নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

পত্র : তবুও তোমার করে রেখো

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮





তোমায়,

কতোদিন ঠিক করেছি, তুমি যেমন করে চাও তেমন করেই থাকবো। তুমিতো বললেই পারো। তোমার এই যে প্রকাশ না করার অভ্যাসটা, আমিতো রক্তাক্ত হই প্রতিনিয়তই। কিন্তু আমি যে সবসময় আমার পিঠে তোমার স্পর্শ খুঁজেছি ! আমি তোমাকে অনেক ঘৃণা করার পরও অনেক বেশিই ভালোবাসি। যদি একটু কম ভালোবাসতাম তবে হয়তো কষ্ট কম পেতাম। আমি কখনো তোমার স্ত্রী হতে চাইনি। যদিও সেই অধিকার নিয়েই অনেক গলা বাড়িয়ে ঝগড়া করেছি। তোমার স্বাধীনতায় অনেক বেশিই হস্তক্ষেপ করেছি। কিন্তু বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবেসে কষ্ট পাই। সেই কষ্ট ভুলতে তোমার ছায়ার সাথে সারারাত কথা বলে কাটিয়ে দেই। আমার নির্ঘুম রাত গুলো জুড়ে থাকে তোমাকে ভালোবেসে দূরে থাকার হাহাকার।আমার সবচেয়ে বড় ব্যর্থতা আমি তোমার বন্ধু হতে পারিনি । আমি তোমার বন্ধু হতে পারিনি... এই কষ্টই আমি পাচ্ছি প্রতিটি মুহুর্তে। কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি আমি ঠিকই আমার পিঠে তোমার স্পর্শ পাবো। তুমিই একসময় আমায় জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলবে- 'টুনটুনি, আমি তো সব সময়ই তোর ছিলাম। কেন মিছে পাগলামি করে এতোগুলো মাস নির্ঘুম কাটালি, নিজেকে কষ্ট দিলি।' আমি তো কষ্ট পাচ্ছি। তোমাকে ভালোবেসে দূরে সরিয়ে রাখার কষ্ট । লিখতে যেয়ে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। আজকে তোমার সেই পুরণো কাগজগুলো নিয়ে বসেছিলাম। যেগুলোতে তুমি তোমার পছন্দের কিছু গান লিখে রেখেছিলে। ভেবেছিলাম কম্পোজ করে রেখে দিই। কিন্তু নষ্টালজিয়া আমায় অস্থির করে ফেললো । তোমার এই গানটা মনে আছে?...



পিঞ্জিরার পাখির মতো

আমি তারে উইড়া যাইয়া দেখি,

কোথায় গো ,

আমার কালো পাখি...'




মনে আছে...

'ভালোবাসি' বলিব না,

বলেছিলাম একদিন, কেঁদেছি অনেকদিন।

এ জ্বালার শেষ নাই, জীবনে আমার।'




গানগুলো আমি ইউটিউবে অনেক খুঁজেছি, পাইনি। গানের, সিডির দোকানের লোকগুলোও আমার নিরাশ করে ফিরিয়ে দিয়েছে। তোমার গানের খুব ভালো শ্রোতা ছিলাম একটা সময়। জানো, এখন যখন তুমি উদাস হয়ে বারান্দায় গান গাও, আমি কুন্ঠিত হয়ে যাই। তোমার কাছ ঘেসে দাড়াতে না পাড়ার ব্যর্থতায় আমার এই কুন্ঠাবোধ। আমার এই কুন্ঠাবোধে আমি বিপর্যস্ত। তোমার কাছে নিজেকে প্রকাশ করতে না পাড়ায় আমি কুন্ঠিত। আমি আমার যোগ্যতা প্রকাশে ব্যর্থ হওয়ায় কুন্ঠিত। দেখো, আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো। আমার যোগ্যতার পরিপূর্ণ প্রকাশ করেই আমি ফিরে আসবো। আমি যে বিশ্বাস করি, তোমার কাছে আমি তোমার মতো করেই ফিরে আসবো। ততদিন শুধু একটু কষ্ট করে তুমি আমারই থেকো।



- তোমারই টুনটুনি।













পুনশ্চ: তুমি কি একটু কষ্ট করে পড়বে? অনুরোধ রইলো। আমি তোমাকেই লিখেছি। কিন্তু তোমাকে লিখতে যেয়ে যেন তোমার ছায়াকেও লিখলাম! আমি এই পৃথিবীর সবাইকেই কচুরী পানার মতো দূরে সরিয়ে রাখতে পারি, কিন্তু তুমি বা তোমার ছায়া আমায় অস্থির করে রাখে। আমি কোন ভাবেই পারি না তোমার দিকে না তাকিয়ে থাকতে। কি করবো বলো?! এ যে আমার চরম ব্যর্থতা তোমাকে ভুলে না থাকতে পারা! আমি চাইও না তোমাকে ভুলতে।



তাইতো মাঝে মধ্যে চরম রেগে গেলে গালাগাল করে থাকি-



অভিশাপ দিলাম !

না না...

আমি কেমন করে অভিশাপ দিই বলতো ?

তোকে শাপলে যে আমার গায়েই লাগবে !



আমি না হয় হলামই ক্ষতবিক্ষত

তবুও তোর অপেক্ষাতেই থাকবো !



সকল কাজের ভীড়ে

শেষ বেলার অবসরে

তোর অপেক্ষাতেই কাটে !



বলতো, আমায় ছেড়ে কতদূরে যাবি তুই ?

আমার অপেক্ষা সেই দূরত্বকেও অতিক্রম করবে

তোর অপেক্ষাতেই...



আমার ঘৃণায় মোড়ানো সকল ভালবাসার উপলক্ষ

এই অসভ্য, জানোয়ার, বদমাইশ শুধুই তুই...

তোর জন্যে !





ছবি: গুগল

মন্তব্য ১৭৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
টুনটুনি, ঝুনঝুনি ||

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

টুনটুনি নামটা

হাহাহাহা বেশ আদুরে কিন্তু ;)

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: আমি কেমন করে অভিশাপ দিই বলতো ?

আসলেই কিছুতেই অভিশাপ বের হয় না !! :(:(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

:( :(

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

ইউর হাইনেস বলেছেন: নিজেকে শাপ-শাপান্ত করতে ইচ্ছা করছে। কেন এত ভাল করে ভালবাসতে পাই না।
সত্যি সবাই যদি আর কিছু না পারুক শুধু ভালবাসতে পারত তারপরেও দিন অনেকটা বদল হইত।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

ভালবাসতে বাসতে নিজেকে বিরান করে দেয়া ।
ক্ষতিতো নেই ।

ভালবাসা ...জনম জনম ভরে থাকুক ।

মন্তব্যটা খুব ভালো লাগলো ।।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার যা মনে হলো - লিখাটার ভাব ছবি: গুগল মামু অনেকাংশেই কমায়ে দিসে।

বেশ সুন্দর লিখা .. (নতুন নাম খুঁজি- The Searching) :| ||

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

মামুকে সরিয়ে ফেলেছি ।

পরামর্শের জন্যে কৃতজ্ঞতা জানাই মুন ।

:)

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

মেংগো পিপোল বলেছেন: আজকাল আর কেউ কাউকে চিঠে লেখেনা। ইমেলের মধ্যে একপ্রকারের চিঠি চিঠি ভাব আছে। আমার এখনো মাঝা মাঝে মনে হয় ইস যদি এখোন কাছের মানুষটি চিঠি লিখতো বুক ভরা ভালো বাসা নিয়ে, আবেগময় চিঠি। ভালো লাগলো আপনার পত্র পড়ে।

ভালো থাকবেন আপু। কেনো যেনো আজো মাঝে মাঝে আবেগি হতে ইচ্ছে হয়, কিন্তু বড় কাটখোট্টা হয়ে গেছে জীবন, মোবাইলের ভেতরে যন্ত্রের মতন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

যারা লেখে তারাতো আবেগিই...আবেগ না এলে তো অনেক লেখাই সম্ভব না ।

আমি লিখি চিঠি ।
প্রায়ই ।


আর আপনার বাস্তবতাকে ঘিরে লেখা দারুণ সব গল্পতে আবেগ না থাকলে এতো সুন্দর করে লেখা কি সম্ভব হতো ? নিশ্চয়ই না ।



চিঠি বেঁচে থাকুক হারানো দিনের মাঝে নতুন করে এই সময়ে ।

অনেক ধন্যবাদ মেংগো পিপোল ।।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: এ যে আমার চরম ব্যর্থতা তোমাকে ভুলে না থাকতে পারা......... আমি চাইও না তোমাকে ভুলতে....





