নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

১৯ শে ডিসেম্বর ৫ম বাংলা ব্লগ দিবস নিয়ে কে কী ভাবছেন ?-সাথে স্মৃতি জাগানিয়া কিছু ছবি।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪





২০০৯ সাল থেকে ১৯ শে ডিসেম্বর ব্লগ ডে পালন করা হচ্ছে। এবছর ৫ম ব্লগ ডে হতে যাচ্ছে বৃহস্পতিবার, ১৯ শে ডিসেম্বর ২০১৩ ।



কে কী ভাবছেন...জানতে ইচ্ছে করছে...সাথে স্মৃতি জাগানিয়া কিছু ছবি দিলাম নিজের এ্যালবাম এবং ব্লগ থেকে পাওয়া ।



আপডেট :

(১৫/১২/২০১৩ রোববার)

এবারের ১৯শে ডিসেম্বর, ৫ম বাংলা ব্লগ দিবস



আপডেট :

(০৮/১২/২০১৩ রবিবার)

সামু ব্লগার'স ফটো এলবামঃ ব্লগ ডের আগেই চিনে নিন পরিচিত ব্লগারদের ! - অপু তানভীর



আপডেট :

(২০/১১/২০১৩ বুধবার)

♦ সহব্লগাররা ব্লগ দিবস নিয়ে তাদের পরিকল্পনার কথা জানালে সময় মত সবাইকে ব্যানারের ডিজাইনটা মেইল করা সম্ভব। সর্বত্র একই ব্যানার থাকলে ভাল লাগবে । জানালেন ব্লগ পরিচালক ব্লগার জানা । তার মন্তব্য থেকেই কিছু অংশ সরাসরি তুলে দিলাম...

দেশের বাইরে অবস্থানরত বাংলা ব্লগাররা, সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের পরিকল্পনা এবং প্রস্তিতি আমাকে জানালে আমিও বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি মেইলে।

আমার (জানা ম্যা'ম -এর) ইমেইল: [email protected]



ওয়াচে থাকা সহব্রগাররা ব্লগ দিবস নিয়ে তাদের মতামত, পরামর্শ জানাতে পারেন ব্লগের এই গ্রুপ পোস্টে





ব্লগ ডে ২০১২

ব্লগ দিবসের ব্যানার ২০১২





মডু মডু লাগে...





মহাজ্ঞানীদের পাশে বসে জ্ঞান আহরণে ব্যস্ত ব্লগার আরজু পনি :D





কুয়ালামপুরের বুকিত বিন্তাংয়ের বাংলাদেশী রেস্টুরেন্ট কয়েকজন সহব্লগার



(আপডেট : ২১/১১/২০১৩)



২০১২ ব্লগ দিবসের অনুষ্ঠানে অংশ নেয়া দু'জনকে নতুন জীবনে প্রবেশে অভিনন্দন !:#P



ব্লগার কালা মনের ধলা মানুষ





ব্লগার তন্ময় ফেরদৌস

৫ম ব্লগডেতে তাঁদেরকে সঙ্গীর সাথে দেখার অপেক্ষায় :D



ব্লগ ডে ২০১১

সহব্লগারদের সাথে স্মৃতিময় কিছু সময়





একলক্ষতম ব্লগার





ব্লগ ডে ২০১০

সুইট কিন্নরী





নাফিস ইফতেখার...নামেই যার পরিচয়





কি কথা তাহার সাথে ... ?





মহামান্য মডু অন্যমনস্ক শরৎ...





এই ছবিটা সেরা ছবির খ্যাতি পেয়েছিল...জানা ম্যা'ম সাথে ব্লগার ছোট মির্জা।







ব্লগ ডে ২০১২ :

ফ্রেমবন্দী ৪র্থ বাংলা ব্লগ দিবস...ঢাকা অনুষ্ঠানের এ টু যেড।- তন্ময় ফেরদৌস

বাংলা ব্লগ দিবস উদযাপন- মালয়েশিয়াঃ মিলিত হয়েছিলাম আমরা ক'জন (ছবি ব্লগ)- না বি ল



৪র্থ বাংলা ব্লগ দিবস - মালয়েশিয়া (যা দেখে এলাম) - সত্যচারী



ব্লগ ডে ২০১১ :

আমার অসমাপ্ত ব্লগডে (ছবি ব্লগ)-মোঃমোজাম হক



ব্লগ দিবস উদযাপন অনুষ্ঠানের এই মুহূর্তের কিছু ছবি-voice71



ব্লগ ডে ২০১০ :

বাংলা ব্লগ দিবস : ফটোব্লগ- ক্যামেরাম্যান



আরো ছবি ব্লগের লিংক প্রাপ্তি সাপেক্ষে পোস্টে এ্যাড করে দিতে ইচ্ছে রাখি ।।



কৃতজ্ঞতা : ক্যামেরাম্যান, তন্ময় ফেরদৌস, প্রিয় ভাষিণী



৫ম ব্লগ ডের পোস্টার : নোটিশ বোর্ড

মন্তব্য ১৮৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৮৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

মোঃ ইসহাক খান বলেছেন: আমার মাত্র এক বছর হয়েছে।

ছবিগুলো দেখে সত্যিই ভালো লাগলো।

ব্লগ ডে সফল হোক। সুস্থ সুন্দর ব্লগিং চলতে থাকুক।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
গত দুইবার ব্লগ দিবসে উপস্থিত ছিলাম । সত্যিই বেশ আনন্দ করেছি । জানি না এবার কী হবে ...।

আশা করছি আপনার মতো একজন প্রিয় গল্পকারকে ব্লগ ডে তে দেখতে পাব ।

অনেক শুভকামনা রইল, প্রিয় গল্পকার ।।

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এবার ক্লাস নাই, পুরো অনুষ্ঠান দেখার ইচ্ছা আছে, আই হোপ এবার মডুরা ভাল স্ট্রিমিং এর ব্যবস্থা করবে এবং অন টাইম শুরু করবে অনুষ্ঠান।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

ভাল স্ট্রিমিং এর ব্যবস্থা করবে এবং অন টাইম শুরু করবে অনুষ্ঠান। ...খুব দরকারী কথা বলেছেন...দেখা যাক কী করে ...

অনেকদিন পর ...অনেক শুভকামনা রইল স্বর্না ।।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

জর্জিস বলেছেন: প্রায় ৫ বছর ধরে আছি ব্লগের সাথে, কিন্তু কোন ব্লগডে তে যাইনি। কেন জানি যাওয়ার ইচ্ছেও হয়নি। ভার্চুয়াল জিনিস ভার্চুয়াল রাখতেই স্বচ্ছন্দ বোধ করি। তবে ব্লগডে উদযাপনের পোস্টগুলো (বিশেষ করে ছবি ব্লগ) খুব আগ্রহ নিয়ে পড়ি

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

অনেকেই অবশ্য ভার্চুয়াল থাকতে পছন্দ করে । বিষয়টা ভালোই লাগে ।
এর অবশ্য সুবিধাও আছে, অসুবিধাও আছে ।

আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো, জর্জিস ।
অনেক শুভকামনা জানাই ।।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অনুষ্ঠানটা কোথায় হবে ? কখন ?

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০০

আরজু পনি বলেছেন:

এব্যাপারে এখনও কিছু জানি না । জানলে জানাবো ইনশাহআল্লাহ ।।

শুভকামনা রইল, কামাল ।।

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি গতবার এটেন্ড করেছিলাম। আশা করি এবারও যাব। আপনার সাথে সেদিনই প্রথম পরিচয় হয়েছিল প্রিয় পনি আপা!!!

