নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

পদ্যপাতা : টিন বয়সের কবিতারা : মা, মাটি, মুক্তিযুদ্ধ

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০



স্কুল জীবনে লেখা প্রথম কবিতাটা শিশু একাডেমি থেকে প্রকাশিত 'শিশু' পত্রিকায় প্রকাশিত হয়েছিল ক্লাস ফোরে (সিক্সেও হতে পারে) থাকতে । খুব যে আহামরি কিছু হয়েছিলো তা কিন্তু নয় । কিন্তু কেন ছেপেছিল জানি না । সেই কবিতা (ছড়া) লেখার মূল অনুপ্রেরণা ছিল আমার মায়ের প্রিয়, মহা সুন্দরী (মায়ের ভাষ্যমতে), মৃত (মায়ের পিঠাপিঠি বড় ), কবি বোন বিয়ের পর সন্তান জন্ম দেবার সময় যিনি আর কবিতা না লিখেই এই ধরাধাম ত্যাগ করেছেন । যাকে আমরা কখনও দেখিনি । ছোট বেলা থেকে শুধু মায়ের মুখেই তার কথা শুনে শুনে তার একটা মায়াময় চেহারা আমরা এঁকে ফেলেছিলাম আমাদের মানস পটে ।



সেই না দেখা খালার কবি প্রতিভায় অনুপ্রাণিত হয়েই মূলত কবিতা লিখার আগ্রহ পেয়েছিলাম । অপরিণত বয়সে অপরিপক্ক লেখা পরিপক্ক কবি, পাঠকদের কাছে নস্যি...কিন্তু তার পরও মনে হলো লেখা গুলো কয়েকটি করে শেয়ার করি ।



প্রশ্ন ?



মাগো যুদ্ধ কেন হয় ?

কেন নয়- এ পৃথিবী শান্তিময় ?

আমরা কি চিরকাল

শোষিতই থাকব ?

সুখের আশা কি শুধু

মনের মাঝেই রাখব ?

(১৭)৫৭-তে যে স্বাধীনতা হারিয়েছিলাম

(১৯)৭১-এ কি তা ফিরে পেলাম ?



পরিবারে নিপীড়ন, সমাজে সন্ত্রাস

কারো কারো জেগে উঠে

দেশাত্ববোধ অকস্মাৎ ।

বক্তৃতা, মিছিল আর ধর্মঘট, অনশন

করে না তো সামাধান

বাড়ে শুধু টেনশন ।

স্বার্থের খাতিরে একত্রিত জনতা

স্বার্থ ভেঙ্গে গেলে

রয়নাতো একতা ।

একথায় সেকথায় এতোদূর এগুলাম

সবশেষে ধুরছাই পয়েন্টটাই হারালাম ।।







(গুলিবিদ্ধ সৈনিকের আত্নকথন)



হঠাৎ কী যেন মনে হলো-

মনে হলো কোথায় যেন হারিয়ে যাচ্ছি আমি ।

আমার হাতটা -

আমার হাতের L.M.G ছিল কাঁধে ।

কিন্তু হাতটা ঝুলে পড়ে গেল মাটিতে

না না ওটা মাটিতে পড়লে চলবে কেন ?

যারা আমার মায়ের সামনে তার আদরের ধন

আমার ভাইকে কুকুরের মত কুরে কুরে মেরেছে

যারা আমার বাবার সামনে তার সোনামনি

আমার বোনটির সম্ভ্রম হরণ করেছে ।

আমি, হ্যাঁ হ্যাঁ আমি

আমি প্রতিশোধ নেব ।

আমি প্রতিশোধ নেব-ঐসব পশুদের,

যারা মানুষরূপি পশু ।

ওদের কি মা-বোন নেই ? বাপ-ভাই নেই ?

ওরা কি ওদের সম্মান করে না ? স্নেহ করে না ?

না না ওরা তো পশু

ওদের ভেতর মনুষত্ববোধ নেই ।

আমার কন্ঠ রোধ হয়ে যাচ্ছে কেন ?

বুকের পাজরের নিচে ব্যাথা

উহ্ !

আহ! এ যে রক্ত !

আমার হাতে রক্ত !

আমার শার্টে রক্ত !

চারদিকে এতো অন্ধকার কেন ?

আলোটা জ্বেলে দা্ও-

সূর্য কি ডুবে গেছে ?

আকাশে কি চাঁদ নেই ?

আমার L.M.G টা হাতে নিই ।

আমাকে যে প্রতিশোধ নিতে হবে

হ্যাঁ আমি প্রতিশোধ নেব ।

আমার মা-বাবা, ভাই-বোনকে

হারানোর প্রতিশোধ - আঃ আহঃ !







