নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত

১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৬





পরীবাগের রাস্তাটা সন্ধ্যার পর বড্ড বেশিই ভুতুরে লাগে ।

আলো আধারীতে ছিনতাইয়ের ভয়ে শুচি সব সময়ই তটস্ত হয়ে রাস্তাটা পারি দেয় ।

বিশেষ করে নার্সারির জঙ্গলটা পাড়ি দেবার সময় মনে হয় এই বুঝি জঙ্গল থেকে কোন ছিনতাইকারী এসে ব্যাগটা ছিনিয়ে নিতে গিয়ে শুচির হাতেও চাকু, ছুরি চালিয়ে দিবে ।

রোজার সময় ভয়টা বেড়ে যায়, কেননা সামনে ঈদ থাকার কারণে ছিনতাইকারীদের ছিনতাইয়ের দৌড়াত্ব বেড়ে যায় ।

ঈদের কিছুদিন বাকী থাকতেই শুচি খেয়াল করছে ওর পেছন পেছন লম্বা চুল, মুখে দাড়ি, ইয়া বিশাল বপুর অধিকারী কেউ একজন আসে, শুচির হাঁটার গতি বাড়ার সাথে সাথে তার হাঁটার গতিও বাড়ে । ভয় তাড়াতে না পেরে শুচি বাধ্য হয় দৌড় শুরু করতে । যখন পিছন ফিরে তাকায় তখন দেখে নার্সারির জঙ্গলের অন্ধকারে সেই বিশাল দেহী মিলিয়ে গেছে ।



অফিস থেকে ছুটি পাওয়ার আগের তিনচারদিন শুচি আর ভয় সামলাতে না পেরে সেই রাস্তা দিয়ে না এসে বাধ্য হয়ে কষ্ট করে অনেক বেশি পথ পারি দিয়ে বাসায় ফিরেছে । তবুও ঈদের আগে ছিনতাইকারীর হাত থেকে বাঁচা তো গেল ।



ঈদের পর প্রথম দিন অফিস থেকে আগের রাস্তা দিয়ে ফেরার পথে কাউকে দেখেনি, শুচি যেন আশা করছিল...নিরাশ হতে হয়েছে ।

ঈদ বোনাস থেকে কেনা নতুন শখের মোবাইল ফোনটা হাতে নিয়ে নাড়তে নাড়তে ফিরছিল সেদিন । হঠাৎ করেই আলো আধারীর সেই সন্ধ্যায় অন্ধকার ফুঁড়ে নার্সারির জঙ্গলের ভেতর থেকে নয়, রিতিমতো সামনে এসে হাজির হলো একই গড়নের নতুন কেউ ! এর শুধু চুল লম্বা নয় বা দাড়ি নেই মুখে !



"প্লিইজজ..." বলতে বলতেই শুচি পড়ে গেল রাস্তায় ।



মিনিট কয়েক হয়তো পার হয়েছে, এর মধ্যেই রমনা থানার পুলিশ হাজির হয়ে গেছে । বিশালদেহী মানুষটি শুধু করুণ ভাবে বলতে পারলো...আপনার সাথে পরিচয় হলো না, আগামী কালই আমার ফ্লাইট, ছুটি শেষ, ফিরে যাচ্ছি ।









সুপারভাইজার দেরী করালে পিএইচডি করতে যে কতো ঠেলা তা সিফাত হাড়ে হাড়ে টের পাচ্ছে । এর মধ্যেই বয়স্ক ভদ্রলোক চিকিৎসার কারণে ঘুরতে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছে । যাবার আগে সিফাতকে বলে গেছে মলিন মুখ করে না থেকে মার কাছ থেকে ঘুরে আসো এই ক'দিন ।

সামনে ঈদ থাকায় এমনিতেই সিফাতের চরম মন খারাপ ছিল ।

ইনকমপ্লিট অবস্থায়ই মার কাছে যাওয়ার সব ব্যবস্থা করে ফেললো অনেক দ্রুতই ।

দেশে ফিরে অল্প কিছুদিন পুরনো বন্ধুদের খোঁজ নিতে নিতেই শেষ, সবাই চাকরী, চাকরীর খোঁজে মহাব্যস্ত ।

ইদানিং ইফতারির পর নার্সারি এলাকাতেই থাকতে ভালো লাগে । আধো অন্ধকারে সিফাত যেন নিজেকে খুঁজে পায় ।

প্রায়ই এক মেয়েকে কিছুটা ভয়ার্ত চোখে নার্সারির এলাকাটা পারি দিতে দেখে । মেয়েটার হাঁটার মধ্যে যথেষ্ট আত্নবিশ্বাস থাকলেও এমন ভীতু ভাবে তাকায় কেন বুঝতে পারে না সিফাত । কয়েকদিন পেছন পেছন গেছে পরিচিত হতে , মেয়েটা হয় হাঁটার গতি বাড়িয়ে দেয়, অথবা দৌড় লাগায় । বেইজ্জতির ভয়ে সিফাত কোনদিন দৌড়ে মেয়েটির কাছে যেয়ে বলতে পারেনি শুধুই পরিচিত হতে ও মেয়েটির পিছু নেয় ।

ঈদের আগের রাতে মায়ের বকুনিতেই হোক বা ঈদের আনন্দেই হোক চুল, দাড়ি ছেটে একটু ভদ্রস্থ হয়েছে ।

ছুটি শেষ হয়ে গেছে কালকেই চলে যাচ্ছে...সন্ধ্যায় পায়ে পায়ে সিফাত নার্সারির আলো আধারীতে আসতে যেয়ে মেয়েটিকে দেখে এবার আর পিছু নেয়ার কথা না ভেবে একেবারে সামনে এসে হাজির !



