নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

থেকো বন্ধু জীবনভর!:#P

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬



'বন্ধুত্ব' শব্দটির অর্থ অনেক ব্যাপক । কোন নির্দিষ্ট সংজ্ঞায় বন্ধুত্বকে আবদ্ধ করা সম্ভব নয় । বন্ধুত্ব হতে পারে যে কারো সাথেই...বয়স, সম্পর্ক কোন কিছু হিসেব না করেই । জীবনের শুরুতে অনেকেরই সবচেয়ে প্রিয় বন্ধুটি হতে পারে মা-বাবা, ভাই-বোন...এভাবেই বন্ধুত্বের বিস্তৃতি লাভ করতে পারে পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ।



বিভিন্ন সময়ে বন্ধুত্ব নিয়ে লেখা কিছু অনুভুতির প্রকাশ -



♥ জানি না তোমার বন্ধু হতে পেরেছি কি না...

কিন্তু হৃদয়ের অনুভবে তোমায় বন্ধু বলে মেনেছি পরম বিশ্বাসে।



♥ বন্ধুত্বের সম্পর্কে আমি কখনোই মৌসুমি পাখি হতে রাজি নই ।

বন্ধুত্বে সম্পর্ক জীবনব্যাপি ।



♥ বন্ধুত্ব হলো হাসতে হাসতে গালে পেটে ঘুষি মারার পর,

পেট চেপে ককিয়ে উঠার পর-

'দোস্ত, বুঝি নাইরে, তুই যে এমন তুলার শইলের...

মাফ কইরা দে দোস্ত...' এমন ।



♥ বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু

আর প্রেম মানে সম্পর্কের শেষ ।

প্রেম হলো অভিশাপের নাম

বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়

বিনাশ হয়

ধ্বংস হয়।



♥ বন্ধুত্বের বাস সাগরে আর প্রেমের বাস পুকুরে ।

(এই লাইনের আইডিয়া 'শেষের কবিতা' থেকে নেয়া ।)



♥ বুকের বাম অলিন্দে অনুভবে ভীড় করে রাখা খুব হাতে গোনা যে কয়জন মানুষকে সারা বছর যেই প্রিয় শব্দ, বাক্যগুলো বলা হয় না, বলতে পারি না অস্বস্তিতে... বন্ধু দিবসের নামে বিশেষ দিবসগুলোর উছিলায় এইতো সুযোগ !



তাই সুযোগে বলেই ফেলি, বন্ধুত্ব হচ্ছে আয়নার মতো যেখানে নিজেকেই দেখতে পাওয়া যায়...



♥ বন্ধুত্ব হচ্ছে পরশ পাথরের মতো...



♥ বন্ধুর কাছে অধিকার কখনো আশা করতে হয় না

সেটা এমনিতেই প্রতিষ্টিত হয়ে যায় ।



♥ বন্ধুত্বে কোন সীমা থাকে না । যা থাকে তা অদৃশ্য, দেখা যায় না ।



♥ একজন বন্ধুর সাথে তাবৎ পৃথিবী শেয়ার করা যায়

যেটা শুধু বন্ধুর কাছেই সম্ভব ।

অন্য সম্পর্কগুলোতেই বরং হিসেব নিকেশ করে চলতে হয়

মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান

সবার কাছেই একটা নির্দিষ্ট সীমানায় যেয়ে ঠেকে যেতে হয়

আর জাগতিক প্রেম প্রীতি...সেই সব সর্ম্পকের অশান্তির কথা না হয় নাই বললাম ।



♥ নেই আবেগের আতিশয্য

নেই কোন কথার চাতুর্য

নেই এতো দেখা দেখি

নেই কোন বাড়াবাড়ি

তবুও, সেটাই বন্ধুত্ব ।



♥ বন্ধু সেই যার সাথে কোন লুকোচুরি নয়, কোন গোপনীয়তা নয়...স্বচ্ছ কাচের মতো...একজন আরেকজনের ভেতরটা দেখতে পারে পুরোপুরিই । সেই আসল বন্ধু ।



♥ বন্ধুত্ব হলো মেজাজ খারাপ হলে ব্লক করে দেয়া X(

আর...

মেজাজ ঠান্ডা হলে পুণরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো !:#P





ছবি: বন্ধুত্ব হোক সারাজীবনের...

মন্তব্য ১৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

শুকনোপাতা০০৭ বলেছেন: বন্ধুত্ব হোক সারাজীবনের... :)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩০

আরজু পনি বলেছেন:

সহমত...বন্ধুত্ব হোক সারাজীবনের ।

:)

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮

ভয়ংকর বোকা বলেছেন: ভাল বন্ধু পাওয়া মুশকিল, আমি ভাগ্যবান এক্ষেত্রে, ছোটবেলার বন্ধুত্ব আজও অটুট।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১

আরজু পনি বলেছেন:

আমিও অনেক ভাগ্যবান ।

আমার সবচেয়ে ভালো বন্ধুরাই আমাকে কষ্ট দেয় সবচেয়ে বেশি X(


!:#P

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: নিয়মের চাকায় জীবন নড়ে
চাহিদা মেটানোয় যোগাযোগ বাড়ে
ভাল লাগা থাকে শুধু অন্যর গাড়ে
আর ধুয়াশা জন্মে মনের নীড়ে '
তবুও জীবন থেমে থাকেনা
ছুটে চলে দিগন্তে জয় করে অজানা ।।

ভাল বন্ধু স্বজন
আসলেই একসময় গভীর আপন
যদি ভাল হয়
সুখে দুঃখে নিশ্চই ছায়া সঙ্গি রয় ।।
সুন্দর পোস্ট আপু মনি
ভাল থাকেন সব সময়

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ পরিবেশ বন্ধু...

বানানের ব্যাপারে আপনার আরো আন্তরিক হওয়া উচিত ।

:#)

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

জিনান শুভ বলেছেন: ♥ বন্ধুত্ব হলো মেজাজ খারাপ হলে ব্লক করে দেয়া X(
আর...
মেজাজ ঠান্ডা হলে পুণরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো !:#P


:D

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

আরজু পনি বলেছেন:

আপনি আমার অনেক প্রিয় একটা অংশ কোট করলেন !

