নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষা সংকট : বানান সতর্কতা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫



বাংলা একমাত্র ভাষা যা রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে প্রাণ দিতে হয়েছে, ঝরাতে হয়েছে রক্ত ।

যার সম্মানে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশ সমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ।

এমন একটি ভাষার প্রতিনিধিত্বকারী দেশ হিসাবে এই ভাষার সম্মান আমরা কতোটুকু রক্ষা করছি তা অনেক সময়ই প্রশ্নের সম্মুখীন ।

সেই সমস্যা নিয়ে লিখতে বসেছি সেই সমস্যায় আমি নিজেও আক্রান্ত । কিন্তু আমার সৌভাগ্য যে, আমি বুঝতে পারছি আমার সমস্যা এবং সেই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজছি, সেই সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি ।

আমরা কেন নিজের ভাষাতেই এতো বানান ভুল করে থাকি ? ভাবতে যেয়ে খেয়াল করলাম-

১. মাতৃভাষা হওয়াতে "পারিইতো" এমন মনোভাব ।

২. শিক্ষাজীবনের শুরু থেকে বানানের প্রতি যত্নবান না হওয়া । ( শিশুদের প্রতি এই কাজটি বড়দের, শিক্ষকদের)

৩. পরবর্তী জীবনে নিজেও বানানে যত্নবান না হওয়া, সচেতন না হওয়া ।

৪. নিয়মিত অভিধান ব্যবহারে আগ্রহ না থাকা ।

৫. কম শিক্ষিত, অসচেতন লোকদের দ্বারা ব্যানার, দেয়াল লিখনের কাজ করানো । আর সেই ভুল বানান গুলিতেই আমাদের চোখ অভ্যস্থ হয়ে যাওয়া ।

৬. অন্তর্জালে ভুল বানান বার বার ব্যবহারের কারণে কোন বানান নিয়ে সংশয় দেখা দিলে আমরা অভিধান দেখার পরিবর্তে ইন্টারনেটে খোঁজ করি এবং ভুল বানান দেখে তা নিয়েই নিশ্চিত হতে চাই ।

এমন আরো অনেক অনেক কারণ থাকতে পারে ।

সর্বোপরি নিজেদের সচেতনতা, আন্তরিকতার অভাবই বানান ভুল হওয়ার কারণ ।





এই ছবিটি যিনি তৈরি করেছেন এবং এই "মা টেলিকম" এর পরিচালনাকারীর কাছ থেকে প্রত্যাশা ব্যক্তিগতভাবে আমার খুবই কম । কারণ আমি ধরেই নিচ্ছি এদের মধ্যে ভাষাজ্ঞানের অভাব যথেষ্ট পরিমাণে আছে । তাই "সীম" যে "সিম" হওয়া উচিত বা "মেমোরী" যে "মেমোরি" হওয়া উচিত সেই শুদ্ধ বানান আশা করা যাচ্ছে না জোরালো ভাবে ।





এই রেস্টুরেন্ট এর ছবিটি ঢাকার কারওয়ান বাজার থেকে তোলা হলেও ঢাকা সহ সারা দেশেই এমন অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে যেখানে অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে ভুল বানানে "রেষ্টুরেন্ট" লিখে চালানো হচ্ছে । এই সব রেস্টুরেন্ট এর পরিচালনাকারীরা যথেষ্ট টাকাওয়ালা হওয়ার পরও শুধুমাত্র সচেতনতা এবং ভাষাগত জ্ঞানের অভাবে এমনটি চলছে...বলার কি কেউ আছে ?







"স্টিল" "ইস্টার্ন" এই ধরনের বানানগুলোকে অনেক স্থানেই দেখা যায় "ষ্টীল" "ইষ্টার্ণ" এই ধরনের বানানে লেখা হয়, লেখা হচ্ছে বহুতল ভবনের নামে, লেখা হচ্ছে বড় বড় শপিং সেন্টারের গায়ে ।







Oxford Advanced Learner's Dictionary তে "corner" নিয়ে বলা হয়েছে a part of sth where two or more sides, lines or edges join এর অরিজিন হলো Latin "cornu" ।

কিন্তু বাংলা অভিধানে কর্ণার বলতে কোন শব্দ নেই । এছাড়া "কর্ণ" দিয়ে মহাভারতের কুন্তীর কুমারীকালের পুত্রকে বোঝানো হয়েছে । এছাড়া "কর্ণ" দিয়ে আমাদের শ্রবণেন্দ্রিয় কে বোঝানো হয়েছে যা "কান" নামে সুপরিচিত ।



ছবিটি এলিফ্যান্ট রোডের মেরী স্টোপস ("মেরি" হওয়া উচিত) ক্লিনিক থেকে নেওয়া ।

জিজ্ঞেস করেছিলাম এই বানান নিয়ে । আমাকে বলা হয়েছে এসব কাজ হেড অফিস থেকে করা হয়, তবে তারা পরবর্তীতে এই বানান নিয়ে জানানোর চেষ্টা করবে ।





সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্তৃপক্ষই নিজের ভাষা নিয়ে সচেতন নয় ।

এর প্রতিফলন দেখা যায় দেয়াল জুড়ে শোভা পাওয়া এইসব বিজ্ঞাপন ।



এই প্রতিষ্ঠানটির সামনে থেকে তুলে আনা হয়েছে এই ছবিটি ।





নোবেল বিজয়ী বিজ্ঞানী মারি ক্যুরির নামে করা এই স্কুলটির সাইনবোর্ড দেখিয়ে তাদের কর্তৃপক্ষ স্থানীয় এক ব্যক্তিকে বানানের ব্যাপারে বলাতে তিনি প্রথমে সন্দেহ প্রকাশ করেন । তারপর বলেন "কুরী" শব্দটি ঠিক আছে । তারপরও যখন আমি নিশ্চিত করতে চাইলাম তিনি পরে দেখবেন বলে এড়িয়ে যান বিষয়টি ।





ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক এই ইমেজটি দিলাম সচেতন হওয়ার জন্য ।



অনলাইন যোদ্ধাদের ভাষা সম্পর্কে সচেতনতা :

