নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ছবিতে ঘুরে আসুন অমর একুশে গ্রন্থমেলা ২০১৪

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

অমর একুশে গ্রন্থমেলা মানেই প্রাণের মেলা । ব্যস্তজীবনের ফাঁক ফোকর থেকে সময় বের করে চকিত ঘুরে আসা-





টিএসসি/শাহবাগ থেকে যেতে বাংলা একাডেমির পথে





বাংলা একাডেমির প্রবেশদ্বার





নজরুল মঞ্চ: প্রিয় লেখক/সহব্লগারদের বইয়ের মোড়ক উন্মোচনের অপেক্ষায়





নজরুল ইনস্টিটিউটের বই কিনুন জাতীয় কবি সম্পর্কে জানুন





সন্ধ্যার বইমেলার বর্ধমান হাউস





বাংলাদেশ শিশু একাডেমির স্টল





ই তথ্য কেন্দ্র: বই মেলা সম্পৃক্ত তথ্য জেনে নিতে পারেন নিজেই





ব্রেইল পদ্ধতি: শিক্ষার মাধ্যমে অন্ধজনে দেহ আলো





সোমেন চন্দ চত্বর





লেখা চুরি ঠেকাতে কপিরাইটের কোন বিকল্প নেই ।





২০১৪ এর গ্রন্থমেলার মিডিয়া সেন্টার





বইমেলায় সকল দর্শক, ক্রেতার প্রিয় স্থানটি





ভাষা সৈনিক বরকত চত্বর





পাশাপাশি রয়েছে এশিয়াটিক সোসাইটি এবং শিল্পকলা একাডেমি





লিটল ম্যাগাজিন চত্বর: সহব্লগারদের প্রিয় স্থান





লিটল ম্যাগ চত্বরের কয়েকটি স্টল







সহব্লগারদের বইয়ের স্টল



না থেকেও প্রিয় লেখকের সজীব উপস্থিতি- এছাড়াও অন্যপ্রকাশে পাওয়া যাবে একুয়া রেজিয়ার বই এবং ড. সুরাইয়া হেলেন, ইসহাক খান, ইস্টিকুটুম ও অন্যান্যদের লেখা সেরা গল্প কবিতা সংকলন





নিশাচর ভবঘুরে (রাকিবুল হায়দার) এর বই





জিকসেস (রাসায়াত রহমান জিকো) এবং হাসান মাহবুব, অপর্ণা মম্ময়, নাজিম-উদ-দৌলা ও ইনকগনিটোর বই পা্ওয়া যাবে আদী প্রকাশনীতে





হাসান ইকবাল এবং ইসহাক খানের বই পা্ওয়া যাবে রাঁচী গ্রন্থ নিকেতন-এ





অন্যান্যদের বইয়ের যে স্টলগুলো খুজেঁ পেয়েছি-







এছাড়াও চোখে পড়েছে যে দু'টি স্টল

"ণ"





"রোদেলা"







শিশুরাজ্য

শিশুদের জন্যে আকর্ষণীয় স্টল টোনাটুনি





শিশুদের অতি প্রিয় একটি স্টল "টইটম্বুর"



শিশুক্রেতাদের বই দেখাচ্ছেন বিক্রেতারা





শিশুদের অতি পছন্দের দু'টি স্টল





এছাড়াও,

একসময়ের জনপ্রিয় ম্যাগাজিন উন্মাদ এখনও বেশ সরেস







এবার দেখা যাক ২০১৪ এর বইমেলার বর্ধিত অংশ সোহরাওয়ার্দি উদ্যানের বই মেলা



বাংলা একাডেমিতে প্রবেশ গেটের উল্টো পাশে উদ্যানের ভেতরে





মূল মেলার প্রধান প্রবেশদ্বারটি বেশ সুন্দর



সোহরাওয়ার্দি উদ্যানের ভেতরের বইমেলা





কিশোর বেলার প্রথম প্রকাশনী







রাঁচি গ্রন্থনিকেতন, স্টল নং ৯৩





সংহতি-র তখন পর্যন্ত কাজ চলছিল ।





নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরালোই





পুলিশরাও তাদের কন্ট্রোল রুমের ছবি তুলতে ব্যস্ত





চাইলে স্বেচ্ছায় রক্তদানও করতে পারেন



সবাই ভালো থাকুন



বি.দ্র: সময় সুযোগে আরো ছবি উপস্থাপনের আশা রাখি ।

মন্তব্য ১৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

জালিস মাহমুদ বলেছেন: হুমম দেখি যেতে পারি কিনা ................... /:) /:) /:) /:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