হতবাক হয়ে সিফাত আবিষ্কার করলো মেয়েটি শুধু "প্লিইজজ..." বলতে বলতেই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল ।

কিংকর্তব্যবিমুঢ় সিফাত ভাবতে ভাবতেই পুলিশ এসে হাজির । সন্দেহের বশেই ধরে নিয়ে যাচ্ছে সিফাতকে...

দীর্ঘশ্বাস ফেলে সিফাত শুধু করুণভাবে বলতে পারলো...আপনার সাথে পরিচয় হলো না, আগামী কালই আমার ফ্লাইট, ছুটি শেষ, ফিরে যাচ্ছি ।







বিশেষ কৃতজ্ঞতা : ব্লগার ঘুমন্ত আমি ...

ছবি : নেট থেকে

মন্তব্য ১০৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

আরজু পনি বলেছেন:

ব্লগার কুনোব্যাঙ এবং দালাল০০৭০০৭ এর কাছে ক্ষমাপ্রার্থনা করছি । কেননা আপনাদের মন্তব্য সহ পোস্টটিকে ঠিকমতো ফিরিয়ে আনতে পারলাম না :(

আগের পোস্টটি দুবার প্রকাশ হয়েছিল কিভাবে জানি না । একটাকে ড্রাফটে নিতে গিয়ে দেখি দু'টোই চলে গেছে, ফিরিয়ে আনলে দুটিই আসে...শেষে কোন উপায় না পেয়ে আবার নতুন করে পোস্ট করলাম ।

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:০৮

নিশাত তাসনিম বলেছেন: গল্প ভালো হয়েছে ভগিনী পনি । +++

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, তাসনিম ।
ভালো থাকুন সর্বদা ।।

৩| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:১০

দালাল০০৭০০৭ বলেছেন: আবার ও মন থেকে ভাল লাগা আপু। :)

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৪

আরজু পনি বলেছেন:
কৃতজ্ঞতা রইল এভাবে ফিরে এসে আবার অনুপ্রেরণা জানানোয় ।।

৪| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই পোস্ট না পড়েই কমেন্ট করলাম- চমৎকার হয়েছে।


;) ;)

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৬

আরজু পনি বলেছেন:

আপনি না পড়ে মন্তব্য দিবেন তাই কি হয় ? ;)
আগে কোথায় পড়েছেন সেটাতো জানিই ।
অনেক কৃতজ্ঞতা রইল, সোনাবীজ ।।

৫| ১১ ই মার্চ, ২০১৪ রাত ২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: অগোচালো মনে হল। গপের ঘটনা বোঝতে একটু ঝামেলা হইছে

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭

আরজু পনি বলেছেন:

হতে পারে, সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি ।
চেষ্টা থাকবে ভবিষ্যতে আরো গুছিয়ে লেখার ।
মতামতে কৃতজ্ঞতা রইল ।

৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৬

সাজিদ কবির বলেছেন: অসাধারণ ...

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল সাজিদ ।
শুভকামনা সবসময়ের ।।

৭| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৫২

সুমন কর বলেছেন: সবাই, আপনার নাম দেখেই বলবে অসাধারণ, সুন্দর, চমৎকার........হয়েছে।

কিন্তু আমি পড়েই বলছি, গল্পের পরিপূর্ণতা পায়নি। এলোমেলো, অগোছানো লাগলো এবং আরো বিস্তারিত দরকার ছিল। মনে হচ্ছিল, আপনি আগেই দুইটি দৃশ্য মাথায় রেখে লিখেছেন। তাই আর বড় করেননি। তাড়াহুড়া করে শেষ করে ফেলেছেন।

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৬

আরজু পনি বলেছেন:

হাহা, আপনি তবে আমার ব্লগ খুব বেশি পড়েননি সম্ভবত ।

আমার লেখা যে যেভাবে নেয় সে সেভাবেই মন্তব্য করে ।
কেউ হয়তো কাহিনীটা পড়ে,
কেউ দেখে লেখার ধরণ, কেউ দেখে বানান, কেউ দেখে লেখার বুনট...তাই মন্তব্যও হরেক রকমের হয় ।

আপনার মন্তব্যের পরের অংশটাই আমার জন্যে আসল মন্তব্য । এমন গঠন মুলক সমালোচনাই একজন লেখককে ভালো লিখতে অনুপ্রেরণা যোগায় ।

বিস্তারিত ভাবতে চাইনি বলেই লিখিনি । আর পুরো লেখার দৃশ্যটি মাথায় ছিল না... প্রথম অংশটাই মূলত লিখেছিলাম, পাঠকের কাছে লেখার ফিনিশিং টানতে শেষ অংশটা । তবে তাড়াহুড়ো করিনি । যদিও গতরাতে ফেসবুকের টাইমলাইনেই একটানে লিখে কোন ঘষামাজা ছাড়াই প্রকাশ করেছি ব্লগে ।

