নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ, সামহোয়্যারইন কর্তৃপক্ষকে...বিভাগ সমস্যাটির সমাধান করার জন্যে

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭









সামহোয়্যারইন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ ।



বিভাগ সমস্যাটির সমাধান করার জন্যে ।



আশা করি এভাবেই ছোট ছোট সমস্যাগুলির সমাধান হয়ে যাবে ।



আশায় জেগে আছি ।।











জানা ম্যা'ম এর কমেন্টটা পেয়ে পোস্টটা ড্রাফটে পাঠাতে একটু কষ্টই লাগছে :(



আগের পোস্টের স্ক্রিনশটটা দিলাম যেহেতু কথা অনুযায়ী ওটাকে ড্রাফটে পাঠাচ্ছি ।



মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: খুব ভালো খবর তবে
আমার এখানে কি দেখায়.. ২ নোটিফিকেশন, ক্লিক করলাম আসলো আরেকজনের

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

গতকাল আমার এই সমস্যা হয়েছিল !




তবে আজকে ঠিক ছিল ।

:D

২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭

মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং।

শুভেচ্ছা জানবেন।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

সব সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাহআল্লাহ :D

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮

টুম্পা মনি বলেছেন: হু। বুছলাম। আমি এখনো কোন বিভাগে যোগ দেইনি। তাই কোন সমস্যাও নেই। :D :D :D

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

বিভাগে তো যোগ দিতে হয় না ।

আপনি গল্প লিখেন সেগুলো আপনার পছন্দের একটা বিভাগে জমা রাখবেন যেন গল্প পাঠকরা সহজেই আপনার ব্লগ থেকে গল্প খুঁজে বের করতে পারে ।।

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ তো! আমি আসলে আগে বুঝিই নাই বিভাগ জিনিস্টা কি কাজে লাগে! :!> :!> এখন আপনার বিভাজ্ঞুলোতে গুতোগুতি করে বুঝলাম। এখন থেকে আমিও বিভাগ করব। থ্যাংকু। :) :) :)

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, বিভাগ অপশনটা খুব কাজের ।

শুভেচ্ছা টুম্পামনি ।।

:)

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: বিভাগের ব্যাপারটা দীর্ঘদিন বুঝতামনা। এখন বুঝি তবে কেন জানি বিভাগটা ব্যবহার করতে ইচ্ছা করেনা। সামুর নোটিফিকেশন আর বিভাগ এই দুইটা জিনিষে কেন জানি আগ্রহ পাইনা।

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

আমি নিয়মিত বিভাগ ব্যবহার করি এবং উপকারী দিকটি আমার কাছে খুব ভালো লাগে ।
কোন অপকারী দিক নেই ...

নোটিফিকেশন অযথা অন্যের পোস্টে গিয়ে বারবার চেক করারর যন্ত্রণা থেকে মুক্তি দেয় ।।

শুভেচ্ছা রইল, কুনো ...

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৩

আমি অপদার্থ বলেছেন: ধন্যবাদ পনি। আপনার কারণে সমস্যাটি সামু কর্তৃপক্ষের চোখে পড়েছে ।

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

আরজু পনি বলেছেন:

সমাধান হয়েছে বিধায় যথেষ্ট স্বস্তি পাচ্ছি ।

শুভকামনা রইল আপনার জন্যে ।।

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সমস্যা কি ছিলো তাই তো জানি না। আপনার পিক বাক্স আকারে আসছে, তাই আপনার থুক্কু সামুর কী সমস্যা ছিলো জানা হলো না! :P

তবে সামুতে প্রোবলেম আছে বেশ কিছু! আজকে আমার ড্রাফট আমাকেই শো করে নাই!!

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১

আরজু পনি বলেছেন:

হুমম, পিক দেখতে না চাইলে বাক্স আকারেই আসবে /:)

তবে আমার আগের পোস্টর অনেক ছবিও দেখা যায় না :(

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ আপু, ধন্যবাদ সামু। এই সমস্যাটা আমারও হচ্ছিল কিন্তু জানান হয়নি। এখন দেখি ঠিক হয়ে গেছে।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

আশা করি কর্তৃপক্ষ সমস্যাগুলোকে পর্যায়ক্রমে এভাবেই সমাধান করে দেবে ।

ধন্যবাদ আপনাকেও ।।

৯| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:


আমার বিভাগ গুলোতেও সমস্যা ছিল। ঠিক হবে হবে বলে আশায় ছিলাম। শেষ পর্যন্ত ঠিক হল তাহলে। :) সামুর বর্তমান সার্ভারে হাজারটা সমস্যা কবে যে সামু সম্পূর্ণ ঠিক হবে তা দেখার অপেক্ষাতে রইলাম।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

আগের চেয়ে সামুতে অনেক বেশি সুবিধা...কাজেই সমস্যা থাকলেও তা সাময়িকই বটে ।

শুভেচ্ছা রইল, স্নিগ্ধ শোভন ।।

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫

অদৃশ্য বলেছেন:







সামু আমার ড্রাফটের কয়েকটা লিখা গায়েব করে দিছে... ভাগ্যিস ওগুলা সেভ করে রাখছিলাম...

এই বিভাগটা আমিও ব্যবহার করিনা মোটেও... তবে অনেকেই মনে হয় ব্যাবহার করেন...

