নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

♣বানান সতর্কতা : "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৪





সাম্প্রতিক সময়ে আবিষ্কার করলাম বানানে বড্ড ভুল করছি । এর কী কী কারণ থাকতে পারে তা নিয়ে ভাবতে গিয়ে প্রথমেই যে বিষয়গুলো মনে এলো



১. মাতৃভাষা হওয়াতে "পারিই তো " এই ধরনের মনোভাব,



২. তাড়াহুড়ো করে কি-বোর্ড চালানোঃ এতে অন্যের ব্লগে মন্তব্য প্রকাশ হয়ে যাওয়ার পর আর তা শুদ্ধ করার কোন ব্যবস্থা না থাকা,



৩. শুদ্ধভাষায় মন্তব্য করার চেয়ে কৌতুক করে মন্তব্য করার সংখ্যা বেশি পরিমাণে হলে তখন শুদ্ধভাষার চর্চা তুলনামুলকভাবে কমে যায়, ফলে বানান ভুলের পরিমাণ বাড়তে থাকে ।



৪. নিয়মিত শুদ্ধভাবে লিখতে চেষ্টা না করা ।

আরো কারণ থাকতে পারে ।



হ্রস্ব ইকার নিয়ে কিছু কথা ...



অভ্র কি-বোর্ড

একবার ফনেটিকে লেখার সময় বানান নিয়ে খুব বিপদে পড়েছিলাম । কিছুতেই সব বানান শুদ্ধভাবে লিখতে পারছিলাম না ! যদিও অনেকেই হয়তো পারেন । কিন্তু আমি পারছিলাম না । সে সময়টাতে নাফিস ইফতেখার-এর সহযোগিতা ভুলিনি । আমার মতো যারা ফনেটিকে লিখতে বানান নিয়ে সমস্যায় পড়েন , তারা অভ্র-এর পুরাতন ভার্সন ব্যবহার করে দেখতে পারেন ।

অভ্র ৪.৫.১ ভার্সন-

http://www.mediafire.com/?5v435wp0ccklijy





ইউনিকোড

আমি নিজে ইউনিকোড ব্যবহার করি না, কিন্তু বানান সার্চ দিতে যেয়ে যা পেলাম ভাবলাম সহব্লগারদের কাজে লাগতেও পারে ।

ইউনিকোডে হ্রস্ব ইকার র্বণের পরে দিতে হয়। যেমন : ইউনিকোড লিখতে ই+উ+ন+ি+ক+ে+া+ড।



'আমি' লিখতে হলে এভাবে লিখুন gfmd এখানে আ-কার, ই-কার, ঈ--কার, উ-কার, ঊ-কার, ঋ-কার, এ-কার, ঐ-কার, ও-কার এবং ঔ-কার সবই ব্যঞ্জন বর্ণের পরে হবে।





বিদেশী শব্দে সবসময় হ্রস্ব-ই হবে



দীর্ঘ ঈ উচ্চারণের দীর্ঘত্বের নির্দেশক নয়, বরঞ্চ শব্দটির উৎস ভাষা যে সংস্কৃত -তার নির্দেশক



কাজেই তৎসম না এমন সব শব্দে হ্রস্ব ইকার দিয়ে হবে ।

আর তাই বিদেশী কোন শব্দে দীর্ঘ-ইকার স্বাভাবিক নিয়মেই বসবে না ।

Bangla Academy নিয়ম করেছে যে, বিদেশী শব্দে ঈ-কার হবে না এবং a-এর বাঁকা উচ্চারণে 'অ্যা' হবে যেমন: অ্যাকাডেমি ।



বিদেশী যেসব শব্দের উচ্চারণে ই-টা দীর্ঘ ভাবে হয়, তাদের ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে, ই নাকি ঈ? যেমন নিউজীল্যান্ড, নাকি নিউজিল্যান্ড? অ্যাশলি নাকি অ্যাশলী?

এ ব্যাপারে বাংলা একাডেমির বর্তমান নিয়ম হল হ্রস্ব ই ।



অ্যাশলী/অ্যাশলি-র ক্ষেত্রে অ্যাশ্‌লি হতে এমনিতেও কোন বাধা নেই, কারণ লি-টা (ley) ইংরেজিতে দীর্ঘ করে উচ্চারিত হয় না। প্রসঙ্গত, এই -ley টা অন্য ভাবেও ঝামেলা বাধাতে পারে; অনেকে এটাকে "লে" আকারে লেখেন, যেমন - অ্যাশলে। সেটাও উচ্চারণ অনুযায়ী ভুল। Berkley, Ashley, Wembley - এগুলো সবসময় বার্ক্‌লি, অ্যাশ্‌লি, ওয়েম্ব্‌লি - এভাবে লেখা উচিত।

-ey তে (এবং কখনো কখনো -ay তে) শেষ হয় এরকম সব ইংরেজি নামের ক্ষেত্রেই হ্রস্ব-ইকার ব্যবহার করা উচিত। Surrey - সারি, Murray - মারি, ইত্যাদি।

আর শেষ কথা হচ্ছে বিদেশী ভাষার ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে ।

নিউ ইয়র্ক, নিউ ক্যাসেল, নিউ মার্কেট, নিউ দিল্লি, নিউজিল্যান্ড,

ইস্টার্ন, স্ট্রিট, স্টিল, গ্রিল, স্টিমার





একই/কাছাকাছি উচ্চারণে ভিন্ন অর্থ



১.

কি:

যেসব প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায়, সেসব প্রশ্নে 'কি' ব্যবহৃত হবে। যেমন :

তোমার নাম কি জামান?

তুমি কি আজ যাবে?

তুমি কি কেবলই ছবি?

আমি কি আর কারেও ডরাই?

কে জানে, আমি বাঁচব কি না।

কিছু ফেলে গেলেন কি?

একটা ফোন করা যাবে কি?

আমার ছোট তরি, বলো যাবে কি?



কী:

যেসব প্রশ্নের উত্তর 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায় না, সেসব প্রশ্নে এবং বিশেষণ ও ক্রিয়াবিশেষণ হিশেবে বিস্ময়সূচক বাক্যে 'কী' ব্যবহৃত হবে। যেমন :

তোমার নাম কী?

কী খেতে চাও?

কী দিয়ে খেতে চাও?

কীভাবে বুঝলে?

তুমি কীজন্যে যাবে?

পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!

এ কী!

সে কী!

কী রে? কী খবর?

কী যে ভালো লাগল!

কী নিষ্ঠুর লোকটা!

কী করি আজ ভেবে না পাই!

সে কী না কী মনে করেছে, কে জানে।

গাড়িটা কী দ্রুত চলে গেল!



২.

স্বীকার-মেনে নেয়া, প্রকাশ (কৃতজ্ঞতা স্বীকার), গ্রহণ (নিমন্ত্রণ স্বীকার), সম্মতিদান, অঙ্গিকার (দিতে স্বীকার বা পাওয়া), বরণ, সহ্য করা (দুঃখ স্বীকার)



শিকার-হত্যা, লুন্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য



৩.

বেশী/বেশিনী = বেশধারণকারী (ছদ্মবেশী, ভদ্রবেশী)

বেশি = আধিক্য



৪.

কালি = লেখার বা ছাপার রঞ্জিত তরল বিশেষ, অন্ধকার, কলঙ্ক

কালী = কালিকা দেবী, চন্ডিকার রূপ বিশেষ







কিছু শব্দের শুদ্ধ বানান :

পড়ার সুবিধার্থে রঙ বদলে দেয়া হলো ।









আশীষ (আশিস এর রূপভেদ),

ভুল : স্নেহাশীষ ।

শুদ্ধ : স্নেহাশিস ।



ছবি: mmmainul.wordpress.com



উভয় বানানই হতে পারে

কুমির/কুমীর, বাড়ি/বাড়ী, গাড়ি/গাড়ী, পাখি/পাখী-শুদ্ধ বানান





দীর্ঘ-ঈ কার হবে

সমীচীন, পরীক্ষিত, অণুবীক্ষণ, দূরবীক্ষণ, নীরব





আপডেট (২৯ আগস্ট ২০১৩)

কিছু সন্দেহ থেকে সমাধান :



‘বিদেশী’ না ‘বিদেশি = বিদেশি, বিদেশী

(বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃষ্ঠা-৮৭৩)

(সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা-৬১৫)





‘দেশী’ না ‘দেশি’ = দেশি, দেশী । তবে অভিধানে 'দেশি' বেশি ব্যবহৃত হতে দেখলাম

(বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃষ্ঠা-৬২৪)

(সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা-৪২২)



শ্রীলংকা’= শ্রীলঙ্কা (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান পৃ.-১০৪৬)



‘মালদ্বীপ’ = দ্বীপ এর বানান দীর্ঘ ঈকার দিয়ে (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-৬৩২)





‘কালী’ দেবীর পদ অর্থে লেখা হলেও বানানটা ‘কালিপদ’ লেখা হয় কেন-

কালিপদ শব্দটাও দেখলাম না ।

তবে 'কালিদাস' শব্দে সংস্কৃত ব্যাকরণ অনুসারে কালী শব্দটি কালি রূপ ধারণ করে ।



প্রাণী এর সঙ্গে কোন শব্দ যুক্ত হলে তখন প্রাণি হবে (বা.এ.ব্য.বা.অ.পৃষ্ঠা-৭৯৪)



সূচিপত্র’ শব্দটিতে ‘পত্র’ বাদে শব্দটি ‘সূচি’ না ‘সূচী’ উভয়ই হতে পারে ।

(বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-১১৬৮)



'তৈরি' বানানের অন্য কোন বানান তো দেখলাম না । (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-৫৬৯)



'শহিদ' বা 'শহীদ (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-১০৭২)

'শহীদ্'= আরবি ( সংসদ বাংলা অভিধান, পৃ-৭৭৩)



‘সবজি’, বানানটা ঠিক আছে



বেঈমান’ = সঠিক রূপ বেইমান ( সংসদ বাংলা অভিধান, পৃ-৬৩৭)



‘গীতাঞ্জলী’, = অভিধানে বানানটা নেই । ইন্টারনেটে দেখলাম ভুল বানানটাই চলছে । তবে মূলটা পেলাম গীতাঞ্জলি এবং গীতাঞ্জলি-ই সঠিক ।



‘পুস্পাঞ্জলী =পুষ্পাঞ্জলি (বা.এ.বা.বা.অ. পৃ-৭৬৩)







১. বাংলা একাডেমি (অভিধানে একাডেমী লেখা !)