রংধনু



রংধনুর ঐ সাত রং

সাতটি বীরের প্রতীক ?

এই নিয়ে যে সারাক্ষণই

ভাবছে বসে আতিক ।

দুপুর বেলা ডাকছে মা তার

ভাত যে খেতে হবে-

খেতে বসলে রংধনু কি

আকাশটাতে রবে ?

রংধনুর ঐ লাল রং কি

সাতটি বীরের রক্ত ?

স্বাধীন করে বাংলাদেশকে

তাদের নাম হবে কি পোক্ত ?

এতো কিছু ভেবে তবুও

(আতিক) কিছুই খুজেঁ পায় না ।

সাতটি বীরের কথা সবই

জানা যে তার হয় না ।







[ছবিটা আমার স্কুল বয়সের কবিতার ডায়েরির কভার থেকে তোলা ।আর কবিতাগুলোও সব স্কুলে থাকতে লিখা । দেশের বর্তমান পরিস্থিতির রাজনীতির সাথে এর কোন সম্পর্ক নেই । কবিতাগুলো থেকে কিছু কবিতা বেছে নিলাম ক্যাটাগরি করে । কবিতার ভুল মার্জনা আশা করলেও গঠনমুলক সমালোচনা কৃতজ্ঞতার সাথে গ্রহণীয়, তবে বানান ভুল দেখলে ধরিয়ে দিতে কার্পণ্য না করার অনুরোধ করা গেল ।]

মন্তব্য ১০৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

লেখোয়াড় বলেছেন:
+++++++++++++++++++
Net Valo na,
tai kotha bola jacche na

thanx

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
ইয়া মাবুদ !
ভেবেছিলাম এই সব অপরিপক্ক ছাই পাশে কমেন্ট পড়তে রাত পার হয়ে যাবে ।

...কৃতজ্ঞতা রইল লেখোয়াড় ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুব সুন্দর হইসে আপি :) সাথে দিয়ে গেলাম ++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:
পাঠে অনেক অনেক ধন্যবাদ আনারুল ।

:)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

লেখোয়াড় বলেছেন:
Na porei comment koreci, pore kotha bolbo.

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

হাহাহা
আচ্ছা ঠিক আছে...
অপেক্ষা করবো ।

ভালো থাকবেন ।।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: স্কুল জীবনে লেখা প্রথম কবিতাটা শিশু একাডেমি থেকে প্রকাশিত 'শিশু' পত্রিকায় প্রকাশিত হয়েছিল ক্লাস ফোরে -
এটা কোনটা???

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:
সেই ছড়াটা দিইনি এখানে...
ওটা মায়ের কাছ থেকে খালার কথা শুনে লেখা ছিল ।

পাঠে অনেক ধন্যবাদ খেয়া ঘাট ।।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

খেয়া ঘাট বলেছেন: ক্লাস ফোরে থাকতে আমার একটা ছড়া ছাপা হয়েছিলো একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকায়। পত্রিকার নাম ছিলো- সাপ্তাহিক বিক্রম। সম্পাদক ছিলেন মাসুদ মজুমদার। কী সে অনুভূতি।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

সেই অনুভূতি যে কী...সত্যিই আমি এখনও খুব সজতনে লালন করি সেই স্মৃতি ।

তবে আপনার লেখার ধার দিনদিনই বাড়ছে ।
আপনার অনেক নাম হবে সে খুব জানি ।
অনেক শুভকামনা রইলআপনার জন্যে ।।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইতো বলি আরজুপনির লেখায় এত টানে কেন! আগে বলে রাখার ভাল ভক্ত খুজে পাওয়া কঠিন ভক্ত জুটে। আপনার যে লিখনীর হাত পাকা আমার আগে থেকেই মনে হয়েছিল। তাই পড়তে মিস করিনা।
মন্তব্য হয়তো বিষয় ভিত্তিক করতে পারিনা না বুঝার কারণে।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

হি হি...

আমি সত্যিকারের ভাল লেখা আসলেই লিখতে পারি না যে, সে আমি বেশ ভাল করে বুঝি ।
তারপরও ব্লগে লেখা প্রকাশ করি মূলত সহব্লগারদের ভালোবাসা , অনুপ্রেরণা পাই বলেই ।

এতো সুন্দর করে বলার জন্যে অনেক কৃতজ্ঞতা সুজন ।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: বাহ্ বেশ তো......!!

