নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

"প্রিন্সেস"

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৩





১৯৮৩ সালে লেখক জিন পি স্যাসনের সাথে পরিচিত হয় এক সৌদি নারীর যিনি একজন শাহজাদী । তার জীবন এবং লেখকের জানা মতে ঘটে যাওয়া সব ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। এতোদিন ধর্মীয় তীর্থস্থান হিসেবে পবিত্র ভুমি হিসেবে যেই ভুমিকে জেনে এসেছি, সেখানে এমন ভয়ংকর, বিভৎস, বিকৃত আচরণের ঘটনার সন্ধান পেয়ে সত্যিই প্রচন্ড ভাবে মর্মাহত হচ্ছি। ঘৃনা জন্মে যাচ্ছে পুরুষদের উপর। এতোদিন জানতাম এসব ঘটনা পাশ্চাত্যের দেশ গুলোতে ঘটে, এরপর দেখি আমাদের দেশেও ঘটছে। "প্রিন্সেস" বইটি থেকে সৌদী আরবের স্থানীয় মানুষগুলোর অন্ধকারের চেহারা দেখে মনে হলো আর সবদেশকে ছাড়িয়ে গেছে বর্বরতায়। এতোযুগ পরেও! অনুবাদটি পড়ে সত্যিই শিউড়ে উঠেছি। আমাদের দেশে ধর্ষনে মেয়েদের পোষাককে দোষ দেয়া হয় কোন কোন ক্ষেত্রে, কিন্তু সৌদি আরবের মতো জায়গাকে আমরা পূণ্যভুমি মনে করি, তেমনি একটি জায়গায় কি বিভৎস, হিংস্র, দানবীয় আচরণ করা হয়, মেয়েদেরকে দমন করতে । এখানকার পুরুষদের যৌনকামনার বিভৎস রূপটি প্রিন্সেস বইটির মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এক আরব শাহজাদীর মুক্তি কামী মানসিকতা নিয়ে লিখা ডায়েরি থেকে জিন পি স্যাসন তুলে এনেছেন এই ভয়াবহ সত্য কাহিনী।





বই নিয়ে কিছু কথা

■ মূল বইয়ের প্রচ্ছদটি বেশ জমকালো সেই তুলনায় অনুবাদটির প্রচ্ছদটি সাদাসিধা হলেও বেশ আকর্ষণীয় ।



■ বোর্ড বাঁধাই করা ১৩ ফর্মার বইটির বাজার মূল্য ৩২৫ থেকে ৩৯০ টাকা হতে পারতো, সেক্ষেত্রে বইটির মূল্য ক্রেতার নাগালের মধ্যে রাখাটাকে সাধুবাদ দিচ্ছি অবশ্য ২০০১ সালে ফর্মা প্রতি কতো করে রাখা হতো আমি জানি না ।



■ প্রকাশক মূল লেখক জিন পি স্যাসন ও অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জুর পরিচয় তুলে ধরতে পারতেন কভার পেজ-এ ।



■ ১২ ফন্টের ছাপার অক্ষর গুলো সাধারন বয়সী পাঠকদের পাঠে মনোযোগ ধরে রাখার জন্যে যথেষ্ট ।



■ আনোয়ার হোসেন মঞ্জুর অনুদিত বইটির ঝরঝরে অনুবাদের প্রশংসা করতেই হবে । পাঠের কোথাওই মনে হয়নি বইটি অন্য ভাষা থেকে অনুবাদ করা হয়েছে ।



■ বানানে যথেষ্ট যত্নের ছোঁয়া রয়েছে যা একজন পাঠককে পাঠে স্বস্তি দিতে পারে বইটি ।



বইটির বিভিন্ন অংশ থেকে কিছু লাইন এখানে পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরলাম ।



►আমার জন্মভূমিতে পুরুষাঙ্গ বিহীন মানুষের কোন গুরুত্ব নেই ।



► সভ্যতার অগ্রগতির সাথে সাথে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি প্রধান হয়ে উঠে ব্যক্তির বিকাশের সাথে ।



► আমাদের সমাজে নারীর হীন অবস্থানের কারণে ইসলামি বিধান ও রীতিকে দোষারোপ করা ভুল ।... মহানবী মোহাম্মদ (সাঃ) শিক্ষা দিয়েছেন নারীর প্রতি সদয় হতে এবং সুবিচার করতে ।



►পুরুষের মর্যাদার বিকাশ ঘটে নারীর ওপর কর্তৃত্ব প্রয়োগের মধ্য দিয়ে । সেজন্যে তাকে অবশ্যই তার নারীদের ওপর যৌন প্রভুত্ব ও শ্রেষ্টত্ব বজায় রাখতে হবে...



► নারীর উপর সর্বময় নিয়ন্ত্রণের সঙ্গে প্রেমের কোন সম্পর্ক জড়িত নয় ।এ নিয়ন্ত্রণ আরপ করা হয় পুরুষের মর্যাদাহানির ভয় থেকে ।



► শৈশব থেকে একটি ছেলে শিশুকে শিখানো হয় যে, নারীদের গুরুত্ব খুবই সামান্য, তারা রয়েছে আরাম ও সুবিধার জন্যে ।...তাকে অস্থাবর সম্পত্তি হিসাবেই বিবেচনা করে, অংশীদার হিসেবে নয় ।



►নারীর সাথে ক্রীতদাসের মতো বা সম্পত্তির মতো ব্যবহার করে পুরুষেরা নিজেদের অসুখী করার পাশাপাশি যেসব নারীর ওপর তারা প্রভুত্ব করছে তাদেরকে অসুখী রেখে উভয়ের জন্যেই প্রেম ও সত্যিকার অংশীদারে পরিণত হওয়াকে অসম্ভব করে তুলেছে ।



►নারীরা কঠোরতার সাথে আপোষ করে তাদের মতামত দেয়া থেকে বিরত থাকে ।



►আমি একজন নারী, যাকে পুরুষ বিবেচনা করে শৃঙ্খলিত ক্রীতদাসের মতো ।



►পৃথিবীতে এতো দরিদ্রের বসবাস, আর আমরা এতো অপচয় করছি।



►বিজয় জন্ম দেয় ঘৃণার, কারণ পরাজিদরা অসুখী থাকে... (গৌতম বুদ্ধ)



►পাথি ও জীবজন্তু আমার বোনের চাইতে অনেক স্বাধীন ।



►আমার মা শাবককে রক্ষার জন্যে ক্ষিপ্ত বাঘিনীর মতো ছিলেন । তার সাহসের অহংকারে আমার হৃৎপিন্ড বিস্ফারিত হওয়ার মতো হয়েছিল ।



►সৌদি আরবে সৌন্দর্য নারীর বিরাট পণ্য ।



►আমার দেশে মহিলাদের মসজিদে প্রবেশ নিষেধ । যদিও মহানবী (সাঃ) মসজিদে মহিলাদের নামাজ পড়তে নিষেধ করেননি ।