ভালো লাগা রইলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

আমি চাইও না তোমাকে ভুলতে...
কখনোই না ...

পাঠে অনেক ধন্যবাদ জানাই সাবির ।।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: এ'কি হাহুতাশে দহে দুজনায়
ভালবাসে তবু কেহ না শুধায়
বলিলেই যদি অদৃশে মিলায়
হৃদয়ের আলো আশা-
হায়, এ কেমন ভালবাসা?!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ তো !

এইই ভালোবাসা ...

অনেক ধন্যবাদ জানাই খালিদ ।।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


পত্র পাঠে মুগ্ধ পনি আপু। এমন পত্র আজকাল আর কেউ লিখেনা :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

আপনি লিখে ফেলুন রেশমীকে ;)

তারপর হলুদ খামে ভরে পাঠিয়ে দিন ।

মন্দ হবে না ব্যাপারটা ।

অনেক শুভকামনা রইল আপনাদের জন্যে ।।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর হয়েছে আপু !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই, অভি ।।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ঢাকাবাসী বলেছেন: চিঠি লেখা তো ভুলতেই বসেছিলুম, মনে পড়ল। সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

মেইলেও সেভাবেই লিখতে পারেন কিন্তু ।
অন্তত অভ্যাসটা থেকে যাবে ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই ঢাকাবাসী ।।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চিঠি ছুঁয়ে গেল।
মধ্যের কবিতাখানিও।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

পাঠে কৃতজ্ঞতা জানাই কবি ।।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

যেড ফ্রম এ বলেছেন: যাই, পেশেন্ট ওয়েট করছে!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

যাই, পেশেন্ট ওয়েট করছে!.............সরল অর্থে বুঝবো ? ;)

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

যেড ফ্রম এ বলেছেন: হ, সরল অর্থেই। পেশেন্টকে অন্য জায়গায় রেফার করতে হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

আরজু পনি বলেছেন:

আচ্ছা, সরল অর্থেই নিলাম ।

পেশেন্টের জন্যে শুভকামনা রইল ।।



অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে বেশ ভালো লাগছে ।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: বাহ !! দারুণতো। টোনাটুনিরাও এমন চিঠি চালাচালি করে !! নিখাদ রক্তমাংসের মানুষ বলেই হয়তো এমন চিঠি আজও লিখতে পারিনি। :(


+++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

আরজু পনি বলেছেন:

না হয়, ভালোবেসে হলেনই টোনা -টুনি ;)

রক্ত মাংসের মানুষে বড্ড বেশিই হিসেব নিকেশ ! :|

পত্র ভালবাসা বেঁচে থাকুক ।

অনেক ধন্যবাদ জানাই রেজা ।।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬

মেহেদী হাসান মানিক বলেছেন: ইটা কি কবিতা ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

আরজু পনি বলেছেন:

পত্র : তবুও তোমার করে রেখো♣

:|

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

তন্দ্রা বিলাস বলেছেন: জীবনে কেও কোনদিন আমারে চিঠি লিখে নাই আপচুচ :( :(

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

আরজু পনি বলেছেন:

আহা !

খুবই দুঃখের বিষয় ...
তবে আপনি লিখে যান কাউকে...সেও ভালো 8-|

অনেক শুভকামনা জানাই ।।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!!! সুন্দর!!!
একখান চিঠি লিখতে হবে বুঝলাম !! না হয় প্রিয়তমারা ভালোবাসা বুঝবেনা। /:)



আপু আপনার চিঠিতে প্লাস রইল ++++++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

আরজু পনি বলেছেন:

অবশ্যই লিখবেন ।

একটা পত্র, কতোখানি ভালবাসার প্রকাশ ঘটাতে পারে লিখেই দেখুন :!> 8-|

শুভকামনা রইল শোভন ।।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৮

ভিয়েনাস বলেছেন: ভালোবাসতে বাসতে নিজেকে বিলিন করে দিলাম তবুও আমার পিঠে তোমার হাতের স্পর্শ পেলাম না /:)

এতো আবেগী চিঠি এখন কেউ লিখে,এখন তো ডিজিটাল যুগ।

অনেক দিন পর পত্র পাঠে মুগ্ধ হলাম......

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

আরজু পনি বলেছেন:

ডিজিটাল যুগে কি ভালোবাসা কমে যায় নাকি ? /:)

ভালোবাসাকেতো আমরাই ডিজিটালাইজড করে ফেলছি ।

লিখে দেখুন না একটি পত্র, সাথে হলুদ খামে ভরে পাঠানো ...অথবা না হয় কিনেই নিলেন একটি নীল খাম...
তারপর..................

মনে হয়, ব্যাপারটা মন্দ না হয়ে বেশ দারুণ হবে ;)

মুগ্ধ করতে পেরে কৃতার্থ বোধ করছি ভিয়েনাস ।

ভালো থাকুন...সর্বদাই ।।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৬

অনাহূত বলেছেন: দারুন চিঠি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল অনাহূত ।।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হৃদয় উজাড়-করা ভালোবাসার চিঠি।

তিন নম্বর লাইক :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

আরজু পনি বলেছেন:

ভালোবাসলে উজাড় করেই বাসবো ... কৃপণের মতো বাসবো না :| :( :((


:P

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: " আমি যে সবসময় আমার পিঠে তোমার স্পর্শ খুঁজেছি ! "
দারুন লাগলো কথাটুকু। এটাই আমার কাছে পুরো চিঠির সারংশ।
Click This Link

চিঠি লেখা চালু থাকা দরকার। সেল ফোন বা এসএমএস কখনেই চিঠির বিকল্প নয়। সুস্থিরভাবে আসল কথার প্রকৃত বাহন হলো চিঠি। সুন্দর চিঠির জন্য ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

আরজু পনি বলেছেন:

" আমি যে সবসময় আমার পিঠে তোমার স্পর্শ খুঁজেছি ! ".... হ, সত্যই তো !

বস্তুগত অথবা অবস্তুগত হলেও চলবে, তবু্ও চাইই চাই :#>

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

আম্মানসুরা বলেছেন: খুব আবেগি চিঠি! ভালো লাগল!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

:!> :#>

অনেক ধন্যবাদ আম্মানসুরা ।।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

বশর সিদ্দিকী বলেছেন: আপু কেমন আছেন। আপনার লেখা অনেক দিন পরে পরলাম। ভাল লিখেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

আরজু পনি বলেছেন:

নিজেকে গোছাতে একটু ব্যস্ততা যাচ্ছিল ...আর সময়টা অনুকুলে ছিল না মোটেই ।

ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।।

অনেক ধন্যবাদ বশর ।।

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

এ্যরন বলেছেন: সুন্দর হয়েছে ..... শুভকামনা রইল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

আরজু পনি বলেছেন:

আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগছে ।

বাবুটার জন্যে অনেক শুভকামনা রইল ।।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

মামুন রশিদ বলেছেন: পত্র আর কাব্য পাঠে ফিলিং উদাস উদাস ।


ঘোর লাগা ভাললোলাগা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন:

8-| 8-|

অনেক ধন্যবাদ মামুন।।

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০

অচিন্ত্য বলেছেন:
খুব কোথাও খুব নিকট
অন্তহীন অন্তরাল
কোথায় তুমি কাটবে এই
স্থান কালের যৌথ জাল

দৃশ্য থেকে দৃশ্যময় দৃষ্টিও কি একলা হয়
দৃশহীন শব্দহীন
দীর্ঘ রাত জেগে থাকে
জেনেছি
সমস্ত সাধ জমা থাকে আরেক বুকে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ তো !

