নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

বই প্রকাশ

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫





লেখাকে যারা পেশা হিসেবে নিতে চান তারাতো বটেই লেখা যাদের নেশা তারাও হয়তো কখনো চান তাদের লেখাটিকে প্রিন্টেড আকারে কাগজের পাতায় মুদ্রিত দেখতে । নিজের একটি প্রকাশিত বই একজন লেখকের কাছে তার সন্তানের মতোই আপন ।



বর্তমান সময়গুলোতে ফেসবুক, গুগল প্লাস, নিজস্ব ব্লগ সাইট সহ কমিউনিটি ব্লগগুলোর কল্যাণে মানুষ আগের ডায়েরির পাতায় লেখার বদলে এখন এসব ডিজিটাল ডায়েরি ব্যবহার করে থাকেন নিজেদের লেখালেখির মাধ্যম হিসেবে । তাতে লেখকের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে কাগুজে বই প্রকাশিত কমই হচ্ছে । প্রকাশকরা লগ্নিকৃত অর্থের লোকসানের ভয়ে সাধারণত নতুন লেখকদের বই প্রকাশ করতে ভরসা পাননা খুব একটা । কিন্তু তারপরও নিজের একটি বই... এতো দরদ দিয়ে লেখাগুলি বইয়ের পাতায় ছাপানো দেখতে, সেই কাগজের গন্ধ নেবার আনন্দই আলাদা । যাদের বই প্রকাশিত হয়েছে তারা এটা ভালো বুঝবেন ।



কিন্তু বর্তমান সময়ে বই প্রকাশের খরচের কথা ভেবে অনেক প্রকাশকই নতুন লেখকদের লেখা ছাপানোর রিস্ক নিতে চাননা । কিন্তু লেখক যদি নিজ অর্থে বই প্রকাশ করতে চান সেক্ষেত্রে প্রকাশকরা নবীন লেখকদের বই প্রকাশ করে থাকেন ।

সেই ভাবনা থেকেই সামনের জাতীয় গ্রন্থমেলার কথা মাথায় রেখে বই প্রকাশের কিছু তথ্য সহব্লগারদের সামনে হাজির করবার চেষ্টা করলাম । যারা বই প্রকাশে আগ্রহী তাদের যদি কোন কাজে লাগে তবে কৃতার্থ হবো ।



ISBN (International Standard Book Number):

বই প্রকাশের সাথে লেখকের বইটির একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বই নম্বর দেবার কাজটি লেখক নিজে দায়িত্ব নিয়ে করাতে পারেন বা প্রকাশকও করিয়ে নিতে পারেন ।



ISBN এর জন্যে বর্তমানে পান্ডুলিপির এক কপি সহ আবেদন পত্র জমা দিতে হবে আগারগাঁও এ অবস্থিত জাতীয় গ্রন্থাগার ভবনের নিচতলার অফিসে অফিসচলাকালীন সময়ে ।



ISBNএর নিজস্ব ওয়েবসাইট

http://www.isbn.org/



উইকিপিডিয়ায় ISBN





© কপি রাইট



একটি বই প্রকাশ করলেই কাজ শেষ হয়ে যায় না । বইটির লেখার স্বত্ত্ব যেন লেখক বা লেখকের অনুমতিক্রমে প্রকাশকের থাকে সেজন্যে কপিরাইট আইনের আওতায় রেজিস্ট্রেশন করা উচিত যেন কেউ লেখা চুরি করে পার পেয়ে যেতে না পারে ।



নির্ধারিত সময়ে কপিরাইট রেজিস্ট্রেশনের জন্যে :

●আবেদন পত্র – ৩কপি (নির্ধারিত)- অনলাইন অথবা অফিসে জমা দিতে হবে ।

●ট্রেজারি চালান (টাকা জমা)ফি – ১০০০/= প্রতিটি আবেদনের বিপরীতে

●অঙ্গীকারনামা-৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প (মৌলিক কর্মের ঘোষণাপত্র)

●পান্ডুলিপি, সাহিত্যকর্ম, সিডি, ক্যাসেট ইত্যাদি…কর্মের ২ কপি করে জমা দিতে হবে

●ট্রেজারি চালান কোড নং ১-৩৪৩৭-০০০০-১৮৪১

●চারুকর্মের ক্ষেত্রে কর্মের ৩ কপি জমা

●কর্ম হস্তান্তর হলে হস্তান্তরের দলিল ৩০০/= ননজুডিশিয়াল স্ট্যাম্প

●শিল্পকর্ম জমা দিতে হবে –দেলোয়ার জামিল

●সাহিত্য, সফটওয়্যার, নাটক, সিনেমা, পান্ডুলিপি জমা দিতে হবে –খালেদ হোসেন চৌধুরী

কপিরাইট আইন







বইয়ের খরচাপাতি



জাতীয় সাহিত্য প্রকাশন-এর পুরোধা জনাব মোরশেদ আলম-এর মতে-

১০ ফর্মার একটি বই প্রকাশের আনুমানিক খরচ :

●কভার পেপার (দুই রকম আর্টপেপার

অফসেট-১২০ গ্রাম বা ১০০গ্রাম হতে পারে)- ২৫০০/=

●কভার ডিজাইন পজেটিভ সহ চার কালার -৩০০০/=

●কভার প্লেট ৪টি – ৮০০/=

●কভার ছাপা - ২০০০/=

●কভার লেমিনেশন – ৭৫০০/=

●বইয়ের কাগজ – ১১০০০/=

●বইয়ের ছাপা – ১০*৪০০=৪০০০/=

●মূল বইয়ের প্লেট একপোজ সহ ১০টা

(একপোজ= ট্রেসিং প্লেট) -৪৪০০/=

● বই বাঁধাই – ১০,০০০/=

● বই কম্পোজ ১০ ফর্মা

(ট্রেসিং সহ) – ১০*৬০০=৬০০০/=

●প্রুফ রিডিং – ৩০০০/=

১০ ফর্মায় প্রতিবারে প্রুফ রিডিং ১০০০/= করে তিনবারে ৩০০০/=টাকা



জলছবি বাতায়ন প্রকাশনার সঞ্চালক জহিরুল ইসলামের বর্ণনা মতে :

১.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১ (৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ২১,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।



২.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১ (৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ১৬,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।



৩.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ২ (১৬ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ৩১,৫০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।



৪.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ২ (১৬ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : স্ট্যাপলার

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ২৩,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।



৫.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৩ (২৪ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ৪৭,৫০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।



৬.

সাইজ : ৭.২৫×৯.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৪ (৩২ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : চার কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে

সংখ্যা : ৫০০ কপি

মোট খরচ : ৫৭,০০০ টাকা

যে ধরনের বই হতে পারে : ছোটদের গল্প/ছড়া।



৭.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৩ (৪৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ১৯,৫০০ টাকা। ৫০০ কপি ২৫,৫০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা।



৮.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৪ (৬৪ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ২২,৫০০ টাকা। ৫০০ কপি ২৮,৫০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।



৯.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৫ (৮০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ২৫,০০০ টাকা। ৫০০ কপি ৩১,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।



১০.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৬ (৯৬ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ২৮,০০০ টাকা। ৫০০ কপি ৩৪,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।



১১.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৭ (১১২ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৩০,৫০০ টাকা। ৫০০ কপি ৩৭,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।



১২.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ৮ (১২৮ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৩৩,০০০ টাকা। ৫০০ কপি ৪০,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।



১৩.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১০ (১৬০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৩৬,০০০ টাকা। ৫০০ কপি ৪৩,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।



১৪.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি (পেপারব্যাক)

ফর্মা সংখ্যা : ১০ (১৬০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : পেপারব্যাক। তবে ফ্ল্যাপ থাকবে।

কভার পেপার : ৩০০/৩৫০ গ্রাম ওয়ান সাইড গ্লোসি বোর্ড/আর্ট কার্ড

অলঙ্করণ : কয়েকটি স্কেচ হবে

মোট খরচ : ৩০০ কপি ৩৬,০০০ টাকা। ৫০০ কপি ৪৩,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : প্রবন্ধ/উপন্যাস।



১৫.