► একটি পাপ যখন গুরুতর হয়, তখন আরেকটি পাপের ঘটনা চাপা পড়ে যায় ।



►ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে এবং ফ্যাশন সচেতনতার কারণে মহিলারা পোশাকের হাজারো ধাঁচের মধ্যেও সৃজনশীরতা খুঁজে বের করতে চেষ্টা করে ।



►একটি বালিকার প্রবেশ আরব পুরুষেরা লক্ষ্য করে না, কিন্তু যখনই সে বোরখা পরে মুখ ঢেকে বের হয় বহু পুরুষ তার দিকে আগ্রহ ভরে তাকায় । পুরুষেরা নিষিদ্ধ মুখের দর্শন লাভের জন্যে উদগ্রীব হয়ে উঠে । সহসা যৌন গুরুত্ব বেড়ে যায় সেই বালিকার । আমরা, আরব মহিলারা মুখ ঢেকেই আরব পুরুষদের কাছে বিপুলভাবে কাঙ্ক্ষিত সামগ্রিতে পরিণত হই ।



►যেহেতু তার একটি স্বপ্ন আছে এবং সে স্বপ্ন পূরণের উপায়ও আছে, সে জন্যে সে প্রাণ খুলে হাসতে পারে ।



►তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো থেকে সৌদি আরবে যে সব মহিলা কাজ করতে আসে তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা হয় ।



►অজ্ঞতার কারণে ধর্মের শিক্ষাকেও তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে ।



►মুসলিম বহির্ভূত যে কোন মহিলাকে তারা বেশ্যা মনে করে ।



►সৌদি আরবে নারী স্বাধীনতার প্রধান প্রতিবন্ধক ধর্মীয় চরমপন্থীরা ।





শাহজাদী লেখককে বলেছিলেন, বিশ্ব যদি আমাদের কান্না শুনতে না পায় তাহলে কিভাবে আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে ?



■ বইটির সংক্ষিপ্ত পরিচিতি

মূল: জিন পি স্যাসন

অনুবাদ : আনোয়ার হোসাইন মঞ্জু

প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০০১

প্রকাশক: ঐতিহ্য, ঢাকা

মূল্য: ১৭০ টাকা

ISBN: 984-776-077-2

প্রাপ্তিস্থান: সঠিক জানা নেই, তবে

"মধ্যমা", কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স এর প্রথম তলায়।

এছাড়া নীলক্ষেত পাওয়া যেতে পারে।





বিশেষ কৃতজ্ঞতা : প্রিয় অলস গল্পকার



তোমার তরে...

২.১৯ দুপুর ৯ পৌষ, ১৪১৮

তোমরা কোথায়? বসে আছি আমি একলা টিএসসিতে!

মাল্টিকালার ক্যাম্পাস আর পৌষের এই শীতে।

রং নিয়ে কি খেলবো একটু? সেই ভাল, তা-ই করি!

খন থেকেই ছেলেরা-মেয়েরা আসছে আর যাচ্ছে

রেখে গেল শুধু কিছু ভাল-লাগা নীল-ওড়না'র মেয়েটা!

সমানী রং ওড়নায় তার সূর্যের মত কাচঁ

রং ছড়িয়েই চলে গেল সে-ছড়িয়ে গেল আলো

জুইফুল-চুলে মেয়েগুলো যেন হিংসায় চমকালো!

মি ও কেমন! 'দেখলেই বুঝি ওভাবে তাকিয়ে থাকে?'

পুতুলের ফুল, সূর্যের তাপ ধমক দেয় আমাকে...



কবিতার প্রতিটা লাইনের প্রথম বর্ণটিতেই কবিতার পুরো শিরোনাম রয়েছে ।



ছবি: প্রিন্সেস, ৮ মে ২০১৪



বই নিয়ে আরো পড়তে:

♣"কৌটিলিয়ম অর্থশাস্ত্রম"♣



♣কিভাবে করবেন বই রিভিউ ♣

মন্তব্য ৯১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: এটা মনে হয় পড়েছি। অন্য কভার ছিল।

রিভিউ ভাল হয়েছে।

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

নেটে এর অনেকগুলো কভার দেখলাম । অবশ্য আমার বইটির কভার এমন নয় । ওটি নেটে পাইনি বিধায় দিতে পারিনি ।
পেলে যোগ করে দেয়ার ইচ্ছে রাখি ।

অনেক ধন্যবাদ রইল, প্রোফেসর শঙ্কু ।।

২| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

সাজিদ ঢাকা বলেছেন: অসাধারণ রিভিউ , , ভ্রমণের বই গুলো নিয়ে রিভিউ লেখার ইচ্ছা কিন্তু না , , বই গুলা আপনাকে দিয়ে আসবো :)

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

নিয়ম অনুসরণ করে রিভিউ লিখতে অনেক হ্যাপা ।
তারপরও আমি মোটামুটি অনুসরণ করে নিজের মতো করে করার চেষ্টা করেছি ।

তবে বইটা পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি ।

আচ্ছা পেলে কয়েক বছর পর রিভিউ দেবার চেষ্টা করবো ।

শুভেচ্ছা রইল, প্রিয় ভ্রমণবিদ ।।

৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৩১

একজন ঘূণপোকা বলেছেন:
রিভিউ পড়ে বইটা পড়ার লোভ জাগছে।

শীগ্রই পড়ে ফেলবো।

ধন্যবাদ আপ্পি শেয়ার করার জন্য।

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৩০

আরজু পনি বলেছেন:

একজনও যদি রিভিউ পড়ে বইটা পড়ার আগ্রহ বোধ করে তবে বুঝব আমার রিভিউ সার্থক ।

অনেক ধন্যবাদ রইল একজন ঘূণপোকা ।

৪| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪২

মশিকুর বলেছেন:
সৌদি আরবের সব লোকের কিন্তু বেহেশত নিশ্চিত না। তাই সবাই ভালো হওয়ারও কোন সম্ভাবনাও নাই। সত্যি কথা বলতে সৌদি আরবের মানুষদের জন্য বেহেশতে যাওয়া অপেক্ষাকৃত বেশী কঠিন। যেখানে পাপ করার চান্স খুবই কম সেখানে পাপ করলে শাস্তিও কয়েকগুন বেশী হওয়ার কথা। আর সেখানের মানুষদের পাপহীন মনেকরার কোন কারন নেই। এক সময় সেখানেই কিন্তু অন্ধকারের যুগ ছিল।
*****************************************************
আমাদের দেশেও শৈশবে ছেলে-মেয়েদের মধ্যে চরম বৈষম্য দেখা যায়। এখন ২০১৪ সালে পর্যন্ত বাবা-মা ভাবেন মেয়ের চেয়ে ছেলের পিছনে বেশী খরচ(লেখাপড়া) করা উচিৎ। তবে ব্যতিক্রমও আছে, তবে খুবই খুবই কম। অবস্থার উন্নতি ঘটাতে হলে মানসিকতার পরিবর্তন জরুরী।
*****************************************************
মসজিদে নারীদের প্রবেশ নিষেধ নাতো! তবে বিভিন্ন জতিলতার কারনে পরে এমন নিয়ম করা হতে পারে। তবে ইসলামিক আইনগত ভাবে অবশ্যই নিষেধ না। এমনকি বাংলাদেশের অনেক মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। এমনকি অমুসলিমদের প্রবেশেও বাঁধা নাই। মুহাম্মদ(সাঃ) মসজিদে বসেই মুসলিম-অমুসলিমদের বিচারকার্য পরিচালনা করতেন।
*****************************************************
'নারী স্বাধীনতা' শব্দটা শুনতেই যেন কেমন! কেউ পরাধীন বলেই স্বাধীনতার প্রশ্ন আসে। তবে 'বেগম রোকেয়া' যে স্বাধীনতার কথা বলে গেছেন তা থেকে বর্তমান 'নারী স্বাধীনতার' অনেক ফারাক। স্বাধীনতা মানে যদি উশৃঙ্খলতা হয় তাহলে সে স্বাধীনতার কি মানে? স্বাধীনতাকে কাজে লাগিয়ে অপকর্মে জড়ালে ক্ষতি কার? নারী-পুরুষ উভয়ের জন্যই এটা প্রযোজ্য।
*****************************************************
রিভিউ এত ভালো হয়েছে যে বইটা পড়ার তাড়না অনুভব করছি :) নীলক্ষেতে বইটার খোঁজ করবই। তাছাড়া 'তোমার তরে আরজু আপু...' বিশেষ ভালো লেগেছে। অনেক দিন পর আপনার পোস্টে মন্তব্য করলাম :)

শুভরাত্রি।




০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৩৫

আরজু পনি বলেছেন:

আমাদের সাধারণ ধারণা হচ্ছে সৌদি আরব হচ্ছে পূণ্যভূমি । তাই সেখানকার মানুষের প্রতি প্রত্যাশাটা তেমন ।

নারী পুরুষের বৈষম্য দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরী...খুব ঠিক কথা বলেছেন ।

সব কিছুতেই ভালো মন্দ আছে, তাই স্বাধীনতা ভোগেও এর ব্যতিক্রম হচ্ছে না । তবে স্বাধীনতা মানে অবশ্যই উশৃংখলতা নয় । বরং প্রয়োজনীয় অধিকার ভোগের সঠিক পরিবেশ পাওয়া ।

রিভিউ ভালো হয়েছে জেনে কৃতার্থ হলাম মশিকুর ।

অনেক শুভকামনা জানবেন ।।

৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: পড়তে মন চাচ্ছে।

পোস্টে +++++

ধার পাওয়া যাবে নাকি বইটা??

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৩৬

আরজু পনি বলেছেন:

ধার পাওয়া যেতে পারে ।

দেখা যাক কী ব্যবস্থা করা যায় আপনার জন্যে ।

অনেক অনেক ধন্যবাদ রইল এহসান সাবির ।।

৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা কাজ করছেন পনি আপা! বুক রিভিউ ব্যাপারটা আসলেই দারুন হয়েছে। আশা করি আপনাকে দেখে অন্য ব্লগাররাও এই ব্যাপারে উৎসাহী হবে।

বইটা পড়িনি, আপনার লেখাটা পড়ে পড়ার খুব ইচ্ছে হচ্ছে। পিডিএফ লিংক পাইলে ভালো হইত। বিনা পয়সায় পইড়া ফেলতে পারতাম। :#) B-) :P

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৪৫

আরজু পনি বলেছেন:

অনেকেই নেট কোহলিক হয়ে বই পড়া ছেড়ে দিয়েছেন...এমন অভিযোগ পাওয়া যায় ।
নেট মানুষের ক্ষতি করবে কেন মানুষ যদি তা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে, তাই সহব্লগারদের মাঝে বই পড়ার অভ্যাসটা বাড়ানোর জন্যে একটা প্রয়াসও বলা যায় এই পোস্ট ।
যদিও জানি অনেকেই পড়েন বই নিয়মিতই ।
কিন্তু ব্লগে তার শেয়ার হচ্ছে না তেমনভাবে ।

পিডিএফ কখনো করতে পারলে আপনাকে প্রথমে জানানোর ইচ্ছে রাখি ।

হাহা আপনাকে অবশ্যই বিনে পয়সাতেই পড়ানোর ব্যবস্থা করার চেষ্টার কোন ত্রুটি থাকবে না ।।

সহব্লগাররা উৎসাহিত হলে তো দারুণ হবে বিষয়টা ।
আশা করি তেমনই হোক ।

অনেক শুভেচ্ছা রইল, কাল্পনিক_ভালোবাসা ।

৭| ০৯ ই মে, ২০১৪ সকাল ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি পড়িনি.... মনে হচ্ছে অসাধারণ একটি বই। অনুবাদ পড়তে ভালো লাগে না। কিন্তু আপনি অনুবাদ সম্পর্কে ভালো মন্তব্য দিয়েছেন। দেখবো পাই কিনা বইটি।


নারীর এরকম অবস্থান সার্বজনীন। দেশ সমাজ ও ধর্মীয় সংস্কার মোতাবেক কেবল এর বৈচিত্র একেক রকম। হুমায়ুন আজাদ তার ‌'নারী' গ্রন্থে এসবের অধিকাংশই বলে গেছেন। বাকিটুকু বলেছেন তার উপন্যাসগুলোতে।

শেষের কবিতাটিতে আপনাকে পেয়ে আনন্দিত হলাম :)

চমৎকার পুস্তক আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ, আরজুপনি :)

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৪৮

আরজু পনি বলেছেন:

অনুবাদটা বেশ ভালো লেগেছে আমার কাছে অন্য অনুবাদকদের চেয়ে ।

হ্যাঁ, নারীর এই অবস্থাটা আসলেই দেশ, কাল পাত্র ভেদে প্রায় একই...

শেষের কবিতাটি আমার উদ্দেশ্যে প্রিয় অলস গল্পকারের লেখা ।
তার কারণেই এই বইটা পড়া হয়েছে ।

পুস্তক আলোচনা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।

অনেক শুভেচ্ছা রইল মাঈনউদ্দিন মইনুল ।।

৮| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:৫১

নীল জোসনা বলেছেন: ধন্যবাদ , আপা ।

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৫১

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ, নীল জোসনা ।।

৯| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:৫১

মামুন রশিদ বলেছেন: দেখি পাই কিনা, পড়ুম নে ।

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৫২

আরজু পনি বলেছেন:

আচ্ছা খুব শিগগীরই পেয়ে যান এই কামনাই করি ।
অনেক শুভেচ্ছা রইল, মামুন ।।

১০| ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭

সামুস কিং বলেছেন:
পড়া লাগবে

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৫২

আরজু পনি বলেছেন:

আশা করি ভালো লাগবে বইটি ।

শুভেচ্ছা জানবেন সামুস কিং ।।

১১| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:০৩

আম্মানসুরা বলেছেন: ধন্যবাদ আপু চমৎকার একটা বইয়ের সন্ধান দেবার জন্য!

