নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সময় গেলে সাধন হবে না

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫





গবেষক অনেক আগে থেকেই তার গবেষণার নতুন টাইটেলটি ঠিক করে রেখেছিলেন ।

প্রস্তাবনাও মোটামুটি রেডি । এবার শুধু সুপারভাইজারকে দেখাবেন ।



যেই সময়গুলোতে গবেষক তার আগের গবেষণাতে গৃহিত সিদ্ধান্ত নিয়ে অন্যদের সাথে মতবিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন ।

কিন্তু ঠিক সেই সময়েই তারই এক সহপাঠী তার বিষয়েই একটা প্রোপোজাল সাবমিট করে ফেললো !



গবেষকেরতো মাথায় হাত !

:...হায় হায় দেরী করে ফেললাম !

বিধ্বস্ত গবেষক মন খারাপ করে ভাবছেন তো ভাবছেনই ...



তাকে এই সিদ্ধান্তহীনতা থেকে উদ্ধার করলেন তারই আরেক সহপাঠী বন্ধু ।

.........তুমি যেহেতু সেই বিষয়টিকে ন্যারো ডাউন করে অনেক ক্ষুদ্র একটা অংশ নিয়ে বিস্তারিত গবেষণার জন্যে প্রস্তাবনা তৈরী করেছো তখন সে সেই বিষয়ে বিশাল কাজ করেছে...বলা যায় অনেক কিছুই টেনে এনেছে । যা গুরুত্বপূর্ণ বটে কিন্তু নিজের নির্দিষ্ট কাজটিতে বেশি মনোযোগ দিয়ে শেষ করো নিজের জন্যেই। মনে রেখো, আজকে হতাশ হয়ে কাজটি না করলে একটি কাজ ব্যবহারিকভাবে করার অভিজ্ঞতা থেকে তুমি বঞ্চিত হচ্ছো । যা থেকে পরবর্তী কাজটিতে আরো ভালো করতেও পারতে

...


সহপাঠী বন্ধুর এই পরামর্শে নতুন করে কাজে নেমে পড়লো গবেষক ।



*********

জানি না, এই লেখা পড়ে কে কি ভাবছেন ।



তবে, আপনি আগামীকালকে করার জন্যে আজ সকালে যা ভাবছেন , হয়তো সন্ধ্যার সময় ফেসবুকের হোমপেজে, বা ব্লগে কারো পোস্টে বা পরিচিত কোন বন্ধুর কাছ থেকে খবর পাবেন সেই কাজটি আর কেউ করে ফেলেছে ।



নিরাশ হওয়ার কিছু নেই । আপনি কাজটি করছিলেন প্রথমত আপনার নিজের সন্তুষ্টির জন্যে ।



নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন ।

আর ভেবে ফেলে রাখলে বেহাত হবেই.... !

সময় গেলে সাধন হবে না ।।

মন্তব্য ১২৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: bah ! sundor post

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১১

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ রইল ।

২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

খেয়া ঘাট বলেছেন: হুমম............চিন্তাও হাইজ্যাক হয়ে যেতে পারে।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২

আরজু পনি বলেছেন:

হাইজ্যাক বলবো কি না বুঝতে পাচ্ছি না । তবে আমার চিন্তা যে আরেকজন ভেবে তা কাজে পরিণত করে ফেলছে, সেটিই হচ্ছে ভাববার বিষয় ।।

ধন্যবাদ খেয়াঘাট ।।

৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন ।
আর ভেবে ফেলে রাখলে বেহাত হবেই.... !
সময় গেলে সাধন হবে না ।।

থাকতে সময় কর সাধন
সাধন বিফল হবে না।। :)

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

আরজু পনি বলেছেন:

সাধন বিফল হবে না ।
খুবই চমৎকার কথা বলেছেন ।

কৃতজ্ঞতা রইল ।।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ সত্যি কথা। সময় গেলে সাধন হবে না। ওর চেয়ে আর একটু সহজ হলো সময়ের একফুর অসময়ের দশ ফুর।......অনেক সময় দশফুরে ও কাজ হয়না।

মন কর সাধন
সঠিক সময় যখন
করলে প্রচেষ্টা হবে সফল
অলসতায় শুধু হবে বিফল।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

আরজু পনি বলেছেন:

দ্বিধা ঝেড়ে ব্লগে দিয়েই ফেললাম লেখাটি ।
বিশেষ ধন্যবাদ রইল আপনাকে ।।

৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৃজনশীল বা উদ্ভাবনী চিন্তাধারা অন্যের দ্বারা কপি হওয়ার সম্ভাবনা কম ।
এটাও ঠিক ,'' সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় ।''

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

আরজু পনি বলেছেন:

আমি যে বিষয়ে ভাবছি তা যে আরেকজন ভেবে আমার আগে করে ফেলছে তার কী হবে ?!

