নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ব্লগের "বিভাগ" অপশনটি কাজ করছে না কেন ?

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

নিজের ব্লগের বিভাগ অপশনটি কয়জন সহব্লগার ব্যবহার করেন জানি না । তবে আমি চেষ্টা করি তা ব্যবহার করতে ।

কেননা বিভাগ ব্যবহার করলে আমার মতো হরেক পদের লেখা ব্লগারদের লেখার ক্যাটাগরী আলাদা করে দেখতে সুবিধা করে দেয় এই "বিভাগ" আপশনটি । কিন্তু গত কয়েকদিন থেকে চেষ্টা করেও কাজ করাতে পারছি না ।



কাউন্সেলরের ডায়েরি বিভাগটিতে কী ধরণের পোস্ট আছে দেখতে চাইলে তা মোটেই কাজ করছে না ।





আর একইভাবে অন্যবিভাগগুলোও কাজ করছে না ।



কেউ কি সমাধান মূলক কিছু জানেন ?



[সাময়িক]

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৬

অপু তানভীর বলেছেন: আমারও এই সমস্যা হচ্ছে ! ইমন ভাইয়ের পোস্ট গুলো আমি পড়ি বিভাগ অনুযায়ী ! কদিন থেকেই এই সমস্যাটার সম্মুখিন হচ্ছি ! পোস্ট দেবো ভাবছিলাম !
ব্লগ কর্তৃপক্ষের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানাচ্ছি !

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

ফিউশন ফাইভের সিনেমা নিয়ে পোস্টগুলোর খোঁজ বিভাগ দেখেই পেয়েছিলাম ।

নিজের পোস্টই খুঁজতে হচ্ছে সব মাস চেক করে :(

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯

রসায়ন বলেছেন: ব্লগের এই বাগ সারানোর জন্য মডারেটরদের দৃস্টি আকর্ষণ করছি ।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

এই বাগ সারানোর দায়িত্ব যে কার জানি না তবে কর্তৃপক্ষ বিষয়টা দ্রুত বিবেচনা করে দেখবেন আশা করি ।

:(

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

টিভি পাগলা বলেছেন: এতো কম হিটে আপনার পোস্ট প্রথম পাতা থেকে বিদায় নিলো্?

এটা কিন্তু ভালো না।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
হিট নিয়ে ভাববার মতো যথেষ্ট সময় আপাতত নেই ।
সমস্যাটার সমাধান হলেই হয় ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

প্রবাসী পাঠক বলেছেন: গত মাসে সামুর সার্ভার মেইনটেন্যান্স এর পর থেকে আরও অনেকগুলো সমস্যা হচ্ছে। সকল পাতা থেকে ক্রমানুসারে জানুয়ারি ২০১৩ এর আগের কোন পোস্ট প্রদর্শিত হচ্ছে না। কবে যে এই সমস্যার সমাধান হবে?

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

আমি আপনার কমেন্ট দেখে মাত্রই চেক করে গতবছরের ডিসেম্বরের শেষ দিনের একটা পোস্টে মাত্রই মন্তব্য করে এলাম ।

দেখা যাচ্ছে আগের পোস্ট ।

:)

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি তো আজ কমেন্টের উত্তর দেয়ার বাটন ও খুজে পেলাম না :(

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

হায় হায় !

তবে কমেন্ট করলেন কেমন করে ? :-&
আর কোন উপায়ে করে থাকলে বললে বিপদে অন্যদের্ও কাজে লাগবে ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ইখতামিন বলেছেন:
গ্রুপ ব্লগ গুলোও ঝামেলা করছে.. যদিও ওই ব্লগগুলোর পাঠক খুবই অল্প

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

আমি নিয়মিত গ্রুপে পোস্ট শেয়ার দেই...কিন্তু সেখানেও সমস্যা হচ্ছে ।

গ্রুপ ব্লগিংটা ভালোই লাগে ।

অনেকেই সামহোয়্যারে আলাদা করে বিভাগ করতে বলে, সেটা কিন্তু গ্রুপ ব্লগিঙ থেকেই করা সম্ভব ।

অবশ্য গ্রুপ ব্লগের কমেন্টেের হিসাবটা আলাদা করে হয় বলে অনেকেই আবার আগ্রহ পায় না হয়তো ।

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশে একটা ব্লগ যে এতদিন অবধি বন্ধ না হয়ে চলছে এটাই একটা আশ্চর্য!

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:

এটা খুব দরকারী কথা বলেছেন ।
সামহোয়্যারের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে...তবু্ও সগৌরবে এখনও টিকে আছে ...কাজেই তা নিয়্ওে সন্তুষ্ট থাকা উচিত ।

তারপর্ওে বললাম একারণেই যদি সমাধান যোগ্য হয় তবে যেন তা সমাধান করার চেষ্টা করা হয় ।

অবশ্য কর্তৃপক্ষের যথেষ্ট আন্তরিকতা আছে বলেই সমস্যা দেখা দিলেও তা সমাধান হয়ে যায় কিছুদিন পরে হলেও..সেই আশায়ই আছি ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

এহসান সাবির বলেছেন: অনেক কিছুই কাজ করে না......