আমি খুব শীঘ্রই বইটা কিনব।

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৫৪

আরজু পনি বলেছেন:

পড়লে ভালো লাগবে, নিশ্চিত বলতে পারি ।

অনেক শুভকামনা রইল আম্মানসুরা ।

১২| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পনি আপু, কেমন আছেন? অনেক দিন পর।

এতোদিন ধর্মীয় তীর্থস্থান হিসেবে পবিত্র ভুমি হিসেবে যেই ভুমিকে জেনে এসেছি, সেখানে এমন ভয়ংকর, বিভৎস, বিকৃত আচরণের ঘটনার সন্ধান পেয়ে সত্যিই প্রচন্ড ভাবে মর্মাহত হচ্ছি। ঘৃনা জন্মে যাচ্ছে পুরুষদের উপর।

এই বক্তব্য কার? অনুবাদকের না আপনার? পুরুষদের এতো ঘৃণা করে লাভ নেই, এরা এমনই। মহিলাদেরকেও ঘৃণা করে এমন লোকের সংখ্যাও অনেক। ঘৃণা চালাচালি ভালো কিছু বয়ে আনবে না। সংঘর্ষ আরো বাধবে।

বই রিভিও খুব একটা আকর্ষনীয় হয়নি। মনে হচ্ছিলো আপনি কোনো এসাইনম্যান্ট লিখছেন। কেবল চুম্বক অংশ গুলো তুলে ধরা হয়েছে। একটু বিস্তারিত দিলে আরো ভালো লাগতো। অবশ্য প্রত্যেকেরই একটা নিজস্ব ধাঁচ আছে।

ভালো থাকুন।

০৯ ই মে, ২০১৪ দুপুর ২:০০

আরজু পনি বলেছেন:

আপনি সম্ভবত অনেকদিন পর এলেন ... সুস্বাগতম আবারো ।

বোল্ড করা বক্তব্য আমার নিজের । আমি বইটা পড়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে লিখে রেখেছিলাম, তাই তুলে ধরেছি রিভিউয়ে ।

প্রতিক্রিয়াটা জানিয়েছি , না হলে এই ধরনের মানুষ বুঝবেও না যে তাদেরকে মানুষ ঘৃণা করে । সংঘর্ষ নয়, পাপকে, অন্যায়কে "না" বলতেই হবে ।

আর বই নিয়ে খুব বেশি বিস্তারিত লিখতে চাইনি যেন পাঠক বইটি এখান থেকেই পুরোটা জেনে পাঠের আগ্রহ না হারিয়ে ফেলে । তাই আগ্রহ জাগাতে চুম্বক অংশ তুলে ধরেছি ।
তবে রিভিউ কেমন হয়েছে সে আপনারাই বলবেন, মতামত পেয়ে ভালো লাগছে সজীব ।

এভাবেই বলে যাবেন যেনো ভবিষ্যতে লিখতে বসে আরো ভাববার সুযোগ থাকে ।

পাঠকের মতামতই একজন লেখককে লিখতে অনুপ্রেরণা যোগায় ।

আপনিও অনেক অনেক ভালো থাকুন ।

১৩| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:০৪

আমি সাদমান সাদিক বলেছেন: ধন্যবাদ আপু শেয়ার করার জন্য । :)

০৯ ই মে, ২০১৪ দুপুর ২:০৩

আরজু পনি বলেছেন:

পাঠে আনেক ধন্যবাদ সাদমান সাদিক ।

শুভকামনা রইল আপনার জন্যে ।।

১৪| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:১১

জন কার্টার বলেছেন: মশিকুর বলেছেন:

নারী স্বাধীনতা' শব্দটা শুনতেই যেন কেমন! কেউ পরাধীন বলেই স্বাধীনতার প্রশ্ন আসে। তবে 'বেগম রোকেয়া' যে স্বাধীনতার কথা বলে গেছেন তা থেকে বর্তমান 'নারী স্বাধীনতার' অনেক ফারাক। স্বাধীনতা মানে যদি উশৃঙ্খলতা হয় তাহলে সে স্বাধীনতার কি মানে? স্বাধীনতাকে কাজে লাগিয়ে অপকর্মে জড়ালে ক্ষতি কার? নারী-পুরুষ উভয়ের জন্যই এটা প্রযোজ্য।


সহমত

রিভিউ ভালো হয়েছে ।

০৯ ই মে, ২০১৪ দুপুর ২:০৯

আরজু পনি বলেছেন:

নারীর মতামতের কোন মূল্য না থাকলে, ইচ্ছের কোন দাম না থাকলে, নিজের মতো করে দম ফেলার সুযোগ না থাকলে স্বাধীনতার প্রসঙ্গ আসবেই, তা পুরুষের বেলাতে সাধারণত কম ঘটে আর নারীর বেলাতে হরহামেশা ঘটে বলেই নারীর প্রসঙ্গ বেশি আসে ।

স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলতা কারো বেলাতেই কাম্য নয় । যদিও পুরুষদের বেলাতে এই শব্দটা তেমন করে প্রয়োগ করতে দেখা যায় না যেটা নারীর ক্ষেত্রে হয় বেশিই ।


রিভিউ ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম জন কার্টার ।
ভালো থঅকুন সবসময় ।।

১৫| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৯

আমিআকাশ বলেছেন: মশিকুর বলেছেন:

নারী স্বাধীনতা' শব্দটা শুনতেই যেন কেমন! কেউ পরাধীন বলেই স্বাধীনতার প্রশ্ন আসে। তবে 'বেগম রোকেয়া' যে স্বাধীনতার কথা বলে গেছেন তা থেকে বর্তমান 'নারী স্বাধীনতার' অনেক ফারাক। স্বাধীনতা মানে যদি উশৃঙ্খলতা হয় তাহলে সে স্বাধীনতার কি মানে? স্বাধীনতাকে কাজে লাগিয়ে অপকর্মে জড়ালে ক্ষতি কার? নারী-পুরুষ উভয়ের জন্যই এটা প্রযোজ্য।

নারী যে পরাধীন এ সত্য স্বীকার না করার কোনো কারন দেখি তো না।আর স্বাধীনতা মানে উশৃঙ্খলতা কিনা সে প্রশ্ন পুরুষের বেলা খুব একটা আসে না।
এই সমাজে নারিকে এখনো অনেক পথ হাঁটতে হবে পুরুষের চোখে মান পেতে। বহু যুগের ক্লেদ জমে আছে আমদের মনে, বহু সংস্কার।

০৯ ই মে, ২০১৪ দুপুর ২:১২

আরজু পনি বলেছেন:

নারী পরাধীন কতোটা তা একজন নারী তার জীবন থেকে প্রতিটা সময়েই বুঝতে পারে, তার খাওয়া, পড়া, পরা, ঘুম থেকে শুরু করে কথা বলা সব ক্ষেত্রেই কতোটা পরাধীন তা যে কোন পেশার, যে কোন সমাজের নারীই অনুভব করে...হয়তো সবাই বলে না নীরবে সয়ে যায় , কেউ বা মুখ খোলে...