এমন একটা চিঠির কারণেই আপনার এমন দারুণ একটা মন্তব্য পেলাম ।

অনেক কৃতজ্ঞতা জানাই ।।

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

সমুদ্র কন্যা বলেছেন: আবেগে থর থর! খুব ভাল লাগল আপু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আবেগের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করা হয়েছে ;)

অনেক ধন্যবাদ কন্যা ।।

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মন খারাপ ভালবাসাবাসি
এইখানে আকাশ তবু জলে ভাসি ।

চিঠি পড়তে সবসময়ই ভালো লাগে । +++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

আরজু পনি বলেছেন:

চিঠি পড়তে আমারও বরাবরই অনেক ভালো লাগে ।

ধন্যবাদ আদনান ।

শুভকামনা জানাই ।।

২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো হইসে। পড়ে মগ্ধ হইসি। আর দুঃখ পাইসি। :( :( :( :(( :(( :(( :(( :(( দুঃখ ক্যান কমে না? দিনকে দিন খালি বাড়ে! :-< :-<

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
এতো দুঃখ কেন ভালোবাসায় ।

নাহ্... লিখে লিখে দুঃখ কমিয়ে ফেলুন ।।

:D

৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর আবেগী চিঠি পনি আপা। ভালো লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

আরজু পনি বলেছেন:

পত্র পাঠে অনেক ধন্যবাদ জানাই হাসান ।।

৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি রে রে রে রে'র ব্যাপারটা বলতে গিয়েও আর বলিনাই।
এখন বেটার লাগতেসে ||

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

আরজু পনি বলেছেন:

আমার লেখায় সমালোচনার দ্বার উন্মুক্ত ।
যা মনে হবে বলে ফেলবেন ।
তাতে আমার উপকারই হবে ।

শুভাকাঙক্ষী মনে করলে কাজটা এরপর থেকে নির্দ্বিধায় করবেন আশা করি ।।

কৃতজ্ঞতা জানাই মুন ।

তবে এই কৃতিত্ব কিন্তু সোনাবীজ অথবা ধুলোবালিছাইয়ের ;)

৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

দূর্যোধন বলেছেন: =p~ =p~ =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

আরজু পনি বলেছেন:

X( X( X((

৩৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: এরকম চিঠি আজকাল কেউ লেখে কিনা ভাবছি।
লুতুপুতু আবেগি চিঠি ! B-)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

আরজু পনি বলেছেন:

আমিতো লিখলাম :#> :P

হাহাহাহা লুতুপুতু কৈ ? /:)

এই পত্র পাঠে কেউ যদি পত্র লিখতে আগ্রহী হয়, তাই বা কম কিসে ....
আর একজন স্ত্রীর এই আবেগ দেখে আর কোন স্ত্রী অথবা স্বামীই যদি আক্রান্ত হয়ে তার প্রিয় মানুষটাকে আলাদা করে এক মিনিটের জন্যেও ভাবতে বসে সেটা্ও বড় প্রাপ্তি মনে করবো ।

হাহাহাহা সেলফ ডিফেন্স B-)

অপর্ণা, অনেক অনেক ধন্যবাদ ।
আপনার মতামত ভালো লাগে...অনেক ।।

৩৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

বিডি আমিনুর বলেছেন: করুন শুরে দারুন চিঠি !
পড়ে মুগ্ধ আমি ! দগ্ধ আমি !
ভাল থাকবেন টুনটুনি আপু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

আরজু পনি বলেছেন:

আমারে টুনটুনি আপু বলতেছেন কেন ? :||

=p~ =p~

৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

রুপ।ই বলেছেন: আবেগে ভরপুর চিঠি ভালো লাগলো অনেক.........চিঠি বেপারটাই অনেক রোমান্টিক ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, চিঠি ব্যাপারটাই আসলেই অনেক রোমান্টিক ....

অনেক শুভকামনা জানাই রুপ।ই ।।

৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

মেহেদী হাসান মানিক বলেছেন: ফাইন :#) :#) :#) :#) গদ্যে পদ্যে সুন্দর পত্র।
পিলাস 8-| 8-| 8-| 8-| 8-|

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
আমি গদ্য পদ্য বুঝি না...যা লিখতে ইচ্ছে করে লিখে ফেলি :P

অনেক ধন্যবাদ জানাই মানিক ।।

৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

সকাল রয় বলেছেন:
আমি চাই কেউ এমনি করে পত্র লেখুক, কেউ লিখুক এমন সব গান শব্দ!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

আরজু পনি বলেছেন:

কারো আকুতি থাকেই ...চিঠি দিও প্রতিদিন...এমন ।

কেউ অপেক্ষায় থাকে ...

ধন্যবাদ সকাল...আপনার উপস্থিতি ভালো লাগলো ।।

৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

শ্যামল জাহির বলেছেন:
আমি যে বিশ্বাস করি, তোমার কাছে আমি তোমার মতো করেই ফিরে আসবো। ততদিন শুধু একটু কষ্ট করে তুমি আমারই থেকো।





♣তবুও তোমার করে রেখো♣ গোপন পত্র পড়ে ফেললাম! যদিও; অন্যের পত্র খোলা নিষেধ।

অনেক ভাল লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
গোপন হলেতো গোপনই থাকতো..প্রকাশ্যে আসতো না ;)

ভালো লাগায় অনেক ধন্যবাদ রইল ।।

৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনার পিঠে প্রেমের ছোয়া লাগুক। ভালবাসা পেয়ে ধন্য হোন। আপনার লেখা কিন্তু হৃদয় ছুয়েছে আমার। ভাল লাগার একটা অনুভূতি হলো পেলাম যেন। সেখানে দরদমাখা পরশ।আন্দোলিত হলাম ।চিঠি আর কবিতায় ভাল লাগা।ভাল থাকবেন। :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
লেখাকে লেখা হিসেবে না নিয়ে ব্যক্তিগতভাবে নেয়া হলেতো তবে কোন কিছু লেখাই সম্ভব না ! /:) #:-S


ভালো লাগলো জেনে আনন্দিত হলাম ।।

৪০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
আহারে বিরহ.

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

আরজু পনি বলেছেন:

হায় প্রেম !
হায় বিরহ !

পাঠে অনেক ধন্যবাদ শাহরিয়ার ।।

৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

সায়েম মুন বলেছেন: বাহ! বেশতো!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

আরজু পনি বলেছেন:

কবির ভালো লেগেছে ...এটাই অনেক বড় প্রাপ্তি B-)

অনেক ধন্যবাদ রইল মুন।

৪২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: আহারে আপুনি!!!


