নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

৫ম বাংলা ব্লগ দিবস-হার না মানা আয়োজন

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১





হার না মানা আয়োজন (আপডেট)

বিশ্ব জুড়ে বাংলা ভাষাভাষীর জন্য বাংলা ব্লগ জাতীয় জীবনে যুক্ত করেছে নতুন মাত্রা -জানা সৈয়দা গুলশান ফেরদৌস



ব্লগ ডে স্পেশালঃ পরিবেশ বন্ধুর সাক্ষাৎকার(ভিডিও ব্লগ)! - স্বপ্নবাজ অভি





কত স্বপ্ন দেখেছি

কত ছবি একেঁছি

কত গান গেয়েছি

আমি ব্লগ ডে নিয়ে ...



:(( :(( :((



জানি অনেকেরই মন খারাপ ।

কেউ কেউ নাকি রাগে দুঃখে মাথার চুল ছিঁড়ছে...

অনেকেরই বাড়তি প্রস্তুতি ছিল । কেউ কেউ অফিস থেকে আগে ভাগেই ছুটিও নিয়ে রেখেছিলেন ।

বছরে একটা মাত্র দিন, যেদিন নিসঙ্কোচে এই অনুষ্ঠানে যা্ওয়া যায়, যেতে ইচ্ছে করে ।

একজনের লেখা আরেকজন পছন্দ না করলে সেই পোস্টে সে যায় না, একজনকে আরেকজন পছন্দ না করলে তাদের মাঝে কথা হয় না, মুখ দেখাদেখি বন্ধ । কিন্তু ব্লগ দিবসের অনুষ্ঠানে এই সুযোগে মুখ দেখাদেখি ঠিকই হয়ে যায় ।

প্রিয় 'অপছন্দের' মানুষগুলোকে কতো ভালো লাগে তা সেই অনুষ্ঠানে না গেলে বোঝা যাবে না ।



আমার কয়েকটি প্রস্তাব বিবেচনা করে দেখা যেতে পারে...



দিনটি বাংলা ব্লগ ডে নামে পরিচিত হলেও যেহেতু এবারের উদ্যোগ অনেকটাই ব্যক্তিগত তাই যে যার অবস্থান থেকে নিজের পছন্দের ব্লগের হয়ে ব্লগ ডে উদযাপন করবে । অন্য ব্লগগুলোর পরিকল্পনা কী জানি না ।...



ব্লগ কর্তৃপক্ষের পক্ষ থেকে অনলাইনভিত্তিক ব্লগ দিবস উদযাপনের কোন পরিকল্পনা থাকলে শেয়ার করলে আমরা তাতে যুক্ত হতে পারি ।



এছাড়া যারা নিজেদের এলাকায় ব্লগ ডে উদযাপন করবেন তারা নিজেদের সাথে ল্যাপটপ নিয়ে গেলে লাইভ ব্লগিংও চলতে পারে ।





আরেকটা বিষয়,

সিনেমা পাগল সহব্লগাররা এদিন দেখা করে ব্লগ দিবস পালনের পাশাপাশি ম্যুভি বিনিময়্ও করতে পারেন পরস্পরে । কাজেই ল্যাপটপ, পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডডিস্ক যার কাছে যা আছে সাথে করে নিয়ে আড্ডায় আসতে পারেন ।



যারা নিরাপত্তা জনিত কারণে বা সময়টা নিজের অনুকুলে না থাকাতে আড্ডায় যোগ দিতে পারবেন না, তারা অনলাইনে ব্লগে পোস্ট দিয়ে আড্ডা দিতে পারেন ।



নিজেদের পরিচিত, বন্ধুরা ঠিক করে নিতে পারেন কে পোস্ট দিবেন । কেননা পুরো ব্লগে কোন একজন শুধু পোস্ট দিবে আর তাতে সবাই হাসতে হাসতে এটেন্ড করবে এই আশা করা ভুল । কেননা, যাকে অনেকেই পছন্দ করেন, তাকে কেউ কেউ পছন্দ নাও করতে পারেন ।



আরেকটা বিষয় হতে পারে, নিজের মজার বা পছন্দের ছবি শেয়ার করতে পারেন...

যেমন খুশি তেমন সাজো - ৫ম ব্লগ দিবসে একটি অনলাইনভিত্তিক আয়োজন -প্রস্তাবনা



এছাড়া আরো কারো কোন ভাবনা থাকলে শেয়ার করতে পারেন, যা ১৯ তারিখে আড্ডায় বা ব্লগে হতে পারে ।



সর্বোপরি, সবার নিরাপত্তার কথা ভেবেই সবধরনের আড্ডার আয়োজন হোক ।

সবাইকে বাংলা ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা রইল ।।

মন্তব্য ১২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

সুমন কর বলেছেন: সুন্দর প্রস্তাব!!