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:
অনেক কৃতজ্ঞতা রইল সাবির ।
শুভকামনা সবসময়ের ।।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইতো বলি আরজুপনির লেখায় এত টানে কেন! আগে বলে রাখার ভাল ভক্ত খুজে পাওয়া কঠিন ভক্ত জুটে। আপনার যে লিখনীর হাত পাকা আমার আগে থেকেই মনে হয়েছিল। তাই পড়তে মিস করিনা।
মন্তব্য হয়তো বিষয় ভিত্তিক করতে পারিনা না বুঝার কারণে।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

অনেক শুভকামনা রইল, সুজন ।।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, সুমন ।
অনেক ভালো থাকুন সবসময়ই ।।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

মামুন রশিদ বলেছেন: কবিতা লেখা ছাড়লেন কেন আপু? এত ছোট বয়সে কি সব দারুণ কবিতা লিখেছিলেন । আবার শুরু করে দেন ।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:
কবিতা আসতে হয় স্বতঃস্ফূর্তভাবে...আমার এখন আগের মতো কবিতা আসে না ।

স্কুলের গন্ডি পার হয়ে কলেজে অল্প কিছু লিখেছিলাম, তবে ভার্সিটিতে কিছু লেখা হয় নি, বিএনসিসি আর রোটারেক্টে খুব বেশি পরিমানে সময় দেয়ার কারণে ।
ভালো লাগলো জেনে আনন্দিত এবং কৃতজ্ঞতা রইল, মামুন ।
অনেক ভালো থাকুন ।।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

নীল কথন বলেছেন: জমজমাট কবিতা। এতোটুকুন থাকতেই দেখি পাকা হাত।
একপুকুর মুগ্ধতা রেখে গেলাম।
সম্ভবত সামুতে আপনার বগ্ল বাড়িতে আমার প্রথম কথন। সতত ভালো থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:

আমার ব্লগ পাঠে স্বাগতম নীল কথন ।

অনেক দারুণ মন্তব্যে আমি নিজেও মুগ্ধ ।

অনেক অনেক শুভকামনা জানাই ।।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

বেঈমান আমি. বলেছেন: আমি তো ভাবলাম ছোটবেলার লেখা কবিতা। ;)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

:||

শিরোনামে এবং শুরুতে ও শেষে বলে দিয়েছি মোটামুটি বিস্তারিত ।


অনেক শুভেচ্ছা রইল, বেঈমান আমি.

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০

আই লাভ ইউ, ম্যান বলেছেন: কবিতা আমি কোনকালেই বুঝি না :(

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

আরজু পনি বলেছেন:

হি হি
আমি নিজেও অনেকবছর কবিতা থেকে দূরে ছিলাম...তখন আমারও এমন মনে হতো । তবে ব্লগ থেকে সেই আগ্রহটা আবার একটু একটু ফিরে পাচ্ছি ।।

আপনার হয়তো কোন এক সত্ত্বা দারুণ কবিতাপ্রেমি, 'আই লাভ ইউ, ম্যান' এর সাথে যার কোন যোগাযোগ নেই ।
আমার এগুলো কবিতার কাঠিন্য বর্জিত কম বয়সে লেখা, সহজ সরল কবিতা । কাজেই বুঝবেন সহজেই ।

অনেক শুভ কামনা রইল ।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতাগুলো খুব সুন্দর হয়েছে আপু।

রংধনুর ঐ সাত রং
সাতটি বীরের প্রতীক ?
এই নিয়ে যে সারাক্ষণই
ভাবছে বসে আতিক । ++++++

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

আরজু পনি বলেছেন:
ওই বয়সে খুব ছন্দ আসতো কেমন করে বুঝি না...

তবে শেয়ার করে আর আপনাদের মতামত পেয়ে সত্যিই সেই বয়সের অনুভুতি হচ্ছে...

পাঠে অনেক কৃতজ্ঞতা রইল, তনিমা ।।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: বেশ। ছোট্ট বেলার কবিতা।এই তাহলে রহস্য। তাইতো বলি আরজুপনি আপুর ভেতরে কবি বাস করে। আজ তো ঠিকই ধরা খেলেন।

চমৎকার কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আরজুপনিআপু । :)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

আরজু পনি বলেছেন:
ছোটবেলায় গীতিকার হবার সাধ কিছুদিনের জন্যে মাথা চাড়া দিয়েছিল, তবে সেটা খুব অল্প কিছুদিন টিকেছিল ...

কবি বাস করে কি না জানি না, তবে কথারা বাস করে...অন্যেরা ধারালো ভাবে প্রকাশ করতে পারে, আমি পারি না...

তারপরও আপনাদের অনুপ্রেরণায় ব্লগে প্রকাশ করার সাহস পাই ।
পাঠে অনেক কৃতজ্ঞতা জানবেন সেলিম ।।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বাবু বয়স থেকেই তো তুমি বিরাট কবি রে ! দারুণ লেখাগুলো !