প্রথম অংশটা মাথা থেকে সরিয়ে একজন পাঠক, শুভাকাংখী, সহব্লগার হিসাবেই আমন্ত্রণ রইল ।
পরবর্তীতে এভাবেই ভুল ধরিয়ে দিবেন আশা করি ।
অনেক শুভকামনা রইল, সুমন ।।

৮| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:১১

উদাস কিশোর বলেছেন: আপনার লেখা খুব বেশি পড়া হয়নি আমার । কারন আমি নতুন ।
তবে এ লেখাটায় তাড়াহুড়ো করার ছাপ পাওয়া যাচ্ছে

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫০

আরজু পনি বলেছেন:

পাঠকের মন্তব্যই লেখার অনুপ্রেরণা । আমার লেখার সীমাবদ্ধতা মেনে নিচ্ছি । আপনি পড়ে মতামত দিয়েছেন, তাই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ।

তবে তাড়াহুড়ো করিনি ।

যদিও ফেসবুকের টাইমলাইনে একটানে লিখে কোন রকম ঘষামাজা ছাড়াই ব্লগে প্রকাশ করেছি ।

এভাবেই আশা করি সামনের সময়গুলোতে মতামত দিয়ে লিখে যেতে পাশে থাকবেন ।
অনেক শুভকামনা রইল কিশোর ।।

৯| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৭:১৪

তিতাস একটি নদীর নাম বলেছেন: দীর্ঘদিন পর সামুতে এসেছি। সময় সুযোগ মিলাতে পারি না-তাই আসা হয় না।
আপনার গল্পের সৌন্দয্য ব্যাখ্যায় যাচ্ছি না।
যে জায়গাটার বর্ননা দিয়েছেন সেটা খুব চেনা। প্রতিদিন বিকেলে বা সকালে বা অন্য অন্য কোন সময় এখানটা দিয়ে আসা-যাওয়া করতেই হতো।
সন্ধ্যার পর ভুতুরে লাগে কিন্তু নিরাপদ রাস্তা।
আমার ফেলে আসা সময়গুলোকে স্মরন করিয়ে দিলেন.।.।।।অনেক ধন্যবাদ

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৪

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, ভুতুড়ে লাগলেও নিরাপদ এটা মানতেই হবে ।
খুব ইচ্ছে করে নার্সারির ভেতরের চায়ের দোকানে বসে চা খাই । কিন্তু হয়ে উঠে না ।

ওই পথ পারি দিতেও হয়তো আপনার কথা আমারও মনে পড়বে ।
অনেক শুভকামনা রইল ।।

১০| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৭

এহসান সাবির বলেছেন: বেশ আপনি......

আপনার লেখা্যও টাইপো থাকে??!!?? ;) ;)

তটস্ত হয়ে রাস্তাটা পারি দেয়, অনেক বেশি পথ পারি দিয়ে বাসায় ফিরেছে, নিউজিল্যান্ড পারি দিয়েছে...

মন মানতে চাইছে না.... নিশ্চই অন্য কাউকে দিয়ে টাইপ করিয়েছেন... :P ;)



নোট- এই কমেন্ট টা ডিলেট হবে.... প্লিজ

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহ আমার লেখায় টাইপো থাকে বলেই তো বানান নিয়ে গবেষণায় নেমেছি, কর্মসহায়ক গবেষণা (Action Research) ;)

কাউকে দিয়ে টাইপ করাইনি, গতরাতে ফেসবুকের টাইমলাইনে ইন্সট্যান্ট পুরোটা লিখেছি X(

পাড়ি দেওয়া আর পার হওয়া পারির জায়গায় পাড়ি হবে, ঠিক করে দিচ্ছি এখুনি ।

আরেকটা কথা বিনয়ের সাথে বলতে চাই ।
কেউ বানান ভুল ধরিয়ে দিলে রাগ করে, ফেসবুকে কথা শোনায় বা সহব্লগারকে শুভাকাংখী না ভেবে শত্রু ভাবে ।

আমি তেমন নই, ভুল ধরিয়ে দিলেই আমি বরং কৃতজ্ঞ থাকি বেশি ।
আমার পোস্টে কেউ বানান ভুল ধরিয়ে দিয়েছে এতে আমার সম্মান কমে যাবে এমনটা আমি কখনোই ভাবি না ।

তাই "নোট"টা কে ওভার লুক করলাম... প্লিজ ।
এবং অবশ্যই কৃতজ্ঞতা রইল একজন শুভাকাঙ্খীর প্রতি ।

১১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:০৯

এহসান সাবির বলেছেন: গল্প ভালো লেগেছে... জায়গা টা আমার কেমন যেন চেনা চেনা লাগছে..... কিন্তু ছবিটা??

শুভেচ্ছা আপু.....