আপনাকে দেখার বড্ড শখ আমার 8-|

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

সুমন কর বলেছেন: আপনার পোস্ট দিয়ে মেলা ঘুরে আসলাম। !:#P !:#P !:#P গুড পোস্ট।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

অনেকেই ইচ্ছে থাকা সত্বেও মেলায় যেতে পারেন না যখন তখন । বিশেষ করে ঢাকার বাইরে যারা থাকেন তারাতো বটেই ঢাকায় অবস্থানকারী অনেকেই অনেক ব্যস্ত দিন কাটান আর প্রবাসী সহব্লগারদের কথা মাথায় রেখেই এই পোস্ট ।

অনেক ধন্যবাদ সুমন ।।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

শাপলা নেফারতিথী বলেছেন: পোস্টে অনেক ভালো লাগা রইলো..

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, শাপলা ।
ভালো থাকুন সবসময় ।।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

জালিস মাহমুদ বলেছেন: আমাকে হা হা হা আপু ভালো বলেছেন :P :P :P :P ......... আমাকে তুমি করে বললে খুশি হতাম । আমি আপনার জুনিয়র ........ :| :| :| :| :| :|

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

ব্লগে আমি কাউকেই আপনি ছাড়া সম্বোধন না করার চেষ্টা করি ।

এখানে জুনিয়র, সিনিয়র হিসেব করি না ।
সবাই লিখিয়ে ।

হিসেব নিকেশ করি ব্লগের বাইরে ... :D

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

জালিস মাহমুদ বলেছেন: :D :D :D :D :D :-< :-< :-< :-< :-< |-) |-) |-) |-) |-)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

/:) /:)

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

মোঃ ইসহাক খান বলেছেন: প্রথম দিনের ভ্রমণেই অনেক কিছু তুলে এনেছেন। সচিত্র ছবিব্লগে ভালোলাগা।

এই প্রয়াস অব্যাহত থাকুক, সযত্নে!

শুভেচ্ছা এবং শুভকামনা রইলো, অসংখ্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

সন্ধ্যার আগে সময় কম থাকায় মন ভরে ছবি তুলতে পারিনি ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, প্রিয় গল্পকার ।।


০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:
আপনার বই ...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

আপনার বই "অদ্ভুত অবসর" এর মোড়ক উন্মোচন এর স্মৃতি ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

খেয়া ঘাট বলেছেন: যখন ঢাবি'তে ছিলাম..............আহা প্রতিদিন যেতাম। একটা দিনও বাদ যেতোনা।
সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে একটা মসজিদ আছে অনেক পুরানো। অনেকেই মসজিদটির খবরও জানেনা। সেই মসজিদে নিয়মিত মাগরিবের নামাজ পড়তাম। নামাজ শেষকরে আবার ফিরে আসতাম বইমেলার আড্ডায়। আহা ! সেই মেলার ধুলো আর নতুন বইয়ের গন্ধময় দিনগুলো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন:

সময়গুলো সত্যিই বেশ স্মৃতিময় ।
আপনার জন্যে অনেক শুভকামনা রইল ।

চেষ্টা করবো পোস্টে আরো ছবি এ্যাড করতে ।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইশ ! মন অস্থির হয়ে ছিল । আরও বেড়ে গেলো । ৭ তারিখ থাকবো । এসো পারলে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

আরজু পনি বলেছেন:

আমিতো ছবি দিলাম, যারা এর মধ্যেই যেতে পারছে না তাদের মন শান্ত করতে ! :|

দেখা হবে ইনশাহআল্লাহ :D

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

মামুন রশিদ বলেছেন: মন খারাপের হলো শুরু :( :((


প্রিয় ব্লগারদের লেখা একগাদা বই কেনার প্ল্যান করে বসে আছি । ফেব্রোয়ারীর মাঝামাঝি ঢাকায় যাওয়ার কথা । দেখা যাক..

