নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন : আশা জাগানিয়া ফটোগ্রাফি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫



সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি । একজন স্বপ্ন দেখতে, আশায় জাগতে ভালোবাসা মানুষের জীবনের ফটোগ্রাফির বিবর্তনের ইতিহাস ।



প্রথমেই বলে রাখি , 'ফটোগ্রাফ' শব্দটা বিদেশী হওয়ায় তাতে 'ফটোগ্রাফী' যে লেখা হয়, তা ভুল । বরং শুদ্ধ বানান হবে 'ফটোগ্রাফি' ।

সূত্র : ♣বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣





হেনরি কার্টিয়ের ব্রেসন বলেছেন “আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”

মোহাম্মদ মনিরুজ্জামানের মতে, তা এই ডিজিটাল যুগে ১০ গুন বা ১০০ গুণ বাড়িয়ে দেয়া উচিত ! :(



মানুষ কেন ফটো তোলে ? এর হরেক রকম কারণ থাকতে পারে । আমার কাছে মনে হয়, ফটোগ্রাফি পরবর্তী সময় গুলোতে ভ্রমণের স্মৃতিকে আনন্দময় করে রাখে ।



ব্লগে যারা ফটো ব্লগ হিসেবে বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন, তাতে আমরা বিশ্বের অনেক স্থানে না যেয়েও সহব্লগারদের কল্যাণে জেনে নিতে পারছি ছবি, তথ্য সহ বিভিন্ন খবর ।

দেশের অনেক না দেখা, বা দেখার মতো করে না দেখা অনেক কিছুই আমাদের চোখের আড়ালে ।

এদের মধ্যে আমাদের বতুতা ব্লগার জুন, মুহাম্মদ জহিরুল ইসলাম, দারাশিকো, কাউছার রুশো, গোর্কি, ইচ্ছের ঘুড়ি, সাদা মনের মানুষ, সাজিদ ঢাকা, সৌম্য সহ আরো অনেকেই আছেন ।



কিছুদিন আগে ব্লগে একটা পোস্ট চোখে পড়েছিল... গুগুলে Bangladesh লিখে সাচ` দিয়েছেন কখনো? _ একটা পরিবত`ন দরকার..সবাই চাইলেই বিশ্বকে রুপসী বাংলা দেখাতে পারি তারপর থেকে ফটোগ্রাফির নেশাটা ওই দিকে মোড় নিয়েছে ।



তাই ঠিক করেছি, পাবলিকলি যতো ছবি শেয়ার করবো, সেসবের নামের শুরুতে বাংলাদেশ রাখবো । আমার এই পোস্টের নিজের তোলা ছবিগুলোতে তাই করেছি ।

এতে এমন হতে পারে, 'Bangladesh' লিখে সার্চ দিলে এর কিছু ভালো ইমেজ দর্শকের সামনে চলে আসবে ।

আরো সহজ ভালো কোন পন্থা জানা থাকলে শেয়ার করতে পারেন ।



এবার আসি একজন ফটোতোলক থেকে হাতুড়ে ফটোগ্রাফারের বিবর্তনের কথায় :D





আমার জীবনের প্রথম ক্যামেরা । স্কুলের শেষের দিকে পরিবারের আপনজনের দেয়া উপহার বা বলা যায় পুরষ্কার হিসেবে পেয়েছিলাম ।



এটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কিনেছিলাম ।



প্রথম আর দ্বিতীয় ক্যামেরাতে ফিল্ম ভরে নিয়ে ছবি তুলতে হতো ।

সেই সময়গুলোতে অনেক টাকা খরচ করা হয়ে যেত ছবি তুলতে আর ওয়াশ করাতে । তবে মজার বিষয় হচ্ছে, সেই সময়গুলোতে নিজের চেহারার ছবি তুলতেই পছন্দ করতাম বেশি ।



প্রিন্টের ব্যাপারে প্রথমে বুঝতামনা । ফলে প্রথমদিকে সবসময় glossy পেপারে প্রিন্ট করাতাম । কিন্তু অন্যদের কাছ থেকে জানলাম ম্যাট পেপারে প্রিন্ট বেশি ভালো আসে । আমার কাছে অন্তত বেশি ভালো লাগতো ।

স্মৃতি হিসেবে এখনও অনেকগুলো ফিল্ম রেখে দিয়েছি ।





ব্লগিং-এর শুরুর দিকে এই ক্যামেরাটা ছিল ।

এই ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি ।



স্থান: নারায়নগঞ্জ, রূপগঞ্জ ।



নোকিয়ার এই মোবাইলটা কিনেছিলাম মূলত, ছবি তোলার জন্যে এবং ব্লগিং করার জন্যে । কারণ এই মোবাইলে বাংলা লেখা যায় ।



টেকি বিষয়গুলো মোটেও বুঝি না । কোন সহব্লগারের পরামর্শে কম্পিউটারে 'পেইন্ট' থেকে প্রাথমিক এডিটের কাজ চালাতাম ।

পরে ফেসবুকে জুপিটার জয়প্রকাশ Microsoft Office Picture Manager এর খোঁজ দেয় । পরের এডিটের কাজ গুলো 'পেইন্ট' আর পিকচার ম্যানজোর দিয়ে সেরেছি ।



ভালো ছবি তোলা যায় এমন একটা মোবাইল কেনার বড্ড শখ হওয়াতে এক সহব্লগার পরামর্শ দিয়েছিল বিশেষ একটা স্মার্ট ফোনের । সেটা না পেয়ে তার পরামর্শেই কিনলাম নোকিয়া ৭০০ ।





বলে রাখা প্রয়োজন যে, এক সহব্লগার ছবি এডিটের জন্যে আমাকে Photoscape নামের একটা সফ্ট্ওয়্যারের খোঁজ দিয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন । যা দিয়ে আমি প্রয়োজনীয় অনেক কাজ করতে পারছি । আমার মতো আনাড়ীদের এই সফ্ট্ওয়্যার দারুণ কাজের জিনিস ।

নোকিয়া ৭০০ দিয়ে তোলা ছবি:



HEROES LIVE FOREVER





ক্যান্টনমেন্ট থানায় অবস্থিত, মাটিকাটা তিন রাস্তার মোড়ে অবস্থিত এই স্থাপত্ব্যতের কোন নাম পাইনি ।

একটা DSLR এর শখ অনেকদিনের ছিল, কিন্তু আত্নবিশ্বাসের অভাব থাকায় কেনার সাহস পাইনি এতোদিন ।

এক শুভাকাঙক্ষী সহব্লগারের পরামর্শ আর সহযোগিতায় শেষ পর্যন্ত কিনেই ফেললাম সাধের ক্যামেরা ।



মডেল:Canon EOS Rebel T3



নতুন ক্যামেরা দিয়ে রাস্তায় চলন্ত অবস্থায় এই ছবিটি তুলেছি ।



ফটোগ্রাফি নিয়ে কিছু শিক্ষণীয় পোস্ট /ব্লগ

শিক্ষক ডট কম-এর ফটোগ্রাফির ক্লাস

ছবি ব্লগ: ফটোগ্রাফির ইতিহাসে যা কিছু প্রথম- রোবান মাহমুদ

ফটোগ্রাফি রিলেটেড সকল পোস্টের সংকলন যা সপ্তাহে সপ্তাহে এডিট করা হয় - সাইকোপ্যাথ

জীবনানন্দ দাশ এর ছায়ার এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি

দেশী এবং আন্তর্জাতিক ফটোগ্রাফির প্রতিযোগিতার খবর জানতে - রিপেনডিল

ফটোগ্রাফি শেখা -ওরাকল

ফায়ার্ওয়ার্কস ফটোগ্রাফি -ক্যামেরাম্যান

রিভার্স ম্যাক্রো টেকনিক - ভয়ংকর বোকা

২০১২ সালের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সেরা ২৫ টি ফটোগ্রাফী - ফটোগ্রাফারদের জন্যে অনুপ্রেরণা জাগাতে এই পোস্টটি বিশেষ ভাবে দেখতে পারেন - সঞ্জয় নিপু

ফটোগ্রাফি শিখতে চাইলে শিষ্যত্ব নিতে পারেন এই ব্লগারের - পাঙ্খাবাবা

খোঁজ করলে হয়তো আরো অনেক দারুণ দারুণ পোস্ট পা্ওয়া যেতে পারে ...আমি খুব অল্পসময়ে এই কয়টা পোস্ট দেখেছি ।



ফেসবুকে ফটোগ্রাফি



ফ্লিকারে ফটোগ্রাফি



বিশেষ কৃতজ্ঞতা :দূর্যোধন , ভয়ংকর বোকা, শামীম শরীফ সুষম









তথ্য :

ছবি : ক্যামেরা আর মোবাইলের ছবি গুলো স্মৃতি হাতড়ে ইন্টারনেট থেকে নেয়া । প্রথম ফুলের ছবিটি আমার নতুন ক্যামেরায় তোলা আর ব্রীজের ছবিটি আমার নিজের কোন মোবাইলের তোলা খুব ভালো করে মনে করতে পারি নি , তবে যতদূর মনে পরে এক্স টু-র তোলা ।

মন্তব্য ১৮৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

খেয়া ঘাট বলেছেন: ভালো পোস্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ খেয়াঘাট ।

ব্রাউজার খুব সমস্যা করছে :(

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

লিন্‌কিন পার্ক বলেছেন:

আপনার পোস্টগুলা অনেক যত্ন নিয়ে তৈরি করেন ! আর ব্রিজ এর ফটুকখানা অনেক সুন্দর হইসে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

আরজু পনি বলেছেন:

স্ক্রুল করতে হচ্ছে মাউস ঠেলে ঠেলে !
নেট যাচ্ছেতাই ...
এভাবে ব্লগিং করা যায় !? :(

অনুপ্রেরণার জন্যে অনেক ধন্যবাদ লিনকিন পার্ক ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস :) ||

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ইমরাজ ...