বোল্ড করা কথাগুলো বেশ সুন্দর বলেছেন ।

অনেক শুভকামনা রইল , আমিআকাশ ।।

১৬| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

কয়েস সামী বলেছেন: অনেক দিন পর আপনাকে পড়লাম। ভাল আছেন আপু?

০৯ ই মে, ২০১৪ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ ।

ভালো আছি আলহামদুলিল্লাহ ।

আশা করি আপনিও অনেক ভালো আছেন ।
শুভকামনা জানবেন কয়েস সামী ।।

১৭| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:১৬

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা

আমি বইটি পড়িনি তবে এই পোষ্ট পড়ে যা মনে হল সকল সত্য বলা হয়েছে বইটিতে। কর্মসূত্রে আমি মধ্যপ্রাচ্যে বেশ কয়েক বছর ছিলাম। আমি লেখায় বাস্তবতা দেখতে পাচ্ছি।

ধন্যবাদ আপনাকে।
সুযোগ পেলেই আমি বইটি পড়ে ফেলতে চাই।
সুন্দর থাকুন।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, বইয়ের ঘটনা সব সত্যি ।

সেই শাহজাদীর নিয়মিত লেখা ডায়েরি থেকে জিন পি স্যাসন এই বই প্রকাশ করেছেন, তবে শাহজাদী তার পরিচয় সরাসরি দিতে না করেছেন ।

আশা করি বইটি আপনার জানা অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে ।

অনেক ভালো থঅকুন, সবসময় ।।

১৮| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক কিছুই জানলাম , আল্লাহ আমাদের বীভৎস দুনিয়া থেকে মুক্তি
দিন ।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

আল্লাহ পাপীদেরকে, জালিমদেরকে হেদায়াত করুন ।

আপনার জন্যে অনেক শুভকামনা রইল, পরিবেশ বন্ধু ।।

১৯| ১০ ই মে, ২০১৪ ভোর ৬:৫৫

বৃতি বলেছেন: বুক রিভিউ ভাল লাগলো আরজু আপু।

এতোদিন জানতাম এসব ঘটনা পাশ্চাত্যের দেশ গুলোতে ঘটে, এরপর দেখি আমাদের দেশেও ঘটছে।

পাশ্চাত্যের দেশ নিয়ে অনেক ভুল ধারণা আছে বাংলাদেশে। দুর্ঘটনা সবখানে আছে, কিন্তু মেয়েদেরকে অ্যাবিউস করার উদাহরণ এখানে অনেক কম।

শুভেচ্ছা জানবেন।

১০ ই মে, ২০১৪ সকাল ১১:৪৫

আরজু পনি বলেছেন:

এতোদিন জানতাম এসব ঘটনা পাশ্চাত্যের দেশ গুলোতে ঘটে, এরপর দেখি আমাদের দেশেও ঘটছে।


এখানে বইটি পড়ে তার প্রতিক্রিয়া হিসেবে প্রথম অংশের কথাটুকু বলেছি ।...বইটিতে নারীকে শুধু এবিউসই করার কথা বলা হয় নি... পুরুষতন্ত্রের চরম রূপটিই এখানে প্রকাশ করা হয়েছে ।

এবিউসের ঘটনাতো ...এরপর দেখি আমাদের দেশেও ঘটছে।... এরকম না বরং আমাদের দেশে তা সবসময় চলছেই... আমি আমাদের দেশেও ঘটছে দিয়ে অবাধ "নারী সঙ্গ"(যৌনাচার)-এর কথা বুঝিয়েছি । যদিও বিস্তারিতভাবে বলিনি । তাই আপনি এবিউস বুঝেছেন ।

বইটিতেই "অবাধ নারী সঙ্গ" কথাটি উল্লেখ আছে বলেই সরাসরি জানালাম ।

ওরা সৌদি আরবের বাইরে কাজে বা বেড়াতে যেয়ে শরীরের চাহিদা পুরোপুরি মিটিয়ে আসে যা মোটেও ধর্মে সাপোর্ট করে না ।

বইটি সম্পর্কে জানাতে চেয়েছি, পাঠকদের আগ্রহ সৃষ্টি করতে চেয়েছি বইটি সম্পর্কে...তাই পুরো বইয়ে হাইলাইটার যথেচ্ছভাবে চালালেও বিস্তারিত সব বলিনি ...কারণ পাটক এখান থেকেই যদি সব জেনে যায় তবে আর বইটি পড়ার আগ্রহ বোধ করবে না জানা হয়ে যাওয়ার কারণে ।

পাঠে এবং মতামতের জন্যে অনেক কৃতজ্ঞতা রইল, বৃতি ।
ভালো থাকুন সদাসর্বদা ।।

২০| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:১৭

তাসজিদ বলেছেন: আসলে সৌদি আরব সম্পর্কে আমরা যা ভাবি তার সাথে বাস্তবতার অনেক পার্থক্য আছে। আমরা ভাবি সৌদি মানেই পুণ্য আর পুণ্য। সেখানকার মাটি যেমন পবিত্র তেমনি মানুষও পবিত্র।


বাস্তবতা কিন্তু ভিন্ন।
সৌদি প্রবাসী বাংলাদেশি দের কাছ থেকে যে তথ্য পাওয়া যায় তা বেশ ভয়ানক।

সেখানে পদে পদে নোংরামি আর অশ্লীলতার ছড়াছড়ি। বাহিরে যতটা পর্দান ভেতরে ততই উন্মুক্ত।

উন্মুক্ত মাধ্যম বলে সব কিছু বিস্তারিত বলা গেল না।
সৌদি প্রবাসী বাংলাদেশিরা যেসব বলে থাকে তার সিকি ভাগও যদি সত্য হয়ে থাকে, তাহলে সৌদি আরব এখন অন্ধকার যুগেই আছে।

১০ ই মে, ২০১৪ সকাল ১১:৪৯

আরজু পনি বলেছেন:

বাস্তবতা আসলেই ভিন্ন ।

পূণ্য ভূমি হতে পারে তবে মানুষ যে সব পূণ্যবান হবে তার কোন নিশ্চয়তা নেই...

তবে আমাদের প্রত্যাশা তো থাকেই তাদের প্রতি...তাই অবাক হয়েছি, কষ্ট পেয়েছি বেশি ।

আপনার জানা ঘটনা শেয়ার করার জন্যে অনেক কৃতজ্ঞতা জানবেন তাসজিদ ।

২১| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:২২

তাসজিদ বলেছেন: অনেকেই ভাবে সৌদি আরবে বুঝি পাপাচার হয় না। কারণ সেখানে আইন খুব শক্ত। যাদের এ সন্দেহ আছে তারা সৌদিপ্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলে দেখতে পারেন। ভয়ানক সত্য জানতে পারবেন।

১০ ই মে, ২০১৪ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

যে দেশে অন্যায় যত বেশি সেই দেশে আইন ততো বেশি, আইনের কড়াকড়ি ততো বেশি হওয়ার কথা ।

আশা করি সৌদি আরব অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসবে আলোর পথে...

অনেক শুভকামানা রইল আপনার জন্যে ।।

২২| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:৩৯

মোমের মানুষ-৩ বলেছেন: সোজা প্রিয়তে........