শুধু গল্প, কবিতায় মিল নাও থাকতে পারে...কিন্তু প্রয়োজনীয় আর বিষয়গুলিতে ........

যুগ বড্ড গতিময় !

পাঠে কৃতজ্ঞতা রইল গিয়াসলিটন ।।

৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
তা যা বলেছেন :-B ||

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

আরজু পনি বলেছেন:

বড় মনোঃকষ্টে বলছি ! :|

৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

আমিই রাকিব বলেছেন: সম্ভবত এই কথাগুলোই ভাবছিলাম... চমৎকার... সময় গেলে সাধন হবে না... তোমরে ধন্যবাদ দেয়ার জন্য অনেকদিন পর সামুতে লগইন করলাম...

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

আরজু পনি বলেছেন:

ভাবনাকে কাজে পরিণত করে ফেলুন জলদি.... সময় দৌড়াচ্ছে !

আশা করি এখন থেকে আপনাকে নিয়মিত ব্লগে পাব ।

অনেক ভালো থাকুন রাকিব ।
শুভকামনা রইল ।।

৮| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

ঢাকাবাসী বলেছেন: হোকনা বেহাত, জীবনে আরো অনেক কিছু করবার আছে! কাজ করার আত্মতৃপ্তিটা কম কিসে? ভাল লাগল।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

আরজু পনি বলেছেন:

বেহাত হওয়ার কারণে সাময়িক মন খারাপটা জীবনের রঙিন সময়গুলোকে এতোটুকুও ম্লান করুক তা চাই না ।

তাই যা বেহাত হয়েছে তা নিয়ে মন খারাপ করতে চাই না...বরং তা থেকে পরবর্তীতে কাজ করার দৃঢ় মানসিকতা চাই ।

পাঠে কৃতজ্ঞতা রইল ঢাকাবাসী ।।

৯| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন ।
আর ভেবে ফেলে রাখলে বেহাত হবেই.... !
সময় গেলে সাধন হবে না ।।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ অভি ।।

১০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

এম ই জাভেদ বলেছেন: আমি ব্যপারটি একটু অন্যভাবে দেখি। যে কোন বিষয় নিয়ে একেক জনের ভাবনা আর দৃষ্টিভঙ্গী একেক রকম হতে বাধ্য। তাই লেখায় নিজের স্বকীয়তা বজায় থাকলে সেটি আপনারই থাকবে। যদিও অনেকে এটাকে মেটা ব্লগিং বলে দোষ দিয়ে থাকেন....।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:

লেখায় নিজস্বতাতো থাকবেই । আর সেই নিজস্বতা থেকেই আমার লেখা কপি করে আমারই এক সহপাঠি আর কয়েকলাইন বাড়িয়ে আমার চেয়ে দুই নম্বর বেশি বাগিয়ে নিয়ে হায়েস্ট মার্কটা দখল করেছিল ! :|

আমি ভুলে যাই...কিন্তু বিভিন্ন প্রসংগে কেমন করে যেন মনে পড়ে যায় আর সেই দুই নম্বর কম পা্ওয়ার দুঃখটা বড্ড বেজে উঠে ।

মন্তব্যে ধন্যবাদ জাভেদ ।।

১১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

গোর্কি বলেছেন:
-জীবনের প্রতি মুহূর্ত্তে মনের গঠনকাজ চলছে। এই মহা শিল্পশালা এক নিমেষকালও বন্ধ থাকে না। এই কোলাহলময় পৃথিবীতে কোটি কোটি মানবের অদৃশ্য অভ্যন্তরে অনবরত কি নির্ম্মাণকাজই চলছে! অবিশ্রাম কত কি আসছে-যাচ্ছে, ভাঙ্গছে-গড়ছে, তার কোনো ইয়াত্তা নেই।
-তাই চিন্তা-ভাবনার সাদৃশ্য হওয়াটাই স্বাভাবিক। ঠিকই বলেছেন, এ নিয়ে মন খারাপ করলে চলবে না। বরং নব উদ্যোমে এগিয়ে যাওয়াই শ্রেয়।

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

আরজু পনি বলেছেন:

কতো সুন্দর মন্তব্য !
আমি মুগ্ধ রিতিমতো !

চিন্তা-ভাবনার সাদৃশ্য হওয়াটাই স্বাভাবিক। ঠিকই বলেছেন, এ নিয়ে মন খারাপ করলে চলবে না। বরং নব উদ্যোমে এগিয়ে যাওয়াই শ্রেয়।

এই কথাটাই আসল ।।

১২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো পয়েন্ট তো!!!