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

আরজু পনি বলেছেন:


আপনার মতো বড় কবির এই মূল্যায়নে দারুণ লাগছে সত্যিই ।
অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা রইল ।।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

শায়মা বলেছেন: বাহ বাহ আপুনি!!


এখন আর কবিতা লেখোনা কেনো বেশি বেশি।:(

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

আরজু পনি বলেছেন:

কাব্য চর্চার সময়ই তো পাই না ...

মাথা এতো ব্যস্ত থাকে যে, এই ব্যস্ত মাথায় কবিতারা আসতে চায় না #:-S

অনেক শুভকামনা রইল, আপনার জন্যে ।।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এত পুরান জিনিস এখনও আপনার কাছে আছে সেটা তো একটা দারুণ ব্যাপার!

পড়ে ভালা লাগছে !


আপনার সেই না দেখা খালার কবিতা কালকশনে থাকলে শেয়ার দিয়েন

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

আরজু পনি বলেছেন:

স্কুল জীবনের কয়েন বক্স,স্ট্যাম্প বুক আর এই কবিতার ডায়েরিটা কাছ ছাড়া হয় নি কখনও ।
কীভাবে কীভাবে যেন এরা রয়ে গেছে, পড়ে থাকে আলমারির কোনায় তবু্ও আমার কাছ ছাড়া হয় না... ।
নাহ্ খালার লিখিত কোন কিছু সংগ্রহে নেই ।
তবে শ্রদ্ধা, কৃতজ্ঞতা সেই না দেখা খালাকেই ।
পাঠে অনেক ধন্যবাদ জানাই...শুভকামনা রইল ।।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

সামাইশি বলেছেন: স্কুলের কাব্য প্রতিভা সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে। শুভেচ্ছা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

আরজু পনি বলেছেন:

আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম, অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩২

সায়েদা সোহেলী বলেছেন: কবিতা গুলো স্কুল পড়ুয়া কোন কিশোরীর মনেই হচ্ছে না !!
শুধু প্রশ্নবোধক আবেগ গুলো ছাড়া , আমরা যত প্রাপ্তবয়স্ক হতে থাকি প্রশ্ন কমে যায় , কমে যায় জানা বুঝার আগ্রহ তাই নাহ! !??

ভালো লেগেছে ছোট্ট পনি আপুর লেখা

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

আরজু পনি বলেছেন:


শুধু প্রশ্নবোধক আবেগ গুলো ছাড়া , আমরা যত প্রাপ্তবয়স্ক হতে থাকি প্রশ্ন কমে যায় , কমে যায় জানা বুঝার আগ্রহ তাই নাহ! !??
...দারুণ খেয়াল করেছেন তো !

আমি অবশ্য এগুলোর কিছুই না বদলিয়েই ব্লগে প্রকাশ করেছি ।
তবে লাইনের বিন্যাসটা ডায়েরিতে যেমন ছিল তেমন রাখতে পারিনি...সবই সোজাসুজি চালাতে হয়েছে ।

খুব সুন্দর মন্তব্যের জন্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইল...
ভালো থাকুন সবসময়।।

২১| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩১

আকিব আরিয়ান বলেছেন: বাউরে বাউ! এক্করে ছোটবেলা থাইক্কায় এত্ত কঠিন কবিতা লেখতেন!

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

আরজু পনি বলেছেন:

হাহা
আপনার মন্তব্যটি বেশ জীবন্ত মনে হচ্ছে...পাঠে অনেক কৃতজ্ঞতা রইল ।

ভালো থাকুন সবসময়ই ।।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, বেশ চমৎকার !
আপনি দেখি ছোটবেলা থেকেই অনেক ম্যাচিওর্ড || :-B

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

দারুণ মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল :D
ভালো থাকুন খুব ।।

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনি চমৎকার লিখছেন , সামনে আরও চমৎকার কিছুর আশায় । শুভেচ্ছা

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

আরজু পনি বলেছেন:

এগুলো অনেক বছর আগের...সামনে কী করবো কিছুই বলা যায় না, তবে আপনাদের অনুপ্রেরণায় লেখার আগ্রহ পাচ্ছি...