আমার পিসি মনে হচ্ছে মারা যাচ্ছে :((

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

জান্নাতুল এন পিয়াল বলেছেন: খুব জানতে ইচ্ছা করছে, এই একটা পোস্ট লিখতেই কত সময় নিয়েছেন?
পোস্টের প্রতিটা ক্ষেত্রে যত্নের ছাপ স্পষ্ট।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পিয়াল, এতো সুন্দর করে অনুপ্রাণিত করার জন্যে ।

ভালো থাকুন সবসময়ই ।।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: অনেক কিছু জানা হলো। সবচেয়ে ভালো লেগেছে, আপনি আপনার পুরানো মোবাইল সেটের ছবি সংগ্রহ করে রেখে দিয়েছিলেন।

ভালো পোস্ট।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

আরজু পনি বলেছেন:

সুমন !
আপনাকে আমার ব্লগে দেখে সত্যিই অনেক ভালো লাগছে ।
না সংগ্রহ সেভাবে করে রাখি নি ।
কিছুদিন আগে হঠাৎ করেই নিজের ক্যামেরাগুলোর কথা মনে পড়াতে মডেলগুলো নেটে সার্চ দিয়ে খুঁজে বের করতে হয়েছে ।
এতো আগের যে, খুঁজে পেতে অনেক সমস্যা হয়েছে ।
তবুও তৃপ্তি পাচ্ছি যে, স্মৃতিগুলোকে ধরে রাখতে পাচ্ছি ।

অনেক ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন সর্বদা ।।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হা হা হা! কেন হেসেছি বলবোনা #:-S


আমার দিনের বড় একটা অংশ কাটে চমৎকার একজন ফটোগ্রাফার ছোট ভাই এবং বন্ধুর সাথে। ফটোগ্রাফির সবচেয়ে বড় কথা কম্পোজিশন, লাইট, আর পারফেক্ট টাইমিং-এটুকু ওর কাছ থেকে শিখেছি।

শখের ফটোগ্রাফির জন্য শুভকামনা আরজু পনি :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:

:!>

আমি বুঝতে পেরেছি ।
সীমাবদ্ধতা ক্ষমা করতে হবে ।
ফটোগ্রাফি (ফটোগ্রাফী) সার্চ দিয়ে যা পেয়েছি সেখান থেকেই অর্প সময়ে লিঙ্কগুলো সেট করেছি, যারা আগ্রহী তাদের যেন কাজে লাগে । আর কমেন্টেও অনেক তথ্য থাকে এসব পোস্টের B-)


কম্পোজিশন, লাইট, আর পারফেক্ট টাইমিং...ওগুলো কবে আয়ত্ব করতে পারব জানি না #:-S

আপনাকে আমার পোস্টে পেয়ে অনেক ভালো লাগলো জীবনান্দদাশের ছায়া (নামটা ইচ্ছে করেই লিখলাম প্র্যাকটিস করতে !) । :D
শুভকামনা জানবেন ।।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: বাপরে !!!


এ দেখছি ক্যামেরা কথন আপুনি!!!!!!!!


:) :) :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:

আমার পুরনো ক্যামেরাগুলোকে ব্লগের স্মৃতিতে বন্দি করতে পেরেছি ...এই ভাবনাটাই ভাবতে দারুণ লাগছে ।


আপনাকে দেখেই কেন যেন একটা গান মনে পড়ছিল ....
কতোদিন পরে এলে...একটু বসো

আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগছে, শায়মা । :D

অনেক শুভকামনা জানবেন ।।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবশেষে ক্যামেরা কিনছেন, ভালা করছেন! এখন ধুমাইয়া ছবি তুলেন :)

ফটো এডিটের ব্যাপরে গুগলের পিকাসাও খারাপ না ! টেরাই করে দেখতে পারেন!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

আরজু পনি বলেছেন:

পিকাসা একসময় কয়েকদিন ব্যবহার করেছি । সবচেয়ে অবাক লাগে আমি এখন মোটামুটি ভুলে গেছি, কিভঅবে পিকাসা ব্যবহার করতাম !

আর ধুমাইয়া ছবি তোলার ব্যাপারে বললেন ! আমি তাই ভেবেছিলাম, পারছি কৈ ? !

পাঠে অনেক ধন্যবাদ রইল মাসুম । :D
ভালো থাকুন সবসময় ।্

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: خیلی خوب
:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

আরজু পনি বলেছেন:

از شما بسیار سپاسگزارم :D

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: আফাগো, আফনের গোলাফি ক্যামরাটা খুব্বি ভাল্লাগছে :D

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

ওই ছবি স্মৃতি হাতড়ে নেট থেকে নেয়া ।
তবে ক্যামেরাটা ব্যবহার করে বেশ আরাম পেয়েছি ।

অনেক ধন্যবাদ মামুন ।। :D

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

রাফসান আরিফ বলেছেন: ছবির সাথে "বাংলাদেশ" শব্দ টা অ্যাড করার আইডিয়া টা দারুন। সত্যিই তো গুগল তো এভাবেই কাজ করে!! আমি আশা করব অন্য যারা তাদের এ ধরনের ভালো কোনও কাজ প্রচার করতে চান তারাও এ পদ্ধতি অনুসরণ করবে।
আপনার ফটোগ্রাফার জীবনের বিবর্তনের কাহিনী পড়ে মজা পেলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

আরজু পনি বলেছেন:

কখনো ছবি পাবলিকলি শেয়ার করলে আশা করি এভাবেই দিবেন ।

বিবর্তন পড়ে মজা পেয়েছেন জেনে ভালো লাগছে ।

অনেক ধন্যবাদ জানাই রাফসান ।।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন:

এখন যে ক্যামেরা ব্যবহার করছি। এই ক'দিন হলো কিনলাম। পুরাদমে ছবি তোলার কাজ শুরু হয়নি। অনেক অনেক ভালো লাগা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ !

আশা করি শিগগীরই ছবি পোস্ট পাচ্ছি ।

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ জানাই সজীব ।। :D

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

গোর্কি বলেছেন: কিছুদিন অগে ব্লগে একটা পোস্ট চোখে পড়েছিল... খুঁজে পেলাম না সেই ব্লগারের পোস্টটি । তবে তার মর্মার্থ ছিল, বিশ্বের বুকে বাংলাদেশকে ফটোগ্রাফির মাধ্যমে পজিটিভ ইমেজে তুলে ধরা ।
স্মাইলিং বাংলাদেশ: আসুন বিশ্বের কাছে তুলে ধরি প্রিয় বাংলাদেশকে - তন্ময় ফেরদৌস

-পোস্ট দারুণ হয়েছে।
-শিক্ষণীয় পোস্টে উত্তম ঝাঁঝা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

আরজু পনি বলেছেন:

উমম নাহ্ ...তন্ময়ের পোস্টটা দেখলাম , এটাও দারুণ ! ভাবছি এই পোস্টে এ্যাড করে দিব তন্ময়ের পোস্টটা ।

তবে তন্ময়ের পোস্টের তারিখ দেখলাম, ওই পোস্টটি তন্ময়ের পোস্টের আগের ছিল ।

আর একটু অন্য রকম ছিল ।

আমি খুঁজে পেলেই এ্যাড করে নিব পোস্টটি ।

আপনার ছবি পোস্টগুলো দারুণ হয় ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই গোর্কি ।।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: ইসরে! আপনার কত্তগুলা ক্যামেরা :(
আমার মুবাইল একমাত্র ভরসা। সনির একটা ফোন ব্যবহার করি ছবি বেশ ভাল আসে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আরজু পনি বলেছেন:

এটাতো বিবর্তনের ইতিহাস !