তুমিও দেখি দুঃখ চিঠি লিখলে !!!!!!!!!!:)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

আরজু পনি বলেছেন:

যারা প্রকৃত দুঃখি তাদের দুঃখ দূর করতে তো লিখতেই হয় বৈকি 8-|

যেনো এই দুঃখ দেখে তাদের দুঃখের কথা ভুলে যায় B-)

পাঠে ধন্যবাদ জানাই শায়মা ।।

৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

শ্রাবণধারা বলেছেন: কেমন যেন লাগলো, মনে হল অন্যের শোবার ঘরে ভুল করে ঢুকে পড়েছি।

থাক না কিছু আবেগ একেবারে নিজস্ব গভীর গোপন - ডায়রীর পাতায় শুকিয়ে যাওয়া ফুলের মত। ব্লগের বারোয়ারি দোকানে শুকিয়ে যাওয়া ফুল দেখে অস্বস্তি হতে পারে কারো কারো.........।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

শ্রাবনধারা, এখানেই মনে হচ্ছে আমার লেখার সার্থকতা
পাঠককে সত্যের কাছাকাছি ভাবাতে সমর্থ হয়েছি ।

আর এমন একটা লেখাই কিন্তু শ্রাবনধারাকে আরজুপনির ব্লগে নিয়ে এসেছে...তার মতামত জানাতে হলেও... B-)

অনেক ভালো লাগলো, আপনি ঠিক যেভাবে ভেবেছেন তাই বললেন ।
কৃতজ্ঞতা জানাই ।।

৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

অদৃশ্য বলেছেন:





লিখাটি পড়বার পর ভাবছিলাম দোষটা কার বেশি ?


তবে যার পত্র তার যে দোষ আছে তা তিনি অকপটে স্বীকার করেনিলেন... এটা খুবই ভালোকথা... এটুকুই প্রমান করে স্বামীর প্রতি, তার ভেতরেও তার জন্য রক্তক্ষরণ হয়... হ্যাঁ, ঠিকই আছে, এটাই ভালোবাসা...

সম্পর্কটা বন্ধুত্বের হলে ওরকম গালাগালি মারামারিতেও তেমন কিছু এসে যায় না... আর সম্পর্কটা সেরকম না হলেতো মহাবিপদ...

ভাবাবেগের জলে ভরপুর ছিলো...

শুভকামনা...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

আরজু পনি বলেছেন:

একসংগে থাকতে গেলেতো কতো রকমেরই সমস্যা হতে পারে...ভুল বোঝাবুঝি হতে পারে ।

তা নিয়েও যেন দাম্পত্য সম্পর্কগুলো বিশ্বস্ততার সাথে, সততার সাথে টিকে থাকে...তেমনটিই কামনা করি । সবার জন্যে ।

বিবাহিত মানুষগুলোর ছলচাতুরী দেখতে ভালো লাগে না...বিপরীত পাশের মানুষটিকে যখন আমার পরিচিত কেউ উপেক্ষা করে...তখন সত্যিই বিরক্ত লাগে ।

তাই সবার দাম্পত্যজীবন সততায়, বিশ্বস্ততায় ভরে উঠুক । ভালোবাসা ভরে থাকুক ।

আমরা যেন আমাদের বর বা বউয়ের শুধু দোষই দেখে না বেড়াই ।বরং নিজের দোষটাও যেনো দেখি ।

আপনাকে পেয়ে হরবর করে বলে ফেললাম...হয়তো আপনার কাছে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি ।

অনেক ধন্যবাদ রইল দৃশ্যমান অদৃশ্য ।।





আজকে অনলাইনে সুহৃদকে দেখলাম ক্ষণকালের জন্যে !:#P

৪৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

আমি ইহতিব বলেছেন: দারুণ পত্র, ভালো লাগলো পড়তে। যার জন্য লেখা সে যেন অবশ্যই পড়ে সেই কামনা করছি।

আমাদেরও এক সময়ের অনেক পত্র জমে আছে, মাঝে মাঝে সেগুলো বের করে পড়ি আর পুরনো দিনের কথা মনে করি দুজনে মজা করি। চিঠির আসলে আবেদনই অন্যরকম তাইনা আপু?

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪১

আরজু পনি বলেছেন:

চিঠি, এক সময় খুব লিখতাম ।
ভোরের কাগজে পাঠানোর জন্যও লিখতাম ।

আহা দারুণ চিঠিময় দিনগুলো ।

লিখে ফেলতে পারেন, চিঠিময় দিনগুলোর কথা ।

অনেক শুভকামনা জানাই ইহতিব ।।

৪৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
একটা কৃতিত্ব পাওয়া মিস হয়ে গেলো।টীশ ম্যান !

যারা প্রকৃত দুঃখি(/খী?) তাদের দুঃখ দূর ... ||

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪

আরজু পনি বলেছেন:

:(
দুঃখিত ।।
দুঃখী বানান ভুল লিখে দুঃখিত ।। :P

এমন সহব্লগারই চাই । যে সুন্দর করেই ভুল ধরিয়ে দেয় ।

আর কৃতজ্ঞতা অবশ্যই...গুগল মামা বলে কথা ;)

৪৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
ভালোবাসা কি অন্তরে থাকে, না কি কলমের ডগায়!!

চমৎকার আবেগী লেখা, খুব.............

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫২

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
লেখকদের ভালোবাসা কলমের ডগায় থাকে :P


অন্তরে থাকলে দেখবে কে আর পড়বেই কে বলুন ? 8-|

আবেগ স্পর্শ করাতে পেরে ভালো লাগছে সোনালী ডানার চিল ।

অনেক ধন্যবাদ জানাই ।।

৪৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

একজন আরমান বলেছেন:
চিঠি পড়ে আফসোস বেড়ে গেলো। :| :| :|

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৭

আরজু পনি বলেছেন:

কেন ? :||

লিখে ফেলুন প্রিয়জন কারো কাছে ...
শুভকামনা রইল আরমান ।।

৪৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অভিশাপ দেয়া ভালু না!

টুনটিনিরে দেখতে মুঞ্চায়! #:-S


কান্দাকাটির চিডি পড়তে ভাল্লাগে না। :-< :-<

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

/:)

এখানে একটা দৃঢ় প্রতিজ্ঞ চরিত্রকে পত্রে দেখতে না পারার ব্যর্থতা একান্তই আহমেদ আলাউদ্দিন-এর ;) :P

টুনটুনিকে লেখার মাঝে আনলেই হয় !

:D :D

৫০| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

মাহমুদ০০৭ বলেছেন: টূইন্না পাখি এমন কইরে লেহে ক্যামনে ?
উদাস হইয়া বন্দাস হইয়ুয়া গেলুম !
সুন দর ও আবেগী চিঠিটায় অনেক ভাল লাগা । :)
ভাল থাকবেন আপু :)

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
টুইন্না পাখিরে জিগাইয়া দেখেন :D

মজা পেলাম দারুণ মন্তব্যে ।

৫১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন আবেগী একটা লেখা!! অনেক ভালো লাগল।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল কাল্পনিক ভালোবাসা ।

৫২| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৪

শাহরিয়ার পলক বলেছেন: অনেক ভালো লাগলো চিঠি কিন্তু চিঠি পরে মন খারাপ হয়ে গেলো কেনো বুঝতে পারলাম না আপু। :(

পারলে একটু ব্যাখ্যা করবেন আপনার পিলিজ লাগে...

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

আরজু পনি বলেছেন:
হাহা
মজার বিষয় হলো আমি যখন লিখেছিলাম তখন আমার মন খারাপ হয়েছিল কি না মনে নেই ।

কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়লে ..... :(

প্রেরক বড্ড ডেডিকেটেড তার প্রিয়জনের প্রতি ।।

ব্যাখ্যা কী করবো জানি না তো :(

৫৩| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

শাহেদ খান বলেছেন: চিঠি-সাহিত্য ! সুন্দর।

আমি যে বিশ্বাস করি, তোমার কাছে আমি তোমার মতো করেই ফিরে আসবো। ততদিন শুধু একটু কষ্ট করে তুমি আমারই থেকো।

এই লাইনদু'টো স্পর্শ করে গেল। যাকে লেখা হবে, সে ভাগ্যবান - শুধু যদি সে জানতে পারে।

লেখায় অনেক শুভেচ্ছা, পনি'পু ! :)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

আরজু পনি বলেছেন:

জানতে পারাটা তার ইচ্ছে...সে জেনে জানান দিল কি না যে, সে পড়েছে 8-|

প্রিয় অলস গল্পকারকেও অনেক শুভেচ্ছা ।।

৫৪| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩

দর্পণ বলেছেন: জটিল।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

আরজু পনি বলেছেন:

জটিল না তো ...একেবারে সরল ..সহজ ।। 8-|

৫৫| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

প্রত্যাবর্তন@ বলেছেন: শুদ্ধ আবেগের শ্বেত-শুভ্র প্রকাশ ।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:

বাহ্ অল্প করে কী দারুণ প্রকাশ !
অনেক কৃতজ্ঞতা জানাই প্রত্যাবর্তন@ ।।

৫৬| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪

অদৃশ্য বলেছেন:







মায়ারেখায় কথা বলা যায় না... মায়ারেখায় কথা বলতে হয়না... মায়ারেখায় চোখের ভেতরে চোখ... মায়ারেখায় স্পর্শহীন অনুভব...



