নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

পদ্যপাতা: সমসাময়িক

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

নার্সিসিজম



‘আমি’ ‘আমি’ করেই তবে

কাটবে কি আর সারাজীবন?

দু’দিন পরে দেখবি ফিরে

সন্নিকটে এইতো মরণ ।



আমার, আমার, আমিই সেরা

মিথ্যে অহং মরচে পড়া ।

কেবল ফাঁকি মিছে সবই

নামেই কেবল হবি কবি

থাকবেনা তোর কোনই ছবি

দিন শেষে তো সেই চেহারা

ব্যবহারে খুব বেয়ারা

নাম কামাবি ভেবেই যদি

এসব নিয়ে কী আর হবি?

নার্সিসিজম রোগের পরে

একাকীত্বে যাবিই মরে ।

মিছেই রবে এসব যে তোর

বলি, আধাঁর কেটে তোর জীবনে

জলদি আসুক নতুন ভোর ।।





ক্লোরোফিল হয়ে সবুজ করে রেখো



জেনে রেখো তোমার অজান্তেই আমার প্রতি তোমার একপলকের দৃষ্টি নিক্ষেপ বাদ পড়ে যাওয়াই আমার ভাবনার, দুশ্চিন্তার, হতাশায় কুকড়ে যাওয়ার...প্রবল গতিতে ছুটে চলা আমি হয়ে যাই মলিন, অথর্ব... তোমার অদৃশ্য পাহাড়সম অবহেলাগুলো মুহূর্তেই হয়ে উঠে দৃশ্যমান ।





সাহসিকা



চেয়েছিলাম আর কিছুটা সময়

তোমার সময়টুকু নিয়ে তুমি হেঁটেছো তোমার পথে

ভেবেছিলে কি, আমার পথ ফুরিয়ে গেছে ?

আমি হেঁটেছি, অনেকটা পথ , আজ বহুদিন পরে

যতটা হাঁটলে পরে হাঁটার আকাঙ্ক্ষা আজকের মতো বিদায় নেয় ।

রাতটা অন্ধকার হতে পারতো,

ভেবেছো তোমার আলো ছাড়া আমি অন্ধকারে প্রহর গুনবো ?

সময়টা বড্ড নিষ্ঠুর !

কারো জন্যে অপেক্ষা করে না,

তাই আমারও আর অপেক্ষার কষ্ট বইতে হয় নি ।

জোনাকিরা এসে আলো জ্বালিয়ে গেছে আমার পথে

দেখতে মোটেই কষ্ট হয় নি...

এখন আমি তোমার আলো ছাড়াই হাঁটতে শিখে গেছি ।।





আগের মতোই অাছো



তোমাকে কারো সম্মুখে দাঁড় করাইনি

আঁধারে সবার আড়ালেই আছো তুমি ।

মিছে ভয়ে সিঁটে থাকার অভ্যেসটা বাদ দাও এবার

দেখ, তোমার সামনে এই আমি

যাকে প্রতি মুহুর্তে করছো অবিশ্বাস ,

অথচ আজ অবধি করিনি তেমন কোন কাজ ।

সন্দেহ, তোমায় বিষিয়ে তুলেছে আমার প্রতি তোমার অনুরাগ

সম্পর্কের মাঝে মিছেই ধুলো পড়েছে, হয়েছে মলিন ।

ছুঁয়ে দেখো, এখনও চকচকে আছে

সবকিছুই, আগের মতো ।





সীমাবদ্ধতা



আমার সীমাবদ্ধতা আমি স্বীকার করে নিচ্ছি...

আমি আজও সন্দেহের চোখে তাকাই

দেখি, তোমার কপালে নজর টিপটি ঠিকমতো লাগানো আছে কি না ।

বার বারে ঘুরে ফিরে দেখি তুমি ভুল করেও নজর টিপ এড়িয়ে কাউকে ভালোবেসে ফেল কি না ।

আমার সীমাবব্ধতা থেকে আমি আজও বেরুতে পারিনি ।

অনেক দিন তুমিতে আমি নেই বা আমিতে তুমি ।

তবুও আমার ভালোবাসারা সময়ে সময়ে আমাকে অস্থির করে ফেলে ।

খুঁজে ফিরি নজর টিপটি...

যেন তোমাতে কারো নজর না পড়ে !





সে



পেছনের একজন...

নীরবতার আড়ালে থাকা একজন

প্রতিনিয়ত নীরব থেকেই আমায় বলছে,

এগিয়ে যাও বন্ধু...