সবগুলোতো আমার হাতে নেই এখন :(

একদম শেষের দু'টোই বর্তমানে আমার সাথে থাকে ।

আমার নোকিয়া ৭০০ মোবাইলে তুলতে পারলে বেশ ভাল ছবি আসে ।
আমি নিজেই তো ঠিক মতো ব্যবহার করতে পারি না :|

আপনার কথা শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ জানাই , তন্দ্রা বিলাস ।।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

নূর আদনান বলেছেন: আপু ক্যামেরা তো কিনলেন এখন থেকে নিয়মিত ফটোব্লগ পোষ্ট দিতে ভুলবেন না যেন। ফটোগ্রাফিতে আপনার বেশ ভাল পারদর্শিতা আছে দেখছি।

পোষ্টের যুক্ত শিক্ষনীয় লিংকের জন্য ধন্যবাদ।

এবিষয়ে ব্যপক আগ্রহ থাকলেও কপালে ক্যামেরা জুটতে দেরি আছে।

আশা করি বাংলাদেশকে পজিটিভ ইমেজে তুলে ধরতে অনেক অবদান রাখতে পারবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আরজু পনি বলেছেন:

পারদর্শিতার কিছুই নেই ! :|

তবে চেষ্টা থাকবে, নিজের দেশের কথা মাথায় রেখে । ...

অনেক ধন্যবাদ জানবেন ।।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট। লিংকগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই কাল্পনিক_ভালোবাসা ।

ভালো থাকুন নিরন্তর ।।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

সায়েম মুন বলেছেন: আপনার ফটো তোলাম যন্ত্রপাতি দেখলাম। প্রাথমিক অবস্থায় আমি নকিয়া ৬২৩৪ দিয়ে ছবি তুলতাম। এরপর সনি সাইবার সট ক্যামেরাই এখন পর্যন্ত ভরসা।

ক্যামেরা কিনলেন একটা খা্ওয়া দাওয়া দিলেন না। আবসোস। আপনার এই ক্যামেরার মত একটা ক্যামেরা কিনতে চাই। কত নিলো এইটা? #:-S

ভাস্কর্যটার নাম ---শতবর্ষের ঢাকা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

আরজু পনি বলেছেন:

এতো কষ্ট করে পোস্ট দিলাম, ভাবলাম আপনারাই মিষ্টি খা্ওয়াবেন ! :||

যেদিন ক্যামেরা কিনবেন বাসা থেকে বেরুনোর আগে ফেবুতে নক করলেই হবে B-))

আর নামটা জানানোতে অশেষ কৃতজ্ঞতা জানাই ।।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ প্রোফেসর ।।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ফটোগ্রাফি কি শিল্প? যদি "হ্যাঁ" হয়, তবে কীভাবে? যদি "না" হয়, তবে কেন "না"?

কোন জিনিষ (ধরা যাক, প্রকৃতির কোন দৃশ্য) সরাসরি দেখা আর একই জিনিষ ছবি আকারে দেখা মধ্যে কোন তারতম্য আছে কি? দেখার অনুভূতিতে? আবেদনে? যদি থাকে, কেন এই তারতম্য?

উল্লেখ্য, মানুষের চোখের মেগাপিক্সেল ৫৭৬।

জবাব চাই। :D

জবাব দিলে প্লাস। না দিলে পোষ্টে মাইনাস। B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

আরজু পনি বলেছেন:

শিল্পের সংজ্ঞা বোদ্ধাদের কাছে কেমন হতে পারে জানি না, তবে আমার যেটা মনে হয়, ফটোগ্রাফি তখনই শিল্প হয়, যখন একজন ফটোগ্রাফারের কোন একটা মুহুর্তের নেয়া স্ন্যাপ অনেকগুলো কথার প্রকাশ করতে পারে । সেই ছবিটা দিয়েই তৈরি হতে পারে একটা কবিতা, বা একটা গল্প...
আর যে ছবিটা মানুষের স্মৃতিতে থেকে যায় অনেকদিন ধরেই ।

কোন একটা দৃশ্য সরাসরি সবাই নাও দেখতে পারে...কিন্তু ফটোগ্রাফির কল্যাণে অনেকেরই দেখা সম্ভব । যারা খুব ভালো ছবি তুলতে পারেন, তাদের ছবি দেখে তো অনুভুতি বেড়ে যায় বলেই আমার মনে হয় :D

মানুষের চোখের মেগাপিক্সেল কত জানতাম না :P
এই পোস্ট না দিলে হয়তো আপনি এভাবে জানাতেনও না ।


একটু পড়াশোনা করে নেই, একটু হাত পাকিয়ে নেই...তারপর আপনার এই প্রশ্নটার জবাব আবার দিতে চেষ্টা করবো ।

আমিতো সবে হাতুড়ে ....

ভালো লাগলো এই জন্যে যে, আমাকে ভাবতে বসতে, পড়তে বসতে বাধ্য করছেন...দেখি কতোটা পড়তে পারি :(

অনেক কৃতজ্ঞতা জানাই :D

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

আরজু পনি বলেছেন:

উৎসর্গে সুষমের নাম দেয়া আছে, ওটা আসলে ওর ফেসবুক পেইজের লিঙ্ক...ওর ছবি গুলো আলাদা করে ভাবতে বসায় ।

ওর একটা ছবি আমার পিসির ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাবহার করি...জানি না ছবিটা ব্লগে কেমন দেখা যাবে...

অসাধারণ অনুপ্রেরণা জাগানিয়া একটা ছবি ।
আমার মন ভালো করে দেয় এই ছবিটা ।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: দারুণ পোস্ট।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অভি ।

শুভকামনা রইল ।।

২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

আরিফ আরাফাত রুশো বলেছেন: সুন্দর হয়েছে আপু।আমার গল্পটা দেখেন।এটাই আমার প্রথম গল্প বা গল্প টাইপ কিছু

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ আরাফাত ।
আচ্ছা দেখছি ।

:)

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার আরেকটি অনবদ্য পোস্ট। আপনার কাছ থেকে সবসময় এমন পোস্টই আশা করি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
এমনভাবে বলছেন...সত্যিই লজ্জা পাচ্ছি ।
পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা কান্ডারী ।।

২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

সানফ্লাওয়ার বলেছেন: অতি চমৎকার পোস্ট। শেষের কিছু ছবি সে-রকম হয়েছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই সানফ্লা্ওয়ার ।

শুভকামনা রইল ।।

২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

শাওণ_পাগলা বলেছেন: লিঙ্কগুলো কাজে লাগবে আশা করি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

আরজু পনি বলেছেন:

কারো কাজে লাগলে কৃতার্থ হবো ।

অনেক ধন্যবাদ শা্ওন ।।

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার ফটোগ্রাফির বিবর্তনের ইতিহাস পড়ে মজা লাগলো! আমারটাও লিখতে ইচ্ছে করছে! সেই নিরানব্বই সাল থেকে একটা ফিল্মের অটো ক্যামেরা হাতে আসলো, আর পড়লাম ফটোগ্রাফির কিছু বই, তারপর অনেকদিন ধরে একটা এসএলআর এর স্বপ্ন দেখা, অতঃপর টিউশনির টাকা জমিয়ে নাইকন এফএমটেন, তারপরে অজস্র ফিল্ম তুলে যাওয়া, অজস্র ছবি নষ্ট হওয়া, টাকার অভাবে প্রিন্ট না করতে পারা, অবশেষে ডিএসএলআর এর আগ্রাসন, ফিল্ম নির্বাসন, এখন অপেক্ষায় আছি একটা ডিএসএলআর এর!

মেলা কথা বলে ফেললাম! আপনার পোস্টটাই বলতে সাহায্য করলো!