আমি গত ১০ মাস ধরে দুটো লেখা মনে মনে ড্রাফ্‌ট করছি :

১. একটি আত্মহত্যার তদন্ত কার্যক্রম

২. তারকাজরিপ

টাইটেল দুটোর স্বত্ব উন্মুক্ত করে দিলাম ;) যে, যা খুশি লিখুন। আমি শুধু এই মজাটুকু দেখতে আগ্রহী আমি যা ভাবছি তা কেউ লেখেন কিনা ;) একই বিষয়ে প্রচুর গবেষণা যেমন হতে পারে, অভিন্ন শিরোনামে অন্য যে কোনো মৌলিক লেখাও থাকতে পারে, কিন্তু শিরোনামের চেয়ে লেখ্য বিষয়বস্তুই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যা থেকে একেকজন লেখকের স্বকীয়তা, সৃজনিশক্তি, প্রতিভা ও শ্রমের পরিচয় পাওয়া যায়। আপনি যে কোনো একটা বিষয় স্রেফ এই ব্লগেই সার্চ দিয়ে দেখুন কত হাজার লাখ বিষয় উঠে আসে, তামাম ই-জগতের কথা বাদই দিলাম। এজন্য আমার মনে হয় যে, নিজের নির্বাচিত শিরোনাম বা বিষয়ে আর কেউ লিখে ফেললে যেমন নিরুৎসাহিত বোধ করা বোকামি, আর এমন বোকা মানবের সংখ্যা হয়তোবা খুব বেশি পাওয়াও যাবে না :)

শুভ কামনা আপু।

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

আরজু পনি বলেছেন:

আপনি স্বত্ত উন্মুক্ত করে দেওয়াতেই হয়তো কারো পরিকল্পনা থাকলেও আর লিখবে না :P

তবে একটা লেখায় নিজের আন্তরিকতা, পরিশ্রম, স্বকীয়তার জন্যেই তা অনেক কমন হওয়ার পরেও অনন্য হয়ে উঠতে পারে, লেখকের কারণেই ।
ঠিকই বলেছেন ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।।

১৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: পোস্টের আগামাথা কিছুই বুঝিনি B:-)

যদি পারেন আরেকটু সহজ করে কমেন্টের উত্তরে বলেন প্লিজ

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন:

আপনি একটা কমন কিন্তু খুব দরকারী বিষয়ে একটা ব্লগ পোস্ট রেডি করে যেদিন পাবলিশ করবেন তার আগেরদিন দেখলেন সেই বিষয়ের উপর আরেকজন পোস্ট করে ফেলেছে ।

এতে কেউ কেউ মন খারাপ করে সেই পোস্টটি পাবলিশ না করে নতুন পোস্ট পাবলিশ করতে প্রস্তুতি নিতে পারে.....

আমার কথা হচ্ছে যত কমন বিষয়ই হোক, নিজের সন্তুষ্টির জন্যে হলেও তা ব্লগে পাবলিশ করা উচিত, কারণ লেখকের স্বকীয়তাই আসল ।।

জানি না, ব্লগ দিয়ে ঠিকমতো ব্যাখ্যা করতে পারলাম কি না ।

শুভকামনা রইল মাসুম ।।

১৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভেবে দেখার মত পোস্ট

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ কান্ডারী ।।

১৫| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫২

প্রিন্স হেক্টর বলেছেন: হুম :|

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

:|| :||

১৬| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ...তুমি...।।

১৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

মামুন রশিদ বলেছেন: জ্বী, মনে থাকবে আফা ।


কাউন্সেলিং ফিস টা কী... ও আচ্ছা থ্যান্কু থ্যান্কু :P

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

কাউন্সেলিং ফিস .... /:)
ঠিকমতো লাইক দিয়েছেন তো :P

১৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫২

নাজিম-উদ-দৌলা বলেছেন:

পরামর্শটা ভাল পাইলাম আপু। মেনে চলার চেষ্টা করব :)

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ নাজিম ।।

:)

১৯| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

কাজী মামুনহোসেন বলেছেন: হুমম। :|

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন:

:(

২০| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:০২

ভিয়েনাস বলেছেন: নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন ।
আর ভেবে ফেলে রাখলে বেহাত হবেই.... !
সময় গেলে সাধন হবে না ।। .....

আর কোন কিছুই ফেলে রাখা যাবেনা ... যদি অন্য কেউ হাত করে ফেলে তাহলে নিজে কষ্ট পাব .... তাইতো ?
মনে থাকবে :)

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

আসলে অন্য কেউ হাত না করলেও অনেক সময় নিজেরই আগ্রহ কমে যায় । তাই আগ্রহ থাকতে থাকতেই কাজ শেষ করে ফেলা ভাল :)

শুভকামান রইল ।

:)

২১| ২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “নিরাশ হওয়ার কিছু নেই । আপনি কাজটি করছিলেন প্রথমত আপনার নিজের সন্তুষ্টির জন্যে। নি্জের সন্তুষ্টিকে গুরুত্ব দিন।”

-ছাত্রজীবনে রিসার্চ পড়তে হয়েছিলো। প্রথম খুব মজা পাই নি। কিন্তু পরে অনেক আনন্দ পেয়েছিলাম। আপনার ভূমিকা পড়ে এক নিমিষে চলে গেলাম স্নাতকোত্তর জীবনে!

“নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন।” কথাটি তো আমার স্লোগান....!
নিজেকে মহৎ মনে হচ্ছে কারণ: Great men think alike! :P

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

আমি গবেষণার কিচ্ছু বুঝি না :(

২২| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০৭

কয়েস সামী বলেছেন: নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন ।
এর চে বড় আর কিছু হতে পারে না।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

আরজু পনি বলেছেন:

সহমত ।।

২৩| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

জুন বলেছেন: দারুন পোষ্ট পনি । আমি এমনও শুনেছি নিজেদের মধ্যে সাধারণ আলাপ আলোচনাও নাকি হাইজ্যাক হয়ে যায় :P
তাই নিজেরই লিখে ফেলা উচিৎ কারো সাথে বাৎ চিৎ না করে ;)

সময় গেলে সাধন হবে নাআআআআ :||

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:০০

আরজু পনি বলেছেন:

লিখে ফেলাটাই আসল কথা...না লিখে ফেলে
রাখাটাই বরং বিপদের ;)

২৪| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ওমর রাঃ এর একটা বানী আছে “তুমি আজ যা পার তা আগামীকালকের জন্য ফেলে রেখোনা”।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সেলিম ।।

২৫| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬

অদৃশ্য বলেছেন:





প্রথম পার্ট পড়ে টাস্কিত হয়েছি...

আর ২য় পার্ট পড়ে শুধু একটাই কথা ভেতর ঠেকে বেরলো
____ঠিক কথা, একদম ঠিক কথা


শুভকামনা...

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন:

প্রথম পার্ট পড়ে টাস্কিত হয়েছি.......
কেন ?
ভুল হলে ঠিক করে দিন ....
গবেষণা মোটেও বুঝি না :(

২৬| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

সায়েম মুন বলেছেন: আমি একটা গল্পের প্লট নিয়ে ভাবতেছি। ভাবনাও প্রায় শেষ কিন্তু লেখা হয় না। কিছু কাজ পড়ে থাক না। বিভিন্ন ভাবনায় মাথা যেখানে কয়েক আলোক বর্ষ এগিয়ে বডি সেখানে কয়েক আলোক বর্ষ পিছনে। দুটোর সামঞ্জস্যতা রক্ষা করতে পারলে তো মহাবিজ্ঞানী/জ্ঞানী হওয়া যেত। :P

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহা

২৭| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

অপর্ণা মম্ময় বলেছেন: নিজের পছন্দকে গুরুত্ব দিতে হবে -- এটাই সারকথা তাহলে !!!

শুভকামনা পনি।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

সাধারণত তাই করা উচিত ।
তবে ভালো মন্দ দিকও ভেবে দেখতে হবে ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল অপর্ণা ।।

২৮| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৫

আমি ইহতিব বলেছেন: আমার নানুভাই খুব ছোটবেলায় একটা কথা আমাদেরকে কবিতার মত করে শিখিয়েছিলেন,

"আজ পারো যেই কাজ করিতে সাধন,
আগামি দিনের তরে রেখোনা কখন" ।

আপনার এই পোস্ট দেখে নানুভাইয়ের সেই কথা আবার মনে পড়ে গেলো।

নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন - এটা খুব ভালো বলেছেন, কিন্তু আমরা মেয়েরা অনেক সময় পরিস্থিতির চাপে পড়ে নিজেদের সন্তুষ্টির কথা ভুলেও যাই।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

আগে বুঝতাম না...তবে এখন বুঝি ...মুরুব্বীরা অনেক দরকারী কথাই বলতেন...ভালো হোক আর মন্দই হোক ।

আর হ্যাঁ , নিজেদের সন্তুষ্টিকে জলাঞ্জলী দিতে হচ্ছে প্রতিনিয়তই !

মতামতে অনেক ধন্যবাদ রইল ইহতিব ।।

২৯| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আঁই কী কইচ্চি ?!
অ্যাঁ ?!

আঁরে লগইন থাকতে দিতাছেন না কেইল্লাই ? X(

বারে বারে লগআউট অইলে সময় ধরি রাখতাম কেমনে ?! :( :(( :((

৩০| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

সায়েম মুন বলেছেন: আপনে না মডু। আপনে নিজে কাঁদলে আর্মা কি করবাম। আমারও একই দশা। বারবার লগআউট করে দিচ্ছে। ফলে এক পোস্টে তিন চার বারে কমেন্ট দিতে হচ্ছে। #:-S

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৬

আরজু পনি বলেছেন:

আমি মডু কেডা কইচ্ছে ? অ্যাঁ ! :(
হুদাই আমারে মডু কইয়া ব্লগারগো বকা খা্ওয়ানির ধান্ধা না ?!

