেন্ট করে জানাব

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

আরজু পনি বলেছেন:

আশা করি, এবারের ঈদের ছুটিতে ঋতুপর্ণের ম্যুভি আপনার দেখার তালিকায় স্থান পেয়েছে।

♣ ঈদের শুভেচ্ছা রইল ♣

২৯| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

আমি ইহতিব বলেছেন: ফেবুতে আপনার পোস্ট পড়ার পর থেকেই ছবিগুলো দেখার ইচ্ছা তীব্র হয়েছিলো। গতকাল দহন দেখেছি, দারুন লেগেছে, রেইনকোট অনেক আগে দেখেছিলাম, খুব স্লো লেগেছে। অন্যগুলোও দেখবো ধীরে ধীরে। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫

আরজু পনি বলেছেন:

সময়টা ভালো কাটবে নিশ্চয়ই ।

ভালো থাকুন ইহতিব ।

♣ ঈদের শুভেচ্ছা রইল ♣

৩০| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘দহন’ দেখেছিলাম ২০০২ সালের দিকে। অসাধারণ একটা মুভি যৌন নিপীড়নের উপর।

‘খেলা’ সংগ্রহে আছে, কিন্তু দেখা হবে কবে, আদৌ হবে কিনা জানি না :( ছবির সংগ্রহ এত যে, একনাগাড়ে দেখতে গেলে এক যুগ লেগে যাবে ;) ব্লগিং করবে কে, আর ডিশ চ্যানেলই বা দেখবে কে? ‘চাকরি’টা না হয় উপরি কাজই ধরলাম ;)

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
তাহলে তো আপনার কাছ থেকে অনেক সিনেমা নেয়া যাবে...কি বলেন ?!
আচ্ছা আমি ফেসবুকে যোগাযোগ করে নিব ।।

এটা ঠিক চাকুরী , সংসার ঠিকমতো করতে গেলে এসব কাজ উপরীই হয়ে যায় ...তখন রাত জাগাটা বেড়ে যায় এসব নিজের আনন্দের কাজগুলো করতে । :|

মতামত পেয়ে ভালো লাগলো সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শুভেচ্ছা ।।

৩১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

রেজোওয়ানা বলেছেন: বাংলা মুভি দেখা এবং সে সব নিয়ে আলোচনা করার বিষয়ে অনেক ইন্টেল্যাকচুয়ালদের(!!) মধ্যে বেশ অনীহা দেখা যায়। বাংলা মুভিকে তারা তেমন সম্ভ্রান্ত কিছু মনে করে না, মনে করে না এতে গভীর বোধের কোন বিষয় আছে, ভাববার মতো অনেক বিষয় আছে......সেই ইংরেজ (গোলামি) প্রিয়তার অনেকটা অবচেতন বহি:প্রকাশ আর কি!

সেখানে তোমার বাংলা মুভি নিয়ে এই উদ্যোগটা ভাল লেগেছ। সত্যজিৎ রায়ের পরে ঋতুপর্ণকেই বাংলা সিনেমার কান্ডারী বলা যায়।

সব গুলোই দেখা, বেশি ভাল লেগেছে 'দহন'।

এখনও দেখা হয়নি 'চিত্রঙ্গদা'.....এটার জন্য অগ্রহ নিয়ে অপেক্ষা করছি।


শুভেচ্ছা....

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ কাজ করেছেন ।
আমিও চেষ্টা করছি সময়ের ফাঁকে দেখে ফেলতে ।

চিত্রাঙ্গদা ইউটিউবে পাইনি । যে কয়টা ইউটিউবে পাই সেগুলো দেখা শেষ করে ডিভিডি কিনে ফেলবো ।

আর... কোন বিদেশী সংস্কৃতিই যেন আমাদের গ্রাস করে না ফেলে...মনে প্রাণে তেমনটি চাই ।

অনেক ভালো থাকুন প্রিয় ব্লগার ।

♣ ঈদ মোবারক ♣

৩২| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯

কয়েস সামী বলেছেন: রেইনকোট দেখা। বাকিগুলোও দেখব। অবশ্যই। বাংলাদেশের নির্মাতাদের এ ছবিগুলা দেখাতে হবে। এখানকার ছবি মেকাররা হয় তাদের মতো প্রতিভাবান না, অথবা প্রতিভাবান যারা তারা সুযোগ পান না।

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:

যারা প্রতিভাবান তাদেরকে টাকা দিয়ে সাপোর্ট দেবার কেউ নেই যে !

