নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৫





বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু

আর প্রেম মানে সম্পর্কের শেষ ।

প্রেম হলো অভিশাপের নাম...

বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়

বিনাশ হয়

ধ্বংস হয়।

একজন মানুষ আরেকজন মানুষের যত কাছে আসে তত সম্পর্কটা শেষের দিকে যায়...ধ্বংসের দিকে যায় !
...

শান্তার বর্তমান উপলব্ধিটা তেমনই ।



সমস্যাটা এখানেই । শান্তা আর তাসিরের মধ্যে প্রেম হয়েছিল, বন্ধুত্ব হয় নি।





শান্তার সাথে তাসিরের প্রেম দেখলে ঈর্ষা করতে বাধ্য হবে যে কোন দম্পতিই ।

এতো প্রেম আসে কোথ্থেকে !



দেশে এসে বান্ধবীর সাথে সময় কাটাতে যেয়ে তাসিরকে যে কতোবার ফোন দিচ্ছে, আবার ও ফোন না দিলে তাসির দিচ্ছে ওকে ফোন...সে এক মহা যন্ত্রণার বিষয় ! অথচ তারা দু'জন কিন্তু একসাথেই দেশে ফিরেছে ।



বাংলা মোটরের কাছে যখন গাড়ি জ্যামে আটকে আছে তখন জানা গেল তাসির হোটেল সোনার গাঁ পাস করে এদিকেই আসছে।

মোড়ে তাদের দু'জনেরই গাড়ি থামাতে হলো ... ওররে বাপস ! গাড়ি থামিয়ে রাস্তায়ই দু'জন দু'জনকে জড়িয়ে ধরলো !

যে কেউ দেখলে আর কিছু ভাবতে পারে ! স্বামী-স্ত্রী অন্তত ভাববে বলেতো মনে হয় না !



সবুজ জমিন পত্রিকাটার কোয়ালিটি কেমন সে ব্যাপারে রিনির সন্দেহ আছে বরাবরই... একদিন অফিস থেকে ফিরে রিনির বর রিনির হাতে সবুজ জমিন ধরিয়ে দিয়ে রিনিকে পড়তে বললো !



রিনি প্রথমে কিছু বুঝতে পারে নি। পাতা উল্টাতেই তাসিরের সাথে আরেক মেয়ের ছবি দেখে আঁতকে উঠলো !

খবরে প্রকাশ, তাসিরের স্ত্রী একজন প্রতারক... ইত্যাদি !



কিন্তু রিনির হিসাব মিলছে না ! কারণ তাসিরের স্ত্রীর যেই ছবি পত্রিকায় দেয়া তা শান্তার নয় !



একদিন রিনি বে-তে জুতার মাপ দিচ্ছে সেই সময় দেশের বাইরে থেকে শান্তার ফোন !

আকুল হয়ে কথা বলতে চাচ্ছে !



রিনির বর ইশারায় বলছে পরে ফোন করতে...রিনি ফোন চেপে হিসহিস করে উঠলো...দেশের বাইরে থেকে বেচারী ফোন দিয়ে তার কষ্টের কথা বলছে আর রিনি কেমন করে তাকে পরে ফোন করতে বলবে !



বাসায় ফিরে ফ্রি হয়ে শান্তাকে টেক্সট করলো ... ডিএ্যাকটিভেট করা আইডি আবার এ্যাকটিভ করে রিনির সাথে এখন শান্তার নিয়মিত চ্যাট হয় ।



"একাকিত্ব মানুষকে পাগল করে দেয়।" বুঝতে পেরে রিনিই শান্তাকে ডায়েরী লিখতে বলেছিল। তবে কাগজে নয়...ফেসবুকেই ।



এখন শান্তা অনেকটাই ধাতস্থ ! একসময়ের দারুণ লিখিয়ে শান্তা আবার পুরোদমে লিখছে !



হাসতে হাসতে শান্তাই রিনিকে বললো ....

জানিস রিনি "ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে"







ছবি : yuumei.deviantart.com

---------

উৎসর্গঃ

ফেসুবকের নেশা মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত করছে । বাস্তব জীবনে করে তুলছে অসামাজিক । কিন্তু এই ফেসবুকের অচেনা ভার্চুয়াল বন্ধুরাই দুঃসময়ে চলে আসে অনেক কাছে, বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত কোন স্বার্থ ছাড়াই ।

আর শান্তার মতো মানুষগুলো যখন চারদিকে অন্ধকার দেখে হতাশার অতলে তলিয়ে যেতে থাকে, হয়ে পড়ে আপন মানুষগুলোর কাছেও করুণার মানুষ । তখন ফেসবুকের ভালো বন্ধুরাই তার জীবনে আশীর্বাদ হয়ে নতুন জীবনের পথে মশালধারী হয়ে আসে ।

মন্তব্য ১৩৩ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালাগা দিলাম। ভেবেছিলাম কবিতা। বাকিটুকু পড়ে ভাল না লাগলে। ভাল লাগা উঠিয়ে নিতে বাধ্য হব।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

একবার ভালো লাগা জানালে পরে তা ফেরত নেয়া যায় না B-)

২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গটা দারুণ ভাল লেগেছে। গল্পেও পাশ। ব্লগের কল্যাণে বেশ কিছু ভাল বন্ধু জোটেছে।কথা সত্যি। সময়োপযিাগী পোস্ট ভাল লাগলো।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

বাঁচালেন । আমিতো ভাবছিলাম আবার মোবাইল দিয়ে মাইনাস দিবেন না কি !

হাহাহাহা...