পাশেই আমাকে পাবে ।

আমি রক্তাক্ত রাজপথ পাড়ি দেবার ভয়ে থমকে দাড়াই !

ভয়ার্ত দৃষ্টিতে পাশে তাকিয়ে দেখি

আস্বস্তের কোমল হাতটা এগিয়ে দিয়েছে

ভরসায় শক্ত করে বলছে,

বন্ধু, পাশেই আছি... এগিয়ে যাও ।

কর্দমাক্ত, পিচ্ছিল পথ পাড়ি দিতে ইতস্তত আমি

ভাবনায় পড়ে যাই, পিছলে যাব তো !

পাশেই দেখি ভরসার হাসি মুখ, নীরবে দাঁড়িয়ে

আমি এগিয়ে যাই,

জানি আড়ালে থেকেও

নীরব থেকেও ভরসার হাতটি বাড়িয়ে আছে ।

পাশেই আছে 'সে' ।।





অক্সিজেন হয়েই আছো



কোন এক শেষ বিকেলে সে আমার হাতটা ধরে বলেছিল ... "আমার সাথে থাকবা না?"



হ্যাঁ, আমি কথা দেই নি। কিন্তু কথাটা না দিয়েও রেখেছিলাম।

সেইই বরং কথা রাখতে পারে নি। সাথেই আছি...আমি ছেড়ে যেতে পারি নি। সেই হারিয়ে গেছে..হারিয়ে গিয়ে নিজেই হেরে বসে আছে !



আমি কিন্তু জিতেই গেছি ! আমি জিতেই আছি ! আজও আমার ভালোবাসার সবটা জুড়ে সে আছে ।



একটা সময় আবিষ্কার করেছিলাম আমার শ্বাস কষ্টের রোগ হয়ে যাচ্ছে। ইনহেলারের প্রয়োজনটা বড্ড বেড়ে গেছে !



হ্যাঁ, ইনহেলার সেই-ই ছিল । কিন্তু সে বুঝতে পারে নি, আমি আমার শ্বাসকষ্টের রোগটা থেকে নিজেকে সারিয়ে তুলতে পারবো ।



সারিয়ে আমি নিজেকে তুলেছি ঠিকই কিন্তু ...এখনও আমার অক্সিজেনের ঘাটতি পরে যায়...



অক্সিজেনের ঘাটতি পরে যায় যখন ভাবনায় তুমি এসে ভীড় করো ।



তুমি আমার জীবনে যে অক্সিজেন হয়েই আছো !







উৎসর্গ : জীবনে আশীর্বাদ হয়ে থাকা প্রিয় বন্ধুদের ।





-যখন যা মনে এসেছে লিখেছি । এসব কবিতা হয়েছে কি না জানি না । কোন ক্যাটাগরিতে ফেলবো তাও জানি না । সহব্লগারদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো তাই ব্লগে প্রকাশ করা ।

মন্তব্য ৭২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ তো।নানান ধরনের লিখা একসাথে পড়তে চম​ৎকার লাগলো ||

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

অনেকদিন ব্লগে পোস্ট না দিলে অস্বস্তি হয় নতুন পোস্ট দিতে । তারপরও অস্বস্তি নিয়েই পোস্ট করে দিলাম । যদি কেউ পড়ে, যদি কেউ মতামত জানায় সেই ভরসায় ।

অনেক কৃতজ্ঞতা মুন , এভাবে পাশে থাকার জন্য ।।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

লেখোয়াড় বলেছেন: Ki boli.,.......... kemon asen?? Etooo lekha eksathe??...,.................... amake mone ase ki??

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

হাহা
কবিতা লিখবো (অবশ্য যদি কবিতা মনে করেন কোন কোনটা) আর আপনার কথা মনে করবো না ।
পোস্ট করেই আপনাকে অনলাইনে দেখে খুব ভালো লাগছিল, যদি লেখা গুলো পড়েন সেই ভরসায় ।
তবে মন্তব্য করবেন সেই ভরসা ছিল না ...