অনেকেই সচেতন নিজের মায়ের ভাষা , প্রাণের ভাষার ব্যবহারে ।কিন্তু অনলাইনে নিজের খেয়াল খুশি মতো ভাষার ব্যবহারে, অন্যকে অসম্মান করতে আমরা বেছে নেই ভাষার কদর্য ব্যবহারিক রূপটি । যা ভাষাকে সম্মানিত করে না । বরং এতো সংগ্রামের, গৌরবের ভাষাটিকে করা হচ্ছে প্রতিনিয়ত নির্যাতন ।





একটি সুপারিশ :

অন্তত এই মাসে বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটি অভিধান কিনে (যাদের নাই তাদের জন্য প্রযোজ্য) এবং তা নিয়মিত ব্যবহারের অভ্যাস করা ।



তথ্য সুত্র:

১. বাংলা ভাষা আন্দোলন



২. আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস



৩. মারি ক্যুরি



৪. শুদ্ধ বলা শুদ্ধ লেখা : রণজিৎ বিশ্বাস



৫. মাতৃভাষা সংকট ও মাতৃভাষা আন্দোলন : সম্পাদনা ড. প্রথমা রায় মণ্ডল



৬. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান



৭. ছবি : নিজ অ্যালবাম থেকে নেওয়া





ভাষা নিয়ে আগের পোস্টটি দেখতে : ♣বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣

মন্তব্য ১১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

পরিবেশ বন্ধু বলেছেন: সচেতনতা চাই
চাই আরও সমৃদ্ধি
মেধা ও মননে বাংলা ভাষার
হোক শ্রীবৃদ্ধি ।।
আপুকে ধন্যবাদ
একুশের শুভেচ্ছা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

আপনাকে আন্তরিক সাধুবাদ জানাই ।
বানানে আপনি ইদানিং বেশ আন্তরিক । বিষয়টি খুব ভালো লাগছে ।
শুভকামনা রইল ।।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন আপু । ভুল বানানের যত্রতত্র উদাহরণ কাম্য নয় ।
অনলাইনেও আমাদের সবার সতর্ক হওয়া উচিৎ , কেননা পরবর্তী প্রজন্ম অনলাইনের ভুল বানান গুলোকেই সঠিক হিসেবে ধরে নিবে !
যত কম ভুল করা যায় সতর্কতার সাথে , অন্য কারো চোখে পড়লে সেটা ধরিয়ে দেয়াটাও আমাদের সবার দায়িত্বের ভিতরে পড়ে ।
একুশের চেতনা জাগ্রত হোক !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

পাশে থেকে অনুপ্রেরণা যোগানোর জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই অভি ।
আমার নিজেরও বানান ভুল হয়, তবে আমি চেষ্টা করছি সমস্যা থেকে বের হয়ে আসতে ।

আমরাই পারবো...সচেতন হই আজ, এখন থেকে ।
অনেক শুভকামনা রইল ।।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:
পাশে থেকে লিখে যেতে অনুপ্রেরণা যোগানোর জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই, সুমন ।
ভালো থাকুন সবসময় ।।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

সৈয়দ ইবনে রহমত বলেছেন: পোস্টের প্রথম বাক্যটিতেই দুটি বানান ভুল! দাবীতে[দাবিতে], ঝড়াতে[ঝরাতে]... আরেকটু আগালে কী অবস্থা হবে জানি না।

প্রথম মন্তেব্যের জবাব দিতে গিয়ে লেখক লিখেছেন- ইদানিং[ইদানীং]...

না, আমি শুধু ভুল ধরার জন্যই কেবল এই মন্তব্য লিখছি না, লিখছি আমাদের সতর্কতার জন্যই। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, আমাদের সচেতন না হয়ে উপায় নেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

অনুগ্রহ করে আপনি পুরোটা পড়ুন ।
আমি আমার সীমাবদ্ধতার কথা জানি বলেই এই লেখা লিখেছি । যেনো এখান থেকেও শিখতে পারি ।

আমার অনেক বেশি বানান ভুল হয় এবং আমি ভুল করতে চাই না বলেই এই নিয়ে ভাবছি ।

আমাদের আসলেই সচেতন না হয়ে উপায় নেই ।
অনেক কৃতজ্ঞতা জানাই এভাবে ভুল ধরিয়ে দেবার জন্য ।
শুভকামনা সবসময়ের ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

রণজিত্‍ কুমার মহন্ত বলেছেন: আমাকে যদি কেউ সাহায্য করতেন। আমি ছোট খাটো একটা সমস্যায় পড়েছি। যারা কবিতা ভালোবাসেন, যারা কবিতা আবৃতি করেন যদি কেউ আমায় সাহায্য করতে পারেন তো আমার খুব উপকার হবে। পোস্টে এমন সাহায্য চেয়ে লেখায় লেখক হয়তো বিরক্ত হচ্ছেন তবে সাহায্যটা আমার ২১শে ফেব্রুয়ারী’র জন্য। দয়া করে সবাই মিলে সাহায্য করুন। আমার এই পোস্টটা পড়লে বুঝতে পারবেন আমি কি সমস্যায় পড়েছি।

কবিতার অডিও ফাইল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

আপনি ব্লগার স্বদেশ হাসনাইন অথবা ব্লগার অচিন্ত্য-র সাথে যোগাযোগ করলে কাজ হওয়ার সম্ভাবনা আছে ।

না, বিরক্ত হচ্ছি না, আমাকে একটু সময় দিলে আমি খুঁজে বের করার চেষ্টা করতে পারি, কিন্তু সময় লাগবে ।

আপনার সমস্যার দ্রুতই সমাধান হোক ।
শুভকামনা রইল ।।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি আপনাকে নিয়ে গর্বিত ! :-B

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

কারণ আমি আমার জ্ঞানের সীমাবদ্ধতা জানি এবং সেখান থেকে উত্তরণের চেষ্টা থাকে প্রতিনিয়ত ।
আশা করি সামনের সময় গুলোতেও এভাবেই পাশে থেকে অনুপ্রেরণা যোগাবেন ।
অনেক শুভেচ্ছা রইল, মুন ।।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