একজনের লেখা আরেকজন পছন্দ না করলে সেই পোস্টে সে যায় না, একজনকে আরেকজন পছন্দ না করলে তাদের মাঝে কথা হয় না, মুখ দেখাদেখি বন্ধ । কিন্তু ব্লগ দিবসের অনুষ্ঠানে এই সুযোগে মুখ দেখাদেখি ঠিকই হয়ে যায় ।

ভাল বলেছেন।

অনেকে আছে, তারা শুধু নিদিষ্ট সংখ্যক ব্লগারের পোস্টে মন্তব্য করেন। নতুনদের পোস্টে না! কিন্তু নতুনরা ঠিকই তাদের পোস্টে গিয়ে মন্তব্য করে আসে।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

জানি না এমন কেউ আছেন কি না । আমার পোস্টে যারা আসে তাদের পোস্টে আমি যাই, কখনো দেরী হয়ে বেশ তবুও যাই ।

আর জুনিয়র ব্লগারদের পোস্টে না যাওয়ার টেন্ডেন্সি অবশ্যই ভালো কোন গুন না ।

আমি মাসখানেক যাচ্ছেতাই রকমের ব্যস্ততা এবং বাচ্চাদের পরীক্ষার জন্যে ব্লগে সময় দিতে পারিনি । সেই সাথে প্রায় সবার পোস্টেই (যাদের পোস্টে মন্তব্য করার কথা) যেতে পারিনি । যদিও সেটা কাটিয়ে উঠতে পারবো শিগগীরই ।

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল, সুমন ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর ! লাইভ ব্লগিং করতে পারলে আসলেই মজা হয় ! মিরপুরের আয়োজনে অনেকের আগ্রহ আছে দেখছি , সুযোগ পেলে ওখানেই চলে আসুন !

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

যারা সরাসরি আড্ডায় অংশগ্রহণ করবেন তাদের লাইভ ব্লগিং এ অনলাইনে যারা থাকবে তারাও অংশ গ্রহণ করতে পারবে ।

বিষয়টা বেশ হবে...শুভেচ্ছা রইল অভি ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যেমন খুশি তেমন সাজো - ৫ম ব্লগ দিবসে একটি অনলাইনভিত্তিক আয়োজন -প্রস্তাবনা[/sb

আমি অতি আগ্রহী এই যেমন খুশি তেমন সাজো তে। :D B-)
কিছু আইডিয়া দেন!!

পোষ্টের সাথে সহমত! আপু আপনি বাসায় একটা পার্টি দেন। আমি গুটি গুটি পায়ে সেই সাজ নিয়ে হেটে হেটে চলে আসব। তারপর না হয় এক সাথে ব্লগ ডে উদযাপন করব। !:#P !:#P !:#P B-)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

আরজু পনি বলেছেন:

যেমন খুশি তেমন সাজো - ৫ম ব্লগ দিবসে একটি অনলাইনভিত্তিক আয়োজন...এই পোস্টের শিরোনাম যাই হোক, আইডিয়াটা থেকে রেজো্ওয়ানাকে জোর অনুরোধ করছি সেদিন একটি পোস্ট দিতে ।
সবাই তাদের নিজেদের পছন্দের , মজার কোন ছবি সেই পোস্টে শেয়ার করবে । বা রেজো্ওয়ানার আর কোন পরিকল্পনা যদি সে সংযুক্ত করে বা একেবারেই নতুন করে সব করে...

আমার সেদিন একটা প্রেজেন্টেশেন আছে, যদি ক্যান্সেল না করে তবে বাসায় ফিরতে সন্ধ্যা :(

আর বাসায় ফিরে পরের দিন (শুক্রবার) বাচ্চাকে পরীক্ষার পড়া পড়াতে হবে :(

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট
বেশ স্মরণীয় +++++++++++++

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

আরজু পনি বলেছেন:

আপনি কী করবেন জানালে ভালো হতো :-B

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাংলাদেশ সময় যখন আমি ফ্রি হব তখন তো ব্লগ ডের রাত থাকবে, তখন লিখতে গেলে তো আরো টাইম লাগবে। আর আমি তো লিখতেই পারি না। (পোষ্ট দিতে ভাল লাগে না)।

আমি আরো প্ল্যান নিয়ে পরে আসছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

আরজু পনি বলেছেন:

আমি এই পোস্টটা আপনার আর মুনের সাথে কথা বলতে বলতে লিখেছি ।

পোস্টে খুব ভারী কিছু লেখাটা জরুরী না ।

উন্মুক্ত পোস্টটি আপনিই দিন ।


প্রয়োজনে পরে এডিট করে নতুন কথা জুরে দিবেন । প্রাণ খোলা আড্ডাই বড় কথা ।


আর আপত্তি করবেন না । আপনার ধৈর্য্য আর সামুর প্রতি আন্তরিকতা থেকে আপনিই সামলাতে পারবেন ।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১

খেয়া ঘাট বলেছেন: কারো কন্ঠে গানটা শুনতে পারলেই ভালো হতো। খুব পছন্দের একটা গান। একেবারে নস্টালজিক হলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

আরজু পনি বলেছেন:

আমারও অনেক পছন্দের...


দিলাম, এবার শুনুন যতবার খুশি :D

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: কেউ একজন পোস্ট দিল আর সবাই মিলে কমেন্টে কমেন্টে আলোচনা চলল। এমন কিছু করা যেতে পারে! :)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

আরজু পনি বলেছেন:

সেটাই, যারা সরাসরি কোন আড্ডায় অঙশ নিতে পারবে না, তাদের দিনটা যেন খারাপ না যায় :(

স্বর্ণাকে অনুরোধ করেছি একটা পোস্ট দিতে । আশা করছি সে নিরাশ করবে না ।

আর অন্য গ্রুপেও চলতে পারে অনলাইন বা লাইভ আড্ডা ।

যে যেভাবে পছন্দ করে ...