:D

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
মেয়ে, তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি ??
8-|

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩

আরজু পনি বলেছেন:

ব্যাপক চিন্তার ইমো ...
8-|

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

সায়েম মুন বলেছেন: সুন্দর পোস্টে ভাললাগা!
বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু...

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭

আরজু পনি বলেছেন:

বন্ধু নিয়ে, বন্ধুত্ব নিয়ে কথার সংকলনে গেলে বিশাল কয়েক পর্বের পোস্ট হয়ে যেতে পারে ।

আমি শুধু বিভিন্ন সময়ে আমার নিজের কিছু কথাই প্রকাশ করলাম ...

বন্ধুত্বের বাণী চিরন্তনী হিসেবে ... :P

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩

শিপন মোল্লা বলেছেন: বন্ধু এমনিই একজন যার প্রয়োজন অন্য কেউ মিটাতে পারে না। বন্ধু ছোট এই শব্দটির ব্যাপক তার অবস্থান।

চমৎকার সব কথাবলা বন্ধ নিয়ে। বেস ভাল লাগলো আপু।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

আরজু পনি বলেছেন:

বন্ধুত্বকে কোন সীমায় বাঁধা যায় না :D

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালোই। সবচেয়ে বেশি ভালো লেগেছে-

বন্ধুত্ব মানে মেজাজ খারাপ হলে ব্লক করে দিয়ে...
মেজাজ ঠান্ডা হলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫২

আরজু পনি বলেছেন:

:D :D

অনেক প্রিয় একটা অংশ ।।

৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে। ভাল বন্ধু এযুগে পাওয়া মনে হয় সহজ নয়। যারা পেয়েছেন তারা ভাগ্যবান। ছোট বেলার বন্ধুত্বটা অনেক শক্ত গাথুনীর হয়।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

আরজু পনি বলেছেন:

ভালো বন্ধু পাওয়া সহজ নয় কথাটা মনে হয় ঠিক না...

তবে ভালো বন্ধুগুলো বড্ড বেশি কষ্ট দেয় ( X( ) বলে তাদের চিনতে পারে না সবাই :D

১০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

জিনান শুভ বলেছেন: আপনার আর আমার অনেক মিলতো তাই হয়তো। :)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

আরজু পনি বলেছেন:

:|

আমিতো 'জিনান শুভ' সম্পর্কে কিছুই জানি না ...

তবে ... ভালো লাগলো যে, বিশেষ একটা অংশকে বেছে নিয়েছেন ...হয়তো সেদিক থেকে কোন মিল থাকলেও থাকতে পারে :D

১১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: ♥ একজন বন্ধুর সাথে তাবৎ পৃথিবী শেয়ার করা যায়
যেটা শুধু বন্ধুর কাছেই সম্ভব ।
অন্য সম্পর্কগুলোতেই বরং হিসেব নিকেশ করে চলতে হয়
মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান
সবার কাছেই একটা নির্দিষ্ট সীমানায় যেয়ে ঠেকে যেতে হয়
আর জাগতিক প্রেম প্রীতি...সেই সব সর্ম্পকের অশান্তির কথা না হয় নাই বললাম ।
♥ বন্ধুত্ব হলো মেজাজ খারাপ হলে ব্লক করে দেয়া X(
আর...
মেজাজ ঠান্ডা হলে পুণরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো !:#P

:D :D !:#P !:#P !:#P

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

রাগের ইমোটা দেখলেই হাসি পাচ্ছে ... :P

অনেক সময় রাগের মধ্যেও অনেক আনন্দ থাকে... :D

১২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: কয়েকটি পয়েন্টে আমার দ্বিমত আছে, হয়তো দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে।

পোস্টে ভালোলাগা। ভালো বন্ধুত্বের সাথে অন্য কিছুর আসলে তুলনা হয় না।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

আরজু পনি বলেছেন:

দ্বিমত থাকতেই পারে...

একেকজনের দর্শনতো একেকরকমেই হতেই পারে :D

১৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

জিনান শুভ বলেছেন: বুদ্ধিমানের জন্যে ইশারাই যথেস্ট B-)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

আরজু পনি বলেছেন:

:|

:||

১৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

না পারভীন বলেছেন: খুব ভাল লাগলো ,আপু .সুন্দর লেখাটি পড়ে আমার নতুন পাওয়া বন্ধু বিল্লু মনির কথা খুব মনে পড়ে গেছে.

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

:D

দারুণতো ...
বিল্লুর জন্যে শুভেচ্ছা রইল !:#P

১৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: সময় চলে গেছে এবং চলছে
চলতি জীবনের গল্প বলছে
পাল্টে গেলি তুই
আমিও পাল্টে গিয়েছি মাঝ পথে হাঁটতে হাঁটতে
বন্ধু, কী খবর বল?
কত দিন দেখ হয় নি …


প্রতিটি পয়েন্ট সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

আররে দোস্ত খবর কী ?

:P

১৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ঘটনা সত্যি । বন্ধু ছাড়া কেউ , কেউ না ।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

আরজু পনি বলেছেন:

সেটাই দোস্ত ।
সব ভালো 'নাম'-এর সম্পর্কের মাঝেই বন্ধুত্বটা জরুরী ।

১৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: ♥ বন্ধুত্বের সম্পর্কে আমি কখনোই মৌসুমি পাখি হতে রাজি নই ।
বন্ধুত্বে সম্পর্ক জীবনব্যাপি ।

ইয়েস...