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক সাজানো আপনার লেখা

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

আরজু পনি বলেছেন:

কমপ্লিমেন্টে অনেক কৃতজ্ঞতা রইল ।

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

বৃতি বলেছেন: স্কুল লাইফে এত কঠিন কবিতা?!! মুগ্ধতা রেখে গেলাম আপু।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক কৃতজ্ঞতা রইল ।
ভালো থাকুন সবসময় ।।

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

ইখতামিন বলেছেন:
মন্তব্য করতে ভয় ভয় লাগে

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন:

আচ্ছা ভয় কমলে আবার এসে বলে যাবেন আশা করি ।
হাহাহাহা

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

পি কা চু বলেছেন: অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে প্রথমটা। আমি তো নতুন মন্তব্যকারী + কিভাবে দেয় জানিনা :( জানা থাকলে দিতাম।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

আরজু পনি বলেছেন:

ইদানিঙ লাইক পাওয়া মানে অনেক কিছু ।
তারপরও বললেন জেনে খুব ভালো লাগছে ।
অনেক শুভকামনা রইল ।।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি, হ্যাঁ হ্যাঁ আমি
আমি প্রতিশোধ নেব ।
আমি প্রতিশোধ নেব-ঐসব পশুদের,
যারা মানুষরূপি পশু ।


কাব্য চেতনায় ছিল
আপনার বসবাস,
ছিল দৃপ্ত শপথ
মারিবারে সর্বনাশ..

অনেক ভালোলাগা ++
অনেক ধন্যবাদ ।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

আরজু পনি বলেছেন:

বাহ আপনিতো দারুণ !

কবিতায়ই আপনার বসবাস ।

পাঠে অনেক কৃতজ্ঞতা রইল ।

ভালো থাকুন অনেক অনেক ।।

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: আমি হইলাম লেট ব্লুমার। ছোট বয়সে কবিতা-ছড়া যারা লেখে তাদেরকে মনে হতো ভিনগ্রহের মানুষ। তাই পার্থিব এই আমি কখনও চেষ্টাও করতাম না। ক্লাশ নাইনে থাকতে আমাদের ঘরোয়া ব্যান্ড(!) এর জন্যে গান লেখার চেষ্টা করেছিলাম। কিন্তু পরিণতি খুবই লজ্জাস্কর। ডায়েরির পাতাগুলো ছিড়েই ফেলেছি। এখন খুব আফসোস হয় ঐ লেখাগুলোর জন্যে। আমার ছন্দের হাতখড়ি ১৭ বছর বয়সে। ১৯৯৮ সালে।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আমার একবার গীতিকার হবার শখ হয়েছিল , একটা লিখেছিলামও ...ওই পর্যন্তই ।
ভাবলে এখনও হাসি পায় । তবে ডায়েরির পাতা ছিড়েঁ ফেলাটা ঠিক হয় নি । ওটা থাকলে এখন স্মৃতির পাতা থেকে আমরা কিছু লেখা পেতাম ।

আপনার কবিতাতো অনেক বেশি ভালো...মাঝে মাঝে কবিতা লিখেন না কেন জানি না...কবিতায় আরেকটু নিয়মিত হতে পারেন ।

অনেক শুভেচ্ছা রইল ।।

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

মোঃ ইসহাক খান বলেছেন: স্মৃতিচারণের পদ্ধতিটি ভালো। অনেক দিন পেছনে ফিরে যাওয়া।

কবিতাগুলো পড়তে বেশ। কিছু কিছু জায়গায় আবেগ খানিকটা বেশী, তারপরও কাঁচা হাতের লেখা না বলে খুব সুন্দর বলে কয়েকটাকে স্বীকৃতি দেয়া যায়।

শুভকামনা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, বেশ অনেকগুলো বছর পেছনে ফিরে তেমনই অনুভব করা ।

আমি আসলে কবিতা লেখার নিয়ম কানুন সেই বয়সেতো জানতামই না...এই বয়সেও জানি না, তাই যা মনে আসে তাই লিখি...আর সেগুলিকেই কবিতা বলে চালানোর চেষ্টা করি ।

আপনার স্বীকৃতি পেয়ে ভালো লাগছে ।
পাঠে অনেক কৃতজ্ঞতা রইল ।
অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

সকাল রয় বলেছেন:
শুরুতেই আপনি ভালো শব্দ নিয়ে লিখতে পেরেছেন।
কবিতা পড়ে আমার মতো সাধারণ পাঠকের দৃষ্টিতে মনেই হলোনা অপরিপক্ক । আমি ২য় শ্রেনীতে পড়ার সময়ই কবিতা লিখেছিলাম। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তির জন্য যদিও সেসবে হাজারটা ভুল!
পরবর্তি সময়ে কবিতা নিয়ে কোন ভাবনা ভাবিনি। লেখালেখি নিয়েও নয়। কিন্তু কলেজে নাটক লিখতে গিয়ে গল্প লিখেছিলাম। সেটা নিয়ে অনেক হাসাহাসি। নাটক লেখা হলো। মঞ্চস্থ হলো। পরবর্তিতে ছিটকে পড়লাম লেখালেখি থেকে। তারপর আবার একদিন গল্প লিখতে বসলাম।