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:

হায় হায় !
এতো কষ্ট করে অফিসের কাজের মাঝখানে এসে ছবি তুলে আবার বাড়তি সময় অফিস করতে হয়েছে :( :((

প্রথমদিনই ব্লগে আপলোড করেছি, যারা এর মধ্যে মেলায় আসতে পারছে না, তাদের মন ভালো করতে আর আপনি দেখি মন খারাপ করছেন :|

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

একজন ঘূণপোকা বলেছেন: সচিত্র ছবিব্লগে ভালোলাগা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:

আরো ছবি দিলাম ...২য়দিনের B-)

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

আমি তুমি আমরা বলেছেন: বাহ চমত্‍কার। ফেব্রুয়ারির শেষ দুই সপ্তাহে মেলায় যাওয়ার আশা রাখি :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

আরজু পনি বলেছেন:

আমারতো প্রতিদিনই যেতে ইচ্ছে করে :D

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২

অদ্বিতীয়া আমি বলেছেন: মেলার প্রথম দিনের ছবি দেখে ভাল লাগল , থ্যাংক ইউ আপু ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:
দ্বিতীয় দিনের ছবিও দিলাম... :D

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

রোকন রাইয়ান বলেছেন: ধন্যবাদ...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:

সবার বইয়ের স্টলের ছবিই পর্যায়ক্রমে দিতে চেষ্টা করবো... :D

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৫

বৃতি বলেছেন: /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

:D B-)

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৪

রফিকুজজামান লিটন বলেছেন: দূরে আছি, এবার আর বই মেলায় যাওয়া হবে নাহ:( চমৎকার ছবিগুলো । ধন্যবাদ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

আপনারা যারা দূরে আছেন তাদের কথা ভেবেও কিন্তু এই ছবি ব্লগ...
দুরদেশে থেকেও যেন দেশের মানুষের কাছেই থাকতে পারেন ।
অনেক শুভকামনা রইল ।।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ আপু...........দেখিয়া দেখিয়া মাথায় হাত দেই.. এবারো যাওয়া হলনা...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:

আররে মাথায় হাত হবে কেন !
আমরা তো চেষ্টা করে যাচ্ছি যেন ছবি দেখেও আপনাদের বইমেলার তৃষ্ণা কিছুটা হলেও মিটে ।।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরাও সেইরাম ঘুরে আসছি আপা! আমরা অবশ্য সন্ধ্যায় গিয়েছি! আপনার সাথে দেখা হলে ভালোই লাগত!! তবে আপনি চাইলে আমাদের সাথে এখনও যোগ দিতে পারেন। সুযোগ আছে, আমার ব্লগে গেলেই বুঝা যাবে! B-) :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:
আমার আর এনার্জি অবশিষ্ট নেই কিছু...এখন শুধু মনের জোরে জেগে আছি, আজকেও দিলাম কিছু ছবি...২য় দিনের

B-)

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১৫

মন্জুরুল আলম বলেছেন: চমত্কার ছবি ব্লগ। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ ।।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৮

পেইচিং বলেছেন: গত দশ বছরে এই প্রথম বইমেলায় যেতে পারবো না :( :( :(

বই কেনার টাকাগুলো বেঁচে গেলো বোধ হয় /:) :-0

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

টাকাগুলো পাঠিয়ে দিন আমি আপনার পছন্দমতো বই কিনে রাখি, আপনি দেশে আসতে আসতে আমি সব পড়ে ফেলবো আশা করি, তারপরে আপনাকে দিয়ে দিব :D :P

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৬

শরৎ চৌধুরী বলেছেন: আহা বেশ বেশ, পনি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

বাহ শরৎ, আপনাকে আমার পোস্টে দেখে কৃতার্থবোধ করছি ।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ছবিতে নয়, এক সপ্তা পরে প্রায় নিয়মিত-ই ঘুরব মেলাতে। আমার ক্লাসরুম থেকে মাত্র সাত মিনিটের হাটাপথ!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

কার্জন অথবা এনেক্স...কলাভবনও হতে পারে...

হয়তো হাঁটাপথে দেখা হয়েও যেতে পারে, না চিনেই পাশাপাশি মেলায় ঢুকবো :D

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: শুক্রবার ছাড়া মেলায় যাবার সময় নাই। তবুও গতকাল চেয়েছিলাম যেতে, পারিনি সময়ের অভাবে।

এরকম আরও পোস্ট দিও। ভালো লাগছিলো দেখতে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

B-)

চেষ্টা করবো আরো দিতে :D

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮

ডট কম ০০৯ বলেছেন: ভালই তো সব ঘুরে আসলাম অফিসে বসেই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

হাহা
ভালো বলেছেন ।

২য়দিনের কিছু ছবিও দিলাম ।
শুভকামনা রইল ।।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