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

তারপরও চলছে চেষ্টা তাই বা কম কী ... জানান দিলাম, কারণ সমস্যা হচ্ছে বিভাগের পোস্ট গুলো দেখতে ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সব অত্যাধিক গরমের দোষ || :|

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

গরমটা বেশিই বটে :|

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

মামুন রশিদ বলেছেন: লগ আউট হয়ে আপনার বিভাগে ক্লিক করেন, কাজ করবে ।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

আমি অফলাইনে থেকে চেক করে ভেবেছিলাম অফলাইনে আছি বলেই বিভাগ দেখতে পাইনি...তারপর লগইন হয়েও একই অবস্থা :(

আচ্ছা, আপনার পরামর্শ মতো আজ আবার দেখবো ...দেখি কী হয় ?

১১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: ০১/০১/২০১৩ - পহেলা জানুয়ারি ২০১৩ থেকে এখন পর্যন্ত সকল পোস্ট ক্রমানুসারে পেজ থেকে কিংবা দিন অনুসারে পোস্ট খুঁজে পাওয়া যাচ্ছে । ৩১ শে ডিসেম্বর ২০১২ এর কোন পোস্ট ক্রমানুসারে পেজ থেকে কিংবা দিন অনুসারে খুঁজে পাচ্ছি না। ৩১ শে ডিসেম্বর ২০১২ থেকে তার আগের পোস্টগুলোর লিংক দিয়ে সরাসরি পাওয়া যায় আবার ব্লগারের লিংক থেকেও পাওয়া যায়। তবে সরাসরি ০১/০১/২০১৩ এর আগের কোন পোস্ট সম্ভবত মূল পাতা থেকে পাওয়া যাচ্ছে না।

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:



হ্যাঁ, তাইতো দেখলাম !!!


১২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দেখতে আসলাম, কোন গতি হলো কিনা :)
আরও সমস্যা আছে... কী বলবো!
একটি করেই সমাধান হোক...

সহব্লগার আরজুপনিকে অনেক শুভেচ্ছা....

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

আমিও ভেবেছিলাম সমাধান হয়ে গেলে পোস্ট ড্রাফটে নিয়ে যাবো... :(

১৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

জানা বলেছেন:

আরেকবার চেষ্টা করে দেখবেন পনি? সম্ভবত এখন কাজ করছে।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

জ্বি, অনেক ধন্যবাদ...এখন দেখে খুশিতে ধন্যবাদ জানিয়ে আরেকটা পোস্ট দিয়ে সবাইকে জানানোর প্রস্তুতি নিচ্ছি ।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: এরকম সমস্যা মাঝে মধ্য হচ্ছে

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

এই সমস্যাটির সমাধান হয়ে গেছে :D

১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬

জানা বলেছেন:

পোস্টটি থাকুক আমাদের সবার সুবিধার কারণেই। সার্ভার পরিবর্তন, পরিচর্যা এবং ছোট ছোট নানা ফিচার এ্যডিশনের কাজগুলো করতে গিয়ে নানান সমস্যা তৈরী হয়েছিল যার কিছু কিছু হয় এখনও রয়ে যেতে পারে এবং সবাই না হলেও কেউ কেউ সেসব সমস্যায় পড়তেও পারেন। আমরা জানতে পারলে দ্রুত ব্যবস্থা নিতে পারি এবং অবশ্যই সেটা আপনার আমার সবারই উপকারে আসে। পাশাপাশি গঠনমূলক সবরকম সমালোচনা ও পরামর্শও আমরা ব্লগার বন্ধুদের কাছে আশা করি।

ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

আপনার আন্তরিকতাতেই সম্ভব হয়েছে এতো দ্রুত সমস্যাটির সমাধান করা ।

কৃতজ্ঞতা জানাই অশেষ ।


শুভকামনা রইল অনেক অনেক ।।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: অন্যের পোস্টে কমেন্ট করতে পারি আপু ।

আমার একটা পোস্টে উত্তর দেয়ার সবুজ বাটন টা অদৃশ্য হয়ে আছে ।

যাক , তেমন কোন ব্যাপার না ।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৭

আরজু পনি বলেছেন:

এই সমস্যাটা বর্তমানে মোবাইলে হ্ওয়ার কথা ।

জানি না আপনি কোন ডিভাইসে ব্লগিং করেন ।

আরাম করে ব্লগিং করতে না পারলে ব্লগিংএর আগ্রহ কমে যায় ।

তেমনটি হোক তা কোনভাবেই চাই না ।

আপনার পোস্টটা গতরাতে পড়া শুরু করেছি, শেষ করতে না পারায় মন্তব্য করতে পারিনি ।



১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি বললে সমস্যার সমাধান হয়ে যায়, আর আমি ১০০ বার বললেও হয়না।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:


অবশ্যই হবে । হয়তো একটু সময় লাগে । কিন্তু কর্তৃপক্ষ যে চেষ্টা করে যাচ্ছে তা কিন্তু বোঝা যায় ।


আর, আপনার সাদা ব্লগটিকে এবার রঙিন হবার সুযোগ দিন ।

আর কতো ...এটা তো পরাজয়ের লক্ষণ !





১৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: না , পিসি থেকেই তো । :(


:) :)

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

তাহলেতো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হয় ।

পিসি থেকেতো এমন সমস্যা হওয়ার কথা না । দেখা যাক কী হয় ।।

১৯| ১০ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:
রেজাউল করিম ০০৭

ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ১টি
মন্তব্য করেছেন: ২৪টি
মন্তব্য পেয়েছেন: ১টি
ব্লগ লিখেছেন: ৪ বছর ১১ মাস
ব্লগটি মোট ৩২০ বার দেখা হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.