ব্যবহারিক বাংলা অভিধান

পঞ্চদশ পুনর্মুদ্রণ : জানুয়ারি ২০১২

মূল্য :৪০০ টাকা




২. "বাংলা একাডেমী

বাঙলা উচ্চারণ অভিধান"

দ্বিতীয় সংস্করণের ষষ্ঠ পুনর্মুদ্রণ : নভেম্বর ২০১১

মূল্য : ৩০০ টাকা


বাংলা একাডেমি থেকে কিনলে ৩০% কমিশনে কিনতে পারবেন ।

এছাড়া আজিজ সুপার মার্কেট বা কনকর্ড এম্পারিয়াম শপিং কমপ্লেক্স থেকে ১০ থেকে ১৫% কমিশনে কিনতে পারবেন ।



৩. বানান অভিধানটি বাজারে সহজলভ্য নয় ...তবে আগ্রহীরা বাংলা একাডেমিতে মাঝে মাঝে খোঁজ নিয়ে দেখতে পারেন ।





যেহেতু বানানের ব্যাপারে আমি অভিজ্ঞ নই তাই লেখাটিতে যে কোন ধরণের ভুল ধরিয়ে দেবার জন্যে অনুরোধ করা যাচ্ছে এবং আরো তথ্যসমৃদ্ধ করতে পাঠকের মতামত আশা করছি ।



ওয়াচে থাকা ব্লগাররা এই লিঙ্কে মতামত জানাতে পারেন ।

Click This Link





►এক সহব্লগারের একটা পোস্ট পড়ার অনুরোধ জানাই সবাইকে ।

অযত্নে ভাষার কী দূরাবস্থা হতে পারে ....

ব্লগার উদীয়মান লেখক-এর

"ভাষা নিয়ে বিজ্ঞান কল্প কাহিনী" ।।

Click This Link







কৃতজ্ঞতা :

১. নাফিস ইফতখার

২. খলিল মাহমুদ

৩. রাগিব (উইকিপিডিয়া)

৪. জুলিয়ান সিদ্দিকী

৫. অল্ওয়েজ ড্রিম

৬. অচিন্ত্য



তথ্যপঞ্জি:

৫. আখতারুজ্জামান আজাদ-এর পেজ-

Click This Link



৬.বাংলা বানান-

Click This Link



৭.মাসুম2025-

Click This Link



৮. সরব

৯. উইকিপিডিয়া

১০. সংসদ বাংলা অভিধান, আগস্ট ২০১১

১১. বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান

মন্তব্য ২০১ টি রেটিং +১৮/-০

মন্তব্য (২০১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট। বিশেষ করে বিশুদ্ধ বানানের ক্ষেত্রে এই ব্যাপার গুলো মনে রাখা খুবই দরকার। আশা করি, আমরা সবাই উপকৃত হব।

গুড পোষ্ট। :)

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

নিজের বানান শুদ্ধ করতেই মূলত এই কাজ শুরু করেছি...এতো ভুল করি যে নিজেই জানি না ! :(

২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
এই পোস্ট স্টিকি হবে ||

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

স্টিকি হওয়ার যন্ত্রণা আছে ।

আপাতত সেই যন্ত্রণা পেতে চাই না ।।

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ঠিক নিশ্চিত না, তারাহুরো ??

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

হে হে মন্তব্য দেখার আগেই অভিধান দেখে ঠিক করে নিয়েছি....
তারপরও চোখে পড়ার জন্যে কৃতজ্ঞতা ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কুঠরি বানান কি এটাই সঠিক নাকি, কুঠরী হবে?
অভ্রর বানান ঠিক করার সুবিধাটা খুবই চমৎকার। তবে অনেক সময় সঠিক বানান এর ব্যাপারে তেমন সাজেশন দিতে পারে না। :(

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

আপনার "কুঠরি" ঠিক আছে....

আর "কুঠারী" টাতে দীর্ঘঈকার হবে ।

আমি মূল পোস্টে একটু দেখি কোথায় শব্দটি রেখেছি ।
কৃতজ্ঞতা ।।

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: চমৎকার পোস্ট , প্রিয়তে রেখে দিলাম । দরকার পড়বে

ধন্যবাদ আপনাকে

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সিফাত...নিজের বানান ঠিক করতেই মূলত এই কাজ শুরু করেছি ।

ভুল কিছু চোখে পড়লে ধরিয়ে দিবেন আশা করি ।।

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

নিকষ বলেছেন: তারাহুরো না হবে তাড়াহুড়ো। বানান শুদ্ধকরণ পোস্টে বানান ভুল!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

মাফ করবেন...নিজের সীমাবদ্ধতার কথা পোস্টে বলে দিয়েছি ।
এই পোস্ট নিজের শেখার জন্যেই মুলত ...

আর একটা ট্যাবে যখন যে বানান ভুল মনে হচ্ছে তা ঠিক করে নিচ্ছি ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার পোষ্ট আপু ! ভীষণ গুরুত্বপূর্ন ও বটে ! কিন্তু আফসুস লাইক বা প্রিয়তে নিতে পারছিনা !
অফটপিকঃ আপনার যদি কোন মডুর সাথে পরিচয় থাকে বলবেন নোটিফিকেশনের জন্য আরো অনেক দরকারী সিস্টেমে গন্ডগোল লেগে আছে !
ফলোয়ার ট্যাব খুলছেনা , লাইক দেয়া যাচ্ছেনা , ১০০'র আগের মন্তব্য দেখা যাচ্ছেনা !

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

আমার অনুসারিত ব্লগও দেখতে পাচ্ছি না ।

তবে ফায়ারফক্স ব্রাউজার যখন ব্যবহার করছি তখন অন্য সমস্যাগুলির মুখোমুখি হতে হচ্ছে না ।

অনেক ধন্যবাদ অভি ।।

৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

টুম্পা মনি বলেছেন: অনেক চমৎকার পোষ্ট।

আসলে কথা হল গিয়ে আংরেজি কারিকুলাম হওয়াতে বাংলার বেহাল দশা হয়েছে! :!> :!> :#>

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

আমি তো "আউল্লাও হইলাম না, জাউল্লাও হইলাম না ।" :|

৯| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩

মাক্স বলেছেন: প্লাস বাটন কাজ করে না, হলুদ তারাও কাজ করে না। ঘটনা কী?

চমৎকার পোস্ট!

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
জানি না....তবে ফায়ারফক্স ব্রাউজারে যখন লগইন হচ্ছি তখন এই সমস্যা হচ্ছে না ।

ধন্যবাদ মাক্স ।।

১০| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আগামী পরশুদিন পরীক্ষা শুরু ...প্রথমদিন বাংলা। সিলেবাসে শুদ্ধীকরণও আছে....

বই না পইড়া ব্লগে বইসা থাকলে লাভ আছে এখন দেখতেছি.....

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

লিংকগুলি দেখলেও অনেক কাজে লাগবে আশা করি ।

শুভকামনা রইল বর্ষণ ।।

১১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কলেজের এক ক্লাসমেটের নামের বানান দেখি স্নেহাশীষ, বেচারা ভুল নাম নিয়ে জীবন অতিক্রম করে যাবে।ব্যাটাকে লিস্ট থেকে ডিলিট করে দিসি নয়তো এটা নিয়ে একটা গুতা দিতে পারতাম।

গুগল প্লাসকে এত্তগুলা মাইনাস :( ||

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

উপস !
বোল্ড করা দেখে আবার অভিধান আগে দেখে নিলাম :P

তারপর পোস্টে দেখি ঠিক আছে 8-|

এই পোস্ট তৈরির (তৈরি লিখতে যেয়ে ভুল করে তৈরী লিখে ফেলছিলাম !) আগে আমি নিজেও ঠিক জানতাম কি না সন্দেহ আছে ;)

১২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪২

বিডি আমিনুর বলেছেন: অনেক কিছু জানলাম। ++++++++++++++++++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

আমি নিজেও শিখছি :-B

১৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

মশিকুর বলেছেন:
গুরুত্বপূর্ন এবং চমৎকার পোস্ট, আমার যে কী হবে? আমার তো অভ্রই ভরসা।

এই পোস্ট নিয়মিত আপডেট চাই।

+++++

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

আমিতো পোস্ট তো বটেই মন্তব্য করতে গেলেও বানানে ভুল করি !