গাজী আলআমিন বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগলো। অনেক পরিবর্তন হলেও আমার প্রিয় মিডিয়া সেন্টারটা রয়েছে আগের মতোই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, অনেক বেশিই পরিবর্তন হয়েছে ।

শুভকামনা রইল আপনার জন্যে ।।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: কি আর করা ছবি দেখে দেখেই বইমেলা দেখি :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

আমরা আছি আপনাদের পাশে...
মনে প্রাণে...
অনেকশুভকামনা রইল ।।

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

লালপরী বলেছেন: সামনে যাওয়ার আশা রাখি । সুন্দর ছবি ব্লগ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

আশা করি অভিজ্ঞতা শেয়ার করবেন ব্লগে ।
শুভকামনা রইল, লালপরী ।।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। ভাল হয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, সেলিম ।।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

সায়েদা সোহেলী বলেছেন:
।নিজ ঘরে বসেই বই মেলা ঘুরে এলাম!!!!! !:#P !:#P

।ধন্যবাদ আপি :)

বই হাতে না পেলে কি হবে ,প্রতিদিনই একবার করে বই মেলা ঘুরতে পারবো মনে হচ্ছে :#>

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

সত্যিই আপনাদের কথা ভেবে প্রতিদিনের ছবি শেয়ার করতে ইচ্ছে করে... :)

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ! :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

আমার অবস্থা আর মানুষে নেই...রোবট হয়ে গেছি মনে হয় :|

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কথায় আছে না দুধের স্বাদ ঘোলে মেটানো। কিন্তু তা মনে হচ্ছেনা মনে হচ্ছে সত্যিকারেই বই মেলাই ঘুরে বেড়াচ্ছি্।


সুন্দর হয়েছে।
প্লাস দিলাম। +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

বাহ কী মজা করে , সুন্দর করে বললেন ।
কষ্টটা উসুল হয়ে গেল ।

অনেক ধন্যবাদ রইল ।।

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

সকাল রয় বলেছেন:
দেখে নিলাম এক ঝলক!
মেলায় গেলে ক্যামেরা নিয়ে যাবো, গুটি কতক ছবি তুলেও নিতে পারি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

আশা করি ব্লগে শেয়ার করতে কার্পণ্য করবেন না ।
অপেক্ষায় রইলাম ।।

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: এইবার আপনি আর আমার বইয়ের প্রথম ক্রেতা হতে পারলেন না পনি আপা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

/:)

B-)

এবার নাহয় আর কেউ সুযোগ পেল, তবে আজকে স্টল চিনে এসেছি । :D

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

এহসান সাবির বলেছেন: আপনি কখন গিয়েছিলেন আপু???


আমিও একটা ছবির পোস্ট দিয়েছি......!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

১ম দিন গিয়েছিলাম শেষ বিকেলে...

আর ২য় দিন গিয়েছিলাম মেলার প্রথম প্রহরেই ।।

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

বাহ তন্ময়, অনেকদিন পরে দেখে ভালো লাগলো ।
আশা করি আবার নিয়মিত হবেন ।

আপনাদের জন্যে অনেক শুভকামনা রইল ।।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

হাতীর ডিম বলেছেন: নতুন বইয়ের গন্ধ গুলো জুরে দিতে পারলে ভ্রমণ সম্পূর্ণ হত।

পোস্টের জন্য ধন্যবাদ আপু।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

হাহা...

ভালো বলেছেন...ভাচুয়াল গন্ধ নাক পর্যন্ত পৌছায় না :D

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ছবি গুলো চমৎকার এসেছে আপু !~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আনেক ধন্যবাদ অভি...আমি একটু কনফিউশনে ছিলাম :#)

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

পুরানো আমি বলেছেন: দারুণ পোস্ট

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, পুরনো ।।

৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

অ্যামাটার বলেছেন: এত্ত ব্লগারের বই এবার! :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

Click This Link
এই লিংকে গেলে খবরই আছে ...

৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
টোনাটুনি'র স্টলটা খুব পছন্দ হৈসে।
অনেক ঘুরাঘুরি করে টায়ার্ড হয়ে গেসি, লেবুর শরবত বানায়ে দেন ! :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

আমার অবস্থাতো আরো কাহিল ।

ইস আমাকে কেউ যদি লেবুর শরবত দিত ।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

আরজু পনি বলেছেন:
ঘুমে কমেন্টের জবাব দেয়া কষ্টকর হয়ে যাচ্ছে :(

নেন...তারপরও মনের সুখে সাধ মিটিয়ে মেলা ঘুরেন...