দেখে জানাবেন আশা করি ।
মতামতে ধন্যবাদ জানবেন।।

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

চলতি নিয়ম বলেছেন: আরে হ... আমি দেখি খুব আপডেটেড =p~ =p~

১ টাও কমন পরে নাই (মানে দেখা হয় নাই...)

পোস্টে + প্রিয়তে নিলাম। এখনই দেখা শুরু করতে হবে.....

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৭

আরজু পনি বলেছেন:

আশা করি সিনেমাগুলো দেখার সময়টা ভালোই কাটছে ।

শুভকামনা রইল চলতি নিয়ম ।

♣ ঈদ মোবারক ♣

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

সায়েম মুন বলেছেন: ঋতুপর্ণ ঘোষের বেশ কয়েকটা ছবি দেখেছি। খুব ভাল লাগলো আপনার পোস্টটা।

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সায়েম মুন ।

ভালো থাকুন সবসময় ।।

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবহমান আর রেইনকোর্ট আমার অন্যতম প্রিয় মুভি!!!!
সেই তুলনায় খেলা আমার কাছে বেশ সাধারন লেগেছে। মনীষার অভিনয় খুব ভালো না লাগলেও আবার খুব খারাপও লাগে নাই।


এই ধরনের একটা চমৎকার পোষ্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

আরজু পনি বলেছেন:

আমার কাছে "খেলা" ভালো লেগেছে মুলত মণীষার কারণেই...নিজে বিবাহিততো ;)

আর পিচ্চিটা বেশ অভিনয় করেছে ।
সবটা মিলিয়েই ভালো লেগেছে ।।

আপনাকেও অনেক ধন্যবাদ কাল্পনিক ।।

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: এটা একটা রুলসে পরিণত হয়েছে....হলিউডকে কপি করে বলিউড বলিউডকে বকপি করে টালিউড সেটাকে কবি করবে ঢালিউড আমাদের চিন্তাগুলো আর উপরে দিকে গেল না। একে তো স্বকীয়তার অভাব।অন্যে অনুকরণ করা লাগবে।তা না হলে হবে না সত্যজিৎ রায় তাকে শ্রদ্ধা করি কত আগের একজন মানুষ তিনি বাংলা সিনেমাকে এগিয়ে নেননি নিয়েছেন বিশ্বসিনেমায় এক ধাপ এগিয়ে। ওনি যা চিন্তা করতেন সেই সময়ে হলিউডের অনেকে ই সেভাবে পারতেন কি না জানি না। একটা ব্যাপার ভেবে খারাপ লাগে সেটা হলো আমাদেশে দেশে ফিল্মী উপাদান কি কম আছে?আমাদের বাংলাদেশী কালচার কি কারো চেয়ে কম সমৃদ্ধ ?বাইরে থেকে আমরা কি আমদানী করতে পারি? সেটা হলো প্রযুক্তি। যেটাতে আমরা বহু পিছিয়ে অন্য কিছু নিশচ্য় ই নয়।অনুসরণের পথ পরিহার করে স্বকিয়তা নিয়ে এগুতে হবে ।আমাদের দেশে জহির রায়হান ছিলে খান আতা ছিলেন ছিলেন কবি আনোয়ার,সেলিম আলদ্বীনের মত অপ্রতিদন্ডি নাট্যকার আথকারুজ্জামান ইলিয়াস শহীদুল্লাহ কায়সার অকাল প্রয়াত তারেক মাসুদ তাদের চিন্তা চেতনা দৃষ্টি ভঙ্গি থেকে শিক্ষা নেয়ার আছে। তাদেরকে নিয়ে আলোচনার সুযোগ আছে ।আর অভিনয় তারকা সে ই উত্তম সূচিত্রা সৌমিত্র চট্টপাধ্যায় বাদে কলকাতায় আহামরি মানের কোন অভিনেতা আছে?প্রস্যেনজিৎ?সে আমাদের চঞ্চল চৌধুরি তুলনায় কি বেটার অভিনেতা কখনোই নয়। সহজ হিসেবে ভুয়া। তাপস পাল কিছু ভাল কাজ দেখিয়েছেন। তারপরও অসাধারণ বলা যাবে না। আর পরিচালনায় তার শিশু বিশ্ব সিনেমার তুলনায়।হলিউড ইজ বস।শিখতে হলে তাদের কাছ থেকে প্রচুক্তি গত চিন্তা চেতনা কাজে লাগানো যায়।তারা সময়ের চেয়ে এগিয়ে লিওনারদো দা ভিঞ্চি উড়োজাহাজ ডিজাইন করেছেন কত আগে ্আর সেটি বিজ্ঞানীরা করেছেন কত পরে। একজন শিল্পীর ইমাজিনেশন তাই যুগের চেয়ে এগিয়ে থাকে।বাস্তবায়িত হওয়ার আগে সেটি আসে কল্পনায় মুভিতে ।