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:

আপনি যে গতবার এটেন্ড করেছিলেন তার মডু রকম প্রমাণ পোস্টে ছবি এ্যাড করে দিয়ে দিলাম ;)

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

মামুন রশিদ বলেছেন: গতবার ফাটাফাটি ব্লগ-ডে পালন করেছিলাম সিলেটে । এবারেরটা আশা করছি আরও জম্পেস হবে । কোন সহযোগীতা চাইলে আশা করি পাব ।

ব্লগ-ডে নিয়ে কথাবার্তা শুরু করার জন্য ধন্যবাদ আপু । একটা সুন্দর আনন্দময় ব্লগ-ডে'র অপেক্ষায় রইলাম ।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

আরজু পনি বলেছেন:

এবার আশা করছি আরো জম্পেশ অনুষ্ঠানের আয়োজন করবেন আপনারা ।

আমরা সবাই একটা সুন্দর , আনন্দময় ব্লগ ডে র অপেক্ষায় ...

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭

বেঈমান আমি. বলেছেন: ব্লগ দিবস খতরনাক জিনিষ।বিস্তারিত বললাম না।প্রতিটা ব্লগ দিবসের পরেই ক্যাচাল লাগছে।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২২

আরজু পনি বলেছেন:
ব্লগ দিবসের আগে পরে অনেক কিছুই হয় ।

তবে সবটা মিলিয়ৈ কিন্তু দারুণ আনন্দময় কিছু স্মৃতি ব্লগারদের সঞ্চয়ের ঝুলিতে জমা পড়ে ।

সেই সময়ে দেশে থাকলে আসতে মিস করবেন না আশা করি ।
শুভেচ্ছা রইল বেঈমান আমি. ।।

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

জানা বলেছেন:

পোস্টের জন্য ধন্যবাদ পনি।

প্রতিবারের মত এবারও আসছে ১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা সবাই মিলে বাংলা ব্লগ দিবস উদযাপন করতে যাচ্ছি অবশ্যই। প্রস্তুতিটাও শুরু হয়েছে একটু একটু করে :)

আর ক'টা সবুর করো রসুন বুনেছি.... ধ্যাৎ, কি বলছি :P আর ক'টা দিন পরেই একটু একটু করে আসন্ন বাংলা ব্লগ দিবস উদযাপনের কথাবার্তা নিয়ে আসবো বারবার :)

সবাই মিলেই ভাবুন, আপনাদের অভিমত আর পরামর্শে সবাই মিলে আরেকটি সুন্দর বাংলা ব্লগ দিবস উদযাপন করবো আমরা।

ভাল থাকবেন সবাই।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল ।


অনেক কিছুই জানতে ইচ্ছে করছে...যদিও হাতে কিছু সময় এখনও আছে ...

অনেক ধন্যবাদ জানাই আপনাকে ...

আপনিও অনেক ভালো থাকুন ।।

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

মশিকুর বলেছেন:
এবারও ভার্চুয়ালি এটেন্ড করবো ভাবছি:(

পোস্ট সহ ছবিতে সত্যিকারের +

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

আশা করি খুব শিগগীরই কোনবার আপনি সশরীরে উপস্থিত থাকতে পারবেন ।

অনেক শুভকামনা জানাই, মশিকুর ।।

১০| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯

জানা বলেছেন:

গতবার যেমন সারাদেশের বেশ কয়েকটি শহরে এবং বাংলাদেশের বাইরেও কয়েকটি দেশে একটি দারুণ আনন্দময় ব্লগ দিবস উদযাপিত হয়েছিল এবারও তার ব্যতিক্রম হবে না আশা করি। বরং এবার এর ব্যপ্তি আরও ছড়াবে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ব্লগাররা এখনই বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু করে দিন। পাশাপাশি আমাকেও জানান। সময় মত যাতে আমি আপনাদেরকে ব্যানারের ডিজাইনটা মেইল করতে পারি। সর্বত্র একই ব্যানার থাকলে ভাল লাগবে। আমরা কিছু কিছু কাজে হাতও দিয়েছি ইতিমধ্যেই।

দেশের বাইরে অবস্থানরত বাংলা ব্লগাররা, সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের পরিকল্পনা এবং প্রস্তিতি আমাকে জানালে আমিও বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি মেইলে। কোন বাহুল্য নয় বরং দিনটি একটি আনন্দ এবং গুরুত্বের সাথে পালিত হওয়াই মূখ্য। এমন একটি বিশেষ দিনে দেখ-অদেখা বা জানা-অজানা ব্লগার বন্ধুদের সাথে পরিচিত হওয়াই আনন্দের।


আমার ইমেইল: [email protected]

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যের কিছু অংশ পোস্টে সংযুক্ত করে দিলাম ।

একই দিনে সারা বিশ্বে ব্লগ দিবস পালিত হলে ব্যাপারটা দারুণ হবে ।

আশা করি শিগগীরই আরো তথ্য পাব ।

অনেক কৃতজ্ঞতা রইল ।
ভালো থাকুন অনেক অনেক ।।

১১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০১

অপরাজিত একজন বলেছেন: এবারের ব্লগ দিবস শহরে শহরে আলাদা না করে সবাই মিলে একটি পিকনিক করে একই জায়গায় সব ব্লগার মিলিত হলে ভালো হয়। পিকনিক ও হলো ব্লগ দিবসও উদযাপন হলো :)

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন:

আইডিয়াটা ভাল, তবে অনেকেরই অংশগ্রহণ করতে কষ্টকর হয়ে যেতে পারে ।

তবে পিকনিকের জন্যে আলাদা করে আয়োজন করা যেতে পারে...


আশা করছি আপনি আমি দু'জনেই এলে দেখা হবে অনুষ্ঠানে ।

শুভকামনা রইল অপরাজিত ... ।।

১২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ব্লগ ডে সফল হোক সেই কামনা রইলো। কোন ব্লগ ডেতে অংশগ্রহণ করা হয়নি এখন। আশাকরি সবকিছু ঠিকঠাক থাকলে পনি আপুর সাথে এবার দেখা হয়েও যেতে পারে। :)

হ্যাপি ব্লগিং!!!

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আমরা দু'জনেই যদি উপস্থিত থাকি তবে দেখা হওয়ার সম্ভাবনা শতভাগ ধরে নেয়া যায় ।

শুভকামনা রইল শোভন ।

:)

১৩| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এখানে কেউ উদ্যোগ নিলে যাওয়ার ইচ্ছে আছে।

ব্লগ ডে'র সফলতা কামনা করছি

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

মাসুম, উদ্যোক্তা আপনিই হোন না কেন...

শুভেচ্ছা রইল আপনার জন্যে ।।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: আমি আসব তবে অন্যরকম মজা নিয়ে
আমি আর আমরা
খুব মজা হবে , অনেক ধন্যবাদ জ্ঞাপন থাকল সবাইকে আগাম
উদ্ভ্যদ্য করার জন্য
ব্লগ ডে সফল হোক , আপুমনি বানান ভুল হলে ক্ষমনিয় ।।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:

আপনার বানানে উন্নতি হচ্ছে...