বন্ধুত্ব হলো দিঘী, ইচ্ছে মত সাঁতার কাটা । প্রেম হলো ঘড়ার জল, যখন খুশি চুকচুক পান করা ।(শেষের কবিতার আইডিয়া মেরে দেয়া) B-) :P

বন্ধুকে ভালোবাসার পোস্টে ভালোলাগা B-) :)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

আরজু পনি বলেছেন:

আইডিয়া মারুম কী...ওই দাড়িওয়ালা ব্যাডা আমার পরে জন্মাইলে আমার কথাডা কোট করতো ...
আর এহন তার কথা আমারে কোট করতে হয় ... X(


:P

১৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



বন্ধুত্ব একমাত্র সম্পর্ক যা আমরা নিজেরা ঠিক করে নেই। এই সম্পর্ক গড়া সহজ কিন্তু রক্ষা করা কঠিন।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

আরজু পনি বলেছেন:

বন্ধুত্ব আসলে হয়ে যায় ... :D

১৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

জুন বলেছেন: বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।
প্রেম হলো অভিশাপের নাম
বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়
বিনাশ হয়
ধ্বংস হয়।

এই কথাগুলো খুব ভালোলাগলো আরজুপনি। খুব সুন্দর করে লেখা বন্ধুর উপর।

তবে আমার জীবনের সবচেয়ে প্রিয় বান্ধবী যে কিনা প্রতিদিন দুঘন্টা ফোনে আমার সাথে কথা না বলে থাকতে পারতোনা সে মারা যাবার পর আমি ভীষন নিঃসঙ্গ হয়ে গেছি।সে ছিল আমার অনেক প্রিয় বন্ধু। সবসময় বলতো 'জুন তুই আমার বন্ধু না তুই আমার বোন', মারা যাবার আগেও শেষ কথা বলেছিল ফোনে হাসপাতাল থেকে আমাকে দেখতে চেয়ে। রাত হয়ে গিয়েছিল বলেছিলাম পরদিন যাবো। সকালে যখন গেলাম তখন কমায়। আমাকে ক্ষমা করে দিস তুই .।.।.।.।.।.।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:

তোমার সাথে যদি আমার টানা একসপ্তাহ দেখা না হয় ...তারপর আর কোনদিনই দেখা হবে না...


জানি না...মানুষ এমন করে ভবিষ্যৎ বলে কেমন করে ! :(

২০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

রেজোওয়ানা বলেছেন: মজার ব্যাপার হলো অনেক মানুষের সাথে আমার খুব ভাল সম্পর্ক বন্ধুর মতো কিন্তু বন্ধু না!
দিন শেষে দেখি আমার আসলে কোন বন্ধুই নাই!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:

সামনেই একজন, যে নিরবে সবসময়ই বন্ধু হয়ে আছে ...তাকেও কেন যে চিনতে আপনার এতো কষ্ট, দ্বিধা ...বুঝি না ! :|

২১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

হাসান মাহবুব বলেছেন: বন্ধুকথন ভালো লাগলো আপা। বিশেষ করে তিন নম্বরটা আমার বন্ধুত্ব বিষয়ক দর্শনের সাথে বেশ ভালো মিলে যায়।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

ইয়া মাবুদ ! :||

হাসান, মাফ কইরা দে আমারে...

আমি তোর দোস্ত হইতে চাই না

ঘুষি খাইতে চাই না :((

:P

২২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

মামুন রশিদ বলেছেন: আরে আপুটা উল্টো বুঝেন কেন? ঐ বুড়োর আইডিয়া আপনার সাথে সাথে আমিও মেরে দিয়েছি বুঝিয়েছি :-B B-)

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

:P :P

=p~ =p~

২৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

এম আর ইকবাল বলেছেন: বন্ধুত্বে সম্পর্ক জীবনব্যাপি ।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

!:#P !:#P

২৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট আপু!
আমার এক বন্ধুর সাথে মাঝে মাঝেই ব্লক মারামারি হয়ে থাকে, বর্তমান অবস্থান ও ব্লক মারা! জানিনা কি হবে!
অনেক শুভকামনা!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

আমিও একই ভেজালে আছি ... :|

জানিনা কী হবে ... :(


:P

২৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

লেখোয়াড় বলেছেন:
আপনার এই আকর্ষণীয় পোস্টে সবাই খুব আন্তরিকভাবে মন্তব্য করছেন,
কিন্তু আমার মনে হচ্ছে আপনি খুব হালকাভাবে উত্তর করছেন।
এটা ঠিক নয়।

আপনার দায়িত্বশীলতার মান বজায় রাখা উচিত।
ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

আরজু পনি বলেছেন:

আমি আসলে হালকা ভাবে জবাব দিচ্ছি ঠিকই কিন্তু সেখানে আন্তরিকতার ঘাটতি এতোটুকু নেই...তা নিশ্চিত করে বলতে পারি ।

আর বন্ধুত্বকে গুরুগম্ভীরতার জালে আবদ্ধ করে তাকে দম বন্ধ করে রাখতে চাই না ।

তবে আপনার এই সমালোচনা থেকে আর যাই হোক এটা জানলাম যে, পোস্টটি আপনার কাছে আকর্ষণীয় লেগেছে ।
এটা কিন্তু আমার জন্যে পরম পাওয়া ।।



আপনাকে আবার ইমো দিয়ে ইমোশন বোঝানো যাবে না....

২৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, বেশ মজা লাগল। :)
বন্ধু রক্স :) ইয়ো!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:

হাহা...

বন্ধু ছাড়া জীবনটা আসলেই পূর্ণতাপায় না...তবে বন্ধু পরিবারের মানুষও হতে পারে ...

বন্ধু তুমি ভালো থেকো ।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: পোস্ট ভালা লাগছে !

তয় জীবনের ধাপেধাপে বন্ধুত্বের ডেফিনেশন বদল হয়

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

আরজু পনি বলেছেন:

হতে পারে... ছোটবেলাতে বন্ধুত্ব যেভাবে প্রকাশিত ছিল, বড়বেলাতে হয়তো সেভাবে প্রকাশিত হয় না ।

পোস্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো মাসুম ।
অনেক ধন্যবাদ ।।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ভাগ্যবান যে আমার বন্ধু ভাগ্য বেশ ভালো। বয়স বা নারী পুরুষ কোন বাধা হয় নি আমাদের বন্ধুত্বের। তবে এটাও সত্য একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া বেশ মুসকিলের ব্যাপার।

আপনার পোষ্টের বৈচিত্র আমার অনেক ভালো লাগে :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:

আমি ভাগ্যবান যে আমার বন্ধু ভাগ্য বেশ ভালো। বয়স বা নারী পুরুষ কোন বাধা হয় নি আমাদের বন্ধুত্বের।...