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

সোজা কথা বলেছেন: সুন্দর প্রস্তাবনা।আমাকে অনলাইনেই থাকতে হবে।ব্লগ ডের আড্ডা,খানা-পিনা খুব মিস করব।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

আরজু পনি বলেছেন:

অসুবিধা নেই...ব্লগিং করার সময় পছন্দের বেশ কিছু খাবার পাশে নিয়ে বসবেন ;)

আর আড্ডাতো চলবেই ... :D

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার প্রস্তাব। সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

আরজু পনি বলেছেন:

সরাসরি মুল অনুষ্ঠান না হ্ওয়ায় দিনটি যেন কারো খারাপ না যায়...সেই আশাই করছি ।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওইদিন ব্লদ দিবস উপলক্ষে অনেক সুন্দর একটা ব্যানার দিলে ভাল হবে সামুতে, আর ব্লগ দিবস উপলক্ষে যেসব পোষ্ট আসবে সেগুলো এক সাথে ভিজিবল কোথাও রাখলে সেদিন যারা সামু ভিজিট করবে তাদের চোখে সে পোষ্টগুলো পরবে ও অনেকে পড়তে পারবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

আরজু পনি বলেছেন:

ব্যানারের প্রস্তাবটা খুবই ভালো ।

ব্লগ দিবসের দিন একটি ব্যানার -এর প্রস্তাব কর্তৃপক্ষ আশা করি ভেবে দেখবেন ।


ব্লগ দিবস নিয়ে পোস্টগুলোর বেশিরভাগই সেদিন নির্বাচিত পাতায় রাখলেই সবচেয়ে ভালো :D

এছাড়া আর কোন পন্থা থাকলে সেটাও বিবেচ্য হতে পারে ।

সুন্দর প্রস্তাব স্বর্ণা...আশা করছি আরো দারুণ দারুণ আইডিয়া আসবে আপনার এবং আরো অনেকেরই ভাবনা থেকে ।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানা আপু আড্ডা পোষ্ট না দিলেও, ব্লগ দিবস নিয়ে একটা পোষ্ট দিতেই হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ব্লগ দিবস নিয়ে একটা পোস্ট আমরা জানা-র কাছ থেকে আশা করতে পারি । আশা করছি ।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

খেয়া ঘাট বলেছেন: পুরাই উদাস হয়ে গেলাম, গানটা পেয়ে। আজ সারাদিন এইটা নিয়েই কাটবে। মেলা ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:

গানটা শেয়ার করার সময় আমি নিজেও বেশ কয়েকবার শুনে নিয়েছি ।

আপনাকেও ধন্যবাদ গানটা শুনতে চাওয়ায় ।।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো বুদ্ধি। সন্ধ্যায় মিরপুরের আড্ডা শেষ করে রাতে ভার্চুয়াল আড্ডায় থাকার ইচ্ছা রাখলাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:

আশা করছি রাতে জম্পেশ অনলাইন আড্ডা হবে !:#P

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: যেমন খুশি তেমন সাজো করলে বেশ মজা হবে !

শুভ কামনা রইলো

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন:

দেখা যাক...প্রিয় ব্লগার রেজোওয়ানা কী করেন এই ইভেন্টটি নিয়ে ... :D

শুভকামনা রইল ।।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১

জগ বলেছেন: জেনে নিন যৌথ বাহিনীর অকথ্য নির্যাতনের অজানা কাহিনী। এবার যৌথ বাহিনী কর্তৃক ১২ বছরের মেয়েসহ একই পরিবারের ৩ জন ধর্ষিত।