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৮

আরজু পনি বলেছেন:

পরীবাগের এ্যাবাকাস কনভেশন সেন্টারের রাস্তাটা । যেটা নিউ এ্যালিফ্যান্ট রোড নামেও পরিচিত ।
রাস্তার পাশেই বিশাল নার্সারির অন্ধকার সন্ধ্যার পর রিতিমতো ভুতুরে পরিবেশের সৃষ্টি করে ।

ছবিটা গল্পের প্রয়োজনে দিয়েছি নেই থেকে, ফেসবুকে দুটো অংশ পর পর লিখৈ ব্লগে প্রকাশ করতে গিয়ে একটু তাড়াহুড়ো করেছি, বেশ রাত হয়ে গিয়েছিল , আমি ইদানিং এতো রাত জাগি না, জাগতে চাইও না, পারিও না । তাই এসব বিষয়গুলো মাথা থেকে সরে শুধু ঘুম তাড়া করছিল ।
পাঠে অনেক কৃতজ্ঞতা রইল, সাবির ।।

১২| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৪

অদৃশ্য বলেছেন:






লিখাটি শুরু করবার পর বারবারই মনে হচ্ছিলো এটা একটা নারী হয়রানি মূলক গল্প... নিশ্চয় শেষে সরাসরি কোন উপদেশ দেবেন বা চোখে আঙ্গুল দিয়ে সামাজিক সমস্যা দেখিয়ে দেবেন...

তার সবই ছিলো লিখাটিতে সাথে ছিলো দারুন চমক যা কিনা শেষে এসেই দেখা যায়...

অত্যন্ত সুন্দর একটি লিখা... আর চমৎকার কিছু মেসেজ দিয়ে গেলেন... মানসিক চাপ আমাদের স্বাভাবিক জীবনকেই বাধাগ্রস্থ করছে... এর থেকে বের হবার পথ নিজেদেরই বের করে নিতে হবে...

নাছাড়া সুচি আর সিফাতদের পরিচিত হবার সম্ভাবনাগুলো হারিয়ে যেতে থাকবে...


শুভকামনা...

১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:

ফেসবুকে দুটো অংশ আলাদা আলাদা করে দিয়েছিলাম, প্রথম অংশটা আলাদা করে পড়লে আসলে তেমনই মনে হয়, পরের অংশটা সহব্লগার ঘুমন্ত আমির জন্যই লিখেছি ।
ব্লগেও দেয়ার পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই মনে হলো অনেকদিন পোস্ট দেই না, আপনার কথাটাও মাথায় ছিল । তাই কোনরকম দেরী না করে ফেসবুক থেকে আলাদা দু'টো অংশ এক করে ব্লগে দিয়ে দিয়েছি ।

তবে, আপনার মন্তব্যটা পড়ে প্রাণ ভরে গেল, লেখার ভাবনাটা একজন পাঠক যখন অনুভব করতে পারে তা একজন লেককের জন্য অত্যন্ত সুখকর একটি অনুভুতি ।

পরীবাগের ওই রাস্তাটায় যথেষ্ট বাতি লাগানো প্রয়োজন, কার কাছে বলবো জানি না, তবে ভয়ের অনুভুতিটা আমার বরাবরই মতো হয়, যখন কোন সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে আমাকে যেতে হয় ।

অনেক কৃতজ্ঞতা রইল, প্রিয় অদৃশ্য ।।

১৩| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৯

ফয়সাল হুদা বলেছেন:
ছোট গল্পের সার্থকতাই এটা।পাঠকের কাছে অসমাপ্ত বা তাড়াহুড়া করে শেষ করা মনে হবে।
যত বেশী পাঠক এটাকে তাড়াহুড়া করে শেষ করা মনে করবে ,ততই এই লেখক সার্থক :) :)

বরং লেখকের শুচি,সিফাত এর অংশ আলাদা করে আবার এডিট করার প্রয়োজন ছিল না।
থাকুক না কিছু অস্পষ্টতা।গল্পের নামইতো অসমাপ্ত.....

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

পাঠকের পরামর্শ সাদরে, কৃতজ্ঞতার সাথে গৃহিত হলো :D

অনেক কৃতজ্ঞতা রইল, ফয়সাল ।।

১৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালই লাগল আপু। আছেন কেমন ?

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

আররে কান্ডারি যে, পাঠে অনেক ধন্যবাদ রইলো ।

আছি, আলহামদুলিল্লাহ ভালোই ।
আপনার জন্যে শুভকামনা রইল ।।

১৫| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৮

ঢাকাবাসী বলেছেন: ষ্টাইলটা ভাল, গল্পটা আরো ভাল লাগলো।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।

শুভকামনা রইল ।।

১৬| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০১

গাধা মানব বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখাটা পড়লাম। ভাল লাগল অনেক। :)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

আপনি প্রায়ই হারিয়ে যান, দেখা যায় না ।
তবে এই যে ফিরে আসছেন, এটাই টিকে থাকুক । ব্যস্ততার ফাঁকে চলুক ব্লগ চলা ।
অনেক শুভেচ্ছা রইল, গাধা মানব ।।

১৭| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

"শুচিতাকে" নিয়ে আমার লেখাটা মনে আছে..?

শুচি/শুচিতা.. ভালোই ।

যাহোক, আপনার গল্পটি পড়লাম ।

ভয় তাড়াতে না পেরে শুচি বাধ্য হয় দৌড় শুরু করতে ।
"প্লিইজজ..." বলতে বলতেই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল ।

দুর্বল/ভীতু মেয়ে আছে অনেকেই !

তবুও একটু বাড়াবাড়ি মনে হল..!

আপনার মতো সাহসী/আত্মবিশ্বাসী গল্প চাই !

শুচিরা শুদ্ধ হোক সাহসে/আত্মবিশ্বাসে ।

ভালোলাগা,ভালো থাকুন দেদী...!