ছবি তুলে যান!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:

আমার কাছে এই কয়টা মোবাইল বা ক্যামেরা ছাড়া ফটোগ্রাফির আর কোন অভিজ্ঞতা নেই ।

তবে কৃতজ্ঞতায় যাদের নাম দিয়েছি, তাদের বিশেষ অবদান আছে আমার আগ্রহকে বিশেষভাবে সামনে এগিয়ে যেতে সাহায্য করাতে ।

আপনার স্মৃতি নিয়ে লিখে ফেলুন পোস্ট ।

অপেক্ষায় রইল ।

অনেক শুভকামনা রইল ।।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ বিথি ।

ভালো থাকুন ।

:)

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

এম ই জাভেদ বলেছেন: আমিও প্রথম দিকে আপনার মত খালি নিজের ছবি তুলতাম :> :>

ফটো এডিটিং হাতে কলমে শেখার খুব শখ , কিন্তু টিচার পাইনা। আপনি আমার টিচার হবেন আপু ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

ফটো এডিটিং যে আমাকে শিখতেই হবে ! :|

আমি শিখে নেই পরে ফটো এডিটিং সতর্কতা নিয়ে পোস্ট দিয়ে পড়াবো নে ;)

ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন ।। :D

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬

নীল জানালা বলেছেন: ভাই...দেখতাসি হেন বিষয় নাই যা নিয়া আপ্নে পোস্ট দেন্না বা আপ্নে করেন্না। আপ্নে দেখি ফটোগ্রাফিও করেন! আপ্নেরে আমার কাসে সুপারম্যান লাগে। দিনের যখনি সামহোয়ারে ঢুকি ভাগ্য সুপ্রসন্ন থাকলে আপনের একটা না একটা পোস্ট পাইই। আর ভাগ্য প্রায়ই প্রসন্ন থাকে। আচ্ছা, আপনে কি কবিতাও লেখেন? ধুর.. কি কৈ না কৈ? আমার কমেন্টটাইতো একটু ছোট ছোট লাইন কৈরা লেখলে আর কোন গলাকাঁপাইনা আবৃত্তিকাররে দিয়া পড়াইলে কবিতা হয়া যাইবো। আমার জান্তে মুন্চায় আপ্নে কি করেন্না? বা কোন বিষয়ে আপ্নার আগ্রহ নাই? একটু কস্ট কৈরা উত্তর দিলে সত্যই খুশি হমু।

ওহো...ভালোকথা, ঐযে নাম না জানা ভাষ্কর্যটার ফটু দিছেন, যেইটা মিরপুর এলাকায়, ঐটা খুব সুন্দর হৈসে। আমি ঐখানে গেসি। কিন্তু বাস্তবের চাইতে আপনের ফুটুডা বেশি সোন্দর হৈসে। আপ্নের কি ১০ হাজার ছবি তোলা হয়া গেসে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
এতো মজা করে বললেন যে হাসতেই আছি ...

আমি মাত্র কয়েকটা ফটো তুলেছি :((
ফটো এডিটের কিছুই জানি না :(

আর আগ্রহ .... বুঝে দেখি কিসে আছে আর কিসে নেই ;)

আর কবিতা কিভাবে লিখতে হয় নিয়ম জানি না ...তবে এই পোস্টের আগেরটা পাঠকরা কবিতা পোস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে B-)

অনেক আনন্দময় হোক আপনার জীবন ।

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

নীল জানালা বলেছেন: ভাই...দেখতাসি হেন বিষয় নাই যা নিয়া আপ্নে পোস্ট দেন্না বা আপ্নে করেন্না। আপ্নে দেখি ফটোগ্রাফিও করেন! আপ্নেরে আমার কাসে সুপারম্যান লাগে। দিনের যখনি সামহোয়ারে ঢুকি ভাগ্য সুপ্রসন্ন থাকলে আপনের একটা না একটা পোস্ট পাইই। আর ভাগ্য প্রায়ই প্রসন্ন থাকে। আচ্ছা, আপনে কি কবিতাও লেখেন? ধুর.. কি কৈ না কৈ? আমার কমেন্টটাইতো একটু ছোট ছোট লাইন কৈরা লেখলে আর কোন গলাকাঁপাইনা আবৃত্তিকাররে দিয়া পড়াইলে কবিতা হয়া যাইবো। আমার জান্তে মুন্চায় আপ্নে কি করেন্না? বা কোন বিষয়ে আপ্নার আগ্রহ নাই? একটু কস্ট কৈরা উত্তর দিলে সত্যই খুশি হমু।

ওহো...ভালোকথা, ঐযে নাম না জানা ভাষ্কর্যটার ফটু দিছেন, যেইটা মিরপুর এলাকায়, ঐটা খুব সুন্দর হৈসে। আমি ঐখানে গেসি। কিন্তু বাস্তবের চাইতে আপনের ফুটুডা বেশি সোন্দর হৈসে। আপ্নের কি ১০ হাজার ছবি তোলা হয়া গেসে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

সায়েম মুন সেই ভাস্কর্যটার নাম বলে গেছে । '

শতবর্ষের ঢাকা ...এডিট করে পোস্টে যোগ করে নিব শিগগীরই :)

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩

ভিয়েনাস বলেছেন: ছবি তোলার বিবর্তন কথন সুন্দর হয়েছে তার থেকে বেশি ভালো হয়েছে আপনার ফটোগ্রাফি :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

জেনে অনেক ভালো লাগলো ভিয়েনাস :D

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

রাতুল_শাহ বলেছেন: ক্যামেরা কথার জানলাম।

ডিএসএলআর শব্দটা শুনলে ডিএসএলআর এর ছবি না ভেসে বন্ধুর ছবি চোখে ভাসে। বন্ধু নতুন ডিএসএলআর কিনে আমাদের ক্যাম্পাসে আসছে। নতুন একটা কলম কিনলাম, সে সেটারও ছবি তুলে। খাইতে নিয়ে গেছি, সেখানেও সে ডিএসএলআর নিয়ে গেছে।

বন্ধু অনেক সুন্দর ছবি তুলে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

:P

বাসার মানুষের বকা খাওয়ার ভয়ে, না হলে আমি নিজেও ক্যামেরা গলায় ঝুলিয়ে রাখতাম সবসময়ই :P =p~

আমি যে করে সুন্দর ছবি তুলব ! :|

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

সাদরিল বলেছেন: এই প্রথম আপনার কোন পোস্ট ফেভারিটে রাখলাম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

আগে জানলে আরো আগেই এই পোস্ট দেবার চেষ্টা করতাম .... হাহাহাহা

সাদরিল, আপনাকে আমার ব্লগে পেয়ে অনেক ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন সবসময়ই ।।

৩৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০১

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
“আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

এই ডিজিটাল যুগে সেটা আরো ১০ গুন বা ১০০ গুন বাড়ানো উচিত ! :|

:(

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস পোষ্ট +++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শোভন ।

ভালো থাকুন ।।

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১০

ভয়ংকর বোকা বলেছেন: নতুন করে অনুপ্রেরনা পেলাম আপু। প্রথম ডি এস এল আর ছবি ব্লগ এর অপেক্ষায় রইলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

আরজু পনি বলেছেন:

ছবি ব্লগ ! :(

অপেক্ষায় থাকতে থাকতে বুড়ো হয়ে না গেলেই হলো !

৩৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৫

প্রিন্স হেক্টর বলেছেন: ভাল লাগলো। :)

আমার টুকটাক শখ আছে। তবে চাপা দিয়ে রাখা :|

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

আরজু পনি বলেছেন:

চাপা শখকে জানান দিন ।

জাতি জানতে আগ্রহী :D

ধন্যবাদ হেক্টর ।।

৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার একটা অনেক দরকার ছিল :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:

আমার তো মনে হয়েছিল আপনার আছে ...

এই পোস্ট তৈরী করার সময় আপনার কথা একাবর মনে পড়ছিল, ছবি পোস্টের লিঙ্ক দিলে আপনার পোস্ট হয়তো প্রথমেই আনতাম ।

শুভকামনা জানবেন ।।

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫

কয়েস সামী বলেছেন: ক্যামেরা নিয়ে একটা গল্প লিখব -ভাবতেসি অনেকদিন ধরে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:

গল্পে আমার নাম রাইখেন :P

নতুন গল্পের অপেক্ষায় রইলাম :D

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ক্যামেরা কথা বলে,,,,,,,,,,ভাল লাগলো,,,,,,,,,উপকারী পোস্ট,,,,,অন্তত আমার জন্য দরকারী

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

আরজু পনি বলেছেন:

দরকারে আসলে তো খুবই কৃতার্থ হবো ।

অনেক ধন্যবাদ জানাই লায়লা ।।

৪০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নারায়নগঞ্জ-রূপগঞ্জ আর ব্রিজের ছবিটি দেখলে নিশ্চিত বলতে পারি, ফটোগ্রাফার হিসেবে আপনার সফল বিবর্তন হয়েছে। :)

ফটোগ্রাফি বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার এক অবিচ্ছেদ্য অংশ। দেশের ইতিহাস আর ঐতিহ্যকে তুলে ধরার জন্য এর চেয়ে বিশ্বস্ত মাধ্যম আর থাকতে পারে না।

সম্প্রতি একটি ফেইসবুক পেইজ দেখে আমি মুগ্ধ! তারা দু’শো বছরের বাঙালির ছবি দিয়ে আমাদের জন্য একটি টাইম-মেশিন স্থাপন করে দিয়েছেন:
https://www.facebook.com/bd.old.photo.archive

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

আরজু পনি বলেছেন:

ওই ছবিগুলোতো মোবাইল দিয়ে তোলা :(

পেইজটা শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ ।

লাইক দিয়ে রাখলাম ।

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ জানাই মইনুল ।।

৪১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

মোতাব্বির কাগু বলেছেন: আরজু আপু একটা মজার কথা বলি আমার জীবনের ২য় ক্যামেরা আর আপনার ২ইয় ক্যামেরা একই। yashica J mini supar :)