শুভকামনা...

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০

আরজু পনি বলেছেন:

মায়ারেখায় স্পর্শহীন অনুভব....

এই অনুভব করার শক্তি সবার থাকে না ...

যাদর থাকে তাদের কষ্টটা অনেক বেশি ।

আপনার জন্যেও অনেক শুভকামনা ।।

৫৭| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭

লেখোয়াড় বলেছেন:
@ মিতা...................

মায়ারেখা নিয়ে তো অনেক কথা বললেন।

গতরাতে চেষ্টা করেছিলাম মায়ারেখা কবিতাটি পোস্ট করার জন্য, পারিনি।
সেজন্য কমেন্টস অপশন বন্ধ করে রেখেছি।

@ লেখিকা.....................

ছবিটা খুব সুন্দর হয়েছে, কোথায় যেন দেখেছিলাম।
ছবির মেয়েটিকে মনেহয় খুব একা, অনেক কবিতার মাঝে সঙ্গীবিহীন।

আপনি এত অনবদ্য!!

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

আরজু পনি বলেছেন:

ছবিটা আমি ব্যবহার করেছিলাম গুগল প্লাসে ...পরবর্তীতে আপনার বাসন্তিী বালিকাদের পোস্টে আপনি ব্যবহার করেছিলেন ।

ছবিটা অনেক বেশিই ভালো লাগে ।

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে ।

আমাকে 'লেখিকা' সার্টিফিকেট দিলেন...যাক তবুও কিছু হতে পারলাম ।

শেষের লাইনে এমন ধাক্কা দেন কেন ?
ব্যখ্যা না করে শুধু অতটুকু বললে কি আর আমার মতো সীমাবদ্ধ জ্ঞানের মানুষ বোঝে !

৫৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

লেখোয়াড় বলেছেন:
এই জগতে একটা নিয়ম আছে....................

ভালবাসা যদি একবার হয় তো, তখন ঘৃণা করলেও ভাল না বেসে পরার যায় না, কষ্ট পেলেও ভাল না বেসে থাকা যায় না।

আপনার লেখাটা অনেক আপ্লুত।

শুভকামনা সবসময়ের।
ভাল থাকুন।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

আরজু পনি বলেছেন:

এমন লেখা নিজের সাইটের জন্যে, একেবার নিজের জন্যেই লিখতে ভালো লাগে, কেউ হয়তো কখনো ঘুরতে ঘুরতে সাইটটাতে গেলে হয়তো পেছনের পোস্ট দেখলে চোখে পড়তে পারে ।

লেখাটার মধ্যে দু'টি ভিন্ন সময় আছে...মানুষের কায়া আর ছায়ার মায়া আছে ...এবং সর্বোপরি সম্পর্কের বিশ্বস্ততা আছে । পাঠকদের যার বোঝার সে বুঝে নিবে ।

হ্যাঁ, আপ্লুতই বটে... এমন লেখাতো এভাবে লিখে প্রকাশ করি না ।।

আপনার জন্যেও শুভকামনা সব সময়ের ।
অনেক বেশি ভালো থাকুন ।।

৫৯| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:


:D

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪

আরজু পনি বলেছেন:

দারুণ তো ! :D :-B

৬০| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ!

এত আবেগ পান কোথা থেকে?

শত শত ভাল লাগা দিলাম

+++++++

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

আপনি আবেগী বলেই হয়তো আবেগ আপনাকে ছুঁতে পেরেছে ।

ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো ।

আপনার জন্যে শুভকামনা রইল অনেক ।

৬১| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

লেখোয়াড় বলেছেন:
শুভসকাল।
ভাল আছেন? আশাকরি এখন অনেক স্থির।

আপনার কি হয়েছে, এই সকালবেলা অন্যের সাথে কষ্ট শেয়ার করছেন যে!
দুজনের ওখানে দেখলাম কষ্টের কথা বলে এসছেন।

যদিও আমরা সবসময় কিছুনা কিছু কষ্টের ভিতর দিয়ে সময় অতিক্রম করি।

অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, এটা একটি বিষয় হলো?

৬২| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

আরজু পনি বলেছেন:
@লেখোয়াড় ...প্রিয় শব্দবাজ, আমার মোটেই মন খারাপ নেই ।

একেকজনের দারুণ সব লেখা স্পর্শ করে যাচ্ছে, তারই বহিঃপ্রকাশ মন্তব্যে । আর কিছুই না ।
আপনাকে ব্লগে ...বিশেষ করে আমার লেখায় দেখে ভালো লাগছে, যদিও বলতে পারছি না, যে লেখায় আশা করেছিলাম সেখানে পাইনি ।
ব্যাপার না ।

কে কোন পোস্টে যাবে, পড়বে, মন্তব্য করবে সেটা একান্তই তার ব্যাপার । এখানে লেখক পাঠককে বলতে যা্ওয়া অন্যায় বৈকি ।
আপনার জন্যে সবসময়ই শুভকামনা ।।

৬৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০

ইখতামিন বলেছেন:
কেমন আছেন?
উন্মুক্ত আলোচনার সেই লিংকটা পাচ্ছিনা :(

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:

ভালো আছি ইখতামিন আলহামদুলিল্লাহ ।


আমার লিঙ্কস

♠আরজু পনি-র ব্লগ স্পট

♠ফেসবুক ঠিকানা

♠হৃদয়ে নজরুল ♥♥

♠সালাম সিনেমা

♠জেন্ডার পাঠ

♠ প্রিয় কবিতারা

♠ব্যক্তিগত সংগ্রহশালা
----------------------------
♠উন্মুক্ত আলোচনা B-)
----------------------------
♠সেলফ কাউন্সেলিং

♠ইচ্ছেমতো

♠ফেসবুকে অপর বাস্তব

●রুদ্ধ জানালা

●সাইকোথেরাপিস্ট আকরাম

♠গুগল প্লাস

♠ফ্লিকারে-একেকটা ছবিই একেকটা গল্প

৬৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩

লেখোয়াড় বলেছেন:
"ব্যাপার না ।

কে কোন পোস্টে যাবে, পড়বে, মন্তব্য করবে সেটা একান্তই তার ব্যাপার । এখানে লেখক পাঠককে বলতে যা্ওয়া অন্যায় বৈকি ।"

.............. এগুলো ভাল শোনাল কি ! আমাদের মন কখনো কখনো নির্মম হয় বৈকি, ................. কোমলতা সেগুলো মেন নেয়, আশ্রয় দেয়, যত্ন করে, সৃষ্টি ও সময়কে মূল্যবান করে তোলার জন্য। বিনিময়ে বিসর্জন দিতে হয় অনেক কিছু, হতে পারে সুখ, মমতা, চাওয়া-পাওয়া।

ভাল আছেন?