স্থানীয় সুত্র জানায় গতকাল সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে রাতের আধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তাদের সাথে উপস্থিত ছিল আওয়ামীলীগের স্থানীয় ক্যাডার রব্বানি ও তার সহযোগিরা। গ্রামটিতে গিয়ে কাওকে না পেয়ে শেষমেস তারা বারিঘর ভাংচুর করে। স্থানীয় আব্দুল মণ্ডল এর বাড়ীতে তাকে না পেয়ে বাড়ীতে উপস্থিত তার স্ত্রী (৩৫), কন্যা (১২) আর শালিকাকে (২৪) যাচ্ছেতাই গালিগালাজ করে। এসময় চরিত্রহীন রব্বানি তার কন্যাকে নিয়ে বাজে কথা বলতে বলতে এগিয়ে গেলে আব্দুল মণ্ডলের স্ত্রী তাকে বাধা দিলে রব্বানি মেয়েটির জামা ধরে টানাটানি করে। মেয়েটি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই রব্বানির সহযোগীরা মেয়েটিকে আটকিয়ে ফেলে। এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে তাদেরকে থামতে বলেন। উপস্থিত র্যাাব, পুলিশদেরকে উদ্যশ্য করে তাদেরকে থামতে বলেন। কিন্তু তারা কোন সারা না দিয়ে চুপচাপ দাড়িয়ে ছিল। প্রতিবেশি প্রত্যক্ষদর্শী জানায় এসময় আব্দুল মণ্ডলের শ্যালিকা চিৎকার করে বলেন, "তোরা ওর গায়ে হাত দিস না। যা করার আমাকে কর।" এসময় একজন র্যাশব সদস্য তার দিকে এগিয়ে যায় ও অশোভন আচরণ করে। পুরো ঘটনার সময় উপস্থিত ছিল অপারেশন টিম এর প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র রায়। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেন নি। এসময় অন্য এক র্যাথব সদস্য বাড়ির প্রধান গেট আটকিয়ে দেয়। তারা প্রায় ৩ ঘণ্টা উপস্থিত ছিল সেই বাড়ীতে। অবশেষে ভোর চারটার দিকে তারা সেই বাড়ি ত্যাগ করে। স্থানীয় লোকজন ভয়ে সেই বাড়ীতে যেতে পারেনি। পরে একজন প্রতিবেশি গ্রাম্য ডাক্তার এর মাধ্যমে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রতিবেশিদের কাছ থেকে জানা যায় আব্দুল মণ্ডলের স্ত্রী, কন্যা ও শ্যালিকা তিন জনকেই ধর্ষণ করে রব্বানি ও তার বাহিনীর সদস্যরা। ভিকটিম জানিয়েছে দুজন র্যা ব সদস্যও এ নৃশংস কাজে অংশ নেয়। ভয়ে তারা মামলাও করতে পারেন নি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

...........

আপনার জন্যে শুভকামনা রইল ।।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

কয়েস সামী বলেছেন: কিছু আইডিয়া দিতে পারি কিনা দেখি! আপনি ভাল আছেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

আরজু পনি বলেছেন:
আইডিয়া দিবেন, নিজেও পোস্ট দিয়ে শেয়ার করতে পারেন ।


আমি বেশ অনেকদিন যাচ্ছেতাই ব্যস্ততা থেকে কিছুটা বেড়িয়ে আসতে পেরেছি...

আছি আলহামদুলিল্লাহ, ভালোই ।

আপনিও আশা করি ভালোই আছেন ।
অনেকদিন প্রিয় ব্লগারদের পোস্টে যেতে পারিনি । এবার আশা করছি আস্তে আস্তে আবার শুরু করবো ।।

শুভেচ্ছা রইল, সামী ।।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২১

বাক স্বাধীনতা বলেছেন: অ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

আরজু পনি বলেছেন:
হুম।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:




আপু আপনার প্রস্তাবগুলো মজার ও দারুণ। মিরপুরে আমরা নিজেদের মত করে ব্লগ ডে পালন করার প্রস্তুতি নিয়েছি। আপনাকে আমন্ত্রণ করছি। আসলে ভীষণ খুশি হব সঙ্গে ভাইয়া এবং ভাতিজীর জন্য শুভেচ্ছা অবশ্যই।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আপনাদের আয়োজনে সত্যিই যেতে ইচ্ছে করছে ... সময়ের সাথে মিলবে না ।

ভাগ্নী না বলে ভাতিজী বললেন ! :(

আমার পরিচয়টাকে গৌন করে দিলেন ?! :|

:#)


পরেরদিন বাচ্চার দু'দুটো পরীক্ষা আছে :(
পড়াতে হবে ।

আপনাদের জন্যে শুভকামনা রইল ।।

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

মোঃ ইসহাক খান বলেছেন: কিছু কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে অনেক উপভোগ্য হবে।

ব্লগ ডের সাফল্য কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

আরজু পনি বলেছেন:

দেখা যাক কী করা যায় ...হাল ছাড়ছি না...মনও ভাঙছি না ।

আশা জাগানিয়া B-)

আপনার জন্যে শুভকামনা রইল ।।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: কোথাও মুভি বিনিময় করা গেলে ভালোই হইত /:)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

আরজু পনি বলেছেন:
ছবির হাটে সিনেমাখোররা একত্রিত হতে পারেন...যাদের বাসা শাহবাগের কাছে তারা কেউ ল্যাপটপ বা নেটবুক নিয়ে এলে অন্যরা পেনড্রাইভ বা এক্সটার্নাল হার্ডডিস্ক আনলেই চলবে ।


আমান, দেখুন ব্যবস্থা করা যায় কি না...আমারও কিছু ম্যুভি কালেক্ট করা হবে এই সুযোগে :D

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন:

শাহবাগে অনেকেই আসতে পারেন । 'ছবির হাঁটে' কোন আড্ডার ব্যবস্থা করা যায় কি না ভেবে দেখা যেতে পারে ।

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: স্পেশাল স্যুপ-অন্তন খেয়ে ব্লগ-ডে'র উদ্বোধন হবে সিলেটে । তারপর আড্ডাবাজি গীত-আবৃতির পর স্পেশাল ডিনার উইথ ফ্রায়েড রাইস-ভেজেটেবল-সালাদ-ফ্রায়েড চিকেন-পোর্ন মসালা । শেষে ড্রিন্কস ।