অভ্রতে তো সমস্যা নেই বলেই জানি ।

তবে নিয়ন্ত্রণ কেমন সেটা গুরুত্বপূর্ণ বিষয় ।।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

ওহ্ দুঃখিত, বলা হয় নি যা...চেষ্টা থাকবে সিরিজ হিসেবে এই পোস্ট দেবার ।।

ভালো থাকুন মশিকুর ।।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ পোষ্ট!!
সামু ঠিক হলে পোষ্ট প্রিয়তে নিবো :( সামুর যা অবস্থা এখন।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

মনে হয় সাইট উন্নয়নের কাজ চলছে ।।

:)

১৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: খুব গুরুত্বপূর্ণ পোস্ট । শুদ্ধ বাংলা শেখা ও জানার বিকল্প নাই।আপু আপনার ফেসবুকআইডি ডেড নাকি?একটা কবিতা লিখেছিলাম কতিপয় অসভ্য লোকদের নিয়ে । সেটি কি পড়েছেন। ভাল থাকবেন। পোস্টে ২য় + :)

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

নাহ পড়িনি ।
আগ্রহও নেই ওসবে সময় নষ্ট করার । তারচেয়ে বাংলা বানান নিয়ে সময় কাটালেও অনেক কাজে দিবে ।

আপনার পোস্টে যাব ইনশাহআল্লাহ ।।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

ইমরাজ কবির বলেছেন:
ম্যাক্সথন থেকে ভাল লাগা দিতে পারসি, প্রিয়তেও গেসে।
ক্রোমে সমস্যা।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

একবার ম্যাক্সথন ব্যবহার করে বেশ আরামে ছিলাম...পিসিটা কিছুটা বিগড়ে আছে...ডাক্তারের কাছে নিতে হবে । :(

অনেক ধন্যবাদ ইমরাজ ।।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

এম মশিউর বলেছেন: বানান শেখাটা খুবই জরুরী! কি এবং কী এর পার্থক্য শিখে নিলাম। এই দুইটা নিয়ে আমি খুব কনফিউজড ছিলাম!

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:০১

আরজু পনি বলেছেন:

আমি নিজেও কনফিউজড !

প্রায়ই দেখতে হচ্ছে ।
শিখছি নিয়মিত ...

ধন্যবাদ মশিউর ।।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

মেংগো পিপোল বলেছেন: দারুন এবং কাজের পোষ্ট। এরকম পোষ্ট আরো চাই আপু। +++++++++++++++ ভালো থাকবেন।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:

চেষ্টা করবো সিরিজ করতে ।
পারবো কি না জানি না ।

আপনিও ভালো থাকুন মেংগো পিপোল ।।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

আমার ফেসবুক আইডি (ব্লগারদের সাথে যোগাযোগের জন্যে) ডিএ্যাকটিভেট করা ।
কাউকে আনফ্রেন্ড করিনি । প্লিজ ভুল বুঝবেন না ।

জরুরী কোন কাজে
পেজ-এ https://www.facebook.com/ArjuNasrinPony

অথবা

"উন্মুক্ত আলোচনা" নামের
এই পোস্টে-
Click This Link যোগাযোগ করা যেতে পারে । :|

২০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

শাওণ_পাগলা বলেছেন: খুবই দরকারী পোস্ট। বাংলা বানান রীতি নিয়ে আমার বিশাল সমস্যা! প্রিয়তে বা প্লাস কিছুই দেয়া যাচ্ছেনা। বুকমার্ক করে রাখলাম।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৬

আরজু পনি বলেছেন:

আমি নিজের সমস্যা থেকেই এই পোস্টের অবতারণা করেছি যেনো আমার যে কোন ভুল সহব্লগাররা সুন্দরভাবে ধরিয়ে দেন ।

কাজে লাগলে ভালো লাগবে ।।

২১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২২

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক খেটেছেন দেখছি। আপনার পরিশ্রম সফল হোক।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১০

আরজু পনি বলেছেন:

এর জন্যে আপনার অবদানও অস্বীকার করার উপায় নেই ।

আপনার গল্প পড়ে পড়েই তো কাহিনীর শুরু ।।

২২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৫

একজন আরমান বলেছেন:
খুব দারুন একটি পোস্ট আপু।

প্রিয়তে নিতে পারছি না কেন? :(

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩

আরজু পনি বলেছেন:

ম্যাক্সথন বা ফায়ারফক্স ব্রাউজারে কোন সমস্যা হচ্ছে না বলেই জানি ।

ধন্যবাদ আরমান , ভালো থাকুন ।।

২৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৮

রোমেন রুমি বলেছেন:
গুরুত্বপূর্ণ পোস্ট ।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৬

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ রুমি ।
ভালো থাকুন ।।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ফায়ারফক্সেও ঝামেলা :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
তাহলে কি জানা আপু আমার লাইক ব্যান করে রেখেছে নাকি ? ক্যাচাল তো করি নাই মনে হয় !

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০

আরজু পনি বলেছেন:

:( :(

২৫| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পোস্টের জন্যে অনেক ধন্যবাদ আর নিজের ত্রুটি দূরীকরণের প্রচেষ্টায় লিপ্ত হওয়ার জন্যে অভিনন্দন আর শুভকামনা।

সূত্র মতে অ-তৎসম (যার মূল সংস্কৃত ভাষা নয়) শব্দে হ্রস্ব-ইকার হলে বিদেশী শব্দটাও ভুল। সঠিক বানান বিদেশি হবে।

রঙিন শব্দে লেখা আছে রুপালি। কিন্তু রূপ, রূপা লিখতে সব সময় দীর্ঘ-উকার ব্যবহার হয়। রুপালি বা রূপালী লিখলে তা ভুল হবে।

বিদেশি শব্দের ইংরেজি s, আরবি সোয়াদ/ সিন অক্ষর-এর ক্ষেত্রে দন্ত-স ব্যবহার করতে হবে এবং ইংরেজিsh, আরবি শিন অক্ষর-এর তালব্য-শ ব্যবহার করতে হবে।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৪

আরজু পনি বলেছেন:

বিদেশী=বিদেশি, বিদেশী (সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা:৬১৫)

রুপা, (কথ্য)) রুপো=রৌপ্য, শুভ্রবর্ণ ধাতুবিশেষ, চাঁদি ।[সংস্কৃত=রূপ্য]

যেমন-রুপোর পাতে মোড়া, রৌপ্য মন্ডিত, রপোর মতো সাদা , রুপালি পর্দা

জীবনানন্দ দাশ লিখেছিলেন 'বৃষ্টির রুপালি জল'


রূপ লিখতে দীর্ঘ ঊকার আপনার কথাটা ঠিকাছে যার অর্থ মূর্তি , শরীর, সৌন্দর্য, শ্রী, শোভা ।

বর্ণ, রং কিন্তু আবার রূপ অর্থাৎ দীর্ঘ ঊকার সহযোগে । (সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা:৭৪৭)


তবে রুপালি শব্দটি পেলেও রূপালী শব্দ খুঁজে পেলাম না, পেলে জানাবো ।


আর পরবর্তীতে শ, স নিয়ে লেখার সময় আপনার ইংরেজি s এই উদাহরণ আমার অনেক কাজে লাগবে ।

কৃতজ্ঞতা জানাই আমাকে বানানগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সহায়তা করায় ।।


২৬| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৫

বৃতি বলেছেন: বাহ আপু, বেশ জরুরী পোস্ট । বানান নিয়ে আমার বেশ সমস্যা হয় । প্রিয় বাটন কাজ করছে না বলে শোকেসে নিতে পারছি না । অনেকে উপকৃত হবে আশা করি । ++++

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

আরজু পনি বলেছেন:

আমার তো অনেক সমস্যা হয় !
...সমস্যার সমাধানে তাই নিজেই নিয়োজিত হলাম ।

কারো এতেটুকু কাজে লাগলেও ভালো লাগবে অনেক ।।

২৭| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: একবার মন্তব্যও করলাম কিন্তু বলে আমি নাকি লগিন না ! এই সমস্যা কবে শেষ হবে কে জানে।

উপকারী পোস্ট , ভালো লাগলো। সময়মত এসব কাজে লাগাতে পারলেই হয়। আমি সময়মত কিছুই হাতের কাছে পাই না আর মনেও থাকে না।

সুপ্রভাত পনি

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, এই সমস্যাটা আমারও বেশ হচ্ছে !