:( :(( :((

৩১| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

মোঃ ইসহাক খান বলেছেন: ভাবনা সুন্দর। তবে এক পোস্টে আরও বেশী কিছু থাকবে এটা আশা করেছিলাম।

শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭

আরজু পনি বলেছেন:

কথাগুলো ফেসবুকে স্ট্যাটাস আকারে দিয়েছিলাম, হঠাৎ করেই মনে হলো ব্লগে শেয়ার করি, যদি কারো কোন কাজে লাগে... তাই একটু পরিমার্জন করে নিজেই একটা ছবি বানিয়ে দিয়ে দিয়েছি ব্লগে ।

প্রস্তুতির অভাব ছিল স্বীকার করে নিচ্ছি ।।

আপনাদের কয়েকজনের গঠনমুলক সমালোচনা পেলে সত্যিই খুব ভালো লাগে...
অনেক কৃতজ্ঞতা রইল প্রিয় গল্পকার ।।

৩২| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

অদৃশ্য বলেছেন:




বানান ভুল নিয়ে আমাকে বকাঝকা করলে আমি কিন্তু মন খারাপ করিনা...নিজের মতো করে ঠিক করে নিয়েন

শুভকামনা...

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:

আমার বানান গুলো কেউ দেখে দিচ্ছে না !

শুভাকাঙ্খী কৈ পাই বলুন তো ? !

৩৩| ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

হাসান মাহবুব বলেছেন: জ্বী আপা।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন:

আচ্ছা, ঠিক আছে ।।

৩৪| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)


প্রথমে বুঝি নাই......কমেন্ট পইড়া বুঝলাম সব।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:


সমস্যা নেই, কমেন্ট পড়ে বুঝলেও চলবে ।

শুভকামনা রইল বর্ষণ ।।

:)

৩৫| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪

শাওণ_পাগলা বলেছেন: সময় গেলে সাধন হবেনা! can't agree more!

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

আরজু পনি বলেছেন:

আপনার যা ইচ্ছে ! #:-S

৩৬| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সকাল রয় বলেছেন:
মনে হচ্ছে আমার সেই আখের দশা

গেল সময় চলে
কাউকে না বলে

২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আরজু পনি বলেছেন:

সময় আসলে বলে না...হঠাৎ করেই দেখি সে চলে গেছে ! :|

৩৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: সময় ও কাজ
আবিস্কার কর্তার জন্য অনেক বড় সাফল্য , যেমন বেতার আবিস্কারের
কাহিনী , বাঙ্গাল শরত চন্ত্র যখন প্রায় আবিস্কারের কেন্ত্র বিন্দুতে টিক
সেই সময়েই বেতার সংযোগ স্থাপন করে ফেলে তারি প্রিয় বন্ধু
মারকুনি , এমন অনেক ঘটনা ঘটে অনেকের জীবনে ।।
লেখায় ধন্যবাদ আপু ।।
ভাল থাকবেন সব সময় ।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু ।।

৩৮| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

যুবায়ের বলেছেন: একটি চরম সত্য কথা বলেছেন...
সময় গেলে সাধন হবেনা।
সহমত।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ জুবায়ের ।।

৩৯| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

আলাপচারী বলেছেন: আপনি যা লিখেছেন তা মৌলিক /অভিনব কিছু নয়। কিন্ত কমেন্ট পড়েছে ৫৫ টি (এ পর্যন্ত)। আরও পড়বে।
শাস্ত্রি ১০০ বছর আগে সংজ্ঞায়িত করেছিলেন একে - তৈল মর্দন।

যেহেতু আপনি মডু বা ঐ রকম কিছু।

এই হোল আমাদের বাঙ্গালী মানস।

৪০| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

স্কীপ করে মন্তব্য না করার জ্বালা মাঝে মাঝে অনুভব করি ।

@আলাপচারী, আমি যে পরিমাণ অন্যদের ব্লগে মন্তব্য করি, তারা সবাই যদি বিনিময়ে আমার পোস্টে এসে মন্তব্য করতো তবে কিন্তু আরো অনেক বেশিই মন্তব্য পেতাম ।

ব্লগীং ইন্টারেকশন বাড়ান আপনার পোস্টেও ব্লগাররা মন্তব্য করবে ।

আমি যে মডু তেমন কোন প্রমাণ আপনার কাছে না থাকলে অনুগ্রহ করে এমন অযথা কথা বলা থেকে বিরত থাকবেন।