সাইজ : ৫.৫×৮.৫ ইঞ্চি

ফর্মা সংখ্যা : ১৫ (১৬০ পৃষ্ঠা)

ভেতরের কাগজ : ৮০ গ্রাম দেশী

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : বোর্ড বাঁধাই

কভার পেপার : ১২০ গ্রাম আর্ট পেপার।

অলঙ্করণ : হবে না

মোট খরচ : ৩০০ কপি ৪৮,৫০০ টাকা। ৫০০ কপি ৫৬,০০০ টাকা।

যে ধরনের বই হতে পারে : কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস।







২০১৩ এর জাতীয় গ্রন্থ মেলা থেকে এর আগের বছরগুলোতে ব্লগারদের প্রকাশিত বইয়ের তালিকা :



২০১৩ এর জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই



১. বয়েজ ফ্রম ব্রাজিল

মূল : ইরা লেভিন

অনুবাদ : মির্জা আহাম্মদ শরীফ

সুত্র:

Click This Link



২. বইয়ের নাম : “নগরের বিস্মৃত আঁধারে”

লেখকের নাম : একুয়া রেজিয়া





২০১২ এর জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই



১. বইয়ের নাম: মা (উপন্যাস)

লেখকের নাম: রেজা ঘটক



২. বইয়ের নাম: বেতাল রম্য

লেখকের নাম: আসিফ মেহ্‌দী



৩. বইয়ের নামঃ "জেন্ডার স্টাডিজ"

লেখকের নামঃ আরজু নাসরিন পনি



৪. বইয়ের নাম: কয়েকটি অপেক্ষার গল্প

লেখকের নাম: শেরিফ আল সায়ার



৫. বইয়ের নাম: যাপিত জীবনের কান্না

লেখকের নাম: রউফ হিমেল



৬. বইয়ের নাম: নিকাশের দায় রেখে

লেখকের নাম: হানিফ রাশেদীন



৭. বইয়ের নাম: ট্যালেন্ট কাব (উপন্যাস)

লেখকের নাম: আহমেদ রিয়াজ



৮. বইয়ের নাম: ইচ্ছেপূরণ দিন (তিনটি বড়গল্প)

লেখকের নাম: আহমেদ রিয়াজ



৯. বইয়ের নাম: ঝুটি বাঁধা ডাকাত (গল্প)

লেখকের নাম: আহমেদ রিয়াজ



১০. বইয়ের নাম: হাডসন স্ট্রিটের সুন্দরী এবং (গল্প সংকলন )

লেখকের নাম: তমিজ উদদীন লোদী



১১. বইয়ের নাম: ধূসর ক্যানভাসে একাত্তর (উপন্যাস)

লেখকের নাম: সুফিয়া বেগম



১২. বইয়ের নাম: জলের খোঁজে জলপ্রপাত (গল্প গ্রন্থ)

লেখকের নাম: সুফিয়া বেগম



১৩. বইয়ের নাম: এক জীবনের গল্প

লেখকের নাম: আমিনুল ইসলাম মামুন



১৪. বইয়ের নাম: নি:সঙ্গ

লেখকের নাম: মিলটন রহমান



১৫. বইয়ের নাম: সরলরেখা – বক্ররেখা (বারোয়ারি উপন্যাস)

লেখকবৃন্দের নাম: নাজমুল হুদা, অপাংক্তেয়, আমিন শিমুল, শব্দপুঞ্জ, ডাক্তারের রোজনামচা, জুলিয়ান সিদ্দিকী, আরিশ ময়ূখ রিশাদ, আকাশগঙ্গা, নাঈফা চৌধুরী অনামিকা, সাহাদাত উদরাজী, পাপতাড়ুয়া এবং জ. ই মানিক



১৬. বইয়ের নাম: গল্পগুলো ভর করে প্রজাপতির ডানায়

লেখকের নাম: মাহমুদুল হাসান ফেরদৌস



১৭. বইয়ের নাম: জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল

লেখকের নাম: ড: হালিমা সাদিয়া খান ও ড: সাইফুল ইসলাম



১৮. বইয়ের নামঃ মেঘ হয়ে যাই

লেখকের নামঃ সাবরিনা সিরাজী তিতির



১৯. বইয়ের নাম: ভালোবাসার রোদ বৃষ্টি (উপন্যাস)

লেখকের নামঃ সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু



২০. বইয়ের নামঃ আমাদের গল্প

লেখকের নামঃ সাদাত শাহরিয়ার



২১. বইয়ের নামঃ মৌনমুখর বেলায়

লেখকের নামঃ রেজওয়ান তানিম



২২. বইয়ের নাম: 'টাইন নদী ওপার থেকে'

লেখকের নাম: জিয়াউল হক (ব্লগীয় নিক)



২৩. বইয়ের নাম: সবুজ অঙ্গন ১৭শ সংখ্যা

লেখকের নাম: ব্লগের ব্লগারগণের একঝাঁপি লেখা (ব্লগার পান্থ বিহোসের সম্পাদনা)



২৪. বইয়ের নামঃ ইসলাম ও সমসাময়িক বিতর্কের জবাব

লেখকের নামঃ আনিসুল ইসলাম



২৫. বইয়ের নামঃ বাংলাদেশের প্রকৌশলবিদ্যার ভবিষ্যৎ

লেখকের নামঃ প্রকৌশলী হাসান আমিন জাবির



২৬. বইয়ের নাম: যেমন আছি লন্ডনে - আসাদুজ্জামান জুয়েল



সুত্র:

Click This Link



২৭. বাংলা ব্লগের ইতিবৃত্ত-একরামল হক শামীম



সুত্র:

Click This Link



২৮. বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্র – সমস্যা ও সমাধান-ড.মতিউর রহমান

২৯.আত্নদহন-পারভেজ রানা

৩০. তুমি এলে বাদল দিনে - এম এম ওবায়দুর রহমান



সুত্র:

Click This Link



৩১. প্রবেশাধিকার সংরক্ষিত

-হাসান মাহবুব (গল্পের এই বইটির প্রথম ক্রেতা আমি নিজেই ছিলাম)

(আপডেট: ১১/১১/২০১৩)



২০১১ এর জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই



১. আলোর যাত্রা - রোখসানা লেইস



সুত্র:

Click This Link



২. দীঘির জলে রোদের স্নান (পাঁচজন ব্লগারের কবিতার সঙকলন)

-কবির য়াহমদ

-পদ্ম

-মাসুম আহমদ

-ইথার আখতারুজ্জামান

-সাজনুস সাহীর



সুত্র :

Click This Link

(আপডেট: ১১/১১/২০১৩)



৩. শেকলে বাঁধা ময়না

-শামসীর



সুত্র : Click This Link

(আপডেট: ১৩/১১/২০১৩)



২০১০ এর জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই



১. আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - মনজুরুল হক



সুত্র:

Click This Link





২০০৯ এর জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই



১. হোটেল বনলতা(আবাসিক)-ইশতিয়াক আহমেদ



সুত্র:

Click This Link



২. ছোট ছোট গল্পের সমারোহ "তথাপি"- পথিক!!!!! (মামুন ম. আজিজ )

৩. গল্পগ্রন্থ " ডোরাকাটাদের দেশে" - রবিউলকরিম

৪. কবিতার বই "সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে" - প্রণব আচার্য

৫. গল্পগ্রন্থ "টিয়ামন্ত্র" - মাজুল হাসান

৬. এর একটি ছোট গল্প, ছোট কাগজ শিড়দাঁড়া'য়, সম্পাদক সুহৃদ শহীদুল্লা - ইমন জুবায়ের



মুজিব মেহদী

৮. কাব্যগ্রন্থ ...'চিরপুষ্প একাকী ফুটেছে'। প্রকাশক অ্যাডর্ন।

৯. রূপান্তরিত গল্পগ্রন্থ..'সটোরি লাভের গল্প' । প্রকাশক পাঠসূত্র।



হাসান মোরশেদ দুটি বই

১০. "শমন শেকল ডানা" (উপন্যাস) প্রকাশক--শুদ্ধস্বর

১১. "দানবের রূপরেখা" (অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার)---প্রকাশক--শুদ্ধস্বর



১২. আমজাদ সুজন.......'দৃশ্য শিকারের বন্দুক' প্রথম কাব্যবই

১৩. মুক্তি মণ্ডল ..........."পুষ্পপটে ব্রাত্য মিনতি" কবিতা-পুস্তিকা, জোনাকরোড থেকে প্রকাশিত।

১৪. আজহার ফরহাদ........"মগ্ন নৈরাজ্যের পদাবলী" কবিতার বই, ইত্যাদি প্রকাশ থেকে।

১৫. আফসানা কিশোয়ার (ব্লগার মেঘ) ........."অ-পরবের দিন", কবিতার বই

১৬. এখনও গল্প লিখি ..........'বউ কথা কও' গল্পগ্রন্থ

১৭. মুয়ীয মাহফুজ......-"হুইসেল বাজছে চোর পালাচ্ছে" কবিতার বই

১৮. সুমন সালেহী ......."মুচকি হাসিতে প্রেম-ঝগড়া এবং.."