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

আরজু পনি বলেছেন:

ইচ্ছে করেই তো অমন করে বলেছি ।
ভালো যেন না শোনায় ।


আপনার ব্লগে একটা কবিতার জন্ম হয়েছিল , তখন লিখে সাইটে দিয়েছিলাম ...পাশাপাশি আপনাকে লিঙকও দিয়েছিলাম...আপনি অনেকদিন পর জবাব দিয়েছেন, সেটা কোন ব্যাপার না...কিন্তু পড়েছেন কি না সেটা বুঝতেও দেননি ।
ব্লগেও সেই কবিতাটা দিয়েছি ...

আমার অন্যায় ছিল , পোস্টের শেষে লিখে দেইনি ওটা আপনার ব্লগে মন্তব্য করতে যেয়ে লিখেছি...পরে ঘষামাজা করে বড় করে এনালগ আর ডিজিটাল করেছি ।

আপনি সেটা যে কোন কারণেই হোক পড়েন নি ।
অথবা বলবো আপনার চোখ এড়িয়ে গেছে ।

ওই কবিতার কারণেই নিজেই এখন নিয়মিত মেইল চেক করি ...হাহা ।।


আপনার লেখা পড়েই আমার সত্যি কবিতা লিখতে ইচ্ছে করে ।
আমি ঠিক করে রেখেছিলাম, যেদিন ব্লগে প্রথম কবিতা পোস্ট করবো, সেটা 'লেখোয়াড়'কেই উৎসর্গ করবো...যে কবিতা লিখতে অনুপ্রেরণা যোগায় ।

আমি কাউকেই উৎসর্গ করিনি ।



আর ইসহাক খানের গল্প পড়ে যেমন গল্প লিখার ভুত মাথায় চেপেছে ।
আমি কখনো কবি হতে চাই না, চাইনি ।

কিন্তু আপনার কবিতাগুলো পড়ার পর অনেক ভেবেছি...এতো সুন্দর করে তো লিখতে পারবো না, এর ধারে কাছেও যদি লিখতে পারতাম, আমার কি আর সেই সৌভাগ্য হবে !

আপনাকেতো এসব বলা যাবে না ।বললেই আপনি মুখ ঘষে বলে দিবেন যে, আপনি মোটেও ভালো লিখেন না ...সে বোধ'য় আপনার মহানুভবতা ।

ভালোই তো ছিলাম......হাহাহাহা

৬৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখাটা পড়ে আমার যা মনে হলো তা এই- স্বামী-স্ত্রীর বিয়ে হয়েছে পরিণয়ের পর। তাদের প্রেম হয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটি তার প্রেমাস্পদের প্রিয় বন্ধু হতে পারে নি- এজন্য ছেলেটা যখন বারান্দায় উদাস সুরে গান গায়, মেয়েটির একান্ত ইচ্ছে হওয়া সত্ত্বেও ছেলেটির কাছ ঘেঁষে দাঁড়াতে পারে না। দুজনের মাঝখানে কোনো অজ্ঞাত কারণে (যে কারণ গল্পে উহ্য রয়েছে) দূরত্ব সৃষ্টি হয়েছে।

ফ্রাঙ্কলি স্পিকিং, মেয়েরা দাগা-খাওয়া প্রেমে পড়লে যে ধরনের পত্র লিখে থাকে, এ লেখাটা ততটা হৃদয়স্পর্শী মনে হয় নি আমার কাছে। অমন করে লেখার পূর্বশর্ত ছিল প্রেমে পড়ে কঠিন একটা দাগা খাওয়া (যাকে ছ্যাঁকা খাওয়া বলে আর কী) ;) ;)

সবচেয়ে মনে ধরেছে এ লাইনটিঃ আমি এই পৃথিবীর সবাইকেই কচুরী পানার মতো দূরে সরিয়ে রাখতে পারি, কিন্তু তুমি বা তোমার ছায়া আমায় অস্থির করে রাখে।

কবিতাংশ আগেই পড়ার সৌভাগ্য হয়েছিল ফেইসবুকে। কবিতা পরিণত হচ্ছে- খুব আশার কথা।

শুভ কামনা আপু।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

আপনার বোল্ড করা লাইনটা বারবার দেখছি :#>

কবিতাংশ আগেই পড়ার সৌভাগ্য হয়েছিল ফেইসবুকে। কবিতা পরিণত হচ্ছে- খুব আশার কথা।....

এভাবে আস্কারা দিলে কিন্তু কবিতা লিখে জ্বালিয়ে মারব :P

মন্তব্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।।

৬৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

ইনকগনিটো বলেছেন: কোমল এবং ব্যাকুল।


শুভেচ্ছা, আরজু পনি আপা।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর দেখলাম মনে হচ্ছে ।

ব্যাকুলতা বুঝতে পারার জন্যে অনেক ধন্যবাদ জানাই ।।

৬৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: আমি যে বিশ্বাস করি, তোমার কাছে আমি তোমার মতো করেই ফিরে আসবো। ততদিন শুধু একটু কষ্ট করে তুমি আমারই থেকো।


কি দারুণ ভালবাসার অভিব্যক্তি।এমন ভাবে ভালবাসলে তাকে ফিরিয়ে দেওয়া অনুচিত।

প্রেমিক বেচারা বুঝতে পারলে ই হয় যে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে।

আপুনি এমন ভালবাসার মেয়ে পাওয়াতো সাতজনমের ভাগ্য। :)


অসাধারণ রোমান্টিক কবিতা। :) :)

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০

আরজু পনি বলেছেন:

হাহা

পাবলিকলি প্রকাশ করা লেখা কি ব্যক্তিগত হওয়াটা জরুরী ?

এটাকে কবিতা মানছেন ? তবেই সেরেছে !

ধন্যবাদ সেলিম । ভালো থাকুন ।।

৬৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

যাযাব৮৪ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে ভাল একখানা কবিতা পাইলাম .।। ভাল থাকবেন

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর যাযাব...দেখে ভালো লাগলো ।

আর যা লিখেছি তাকে কবিতা মেনে নিয়েছেন ...ভাবতে ভালোই লাগছে ।

আপনিও অনেক ভালো থাকবেন ।

শুভকামনা রইল ।।

৬৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩

গোর্কি বলেছেন:
আজকাল হাতে লেখা চিঠির যুগ নেই। সভ্যতার বিবর্তনে এ কাজ হাতে নিয়েছে ইলেকট্রনিক মেইল প্রযুক্তি। কিন্তু কিছু কথা আছে হৃদয়গ্রাহী আর তা শুধু চিঠিতেই পূর্ণ আনন্দের অনুভূতিটুকু স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা যায়। আজকের দিনের ভাব বিনিময়ের মাধ্যমের যে বৈসাদৃশ্য, প্রাণের বা প্রেমের যে বিচ্চুতি তা স্পষ্টত আবেগবর্জিত।

চিঠির কথাগুলো ছুঁয়ে গেল। শুভ কামনা।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন- আবেগবর্জিত ।

তাইতো সেই অর্গল ভেঙে পুরানেরে করিলাম আপন ।

অনেক ধন্যবাদ গোর্কি ...শুভকামনা আপনার জন্যেও ।।

৭০| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: এটাতো কবিতাই। দূর্দান্ত কবিতা।পাবলিকলি ? এখন তো অনেককিছুই পাবলিকলি চলে।
আপনার লেখাটা কিন্তু বেশ হয়েছে। আপনার লেখাই বলৈ কবিতা লিখার মত ঐশ্বর্য আপনার মনে আছে :)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

আরজু পনি বলেছেন:

আহা দারুণ প্রশংসা...

শুনতে দারুণ লাগছে :P

৭১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লেট মন্তব্য..

লেখায় সরল অথচ গভীর আবেগীয়
ধোয়াবরণ পাওয়া গেল...
এবং ছুয়ে গেল...

চিঠির ব্যপারে আমি বরাবরই উৎসাহী...

আমার লেখা "সুচিতাকে লেখা প্রথম এবং শেষ চিঠি"
লেখাটি পড়ে মন্তব্য আশা করছি, সময় হবে কি...?