আর আপনি ব্লগ ডে তে আসলে এটা ব্লগ ডের জন্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে।

শুভকামনা রইল ।।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: অল্প কিছুক্ষনের জন্য ছিলাম আগেরবার ! সময়টা এতই অল্প যে কারো সাথেই পরিচিত হতে পারিনি !
এবার থাকবো আশা করি!(সব ঠিক থাকলে )

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

আশা করছি এবার সব ঠিক থাকবে এবং আপনি পুরো সময়টাই থাকতে পারবেন ।

অনেক শুভকামনা রইল অভি ।।

১৬| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: আফসোস! আমার ১ম বছরেই এই মিলনমেলা মিস করতে হবে। ভরসা ওই ভার্চুয়াল।

সবার প্রতি শুভকামনা রইল।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:

জানি না ঠিক কী কারণে মিস করবেন ।

তবে আপনার জন্যে শুভকামনা রইল সবসময়ই ।

১৭| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৫

আমিনুর রহমান বলেছেন:




দারুন পোষ্ট। আবার ব্লগারদের মিলনমেলা ঘটার সময় এসে গেছে ভাবতেই ভালো লাগছে। ইনশাআল্লাহ্‌ আবার দেখা হচ্ছে ব্লগ ডে।



@মাসুম আহমেদ ১৪, আপনি সম্ভবত নিউইয়র্কে থাকেন। গতবার নিউইয়র্কে ব্লগাররা বাংলা ব্লগ ডে উৎযাপন করেছিলো। এবারও নিশ্চয়ই হবে। আপনি না হয় উদ্যোগ নিয়ে ফেলুন। পোষ্ট দিন একটা দেখবেন নিউইয়র্কের ব্লগাররা আপনার আহবানে সাড়া দিবে।

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

সব কিছু স্বাভঅবিক থাকলে ইনশাহআল্লাহ দেখা হবে ।

:)

১৮| ২০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আড্ডার কথা শুনিলেই উড়িয়া আসিয়া পড়িয়া যাইতে অভিপ্রায় হয় :P
বিগত বছরে জানিয়াও সময় করিতে ব্যর্থ হইয়াছিলাম :(

এবারের ব্লগ দিবসটিও সফল হোক....
কর্মসূচির অপেক্ষায় থাকিলাম....

আরজুপনিকে বিস্তর শুভকামনা...

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

আরজু পনি বলেছেন:

আশা করছি এবার আর মিস হবে না ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, মইনুল ।

১৯| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপু আমিতো একদম কচি(নতুন) ব্লগার।
কিন্তু ছবিগুলো দেখে যেতে লোভ লাগতেছে :)
তখন ফ্রীও থাকবো।
কিন্তু যাওয়া হবেনা।

ভালো থাকুন শুভ কামনা
ব্লগ ডে সফল হোক :)

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

কেন যাওয়া হবে না জানি না...তবে শুভ কামনা থাকবে সবসময়ের জন্যেই ।।

২০| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

একাকী বাংলাদেশি বলেছেন: ব্লগের জন্য ব্লগ ডে, নাকি ব্লগ ডে পালনের জন্য ব্লগ?

আমি তো পুরাই কনফিউসড। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা ব্লগে সময়-টা চলে যেত সেখানে তো এখন দিনেও একঘন্টা কাটে না। ব্লগ টা তো এখন লাইফ সাপোর্টে চলছে। আগে তো ব্লগ-টা বাচাঁন তারপরে নাহয় শত বছর ধরে ব্লগ ডে পালন করা যাবে।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২

আরজু পনি বলেছেন:

ব্লগের টেকনিক্যাল সমস্যাগুলো দূর করা অত্যাবশ্যক । কিছুদিন আগে সেজন্যে বিজ্ঞপ্তির মাধ্যমে খোঁজও করা হয়েছিল ...জানি না তেমন কাউকে পা্ওয়া গেছে কি না ।

আশা করি আপনার মন্তব্যটা কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব সহকারে ভেবে দেখবেন ।


অনেক ধন্যবাদ একাকী ।।

২১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট, আসলেই স্মৃতি জাগানীয়া।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

আপনাকে আমার পোস্টে দেখে অনেক ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ, শরৎ জি ।।

২২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

টুম্পা মনি বলেছেন: ব্লগারদের জন্য খোশ সংবাদ। পড়ে সরি দেখে অনেক ভালো লাগল। কিন্তু আমি আসতে পারব না। :( :( :( :( :( ১ জানুয়ারী আমার ফাইনাল প্রফ এম বি বি এস। :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

আরজু পনি বলেছেন:
অসুবিধা নেই, পরেরবার আসবেন ।

শুভকামনা রইল সবসময়ের জন্যে ।।

২৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

অদৃশ্য বলেছেন:





সেদিন কান্ডারি ভাইয়ের ওখানে বিষয়টা নিয়ে কথা বলছিলাম... আমি তাকে বললাম যে গতবার আমি ব্লগ ডে'তে গিয়েছিলাম... ভুল ছিলো... আসলে আমি ২০১১ এর ব্লগ ডে'তে গিয়েছিলাম... খুব অল্প সময়ই ছিলাম সেখানে... মূলতো জানা আপা আর তার বরকে দেখবার জন্যই সেখানে গিয়েছিলাম... আমার খুব ইচ্ছা ছিলো তাদের সামনে থেকে দেখবার, এই সামহোয়্যারের মতো প্লাটফর্মই তাদের প্রতি আগ্রহী করেছে আমাকে... তাদের দেখেছি... অল্পক্ষন দাড়িয়েছিলাম...অতঃপর চলে এসেছি... সেদিন সেখানে ভেতর বাহির মিলে বেশ লোকজনের উপস্থিতি ছিলো...

আশাথাকবে এবারের ব্লগ ডে'টাও যেন সুন্দরভাবে সবাই পালন করতে পারে... ঢাকার মতো দেশের বিভিন্ন জায়গাতেও যেন বল্গডে টা সবাই উৎযাপন করে তার জন্যও কাজ করবার প্রয়োজন মনে করছি...

আমি ব্যক্তিগত ভাবে সবসময়ই চেয়েছি সামহোয়্যারের ব্যাপক প্রচার হোক দেশের ভেতরে, বাহিরে... একটি সুবিশাল বাংলা ব্লগ প্লাটফর্ম সম্পর্কে অন্তত বাঙ্গালীরা সবাই জানুক... সময় এসে গ্যাছে নেটের বিপুল ব্যাবহারের, অনেকটা হচ্ছেও... তাই এর এখনইতো সঠিক সময়...

অবশ্য এতে সামুর লাভ লোকসানের বিষয়টা নিয়ে কখনো ভাবিনি... তবে এতে যে সাধারণ কিছু মানুষের উপকার হবে বিশেষ করে যারা লিখালিখিতে আগ্রহী তাদের, এতে কোন সন্ধেহ নাই...


প্রিয় আরজুপনির জন্য
শুভকামনা...

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

আরজু পনি বলেছেন:
অদৃশ্যরা অনুষ্ঠানে গেলেও অদৃশ্যই থাকে ।
ব্যাপার না ।
ভুল শুদ্ধ আপেক্ষিক ।

ব্লগিং এ সময়, মনোযোগ কোনটাই দিতে পারছি না ।

আর যার কাছে মিথ্যে বলতে পারবো না, তেমন কেউ যখন কোন প্রশ্ন করে তাকে সত্যিটা বলতে দ্বিধা থাকলে তখন এড়িয়েই যেতে হয় ...তাতে সে যদি ভুল বোঝে তবু্ও ...

শেষের তিন লাইন আপনার জন্যে না । কিন্তু আপনার কাছেই বলতে ইচ্ছে করলো ।

শুভেচ্ছা রইল, প্রিয় অদৃশ্য ।।

২৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

সায়েম মুন বলেছেন: ব্লগডের স্মৃতি বলতে প্রথমবার ডে পালনের সময় অন্যমনস্ক শরৎ ফোন দিয়েছিলেন। খুব আনন্দের একটা খবর দিয়েছিলেন।

ব্লগডে সবার মনে আনন্দ নিয়ে আসুক সেই কামনা করি।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:
কী খবর আন্দাজ করতে পারি, তবে গলা কেশে বললে খুশি হতাম আর কি...
সবাইর কি আর আপনার মতো চাঁদ কপাল হয় না কি !