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

খুব মনে আছে, অনেক বেশি সুন্দর সেই লেখা ।

সাহসী মানুষের আড়ালে এক ভীতু সত্ত্বা...আমার ভেতরেও আছে ।

মানুষগুলো যখন আর চিলের মতো ছোঁ মারবে না, হায়েনার মতো আক্রমণ করবে না...নিশ্চিত হলে নারী সত্যিই সাহসের সাথেই পথ চলবে ।
তারপরও চলতে হয় এদের মধ্য থেকেই ।

নারীর পথ চলা হোক নিষ্কন্টক ।।

একটা প্রশ্ন করবো...আপনি বড্ড ভাবাচ্ছেন...

১৮| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

মামুন রশিদ বলেছেন: জীবনে কতো না বলা কথা, না দেয়া পরিচয় থেকে যায় ! শুধু ছুটিই ফুরিয়ে যায় !!


"আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে" !!!


গল্প ভালো লেগেছে পনি আফা :-)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

ছুটি ফুরিয়েই যায়...

পাঠে অনেক ধন্যবাদ মামুন ।
শুভকামনা রইল ।।

১৯| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ঘটনা এতটুকু বুঝলাম যে আগামীকাল ফ্লাইট।সময় নেই। !:#P
সুন্দর লিখেছেন।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম,
ভালো থাকুন সবসময় ।।

২০| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

ইখতামিন বলেছেন:
ফেবুতে পড়েছিলাম
ভালো হয়েছে.. :)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ইখতামিন ।

একটু আগে আপনার ব্লগসাইট ঘুরে এসে মাথায় ভুত চেপেছে আপনার নির্বাচিত পাতা দেখে :|

২১| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: অণুগল্প হিসেবে ভালো।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

লেখাটাকে তবুও কোন ক্যাটাগরিতে ফেলেছেন, তাতেই আমি কৃতজ্ঞ ।

আপনার মতো ধারালো গল্পকারের মন্তব্য সত্যিই দারুণ অনুপ্রেরণার ।

শুভেচ্ছা রইল , হাসান ।।

২২| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১২

পাঠক০০৭ বলেছেন: @সুমনকরঃ আপনাকে স্বাগতম দাদা ;)। ব্লগে দীর্ঘদিন একজন নিখাদ বিনোদনের অভাব ছিল। আপনি সেই অভাব পুরন করেছেন। আপনার কমেন্টগুলো এত্তগুলো চুইট। হিংসা হিংসা!

আপনার অভিমানী কমেন্ট গুলো পড়ে আমার মন খারাপ হয়ে যায়। রাতে ঘুমানোর সময় ভালো করে পানি খাবেন, সকালে পেপে খাবেন। দেখবেন অনেক আনন্দ!

@ ম্যাডাম আরজুপনিঃ গল্প লেখা চালিয়ে যান। গল্পটা খারাপ লাগে নাই। আরো পরিষ্কার বর্ননা হলে ভালো লাগত।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:

গল্প লেখার আসল ধারাটা আমি আসলে বুঝতে পারি না এখনও ।
মনে আসলে কিছু সময় লিখে ফেলি, তাই আপনারা যখন অনুপ্রেরণা দিয়ে গল্পের কোন একটা শাখায় পরিচয় করিয়ে দেন, তাতেই আমি কৃতজ্ঞ ।

আপনার পরামর্শটা ভবিষ্যত লেখার সময় কাজে লাগানোর চেষ্টা করবো ।

অনেক শুভকামনা রইল, ইচ্ছে খাতা ।।

২৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি কি ভুল বুঝলাম ?
ডাকাত বা চোর কেউ ছিলনা ?
সিফাতকে ভুল বুঝে চোর মনে করে বেহুশ হয়ে গেছে আর সিফাতের রয়ে গেল আক্ষেপ কথা না বলতে পারার , পাশাপাশি পুলিশের হাতে ধরা পড়ে ক্যারিয়ার সংক্রান্ত অনিশ্চয়তার ।
এমন হলে ছোটগল্প হিসেবে বেশ হয়েছে পনি আপু।
আমি কি ভুল বুঝলাম কিনা জানাবেন !

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

না না একদম ঠিক ধরেছেন ...দারুণ !

অনেক শুভেচ্ছা রইল ।।

২৪| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, ভালৈ ||

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মুন ।

শুভকামনা রইল সবসময়ের ।।

২৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগল্প হিসেবে বেশ ভালো লেগেছে। বিশেষ করে বর্ননাটা খুবই আকর্ষনীয় ছিল।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

আপনাদের মতো লিখিয়েরা যখন এভাবে বলে সত্যিই দারুণ অনুপ্রেরণা পাই ।

অনেক শুভকামনা রইল, কা_ভা ।।

২৬| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

গোর্কি বলেছেন:
গল্প সমাপ্ত হলে গতানুগতিক ধারার হয়ে যেত বলে মনে হয়। দুজনের বিপরীতমুখী শংকা গল্পে এনে দিয়েছে নাটকীয়তা। কিছু ব্যাপার অসম্পূর্ণ থেকে যাক না! তাতে ক্ষতি কী? যে যার মত করে সাজিয়ে নেবে। আমার ভাল লেগেছে এই অসম্পূর্ণতা। শুভেচ্ছা রইল।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ আমার জন্য ।