পাঠে অনেক ধন্যবাদ সেলিম ।

ভালো থাকুন সবসময় ।।

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।

মানি না /:)

গল্পটা বাস্তব মনে হচ্ছে, ভাল লেগেছে !

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:

একজন না মানতে পারে কিন্তু আরেকজনতো মানতেও পারে ;)

গল্প ভালো লাগায় অনেক ধন্যবাদ রইল দায়িত্ববান নাগরিক ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

বিবর্ণ ক্যানভাস বলেছেন: সব কিছুই খুব ভালো লাগছে!



হাসতে হাসতে শান্তাই রিনিকে বললো ....
জানিস রিনি "ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে"


তবে এইটুকু বেশি ভালো লাগছে!! :P :P

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ওটাই আসল কথা B-)

মন্তব্যে মজা পেলাম ।

অনেক ধন্যবাদ রইল ক্যানভাস ।।

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

প্রিন্স হেক্টর বলেছেন: ভালোই তো লাগলো :)

পিলাচ কি দিবো? 8-|

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

আরজু পনি বলেছেন:

জলদি জলদি ...

শুভস্য শীঘ্রম :D

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭

বাংলাদেশী দালাল বলেছেন:
শেষের কথাটা আগে লিখলে পুরটা পড়তে হত না :(

ভালো লাগছে :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

আরজু পনি বলেছেন:

#:-S =p~

ভালো লাগায় ভালো লাগলো :D

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন:

অনেক দিন পর ব্লগে ফিরে প্রথমেই আপনার পোস্ট পড়লাম :) প্রথমবার বুঝিনি, একটু খটকা লেগেছিল। আর একবার চোখ বুলিয়ে ক্লিয়ার হলাম। একটু বড় করে লিখলে ভাল হত আপু! টপিকটা ভাল লেগেছে।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

আসলে এতটুকই লিখে ছেড়ে দিয়েছিলাম ।

ইসহাক খান থেকে অনুপ্রাণিত হয়ে ইদানিং গল্প লিখতে মন চাইছে ।মানে ছোট গল্পই আর কি ....অনুগল্প মনে হয় ...

নাজিমের মতো এতো ভাল গল্প লেখকের ভালো লেগেছে জেনে স্বস্তি পেলাম । :D

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫২

ঢাকাবাসী বলেছেন: ''ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে" তাই! ভালোইতো!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:

তাইতো মনে হয় ... না কি :-B

পাঠে ধন্যবাদ রইল ।।

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৪

প্রিন্স হেক্টর বলেছেন: দিছি কিন্তু :)

৩ নম্বর :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৬

আরজু পনি বলেছেন:

ওহ তাই !
তাইলে বাকীরা শুধু মুখেই ভাল বলতেছে ! :|

ভালো বলার সাথে সমানুপাতিক হাড়ে তো ভালো লাগার সংখ্যা বাড়ে না ! :|

:P =p~ =p~

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৯

প্রিন্স হেক্টর বলেছেন: আরেকটা কথা, আরজুপু আপনি কি সাইক্রিয়াট্রিষ্ট নাকি সাইকোলজীর স্টুডেন্ট?

আপনার অনেকগুলো লেখাতেই মনোবিজ্ঞানের ছোয়া পাওয়া যায়

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

ওদিকে আগ্রহ আছে । :D

১১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:১২

হাসান মাহবুব বলেছেন: আপনার অন্যান্য লেখার মধ্যে যে শ্রম দেন তা যেন এখানে অনুপস্থিত। কিছুটা হতাশ হৈলাম।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৮

আরজু পনি বলেছেন:

:D

কি বলবো বুঝতে পারতেছি না ।

আমিতো গল্প লেখার মানুষ না ।
চেষ্টা করছি আর কি B-)

সামনে আরো চেষ্টা থাকবে ইনশাহআল্লাহ ।।

১২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৩

বাংলার হাসান বলেছেন: বন্ধুত্বের গভীরতা প্রেমের চাইতে অনেক বেশী

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:২০

আরজু পনি বলেছেন:

খুব সত্যি একটা কথা ।

:D

১৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৩

সানড্যান্স বলেছেন: ক্ল্যাপ্স!!!

প্রেম মানে সম্পর্কের শেষ, কথাটা মনে ধরেছে!!!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

আরজু পনি বলেছেন:

শেষ মানে...

রিতিমতো বিনাশ! :|

১৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: শুরুর দিকের কথাগুলো অদ্ভূত ভাবে অতি সাম্প্রতিক কিছু ঘটনার সাথে মিলে যাচ্ছিলো! আমার সম্ভবত আপনার ক্লাস করতে হবে! ( সাইকোলজিক্যাল)
আর গল্পের শেষের কথা গুলোতে কঠোর ভাবে সহমত! দু দিন আগেই ফেবুতে স্ট্যাটাস ও দিয়েছিলাম, আমার ফেসবুক আমার বাস্তব জীবনের আয়না, ফেক লোকজন কে 100 হাত দূরে থাকতে বলছিলাম!
গল্পে অনেক ভালোলাগা!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ফেসবুক ক্ষতি করছে ঠিকই...কিন্তু অনেক ভালো কাজও করছে...এর অনেক কিছুই আমাদের চোখে পড়ে না ।

কারণ ভালো বন্ধুরা আড়ালেই থেকে যায় যে !


অনেক ভালো থাকুন, অভি ... নিজের জন্যেই ।।

১৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:১০

বোকামন বলেছেন:





ভালো মানুষ, ভালো বন্ধু সবসময়ই আশীর্বাদ জগতের যেকোন মাধ্যমের জন্য !
গল্পের টপিক/থিম খুব ভালো লাগলো।

সুন্দর গল্প লিখেন তো আপনি !