আপনার জীবনেও আনন্দে ভরপুর থাকুক ।
অনেক শুভকামনা রইল, সায়েম মুন ।।

২৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

ডট কম ০০৯ বলেছেন: ছবি ভাল হইছে।

০২ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৩২

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ ডট কম ০০৯ ।
ভালো থাকুন ।।

২৬| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্টের মাধ্যমে জানলুম দেখলুম অনেক কিছুই। ভাল লাগল, আর ফিজিক্যালী থাকা সম্ভব নয় হেতু আন্তরিক শুভেচ্ছা সকলকে। আপনাকে সর্বাগ্রে শুভেচ্ছা আর ধন্যবাদ এই পোষ্টের জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

আরজু পনি বলেছেন:

আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল, সুপ্রিয় ঢাকাবাসী ।।

২৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

পাগলমন২০১১ বলেছেন: এবারের ব্লগ ডে'র সরাসরি সম্প্রচার চাই। সাথে যদি সম্ভব হয় অনলাইন চ্যাটিং হলে মন্দ নয়।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

অনেক ধন্যবাদ পাগলমন ।

২৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো ছবি দেখে। জানি না আসতে পারবো কিনা তবে ব্লগ ডে প্রোগ্রামের বর্ণনা আর সহব্লগারদের ছবি দেখার অপেক্ষায় রইলাম আসছে ১৯ ডিসেম্বরের ব্লগ ডে তে ।

শুভেচ্ছা রইলো পনি

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

আরজু পনি বলেছেন:

দেশের যা অবস্থা তাতে কী থেকে কী হয় বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে অপর্ণা ।

শুভেচ্ছা রইল আপনার জন্যে ।

২৯| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



গতবছর ব্লগ ডের সন্ধ্যায় কিছুই করিনি শুধু অতিথির বেশে গিয়ে বসে ছিলাম। যা দৌড় ঝাপ করেছিলো ব্লগ ডের আগের দিনগুলিতে সহ ব্লগারগণ শুধু তাদের সাথে কিছু দৌড় ঝাপ করেছিলাম। এবার কি হবে বলা যাচ্ছেনা। তবে ব্লগ ডে সুন্দর ও সফল হোক এই কামনা রইল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

আরজু পনি বলেছেন:

গতবারের ব্লগ ডে তে সহব্লগারদের পরিচয় পর্বটা চালানোর সুযোগ পেয়ে খুব ভালো লেগেছিল ।

এবার কী হবে বলা যাচ্ছে না ।

শুভেচ্ছা রইল, কান্ডারী ।।

৩০| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

চিরতার রস বলেছেন: এইবার মিছাইতে চাইনা। যেমন খুশী তেমন সাজার অপশন রাখতে হবে। B-)) B-)) B-))

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

আরজু পনি বলেছেন:

হাহা
কী সাজ সাজবেন একটা ডেমো দেখালে ভালো লাগতো ;)

শুভেচ্ছা রইল চিরতার রস ।

:)

৩১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

চিরতার রস বলেছেন: আর একটা কথা, সবচে আইলসা ব্লগার হিসেবে আমারে মনোনয়ন দেওয়ার দাবি জানাইতেছি।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন:

আপনাকে বিবেচনায় রাখার জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি :-B

৩২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

শ।মসীর বলেছেন: কখনো যাওয়া হলোনা এই ব্লগ ডেতে.....

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

আরজু পনি বলেছেন:
হবে নিশ্চয়ই কোন না কোনবার...
শুভকামনা রইল প্রিয় শামসীর ।।

৩৩| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০

মাহমুদ০০৭ বলেছেন: ব্লগ ডেতে... কেম নে যাই
গাড়িভাড়া নাই !!

কেমন আছেন আপু ?

ব্লগ ডে সুন্দর ও সার্থক ভাবে পালিত হোক ।
শুভকামনা ।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

হাঁটার অভ্যাস করা শরীরের জন্যে খুব ভালো ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।

৩৪| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০১

হাসান মাহবুব বলেছেন: আমি কখনও যাই নাই। আমার কেন যেন ভীড়ের মাঝে মনে হয় "ইথাক তোকে মানাইছে না রে, ইক্কেবারে মানাইছে না রে"

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

আপনিতো অনেক বেশি রকমের চুপচাপ থাকেন... যারা আপনাকে আগে কখনও দেখেনি তারা ব্লগার হাসান আর বাস্তবের হাসানের সাথে মিলাতে পারবে না ।

আমিও মেলাতে পারি নি ...তবে একাধিকবার দেখার ফলে অভ্যস্থ হয়ে গেছি :-B






আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দেরীতে জবাব দেবার জন্যে ।

আমি যখনই ব্লগে লগইন হই তখনই মন্তব্যের জবাব দিয়ে থাকি । যদিও খুব দ্রুত হচ্ছে না কাজটা ...

আরেকটু দ্রুত করা চেষ্টা করবো ।

অনেক শুভকামনা রইল, হাসান ।।

৩৫| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

রহস্যময়ী কন্যা বলেছেন: ব্লগ ডে সুন্দর ও সফল হোক এই কামনা রইল। :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

ব্লগ ডে সুন্দর ও সফল হোক...আপনার সাথে আমিও এই কামনাই করি ।

অনেক শুভেচ্ছা রইল, রহস্যময়ী কন্যা ।।

৩৬| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

ইখতামিন বলেছেন:
প্রত্যেককে (পড়ুন আমাকে) তার বাসা থেকে গাড়ীতে করে নিয়ে আসার ব্যবস্থা করতে পারেন ( :P )

ব্লগ ডে সুন্দর ও সফল হোক এই কামনা রইল।
ধন্যবাদ পনি আপু

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:
দারুণ প্রস্তাব B-)
প্রস্তাবটির প্রতি কর্তৃপক্ষের সদয় দৃষ্টি দেবার অনুরোধ করছি ।

৩৭| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২

মহামহোপাধ্যায় বলেছেন: আসন্ন ব্লগ ডে সফল হোক এই কামনা করি।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

ব্লগ ডে এবং সেই সাথে আপনার জন্যেও শুভকামনা রইল ।।

৩৮| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমিও তো নতুন! ছবি দেখে এবং পোস্টের লেখা পড়ে , অন্যান্যদের মন্তব্য পড়ে যেতে ইচ্ছে করছে! কিন্তু এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাই! শুভ কামনা !