১৯. সাগর সরোয়ার ........."শেষ বিকেলের ছেলে" বিজয় প্রকাশ

২০. মোজাম্মেল প্রধান.........."ছড়ার ডিম"

২১. সুলতানা শিরীন সাজি'র কবিতার বই........"......"এক জোছনায় তুমি ও আমি"

২২. ব্লগার আমার আমি (আহমেদ ফারুক মিল্লাদ).....কাব্যগ্রন্থ"বৃষ্টির জলে জলরং ভালোবাসা" ৩য় সংস্করন, প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

২৩. শহীদুল ইসলাম মুকুল.......কবিতার বই "জালছেঁড়া নদী" প্রকাশক: ভাষাচিত্র।

২৪. শেখ জলিল.........'জায়গীরনামা' প্রকাশন: শুদ্ধস্বর

২৫. ইশতিয়াক আহমেদ............"হোটেল বনলতা আবাসিক" প্রকাশক: বাংলা প্রকাশ

২৬. তাহমিনা সানি ......রহস্য গল্প-"স্বর্ণদেবতার অভিশাপ" জাগৃতি প্রকাশনী।



প্রিন্স আশরাফ..........৩টি বই

২৭. রহস্য উপন্যাস "দানব" জাগৃতি প্রকাশনী।

২৮. রহস্য গল্প- হেকিম মুনশী ও তারা তিনজন-জাগৃতি প্রকাশনী।

২৯. মৌলিক থ্রিলার উপন্যাস- যুযুধা- বাতিঘর প্রকাশনী।

৩০. ফকির ইলিয়াস .........'' কবিতার বিভাসূত্র''(কবিতা বিষয়ক গদ্যগ্রন্থ )

৩১. মূর্তালা রামাত ........."অনুবাদ কবিতা"



সরকার আমিন........দুটি কবিতার বই

৩২. "কিছু পাপ করার চেষ্টা করি" বইটার প্রকাশক শব্দশিল্প।

৩৩. "আগুনের প্রতি অনুরোধ"-



আহমাদ মোস্তফা কামাল.......দুটি বই

৩৪. অন্ধ যাদুকর, উপন্যাস।

৩৫. সংশয়ীদের ঈশ্বর, সৃজনশীল প্রবন্ধের সংকলন।

৩৬. নুরুজ্জামান মানিক..........‘স্বাধীনতা সংগ্রামের অপর নায়কেরা’

৩৭. মনজুরুল হক............."শকুমেন্টারি শকোথেরাপি এবং কর্পোরেট ডেমোক্র্যাসি "

৩৮. অমি রহমান পিয়াল..........."জন্মযুদ্ধ" প্রকাশক--শুদ্ধস্বর

৩৯. মাহবুব লীলেন...."তৃণতুচ্ছ উনকল্প" (উপন্যাস) প্রকাশক--শুদ্ধস্বর

৪০. মাসুদা ভাট্টি.........স্বাতীর উঠোন (গল্প ) প্রকাশক--শুদ্ধস্বর

৪১. মুহাম্মদ জুবায়ের........." সিকি আধুলি গদ্যগুলি" প্রকাশক--শুদ্ধস্বর

৪২. সুমন সুপান্থ............."নিশিন্দা মেঘের বাতিঘর" কবিতার বই



৪৩. রুমানা বৈশাখী..........."পোস্টমর্টেম"-জাগৃতি প্রকাশনী

৪৪. পান্থ বিহোস......"১০ তরুণের প্রেমের গল্প"



মাহবুবুর শাহরিয়ার (ব্লগার রোডায়া)- এর দুটি উপন্যাস

৪৫. মহা পৃথিবী

৪৬. প্রেম ও অনুভব



৪৭. এ. টি. এম. মোস্তফা কামাল ........"বাঙ্গালা রুবাইয়াত"

৪৮. বিপ্লব রহমান.............."রিপোর্টারের ডায়রি: পাহাড়ের পথে পথে"

৪৯. এহসান হাবীব............"শাদা প্রজাপতি" কবিতার বই, প্রকাশক : পাঁচিল

৫০. আত্মপ্রকাশ ঘটেছে জোনাকরোড নামে একটি লিটল ম্যাগাজিন এর।

৫১. সাঈদ জুবেরী (মাঠশালা).........."আত্মরতির খুন"

৫২. েফরদৌস মাহমুদ........."নীল পাগলীর শিস" কবিতার বই



সুত্র:

Click This Link



৫৩. অন্তরীপ - (টিন এইজদের নিয়ে লেখা উপন্যাস) : রোখসানা লেইস

সুত্র : Click This Link



২০০৮ এর জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই



১.অজানার স্রোতে (উপন্যাস) -রোখসানা রেইস

সুত্র : Click This Link



২০০৭ এর জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই



১. চন্দ্রিমায় নীলজল (গল্প গ্রন্থ) - রোখসানা লেইস

সুত্র : Click This Link



যাদের বই প্রকাশিত হয়েছে কিন্তু এই পোস্টে নেই...তারা অনুগ্রহ পূর্বক জানালে নামটা এ্যাড করে দিব । কারণ এই লিস্ট দেখে সহব্লগাররা অবশ্যই অনুপ্রাণিত হবে ।





♥সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে এই কাঠখোট্টা পোস্টটি পড়লেন ।



কৃতজ্ঞতা:

জনাব নাসির আহমেদ কাবুল

জনাব মোরশেদ আলম

জনাব খালিদ হোসেন চৌধুরী

মন্তব্য ১৮১ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৮১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক কাজে লাগার মত একটা পোস্ট।

অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:
কারো কাজে লাগলে কৃতার্থ হবো ।

অনেক কৃতজ্ঞতা জানাই...কষ্ট করে কাঠখোট্টা পোস্টটা পড়ার জন্যে ।।

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

মোঃ ইসহাক খান বলেছেন: আর ব্যাপক পরিশ্রমের জন্য সাধুবাদ জানাচ্ছি।

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:
এই পোস্ট দেবার কথা ছিল আরো তিন পোস্ট আগে...

বেশ কিছু জায়গায় যেতে হয়েছে, তথ্য যোগার করতে... না হলে আরো মাস খানেক আগেই দিতে চেয়েছিলাম ।

যাই হোক, শেষ পর্যন্ত দিতে পেরেছি তাতেই কৃতজ্ঞ ।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে ।

অনেক ভালো থাকুন প্রিয় গল্পকার ।।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম আপু :)

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

আমিতো ভাবছিলাম এই কাঠখোট্টা পোস্টে কেউ মন্তব্যই করবে না ...

আপনারা আছেন বলেই পোস্ট প্রকাশ করতে এখনও ভরসা পাই ।
অনেক কৃতজ্ঞতা রইল, মামুন ।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

ইখতামিন বলেছেন:
অনেক দরকারি পোস্ট

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

ইখতামিন, বিশেষ কৃতজ্ঞতা জানাই আপনাকে ।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

ইখতামিন বলেছেন:
মামনু ভাই.. টস করেন..
আমিও কিন্তু প্রথম ভালোলাগা দিয়েছি ;) :) :)

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:
ইয়ে মানে... এটা নিশ্চিত হলাম যে, আপনি "ভালো লাগা" সংখ্যার এই আকালে এমন দামী জিনিসটি উপহার দিলেন ।

অনেক অনেক ধন্যবাদ জানাই, ইখতামিন ।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: এত কিছু তুমি কোথায় পাও পনিপু!!!

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

তথ্য পেতে কয়েক জায়গায় যেতে হয়েছে এজন্যে ...

অনুপ্রেরণাদায়ী মন্তব্যে কৃতজ্ঞতা জানাই খালিদ ।।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

ইউসুফ খান বলেছেন: মারাত্মক উপকারী পোস্ট।
বই প্রকাশে আগ্রহী নতুন লেখকরা বেশ উপকৃত হবে।
নাইস জব আপু। :)

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৩

আরজু পনি বলেছেন:

নতুন লেখকদের উদ্দেশ্যেই মূলত এই নিবেদন । কারো কাজে লাগলে কৃতার্থ হবো ।

অনুপ্রেরণায় অনেক ধন্যবাদ জানাই , প্রিয় ইউসুফ ।।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

একুয়া রেজিয়া বলেছেন: মহা পরিশ্রমী পোস্ট দিয়েছো আপুনি। :)

আশা করি অনেকের কাজে আসবে।

২০১৩ সালের একুশে বই মেলায় আমার লেখা ছোটগল্পের বই প্রকাশিত হয়েছিলো, অন্যপ্রকাশ থেকে।

নাম- “নগরের বিস্মৃত আঁধারে”

শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুণ তো !