সৈয়দ ইবনে রহমত বলেছেন: বাঁচা গেল, আমি তো ভয়ে আছিলাম, অগ্নি কন্যার রূপ তো একটু জানা আছে :) তাই...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

আমার ভুল হলে সেটা অবশ্যই স্বীকার করবো ।
আর যারা আমার ভুল গুলোকে গঠনমূলক মন্তব্যের দ্বারা ধরিয়ে দেয়, শুধরে দেয় তাদের প্রতি আমার ভালো লাগা, কৃতজ্ঞতা থাকে সবসময়ের ।

আপনার প্রতিও আমার কৃতজ্ঞতা থাকবে সবসময় ।
আশা করি এভাবেই পাশে থেকে ভুল ধরিয়ে সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন ।

অনেক ভালো থাকুন ।।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
কি বিচ্ছিরি ব্যাপার !
স্টিকি পোস্টে আপডেট করেছি, সেই আপডেটের ছবি এখানে চলে আসছে :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:

নতুন ছবি দিয়ে সমস্যার সমাধান করলাম ।।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আরজুপনি বলেছেন:
কি বিচ্ছিরি ব্যাপার !
স্টিকি পোস্টে আপডেট করেছি, সেই আপডেটের ছবি এখানে চলে আসছে :(
দেখে আমিও প্রথমে ভাবছিলাম টিচার ওটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ছবিগুলো সংরক্ষিত অবস্থায় থাকলে একেবারে শেষে আপলোড করা ছবিটি এই ঝামেলা বাঁধায় ।

তাই একেবারে উপরে একটি ছবি যোগ করলাম যেনো নতুন যে কোন ছবি যেই পোস্টেই এ্যাড করি না কেন তাতে আর সমস্যা হবে না ।

B-)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

সৈয়দ ইবনে রহমত বলেছেন: সম্মুখিন[সম্মুখীন], তৈরী[তৈরি], জোড়ালো ভাবে[জোরালোভাবে], এ্যালবাম[অ্যালবাম]...


সবটুকু পড়ার পর বলতেই হচ্ছে চমৎকার পোস্ট। অনেক ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

আরজু পনি বলেছেন:

আমাকে একজন সুলেখক পরামর্শ দিয়েছিলেন আমি যেনো কোন পোস্ট ব্লগে প্রকাশ করার আগে তা আগেই লিখে কয়েকবার পড়ে এডিট করে তারপর তা ব্লগে ফেসবুকে বা অন্তর্জালের কোন স্থানে প্রকাশ করতে চাইলে তা করি ।

কিন্তু হাতে যথেষ্ট সময় না থাকায় ব্লগেই প্রতিটি ছবি আপলোড করেছি আর সেই সাথে একটানে লিখেছি । যার ফল আজকে হাতেনাতে পেলাম এমন বানান ভুল ।
হয়তো সময় নিয়ে লিখে কয়েকবার পড়লে এতো খারাপ অবস্থার সম্মুখীন নাও হতে পারতাম ।

তবে সবকিছু থেকে শিক্ষণীয় কিছু না কিছু থাকে ।

আপনার এমন গঠনমূলক মন্তব্যই ব্লগের প্রাণ যার চর্চা কমে গেছে বললেই চলে ।
আমরা অন্যের ভুল ধরি না বা ধরতে ভয় পাই বিভিন্ন কারণে ...

ভালো লাগলো আপনার উপস্থিতি ।

আশা করি এভাবেই সামনের সময় গুলোতে আমার পোস্টে এসে ভুল ধরিয়ে শুদ্ধ হতে সহায়তা করবেন ।

কৃতজ্ঞতা নিরন্তর ।।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

একজন ঘূণপোকা বলেছেন:
চমৎকার পোস্ট

আমারও বানান অনেক ভুল হয়।

মুলত দুইটা কারনেঃ

-এক আইলস্যামি করে পোস্ট লেখার পড়ে রিভাইস না করে
- দ্রুত মন্তব্য করার সময়। সামুতে মন্তব্য সংশোধন করার কোন উপায় নেই এই জন্য (না থাকাই ভালো)।

এরপর থেকে এই ব্যাপারে আরও সতর্ক হবো, এটাই আমার একুশের প্রতিজ্ঞা।

আরেকটা ব্যাপার সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যাবহার বাড়াতে হবে আর বাংলিশকে প্রতিরোধ করতে হবে।

অনেক ধন্যবাদ আপ্পি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

আরজু পনি বলেছেন:

আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝেছি , লেখা শেষ করে তা বেশি হলে একাধিকবার পড়া তারপর প্রকাশ করা আর লেখা কম হলে সময় কম হলেও অন্তত একবার চোখ বুলিয়ে তারপর প্রকাশ করা ।

আমি নিজেও ভুক্তভোগী ।
অভিধানের আকার ছোট হলে আর হাত ব্যাগে বহনযোগ্য হলে হয়তো সাথেই রাখতাম সবসময় ।

সচেতনতা এবং পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ জানাই ।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

সৈয়দ ইবনে রহমত বলেছেন: হা হা হা ..... কিন্তু বিনা বেতনে মাস্টারি কতক্ষণ করা যায়?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

আরজু পনি বলেছেন:

অসুবিধা নেই...ব্লগে তো আর পড়ানোর জন্যে টাকা-পয়সা দেয়া সম্ভব না , ব্লগিয় ইন্টারেকশনই সেই সমস্যা দূর করবে বলে মনে করি ।
শুভেচ্ছা রইল ।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্লগের ব্যানারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে।টিমকে এর জন্য সাধুবাদ জানাই ||

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ব্যানারটা গতরাতে দেখে খুব ভালো লেগেছে ।
সামহোয়্যারইন টিমকে সাধুবাদ জানাতেই হয় ।।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৬

এম মশিউর বলেছেন: দারুণ পোস্ট।

আমার এক ফ্রেন্ডকে শ্রেণি, প্রাণী, প্রাণিবিদ্যা, ইত্যাদি বানানগুলো ধরিয়ে দিলে বলে, 'ভুলটাই চালু হয়ে গেছে; তাই এখন শুদ্ধটাকে ভুল মনে হয়।'


যেটুকু পারি সতর্ক থাকার চেষ্টা করি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

আরজু পনি বলেছেন:

সতর্ক থাকার চেষ্টা করাটাই বড় কথা...সাথে অন্যদেরকেও সতর্ক করার চেষ্টা ।
চলুক এই চেষ্টা ।

শুভেচ্ছা নিরন্তর ।।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

আমি তুমি আমরা বলেছেন: প্রয়োজন সচেতনতা :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

আরজু পনি বলেছেন:

প্রয়োজন সচেতনতা ।
সহমত ।

শুভেচ্ছা রইল ...তুমি...।।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

গেরিলা রুমি বলেছেন: শুদ্ধ বানানের চর্চা করুক সবাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

আরজু পনি বলেছেন:

সচেতনতা ছড়িয়ে যাক সবার মাঝে...
শুভেচ্ছা রইল রুমি ।।

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

নিশাত তাসনিম বলেছেন: ই ঈ ইয় য় ি ী য়ি য়ী ণ ন শ ষ স এগুলোতে বাংলাদেশের অর্ধেক মানুষের সমস্যা। চট্টগ্রাম আর নোয়াখালীর অবস্থা তো শোচনীয়। যেভাবে উচ্চারণ করে সেভাবেই লিখে। চ কে ছ উচ্চারণ করে ছ কে চ উচ্চারণ করে।

যেমনঃ ছাদে গিয়ে চাঁদ দেখবো এটিকে চট্টগ্রামের লোকজন বলে চাঁদে গিয়ে ছাদ দেখবো। :P

প্রয়োজন সচেতনতা । পোস্টে অজস্র ভালো লাগা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

আরজু পনি বলেছেন:

অর্ধেক মানুষ বলি কেমন করে, আমারতো আরো বেশি মনে হয় ।

চট্টগ্রামের মানুষ এমন করে কথা বলে কি না আমি জানি না ।

আঞ্চলিক ভাষার একটা কদর তো আছেই ।

শুভকামনা রইল তাসনিম ।

ব্লগের উপরে নামটা লেখে ভালো করেছেন । যদিও কী লিখছেন সেটাই মূল কথা ।
শুভকামনা রইল ।।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:২৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বানান নিয়ে এমনিতেই প্রবল প্রব্লেমে আছি.. আচ্ছা এই যে মোবাইর সীম বা সিম এটা কি বাংলা শব্দ? "মেমোরী" যে "মেমোরি" হওয়া উচিত কেন? এগুলো আমাদের শব্দ তো না.. সেক্ষেত্রে কি হবে. .. আর বানানের শুদ্ধ অশুদ্ধতার প্রশ্ন এখানে কিভাবে আসে..বুঝিনা.........

ভাষাগত জ্ঞানের অভাবে প্রশ্ন নিয়ে বিব্রত না হলে খুব খুশি হব আপু..

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

আপনি বানান নিয়ে আমার আগের পোস্টটা দেখতে পারেন , কিছু সমাধান দেবার চেষ্টা করা হয়েছে ।

♣বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣
(Click This Link)

আমার অবস্থাও খুব ভালো না । এভাবে পোস্ট আকারে দিলেই কিছু শেখা হবে অন্যদের পরামর্শ পেয়েও...সেই ভরসাতেই লিখি, চেষ্টা করি ।

শুভকামনা রইল, তুহিন ।।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভাষার শুদ্ধ প্রয়োগে একুশ আমাদের প্রেরণা হোক....

আরজুপনিকে একুশের শুভেচ্ছা :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

আরজু পনি বলেছেন:

প্রেরণা বাস্তবে পরিণত রূপ লাভ করুক ।

শুভেচ্ছা রইল , মইনুল ।।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

সায়েদা সোহেলী বলেছেন: আমার বাংলা বানান এর যা অবস্থা :( :|
।নির্লজ্জের মতোই ব্লগে লগইন করি /:)

। ভাষা দিবসের শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

আরজু পনি বলেছেন:

আপনিতো লগইন করেন ।

আমিতো রিতিমতো পোস্ট পাবলিশ করে ফেলি B-)

তবুও আমাদের ইচ্ছা আছে, চেষ্টা আছে...তাইই ভালো ।
শুভেচ্ছা রইল সোহেলী ।।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

মামুন রশিদ বলেছেন: বাংলা বানান অনেক জটিল । ণ-ত্ব বিধান ষ-ত্ব বিধান পড়তে গেলে মাথা ঘুরে । তবু শুদ্ধ বানান চর্যা জরুরী ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

আরজু পনি বলেছেন:

ণ-ত্ব বিধান ষ-ত্ব বিধান না পড়িয়ে কিভাবে সহজ করে বানান নিয়ে কাজ করা যায় তাই চেষ্টা করছি ।

তবুও শুদ্ধ বানান চর্চা জরুরী ।
শুভেচ্ছা রইল, মামুন ।।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: শুদ্ধ ভাষা চর্চা আবশ্যিক। তারপর ভুল হয়ে যাই। কী বোর্ডও প্রতারণা করে অনেক সময় আর তাড়াতাড়ি করতে গিয়েও ভুল হয়। সুপ্রিয় মামুন রশিদ ভাই খারাপ বলেন নি বাংলা গ্রামার জরুরী। আমরা অনে বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে পড়ালেখা করে বাংলার জটিল সব ব্যাপার গুলো গুলিয়ে ফেলি বা ভুলে যাই। সরকারী চাকুরীতে ঢুকে বাংলায় লিখতে গিয়ে আর ব্লগে আপনার মত বিজ্ঞ বন্ধুর পরামর্শে বাংলা চর্চা নতুন করে শুরু করা।

পোস্ট এ জরুরী ব্যাপারের অবতারণা করছেনে। তবে ভেবে দেখার সুযোগ আছে যারা পোস্টার ব্যানার লিখছেন তাদের শিক্ষার দৌড় কতটুকু । :) তারপরও বলবো বাংলা শুদ্ধ করতে লিখতে চাওয়াটা আমি দেশপ্রেম বা ভাষাপ্রেম এর অংশ হিসেবে ধরবো। আরজুপনি আপু আপনার মতামত কি?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:

আমি যদি জানানোর চেষ্টা করি তবে ব্যাকরণ থেকে বেরিয়ে সহজ করে বলার চেষ্টা করবো ।

সচেতনতা সর্বক্ষেত্রেই জরুরী ।
শুভেচ্ছা রইল সেলিম ।।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

আমি সাদমান সাদিক বলেছেন: সত্যিই বলেছেন আপু , সতর্কতা ও সচেতনতা দুটোই দরকার ।।
_____________________________________________________________

নিশাত তাসনিম @ প্রত্যেক অঞ্চলের নিজস্ব আঞ্চলিকতা আছে , এই বলে এই না যে , ওটার ব্যঙ্গ করা , আপনি যেভাবে উদাহরণ দিয়েছেন এটা কোন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ও পরে না ।।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সতর্কতা এবং সচেতনতা উভয়ই জরুরী ।
শুভেচ্ছা রইল সাদিক ।।

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

মাহমুদা সোনিয়া বলেছেন: হা হা হা :-B :-B :-B দুঃখের মধ্যে সুখের কথা হল, ভুলই হোক বাংলা তো ব্যাবহার করছে!! |-) |-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

:| :|

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

মোঃ ইসহাক খান বলেছেন: একুশে ফেব্রুয়ারিতে প্রাসঙ্গিক পোস্ট।

আমার মনে হয়, ছয় নম্বর কারণটি অবশ্যই সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে পড়বে।

এখন আমাদের মধ্যে বই পড়বার প্রবণতা অনেকটাই কমে গেছে, আমাদের পড়াশোনা বলতে ইন্টারনেটে এবং ব্লগে, যেখানে বানান ভুলের ছড়াছড়ি, ঠিক করার তাগিদ পর্যন্ত নেই। যদি বই পড়বার অভ্যেস থাকে, তবে সঠিক বানান দেখতে দেখতে চোখ অভ্যস্ত হবে, এবং সহজেই আমরা ভুল বানান দেখে চিনতে পারবো। মূল ব্যাপারটা হল নিজেকে অভ্যস্ত করা, বানান শেখার কাজটি তাহলে ব্যাকরণ শেখার মত সময়সাপেক্ষ কিংবা বিরক্তিকর না হয়ে আপনা-আপনিই গড়ে উঠবে।

হ্রস্ব-ই কার এবং দীর্ঘ-ঈ কার জাতীয় ব্যাপারগুলো আমার কাছে অনেক সময়ই বিভ্রান্তিকর মনে হয়। এখন একটা নিয়ম বোধহয় করা হচ্ছে, সবকিছুই হ্রস্ব-ই কার দিয়ে লেখার। একটা সময় হয়তো দীর্ঘ-ঈ কার বলে কিছু ছিল, তা-ই ভুলে যাবো।

শুভেচ্ছা এবং সাধুবাদ। শুধু বানান নয়, সাহিত্যের সমস্ত শাখায় যেন আমাদের সতর্কতা গড়ে ওঠে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

আমি যেটুকু বুঝেছি, জেনেছি তা হলো দীর্ঘ ঈকার দিয়ে শুধু সংস্কৃত শব্দ হবে । বাকীরা সব হ্রস্ব ইকার দিয়ে ।

আমার জানার কমতিও থাকতে পারে ।

তবে আপ নার লেখায় বানান ভুল চোখে পড়ে না ।

আপনার বই পড়ার প্রস্তবটি খুব ভালো প্রস্তাব কিন্তু ।
দেখা যাক বই পড়া নিয়ে কোন শ্লোগান দেয়া যায় কি না ।
শুভেচ্ছা রইল প্রিয় গল্পকার ।।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

রাসেলহাসান বলেছেন: সচেতনতার বড়ই অভাব আমাদের!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:
তবুও কিছুটা চেষ্টাতো চলছে...চলুক এই ভাবেই ।

শুভেচ্ছা রইল রাসেল ।।

২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ আপনাকে বানান নিয়ে এরকম লেখা দেয়ার জন এবং সাথে কিছু ছবি। তবে খেয়াল করে দেখবেন যে আমাদের এই ব্লগেই প্রচুর বানান ভুল থাকে।বানান ভুল হতেই পারে। আমার নিজেরও বানান ভুল হয় মানে ঠিক বানানটা জানিনা বা মাঝে মাঝে লিখতে যেয়ে রাইটিং মিসটেক হয়ে যায় মানে সঠিক বানান জানা থাকলেও অসাবধানতাবসত ভুল হয়ে যায়।কিন্তু কেউ যদি সঠিক বানান বলে দেয় তাহলেও বেশিভাগ ব্লগার সেই বানান ঠিক করে লেখে না। বিশেষ করে শিরোনামে ভুল বানান খুবই দৃষ্টিকটু লাগে।
বানানের সাথে সঠিক উচ্চারনটাও জরুরী।আশাকরি আপনার এই লেখার মাধ্যমে সবাই সঠিক বানান লেখার ক্ষেত্রে সচেতন হবে। এই ব্লগে মন্তব্য লেখার পর সেটা একবার দিয়ে দিলে আর এডিট করা যায়না।মাঝে মাঝে নিজের বানান ভুল হয়ে যায় কিন্তু খারাপ লাগে যে সেটা ঠিক করতে পারছিনা।
এখানেই একটা উদাহরণ দিয়ে দিই। এই ব্লগে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে জামায়াত শিবির কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে ৯৯% জায়গায় ভুল করে লেখে জামাত শিবির যদি ভুল ধরতে চাই তাহলে হয়ে যাব আমি রাজাকার বা ছাগু। আমরা বেশিরভাগ মানুষ রাজাকার বা যুদ্ধাপরাধীকে পছন্দ করিনা কিন্তু তার মানে এই না যে বানান ভুল করে লিখতে হবে।

যাইহোক, কেউ ভুল বানান ধরিয়ে দিলে সেটা সঠিকভাবে লেখার মন মানষিকতা থাকতে হবে।

নিজে সচেতন হতে হবে এবং ব্লগ লেখার পর সেটা কয়েকবার পড়ে নেয়া ভাল বা কেউ তাড়াতাড়ি ব্লগ লিখে পোস্ট দিয়ে ফেল্লো কিন্তু আস্তে আস্তে সে তার ভুলগুলো দেখলে এডিট করে ঠিক করা উচিৎ। বানান ভুলের জন্য অনেক ভাল লেখাও তার আবেদন এবং আকর্ষণ হারায়।