হাহাহাহা
একটা পোস্টে আপনার মতামত খুব আশা করেছিলাম, কোন এক রহস্যজনক কারণে নিজের কাছে নিয়ে গেলেও মন্তব্য করেন নি (স্মৃতিভ্রম যদি না হয় আমার)

বাংলায় কেন লিখরেন না কে জানে !
শুভেচ্ছা রইল, প্রিয় লেখোয়াড় ।।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

চতুষ্কোণ বলেছেন: ভাল লাগলো। কবিতাগুলান সুস্বাদু উপস্‌ কি বলি.. সুন্দর হৈসে ;)

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

ওহ তাহলে এগুলোকে কবিতা নামে সত্যায়িত করলেন ?
হাহা

চোখ টিপি দেখে হাসতেই আছি ।
পোস্ট করেছি অস্বস্তি নিয়ে, এসব কী লিখেছি...হাহাহা

অনেক ধন্যবাদ চতুষ্কোণ ।।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: আপু কবিতার কথা এক কথায় চমৎকার

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, পরিবেশ বন্ধু ।

শুভেচ্ছা ।।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

নিশাত তাসনিম বলেছেন: ভগিনী পনি,

নীরব বানান ঈ কার হবে ।
আকাঙ্ক্ষা বানান ক্ষ হবে ।

কবিতায় অবশ্যই ++++ ।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮

আরজু পনি বলেছেন:

ঠিক করে দিয়েছি । কৃতজ্ঞতা রইল, তাসনিম ।

কবিতা ভালো লাগায় অনেক ধন্যবাদ ।

শুভকামনা সবসময়ের জন্য ।।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

মামুন রশিদ বলেছেন: নার্সিসিজম- বাউলিয়ানা আর অক্সিজেন হয়েই আছো- এই দুইটা বেশি ভালো লাগছে ।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১০

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ মামুন ।

শুভকামনা সবসময়ের জন্য ।।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রবল গতিতে ছুটে চলা আমি হয়ে যাই মলিন, অথর্ব... তোমার অদৃশ্য পাহাড়সম অবহেলাগুলো মুহূর্তেই হয়ে উঠে দৃশ্যমান ।


এই লাইনটা খুব মনে ধরছে আপু।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

আরজু পনি বলেছেন:

এই লাইন দু'টোর মধ্যে "অথর্ব" শব্দটা আছে বলেই হয়তো ...হাহা

মনে ধরাতে লেখা সার্থক মনে করছি কান্ডারি অথর্ব ।
ভালো থাকুন নিরন্তর ।।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবগুলো ভালোই লাগছে!!

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ।
শুভেচ্ছা সতত ।।

৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

অদৃশ্য বলেছেন:






লিখাগুলো সুন্দর... কবিতা ভেবেই পড়েছি... দু'একটি বাদে সবগুলোই সুন্দর... খুব সুন্দর...

যাক অনেকদিন বাদে আপনার একটি কবিতা পোষ্ট পেয়ে গেলাম... ভাবছিলাম ব্লগে মনে হয় লিখালিখি ছেড়েই দিলেন...

ভালো থাকুন
শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন:

ব্লগের প্রতি ভালোবাসা পুরোদমেই আছে ।

খুব ব্যস্ততায় ব্লগে সময় দিতে পারছিলাম না ।

কাজের চাপ বেড়ে গেছে, চাইলেও অনেক সময় ধরে ব্লগে থাকতে পারি না ।

আপনিও অনেক ভালো থাকুন প্রিয় অদৃশ্য ।।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

ঢাকাবাসী বলেছেন: প্রথমটা চমৎকার ছন্দময় আর ভালো, আর বাকিগুলো অন্য ধরণের, খুব ভাল লাগল।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

ভালো লেগেছে জেনে কৃতার্থবোধ করছি ।

অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।
ভালো থাকুন নিরন্তর ।।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

অস্পিসাস প্রেইস বলেছেন: চমৎকার!

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অস্পিসাস প্রেইস ।

শুভেচ্ছা রইল ।।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে খুব আপু !

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, স্বপ্নবাজ ।
ভালো থাকুন সবসময় ।।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

আরজু পনি বলেছেন:
আমার পোস্ট কী কারণে নির্বাচিত হলো না তা নিয়ে আমি কখন্ও আলাদা করে কোন পোস্ট দিয়েছি বলে আমার মনে পড়েনা ।

আমার পরে পাবলিশ করা অনেক পোস্টই নির্বাচিত পাতায় চলে যায়...