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

আরজু পনি বলেছেন:
আমি নিজেও বিস্তারিত জানি না । কোন তথ্য পেলেই পোস্ট এ্যাড করার আশা রাখি ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, ঈপ্সিতা ।।

৩৯| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

বেকার সব ০০৭ বলেছেন: ৫ম বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের এবং গরীবদের জন্য শিক্ষা,বাসস্থান, সাহায্য,শীতবস্ত্র বিতরণ ইত্যাদি নিয়ে উদ্যোগ নিলে খুব ভাল হয়। ৫ম বাংলা ব্লগ দিবস ঢাকার কোথায় পালন করা হবে জানালে খুশি হতাম(যদি আপনার জানা থাকে)।
১৯ শে ডিসেম্বর তারিখ এর আসে পাশে পরীক্ষা না থাকলে, ৫ম বাংলা ব্লগ দিবসে উপস্থিত থাকার চেষ্টা করব।
আপনাকে সর্বাগ্রে শুভেচ্ছা আর ধন্যবাদ এই পোষ্টের জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

আরজু পনি বলেছেন:

শীতবস্ত্র বিতরণ নিয়ে উদ্যোগ সহব্লগাররা নিয়েছেন ।

আমি নতুন কোন তথ্য পেলে পোস্টে সংযুক্ত করে দেবার আশা রাখি ।

কৃতজ্ঞতা রইল বেকার সব ০০৭ ।।

৪০| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগ ডে নিয়ে অনেক শুনেছি, আগেরবার ব্লগে নবজাতক ছিলাম, ব্লগ ডে নিয়ে তেমন আগ্রহ ছিলো না। তবে এইবার আগ্রহী। ব্লগ ডে কি সারা দেশে একইদিনে উদযাপন হয়? যশোরের কিছু ব্লগার পাইলে আমি যশোরে ব্লগ ডে নিয়ে ভাবতে পারি, আপাতত সাবির ভাই ছাড়া যশোরের কাউরে চিনি না, তার সাথে আবার আমার যশোরে কোনোদিন দেখা হয় নাই, হইসে ঢাকায়!

ছুটির দিনে হইলে থাকতে পারতাম নিশ্চিত, এখন ছুটির জন্য বসেদের মুখের দিকে তাকায়ে থাকা লাগবো!:(

ব্লগ ডে'র জন্য শুভকামনা রইলো!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

আরজু পনি বলেছেন:

দেশে বিভিন্ন স্থানে সহব্লগাররা উদ্যোগ নিলে সম্ভব একই দিনে ব্লগ ডে পালন করা ।

যশোরে করতে চাইলে একটা পোস্ট দিয়ে যশোরের ব্লগারদেরকে আহবান করতে পারেন । তাতে কাজ হতে পারে ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।

৪১| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: এবার আর মিস করছি না ইনশাআল্লাহ :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

তাহলে এবার নিশ্চয়ই আপনাকে ব্লগ ডে তে দেখা যাচ্ছে...

জেনে খুব ভালো লাগলো চেয়ারম্যান বন্ড ।

:)

৪২| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

লাবনী আক্তার বলেছেন: ব্লগ ডে তে যাওয়ার খুব ইচ্ছে ছিল। :( :(

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

আরজু পনি বলেছেন:

'ছিল' মানে কী ...
অবশ্যই আসবেন...
যে স্থানেই থাকুন, যে দেশেই থাকুন ।

শুভকামনা রইল, লাবণী ।।

:)

৪৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: এইবার সরাসরি অংশগ্রহনের ইচ্ছা রইল , দেখা যাক ভাগ্য কি বলে


পোস্টের জন্য ধন্যবাদ আরজু আপা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

আরজু পনি বলেছেন:

আশা করা যাচ্ছে এবার ব্লগ ডে তে আপনার দেখা পাব ।
অনেক শুভকামনা রইল, সিফাত ।।

৪৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ড. জেকিল বলেছেন: ভার্চুয়াল উপস্থিতি থাকবে। ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:
ওক্কে...

অগ্রীম ভার্চুয়াল শুভেচ্ছা রইল :D

৪৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সামু সকলের জন্য উন্মুক্ত প্লাটফর্ম হয়ে উঠুক। (সাম্প্রদায়িক নাস্তিক ছাড়া)। এটাই ব্লগ দিবসের অন্যতম শ্লোগান হয়ে উঠুক।

সামু বিশেষ রাজনৈতিক (আওয়ামী লীগ) দলের লেভেল মুক্ত হউক।

মডু প‌্যানেল পুণর্গঠিত হউক। এদের মধ্যে এখনও সাম্প্রদায়িক নাস্তিকদের প্রেতাত্মা রয়ে গেছে।

রাজনৈতিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হউক।

নির্বাচিত পাতা কিভাবে পরিচালনা হবে তার নীতিমালা তৈরী হোক।

আপনাকে শুভেচ্ছা।

ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

আরজু পনি বলেছেন:

আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা রইল, মুন্না ।।

৪৬| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: গতবার কাজের ব্যস্ততায় আসা হয়নি। এবার ইউনিতে শীতকালীন ছুটি থাকবে :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:

আশা করছি আপনার উপস্থিতিতে এবারের ব্লগ ডে আরো বর্ণিল হয়ে উঠবে ।

অনেক শুভেচ্ছা রইল, জীবনানন্দদাশের ছায়া (উররি কী কঠিন নিক, লিখতে গেলে কি-বোর্ড ভেঙ্গে যাবার উপক্রম হয় ! :-& )

৪৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: যাইতে মুঞ্চায়... প্রিয় নামগুলোর পেছনের মানুষদের দেখার ইচ্ছা অনেক অনেক দিনের...

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:

অবশ্যই যাবেন ।

ব্লগ ডে তে আপনাকেও দেখতে চাই ।

অনেক শুভেচ্ছা রইল, অবসরপ্রাপ্ত বাউন্ডুলে ।।

৪৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: @আমিনুর রহমান

গতবারে অনুষ্টানে গিয়েছিলাম। এবার আমি উদ্যোগ নিতে পারলে আমারও খুব ভালো লাগতো । কিন্তু আমার কিছু অপারগতা আছে। এর মধ্যে মেক্সিমাম সময় আমারে কাজের কারণে নিউইয়র্কের বাহিরে থাকতে হয়!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

আরজু পনি বলেছেন:

আশা করছি তারপরও চেষ্টার কোন কমতি থাকবে না ।
আপনার জন্যে অনেক শুভেচ্ছা রইল মাসুম ।।

৪৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

খাটাস বলেছেন: অসাধারণ পোস্ট। গত বারের টা দেখেই এত ভাল লাগছে, সময় পেলে যেতেই হবে ইনশা আল্লাহ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:

আপনার সাথে দেখা হবার অপেক্ষায় থাকবো ।

অনেক শুভকামনা রইল, খাটাস ।।

৫০| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: ব্লগ ডে প্রোগ্রামে যাব কিনা জানিনা , তবে ব্লগ ডের পোস্ট গুলো অনেক ভালো লাগে ।

ব্লগ ডে সুন্দর আর সফল হোক । পোস্টটার জন্য ধন্যবাদ পনি আপু ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

আরজু পনি বলেছেন:

আশা করি সময়, সুযোগ পেলে চলে আসবেন ।

আনন্দের সাথে ধন্যবাদ গ্রহণ করলাম ।

আর আপনার জন্যে অনেক শুভেচ্ছা রইল ।।

৫১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

লেখোয়াড় বলেছেন:
দারুন তো!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন...

৫২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩

এস এম কায়েস বলেছেন: আমি একদম নতুন পাঠক। ব্লগের রাস্তায় হাটার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। কিন্তু ৫ম বাংলা ব্লগ দিবস যোগ দিতে আগ্রহী। কিভাবে যোগ দিতে পারবো জানালে খুশি হতাম।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

এবারের ১৯শে ডিসেম্বর, ৫ম বাংলা ব্লগ দিবস এই পোস্টটিতে বিস্তারিত রয়েছে ।।

অনলাইনে এবং সেই সাথে এলাকাভিত্তিক ব্লগ ডে পালন করা যেতে পারে ।
অনেক শুভকামনা রইল, কায়েস ।

৫৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৭

নুর ফ্য়জুর রেজা বলেছেন: এত এত জ্ঞানী-গুণীদের ভীড়ে কিভাবে উপস্থিত হব বুঝতেছিনা...