একসময়ের দারুণ লিখিয়ে শান্তা আবার পুরোদমে লিখছে !

এই লাইনটির কারণে গল্পটি অনুগল্প হতে পারলো না, বলে মনে হচ্ছে।। সুতরাং ছোটগল্প ভালো হয়েছে।।

ভালো থাকুন লেখক।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য পড়তে পড়তে দোলন চাঁপা ফুলের গন্ধ পাচ্ছিলাম !
! ! ! ! !

পরে মনে হলো আমার পেছনেই ফুলদানিতেই তো দোলন চাঁপা রাখা আছে...হাহাহাহা
এই অনুভূতি দিয়েও লিখে ফেলা যায়...কি বলেন !?


এতো সুন্দর করে বললেন যে হাসি মিলাচ্ছে না মুখ থেকে ।

আমি আসলে গল্পের দৈর্ঘ্য যেমন জানি না, তেমনি ছোট গল্প বা অনুগল্প নিয়েও কোন ধারণা নেই ।

তারপরও যা মনে আসছে লিখে ফেলার চেষ্টা করছি ।

আপনিও অনেক ভালো থাকুন ।।

১৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।
প্রেম হলো অভিশাপের নাম...
বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়
বিনাশ হয়
ধ্বংস হয়।
একজন মানুষ আরেকজন মানুষের যত কাছে আসে তত সম্পর্কটা শেষের দিকে যায়...ধ্বংসের দিকে যায় !...
শান্তার বর্তমান উপলব্ধিটা তেমনই ।

এটা আমি মানিনা ।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

আরজু পনি বলেছেন:

যে প্রেমকে গুরুত্ব দিতে চায় বেশি সে হয়তো নাও মানতে পারে !

অভিজ্ঞজনেরা মনে হয় আপনার সাথে একমত নাও হতে পারে ;)


... হাহাহাহা

১৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮

ভিয়েনাস বলেছেন: গল্প ছোট হলে কি হবে টপিক টা কিন্তু অতিব গুরুত্বপূর্ন :)

ভালো লাগা দিলাম :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৬

আরজু পনি বলেছেন:

জেনে ভালো লাগলো ভিয়েনাস :D

১৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটা ভাল লাগল অনেক গুলো প্লাস দিলাম

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৬

আরজু পনি বলেছেন:


আপনার অনুভুতি জেনে ভালো লাগলো :D


সবুজ গোলাপ কখনো দেখেছি কি না মনে করতে পাচ্ছি না ...প্রোপিকটা বেশ সুন্দর নিয়েছেন ।

১৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৩

বোকামন বলেছেন:
তারপরও যা মনে আসছে লিখে ফেলার চেষ্টা করছি ।

আরেকখানা প্লাস দিতে লগিন করলুম। হ্যাঁ ! এভাবে লিখে ফেলার চেষ্টাই সৃষ্টিশীলতার ছন্দ ধরে রাখে। অনুভূতির দৈর্ঘ্য মেপে প্রকাশ হলে, সাহিত্যে অমর সৃষ্টি হতো না। এই যা ! অফটপিকে চলে গেলাম হয়তো। আচ্ছা ভালো থাকবেন।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৮

আরজু পনি বলেছেন:

না ...অপটপিক তো মনে হলো না :D

আপনিও ভালো থাকুন অনেক ।।

২০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

সায়েদা সোহেলী বলেছেন: শান্তার উপলব্ধি সম্পর্কে কিছু বলছি না সজত্নে এরিয়ে গেলাম । :)


এডিকশন সবসময়ই খারাপ হোক তাঅর্থের বিনিময়ে কেনা পন্যে , চারকোনা বিদ্যুৎ চালিত বাক্সের উজ্জ্বল পর্দায় অথবা সঙ্গায়িত অসঙ্গায়িত সম্পর্কের! !

গল্পে +

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১১

আরজু পনি বলেছেন:

তারপরও মানুষ বিভিন্ন এডিকশনে জড়িয়ে যায়, সচেতন বা অবচেতনভাবেই । কখনো কখনো এমন হয় যে , নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও হারিয়ে ফেলে ।

তেমনটি থেকে মানুষ নিজেকে বের করে আনুক ।

দরকারী কথা বলেছেন, সোহেলী ।

মন্তব্যে ভালো লাগা রইল ।। :D

২১| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: প্লাস দিতে আসলাম :P

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

আরজু পনি বলেছেন:

খুব ভালো... খুব ভালো :D

২২| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২৬

ঐকতান০০৮ বলেছেন: আপনার গল্পগুলোর শুরু কিন্তু বেশ ব্যতিক্রমভাবে হয়। গল্পগুলোর ভেতরে একটা মনস্তাত্তিক ব্যাপার থাকে। যেমন এটা সুন্দর একটা কবিতা দিয়ে শুরু হয়েছে। আমার খুব ভালো লাগছে এই ভেবে যে আপনি গল্প লেখার চেষ্টা করছেন। গল্পের মূল ম্যাসেজটা কিন্তু চমৎকার। তবে ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে পাঠককে চাইলে গল্পের আরো কিছুটা গভীরে নিয়ে যাওয়া যেত, তাহলে ষোলকনাপূর্ন হত। বর্তমান স্টোরি লাইনে পাঠক হিসেবে গল্প পাঠে কিছুটা তাড়াহুড়ার ছাপ পেয়েছি, হতে পারে আপনি অনুগল্প লিখতে পণ করেছেন বিধায় সেটার কিছুটা প্রভাব পড়েছে।