যদি নির্বাচিত করার মতো মনেই করা হয় তবে তা ১২/১৪ ঘন্টা পর কেন নির্বাচিত করা হলো বুঝলাম না ।


প্রথম পাতা থেকে নিজের পোস্ট সরিয়ে দেবার ক্ষমতা যে কোন ব্লগারেরই আছে ।
সেই ক্ষমতাটাই প্রয়োগ করলাম ।


:)

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০

আরজু পনি বলেছেন:

নির্বাচিত পাতার প্রথম পাতা থেকে সরাতে পারলেও নির্বাচিত হওয়া থেকে সরানোর ক্ষমতা থাকলে তাই করতাম /:)

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২০

হাসান মাহবুব বলেছেন: হয়েছে মানে! বেশ হয়েছে। অন্ত্যমিল পছন্দ করি, তাই প্রথমটা সবচেয়ে ভালো লাগলো।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

মন্তব্যের প্রথম চারটি শব্দে রিতিমতো বিগলিত বোধ করছি :D

কবিতাটা লিখে মজা পেয়েছিলাম ।

তবে নার্সিসিজম সম্পর্কে রেজোওয়ানার ব্লগ থেকে প্রথম জেনেছিলাম, পরে ম্যাভেরিকের ব্লগ থেকে ।

শুভেচ্ছা রইল, হাসান ।।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১

ইখতামিন বলেছেন:

কবিতাগুলো অনেক ভালো লাগলো..
কেমন আছেন?

--------------------------------------------------------
যখন যা মনে আসে তাই লিখে রাখা খুব ভালো, কিন্তু যখন যা মনে তাই বলে ফেলা বা করে ফেলা তেমন একটা ভালো না।
--------------------------------------------------------

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

কবিতা ভালো লাগায় কৃতার্থ ।

আছি আলহামদুলিল্লাহ ভালো ।

যখন যা মনে আসে তখন তাই করে ফেলা হয়তো সবসময় ভালো না ...তবে ব্যাখ্যা করে বিস্তারিত বলতে চাইছি না ।

একটা হেল্প লাগবে, বুঝতে পারছি না আপনার কোন পোস্টে গিয়ে অফটপিকে কথা বলবো ।

দেখি...

অনেক শুভেচ্ছা রইল, ইখতামিন ।।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯

ক্লান্ত তীর্থ বলেছেন: অনেক ভালো লেগেছে আপু! :)

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:

ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ক্লান্ত তীর্থ ।

শুভেচ্ছা রইল ।।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছুঁয়ে দেখো, এখনও চকচকে আছে
সবকিছুই, আগের মতো ।


ছুঁয়ে গেল খুব !!

কেবল ফাঁকি মিছে সবই
নামেই কেবল হবি কবি[/su

ডঃ বসুনিয়াকে আমরা কিছুদিন পেয়েছিলাম সৌভাগ্যক্রমে ।
দেয়ালিকায় লেখা দেবার জন্য অনুরোধ করা হলে তিনি আমাদের

নিচের এই লাইন দুটি দিয়েছিলেন ঃ

আমার একটাই হবি,
হব আমি মস্ত বড় কবি ।


আপনার লেখা দেখে মনে পড়ে গেল !

যাহোক, ভাবনার সাগরে
দুর্ভাবনার ঝড় ওঠার শঙ্কা নেই মোটেও !

অনেক ভালো থাকুন ।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যে কোন না কোনভাবে একটা রহস্য থাকে !

দুর্ভাবনার কথা কেন বললেন বুঝলাম না ।

তবে ড. বসুনিয়ার কথা বলে দ্বিধায় ফেলে দিলেন, আমি আপনাকে অন্য ডিপার্টমেন্টের মনে করেছিলাম ।


বোল্ড করা লাইন দু'টি দেখে প্রিয় ব্লগার ডেভিডের কিছু কথা মনে পড়ে যাচ্ছে ।

অনেক শুভেচ্ছা রইল এনার্জি বাল্ব ।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ! সবগুলৈ!

তবে আমরা সবাই কীনা আজকাল, নার্সিসিস্ট হয়ে যাচ্ছি।

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

কবিতা ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।
ঠিকই বলেছেন আর অনলাইন এক্টিভিস্টরা তো নার্সিসিস্ট অনেক বেশি ।

অনেক শুভেচ্ছা রইল ডাচম্যান ।।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে। কয়েকটা ফেইসবুকে আগে পড়ছিলাম

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম ।
ফেসবুকেই মন চাইলে টুকটাক যখন তখন লিখি ।
কাজেই ফেসবুক বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা ।

অনেক অনেক ধন্যবাদ মামুন ।।

২০| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮

মোঃ ইসহাক খান বলেছেন: নার্সিসিজম কবিতাটা বেশ হয়েছে।

কিছু কিছু কবিতায় হয়তো আবেগ একটু বেশী এসেছে, তবে যেহেতু ব্যক্তিগত ধাঁচের লেখা, কাজেই বলার কিছু নেই।