আপনার প্যানাসনিক ক্যামেরায় কেমন ফিল্ম ইউজ করতেন জানতে চাচ্ছিলাম। নেটে সার্চ দিয়ে প্যানাসনিক সি-১১ এর কোন ফিল্ম পেলাম না।
প্লিজ আমাকে যদি ফেসবুকে মেইল করে দিতেন.........
আমি রেগুলার সামুতে আসতে পারিনা বলেই এই আবদার
https://www.facebook.com/firefox234

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:



yashica ব্যবহার করেছি অনেক আগে ...
আমি নামটাই মনে করতে পাচ্ছিলাম না, শেষে এক বন্ধু মনে করিয়ে দিয়েছে ওই সময় কোন ক্যামেরা yashica ব্যবহার করতাম । কারণ একই ক্যামেরা আমাদের সাথের আরেকজন ব্যবহার করতো ।পরে সার্চ দিয়ে চেহারাটা নিশ্চিত হতে পেরেছি । কিন্তু yashica এর সাথে J mini supar লেখা ছিল কি না মনে নেই ।

ফুজি ল্যাবে এর মধ্যে গেলে ওদের কাছ থেকে নিশ্চিত হতে পারবো ।

এখানে মেমরি কার্ড আর ফিল্ম দু'টোই দেয়া আছে । ফুজি ফিল্ম ব্যবহার করেছি, কোডাকও ব্যবহার করেছি ।



ফেসবুকের যেই ব্রাউজারে আমার রেগুলার আইডিটি ওটা খুব সমস্যা করছে...

নতুন করে উইনডোজ সেটাপ দিতে হবে ।।

আশা করি খুব শিগগীরই কথা হবে ।
অনেক ধন্যবাদ রইল ।।

৪২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

সাজিদ ঢাকা বলেছেন: :) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সাজিদ :)

৪৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

শ।মসীর বলেছেন: :)

একদা আমিও নিজেকে ফটোগ্রাফার বলিতাম :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

আরজু পনি বলেছেন:

আমিতো নিজেকে ফটোগ্রাফার বলি না ।
হাতুড়ে :P

৪৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

অপর্ণা মম্ময় বলেছেন: শখের টুকটাকি দেখতে ভালোই লাগলো ।
শুভেচ্ছা

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অপর্ণা ।

আপনিও শুভেচ্ছা জানবেন ।।

৪৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক কিছু জানা গেল। পোস্ট ভাল লেগেছে।৪র্থ +

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই সেলিম ।।

৪৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২১

নেক্সাস বলেছেন: khali ghurte ache...comment korte pari nai..dosh amar na koya dilam

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

আরজু পনি বলেছেন:

:(

কী আর করা
...তবু্ও যে খোঁজ নিতে এলেন তাতেই অনেক কৃতজ্ঞতা রইল ।।

ভালো থাকুন অনেক ।।

৪৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

ঘুমন্ত আমি বলেছেন: হুম বহুগুনে গুনান্বীত আরজু আফার আর কি করা বাকী আছে তা জাতি দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

আরজু পনি বলেছেন:

কিছুই তো করতে পারলাম না ! :|

সবইতো বাকী আছে ! :(

আপনারা পাশে থাকলে আশা করি বিশ্বটাকেও জয় করতে পারবো B-)

৪৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

আমি ইহতিব বলেছেন: ফটোগ্রাফি আমারও খুব প্রিয় একটা বিষয়। কিন্তু সময় ও সুযোগের অভাবে ফটোগ্রাফি করা হয়না। প্রথম ক্যামেরাটা কি ক্যামেরা আপু, এমন ক্যামেরা মনে হয় প্রথম দেখলাম। DSLR ক্যামেরার শখ পূরণের আশায় দিন গুনছি।

কাজের একটা পোস্টের জন্য ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
প্রথম ক্যামেরাটা সত্যিই খুঁজে পেতে কষ্ট হয়েছে অনেক ।
তবে পেয়ে অনেক ভালো লাগছে ।

জীবনের প্রথম ক্যামেরা যদিও এতো আগের যে কী করেছি নিজেরই মনে নেই :(

আশা করি খুব শিগগীরই শখ পূরণ হবে ।
শুভকামনা রইল ইহতিব ।।

৪৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

আম্মানসুরা বলেছেন: :) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আম্মানসুরা ।।

:D

৫০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই ইখতামিন ।

আমি ইদানিং অনেকটা সময় ব্লগে দিতে পারি না, তাই জবাব দিতে একটু দেরী হয়ে গেল, অনেক অনেক দুঃখিত :( :((

মাত্র দুই দিন ! :|

৫১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

অদৃশ্য বলেছেন:





দারুন লাগলো... জানতে পারলাম অনেক কিছুই যা আপনার একান্ত... এটা খুব ভালো ভাবেই বুঝা যাচ্ছে যে এখানে দেওয়া সবকিছুই আপনার অত্যন্ত প্রিয় ছিলো বা এখনো আছে...

ক্যামেরা...মোবাইল...ছবি সবকিছু যথেষ্ট ভালোলাগার অনুভূতি তৈরী করে...

ফটোর ব্যপারে একটি কথা না বললেই নয় সেটা হলো ফটোতে ফটোশপের কাজটাকে আমি মোটেও পছন্দ করিনা... কেননা তাতে প্রকৃত দৃশ্যটার রূপ বদলায় যা কিনা পরবরর্তির জন্য ভালো না... বাস্তবে কেউ একজন তা দেখতে গেলে কিছুটা হতাশ হবেই...

আপনি এ পর্যন্ত কতগুলো ছবি তুলেছেন? অথবা একটি ভালো ছবির জন্য আপনাকে আরও কতগুলো ছবি তলতে হবে?

চমৎকার পোষ্ট
শুভকামনা...

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

ফটোশপের কাজ আমারও তেমন পছন্দ নয় । কিন্তু ব্লগার সুষম-এর কাজ গুলো দেখলে আর পছন্দ না করে উপায় থাকে না ।


আমিতো ডিএসএলআর দিয়ে যখন তখন ছবি তুলতে পারি না । কিছুটা পারিবারিক সমস্যা রয়েছে । আর তুলেছিও মাত্র হাতে গোনা কয়েকটা ।
ভালো ছবি কতোদিনে তুলতে পারবো জানি না ।

চেষ্টা করবো আপনার কথাটা মনে রেখে ছবি তুলতে ।
এভাবে এসে যে কথা বলে যান আন্তরিকতার ছোঁয়ায়...মুগ্ধতা রয়ে যায় ।

অনেক ভালো থাকুন দৃশ্যমান থেকেও অদৃশ্য ।।

৫২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: ক্যামেরার বিবর্তন দেখতে গিয়ে নস্টালজিক হলাম। ডিএসএলআর এর মালিক হবার জন্যে অভিনন্দন। (এর পুরা মানেটা কী?)

ঐ পোস্টটা পড়েছিলাম। কে যে দিয়েছিলো... দাঁড়ান খুঁজি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

নস্টালজিক করতে পেরে ভালো লাগছে হাসান ।

ডিএসএলআর মানে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরা । আবার এটাকে ডিজিটাল এসএলআরও বলে ।


ঐ পোস্টটা খুঁজে পেয়েছি , ব্লগার নতুন দিয়েছিল ।

তবে তারপর তন্ময়ও একটা দিয়েছে ...দেখি ওটার সাথে সম্পৃক্ত কিভাবে হওয়া যায়...আর তন্ময়ের পোস্টটাতে অনলাইনে যাওয়া হয় নি ...শিগগীরই যাব ।

অনেক ধন্যবাদ জানাই হাসান ।।

৫৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

না পারভীন বলেছেন: সুন্দর পোস্ট । অন্য ব্লগার রা কি লিখল ফটোগ্রাফি নিয়ে পড়ে দেখার লিংক গুলোর জন্য অনেক ধন্যবাদ আপু । প্রিয়তে তুলে রাখলাম ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:

পড়ে কাজে লাগলে কৃতার্থ হবো নাপারভীন ।

অনেকদিন পরে ...আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো ।।

৫৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সোনালী ডানার চিল বলেছেন:
খুব সুন্দর পোষ্ট।

কিছুটা স্মৃতির অতলে হারিয়ে গেলাম।
ফটোগ্রাফি আমারও খুব প্রিয় বিষয়, একসময় টিএসসি তে পিয়ারু ভাইয়ের ষ্টুডেন্ট ছিলাম (তখন ইউজ করতাম জেনিট) !! এখন নাইকোন ডি৫২০০ দিয়েও ছবি তোলার সময় হয়না, তবুও ফটোগ্রাফি খুব মিস্ করি)

শুভকামনা রইল.......

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

আহা ! পিয়ারু ভাই !