বিশেষ পরিস্থিতিতে এবার চাইনিজের ক্যান্ডল লাইটেই করতে হচ্ছে প্রোগ্রাম । কিন্তু আনন্দের কমতি হবে না আশা রাখছি ।

৫ম বাংলা ব্লগ দিবস সফল হউক ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:

এমন খাই-দাই অনুষ্ঠানে থাকতে পারলে কতোই না ভালো হতো...আহারে ! 8-|

লাইভ অনুষ্ঠান করার চেষ্টা করবেন আশা করি ।

শুভকামনা রইল ।।

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

অদৃশ্য বলেছেন:






শাহবাগে এবার প্রোগ্রামটা হলে ঠিক যেতাম আমি... সবাইকে এক নজর দেখে, আনন্দবাতাস গায়ে মেখে চলে আসতাম... প্রিয়জনদের একঝলক দেখার মাঝেও অনেক আনন্দ...

আফসোস সেটা হচ্ছেনা... এখন একএকজন একএক জায়গাতে...


প্রিয় সামুতেই হোক আড্ডা... কে বা কারা আড্ডাটা জমাতে পারবে সেটা নিয়েই ভাবছি... আড্ডা জমানোটা জরুরি...


শুভকামনা...

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

আরজু পনি বলেছেন:

আপনি কী করতেন আমি আন্দাজ করতে পারি...

তবে দুঃখ হচ্ছে, অনেকদিন ফিউশনের সাথে দেখা হয় না...দেখা হওয়ার এমন সুযোগ হাত ছাড়া হওয়াতে সত্যিই মর্মাহত ...

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

অদ্বিতীয়া আমি বলেছেন: এমন উদ্যোগ নিলে , আর সবাই অংশগ্রহণ করলে অনলাইন ব্লগ ডে ও বেশ মজার হবে । অপেক্ষায় রইলাম ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, অদ্বিতীয়া... অনলাইন ব্লগ দিবসও যেন বেশ আনন্দেরই হয় ।

আমিও অপেক্ষায় রইলাম ।

শুভেচ্ছা রইল ।।

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

শুঁটকি মাছ বলেছেন: আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাবটা দিতে লজ্জা লাগে,তাও বলি।কেউ হাসতে পারে শুনলে।
খেলাধুলা করা যাইতে পারে।এই ধরেন সবার একটা একটা টপ সিক্রেট রিভিল করার খেলা হইতে পারে।খুব যে আনন্দের খেলা হবে তা হয়তো না।হয়তো কারো সিক্রেটটা খুব আনন্দের হবে,কারোটা বেশ কষ্টের হবে।হয়তো সব মিলায়ে খারাপ হবে না। :#> :#> :#> :#>

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

আরজু পনি বলেছেন:

আপনি একটা পোস্ট দিয়ে আহবান করতে পারেন... ;)

একেকজন একেকটা বিষয় নিলে মন্দ হবে না...আমরা সবার পোস্টে এটেন্ড করা চেষ্টা করবো আর আনন্দ করবো ।

রাজনৈতিক অস্থিরতায় ,জীবনের নিরাপত্তাহীনতার মাঝে আর ভালো লাগে না ।

আইডিয়ার জন্যে অনেক ধন্যবাদ...

শুভেচ্ছা রইল ।।

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: বেশ বেশ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

আরজু পনি বলেছেন:

:D :D

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার বিশ্বাস ৫ম বাংলা ব্লগ দিবস-হার না মানা এই আয়োজনে সবার মধ্যেই দেখা দেখি, কথা বার্তা, ছবি তোলা, আড্ডা মারা সবই হবে যেটা হয়া না অনলাইনে। অনলাইনে একজনের লেখা আরেকজন পছন্দ না হলে কিংবা নতুন হলে পোষ্টে তো যা-ইনা মন্তব্য তো দূরের কথা।আবার অনেকে আছে, তারা শুধু নিদিষ্ট সংখ্যক ব্লগারের পোস্টে মন্তব্য করেন।

যাক সেসব কথা সবাই আসুন দারুন হবে নিঃশ্চয়। কথা হবে, গল্প হবে মজা হবে। অবশ্যই হবে।



ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

আরজু পনি বলেছেন:

খুব ভালো বলেছেন দেশ প্রেমিক বাঙালী ।

আপনিও ব্লগ দিবসে আনন্দের কোন একটা বিষয় নিয়ে আগামী কাল পোস্ট দিন ।

আমরা অংশগ্রহণ করবো ।

শুভেচ্ছা রইল অনেক অনেক ।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

বিষন্ন একা বলেছেন: হোক কলরব.... উত্তম প্রস্তাবনা 8-| 8-|

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:

একদম ঠিক বলেছেন । :D

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

সঞ্জয় নিপু বলেছেন: প্রস্তাব গুলো খুবই ভাল ।
আশা করছি , কথা হবে অনলাইনে ।
কেমন আছেন আপু ?