১০ ই মে, ২০১৪ সকাল ১১:৫৯

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ ।
প্রিয়তে রাখার জন্যে বিশেষ ধন্যবাদ জানবেন মোমের মানুষ-৩ ।।

২৩| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৫৭

আমি তুমি আমরা বলেছেন: বইটি পড়া হয়নি, তাই বইটি নিয়ে কোন মন্তব্য করলাম না। তবে একটি পাপ যখন গুরুতর হয়, তখন আরেকটি পাপের ঘটনা চাপা পড়ে যায় ।- বই থেকে কোট করা এই একটি অসাধারন লাইনের জন্য পড়ার আগ্রহ জন্মাল।আশা করছি অদূর ভবিষ্যতে কোন একদিন বইটা পড়ব। :)

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

আরজু পনি বলেছেন:

একটি পাপ যখন গুরুতর হয়, তখন আরেকটি পাপের ঘটনা চাপা পড়ে যায় ।
...খুব সুন্দর একটি লাইন কোট করেছেন ।

বইটা পড়ে হতাশ হবেন না আশা করি ।

অনেক শুভেচ্ছা রইল ।।

২৪| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: বইটি পড়ার ইচ্ছে রইল। সময় সুযোগমত পড়ে ফেলব আশা রাখি। এত চমৎকার রিভিউ দেবার জন্য অনেক ধন্যবাদ।

কবিতাটি এবং তার শিরোনাম পুরোটাই বেশ মজার।

ভালো থাকুন, শুভকামনা রইল :)

১১ ই মে, ২০১৪ রাত ৯:২৮

আরজু পনি বলেছেন:

আশা করি পড়ে হতাশ হবেন না ।

কবিতাটি প্রিয় অলস গল্পকারের লেখা ।

অনেক শুভকামনা রইল, মহা মহোপাধ্যায় ।।

২৫| ১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪

অদৃশ্য বলেছেন:






বইটি পড়বার খুব ইচ্ছা রাখলাম... আপনার সর্টকাট লিখাটি চমৎকার লেগেছে... আগ্রহ তৈরী হয়েছে...



শুভকামনা...

১১ ই মে, ২০১৪ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, প্রিয় অদৃশ্য মানব ।
শুভেচ্ছা নিরন্তর ।।

২৬| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:০৪

আবু শাকিল বলেছেন: আরব রা যে মাথা মোটা এবং নারী লোভী আগেই জানা ছিল।আরও কিছু জানার ইচ্ছায় বইটি পড়ার আগ্রহ বেড়ে গেল।বইটির অনলাইন সংস্করণ পাওয়া গেল ভাল লাগত।

১২ ই মে, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

অনলাইন সংস্করণ পাওয়া যাবে কি না জানি না । তবে কখনো খোঁজ পেলে জানাবো ।

আশা করি পড়ে ভালো লাগবে ।

পাঠে অনেক ধন্যবাদ জানাই, শাকিল ।
ভালো থাকুন সবসময় ।।

২৭| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সামাজিক অবক্ষয় গুলো সৌদিতেই বেশী আগেই জানতাম ! ধরমীয় অনুশাসন কে মাঝে মাঝে ওনারা ধর্মীয় গোড়ামীতে পরিণত করে ফেলে আমার মনে হয় যে কারণে সৌদিতেই সবচেয়ে বেশী পরকীয়া হয় বলে আমি জানি !

পোষ্ট টা ভালো লেগেছে আপু !

পুরুষ বিদ্ধেষ থেকে কিন্তু একটা সময় নারী বিদ্ধেষের সূচনা হতে পারে আপু :P :P ! দুই পক্ষের কিন্তু স্বপক্ষের বক্তব্য থাকে বিদ্ধেষের কারণে ! সম্মান টা সব লিঙ্গের মানুষেরই প্রাপ্য ! নারী কিংবা পুরুষ বলে নয় ! আমার নিজস্ব মতামত আর কি !
শুভকামনা সব সময়ের পনি আপু !

১৪ ই মে, ২০১৪ সকাল ৯:৪৬

আরজু পনি বলেছেন:

আমি কখনোই পুরুষ বিদ্বেষী নই ।
বরং নারী আর পুরুষ একে অপরের পরিপূরক এই বাস্তব কথাটাই হৃদয় থেকেই উপলব্ধি করি এবং তা মেনেও চলি ।

খারাপ দিক নারী, পুরুষ উভয়েরই হতে পারে ।

সম্মান পাওয়ার যোগ্য হলে যে কেউই পাবে, সে নারী বা পুরুষ যেইই হোক ।

মতামত পেয়ে খুব ভালো লাগলো।
এভাবেই মতামত জানিয়ে যাবেন অভি ।
অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।।

২৮| ১৩ ই মে, ২০১৪ রাত ৮:২৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার রিভিউ। কবিতাটাও ভালো লেগেছে।

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, হাসান ।
কবিতাটা প্রিয় অলস গল্পকারের লেখা ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।।

২৯| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রথম আলোতে এই বইটার সম্পর্কে পড়েছিলাম ।

আপনার রিভিউটা দারূন হয়েছে !
এত সময় কিভাবে বের করছেন ?





শেষের কবিতার সেই বিখ্যাত লাইনগুলো মনে আছে..!

'পুরূষ আধিপত্য ছেড়ে দিলে নারী আধিপত্য শুরূ করবে
আর দূর্বলের আধিপত্য অতি ভয়ানক'...!


একটু মজা করলাম... :P 8-|

আপনার ও সবার সাথেই সহমত আমি ।

ভালো থাকুন ।

১৪ ই মে, ২০১৪ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

শারীরিক শক্তি আর অর্থনৈতিক শক্তিই সব কিছুর মূল বলে মনে হয় ।
দূর্বল এতোকাল অত্যাচারিত থাকায় তার আধিপত্য ভয়ানকতো হবেই ;)

আপনিও অনেক ভালো থাকুন ।
শুভকামনা সবসময়ের জন্যে ।।

৩০| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৩:০৪

মোঃ ইসহাক খান বলেছেন: বইটি পড়ার ইচ্ছে রইলো।

এখনকার বই পড়ার ব্যাপারটি একটু জটিল হয়েছে স্বীকার করতেই হবে। বইয়ের সাথে লেখক এবং লেখার প্রেক্ষাপট সম্পর্কেও জেনে নিতে হয়, নইলে অনেক সন্দেহ থেকে যায়।

বই পড়া চলতে থাকুক।

১৪ ই মে, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

রিভিউ-এ্ও অনেক প্রশ্ন উঠে আসতে পারে পাঠকতের কাছ থেকে ।
আশা করি ভালো লাগবে বইটি ।

অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার ।
শুভকামনা রইল সবসময়ের জন্যে ।।

৩১| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

অফটপিক..........
আমার পিসি যাচ্ছে তাই রকমের স্লো হয়ে আছে, ওপেনই করতে পারছি না । কারো চোখে এই মন্তব্য পড়লে অনুগ্রহ পূর্বক পরামর্শ দিয়ে বাধিত করবেন ।