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

উদাস কিশোর বলেছেন: আসতে তো পারবো না :|
আপনার পোষ্ট থেকেই দুধের স্বাধ ঘোলে মেটানোর চেষ্টা করলাম :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

ভাগ্যিস ব্লগ ছিল...তাইতো এভাবে ছবি শেয়ার করতে পারছি :D

শুভেচ্ছা রইল, উদাস ।।

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

জানা বলেছেন:

বইমেলার অনেকটা ঘুরিয়ে আনার জন্য অনেক ধন্যবাদ পনি। কৃতজ্ঞতা।

দেখুন মানুষের চাওয়ার কি আর শেষ আছে :-B ? এত কষ্ট করে আপনি প্রিয় বইমেলা ঘুরে দেখালেন তাতেও শান্তি নেই :D । লোকজন এখন নতুন বইয়ের গন্ধটাও এখান থেকে পেতে চায় =p~ । কেউ আবার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে লেবুর শরবৎও চেয়ে বসেছে B-)) । একটু সাবধানে থাকুন, এইসব পাজীর দল আবার বলে বসতে পারে আপু, সঙ্গে নিয়ে ঘুরিয়ে যখন দেখালেন তখন না হয় দু'টো করে বই-ই কিনে দিলেন B-) । সাথে একটু ফুচকা আর ঝালমুড়ি। বইমেলায় গিয়ে তো আবার একটু খাজা, গজা না খেলেও ভাল লাগে না :P । মনে রাখবেন, একজনকে দিলে কিন্তু আমরা কেউই বাদ যেতে পারি না :#) । কি করবেন বলেন? আপনার জন্য আমার খুব মায়া হচ্ছে। :!> :P ;) B-)


ইয়ে, মানে আমি কিন্তু 'পাগলকে সাঁকো নাড়াতে মানা' করিনি বলে রাখলাম। B:-/ :-B

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:

পাগলারে সাকো নাড়া যে কে দিতে নিষেধ করলো... !

আপনিতো আর একা খেতে চাইবেন না জানি, তাই একটু ব্যবস্থা করতেই হলো ... 8-|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

আরজু পনি বলেছেন:

হু জানি, শুধু গলা ভিজলেই হবে না, পেটেও কিছু পড়া চাই... মেলা থেকে বাইরে একটু চোখ মেলে তাকালেই পাবেন /:)



দাম দেয়া আছে এর মধ্যেই B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

আরজু পনি বলেছেন:
কালী মন্দিরের উত্তর পাশে ডাবের ব্যবস্থা করে রেখেছি, আপনার সাথে জনগন সংখ্যায় বেশি হলে ওই তিন গ্লাস জুসে চলবে না, সেক্ষেত্রে এই ডাব দিবেন ...একেকটা ডাব ৫০ টাকা করে :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

আরজু পনি বলেছেন:

আশা করি মেলায় যা খাবারের ব্যবস্থা করেছি তাতে কিছুটা হলেও চলবে :D B-) :-B

:P =p~

৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১

বেঈমান আমি. বলেছেন: আপু তোমাকে আমি দেখছিলাম দুর থেকে।সাথে জিএফ ছিলো তাই দেখা করি নাই ;) B-)) :P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:

হাহা
কেন জিএফ থাকলে দেখা করা যায় না নাকি !

:P B-))

৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৯

নিশাচর ভবঘুরে বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আশা করি, দেখা হয়ে যাবে, মেলাতেই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

আরজু পনি বলেছেন:

ইনশাহআল্লাহ দেখা হবে :)

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অন্যপ্রকাশের স্টলটা দেখে মনে হয় হুমায়ুন স্যার যেন জীবন্ত হয়ে আছেন, এত প্রাণবন্ত লাগছে স্টলসজ্জ্বাটা। খুব মন খারাপ লাগলো তাঁর আর নতুন প্রকাশিত বই হাতে নেয়া হবে না ভেবে।

অ-নেক ধন্যবাদ, মেলা দেখার এই সুযোগ করে দেবার জন্য আপু। কেননা এবার সশরীরে এই সুযোগ গ্রহন থেকে আমি বঞ্চিত। ভালো থাকবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, স্টলসজ্জাটা খুব সুন্দর করেছে অন্যপ্রকাশ ।