অভিনন্দন প্রিয় রেজিয়া ।

এ্যাড করে দিলাম পোস্টে ।

কৃতজ্ঞতা জানাই এভাবে সহযোগিতা করবার জন্যে ।

অনেক অনেক ভালো থাকবেন ।।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: এক টানে পড়লাম ।
নিজের লেখা বই মেলায় বই আকারে পাঠকের হাতে ভাবতেই গা'ইয়ে আনন্দের অনুভূতি জাগায় ।

কিন্তু ঐ যে , নতুন

সামর্থ্য কই ১০ ফর্মার বই , ছত্রিশ হাজার টাকায় দেখতে

অনেক সময় ইচ্ছেরা অর্থের কাছে নতজানু হয়


চমৎকার ইনফো মূলক পোস্টের জন্য ধন্যবাদ আরজুপনি আপা

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:

আপনিতো ছোট গল্প লিখেন...কয়েকজন মিলে কিন্তু একটা বই প্রকাশ করতে পারেন ।
তাতে টাকার চাপও কমতে পারে বেশ ।

শুভকামনা রইল সিফাত ।।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট! অনেক কষ্ট করেছেন বুঝাই যাচ্ছে।
অনেক ধন্যবাদ এত চমৎকার একটা পোষ্ট দেয়ার জন্য। আশা করি তথ্যগুলো কাজে লাগবে।

প্লাস।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২২

আরজু পনি বলেছেন:

আপনি কি মডু ?

আমার পোস্ট নির্বাচিত পাতা থেকে প্রায় নিয়মিতভাবেই হাপিশ হয়ে যায়...এটাও গত রাতে কিছুক্ষণ নির্বাচিত পাতায় থাকার পর হাপিশ হয়ে গিয়েছিল

ব্যাপার কি জানি না...

আর মডু না হলে এই মন্তব্য আপনার জন্যে প্রযোজ্য নয় ।



অনুপ্রেরণাদায়ী মন্তব্যে কৃতজ্ঞতা জানাই কা_ভা ।।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

কয়েস সামী বলেছেন: কাঠখোট্টা পোস্টটির জন্য ধন্যবাদ। কাজে লাগবে যদি বই করার ইচ্ছে হয়।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

আরজু পনি বলেছেন:
পাঠকদের উদ্দেশ্যে লেখা লাইনটি তবে আপনার চোখে পড়েছে । ধন্যবাদ সেজন্যে ।

কখনো এতোটুকু কাজে লাগলে পোস্ট দেয়া সার্থক মনে করবো ।
অনেক শুভেচ্ছা রইল কয়েস সামী ।।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

শায়মা বলেছেন: যারা বই ছাপাবে তাদের জন্য অনেক কাজে লাগা পোস্ট!!:)

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন:
একটুও যদি কারো কাজে লাগে তবে এই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই, শায়মা ।

ভালো থাকুন অনেক ।

:)

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

তারছেড়া লিমন বলেছেন: পনিপু অনেক ভাল একটা কাজ.......স্যালুট ইউ বস.............+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

আরজু পনি বলেছেন:

এই পোস্ট কখনো কারো কাজে লাগলে ভালো লাগবে ।
অনেক ধন্যবাদ লিমন ।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

ইউর হাইনেস বলেছেন: উৎসাহ কিংবা অনুপ্রেরণা যাই হোক না কেন নিচ্ছি >> আমি নিশ্চিত জানি এটা বেশিক্ষণ লাগবে না।।

আপনাদের পরিশ্রম ও লেগে থাকার মানসিকতা দেখে মনে হচ্ছে সফলতা তো পদতলে।।

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন:
লেগে থাকতে আর পারছি কৈ ?

আপনার নিকটা বেশ ।

শেষের লাইনটা বেশ অনুপ্রেরণার ...শুভেচ্ছা জানবেন ।।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

মশিকুর বলেছেন:
উপায় নাই ++++

তথ্যমূলক, কষ্টসাধ্য এবং দুর্দান্ত পোস্ট। তিনমাস পর বইমেলা, তাই পোস্টের টাইমিংটাও ভাল হয়েছে। নতুন যারা বই বের করতে আগ্রহী তারা নিশ্চয়ই অনেক উপকার পাবে। অনেকদিন আগে সোনাবীজ ভাইয়ের এরকম একটা পোস্ট পড়েছিলাম।

কষ্ট সফল হোক। শুভকামনা।।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

আরজু পনি বলেছেন:
পোস্টটা আরো মাসখানেক আগে দিতে চেয়েছিলাম নতুনদের কথা ভেবে...কেননা নতুনদের পরিকল্পনা, সিদ্ধান্ত নিতেও সময় লাগতে পারে...নিজের ব্যস্ততা আর তথ্য সংগ্রহ করতে সময় লেগে গেছে ।
তবুও ভালো লাগছে যে, পোস্টটা পাবলিশ করতে পেরেছি ।
সহব্লগার কারো কোন ন্যূনতম কাজে লাগলেও এই পোস্ট দেয়া সার্থক হবে ।

সোনাবীজ অথবা ধুলোবালিছাই-এর পোস্টটা মাথায় আছে...উনার অনুমতি নিয়ে পোস্টটা এখানে সংযুক্ত করবো ভাবছি ।

আপনার অনুপ্রেরণার অনেক কৃতজ্ঞতা মশিকুর ।

খুব ভালো থাকুন ।।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

সায়েম মুন বলেছেন: নাইস। ম্যালা ধইন্যাপাতা লন। পোস্টটা প্রিয়তে নিলাম। খরচাপাতির হিসাব নিকাশ করে তারপর একটা বই প্রকাশ করার চেষ্ঠা করবোনে (ব্যাঙের সর্দি :P )।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

আরজু পনি বলেছেন:

অগ্রীম অভিনন্দন রইল প্রিয় কবি ।

প্রচারের কাজে আমরা তো আছিই ।
বই প্রকাশের প্রস্তুতি নিলে জানাবেন আশা করি ।

অনেক অনেক শুভকামনা রইল ।।

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
চমৎকার পোস্ট আপু। অনেক কাজে দিবে বই প্রকাশ করি আর না করি।

প্রিয়তে।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

আরজু পনি বলেছেন:

একটুও যদি কাজে লাগে বা অন্য কাউকে পরামর্শ দিতেও যদি কাজে লাগে কৃতার্থ হবো , আরমান ।

অনেক ভালো থাকুন ।।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা আপনার জন্য!

ভালো লেগেছে তথ্যপুর্ন এই পোষ্ট।
কিছু এডিশনাল তথ্য দিলাম। যোগ করে নিতে পারেন আপনার আপডেট পোষ্টে।

প্রথম আলো ব্লগের ব্লগারদের প্রকাশিত গ্রন্থঃ

১। নির্বর্ষ শ্রাবণ (সম্মিলিত উপন্যাস) - ২০১১ এটা সম্মিলিত উপন্যাস। প্রায় ১৯ জন ব্লগার একটী করে অধ্যায় লিখেছিলেন। এটি প্রকাশ করেছিলেন ভাষাচিত্র প্রকাশনী

২। জলজ ছায়ায় (২০১২) - নীলসাধুর একক কাব্যগ্রন্থ। প্রকাশক ছিলেন এক রঙ্গা এক ঘুড়ি।

৩। পঞ্চপত্রের উপপাদ্য (২০১২) - ৫ কবির নির্বাচিত কবিতা কবিতা সংকলন। প্রকাশক ছিলেন এক রঙ্গা এক ঘুড়ি।

৪। অবন্তি (সম্মিলিত গল্প সংকলন) (২০১২) নির্বাচিত গল্পগ্রন্থ। এটি প্রকাশ করেছিলেন ভাষাচিত্র প্রকাশনী।

৫। এক ঝাঁক জোনাক (২০১৩) - ৫ কবির নির্বাচিত কবিতা কবিতা সংকলন। প্রকাশক ছিলেন এক রঙ্গা এক ঘুড়ি।

৬। আলোর মিছিল: প্রথম আলো ব্লগ একুশে সংকলন (২০১৩) - প্রায় ১১৯ জন ব্লগারের লেখা ছিল এই সংকলনে। প্রকাশক ছিলেন এক রঙ্গা এক ঘুড়ি।


ধন্যবাদ।
ভালো থাকুন।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:
নীলসাধু, আপনাকে আমার পোস্টে দেখে খুব ভালো লাগছে ।
একটু সময় চাইছি আপডেট করতে, আমাকে একটু ব্লগারদের নামগুলো দেখে নিতে হবে ।

সহযোগিতায় অনেক কৃতজ্ঞতা রইল ।।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: প্রিয়তে নিলাম !!!
ভাল পোষ্ট ! ধন্যবাদ !!!

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

অনুপ্রেরণায় অনেক কৃতজ্ঞতা, সুকান্ত ।।

২০| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাজের পোষ্ট আপু । ভাল থাকবেন।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক কৃতজ্ঞতা জানাই, সুজন ।।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার পোষ্ট। অনেকর কাজে লাগবে।
ধন্যবাদ আপুনি।

++++++++++++++++++++++++





প্রক্সিতে আছি পরে আইসা প্রিয়তে নিয়ে যাব।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্টের সার্থকতা ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই শোভন ।
অনেক ভালো থাকুন সবসময়ই ।।

২২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২২

শুঁটকি মাছ বলেছেন: সুন্দর পোস্ট পনি আপু।ভাল থাকবেন!