খুব ঠিক বলেছেন ।
অনেক শুভেচ্ছা রইল, গোর্কি ।।

২৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭

অদ্বিতীয়া আমি বলেছেন: অনুগল্পে ডিটেইল বর্ণনার চেয়ে অল্প কথায় চিত্রায়ন করা টাই ভাল লাগে , ভালো লেগেছে স্টাইলটা ।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

আমি আসলে কোন কিছু ভেবে লিখিনি । ভাবনাটা মাথায় এসেছিল, একটানে লিখে ফেলেছি ...নিজেকে কথার ভার থেকে মুক্ত করতে পেরেছি ।

আপনার মন্তব্যটা অনুগল্প লিখতে অনুপ্রেরণা জাগানিয়া ।

অনেক শুভেচ্ছা রইল অদ্বিতীয়া ... ।।

২৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৮

বেকার সব ০০৭ বলেছেন: সিফাত কোনদিন দৌড়ে মেয়েটির কাছে যেয়ে বলতে পারেনি শুধুই পরিচিত হতে ও মেয়েটির পিছু নেয়।
এ তো দেখি আমার মত অবস্থা

আপনার গল্প পড়ে ভাল লেগেছে

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, কিছু মানুষকে দেখে কথা বলতে ইচ্ছা করলেও কেন যেন আর বলা হয় না ।।

গল্প ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম ।
অনেক শুভকামনা রইল বেকার সব ।।

২৯| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো আপু ।

ভালো আছেন ?

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, বৃষ্টিধারা ।
ভালো আছি আলহামদুলিল্লাহ ।
আপনার জন্য শুভকামনা রইল ।।

৩০| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫

ইখতামিন বলেছেন:
:)

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

একটু ফ্রি হয়ে নেই (কয়েক সপ্তাহ পরে)...তারপর আপনার সাথে সাইট নিয়ে কথা বলবো ।
আগেই এপয়েন্টমেন্ট নিয়ে রাখলাম :D

৩১| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি সকল দায়িত্ব পিএইচডি’র ওই সুপারভাইজারের দিতে চাই :P

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

বিপদ বেশি হয় যদি সুপারভাইজার বিপরীত লিঙ্গের হয়, বিশেষ করে নারীর সুপারভাইজার যদি পুরুষ হয় /:)

:|

৩২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথমে রহস্য সৃষ্টি করে, পরে আবার নিজেই রহস্য ভেদ করে দিয়েছেন। তারপরও অনেক অব্যক্ত কথা রয়ে গেছে, যা হয়তো গল্পকার ইচ্ছা করেই পাঠকের ভাবনার খোরাক হিসাবে রেখে দিয়েছেন। এটাইতো ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য। তাই রবি ঠাকুর যথার্থই বলেছেন, "শেষ হইয়াও হইলো না শেষ।" আপনার গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে নতুন একটা গল্পের। পাঠক তার নিজের মতো করে সেই গল্প সাজিয়ে নিচ্ছে।
আবার এই গল্প বলার ঢংটা নতুন বা ব্যতিক্রম না হলেও এটা গল্পে আলাদা একটা চমক সৃষ্টি করেছে। তাই একজন পাঠকের মন্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি। ওপরে দেখলাম একজন গল্পটাকে অগুছালো বলেছেন। কথাটা বোধ হয় ঠিক না।
তবে আরও একটু ভালো হতে পারতো মনে হচ্ছে। বিশেষ করে পারিপার্শ্বিক বর্ণনাটাতে একটু খেয়ালী করেছেন মনে হল। শুচি এবং সিফাতের অভিব্যক্তিও চাইলে আরও একটু প্রসারিত হতে পারতো। শব্দের গাঁথুনি এবং বাক্য গঠনে বাড়তি কিছু মনোযোগ আশা করাটা অন্যায় হবে না বোধ হয়। তবু বলবো আপনার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে আরজুপনি। অনেক ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

প্রথম অংশটা ফেসবুকে দিয়েছিলাম, সহব্লগার ঘুমন্ত আমি-র মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরের অংশটা তাকে ক্লিয়ার করার জন্যই লিখেছি ।

গল্প, কবিতায় খুব বিস্তারিত লিখতে পারি না । গল্পে তো পারিই না ।

লেখাটা নিয়ে একাধিকবার বসলে, ঘষামাজা করলে হয়তো আরো ভালো হতে পারতো ... আপনার পরামর্শটা এরপর থেকে কাজে লাগানোর চেষ্টা করবো ।

মতামতে আন্তরিক কৃতজ্ঞতা রইল ।।

৩৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:
হোমপেজে নোটিফিকেশন বার দেখা যাচ্ছে না । তাই নিশ্চিত হতে পারছি না, যাদের পোস্টে মন্তব্য করেছি তাদের মধ্যে কারা মন্তব্যের জবাব দিয়েছে...সব ব্লগ যে খুঁজে দেখবো তারও উপায় নাই
:(

৩৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

উজবুক ইশতি বলেছেন: আহারে ছেলেটার কপাল খারাপ
ভালো লাগলো

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

কখনো কখনো এমন হয়, বলা হয়ে উঠে না...তার আগেই সময় শেষ হয়ে যায় ।।

পাঠে অনেক ধন্যবাদ, ইশতি ।।

৩৫| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

কয়েস সামী বলেছেন: +++
আপু, আপনাকে কিন্তু আমি খুব মিস করছি। আমার ব্লগবাড়ির কথা কি ভুলে গেলেন??