আমারতো অনেক বানান ভুল হয় !
তাই চেষ্টা করছি নিজেকে শোধরাতে ।

অনেক অনেক ধন্যবাদ রইল অপর্ণা ।।

২৮| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট । বানানে আমরা এই ভুলগুলো প্রায়শই করি ।


কাজের পোস্ট :)

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

আরজু পনি বলেছেন:

আমারতো খুব বেশি হয় ! :(

কাজে লাগলেই ভালো ।

ধন্যবাদ মামুন ।।

২৯| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬

রামন বলেছেন:
এখন থেকে শুদ্ধ করে বানান লেখার দায়িত্বটা বেড়ে গেল। ধন্যবাদ সতর্কমূলক পোস্টের জন্য।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

আপনাকেও ধন্যবাদ রামন ।।

৩০| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । আমি মনে হয় সব চাইতে বেশি বানানে ভুল করি , পোষ্টে ভুল করলে এডিট করা যায় কিন্তু কমেন্টে যখন বানান ভুল করি তখন খালি আফসোস হয় কেন একবার পড়ে দেখলাম না ।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন ।

আরেকবার ভালোভাবে চোখ বুলিয়ে নিলেও কিছুটা শোধরানো যায় ।

কিন্তু আমাদের বড্ড তাড়া !

৩১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭

গোর্কি বলেছেন:
-কোনো অভ্যাসকে একবার পুরানো হতে দিলেই তা স্বভাবের চেয়েও প্রবল হয়ে ওঠে।
-ভাষার যেমন ক্রমশ পরিবর্তন হয়েছে, তেমনি মাঝে মাঝে তার বানান সংস্কার ঘটেছে।
-বানানটা ব্যবহারের জিনিস, শব্দতত্ত্বের নয়।

-বানান সম্পর্কিত আরও কয়েকটি পোস্ট অন্য কয়েকটি ব্লগে পড়েছিলাম।

-আপনারটা পড়ে আবারও উপকৃত হলাম।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

সহমত - অভ্যাস মানুষকে দাস করে ফেলে বলে যে কথাটা আছে, তাই তো দেখা যায় ।


আর হ্যাঁ , বানান শব্দতত্ত্ব নয় বরং ব্যবহারের জিনিস ।

পোস্ট তৈরি করতে যেয়ে আমিও বেশ কিছু পেয়েছি ।

অনেক ধন্যবাদ গোর্কি ।।

৩২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন:
কষ্ট করে একটা পোস্ট তৈরী করার পরস্বাভাবিকভাবেই কিন্তু চাই যে, তা অনেকেই পড়ুক । আর অন্যদেরও কাজে লাগতে পারে এমন পোস্টতো আরো চাই ।

কিন্তু রাত ১১:০৪ মিনিটে পাবলিশ করা (অথচ ১১:০২ মিনিটে করা পোস্ট ঠিকই নির্বাচিত পাতায় রাতেই চলে যায় !) পোস্ট নির্বাচিত পাতায় রাতে না যেয়ে তা যায় প্রায় ৮ ঘন্টা পর এবং তা্ও আবার কিছুক্ষণ পরই নির্বাচিত পাতা থেকে হারিয়ে যায় ...


আমি বুঝতে পাচ্ছি এসব হয়তো টেকনিক্যাল সমস্যা, কোন বাগের কারণে হতে পারে...কিন্তু শুধু যেন আমার সাথের সবকিছুর সমস্যা ।।

লিখতে লিখতে ভাবছি...তবু্ও তো আমার সাথে... অন্য কারো সাথে হলে হয়তো তার প্রতিক্রিয়া আমার চেয়ে বেশিই হতো !

যাদের এমন সমস্যা হচ্ছে, দেরী করে পোস্ট নির্বাচিত হয় বা নির্বাচিত পাতা থেকে হারিয়ে যায়...তারা অনুগ্রহ করে ভেবে নিবেন যে আপনি একাই না...আমার মতো দূর্ভাগা্ও আছে যার পোস্ট প্রায়ই নির্বাচিত পাতা থেকে হারিয়ে যায়..

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

জুন বলেছেন: চেষ্টা থাকে শুদ্ধ বানানের তারপরও ভুল হয়ে যায় :(
পোষ্ট দেখে বুঝলাম আরো সাবধান হতে হবে আরজুপনি /:)

+

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৯

আরজু পনি বলেছেন:

আমারতো ধারণা ছিল, আমার বানান ভুল কম হয় । যদিও কিছু বিশেষ শব্দের প্রতি দূর্বলতা আছে । ওগুলো ব্যবহার করতেই ভালো লাগে ।
কিন্তু ব্লগ টিউটোরিয়াল-এর পোস্টগুলো তৈরি করার সময়ই অনুধাবণ করলাম যে আমার অনেক বানান ভুল হয় !

আর তখনই পরিকল্পনা করেছিলাম ব্লগ টিউটোরিয়াল শেষ হলে বানান সিরিজ ধরবো ।

এতো ভুলে ভরা জীবনে যাপন করতে চাই না । শুধরেই শুদ্ধ জীবনে সুখি মানুষ হিসেবে তৃ্প্তির ঢেকুর তুলতে চাই :|

৩৪| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

এম ই জাভেদ বলেছেন: ডাইরেক্টলি ডিপোজিটেড টু দ্য ফেভারিট লিস্ট ।

অনেক কাজে লাগবে। অসচেতনতায় অনেক ভুল বানানা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। এ ক্ষেত্রে যারা অভ্র দিয়ে লিখেন তাদের ভুল হওয়ার চান্স কম। অপশন দেখে বেছে নেওয়া যায় ।

আপনাকে অনেক ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, অসতর্কতায় অনেক বানান ভুল হয়, এটা খুব সত্যি কথা ।

কাজে লাগলে ভালো লাগবে ।

মাতৃভাষাটাকে সঠিকভাবে রপ্ত করতে চাই ।

অনেক ধন্যবাদ রইল জাভেদ ।।

৩৫| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
ব্যাকরণ এর মত বাজে বিষয় আমি আমার স্টুডেন্ট লাইফে কোনদিন পড়ি নাহ ! এখন ব্লগেও /:) :#>

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩

আরজু পনি বলেছেন:

আমি কিন্তু ব্যাকরণের কঠিন দিকগুলি এখানে আনি নি B-)

কারণ আমি নিজেও ব্যাকরণের কাঠিন্য হজম করতে পারবো না বলেই মনে হয় :P

এসব হচ্ছে আশা জাগানিয়া সহজ বাংলা বানান চর্চা :D

শুভকামনা রইল লিনকিন পার্ক ।।

৩৬| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

অচিন্ত্য বলেছেন: চমৎকার একটি পোস্ট ! খুবই কাজের এবং পরিশ্রম করে লেখা । আমার কিছু কনফিউশন- বানানটা ‘বিদেশী’ না ‘বিদেশি’; ‘দেশী’ না ‘দেশি’ এটা নিয়ে আমি খুবই দ্বিধান্বিত । জানলে জানাবেন প্লিজ । আর ‘শ্রীলংকা’ বা ‘মালদ্বীপ’ এর ক্ষেত্রে বানান কি ই-কার না ঈ-কার হবে ? ‘কালী’ দেবীর পদ অর্থে লেখা হলেও বানানটা ‘কালিপদ’ লেখা হয় কেন জানতে চাই । ‘প্রাণী’র সঙ্গে ‘দেহ’ যুক্ত হলেও কি ঈ-কার ই-কারে পরিণত হবে ? আপনি ‘সূচিপত্র’ শব্দটি উল্লেখ করেছেন । ‘পত্র’ বাদে শব্দটি ‘সূচি’ না ‘সূচী’ ? ‘তৈরি’ বানান কি সর্বদাই ই-কার বজায় রাখে ? [আমাকে কে যেন একবার বলেছিল ক্রিয়াপদ হলে হবে ‘তৈরি’, আর বিশেষণ হলে হবে ‘তৈরী’] হায় হায়, সারা জীবন তো ‘শহীদ’, ‘সবজি’, ‘বেঈমান’ লিখে এলাম । ভুল ? ‘দীর্ঘ-ঈ কার হবে’ শিরোনামে ‘গীতাঞ্জলী’, ‘পুস্পাঞ্জলী’ শব্দ দু’টির বানান আবার দেখতে অনুরোধ করব।

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যের জবাবে বিস্তারিত লেখার জন্যে একটু সময় লাগবে । যতটুকু পারি, রাতে আশা করি দিতে পারবো ।।

এখন অল্প সময়ে দৌড়াচ্ছি রিতিমতো :|

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:



‘বিদেশী’ না ‘বিদেশি=বিদেশি, বিদেশী
(বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃষ্ঠা-৮৭৩)
(সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা-৬১৫)


‘দেশী’ না ‘দেশি’ = দেশি, দেশী । তবে অভিধানে 'দেশি' বেশি ব্যবহৃত হতে দেখলাম
(বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃষ্ঠা-৬২৪)
(সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা-৪২২)

শ্রীলংকা’= শ্রীলঙ্কা (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান পৃ.-১০৪৬)


‘মালদ্বীপ’ = দ্বীপ এর বানান দীর্ঘ ঈকার দিয়ে (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-৬৩২)