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ জানাই, শুঁটকি মাছ ।
আপনিও অনেক ভালো থাকুন ।।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: বই ছাপানো কোন ব্যাপার নয়। টাকা উঠিয়ে আনাই ব্যাপার! আমার সামান্য অভিজ্ঞতা আছে!

কাজের পোষ্ট।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:
অনেকের কাছে ব ছাপানো হয়তো টাকার দিক থেকে ব্যাপার না । আর সত্যিই উঠিয়ে আনাটা আসলেই ব্যাপার বটে ।

আপনার অভিজ্ঞতাটাও খুব ভেবে দেখার মতো ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল ।।

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

সামু মামু বলেছেন: ++++++ ডিলাম ।

ফেসবুকে মেসেজ ডিচিলাম

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

আরজু পনি বলেছেন:
++++++ জন্যে অনেক ধন্যবাদ সামু মামু ।।



হ্যাঁ, ভাইরাস হ্যাজ বিন ডিটেকটেড !
মেসেজে দেয়া লিঙকটাতে ক্লিক করার পর এমনটাই মেসেজ এসেছিল :|

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ পোষ্ট!

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, অভি ।।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা জিনিস শেয়ার দিছেন, অনেকের কাজে লাগবো !

২০১১ সালে আমরা ৫ জন ব্লগার মিলিয়া একটা কবিতার বই বের করছিলাম। বইয়ের নাম ছিল "দীঘির জলে রোদের স্নান"

নিচের লিংকে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন

Click This Link
Click This Link

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন:

সহযোগিতার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই, মাসুম ।
আপডেট করা হলো ।।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

ভয়ংকর বোকা বলেছেন: ব্যাপক পরিশ্রমের ফসল এই পোস্ট, আপু, এত বড় পোস্ট লেখার সময় কখন পান? :-*

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

সময় লেগেছে...তবে তারপরও শেষ করে পোস্টটা ব্লগে প্রকাশ করতে পেরেছি তাতে যথেষ্ট স্বস্তিবোধ করছি ।

বই প্রকাশ করতে আগ্রহীদের ন্যূনতম কাজে লাগল্ওে পরিশ্রম সার্থক হবে বলে মনে করি ।

পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে ।।

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৯

ঢাকাবাসী বলেছেন: অনেক পরিশ্রমের ফসল এই চমৎকার পোষ্ট।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল, ঢাকাবাসী ।।

২৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৩

এম মশিউর বলেছেন: দারুন পোস্ট। ব্লগারদের প্রকাশিত বইয়ের নাম দেখে অনেক ভালো লাগছে।।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

আশা করি নতুনরা তা দেখে অনুপ্রাণিত হবে ।

অনেক শুভকামনা রইল, মশিউর ।।

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

অদৃশ্য বলেছেন:





খুব সকালে এসেই আপনার লিখাটি পড়লাম... লিখাটি যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং যারা প্রথম প্রকাশের জন্য আগ্রহী তাদেরকে অনেক সাহায্য করবে...

যে কোন লেখকের জন্যই তার একটি বই প্রকাশ হওয়াটা স্বপ্ন পূরণ...


আপনি এই মুহুর্তে যে কারো স্বপ্নপূরণের পথে প্রকৃত সাহায্যকারী...
শুভকামনা...

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

আপনি এই মুহুর্তে যে কারো স্বপ্নপূরণের পথে প্রকৃত সাহায্যকারী......
কী সুন্দর করেই না বললেন ...
খুব ভালো লাগলো ... এমন অনুপ্রেরণা পেলে সকল পরিশ্রমই সার্থক মনে হয় ।

৩১| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল পোস্ট ।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই, ফারুক ।

আপনারা পাশে আছেন বলেই পোস্ট দেয়া সার্থক ।

৩২| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক খাটাখাটনির তথ্যবহুল পোস্ট ।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

আরজু পনি বলেছেন:
মূল্যায়নে অনেক কৃতজ্ঞতা জানাই, প্রত্যাবর্তন ।।

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট....
ব্লগার দের লেখা বেশির ভাগ বই পড়িনি।

১৯. বইয়ের নাম: ভালোবাসার রোদ বৃষ্টি (উপন্যাস)
লেখকের নামঃ সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু

এটা কি সত্যি বেরিয়েছিল?

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

আরজু পনি বলেছেন:
তেমনই তো হবার কথা ।
কারণ আমি অন্য পোস্ট থেকে এই তথ্য পেয়েছি ।

এর মধ্যে ব্লগার নোটিশ বোর্ডের একটা পোস্ট্ও আছে তথ্যদাতা হিসেবে ।

শুভেচ্ছা রইল, সাবির ।।

৩৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪

সাইনাস বলেছেন: গবেষণামূলক পোস্ট। চালিয়ে যান আরজুপু ++

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

আরজু পনি বলেছেন:
পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই...আর সাইনাসের ব্যাথঅ সেরে যাক...
শুভকামনা রইল আপনার জন্যে ।।

৩৫| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

শ।মসীর বলেছেন: ২০১১ সালে আমার ও একখানা ছিল :)

Click This Link

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

আরজু পনি বলেছেন:
http://www.somewhereinblog.net/blog/shamseerblog/29323113
জাতীয় গ্রন্থমেলা ২০১১
"শেকলে বাঁধা ময়না"
-শামসীর

সহযোগিতা করার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই, শামসীর ।
পরের লগইনে পোস্টে সঙযুক্ত করে নিব ।
অনেক শুভকামনা রইল ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আরজু পনি বলেছেন:

অপডেট করে দিলাম ।
কৃতজ্ঞতা রইল ।।

৩৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট
২০১৪ বইমেলায় আমার বই প্রকাশিত হবে ।
ভাল থাকুন সব সময় ।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৩

আরজু পনি বলেছেন:
বইয়ের নাম আর কোথায় পা্ওয়া যাবে , মানে কোন প্রকাশনী বের করবে জানাবেন ।

অভিনন্দন রইল, পরিবেশ বন্ধু ।।

৩৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বেশ দরকারী বিষয়ের লেখা। আপনার সকল পোস্টের মতোই।

অথর হতে চাইনে আমি ব্লগার থাকতে চাই
বইয়ের পাঠক হয়েই আমি লিখে লিখে যাই।


সহব্লগার আরজুপনিকে অনেক শুভেচ্ছা :)

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

আরজু পনি বলেছেন:
হাহা
আপনিতো কবিও বটে ।

আপনাকেও অনেক শুভেচ্ছা রইল ।।

৩৮| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

মাইবম সাধন বলেছেন: খুব ভালো লেগেছে। সবই প্রয়োজনীয় তথ্য..

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

আরজু পনি বলেছেন:
আপনার ভালো লাগায় কৃতার্থ হলাম ।
অনেক শুভকামনা রইল ।।

৩৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্রমসাধ্য পোস্ট। অনেক উপকারী পোস্ট।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

আরজু পনি বলেছেন:
আপনার মন্তব্যে দারুণ অনুপ্রাণিত হলাম, সোনাবীজ অথবা ধুলোবালিছাই ।

অনেক কৃতজ্ঞতা রইল ।।

৪০| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

এম ই জাভেদ বলেছেন: বই কিনে কেউ দেউলে হয়না, তবে নিজের বই নিজে ছাপিয়ে দেউলিয়া হওয়ার চান্স থাকলে ও থাকতে পারে :-P :-P

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

আরজু পনি বলেছেন:

আররে নাহ্ ।
কৌশলী মানুষ কখনো দেওলিয়া হয় না ।

কাজেই বুঝে কাজ করলে সাফল্য নিশ্চিত ।

অনেক ধন্যবাদ রইল, জাভেদ ।।

৪১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন তথ্য সমৃদ্ধ একটা পোষ্ট, ব্লগের যাত্রা বইয়ের পাতা পর্যন্ত পৌঁছালে লেখকের সার্থকতা থাকে।

এত কষ্ট করে এরকম একটা লেখার জন্য অনেক ধন্যবাদ।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

পাঠক যখন কষ্ট করে পড়ে তখনই লেখা সার্থক হয়ে উঠে ।
অনেক কৃতজ্ঞতা রইল, তনিমা ।।

৪২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০

রাহি বলেছেন: যথেষ্ট তথ্যবহুল পোষ্ট। ধন্যবাদ ভগিনী।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:

রাহিকে দেখে খুব ভালো লাগলো । অনেকদিন পর এলেন ।

সুস্থ্যতা ও শুভকামনা রইল সবসময়ের জন্যে ।।

৪৩| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১:১২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এম ই জাভেদ বলেছেন: বই কিনে কেউ দেউলে হয়না, তবে নিজের বই নিজে ছাপিয়ে দেউলিয়া হওয়ার চান্স থাকলে ও থাকতে পারে