আর এখন দুঃখ বিলাসী। বিলাসীতায় বাস করে দুঃখ খুজে বেড়ায়। উচু সমাজে ই এটা বেশি ।মধ্যবিত্তের এমন সমস্যা এতটা প্রকট নয়। আর আছে দরিদ্রতায়।
চাদের কাছ থেকে খি আলো নেবেন আরজুপনি আপু। নিলে সূর্যের কাছ থেকে নেন। নাহলে নিজে ই নক্ষত্র হয়ে যান। গুড লাক। দ্যাট ইজ হুয়াই হলিউড ইজ ব্যাটার দেন বলিউড এন্ড টালিউড।

আংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল ফকির সন্নাসীরা আর রায়দূর্লভ জগঠশেঠ সহ সকল হিন্দু শ্রেনী তাদের তোষামোদ আর চামচামি করে ফায়দা নিয়েছেন।কলকাতার জন্মও হয়েছে তাদের হাত দিয়েই।


সুতরাং হলিউডের বিপক্ষে বলা মানে কলকাতার দাদাদের গুরুদের বিপক্ষে বলা এতে তারা কষ্ট পেতে পারেন।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

আরজু পনি বলেছেন:

সেলিম, আপনি ঋতুপর্ণ ঘোষের ম্যুভিগুলো দেখেন ...মনে হয় ঠকবেন না...গ্যারান্টি ।।

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: 'তিতলি' দেখেন। আমার খুব প্রিয় মুভি।

Click This Link

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

তিতলি দেখলাম...ভালো লেগেছে বেশ ।

অনেক ধন্যবাদ রইল ।।

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ঋতুপর্ণ এমন একজন পরিচালক যার ছবি চোখ বন্ধ করে বেছে নিয়ে দেখা যায় এবং ছবি ছবি দেখে ওঠার পরে ঘোর ভাঙ্গার একটা অনুভূতি হয়। উনি এক জাদুর রাজ্যে নিয়ে যেতে পারেন, এবং মজা হচ্ছে চরিত্র, ঘটনা সবই আমাদের চারপাশের, আমাদের খুব পরিচিত।

উনার বাকি ছবিগুলো নিয়েও একটা সিরিজ করে ফেলেন। আপনার রিভিউ পড়তে পড়তে আমি আবার ছবিগুলো দেখার সময়কার অনুভূতির ছায়া পাচ্ছিলাম! :) যেমন আমি যখন উনিশে এপ্রিল দেখি তখন আমিও প্রসেঞ্জিতকে দেখে চমকে গিয়েছিলাম। ঋতুপর্ণ প্রসেনজিতের শুঁয়োপোকা অভিনয় জীবনকে প্রজাপতিতে মেলে দিয়েছিলেন!

তাঁর আরও কয়েকটি প্রিয় মুভির মধ্যে আছে উৎসব, বাড়ীওয়ালী, শুভ মহরত। তিতলী আর অন্তরমহলের কথাও বলতে হবে, ও আর চোখের বালি- খুব উত্তেজনা নিয়ে এই ছবিটা শাহবাগে দেখতে গিয়েছিলাম, কোন একটা ফিল্ম ফেস্টিভ্যালে খুব সম্ভবত, কিন্তু টিকিট ফেল করে মন খারাপ হয়েছিল। :(

আপনার রিভিউ অনেক ভালো লাগলো।


ঋতুপর্ণের আরও অনেক কিছু দেওয়ার ছিল বাংলা সিনেমাকে, এরকম নির্মাতা তো আর বছরে বছরে আসেনা। বিরাট একটা ক্ষতি!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

আরজু পনি বলেছেন:

আসলেই বিরাট ক্ষতি !