অনেক ভালো থাকুন..।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

আরজু পনি বলেছেন:

আমার কাছে কারো মন্তব্যই কখনো লেট মনে হয় না ... । :D

ভাষা প্রয়োগে আমি খুব সিদ্ধহস্ত নই । নিজে যেমন করে সহজ করে ভাবি তেমন করেই লিখে ফেলি ...

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে ।

চিঠির ব্যাপারে আমারও অনেকই আগ্রহ বরাবরই ।

যাচ্ছি আপনার পোস্টে ...
ও কৃতজ্ঞতা জানাই আপনার পোস্টটার কথা জানানোতে ।।

৭২| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

এসএমফারুক৮৮ বলেছেন: আবেগী চিঠি, ভাল লাগলো।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই ফারুক ।

ভালো থাকুন সবসময় ।।

৭৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

অদৃশ্য বলেছেন:





অনুসারিত ব্লগটা কিভাবে ব্যবহার করবো... মানে হলো আমি কাউকে অনুসরণ করতে চাইলে কি করতে হবে( আমি চেষ্টা করেও হচ্ছেনা, সম্ভবত ঠিকঠাক চেষ্টা করাই হয়নি )... প্লিজ হেল্প

আপনার পরের পোষ্টটি কি ঈদের পরেই পাচ্ছি নাকি এসপ্তাহেই পাবার সম্ভাবনা আছে...

শুভকামনা...

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:


এই ছবিতে এরোমার্ক করা লিংকে ক্লিকাবেন ।
তারপর অনুসারিততে চলে এসে এমন দেখাবে-



এর পর অনুসারিত লিংকে ক্লিকাবেন


একটা ট্যাব খুলে রাখতে পারেন...তাতে আপনি ব্লগে অনলাইনে থাকাবস্থায় কেউ নতুন পোস্ট দিলে সাথে সাথেই পেয়ে যাবেন ।

আর কোন কিছু জানতে নির্দ্বিধায় বলবেন প্লিজ ।

জিজ্ঞেস করলে আমার নিজেরও শেখা হয় ।

কৃতজ্ঞতা জানাই ।।

আপনি http://www.somewhereinblog.net/following

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

হাহা
শেষের লাইনটা মানে অনুসারিতর লিংকটা একেবারে প্রথমেই রেখেছিলাম, ছবি যোগ করতে গিয়ে আর সরানো হয় নি ।

৭৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪

অদৃশ্য বলেছেন:





একটা শান্তি শান্তি ভাব অনুভব করছি... সকাল বেলাতেই যখন দেখলাম আমার একটি সমস্যার সমাধান হয়ে গ্যাছে...

কৃতজ্ঞতার শেষ থাকলোনা...


শুভকামনা...


০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

আরজু পনি বলেছেন:

আপনাকে শান্তি দিতে পেরে ভালো লাগছে ।

উমহু ওভাবে বলতে হয় না...

আপনার জন্যেও শুভকামনা অনেক ...

৭৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

কালীদাস বলেছেন: http://www.youtube.com/watch?v=vjncyiuwwXQ

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৮

আরজু পনি বলেছেন:

রাতে শুনেছিলাম...এখনও শুনছি

আমার মতো স্লো গানের শ্রোতাদের জন্যে দারুণ । :D

কথাগুলো খেয়াল করতে হবে...


শুভ সকাল পিচ্চি স্যার B-)

৭৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

মোঃ ইসহাক খান বলেছেন: আবেগধর্মী লেখা, চিঠি, কবিতা - আপনার ভালো আসবে বলে মনে হচ্ছে। নিখাদ আবেগ প্রকাশ করতে পেরেছেন, আর করতে গিয়ে যে একটু এলোমেলো ভাব এসেছে, তা আরও পরিস্ফুট করেছে অন্তর্নিহিত আবেগকে।

সমস্ত কষ্ট দূর হোক, সমস্ত সুখ সবাইকে ঘিরে ধরুক।

শুভেচ্ছা।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

আরজু পনি বলেছেন:

লেখায় এলোমেলোকে কিভাবে গোছাতে হয় আমি জানি নাতে .....
যদিও সেই এলোমেলো ভাবকেই প্রশংসা করেছেন ।


অনেকদিন পর আমার ব্লগবাড়িতে আপনাকে দেখে ভালো লাগছে ।
অনেক শুভকামনা জানাই প্রিয় গল্পকার ।।

৭৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

বৃতি বলেছেন: আমার কাছে এটা আপনার একটা অন্যতম ব্লগ মনে হল । পড়ে ধারণা হল আপনি খুব ভালো চিঠি লিখতে পারেন :)


অনেক শুভকামনা ।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩

আরজু পনি বলেছেন:

:#>

হাহা প্রশংসায় সত্যিই লজ্জা পেলাম ।

অনেক কৃতজ্ঞতা জানাই বৃতি ।
ভালো থাকুন সবসময়ই ।।

৭৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: গল্প কবিতা লিখতে গেলে হাত পা অনেকটা বাঁধা পড়ে যায়, মনের কথাগুলোকে আশ্রয় দিতে হয় রুপকে, অনেক কথা বলা হয় না, অনেক কথা মনে না থেকেও কলমে আসতে বাধ্য হয়। চিঠি তাই সবার সেরা, যা ইচ্ছে লিখে ফেলো, যাকে লিখতে চাও, যেভাবে বলতে চাও! এর বিশেষত্বটা আমাকে দারুন টানে। আপনি খুবই ভালো লেখেন আপু, আপনার লেখা জাজ করতে যাবো না, কিন্তু কোথাও কোথাও মনে হয়েছে সচেতনভাবে পাঠকের কথা মাথায় নিয়ে লিখেছেন, আরেকটু সহজাত হলে সম্ভবত এর সৌন্দর্য কোটিগুণ বৃদ্ধি পেত! এটা একান্তই আমার ব্যাক্তিগত অবজারভেশন, ভুল হলে ক্ষমা করবেন প্লীজ।

এসবের পরে বলতে চাই, এতো মুগ্ধতা, এতো মুগ্ধতা যে শুধু পড়লাম, বলার মতো যথেষ্ট শব্দ ভান্ডারে নেই, চিঠি আরও লেখেন, আমারও শিখতে হবে , এটা লিখতে পারার সুখ আছে!!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

নাহ লিখতে যেয়ে পাঠকের কথা ভেবেছি কি না মনে নেই ...
লিখতে যা ইচ্ছে করেছে লিখেছি ।

অগোছালো...ইচ্ছেমতো ।
পড়েছেন দেখে ভালো লাগলো অনেক ।
শুভেচ্ছা রইল দিকভ্রান্ত*পথিক ।।

৭৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

আরিফ আরাফাত রুশো বলেছেন: Click This Link

আমার উপোরোক্ত ব্লগে আপনার কমেন্টের " আর মন্তব্য স্কিপ করে জবাব দেয়াটা কেমন যেন লাগে ! :( " এই কথাটার মানে বুঝি নি।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

পোস্টটা সম্ভবত ড্রাফটে নিয়েছেন ।

আপনি সবার কমেন্টের জবাব না দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে কমেন্ট করেছিলেন :(

৮০| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

বোকামন বলেছেন:
চিঠিতে আবেগের খুব সুন্দর এবং প্রাঞ্জল প্রকাশ ...

আমার নির্ঘুম রাত গুলো জুড়ে থাকে তোমাকে ভালোবেসে দূরে থাকার হাহাকার।

দূরে থেকেও কত কাছে ... তাই না !

লেখায় ভালোলাগা রইলো
পোস্টে প্লাস

শুভেচ্ছা ।।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

দূরে থেকেও অনেকই কাছে...যে থাকে অন্তরে ...

আপনাকে দেখে ভালো লাগলো ...আমাদের উভয়েরই উভয়ের সাথে যোগাযোগটা কেন যে এতো কম ...!