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

আমি নিজেও প্রিয় ব্লগারদের লেখা মিস করছি খুব, না ভুলে যাই নি মোটেও..সময়টা চাহিদার চেয়ে খুব কম হয়ে যাচ্ছে আমার জন্য ।
আসবো শিগগীরই আপনার ব্লগে ।
অনেক শুভেচ্ছা রইল , সামী ।।

৩৬| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:






ভালো!!

ভালো থাকবেন নিরন্তর।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ।

আপনিও ভালো থাকবেন, সবসময় ।।

৩৭| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

মোঃ ইসহাক খান বলেছেন: প্রচেষ্টাটি সুন্দর। ঘটনার মালমশলা এবং পরিবেশ যথেষ্ট তৈরি ছিল। তবে বোধহয় গল্প আরেকটু সময় দাবী করবে, বেড়ে ওঠার জন্য, কিংবা বাচনভঙ্গীর জন্য, কিংবা আরও বহমান বাক্যের জন্য।

আনাড়ি চোখে শুধুমাত্র গল্পটি পড়তে কেমন লাগবে তা-ই দেখার চেষ্টা করলাম।

শুভেচ্ছা সতত। সাহিত্যচর্চা চলতে থাকুক।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

আপনি ঠিকই বলেছেন, গল্পটা বেড়ে উঠার জন্য আরো সময় দাবী করে ।

আমি তো গল্প লিখি না, মনে যা আসে তাই লিখে ফেলি ইন্সট্যান্ট । তাই আর সময় দেয়া হয় না ...তবে যখন অবসর সময়টা বেশি হয়ে যাবে, তখন এই গল্প গুলোকে নিয়ে বসার ইচ্ছা রাখি, আপনাদের পরামর্শমতোই ।।

আপনি সহ আরো প্রিয় কয়েকজন গল্পকারের লেখাগুলিতে মন্তব্য দিতে পারছি না, বাজে রকমের ব্যস্ততায় ।
ফিরে আসবো শিগগীরই ।

অনেক শুভকামনা রইল, প্রিয় গল্পকারের জন্য ।।

৩৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

বটবৃক্ষ~ বলেছেন:

খুবি মজা লাগ্লো আপুনি!!
ভাবিনি এতো সিম্পল বিষয়টা!!
হাহহা মজা হয়েছে! :#)

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

নিজের বা অন্যদের কাছ থেকে শোনা বাজে অভিজ্ঞতাগুলোর আতংক আমাদের বাধ্য করে ভালোকেও মন্দ ভাবতে ।

হাহা তাহলেতো ভালোই , পাঠককে আনন্দ দিতে পেরে ভালো লাগছে ।

অনেকদিন পর আমার ব্লগে, দেখে খুব ভালো লাগছে ।
অনেক শুভকামনা রইল ।।

৩৯| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৯:০০

কালীদাস বলেছেন: কিছু মনে কইরেন্না, লেখাটা আরেকটু ছোট হইলে আর বিবরণ আরেকটু কম থাকলে ছওটগল্প হিসাবে পারফেক্ট হইত। বর্ণনাটা কয়েক জায়গায় খানিকটা বেশি হয়া যাওনে সরাসরি ছোট গল্প আর কওয়া যাইতাছেনা।

তয় থিমটা সোন্দর :D হাউউউউ!!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

মনে করার তো কিছু নাই, আপনি অারো কড়া সমালোচনা করতে পারতেন যেন আমি লেখার ব্যাপারে আরো যত্নবান হই ।

আপনি ওই এলাকায় যান নাকি ;)

ইদানিং পিসির সামনে বসলে আপনার কথা মনে হয়, পিসিতেই থাকেন কিন্তু ব্লগে আসার সময় পাননা, বিষয়টা এখন খুব বুঝি :(

ভালো লাগছে, প্রিয়, ব্যস্ত কালীদাসকে দেখে ।

৪০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৬

টুম্পা মনি বলেছেন: হাহাহা অতিকল্পনায় মেয়েটার এমন অবস্থা! আসলে মনে মনে ভয় পুষলে বিড়ালকেও বাঘ মনে হয়। :D :D :D

চমৎকার লেগেছে গল্পটা।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

শুচির জায়গায় আমি হলে অজ্ঞান হতাম না, তবে দৌড় যে দিতাম তা নিশ্চিত করে বলতে পারি, কেননা মাঝে মাঝে সন্দেহ লাগলে জোরে হাঁটি :|

এটাকে যে গল্প নাম দিলেন তাতেই আমি কৃতজ্ঞ ।
ব্যস্ততা কি কিছুটা কমলো নাকি পড়ায় ফাঁকি দিয়ে ব্লগে এসেছেন ? /:)


আপনার কবিতার বইটা ব্যস্ততায় পড়ে শেষ করতে পারছি না, অটোগ্রাফটা পেলে মনটা খুশি হতো , ভাবছি কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঠাবো অটোগ্রাফের জন্য B-))

৪১| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর !!!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ দালাল ০০৭০০৭ ।

প্রোপিক বদলেছেন মনে হচ্ছে...খুব সুন্দর হয়েছে নতুন প্রোপিকটা ।।

৪২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৮

দালাল০০৭০০৭ বলেছেন: জি আপু

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

:)