আপনিতো আমাকেও নস্টালজিক করে দিলেন ।


দিয়ে দিন না কোন একদিন এইসব স্মৃতিময় কথকতার একটা পোস্ট ।
অপেক্ষায় রইলাম ।

অনেক শুভকামনা জানবেন ।।

৫৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনার প্রতিমন্তব্য দেখে তো আপনার প্রেমে পড়ে গেলাম। /:)

Indeed you have childlike simplicity.

আর জানিয়ে রাখি ফটোগ্রাফীও শিল্প তবে তা' হচ্ছে নিম্নমানের আর্ট।

ভালো থাকবেন। :D

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

:-*

/:)

=p~

৫৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

মেহেদী হাসান মানিক বলেছেন: সামুতে আমার প্লাস দেয়ার অধিকার নাই তাই পড়ে চুপচাপ চলে গেলাম :( :( :( :( :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

সামুর প্লাস সব তাদের নিজেদের দখলে :(

থাক, পরে কখনো দিয়েন :(

আর ভালো থাকবেন, মানিক ।।

৫৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হ্যাপি ক্লিকিং :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

আরজু পনি বলেছেন:

থ্যাঙ্ক ইউ :D

৫৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১

টুম্পা মনি বলেছেন: হেনরি কার্টিয়ের ব্রেসন বলেছেন “আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”

পনি আপুর তোলা ছবি দেখলে এই কথা কইতেন না। লাস্ট ছবিটা, আর মেঘের ছবিটা কালেকশনে রাখা মত হইসে।

অফটপিকঃ আমার যে কবে একটা ডি এস এল আর হইবে! তালি পরে আমি নিজের ছবি তুলতাম। :!> :#>

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা আপনার নিজের ছবি তোলার জন্যে আমাকে ডাকতে পারেন ;)

তবে আপনার ডিএএলআর-এ আমার ছবি তুলে দিয়েন কিন্তু :!> :#>

অনেক অনেক শুভেচ্ছা রইল টুম্পামনি ।।

৫৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০০

শ্যামল জাহির বলেছেন:



ক্লিক করলেই যদি ছবি উঠে....এত অল্প ছবিতে খুশী হবো কেন?!
নতুন ক্যামেরায় অনেক ছবি চাই! :D

তবুও তৃপ্তি পাচ্ছি যে, স্মৃতিগুলোকে ধরে রাখতে পাচ্ছি ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

আরজু পনি বলেছেন:

ক্লিক করলেই ছবি উঠে কথাটা সত্যি হলেও সব ছবি প্রদর্শনযোগ্য বা প্রশংসাযোগ্য হয়না :(

হ্যাঁ, বিষয়টা খুবই আনন্দের । স্মৃতি ধরে রাখার বিষয়টা ।

অনেক অনেক ধন্যবাদ জানাই জহির ।

ভালো থাকুন সবসময় ।। :D

৬০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন দারুন ছবি দেখার অপেক্ষায় আছি। :)

সমালোচনা কিভাবে নেবেন জানিনা,

তবে আমার মতে, ছবি এডটিং আরও ভাল ভাবে করতে হবে। বিশেষ করে লাইটিং এর ব্যাপারটা। (আপনার তোলা কয়েকটা ছবি দেখে বলছি)

শরৎ ভাই কে ফলো করতে পারেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

আরজু পনি বলেছেন:

পাঠক, সহব্লগারদের সমালোচনাকে আমি আশীর্বাদ মনে করি ।
কাজেই আমার লেখায় সমালোচনা করতে পারেন নির্দ্বিধায় ।

আমি এখনও এডিটিংয়ের কিছুই জানি না ।

দেখা যাক কতোটুকু কী করতে পারি ।

শরৎ-এর পরামর্শ দেবার জন্যে অনেক ধন্যবাদ ।
অনেক ভালো থাকুন মামুন ।। :D

৬১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

সুলতানা শিরীন সাজি বলেছেন:
ছবি তুলতে আমিও খুব পছন্দ করি।
বেড়ানোর অনেক লেখায় নিজের তোলা ছবি দিতাম.....
এখনো ছবি তুলি.....ক্যামেরা আগের গুলো ভালো ছিল। জাস্ট ক্লিক।
বড় ক্যামেরায় নানান ঝামেলা,শিখতে হচ্ছে....(ভীষন আলসেমি শেখাতে):)

এখানে পাতার রং বদলাচ্ছে.......হাঁটতে বের হলে পথের দুধারে গাছদের প্রতিদিন বদলাতে দেখছি।সবুজ হারিয়ে যাবে ক'দিনেই।
মন খারাপ হয়।
আশায় থাকি........
প্রিয় কবির মতন করে ভাবি,
(Percy Bysshe Shelley)
If winter comes, can spring be far behind?

সুন্দর গোছানো লেখা।
লিঙ্কগুলো অনেকের কাজে লাগবে।

পাতাবাহার শুভেচ্ছা আরজু।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

আরজু পনি বলেছেন:

আমার ব্লগে স্বাগতম জানাই ।

আশার পথ গুলো কখনো কখনো বড্ড দূরের হয়ে যায় !
শেষের নাগাল পাওয়া...আকাশটাকে ছোঁয়ার মতোই হয়ে যায় !

আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম সাজি ।
ভালো থাকুন অনেক অনেক ।।

৬২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসম্পূর্ণ। আরও কী কী যেন আশা করেছিলাম পোস্টে ;)

তবে, আপনি আরেকটা কাজ শুরু করতে পারেন - ভিডিও এডিটিং। এ কাজটিতে আনন্দ অপরিসীম, যা আপনাকে নাটক বা ছবি বানানোর মতো প্রণোদনা দেবে ;) গুগুলে অনেক টিউটরিয়েল পাবেন, তবে প্রাথমিক কাজটা শেখার জন্য নিচের লিংক দুটো দেখতে পারেনঃ

ভিডিও সম্পাদনা - কীভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন -১ম

ভিডিও সম্পাদনা - কীভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন - ২য়

এরপর আপনি এরকম যে ভিডিওটা বানাবেন তা দেখে হিংসিত না হয়ে পারা যাবে না ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

আরজু পনি বলেছেন:

তবে আর সংসারধর্ম করতে হবে না #:-S

নিজের জন্যে সময় বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে ...এখনও ঘাড়ের উপর অনেকগুলো কাজ রেখে বসেছি ।

তবে আমি আশাবাদী তাই হয়তো আশা করেই যাবো...যদি কখনো পারি, সেই ভরসায় ।

অনেক ধন্যবাদ জানাই সোনাবীজ অথবা ধুলোবালি ছাই ।। :D

৬৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

কালীদাস বলেছেন: নেন, আমার নিজের আঙুলে ক্যামেরায় টিপ মারা একটা ফটু দিয়া গেলাম ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:

বমি করার ইমো খুঁজে পাচ্ছি না ! :-<

গতকাল এই জিনিস রাখা পানির দূর্গন্ধ অনেকটা সময় হজম করতে হয়েছে ।
দেখলেই তো অভক্তি লাগে ! B:-/

আপনি মিয়াঁ ! আপনার বিয়ে বার্ষিকীতে গিফ্ট হিসাবে এই জিনিস নিয়ে যাবো, তখন দেখি .... :>

৬৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মাহবু১৫৪ বলেছেন: একটা এস এল আর কেনার শখ অনেকদিনের। কিন্তু কিনবো কিনবো করে কেনা হচ্ছে না।

পোস্টে +++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০

আরজু পনি বলেছেন:

কিনে ফেলুন ।

আর কিনে অবশ্যই পোস্ট দিবেন ...সেই পোস্টের অপেক্ষায় রইলাম ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই মাহবু ।
ভালো থাকুন ।।

৬৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আপনার আগ্রহই আসল অনেক শেখার, জানার জন্য , অনেক কিছু জানতেও পারলাম ।ফিল্ম ক্যমেরার কথা মনে পড়ে গেল , টাকা জমিয়ে ফিল্ম কেনা , ওয়াশ করা .... ইস ফিল্ম নষ্ট হলে খুব খারাপ লাগত ।



কিন্তু কালিদাস ভাইয়ার ছবিটা দেখে .....ইয়াআআআক , কিসের ছবি :-/

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:

ফিল্ম কেনার পর ছবি তুলে ওয়াশ করাটা ছিল নেশার মতো !