আপনে এবং প্রবাসী, ঢাকার বাইরে অনেকেই বঞ্চিত সরাসরি মেলা দেখা থেকে । তাই এই ছোট্ট ভার্চুয়াল ব্যবস্থা আর কি ।
অনেক শুভকামনা রইল, তনিমা ।।

৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬

খেয়া ঘাট বলেছেন: স্টলগুলো খুব ছোট ছোট।
পোস্টে+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

কিছু স্টল বেশ বড় বড় ।
মনে হলো নতুন স্টলগুলো ছোট ছোট ।
অনেক ধন্যবাদ খেয়াঘাট ।।

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯

আমিনুল ইসলাম মামুন বলেছেন: সচিত্র বইমেলা! বেশ ভালো লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

ভালো লাগলো জেনে কৃতার্থ হলাম ।
অনেক শুভেচ্ছা রইল মামুন ।।

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মেলার তাজা ফটোগুলো দেবার জন্য বিশেষ ধন্যবাদ।
সহব্লগারদের বইয়ের খোঁজও পেলাম।
যাবার আগে আবার দেখে যাবার আপনার পোস্ট আবার দেখতে হবে!

বই মেলায় যাবার জন্য উন্মুখ হয়ে আছি...
শুনেছি এখনও নাকি অনেক স্টল খোলার বাকি।


শুভেচ্ছা জানবেন, প্রিয় আরজুপনি :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

একটা প্রিন্টারের খুব অভাব বোধ করছি । বইয়ের পোস্টটা প্রিন্ট করে নিলে বই কিনতে সুবিধে হতো ।

আশা করি মেলায় দেখা হবে ।
অনেক শুভেচ্ছা রইল, মইনুল ।। :)

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ছবিগুলো দারুণ হইছে। বইমেলায় যাইতে হবে।
ধন্যবাদ আপু আপনাকে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

আশা করি অভিজ্ঞতা শেয়ার করবেন ।
শুভেচ্ছা রইল আপনার জন্যে ।।

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

পাতি মাস্তান বলেছেন: কখনো বই মেলায় যাওয়া হয় নি আমার !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

আমরাতো আছিই ভার্চুয়াল মেলা দেখার ব্যবস্থা করে দিব ।

শুভেচ্ছা রইল পাতি মাস্তান ।।

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

আমি ইহতিব বলেছেন: মেলার এতো কাছে থেকেও এখনো যাওয়া হয়নি। আপনার সাথে ঘুরে এলাম। কখন আসেন আপু? আগামিকাল এলে একটু নক কইরেন, কাল একবার যাওয়ার ইচ্ছে আছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

আরজু পনি বলেছেন:

আমি আসলে খুব পরিকল্পনা করে যাই না ।
কাজের ফাঁকে খুব অল্প সময়ের জন্যে যাই, তাই কাওকে সেভাবে বলে যাওয়া হয় না ।

তবে বেশি সময় হাতে নিয়ে গেলে ইনশাহআল্লাহ নক করবো ।
শুভেচ্ছা রইল, ইহতিব ।।

৫১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ!! আমিও পুনিয়াপুর সাথে ঘুরে বেরালাম। :D :D :D :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

আরজু পনি বলেছেন:

জীবনের ব্যস্ততাকেতো আর অস্বকিার করার উপায় নেই ।
কাজেই প্রয়োজন বুঝে নিতে বিকল্প পন্থার উপায় নেই ।
চেষ্টা করবো সময়, সুযোগ মতো আপনার স্টলটির ছবিও আপলোড করতে ।

শুভেচ্ছা রইল , টুম্পা ।।

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

এম মশিউর বলেছেন: বইমেলার অর্ধেক দেখে ফেললাম। বাকিটা আগামী শুক্রবার বইমেলায় গিয়ে দেখবো। :)

বইমেলায় আপনার ছবি তো দেখলাম না। আপনি যাননি মনে হয়! :P

পোস্ট অনেক ভালো লেগেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

আরজু পনি বলেছেন:

হাহা
ক্যামেরার পেছনে থাকলে দেখা যাওয়ার কথা না ।
মেলা ঘুরে অভিজ্ঞতা জানাবেন আশা করি ।
শুভেচ্ছা রইল ।।