অনেকেই দেখেছি যে বানান ভুলের কারণ হিসাবে বলে যে অভ্রতে নাকি সমস্যা করে কিন্তু আমি নিজেও অভ্রতে লিখি। সমস্যাতো হয় না। আর তা না হলে তো ওয়েবে বাংলা অনলাইন কীবোর্ড আছেই সেখানে বাংলা লিখে এখানে পেষ্ট করে দেয়া যায় আর ইন্টারনেটে প্রচুর বাংলা অভিধান আছে সেখান থেকেও সঠিক বানান জানা যায়।
কিছু মনে করবেন না।মন্তব্য বড় হয়ে গেল।আবারো ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

ভালো কথা বলেছেন ।
দেখি, সময় সুযোগ পেলে ব্লগ নিয়ে লিখবো ইনশাহআল্লাহ ।

প্রাসঙ্গিক মন্তব্য বড় হলেও সমস্যাতো নেই । বরং পড়তে ভালৈাই লাগে ।

শুভেচ্ছা রইল ।।

২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

অদিতি মৃণ্ময়ী বলেছেন: আমার বানানে প্রচুর ভুল হয় এবং আমি এটা সংশোধন করতে চাই।

পোষ্ট প্রিয়তে রাখলাম ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

সংশোধন করতে চাওয়ার মানসিকতাটাই অনেক বড় ।
পোস্ট প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা ।

অনেক শুভকামনা রইল ।।

২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
আমাদের আসলেই সচেতন না হয়ে উপায় নেই।বানানের সাথে সঠিক উচ্চারনটাও জরুরী।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, সচেতনতা এবং সঠিক উচ্চারণ উভয়ই জরুরী ।

অনেক শুভেচ্ছা রইল, অস্পিসাস প্রেইস ।

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

ভদ্রতা বলেছেন: ছবিগুলোর অ্যালবামটি সত্যিই :-B

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

অ্যালবামে আরো কিছু ছবি আছে ;)

শুভেচ্ছা রইল, ভদ্রতা ।।

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

মোঃ ইসহাক খান বলেছেন: মন্তব্যে "ব্যকরণ" বানান ভুল করে গেছিলাম। লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

হাহা
এখনও ঈগলের চোখ হতে পারিনি ।

শুভেচ্ছা রইল, প্রিয় গল্পকার ।।

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অসাধারণ পোস্ট।
সচেতনতা আসুক আমাদের মাঝে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ দূর্জয় কবি ।
ভালো থাকুন সবসময় ।।

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগা । অনেক গুলো ছবিতে দেখে বুঝতেও পারছিলাম না গলদটা কোথায়, লেখা পড়ে কিছু ক্লিয়ার হলো-আমার ভাষার এত দূরবস্থা! লজ্জা পেলাম খুব। এই কমেন্ট করতে করতেও ভয় পাচ্ছি , কোথাও ভুল বানানে লিখে ফেললাম না তো?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

হাহা

আমিতো এখন রিতিমতো আতঙ্কিত ।
কি যে লিখি..শুধু মনে হয় ভুল বাবানে লিখছি :(

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০২

চিরতার রস বলেছেন: অসাধারণ পোস্ট।
সচেতনতা আসুক আমাদের মাঝে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ চিরতাস রস, সচেতনতা আসুক সবার মাঝে ।।

৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার তথ্য নির্ভর পোষ্ট।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ দেশ প্রেমিক ।

ভালো থাকুন সবসময় ।।

৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার অনুসন্ধানী পোস্ট।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ হাসান ।
শুভকামনা রইল ।।

৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
মডারেটর কৈ ? একটা পোস্ট দিবো তো, নির্বাচিতে পাঠানোর জন্য রেডি হতে বলেন তো || :#)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

আপনি নিজেই মডারেটরদের কেউ নাতো ? /:)

৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
তাহলে আমার পোস্ট এখন স্টিকিতে দেখতেন ! /:)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

মডারেটররা নিজের পায়ে এতো সহজে কুড়াল মারে নাকি ? :-*

৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
কিছু পোস্ট পাবলিশ করার আগেই নির্বাচিতে চলে গেলে 8-| আমার আর দোষ কি ! #:-S

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

পাবলিশ করার আগেই নির্বাচিততে এটা শুধু মুখের কথা । তেমনটি আমি কখনো দেখিনি ।

আর মডারেটর যদি তার নিজের পোস্ট নির্বাচিততে নিয়েও থাকে তবে অবশ্যই সেই পোস্ট নির্বাচিততে যা্ওয়ার যোগ্যতা রাখে বলেই তা নির্বাচিততে গেছে ...বিষয়টাকে পজিটিভলি দেখলেই সমস্যার সমাধান হয়ে যায় ।

:)

৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৭

ম্যাভেরিক বলেছেন: মেরী, মারীতে সমস্যা কী? এগুলো নামবাচক বিশেষ্য, কেউ চাইলে এভাবে লিখতেই পারেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

আমার ব্লগে আপনাকে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞবোধ করছি ।

নামের নাকি কোন ভুল নেই । তেমনই শুনতাম ।
কেউ যদি "স্ট্যালিন" না লিখে ষ্ট্যালিন" লিখে বা এই ধরনের নামগুলোতে "ষ" এবং "ণ" আসে তবেও কি নামচবাচক বিশেষ্য হিসেবে ছাড় পেয়ে যাবে ?