হ্যাঁ, নষ্ট হলে বড্ড মন খারাপ হতো ।


হাহাহাহা
কালীদাস স্যারের খাবারের তালিকার নতুন আইটেম ;)


অনেক শুভকামনা রইল অদ্বিতীয়া ।।

৬৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

ইখতামিন বলেছেন:
পনি আপুর পোস্টে মন্তব্য করলে এর প্রতিমন্তব্য পেতে বুড়ো হয়ে যেতে হবে :(( :( /:) :-& :-0 :-< |-) :| X(( X(

৬৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

আরজু পনি বলেছেন:

@ইখতামিন, আমি অনেক সময়ই বাসার কাজের ফাঁকে ফাঁকে মন্তব্য দেই । :( :((

৬৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

দি সুফি বলেছেন: ছোটবেলায় আমারও খুব শখ ছিল ছবি তোলার। সে অনেক অনেক বছর আগের ঘটনা। আমি তখন ক্লাস ফাইবে। তখন আমার ছোট চাচা কুয়েতে ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। সেখান থেকে আসার সময় আমার জন্য একটা দূরবিন আমার আমার বড় বোনের জন্য একটা ইয়াশিকা ক্যামেরা নিয়ে এসেছিলেন। সেই ক্যামেরা থেকেই আমার ছবি তোলার শুরু।
এই যে এই মডেলটাঃ


আমাকে শর্ত দেয়া হয়েছিল পরীক্ষায় ভালো ফলাফল করলে একটা করে নতুন ফিল্ম পাবো। ফুজি ফিল্ম। পরীক্ষায় ভালো ফলাফল কোন ব্যাপার ছিল না, তাই প্রায়ই নতুন ফিল্ম পেতাম B-)) B-))
আমি যখন ক্লাস সেভেনে উঠি, তখন পুরোদস্তুর ফটোগ্রাফার। গ্রামে বড় হয়েছি। আশেপাশে কারো বিয়ে অনুষ্ঠান হলে আমাকে নিয়ে যেত ফটোগ্রাফার হিসেবে :D স্কুলের বার্ষিক অনুষ্ঠান, সেখানেও আমি B-)) এমনকি ক্লাস সেভেন-এইটে থাকতে এলাকার বেশ কিছু রাজনৈতিক সমাবেশের ফটোগ্রাফারও ছিলাম আমি :D :D একবার এলাকার এমপির সাথে ছিলাম ছবি তোলার জন্য, এক প্রতি-মন্ত্রী এসেছিলেন, সেখানেও ছিলাম, তবে এসব যায়গায় আমি প্রধান ফটোগ্রাফার ছিলাম না :( এমপি পদপ্রার্থী একজনের মনোনয়নপত্র দাখিলের সময় ছিলাম প্রধান ফটোগ্রাফার B-))
যদিও কলেজে ভর্তি হবার পর থেকে ঝোকটা কমে গেছে। এখন স্মার্টফোনে বেশ ভালো ক্যামেরা থাকা সত্যেও তেমন একটা ছবি তোলা হয় না।

আপনার পোষ্টটি পড়ে ছোটবেলার অনেক কিছুই মনে পরে গেল। পোষ্টে ভালো লাগা রইল ++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন:

আপনিতো অনেকদিন নতুন পোস্ট দিচ্ছেন না । ফটোগ্রাফির স্মৃতি নিয়েই না হয় লিখে ফেলুন নতুন একটা পোস্ট ।

অপেক্ষায় রইলাম আপনার নতুন পোস্টের ।।

অনেক শুভকামনা রইল সুফির জন্যে ।।

৬৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । আসলেই আশা জাগানিয়া ছবি ।

লিঙ্কগুলো ব্যাপক কাজের ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

বাহ্, আপনার পুণরায় আমার ব্লগে প্রত্যাবর্তনে বেশ ভালো লাগছে ।
লিংকগুলো কারো কাজে লাগলে কৃতার্থ হবো ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

৭০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

আশীষ কুমার বলেছেন: লিঙ্কগুলোর জন্য প্রিয়তে রাখলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

আরজু পনি বলেছেন:


আমার ব্লগে স্বাগতম আ শী ষ ।

লিঙ্কগুলো কাজে লাগলে ভালো লাগবে ।

অনেক ভালো থাকুন ।।

৭১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

নক্ষত্রচারী বলেছেন: ক্যাপচারিস্টকে স্বাগতম !

এইটা একটা কঠিন আর্ট । ভালো যন্ত্র না থাকলে আর্টিস্ট হওয়া সম্ভব না । কিন্তু আপনি সেই অসম্ভবের প্রতিবন্ধকতাকে প্রতিবন্ধী করে দিয়েছেন !

শুভকামনা রইল !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ করে বললেন তো ।

অনেকদিন পর দেখলাম নক্ষত্রচারীকে ।

অনেক অনেক ধন্যবাদ জানাই ।

ভালো থাকুন সবসময়ই ।।

৭২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

অদৃশ্য বলেছেন:





সুষমকে অনেকদিন ব্লগে দেখিনা... চমৎকার লেখে...

আচ্ছা বুঝলাম... তবে আমার বিশ্বাস একটি ভালো ছবি তুলবার জন্য ১০০০০ ছবি তোলা নয় বরং একটি ফটো কিভাবে তুলতে হয় ( যেমন... সময়, আলো, আঁধার, দৃশ্য, পার্শ্বদৃশ্য, টাইমিং, মুহুর্ত... একজন আনকোরার ভাষায়এরকমই) সেটা জানলেই বেশি সুবিধা হয়... তারপর সুপারসনিক কিছুর জন্য না হয় ১০ হাজার নয় লক্ষ পর্যন্তও অতৃপ্তি থেকে যাক...


শুভকামনা...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আরজু পনি বলেছেন:

মাত্র কয়েকদিন আগেও সুষম দারুণ একটা লেখা দিয়েছেতো ব্লগে ।

হ্যাঁ, ভালো ছবি তোলার জন্যে হয়তো এতো সংখ্যাক ছবি তোলার চেয়ে আপনার বর্ণিত বিষয়ই জরুরী ।

কিন্তু আমার তো সেসবেই নিয়ন্ত্রণ নেই ।।

জানি না, নিয়ন্ত্রণ কবে নাগাদ করতে পারবো ।

আপনার জন্যেও অনেক শুভকামনা দৃশ্যমান অদৃশ্য ।।

৭৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬

যাযাবর৮১ বলেছেন:

ফোটুক তুলতে মুন চায় :-B
সময় কেবল যায় যায় /:)
আরজুপনির ফোটুর বল্গে B-)
লাইক দিয়া নিলাম লগে !:#P

কেমন আছেন আপুজান? :)


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আরজু পনি বলেছেন:

আহ যাযাবর ! অনেকদিন পর !

বেশ ভালো লাগছে ছন্দে ছন্দে আপনার উপস্থিতি ।

ভালো আছি..... (?!)

আপনিও অনেক ভালো থাকুন ।

শিগগীরই আসবো আপনার ব্লগে ।

শুভকামনা ।।

৭৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১

যাযাবর৮১ বলেছেন:
বল্গে > ব্লগে হইবেক :-B

টাইপো হইছে ভুল :(
টানি মাথার চুল X((

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আরজু পনি বলেছেন:

হাহা
ছিঁড়তে হবে না চুল
হতেই পারে ভুল ;)

৭৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: আহারে রিলের সেইসব ক্যামেরা ... ...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

আরজু পনি বলেছেন:

কয়েকটা ফিল্ম আমার কাছে এখনও আছে B-)

ধন্যবাদ ...তুমি ...

৭৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

অচিন্ত্য বলেছেন: এই আলো ছায়ার দুনিয়াটার কিছুই বুঝলাম না। বন্ধুরা ছবি তোলে। দেখতে ভাল লাগে। অনেক ভাল।
ভাল থাকুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

আপনার সবতাতেই হেয়ালি ! 8-|

কিন্তু আপনার উপস্থিতি আমার জন্যে বড্ড আনন্দের বটে ...


অনেক শুভেচ্ছা রইল অচিন্ত্য ।।

৭৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

শাহেদ খান বলেছেন: বাহ ! চমৎকার লাগল, ছবি এবং ছবিতোলকের ক্রমবিবর্তনের এই কনসেপ্ট'টা।

সেই সাথে বাংলাদেশের সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার আইডিয়াটাও দারুণ !

আমার তো এখনই ইচ্ছা করছে, বিভিন্ন সময়ে তোলা আনাড়ি ছবিগুলো দিয়েই একটা ছবিব্লগ পোস্ট করতে !!! ('এখনই' বলছি আক্ষরিক অর্থেই !)

সাথে প্রয়োজনীয় লিঙ্ক সংযোজনে অনন্য একটা পোস্ট হয়ে থাকল এটা।

অনেক শুভকামনা, পনি'পু।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

আনাড়ি !

আমি কিন্তু অলস গল্পকারের ম্যালা গুনের খোঁজ জানি ...