৪৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৭

দি সুফি বলেছেন: বেশ ভালো লাগলো গল্পটা।
একটা মজার ঘটনা মনে পরে গেল। আমাদের এদিকেও বেশ খানিকটা যায়গা একদমই নির্জন আর অন্ধকার। একবার আমি আর আমার এক বন্ধু রাত ১০টার দিকে ঐ পথ দিয়ে আসছিলাম। সাথে একটা ল্যাপটপ আর দুটো দামি মোবাইল ছিল। সামনে দিয়ে এক লোককে আসতে দেখে দুজনেই কিছুটা ভয় পেয়ে ধীরে ধীরে সামনে আগাচ্ছিলাম। বিপরীত দিক থেকে আসা লোকটি তখন ধীরে ধীরে রাস্তার অপর পাশে চলে গেল, এবং আমাদের দিকে তাকাতে তাকাতে চলে গেল। আমরা দুপক্ষই দুপক্ষকে ভয় পেয়েছিলাম! :D

আচ্ছা পরীবাগে কি পরীরা থাকে? আমিও একজনকে কিছু বলতে চেয়েছিলাম। সেও পরীবাগে থাকে। কিন্তু কেন যেন সামনে গিয়েও বলতে পারিনি!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

নিরাপত্তাহীনতা আমাদের ভুল বুঝতে বাধ্য করে । তাই ভয়টা চলে আসে ।

পরীবাগে পরীরা হয়তো থাকতো ...ভয়ে পালিয়েছে B-))

আপনিই তবে কি সিফাত ? ;)

৪৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

অচিন্ত্য বলেছেন: বেশ। কত কথা বলা হয় না।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

অনেক কথাই বলা হয় না ।

বলা হয় না, সে কেন আমার খোঁজ রাখে না ।


আপনাকে দেখে খুব ভালো লাগলো ।
শুভেচ্ছা রইল, প্রিয় অচিন্ত্য ।।

৪৫| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৯

দি সুফি বলেছেন: নারে বইন, আমি সিফাত না। আর সিফাত হওয়ারও কোন ইচ্ছা নেই (মানে পিএইচডি করার ইচ্ছা নেই) #:-S

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

আচ্ছা আপনি সিফাত না সুফি #:-S

৪৬| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার লিখা মানে মিস করার মতো নয়। অনেক ভাল লিখেন আপনি তাই শুধু ভাল লাগা কেমনে বলি !মন থেকে ভাল লাগা আপু।

১৯ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

আমি মূলত গল্প লেখার মানুষ না । কখনো কখনো কিছু লিখতে ইচ্ছে হলে শেয়ার করি ঘষামাজা ছাড়াই ।
তাই আপনারা যেই পরিমাণ আন্তরিকতার সাথে অনুপ্রেরণা দিয়ে থাকেন আমি সত্যিই ধন্য ।

আপনাদের এ্ই প্রেরণাই সামনে এগিয়ে চলার পাথেয় হয়ে থাকবে, সুজন ।
অনেক শুভকামনা রইল ।।

৪৭| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৪

দি সুফি বলেছেন: সুফি :)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:
হাহাহাহা
প্রোপিকটা :P =p~

৪৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৪

দি সুফি বলেছেন: হাসিখুসি থাকাই ভালো B-)) B-))

২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আসলেই হাসিখুশি থাকা ভাল :D

নোটিফিকেশনে সুফি প্রতিউত্তর দিয়েছে দেখে সুফির পোস্টে যেয়ে দেখি পোস্ট নাই /:)

৪৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯

দি সুফি বলেছেন: ঐ পোষ্টটা মুছে ফেলেছি, কারন সমস্যা ঠিক হয়ে গিয়েছে। :)

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আমার সমস্যা্ও ঠিক হয়ে গেছে , সামহোয়্যার কর্তৃপক্ষকে ধন্যবাদ :)

দুঃখিত, জবাব দিতে একটু দেরী হয়ে গেল ।

৫০| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: গল্পটি বেশ চমকপদ

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু ।

ভালো থাকবেন নিরন্তর ।

:)

৫১| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, গল্পটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়, তাহলে পুলিশ এত তাড়াতাড়ি আসে কি করে? নাকি গল্পটা দুবাইয়ের কোন গলিতে?? ;) ;) :P :P

দেখুন, দুবাই পুলিশ কি গাড়ী ব্যবহার করে !! ল্যাম্বরঘিনি, সর্বোচ্চ গতি ৩৫০ কি.মি./ঘন্টা !!! :-B :-B :-B

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
ওই এলাকাটা পুলিশদেরই এলাকা ।
তাই অমন নির্জন ভুতুড়ে রাস্তাতেও কখনও ছিনতাইয়ের ঘটনা ঘটতে দেখা বা শোনা যায় না ;)

আপনার মন্তব্যের কারণে একটা গাড়ির নাম, গতি এবং একটা নির্দিষ্ট দেশের পুলিশ সম্পর্কে একটু হলেও ধারণা পেলাম ।

কৃতজ্ঞতা রইল, জহিরুল ।।

৫২| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সাবলীল বর্ণনা।

ধন্যবাদ আপু।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ।

শুভেচ্ছা সতত ।।

৫৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

জয়িতা_আহসান বলেছেন: সুন্দর চমক!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জয়িতা ।
শুভেচ্ছা রইল ।।

৫৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সাবলীল বর্ণনার জন্যই মূলত ভালো লাগল।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

আরজু পনি বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ রইল ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.