আমি সঙ্গে যোগ করি- সেই সঙ্গে অশান্তি বাড়তে পারে এবং মানুষের আচরণ বদলে যেতে পারে।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, একটু ভাব বাড়তে পারে B-)
পাশে আছেন দেখে অনেক ভরসা পেলাম । আমার পোস্টের এই লিস্টেতো আপনিও আছেন :D
অনেক শুভকামনা জানাই ।।

৪৪| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:১৩

তওসীফ সাদাত বলেছেন: ভালো পোস্ট।

প্রিয় তে নিলাম।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

আরজু পনি বলেছেন:
কোন কাজে লাগলে কৃতার্থ হবো ।
অনেক ধন্যবাদ কওসীফ ।।

৪৫| ০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৫

শোশমিতা বলেছেন: অনেক উপকারী পোস্ট।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

আরজু পনি বলেছেন:

কখনো আপনার কোনরকম কাজে লাগলে ধন্য হবো ।
অনেক শুভকামনা রইল , শোশমিতা ।।

৪৬| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

নাসির আহমেদ কাবুল বলেছেন: দরকারী একটি পোস্ট। জলছবি বাতায়নের সহযোগী প্রতিষ্ঠান জলছবি প্রকাশন গত বইমেলায় যে বইগুলো প্রকাশ করেছে :

জলছবি বাতায়নএকুশে সংকলন
গল্পকবিতা সংকলন : খোলা জানালা
বাংলা নববর্ষ সংখ্যা
মোহাম্মদইউসুফের কবিতাগ্রন্থ : পৃথিবীর ক্রন্দন
নাসির আহমেদ কাবুলের কবিতাগ্রন্থ : জনারণ্যে একাকী
মিলন বনিকের ছোট গল্প :আদরের নেৌকা
বিনআরফানের শিশুতোষ গল্প : ছেটদের মহানবী (স:)
নোমান সরকারের শিশুতোষ গল্প : রাজা জিনজির

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

আরজু পনি বলেছেন:

আপনাদের বইগুলো দেখে খুব ভালো লেগেছে ।
আপনাদের এই মহতী প্রয়াস অব্যাহত থাকুক ।

আর বিভিন্ন তথ্য দানে এবং প্রকাশের অনুমতি দেবার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে ।।

৪৭| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

টুম্পা মনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি। অন্নেক দরকারী পোষ্ট।
ইয়ে মানে আমি নিজেও আমার পচা পচা লেখাগুলো নিয়ে বই বের করার কথা ভাবছি। :!> :#> প্রকাশনাগুলোর ফোন নাম্বার পেলে আরো বেশি ভালো হত। !:#P

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন:

খুবই ভালো চিন্তাতো ।

একটু কষ্ট করে ফেসবুকে একটা মেসেজ দিয়ে রাখলে আমি পরেরবার ফেসবুকে এলে ফোন নম্বর দিয়ে দিব ইনশাহআল্লাহ ।

তবে ফেব্রুয়ারীর জাতীয় গ্রন্থমেলা টার্গেট থাকলে একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু ...কেননা শুরুর অনেক কাজ করতে হবে আপনাকেই ...।

অনেক শুভকামনা রইল ।।

৪৮| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

নস্টালজিক বলেছেন: কাজের পোস্ট দিয়েছেন পনি!

পনি'স কিচেন এ রান্না-বান্না হচ্ছে ভালো!


শুভেচ্ছা নিরন্তর!

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:

অনেক কৃতজ্ঞতা, প্রিয় নস্টালজিক ।
আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল ।।

৪৯| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

সারেমল বলেছেন: ভেরি গুড

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সারেমল ।।

৫০| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ পোস্ট পনি আপা। তবে দুঃখের কথা আপনি আমার বইয়ের প্রথম ক্রেতা হওয়া স্বত্তেও লিস্টে নাম রাখেন নাই!

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

আরজু পনি বলেছেন:

পোস্টের তথ্যগুলো পুরাতন পোস্ট ঘেটে নেয়া বলেই মূলত এমন হয়েছে ।

কঠিনভাবে দুঃখপ্রকাশ ছাড়া আর পথ দেখছি না...

তবে আপডেট করে দিয়েছি ।

অনেক ধন্যবাদ জানাই হাসান শেষ পর্যন্ত তানিমকে বাদ দিয়ে আমাকে প্রথম ক্রেতা হিসেবে স্বকিৃতি দেবার জন্যে..

৫১| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( লেখক হতে চাই!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

আরজু পনি বলেছেন:

আপনিতো অনেক ভালো লেখেন ।

শুভকামনা রইল ।।

৫২| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:০০

সপ্নাতুর আহসান বলেছেন: এত্ত এত্ত টাকা পামু কই?
ধন্যবাদ আপু, পরিশ্রম করে এত সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:
সঙকলন প্রকাশ করা যেতে পারে । তাতে টাকার চাপ কম পড়তে পারে ।

শুভকামনা রইল, সপ্নাতুর ।।

৫৩| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
(আমার জন্য!) প্রয়োজনীয় পোষ্ট কিনা বুঝতে পারছি না। তবে এটা যে অনেক শ্রমসাধ্য এবং নতুনদের জন্য উপকারী পোষ্ট এ নিয়ে কোন জটিলতা নাই।


বাক্সে রাখলাম। যদি কারো চোখে পড়ে উপরকার হয় আর কী! B-)

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

বুঝলে জানাবেন কিন্তু ।

আচ্ছা, কারো উপকারে এলে অনেক ভালো লাগবে ।
পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা জানাই কবি ।।

৫৪| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

প্রকৌশলী আতিক বলেছেন: Darun totthobohul post.

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক অনেক ধন্যবাদ জানাই, আতিক ।
শুভ কামনা রইল ।।

৫৫| ০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

নিক নূরুল বলেছেন: "কিন্তু তারপরও নিজের একটি বই... এতো দরদ দিয়ে লেখাগুলি বইয়ের পাতায় ছাপানো দেখতে, সেই কাগজের গন্ধ নেবার আনন্দই আলাদা । "

চমৎকার পরোপকারী পোস্ট। অনেকেরই কাজে লাগবে। ধন্যবাদ আপু।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

একটুও কাজে লাগলে অনেক ভালো লাগবে ।
পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ নূরুল ।
ভালো থাকুন সবসময়ই ।।

৫৬| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

রাফসান আরিফ বলেছেন: অনেকের জন্য এই পোস্টটা যে কী পরিমান কাজে আসবে তা হয়তো অন্যরা উপলব্ধি করতে পারবে না । এ রকম একটা পোস্ট এর জন্য আপনাকে ধন্যবাদ না জানালে একজন ব্লগার হিসাবে অপরাধ হবে।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

আপনার প্রকাশের ধরণে কৃতজ্ঞ হয়ে রইলাম রাফসান ।

অনেক অনেক শুভকামনা রইল ।।

৫৭| ০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: অনেক সময় নিয়ে তৈরি করেছেন এই পোস্ট। আপনাকে ধন্যবাদ।
কাজের পোস্ট তাই যাবার সময় প্রিয়তে নিয়ে গেলাম।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

আরজু পনি বলেছেন:

সুমন কর, খুব ভালো লাগলো আপনাকে পাশে পেয়ে ।

কোন কাজে লাগলে অনেক কৃতজ্ঞ থাকবো ।
ভালো থাকুন, সবসময় ।।

৫৮| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার কাজ। তবে ফর্মা আর isbn কি জিনিস বুঝি নাই। একটু বুঝায় বললে ভাল হয়।

পেজের কালারটা কিভাবে হিসাব করা সেটাও বুঝলাম না।

আর পৃষ্ঠসংখ্যা অনুসারে যে খরচটা দেখালেন সেটা কি কভার এবং বাইন্ডিং সহ নাকি ছাড়া?