ছাই পাশ দিয়ে ডায়েরী ভরলাম। একদিন পুড়িয়ে দিলাম। তারপর কবিতা লিখলাম বিজয় দিবসে প্রকাশিত হলো এরপর বেশকিছু লিটিলম্যাগে প্রকাশ হলো। এক কবি কটুক্তি করলে ছেড়ে দিলাম কবিতা। গল্প লিখলাম নতুন করে। কয়েকজনের ভালো লেগে গেল, গল্প নিয়ে গল্পামিতে পুরস্কার, কবিতা নিয়ে কাবতামিতে পুরস্কার ব্যাস আর কিছু করার ভাবনা ছেড়ে দিয়ে এখন লিখছি নিজের জন্য। ব্যাস চলছে এখনো
হয়তো চলবে।



আপনার কবিতা পড়বার পর মনে হলো ইশ! এমন লেখার হাত থাকলে কত সুন্দর সব কবিতা বেরুত আহা!

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪

আরজু পনি বলেছেন:

আপনি তো তাহলে আজন্ম কবি ! দারুণ !

টিন এজে সব কিছু নিয়েই লিখতাম...এখন বিষয় বদলে গেছে, তাই কবিতারা সেভাবে আসার সুযোগ পায় না ।

ভালো লাগলো আপনার দারুণ স্মৃতিচারণে ।।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

অন্তরন্তর বলেছেন:


একটা ব্যাপার খেয়াল করলাম সামুতে অনেকে
আছে গল্প, কবিতা দুটোতেই সমান পারদর্শী।

আপনার কবিতায় মনে হয়নি এটা সেই ছোটবেলার
কবিতা। বেশ ভাল লাগল এবং আরও কিছু কবিতার
আশায় রইলাম। শুভ কামনা।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ...

হাসান , অপর্ণা, ইসহাক, কান্ডারী, জুন আপা, সমুদ্র কন্যা, টুম্পামনি সহ এমন অনেকেই আছে যারা উভয় দিকেই দারুণ লিখেন ।

আমার এগুলো আপনার ভালো লাগলো জেনে কৃতার্থ হলাম ।
অনেক ভালো থাকুন অন্তরন্তর ।।

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি তো ছোট থেকেই দারুন লিখতেন দেখা যাচ্ছে।
এই সময়ে এসেও কবিতাগুলো দারুন।

আমি জীবনের ফার্স্ট কবিতা লিখার জন্য চেষ্টা করি ২০০৮ এর শেষ দিকে :)

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

আরজু পনি বলেছেন:

পরের দিকে লেখা শুরু করাই ভাল, তাহলে কন্টিনিউ থাকা সম্ভব হয়...আমিতো আর সেই আমিতে নেই আমি :(

দূর্জয় কবির জন্যে অনেক শুভকামনা রইল ।।

৩৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: যা বুঝলাম আপু আপনার জন্ম হয়েছে কবি হবার জন্য !
চিন্তা করে দেখবেন কিন্তু ! :)
শুভকামনা সব সময়ের !

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

আরজু পনি বলেছেন:

আমার জন্ম হয়েছে বিদ্রোহ করার জন্যে :|
সাম্য প্রতিষ্ঠার যুদ্ধে সম্মুখ সমরের প্রতিনিধিত্ব করার জন্যে ...
তাই নিয়েই যদি লিখতে পারতাম ...এখন আর কথারা আসে না :(

৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাবারে! আপু! আপনি ছোট কালেই এই কবিতা লিখেছেন! গ্রেট!

আমি ছোট কালে এই সব কিছুই বুঝতাম না। ভার্সিটি লাইফে ছ্যাকা জাতীয় জিনিসের সাথে পরিচিত হবার পর আমার লেখক স্বত্তা জাগ্রত হয়েছে। অবশ্য বাঙলী পুরুষরা দু চারটা ছ্যাকা না খাইলে লেখক হইতে পারে না। :( :P

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
মন্তব্য পড়ে হাসতেই আছি ...

ছ্যাঁকার মধ্যে সৃজনশীলতা নিহিত থাকে" :P

ছ্যাঁকা প্রজন্মের লেখকের জন্যে অনেক শুভকামনা রইল ।

৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাহ্! বেশ চমৎকার তো!



অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪১

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক কৃতজ্ঞতা জানাই দেশ প্রেমিক বাঙালী ।
আপনার এবং আপনাদের জন্যে অনেক শুভেচ্ছা রইল ।

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

সায়েম মুন বলেছেন: আপনি তাহলে ছোটকাল থেকেই ট্যালেন্ট। #:-S

কবিতা খুব ভাল হয়েছে তো।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

বাহ্, সামুর কবি বরের কাছ থেকে এমন সার্টিফিকেট পেয়ে বেশ ভালো লাগছে ।

অনেক অনেক ধন্যবাদ রইল কবি ।। :D

৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

মাহমুদ০০৭ বলেছেন: বাপরে ! টুইন্না কালেই ত দেখি আপনি খুব ভাল লিখতেন।
খাইছে , কবিতা লিখা কেন ছাড়লেন আপু ? চর্চা চালাইলে অনেক ভাল করতেন ।

ভাল থাকবেন আপু ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

একেবারে আর টুইন্না ছিলাম কৈ ? #:-S

প্রাইমারী পাশ সার্টিফিকেট ততদিনে ২/৩ বছরের পুরনো হয়ে গেছে :D

ভালো লেগেছে জেনে অনেক কৃতজ্ঞতা , মাহমুদ...
অনেক ভালো থাকুন ।।

৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

লেখোয়াড় বলেছেন:
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪, ৩১ পৌষ ১৪২০, ১২
রবিউল আউয়াল ১৪৩৫
..................

এটা বলার অর্থ কি?

আচ্ছা, ব্লগার সকাল রয় তার শেষ পোস্টটি আপনাকে উৎসর্গ করেছেন, দেখছেন কি? যদি না দেখে থাকেন তো একটি ধন্যবাদ দিয়ে আসবেন কি, দয়াকরে?

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
এটা আসলে বাংলা আর হিজরি সন আর তারিখের হিসাব মনে রাখতে ...

সকাল রায়য়ের পোস্টটা মিস করেছি ।
অনেক কৃতজ্ঞতা রইল খবরটা দেবার জন্যে ।।

৪০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

আমি তুমি আমরা বলেছেন: ভালইতো

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল ...তুমি...।
শুভকামনা সবসময়ের জন্যে ।।

৪১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

আদম_ বলেছেন: "আমি যদি কবি হইতাম, তবে কবিতা লিখিয়া ইহার প্রতিদান দিতাম"
আমার অতি প্রিয় একটা ডায়লগ (রবিবাবুর কাছ থেকে ছিনতাই করা)।

কপিতা লিখেছিলাম কয়েকটা। কিশোর বেলায়, একসাথে ডজন খানেক প্রেমে পড়ে, গোটাদুয়েক লিখেছিলেম বোধহয়। একই কবিতাতে একজনের হাসি তো আরেকজনের চাহনির বর্ণণা ছিলো। বোধোদয় হবার পর সেগুলো পড়ে মনে হলো; কবিতা আইন বলে কিছু থাকলে, সে আইনে আমার ফাসি হওয়া উচিত। যেহেতু আমার সামান্য হলেও বিবেকবোধ আছে তাই আর সে অপচেষ্টা করিনা। ধন্যবাদ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

আরজু পনি বলেছেন:
আমি নিজেকে কবি মনে করি না কখনও...তার জন্যে যে সাধনা, যোগ্যতা তার কিছুই আমার মধ্যে নেই ।

তবে ভালো লাগলো আপনার স্মৃতিচারণ ।
ভাগ্যিস ব্লগ ছিল, তাইতো জানতে পারলাম :P

অনেক শুভকামনা রইল, আদম ।।

৪২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

ইখতামিন বলেছেন:
বুধবার, ১৬ জানুয়ারি ২০১৪, ২ মাঘ ১৪২০, ১৪
রবিউল আউয়াল ১৪৩৫ রাত ৯:১০

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

আরজু পনি বলেছেন:

শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪, ৫ মাঘ ১৪২০, ১৬ রবিউল আউয়াল ১৪৩৫


:D

৪৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: যে পাখি উড়াল দিতে চায় সে পরিপক্ব হয়ার আগেই ধরফর করে

আপনি মাসাল্লাহ বাবু কাল থেকে কবি

কবিতা ভালো লাগলো

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

আরজু পনি বলেছেন:

হাহা
বেশ বলেছেন...তবে কিছু পাখি বেশি উড়তে যেয়ে ঝড়ের কবলে পড়ে ডানা ভেঙ্গে পড়ে থাকে ধুলোয়...