‘কালী’ দেবীর পদ অর্থে লেখা হলেও বানানটা ‘কালিপদ’ লেখা হয় কেন-

এই অংশটা বুঝিনি ঠিকমতো ।

কালিপদ শব্দটাও দেখলাম না ।

আমার মনে হয়, এটা আপনিই ভালো বোঝাতে পারবেন।

তবে 'কালিদাস' শব্দে সংস্কৃত ব্যাকরণ অনুসারে কালী শব্দটি কালি রূপ ধারণ করে ।

হাহাহাহা ব্যকরণ পড়তে পারবো না...আপনি পড়ালে পড়তে পারি ।


প্রাণী এর সঙ্গে কোন শব্দ যুক্ত হলে তখন প্রাণি হবে (বা.এ.ব্য.বা.অ.পৃষ্ঠা-৭৯৪)


সূচিপত্র’ শব্দটিতে ‘পত্র’ বাদে শব্দটি ‘সূচি’ না ‘সূচী’ উভয়ই হতে পারে ।
(বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-১১৬৮)


'তৈরি' বানানের অন্য কোন বানান তো দেখলাম না । (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-৫৬৯)


'শহিদ' বা 'শহীদ (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, পৃ-১০৭২) 'শহীদ্'= আরবি ( সংসদ বাংলা অভিধান, পৃ-৭৭৩)


‘সবজি’, আপনার বানানটা ঠিক আছে

বেঈমান’= বেইমান ( সংসদ বাংলা অভিধান, পৃ-৬৩৭)

‘গীতাঞ্জলী’, = অভিধানে বানানটা নেই । ইন্টারনেটে দেখলাম ভুল বানানটাই চলছে । তবে মূলটা পেলাম গীতাঞ্জলি এবং গীতাঞ্জলি-ই সঠিক ।

‘পুস্পাঞ্জলী =পুষ্পাঞ্জলি (বা.এ.বা.বা.অ. পৃ-৭৬৩)


পোস্ট এডিট করার সময় এর দরকারী অংশটুকু মূলপোস্টে আপডেট করে দিব আশা করি ।

আমাকে দিয়ে একটা ক্লাস করিয়ে নেবার জন্যে অশেষ কৃতজ্ঞতা রইল । :D

৩৭| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

বিডি আইডল বলেছেন: পোষ্টটাকে স্টিকি এবং স্টীকি করা হোক!

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ বিডি আইডল ।।

৩৮| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

কাফের বলেছেন: উপকারী পোষ্ট

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

আপনাকে ধন্যবাদ ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন:

আপনার ব্লগে গিয়েছিলাম ।
একেবারে শুনশান ফাঁকা সব ! :||


শুক্রবার,৪ অক্টোবর ২০১৩, ১৯ আশ্বিন ১৪২০, ২৭ জিলকদ ১৪৩৪

৩৯| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩

এহসান সাবির বলেছেন: প্রিয় তে..........!!

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

কাজে লাগলে কৃতার্থ হবো ।।

৪০| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব কাজের পোস্ট।

বাংলা একাডেমী বাংলা বানান-অভিধানে কোনো বানানের বিকল্প রূপ রাখা আছে, এমনটা আমার চোখে পড়ে নি।

কোন এর উচ্চারণ কোন্‌। তুমি কোন্‌ গানটি গাইতে চাও।
তুমি কি ‘কোনো’ গান গাইবে? এই ‘কোনো’কে কোনো কোনো কবি ‘কোনও’ লিখে থাকেন, যেমন সাযযাদ কাদির।

এই আভিধানে কুমীর, বাড়ী, গাড়ী বানানের অস্তিত্ব নেই।

শুদ্ধ বানানে লিখতে হলে শুদ্ধ বানান শিখবার চর্চা করতে হবে সবার আগে; সব সময় হাতের কাছে বাংলা একাডেমী বানান-অভিধান রাখতে হবে, প্রমিত বানান-রীতি জানতে হবে। যে বানানগুলো আমাদের বাল্যকাল থেকেই ‘মুখস্থ’, তাও আজ আমাদের ভুল হয়ে যেতে পারে।

তুমি কোন ‘ধরনের’ গান গেয়ে থাকো? ‘ধরণি’ দ্বিধা হও। সে ‘তির’ ছুঁড়েছে। কাল ‘ইদ’, তাই বাংলার ঘরে ঘরে আনন্দ।

আজকাল বাংলাদেশের সব পত্রিকাই প্রমিত বানান-রীতি অনুসরণ করে। যাঁদের এ রীতি সম্বন্ধে সম্যক জ্ঞান নেই, তাঁরা হয়তো ভেবে বসেন পত্রিকাগুলো বানান নিয়ে ছিনিমিনি খেলছে। আর আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, বানান দেখবার জন্য বাংলা একাডেমীর বানান-অভিধান না দেখে ভারতীয় সংসদ বা অন্যান্য বই কনসাল্ট করে থাকি, যেটা আমার মতে ঠিক নয়। বাংলা একাডেমীতে বইটি সব সময় পাওয়া যায়। সাদা কাগজের বইটির দাম ৩০০ টাকা। তবে অভিধান হিসাবে যে-কোনো বই-ই কনসাল্ট করা যেতে পারে।

শুদ্ধ করে লিখতে লিখতে একদিন এগুলো আপনা আপনিই আয়ত্তে চলে আসবে। তবে, শুদ্ধ রূপ শিখবার জন্য নিজের আগ্রহটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ভালো উদ্যোগের জন্য ধন্যবাদ দিচ্ছি আপু। শুভ কামনা।


২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

আমি স্কুল পাশ করার পর বাংলা থেকে বাংলা যেই অভিধানটি হাতের কাছে পেয়েছিলাম সেটি সংসদ বাংলা অভিধান ।
আমাদের মফস্বলে বাংলা একাডেমীর অভিধান সহজ লভ্য ছিল না ।

তবে আপনার মন্তব্যটি আমার পরবর্তী কোন পর্বে কাজে লাগবে নিশ্চিত ।
তাই আগেই কৃতজ্ঞতা জানাই ।

আর এই পর্বে আপনার পরামর্শ অনুযায়ী আবার আপডেট করে দিব ইনশাহআল্লাহ ।

লগআউট, ব্রাউজারের সমস্যা মিলে খুব বাজে অবস্থা যাচ্ছে ।

অনেক ধন্যবাদ এবং পরবর্তী পোস্ট গুলোর (যদি পাবলিশ করি) যে কোন ভুল ধরিয়ে দেবার অনুরোধ রাখলাম ।

৪১| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০

শ্যামল জাহির বলেছেন: আমার উপকার হবে। অনুমতি ছাড়াই প্রিয়তে। :)
প্লাস!

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

পোস্টগুলো যখন এখানে প্রকাশ করেছি তখনই তা আপনাদের হয়ে গেছে ।

কাজেই অনুমতির প্রয়োজন নেই ।
যতবার ইচ্ছে নিতে পারেন :D

৪২| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
খুব দরকারী, চমৎকার পোষ্টে ++++++++++++++++++

প্রিয়তে নিলাম!!

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

কাজে লাগলে কৃতার্থ হবো ।

ভালো থাকুন ।।

৪৩| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪

এসএমফারুক৮৮ বলেছেন: কাজের পোষ্ট।

ধন্যবাদ আপু।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

কখনো কাজে লাগলে কৃতার্থ হবো ।

ভালো থাকুন ফারুক ।।

৪৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আরজু পনি বলেছেন:



বাংলা একাডেমি (অভিধানে একাডেমী লেখা !)
ব্যবহারিক বাংলা অভিধান
পঞ্চদশ পুনর্মুদ্রণ : জানুয়ারি ২০১২
মূল্য :৪০০ টাকা


বাংলা একাডেমি থেকে কিনলে ৩০% কমিশনে কিনতে পারবেন ।
এছাড়া আজিজ সুপার মার্কেট বা কনকর্ড এম্পারিয়াম শপিং কমপ্লেক্স থেকে ১০ থেকে ১৫% কমিশনে কিনতে পারবেন ।



মূল পোস্টে আপডেট করতে পাচ্ছি না !
ব্রাউজার সাপোর্ট করছে না :(
সুযোগ পেলেই মূল পোস্টে এ্যাড করে দিব ।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

আরজু পনি বলেছেন:

"বাংলা একাডেমী
বাঙলা উচ্চারণ অভিধান"


দ্বিতীয় সংস্করণের ষষ্ঠ পুনর্মুদ্রণ : নভেম্বর ২০১১
মূল্য : ৩০০ টাকা (কমিশন সহ ২১০ থেকে ২৭০ টাকা)

৪৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, আপনি যে বইটি দেখালেন, এটা বানান-অভিধান নয়; এটাতে অনেক বানান ভুল রয়েছে। এটা হলো শব্দকোষ। বানান-অভিধান নামক আরেকটা অভিধান আছে, নিচের ছবিতে দেখুন।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, উপরে যেই অভিধানটির ছবি দিয়েছি তাতে ৭৩২৭৯ টি শব্দের নাম/সংজ্ঞা দেয়া আছে ।

আর আপনি যেই বানান অভিধানের ছবিটি দিলেন এই অভিধানটি বাজারে পা্ওয়া যাচ্ছে না ।

কাজেই যারা কিনতে আগ্রহী তাদের পক্ষে সংগ্রহ করাটা কষ্টকর বা সম্ভব নয় বলেই মনে হচ্ছে ।
তথ্য গুলি দেওয়াতে কৃতজ্ঞতা জানাই।।

৪৬| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

সানড্যান্স বলেছেন: বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে আমার আগ্রহ তৈরি হয় আমাদের এক স্যার শ্রদ্ধেয় আশফাকুল নুমান স্যার কে দেখে, উনি হাতে ধরে বানান-ভাষা-সাহিত্য শিক্ষা দিয়েছিলেন।

মাঝে মাঝে পুরনো ম্যাচে ঘষা দিয়ে কাঠিতে আগুন ধরাই!