আশা করি সামনে ছোট খাট কিছু ব্যাপারে নজর দিলে আপনি আরো দারুন লিখবেন আপু। পাঠকের হিসেবে লেখকের প্রতি অনেক শুভ কামনা রইল। :)

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

আরজু পনি বলেছেন:

আমি গল্প লেখার নিয়মকানুন কিছুই জানি না ।

একটা বিভাগে দিতে হয়, তাই "গল্প কথা" বিভাগটাতে রেখে দেই যেন খুঁজতে গেলে বিভাগ ধরে সহজেই খুঁজে নিতে পারি ।

আপনাদের পরামর্শ মেনে সামনে লেখার চেষ্টা করবো । জানি না কতটুকু পারবো ।

আমি আসলে ব্লগার ইসহাক খান দ্বারা প্রভাবিত হয়ে গল্প/অনুগল্প লিখার আগ্রহ পাচ্ছি ...তবে এগুলো আসলে কি হচ্ছে সেটা আমার নিজের কাছেই চিন্তার বিষয় ...হাহাহাহা

সুন্দর মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল ।
ভালো থাকুন নিরন্তর ।।

২৩| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গল্পের শিরোনাম বা নামটা বেশ চমৎকার হয়েছে। "উপলব্ধি"র মাধ্যমে প্রাপ্ত ম্যাসেজ হচ্ছে এই গল্পের বা লেখার মূল উপজীব্য বিষয়। সে হিসাবে আপনি সফল। :)

তবে পনি আপু আমার মনে হয়েছে আপনি যদি আরো কিছুটা বড় প্রেক্ষাপটে বা সময় নিয়ে লিখতেন তাহলে হয়ত গল্পটা আরো বেশি ভালো লাগত।

অনেক শুভেচ্ছা ও আনলাকি ১৩ তম ভালোলাগা জানালাম।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

আসলে খুব ভেবে চিন্তে গল্প লেখার কথা ভেবে এটা লিখিনি ।

যখন লিখেছি তখন মনে হচ্ছিল কথাগুলো উগড়ে দেই...বলার জন্যে ভেতরে আকুলি বিকুলি করছিল ।

গল্প আমার থেকে এখনও বহুদূরে...

চেষ্টা করবো সামনে...আপনাদের এই পরামর্শ আমার প্রেরণা ।

২৪| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি এতোই ভালো লিখেন যে নিয়মিত আপনার গল্প পড়ার 'দাবী' জানাতেই ইচ্ছে করছে। যে সে দাবী নয় শক্ত দাবী, একেবারে অধিকার নিয়ে!

খুব ভালো লেগেছে, ১৪ তম প্লাস আপু। :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

আপনি নিজেই অনেক ভালো লেখেন, তাই একটু শরমিন্দা হচ্ছি প্রশংসায় :!> ...

২৫| ১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৩

জালিস মাহমুদ বলেছেন: আত্ম-উপলব্ধি

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

জালিস !

আমার ব্লগে আপনাকে মনে হয় চাঁদ পেলাম !

এতো চুপচাপ একজন মানুষ কেমন করে হয় বলুন তো !!

২৬| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৩

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক অনেক সুন্দর+

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল ইচ্ছের ঘুড়ি ।


২৭| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৫

কয়েস সামী বলেছেন: কবিতা ভেবে শুরু করা লেখাটা আসলে একটা গল্প জেনে ভাল লাগল। আরো ভাল লাগল আপু নিয়মিত হচ্ছেন দেখে! কিপ ইট অাপ।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

আরজু পনি বলেছেন:

এটা আসলে কবিতা বা গল্প কিছুই না ।
তবে গল্প লেখার চেষ্টার হাতে খড়ি বলা যায় ।

লিখতে থাকলে অনুগল্প , ছোট গল্প বা গল্প একটা কিছুতো হবেই ।
না হলেও নিতান্তই ভাবনার প্রকাশতো হবে...তাই বা কম কিসে ।

২৮| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪২

উদীয়মান লেখক বলেছেন: বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের
শেষ ।. . . . . . "ছ্যাঁকার
মধ্যে সৃজনশীলতা নিহিত
থাকে"

মাঝের কথা গুল না থাকলেও চলবে।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহা

আপনি ফিল্টার করে নিয়ে নিন ।





আমার আজকের উপলব্ধি হচ্ছে সকাল থেকে ব্লগে কিন্তু মনোযোগ দিতে পাচ্ছি না কিছুতেই :(

২৯| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কাছে গল্প মোটামুটি লাগসে।
উৎসর্গ চমৎকার হৈসে, একমত পোষন করসি ||

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:

আমিতো গল্প লেখার নিয়ম না জেনেই লিখি ।

তারপরও কিছু একটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।।

:D

লগডআউট হয়ে গেছিলাম, আবার লগইন করতে হল :(

৩০| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫২

আমিভূত বলেছেন: বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।


এ দুটো লাইন চরম সত্যি উপলব্ধি :(

ভালো লাগা রইল , শুভ কামনা ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ভূত ।

আপনার জন্যেও শুভকামনা রইল ।।

৩১| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩

তন্দ্রা বিলাস বলেছেন: উপলব্ধি! ভালই লাগল। চালিয়ে যান! সাথে আছি :)

পেলাচ কিন্তুক দিয়া ফেলাইছি! :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আর শেষে যেন কি বললেন ...হাহাহাহা

অনেক ভালো থাকুন তন্দ্রা বিলাস ।।

৩২| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সৃজনশীলতা বৃদ্ধির জন্য ছ্যাকা খাওয়া আবশ্যিক করা হোক। :)