অনেক ধন্যবাদ এতো সুন্দর করে বলার জন্যে ।
ভালো থাকুন সবসময়ই ।।

৪৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

আদম_ বলেছেন: ভাগ্যিস ব্লগ ছিলো তাই বাংলা, ইংরেজি, আরবী তারিখ জানতে পারলাম (দাত কেলানো হাসি ও আনন্দে পা নাচানাচির ইমো হৈবে)।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

=p~ =p~ =p~

সোমবার, ২০ জানুয়ারি ২০১৪, ৭ মাঘ ১৪২০, ১৮ রবিউল আউয়াল ১৪৩৫

৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

টুম্পা মনি বলেছেন: অনেক চমৎকার লেখা।

আপু আমাকে চিনতে পেরেছেন। আপু আমাকে চিনতে পেরেছেন? আমি টুম্পা মনি। উই য আগে সামুতে লিখতাম সেই টুম্পা মনি। B-) B-) B-)

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

হই বালিকা, এই লেখাতো আমার আগের বয়সের, সেই বয়সে যেতে চাইলে তার আগের জন্মের পরিচিয় দিতে হবে B-))


টুম্পামনি, আমি একদম সময় পাচ্ছি না ব্লগের জন্যে :((

৪৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

টুম্পা মনি বলেছেন: হই বালিকা, এই লেখাতো আমার আগের বয়সের, সেই বয়সে যেতে চাইলে তার আগের জন্মের পরিচিয় দিতে হবে =p~ =p~ =p~ =p~

আমি ভেবেছিলাম সময় বোধয় শুধু আমিই পাচ্ছি না। এখন তো দেখছি অনেকে আমার সঙ্গী। আজকে রিটেন শেষ করেই ব্লগে দৌড়ে আসলাম। আর এসেই পুরনোদের ব্লগে ভিজিট। কিন্তু যেয়ে দেখেই অনেকের রিসেন্ট কোন লেখা নেই। সব্বাই ব্যস্ত। :( :( :( :(

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

:( :( :(


মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪, ৮ মাঘ ১৪২০, ১৯ রবিউল আউয়াল ১৪৩৫

৪৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

ইখতামিন বলেছেন:
এইটার কথা বলেছেন?

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

আরজু পনি বলেছেন:
কি দিলেন !



:| :||
কিছুইতো বুঝলাম না ।

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫

ইখতামিন বলেছেন:
আপনি বলেছিলেন,

অফটপিক:
এনিমেটেড ছবি ব্লগে দেয় কিভাবে ? আগে জানতাম, ভুলে গেছি

আমি কনফার্ম হওয়ার জন্য এই ছবি দিলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

এটাতে তো কনফার্ম আপনি হয়েছেন কি না জানি না, তবে আমি বুঝিনি কিছুই...কারণ কোন তথ্য নেই কীভাবে কী করতে হবে :|

৪৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

ইখতামিন বলেছেন:
আপনি আমার যেই পোস্টে মন্তব্য করে জানতে চেয়েছিলেন, আমি সেখানেই এই ব্যাপারে তথ্য দিয়েছিলাম। আপনি তো আর আমার ব্লগেই যাননি। :( :(

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

আরজু পনি বলেছেন:

যাচ্ছি এখনই ...

৫০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: অসাধারন!!!

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

অনুপ্রেরণাদায়ী মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল ।।

৫১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

ক্লান্ত তীর্থ বলেছেন: সেই বয়সেই এই??

এই বয়সে তাহলে "সেই"!


শুভকামনা আপু!

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

সেই বয়সের এইকে ধরে রাখতে পারিনি ... এখন আর তখনকার মতো আসে না :(

অনেক ধন্যবাদ জানাই ক্লান্ত তীর্থ...আমার স্মৃতিময় পোস্টটা পড়ার জন্যে ।।

৫২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

অদৃশ্য বলেছেন:






ভাবছিলাম আপনি কোন কোন ছদ্দবেশ কবিতা লিখেন এখনো? যদি কবিতা লিখবার নেশাটা আপনার থেকেই থাকে তবে আমার কথা সত্য হবার সম্ভাবনা বেশি...


স্কুল পরবর্তী সময়ের কবিতাগুলোও দেখতে চাই...


প্রিয় আরজুপনির জন্য
শুভকামনা...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যটি পড়ে দাঁত বের করে হাসলাম ।
আমার ঘরে এখন কবিতারা আসেনা ।
সেখানে ভাবের বদলে নিষ্ঠুর বাস্তবতার বাস ।

স্কুল পরবর্তী সময়ে আর সেভাবে লেখা হয় নি ।
বিএনসিসি, রোটার‌্যাক্ট এসব নিয়ে খুব ব্যস্ত সময় কাটিয়েছি ।
তবে ব্লগে সেটা কিছুটা ফিরে এসেছিল এখন সেসব নেই...।

আমার কবিতার পোস্টে আপনার সুহৃদ কোন মন্তব্য/মতামত দেয় নি । অথচ প্রিয়তে ঠিকই নিয়েছে ।
অথচ প্রথম কবিতা পোস্টের কারণটাই তিনি ছিলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.