এমন ভাগ্য কমজনেরই হয়তো হয়...তবে যাদের হয়, তাদের সেই যোগ্যতাও থাকে নিশ্চয়ই । :)


আর বৈচিত্র্য দিতে পেরে কৃতার্থ ।
ভালো থাকুন কাল্পনিক ।।

২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একটাই কথা আছে বাংলাতে
মুখ আর বুক বলে এক সাথে
সে হলো বন্ধু, বন্ধু আমার।

এই গানটা মনে পড়ে গেলো।
:) :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সত্যিই অনেক দারুণ একটা গান ।

শুনতে বেশ লাগে ।

মনে করিয়ে দেবার জন্যে ধন্যবাদ দূর্জয় ।।

৩০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:

শেষের উক্তিটা বেশি জোস হইছে! :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

হাহাহা
ওটাতে বিশেষ কিছুতো আছেই ... :D

৩১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৯

শ্যামল জাহির বলেছেন: আমি এখনো আমার ভাল বন্ধু উঠতে পারিনি।(সুত্রঃ জগতে নিজের চেয়ে আপন কেহ নাই)

পোস্ট-এ ভাল লাগা। :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

খুব দরকারী কথা বলেছেন , জহির ।।

:)

৩২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩৬

শ্যামল জাহির বলেছেন: আমি এখনো আমার ভাল বন্ধু হয়ে উঠতে পারিনি। ( সূত্র: জগতে নিজের চেয়ে আপন কেহ নাই)

পোস্ট-এ ভাল লাগা। :)

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:১৮

নস্টালজিক বলেছেন: বন্ধু থেকো



কেউ থাকে না যখন!

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

আরজু পনি বলেছেন:

অনেকসময় মনে হতে পারে কেউ নেই...কিন্তু কেউ না কেউ থাকেই...না হলে মানুষ সুস্থ্য ভাবে বেঁচে থাকতে পারে না ।

বন্ধু থেকো ...

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৫

নস্টালজিক বলেছেন: বন্ধুর জন্য গান-

http://www.youtube.com/watch?v=pta6GfUlO94

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

আরজু পনি বলেছেন:

বন্ধু থেকো
থেকো আমার প্রার্থনায়
স্বপ্ন স্বপ্ন
ভাঙ্গার প্রতি মোহনায় ।

বন্ধু থেকো
কেউ থাকে না যখন
সাঁঝের আলোয়
আলোয় মায়াবতী চাঁদ

বন্ধু থেকো
থেকো হাতে রেখে হাত
বন্ধু থেকো একাকীত্বের উচ্ছাসে
একলা হয়ে
মেঘটা দেখার ফাঁকে

বন্ধু থেকো
কেউ থাকে না যখন ।।

নিরব রাতে মুগ্ধতারা একলা হয়ে দেখতে যারা
বন্ধু থেকো কেউ থাকে না যখন

বন্ধু থেকো বিরহী এ মন
বদলে দিতে মুগ্ধ আলাপন

বন্ধু থেকো
কেউ থাকে না যখন ।।



অসাধারণ !!!





৩৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫১

এম ই জাভেদ বলেছেন: দারুন সব কথামালা দিয়ে সাজানো একটি নান্দনিক পোস্ট হয়েছে আপু।

বন্ধত্ব আজ ফেবুকের কল্যাণে ভৌগলিক গণ্ডী পেরিয়েছে। এ বিষয়ে কিছু বানী চিরন্তনী থাকলে পোস্টটা আরও সমৃদ্ধ হত। এখন ডিজিটাল যুগ কিনা।

আপনাকে ফেবুতে বন্ধু অনুরধ পাঠিয়েছিলাম কিন্তু গৃহীত হয়নাই |-) :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

আরজু পনি বলেছেন:

একদম শেষেরটাতো ফেসবুক নিয়েই ;)


আর, কী নামে পাঠিয়েছেন , খুঁজে পাইনি তো ! :(

একটা মেসেজ পাঠালে ভালো হয়, চিনতে সুবিধা হতো ।

৩৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

অশ্রু কারিগড় বলেছেন: বন্ধুত্ব হলো মেজাজ খারাপ হলে ব্লক করে দেয়া X(
আর...
মেজাজ ঠান্ডা হলে পুণরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো !:#P



একটা বদ বন্ধু আছে, প্রতি দুই দিন পাল্‌সে কল ব্লক করে কিন্তু তখন কোন এস এম এস না পাইলে তিন ঘণ্টার মধ্যে আনব্লক করে ঝাড়ি দেয় । জামু কই :(( :( :(( .।.।।

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, কিছু বদ বন্ধু আছে...যারা পেইন দিতে খুব আরাম পায় X( :(

৩৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১

অচিন্ত্য বলেছেন: খুব সুন্দর পোস্ট। রানা ভাই এর লিংক থেকে গান শুনতে পারছি না। দুঃখের কথা আমি কখনোই ইউটিউবে এক্সেস করতে পারি না। :(

ভাল থাকুন
বন্ধুর মত

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অচিন্ত্য ।

আমি গানের কথাগুলো তুলে দিয়েছি...

বন্ধু থেকো ...

:)

৩৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দারুণভাবে অনুপ্রাণিত হলাম।

জয় হোক বন্ধুত্বের!

আচ্ছা, একই সাথে সাগরে এবং পুকুরে থাকলে কেমন হয়? ;)



শুভেচ্ছা রইলো আরজুপনির প্রতি....

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

আরজু পনি বলেছেন:

একই সাথে সাগরে এবং পুকুরে থাকলে ...তা হয় পৃথিবীর সেরা সম্পর্কগুলোর একটা...

আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল মইনুল ।।

:)

৩৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

বোকামন বলেছেন:
বন্ধুত্ব নিয়ে অনুভূতির চমৎকার প্রকাশ

মুগ্ধপাঠ ! অনেক ভালো লাগলো :-)

তবে ডিজিটাল যুগে এনালগ বন্ধুই সর্বোৎকৃষ্ট :-)

সৎ এবং সরলভাষী বন্ধু ও বন্ধুত্বে ঘিরে থাকুক আপনার চারিপাশ -এই কামনা করছি :-)

ভালো থাকবেন ।।




২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:

এনালগ বন্ধুরাও ডিজিটাল হয়ে গেছে যে আজকাল ...

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো বোকামন ।।

৪০| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৬

িফল্ড মার্শাল বলেছেন: আজ ও মন মতো পাইনি, বন্ধু কি জিনিস, তা ও জানি না । সকলের জন্যই ত্যাগী হলাম .................... বাট আমার জন্য কিছুই নাই । আর বন্ধুর জন্য আর কতো ত্যাগী হবো ???

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

আরজু পনি বলেছেন:
হয়তো মন মতো বন্ধু ঠিকই আছে...আপনিই বুঝতে পাচ্ছেন না ।
অনুভব করে দেখুন...হয়তো কাছেই আছে...

আর ত্যাগেই তো সুখ ।
আপনি কয়জনের বন্ধু হতে পারলেন সেটাও কিন্তু খুব বড় একটা কথা । সবাই পারে না ।

আপনার জন্যে অনেক শুভেচ্ছা রইল ।।

৪১| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩১

অস্পিসাস প্রেইস বলেছেন:
কিছু বন্ধুর সত্যিকারের মুখ কখনো দেখা হয়না। তবু অনলাইনে তারা কত আপন.....

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩

আরজু পনি বলেছেন:
আপনার এই কথাটা অনেক বেশিই সত্যি...
তেমন বন্ধু পা্ওয়া্ও অনেক ভাগ্যের ব্যাপার ।

থেকো বন্ধু জীবনভর ।।

৪২| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি,

"বন্ধূ" শব্দটি অনেক ব্যাপক যেমন তেমনি আপেক্ষিক ও ।

আপনার অনুভূতিগুলো এক অর্থে হ’লো এক একটি পরীক্ষা, একজন সত্যিকার বন্ধু চিনে নেয়ার ।। আর অবসরে কথা বলার জন্যে, বা সঙ্গ দেয়ার জন্যে যদি আপনি তাদের কাছে শুধু একটি “সামওয়ান” মাত্র হন, জানবেন আপনার জমার খাতায় কি জমেছে ! আপনি কি জানেন, আপনার দু’টি চোখের মধ্যে সম্পর্কটি কোথায় ?

তারা দু’টিতে একই সাথে পলক ফেলে,
একই সাথে ঘুরে ঘুরে পৃথিবী দেখে,
একই সাথে কাঁদে,
একসাথে ঘুমুতে যায় ।
কিন্তু ….. কিন্তু তারা কখোনোই একজন অন্যজনকে দেখতে পায়না ।

আসল বন্ধুত্ব হয়তো এমোনই .... দেখা যায়না । অনুভব করা যায়!!!

আপনার বা আপনাদের জন্যে এই লিংকটি বোধহয় অপ্রাসঙ্গিক হবেনা -----
Click This Link

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

আরজু পনি বলেছেন:
খুব সুন্দর বলেছেন ...
বন্ধুত্ব দুই চোখের মতো...ভাবতে ভালোই লাগছে ব্যাপারটা ।

লিঙকটাতে শিগগীরই যাচ্ছি ।

সুন্দর মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল আহমেদ ।।

৪৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: বন্ধুত্ব মানুষের শ্রেষ্ঠ সবকিছুর পেছনে উপস্থিত। জয় হোক বন্ধুত্বের।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৬

আরজু পনি বলেছেন:

জয় হোক বন্ধুত্বের ।

অনেক ধন্যবাদ প্রোফেসর ।

৪৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার তো কাউকে বেশিদিন ভালো লাগে না। আর এই ব্যাপারটা আমার বন্ধুরা জানে, আর কিভাবে যেন তারা আমার খারাপ সময় টের পেয়ে যায়। এর জন্যই নিঃসঙ্গতা আমাকে খুব একটা পেয়ে বসে না। আর আমার বন্ধু ভাগ্য ভালো।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

আরজু পনি বলেছেন:

হুমমম...আপনার বন্ধু ভাগ্য যে খুব ভালো সেটা অবশ্য বুঝতে পারি...

আর কাউকে বেশিদিন ভালো না লাগা...খুববাজে স্বভাব ...পরিত্যাগ করার চেষ্টা করুন ।

শুভেচ্ছা রইল আলাউদ্দিন ।।

৪৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

গোর্কি বলেছেন:
ছেলেবেলায় দেখতাম মুদির দোকান এবং ভাতের হোটেলগুলোতে বড় বড় অক্ষরে লেখা থাকত,
বাকী দেওয়া বড় কষ্ট
বাকীতে বন্ধুত্ব নষ্ট

যা আজও বেশ ভাবায়।

দ্বিমতের অবকাশ নেই বিধায় পোস্টের নীতিবাক্যগুলো পারফেক্ট মনে হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

আরজু পনি বলেছেন:

টাকা আসলেই অনর্থ সৃষ্টি করে । এ কথা অস্বীকার করার উপায় নেই ।

পোস্টের কথা গুলো পারফেক্ট মনে করায় বেশ আনন্দ পাচ্ছি...যাই হোক, তবে ভুল বলিনি কিছু...

অবশ্য আমি যা বিশ্বাস করি তাই বলেছি এখানে ।

অনেক ধন্যবাদ গোর্কি ।

সবসময়ই ভালো থাকুন ।।

৪৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

লেখোয়াড় বলেছেন:
আপনার আন্তরিকতার ঘাটতি এতটুকু নেই, এমনভাবে বললেন যেন আপনি সবার সামনে বসে কথা বলছেন, তারা সবাই আপনাকে দেখছে আর আপনার কথা শুনছে এবং আপনার সব আন্তরিকতা বুঝে ফেলছে, সেটা কি সম্ভব? এই ব্লগে, ভার্চুয়ালে ???