আর উনার সিনেমার মধ্যে যা পেয়েছি, পাচ্ছি ...তা সত্যিই অনেক সময়ই দেখা যায় না ।

আমি পরের গুলো নিয়্ওে লিখবো আশা করি ।

পাঠে অনেক ধন্যবাদ রইল ৎঁৎঁৎঁ ।





এক্ষাণ নামই বটে ! মুখে নিলেই তোতলামী শুরু হয়ে যায় X( :( :P

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

শাহেদ খান বলেছেন: একটা ডিভিডি কিনেছিলাম অনেকদিন আগে। ঋতুপর্ণের ৬টা মুভি নিয়ে। শুধু একটা দেখেছিলাম, তারপর আমি চলে আসলাম কর্মস্থলে, ডিভিডি রয়ে গেল বাড়িতে। ভুলেই গিয়েছিলাম ওটার কথা।

এখন এই পোস্ট দেখে মনে পড়ল, আর দেখার ইচ্ছা প্রবল হল খুব ! ভাগ্যিস ঈদের ছুটি খুব নিকটে। বেশিদিন আফসোসে থাকতে হবে না, এবার বাড়ি গিয়েই দেখে আসব/নিয়ে আসব ডিভিডি'টা।

পোস্টে অনেক ভাল লাগা, পনি'পু !

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

আরজু পনি বলেছেন:

একটা ডিভিীডতে ঋতুপর্ণের সবগুলো ম্যুভি আছে ...দাম ৪০০ টাকা ।

দেখে এসেছি । কিনি নি ইচ্ছে করেই । আগে ইউটিউবে থেকে দেখে তারপর বাকীগুলোর জন্যে ওই ডিভিডিটাই কিনবো , নিজের সঙগ্রহে রাখতে ।


অবশ্যই দেখে ফেলবেন।

অনেক ধন্যবাদ রইল অলস গল্পকার ।।

৪০| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

আরজু পনি বলেছেন:

দৌড়ের উপর আছি....একটু ফ্রি হয়েই আসতেছি সব কমেন্টের জবাব দিতে এবং অন্যদের পোস্টেও যেতে ;)

আগের ঐতিহাসিক পোস্টেরও গুনে গুনে সব কমেন্টের জবাব দেওয়া হবে ... B-))

হাকুনা মাটাটা
:D B-)

৪১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

আমিনুর রহমান বলেছেন:



দুর্দান্ত পোষ্ট +++
রেইনকোট ছাড়া সবগুলোই দেখেছি।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

দূর্দান্ত কমেন্টে দারুণ অনুপ্রাণিত আমিনুর ।

আশা করি রেইন কোট দেখে ফেলবেন ।
শুভকামনা রইল ।।

বুধবার, ১৪ আগস্ট ২০১৩, ৩০ শ্রাবণ ১৪২০, ৬ শাওয়াল ১৪৩৪

৪২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এভাবে ‘দহন’-এর কথা বলে আমাদেরকে দাহ্য পদার্থের দগ্ধ করবেন, তাতো কথা ছিলো না! বিশেষত ‘দহন’ ও ‘আবহমান’ দেখার ইচ্ছে হচ্ছে।

আরে ব্যবস্থা নিন, টাকা যা লাগে জানিয়ে দিন আমাদের। মানি ইন নো ম্যাটার... ;)

আমি দেখেছি কিছু ছবি। পরিচালক সম্পর্কে মাথাডা খারাপ অইয়া যাবারই যোগাড়, যেমন সেলিম আনোয়ার বললেন।

শুভেচ্ছা আরজুপনিকে :)

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

আরজু পনি বলেছেন:

আশা করি উনার সবগুলো সিনেমাই দেখে ফেলবেন ।

ঠিক আছে দেখা যাক... ভরসা যেহেতু দিলেন, ভাবতে বসি তবে ।

অনেক অনেক ধন্যবাদ রইল মইনুল ।।

৪৩| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =মানি ইজ নো ম্যাটার.....ম্যান ম্যাটারস! ;)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

আরজু পনি বলেছেন:

আচ্ছা B-)) B-))

৪৪| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: রেইনকোট খুবই স্লো মুভিং ম্যুভি! আবহমান নিয়ে একটা কথাই যথেষ্ট অসাধারণ। উনিশে এপ্রিল কেন ভালো লাগেনি জানিনা। যখন দেখেছিলাম তখনকার মনের অবস্থার উপর ম্যুভি দেখার প্রতিক্রিয়া নির্ভর করে। খেলা ভালো লেগেছিল। ম্যুভি মেকারের জীবনের নিঃসংগতা টেনেছিলো খুব আমারও ইচ্ছে করে সব ছেড়েছুড়ে।

দহন দেখা হয়নি :(

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

এটা ঠিক...মনের অবস্থার উপর ম্যুভি দেখার প্রতিক্রিয়া নির্ভর করে ।

দহন, আবহমান দেখে ফেলবেন আশা করি ।
ভাবাতে বাধ্য করবে আপনাকে ।।

৪৫| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

বৃতি বলেছেন: "উনিশে এপ্রিল" শুধু দেখেছি । অন্যগুলো দেখার জন্য প্রিয়তে নিলাম ।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