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

বাহ্ জেনে খুব ভালো লাগলো সানড্যান্স ।

আগুনে আমাদেরকেও আলোকিত করবেন আশা করি ।
ভালো থাকুন সবসময় ।।

৪৭| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সামু’তে প্রবাশ করাটাই এখন কঠিন হয়ে গেছে। জানি না সমস্যা কেবল আমারই কি না।

বানান নিয়ে অসাধারণ একটি পোস্ট দিলেন, আরজুপনি:)
ব্যক্তিগতভাবে আমি একটু বেশি প্রতিক্রিয়াশীল। এসব নিয়ে বিভিন্ন ব্লগে যখন যা পেয়েছি বলে দিয়েছি সরাসরি।

ব্লগে নবীন প্রবীণ সকল লেখকের জন্য এটি কাজে আসবে। বিশেষত রেফারেন্স হিসেবে কাজে আসবে। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন :)

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:১১

আরজু পনি বলেছেন:

নাহ্ সমস্যাটা আপনার একারই না । আমাদের অনেকেরই :(

আমি মূলত শিখতে চাচ্ছি ।

আর কারো কাজে লাগলেতো অবশ্যই অনেক ভালো লাগবে ।

আর নতুনরা আসলে অনেক কিছু বুঝতে বুঝতে্ও সময় চলে যায় ।
"ব্লগ টিউটোরিয়াল"-এর মতো এটা কাজে আসতে পারে বলেই মনে করি ।।

আপনাকেও অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন মইনুল।।

৪৮| ২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রথম ছবিটা দেখে আঁতকে ওঠলাম, ভেবেছিলাম আমার কোন রিপোস্ট ;)
পাঠকের সুবিধার জন্য ওই কর্মটি করতে হয়েছিলো।


আশিস, শুভাশিস, স্নেহাশিস:
সঠিক হলেও মনে হচ্ছে আশিস কমে গেলো ;)

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩০

আরজু পনি বলেছেন:

ছবির নিচে আপনার সাইটের ঠিকানা দিয়ে দিয়েছি । ;)

৪৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

লেখোয়াড় বলেছেন:
ভাল শিক্ষকতা চলছে আপনার।
সামনে অনেক পুরস্কার অপেক্ষা করছে।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

আরজু পনি বলেছেন:

আপনাকে আজকাল দেখাই পাওয়া যায় না !

কোথায় যে থাকেন !

৫০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: কাজের পোস্ট, স্পেসিয়ালি আমার মত ব্লগারদের জন্য :)

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

আরজু পনি বলেছেন:

কাজে লাগলে কৃতার্থ হবো ।।

:)

৫১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট। অনেক পরিশ্রম করেছেন দেখা যায়।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩০

আরজু পনি বলেছেন:

আনেক ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন ।।

৫২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

সায়েম মুন বলেছেন: লেকচারটা মনোযোগ দিয়ে পড়লাম। কিছুটা উপকৃত হলাম। এজন্য ধন্যবাদ ম্যাডাম। 8-|
বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানটা আছে। প্রমিত বানানের অভিধানটা কিনতে হবে।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯

আরজু পনি বলেছেন:

আপডেট করা হয়েছে আবার চোখ বুলিয়ে নিতে পারেন ।

শুভকামনা 8-|

৫৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৪

পাকাচুল বলেছেন: বাংলা একাডেমী কিছু কিছু বানান পরিবর্তন করছে।

আগে লিখতাম একাডেমী, এখন বলছে একাডেমি, ৫ম শ্রেণী কে লিখছে এখন ৫ম শ্রেণি।

কখন যে কোন বানানা পরিবর্তন করে ফেলে বুঝতে পারি না।

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

সংস্কৃত শব্দগুলোতেই যেহেতু দীর্ঘ ঈকার এর ব্যবহার থাকে তাই, 'একাডেমি' বিদেশী শব্দ হওয়ায় এখানে দীর্ঘ ঈকার ব্যবহার এমনিতেও করা উচিত না ।

আর বর্তমানে অনেক দীর্ঘ ঈকার এর ব্যবহার কমে হ্রস্ব ইকার হচ্ছে তা হয়তো ভাষার সুবিধার্থেই ।


আসলে ঠিকই বলেছেন, পরিবর্তনের সাথে আমাদেরও আপডেট থাকতে হবে ।।

৫৪| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২

অদৃশ্য বলেছেন:





আপনার লিখাটি পড়ছিলাম আর মাথা চুলকাচ্ছিলাম... ভাবছিলাম কিভাবে আমি ভাষার শুদ্ধ চর্চা করতে পারবো! কিভাবে আমি শুদ্ধ বানান চর্চা করতে পারবো!

আমার মনে হয় ব্লগে আমিই সবথেকে বেশি বানান ভুল করি! অথচ লিখালিখি করবার জন্য শুদ্ধ বানান চর্চার কোন বিকল্প নেই...

অট:
ভাবছি কোন বাংলার চিচারের কাছে কিছুদিনের জন্য পাঠ নিতে হবে...

অত্যন্ত চমৎকার পোষ্টের জন্য রইলো শুভেচ্ছা ও
শুভকামনা...

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

চাপাবাজী করেন কেন ? !

আমার তো মনে হয়েছে, বানানের ব্যাপারে আপনি বেখেয়ালেও ভুল করেন না ।

হুম চিচারের কাছে পাঠ নিতে পারেন :P

৫৫| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার সব বানানই শুদ্ধ মনে হয়, এর জন্যই হাজার হাজার ভুল হয়।


পরের পর্ব আসুক!

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:

আমার কিছুদিন আগেও মনে হতো আমার বানান ভুল হয় না সাধারণত । কিন্তু সেই ভাবনাটাই ছিল মস্ত ভুল ।

হ্যাঁ, সিরিজ করার ইচ্ছে আছে দেখি পারি কি না ।।

৫৬| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: বাহ এ না হলে দায়িত্বশীল ব্লগার ? খুব দরকারী একটা পোস্ট । পোস্ট পড়ে বুঝেছি আমার কতগুলো বানান ভুল হয় । পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম যাতে কোন বানানের ব্যাপারে কনফিউসড হলে এ পোস্ট থেকে দেখে নিতে পারি ।

আরজুপনিকে ধন্যবাদ এরকম একটা পোস্টের জন্য । ++++

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ দুঃস্বপ্ন ।

কাজে লাগলে ভালো লাগবে ।
ভালো থাকুন নিরন্তর ।।

৫৭| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তথ্যবহুল পোষ্ট
আগে আমার অনেক বানান ভুল হত , এখন আমি অনেক সাবধানী
আপনার সৃজন শীল প্রত্যক টা পোষ্ট ই ভাল ।।
আপু ভাল ভাল থাকবেন সব সময় ।।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪

আরজু পনি বলেছেন:

post শব্দটাকে আগে পোষ্ট আকারে লেখা হলেও বর্তমানে পোষ্ট শব্দটা বর্জিত রূপে 'পোস্ট' শব্দে ব্যবহৃত হয় ।

আর সাবধানী শব্দটা হচ্ছে
সংস্কৃত সাবধান+বাংলা ই = সাবধানি ।

যদিও বাংলা ব্যবহারিক অভিধানে এখন্ও সাবধানী বানান দেখা যায় ।

বানানে সাবধানতা অবলম্বন করা একজন লেখকের জন্যে খুবই প্রয়োজন ।

ধন্যবাদ ।
ভালো থাকুন অনেক ।

৫৮| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

ঢাকাবাসী বলেছেন: চমৎকার অসাধারণ একটা পোষ্ট। খুবই গুরুত্বপুর্ণ পোষ্ট। অনেকে ইচ্ছাকৃতভাবে বানান ভুল করেন মনে হয়, অনেকে ব্লগে লেখার সময় বানানটাকে কোন গুরুত্বই দেন না, কোনটাই ঠিক না। ধন্যবাদ আপনাকে।

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

আরজু পনি বলেছেন:

দরকারী কথা বলেছেন ।

আমাদের নিজেদেরকেই আন্তরিক হতে হবে বানানের ব্যাপারে ।
অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।

৫৯| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

মাহমুদ০০৭ বলেছেন: উপকারী পোষ্ট , সন্দেহ নেই । প্রিয়তে ।
বানান নিয়ে একটা সিরিজ চালাতে পারেন আপনি , ভেবে দেখবেন আপু ,
এতে সবাই উপকৃত হবে ।

ভাল থাকবেন আপু । :)

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, মাহমুদ...বানান নিয়ে সিরিজ করার ইচ্ছে আছে । দেখি কতোদূর পারি ।

অনেক ভালো থাকুন...আর লিখতে থাকুন দারুন দারুন ।।

৬০| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
এই পোস্টটা দেখি আর ভাবি: বাংলায় এমনে এমনে এ+ মিস যায়নাই :| ||

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:

আমিও ভাবি, এসব পড়াশুনা সেই আমলে করলে কী ক্ষতি হতো ! বরং
লাভইতো হতো ! :(

৬১| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

অচিন্ত্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আসলে অভিধান খোলাটা আরো বাড়াতে হবে। অনুপ্রেরণ পেলাম আপনার পরিশ্রমের উৎসাহে।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

আপনি জিজ্ঞেস না করলে জানাই হতো না হয়তো !