নিয়মিত সাহিত্যচর্চা আশা করবো। শুভেচ্ছা।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

আমি খুব ঘষামাজা না করেই ব্লগে প্রকাশ করেছি তাই হয়তো বানান, আবেগ ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারিনি ।

আপ নার লেখা গল্প লেখার অনুপ্রেরণা ।

শুভেচ্ছা রইল প্রিয় গল্পকার ।।

২১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রথমে ভেবেছিলাম একটাই কবিতা! এরপর দেখি নানা রঙে রাঙানো অনেক কবিতা... ভাল লাগলো !

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪

আরজু পনি বলেছেন:

আমি নিয়মিত কবিতা লিখতে পারি না । আসে না ।
যখন লিখি সাধারণত ফেসবুক টাইমলাইনে আনএডিটেড অবস্থায় সরাসরি লিখে পাবলিশ করে দেই ।

সেগুলোরই কয়েকটা ব্লগে দিতে ইচ্ছে করলো ।

আপনার ভালো লাগলো জেনে কৃতার্থ হলাম ।
অনেক ভালো থাকুন ঈপ্সিতা ।

২২| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

টুম্পা মনি বলেছেন: পুনিয়াপু অনেক পর লিখলেন বোধয়! :) :) :) বহু দিন আপনাকে দেখিনি। আমার কিন্তু কিন্তু পুরো লেখাই ভালো লেগেছে কজ আই লাভ আবেগ :D :D :D

অনেক অনেক শুভকামনা।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০

আরজু পনি বলেছেন:

খুব বাজে রকমের ব্যস্ত ছিলাম...খুব ইচ্ছে থাকা সত্ত্বেও পোস্ট দেবার মতো সময় বের করতে পারতাম না ।

পুরো লেখা ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগছে প্রিয় টুম্পামনি :D

শুভেচ্ছা রইল ।।

২৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: একগুচ্ছ আবেগ! সাহসিকা -টা সবচেয়ে বেশী ভালো লেগেছে++++

শুভেচ্ছা সতত

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ তনিমা ।

হেরে যাওয়া নয় এগিয়ে যাওয়ার গল্প হচ্ছে 'সাহসিকা' (যদিও কবিতা হিসেবেই উপস্থাপনের চেষ্টা করেছি)...তাই হয়তো ।
পাঠে অনেক কৃতজ্ঞতা রইল ।

আপনার জন্যও শুভেচ্ছা রইল অনেক ।।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৫৭

বৃতি বলেছেন: কবিতা পড়তে ভাল লাগে, আপনার কবিতাগুলোও বেশ ভাল লাগলো। আরো লিখুন প্লিজ।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

আরজু পনি বলেছেন:

এভাবে অনুপ্রেরণা দেবার জন্য কৃতজ্ঞতা রইল, বৃতি ।

অনেক শুভকামনা রইল ।।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০

অচিন্ত্য বলেছেন: হামা ভাই এর কথা দিয়ে শুরু করতে চাই। হয়েছে মানে...। বেশ কিছুদিন পর ব্লগে হানা দিলাম। আপনার কথা থেকে রেজোওয়ানা আপুর কথা মনে পড়ল। অনেক কাল তার লেখা দেখি না। ভাল থাকুন। আপনিও মনে হয় বেশ কিছুদিন পর সরব হলেন।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১১

আরজু পনি বলেছেন:

এভাবে অনুপ্রেরণা দেয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ।

আমিতো নিয়মিত সরব হতে চাই...সুযোগ খুঁজছি ...
অনেক শুভকামনা রইল, প্রিয় অচিন্ত্য ।।

২৬| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

গোর্কি বলেছেন:
পদ্য, মুক্তগদ্য সবগুলোই ভাল লেগেছে। শুভকামনা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ রইল, গোর্কি ।

শুভকামনা সবসময়ের জন্যে ।।

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬

যুবায়ের বলেছেন: চমৎকার লাগলো কাব্যিক লাইনগুলি।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন:

আমার লেখায় আপনাকে দেখে অনেক আনন্দিত হলাম, যুবায়ের ।
ভালো থাকুন সবসময় ।।

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৭

আমি অপদার্থ বলেছেন:
আপনার কাছথেকে এধরণের কমেন্ট আশাকরিনি। নির্বাচিত পাতার বিরুদ্ধে কোন পোষ্ট গেলে নির্বাচকদের পক্ষে আপনার অবস্থান বরাবরি ছিল। আপনার পোষ্ট দেরিতে যাওয়ায় আপনার মনে এতটাই ক্ষোভ জন্মেছে। আপনাকে অনেক জায়গায় বলতে দেখেছি নির্বাচকদের চোখ এড়িয়ে যাওয়া বা উপস্থিত না থাকার কারণে পোষ্ট নির্বাচিত হয়নি। আপনারটাকে সেই স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন না কেন?