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

না পারভীন বলেছেন: গত ফেব্রুয়ারিতে এমন পোস্ট ছিল কিনা জানিনা হয়ত চোখ এড়িয়ে গেছে । আমরা যারা ঢাকার বাহিরে থাকি অথবা যারা বিদেশে থাকেন , টিভির সাথেও সম্পর্ক কম , তাদের কাছে যেন চলে এসেছে বই মেলা ।
কেমন উৎসব ভাব টের পাচ্ছি । নতুন বই এর গন্ধ পাওয়া যাচ্ছে যেন । খুব ভাল লাগছে । দারুণ পোস্ট । অনেক ধন্যবাদ আপু । :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন:

গত ফেব্রুয়ারিতে কাজগুলো ছিল বিচ্ছিন্নভাবে ।
এবার চেষ্টা করেছি বিচ্ছিন্নকাজ গুলোকে একত্রিত করতে ।

ব্লগাররা লিখতে লিখতে লেখক হয়ে উঠছেন । তাদের বই আকারে প্রকাশিত লেখাগুলোর যথার্থ মূল্যায়ন যেন হয় তাই এই প্রচারের উদ্যোগ নেয়া ।
সাথে আমার নিজের সংগ্রহও হয়ে যাচ্ছে ।

আশা করবো ব্লগারদের বইয়ের লম্বা লিস্ট দেখে অন্যরা অনুপ্রাণিত হবে দায়িত্বশীল ব্লগিং-এর এবং লিখে যাবে নিয়মিত ।

অনেক অনেক ধন্যবাদ রইল ডাক্তার সাব ।

শুভেচ্ছা সবসময়ের ।।

৫৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

মেলা শুরু হবার আগের দিন নীলক্ষেত গিয়েছিলাম...
ঝটপট দুটো বইও কিনে নিলাম ।

বই মেলায় যাওয়ার ইচ্ছে আছে এক ফাঁকে ।

দেখা যাক কি হয় .!

ভালো লাগলো ।

ধন্যবাদ ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

আরজু পনি বলেছেন:

আমিও লম্বা সময়ের জন্যে যাওয়ার সুযোগ পাচ্ছি না, কিন্তু তরিৎ ভ্রমণ চলছে আপাতত ।

ইচ্ছে পূরণ হোক ।
শুভেচ্ছা রইল, স্বপ্নচারী ।

৫৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্টটা খুবই সুন্দর হচ্ছে।

আমি কোনোদিন যাইনাই :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

আরজু পনি বলেছেন:

১, ২ এবং ৪র্থ দিনের তোলা ছবি দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি ।

আশা করি প্রবাসী এবং দূরে থাকা সহব্লগারদের কিছুটা হলেও বইমেলা ভ্রমণের শখ পূরণ হবে ।

অনেক শুভেচ্ছা রইল, স্বর্ণা ।

৫৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০২

দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:
শুভেচ্ছা রইল দীপা :)

৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

অচিন্ত্য বলেছেন: চমৎকার পোস্ট ! আমার মনের কথাটা কীভাবে যেন মেলা কর্তৃপক্ষ টের পেয়ে গেছে। গতবার মেলায় গিয়ে আমার মনে হচ্ছিল কেন সোহরা ওয়ার্দি প্রাঙ্গনটা মেলার কাজে ব্যবহার করা হচ্ছে না। এ বিষয়ে মনে হয় একটা পোস্টও দিয়েছিলাম। যাই হোক, মেলা জমে উঠছে আস্তে ধীরে। যাব শীঘ্রই। দেখা হবে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আমি প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম, পরে ভেতরে যেয়ে মেলা ঘরে দেখলাম ভালই লাগছে ।

যদিও বাংলা একাডেমির মূল অংশের মধ্যে মনে হলো শিশুদের স্টল গুলোই জমে উঠেছে অন্যান্য স্টল গুলোর তুলনায় আর বেশ কিছু স্টলের কাজ এখনও চলছে (গতরাতের শেষ বেলা পর্যন্ত) ।

আশা করি দেখা হবে ।
শুভেচ্ছা রইল ।।

৫৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

ইখতামিন বলেছেন:
কাল সন্ধ্যায় গিয়েছিলাম
আপনার ছবিগুলো দেখে আবার পরোক্ষভাবে ঘুরে এলাম :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

এমনভাবে গিয়েছিলেন যেন কেউ আপনাকে চিনতে না পায়, তাই না ? /:)

আচ্ছা, বারবার ঘুরতে আরো ছবি সংযুক্ত করার চেষ্টা করবো ।
শুভেচ্ছা রইল, ইখতামিন ।।

৫৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

ইখতামিন বলেছেন: আপনাকে পেলাম না তো.. :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:

হাহা
এই তো আমি ছবির পেছনে ;)

৬০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

বাদশা নামদার বলেছেন: যাওয়া হয় নাই এখনও :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

আমি গেছি তিন দিন তবে হাতে সময় অনেক কম নিয়ে :(

তবে আরো অনেকবার যাব :)

৬১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

অদিতি মৃণ্ময়ী বলেছেন: ছবি দেখতে পাচ্ছিনা সব! :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

আমিতো সব দেখতৈ পাচ্ছি :(

কী কারণে এমনটি হচ্ছে বুঝতে পারছি না তো !


আমার ব্লগে স্বাগতম ।
শুভেচ্ছা রইল, অদিতি ।।

৬২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: গেলাম বইমেলায় । অনেককে পাওয়া গেলেও আপনাকে পাওয়া গেলনা। শুধু মাত্র অনলাইন হয়ে গেলেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

আমি গত তিনবার গিয়েছি অনেক কম সময় নিয়ে...সামনে আশা করি বেশি সময় নিয়ে যেতে পারবো ।

আপনাদের জন্যে শুভেচ্ছা রইল ।।

৬৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

মাহমুদা সোনিয়া বলেছেন: নতুন বছর অনেক অনেক ভাল কাটুক, ঠিক আপনার মতই ভাল :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

সোনিয়া, আপনাকে দেখে খুব ভালো লাগলো ।
আশা করি, ব্যস্ততার ভীড়েই ভালো আছেন ।

ভালো থাকুন, সবসময়ই ।
শুভেচ্ছা সতত ।।

৬৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

রাসেলহাসান বলেছেন: অউ! ধন্যবাদ আপু। বই মেলার সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

ভালো লাগলো জেনে কৃতার্থ হলাম ।
অনেক শুভকামনা রইল ।।

৬৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

ইখতামিন বলেছেন:  

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

https://www.youtube.com/watch?v=lQP-aMBPeZE

৬৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

সাদা আকাশ বলেছেন: চমৎকার উপস্থাপন :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, সাদা আকাশ ।

ভালো থাকুন সবসময় ।।

৬৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এতো ছবিতে ছবিতে বইমেলা। বেশ লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

বইমেলার ভ্রমণ নিয়ে আপনার অভিজ্ঞতা জানার অপেক্ষায় রইলাম ।

শুভেচ্ছা রইল, সজীব ।।

৬৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: ছবির জন্য ধন্যবাদ। আবার কবে যেতে পারবো মেলায় কে জানে! :( ভীষণ মিস করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

থাক মন খারাপ করবেন না ।

শুভকামনারা ঘিরে থাকুক আপনাকে ।।

৬৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

গোর্কি বলেছেন:
২০১২ সালের বই মেলায় শেষবারের মত উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। এবারে মেলাকে উপলক্ষ্য করে দেশে যাবার খুব ইচ্ছে ছিল। শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নি। আপনার দৃষ্টি-নন্দিত ছবি ব্লগের সুবাদে ভার্চুয়ালি মেলা ঘোরা হলো। ধন্যবাদ জানবেন। শুভকামনা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

বইমেলার ছবিগুলো শেয়ার করার সময় প্রবাসী সহব্লগারদের কথা খুব মাথায় থাকে ।
ছবি দেখে হলেও যেন তাদের মেলা ঘুরা হয়, সেই ইচ্ছেটা থাকে ।
শুভেচ্ছা জানবেন গোর্কি ।।

৭০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

এহসান সাবির বলেছেন: অমর একুশে গ্রন্থমেলা মানেই প্রাণের মেলা । ব্যস্তজীবনের ফাঁক ফোকর থেকে সময় বের করে চকিত ঘুরে আসা.........

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

ব্যস্তজীবনের ফাঁক ফোকর থেকে সময় বের করে চকিত ঘুরে আসা...

খুব ভীষণ রকমের সত্যি কথা ।

দুঃখিত সাবির, জবাব দিতে একটু দেরী হয়ে গেল, আশা করি সময়ের সীমাবদ্ধতা ক্ষমাসুন্দর ভাবে দেখবেন ।

অনেক শুভেচ্ছা রইল ।।

৭১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

উজবুক ইশতি বলেছেন: ধন্যবাদ অনেক সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি ।
অনেক শুভকামনা রইল ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.