আপনাকেও অনেক শুভেচ্ছা ।।

৮১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

কয়েস সামী বলেছেন: ইদানিং এতো কম সময় পাচ্ছি যে আপনার এ লেখাটা অনেক দেরীতে পড়া হল। দু:খিত সেজন্য।
চরম রকমের আবেগ প্রকাশিত এমন লেখা খুব ভাল লাগে। আগে লিখতামও বোধহয়। এখন বয়েস ও ব্যস্ততা বাড়ার সাথে সাথে আবেগগুলো যে কোথায় পালিয়ে গেল!
আপনার প্রেমে পড়েছি মূলত আপনার প্রোফাইল পিক আর প্রোফাইলে লেখা কথাগুলোর জন্য। প্রোফাইলের কথাগুলো যে কারু কাজের সাথে এভাবে হুবুহু মিলে যাবে এ কল্পনাও করা যায় না অধিকাংশ ক্ষেত্রে।
এখন দেখছি আপনার মৌলিখ লেখার জন্যও নতুন করে আবার প্রেমে পড়তে হবে।
চরম স্বার্থপর ভাবলেও ভাবতে পারেন,
ভাল থাকুন, আমাদের জন্যে হলেও।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

আমারও একই অবস্থা ...কারো কারো ব্লগে যাব ঠিক করে রাখার পরও যাওয়া হচ্ছে না সময় মতো ।
পোস্ট করতে ইচ্ছে হচ্ছে কিন্তু সব কাছে থাকার পরও গুছিয়ে উঠতে পারছি না....সময়ও বের করতে পারছি না ।

লেখাটা দেখরেন দেখে ভালো লাগলো সামী ।
অনেক ভালো থাকুন ।
শুভরাত্রি ।।

৮২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

নিক নূরুল বলেছেন: আপনার ব্লগে প্রথম ঢুকলাম। পড়ে স্তব্ধ হয়ে রইলাম কয়েক মিনিট। সেই সাথে আপনার ফ্যান হয়ে গেলাম।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

আরজু পনি বলেছেন:

কী জবাব দিব বুঝতে পারছি না...

আমার ব্লগে স্বাগতম জানাই ।

আর পত্র পাঠে কৃতজ্ঞতা ।
ভালো থাকুন অনেক অনেক ।।

৮৩| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

সাজিদ ঢাকা বলেছেন: আপু আপনার পোস্ট পড়ি , মন্তব্য পড়ি সবার কিন্তু নিজে আর মন্তব্য দেয়া হয় না , , , , হা হা হা হা :)

১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
আপনিতো তবুও পড়ছেন...আমিতো ! :|

তবুও কৃতজ্ঞতা যে, জানান দিলেন ।।

৮৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

প্রোফেসর শঙ্কু বলেছেন: আবেগি পত্র উপভোগ করেছি।

ভালো লাগা রেখে গেলাম।

শারদীয় ও ঈদের শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সহ আপনাকেও শারদীয় ও ঈদের শুভেচ্ছা জানাই ।।

৮৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

অপ্রচলিত বলেছেন: হৃদয়স্পর্শী করুণ একটি লেখা। খুব সুচারুভাবে আবেগগুলো ঢেলে লিখেছেন। অনেক অনেক ভালো লাগা আর শুভ কামনা রেখে যাচ্ছি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

এই লেখাটা আমার অনেক পছন্দের ।

আপনাকে এখানে পেয়ে বড্ড আপন মনে হচ্ছে...

অনেক ধন্যবাদ অপ্রচলিত ।।

৮৬| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হাহাকার।আমার সবচেয়ে বড় ব্যর্থতা আমি তোমার বন্ধু হতে পারিনি । আমি তোমার বন্ধু হতে পারিনি... এই কষ্টই আমি পাচ্ছি প্রতিটি মুহুর্তে। কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি আমি ঠিকই আমার পিঠে তোমার স্পর্শ পাবো। তুমিই একসময় আমায় জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলবে- 'টুনটুনি, আমি তো সব সময়ই তোর ছিলাম।

@ সোনাবীজ,

লেখাটা পড়ে আমার যা মনে হলো তা এই- স্বামী-স্ত্রীর বিয়ে হয়েছে পরিণয়ের পর। তাদের প্রেম হয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটি তার প্রেমাস্পদের প্রিয় বন্ধু হতে পারে নি- এজন্য ছেলেটা যখন বারান্দায় উদাস সুরে গান গায়, মেয়েটির একান্ত ইচ্ছে হওয়া সত্ত্বেও ছেলেটির কাছ ঘেঁষে দাঁড়াতে পারে না। দুজনের মাঝখানে কোনো অজ্ঞাত কারণে (যে কারণ গল্পে উহ্য রয়েছে) দূরত্ব সৃষ্টি হয়েছে।

ব্যাক্তিগত বিষণ্ণতার ছায়া যদি না পরে কোনও লেখিকার লেখায়,

"তবে তিনি দেবী, নহে সামান্যা নারী..."

ভালো থাকুন ।

০২ রা মে, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

ব্যাক্তিগত বিষণ্ণতার ছায়া যদি না পরে কোনও লেখিকার লেখায়,

"তবে তিনি দেবী, নহে সামান্যা নারী..."

...........যখন একজন লেখক আর সবার কাছে অপরিচিত থাকবেন তখনই সে তার লেখার সার্থক প্রয়োগ ঘটাতে পারবেন বেশি কারণ সেই লেখা তার জীবনের নাকি জীবন বহির্ভূত তা কারো বোঝার সাধ্যি নেই ।

আমার কাছে চিঠি মানেই হৃদয় ছুঁয়ে বের হওয়া কিছু কথা ।
তা সাহিত্যের প্রকাশেই হোক বা জীবনেই প্রকাশিত হোক ।

তবে বোল্ড করা লেখা লাইনের আগের লাইনের সাথে যে সংযোগ তা যথার্থই বলেছেন ।
পুরোপুরি সহমত।

আপনিও অনেক ভালো থাকুন ।।

৮৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তোমার এই যে প্রকাশ না করার অভ্যাসটা, আমিতো রক্তাক্ত হই প্রতিনিয়তই। কিন্তু আমি যে সবসময় আমার পিঠে তোমার স্পর্শ খুঁজেছি ! আমি তোমাকে অনেক ঘৃণা করার পরও অনেক বেশিই ভালোবাসি। যদি একটু কম ভালোবাসতাম তবে হয়তো কষ্ট কম পেতাম।

এই লেখাটা আপনার অন্যতম সেরা লেখা !

আশা করি ভালোই আছেন,ভালো থাকুন ।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:

অামি আবার লেখাটা পড়লাম,
সত্যিই এই লেখাটা পড়তে বরাবরই খুব ভালো লাগে আমার।
মনে হয় একেবারে নিজের জীবন থেকে নেয়া।
দুঃখবিলাস আরকি।

আপনার অনেক ভালো লেগেছে জেনে সত্যিই খুব ভালো লাগছে...কিন্তু আমার কাছে চিঠি মানেই বিশেষ কিছু...কথা দেয়া...

আছি ভালো...আপনিও অনেক ভালো থাকুন সবসময়।।

৮৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হাহাকার।আমার সবচেয়ে বড় ব্যর্থতা আমি তোমার
বন্ধু হতে পারিনি । আমি তোমার বন্ধু হতে পারিনি...


সত্যিকারের ভালো বন্ধু পাওয়া/হওয়া কঠিন ব্যাপার!


আজকাল খুব চিঠি লিখতে ইচ্ছে হয়,
মনের যে কি হল! ভালো আছেন আশা করি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

এই লেখাটা পড়লে সবসময়ই কেন যেন বর্তমান মনে হয়। মনে হয় এখনকার অনুভুতি !

আমারও খুব চিঠি লিখতে ইচ্ছে করছে...

আমি ভালো থাকি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.