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

নিজের এলাকায় পালন করলে খুব সমস্যা হওয়ার কথা না 8-|

শুভকামনা রইল ।।

৫৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

প‌্যাপিলন বলেছেন: শুরুতে যেভাবে ১৯ ডিসেম্বর ব্লগ ডে হিসেবে পালনের উদ্দেশ্য ছিল তা মোটেও সফল হয়নি। এখন এই দিনটিকে ব্লগ ডে না বলে সামহয়্যার ইন ব্লগ ডে বলাই ভাল। ঢাকাতে ব্লগ ডে'র অনুষ্ঠানে যদিও স্টেজে সচল, চতুর বা অন্য কিছু ব্লগের কতিপয় প্রতিণিধি থাকেন কিন্তু অন্য ব্লগের কোন ব্লগার আসেননা। তাদের উপস্থিতি দায়সারা গোছের....আওয়ামী লীগের সাথে জাসদ বাসদ ওয়ার্কাস পার্টির জোটের মতোই লাগে। আর জেলা বা আন্তর্জাতিক পর্যায়ে তো সামহয়্যার ছাড়া অন্য কোন ব্লগের ব্লগাররা আসেইনা। এর একটা কারণ শিল্প, সাহিত্য, বুদ্ধিবৃত্তিক পরিসরে তারা নিজেদের অভিজাত মনে করে । তাই নদু ফদু ব্লগারে ভরা সামহয়্যারের ব্লগারদের ভীড়ে জাত বাচাতেই তারা আসেনা, আসবেওনা। হোক না শুধু সামহয়্যার ইন ব্লগ ডে-ই। সবাইকে ব্লগ ডে'র আগাম শুভেচ্ছা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতেই পারে ।

আপনাকেও ব্লগ ডের আগাম শুভেচ্ছা রইল ।।

৫৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

অচিন্ত্য বলেছেন:
ব্যক্তিগতভাবে আমার কাছে ব্লগার মানে পত্রমিতা। দেখা হলে মনের ছবিটা ভেঙে যাবে। তাই আমি আসব না। সবার অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হোক ব্লগ দিবশ। আগাম শুভেচ্ছা সবাইকে।
:)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

আপনার কথা মাথায় রেখেই এবার ভিন্ন আয়োজন্ও রাখা হয়েছে ;)

অনলাইন ব্লগ ডে-র অগ্রীম শুভেচ্ছা রইল, অচিন্ত্য ।।

৫৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

অচিন্ত্য বলেছেন:
পুনশ্চঃ আমার পশুরর ন্যায় প্রবণতা হেতু অসুর প্রতিম বানান প্রমাদের কসুর মার্জনা করিবেন

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

আপনি অনেক বেশিই সচেতন #:-S

শুভেচ্ছা ।।

৫৭| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

ধূর্ত উঁই বলেছেন: ব্লগ ডে সফল হোক। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ, ধূর্ত উঁই ।

:)

৫৮| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

রাবার বলেছেন: দেখার ইচ্ছা আছে :)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল ।।

৫৯| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: এবার আর যাওয়া হবে না ব্লগ ডে তে। আরজুপনি আপুর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। আগামী এক বছর। দেশের বাইরে থাকার সম্ভাবনা ব্যাপক। সবাইকে খুব মিস করবো। যখন ব্লগ ডে অনুষ্ঠান হবে তখন আমি খনিজ সম্পদ সন্ধানে কোন এক রিমোট এড়িয়াতে। খোল আকাশের নীচে বিস্তীর্ণ সমভূমিতে।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

আপনার জন্যে ভালোই হলো ।
অনলাইনে ব্লগ ডে পালন করবেন ।

শুভেচ্ছা রইলো ।।

৬০| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

টয়ম্যান বলেছেন: ব্লগ ডে সফল হোক

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:

ব্লগ ডে সফল হোক ।

ধন্যবাদ টয়ম্যান ।।

৬১| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

রূপা কর বলেছেন: এবার আর মিস করছি না :)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

আরজু পনি বলেছেন:

এবারেই অনলাইন ভিত্তিক অংশগ্রহণের সুযোগ বেশি হবে ।

শুভেচ্ছা রইল, রূপা ।।

৬২| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

জাবের তুহিন বলেছেন: উপস্থিত থাকার কোন শর্ত টর্ত আছে নাকি ? নাকি ফ্রি ???
মানে রুলস জানতে চাচ্ছিলাম ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

আরজু পনি বলেছেন:

উপস্থিত থাকার কোন শর্ত আছে বলেতো জানি না ।

উপস্থিত থাকার জন্যে আপনার আন্তরিকতাই যথেষ্ট ।।

শুভেচ্ছা রইল জাবের ।।

৬৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

শ্যামল জাহির বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।

উদযাপন সফল হোক।
শুভ ব্লগ ডে দিবস।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

নিরাপত্তার কথা ভেবে এবার অঞ্চলভিত্তিক ব্লগ ডে পালনের সাথে সাথে অনলাইন ভিত্তিক ব্রগ ডে পালনের উদ্যোগ নেয়া হয়েছে ।

ব্লগ ডে সফল হোক ।।

৬৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আরও আপডেট দেখার অপেক্ষায় থাকলাম । সফল হোক আপনাদের উদ্যোগ । :) শুভেচ্ছা জানবেন । :)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

আরজু পনি বলেছেন:

নোটিশ বোর্ডে চোখ রাখুন আর নতুন কোন তথ্য পেলে আমিও আপডেট দেবার চেষ্টা করবো ।।

শুভেচ্ছা রইল আদনান ।।

৬৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: গতবার বেশ এক্টিভ ছিলাম । এইবার এখনো ভাবছি ...

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

আরজু পনি বলেছেন:

এবারো অঞ্চলভিত্তিক কোন আয়োজনের ব্যবস্থা করতে পারেন ।

আপডেট জানাবেন আশা করি ।

শুভেচ্ছা রইল ।।

৬৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩

কালীদাস বলেছেন: উরাধুরা পার্টি হৈলে আসার কথা বিবেচনা কৈরা দেখতে পারি ;)


নলেজ ইউটেরাস স্পিচ শুনলেই ঘুম আসে :-< |-) |-)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

আরজু পনি বলেছেন:

আপনার কথা বিবেচনা করে এবার অনলাইন ভিত্তিক ব্লগ ডে পালনের ব্যবস্থাও করা হয়েছে ;)


দুঃখিত, জবাব দিতে একটু বেশিই দেরী হয়ে গেল ।

খুব বেশিই ব্যস্ততা ছিল আর কিছু সমস্যাও ছিল...আশা করছি সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি অনেকটাই :#)

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল, পিচ্চি স্যার ।।

৬৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১

রোকন রাইয়ান বলেছেন: প্রথম ব্লগ দিবসের কথাটা মনে পড়ে গেল...

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন:

স্মৃতি শেয়ার করতে পারেন ।

শুভেচ্ছা রইল, রোকন ।

৬৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

তামিম ইবনে আমান বলেছেন: খাওয়াদাওয়ার লিস্টিটা একটু আগেভাগে দিয়া দেন মডুপা!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

হে হে...অঞ্চলভিত্তিক ব্লগ ডে হলে তামিমের এলাকায় ব্যবস্থা হতে পারে :D

৬৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২২

অ্যানোনিমাস বলেছেন: আমার ছবিও দেখলাম :#>

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন:

:!> :#>
আমারও দুইটা আছে...