আরজু পনি বলেছেন:

আশা করি সময়গুলো দারুণ কাটবে ।

ভালো লাগছে আমার ব্লগে আপনাকে দেখে ।
অনেক ধন্যবাদ বৃতি ।।

৪৬| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

সিস্টেম অ্যাডমিন বলেছেন: সালটা সম্ভবত ১৯৯৭, আমি সিনেমা হল এ গিয়ে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও প্রথম বারের মত যে ছবিটি দেখি সেটি ছিল " দহন " ॥ আজ হঠাত্‍ আপনার লেখা দেখে মনে পরে গেল । কিন্তু তখন কিছুটা অপরিণত বয়স হওয়াতে সেই ভাবে উপলব্ধি না করলেও ছবিটার কিছু পট আজও চোখের সামনে ভেসে উঠে কেমন যেন নাড়িয়ে দেয় । পরবর্তীতে রেইনকোট এবং "উনিশে এপ্রিল" দেখে প্রতিদিনের জীবনের সম্পর্কের টানাপড়েন গুলি চোখের সামনে ভেসে উঠেছিল ।
ভাল লাগলো ধন্যবাদ ।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

আরজু পনি বলেছেন:

হলের বড় পর্দায় সিনেমা দেখার আনন্দই আলাদা ।

অনেক ধন্যবাদ আপনাকে ।
আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগলো ।

৪৭| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩

তন্দ্রা বিলাস বলেছেন: একটানে প্রিয়তে নিয়ে গেলেম আপু।
পোস্টে প্লাস।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ তন্দ্রা বিলাস ।।

৪৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ পোস্ট আপু! প্রিয়তে! :)

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল ।

শুভ কামনা ।।

৪৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ওকে রোজার পর আমিও দেখব ।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

আরজু পনি বলেছেন:

আশা করি দেখা শেষ হলে জানাতে ভুলবেন না ।।

৫০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: পোস্টে প্রবল ভালোলাগা রেখে গেলাম ।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল প্রত্যাবর্তন@ ।।

৫১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পনি আপু, পোস্ট পছন্দ হয়নাই। কি মন খারাপ হলো? আসলে আমার এতো অল্পতে পোষায় না। ধরে ধরে একটা সিনেমা নিয়ে লিখলেও পারতেন। অবশ্য সেটা অনেক বড় কাজ হয়ে যাবে। তবু ঋতুপর্ণ ঘোষের সিনেমার গল্পগুলোর অলি-গলি সম্পর্কে কিছু ধারণা দেয়া যেতো। সেখানেও অনেক সংযত। তবু এই লেখা পড়ে অনেকে তার সিনেমা দেখতে উদ্যত হবেন বলেই আমার বিশ্বাস। সেই সাথে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। পোস্ট বাড়ি নিয়ে গেলাম। সময় করে দেখবো। :) :D =p~

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:

একটা একটা করে লিখলেতো অনেক দিন লেগে যাবে !

তবে আরেকটু বিস্তারিত করার চেষ্টা থাকবে সামনের সময় থেকে ।

আমার দৌড় ওই ইউটিউব লিঙক পর্যন্তই । টেকি বিষয় তেমন বুঝি না ।
আশা করি দেখে জানাবেন কেমন লাগলো ।

আর শেষে যে ওরকম হাসি দিলেন, নিজেই তো বোকার মতো হাসছি ওই হাসি দেখে ! :) :D :P =p~

৫২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:৩৭

প্রিন্স হেক্টর বলেছেন: পনিপু, ঐ ষ্ট্যাটাসটা ফান করে দিয়েছিলাম কিন্তু :| :(

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬

আরজু পনি বলেছেন:

আমি আগেও দেখেছি...প্রতি উত্তরে আমি যে জবরদস্ত ফান করতে পারি তা অনেকেই বুঝতে পারে না :(

৫৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:২১

নস্টালজিক বলেছেন: দহন আর আবহমান দেখা! আবহমান -টা টানে নি আমাকে কেনো জানি!

তবে দহন খুব ভালো লেগেছিলো মনে আছে!


শুভেচ্ছা, পনি!


২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

আবহমানতো আমাকে অনেক বেশি টেনেছে !

দেখার পর আমি নির্বাক হয়ে গিয়েছিলাম !