ওহ ১৯ তম লাইক দিয়ে যাই।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহা

ধন্যবাদ কান্ডারী ।।

আজকে ৮/৯ বার অটো লগআউট হতে হতে জান তামা তামা :(

৩৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

জুন বলেছেন: একজন মানুষ আরেকজন মানুষের যত কাছে আসে তত সম্পর্কটা শেষের দিকে যায়...ধ্বংসের দিকে যায় !..
চরম সত্য কথা এটা সব সম্পর্কের বেলায়ই প্রযোজ্য আরজুপনি। শুধু নিশ্বার্থ সম্পর্কিত দু একজন যেমন বাবা মা ছাড়া।
ভালো লিখেছো আশাকরি আরো বড় করে লিখবে।
+

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২

আরজু পনি বলেছেন:

বাবা-মা, ভাই-বোন উনারা সব হিসেরে উর্দ্ধে যে ! তাই হয়তো ।

অনেক ধন্যবাদ রইল প্রিয় ব্লগার ।।






বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৩, ৩১ শ্রাবণ ১৪২০, ৭ শাওয়াল ১৪৩৪

৩৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

এসএমফারুক৮৮ বলেছেন: সব কিছুর একটা শেষ থাকে, মনে হয় এ ক্ষেত্রেও হয়ত এর ব্যতিক্রম হয়নি।

অনেক দিন ব্লগে সময় দেয়া হয় না। আপনার লেখাটা দেখে ফেরত আসলাম।

ভাল থাকবেন আপু।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

ফারুক, জেনে খুব ভালো লাগছে যে, আমার লেখা দেখে ব্লগে ফেরত এসেছেন ।

আশা করি এখন থেকে নিয়মিত পাবো আপনাকে ।

অনেক ভালো থাকুন সবসময় ।।

৩৫| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: আমি তো পোস্টে ঢুকার আগে ভাবছিলাম , পনি কি কবিতা লেখা শুরু করলো নাকি ! ঢুকে দেখলাম কবিতা না। আর গল্পও মনে হয়নি। জাস্ট সাম্প্রতিক সময়ের একটা ঘটনার উপরে রেখাপাত করা হয়েছে এমন লেগেছে।

বন্ধুত্বের সম্পর্ক টা অন্য সম্পর্কের সাথে তুলনিয় না। অনেক খারাপ মুহূর্ত যেমন বন্ধুত্ব একজন কে বাঁচিয়ে তুলতে পারে , পারে তাকে ডোবাতেও। তবে আজকাল সময় , চিন্তা, কাজের ধরণ মানুষের এতো জটিল হয়েছে যে বিশ্বাস করতেও ভয় কাজ করে। আর সামাজিক বৈধ সম্পর্ক গুলোও আধুনিকতার নামে এর চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকছে , যার গন্তব্য অনেকাংশেই পতন !

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
আমিতো কবিতা লিখতে পারি না ।

এটা কি হয়েছে জানি না, তবে নিজের সংরক্ষণের সুবিধার্থে "গল্প কথা" বিভাগে রেখেছি। আর লিখতে লিখতে যদি কখনো গল্প হয়ে যায়, সেই চেষ্টা্ও আছে, জানি সেই আশা করা এতো সহজ নয় ।

আর শেষের কথা গুলোর বেশ গুরুত্ব আছে ।
খুব সুন্দর করে বলেছেন ।

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ রইল ।।

৩৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

টুম্পা মনি বলেছেন: এখন শান্তা অনেকটাই ধাতস্থ ! একসময়ের দারুণ লিখিয়ে শান্তা আবার পুরোদমে লিখছে !

হাসতে হাসতে শান্তাই রিনিকে বললো ....
জানিস রিনি "ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে"

কথাটা খুব সত্যি!!!!!! তবে যত সহজে বলা যায় তার চেয়ে হয়ত অনেক বেশি কঠিন! :(

ভালো লাগল লেখাটা। শুভকামনা।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন টুম্পামনি, যত সহজে বলা যায়, বাস্তবে হয়তো তার চেয়ে অনেকই কঠিন ।


ভালো লাগলো জেনে অনেক ভালো লাগছে ।

শুভকামনা রইল ।।





শুক্রবার,১৬ আগস্ট ২০১৩, ১ ভাদ্র ১৪২০, ৮ শাওয়াল ১৪৩৪

৩৭| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

মোঃ ইসহাক খান বলেছেন: ফেসবুকে আগেই গল্পটা দেখেছিলাম। গল্পের বিষয়বস্তু শক্তিশালী, তবে ফেসবুকীয় পটভূমিতে বোধহয় কেউ কেউ ভাবতে পারেন, এমন গল্প আগেও পড়েছি। আর শেষদিকে কিছু বাক্য একটু ক্যাজুয়াল লাগলো, যেটা আরও একটু শক্তিশালী করলে গল্পে একটা ভারী পরিবেশ ধরে রাখতে পারতো।

পরিশেষে, সুন্দর গল্পের জন্য ধন্যবাদ জানবেন।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

তবে ফেসবুকীয় পটভূমিতে বোধহয় কেউ কেউ ভাবতে পারেন, এমন গল্প আগেও পড়েছি।
...এই অংশটুকু বুঝিনি ।

ফেসবুকে আগেই শেয়ার করেছি বলেই কি এমনটি ভাবতে পারে কেউ কেউ ? ...এমনটিকি বোঝাতে চেয়েছেন ? নাকি কাহিনী এমন আরো আছে ...যা কমন পড়ে গেছে...