ব্লগিং ইন্টারেকশনের উপর যে অনেকসময়ই পোস্টগুলোতে মন্তব্য নির্ভর করে সেটা বোধয় জানেন ।

আর আপনিতো দেখলাম প্রিয়তে নিয়েছেন :P

৪১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

রেজোওয়ানা বলেছেন: পোস্ট দারুন হয়েছে,

তবে সামু আমারে লাইক দিতে দেয় না বলে লাইকাইতে পারলাম না, দু:খিত :(

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

এইজন্যেইতো বলি লাইক কৈ গেল ! :(

মডুগোরই যদি লাইক দিতে সমস্যা হয় ...তবে আমিতো কোন ছাড় :(

৪২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৫

আলাপচারী বলেছেন: রাগ করুন আর যাই করুন সমালোচনা করবো্ই।
প্রিয়তে নিয়েছি আপনার পজিটিভ লেখার ভঙ্গির জন্য।

৪৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৮

আরজু পনি বলেছেন:

@আলাপচারী, আমার সব টপিকই খব কমন বিষয় নিয়ে । যদি কখনো আহামরি কিছু লিখতৈ পারি সেই আশায় এই চেষ্টা B-)

আমি কিন্তু রাগ করি নি ....মজা পেয়েছি । :D

৪৪| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:০১

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ :)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

আপনাকেও ধন্যবাদ লিঙ্কন ।।

:)

৪৫| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বুঝলাম কারো সাথে আলাপ করন যাবে না ।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

সিক্রেট ! সিক্রেট ! ;)

৪৬| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

পিনিকবাজ বলেছেন: ঠিকাস্ বিষয়ডা :)

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৩

আরজু পনি বলেছেন:

আচ্ছা :)

৪৭| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৪

মেহেদী হাসান মানিক বলেছেন: অতীব সইত্য কথা :#) :#) :#) :#) ++

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

আরজু পনি বলেছেন:

তা বটে :-B

৪৮| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪

টুম্পা মনি বলেছেন: মনে রেখো, আজকে হতাশ হয়ে কাজটি না করলে একটি কাজ ব্যবহারিকভাবে করার অভিজ্ঞতা থেকে তুমি বঞ্চিত হচ্ছো ।
:-B :-B তাই তো


অফটপিকঃ আমি কেন যেন কারো লেখায় প্লাস দিয়ে পারছি না। প্লাস বাটন কাজ করছে না। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। :( :(( খুব সম্ভবত ব্লগের টেকনিক্যাল সমস্যা। :|

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

আরজু পনি বলেছেন:

মনে রেখো, আজকে হতাশ হয়ে কাজটি না করলে একটি কাজ ব্যবহারিকভাবে করার অভিজ্ঞতা থেকে তুমি বঞ্চিত হচ্ছো । ...নিজেরে কেমন জানি জ্ঞানী জ্ঞানী মনে হইতেছে #:-S

:P =p~

৪৯| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

শায়মা বলেছেন: এতদিন পর বুঝলাম এই পোস্ট পড়ে আসল মর্মার্থটা।

বাউল লালন কেনো এই গান লিখেছিলো......:)



২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮

আরজু পনি বলেছেন:

লালন কি ভেবে বলেছিলো জানি না, তবে পোস্টের শিরোনামের জন্যে এই লাইনটাই প্রথমে মাথায় এসেছিল .......
শিরোনাম মাঝে মাঝেই বড্ড ভেজালে ফেলে দেয় আমায় :(

অনেক অনেক ধন্যবাদ শায়মা । :D

৫০| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তবে, আপনি আগামীকালকে করার জন্যে আজ সকালে যা ভাবছেন , হয়তো সন্ধ্যার সময় ফেসবুকের হোমপেজে, বা ব্লগে কারো পোস্টে বা পরিচিত কোন বন্ধুর কাছ থেকে খবর পাবেন সেই কাজটি আর কেউ করে ফেলেছে ।

নিরাশ হওয়ার কিছু নেই । আপনি কাজটি করছিলেন প্রথমত আপনার নিজের সন্তুষ্টির জন্যে ।

নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিন ।
আর ভেবে ফেলে রাখলে বেহাত হবেই.... !
সময় গেলে সাধন হবে না ।।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

সেলফ কাউন্সেলিং :D

৫১| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপু আমি কারো পোষ্টে লাইক দিতে পারতেসিনা :( কারো পোস্টের ১০০ এর আগের মন্তব্য গুলো পড়তে পারতেছিনা :( মনে করুন আপনার পোষ্টে ১৩০ মন্তব্য । আমি ১০০-১৩০ পর্যন্ত মন্তব্য গুলো পড়তে পারতেসি কিন্তু ১ থেকে ১০০ পর্যন্ত পারতেসিনা । এখন কি করব ? :((

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

আরজু পনি বলেছেন:

কি কারণে এমন সমস্যা হচ্ছে জানি না...তবে অনেকরই হচ্ছে ! :(



পড়ে আবার আইসেন লাইক দিতে আর ১০০ এর আগের মন্তব্য পড়তে :P =p~

৫২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

কালীদাস বলেছেন: ক্রিয়েটিভ আইডিয়া কখনও কারও সাথে শেয়ার করতে নাই, যতক্ষণ পর্যন্ত না নিজের নামে কপিরাইট ইস্যু হচ্ছে! মেলা ঠকে শিখা :)

আছেন কেমন?