আর "দহন"তো বলাই বাহুল্য...অনেক স্পর্শ করা একটা সিনেমা ।।

মন্তব্যে অনেক ধন্যবাদ রইল নস্টালজিক ।।

৫৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: এমনিই ঋতুপর্ণ এর ছবি ভালো লাগে আর আপনার রিভিউ সে ভালোলাগাকে বাড়িয়ে দিল সঙ্গে বাকি ছবি দেখার লোভও বাড়িয়ে দিল। এত ভালো একজন পরিচালকের এত তাড়াতাড়ি চলে যাওয়া কিছুতেই মেনে নেয়া যায় না।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

আসলেই সোহানী , তার আরো অনেকদিন থাকা উচিত ছিল !
অনেককিছুই সে দিতে পারতো আমাদের ।

আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ জানবেন ।।

৫৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪১

অদৃশ্য বলেছেন:





অত্যন্ত সুন্দর পোষ্ট... খুবই ভালো লাগলো ছবিগুলো নাম ও শর্টকাটে বিস্তারিত জানানোর জন্য...

এর ভেতরে দহন আর ১৯ এপ্রিলটা নিয়ে সংশয়ে আছি, ঠিক মনে পড়ছে না ছবি দুটো দেখেছি কিনা... অন্যগুলো দেখা... অসাধারণ সব ছবি!

আমার প্রশ্ন হলো... ঋতুপর্ণ ঘোষের সমস্যা কি ছিলো, তার চলাফেরা, ড্রেস, কথাবার্তা ওমন ছিলো কেন!! আপনার জানা থাকলে জানায়েন প্লিজ...

শুভকামনা...

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

আরজু পনি বলেছেন:

আমি নিজেই ঋতুপর্ণ মানুষটা সম্পর্কে তেমন কিছুই জানি না ।

জানতে পারলে জানাবো আশা করি ।

পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ রইল ।।

৫৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

মনুআউয়াল বলেছেন: ঋতুপর্ন ঘোষ, সকলের প্রিয় পরিচালক, অনেকেরই খুব কাছের ঋতুপর্ন। নিজের ব্যাক্তিত্ত্বে স্বয়ংসম্পুর্না ঋতুপর্ন।তিনি বাংলা চলচিত্রের ক্ষনজন্মা প্রবাদ পুরুষ

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

আরজু পনি বলেছেন:

উনি আরো বেশি দিন বেঁচে থাকলে আমরা অনেক ভালো ভালো ভাবনা জাগানিয়া সিনেমা পেতাম নিশ্চিত ।


মন্তব্যে অনেক ধন্যবাদ রইল মনুআউয়াল ।।

৫৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

টুম্পা মনি বলেছেন: মুভি হয়ত আমি দেখেছি। আরেকটা দেখেছিলাম ট্রান্সজেনেসিসের। ওটা দেখে বেশি মজা পেয়েছি। :D :D

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:

টুম্পা মনি কি চিত্রাঙ্গদার কথা বলছেন ?

আমি মোটে ৬ টা দেখেছি ।

আর চিত্রাঙ্গদাও দেখা হয় নি ।

আশা করি অন্যগুলোও দেখে ফেলবেন ।

ভালো লাগবে আশা করি ।
অনেক ভালো থাকুন টুম্পামনি ।।

৫৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: এই লিস্টে দহন ছাড়া আর কোনটাই দেখি নাই। উনিশে এপ্রিল শুরু করসিলাম কিন্তু সিডিটা আটকায়া গেসিলো। আপনে একটা সাজেস্ট করেন এখান থেকে।

৫৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

আরজু পনি বলেছেন:
@হাসান, সিরিয়ালী জবাব দিতে গিয়ে আপনার মন্তব্যের জবাব দিতে দিতে আরেকটু সময় লেগে যেতে পারে...তাই আলাদা বক্সে বলছি।

আপনি "আবহমান" দেখতে পারেন।

আমরা সাদা চোখে অনেককিছুই ভুল দেখি, যাতে শুধু কষ্টই বাড়ে...অথচ অপরপক্ষ সেটা ক্লারিফাই করে দিলেও কষ্ট অনেক কমে যায়। কিন্তু সিনেমাতে যা দেখিয়েছে বাস্তবেও এর অন্যথা হতে দেখেনি অনেক ক্ষেত্রেই।

তাই এটাই প্রথমে দেখতে অনুরোধ করবো।।

৬০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

লেখোয়াড় বলেছেন:
++++++++++++++++++

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

প্লাস নিয়ে কি করবো ব্লগেই যদি না থাকেন ! ! !