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

বাড়ি থেকে বেড়িয়ে নিরাপত্তাহীন জীবন নিয়েও চলছে জীবন...আছি ভালোই ।

ব্লগ দিবসের ঝলমলে শুভেচ্ছা রইল ।।

৩০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

এসএমফারুক৮৮ বলেছেন: লাইভ ব্লগিং এর আইডিয়াটা চমৎকার।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

যারা সরাসরি আড্ডা দিবে তারা এটা করলে ব্লগ দিবসটা জমে উঠবে আশা করি ।।

৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

সায়েম মুন বলেছেন: ♥ সিনেমা পাগল সহব্লগাররা এদিন দেখা করে ব্লগ দিবস পালনের পাশাপাশি ম্যুভি বিনিময়্ও করতে পারেন পরস্পরে । কাজেই ল্যাপটপ, পেনড্রাইভ, এক্সটার্নাল হার্ডডিস্ক যার কাছে যা আছে সাথে করে নিয়ে আড্ডায় আসতে পারেন ।
----এই প্রস্তাবটা মনে ধরেছে। কিন্তু আমার ল্যাপটপের ব্যাটারী নষ্ট। ১০ মিনিটের বেশী যায় না। আমি শুধু নিতে পারবো। B-))

আর আপুরা পছন্দের পিঠা তৈরী করে নিয়ে আসতে পারেন। এই ব্লগডেতে সেরা পিঠা তৈরীকারী আপুকে পুরস্কারের ব্যবস্থা করা হোক। #:-S

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

দেখুন শক্তিশালী ব্যাটারী্ওয়ালা কাউকে পা্ওয়া যায় কি না ... :D

আর পিঠার বিষয়টা দারুণ হতে পারে...
যারা সরাসরি আড্ডা দিতে যাবে তারা বাসা থেকে বানিয়ে নিয়ে যেতে পারে কম্পিটিশনের জন্যে ;)

৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



:#) :#) :#) :#>

দুঃখিত আপু ভাগ্নী হবে আর ভাইয়া হবেন দুলাভাই। :P

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

:#>


:P

৩৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

অদৃশ্য বলেছেন:






আপনি জ্ঞানবুদ্ধিসম্পন্ন মানুষ... তাই উল্টোপাল্টা কিছু বললে ধরা খেয়ে যাবার সম্ভাবনাই বেশি... আমি জানি সেটা

খুবই ইচ্ছা রেখেছিলাম প্রোগ্রামে যাবার জন্য... প্রোগ্রামটা হচ্ছেনা শুনে খুবই হতাশ হয়েছি...

আর কিছু না হোক আমার উপস্থিতিতে সংখ্যার ঘনত্বটা কিছুটা বাড়তো বৈকি... ক্ষনিকের জন্য হলেও...

আপনাকে বলে রাখি... আমি অল্পতেই লজ্জা পেয়ে যাই... ঠিক তেমনি আঘাতও পেয়ে যাই...


প্রিয় আরজুপনির জন্য
শুভকামনা...

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:

এতো জ্ঞানবুদ্ধি সম্পন্ন আর হলাম কোথায় বলুন !

হাহা...অল্পতেই লজ্জা পা্ওয়া ভাল...তবে অল্পতেই আঘাত পা্ওয়া ঠিক নয় ...

আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল ।।

৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

হাসান মাহবুব বলেছেন: আমার তো এই আয়োজনই পছন্দ হৈসে! B-)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

ইথাক তুকে মানাইবেরে বেশ, হাসান :D

আপনার মনোবাসনা পুর্ণ হতে যাচ্ছে :(

:(( :((

৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

জনাব মাহাবুব বলেছেন: আমি এবার মিরপুরে বাংলা ব্লগ দিবসে এটেন্ড করবো ইনশাআল্লাহ।


ব্লগ দিবস মানেই মজাই মজা B-)) B-)) B-)) B-)) B-))

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

গত দুইবার ব্লগ দিবসই ছিল আমার ঈদ দিবস ...

আসলেই বেশ আনন্দের সময় লাগে ।

আপডেট দিবেন আশা করছি :D

৩৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সাজিদ ঢাকা বলেছেন: কোন মতামত নাই , , আমি আহত, , বগুড়া গেসিলাম , , অবরোধে আটকায়া যাব তাই বিকাল ৫ টার বাসে উঠে রাত ১২ টায় ঢাকা নামলাম , , এখন দেখি এই খবর , , সেই আবার গৃহ বন্দি হইলাম :( :( :(

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

আমার পুরো একটা বছরের পরিকল্পনা একেবারে ধুলিস্যাৎ :| :( :((

৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩

অদ্ভুত_আমি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আমার তো এই আয়োজনই পছন্দ হৈসে!

সহমত, আমারও পছন্দ হয়েছে :) B-)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

এই আয়োজনটা অবশ্য অনেকেরই পছন্দ ।

তবে আমার মতো হাউকাউ পার্টি ওয়ালাদের সরাসরি অংশগ্রহণের অনুষ্ঠানই .... :(

৩৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

এম মশিউর বলেছেন: এইটা আমার জন্য প্রথম ব্লগ ডে ছিল। কিন্তু দুর্ভাগ্য, দেশের পরিস্থিতির কারণে এমন টি হয়েছে। :(
আগে ব্লগ ডে হলেও তখন আমি ব্লগার ছিলাম না। ভাগ্য মন্দ আপু। :(( :((

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

:(

:(( :((

থাক আমরা আগামীকাল অনলাইনে জম্পেশ আড্ডা দিব... মন খারাপ করবেন না প্লিজ ...