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

একদম হক কথা বলছেন ।

আপনারে ব্লগেঅনেক মিস করি :|


শুভ সকাল B-)

৫৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সময় গেলে সাধন হবে না :)
অসময়েও কিন্তু ফল হয় :)

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

আরজু পনি বলেছেন:

অসময়ে দূর্বল ফল হয় 8-|

৫৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... যথার্থ বলেছেন...

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ জহির ।।

৫৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

সায়েম মুন বলেছেন: পরের কমেন্টটা বোধয় আপনার অন্য আর এক পোস্টে দেয়ার কথা। এখানে এসেছে সামুর লগআউট কারসাজির জন্য। #:-S

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

আরজু পনি বলেছেন:

এই পোস্টেই ;)

৫৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জ্ঞানের কথা ভাল্লাগে না! শুধু জ্ঞানের কথা লেখেন আপনি! আপনে ভালু না! :||

যদি এই কথাটা আগে বুঝতাম এখন কতো ভালো থাকতাম!

সময় যাওনের পর বুঝতে পারছি! সময় গেলে সাধন হয় না।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

আরজু পনি বলেছেন:

মোটেও সময় শেষ হয নি ! X(

তবে, শেষ বেলাতে যে শোনাতে পারলাম তাই বা কম কিসে ?! ;)

কার্য সিদ্ধিতে দাওয়াত চাই কিন্তু :-B

৫৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওরে বাপস! আমি মাত্র কয়দিন হলো ব্লগে নিয়মিত না! এর মধ্যে এতো পোষ্ট দিয়ে ফেলসেন! এক এক করে পড়ে ফেলবো।


ভালো থাইকেন।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১০

আরজু পনি বলেছেন:

হঠাৎ করেই নেশা চেপে বসেছিল...কয়দিন ছুটিও ছিল...

আবার নেশা ছুটে গেছে ! :(

৫৮| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেকে নাকি জোটবদ্ধ হয়ে একটা বিষয় ঠিক করে পোস্ট দিয়ে থাকেন।একজন আরেকজনের বিষয়বস্তু নিয়ে ঘাটান না। সঙ্গবদ্ধ হয়ে করা পোস্ট গুলো ব্যাপক কমেন্ট ও লাইকের বন্যা লেগে যায়।ওটাই ব্লগ হিট হওয়ার মূলমন্ত্র বাকী মন্ত্র ভূয়া! এ গ্রুপিং ঠেকাতে গিয়ে মডুরা দিশেহারা! নাকি মিথ্যে বললাম?

২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন:

:|| :||

৫৯| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রচণ্ড সত্য!

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পথিক ।।

৬০| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

অদৃশ্য বলেছেন:





অনেক চেষ্টার পরেও আপনার ১০০ এর আগের ( ১-১০০) কমেন্ট গুলো দেখতে দেখতে পারছিনা! আবার প্লাস বাটন কাজ করছে না!

নিশ্চয় কোন সমস্যা হয়েছে সিস্টেমে...


শুভকামনা...

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

আরজু পনি বলেছেন: অদৃশ্য বলেছেন:


প্রথম পার্ট পড়ে টাস্কিত হয়েছি...

আর ২য় পার্ট পড়ে শুধু একটাই কথা ভেতর ঠেকে বেরলো
____ঠিক কথা, একদম ঠিক কথা


শুভকামনা...



২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
লেখক বলেছেন:

প্রথম পার্ট পড়ে টাস্কিত হয়েছি.......
কেন ?
ভুল হলে ঠিক করে দিন ....
গবেষণা মোটেও বুঝি না :(
=====================



৩২. ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩
অদৃশ্য বলেছেন:


বানান ভুল নিয়ে আমাকে বকাঝকা করলে আমি কিন্তু মন খারাপ করিনা...নিজের মতো করে ঠিক করে নিয়েন

শুভকামনা...

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮
লেখক বলেছেন:

আমার বানান গুলো কেউ দেখে দিচ্ছে না !

শুভাকাঙ্খী কৈ পাই বলুন তো ? !

দিয়ে দিলাম... ঠিক আছেতো ?