কবিতাগুলো সুন্দর হয়েছে।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭

আরজু পনি বলেছেন:

মাঝে মাঝে এভাবেই এসে বলে যাবেন ।

:D

অনেক ভালো থাকুন ।

কবিতা ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগছে ।

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ইখতামিন বলেছেন:
অফটপিকে বলতে পারেন ........

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮

আরজু পনি বলেছেন:

লিংকটা পেয়ে খুব ভালো হলো ।
সামুর আশা জাগানিয়া ব্লগে লিংকটা সেট করে রাখবো নিজের সুবিধার্থে ।।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: খুব সু্ন্দর।

শুভ হোক নববর্ষ ১৪২১।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, সাবির ।

আপনার জন্যও শুভকামনা রইল ।।

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
বারবার পড়ার মত পোস্ট।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

আরজু পনি বলেছেন:

কবির কাছ থেকে সার্টিফিকেট পেয়ে যারপরনাই আনন্দিত হলাম ।

অনেক অনেক ধন্যবাদ রইল, দূর্জয় ।।

৩২| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০

সচেতনহ্যাপী বলেছেন: সেইই বরং কথা রাখতে পারে নি। সাথেই আছি...আমি ছেড়ে যেতে পারি নি। সেই হারিয়ে গেছে..হারিয়ে গিয়ে নিজেই হেরে বসে আছে !

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

আরজু পনি বলেছেন:

খুব কঠিন অংশটুকু হৃদয়ের ভেতরে নাড়া দিয়ে তুলে নিয়ে এলেন...সাথে দিয়ে গেলেন দীর্ঘশ্বাস !

মাঝে মাঝে নিজেও অবাক হয়ে দেখি আমিও হেরে গেছি !

অনেক অনেক ধন্যবাদ সচেতন হ্যাপী ।
ভালো থাকুন সদাসর্বদা ।।

৩৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: তাই বলে হারিয়ে যাবেন না যেন।।হারিয়ে যাওয়া মানুষকে কেউ মনে রাখে না। খুজেও না।।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

আরজু পনি বলেছেন:

হারিয়ে যাওয়া মানুষকে কেউ মনে রাখে না । একদম সত্যি কথা বলেছেন ।

আর খুজেঁও না...এটাতো আরো বড় সত্যি ।

নাহ আপনার মন্তব্যটা দেখার পর থেকেই ভাবছি আর ভাবছি ।

এভাবে পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই সচেতন হ্যাপি ।।

৩৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

অন্ধবিন্দু বলেছেন:
যখন যা মনে আসে সেটা লেখার মাধ্যমে প্রকাশ করাই প্রকৃত লেখকের সু-অভ্যাস। কবিতা হোক বা না হোক।

শুভ কামনা, আরজুপনি।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, অন্ধবিন্দু ।
ভালো থাকুন সবসময় ।

৩৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকেই এই বোধটা আমার এসেছে। যাদের জন্য জীবনের বড় চাহিদা-চাওয়াকে যে অবহেলা করতে পারে,তার বিদায়ের দিনটিকেও তারা মনে করতে চায় না।। আমার যত অভিশাপ তাদের জন্যই।।আর ব্লগে সর্বদাই পাশে পাবেন।। ধন্যবাদ।।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

সত্যিই আমরা মনে রাখতে চাই না ...
অভিশাপ দিয়ে আর কী হবে !

তারচেয়ে তাদের সুমতি চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি ।

পাশে থাকবেন জেনে ভালো লাগলো ।

শুভেচ্ছা সতত ।।

৩৬| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:০৩

সাবিউল হক বলেছেন: সবগুলো কবিতাই চমৎকার । তবে প্রথম কবিতাটি লেগেছে সবচেয়ে ভালো । অনেক ধন্যবাদ ।

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

প্রথমটির ছন্দে আমিও বেশ মজা পেয়েছিলাম ।

পাঠে অনেক কৃতজ্ঞতা জানবেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.