আপনার মন্তব্য থেকেই পুরো পোস্টটা সম্পর্কে ধারণা পাওয়া যায়...এই বিষয়টা বেশ ভালো লাগে ।।

আক্ষরিক অর্থেই প্রমাণিত বটে ;)

৭৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

শাহেদ খান বলেছেন: পনি'পু, এই পোস্ট অফলাইনে পড়েই প্রথমবারের মত ছবিব্লগ দেয়ার ইচ্ছা জাগল আজ। তাই দুপুর থেকেই পুরানো ফোল্ডার ঘাঁটাঘাটি করে ছবি বের করলাম কয়েকটা (যদিও এখানে উপরের মন্তব্যে সেকথা জানিয়েছি বিকালে, অনলাইনে আসার পর), সাথে লিখে দেয়ার জন্য কয়েকটা লাইন বানালাম।

নতুন একটা বিষয়ে উৎসাহিত করার জন্য +

8-|

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

আমার পোস্ট দেয়া পুরোপুরি সার্থক ।

এমন গুনের একজনকে উৎসাহিত করতে পেরে দারুণ লাগছে !

অনেক অভিনন্দন রইল প্রিয় অলস গল্পকার ।।

৭৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: পাওয়ারফুল পোস্ট , বলার কিছু নাই , দেশকে নিয়ে ভাবনায় মুগ্ধতা রইল ।
ভাল থাকুন আপু , এই পোস্ট সাথে নিয়ে যাচ্ছি ।
শুভকামনা , দ্রুত সুস্থতা কামনা করছি আপু :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:

সময়টা অনুকুলে নেই ।

শুভকামনায় অনেক কৃতজ্ঞতা জানাই ।।

৮০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

শূন্যবতী বলেছেন: হেনরি কার্টিয়ের ব্রেসন বলেছেন “আপনার প্রথম ১০,০০০ ছবি হলো আপনার তোলা সবচেয়ে খারাপ ছবি।”
মোহাম্মদ মনিরুজ্জামানের মতে, তা এই ডিজিটাল যুগে ১০ গুন বা ১০০ গুণ বাড়িয়ে দেয়া উচিত ! :( :( :(( :(( :((

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

আরজু পনি বলেছেন:

:( :( :(( :((

৮১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

শূন্যবতী বলেছেন: প্রিয় পোস্ট………+++...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শূন্যবতী ।

কখনো এই পোস্ট কোনভাবেও কাজে লাগলে কৃতার্থ হবো ।

ভালো থাকুন পূর্ণতায় ।।

৮২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন একটা পোস্ট
বেশ কয়েক দিন যাবৎ খুজ নেই
কোথাও গিয়েছিলেন মনে হয় ।।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:

কোথাও যাইনি...সবার মাঝে থেকেও নেই আমি :(

৮৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

বশর সিদ্দিকী বলেছেন: সারা জীবনে সব মিলাইয়া ১০০ খান ফডু তুলছি কিনা সন্দেহ আছে। ছবি তুলথাম ফারি না। :(( :(( :(( :((

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন:

:( :(


এই নিক দেখেতো রিতিমতো চমকে গেছি !

ধন্যবাদ সহ অনেক শুভকামনা জানাই বশর ।।

৮৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

পিনিকবাজ বলেছেন: উপুকারি পুষ্ট :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পিনিকবাজ :)

৮৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ফটোগ্রাফি একসময় নেশা ছিলো । অনেকদিন হাত দেওয়া হয়না ক্যামেরায় । আপনার পোস্ট পড়ে , বিশেষ করে গুগলের বিষয়টা জেনে আবারও অনুপ্রেরনা পাচ্ছি । আর আপনার ক্যামেরার বিবর্তন দেখে মজা পেলাম । এই রকম একটা পোস্ট আমারও লিখে ফেলতে ইচ্ছে করছে এখন ! :P

পোস্টে +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

আরজু পনি বলেছেন:

লিখে ফেলুন...আমরাও জানি আপনার ফটোগ্রাফির বিবর্তন ।

আর ফটোগ্রাফি শুরু করুন আবার...শুরু হোক বাঙলাদেশকে বিশ্বের কাছে পজিটিভ ইমেজে তুলে ধরার প্রচেষ্টা ।

অনেক শুভকামনা রইল ।।

৮৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬

মোতাব্বির কাগু বলেছেন: আমার ৪১ নম্বর কমেন্টের উত্তর দেবার জন্য ধন্যবাদ কিন্তু আপু আমি ঐ পাতলা প্যানাসনিক ক্যামেরাটা নিইয়ে জানতে চাচ্ছিলাম
এমনিই জাস্ট আগ্রহ নেটে এটার ডিটেইল পেলে জ্বালাতাম না
খুব স্লিম ক্যামেরা দেখে চিন্তা করলাম কোনধরনের ফিল্ম ইউজ হতো??
মানে ৩৫মিমি ফিল্ম ( ইয়াসিকা ) তো অনেক ইউজ করেছি
Click This Link

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

আরজু পনি বলেছেন:

ওহ, ওটা আমি ব্যবহার করেছি অনেক বছর আগে ।

অনেক কষ্ট করে নেট থেকে খুঁজে পেয়েছি ওটা । নামটাও ঠিকমতো মনে করতে পাচ্ছিলাম না ।

তবে আমি নিজেও একটা ছবি ছাড়া আর কিছু পাইনি ।

আমি আসলে ৮০র দশকে, ৯০এর দশকে এভাবে লিখে সার্চ দিয়ে খুঁজে দেখেছি ...

জ্বালানোর কিছু নেই ।

ওটা কিন্তু একেবারে স্লিম ছিল না । যতদূর মনে পড়ে এক দেড় ইঞ্চি পুরু ছিল ।
আর ফিল্মই ব্যবহার করতাম । ইয়াসিকার মতোই ।
নিউমার্কেটের দক্ষিণ গেটের প্রথম লাইনের কোনায় কোন স্টুডিও এখনও আছে কি না মনে নেই...বা খেয়াল করিনি । সেখান থেকে নিয়মিত ফিল্ম কিনতাম...ওয়াশ্ও সেখান থেকেই করাতাম ওই সময় ।
বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে ওই ক্যামেরাটা তখন্ও আমার সাথে ছিল...তবে খুব ঝকঝকে ছবি পাইনি ...মানে এখনকার সময়ের হিসেবে ।

আবার এসে বিষয়টা পরিষ্কার করে বলাতে কৃতজ্ঞতা জানাই ।
অনেক ভালো থাকুন ।।

৮৭| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শেষমেশ কিছু একটা লিখে ফেলেছি, বিবর্তনের ইতিহাস না হলেও নিজের ফটোগ্রাফির ইতিহাস হয়েছে ! সময় পেলে একবার দেখে আসার নিমন্ত্রন জানালাম । আবারও উৎসাহের জন্য কৃতজ্ঞতা ।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ তো ...আচ্ছা এখনই যাচ্ছি :D

৮৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের সঙ্গে মালিবাগ মেসে থাকতেন বাবুল ভাই (দুলাভাইও বটেন!) মৌচাকের শিউলি স্টুডিওতে কাজ করতেন তখন। অবসরে ক্যামেরা মেরামত করতেন। সে সময় ১৯৮৮ ইয়াসিকা এফ এক্স-টু একটা ক্যামেরা দেখে প্রথম মুগ্ধ হয়েছিলাম, যে মুগ্ধতা আজও কাটে নাই। শখের কথা কী আর বলবো- মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলতে গেলে সেই ক্যামেরাটার কথা মনে পড়ে- আগ্রহ হারিয়ে যায়।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫

আরজু পনি বলেছেন:

প্রথম প্রেমের মতোই মুগ্ধতা

হাহাহাহা

আগ্রহ হারানোর কিছু নেই ।
আপনার তোলা ছবি দেখতে চাই ।
অপেক্ষায় রইলাম ।।

৮৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট..... দেরিতে হলেও ভালোলাগা জানিয়ে গেলাম।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

দেরী কোন ব্যাপার না সাবির ।

আপনি যে সময় করে এসেছেন তাতেই আমি অনেক কৃতজ্ঞ ।

অনেক শুভকমানা রইল ।।

৯০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মুর্দা ফকির বলেছেন: আপনাদের লেখা যখন পড়ি ,হিংসে হয়,কেমনে যে পারেন.....।

ব্লগে এসে আপনাদের কে পেয়ে অনেক লাকি মনে হচ্ছে ////

ভালো থাকবেন 8-| 8-| 8-|

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

আমি নিজেকেও লাকি মনে করি ।

আপনিও অনেক ভালো থাকবেন , শুভকামান রইল ।।

৯১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

আহমাদ জাদীদ বলেছেন: এডিটিং এ আমি খুব কাঁচা 8-|

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:
আমিতো একেবারে আনাড়ি !
পোস্ট দেখে মন্তব্যে জানান দেবার জন্যে অনেক ধন্যবাদ, জাদীদ ।

৯২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: সময়করে ভালোমতো সবগুলোই পড়তে হবে।
প্রিয়তে নিয়ে রাখলাম

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, রুদ্র জাহদ ।
প্রিতে নিয়ে সম্মানিত করার জন্যে কৃতজ্ঞতা জানাই ।
শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.