৩৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

পরিবেশ বন্ধু বলেছেন: স্নিদ্ধশোভন সহ আমরা বেশ কয়েকজন ব্লগার আলাদা ভাবে
মিরপুর কালসিট স্মৃতি মিনারে একত্রিত হব ।
সময় বিকাল ৪ টায় ।।
সময় থাকলে আইসেন ।।
শুভহোক ব্লগ দিবস ।।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:

স্নিগ্ধ..বানান ভুল হয়েছে ...ও রাগ করলেও করতে পারে ...

আপনাদের জন্যে শুভকামান রইল...আপডেট জানাবেন আশা করি ।

আর প্রচুর পরিমাণে ছবি শেয়ার করবেন...মিস করবেন না কিন্তু ।।

৪০| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কিছু ব্যাপ্যার তুলে ধরেছেন। ব্লগ ডের শুরুটা আগুনের পরশমনি গান গেয়ে দেশের মঙ্গলকামনায় ও সম্প্রতি নিহতের জন্য নিরবতা পালন করে শুরু হতে পারে।

স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ নিয়ে প্রত্যয়ী আলোচনা হতে পারে।


এছাড়া ব্লগারদের পাস্পরিক সম্প্রীতি শ্রদ্ধাবোধ নিয়ে আলোচনা চলতে পারে।

যেমন খুশি তেমন সাজোতে আমি ভিলেইন কারণ প্রিয় অভিনেতা আমির খান তার ধূম থ্র্রি মুভিতে এন্টি হিরুর রুলে অভিনয় করছেন। আর প্রিয় অভিনেতা ফরীদি তো ছিলেন আনপ্যারালাল ভিলেইন যদিও জিদ ধরেছিলাম তিনি কোন সিনেমার নায়ক না হলে ছবিই দেখবো না। সত্যি সত্যি শ্যামলছায়া ,জয়যাত্রা আর আহা ছবি সিনেমা হলে গিয়ে দেখেছিলাম। তিনটাতেই তিনি পজেটিভ রুল। বারবার ফরীদির কথা মনে পড়ছে কারণ তার মৃত্যুর শোকে আমার ব্লগার হয়ে ওঠা।


চমৎকার পোস্ট ভাল লাগলো ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সামহোয়্যারইন ব্লগেও ইতিহাস বিখ্যাত ভিলেনই আমার সহ আরো অনেকের কাছেই হিরো ;)

শুভকামান রইল , সেলিম ।।

৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

এহসান সাবির বলেছেন: আশা করছি রাতেও জম্পেশ অনলাইন আড্ডা হবে !:#P

আপু ব্লগ দিবসের শুভেচ্ছা রইল ।।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

আরজু পনি বলেছেন:

আশা করছি জম্পেশ আড্ডার ...

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল । !:#P

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৯

অন্তরন্তর বলেছেন:

যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করে কষ্ট বাড়িয়ে লাভ নেই।
ব্লগ দিবস এবার অনলাইন ব্লগ আড্ডা হউক এবং তা সফল
হউক। শুভ কামনা সকল ব্লগারদের।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে ।

যা হয় ভালোর জন্যেই হয়...

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল ।।

৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

ইখতামিন বলেছেন:
শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক শুভেচ্ছা ...

আজকে একটা পোস্ট দিলেই পারতেন ।।

৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

অদৃশ্য বলেছেন:






অল্পতেই আঘাত পাওয়াটা মন্দ নয় কিন্তু... যে আঘাত করতে আসবে সেও অল্পতেই ক্ষ্যান্ত দেবে... তার মনের ভেতরেও দয়ামায়ার উদয় হবে... এটা কিন্তু ভালো দিক...

হৃদয় ভঙ্গুর হলে শব্দের চোখে জল নামে... এ জল কারও কারও মনে সমুদ্রে যাবার স্বপ্ন তৈরী করে...

কথা বলতে ভালো লাগছে তাই বলছি, বিরক্ত হচ্ছেননাতো... সুহৃদটা আবার গর্তে ঢুকেছে...

ভালো থাকুন সর্বদা
শুভকামনা...

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:
এতো সুন্দর করে, এতো আন্তরিকতার সাথে যে কথা বলতে পারে তার কথার বিরক্ত হওয়ার কথা ভাবনাতেও আসে না প্রিয় অদৃশ্য ।।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

আরজু পনি বলেছেন:

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল ...

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপু ব্লগ ডে'র শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক শুভেচ্ছা রইল , রাসেল ।।

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্লগ আড্ডা কিন্তু একটা হয়েই গেলো :)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছে । !:#P

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

৪৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

তানিয়া হাসান খান বলেছেন: শুভকামনা... প্রতিদিনের জন্য। :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

আপনার জন্যেও ।

:)

৪৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

তানিয়া হাসান খান বলেছেন: শুভকামনা... প্রতিদিনের জন্য। :)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

:)

৫০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

কালীদাস বলেছেন: এইবার আমি সিরিয়াসলি হাঁটা দিছিলাম ব্লগডে ধরার লিগা ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

ছোটবেলায় ছিপ ফেলে খুব মাছ ধরার অভ্যাস ছিল ।
তখন থেকেই জানি...ছুটে যা্ওয়া মাছটা সবসময় খুব বড়ই হয় ;)