আর আমি আসলে ঠিকমতো বুঝতে পারি না, লেখার কোন অংশে কি হলো । তারপরও চেষ্টা থাকবে ইনশাহআল্লাহ ।

আপনার মতো একজন দারুণ গল্পকারের গঠনমূলক মন্তব্যে সত্যিই বেশ উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ জানবেন প্রিয় গল্পকার ।।

৩৮| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

নেক্সাস বলেছেন: পনিপা কি বলব ?
এই ছোট্ট লিখাটি আমার কাছে অসাধারণ ঠেকেছে।

গল্প সৌন্দর্য না হয় নাহি বল্লাম; কিন্তু


বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।
প্রেম হলো অভিশাপের নাম...
বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়
বিনাশ হয়
ধ্বংস হয়।

এই কথাগুলোর মধ্যে যাপিত জীবনের যে অমোঘ দর্শন তুলে ধরেছেন তা আমাকে আপ্লুত করে কিছুটা সময় স্থীর করে রেখেছিল উপনীত সত্যের জগতে।


অনেক অনেক ভাল লাগা

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল নেক্সাস ।

কিছু কথা জীবনের সাথে মিলে যায়, তখন সেই কথাগুলিই স্পর্শ করে যায় হয়তো ।

শুভকামনা রইল নেক্সাস ।।

৩৯| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

সমুদ্র কন্যা বলেছেন: এটা না একদিন স্ট্যাটাসে দিলেন? আমিতো ভাবসিলাম সত্যি কাহিনী বুঝি। এখন দেখি গল্প B:-)

আরেকটু বড় সর করলে বোধহয় আসলেই গল্প হয়ে যাইতো :P

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

আরজু পনি বলেছেন:

ফেসবুকের টাইমলাইনেই লিখেছিলাম । তাই তখনই ফেসবুকে দিয়েছিলাম ।

কাহিনী যাই হোক, গল্প হলেই সার্থক...তা অনুগল্প বা পরমানু গল্প হলেও চলবে...আর না চললেও...এই পথ ধরে এগুলেই যদি গল্প লেখার পথের দিশা পাই...তাই আর কি চেষ্টা ;)

....হাহাহাহা

অনেক ধন্যবাদ রইল কন্যা ।।

৪০| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১

শায়মা বলেছেন: এবস্ট্রাক্ট আর্ট কবিতা বা গল্পের মত বুঝতে একটু সময় লাগলো আমার!

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শায়মা ।

:)

৪১| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিখতে থাকুন।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আরজু পনি বলেছেন:

কৃতজ্ঞতা রইল ।।

৪২| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

শ্যামল জাহির বলেছেন: প্রশংসনীয় লেখা বটে! :)

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল শ্যামল জাহির ।।

:)

৪৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: প্রেম একদিকে অভিশাপ আর অন্যদিকে জটিলতা
আসলে কোন দিকটা বেচে নেয়া উচিৎ আপু
জগতে প্রেম ছাড়া কি সব অসার নয় ?
যেমন , প্রকৃতি প্রেম , দেশ প্রেম , মানব প্রেম , রহস্য প্রেম
প্রভৃতি ।
এসবের মধ্য বিশাল এক জাগতিক প্রেম কি লুপ্ত নয় //
স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে চলে যায়
প্রেম রয় জিবন্ত
যদি তার কিছু টা মূল্যায়ন হয় ।।
পোস্টে ভাললাগা

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

এখানে মানব-মানবীর জাগতিক প্রেমের কথা বলা হয়েছে ।

ধন্যবাদ পরিবেশ বন্ধু ।।



শনিবার ,১৭ আগস্ট ২০১৩, ২ ভাদ্র ১৪২০, ৯ শাওয়াল ১৪৩৪

৪৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শুরুর অংশটা দুর্দান্ত ! কোথায় এসে যেনও আঘাত করে গেলো । ভালো লেগেছে !

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

আঘাত লেগেছে জানতে পেরে ভালো লাগছে ।

অনেক ধন্যবাদ রইল আদনান ।।

৪৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: আরও লিখবেন আশা করি।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

জানি না, তবে আপনাদের আন্তরিকতায় চেষ্টা করবো প্রোফেসর ।।

৪৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১

মামুন রশিদ বলেছেন: এটাকেই আবার নতুন করে লিখে নেন । বিশ্বাস করেন, প্লট টা সত্যিই দারুণ !

+++

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৬

আরজু পনি বলেছেন:

নতুন করে লিখতে পারবো কি না জানি না, খুব সেনসিটিভ বিষয় !

অনেক ধন্যবাদ রইল মামুন ।।

৪৭| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

:) :) :)

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ দূর্জয় ।।

:)

৪৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

অনাহূত বলেছেন: মামুন রশিদ ভাইয়ের সাথে আমি একমত।
হচ্ছে আপু। সুন্দর গল্প হতে পারে এটা। দারুণ প্লট।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০

আরজু পনি বলেছেন:

জানি না পারবো কি না...বিষয়টা একটু সেনসিটিভ ।

অনেক ধন্যবাদ রইল অনাহূত ।।


৪৯| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: এত অল্পতেই শেষ :P

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

সামনে আরো ছোট করতে পারি ;)

৫০| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮

গোর্কি বলেছেন:
-মন উদাস করা লেখা।
-ফেবুতে হিসেবের খাতা নেই। আপনার লেখা পড়ে ফেবুতে একাউন্ট খোলার উৎসাহ জাগলো। -
শুভকামনা।

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৯

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য করার ধরণে স্বাতন্ত্র্য আছে ।

নাহ্ ফেসবুকে খুব বেশি লিখি না তো !