নেটবুকে ইন্টারনেট-এ কাজ করা ম্যালা কষ্টের
:(

৩২| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বইটা লাইব্রেরীতে দেখেছিলাম, পড়ারও ইচ্ছে হয়েছিল, নেয়া হয়নি সেবার। পরেরবারে গিয়ে বহু খোঁজেও পেলাম না :(
আপনার রিভিউ পড়ে বইটা মিস করারা দু্ঃখটা বহুগুণে বেড়ে গেল। কবিতাটাও খুব সুন্দর হয়েছে আপুনি। :)

১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:
অবশ্যই মিস করেছেন, বইটি পড়লে সত্যিই অবাক হয়ে যাবেন নারীরা কীভাবে নির্যাতিত হয় তার সহস্র কারণ পড়ে ।

এই যে দু:খ বাড়ল এটাই আমার লেখা্র সার্থকতা ।

প্রিয় অলস গল্পকার শাহেদ খানের কবিতা এমনিতেও সে বেশ লিখে ।
পাঠে অনেক শুভেচ্ছা রইল, তনিমা ।।

৩৩| ১৬ ই মে, ২০১৪ রাত ১:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বইটা বছর দশেক আগে পড়ছিলাম। অনেক কিছুই ভুলে গেছি।

আপনার রভিউ ভালো লেগেছে, আপনার কবিতাটাও :)

১৬ ই মে, ২০১৪ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর...ভালো লাগছে দেখে ।

পাঠে অনেক ধন্যবাদ রইল, কবি ।।

৩৪| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মাহমুদ০০৭ বলেছেন: পড়েছিলাম । আনোয়ার সাহেব খুবই ঝর ঝরে অনুবাদ করেন , গতিশীল । উনি খুশবন্ত সিংহের যে বইগুলা অনুবাদ করেছিলেন ওগুলা অ ফাটাফাটি হয়েছে ।

রিভিউ অ কবিতায় ভাল লাগা থাকল আপু ।
ভাল থাকবেন ।

১৬ ই মে, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

বাসায় আরেকটা বই পেয়েছি আনোয়ার হোসেন মঞ্জুর...এটা খুশবন্ত সিংএর... দেখেই ঠিক কর রেখেছি টার্গেট বইগুলো শেষ করে ওই বইটা পড়বো ...দেখি কবে নাগাদ শুরু করতে পারি ।

রিভিউ ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি, মাহমুদ ।
অনেক ভালো থাকুন ।।

৩৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১১:১২

দি সুফি বলেছেন: সৌদি আরব কিন্তু পুণ্য ভুমি নয়। বরং মক্কা এবং মদিনা হল পূণ্য ভুমি।
আর আরবরা যে সবচেয়ে খারাপ জাতি, এর সবচেয়ে ভালো প্রমান হল ইসলামের ইতিহাস। সেই সৃষ্টির শুরু থেকে এই আরবদের জন্য কত সহস্র নবী-রসূল এসেছেন, কিন্তু ওরা সংশোধন হয়নি। এই আরবদের থেকেই সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিদের উত্থান! অনারবদের একটা বড় অংশই শুধুমাত্র শুনে ঈমান এনেছে। অথচ আরবরা নবী-রসূলদের সরাসরি পেয়েও নিজেদের ঠিক করতে পারেনি। গণহারে সকল আরবদের খারাপ বলছি না।

৩১ নাম্বার মন্তব্যের জবাবে, নানা কারনে এরকম হতে পারে। খুব সম্ভবত ভাইরাস বা ফাইল সিষ্টেমে ব্যাড সেক্টরের কারনে এরকম হচ্ছে। সবচেয়ে ভালো হয় কোন কম্পিউটার সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে। অন্যথায় নতুন করে জানালা সেটাপ দিতে পারেন। ভালো ফল পাবেন। ডিস্ক ড্রাইভেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নতুন হার্ড ডিস্ক কিনতে হবে!

১৬ ই মে, ২০১৪ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

অনটপিকের কথাগুলো খুবই মনে ধরেছে, সুফি ।
সত্যিই ভেবে দেখার মতো ।

তবে হ্যা, সবাই খারাপ না ।
পাঠে অনেক ধন্যবাদ জানাই । আর,

মনে হচ্ছে সার্ভিসিং সেন্টারেই নিতে হবে, পিসিতে কোন কাজই করতে পারছি না, নেটবুকে কাজ করে অভ্যস্থ নই, তাই ব্লগিং করে আরাম পাচ্ছি না কয়দিন থেকে ।

পরামর্শ দেবার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।।

৩৬| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৯

অদ্বিতীয়া আমি বলেছেন: লেখাটা পড়ে প্রদীপের নিচে অন্ধকার কথাটা মনে হল ।উপরের কমেন্টে দি সুফি যেটা বলেছেন , বেশ যৌক্তিক । বইটার ব্যাপারে জানতাম না । জানা হল , সুযোগ পেলেই পড়ব ।

রিভিউ ভালো লেগেছে , আমিও দিতে চাই এমন রিভিউ ।

১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪

আরজু পনি বলেছেন:

আশা করি পড়ে নিরাশ হবেন না ।

লিখুন অদ্বিতীয়া...ব্লগে রিভিউ খুব কম আসছে দেখেই বিশেষ করে এই ব্যাপারে উদ্যোগী হয়েছি...

একসময় অনেকেই শুধু হতাশ হয়ে বলতো ব্লগে ভালো লেখা নেই তাই ব্লগে ভালো লাগে না...নেই হতাশাবাদীদের জবাব দিতেই শুরু করেছিলাম প্রতি মাসের আশা জাগানিয়া ব্লগ সংকলন...

ইদানিং আগের মতো সিনেমা রিভিউ্ও তেমন বেশি বেশি আসছে না... নিজে উদ্যোগ না নিয়ে হতাশা প্রকাশ করার দলে আমি নই...তাই আগের মতো কী কী হচ্ছে না তার হিসাব না করে যা হচ্ছে না, কিন্তু আশা করছি তেমনটি নিজের সাধ্য থাকলে নিজেই শুরু করতে চাই ।


আপনি খুব প্রানবন্ত একজন ব্লগার...আপনাকে দিয়ে অনেক দারুণ দারুণ লেখা ব্লগে আশা করতে পারি...যা অন্যদেরকেও অনুপ্রাণিত করবে ।

অনেক অনেক শুভকামনা রইল ।।

৩৭| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:৪৬

আমার আমিত্ব বলেছেন: আগামি মাসের প্রথমে বইটা কিনব আশা করচ্ছি।

১৯ শে মে, ২০১৪ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

বাহ্ খুব ভালো ।

শুভেচ্ছা রইল ।।

৩৮| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:১৯

যুবায়ের বলেছেন: সৌদি আরবকে যদি কেহ পুন্যভূমি মনে করে থাকেন তাহলে ভূল করছেন!.
মক্কা এবং মদীনা নগরী তা ছাড়া আরাফাত মিনা মুজদালিফা সাফা-মারওয়া এগুলি নিঃসন্দেহে পবিত্রতম স্হান।

তবে সমস্যার জন্য অনেকাংশেই দায়ী সৌদি রাজতন্ত্র!
এটা কোন ইসলামিক দেশ নয়। ইসলামিক দেশ হলেে
ইসলামী প্রজাতন্ত্র আরাবিয়া এরকম হতো।

বরং সৌদ পরিবার রাসূল সাঃ এর দেয়া রাষ্ট্রর নাম ‘হিজাজ’ নাম বাদ দিয়ে কিংডম অব সাওদি আরাবিয়া রেখেছে।

৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৭

আরজু পনি বলেছেন:
সত্যিই আমি এতোদিন তাই মনে করতাম...বইটি পড়ে আর ব্লগে শেয়ার করেই বুঝলাম গোটা সৌদি আরব সম্পর্কে এভাবে ধারণা করা ঠিক হয় নি ।

অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো যুবায়ের ।
ভালো থাকুন সবসময়।।

৩৯| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দ্বীন ইসলামের সহীহ বাস্তবায়ন নেই বলেই এই অবস্থা !