৬১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন পোষ্ট
ছবি ও বর্ণনা
খুব ভাল
শুভকামনা

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু ।।

৬২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০০

্ঘুেন খাওয়া রোদ বলেছেন: লগ ইন না করে পারলাম না!!! এই পোষ্ট প্রিয়তে নেয়া অবশ্য কর্তব্য।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

আরজু পনি বলেছেন:

এমন করে বললে অনেক অনুপ্রাণিত হই ।।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:

আপনার ব্লগতো ফাঁকা ! :(

৬৩| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০০

ভিয়েনাস বলেছেন: শুভ মহরত দিয়ে শুরু করেছিলাম ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখা। এই ছবিটা দেখার পর খুঁজে খুঁজে তার মুভি গুলো দেখার চেষ্টা করেছি। খেলা ছবিটা অসাধারন লেগেছে। তার প্রতিটা মুভিতেই ভিন্নতা লক্ষ্য করা যায়। ধীরলয়ের মুভি হলেও মন বসে যায়।

রেইন কোট ছাড়া সব ছবি গুলোই দেখা।

সুন্দর পোস্ট।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২

আরজু পনি বলেছেন:

ধীর লয়ের ম্যুভি হলেও মন বসে যায়...একদম ঠিক বলেছেন ।

আমার এখনও অনেক দেখা বাকী...তবে দেখে ফেলবো ।

অনেক ধন্যবাদ ভিয়েনাস ।।

৬৪| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

megher_kannaa বলেছেন: ঊনিশে এপ্রিল আমার খুব পছন্দের মুভি। খুব ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মেঘের কান্না ।।

৬৫| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৩

রোকসানা লেইস বলেছেন: অনুভবগুলো ছবিতে পাওয়ার আনন্দ আলাদা।
অনুভবগুলো সবাই যদি বুঝত তবে এমন দু চার জনের অপেক্ষা করতে হতো না।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রোকসানা ।

আমার ব্লগে আপনাকে পেয়ে কৃতজ্ঞবোধ করছি ।

শুভকামনা জানবেন ।।

৬৬| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

শহুরে আগন্তুক বলেছেন: আমার এক আপু আছে । ফেসবুকেই পরিচয় । Stamford University এর লেকচারার । তিনি ঋতুপর্ণ ঘোষের বিরাট ভক্ত । তাঁর পাল্লায় পড়ে দেখা শুরু করেছি ।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

তবেতো আপনার সেই আপুকে কৃতজ্ঞতা জানাতে হয় :D

৬৭| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
বর্নণাগুলা খুব চমৎকার করে দিসেন।
দেখিনাই কোন মুভি।
রেইনকোট মুভির এ গানটা আমার খুব পছন্দের-


সুপ্রভাত :) ||

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

দেখে ফেলেন মুন ।
আশা করি ঠকবেন না ।।

৬৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

অদৃশ্য বলেছেন:






ঈদের শুভেচ্ছা রইলো...

শুভকামনা...

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

সামনের ঈদের আগাম শুভেচ্ছা রইল অদৃশ্য ...

৬৯| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

আরুশা বলেছেন: উনার সিনেমাগুলি ভাবনার জগতকে নাড়িয়ে দেয় একদম ঠিক বলছেন আপা।
দহন আর রেইনকোট দেখা হইসে।খুব ভাল্লাগসে। প্লাস +++++

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

আমি আসলে উনার সিনেমার ভক্ত বিশেষ করে মেয়ে প্রধান বলে ।

আর ভাবতে বাধ্য করে ।

অনেক ধন্যবাদ রইল আরুশা ।
শুভকামনা জানবেন ।।

৭০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

শাওণ_পাগলা বলেছেন: রেইন কোট ছাড়া কমন পড়লো না। আসলে কোলকাতার ম্যুভি দেখা হয়না। ব্লগে, ফেইসবুকে, বন্ধুদের আড্ডায়ও মাঝে মাঝে ঋতুপর্ন ঘোষের ম্যুভির কথা চলে আসে। আমি শুনে যাই (এখানে যেমন পড়ে গেলাম)।

দেখি, ম্যুভিগুলো যোগাড় করে দেখে ফেলব!