তারপরও আপনাকে ফেসবুকে পেলে ভালোই লাগবে ।।
যদি
হিসেবের খাতা খোলেন, ইনশাহআল্লাহ যোগাযোগ হবে ।।

পাঠে অনেক ধন্যবাদ রইল ।।

৫১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: একাকিত্ব মানুষকে পাগল করে দেয়।" বুঝতে পেরে রিনিই শান্তাকে ডায়েরী লিখতে বলেছিল। তবে কাগজে নয়...ফেসবুকেই । ++
চমৎকার কিছু কথা আছে এই গল্পে তার মধ্যে একটি হলো একাকিত্ব মানুষকে পাগল করে দেয় আসলেই তাই !!
ভালো লাগছে ++্ দিছি যদিও পোষ্টটা দুই দিন পর দেখলাম :(

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

আরজু পনি বলেছেন:

ব্যাপার না ।
আমিতো অনেকের পোস্ট দেখেও যেতে পাচ্ছি না মনোযোগের অভাবে ।


আপনার যে চোখে পড়েছে তাতেই আমি আনন্দিত ।

অনেক ভালো থাকুন লিঙ্কন ।।

৫২| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ তনিমা ।।

৫৩| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

ইমরাজ কবির বলেছেন:
প্রথম দিকের প্রচেষ্টা হিসেবে গল্প বেশ ভাল হয়েছে।আশা করি দিনে দিনে আরো উন্নতি করবেন নাসরিন।
শুভকামনা।


বয়সে ১মাস ছোট ব্লগারকে অণুপ্রেরণা দিয়ে ধন্য করে গেলাম ;)

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা...
অনুপ্রেরণা পেয়ে সত্যিই কৃতার্থ :D

৫৪| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৭

শাওণ_পাগলা বলেছেন: একটু ছোট হয়ে গেলো গল্প। উৎসর্গের অংশটুকুর সাথে একমত। ভালো লাগা।

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯

আরজু পনি বলেছেন:

এটা আসলে কী হয়েছে আমি নিজেই ঠিকমতো জানি না ।
লিখতে লিখতে লিখে ফেলেছি আর কি :D

আর আমি চেষ্টা করি কোন নির্দিষ্ট বিভাগে পোস্ট গুলো রাখতে...সে জন্যে এটাকে আর কোন বিভাগে রাখতে না পেরে "গল্প কথা" বিভাগে রেখেছি ।

আর যা বললেন, তার জন্যে অনেক ধন্যবাদ রইল শাওন ।।

৫৫| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: বাস্তব প্রেক্ষাপটের নিরিখে সুন্দর পোষ্ট
ধন্যবাদ সচেতনতায়
ভাল বন্ধু অনেক ক্ষেত্রে ছাতা হয়
আর অজান্তেই যখন ধ্বস নামে
তখন করুনার পাত্র ছাড়া তারা আর কিছুই নয় ।

বেশ লিখেছ আপু

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল পরিবেশ বন্ধু ।।

৫৬| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪

টুম্পা মনি বলেছেন: শুক্রবার,১৬ আগস্ট ২০১৩, ১ ভাদ্র ১৪২০, ৮ শাওয়াল ১৪৩৪ B:-) B:-) B:-) =p~ =p~ =p~ =p~

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৩, ৫ ভাদ্র ১৪২০, ১২ শাওয়াল ১৪৩৪

B-) :-B :-P

=p~

৫৭| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

মোঃ ইসহাক খান বলেছেন: হ্যাঁ, ওটাই বলতে চেয়েছি, কাহিনীটা পড়ে হয়তো অনেকেই ভাববেন, এমন কাহিনী আরও আছে। কিছু ব্যতিক্রম তো পাঠক চাইবেনই। সত্য ঘটনা থেকে তুলে আনা গল্পেও কিছুটা "গল্প-গল্প ভাব" থাকতে হয়, নইলে মনে হবে, লেখক নিজের আবেগটা লেখায় ঢেলে দিচ্ছেন, না হয় সংবাদপত্রের প্রতিবেদন পরিবেশন করছেন।

আপনার লেখার হাত অসম্ভব ভাল। আরও কিছু উপহার আশা করি।

ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২

আরজু পনি বলেছেন:

হে হে আমার লেখার হাত অসম্ভব ভাল...হাহাহাহা লজ্জায় লাল হব না বেগুনী হব বুঝতে পাচ্ছি না ।

তবে সামনে আপনার পরামর্শ মাথায় রাখার চেষ্টা করবো ...কিন্তু সত্যি বলছি আমি গল্প , কবিতার লেখক না ।


বিস্তারিত বলাতে আমার বেশ সুবধিা হলো বুঝতে ।
কৃতজ্ঞতা রইল ।।

৫৮| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “একজন মানুষ আরেকজন মানুষের যত কাছে আসে তত সম্পর্কটা শেষের দিকে যায়...ধ্বংসের দিকে যায় !”
-অনেকাংশেই ঠিক। অন্যভাবেও বলা যায়, মানুষ যত নিকটবর্তী হয় সম্পর্কের ধরণে পরিবর্তন আসে। সেই পরিবর্তনে খাপ খাওয়াতে না পারলে ধ্বংস।


“ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে”।
-শতভাগ সহমত। যেকোন প্রকার অপ্রাপ্তি না হলে সৃজনশীলতার জন্ম হয় না।


সরল কথায় আরেকটি চমৎকার লেখা :)

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল মইনুল ।

:)

৫৯| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

মেহেদী হাসান মানিক বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

এই বন্ধুত্ব প্রেম, বিষয়গুলো সহজে মাথায় ডুকে না।
তবে শেষের কথাগুলো খুবই ভাল লাগল।
++

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আরজু পনি বলেছেন:

এগুলো আসলে কিছুই না ...শুধু শুধু মাথা জ্যাম করবেন না :D

ভালো থাকুন মানিক ।।

৬০| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৬

অদৃশ্য বলেছেন:





বন্ধুত্বে প্রেম ঢুকে পড়াটা মোটেও ঠিক নয়... এটা সুযোগের অসৎ ব্যবহার করা...
একটি প্রেমের সম্পকের বন্ধনের পর যদি তাদের ভেতরে বন্ধুত্ব হয় তবে সেটা সম্পর্ককে সুসম্পর্কে পরিণত করে... সেটা অবশ্য কঠিন, সবাই পারেনা

ছ্যাকা মানুষকে অনেক ভাবতে সাহাজ্য করে... ভেতরের একাকীত্ববোধ তৈরী করে... নিজেকে চিনতে সাহায্য করে... তাইতো এইসব সৃজনশীলতা

লেখায় ভালোলাগা...