আর ২০১৩ তে ব্লগারদের আরো অনেক বই বেরিয়েছে।এ মূহুর্তে দুটো মনে পড়ছে। ব্লগার জিকসেস (রাসায়াত রহমান জিকো) এর "বেকায়দা" এবং ব্লগার ত্রিনিত্রি(সামারা তিন্নি) এর "ভৌতিকতা"।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৪

আরজু পনি বলেছেন:

আমি যেটা জানি তা হলো ১৬ পৃষ্ঠায় এক ফর্মা বলে । আপনার কোন বইয়ের ১৭ তম বা ৩৩ বা ৪৯ এমন ক্রমান্বয়ে পৃষ্ঠার নিচে বাম পাশে দেখতে পারেন, থাকার কথা ।

আর আইএসবিএন আন্তর্জাতিক একটা সিরিয়াল নম্বর । লিঙকে গেরেই বিস্তারিত পাবেন ।

আচ্ছা আমি নিশ্চিত হয়ে বই গুলো আপডেট করে দেবার আশা রাখি ।
সহযোগিতার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল ...তুমি... ।।

৫৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দরকারি পোস্ট আমাকে ব্যতিত সবার জন্য :P
প্রিয়তে নিলাম।

ভাল থাকবেন।

শুভ কামনা।

আর আপনি বই বেরকরছেন কবে?? :)

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

আরজু পনি বলেছেন:

আপনাকে ব্যতিত হবে কেন ? সবার জন্যে হতে পারে দরকারী ।

কোন রকম কাজে লাগলে কৃতার্থ হবো ।

আর প্রিয়তে নেবার জন্যে কৃতজ্ঞতা জানাই...কেননা তাতে পোস্টটি আরো অনেকের কাছেই পৌঁছে যেতে পারে ।
ভালো থাকুন অনেক অনেক ।।

৬০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩

লেখোয়াড় বলেছেন:
ওহ! এখনো অনেক বাকি।
পরে কথা বলবো।

ভাল আছেন আপনি?

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০

আরজু পনি বলেছেন:

কী এখনো অনেক বাকী ?

জানি না কিসের কথা বুঝিয়েছেন । তবে সম্ভবত মন্তব্যের জবাব দিতে কি না,
হতে পারে...

আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ...

আশা করছি শত বিপদ, ব্যস্ততার মধ্যেও মনের জোর হারান নি ...

ভালো থাকুন সদা সর্বদা, প্রিয় লেখোয়াড় ।।

৬১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

লেখোয়াড় বলেছেন:

ওহো, আপনার এই ধরনের লেখাগুলো ভাল অনেক ভাল হয়।
ওই সব চিঠি বা কককবিতা এগুলোর চেয়ে।

গদ্যে আপনি ভাল পদ্যের চেয়ে।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন:

আপনি আমার কোন কবিতা পড়েছেন বলে তো মনে হয় নি ।

আর চিঠি...

ভাল না হলেও তো ওই যে একটা কথা আছে না...একবার না পারিলে দেখ শতবার...তেমন আর কি ।

তবে আপনার পরামর্শটা স্মরণে রাখার চেষ্টা করবো আন্তরিকভাবেই ।

অনেক শুভেচ্ছা রইল, প্রিয় লেখোয়াড় ।।

৬২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বই যারা প্রকাশ করে সেই সব লেখককে দেবতার মত মনে হয়.. কত কনফিডেন্ট কত টুকু জানলে একটা বইয়ের লেখক হয়...!!!অভিনন্দন লেখকদের যারা নতুন আত্মপ্রকাশ করবে.. ধন্যবাদ শেয়ার করার জন্য...

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ রইল বন্ধু তুহিন...জায়গা মতো অভিনন্দন পৌঁছে যাক ...

অনেক ভালো থাকুন ।।

৬৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ তথ্য বহুল পোস্ট, বই বের করতে চাইলে কখনও কাজে লাগবে ভীষণ।



কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট! অনেক কষ্ট করেছেন বুঝাই যাচ্ছে।
অনেক ধন্যবাদ এত চমৎকার একটা পোষ্ট দেয়ার জন্য। আশা করি তথ্যগুলো কাজে লাগবে।

লেখক বলেছেন:

আপনি কি মডু ?

আমার পোস্ট নির্বাচিত পাতা থেকে প্রায় নিয়মিতভাবেই হাপিশ হয়ে যায়...এটাও গত রাতে কিছুক্ষণ নির্বাচিত পাতায় থাকার পর হাপিশ হয়ে গিয়েছিল

ব্যাপার কি জানি না...

আর মডু না হলে এই মন্তব্য আপনার জন্যে প্রযোজ্য নয় ।



অনুপ্রেরণাদায়ী মন্তব্যে কৃতজ্ঞতা জানাই কা_ভা ।।



মডু কট :-B

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

আমিতো কাল্পনিককে সরাসরি 'মডু' ডাকিনি ! জিজ্ঞেস করেছি...

আপনি 'কট' বলছেন ! তার মানে আপনি কাল্পনিকের চেয়ে বড় 'মডু' !!
নাহলে আপনি জানলেন কেমন করে 'কট' না 'কট' না ! B:-)

=p~

৬৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দারুন পোস্ট । কোনও একদিন আমিও বই বের করবো এই স্বপ্ন আরেকটু জোরদার হলো !

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

আপনার জন্যে অগ্রীম অভিনন্দন রইল, আদনান ।

অনেক ভালো থাকুন সবসময় ।।

৬৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

নেক্সাস বলেছেন: মেলা খাটনির তথ্যবাহুল দরকারি পোষ্ট। ধন্যবাদ

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল নেক্সাস ।

সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন ।।

৬৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মাহমুদ০০৭ বলেছেন: এত টাকা কই পাই
যাই ঘুমাইতে যাই :P
প্রিয়তে নিলাম পোস্ট ।
ভাল থাকুন আপু :)
শুভকামনা ।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:

আপনিতো অনেক ভালো লিখেন । আপনার লেখা প্রকাশকদের এমনিতেই ছাপানো উচিত ।

অনেক শুভকামনা রইল মাহমুদ ।।

৬৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: উপকারী পোস্ট

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

আরজু পনি বলেছেন:
কারো উপকারে লাগলে কৃতার্থ হবো ।

অনেক ধন্যবাদ 'আমি ময়ুরাক্ষী' ।।

৬৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

শাহেদ খান বলেছেন: বিশাল বিস্তারিত পোস্ট ! নিঃসন্দেহে অনেকের কাজে লাগবে !

বরাবরের মত দারুণ কাজ। শুভেচ্ছা, পনি'পু।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

আরজু পনি বলেছেন:

কারো কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

এভাবেই পাশে থাকুন সবসময়ই, প্রিয় অলস গল্পকার ।।

৬৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

ধূর্ত উঁই বলেছেন: দরকারী পোস্ট । :D :D :D

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

দরকারে লাগলে ভালো লাগবে :D

অনেক ধন্যবাদ রইল, ধুর্তউই ।।

৭০| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

অন্তহীন পথিক বলেছেন: সবই বুঝলাম, কিন্তু এতো টাকা পাবো কই?? মোটা মুটি ৩০০০০ টাকা।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

আরজু পনি বলেছেন:

একটু চেষ্টা করলে এই অংকটা কমিয়ে আনা সম্ভব ।

আপনার জন্যে শুভকামনা রইল পথিক ।।

৭১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২

লেখোয়াড় বলেছেন:
রাত পোহাবার আর কত দেরি, পাঞ্জেরী?

হুমমমমমমমমমমম
দিল্লী বহুদুরররররররররর।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

এখন রাত ১১টা ২৭ মিনিট বাজে আমার ঘড়িতে ।

আর দিল্লী....

৭২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো উদ্যোগ! :)

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সোনিয়া ।।

৭৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আরো ৪ বছর পর বই প্রকাশের কথা ভাববো। ওটা আমার প্লান করা। বয়স চল্লিশ হলে লেখবো ও বই বেড় করবো। সামুর কল্যাণে আগেই টুকটাক লেখা শুরু করে দিয়েছি। হাতটা একটু পাকিয়ে নিই আগে। :)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:

আচ্ছা, হাত পাকাতে থাকুন ।

অগ্রীম অভিনন্দন রইল ...

আর শুভকামনা তো বটেই ।।

৭৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

মেহেদী হাসান মানিক বলেছেন: অনেকদিন যাবত কাগজের বই পড়া হয় না। একটা সময় কিযে টান ছিল কাগজের বই পড়ার প্রতি এখন ত সব ভার্চুয়াল হয়ে গেছে তবে কাগজের সেই বই গুলোর আবেদন সবসময়ই অন্যরকম B:-) B:-) B:-)
সুন্দর তথ্যবহুল পোস্ট :#) :#) :#) :#)

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মানিক ।

এটা ঠিক বলেছেন যে, কাগুজে বইয়ের আবেদনই অন্যরকম ।
নতুন কাগজের গন্ধও দারুণ লাগে ।

শুভকামনা রইল আপনার জন্যে...সবসময়ই ।।

৭৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

বাংলাদেশী দালাল বলেছেন:
শোকেসে রাখলাম আগে।

চমৎকার পোস্ট আপু। অনেক কিছু জানা হলো। সেই সাথে ব্লগে চেনা অচেনা গুনি লেখকদেরও চিনে নিলাম।

কৃতজ্ঞতা জানবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭

আরজু পনি বলেছেন:

আপনার প্রতিও রইল অনেক কৃতজ্ঞতা ।

অনেক ভালো থাকুন বাংলাদেশী দালাল ।।

৭৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

বৃতি বলেছেন: একটি চমৎকার এবং অনেকের জন্য জরুরী পোস্ট । অনেক ভাল লাগা জানবেন আরজুপনি আপু ।

শুভকামনা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

আরজু পনি বলেছেন:
কারো নূন্যতম কাজে লাগলেও কৃতার্থ হবো ।

আপনার জন্যে অনেক শুভেচ্ছা রইল, বৃতি ।।

৭৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

শাবা বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম। আপনার তথ্যবহুল লেখাটি সব লেখকদের খুব উপকারে আসবে। নতুন লেখকদের বই প্রকাশে আগ্রহী করে তুলবে।
শুভ কামনায়....