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৪

আরজু পনি বলেছেন:

বাকীগুলো দেখে ফেলুন আশা করি সময়গুলো ভালোই যাবে, ভাবতে পারবেন এ ব্যাপারে নিশ্চিত করা যায় ।

অনেক ধন্যবাদ শা্ওন ।।

৭১| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

ভাম_বেড়াল বলেছেন: +++++++++++

@ব্লগার আরজুপনি- আপনার রিভিউয়ের সাথে কমবেশি একমত। রেইনকোট অবশ্য আমার খুব স্লো লাগেনি।

একটা বাড়তি তথ্য দিয়ে যাই, ঊনিশে এপ্রিল মুভিটির ঠিক পরপরই প্রসেনজিৎ আর দেবশ্রীর ডিভোর্স হয়ে যায়। তৎকালীন ভারতীয় মুভি জার্নালগুলো আমার সংগ্রহে আছে। পড়ে যতদূর বুঝেছিলাম, মুভিটির জন্য দেবশ্রীর রাষ্ট্রপতি পুরষ্কার এবং জাতীয় পুরষ্কার পাওয়া সহ আরও অন্যান্য কারণে প্রসেনজিতের কিছু ঈর্ষা জাগে। দেবশ্রীর তখনকার অভিনয়ের পারিশ্রমিকও প্রসেনজিতের আয়ের থেকে বেশী ছিল। ছোট ছোট ব্যাপারে মতানৈক্য হতে হতে ব্যাপারটা বিবাহবিচ্ছেদে গড়ায়।
ঋতুপর্ণের মতো মানুষরা সমাজ-মানুষ-জাতির ভবিষ্যৎ দেখতে পান, ঊনিশে এপ্রিলে স্বামী-স্ত্রীর ঠিক এমনই মনোমালিন্যের চিত্রায়ণ করেছিলেন তিনি।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

আরজু পনি বলেছেন:

ভাম...কতোদিন পর আপনার দেখা পেলাম !

আপনার শেয়ার করা তথ্যটা আমি জানতাম না । সত্যিই, সবক্ষেত্রেই কম বেশি এমন হয় ।

আরেকজন ঋতুপর্ণ আবার কবে আসবে তা সময়ের উপরে ছেড়ে দিলাম...

তবে আমাদের বোধ যেন সীমাবদ্ধ হয়ে না যায় ।।

৭২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০০

আরজু পনি বলেছেন:


সিরিয়ালি জবাব দিতে যেয়ে একটু দেরী হচ্ছে...সেজন্যে ক্ষমা প্রার্থী ।।

সোমবার, ১২ আগস্ট ২০১৩, ২৮ শ্রাবণ ১৪২০, ৪ শাওয়াল ১৪৩৪

৭৩| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

আহমাদ জাদীদ বলেছেন: "খেলা" ছাড়া আর কোনটা দেখা হয়নাই ।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

বাকীগুলো দেখতে পারেন...সময়টা ভালো কাটবে আশা করি ।।

৭৪| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

টুম্পা মনি বলেছেন: আমার সিনেমার নাম মনে থাকে না। খুব সম্ভবত আপনি যেই নাম বলেছেন সেইটাই। তবে মুভিটা আকর্ষণীয়! এই মুভি দেখে প্রথম বুঝেছিলাম নায়ক যীশু হাফ লেডিস নয়, সে আসলেই পুরুষ। ;) :D :#)

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন:

আমি যে কয়টা ইউটিউবে পেয়েছি তাই আগে দেখার সিদ্ধান্ত নিয়েছি ।
ইউটিউব কালেকশান শেষ হলে একটা সম্পুর্ণ ডিভিডি কিনে ফেলবো আশা রাখি
তখন দেখতে পারবো :D

দেখে অনুভুতি জানামুনে ;)

৭৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

দীপান্বিতা বলেছেন: মানুষটা সত্যি বড্ড তাড়াতাড়ি চলে গেলেন... ঋতুপর্ণ ঘোষের সব ফিল্ম যে ভাল লেগেছে তেমন নয়-হয়ত আমি বুঝিনি...তবে আপনি যে ক'টি নিয়ে লিখেছেন সেগুলি সত্যি অসাধারণ, কিছুদিন আগে 'নৌকাডুবি'টা দেখলাম, সেটিও খুব ভাল লাগল...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

আরজু পনি বলেছেন:

ঋতুপর্ণের যে কয়টি ম্যুভি দেখেছি আর কিছু ভাবতে বাধ্য হয়েছি ।

আরো কয়েকটা বাকী আছে , দেখে ফেলবো শিগগীরই ।

পেছনে এসে পোস্ট পড়ার জন্যে অনেক ধন্যবাদ জানাই দীপা ।।

সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৩, ১৫ আশ্বিন ১৪২০, ২৩ জিলকদ ১৪৩৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.