বলিয়ে নেবার কী অসাধারণ ক্ষমতা আপনার !

৬২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

অচিন্ত্য বলেছেন: এই যে দেখলেন, আপনি পোস্টের প্রথমেই যে সব কারণে বানান ভুল হয় বলে উল্লেখ করেছেন তার একটাই ঘটে গেল। তাড়াহুড়া।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

একদম ঠিক বলেছেন :|

৬৩| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

কয়েস সামী বলেছেন: আপনি অাপু নতুনদের অনুপ্রেরণা হয়ে থাকবেন সবসময়! কিভাবে যে আপনি নতুনদের হেল্প করেন তা আসলে যে যে বা যারা আপনার অনুগ্রহ পেয়ে থাকে তারাই বুঝে। আমিও সেইসব ভাগ্যবানদের মধ্যে অন্যতম।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

নতুনরা ব্লগ পোস্ট দেখে যেন একা একাই চলতে পারে, কারো কাছে করুণা গ্রহণ না করে । যতটুকু সাধ্য করার চেষ্টা থাকবে, যতদিন আছি ।

কখনো কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

অনেক ধন্যবাদ সামী ।।

৬৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

হাসান মাহবুব বলেছেন: অনেক কাজের একটা পোস্ট। থিংকু পনি আপা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ হাসান ।।

৬৫| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১২

প্রত্যাবর্তন@ বলেছেন: খুবই কাজের পোস্ট । ধুমায়া পেলাচ

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ প্রত্যাবর্তন@
ভালো থাকুন ।।

৬৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭

রেজোওয়ানা বলেছেন: বাংলা বানান এবং ব্যাকরণ খুবই কঠিন ও জটিল বিষয় :(

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

আরজু পনি বলেছেন:

আমি ব্যকরণকে দূরে রেখে বানান নিয়ে কাজ করতে চেষ্টা করছি B-)

ব্যকরণ খুব কঠিন :(

৬৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: রেজোওয়ানা বলেছেন: বাংলা বানান এবং ব্যাকরণ খুবই কঠিন ও জটিল বিষয়..সহমত। ণত্ব ষত্ব সহ রকমারী জটিলতা.....এ কথায় দুরূহ

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

আরজু পনি বলেছেন:

ভাষাকে নির্ভুলভাবে শেখা আসলেই কঠিন ! :|

৬৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্ট আগে পড়েছি । তখন লাইক আর প্রিয়তে নিতে পারছিলাম না । এখন লাইক দিতে না পারলেও প্রিয়তে নিলাম ।

পোস্ট নিয়ে নতুন করে প্রশংসা করার কিছু নেয় । এখানে +++ দিলাম আপু ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

লাইক বাটন কাজ করা শুরু করেছে 8-|
অনেক ধন্যবাদ বিথি ।

ভালো থাকুন সবসময় ।।

৬৯| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার মতো বানান গাধাদের কাছে এ পোস্ট জরুরী।
কাজে লাগবে, ধন্যবাদ।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

আমার মতো শোচনীয় অবস্থা যাদের তাদের জন্যে বাধ্যতামুলক !

তবে কারো কাজে লাগলে অনেক ভালো লাগবে ।

ধন্যবাদ দূর্জয় ।

৭০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক কাজের একটা পোস্ট।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ কান্ডারী ।।

৭১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

অদৃশ্য বলেছেন:




চাপাবাজী করেন কেন ? !

আমার তো মনে হয়েছে, বানানের ব্যাপারে আপনি বেখেয়ালেও ভুল করেন না !!!

_______

তা চাপাবাজীটা করলো কে ?


পাঠের ব্যপারে ভাবছি...
শুভকামনা...

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

আমার কেন যেন মনে হচ্ছে আপনার ভুল হয় না ! :|

যেগুলো আমার এখানে দেখা যাচ্ছে , তা আলেয়া !

৭২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ আপু... কি যে ভয় এ বানান নিয়ে!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯

আরজু পনি বলেছেন:

প্রতিটা বানান নিয়ে সতর্ক থাকলেই এই সমস্যা কেটে যাবে ।

আমার অবস্থাতো খুবই খারাপ :(

৭৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

মনিরা সুলতানা বলেছেন: বিপদ ,আমার জন্য । :-&

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আররে নাহ ।

আপনার বানান ভুলই হতে দেখি না ।

আমিইতো বিপদে আছি ! :|

৭৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

টুম্পা মনি বলেছেন: আপি ফেবুতে ওইটা আমিই। গতকালই ঐ নিকটা খুলসি যেন ব্লগার ভাই বোনদের সাথে প্রয়োজনে যোগাযোগ করা যায়। আর খুলেই আপনাকে নক করসি। :D :D :D

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

আরজু পনি বলেছেন:

নিশ্চয়তা পেয়ে ভালো লাগলো টুম্পামনি :D

৭৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বানান কম পারি, বেজায় কাঁচা! :(

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

আমার অবস্থাতো খুবই খারাপ :(

৭৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক নিয়ম কানুন ! মাথা ঘুরায় :P এখন আর মনে হয় ঘেটে দেখা হবে না। বানানের একটা বই কিনেছিলাম। খুলেও দেখা হয় নাই। দেশে ফেলে আসছি ! যদি কখনো লেখালেখিতে সিরিয়াসলি জড়িয়ে পড়ি তখন সব পড়ে নেব :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

আরজু পনি বলেছেন:

আমিতো কোন নিয়মই আনি নি ! :||

এসব হচ্ছে আশা জাগানিয়া সহজ বাংলা বানান :P

৭৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় তালিকায় নিলাম। মাঝখানে প্রিয়তালিকা বেইমানী করেছে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম ।

:)

৭৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

বোকামন বলেছেন:





অত্যন্ত চমৎকার একটি পোস্ট !
সকলের সচেতনতা কাম্য। এবং আশাকরি আপনার এই পোস্টটি সবাইকে উৎসাহী এবং একই সাথে সাহায্য করবে।

পোস্টদাতাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা।
ও শুভকামনা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে বোকামন ।

শুভকামনা জানবেন ।।

৭৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ পনি আপু। এমন একটা পোস্টের দরকার ছিল আমার। বানান নিয়ে খুব বেশি সমস্যায় আছি আমি।

আমার একটা বিষয়ে একটা কনফিউশন আছে। পরা আর পড়া কোনটা কোন যায়গায় হয় এটা আমি ক্লিয়ার না। একটু দেখেন হেল্প করতে পারেন কিনা :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৯

আরজু পনি বলেছেন:
পরা আর পড়া নিয়ে আমি নিজেও অনেক ঝামেলায় আছি ।

সামনের কোন পর্বেই শিগগীরই এই র আর ড় নিয়ে পোস্ট দিব আশা করি । দিয়ে দিব আশা করি ।

সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ নাজিম ।।

৮০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম অবশেষে :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

আরজু পনি বলেছেন:

কখনো কাজে লাগলে কৃতার্থ হবো ।।

:)

৮১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

শাহেদ খান বলেছেন: চমৎকার এবং কাজের পোস্ট নিঃসন্দেহে। অনেক দ্বিধা দূর হবে এ ধরনের পোস্ট থেকে।

তবে কিছু ক্ষেত্রে আমি আবার দ্বিধান্বিতও হয়ে গেলাম। অনেক জায়গায় দেখে অভ্যস্ত - 'সরকারী', এখন জানলাম 'সরকারি'।

আবার বলা হল - "বিদেশী শব্দে সবসময় হ্রস্ব-ই হবে"

কিন্তু পরে এক জায়গায় লেখা ~
'শহীদ্'= আরবি ( সংসদ বাংলা অভিধান, পৃ-৭৭৩) -- এটা কি ব্যতিক্রম?

এমন সব পোস্টের জন্য কৃতজ্ঞতা, পনি'পু। শুভেচ্ছা, সবসময়ের।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

সরকার শব্দটা ফারসি কাজেই 'সরকারি'-ই হওয়া উচিত ।

আর 'শহিদ' হবে...যেটা উদাহরণে দিয়েছি, সেটা আরবি জানান দিতে ।

কিন্তু বাংলা একাডেমিতে দুটোই আছে ।

শিখছি নিত্যদিন ।

অনেক ধন্যবাদ রইল প্রিয় অলস গল্পকার ।

ভালো থাকুন সব সময় ।।

৮২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

অভিমানী মুন্না বলেছেন: এত্ত কিছু আগে জানতাম না !!