শুভেচ্ছা রইল প্রিয় ম্যাভেরিক ।

৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আগে কোন বানান ভুল করতাম না, পুরো বাংলা ২য় পত্র বই মুখস্ত ছিল। এখন অনেক কিছু ভুলে গেছি। অভ্রর সাহায্য নেই।

আরজুপনি নির্বাচক :P

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

আমি আগে এমন ভুল করতামনা বলেই জানি :(

আরজুপনির পিঠে ছালা বাধা নাই, বিপদ ডেকে আনবেন না চৌধুরী সাহেবান #:-S

৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

আবু সালেহ বলেছেন: আপু ভালো আছেন নিশ্চই.............?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর সালেহ ।

ব্লগে দেখে খুব ভালো লাগছে , আছি আলহামদুলিল্লাহ ।

আপনিও অনেক ভালো থাকুন সবসময় ।।

৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

একলা ফড়িং বলেছেন: কয়েকদিন আগে দেখলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কাকতাড়ুয়া নামের একটি সংগঠন পুরো ভাষার মাস জুড়ে রং তুলি নিয়ে ছুটে বেড়িয়েছে সিলেট শহরের বিলবোর্ড/সাইনবোর্ডগুলোর ভুল বানান শুদ্ধ করতে! উদ্যোগটা অনেক অভিনব আর চমৎকার লেগেছিল আমার কাছে।

কাকতাড়ুয়া

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

গতরাতে এশিয়ান টিভিতে একটা নাটক (সম্ভবত) এ দেখাল, "বর্ণমালা যোদ্ধা" নামে একটা গ্রুপ ভাষার প্রতিবাদে মুখর ছিলো ।
উদ্যোগটা খুব ভালো ।

কাকতাড়ুয়ার সবার জন্যে শুভেচ্ছা রইল ।।

৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার চশমার পাওয়ার তো নেগেটিভ, পজিটিভলি কেমনে দেখবো বলেন ? :-B

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন:

হাহা

ভালো বলেছেন ।

৪৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। মাঝখানে কিছুদিন ব্লগে তেমন কমেন্ট করা হয় নাই। তাই একটু পরেই আসলাম। যে বিষয় তুলে ধরেছেন তা আসলেই খুব ভয়াবহ দিকে যাচ্ছে। সঠিক ভাষা জ্ঞান এবং চর্চার অবহেলা আমরা ছোটকাল থেকেই করে আসছি। যেমন দেখেন আমি যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু এই বাংলা নিয়ে কিন্তু তেমন একটা চিন্তিত আমরা ছিলাম না। খালি পাশ করতে পারলেই বাঁচতাম। সেই সময়ের অবহেলা এখন আরো বৃদ্ধি পেয়েছে। ফলে বানান বলেন আর শব্দ প্রয়োগই বলেন, অনেক অনেক সমস্যাই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং আমার তো মনে হয় এই ব্যাপারে যদি উপযুক্ত সচেতনতা আমরা সৃষ্টি করতে না পারি তাহলে সামনে আরো কঠিন দিন অপেক্ষা করছে।

আপনাকে ধন্যবাদ এত চমৎকার একটা প্রতিবেদন দেয়ার জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

পেছন ফিরে তাকিয়ে খুঁজে পাইনা, মায়ের ভাষা নিয়ে কোন বিশেষ শিক্ষার কথা...নাকি ভুলে গেলাম !

সত্যি নিজেই খুব অবাক হই, যখন ভাবি এতো কম জানি সেটাইতো জানতাম না !
এসব কাজ করতে যেয়ে আমার বিস্ময়ের সীমা রইছে না ।
তবু্ও ভালো যে, জানার ইচ্ছা থেকেই জানার চেষ্টা করছি , তাও যদি না থাকতো ...

আমি নিজেও অনেক পোস্টেই ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততা বা নানাবিধ কারণে অনেক পরে যাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে পরে আসলে কোন সমস্যা নাই ।

এসে যে, মতামত দিলেন, পরামর্শ দিলেন এটাই বা কয়জন দেয় ?

অনেক শুভেচ্ছা রইল, কা_ভা ।।

৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

সায়েম মুন বলেছেন: সময়োপযোগী পোস্টে অনেক ভাললাগা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

প্রিয় সায়েম মুন, আশা করি এভাবেই পাশে থেকে অনুপ্রেরণা যোগাবেন সবসময় ।
অনেক শুভেচ্ছা রইল ।।

৪৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ক্যামন আছেন,

দেবী দীপান্বিতা ?

কেজো পোস্ট । বানান নিয়ে সতর্ক থাকার চেষ্টা করছি ।

আমার নতুন গল্প পোস্টে অবশ্যই আসবেন সময় করে,
সেখানে একজনকে ডেডিকেট করেছিলাম কিন্তু...!!

অনেক ভালো থাকুন ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

আরজু পনি বলেছেন:

দেবী দীপান্বিতা ? ...!!! নিজেকে টিউব লাইট মনে হচ্ছে । :||

আমি এখন যে কোন লেখাতেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি, বানান ভুল হচ্ছে না তো !

আপনার লেখা এবং উৎসর্গ দু'টোই অসাধারণ হয়েছে ।
শুভেচ্ছা রইল , গ্রানমা ।।

৪৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

আফ্রি আয়েশা বলেছেন:
মন্তব্য করতে গিয়ে তো ভয় পাচ্ছি , বানান ভুল না করে বসি :)
বাংলা বানান নিয়ে খুব বিভ্রান্ত হই . . .
দেশের প্রতি, ভাষার প্রতি ভালোবাসা জরুরী ।
চমৎকার পোস্ট :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

আমার অবস্থাতো আরো শোচনীয়, ইদানিং মনে হচ্ছে আগে হয়তো কিছু জানতাম এখনও তাও জানি না, বা ভুল করছি :(

হ্যাঁ, নিজের ভাষার প্রতি, দেশের প্রতি ভালোবাসা জরুরী ।।

৪৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৬

এহসান সাবির বলেছেন: আরো একটি চমৎকার পোস্ট।



ভালোলাগা..

শুভকামনা আপু।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সাবির ।
শুভকামনা রইল সবসময় ।।

৫০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৭

টুম্পা মনি বলেছেন: হাহাহা অনেক ভালো লাগল। সাথে একটু শরম পেলুম। :!> শরমের কারণ বলব না। শরমের কথা বলতে নেই। :D :D

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

আহা জানতেও পারলাম না কী কারণে শরম পেলেন । #:-S

শুভেচ্ছা রইল, অনেক অনেক ।

আপনার বইটি এখনো পড়া শুরু করতে পারিনি, বইয়ের আলমারিতে শোভা বর্ধন করছে । :D

৫১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৬

অদৃশ্য বলেছেন:






হানিফ সংকেতও এটার ব্যাপারে যথেষ্ট সতর্ক... তার ইত্যাদির কয়েকটি প্রোগ্রামে এই ভুল বানান বা ভুল ভাষার ব্যবহারের বিষয়টা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন...