আর সৌদি আরব তো আসলে সৌদ বংশের রাজতন্ত্র, এটাকে ইসলামী রাষ্ট্র বলা যাবে না, ইসলামী রাষ্ট্র হলে আর দ্বীনকে সহীহভাবে বাস্তবায়ন করা হলে এদের অবস্থা এমন থাকত না... ইরান আরেকটা উদাহরণ...

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

সত্যিই বইটি পড়ে এতো অবাক হয়েছি ! মর্মাহত হয়েছি !

আসলেই একে ইসলামী রাষ্ট্র বলা ঠিক হবে না ।।

অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো ।
ভালো থাকুন সবসময় ।।

৪০| ০৫ ই জুন, ২০১৪ রাত ৯:৩২

কালীদাস বলেছেন: সৌদির কিছু পড়লেও সওয়াব :D
আছেন কিমুন?

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

হাহা
ছোটবেলায় তাইতো মনে করতাম :P



আগের চাকুরীটাকে ছাড়বো ভেবেছি অনেকদিন, কিন্তু আজ যখন সত্যিই ছাড়ছি তখন কেমন মায়ার বাঁধনে বাঁধা পড়ে গেছি মনে হচ্ছে !

মনটা বড্ড অস্থির হয়ে আছে গো ।


আপনাকে পেয়ে তবু্ও মনে হলো কাছের কাউকে পেলাম এই অস্থির সময়ে :D

৪১| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: পনি আপা , লেখাটি পড়লাম, দ্রুত পাঠে, যদিও বইয়ের উল্লেখযোগ্য লাইনগুলো এবং পরিশেষে সংযোজিত কবিতাটি মনোযোগ দিয়ে পড়েছি। বেশ ভালো লেগেছে। ধন্যবাদ বইয়ের গুরুত্বপূর্ণ কিছু আঙ্গিক খুঁজে খুঁজে বের করে পাঠকের সামনে তুলে ধরার জন্যে।

পরিশেষে বলতে চাই, আজ থেকে মাস আটেক পূর্বে আমি যখন প্রথম ব্লগিং শুরু করি তখন নানাজনে নানা ভাবে বিদ্রুপ করেছিল , আমার অজানায় ঘটে যাওয়া কিছু ভুল নিয়ে
Click This Link

কিন্তু আপনি সেই প্রথমদিনই এসে দাঁড়িয়েছিলেন আমার পাশে-
Click This Link

আপনার সহমর্মিতা আমি ভুলি নি। যদিও দেরী হয়ে গেল, তবুও, ছোট ভাইয়ের তরফ থেকে অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা গ্রহণ করবেন।

আর স্বপ্ন ছড়িয়ে যাবেন নতুন প্রজন্ম, নতুন ব্লগারদের মাঝে, বরাবরের মতই , এই আশা রেখে যাচ্ছি।

ভালো থাকবেন। :)

০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

আরজু পনি বলেছেন:
লেখাটা পড়েছেন বলে ধন্যবাদ জানাই আবির ।
দেরী করা কোন ব্যাপার নয় ।

আপনার লেখা গুলো ব্লগকে সমৃদ্ধ করুক ।

আপনার সম্প্রতি প্রকাশিত হওয়া লেখাটাও পড়েছি, তখন মন্তব্য করতে পারিনি ।

অনেক শুভকামনা রইল ।

৪২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭

সচেতনহ্যাপী বলেছেন: কুয়েতে কিন্তু মেয়েরা অনেক স্বাধীনতা ভোগ করে।। কিছু ব্যতিক্রম আছে, তাও গোত্রবিশেষে। এইসব গোত্রের নিয়ম-কানুন অনেকটা সৌদীদের মতই।
শুধু একটি উদাহরন দিচ্ছি, এখানে মেয়েরা নিজেরাই ড্রাইভ করে অফিসে আসে ৯০%ভাগ। যা সৌদীতে অকল্পনীয়। যদিও এ নিয়ে সেখানে মাঝে-মধ্যে মেয়েরা আন্দোলন তথা প্রতিবাদ জানাচ্ছে কয়েক বছর ধরেই। আর ড্রেসের ব্যাপারে তো কোন বাধাই নেই।এটাতেও ব্যতিক্রম কিন্তু সেই গোত্রে।
তবে বর্ণিত কিছু কিছু অংশে কোন পার্থক্য নেই।
অযাচিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।।







০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:

অযাচিত হবে কেন, অবশ্যই বলবেন ...শেয়ার করবেন অভিজ্ঞতা ।



আপনার পোস্টটা পুরোটা পড়তে পারিনি তাই মন্তব্য করতে পারিনি, কিন্তু নিজের শোকেসে এনে রেখেছি পুরোটা পড়ার জন্যে ।

শুভেচ্ছা রইল, হ্যাপি ।।

৪৩| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আগ্রহ জাগলো বইয়ের প্রতি।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২১

আরজু পনি বলেছেন:

পড়তে ভালো লাগবে এ নিশ্চিত বলতে পারি ।

অনেক শুভেচ্ছা রইল, দূর্জয় ।।

৪৪| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

কালীদাস বলেছেন: এক জায়গায় বেশি দিন থাকতে নাই...মায়ার টান বড়ই খারাপ জিনিষ।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

মায়ার টান সত্যিই বড়ই খারাপ জিনিস।
নিজের পরিবারের মানুষ ছাড়া আর কোন কিছুতেই/কারো প্রতিই মায়ার টান রাখতে নাই।

৪৫| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯

লিরিকস বলেছেন: +

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, লিরিকস।

শুভেচ্ছা রইল।।

৪৬| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

রাগিব নিযাম বলেছেন: যেখানে গাজায় শত শত নারী ধর্ষিত হয়েছে, সেখানে ধর্ম নয়, পুরুষ জাতির বিবেক নিয়ে প্রশ্ন থাকা উচিত।

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮

আরজু পনি বলেছেন:

ধর্ষণকারী ধর্মকে মাথায় রাখলে আর ধর্ষণ করতো না।


অনেক ধন্যবাদ, রাগিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.