আপনার সমস্যার সমাধানের জন্য ও ব্লগে আরও আগ্রহী করবার জন্য সামুকে শুভেচ্ছা...

শুভকামনা...

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

ড্রাফটের লেখা গায়েব করলেতো বুঝবো না :(

আমার ড্রাফটে খিচুরির কখন যে কোনটা রাখি নিজেই তো হিসাব রাখি না :(

ভালো থাকুন, প্রিয় অদৃশ্য ।।

১১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

আপনাকেও...

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০

গোর্কি বলেছেন:
বাংলা কমিউনিটি ব্লগগুলোতে বিনে পয়সায় কিছুমিছু লিখতে পারছি, তাতেই মহাখুশী। শুকুর আল-হামদুলীল্লাহ।

"বিভাগ" সম্পর্কিত ব্যাপারটি দৃষ্টিগোচরে আনার জন্য ধন্যবাদ। দেখি, এর ব্যবহারের চেষ্টা করব।

সমস্যার আশু সমাধানে ব্লগ কর্তৃপক্ষকে সাধুবাদ।

শুভেচ্ছা এবং ভাল থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

আপনি ছবি ব্লগ, ইতিহাস সমৃদ্ধ ব্লগ...এভাবে বেশ কিছু বিষয়ের উপর যেহেতু লেখেন, তাই বিভাগ থাকলে পাঠকদের খুব সুবিধে হবে ।

আপনার জন্যেও শুভেচ্ছা অনেক অনেক ।।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকে সালাম দেওয়া আমার উদ্দেশ্য হলেও ধন্যবাদ পোষ্টের জন্য।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

ভালো লাগলো আপনার উপস্থিতি ।

আশা করি ভালো আছেন ।

অনেক শুভকামনা রইল ।।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:



শ্বাশত স্বপন

নোটিশ বোর্ডের পোস্টে ব্লগার শ্বাশত স্বপনের করা মন্তব্যটি তুলে ধরলাম...জানি না কেন এমন হচ্ছে ।

যদি ব্লগ কর্তৃপক্ষের নজরে পড়ে সেই ভরসায় এই মন্তব্য ।।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩

সাধারন এক মেয়ে বলেছেন: বিভাগ কি? কিছুই বুঝলাম না :-/

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

আরজু পনি বলেছেন:

সচিত্র ব্লগ টিউটোরিয়াল: "সাধারণ এক মেয়ে"র জন্য অবশ্য পাঠ্য ।



এটা ব্লগ টিউটোরিয়ালের আদ্যোপান্ত... কাজে লাগবেই ।

এই দুইটা পোস্ট পড়লে কারো কাছে ব্লগ সম্পর্কিত কোন সাহায্য ছাড়াই নিজে নিজেই নিজের মতো ব্লগিং করতে পারবেন ।

আরজু পনি-র ব্লগে স্বাগতম । :D

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: আমিও বিভাগ অপশনটি ব্যবহার করি


সমস্যার সমাধান হয়েছে জেনে ভালো লাগছে

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮

আরজু পনি বলেছেন:

যারা একাধিক বিষয়ে লিখে তাদের জন্যে "বিভাগ" অপশনটি ব্যবহার করা খুব উপকারী ।

ধন্যবাদ একজন ঘুনপোকা ।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৪

আরজু পনি বলেছেন:

=p~ =p~



মাথা নষ্ট হওয়ার যোগাড়.....

অন্যের নোটিফিকেশন আমার কাছে কেন আসে ? :-* :-&

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সামুতে আরও অনেক বাগ আছে। জানিনা মেইনটেনেন্স টিমে কোন টেস্টার নাই নাকি! না থাকলে তাদের টিমে ১/২ জন টেস্টার রাখা উচিত

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০০

আরজু পনি বলেছেন:

টিম সম্বন্ধে আমার কোন ধারণা নেই ।।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

মাহমুদ০০৭ বলেছেন: আমারফ কোন ভাগ নাই - নাই বিভাগ ও নাই :P :P

কেমন আছেন আপা ?

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪

আরজু পনি বলেছেন:

বিভাগ থাকলে পাঠক এমনকি নিজেরও সহজে পুরানো পোস্ট খুঁজে পেতে সুবিধে হয় ।
আমি ভালো আছি আরহামদুলিল্লাহ ।
:)

২০| ২৪ শে মে, ২০১৪ রাত ৮:০৯

আমি তুমি আমরা বলেছেন: বিভাগ অপশনটা এখনো সমস্যা করছে। আমার বিভিন্ন বিভাগগুলোতে ক্লিক করলে এখন আর সব পোস্ট শো করে না।

ধরুন কোন একটি বিভাগে আমি ১০ টি পোস্ট প্রকাশ করেছি। এখন ঐ বিভাগটির ওপর ক্লিক করলে ঐ বিভাগে প্রকাশিত সর্বশেষ তিনটি বা চারটি পোস্ট দেখায়, তার আগেরগুলো দেখায় না।

আপনার কি এই সমস্যা হচ্ছে?

২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:২৬

আরজু পনি বলেছেন:

আমার তো ঠিকই দেখাচ্ছে !

অবশ্য আমার একেকটা বিভাগে খুব বেশি পোস্ট নেই সেটা্ও কি কোন কারণ কি না কে জানে !

আশা করি সমস্যাটা এখন্ও থাকলে কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.