আর এই ব্লগে এসে আপনাকে সহ আরো কয়েকজনকে পেয়েছি যারা সবসময় চেষ্টা করেছেন ভুলগুলো ধরিয়ে দেবার জন্য... এটা খুবই ভালো দিক... খুবই ভালো কথা...

আমার মনে হয় আমিই সব থেকে বেশি বানান ভুক করে থাকি...


শুভকামনা...

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

আমি নিজেও অনেক বানান ভুল করি ...

তাই নিজেকে শোধরাতেই আরো বেশি আগ্রহী হয়ে বানান নিয়ে কাজ করার চেষ্টা করছি ।

অনেকদিন পর দৃশ্যমান হলেন, ভালো লাগলো দেখে ।
আপনার জন্যও অনেক শুভকামনা রইল ।।

৫২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৭

দি সুফি বলেছেন: সেই ২০০৭ সালের পর থেকে বলতে গেলে আর কখনও কাগজে কলমে বাংলা লেখা হয়নি। সামু আর অভ্রের কল্যাণে গত বছর দুয়েক ধরে ব্লগে এবং ফেইসবুকে মাঝে মাঝে বাংলায় লেখা হয়। স্বাভাবিকভাবেই অনেক বানানই ভুল হয়ে যাচ্ছে (অগোচরে)। সমস্যা হল এদিকে নজর দেয়ারমত সময়ের অভাব। দেখি চেষ্টা করব।
:)

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:

কাগজে না হয় নাই লিখছেন...তবে বাংলায় যাই লিখুন...সতর্ক থাকলেই হবে । যেন ভুল বাংলা আমাদের কারণে ছড়িয়ে পড়তে না পারে ।

চেষ্টা চলুক, সতর্কতা বাড়ুক... শুভেচ্ছা রইল, সুফি ।।

৫৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৬

ইখতামিন বলেছেন:
এখানের কয়েকটা বানানে আমারও ভুল আছে...
শেয়ারের জন্য অনেক ধন্যবাদ রইল..

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

আমিতো বিপদে আছি, বানানের কাজ করতে গিয়ে নিজেই বানান ভুল করে ফেলি :P :(

তবুও ভালো লাগে যে, হোক বানান ভুল, তবুও আমার সদিচ্ছা আছে...

সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ইখতামিন ।।

৫৪| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯

অদৃশ্য বলেছেন:






মন্তব্যের জবাবে আপনাকে চোখে পড়ছে ঠিকই কিন্তু ব্লগে আগের মতো আপনাকে মোটেও দেখতে পাওয়া যায় না... এটা মোটেও ভালো কথা না... আমরা অনেকেই হতাশ হচ্ছি...

সুহৃদটা ইচ্ছে করেই গাঢাঁকা দিয়ে আছে... অবশ্য আমি ভাবছি তাই... ওনার মতো প্রাঞ্জল একজন মানুষ কিভাবে এমন ঘাপটি মেরে থাকতে পারে তাই ভাবছি...

সামনে ব্লগ মাতানো আরেকটি চমৎকার লিখা আমাদের উপহার দিন...

প্রিয়জনের জন্য
শুভকামনা...

০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫০

আরজু পনি বলেছেন:

এখন ইচ্ছে থাকলেও অনেক বেশি সময় সশরীরে থাকতে পারি না । তবে মনটা ঠিকই পড়ে থাকে ।

আর সুহৃদ এভাবেই ফিরে ঘুরে ঝলকে দিতেই পছন্দ করেন হয়তো ।

হাহা...আমিতো ব্লগ মাতানো লেখা লিখতে পারি না । আমার লেখা সাধারণত মাস্টারি টাইপ অথবা বিদ্রোহী টাইপ...

আপনার জন্যেও অনেক শুভেচ্ছা প্রিয় অদৃশ্য ।
এই যে এভাবে লিখতে জোর করা, অনুপ্রেরণা যোগানো ... ।
অনেক ভালো থাকুন ।।

৫৫| ১০ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৬

আমি অপদার্থ বলেছেন: আপা আপনার অতিরিক্ত সময় নিয়ে একটি দুটি করে কমেন্টের রিপ্লাই দিয়ে যাবার মহত্ব কি ?
আপনাকে মাঝে মাঝে দেখি কমেন্ট করেন কিন্তু নিজের পোষ্টের রিপ্লাই ধীরে ধীরে দেন , অতিথিদের বসায়া রাখেন নাকি ?

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮

আরজু পনি বলেছেন:

আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো । পোস্ট নিয়ে কিছু বললে আরো ভালো লাগতো । যাই হোক,
যখন ব্লগে লগইন হই তখন কোন মন্তব্য নিজের পোস্টে পেন্ডিং থাকলে যতগুলো সম্ভব জবাব দিয়ে দেই ।

তাড়াতাড়ি মন্তব্যের জবাব দিলে কেউ কেউ বলে, আমি মন্তব্যকারীদের ব্যাপারে আন্তরিক না...

অতিথিদের বসিয়ে রাখার ভাবনাটা মাথায় আসেনি । যারা আমার পোস্টে মন্তব্য করেন, তারা আমার শুভাকাঙ্খী, তাদের অনুপ্রেরণাতেই লেখার আগ্রহ পাই ।

আপনার এই পরামর্শটা আমার সামনের ব্লগিং সময়গুলোতে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে ।
অনেক কৃতজ্ঞতা রইল ।
এভাবেই এসে ভুল ধরিয়ে দিলে অনেক ভালো লাগবে ।
শুভকামনা রইল ।।

৫৬| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ২:০৩

পুরানো আমি বলেছেন: দারুণ পোস্ট আপু।

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পুরানো...
শুভেচ্ছা সতত ।।

৫৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯

আজাইরা পঁ্যাচাল বলেছেন: অনেক ভালো লেগেছে আপু ।
আপনার পোস্ট এর জন্য ধন্যবাদ। :)

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ জানাই ।

ভালো থাকুন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.