এখানে তো কথা বলা হয় শুধু লিখে লিখে, তো সেই কথাগুলো যদি হালকা হয়, সেই কথাগুলোর মাধ্যমে যদি আন্তরিকতা ফুটে না ওঠে তাহলে আমরা যারা আপনাকে ‍‍"সরাসরি চিনিনা" তারা আপনার অমন জবাবে আপনার আন্তরিকতা বুঝবো কি করে?

আরো আন্তরিকভাবে উত্তর করলে বন্ধুত্ব যে গুরুগম্ভীরতার জালে আবদ্ধ হবে এবং তাতে করে দম বন্ধ হয়ে যাবে এমন ভাবছেন কেন? আন্তরিকভাবে কথা বললে বন্ধুত্ব আরো উন্মুক্ত হবে, উদার হবে, সহজ-সরল হবে, অটুট হবে, সার্থক হবে এমন ভাবলেন না কেন?

আমি আপনাকে ব্লগে যতটুকু জেনেছি তাতে মনে হয়েছে আপনি অনেক আন্তরিক, বিনয়ী আর কখনো কখনো আলখেল্লা, কিন্তু আপনি অনেক মন্তব্য পান বলে অনেক তাড়াহুড়ো করে আপনাকে উত্তর করতে হয়, সেজন্য আপনার জবাব অনেকসময় হালকা হয়, এ বিষয়টি আমার চোখে পড়ে।

আপনি আমাকে আর ইমো-উমো ব্যবহার করেন না, এটা আমার ভাল লাগছে। অন্যদের ওখানেও আপনার ইমো ব্যবহার কমে এসেছে, আস্তে আস্তে এই অভ্যাস ত্যাগ করবেন বলে আশা করি।

ভাল থাকুন, শুভরাত্রি।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

আপনি কখনোই মন্তব্যের জবাব তাড়াহুড়ো করে দেই না...

সময় নিলেও জবাব একই রকমের হতো । অন্তত এই মুহূর্তে তাই মনে হচ্ছে ।

আর সামহোয়্যারইন ব্লগের ইমোগুলো এতোটাই জীবন্ত মনে হয় যে, ওগুলো দিয়ে আমার আসল অভিব্যক্তিই প্রকাশ পায় মনে হয়...কী করবো বলুন...ইমো না দিলে কখনো কখনো কেমন যেন গুরুগম্ভীর...আর কখনো কখনো রাগ রাগ মনে হয় ।


আপনার পরামর্শগুলো আমার ব্লগিং পথের পাথেয় হয়ে থাকবে...

অনেক কৃতজ্ঞতা প্রিয় লেখোয়াড় ।।

৪৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

মশিকুর বলেছেন:
শেষ পর্যন্ত কিছু অসম্পূর্ণতা রয়েই গেল। পোস্ট পড়ে কি যেন বাদ পরে গেছে? কি যেন বাদ পরে গেছে?? মনে হল। আসলেই "কোন নির্দিষ্ট সংজ্ঞায় বন্ধুত্বকে আবদ্ধ করা সম্ভব নয়"

+

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:

আসলেই "কোন নির্দিষ্ট সংজ্ঞায় বন্ধুত্বকে আবদ্ধ করা সম্ভব নয়"...

সেটাই ...

পাঠে অনেক ধন্যবাদ জানাই মশিকুর ।
ভালো থাকুন সবসময়ই ।।

৪৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বন্ধুকে সবকিছু খুলে বলা যায়, প্রেমিকা বা স্ত্রীকে নয়- লজ্জাই এর বড় কারণ- যতদিন না প্রেমিকা বা স্ত্রীও সত্যিকারের বন্ধু হয়ে ওঠে।

বন্ধুত্বের উপর আপনার অনুভূতি বা তত্ত্বকথা প্রশংসনীয়।

***

বন্ধুত্ব মানে সম্পর্কের শুরু
আর প্রেম মানে সম্পর্কের শেষ ।
প্রেম হলো অভিশাপের নাম
বন্ধুত্বে যখন অভিশাপ লাগে তখন প্রেম হয়
বিনাশ হয়
ধ্বংস হয়।


এ কথাটা সার্বজনীন সত্য নয়। যাঁরা প্রেমে ব্যর্থ হয়েছেন, হতাশাগ্রস্ত সেইসব প্রেমিকদের নিজেদের প্রতি কিছুটা প্রবোধ স্বরূপ হতে পারে এ কথাগুলো- প্রেম না করেই তো ভালো ছিল! অপটিমিস্টগণ এটা বিশ্বাস করেন না। যে কোনো প্রেমের শুরুই হয় বন্ধুত্ব দিয়ে, প্রেম সংঘটিত হবার পর সেই বন্ধুত্ব গাঢ়তর হয়। আপনি ভেবে দেখুন, আপনার স্বামীর প্রতি আপনার দাবি কতখানি, আর বন্ধুর (যিনি আপনার স্বামী বা প্রেমিক হতে পারেন নি) প্রতি কতখানি। আকাশ-পাতাল পার্থক্য হবার কথা। কিন্তু যে সংসারে শান্তি নেই, সেখানে বন্ধুত্বও নেই। তবে, মারফি মামার প্রেমসূত্র থেকে অনুসিদ্ধান্ত হয় যে, বিয়ে হলো একটা সার্থক প্রেমের করুণ পরিসমাপ্তি ;) এই কৌতুকের সাথে একাত্ম হওয়া গেলে আপনার অনুভূতি সত্য প্রমাণিত হবে ;) কিন্তু আপনার কোটেশনটা কোনো রম্য নয় বলে ওটা সত্য হওয়া অসমীচীন।

বন্ধুত্বের বাস সাগরে আর প্রেমের বাস পুকুরে ।
(এই লাইনের আইডিয়া 'শেষের কবিতা' থেকে নেয়া।)