বাংলা-২য় পত্রে ফাকি দেয়ার ফল !! :( :(

ধন্যবাদ !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

আমিও জানতাম না :(

৮৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

নূরুল্লাহ তারীফ বলেছেন: চমৎকার পোস্ট এর জন্য আন্তরিক ধন্যবাদ।
বাংলা একাডেমির গবেষকগণ কবে কোন নিয়ম চালু করেন সে বিষয়ে আপডেট থাকা একটু কঠিন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:

তারা নিজেরাই তো আপডেট থাকছে না :(

পাঠে অনেক ধন্যবাদ নূরুল্লাহ ।।

৮৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

আমি তুমি আমরা বলেছেন: বেশ ভাল পোস্ট। আশ করি কাজে লাগবে :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।

কারো কাজে লাগলে কৃতার্থ হবো :D

৮৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

কালীদাস বলেছেন: এই জন্যই দেশের লুকজন মাস্টারগরে ডরায়, যেখানে যায় সেইখানেই বিদ্যা দেয়া শুরু কইরা দেয় /:)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

আরজু পনি বলেছেন:

আর মাস্টাররা্ও কবিতা পোস্ট রাইখা বাইছা বাইছা মাস্টারি পোস্টেই কমেন্ট দেয় /:)

:P

=p~



প্রথমদিনেই জবাব দিতে যেতেই ইলেকট্রিসিটি চলে গেছিল ।

৮৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: آموزشی پست, با تشکر از شما

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

আরজু পনি বলেছেন:

بسیار از شما سپاسگزارم، آرزوهای خوب برای شما :D

৮৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

সোমহেপি বলেছেন: অনেক উপকারী পোষ্ট।


রেজোওয়ানা বলেছেন: বাংলা বানান এবং ব্যাকরণ খুবই কঠিন ও জটিল বিষয়


ঠিক কথা তিনি কোনরকমে টেনেটুনে সারাজীবন পাস করে এসেছেন। :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

আরজু পনি বলেছেন:

আসলেই কঠিন বিষয় :(

পাঠে অনেক ধন্যবাদ জানাই আপনাকে ।

:D

৮৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:৫১

শহুরে আগন্তুক বলেছেন: আমার নিয়মিত সমস্যা হয় র আর ড় নিয়ে । বিরক্তিকর X(

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

আরজু পনি বলেছেন:

হাহা
এই সমস্যা আমারও অনেক বেশিই হয় !

:|

বানান নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে...তখন এসব সমস্যা্ও আনবো সামনে ।

পোস্টটা দেখলেন জেনে ভালো লাগলো আগন্তুক ।
শুভকামনা জানবেন ।।

৮৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

পাগলমন২০১১ বলেছেন: শিক্ষনীয় পোস্ট । প্লাস ও প্রিয়তে নিলাম আপু।

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

অনেক অনক কৃতজ্ঞতা জানাই পাগলমন ।
কাজে লাগলে পরিশ্রম সার্থক মনে করবো ।। :D

৯০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

পারাবত বলেছেন: ধন্যবাদ, অনেক কাজের জিনিস।।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১

আরজু পনি বলেছেন:

কোনভাবে কাজে লাগলে ভালো লাগবে ।

আপনাকেও অনেক ধন্যবাদ পারাবাত ।।

৯১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

অপ্রচলিত বলেছেন: তথ্যবহুল কাজের পোস্ট। অনেক পরিশ্রম করে সুন্দর গুছিয়ে লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। পোস্ট প্রিয়তে নিলাম।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

অনেক কৃতজ্ঞতা রইল, অপ্রচলিত ।
ভালো থাকুন সবসময়ই ।।

৯২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হলুদ তারা । :)

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

আরজু পনি বলেছেন:

ওররে অনেক অনেক কৃতজ্ঞতা রইল, কবি ।

সবসময়ই ভালো থাকা হোক আনন্দে, সেবায় ।।

৯৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

সাংবাদিক তারেক বলেছেন: ধন্যবাদ সুন্দর ও প্রয়জনিয় লেখাটির জন্য, অভ্র কি বোর্ড সমস্যায় ভুগছিলাম। আপনার মাধ্যমে সমাধান পেলাম। তাই আরো একবার ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

কোন কাজে লাগরেই এই পোস্ট দেয়া সার্থক ।
কৃতার্থ হলাম ।

অনেক শুভকামনা রইল ।।

৯৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

দুঃখী__ বন্ধু বলেছেন: লিখতে গেলে বানান যেন ঠিক হয় , সেদিকে মনযোগ দিতে চাই সবসময় । প্রিয়তে নিয়ে রাখলাম । আপু , আপনার পোস্ট গুলো এত উপকারী আজ মোট ২ টি প্রিয়তে নিয়েছি ।
অনেক শুভকামনা রইল ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

নিজে কম জানি বলেই জানার চেষ্টা করি ।
তাতে যদি আপনাদের কোন কাজে লাগে তবে কৃতার্থ হবো ।

অনেক অনেক শুভকামনা রইল, দুঃখী _ বন্ধু ।।

৯৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

হাসিনুল ইসলাম বলেছেন: ক) মালয়েশীয় খ) মালয়েশিয়
খ) নরওয়েজীয় খ) নরওয়েজিয়

এগুলো কি বিদেশী শব্দ (তাহলে 'খ' সঠিক) হিসেবে ধরা হবে, নাকি দেশি (তাহলে 'ক' সঠিক)?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

সংস্কৃত শব্দ না হলে তাতে দীর্ঘ ঈকার ব্যবহারের নিয়ম নেই ।

সেই হিসেবে 'খ' ঠিক থাকার কথা ।

অনেক ধন্যবাদ রইল ।।

৯৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

নীল কথন বলেছেন: ভালো পোষ্ট।
বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান-টা বেশ কাঠকয়লা পুড়ে কিনতে পেরেছি। বাংলা একাডেমিতে খোঁজ নিয়ে পেলাম না। পরে অবিশ্বাস্যভাবে অন্য জায়গায় পেয়ে যাই যদিও কমিশন ছাড়াই কিনতে হয়েছে। তবে খুব খুব কাজে দিচ্ছে। আমি খুব ব্যবহার করি। নিয়মিত খোলা হয় অভিধানটি।
-
সবচেয়ে বেশি ভুল হয়, ন এবং ণ এর ব্যবহারে। এই নিয়ে একটা পোষ্ট সময় করে লেখতে পারেন আপু।
-
সতত ভালো থাকুন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

হাতের কাছে একটা অভিধান রাখা খুব জরুরী ।
আর তা নিত্য ব্যবহারের চর্চাও খুব ভালো গুণ ।

"ণ" ব্যবহৃত হয় সংস্কৃত শব্দে শুধু এটুকু আপাতত মনে রাখলেই হবে । কোন বিদেশী শব্দে "ণ" হবে না ।
পরে সুময়, সুযোগে আশা করি এই নিয়ে লেখার চেষ্টা করবো ।

অনেক শুভেচ্ছা রইল ।।

৯৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

রোকসানা লেইস বলেছেন: এক সূক্ষ বিষয়ে এত খাটনি করেন ক্যামনে ? বিজয়ে লেখার সময় সিফটের কারণে অনেক বানান ভুল হয়ে যায়।
সুন্দর বিশ্নেষন সহজে মনে রাখার মতন। অভিধান দেখার চেয়ে ভালো। আরো দুচারটা পোষ্টদেন। স ষ শ, র ড় উ কার ই কার ব্যবহার নিয়ে। আর আমাকে ট্যাগ করে দিবেন তা না হলে দেখব এক বছর পরে।
শুভেচ্ছা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

আরো পোস্ট দেবার ইচ্ছে আছে ।
একটু সময়, সুযোগ পেলেই দিব ইনশাহআল্লাহ ।

নোটিফিকেশন পাওয়ার কথাতো ।

ব্লগে ট্যাগ কেমন করে দেয় নিশ্চিদ না । তারপরও চেষ্টা করছি ।

শুভেচ্ছা রইল, রোকসানা ।


@রোকসানা
#রোকসানা

৯৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

রোকসানা লেইস বলেছেন: এত লিখতে এক হয়ে গেলো আমার ভুল না আঙ্গুলের ভুল :P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:



হাহা
আমি নিজেও "নিশ্চিত" লিখতে যেয়ে নিশ্চিদ লিখে ফেলেছি, আশা করি ক্ষমা করবেন ।

ভালো থাকুন সবসময়ই ।।

৯৯| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ফেবুর আদলে এই পোস্টের কথা জনাতে পারলাম এবং উপকৃত হলাম। আর ভবিষ্য কাজের জন্য প্রিয়তে রাখলাম।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

অনেক কৃতজ্ঞতা জানাই, ইমতিয়াজ।

আর আপনার কারণেই পোস্টের শিরোনাম যা প্রথম থেকে ছিল ♣বানান সতর্কতা : "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣ কিন্তু পরবর্তীতে এডিট করতে গিয়ে হয়ে যায় ♣বানান সতর্কতা : এটা ঠিক করে আগের নাম রাখা হলো।

১০০| ১৪ ই মে, ২০১৬ দুপুর ২:০০

জাবির আহমেদ জুবেল বলেছেন: সুন্দর পোষ্ট। কাজে আসবে।

১৬ ই মে, ২০১৬ সকাল ৯:৫৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, জাবির। আশাকরি কাজে আসবে।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.