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর ব্লগে এসেও যে আরজু পনি-র কথা মনে রেখেছেন জেনে খুবই কৃতজ্ঞ হলাম ।

লেখাটি কারো উপকারে আসলে কৃতার্থ হবো ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, শাবা ।।

৭৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯

কসমিক- ট্রাভেলার বলেছেন:


+++++++

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল কসমিক-ট্রাভেলার ।।

৭৯| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

পাগলমন২০১১ বলেছেন: তথ্যের বিশাল ভান্ডার। ++++

কিন্তু বই তো কোনদিনই লিখতে পারুম না। পড়েই যামু। :(

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

ইদানিং আমারও সেই দশা :(

৮০| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

রোকসানা লেইস বলেছেন: যারা লেখে বই প্রকাশের আশার আলো মনের কোনে জমতে জমতে বিশাল এক সূর্য হয়ে উঠে। বই প্রকাশও হয়ে যায়। সূর্যের আলো ছড়িয়ে যায়।

সেই ধারায় পোষ্টটি সাহয্যকারী্।

আমার নাম লেখায় দেখে বেশ আনন্দ হলো। তবে একটু ঠিক করে দিলে ভালো হয়। :)

এই লিংটাও দেখতে পারেন। ধন্যবাদ
Click This Link

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

আপনার বেশ কয়েকটি বই দেখে খুব ভালো লাগলো ।
অভিনন্দন রইল ।

অন্যরাও বেশ অনুপ্রাণিত হবে ।

লিঙক থেকে তথ্যগুলো পোস্ট এ্যাড করে দিয়েছি ।
তথ্য দিয়ে সহযোগিতার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।

৮১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩

কালীদাস বলেছেন: মেলা বৎসর পূর্বে একদা পুস্তকের ব্যবসা করিতাম। চক্র পাকাইয়া পুস্তক ব্যবসা করিতাম ;)

উত্তম কথা মনে পড়িল, আপনি হস্ত দিবার পর কি বলগের বাৎসরিক পুস্তকখানি পটল তুলিয়াছে? উহা কি আর বাহির হইবে না?

মরি, মরি!! :!>

এই রচনাখানি আপামর স্বনামধণ্য স্বঘোষিত লেখকদের ব্যাপক উপকারে আসিবে। সকাল বিকাল এক শ্যালকপুত্রকে পুস্তক ছাপাইবার ধান্দায় বলগের প্রথম পাতায় চিকা মারিতে দেখিয়াছি ঘন ঘন X((

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

:(

:|

:((

জবাব নাই :| :((

৮২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

সুনীল চাঁদ বলেছেন:
দরকারি পোস্ট
অনেক আগেই প্রিয়তে নিসিলাম

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

কখনো কোন ভাবে কাজে লাগলে কৃতার্থ হবো ।

অনেক শুভকামনা রইল সুনীল চাঁদ ।।

৮৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

অপু তানভীর বলেছেন: ১১২ পৃষ্ঠার একটা বই ছাপাতে ৩০৫০০ টাকা লাগবে !! :-/ :-/

আমি গরীব পুলা ! এতো টাকা কই পামু ? :( :( :(

টাকা থাকলে একটা বই ছাপাইতাম !! :( :(

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

আরজু পনি বলেছেন:

শিক্ষাজীবনে সংকলন জাতীয় বই বের করা যেতে পারে ।
অভিজ্ঞতা থেকে দেখেছি, খরচ কিছুটা কমানো সম্ভব ।।

:)

৮৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৬

যুবায়ের বলেছেন: চমৎকার একটি পোষ্ট....
সোজা প্রিয়তে নিলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:

অনেক কৃতজ্ঞতা রইল ।।

৮৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

অপ্রচলিত বলেছেন: অসম্ভব দরকারি একটি পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে ব্লগে এমন একটি পোস্ট দেওয়ার জন্য। অনেক তথ্যই দিয়েছেন, প্রিয়তে নিচ্ছি। কখনো প্রয়োজন হলে ভালো করে ঘেঁটে দেখব।

আবারও ধন্যবাদ।
আশা করি ভালো থাকবেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ , আপনিও অনেক ভালো থাকবেন ।।

৮৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: খুব ভালো পোষ্ট। বই বের করার ইচ্ছে আছে। তাই কথাগুলো একেবারে মাথায় গেঁথে গেল। আর সংকলন জাতীয় বই এটা একটু বুঝিয়ে দেন :-)

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

আরজু পনি বলেছেন:

নতুন লেখক হিসেবে সাধারণত প্রকাশক নিজের টাকা দিয়ে বই প্রকাশ করে না, তাই লেখককে নিজের টাকা দিয়েই বই প্রকাশ করতে হয় । যারা চাকুরীজীবি নয়, তারা এককভঅবে বই বের করতে গেলে তাদের উপর কখনো কখনো চাপ পড়ে যায়...

তাই কয়েকজনের লেখা দিয়ে বই প্রকাশ করলে তাতে টাকার চাপও কমে আর বইটা প্রচারের দায়িত্ব্ও নিজের একার উপর থাকে না ।

বই সম্পর্কিত কোন ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন । জবাব দিতে পারলে কৃতার্থ হবো ।

নতুন বছরের শুভেচ্ছা রইল । :D

৮৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

এক্স রে বলেছেন: অনেক উপকারী পোস্ট আপু, প্রিয়তে নিয়ে রাখলাম :-) আর এত শ্রমসাধ্য পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ :-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

আরজু পনি বলেছেন:

কোনভাবে এই পোস্ট কাজে লাগলে কৃতার্থ হবো ।
অনেক শুভকামনা রইল ।।

৮৮| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭

দৃষ্টিসীমানা বলেছেন: পনি আপু এত উপকারি এবং কষ্টসাধ্য পোস্টের জন্য অনেক ধন্যবাদ । আমার মত অনেকেই উপক্রিত হবে । সংসারের হাল কাঁধে নিয়ে চলতে চলতে
রান্নার সহজ পদ্ধতি আবিস্কার করলাম ,যা আমার মনে রান্নার বই লেখার
একটু একটু স্বপ্ন জাগিয়েছে । আপনার এই পোষ্ট আমার স্বপ্নকে আরো উস্কে
দিল । আমি জানি বাজারে রান্নার অনেক বই আছে কিন্তু আমার রান্নার পদ্ধতিটা মনে হয় একটু সহজ যা নতুন সংসার পাতা জুটিদের জন্য সহায়ক
হবে । আপু আমার ব্লগে আপনার নিমন্ত্রণ রইল । এবং আপনার মতামত
জানাবেন । শুভ কামনা রইল ।

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

অগ্রীম অভিনন্দন রইল, আপনার জন্যে । যে কোন প্রয়োজনে পাশে পাবেন ।

অনেক শুভেচ্ছা রইল ।।

৮৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭

ফিল্ড মার্শাল গালিব বলেছেন: আমি লেখালেখির জগতে এক্বেবারেই নাদান শিশু, শিশু লেখক। এবারের বইমেলায় আমার প্রথম বই (উপন্যাস), "নটর ডেম কলেজের সবচে' সেনসেশনাল গল্পটা..." প্রকাশিত হতে যাচ্ছে। খরচ থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রকাশক সকল দায়িত্ব নেয়াতে আমার কোন কষ্ট হয় নি। তাই সার্বিক বিষয়ে কোন ধারণা কিংবা অভিজ্ঞতা ছিল না। তবে আপনার পোস্ট পড়ার পর সেই অভাবটা কিছুটা হলেও মোচন হল।

আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভ কামনা থাকবে আপনার প্রতি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

আপনার বইয়ের শিরোনামটাতেই নটরডেমিয়ানরা ঝাঁপিয়ে পড়বে :D

অনেক অভিনন্দন রইল আপনার জন্যে ।

আশা করি বইমেলায় দেখা হবে ।

অনেক ভালো থাকুন ।।

৯০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক কিছু জানলাম , শুভ কামনা জানবেন আরজু নাসরিন পনি ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

আরজু পনি বলেছেন:

আরো কিছু তিক্ত অভিজ্ঞতা সহ একটা পোস্ট দিব ভাবছি ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল, গিয়াস উদ্দিন লিটন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.