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল, চয়ন ।।

৭০| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

মুনেম আহমেদ বলেছেন: আগ্রহবোধ করছিনা তবে সবার জন্য শুভকামনা রইল।আসন্ন ব্লগ ডে সফল হোক।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

আপনার আগ্রহ যেন থাকে সেই ব্যস্থাও করা হয়েছে ...।।

ব্লগ ডে সফল হোক ।

আপনার জন্যে শুভেচ্ছা রইল, মুনেম ।

৭১| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নতুন তাই কষ্ট করে হলেও আমার ব্লগে একটু ঢুঁ মাইরেন। ভুলবেন না কিন্তু!


ভাল থাকবেন। ধন্যবাদ!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন:

আমার ব্লগে যারা মন্তব্য দেয়, ঠিক করেছি তাদের সবার ব্লগেই মন্তব্য করে আসার চেষ্টা করবো... দেরী হলেও ।

আপনিও অনেক ভালো থাকবেন ।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইল ।।

৭২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯

গেরিলা রুমি বলেছেন: যাদের লেখা পড়ে ব্লগিং করতে উৎসাহিত হয়েছি তাদের চর্মচক্ষু দিয়ে একবার দেখতে চাই :) :)

আর আপনার সাথে সামনাসামনি কথা বলার ইচ্ছা অনেক দিনের :)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

আপনার এলাকার কাছাকাছি কোন উদ্যোগ কেউ নিলে সেখানে অংশগ্রহণ করতে পারেন...বা আপনি/আপনারা নিজেরাই উদ্যোগ নিতে পারেন ।

ব্লগ দিবেসর শুভেচ্ছা রইল ।।

৭৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫

এন এফ এস বলেছেন: আরজু আপু আমার ছবিটা কই ? ঐ যে যে ছবিতে আমি আপনার পাশে দাঁড়িয়ে হাসছিলাম :P

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

আরজু পনি বলেছেন:

হাহা

সেই ছবিটাতো আপনার কাছেই থাকার কথা...

এখানে আপলোড করে দিন ।

ব্লগ দিবেসর শুভেচ্ছা রইল এন এফ এস ।

৭৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

অদৃশ্য বলেছেন:






একটি মজার ঘটনা বলবার জন্য এলাম... আপনি বা আমি যেমন অসময়ে কাউকে খুঁজে বেড়াই ঠিক তেমনি তিনিও অসময়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছে...

অসময় বলতে... যখন আপনাকে ব্লগে পাওয়া যাচ্ছেনা নিজের লিখাগুলোতে মন্তব্যের জবাবে বা অন্যের, এমন সময়...

খুবই মজার তাই না... কিন্তু আমিতো সেই সৌভাগ্যবান নই যে বলতে পারবে আপনি কোথায় এখন... তাই জানবার জন্য আপনারই দ্বারস্থ হলাম...

ভালো থাকুন
শুভকামনা...

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:

আমি আসলে ইদানিং খুব বেশি সময় ধরে ব্লগে থাকতে পারছি না নিজের ব্যস্ততার জন্যে ।

এই পোস্টেও মন্তব্যের জবাব নিয়মিতই দিয়েছি তারপরও বেশ দেরী করে ফেললাম সবগুলো মন্তব্যের জবাব দিয়ে শেষ করতে ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।

৭৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন: সুন্দর কালেক্ট। ভাল উদযোগ।
আমি জেনারেল হয়েছি।। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আরজু পনি বলেছেন:

আপনার জন্যে শুভকামনা রইল । ব্লগিং চলুক ।।

ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা ।।

৭৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

আহমাদ জাদীদ বলেছেন: ঈদের পরে একটা পরীক্ষা খারাপ হইছিল, ১৯শে ডিসেম্বর সেই পরীক্ষায় রি এপিয়ারিং এর ডেট, আমি কি ভাবছি তা তো বুঝতেই পারছেন :(

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আরজু পনি বলেছেন:

পরীক্ষা দিয়ে নেটে বসলেই হবে...
তাতে ব্লগ ডেতেও এটেন্ড করা হবে ।।

শুভকামনা রইল জাদীদ ।
পরীক্ষা ভালো হোক ।

৭৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: এবার কোথায় জানি হবে
আপু , দেশের সহিংস রাজনীতি ভাবনায় ফেলে দিল ।।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

আরজু পনি বলেছেন:

এবার আ।চলিকভাবে এবং অনলাইনে ব্লগ দিবস পালন করা হবে ।

ভাবনার কিছু নেই ।

সবার জন্যে শুভকামনা ।।

৭৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

আশা জাগানিয়া বলেছেন: জরুরী... :(

'সুতন্নীএমজি'তে কাজ করতে পারছি না,...বারবার 'বৃন্দা' চলে আসে...পরামর্শ চাই ।

'সুতন্নীএমজি'তে কাজ করতে পারছি না,...বারবার 'বৃন্দা' চলে আসে...পরামর্শ চাই ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

আরজু পনি বলেছেন:

অচিন্ত্য এই লিঙ্কটা দিয়েছে http://bnwebtools.sourceforge.net/ ...তবে এটা ঠিক মতো কেন কাজ করছে না অচিন্ত্যর সাথে আবার কথা বলতে হবে । :(

৭৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

তাসজিদ বলেছেন: বেশ কয়েকজন কে চেনা হল

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

আরজু পনি বলেছেন:

সময়ে আরো চেনা হয়ে যাবে ।

শুভেচ্ছা রইল, তাসজিদ ।।

৮০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

যুবায়ের বলেছেন: এবারের ব্লগডে নিয়ে কিছুই ভাবতে পারছিনা....
দেশে যে রাজনৈতিক অস্হিরতা চলছে...
ঢাকা যাব না রংপুরে??... কিছুই বলতে পারছিনা...
হরতাল/অবরোধতো চলছেই... কিভাবে যাবো??...

তবে কোথাও যেতে না পারলেও আমার শহরে একজন ব্লগার আছে মেঘে ঢাকা রোদ্দুর। আমি আর মেঘে ঢাকা রোদ্দুর কোন একটা রেষ্টুরেন্টে বসে বিকেলের নাস্তাটা সেরে তপ্ত চায়ে চুমুক দিতে দিতে ব্লগডের আনন্দটা ভাগাভাগি করে নেব দুজনে....

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

আরজু পনি বলেছেন:

কোথাও যাওয়ার চেয়ে অনলাইন ব্যবস্থাই ভালো হলো ।

বাহ আপনাদের আয়োজনটা তবে মন্দ হবে না ।

সম্ভব হরে আরো কয়েকজনকে সাথে রাখতে পারেন ।

পারলে ছবি তুলে আপডেট দিবেন আশা করি ।

শুভেচ্ছা রইল, যুবায়ের ।।

৮১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: আপা, নিজের পোস্টের কমেন্টের রিপ্লাই দেয়া শেষ করে টারপর অন্যদের করলে ভালো হয় না? আপনাকে প্রায় ২০ দিন আগে কমেন্ট করসি। এখনও রিপ্লাই দেন নাই।

৮২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

@ হামা... চেষ্টা করবো আরো দ্রুত জবাব দিতে :(

৮৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

বেঈমান আমি. বলেছেন: আপনি যাইবেন না এইবার ব্লগডে তে? ;)

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

আরজু পনি বলেছেন:

অবশ্যই উপস্থিত থাকবো ;)

৮৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
জানা ম্যা'ম সাথে ব্লগার ছোট মির্জা'র ছবিটা কিসের ভিত্তিতে সেরা ছবির খেতাব পাইসিলো ? মির্জা সাহেবের জায়গায় আমি থাকলে তখন না হয় মানা যেত।হবেনা, মাইনাচ।