শুভকামনা...

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩১

আরজু পনি বলেছেন:

আসলেই কি সুযোগের অসৎ ব্যবহার নাকি মানুষ নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে !
যারা নিয়ন্ত্রণ করতে পারে না, তারাই না পারার দলে ...

ছ্যাঁকার বিষয়ে ভালো বলেছেন ।

অনেক ধন্যবাদ রইল অদৃশ্য ।।

৬১| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

অদৃশ্য বলেছেন:





হ্যাঁ, অনেক কষ্টে রহস্য উদ্ধার করতে সক্ষম হলাম!

সোমবার = আজকের দিন
আগষ্ট = চলতি ইংরেজি মাস
২০১৩ = চলতি ইংরেজি বছর

৪ ভাদ্র = আজকে বাংলা ভাদ্র মাসের ৪ তারিখ
১৪২০ = চলতি বাংলা সন

১১ শাওয়াল = আরবি শাওয়াল মাসের ১১ তারিখ
১৪৩৪ = আরবি চলতি সন


হয়েছে মনে হচ্ছে... কোথাও ভুল হলে জানায়েন


শুভকামনা...

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:

বুধবার, ২১ আগস্ট ২০১৩, ৬ ভাদ্র ১৪২০, ১৩ শাওয়াল ১৪৩৪

আজকের দিনটিকে মনে রাখার জন্যে দিলাম ....

৬২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম যদি অভিশাপ হয়
তারে শুভকামনা জানাই
যদি প্রেম অঙ্গুরী হয়
নির্দ্বিধায় পান করে ফেলি।
প্রেমের জন্য প্রেমিকজনে সব ছেড়েছে
কূল মান ধন
সম্ভ্রম খুইয়েছে কতজনে।
কেন
কোন জবাব আছে?
এতই বিনাশী ভালবাসা তবে তা মানুষ কেন বাসে।
প্রেমের বেদনায় প্রশান্তি আছে
আছে পরম পাওয়া
তাইতো সবাই ভাল বাসে
তাইতো ভাল বেসে যাওয়া।.......কেমন কবিতা লিখলাম। নির্বাচিত হওয়ার মতন?....

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

আরজু পনি বলেছেন:

জানি না ! :|

৬৩| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৬

অদৃশ্য বলেছেন:




হ্যাঁ, সেটা হতেই পারে... সুযোগের অসৎ ব্যবহারটা কিছুর জন্য... তবে অনেকের ক্ষেত্রেই তা তার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলার জন্য ব্যপারটা হয়ে থাকে...

লোভ বলুন বা মোহ... এসবই এর জন্য দায়ী... সত্যটা এমন যে, না পারার দলেই বেশিরভাগ মানুষের অবস্থান... কেন? এসব ক্ষেত্রে এমন এক আকর্ষণ/লোভ/মোহ কাজ করে সেইসব সময়ে যে মানুষ অনেকটা অস্বাভাবিক হয়ে যায়... ঘোরগ্রস্ত হয়ে পড়ে


আপনার নতুন লিখার অপেক্ষায় আছি...
শুভকামনা...



২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আরজু পনি বলেছেন:


মোহ, লোভ সবসময়ই ক্ষতিকর ।

নতুন লেখা আরো আগেই দিতে পারতাম....আগের পোস্টগুলোর মন্তব্যের জবাব দেয়া শেষ হয় নি বলে একটু সময় নিচ্ছিলাম ।

অনেক ধন্যবাদ রইল অদৃশ্য ।।

৬৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪

কয়েস সামী বলেছেন: apu, amar blog apnar opekhay. Valo lagle janaben.

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন:

আসছি সামী .... একটু ফ্রি হয়েই ।।

৬৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

রাশেদ অনি বলেছেন: চমৎকার কথা আপুমনি, সহমত।+++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ অনি ।

ভালো থাকুন ।।

৬৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

মায়াবী ছায়া বলেছেন: মানুষগুলো যখন চারদিকে অন্ধকার দেখে হতাশার অতলে তলিয়ে যেতে থাকে, হয়ে পড়ে আপন মানুষগুলোর কাছেও করুণার মানুষ । তখন ফেসবুকের ভালো বন্ধুরাই তার জীবনে আশীর্বাদ হয়ে নতুন জীবনের পথে মশালধারী হয়ে আসে ।

,,,,,,,কথা গুলি অনেক ভাল লাগল।
ভাল থাকুন ।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

আরজু পনি বলেছেন:

কারো কারো জীবনে এমনটিই হয়ে থাকে ...

অনেক ধন্যবাদ মায়াবী...

আমার ব্লগে আপনাকে দেখে ভাল লাগলো ।

শুভকামনা জানবেন ।।

৬৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:

সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৩, ২৫ ভাদ্র ১৪২০, ২ জিলকদ ১৪৩৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.