এটার সাথেও একমত নই। প্রেমের অনেকগুলো শর্তের মধ্যে বন্ধুত্ব একটা, কিন্তু বন্ধুত্বের অনেকগুলো শর্তের মধ্যে প্রেম অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। এজন্য বন্ধুত্ব কখনোই প্রেমের চেয়ে মহত্তর হতে পারে না। আর শেষের কবিতার যে আইডিয়াটার কথা বলছেন, ওটা বন্ধুত্বের নয়, ওটা প্রেমের। কেতকীকে অমিট রায় বিয়ে করে ফেলে। বিয়েটা পুকুরের সাথে তুলনা করেছেন রবিকাকা। কিন্তু অমিটের প্রেমিকা লাবণ্য’র সাথে তার পরকীয়া প্রেম চলমান থাকবে (প্রেমের যবনিকাপাত হয় না), অমিটের মন সমুদ্রে সন্তরণ করবে- এ সমুদ্র হচ্ছে লাবণ্য বা লাবণ্য’র মন বা পরকীয়া প্রেম।

আমার ভিন্ন মতের অংশগুলো কিঞ্চিৎ ব্যাখ্যা করলাম। সবার মতের সাথে সবাই একমত হবেন ব্যাপারটা আমিও মানি না- তাই আমার ব্যাখ্যা আপনিও মেনে নেবেন, তা কে বললো? ;) ;)

শুভ কামনা।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

যদিও শেষের কবিতা থেকে আইডিয়া ধার করা...কিন্তু আমি কখনোই...লাবণ্য অমিতের সম্পর্কের পক্ষপাতি নই ।
অমিতকে সবাই হিরো মানলেও আমি মানতে রাজি নই ।
হয়তো আপনারও তাই মতামত...মন্তব্যে তেমনই মনে হলো ।


আর স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব হলে সেটা হতে পারে পৃথিবীর শ্রেষ্ট বন্ধুত্ব ।

পাঠক হিসেবে ভিন্ন মত থাকতেই পারে...তাতে আমার কৃতজ্ঞতাই থাকে ... :D

৪৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

আমি তুমি আমরা বলেছেন: চমতকার সংগ্রহ :)

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ...তুমি...

:)

৫০| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

নেক্সাস বলেছেন: বন্ধুত্ব হলো মেজাজ খারাপ হলে ব্লক করে দেয়া X(
আর...
মেজাজ ঠান্ডা হলে পুণরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান



Right

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, এই রকমের বদ বন্ধুরা অনেক বেশিই প্রাণপ্রিয় হয়...তাই ব্লক বেশিদিন থাকে না...আবার নতুন করে ব্লক করতে...


:)

৫১| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

অদৃশ্য বলেছেন:






এই বন্ধুত্ব নিয়ে অনেকদিন আগে ঠিক এভাবেই লিখেছিলাম__

'' বন্ধুত্বের মানে কি তা তুই জানিস
বন্ধুত্বের শর্তগুলো কি তুই মানিস

বন্ধুত্ব হলো অন্তর আত্মার মিল
একই ডানায় উড়ন্ত দুই চিল''



বন্ধুত্ব নিয়ে চমৎকার কথামালা... বন্ধুত্বের সম্পর্ক জীবনব্যাপি এইটা আমিও মনে প্রাণে বিশ্বাস করি আরও বিশ্বাস করি বন্ধুত্বকে কোন সময়ের গন্ডির মাঝে আটকে রাখা যায়না ... বন্ধুত্ব নিয়ে আপনার ভাবনা ও কথামালায় মুগ্ধ হয়ে গেলাম...

শুভকামনা...

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

আরজু পনি বলেছেন:

বন্ধুত্ব হলো অন্তর আত্মার মিল
একই ডানায় উড়ন্ত দুই চিল...

আপনার কথাগুলো দারুণ !


বন্ধু থেকো জীবন ভর ...

৫২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬

এহসান সাবির বলেছেন: ♥ বন্ধুত্বের সম্পর্কে আমি কখনোই মৌসুমি পাখি হতে রাজি নই ।
বন্ধুত্বে সম্পর্ক জীবনব্যাপি

বন্ধু হারানোও যে অনেক কষ্টকর......!!

শুভকামনা

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

বন্ধুত্ব হারানো সত্যি অনেক অনেক বেশিই কষ্টের ।।

বন্ধু থাকুক জীবনভর ।।

৫৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

একজন আরমান বলেছেন:
বন্ধুত্বের বাস সাগরে আর প্রেমের বাস পুকুরে ।

বন্ধুত্ব আর প্রেম এই দুয়ের মাঝে তুলনা করাই উচিৎ না। দুটি ভিন্ন জিনিস।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

তুলনা কখনো কখনো চলে আসে, আরমান...যখন প্রেমের কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়...না হলে প্রেমের সাথে বন্ধুত্বের কোনই বিরোধ নেই ।


:)

৫৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ভিয়েনাস বলেছেন: ♥ বন্ধুত্বে কোন সীমা থাকে না । যা থাকে তা অদৃশ্য, দেখা যায় না

বন্ধুত্ব হলো দুটো দেহের একটা আত্মা

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

আরজু পনি বলেছেন:
খুব সুন্দর কথা বলেছেন ।

বন্ধুত্ব হলো দুই দেহে এক আত্মা ।

অনেক ধন্যবাদ রইল, ভিয়েনাস ।
ভালো থঅকুন সবসময় ।।

৫৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: বন্ধুত্বমানে অনেক সময় সম্পূর্ণ বিনা কারনে এড়িয়ে চলাও ।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

সম্পূর্ণ বিনা কারণে বন্ধু বন্ধুকে এড়িয়ে চলতে পারে না ।

হয়তো সেখানে বন্ধুর ব্যস্ততাও থাকতে পারে ।
বা আরো কতো কিছুই থাকতে পারে...

শুভেচ্ছা রইল ...