শুভকামনা ||

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

আরজু পনি বলেছেন:

ওটা সেই সময়ে ব্লগার ক্যামেরাম্যান কেন দিয়েছিলন ব্যাখ্যা করেন নি । তাই জানার সুযোগ নেই । তবে সেই সময়ের পুরনো কেউ জেনে থাকলে জানার সুযোগ হলেও হতে পারে ।

বলা যায় না, আমি থাকলেও হতো হয়তো ;)

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল মুন ।।

৮৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি পোষ্ট দিয়েন ব্লগ ডের দিন, আমরা ব্লগ ডে সেলিব্রেট করব :#)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

আরজু পনি বলেছেন:

আমার সেদিন একটা কাজের প্রেজেন্টেশন আছে :(

ভেবেছিলাম সেই কাজের পরে ব্লগ ডে তে এটেন্ড করবো ।

বাসায় ফিরে পিসিতে বসতে কতক্ষণ লাগে এই মুহূর্তে বলা যাচ্ছে না :(

৮৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনলাইন ভিত্তিক ব্লগ ডে উদযাপন ব্যাপারটা কিভাবে হবে জানালে ভালো হতো। আমি তো এখন বাংলাদেশেই নেই, তই সশরীরে গিয়ে অংশগ্রহন সম্ভব না। লন্ডনে এরকম কোন উদযাপন হবে কি? প্লিজ জানাবেন আপু।

ব্লগ ডের আন্ররিক সাফল্য কামনা করছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন:

আপনি পোস্টের লেটেস্ট আপডেটটা দেখলে অনেকটা বুঝতে পারবেন আর নোটিশ বোর্ডের পোস্টটাও দেখতে পারেন ।

এছাড়া আপনি একটা পোস্ট দিতে পারেন লন্ডন প্রবাসী ব্লগারদের উদ্দেশ্যে...ইচ্ছে হলে একসাথে দেখা করে ব্লগ ডে লন্ডনে উৎযাপন করতে পারেন ।

আর অনলাইনের বিষয়টা হলো, ব্লগেই পোস্ট দিয়ে সেখানে আড্ডা দেয়া, আলোচনা করা...এরকম আর কি ।

আপনার জন্যে অনেক শুভকামনা রইল, তনিমা ।।

৮৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

জনাব মাহাবুব বলেছেন: সুন্দর কালেক্ট। ভাল উদযোগ।

উদযাপন সফল হোক।

শুভ ব্লগ ডে দিবস।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

আরজু পনি বলেছেন:

ব্লগ ডে উদযাপন সফল হোক ।

আপনার জন্যে শুভকামনা রইল, মাহাবুব ।।

৮৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

জুনায়েদ রাহিমীন বলেছেন: ব্লগ ডে'র আয়োজন স্বার্থক হোক। শুভকামনা রইলো! :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

ব্লগ ডে'র আয়োজন সার্থক হোক ।

আপনার জন্যেও শুভকামান রইল, জুনায়েদ ।।

৮৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
১৯ ডিসেম্বর অনলাইন আড্ডার জন্য পোস্ট কে পাবলিশ করবে, কোন টাইম থেকে শুরু হবে এটা ঠিক করা দরকার ||

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

নোটিশ বোর্ডেও আড্ডা চলতে পারে ।

আবার 'জানা' পোস্ট দিলেও আড্ডা চালানো যেতে পারে ।

আমি ব্লগার ' একট্রা.... স্বর্ণা'কে অনুরোধ করেছি...দেখা যাক সে পোস্ট দেয় কি না ।

এছাড়া সেদিন সবাই ব্লগ ডে রিলেটেড পোস্ট দিলেই পারে । যার যেখানে ইচ্ছে সেখানে আড্ডা দিতে পারে যেন ।।

আপনিও পোস্ট দিতে পারেন সেদিন ।

শুভেচ্ছা রইল, মুন ।।

৯০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি জানা আপুকে পোষ্ট দিতে বলেছি।

আর অন্যরাও পোষ্ট দিবেন আশা করি, সেটা নোটিশবোর্ডে বলেছি।

নোটিশবোর্ড তো কথা বলতে পারে না, আড্ডা কিভাবে হবে :P :P :P

আমি ট্রাই করব পোষ্ট দেয়ার, যদিও আমি কিছুই লিখতে পারি না। না দিলে আমার দোষ নাই, আর দিলে সবাইকে আসতে হবে। দেখা যাবে কয়েকটা কমেন্ট নিয়ে আমি বসে আছি :( :P

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

আপনি পোস্ট দেন । কয়েকটা কমেন্ট নিয়ে বসে থাকতে হবে না সে আপনি ভালো করেই জানেন । ;)

খুব জমজমাট হবে নিশ্চিত ।

৯১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে অনলাইনভিত্তিক ব্লগ দিবস উদযাপনের কোন পরিকল্পনা থাকলে শেয়ার করলে আমরা তাতে যুক্ত হতে পারি । :)

এছাড়া যারা নিজেদের এলাকায় ব্লগ ডে উদযাপন করবেন তারা নিজেদের সাথে ল্যাপটপ নিয়ে গেলে লাইভ ব্লগিংও চলতে পারে ।

৯২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
একটা ইয়ে করা যায়না- মনে করেন যে প্রোগ্রামে গেলে তো সবাই সেজেগুজে/প্রেজেন্টেবল হয়ে যেত।আড্ডার শুরুতে সবাই যদি ইট্টু সেজে নিয়ে পোস্টে একটা ছবি আপলোড করে কনভার্সেশন শুরু করেন তাহলে ভাল লাগতো আরকি :#>

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

মুন ! B:-)
আপনি আমার মনের কথা জানরেন কেমন করে !?

আমি কয়েকমিনিট আগেই একটা পোস্ট করতে যেয়েও বুঝতে পারছিলাম না পোস্ট করবো কি না ...

যেমন খুশি তেমন সাজো - ৫ম ব্লগ দিবসে একটি অনলাইনভিত্তিক আয়োজন -প্রস্তাবনা...এই হলো পোস্টের শিরোনাম :-B

৯৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
অত্যন্ত উত্তম প্রস্তাবনা, আমি 'ইনভিসিবল ম্যান' সাজবো B-) !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

হাহা দারুণ হবে ।

অনেকেরই মন খারাপ, আমার নিজেরও :(

এতে যদি কিছুটা হলেও মনের দুঃখ দুর হয় ...

৯৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
আরে আমি আসি তো, কিছুটা না অনেকটাই দূর হবে- ডুনোরি।
আগেভাগে টাইমটা একটু ইনফর্ম কৈরেন শুধু|

Btw, স্বর্ণা পোস্ট দিক আমিও এটা চাই :)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

আরজু পনি বলেছেন:

একটা পোস্ট দিলাম কিছু পরামর্শ, প্রস্তাব সহযোগে । ভাবছি সেখানে স্বর্ণার নাম জানিয়ে দিব ।

৯৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯

তাসজিদ বলেছেন: মিরপুরে আসছেন তো?

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

আরজু পনি বলেছেন:

সময় মিলবে না :(

আপনাদের জন্যে শুভেচ্ছা রইল, তাসজিদ ।।

৯৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

এন এফ এস বলেছেন: :( অন্নেক দিন পরে রিপ্লাই পেলাম। নটিফিকেশন আসে না :(

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

আমি খুব বিচ্ছিরি রকমের ব্যস্ত ছিলাম :(

এখন কয়েকদিন লোড কিছুটা কম, তাই ব্লগে আছি ।

কয়দিন পর আবার দৌড় শুরু হবে :(

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.