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল , পিচ্চি স্যার ।।

৫১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

দীপান্বিতা বলেছেন: ব্লগ দিবসের অনেক শুভেচ্ছা :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক শুভেচ্ছা রইল, দীপা ।।

:)

৫২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে সহকারী কোচ টা কে সেটা একটু দেখে আসবেন
Click This Link

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

সাথে খেলা্ও দেখতে আসবো :D

৫৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

কালীদাস বলেছেন: অফটপিকে একটা জিনিষ জিগাই আপনেরে- পোস্টের ডাইনে তলায় ইদানিং নতুন একটা খোয়াব দেখতাছি টপ কমেন্টস/জনপ্রিয় মইন্তব্যসমূহ। এইটা কেমতে হয় জানেন? এইটা কি কেউ মডারেট করে?? অটোমেটিক হয় কেমতে???

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

আরজু পনি বলেছেন:

প্রত্যেকের কমেন্টের এবং জবাবের উপরে লাইক বাটন আছে ;)

অন্যরা পছন্দের কমেন্টে লাইক দেয়, আমি সেই লাইক বাটন অন্য কাজে ব্যবহার করতেছি, আপনারে মেইলে কমুনে B-))

শুভ সকাল B-)

৫৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

কালীদাস বলেছেন: পুরাই অশরম, বেসামাজিক হয়া গেছি, নাইলে গুডমর্নিং কইতে ভুল্লাম কেমনে /:) B:-)

যাউকগা, গুডমর্নিং :-B 8-|

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

আরজু পনি বলেছেন:

গুড মর্নিং পিচ্চি স্যার B-) :-B

৫৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

আরজু পনি বলেছেন:
@এক্সট্রাটেরিস্ট্রিয়াল স্বর্ণা : আপনার ব্লগাড্ডা পোস্টটা ড্রাফটে দেখে খুব মর্মামহ হলাম, ভেবেছিলাম পোস্টটা এই পোস্টে এ্যাড করে দিব, তা আর হতে দিরেই কই #:-S

৫৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুতে মডুদের কাছে রিপোর্ট করলেও কাজ হয় না। আমার নামে শত শত অশ্লীল মন্তব্য। মডুরা মনে হয় রিপোর্ট খুলে চোখ বন্ধ করে রাখেন। উনারা আছে উনাদের ব্রোদের নিয়ে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

কোথায় ?

আমিতো ইদানিংএর কিছুই জানি না এসব !

বলবেন কি দয়া করে ...

তারপরও ড্রাফটে সব পোস্ট নেয়াটা সাপোর্ট করতে পারলাম না ।

৫৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

কালীদাস বলেছেন: আইজকা পারলাম - গুড মর্নিং!!

আজকে কেউ পিটলেও বাসার ৫০ গজের বাইরে যামু না! কালকে পুলিশে একবারও ধরে নাই বইলা আজকে ছাইড়া দিব আশা করা ঠিক না B-)) রিকশার পাইলটে অবশ্য কইছিল আমারে ধরব না, আমার চেহারা নাকি ভাল মানুষ টাইপের :#>

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

সকালে এক মিনিটের জন্যে উঁকি দিয়ে আপনার লজ্জা রাঙা মুখটা মনে ছিল...


আমারে ধরেনি, কিন্তু রাস্তায় ছাড়ে নি :(



৫৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, পোষ্ট ওই কারণে ড্রাফট করা হয় নি।

কয়টা দেখাবো? উনারা কখনই আমার কোনো রিপোর্ট দেখে বলে মনে হয় না। আপনার এখানে ব্যাপারটা বলার জন্য দুঃখিত।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

না, দুঃখিত হবেন কেন ?

মন খারাপ হলেতো কারো কাছে বলতেই পারেন ।
আর আমার কাছে বলাতে সত্যিই কৃতার্থবোধ করছি ।

আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি, যারা বাজে কথা বলে তাদের ইগনোর করতে হয়...আর ফিডব্যাকে স্ক্রিণশট সহ রিপোর্ট ।

তাতে কাজ না হলে, ফিডব্যাকে রিপোর্টের পাশাপাশি জানার কাছেও মেইল করা ।

আর নিজের মতো করে ব্লগিং করে যাওয়া ।


আপনার নতুন প্রোপিকটা ভাল লাগছে ।

৫৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

লেখোয়াড় বলেছেন:
ব্লগডে'র উদ্দেশ্য কি?

আপনার সমস্যা কি?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

আরজু পনি বলেছেন:

নোটিশবোর্ডের পোস্টটা দেখতে পারেন ।

আমার সমস্যা বলতে কি ধরনের সমস্যাকে বুঝিয়েছেন সেটা বুঝিনি ।

শুভেচ্ছা রইল ।।

৬০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

ড্রাকুলার রক্ত বলেছেন: সুন্দর চিন্তা ভাবনা

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আপনাকে ।।
শুভেচ্ছা রইল ।

৬১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

অন্তরন্তর বলেছেন:
শুভ হউক ২০১৪।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, অন্তরন্তর ।

আপনার জন্যের শুভ হোক নতুন বছর ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.