৫৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

কালীদাস বলেছেন: /:)

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

আরজু পনি বলেছেন:

!:#P !:#P

৫৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

সমুদ্র কন্যা বলেছেন: বন্ধুত্ব হলো মেজাজ খারাপ হলে ব্লক করে দেয়া X X((
আর...
মেজাজ ঠান্ডা হলে পুণরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো !:#P

এটা দেখে দারুণ মজা পেলাম। মাঝে মাঝে বরের উপর খুব রাগ হলে আমার এমন করতে ইচ্ছা করে। কিন্তু করি না কারণ তাহলেতো রিলেসনশীপ স্ট্যাটাসটাও মুছে যাবে আর ওই সময়কার সবার করা এত্ত এত্ত কমেন্টস আর শুভকামনাও। :P

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:

হাহা
আমি হামেশাই খেপাই আর ব্লক খাই ...তারপর আবার আনব্লক...কয়দিন পর আবার ব্লক ...এই ব্লক মার্কা বন্ধুরা বদ কিসিমের... X(

৫৮| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯

টুম্পা মনি বলেছেন: ♥ বন্ধুত্বের সম্পর্কে আমি কখনোই মৌসুমি পাখি হতে রাজি নই ।
বন্ধুত্বে সম্পর্ক জীবনব্যাপী। !:#P !:#P !:#P

এটাই হল আসল কথা।
বন্ধুত্ব জনম জনমের জন্য।
এমন বন্ধুত্ব পূর্ণ পোষ্ট আর আলোচনায় পরীক্ষার জন্য অংশ নিতে পারলাম না! এই এক পরীক্ষার সাথেই কোন দিন বন্ধুত্ব করতে পারলাম না। X( X( X(

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

আমি মৌসুমি পাখি কখনোই নই ।
যাকে একবার বন্ধু বলে মেনেছি, তাকে হৃদয়ে রেখেছি জীবনভর ।

এটা একটা সমস্যা...পরীক্ষার সাথে আমারও কোনকালে বন্ধুত্ব হয় নি...


আমি নিজেও খুব ভেজালে আছি...সময় বের করা টাফ হয়ে যাচ্ছে...অনেকের অনেক পোস্টেই যেতে পারছি না ।

টুম্পামনি, থেকো বন্ধু জীবনভর ।।

৫৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: সুন্দর !! :)

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, রেজা ।

:)

৬০| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অ্যানোনিমাস বলেছেন: লোল

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

আরজু পনি বলেছেন:

B-)

৬১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

ডক্টর এক্স বলেছেন: ♥ বন্ধুত্বে কোন সীমা থাকে না । যা থাকে তা অদৃশ্য, দেখা যায় না

সুন্দর।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আরজু পনি বলেছেন:
অনেকদিন পর দেখলাম আপনাকে ডক্টর এক্স, ভালো লাগলো দেখে ।
অনেক ধন্যবাদ জানাই ।।

৬২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

ডক্টর এক্স বলেছেন: আপু, বেশ কয়েকদিন ধরে অনেক পোস্টে সামু লাইক নিচ্ছে না। এটা কি সার্বজনীন, নাকি শুধুই ব্যক্তিবিশেষ সমস্যা ?

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

আরজু পনি বলেছেন:

এটা মোটামুটি সার্বজনীন সমস্যা ।

কেউ কেউ দিতে পারে । আবার যারা মোবাইল ভিউ অন করে রাখে তারাও লাইক দিতে পারে ।

অনেক ভালো থাকুন ডক্টর এক্স ।।

৬৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

অনির্মীলিত বলেছেন: বন্ধুত্বকে ডিফাইন করা মুশকিল। :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

বন্ধুত্বের রং অনেক ধরনের ।

:)

অনেক ধন্যবাদ অনির্মিলিত ।

৬৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সামুর বিশিষ্ট জনপ্রিয় ব্লগার "লেখোয়ার" কে আমার বিশেষ প্রিয়
লেখায় উৎসর্গ করার পর থেকে উনি প্রায় ব্লগে আসাই ছেড়ে দিয়েছেন !! :||

তবে তার সাথে এই তুচ্ছ ব্লগারের ছোট একটা মিল খুঁজে
পেলাম,আর তা হল ইমোর ব্যবহারে মিতব্যয়ী হওয়া !

সোনাবীজের সাথেও অনেকটা সহমত পোষণ করছি !

বন্ধুত্ব সম্পর্কে একটা উক্তি দিয়ে আপনার দারুণ লেখাটার
মন্তব্যের ইতি টানতে চাই,

"বন্ধুত্ব হল টাকার মতো,তৈরি করার চেয়ে রক্ষা করা কঠিন"

(পাবিলিয়াস সাইরাস)

অনেক ভালো থাকুন, বন্ধুত্বের বাঁধনে নির্মল-সুন্দর থাকুন ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

আজকে লেখোয়াড়কে ব্লগে দেখলাম...ভালো লাগছে।

বন্ধুত্ব নিয়ে বলা লাইনটা খুব বাস্তব।

আমি ইমোতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি...কিন্তু এই ইমো ব্যবহার নিয়েই বিভিন্নসময়ে বিভিন্ন জনের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে...

মনের ভেতর এক অবুঝ কিশোরীর বাস...

৬৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আবেগ প্রকাশ এবং অনুভবের জন্য
বিভিন্ন মাধ্যম রয়েছে !

আমার কাছে সবচেয়ে ভালো লাগে/ইচ্ছে জাগে
চিঠি লিখে আবেগের সরোবরে নৌকা ভাসাই !

কিন্তু সেই দিন কি আছে, চিঠি দেবার/পাবার !

অবুঝ কিশোরীর পায়ের আলতা রঙ উজ্জ্বল হোক ।

০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

আমার একটি চিঠি লেখার কথা ছিল...বা বলা যায় লিখতে হবে...জানি না কবে লিখবো।

নিষ্ঠুর বাস্তবতায় আলতারা ম্লান হয়ে যায়!

৬৬| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আরও একটি জোসনা এলো,
রুপালি আলোর কাফনে মোড়া..
শেষ চিঠি লেখা হল,
ভুলগুলির শেষ বোঝাপড়া...!


এই গানটি শুনেছেন কখনও ?

সুন্দর চিঠি লিখুন,
আবেগের চিঠি লিখুন,
আনন্দের চিঠি লিখুন !

আর ভালো থাকুন !:#P

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

গানের কথা যেহেতু দিলেন লিংক দিলেই পারতেন...এখন শুনতাম।

চিঠি আমাকে লিখতেই হবে...প্রিয় ব্লগারের সম্মানে হলেও লিখব।

আপনিও অনেক অনেক অনেক ভালো থাকুন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.