৬১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

খাটাস বলেছেন: ব্লগ হউয়া উচিত রাজনিতি, দর্শন, সাহিত্য, ধর্ম সহ সকল বিষয়ে উন্নত, সুস্থ - সুন্দর মানসিকতা গঠনের মুক্ত মঞ্চ। খুব কম সংখ্যক ব্লগার আছেন, যারা এই ধারার চর্চা করেন। আপনি তাদের ই একজন। সুন্দর পোস্ট, নতুন ভাবে অনুপ্রানিত হলাম। ++
ভাল থাকবেন আপু।

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ রইল খাটাস ।।

৬২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

টুম্পা মনি বলেছেন: আমি ১-১০০ পর্যন্ত মন্তব্য দেখতে পারি না। তাই মন্তব্যের জবাবও দেখা হল না। :( :( :(( :((

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

আরজু পনি বলেছেন:



৪৮. ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪
টুম্পা মনি বলেছেন: মনে রেখো, আজকে হতাশ হয়ে কাজটি না করলে একটি কাজ ব্যবহারিকভাবে করার অভিজ্ঞতা থেকে তুমি বঞ্চিত হচ্ছো ।
:-B :-B তাই তো


অফটপিকঃ আমি কেন যেন কারো লেখায় প্লাস দিয়ে পারছি না। প্লাস বাটন কাজ করছে না। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। :( :(( খুব সম্ভবত ব্লগের টেকনিক্যাল সমস্যা। :|

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫
লেখক বলেছেন:

মনে রেখো, আজকে হতাশ হয়ে কাজটি না করলে একটি কাজ ব্যবহারিকভাবে করার অভিজ্ঞতা থেকে তুমি বঞ্চিত হচ্ছো । ...নিজেরে কেমন জানি জ্ঞানী জ্ঞানী মনে হইতেছে #:-S

:P =p~


;)

৬৩| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪

দি সুফি বলেছেন: ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল কম্পিউটার গ্রাফিক্সের প্রোযেক্ট টাইটেল সাবমিশনের সময়! তবে আমার সাথে না B-))
আমি শহীদ মিনার বানাবো বলে সাবমিট করেছিলাম শুরুর দিকেই, পরে অনেকে শহীদ মিনার চেয়েও আর পায়নি! B-)) B-))

নিরাশ হওয়ার কিছু নেই । আপনি কাজটি করছিলেন প্রথমত আপনার নিজের সন্তুষ্টির জন্যে ।

এইটঐ! হতাশ হওয়ার কিছু নেই। সবকিছুই ইউনিক হতে হবে এমন কোন কথা নেই!

অঃটঃ যারা ১০০ এর পূর্বের পোষ্ট দেখতে পারতেছেন না, বা প্লাস দিতে পারতেছেন না, তারা দয়া করে ফায়ারফক্স ব্রাউজার ব্যাবহার করেন। কাজ হবে!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

আপনার ঘটনাটি জেনে ভালো লাগলো ।

আর আমি নিজেও ফায়ারফক্স ব্রাউজারই ব্যবহার করছি ।

আমার পোস্টে আপনাকে পেয়ে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ দি সুফি ।

৬৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩২

ইখতামিন বলেছেন:
আজকে
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৩, ১২ ভাদ্র ১৪২০, ১৯ শাওয়াল ১৪৩৪
রাত ৮:৩৫ :)

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

আজকে
মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৩, ১৩ ভাদ্র ১৪২০, ২০ শাওয়াল ১৪৩৪
রাত ১:১৯
:D

৬৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি ....যারা হীনমন্য তাদেরকে উদ্দেশ্য করে লিখা .... যারা কয়েকজন সম্মানিত ব্লগারদের মিথ্যা অপবাদ দিয়ে অপদস্থ করার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্য করে লেখা..ভুল বোঝার কোন সুযোগ নে ই

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭

আরজু পনি বলেছেন:

ভালো থাকবেন সেলিম ।।

৬৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আরজু পনি বলেছেন:

একটি গবেষণার টাইটেল সঠিকভাবে উপস্থাপনও একজন গবেষকের সফলতার একটি ধাপ ।

সফলভাবে কাজ করে গবেষণা শেষ করার জন্যে যেমন ধৈর্য্যের প্রয়োজন পরে তেমনি নিয়মানুবর্তিতা, শৃঙখলা... তথ্য সংগ্রহে, উপস্থাপনে সততার প্রয়োজন রয়েছে ।

আশা করি গবেষণা নিয়ে ভবিষ্যতে কোন পোস্ট দিতে পারবো ।
সৃষ্টিকর্তা যেন আমাকে সেই তওফিক দান করেন ।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩, ৪ আশ্বিন ১৪২০, ১২ জিলকদ ১৪৩৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.